HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর চট্টগ্রাম বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.

চট্টগ্রাম বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. ফরায়েজি আন্দোলনের সাথে কার নাম জড়িত?
[ক] নবাব আব্দুল লতিফ
[খ] শাহ ওয়ালীউলাহ
[গ] হাজী শরীয়তুলাহ
[ঘ] সৈয়দ আমীর আলী

২. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ পত্র পাঠাবেন?
[ক] প্রধান বিচারপতি
[খ] মন্ত্রিপরিষদ
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] স্পিকার

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রহমাতুলাহ ‘ক’ নামক দেশের প্রধান। তিনি জনাব গোলাম সরোয়ারকে সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

৩. জনাব গোলাম সরোয়ারকে কে নিয়োগ দিয়েছেন?
[ক] প্রধান বিচারপতি
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] আইনমন্ত্রী

৪. উক্ত পদে জনাব গোলাম সরোয়ার এর যথাযথ দায়িত্ব পালনের ফলে-
i. আইনের শাসন প্রতিষ্ঠিত হবে
ii. জনস্বার্থ রক্ষিত হবে
iii. সামাজিক সমতা নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৫. কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?
[ক] ১৯৫২
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৬
[ঘ] ১৯৬২

৬. ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’ কারা?
[ক] ক্ষুদ্র নৃগোষ্ঠী
[খ] ভূমিহীন
[গ] প্রতিবন্ধী
[ঘ] ভিক্ষুক

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
তরিকুল হাসান একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান নির্বাহী। তিনি জনগণের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন। তার পরিষদ ১২ জন সদস্য নিয়ে গঠিত। পলিএলাকার উন্নয়ন, সেবামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজে এ সংস্থা কাজ করে থাকে।

৭. উদ্দীপকে কোন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কথা বলা হয়েছে?
[ক] পৌরসভা
[খ] ইউনিয়ন পরিষদ
[গ] উপজেলা পরিষদ
[ঘ] সিটি কর্পোরেশন

৮. উক্ত প্রতিষ্ঠানের উল্লিখিত কার্যক্রমের ফলে-
i. পলিএলাকার জনগণের নেতৃত্বের বিকাশ ঘটবে
ii. নিজস্ব তহবিল গঠিত হবে
iii. স্ব-শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৯. বঙ্গভঙ্গ হয় কত সালে?
[ক] ১৯০৫
[খ] ১৯০৬
[গ] ১৯১০
[ঘ] ১৯১১

১০. ৩ জুন পরিকল্পনা কী?
[ক] ভারত বিভক্ত করার পরিকল্পনা
[খ] বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা
[গ] বাংলা প্রদেশ বিভক্ত করার পরিকল্পনা
[ঘ] পাঞ্জাব প্রদেশ বিভক্ত করার পরিকল্পনা

১১. দ্বৈতশাসন হলো-
[ক] কৃত্রিম শাসন
[খ] স্বৈরতন্ত্র
[গ] দুইজন শাসকের শাসন
[ঘ] গভর্নরের শাসন

নিচের ছকটি দেখে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
 A
  ১৯০৫

 B
  ১৯০৬

১২. উদ্দীপকে 'A' কলামের স্থানে কোনটি হবে?
[ক] জাতীয় কংগ্রেস
[খ] বঙ্গভঙ্গ
[গ] মুসলিম লীগ
[ঘ] বঙ্গভঙ্গ রদ

১৩. ছকের 'B' কলামে ইঙ্গিতকৃত বিষয়টির ফলে-
i. সরকারের সাথে মুসলমানদের সম্পর্কের উন্নয়ন হয়
ii. দুটি সম্প্রদায়ের স্বার্থ রক্ষিত হয়
iii. সরকারের সাথে হিন্দু সম্প্রদায়ের সম্পর্কের উন্নয়ন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১৪. ভাষা আন্দোলন কত সালে হয়?
[ক] ১৯৪৮
[খ] ১৯৪৯
[গ] ১৯৫২
[ঘ] ১৯৫৪

১৫. আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
[ক] ১৯৪৮
[খ] ১৯৪৯
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

১৬. জাতিসংঘ গঠিত হয় কত সালে?
[ক] ১৯১৯
[খ] ১৯৪৫
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৮৫

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
'X' দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। তার ওজন হ্রাস পেয়েছে, স্মরণশক্তি ও বুদ্ধিমত্তা লোপ পেয়েছে। 'X' এর রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে।

১৭. 'X' কোন ব্যাধিতে আক্রান্ত?
[ক] ডায়রিয়া
[খ] এইডস
[গ] যক্ষ্মা
[ঘ] ক্যানসার

১৮. উদ্দীপকে বর্ণিত ব্যাধি থেকে পরিত্রাণের উপায় হলো-
i. অনিরাপদ শারীরিক সম্পর্ক পরিহার করা
ii. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা
iii. ধর্মীয় অনুশাসন মেনে চলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] লন্ডন
[খ] রোম
[গ] ব্রাসেলস্
[ঘ] প্যারিস

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (চট্টগ্রাম বোর্ড ২০১৯)

২০. কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়?
[ক] ৪র্থ
[খ] ৮ম
[গ] ১২তম
[ঘ] ১৪তম

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
'Y' একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করার পর রাষ্ট্রপতি এক আদেশ জারির মাধ্যমে রাষ্ট্রের নীতিমালা প্রণয়নের ঘোষণা দেন। এ উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেন। কমিটি অল্প সময়ের মধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেন।

২১. উদ্দীপকের সাথে কোন দেশের নীতিমালা প্রণয়নের মিল খুঁজে পাওয়া যায়?
[ক] ভারত
[খ] বাংলাদেশ
[গ] ভুটান
[ঘ] পাকিস্তান

২২. উদ্দীপকে উল্লিখিত নীতিমালা প্রণয়নের ফলে-
i. নাগরিকের মৌলিক অধিকার প্রাপ্তি নিশ্চিত হয়
ii. গণতন্ত্র বিকাশের পথ সুগম হয়
iii. জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২৩. ‘অপারেশন সার্চলাইট’ কত তারিখে হয়েছিল?
[ক] ২২ মার্চ ১৯৭১
[খ] ২৩ মার্চ ১৯৭১
[গ] ২৪ মার্চ ১৯৭১
[ঘ] ২৫ মার্চ ১৯৭১

২৪. ১৯৪০ সালে সংঘটিত ঘটনা কোনটি?
[ক] বেঙ্গল প্যাক্ট
[খ] ঋণ সালিসি বোর্ড গঠন
[গ] লাহোর প্রস্তাব
[ঘ] গোল টেবিল বৈঠক

২৫. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যসংখ্যা কত ছিল?
[ক] ৩০
[খ] ৩১
[গ] ৩৪
[ঘ] ৩৫

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
সুকান্ত ও বাবু দুই বন্ধু। তাদের দেশটি এক সময় ব্রিটিশ উপনিবেশ দ্বারা শাসিত হতো। উপনিবেশিক সরকার তাদের দেশে একটি আইন প্রণয়ন করে এবং এর ফলে দুই ভাই দুটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়।

২৬. উদ্দীপকে বর্ণিত ঔপনিবেশিক সরকারের তৈরি আইনের সাথে তোমার পঠিত কোন সালের আইনটির সম্পৃক্ততা আছে?
[ক] ১৯০৯
[খ] ১৯১৯
[গ] ১৯৩৫
[ঘ] ১৯৪৭

২৭. উক্ত আইনের ফলে-
i. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়
ii. মুসলমানগণ আলাদা রাষ্ট্রের অধিকারী হয়
iii. হিন্দু-মুসলিম দ্বন্দ্বের অবসান হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮. জমিলা একটি সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে যুক্ত। সংস্থাটি সরকারের পাশাপাশি গ্রামীণ উন্নয়নে কাজ করছে। উদ্দীপকের জমিলা কোন ধরনের সংস্থায় চাকরি করে?
[ক] উপজেলা পরিষদ
[খ] ইউনিয়ন পরিষদ
[গ] পৌরসভা
[ঘ] এনজিও

২৯. আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল?
[ক] পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অর্জন
[খ] প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন
[গ] শক্তিশালী বিরোধী দল গঠন
[ঘ] রাজনৈতিক ক্ষমতা লাভ

৩০. তিতুমীরের আন্দোলনের সাথে জড়িত-
i. শিক্ষা বিস্তারে অনুকূল চেতনা সৃষ্টি
ii. জমিদার ও নীলকরদের বিরোধিতা
iii. রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [গ] ২ [ঘ] ৩ [খ] ৪ [ক] ৫ [গ] ৬ [গ] ৭ [খ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [ক] ১১ [গ] ১২ [খ] ১৩ [ক] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [গ] ২০ [গ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [ঘ] ২৪ [গ] ২৫ [গ] ২৬ [ঘ] ২৭ [ঘ] ২৮ [ঘ] ২৯ [গ] ৩০ [গ]

Share:

0 Comments:

Post a Comment