HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সিলেট বোর্ড ২০১৯ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download

সিলেট বোর্ড ২০১৯
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. জনমত কোনটি?
[ক] ক্ষমতাশালীর মতামত
[খ] বুদ্ধিজীবীদের মতামত
[গ] কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
[ঘ] সংখ্যাধিক্যের মতামত

২. জাতিসংঘ কর্তৃক মানবাধিকারসমূহ গৃহীত ও ঘোষিত হয় ১৯৪৮ সালের-
[ক] ১০ ডিসেম্বর
[খ] ১৬ ডিসেম্বর
[গ] ১৮ ডিসেম্বর
[ঘ] ২০ ডিসেম্বর

৩. আইনের শাসন বলতে বোঝায়-
i. আইন হবে সার্বভৌম
ii. অপরাধীকে শাস্তি দেওয়া
iii. আইনের চোখে সবাই সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী?
[ক] বিশেষজ্ঞ
[খ] রাজনৈতিক
[গ] সনাতন
[ঘ] সর্বাত্মকবাদী

৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো-
i. সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা
ii. সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের সংগঠিত করা
iii. নির্বাচনি কর্মকান্ডে অংশগ্রহণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও : 
জনাব ফরিদ একজন উচ্চ শিক্ষিত সচেতন ব্যক্তি। তিনি মনে করেন, সুনাগরিক হওয়ার জন্য জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের নাগরিককে নির্বাচনে প্রার্থী হওয়ার ও ভোটদাতা হিসেবে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত হওয়া দরকার।

৬. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] আইন
[খ] স্বাধীনতা
[গ] অধিকার
[ঘ] সাম্য

৭. উক্ত বিষয়টি স্বাধীনতায় যেভাবে প্রভাব ফেলবে-
i. অসাম্যকে দূর করে
ii. গণতান্ত্রিক অধিকার ভোগ করে
iii. ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাও : 
বাংলাদেশের নাগরিক মিজান সিঙ্গাপুরে বসবাস করেন। তার ভিসায় নামের বানান ভুল থাকায় সিঙ্গাপুরে সম্প্রতি তিনি গ্রেফতার হন। মিজানকে মুক্ত করার জন্য তার পরিবার বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করে।

৮. কোন অধিকারবলে মিজানের পরিবার আবেদনটি করেছে?
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] ব্যক্তিগত

৯. E-Governance কে 'SMART GOVERNMENT' বলেছেন কে?
[ক] চন্দ্রবাবু নাইডু
[খ] এ. পি. জে. আব্দুল সালাম
[গ] মমতা ব্যানার্জী
[ঘ] জগদীশ চন্দ্র বসু

১০. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
[ক] ম্যাক্স ওয়েবার
[খ] মন্টেস্কু
[গ] বোডিন
[ঘ] জন লক

১১. ‘‘নাগরিকতার সাথে জড়িত সব প্রশ্ন যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি’’- উক্তিটি কার?
[ক] এফ. আই. গাউড
[খ] ই. এম. হোয়াইট
[গ] ফ্রেডরিখ জেমস গুল্ড
[ঘ] ভি. কে. চোপড়া

১২. সুশাসনের জন্য প্রয়োজন-
[ক] দক্ষ প্রশাসন
[খ] আইনের শাসন
[গ] নৈতিক প্রাধান্য
[ঘ] জাতীয় আইন

১৩. 'Civics' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ-
i. Civis
ii. Civitas
iii. Civites

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
কলেজে যাওয়ার পথে সোনিয়া ইভটিজিং-এর শিকার হয়। বখাটে ছেলেদের অত্যাচার থেকে বাঁচতে সে ইদানীং কলেজে যাচ্ছে না। এতে তার পড়াশুনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সিলেট বোর্ড ২০১৯)

১৪. স্বাধীনভাবে চলতে না পারায় সোনিয়ার কোন জাতীয় অধিকার ক্ষুণড়ব হয়?
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] নৈতিক

১৫. উদ্দীপকে উল্লিখিত কর্মকান্ডের ফলে-
i. আইন অবমাননা হবে
ii. মানবাধিকার লঙ্ঘিত হবে
iii. শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. বিশ্বব্যাংকের কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
[ক] ১৯৮৭ 
[খ] ১৯৮৮ 
[গ] ১৯৮৯ 
[ঘ] ২০০৪

১৭. ‘‘সার্বভৌমের আদেশই আইন’’- উক্তিটি কার?
[ক] জন অস্টিন
[খ] অধ্যাপক হল্যান্ড
[গ] অধ্যাপক লাস্কি
[ঘ] অধ্যাপক গেটেল

১৮. লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষ আইন
মেনে চলে?
[ক] ৩ 
[খ] ৫ 
[গ] ৭ 
[ঘ] ৯

১৯. দুর্নীতি প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করে-
[ক] জবাবদিহিতা
[খ] অংশগ্রহণ
[গ] আইন
[ঘ] সুশাসন

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও : 
রফিক বলল, গতকাল টিভিতে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার হল নিয়ে প্রতিবেদন দেখলাম। সেখানে পর্যবেক্ষকের উপস্থিতি ছাড়া পরীক্ষার্থীরা নিজেরাই সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরীক্ষার হলের নিয়ম পুরাপুরি মেনে যথাসময়ে পরীক্ষা সমাপ্ত করে খাতা জমা দিয়ে চলে যাচ্ছে। প্রতিবেদকের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানালেন, আমরা তাদেরকে নৈতিক শিক্ষার মাধ্যমে এ পর্যায়ে আনতে পেরেছি।

২০. উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে?
[ক] মূল্যবোধ
[খ] স্বাধীনতা
[গ] দেশপ্রেম
[ঘ] আইন

২১. উদ্দীপকে শিক্ষা আমাদের জীবনে কোন ধরনের প্রভাব আনবে?
i. দায়িত্বশীলতা শেখাবে
ii. প্রশিক্ষণকে সুদৃঢ় করবে
iii. সুশাসন সম্ভব হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. সামাজিক স্বাধীনতা হলো-
[ক] জীবনযাত্রার স্বাধীনতা
[খ] সম্পত্তি ভোগের স্বাধীনতা
[গ] উপযুক্ত মজুরি লাভ
[ঘ] জাতীয় স্বাধীনতা

২৩. আমলাতন্ত্রের জনক কে?
[ক] অধ্যাপক ফাইনার
[খ] ম্যাকাইভার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] পল এইচ অ্যাপলবি

নিচের উদ্দীপকটি পড়ে ২৪নং প্রশ্নের উত্তর দাও :
‘‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’’

২৪. এ গানের পঙ্ক্তিতে ফুটে উঠেছে-
[ক] সুশাসন
[খ] জাতীয়তা
[গ] জনমত
[ঘ] দেশপ্রেম

২৫. আমলারা কার নিকট জবাবদিহি করেন?
[ক] রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] মন্ত্রীর
[ঘ] ঊর্ধ্বতন কর্মকর্তার

২৬. অধিকারের ধরন কয়টি?
[ক] ২ 
[খ] ৩
[গ] ৪ 
[ঘ] ৫

নিচের উদ্দীপকটি পড়ে ২৭নং প্রশ্নের উত্তর দাও :
‘গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তা বলেন, নাগরিক জীবনকে স্পর্শ করে এবং দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে শিক্ষা দেয় এমন বিষয় সবার পড়া উচিত।

২৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে মিল আছে-
[ক] নীতিশাস্ত্র
[খ] পৌরনীতি ও সুশাসন
[গ] অর্থনীতি
[ঘ] ইতিহাস

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আমিন একজন খ্যাতনামা অধ্যাপক। তিনি যেমন স্মার্ট, তেমন দক্ষ ও বিনয়ী। ছাত্রছাত্রীসহ সবাই জনাব আমিনের কর্মকান্ডকে অনুকরণীয় মনে করে। সমাজ ও রাষ্ট্রের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য জনাব আমিনের মতো ব্যক্তিত্ব সবার কাম্য।

২৮. উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে?
[ক] রাজনৈতিক দল
[খ] আমলাতন্ত্র
[গ] মূল্যবোধ
[ঘ] নেতৃত্বে

২৯. উক্ত বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ ভূমিকা রাখবে?
i. প্রগতির পথে এগিয়ে নিবে
ii. জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করবে
iii. প্রার্থী নির্বাচন সহজ হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. বাংলাদেশে ‘তথ্য অধিকার আইন’ পাস হয় কত সালে?
[ক] ২০০৬ 
[খ] ২০০৮ 
[গ] ২০০৯ 
[ঘ] ২০১০

উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [ঘ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [গ] ৯ [ক] ১০ [খ] ১১ [খ] ১২ [খ] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ক] ২০ [ক] ২১ [খ] ২২ [ক] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [ক] ৩০ [গ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide