HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর কুমিলা বোর্ড ২০১৯ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download

কুমিলা বোর্ড ২০১৯
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. ক্ষমতাস্বতন্ত্রীকরণের মূলকথা হলো-
[ক] শাসন বিভাগকে শক্তিশালী করা
[খ] আইন বিভাগকে শক্তিশালী করা
[গ] বিচার বিভাগকে শক্তিশালী করা
[ঘ] এক বিভাগের ওপর অন্য বিভাগের হস্তক্ষেপ রোধ করা

২. একটি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন-
i. বলিষ্ঠ নেতৃত্ব
ii. সুনির্দিষ্ট কর্মসূচি
iii. নেতৃত্বের সততা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩. পত্র-পত্রিকার কাজ হলো-
i. পাঠককে আনন্দ দেওয়া
ii. জনমত সৃষ্টি
iii. সাহিত্যকর্মকে উৎসাহ দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও : 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ছাত্র সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে সুনির্দিস্ট কর্মসূচি পেশ করে তারা জনমত সৃষ্টির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী।

৪. প্রাক্তন ছাত্রদের এ সম্মিলিত রূপকে কী বলে?
[ক] রাজনৈতিক দল
[খ] উপদল
[গ] সংঘ
[ঘ] চাপসৃষ্টিকারী গোষ্ঠী

৫. উপরিউক্ত কর্মসূচি কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় প্রযোজ্য?
[ক] গণতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক

৬. মানুষের স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন-
i. আইনের শাসন
ii. দায়িত্বশীল শাসনব্যবস্থা
iii. জনমত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭. জাতীয়তার পূর্ণরূপ কোনটি?
[ক] রাষ্ট্র
[খ] ক্ষমতা
[গ] ভূখন্ড
[ঘ] জাতি

৮. সুশাসনের জন্য প্রয়োজন-
i. আইনের শাসন
ii. সরকারের জবাবদিহিতা
iii. আর্থিক সচ্ছলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯. কোনটি সুশাসনের পরিচয় দেয়?
[ক] গণসন্তুষ্টি
[খ] গণস্বার্থ
[গ] গণআকাঙ্ক্ষা
[ঘ] গণচেতনা

১০. আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় কোন সরকারে?
[ক] রাষ্ট্রপতি শাসিত সরকার
[খ] মন্ত্রিপরিষদ শাসিত সরকার
[গ] রাজতান্ত্রিক সরকার
[ঘ] একনায়কতান্ত্রিক সরকার

১১. গণতন্ত্র সফলতার জন্য প্রয়োজন-
i. সুশিক্ষিত নাগরিক
ii. আইনের শাসন
iii. রাজনৈতিক সহনশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (কুমিলা বোর্ড ২০১৯)

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরাইল নামক রাষ্ট্রে এসে সংগঠিত হয়।

১২. বর্ণিত জনগোষ্ঠীর সংগঠিত হওয়ার ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটি কার্যকর?
[ক] ধর্মীয় ঐক্য
[খ] ভৌগোলিক ঐক্য
[গ] ভাবগত ঐক্য
[ঘ] বংশগত ঐক্য

১৩. উক্ত উপাদান মানুষকে দ্রুত-
i. মানবিক ঐক্যে আবদ্ধ করে
ii. স্থায়ী জাতিগত ঐক্য সৃষ্টি করে
iii. সাম্প্রদায়িকতা রোধ করে।

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪. রাজা/রাণী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিক কে?
[ক] জনগণ
[খ] আদালত
[গ] রাজনৈতিক দল
[ঘ] প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ

১৫. নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] নৈতিক

১৬. কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা?
[ক] রাজনৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] প্রাকৃতিক
[ঘ] আইনগত

১৭. ই-গভর্নেন্সের উদ্দেশ্য হলো-
i. সুশাসন প্রতিষ্ঠা
ii. প্রশাসনকে গতিশীল করা
iii. সরকারি কাজের সচ্ছতা আনয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৮. জ্ঞআমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি’’- সংজ্ঞাটি কার?
[ক] অ্যাপলার
[খ] ফাইনার
[গ] অগ
[ঘ] ফিফনার

১৯. নেতার কোন গুণকে নেতৃত্ব বলে?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] নৈতিক

২০. আইন শব্দটি কোন ভাষার?
[ক] আরবি
[খ] বাংলা
[গ] ফার্সি
[ঘ] ফরাসি

২১. রাজনৈতিক অধিকার কোনটি?
[ক] খাদ্য
[খ] চিকিৎসা
[গ] শিক্ষা
[ঘ] ভোটদান

২২. মৌলিক অধিকারের রক্ষক কোনটি?
[ক] সংবিধান
[খ] সরকার
[গ] জাতিসংঘ
[ঘ] জনমত

২৩. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
[ক] কর প্রদান
[খ] রাষ্ট্রীয় কর্মকান্ডে অংশগ্রহণ
[গ] রাজনীতিতে যোগদান
[ঘ] সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : 
কমলপুর রাষ্ট্রের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। কিন্তু রাষ্ট্রে প্রচার মাধ্যমগুলো সরকার নিয়ন্ত্রিত।

২৪. কমলপুর রাষ্ট্রটিতে কিসের অভাব পরিলক্ষিত হয়?
[ক] গণতন্ত্র
[খ] সুশাসন
[গ] জনমত
[ঘ] আইনের শাসন

২৫. রাষ্ট্রটিতে কোনটির স্বাধীনতা সর্বাগ্রে প্রয়োজন?
[ক] সংবাদপত্র
[খ] বিচার বিভাগ
[গ] আইন বিভাগ
[ঘ] প্রচার মাধ্যম

২৬. কোন দিক থেকে পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন?
[ক] উৎপত্তিগত
[খ] বিষয়গত
[গ] আলোচনার দৃষ্টিকোণ
[ঘ] প্রবিধিগত

২৭. সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কী বলা হয়?
[ক] নীতিশাস্ত্র
[খ] সামাজিক বিজ্ঞান
[গ] রাজনীতি বিজ্ঞান
[ঘ] নাগরিকতা বিষয়ক বিজ্ঞান

২৮. Bureau শব্দটি কোন ভাষার?
[ক] ল্যাটিন
[খ] গ্রিক
[গ] ফরাসি
[ঘ] আরবি

২৯. লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
[ক] সংসদে উত্থাপিত বিলকে
[খ] সংসদের আইনকে
[গ] সরকারি সিদ্ধান্তকে
[ঘ] আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতাকে

৩০. রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণির অধিকার?
[ক] নৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] আন্তর্জাতিক
[* বি. দ্র. সঠিক উত্তর : আইনগত অধিকার]

উত্তরমালা: ১ [ঘ] ২ [ঘ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [ক] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [ক] ১০ [খ] ১১ [ঘ] ১২ [ক] ১৩ [ক] ১৪ [ঘ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [ক] ২০ [গ] ২১ [ঘ] ২২ [ক] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [ঘ] ৩০ *

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide