এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download
কুমিলা বোর্ড ২০১৯
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer
১. ক্ষমতাস্বতন্ত্রীকরণের মূলকথা হলো-
[ক] শাসন বিভাগকে শক্তিশালী করা
[খ] আইন বিভাগকে শক্তিশালী করা
[গ] বিচার বিভাগকে শক্তিশালী করা
[ঘ] এক বিভাগের ওপর অন্য বিভাগের হস্তক্ষেপ রোধ করা
২. একটি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন-
i. বলিষ্ঠ নেতৃত্ব
ii. সুনির্দিষ্ট কর্মসূচি
iii. নেতৃত্বের সততা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩. পত্র-পত্রিকার কাজ হলো-
i. পাঠককে আনন্দ দেওয়া
ii. জনমত সৃষ্টি
iii. সাহিত্যকর্মকে উৎসাহ দান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ছাত্র সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে সুনির্দিস্ট কর্মসূচি পেশ করে তারা জনমত সৃষ্টির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী।
৪. প্রাক্তন ছাত্রদের এ সম্মিলিত রূপকে কী বলে?
[ক] রাজনৈতিক দল
[খ] উপদল
[গ] সংঘ
[ঘ] চাপসৃষ্টিকারী গোষ্ঠী
৫. উপরিউক্ত কর্মসূচি কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় প্রযোজ্য?
[ক] গণতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
৬. মানুষের স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন-
i. আইনের শাসন
ii. দায়িত্বশীল শাসনব্যবস্থা
iii. জনমত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭. জাতীয়তার পূর্ণরূপ কোনটি?
[ক] রাষ্ট্র
[খ] ক্ষমতা
[গ] ভূখন্ড
[ঘ] জাতি
৮. সুশাসনের জন্য প্রয়োজন-
i. আইনের শাসন
ii. সরকারের জবাবদিহিতা
iii. আর্থিক সচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯. কোনটি সুশাসনের পরিচয় দেয়?
[ক] গণসন্তুষ্টি
[খ] গণস্বার্থ
[গ] গণআকাঙ্ক্ষা
[ঘ] গণচেতনা
১০. আইন ও শাসন বিভাগের সুসম্পর্ক দেখা যায় কোন সরকারে?
[ক] রাষ্ট্রপতি শাসিত সরকার
[খ] মন্ত্রিপরিষদ শাসিত সরকার
[গ] রাজতান্ত্রিক সরকার
[ঘ] একনায়কতান্ত্রিক সরকার
১১. গণতন্ত্র সফলতার জন্য প্রয়োজন-
i. সুশিক্ষিত নাগরিক
ii. আইনের শাসন
iii. রাজনৈতিক সহনশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরাইল নামক রাষ্ট্রে এসে সংগঠিত হয়।
১২. বর্ণিত জনগোষ্ঠীর সংগঠিত হওয়ার ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটি কার্যকর?
[ক] ধর্মীয় ঐক্য
[খ] ভৌগোলিক ঐক্য
[গ] ভাবগত ঐক্য
[ঘ] বংশগত ঐক্য
১৩. উক্ত উপাদান মানুষকে দ্রুত-
i. মানবিক ঐক্যে আবদ্ধ করে
ii. স্থায়ী জাতিগত ঐক্য সৃষ্টি করে
iii. সাম্প্রদায়িকতা রোধ করে।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৪. রাজা/রাণী নিয়মতান্ত্রিক প্রধান হলে প্রকৃত ক্ষমতার মালিক কে?
[ক] জনগণ
[খ] আদালত
[গ] রাজনৈতিক দল
[ঘ] প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ
১৫. নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] নৈতিক
১৬. কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা?
[ক] রাজনৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] প্রাকৃতিক
[ঘ] আইনগত
১৭. ই-গভর্নেন্সের উদ্দেশ্য হলো-
i. সুশাসন প্রতিষ্ঠা
ii. প্রশাসনকে গতিশীল করা
iii. সরকারি কাজের সচ্ছতা আনয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৮. জ্ঞআমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি’’- সংজ্ঞাটি কার?
[ক] অ্যাপলার
[খ] ফাইনার
[গ] অগ
[ঘ] ফিফনার
১৯. নেতার কোন গুণকে নেতৃত্ব বলে?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] নৈতিক
২০. আইন শব্দটি কোন ভাষার?
[ক] আরবি
[খ] বাংলা
[গ] ফার্সি
[ঘ] ফরাসি
২১. রাজনৈতিক অধিকার কোনটি?
[ক] খাদ্য
[খ] চিকিৎসা
[গ] শিক্ষা
[ঘ] ভোটদান
২২. মৌলিক অধিকারের রক্ষক কোনটি?
[ক] সংবিধান
[খ] সরকার
[গ] জাতিসংঘ
[ঘ] জনমত
২৩. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
[ক] কর প্রদান
[খ] রাষ্ট্রীয় কর্মকান্ডে অংশগ্রহণ
[গ] রাজনীতিতে যোগদান
[ঘ] সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
কমলপুর রাষ্ট্রের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। কিন্তু রাষ্ট্রে প্রচার মাধ্যমগুলো সরকার নিয়ন্ত্রিত।
২৪. কমলপুর রাষ্ট্রটিতে কিসের অভাব পরিলক্ষিত হয়?
[ক] গণতন্ত্র
[খ] সুশাসন
[গ] জনমত
[ঘ] আইনের শাসন
২৫. রাষ্ট্রটিতে কোনটির স্বাধীনতা সর্বাগ্রে প্রয়োজন?
[ক] সংবাদপত্র
[খ] বিচার বিভাগ
[গ] আইন বিভাগ
[ঘ] প্রচার মাধ্যম
২৬. কোন দিক থেকে পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন?
[ক] উৎপত্তিগত
[খ] বিষয়গত
[গ] আলোচনার দৃষ্টিকোণ
[ঘ] প্রবিধিগত
২৭. সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কী বলা হয়?
[ক] নীতিশাস্ত্র
[খ] সামাজিক বিজ্ঞান
[গ] রাজনীতি বিজ্ঞান
[ঘ] নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
২৮. Bureau শব্দটি কোন ভাষার?
[ক] ল্যাটিন
[খ] গ্রিক
[গ] ফরাসি
[ঘ] আরবি
২৯. লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
[ক] সংসদে উত্থাপিত বিলকে
[খ] সংসদের আইনকে
[গ] সরকারি সিদ্ধান্তকে
[ঘ] আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতাকে
৩০. রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণির অধিকার?
[ক] নৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] আন্তর্জাতিক
[* বি. দ্র. সঠিক উত্তর : আইনগত অধিকার]
উত্তরমালা: ১ [ঘ] ২ [ঘ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [ক] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [ক] ১০ [খ] ১১ [ঘ] ১২ [ক] ১৩ [ক] ১৪ [ঘ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [ক] ২০ [গ] ২১ [ঘ] ২২ [ক] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [ঘ] ৩০ *
0 Comments:
Post a Comment