এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download
চট্টগ্রাম বোর্ড ২০১৯
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer
১. নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ?
[ক] জনসভা করা
[খ] কর্মসূচি প্রণয়ন করা
[গ] দলীয় কোন্দল দূর করা
[ঘ] প্রার্থী মনোনয়ন দেওয়া
২. ই-গভর্নেন্সের অন্যতম বাহন কোনটি?
[ক] ইউটিউব
[খ] ফেসবুক
[গ] ই-মেইল
[ঘ] ইন্টারনেট
৩. ই-গভর্নেন্সের মাধ্যমে প্রদানকৃত সেবা হচ্ছে-
i. পরীক্ষার ফল প্রকাশ করা
ii. কর পরিশোধ করা
iii. বিনামূল্যে বই বিতরণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৪. ডিজিটাল বাংলাদেশ কত সালে ঘোষণা করা হয়?
[ক] ২০০৬
[খ] ২০০৭
[গ] ২০০৮
[ঘ] ২০০৯
নিচের চিত্রটি দেখে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
মৌলিক অধিকার নিশ্চিত করা
[?]
ন্যায়বিচার নিশ্চিত করা
অপরাধীদের শাস্তি প্রদান
৫. (?) চিহ্নিত স্থানে সরকারের যে বিভাগ বসবে তা হলো-
i. আইন
ii. বিচার
iii. শাসন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
৬. উক্ত বিভাগের/বিভাগসমূহের গুরুত্ব অপরিসীম, কারণ-
i. দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করে
ii. প্রয়োজনে আইন প্রণয়ন করে
iii. দুষ্টের দমন ও শিষ্টের পালন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭. এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
[ক] রাজতন্ত্র
[খ] অভিজাততন্ত্র
[গ] পলিটি
[ঘ] গণতন্ত্র
৮. সংসদীয় সরকারব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্পিকার
৯. নিচের কোনটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়?
[ক] রাষ্ট্রবিজ্ঞান
[খ] অর্থনীতি
[গ] ইতিহাস
[ঘ] সমাজকর্ম
১০. "Democracy is a government of the people, by the people, and for the people,."- উক্তিটি কার?
[ক] আব্রাহাম লিংকন
[খ] কারলাইল
[গ] অস্টিন
[ঘ] ম্যাকাইভার
১১. কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই?
[ক] বাংলাদেশ
[খ] ভারত
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] যুক্তরাজ্য
১২. সুষ্ঠু জনমত গঠনে কিসের প্রয়োজন বেশি?
[ক] সত্যনির্ভর জনমত
[খ] আবেগনির্ভর জনমত
[গ] শিক্ষিত জনমত
[ঘ] সদা জাগ্রত জনমত
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জাবেদ তার এলাকার একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য ইউনিয়ন পরিষদে সরকারি ভাতা প্রাপ্তির আবেদন করেন। পরিষদ থেকে এ ধরনের ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়। এ প্রেক্ষিতে তিনি বিস্তারিত তথ্য জানার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। পরবর্তীতে কর্তৃপক্ষ সেই ব্যক্তির জন্য প্রতিবন্ধী ভাতা চালু করেন।
[ক] সাংবিধানিক আইন
[খ] ফৌজদারি আইন
[গ] দেওয়ানি আইন
[ঘ] তথ্য অধিকার আইন
১৪. জনাব জাবেদের আবেদনের ফলে-
i. প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত হয়
ii. সরকারি কাজকর্মে হস্তক্ষেপ করা হয়
iii. নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৫. আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীদের দক্ষতা কীভাবে বাড়ে?
[ক] পড়াশুনার মাধ্যমে
[খ] অনুশীলনের মাধ্যমে
[গ] প্রশিক্ষণের মাধ্যমে
[ঘ] অধিক পরিশ্রম করে
১৬. রাজনৈতিক সংগঠিত সমাজকে কী বলে?
[ক] নির্বাচকমন্ডলী
[খ] রাজনৈতিক সমাজ
[গ] জাতি
[ঘ] সমাজ
১৭. 'Patriotism' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ল্যাটিন
[খ] জার্মান
[গ] গ্রিক
[ঘ] ইংরেজি
১৮. মানবাধিকারের রক্ষক কোনটি?
[ক] আদালত
[খ] সচিবালয়
[গ] জাতিসংঘ
[ঘ] ওআইসি
১৯. 'Civis' শব্দের অর্থ কী?
[ক] নগর
[খ] নাগরিকতা
[গ] নাগরিক
[ঘ] নগররাষ্ট্র
২০. নাগরিকের কোন দিক পৌরনীতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয়?
[ক] ব্যক্তিগত স্বাধীনতা
[খ] স্থানীয় সংগঠন
[গ] আন্তর্জাতিক সংগঠন
[ঘ] অধিকার ও কর্তব্য
২১. সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Good governance
[খ] Good government
[গ] Good justice
[ঘ] Good issue
২২. সৌদি আরবে রাজার মৃত্যুর পর তার উত্তরসূরিরা সিংহাসনে আরোহণ করেন। সৌদি আরবের ক্ষেত্রে নিচের কোন ধরনের সরকারব্যবস্থা প্রযোজ্য?
[ক] গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
নিচের চিত্রটি দেখে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
জবাবদিহিতা
অংশগ্রহণ
[?]
স্বচ্ছতা
আইনের শাসন
২৩. উপরের (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] রাজতন্ত্র
[খ] সুশাসন
[গ] আমলাতন্ত্র
[ঘ] স্থানীয় সরকার
২৪. উপরের চিত্রের বিষয়গুলো নিশ্চিত করার প্রধান দায়িত্ব কার?
[ক] নাগরিকের
[খ] শাসন বিভাগের
[গ] আইন বিভাগের
[ঘ] আমলাতন্ত্রের
২৫. ‘‘সার্বভৌমের আদেশই আইন’’- উক্তিটি কার?
[ক] জন লক
[খ] অধ্যাপক হল্যান্ড
[গ] জন অস্টিন
[ঘ] উড্রো উইলসন
২৬. কোন স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন?
[ক] সামাজিক
[খ] সাংস্কৃতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] ধর্মীয়
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
বরিশাল শহরের ভিতর দিয়ে প্রবাহিত কয়েকটি খাল দখল ও দূষণের প্রতিবাদে কতিপয় যুবক উদ্যোগ গ্রহণ করে। তারা সভা, সেমিনার, পোস্টারের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে। অধিকাংশ জনগণ তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। শহরবাসী খাল দখল এবং দূষণ রোধ করার জোর দাবি উত্থাপন করে। ফলে সংশিষ্ট প্রশাসন খালগুলোকে দখল ও দূষণমুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
২৭. উদ্দীপকে কতিপয় যুবকের উদ্যোগে-
[ক] স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়
[খ] আইন প্রণীত হয়
[গ] জনস্বার্থ বিঘ্নিত হয়
[ঘ] জনমত গঠিত হয়
২৮. সংশিষ্ট প্রশাসনের কার্যক্রমে-
[ক] জনগণের স্বার্থ সংরক্ষিত হয়
[খ] জনজীবনের শান্তি বিঘ্নিত হয়
[গ] ব্যক্তিস্বার্থ সংরক্ষিত হয়
[ঘ] প্রশাসনের স্বার্থ সংরক্ষিত হয়
২৯. রাফি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গিয়ে দেখল সাংবাদিকরা মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছেন। কিন্তু উত্তর দিচ্ছে মন্ত্রীর একান্ত সচিব। এর মাধ্যমে যে দিকটি ফুটে ওঠে তা হলো-
i. আমলাদের দৌরাত্ম্য
ii. অযোগ্য ব্যক্তিদের শাসন
iii. রাজনৈতিক হস্তক্ষেপ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. নেতৃত্ব কোন ধরনের গুণ?
[ক] পারিবারিক
[খ] মানবিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক
উত্তরমালা: ১ [ঘ] ২ [ঘ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [খ] ৬ [ঘ] ৭ [গ] ৮ [ক] ৯ [ঘ] ১০ [ক] ১১ [গ] ১২ [ঘ] ১৩ [ঘ] ১৪ [গ] ১৫ [গ] ১৬ [গ] ১৭ [গ] ১৮ [গ] ১৯ [গ] ২০ [ঘ] ২১ [ক] ২২ [গ] ২৩ [খ] ২৪ [খ] ২৫ [গ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [ঘ]
0 Comments:
Post a Comment