True Justice Completing Story pdf download - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

True Justice Completing Story pdf download

Complete the following story with the cue. Give a suitable title to it.
Long ago, there was a Sultan in Bengal. His name was Giasuddin Azam. His capital was Sonargaon near Dhaka. He was a very just and kind ruler. The Sultan's hobby was hunting. One day, he was ........

True Justice
Long ago, there was a Sultan in Bengal. His name was Giasuddin Azam. His capital was Sonargaon near Dhaka. He was a very just and kind ruler. The Sultan's hobby was hunting. One day, he was hunting in a jungle. Aiming at a fawn he shot but it missed the target and hit a son of a widow. The widow came to the Kazi and complained against the Sultan. At first the Kazi fell in puzzle whether he should take steps to punish the Sultan.

Kazi told the Sultan to pay for the loss that he had committed to the widow as his punishment . Hearing this the Sultan stood up and came to the Kazi and said, "Kazi, I am proud of your honesty and bravery. You are really eligible for the post. My country needs man like you." In reply the Kazi said, "Believe me the Sultan, if you disobeyed my judgment, I would beat you with my stick as I do to other ordinary people." The Sultan then gave a lot of wealth to the widow for the loss of her child.

pdf download
সঠিক বিচার
অনেক দিন পূর্বে বাংলায় একজন সুলতান ছিলেন। তাঁর নাম ছিল গিয়াস উদ্দিন আজম। তাঁর রাজধানী ছিল ঢাকার নিকটে সোনারগাঁ। তিনি একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক ছিলেন। সুলতানের শখ ছিল শিকার করা। একদিন তিনি জঙ্গলে শিকার করতে গেলেন। একটি হরিণ শাবককে লক্ষ্য করে গুলি করলেন এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়ে এক বিধবার ছেলেকে আঘাত করল। বিধবা কাজীর নিকটে এসে সুলতানের বিরুদ্ধে বিচার দাবি করলেন। প্রথমে কাজী হতবুদ্ধি হয়ে গেলেন এই ভেবে যে তিনি সুলতানের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন কিনা।

True Justice Completing Story

কাজী সুলতানকে বললেন যে তাঁকে বিধবার যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ইহা শুনে সুলতান দাঁড়িয়ে পড়লেন এবং কাজীর নিকট গিয়ে বললেন, “কাজী, আমি আপনার সততা ও সাহসে গর্বিত, সত্যিই আপনি এই পদের যোগ্য। আমার দেশে আপনার মত লোক দরকার।” প্রত্যুত্তরে কাজী বললেন, “সুলতান, বিশ্বাস করুন, যদি আপনি আমার বিচারকে অমান্য করতেন আমি আমার বেত দ্বারা আপনাকে সেভাবে আঘাত করতাম যেভাবে অন্য সাধারণ মানুষদেরকে করে থাকি।” সুলতান বিধবাকে তার পুত্র হারানোর জন্য অঢেল সম্পদ দান করলেন।

1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here