Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it :
Once there lived a middle-aged woman named Bilkis. She had three sons. Her husband was very lazy and he did not do any work. She had to work all day long to earn money for the family. One day she met a group of people who came to her village from the Grameen Bank. They .........
The Story of a Successful Woman
Once there lived a middle-aged woman named Bilkis. She had three sons. Her husband was very lazy and he did not do any work. She had to work all day long to earn money for the family. One day she met a group of people who came to her village from the Grameen Bank. They said that they were interested in helping the poor people, the landless and the helpless.
She learnt from them that they would provide loans to the poor and helpless people. No news could be so good to Bilkis more than it. Because, she could try to change her lot with their financial support.
Once she went to the bank with some of her neighbours. An officer of the bank greeted them and made them understand the activities of the bank and the eligibility of getting loan. The officer advised them to form five or six groups. Each group would contain five or six members.
Bilkis communicated with her neighbours and managed some people to form groups. A centre was set up. Bilkis was elected chairperson of her group. The bank would conduct business with the members through the chairperson.
At first, the bank approved a loan of five thousand taka for Bilkis. With that money Bilkis started rice-husking business. She also conducted a stationary shop beside the school. Bilkis gained a good profit by dint of hard labour. She succeeded to repay the installations.
Subsequently, she got a larger loan and enlarged her business. Within two years, her bad days were gone by. She built a new house and was able to feed her children and family members properly. She became solvent with the loan and her hard work.
pdf download
একজন সফল নারীর গল্প
একদা বিলকিস নামে এক মধ্যবয়সী নারী ছিল। তার তিনজন ছেলে ছিল। তার স্বামী খুবই অলস ছিল এবং কোনো কাজ করত না। পরিবারের জন্য অর্থ উপার্জন করতে তাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো। একদিন গ্রামীণ ব্যাংক থেকে আসা একদল লোকের সাথে তার দেখা হলো। তারা বলল যে তারা দরিদ্র, ভূমিহীন ও অসহায়দের সাহায্য করতে আগ্রহী।
তাদের কাছ থেকে সে জানতে পারে যে তারা দরিদ্র ও অসহায় লোকদেরকে ঋণ সহায়তা দেবে। বিলকিসের নিকট এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারত না কারণ আর্থিক সহায়তা দিয়ে সে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে পারত।
একদিন সে তার কিছু প্রতিবেশীদের সাথে ব্যাংকে গেল। একজন কর্মকর্তা তাদেরকে স্বাগত জানাল এবং ব্যাংকের কার্যক্রম ও ঋণ গ্রহণের যোগ্যতা সম্পর্কে তাদেরকে বোঝাল। কর্মকর্তা তাদেরকে পাঁচ বা ছয়টি দল গঠন করার পরামর্শ দিল। প্রতিটি দলে থাকবে পাঁচ বা ছয়জন সদস্য।
বিলকিস তার প্রতিবেশীদের সাথে যোগাযোগ করল এবং দল গঠনের জন্য কিছু লোক যোগাড় করল। একটি কেন্দ্র স্থাপন করা হলো। বিলকিস তার দলের নেতা নির্বাচিত হলো। ব্যাংক দলনেতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করত।
প্রথমে ব্যাংক বিলকিসের জন্য পাঁচ হাজার টাকা ঋণের অনুমোদন দেয়। সে টাকা দিয়ে বিলকিস ধান ভানার ব্যবসা শুরু করল। সে স্কুলের পাশে একটি মনিহারী দোকানও চালু করল। কঠোর পরিশ্রমের মাধ্যমে বিলকিস ভালো মুনাফা অর্জন করল। সে ঋণ পরিশোধে সফল হয়েছিল।
পরবর্তীতে সে আরও বড় অংকের ঋণ সহায়তা পেল এবং সে তার ব্যবসা বাড়াল। দুই বছরের মধ্যেই তার খারাপ দিনের অবসান ঘটল। সে একটি নতুন ঘর বানাল এবং তার সন্তান ও পরিবারের সদস্যদের যথাযথভাবে খাওয়াতে সক্ষম হলো। সে ঋণ সহায়তা ও কঠোর পরিশ্রম দ্বারা স্বচ্ছল হলো।
0 Comments:
Post a Comment