Read the beginning of the following story. Use your imagination to complete it. Give a suitable title to it:
Once there lived an old farmer. He had two sons. They were strong but lazy ................
The Hidden Treasure
Once there lived an old farmer. He had two sons. They were strong but lazy. They slept all day long. They did not bother to help their old father to plough or water and cultivate the field. Just before he died, the farmer said to his sons:“My dear boys, I have a secret, I always hide it from you. I was afraid to tell you earlier lest you should waste the money hidden in my field. But now, before I die, I have to tell you the truth.”
Soon after their father’s death, the boys met together and argued: “Dad said that in the field there is a treasure, that if we dig it out, we would find it. Most likely, the treasure is hidden close to the house, so that robbers might not easily take it away. Come on! Let us begin our work!” The two sons took their spades and started digging the field. They dug hard but could not find any treasure. So they gave up work and out of anger they threw melon seeds in the field that were kept beside. Now that the field was so well dug, the melons grew big and juicy. The sons picked the melons and sold them at the market. They earned a lot of money selling the melons.
The sons realised that the melons were the treasure. From that day, they started working hard in the field.
pdf download
গুপ্ত ধন
একদা এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার দুই সন্তান ছিল। তারা ছিল শক্তিশালী কিন্তু অলস। তারা সারাদিন ঘুমিয়ে থাকতো। তারা তাদের বৃদ্ধ বাবাকে চাষাবাদে অথবা সেঁচের কাজে সাহায্য করতো না। তার মৃত্যুর ঠিক পূর্বে তিনি তার সন্তানদের বলেন, “ছেলেরা, আমার একটি গোপনীয়তা আছে, আমি সবসময় তোমাদের কাছ থেকে এটা গোপন করেছি। আমি তোমাদের বলতে ভয় পেয়েছি পাছে তোমরা আমার মাঠে লুকানো টাকাগুলো নষ্ট করে ফেল।
কিন্তু আমার মৃত্যুর পূর্বে, এখন তোমাদের আমাকে সত্যটা বলতে হবে।” বাবার মৃত্যুর পরপরই সন্তানরা আলোচনা করে : “বাবা বলেছে যে মাঠে সম্পদ আছে। যদি আমরা মাঠটি খনন করি তাহলে আমরা তা পেতে পারি। খুব সম্ভবত সম্পদ ঘরের কাছাকাছিই আছে যাতে ডাকাতরা তা নিতে না পারে। চলো, আমাদের কাজ শুরু করি।” দুই সন্তান তাদের কোদালগুলো নেয় এবং তাদের ক্ষেত খনন করতে শুরু করে। তারা কঠোরভাবে খনন করে কিন্তু কোনো সম্পদ খুঁজে পায় না। তাই তারা কাজ ছেড়ে দিল এবং রাগে তারা পাশে রাখা তরমুজের বীজ ক্ষেতে ছুঁড়ে ফেলে। মাঠটি এতো ভালো করে খনন করা হয়েছিল যে, বড় এবং রসালো তরমুজ জš§ালো। ছেলেরা তরমুজগুলো সংগ্রহ করল এবং বাজারে বিক্রি করল। তরমুজ বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করল।
ছেলেরা বুঝতে পারলো যে তরমুজগুলো ছিল সম্পদ। ঐ দিন থেকে তারা কঠোর পরিশ্রম করতে শুরু করল।
0 Comments:
Post a Comment