Read the beginning of the following story and complete it in your own way. Give a suitable title to it:
Once there lived a very clever fox in a jungle. One day while walking through the jungle, he fell into a trap and lost his tail. Without a tail he looked very strange and he felt ashamed.........
The Fox without Tail
Once there lived a very clever fox in a jungle. One day while walking through the jungle, he fell into a trap and lost his tail. Without a tail he looked very strange and he felt ashamed. He also felt very unhappy and sad. But the fox was very cunning. He was thinking and thinking. At last, an idea crossed his mind. He invited all his neighbouring foxes to come to a meeting under a tree. All of them arrived there in time and took their seats.
Then the fox without tail said, "My dear friends, listen to me, please. I've discovered a new thing. It’s that our tails are completely useless. They look very odd and ugly. Also, they are always dirty. So, we all should cut off our tails, shouldn’t we?"
All the foxes listened to the cunning fox eagerly. Most of them agreed to cut off their tails. They were convinced by the cunning fox that they would look nice if they cut off their tails. So, they were almost ready to move on to the right action.
However, in the meeting, there was also an old and wise fox. He had been listening to the fox without tail. He said to him, "My friend, your plan is very nice but very evil. Actually, you want us to cut off our own tails because you've lost your one."
Hearing this, all other foxes could understand the evil plan of the cunning fox. They all shouted at him loudly and chased him. Guessing the unfavourable situation, the cunning fox ran away quickly and saved his life.
এক জঙ্গলে খুব চালাক এক শেয়াল বাস করত। একদিন যখন সে এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, একটা ফাঁদে পড়ে তার লেজ কাটা গেল। লেজ ছাড়া তাকে খুব অদ্ভুত লাগছিল। আর তাই সে লজ্জায় পড়ল। সে খুব অসুখী ও বিষণ্ণ বোধ করল।
কিন্তু শেয়ালটি ছিল খুব ধূর্ত। সে চিন্তা করেই যাচ্ছিল। অবশেষে, একটা চিন্তা তার মাথায় ঢুকল। সে তার সকল প্রতিবেশী শেয়ালকে একটা গাছের নিচে একটি সভায় আসার জন্য আমন্ত্রণ জানাল। সকলেই সময় মতো আসল এবং আসন গ্রহণ করল।
তারপর লেজকাটা শেয়ালটি বলল, “বন্ধুরা, দয়া করে আমার কথা শোন। আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। এটা এই যে, আমাদের লেজগুলো স¤ক্সূর্ণ অপ্রয়োজনীয়। সেগুলো খুব অদ্ভুত ও কুৎসিত দেখায়। অধিকন্তু, সেগুলো সর্বদাই নোংরা। তাই, আমাদের সবার উচিত লেজ কেটে ফেলা, তাই নয় কি?”
সব শেয়াল আগ্রহ সহকারে ধূর্ত শেয়ালের কথা শুনল। তাদের অধিকাংশই লেজ কাটতে সম্মত হল। তারা ধূর্ত শেয়ালের কথা বিশ্বাস করল যে লেজ কেটে ফেললে তাদের সুন্দর দেখাবে। তাই তারা লেজ কাটতে প্রায় উদ্যত হল।
যা হোক, সভায় একটি বয়স্ক ও জ্ঞানী শেয়াল উপস্থিত ছিল। সে লেজকাটা শেয়ালটির কথা শুনছিল। সে তাকে বলল, “আমার বন্ধু, তোমার পরিকল্পনা সুন্দর, কিন্তু খুব খারাপ। প্রকৃতপক্ষে, তুমি চাও আমাদের নিজ নিজ লেজ কেটে ফেলি কারণ তুমি তোমার লেজ হারিয়ে ফেলেছ।”
একথা শুনে, অন্য সব শেয়াল ধূর্ত শেয়ালের কুমতলব বুঝতে পারল। তারা সবাই চিৎকার করে উঠল ও তাকে তাড়া করল। অবস্থা বেগতিক বুঝতে পেরে ধূর্ত শেয়াল দ্রুত দৌড়ে পালাল ও তার প্রাণ বাঁচাল।
0 Comments:
Post a Comment