Read the following story. It is not complete. Use your Imagination to complete it and give it a suitable title.
One day a boy was going to school. Suddenly he saw smoke. It was coming out of a house. He went in. He saw the house on fire. There was nobody else near the fire.......
The Bravery of Young Boy
One day a boy was going to school. Suddenly he saw smoke. It was coming out of a house. He went in. He saw the house on fire. There was nobody else near the fire. Only a few women were running to and fro. They were crying bitterly. The boy thought that there might be somebody in the house. He could not come out from the house as the fire spread its wings.
The boy thought for a while. Suddenly he rushed into the house which was on fire. The women were at a loss to see this sort of activity. The boy found a baby crying on the floor. The baby was surrounded by the fire. The boy had a very few moments to save the life of the baby. Without thinking of his own safety, he ran into the fire and took the baby in his arms. He rushed out of the house within a few seconds. Then he handed over the baby to the crowding women. The mother of the boy was crying loudly. She took the baby in her lap and kissed continuously. The boy was slightly injured. His left hand and right leg were burnt a bit.
In the meantime, a lot of people gathered in the spot. They saw the bravery of a young boy. Everyone was praising for his noble and brave work who saved the baby with the risk of his own life.
pdf download
ছোট বালকের সাহস
একদিন একটি ছেলে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সে ধোঁয়া দেখতে পেল। এটা একটি বাড়ি থেকে আসছিল। সে সেই বাড়ির ভেতরে ঢুকল। সে দেখল যে বাড়িটিতে আগুন লেগেছে। আগুনের কাছে আর কেউ ছিল না। মাত্র কয়েকজন মহিলা এদিক-সেদিক ছুটছিল। তারা করুণ স্বরে কাঁদছিল। বালকটি ভাবল যে ঘরের ভিতরে কেউ থাকতে পারে। সে ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি কারণ আগুন এর ডানা ছড়িয়েছিল।
বালকটি কিছুক্ষণ ভাবল। হঠাৎ সে যে ঘরে আগুন লেগেছিল সেটির দিকে ছুটে গেল। এসব কাজকর্ম দেখে মহিলারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। বালকটি মেঝেতে বসে একটি শিশুকে কাঁদতে দেখল। আগুন শিশুটিকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। শিশুটির জীবন বাঁচানোর জন্য বালকটির হাতে খুব কম সময়ই ছিল।
নিজের নিরাপত্তার কথা না ভেবেই বালকটি আগুনে ঝাঁপিয়ে পড়ল আর শিশুটিকে কোলে তুলে নিল। সে কয়েক সেকেণ্ডের মধ্যে ঘর থেকে ছুটে বেরিয়ে এল। তারপর সে ভিড় করা মহিলাদের হাতে শিশুটিকে তুলে দিল। শিশুটির মা সজোরে কাঁদছিলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে ক্রমাগত চুমু খেতে লাগলেন। বালকটি সামান্য আহত হয়েছিল। তার বাম হাত আর ডান পা একটু পুড়ে গিয়েছিল। এরই মাঝে সেই স্থানে বহু লোকের জমায়েত হলো। তারা এক তরুণ বালকের সাহসিকতা দেখলো। তারা তার মহৎ ও সাহসী কাজের প্রশংসা করছিল কারণ সে তার নিজ জীবনের ঝুঁকি নিয়ে শিশুটির জীবন বাঁচিয়েছিল।
0 Comments:
Post a Comment