একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
Sei Astro Kobitar MCQ Question and Answer pdf download
সেই অস্ত্র
আহসান হাবীব
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সুপ্রিয় শিক্ষার্থীগণ! ভালবাসা নিও। বহুনির্বাচনি প্রশ্নপদ্ধতি মুখস্থনির্ভর নয়, পাঠ্যবইনির্ভর মৌলিক বিদ্যা। তাই অনুশীলন অংশ শুরু করার পূর্বে কবিতাটির শিখন ফল, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, উৎস পরিচিতি, বস্তুসংক্ষেপ, নামকরণ, শব্দার্থ ও টীকা এবং বানান সতর্কতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানা একান্ত আবশ্যক।
⚛ অনুশীলন অংশে যা যা থাকছে (Practice)
✑ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
✑ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
✑ অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
✑ মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
খ. বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর
গ. অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর
❒ পাঠ সহায়ক অংশ (Supplement)
বহুনির্বাচনি পদ্ধতি মুখস্থনির্ভর বিদ্যা নয়, পাঠ্যবই নির্ভর মৌলিক বিদ্যা। তাই অনুশীলন অংশ শুরু করার আগে গল্প/কবিতার শিখন ফল, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, উৎস পরিচিতি, বস্তুসংক্ষেপ, নামকরণ, শব্দার্থ ও টীকা ও বানান সতর্কতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি উপস্থাপন করা হয়েছে। এসব বিষয়গুলো জেনে নিলে আলোচ্য কবিতার যেকোনো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে।
❒ শিখন ফল
✍ অস্ত্রের ধ্বংসাত্মক রূপটি উপলব্ধি করতে পারবে।
✍ ভালোবাসার শক্তিকে অনুভব করতে পারবে।
✍ প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হতে শিখবে।
✍ মানবতাবোধ জাগ্রত হবে।
✍ মহাবিশ্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
✍ পৃথিবীতে অরণ্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে ভাবতে শিখবে।
✍ সৌহার্দ্য ও সম্প্রীতির চেতনা জাগ্রত হবে।
✍ বিশ্বের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
✍ আত্মত্যাগের প্রতি উজ্জীবিত হতে পারবে।
❒ পাঠ-পরিচিতি
“সেই অস্ত্র” কবিতাটি আহসান হাবীবের ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই কবিতায় কবির একমাত্র প্রত্যাশা - ভালোবাসা নামের মহান অস্ত্রকে পুনরায় এই মানবসমাজে ফিরে পাওয়া। কবির কাছে ভালোবাসা কেবল কোনো আবেগ কিংবা অনুভূতির দ্যোতনা জাগায় না। তাঁর বিশ্বাস, এটি মানুষকে সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়। তাই কবি বিশ্বের মানবকুলের কাছেই এই ভালোবাসা ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন। মানুষ যদি অপর মানুষের হিংসা, লোভ, ঈর্ষা থেকে মুক্ত থাকে তবে পৃথিবীতে বিরাজ করবে শান্তি; পৃথিবী এগিয়ে যাবে সুখ, শান্তি ও সমৃদ্ধির দিকে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষের বিষবাষ্পকে যদি অপসারণ করতে হয় তবে ভালোবাসা নামক অস্ত্রকে কবির কাছে এবং কবির মতো আরও বহু মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। কবি জানেন, হিংসা আর স্বার্থপরতার করাল গ্রাসে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে। আর তাই কবি মানবিকতার সেই হৃতবোধকে ফিরে পেতে চান তথা মানবসমাজে ফিরিয়ে দিতে চান। পৃথিবীতে ছড়িয়ে দিতে চান অফুরান ভালোবাসা।
কবিতাটির গঠনগত বিশেষত্ব হলো, এর অনাড়ম্বর সহজ গতিময়তা। কোনো ভারি শব্দ ব্যবহার না করে সাবলীল ভাষায় কবি তাঁর একান্ত প্রত্যাশিত ভালোবাসার প্রত্যাবর্তন কামনা করেছেন। রচিত এই কবিতাটি শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য এক চিরায়ত প্রার্থনাসংগীত।
কবিতাটি অন্ত্যমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এর পর্বগুলোর বিন্যাসও অসম।
❒ কবি পরিচিতি
নাম : আহসান হাবীব।
জন্মতারিখ : ২ জানুয়ারি, ১৯১৭ খ্রিস্টাব্দ।
জন্মস্থান : শঙ্করপাশা, পিরোজপুর।
শিক্ষাজীবন : উচ্চ মাধ্যমিক : আইএ, ব্রজমোহন, কলেজ, বরিশাল।
কর্মজীবন : সহকারী সম্পাদক- দৈনিক তকবীর, মাসিক বুলবুল; ভারপ্রাপ্ত সম্পদক- মাসিক সওগাত। স্টাফ আর্টিস্ট- আকাশবাণী, কালকাতা, সাংবাদিকতা- দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ। সাহিত্য সম্পাদক- দৈনিক পাকিস্তান (পরবর্তীকালে দৈনিক বাংলা)।
সাহিত্যকর্ম : কাব্যগ্রন্থ : রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি।
গদ্যগ্রন্থ : অরণ্যে নীলিমা, রাণী খালের সাঁকো প্রভৃতি।
শিশুতোষ গ্রন্থ : ছোটদের পাকিস্তান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে।
পুরস্কার ও সম্মাননা : বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮) প্রভৃতি।
মৃত্যু তারিখ : ১০ জুলাই, ১৯৮৫ খ্রিস্টাব্দে।
❒ উৎস পরিচিতি
“সেই অস্ত্র” কবিতাটি আহসান হাবীবের ‘বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
❒ বস্তুসংক্ষেপ
বাংলা কাব্যসাহিত্যে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনের অভিভাবক, পঞ্চাশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি আহসান হাবীব। তিনি ত্রিশোত্তর কবিদের ধারায় বাংলাদেশের প্রথম আধুনিক কবি। ‘সেই অস্ত্র’ কবিতায় মানবজাতির কল্যাণে কবি প্রবল আশাবাদ ব্যক্ত করেছেন। কবিতাটির চরণে চরণে পুনঃমানবিকীকরণের উদ্বোধন ঘটিয়েছেন কবি আহসান হাবীব। কবিতায় কবি ‘সেই অস্ত্র’ ফিরে চেয়েছেন যে অস্ত্র মানবসভ্যতাকে টিকিয়ে রাখবে। যার আঘাতে পৃথিবীর যাবতীয় অস্ত্র ধ্বংস হবে। সাহিত্যের গুণগত মানকে সম্মান জানিয়ে নিরবচ্ছিন্ন গতিতে বর্তমান পৃথিবীর বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছেন ‘সেই অস্ত্র’ কবিতায়। ক্ষমতার দম্ভে অন্ধ পৃথিবীর মানুষকে তিনি জীবনের অমোঘ ডাক, অর্থাৎ মানবিকতার প্রতি আনুগত্য প্রকাশ করার আহবান জানিয়েছেন কবিতাটিতে। কবি সেই অস্ত্র চেয়েছেন, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, পাখিরা শান্তিতে নীড়ে ঘুমাবে, ফসলের মাঝে আগুন জ্বলবে না, মানব বসতির বুকে আগুন ঝরবে না, লক্ষ লক্ষ মানুষ হবে না পঙ্গু। সেই অস্ত্র উত্তোলিত হলে বারবার ধবংস হবে না ট্রয় নগরী, থাকবে না কোনো ভেদাভেদ, জাত্যাভিমান, ঘৃণা, বিদ্বেষ, অহংকার। সে অস্ত্র মানুষের আধিপত্য বিস্তারের লোভকে নিশ্চিহ্ন করে দেবে, মানুষের মাঝের ভেদাভেদকে ভুলিয়ে করবে সমাবিষ্ট- সেই অমোঘ অস্ত্রটি হলো ‘ভালোবাসা’। কবি এই অস্ত্রের আঘাতে সারা পৃথিবীতে শান্তির প্লাবন ঘটাতে চান। তাই তো তিনি ভালোবাসা নামক অস্ত্রটির প্রত্যাশা করেন বিশ্বব্যাপী।
❒ নামকরণের সার্থকতা যাচাই
স্বল্পভাষী, আত্মমগ্ন, স্পষ্টবাদী মানবদরদি শিল্পী আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতার নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে। কারণ দেশ ও জনগণ তথা এই পৃথিবীর প্রতি সংবেদনশীলতা ও সুগভীর জীবনঘনিষ্ঠ আশাবাদী চেতনা কবিতাটিতে প্রকাশিত হয়েছে। কবি বিশ্বাস করেন ভালোবাসা দিয়ে মানুষের হিংসা বিদ্বেষ দূর করা সম্ভব। শান্তির অস্ত্র ভালোবাসা দিয়ে কবি সকল মারণাস্ত্রকে পরাভূত করার আকাক্সক্ষা ব্যক্ত করেছেন। এক্ষেত্রে নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে। আরও দেখা যায়, কবির একমাত্র প্রত্যাশা ভালোবাসা নামের ঐ মহান অস্ত্রকে পুনরায় এই মানবসমাজে ফিরে পাওয়া। কবি এই কবিতায় বর্ণনা করেছেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষের বিষবাষ্পকে যদি অপসারণ করতে হয় তবে ভালোবাসা নামক অস্ত্রকে কবির কাছে এবং কবির মতো বহু মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। কবিতাটি যেন শান্তিপ্রিয় পৃথিবীর জন্য এক চিরায়ত প্রার্থনা সঙ্গীত। মূলবক্তব্য তথা বিষয়ের সাথে সঙ্গতি রেখে কবিতার নামকরণ করা হয়েছে বিধায় সেই অস্ত্র নামকরণ সুন্দর ও সার্থক হয়েছে।
❒ শব্দার্থ ও টীকা
অমোঘ- অব্যর্থ, সার্থক, অবশ্যম্ভাবী।
যে অস্ত্র উত্তোলিত হলে
পৃথিবীর যাবতীয় অস্ত্র
হবে আনত - কবি ভালোবাসা আর শান্তির অস্ত্র দিয়ে সকল মারণাস্ত্রকে পরাভূত করবার আকাক্সক্ষা ব্যক্ত করেন।
যে অস্ত্র উত্তোলিত হলে
ফসলের মাঠে আগুন
জ্বলবে না - কবি বিশ্বাস করেন, ভালোবাসা দিয়ে মানুষের হিংসা বিদ্বেষ দূর করা সম্ভব। ভালোবাসা থাকলে মানুষ মানুষকে শত্রু ভাববে না, কৃষকের দুঃখ-জ্বালার অবসান হবে এবং বিদ্রোহের আগুন জ্বলবে না।
যে অস্ত্র ব্যাপ্ত হলে
নক্ষত্রখচিত আকাশ থেকে
আগুন ঝরবে না - কবি এখানে যুদ্ধে ব্যবহৃত ছোট-বড় ক্ষেপণাস্ত্রের কথা বুঝিয়েছেন। কবি চান, মানুষ যেন যুদ্ধের ভয়াবহতায় জড়িয়ে না পড়ে, বিশ্বে যেন শান্তি নিশ্চিত হয়।
মানব বসতির বুকে মুহূর্তের
অগ্ন্যুৎপাত লক্ষ লক্ষ মানুষকে
করবে পঙ্গু-বিকৃত- ভালোবাসাহীন বিদ্বেষপূর্ণ পৃথিবীতে যুদ্ধের অনিবার্য ক্ষতি সম্পর্কে নিজের উৎকণ্ঠা কবি এখানে প্রকাশ করেছেন। অনুমান করা যায়, কবিচৈতন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতার স্মৃতি জাগ্রত ছিল। তাই আণবিক বোমার আঘাতে মৃত কিংবা প্রজন্ম-পরম্পরায় পঙ্গুত্ব বরণকারী বহু মানুষের আর্তনাদ কবির এই যুদ্ধবিরোধী মননকে আন্দোলিত করেছে।
ট্রয়নগরী- প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত এক শহর। মানুষের হিংসা-বিদ্বেষ ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারংবার ধ্বংস হয়েছে এই নগরী। যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত এই ট্রয়।
জাত্যভিমান- কোনো যুক্তি ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাব।
সমাবিষ্ট- সমভাবে আবিষ্ট। সমাবেশ হয়েছে এমন; সমবেত হওয়া অর্থে।
❒ বানান সতর্কতা
অস্ত্র, সভ্যতা, প্রতিশ্রুতি, অনন্য, উত্তোলিত, অরণ্য, কল্লোলিত, খাঁ খাঁ, গৃহস্থালি; ব্যাপ্ত, নক্ষত্রখচিত, মুহূর্ত, অগ্ন্যুৎপাত, পঙ্গু-বিকৃত, বিধ্বস্ত, অবিনাশী, প্রত্যাশী, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, জাত্যাভিমান, নিশ্চিহ্ন, সমাবিষ্ট, ব্যাপ্ত।
HSC Bangla 1st Paper Guide.
Sei Astro Kobita MCQ Question and Answer pdf download
সেই অস্ত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
[ক] রাত্রিশেষ
[খ] ছায়াহরিণ
☑️ বিদীর্ণ দর্পণে মুখ
[ঘ] মেঘ বলে চৈত্রে যাবো
২. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অমোঘ অস্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
[ক] মোহাবিষ্ট অস্ত্র
☑️ অব্যর্থ অস্ত্র
[গ] অনন্য অস্ত্র
[ঘ] খেলনা অস্ত্র
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তা বহুদূর
মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।
. . . . . . . . . . . .
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
৩. উদ্দীপকের সাথে ‘সেই অস্ত্র’ কবিতার মিল রয়েছে-
i. অহিংসায়
ii. আত্মত্যাগে
iii. পারস্পরিক সৌহার্দে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. উপর্যুক্ত মিলের যথার্থতা পরিলক্ষিত হয় নিচের কোন চরণে?
[ক] ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব।
[খ] অর্থবিত্ত দিয়ে সব জয় করা যায়।
[গ] পারস্পরিক সহযোগীতায় সমৃদ্ধি সাধিত হয়।
☑️ স্বার্থপরতা ভালোবাসার অন্তরায়।
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. আহসান হাবীব কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
[ক] মাধবপাশা
[খ] রানিশংকেল
☑️ শংকরপাশা
[ঘ] স্বরূপপাশা
৬. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯০৭ সালে
[খ] ১৯১১ সালে
☑️ ১৯১৭ সালে
[ঘ] ১৯২৭ সালে
৭. শেষ পর্যন্ত আহসান হাবীব কোন পেশায় যুক্ত ছিলেন?
[ক] শিক্ষকতায়
[খ] আইন পেশায়
☑️ সাংবাদিকতায়
[ঘ] প্রকাশনায়
৮. আহসান হাবীব কোন সালে ‘দৈনিক বাংলায়’ যোগ দেন?
[ক] ১৯৫০
[খ] ১৯৬১
☑️ ১৯৬৪
[ঘ] ১৯৭৮
৯. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
[ক] ১৯৭৮ সালে
[খ] ১৯৮১ সালে
☑️ ১৯৮৫ সালে
[ঘ] ১৯৮৭ সালে
১০. কোন প্রতিষ্ঠানে আহসান হাবীব আইএ পাশ করেন?
☑️ ব্রজমোহন কলেজ
[খ] ঢাকা কলেজ
[গ] জগন্নাথ কলেজ
[ঘ] সিটি কলেজ
১১. আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
[ক] সারা দুপুর
☑️ রাত্রিশেষ
[গ] মেঘ বলে চৈত্রে যাবো
[ঘ] ছায়া হরিণ
১২. ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?
[ক] ১৯৪০
[খ] ১৯৪৫
☑️ ১৯৪৭
[ঘ] ১৯৫৭
১৩. নিচের কোনটি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয়?
[ক] মেঘ বলে চৈত্রে যাবো
[খ] সারা দুপুর
[গ] দু’হাতে দুই আদিম পাথর
☑️ রাণী খালের সাঁকো
১৪. আহসান হাবীব রচিত উপন্যাস কোন দুটি?
[ক] ছায়া হরিণ, অরণ্যে নীলিমা
☑️ রাণী খালের সাঁকো, অরণ্যে নীলিমা
[গ] মেঘ বলে চৈত্রে যাবো, রানী খালের সাঁকো
[ঘ] দু’হাতে দুই আদিম পাথর, রানী খালের সাঁকো
১৫. আহসান হাবীব রচিত শিশুতোষ গ্রন্থ হলো-
[ক] বৃষ্টি পড়ে টাপুর টুপুর
[খ] ছোটদের পাকিস্তান
[গ] ছুটির দিন দুপুরে
☑️ উপরের সবকয়টি
১৬. আহসান হাবীবের কবিতায় কোন দিকটি শিল্পসম্মতভাবে পরিস্ফুট হয়েছে?
[ক] মধ্যবিত্তের বাস্তব জীবনবোধ
[খ] বস্তুনিষ্ঠতা
[গ] সমকালীন যুগ-যন্ত্রণা
☑️ উপরের সবকয়টি
১৭. আহসান হাবীব একাধারে ছিলেন-
[ক] সাংবাদিক ও সমালোচক
[খ] সাংবাদিক ও শিক্ষক
☑️ সাংবাদিক ও কবি
[ঘ] সাংবাদিক ও সমাজকর্মী
১৮. আহসান হাবীব মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
[ক] ১০ জানুয়ারি, ১৯৮৫
[খ] ১০ জুন, ১৯৮৫
☑️ ১০ জুলাই, ১৯৮৫
[ঘ] ১০ আগস্ট, ১৯৮৫
১৯. মধ্যবিত্তের মনস্তাত্তি¡ক সংকট ফুটে উঠেছে আহসান হাবীবের কোন রচনায়?
☑️ ‘অরণ্যে নীলিমা’ উপন্যাসটিতে
[খ] ‘পূর্বাশার আলো’ কবিতায়
[গ] ‘রাণী খালের সাঁকো’ উপন্যাসটিতে
[ঘ] ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায়
২০. আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে?
☑️ ব্যঙ্গাত্মক কবিতা
[খ] সামাজিক কবিতা
[গ] স্নিগ্ধসুরের কবিতা
[ঘ] কৌতুক মিশ্রিত কবিতা
২১. আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন?
☑️ দৈনিক বাংলা
[খ] দৈনিক প্রভাতী
[গ] দৈনিক ইত্তেফাক
[ঘ] দৈনিক আজাদ
২২. নিচের কোন কবিদ্বয় দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেছেন?
[ক] আহসান হাবীব ও রোকেয়া সাখাওয়াত হোসেন
☑️ আহসান হাবীব ও শামসুর রাহমান
[গ] আহসান হাবীব ও সৈয়দ শামসুল হক
[ঘ] আহসান হাবীব ও সৈয়দ আলী আহসান
২৩. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে একুশে পদক লাভ করেন?
[ক] ১৯৬৮ সালে
[খ] ১৯৫৮ সালে
☑️ ১৯৭৮ সালে
[ঘ] ১৯৪৮ সালে
২৪. ‘সেই অস্ত্র’ কবিতাটি নিচের কোন কবির রচনা?
[ক] শামসুর রাহমান
☑️ আহসান হাবীব
[গ] সৈয়দ আলী আহসান
[ঘ] আল মাহমুদ
২৫. আহসান হাবীবের জন্ম কোন জেলায়?
[ক] কুমিল্লা
[খ] নোয়াখালী
☑️ পিরোজপুর
[ঘ] ফেনী
২৬. আহসান হাবীবের পিতার নাম কী?
☑️ হামিজুদ্দিন হাওলাদার
[খ] সিরাজ হাওলাদার
[গ] কুতুবুদ্দিন হাওলাদার
[ঘ] মিনার হাওলাদার
২৭. আহসান হাবীবের মাতার নাম কী?
[ক] আসমা খাতুন
[খ] আকলিমা খাতুন
☑️ জমিলা খাতুন
[ঘ] রাশেদা খাতুন
২৮. কবি আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি কখন হয়?
☑️ স্কুল জীবনে
[খ] কলেজ জীবনে
[গ] বিশ্ববিদ্যালয় জীবনে
[ঘ] সংসার জীবনে
২৯. কোন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়?
[ক] রাজউক কলেজ
☑️ ব্রজমোহন কলেজ
[গ] আইডিয়াল কলেজ
[ঘ] নটরডেম কলেজ
৩০. কবি আহসান হাবীব কলকাতা ছেড়ে ঢাকা আসেন কত সালে?
[ক] ১৯৪৭ সালে
[খ] ১৯৪৮ সালে
[গ] ১৯৪৯ সালে
☑️ ১৯৫০ সালে
৩১. ‘দৈনিক বাংলা’ পত্রিকার তৎকালীন নাম কী ছিল?
[ক] দৈনিক প্রথম আলো
[খ] দৈনিক যুগান্তর
[গ] দৈনিক বাংলাদেশ
☑️ দৈনিক পাকিস্তান
৩২. ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন বিভাগে আহসান হাবীব সম্পাদক হিসেবে যোগ দেন?
[ক] অর্থনীতি সম্পাদক
[খ] রাজনীতি সম্পাদক
☑️ সাহিত্য সম্পাদক
[ঘ] ক্রীড়া সম্পাদক
৩৩. আহসান হাবীব বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কত সালে?
☑️ ১৯৬১ সালে
[খ] ১৯৬২ সালে
[গ] ১৯৬৩ সালে
[ঘ] ১৯৬৪ সালে
৩৪. কত সালে কবি আহসান হাবীব একুশে পদকে ভূষিত হন?
[ক] ১৯৭৭ সালে
☑️ ১৯৭৮ সালে
[গ] ১৯৭৯ সালে
[ঘ] ১৯৮০ সালে
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
৩৫. দেশ ও জনতার প্রতি কবির গভীর কী ছিল?
[ক] মহানুভবতা
[খ] ভালোবাসা
☑️ সংবেদনশীলতা
[ঘ] মমত্ববোধ
৩৬. নিচের কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ?
[ক] সাঁঝের মায়া
[খ] উদাস পথিক
☑️ ছায়াহরিণ
[ঘ] শেষ বিকেল
৩৭. আহসান হাবীব কী ফিরিয়ে দিতে বলেছেন?
[ক] সেই কবিতা
[খ] সেই অরণ্য
☑️ সেই অস্ত্র
[ঘ] সেই প্রেম
৩৮. কীসের করাল গ্রাসে মানুষ মানবিকতাশূন্য হয়ে পড়ে?
[ক] প্রেম ও ভালোবাসা
[খ] আশা ও স্বপ্ন
[গ] স্মৃতি ও কল্পনা
☑️ হিংসা ও স্বার্থপরতা
৩৯. যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত কোন নগরী?
[ক] রোম
☑️ ট্রয়
[গ] ব্যবিলন
[ঘ] দিল্লি
৪০. নোমানের সংসারে যখন নিরন্তর অশান্তি লেগেই আছে তখন তিনি সুন্দর ব্যবহারের মাধ্যমে সংসারে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেন। ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী এই সুন্দর ব্যবহারকে কীসের সাথে তুলনা করা যায়?
[ক] সেই প্রতিশ্রুতি
☑️ সেই অস্ত্র
[গ] সেই আগুন
[ঘ] সেই চেতনা
৪১. বাংলার ক্লাসে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন ‘সেই অস্ত্র’ কবিতায় ‘সেই অস্ত্র’ বলতে কবি কোনটিকে নির্দেশ করেছেন?
[ক] বিনয়
[খ] স্বপ্ন
[গ] সদাচরণ
☑️ ভালোবাসা
৪২. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র কী হবে?
[ক] উদ্ধত
☑️ আনত
[গ] বিনীত
[ঘ] ধ্বংস
৪৩. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন হবে?
[ক] আরো নীল
☑️ আরো সবুজ
[গ] আরো লাল
[ঘ] আরো হলুদ
৪৪. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?
[ক] আরো বেগবান
[খ] আরো উত্তাল
☑️ আরো কল্লোলিত
[ঘ] আরো দীঘল
৪৫. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
[ক] খড়ের গাদায়
☑️ ফসলের মাঠে
[গ] নদীর তীরে
[ঘ] বুকের ভেতর
৪৬. কবির কাক্সিক্ষত অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?
☑️ গৃহস্থালি
[খ] ফসলের মাঠ
[গ] প্রান্তর
[ঘ] মাঠ
৪৭. কবির কাক্সিক্ষত অস্ত্র ব্যাপ্ত হলে কোথা থেকে আগুন ঝরবে না?
[ক] স্বপ্নের মাঠ থেকে
☑️ নক্ষত্রখচিত আকাশ থেকে
[গ] রান্নাঘরের চুলা থেকে
[ঘ] পুড়ে যাওয়া স্মৃতি থেকে
৪৮. মুহূর্তের অগ্ন্যুৎপাত কোথায়?
[ক] নীল আকাশের বুকে
[খ] সভ্যতার বুকে
☑️ মানব বসতির বুকে
[ঘ] নীলনদের বুকে
৪৯. সেই অস্ত্র উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
[ক] সিন্ধুনগরী
☑️ ট্রয় নগরী
[গ] ব্যবিলন নগরী
[ঘ] রোমনগরী
৫০. কবির কাক্সিক্ষত অস্ত্র কাকে বার বার পরাজিত করে?
[ক] শত্রুকে
[খ] নিজেকে
☑️ জাত্যভিমানকে
[ঘ] জনতাকে
৫১. কবির কাক্সিক্ষত অস্ত্র কীসের লোভকে নিশ্চিত করে?
[ক] অর্থের লোভ
[খ] বিত্তের লোভ
[গ] শক্তির লোভ
☑️ আধিপত্যের লোভ
৫২. কবির কাক্সিক্ষত অস্ত্র কাকে বিচ্ছিন্ন করে না?
[ক] হৃদয়কে
☑️ মানুষকে
[গ] শত্রুকে
[ঘ] বন্ধুকে
৫৩. কবি পৃথিবীতে কী ব্যাপ্ত করতে বলেছেন?
[ক] শিক্ষা
[খ] আধিপত্য
[গ] শক্তি
☑️ ভালোবাসা
৫৪. ‘অরণ্য হবে আরো সবুজ’ দ্বারা কী বোঝায়?
☑️ প্রকৃতি স্বাভাবিকতা ফিরে পাবে
[খ] প্রকৃতি আরো নগ্ন হবে
[গ] প্রকৃতি আরো উন্মুক্ত হবে
[ঘ] প্রকৃতি আরো কোমল হবে
৫৫. ‘নদী আরো কল্লোলিত’- এখানে নদীর কোন রূপের কথা বলা হয়েছে?
[ক] নদী প্রশান্ত হবে
[খ] নদীর নাব্যতা বেড়ে যাবে
☑️ নদী আরও তরঙ্গময় হবে
[ঘ] নদীতে জোয়ার আসবে
৫৬. মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত কেন?
☑️ মানুষের প্রতি মানুষের জিঘাংসার কারণে
[খ] মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে
[গ] মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধার কারণে
[ঘ] আগুনের প্রতি ভালোবাসার কারণে
৫৭. ট্রয় নগরী কেন বিধ্বস্ত হয়েছিল?
[ক] ভূমিকম্পের কারণে
☑️ হেলেন-উদ্ধার অভিযানে
[গ] প্রাকৃতিক দুর্যোগে
[ঘ] যুদ্ধ-বিগ্রহের কারণে
৫৮. ‘জাত্যাভিমান’
[ক] জাতিগত অভিমান
☑️ জাতিগত আধিপত্য বিস্তার
[গ] জাতিগত অবিচার অনাচার
[ঘ] যুদ্ধ-বিগ্রহের কারণে
৫৯. ‘আধিপত্যের লোভ’ বলতে কী বোঝানো হয়েছে?
[ক] ভেতরের লোভলালসা
☑️ ক্ষমতার আকাক্সক্ষা
[গ] লোভী ব্যক্তির আধিপত্য
[ঘ] জায়গা-জমির লোভ
৬০. ‘যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না’ করে সমাবিষ্ট’- এখানে ‘সমাবিষ্ট’ বলতে কী বোঝানো হয়েছে?
☑️ ভ্রাতৃবোধ তৈরি করা
[খ] সমানভাবে আবিষ্ট হওয়া
[গ] ভীষণভাবে আকৃষ্ট করা
[ঘ] মন্ত্রমুগ্ধ করা
৬১. কবি পৃথিবীতে ভালোবাসার প্রত্যাবর্তন চেয়েছেন কোন পঙ্ক্তির মাধ্যমে?
[ক] ফসলের মাঠে আগুন জ্বলবে না
☑️ আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
[গ] নদী হবে আরো কল্লোলিত
[ঘ] অরণ্য হবে আরো সবুজ
৬২. জাত্যভিমানের কারণে পৃথিবীতে কী সংঘটিত হয়েছিল?
[ক] বিশ্বশান্তি
☑️ বিশ্বযুদ্ধ
[গ] বিশ্বভ্রাতৃত্ব
[ঘ] ধ্বংসযজ্ঞ
৬৩. আধিপত্যের লোভের কারণে পৃথিবীতে কোন ঘটনাটি ঘটেছিল?
☑️ উপনিবেশ স্থাপন
[খ] বিশ্ববাণিজ্য
[গ] টুইন টাওয়ার ধ্বংস
[ঘ] জঙ্গিবিরোধী হামলা
৬৪. অমোঘ অস্ত্র ‘ভালোবাসা’ পৃথিবীতে ব্যাপ্ত হলে কী হবে?
[ক] সবাই প্রেমিক হবে
☑️ হিংসা, লোভ, ঈর্ষা কমে যাবে
[গ] ধ্বংসযজ্ঞ কমে যাবে
[ঘ] সুন্দর গৃহস্থালি হবে
৬৫. ভালোবাসাকে ‘অমোঘ অস্ত্র’ বলার গূঢ় কারণ কোনটি?
[ক] ভালোবাসা অস্ত্র বিনাশে সমর্থ
[খ] ভালোবাসা সব যুদ্ধক্ষেত্রে সফল
☑️ ভালোবাসা শান্তি প্রতিষ্ঠায় অব্যর্থ
[ঘ] ভালোবাসা সর্বকালে জয়ী
৬৬. ‘পাখিরা নীড়ে ঘুমোবে’- পঙ্ক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত?
[ক] পাখিদের কেউ বিরক্ত করবে না
☑️ পৃথিবীতে শান্তি আসবে
[গ] পাখিদের নতুন বাসা হবে
[ঘ] পৃথিবী গতিশীল হবে
৬৭. প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহর কোনটি?
[ক] আবুজা
[খ] কায়রো
☑️ ট্রয়
[ঘ] মিলান
৬৮. যুদ্ধের নির্মমতার একটি চিরায়ত দৃষ্টান্ত কোন নগর?
[ক] রোম
[খ] বার্সাই
☑️ ট্রয়
[ঘ] ব্যবিলন
৬৯. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
[ক] ছায়াহরিণ
[খ] সারাদুপুর
☑️ বিদীর্ণ দর্পণে মুখ
[ঘ] রাত্রিশেষ
৭০. কবিতায় কবি কোন অস্ত্রকে ফিরে পেতে চাইছেন?
[ক] আগ্নেয়াস্ত্র
☑️ ভালোবাসা
[গ] অস্ত্রবোমা
[ঘ] একে ৪৭
৭১. মানুষের মাঝে হিংসা, লোভ না থাকলে পৃথিবীতে কী বিরাজ করবে?
[ক] প্রশান্তি
[খ] অশান্তি
☑️ শান্তি
[ঘ] ভ্রান্তি
৭২. হিংসা ও করাল গ্রাসে অনেকেই কী শূন্য হয়ে পড়বে?
[ক] সম্পদশূন্য
[খ] অর্থশূন্য
☑️ মানবিকতাশূন্য
[ঘ] অন্তঃসারশূন্য
৭৩. কবি একান্তভাবে কীসের প্রত্যাবর্তন কামনা করছেন?
[ক] মনুষ্যত্বের
☑️ ভালোবাসার
[গ] হিংসাবিদ্বেষের
[ঘ] মহানুভবতার
৭৪. ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত প্রাকৃতিক অনুষঙ্গগুলো কী কী?
☑️ অরণ্য, নদী, পাখি
[খ] পাহাড়, সাগর, নদী
[গ] অস্ত্র, যানবাহন, অগ্ন্যুৎপাত
[ঘ] নদী, সাগর, অস্ত্র
৭৫. কবির প্রত্যাশিত অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
[ক] ধানের গোলায়
[খ] ঘরবাড়িতে
☑️ ফসলের মাঠে
[ঘ] মানুষের অন্তরে
৭৬. কবি আহসান হাবীব ‘সেই অস্ত্র’ কবিতায় চেতনা জুড়ে কাদের আর্তনাদ করার কথা বলেছেন?
[ক] সংগ্রামী ছাত্রদের
☑️ পঙ্গু-বিকৃত বিপর্যস্তদের
[গ] সৈনিকদের
[ঘ] কৃষকদের
৭৭. কবির মতে কীসের ব্যাপ্তি ঘটলে সমস্ত বিপর্যয়ের অবসান ঘটবে?
☑️ ভালোবাসার
[খ] সম্প্রীতির
[গ] মূল্যবোধের
[ঘ] প্রেমের
৭৮. “অরণ্য হবে আরো সবুজ
নদী আরো কল্লোলিত
পাখিরা নীড়ে ঘুমোবে।”
-কবিতাংশে কবি কী ব্যক্ত করেছেন?
☑️ সুখ শান্তি ও সমৃদ্ধি
[খ] স্বাভাবিক প্রকৃতি
[গ] অস্বাভাবিক প্রকৃতি
[ঘ] নদী ও পাখির যোগাযোগ
৭৯. আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতায় সেই অমোঘ অনন্য অস্ত্রটি কী?
☑️ ভালোবাসা
[খ] হিংসা
[গ] ঝগড়া
[ঘ] পিস্তল
৮০. বিধ্বস্ত ট্রয় নগরী কীসের সাথে সম্পর্কিত?
☑️ হিংসা-বিদ্বেষ-দম্ভ
[খ] প্রতিযোগিতা
[গ] স্বেচ্ছাচার
[ঘ] বিকৃত মনোভাব
৮১. যুদ্ধের সাথে যুদ্ধের ভয়াবহতার সম্পর্ক-
[ক] হিংসা-বিদ্বেষ
[খ] বিকৃত মনোভাব
[গ] নির্ভরশীল
☑️ নির্মমতা-ধ্বংস
৮২. মানুষ মানুষকে শত্রু না ভাবার সাথে ভালোবাসা কীভাবে সম্পর্কিত?
[ক] ইতিবাচক প্রভাব
[খ] ইতিবাচক মনোভাব
☑️ পারস্পরিক সম্প্রীতি
[ঘ] কার্যকারিতায়
৮৩. ‘ভালোবাসা’ আর ‘শান্তির অস্ত্র’ কীভাবে তুলনীয়?
[ক] বৈপরীত্যে
☑️ সমভাবনায়
[গ] সম-বৈশিষ্ট্যে
[ঘ] কার্যকারিতায়
৮৪. ‘আমাদের চেতনা জুড়ে তারা করবে আর্তনাদ’-এর অন্তর্নিহিত মনোবৃত্তিটা হলো-
[ক] যুদ্ধের প্রতিক্রিয়া
☑️ যুদ্ধবিরোধী মননের প্রতিক্রিয়া
[গ] লোভ-হিংসার অবসান
[ঘ] নির্বিচার হত্যাযজ্ঞের বিনাশ সাধন
৮৫. ‘যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন’- বলতে বোঝানো হয়েছে-
☑️ ভালোবাসা ও মানসিক শক্তির অনিবার্য প্রভাব
[খ] বিকৃত মানসিকতার জাগৃতি
[গ] আধিপত্যবাদের ক্ষতিকর প্রভাব
[ঘ] আধিপত্যের লোভের অবশ্যম্ভাবী পরিণতি
[ক] সহানুভূতি ও সহযোগিতার হৃদয়
[খ] বিদ্রোহী চেতনা
[গ] মর্মজ্বালার প্রতিফলন
☑️ শুভ ও কল্যাণবোধ
৮৭. মানুষকে শত্রুভাবার বা কৃষকের দুঃখ-জ্বালার প্রকৃত উৎস হলো-
[ক] শোষণ-বঞ্চনা
[খ] ভালাবাসার ব্যর্থতা
☑️ মানবিকতার বিপর্যয়
[ঘ] লোভ-লালসা
৮৮. সকল মারণাস্ত্রকে পরাভূত করবার আকাক্সক্ষা ব্যক্ত হওয়ার লক্ষ হলো-
[ক] মানবসমাজে ভালোবাসার প্রতিষ্ঠা
☑️ পৃথিবীতে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা
[গ] মানবসমাজে মানবিকতার উদ্বোধন
[ঘ] পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা
৮৯. “সভ্যতার সেই প্রতিশ্রুতি”-চরণটিতে কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে?
[ক] খাদ্যের অভাব পূরণ
[খ] দুঃখ-দুর্দশা নিরসন
☑️ মানব-প্রেমের প্রতিষ্ঠা
[ঘ] নবজাগরণ
৯০. “মানব বসতির বুকে
মুহূর্তের অগ্ন্যুৎপাত
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত।”-কবি এখানে কী বুঝিয়েছেন?
☑️ ভালোবাসা বিকশিত হলে বিপর্যয়ের অবসান ঘটবে
[খ] ভালোবাসার মাধ্যমে বিপর্যয় সৃষ্টি হবে
[গ] ভালোবাসার মাধ্যমে কৃষককে পঙ্গু ও বিকৃত করা
[ঘ] যুদ্ধ থেমে যাবে
৯১. ভালোবাসার কাছে জাত্যভিমান কেমন গুরুত্ব পায়?
[ক] সমান সমান গুরুত্ববহ
☑️ বার বার পরাজিত হয়
[গ] উৎসাহ দেয়
[ঘ] ক্ষমতা বাড়ায়
৯২. “যে ঘৃণা বিদ্বেষ অহংকার
এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত।”-কবিতাংশে ব্যবহৃত ‘যে’ বলতে কী বোঝানো হয়েছে?
[ক] নেতা
[খ] পথপ্রদর্শক বা পাঞ্জেরি
[গ] ট্রয় নগরী
☑️ ভালোবাসা বা অবিনাশী অস্ত্র
৯৩. “বার বার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী”-চরণটির পূর্বের চরণ কোনটি?
☑️ সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
[খ] যে অস্ত্র ব্যাপ্ত হলে
[গ] যে অস্ত্র উত্তোলিত হলে
[ঘ] আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ
৯৪. “সভ্যতার সেই প্রতিশ্রুতি”-চরণটিতে কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে?
[ক] খাদ্যের অভাব পূরণ
[খ] দুঃখ-দুর্দশা নিরসন
☑️ মানব-প্রেমের জাগরণ
[ঘ] নবজাগরণ
৯৫. ‘যে অস্ত্র মানুষকে বিছিন্ন করে না, করে সমাবিষ্ট’-এখানে ‘সমাবিষ্ট’ বলতে কী বোঝানো হয়েছে?
☑️ ভ্রাতৃত্ববোধ তৈরি করা
[খ] সমানভাবে আবিষ্ট হওয়া
[গ] ভীষণভাবে আকৃষ্ট করা
[ঘ] মন্ত্রমুগ্ধ করা
৯৬. ‘আধিপত্যের লোভ’ বলতে কী বোঝানো হয়েছে?
[ক] ভেতরের লোভ-লালসা
☑️ ক্ষমতার আকাক্সক্ষা
[গ] লোভী ব্যক্তির আধিপত্য
[ঘ] জায়গাজমির লোভ
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৯৭. ‘অবিনাশী’ শব্দের অর্থ কী?
[ক] নাশকারী
☑️ চিরন্তন
[গ] আবিষ্কার
[ঘ] অবিকে নাশকারী
৯৮. কোনটি ‘অবিনাশী’ শব্দের সমার্থক নয়?
[ক] অক্ষয়
[খ] শাশ্বত
[গ] চিরন্তন
☑️ ক্ষণস্থায়ী
৯৯. ‘অমোঘ’ শব্দটির সাথে সমার্থকভাবে তুলনীয়-
☑️ অব্যর্থ
[খ] শত্রু
[গ] গুরুত্বসহ
[ঘ] কার্যকর
১০০. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অস্ত্র’ শব্দটির অন্তর্নিহিত অর্থ কোনটি?
[ক] বন্দুক
[খ] হিংসা-বিদ্বেষ
☑️ প্রেম-ভালোবাসা
[ঘ] ধারালো ছুরি
১০১. ‘অনন্য’ শব্দটির সমার্থক কোনটি?
[ক] দ্বিতীয়
[খ] বৈচিত্র্য
[গ] অন্য
☑️ অদ্বিতীয় বা অনুপম
১০২. ‘কল্লোলিত’ শব্দটির সমার্থক নয় কোনটি?
[ক] তরঙ্গ-আওয়াজ
[খ] কোলাহলমুখর
☑️ পরম আনন্দমুখর
[ঘ] কলধ্বনিতে মুখরিত
১০৩. সমাসনিষ্পন্ন নক্ষত্রখচিত শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
[ক] নক্ষত্রের ন্যায় খচিত
[খ] নক্ষত্র ও খচিত
☑️ নক্ষত্র দ্বারা খচিত
[ঘ] যা নক্ষত্র তাই খচিত
১০৪. ‘নক্ষত্রখচিত আকাশ’- প্রতীকাশ্রয়ী শব্দটিতে গূঢ়ার্থ কী?
[ক] তারকাশোভিত আকাশ
[খ] জোসনা রাত
☑️ উন্নত সভ্যতা
[ঘ] চাঁদহীন আকাশ
১০৫. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অগ্ন্যুৎপাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
[ক] আগ্নেয়গিরির বিস্ফোরণ
☑️ শোষকের অত্যাচার
[গ] অগ্নি-স্রোত
[ঘ] শোষিতের যন্ত্রণা
১০৬. সন্ধিযোগে গঠিত ‘জাত্যভিমান’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
☑️ জাতি + অভিমান
[খ] জাত + অভিমান
[গ] জাতী + অভিমান
[ঘ] জাত + আভিমান
১০৭. খাঁ খাঁ করবে না-, খালি ঘরে উপযুক্ত শব্দ কোনটি?
[ক] মাঠ-ঘাট
☑️ গৃহস্থালি
[গ] দোকানপাট
[ঘ] রাস্তাঘাট
১০৮. ‘যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত”-চরণদ্বয়ের ভাবার্থ কী?
[ক] ভালোবাসার দ্বারা সবকিছুকে জয় করা যায়
[খ] অস্ত্রের দ্বারা সবকিছু জয় করা যায়
[গ] অর্থের দ্বারা সবকিছু জয় করা যায়
☑️ পৃথিবীর যাবতীয় অন্যায়, অত্যাচার ভালোবাসার কাছে হার মানে
১০৯. ‘খাঁ খাঁ’ শব্দের অর্থ কী?
[ক] খাওয়া
[খ] উপাধি
☑️ শূন্যতা
[ঘ] পদবি
১১০. ‘অমোঘ’ শব্দের অর্থ কী?
☑️ অব্যর্থ
[খ] চিরন্তন
[গ] অনন্ত
[ঘ] চরম
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১১১. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন ছন্দে রচিত?
[ক] স্বরবৃত্ত
[খ] মাত্রাবৃত্ত
☑️ অক্ষরবৃত্ত
[ঘ] অমিত্রাক্ষর
১১২. ‘সেই অস্ত্র’ কবিতার পর্ববিন্যাস কেমন?
[ক] সম
[খ] বিসম
☑️ অসম
[ঘ] ভঙ্গুর
১১৩. আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতার উৎস হলো-
[ক] ক্ষোভ
[খ] হতাশা
☑️ ভালোবাসা
[ঘ] বেদনা
১১৪. আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতার মৌল প্রতিপাদ্য কী?
[ক] মানুষের ভেতরের শক্তিকে জাগ্রত করা
[খ] মানুষের বিবেকবোধকে জাগ্রত করা
[গ] মানুষকে শক্তিশালা করে তোলা
☑️ মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে শেখা
১১৫. “আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ।”-চরণটির মর্মার্থ কী?
☑️ শোষিত-নির্যাতিত যুদ্ধাহতদের যন্ত্রণা থামবে
[খ] সকলে প্রাণ হারাবে
[গ] শোষকের অত্যাচার মুখ বুজে সহ্য করবে
[ঘ] শোষিতেরা বোবা হয়ে যাবে
১১৬. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন চরণটি দ্বারা পারিবারিক অশান্তি অবসানের প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
[ক] পাখিরা নীড়ে ঘুমোবে
[খ] যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না
☑️ খাঁ খাঁ করবে না গৃহস্থালি
[ঘ] লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত
১১৭. ‘সেই অস্ত্র’ কবিতার মূল বক্তব্য কী?
[ক] অস্ত্র ছাড়া শান্তি অসম্ভব
[খ] অস্ত্রই একমাত্র ভরসা
☑️ শান্তির জন্য ভালোবাসাই শ্রেষ্ঠ অস্ত্র
[ঘ] হারিয়ে যাওয়া অস্ত্রের জন্য শোক
১১৮. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন কোন চরণটি একাধিকবার ব্যবহৃত হয়েছে?
[ক] আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
☑️ সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও
[গ] সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
[ঘ] সেই অমোঘ অনন্য অস্ত্র
১১৯. ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত প্রাকৃতিক অনুষঙ্গগুলো কী কী?
☑️ অরণ্য, নদী, পাখি
[খ] পাহাড়, সাগর, নদী
[গ] অস্ত্র, যানবাহন, অগ্ন্যুৎপাত
[ঘ] নদী, সাগর, অস্ত্র
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর:
১২০. ‘সেই অস্ত্র’ কবিতাটির নাম আর যা যা হতে পারত-
i. ভালোবাসা
ii. ট্রয় নগরী
iii. সেই অমোঘ অনন্য অস্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২১. ‘সেই অস্ত্র’ কবিতার কবির মতে, অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে-
i. অনাড়ম্বর
ii. সহজ
iii. গতিময়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১২২. ‘সেই অস্ত্র’ কবিতার কবির মতে, অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে-
i. হিংসার করাল গ্রাসে
ii. স্বার্থপরতার করাল গ্রাসে
iii. অপসংস্কৃতির করাল গ্রাসে
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৩. ‘সেই অস্ত্র’ কবিতা পাঠে শিক্ষার্থীরা জানতে পারবে-
i. যুদ্ধের ভয়াবহতা
ii. ভালোবাসার গুরুত্ব
iii. অস্ত্রের মহড়া প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৪. কবি আহসান হাবীব ছিলেন-
i. স্পষ্টবাদী
ii. আত্মমগ্ন
iii. স্বল্পভাষী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১২৫. কবি আহসান হাবীবের কবি প্রতিভার মূল সুর-
i. ব্যক্তিগত অভিজ্ঞতা
ii. সুগভীর জীবনবোধ
iii. ব্যক্তিগত অনুভূতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১২৬. আহসান হাবীবের কাব্যগ্রন্থ-
i. মেঘ বলে চৈত্রে যাবো
ii. ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
iii. বিদীর্ণ দর্পণে মুখ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৭. কবি আহসান হাবীব ভূষিত হয়েছেন-
i. একুশে পদকে
ii. বাংলা একাডেমি পুরস্কারে
iii. নাসিরউদ্দিন স্বর্ণপদকে
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৮. কবি আহসান হাবীব গভীর সংবেদনশীল ছিলেন-
i. নিজের প্রতি
ii. দেশের প্রতি
iii. জনতার প্রতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৯. ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী ‘সেই অস্ত্র’ পৃথিবীতে ব্যাপ্ত হলে যে ঘটনাগুলো ঘটত-
i. প্রথম মহাযুদ্ধ
ii. বিশ্ব শান্তি সম্মেলন
iii. দ্বিতীয় মহাযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩০. ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী সেই অস্ত্র বাংলাদেশে ব্যাপ্ত হলে যে সমস্যাগুলোর সমাধান হতো-
i. রাজনৈতিক হানাহানি
ii. হত্যা-খুন-গুম
iii. প্রেম-প্রীতি-বিয়ে
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩১. ‘সেই অস্ত্র’ কবিতাটি পড়ে একজন ছাত্র জানতে পারবে-
i. অস্ত্রের ব্যবহার
ii. ভালোবাসাই অমোঘ অস্ত্র
iii. মানবকল্যাণ বোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩২. ‘খাঁ খাঁ’ শব্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে শব্দগুলো-
i. ঠা ঠা
ii. ছম্ ছম্
iii ঝিকিমিকি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৩৩. ‘বার বার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী’ দ্বারা বোঝায়-
i. বড় বড় নগরী ধ্বংস হবে না
ii. বার বার ধ্বংসযজ্ঞ সংঘটিত হবে না
iii. পৃথিবীতে অশান্তি থাকবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৪. ‘অস্ত্র’ শব্দটি ‘সেই অস্ত্র’ কবিতায় যে অর্থে ব্যবহৃত-
i. সহায়
ii. বিস্ফোরক
iii. অবলম্বন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৫. ‘আধিপত্যের লোভ’ মানুষকে করে তুলতে পারে-
i. যুদ্ধংদেহী
ii. প্রেমময়
iii. দখলদার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৬. ‘সভ্যতার সেই প্রতিশ্রুতি’ বলতে সভ্যতার যে প্রতিশ্রুতিকে বোঝায়-
i. পৃথিবী ট্রয় নগরী হবে
ii. পৃথিবী প্রেমময় হবে
iii. পৃথিবী হবে ধ্বংসযজ্ঞমুক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৭. ‘সেই অস্ত্রকে’ অমোঘ অনন্য কিংবা অবিনাশী বলার মধ্য দিয়ে কবির যে মনোভাবটি প্রকাশ পায়-
i. ভালোবাসায় আস্থা
ii. ভালোবাসার শক্তি সম্পর্কে দ্বিধাহীনতা
iii. মানুষ হত্যায় অব্যর্থ বলে বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৮. ‘অমোঘ’ শব্দটি দ্বারা বোঝায়-
i. অব্যর্থ
ii. সার্থক
iii. অবশ্যম্ভাবী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৩৯. ‘সমাবিষ্ট’ অর্থ হচ্ছে-
i. সমভাবে আবিষ্ট
ii. সমবেত হওয়া
iii. সমাবেশ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৪০. ‘সেই অস্ত্র’ কবিতার কবির মতে, ভালোবাসা থাকলে-
i. বিদ্রোহের আগুন জ্বলবে না
ii. কৃষকের দুঃখ-জ্বালার অবসান হবে
iii. মানুষ মানুষকে শত্রু ভাববে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৪১. ট্রয় নগরী সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. প্রাচীন গ্রিসের একটি শহর
ii. যুদ্ধের কারণে বার বার ধ্বংস হয়েছে
iii. মানুষের হিংসা-বিদ্বেষ ঈর্ষার শিকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৪২. ‘সেই অস্ত্র’ উত্তোলিত হলে-
i. অরণ্য আরও সবুজ হবে
ii. অরণ্য ফ্যাকাশে হয়ে যাবে
iii. পৃথিবী অরণ্যশূন্য হবে
নিচের কোনটি সঠিক?
☑️ i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৩. ‘সেই অস্ত্র’ কবিতাটির চরণসংখ্যা হলো-
i. ২১
ii. ৩১
iii. ৩৫
নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
১৪৪. ‘জাত্যভিমান’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-
i. বংশগরিমা
ii. কুলবর্গ
iii. উচ্চ বংশে জন্মের অহংকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৪৫. ‘সেই অস্ত্র’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা শিখবে-
i. মানবপ্রেম
ii. স্বদেশপ্রেম
iii. প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
☑️ i
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৬. আত্মমগ্ন, স্পষ্টবাদী কবি আহসান হাবীব ছিলেন মূলত-
i. মৃদু ভাষী ও নরম প্রকৃতির
ii. মানবদরদি শিল্পী
iii. যুদ্ধবিরোধী মনোভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৪৭. বিশ্বব্যাপী বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে থাকার কারণ হলো-
i. আধিপত্যের ঘৃণ্য, নিন্দনীয় ও বিকৃত মনোভাব
ii. মনুষ্যত্ববোধ ও মানবিকতার বিপর্যয়
iii. শুভ ও কল্যাণবোধ চর্চার অবনতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
❒ উদ্দীপকটি পড় এবং ১৪৮-১৫০ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমের সহপাঠীরা যখন একে অন্যের সঙ্গে মারামারি ঝগড়াঝাটিতে লিপ্ত, তখন সে সবার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কেউ তাকে আঘাত করলেও সে পাল্টা আঘাত না করে হেসে উড়িয়ে দেয়। ফলে সে সবার পছন্দের পাত্র হয়ে ওঠে।
১৪৮. উদ্দীপকের রহিমের মধ্যে ‘সেই অস্ত্র’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
[ক] ঘৃণা
☑️ ভালোবাসা
[গ] জিঘাংসা
[ঘ] বন্ধুত্ব
১৪৯. উদ্দীপকের রহিমের সহপাঠীদের মারামারিকে ‘সেই অস্ত্র’ কবিতার আলোকে কী বলা যায়?
[ক] জাত্যভিমান
[খ] অহংকার
☑️ আধিপত্যের লোভ
[ঘ] হিংসার ফল
১৫০. উদ্দীপকের রহিমের মতো যদি সবাই সহনশীল হতো তাহলে ‘সেই অস্ত্র’ কবিতার যে ঘটনাগুলো ঘটতো না-
i. ট্রয় নগরী বিধ্বস্ত হতো না
ii. লক্ষ লক্ষ মানুষ পঙ্গু-বিকৃত হতো না
iii. যাবতীয় অস্ত্র আনতে হতো
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
❒ উদ্দীপকটি পড় এবং ১৫১-১৫৩ নং প্রশ্নের উত্তর দাও:
আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি
কোমল বিদ্রোহী- প্রকাশ্যে ফিরছি ঘরে
অথচ আমার সঙ্গে
হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র
আমি জমা দিই নি।
১৫১. উদ্দীপক ও ‘সেই অস্ত্র’ কবিতার সাদৃশ্যসূত্র-
i. দুটোতেই মানবীয় অনুভূতি গুরুত্ব পেয়েছে
ii. দুটোতেই অদৃশ্য অনুভবকে দৃশ্যমান বস্তুর রূপ দেয়া হয়েছে
iii. দুটোতেই বিদ্রোহের কথা আছে
নিচের কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫২. উদ্দীপকে হৃদয়কে বলা হয়েছে আগ্নেয়াস্ত্র আর ‘সেই অস্ত্র’ কবিতার ‘অস্ত্র’ বলা হয়েছে কোনটিকে?
[ক] মনকে
☑️ ভালোবাসাকে
[গ] আর্তনাদকে
[ঘ] জাত্যাভিমানকে
১৫৩. উদ্দীপকের হৃদয় ‘সেই অস্ত্র’ কবিতার আলোকে অস্ত্র হতে পারে যে যুক্তিতে-
i. হৃদয়ের অনুভূতিই অস্ত্রের নিয়ন্ত্রক
ii. হৃদয় অস্ত্রের মতোই শক্তিমান
iii. হৃদয়ের অনুভব-ক্ষমতা অস্ত্রের সমতুল্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
❒ নিচের উদ্দীপকটি পড়ে১৫৪-১৫৫ নং প্রশ্নের উত্তর দাও।
ক্রিমিয়ার যুদ্ধে অসংখ্য সৈনিক আহত হয়েছিল। তাদের অসহ্য জীবনযন্ত্রণা দূর করেছিলেন ফ্লোরেন্সে নাইটিঙ্গেল তাঁর সেবা দিয়ে। মানুষের প্রতি ভালোবাসার কারণে আজও পৃথিবীর বুকে তিনি স্মরণীয় হয়ে আছেন।
১৫৪. উদ্দীপকের সাথে ‘সেই অস্ত্র’ কবিতার সাদৃশ্য যে বিষয়ে-
[ক] যুদ্ধের ঘটনায়
☑️ মানবপ্রেমে
[গ] প্রকৃতিপ্রেমে
[ঘ] স্বদেশপ্রেমে
১৫৫. ‘সেই অস্ত্র’ কবিতার উদ্দীপকের মতো মানুষের কোন গুণটি কবি প্রত্যাশা করেছেন?
[ক] বুদ্ধিমত্তা
[খ] জ্ঞান দান করা
☑️ ভালোবাসা
[ঘ] মানুষকে উৎসাহিত করা
❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৫৬-১৫৭ নং প্রশ্নের উত্তর দাও।
কবির তাঁর চাকুরিস্থলে এমন কথা বলে এবং ভাব দেখায় যে, সেই সবজান্তা, সেই অভিজাত, সেই শ্রেষ্ঠ।
১৫৬. ‘জাত্যভিমান’ কথাটার অর্থ হলো-
[ক] জাতির অভিমান
[খ] জাতির শ্রেষ্ঠত্বের দাবি
[গ] জাতির অহংকারী মনোবৃত্তি
☑️ নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাব
১৫৭. কবিদের মনোভাব জাত্যভিমানের সাথে সম্পৃক্ত কথাটার মধ্যে রয়েছে-
[ক] স্থুল মনোভাব
☑️ অহংকারী চেতনার বিকৃত প্রকাশ
[গ] বিকৃত মনের পরিচয়
[ঘ] নিজেকে বিচ্ছিন্ন রাখার প্রচেষ্টা
❒ নিচের উদ্দীপকটি পড়ে ১৫৮-১৫৯ নং প্রশ্নের উত্তর দাও।
বিদ্বেষ, ঘৃণা ও আধিপত্যবাদের মনোভাব নিয়ে হানাদার বাহিনী ১৯৭১ সালে আমাদের দেশে নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে এদেশের মানুষকে পদানত করতে চেয়েছিল, কিন্তু পারেনি। পরিবর্তে তাদেরকেই নির্লজ্জভাবে পদানত হতে হয়েছে।
১৫৮. ‘আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও’-অস্ত্রটি কী?
[ক] মারণাস্ত্র
[খ] লোভ-লালসা
☑️ ভালোবাসা
[ঘ] সম্প্রীতি
১৫৯. যুদ্ধে হানাদার বাহিনীর নির্লজ্জ পরাজয়ের মূল কারণ তোমার বিচারে কোনটি?
i. বিদ্বেষ, ঘৃণা ও আধিপত্যবাদের মনোভাব
ii. হত্যা ও ধ্বংসযজ্ঞের বিকৃত মনোভাব
iii. পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ ও সম্প্রীতির অভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
❒ রিভিশন অংশ (Revision)
আলোচ্য অংশে জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য বাড়ির কাজ, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আরও কিছু প্রশ্ন ও উত্তর উল্লেখ করা হয়েছে। এ অংশটি অনুশীলনের মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও Revision সম্পূর্ণ হয়ে যাবে।
❒ বাড়ির কাজ
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় মানুষের যে হিংস্র মনোভাব প্রকাশ পেয়েছে সে বিষয়টি ব্যাখ্যা কর।
✍ উদ্দীপকে দাসপ্রথার কথা রয়েছে। ‘সেই অস্ত্র’ কবিতায় মানুষের সংঘটিত অমানবিকতাগুলোকে বিশ্লেষণ কর।
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় ভালোবাসার ফলাফল হিসেবে যে মানবতা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় অবিনাশী অস্ত্র বলতে ভালোবাসাকে বোঝানো হয়েছে- এ কথাটি বিশ্লেষণ কর।
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় প্রকৃতি বিপর্যয়ের যে কথা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় কবি ভালোবাসার ব্যাপ্তির মাধ্যমে পৃথিবীতে মানবতাবোধের জাগরণ ঘটাতে চেয়েছেন তা বিশ্লেষণ কর।
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় পৃথিবীতে শান্তির জন্য পরিবেশের সাবলীলতা প্রত্যাশার বিষয়টি বিশ্লেষণ কর।
❒ গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
✍ ‘সেই অস্ত্র’ কবিতায় কবি সেই অস্ত্র বলতে ভালোবাসাকে বুঝিয়েছেন।
✍ ভালোবাসা নামক অমোঘ অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর অন্যান্য সমস্ত প্রাণঘাতি অস্ত্র আনতে হবে, অরণ্য সবুজ হবে, পাখিরা নীড়ে ঘুমোবে, নদী হবে আরো কল্লোলিত।
✍ ভালোবাসা নামক অস্ত্রের ব্যাপ্তি ঘটলে মারামারি ও হানাহানি হবে না, অসংখ্য মানুষ পঙ্গু-বিকৃত হবে না। ট্রয় নগরীর মতো ধ্বংস হবে না সভ্যতা।
✍ ভালোবাসা নামক অস্ত্র ঘৃণা, বিদ্বেষ, অহংকার, জাত্যভিমান এগুলোকে বার বার পরাজিত করেছে। এ অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সুসংগঠিত।
0 Comments:
Post a Comment