Ready Wit of a Lamb Completing Story pdf download

The following is the beginning of a story. Complete it in your own words.
Once, a little lamb was grazing on a meadow, along with a flock of sheep. Being very mischievous………........

Ready Wit of a Lamb
Once, a little lamb was grazing on a meadow, along with a flock of sheep. Being very mischievous, the little lamb wandered some distance away from the sheep. It began to enjoy the fresh and delicious grass that it found there. It had come a long way from its group, but was unaware of that.
The lamb was also unaware of another fact:a wolf was closely following it!

When the lamb realized that it had lost its way and was far away from the flock, it decided to return and join them. However, the lamb was stunned to see a hungry and cunning wolf standing behind it.
The lamb realized that there was no option except to surrender itself to the wolf. 
The lamb asked the wolf, “Are you going to eat me?”
The wolf said, “Yes, at any cost!”

The lamb said again, “But can you please wait for some more time? I have eaten a lot of grass now and my stomach is filled with grass. If you eat me now, you will feel as though you were eating grass! So please wait until the grass is digested.”
The wolf agreed, “Oh yes, I will wait. You are here before me and I can wait for some more time!”
The lamb thanked the wolf.
After some time, the wolf got ready to kill lamb, but the lamb stopped him again. 
“Dear wolf, please wait for some more time. The grass is yet to be digested. If you eat me now, you will see a lot of grass in my stomach! Let me dance and then it will be digested easily.”

The wolf agreed. 
The little lamb danced crazily for a while, and then suddenly stopped.
The wolf enquired what had happened. 
The lamb said, “I cannot dance properly because there is no music. You see this bell around my neck? Can you untie this bell and ring it loudly? Then I can dance fast and the grass in my stomach also will get digested fast.”

The wolf, overcome with the desire to eat the lamb, was ready to do anything. He removed the bell tied to the lamb’s neck and rang it with all his might.

Meanwhile, the shepherd was searching for the little lamb and heard the bell ringing. He saw the wolf and the lamb. He ran towards the wolf with a stick. Seeing the shepherd with a stick, the wolf ran away, and the lamb was saved!

pdf download
এক মেষশাবকের উপস্থিত বুদ্ধি
একদা এক ছোট মেষশাবক এক ভেড়ার পালের সাথে তৃণভূমিতে চরে বেড়াচ্ছিল। খুব বেশি দুষ্টামিপূর্ণ হয়ে, ছোট মেষশাবকটি ভেড়াদের থেকে কিছুটা দূরে ঘুরে বেড়াচ্ছিল। এটি সেখানে পাওয়া সতেজ ও সুস্বাদু ঘাস খাচ্ছিল। এটি তার দল থেকে অনেকটা দূরে চলে এসেছিল, কিন্তু সে বিষয়ে এটি অসচেতন ছিল।

মেষশাবকটি আরেকটি ঘটনা সম্পর্কেও অসচেতন ছিল: একটি নেকড়ে তাকে অনুসরণ করে খুব কাছাকাছি ছিল!

Ready Wit of a Lamb Completing Story

যখন মেষশাবক বুঝতে পারল যে, এটি তার রাস্তা হারিয়েছে এবং তার দল থেকে অনেক দূরে রয়েছে, সিদ্ধান্ত নিল যে, এটি ফিরে যাবে এবং তাদের সাথে যোগদান করবে। যা হোক মেষশাবকটি তার পাশে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত ও চতুর নেকড়েটিকে দেখে হতভম্ব হয়ে গেল। মেষশাবকটি বুঝতে পারল যে, নেকড়ের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই।
মেষশাবকটি নেকড়েকে জিজ্ঞেস করল, “তুমি কি আমাকে খেতে যাচ্ছ?”

নেকড়েটি বলল, “হ্যাঁ, যেকোনো মূল্যে!”
মেষশাবকটি আবার বলল, “কিন্তু তুমি কি আরো কিছু সময় অপেক্ষা করবে? আমি এখন অনেক ঘাস খেয়েছি এবং আমার পেট ঘাসে পরিপূর্ণ। যদি তুমি আমাকে এখন খাও, তাহলে তা ঘাস খাওয়ার মতই মনে হবে! তাই ঘাস পরিপাক হওয়া পর্যন্ত অপেক্ষা কর।”

নেকড়েটি রাজি হল, “ওহ আচ্ছা, আমি অপেক্ষা করব। তুমি আমার সামনে আছ এবং আমি কিছু সময় অপেক্ষা করতে পারব।

মেষশাবকটি নেকড়েটিকে ধন্যবাদ দিল। কিছু সময় পর নেকড়েটি মেষশাবকটিকে হত্যা করতে তৈরি হল, কিন্তু মেষশাবকটি তাকে আবার থামাল।

“প্রিয় নেকড়ে, দয়া করে আরো কিছু সময় অপেক্ষা কর। ঘাস এখনো পরিপাক হয়নি। এখন যদি তুমি আমাকে খাও, তুমি আমার পেটে অনেক ঘাস দেখতে পাবে! আমাকে নাচতে দাও এবং তখন এটি সহজেই পরিপাক হবে।”

নেকড়ে রাজি হল।
ছোট মেষশাবকটি অত্যুৎসাহে কিছু সময়ের জন্য নাচলো এবং হঠাৎ করে থেমে গেল।
নেকড়েটি কী হয়েছে জিজ্ঞেস করল।

মেষশাবকটি বলল, “আমি সঠিকভাবে নাচতে পারছি না, কারন কোনো সংগীত নেই। তুমি কি আমার গলায় ঘন্টাটি দেখতে পাচ্ছ? তুমি কি ঘণ্টাটি খুলবে এবং এটি উচ্চস্বরে বাজাবে? তখন আমি দ্রুত নাচতে পারব এবং আমার পেটের ঘাসগুলো দ্রুত পরিপাক হবে।”

নেকড়েটি মেষশাবকটিকে খাওয়ার বাসনায় দুর্বল হয়ে পড়েছিল, তাই সে যেকোনো কিছু করার জন্য প্রস্তুত ছিল। সে মেষশাবকটির গলায় বাধা ঘণ্টাটি খুলল এবং যত জোরে সম্ভব এটি বাজাতে লাগল।

ইতোমধ্যে মেষপালক ছোট মেষশাবকটিকে খোঁজ করতে লাগল এবং ঘণ্টার শব্দ শুনতে পেল। সে মেষশাবক ও নেকড়েটিকে দেখতে পেল। সে একটি লাঠি নিয়ে নেকড়ের দিকে দৌড়ে গেল। মেষপালককে লাঠি হাতে দেখে নেকড়েটি পালিয়ে গেল এবং মেষশাবকটি রক্ষা পেল।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide