Plight of Sadia's Life Completing Story pdf download

Complete the following story with the cue. Give a suitable title to it.
Sadia is a college student studying in a mufassal college. She has an uncle in Dhaka who has been telling her to come to Dhaka after her HSC Examination for her higher studies. Sadia's parents however, are finding it difficult to decide whether to send their daughter to Dhaka or not ....................

Plight of Sadia's Life
Sadia is a college student studying in a mufassal college. She has an uncle in Dhaka who has been telling her to come to Dhaka after her HSC Examination for her higher studies. Sadia's parents however, are finding it difficult to decide whether to send their daughter to Dhaka or not. Her parents are conscious about their daughter's security, because so many terrible (Pig) crimes are happening in Dhaka city especially "Eve teasing". In spite of thinking all the negative sides, Sadia's parents agree to send her to Dhaka. Sadia has taken admission into "Badrunnessa Mohila College".

One day she was going to her college on foot. One of the boys tore her with some ill words. Sadia avoided the event for her shyness. Another evening she was going to the national park with her cousin. Some boys touched her hand. She slapped one of the boys. The terrible thing happened for the situation.

Next day when she was passing through the road outside of her college, the boys threw acid towards her and they ran away seeing the crowd coming towards them. Sadia was admitted to Dhaka Medical College Hospital. But terrible things happened in Sadia's life. Sadia's face was burned completely.

pdf download
সাদিয়ার জীবনের দুর্দশা
সাদিয়া মফস্বল কলেজে পড়ূয়া একজন শিক্ষার্থী। ঢাকায় তার একজন চাচা আছেন যিনি উচ্চ শিক্ষার জন্য এইচ.এস.সি পরীক্ষার পর তাকে ঢাকায় আসতে বলছেন। সাদিয়ার পিতামাতা, যা হোক সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা তাদের কন্যাকে ঢাকায় পাঠাবেন নাকি পাঠাবেন না। তার পিতামাতা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত/উদ্বিগ্ন, কারণ ‘ইভ টিজিং’ এর ন্যায় অনেক খারাপ/চরম অপরাধ ঢাকা শহরে ঘটছে। সকল ধরনের নেতিবাচক দিক ভাবা সত্ত্বেও সাদিয়ার বাবা-মা তাকে ঢাকায় পাঠাতে সম্মত হয়। সাদিয়া ‘বদরুন্নেছা মহিলা কলেজে’ ভর্তি হয়।

Plight of Sadia's Life Completing Story

একদিন সে হেঁটে কলেজে যাচ্ছিল। একটি ছেলে তাকে কিছু খারাপ শব্দ বলে। সাদিয়া লজ্জায় ঘটনাটি এড়িয়ে যায়। অন্য এক সন্ধ্যায় সে তার এক চাচাত ভাই/বোন এর সঙ্গে ন্যাশনাল পার্কে যাচ্ছিল। কিছু ছেলে তার হাত স্পর্শ করেছিল। সে ছেলেগুলোর একটিকে চড় মেরেছিল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ঐ পরিস্থিতিটির জন্য।

পরবর্তী দিন যখন সে তার কলেজের বাইরে দিয়ে যাচ্ছিল, ছেলেগুলো তার উপর এসিড নিক্ষেপ করে এবং তাদের দিকে লোক আসতে দেখে ছুটে পালিয়ে যায়। সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটে সাদিয়ার জীবনে। সাদিয়ার মুখ পুরোপুরি পুড়ে গিয়েছিল।
Post a Comment (0)
Previous Post Next Post