Read the beginning of a story. Write ten new sentences to complete the story.
Once a gold necklace was lost from the house of a rich man. A few servants used to work in that house. Normally it was suspected that one of the servants had stolen the necklace ................
Misdeed Is Always Punished
Once a gold necklace was lost from the house of a rich man. A few servants used to work in that house. Normally it was suspected that one of the servants had stolen the necklace. The rich man made a plan to identify the real thief. He called all the servants. He gave each of them a bamboo stick. He said, "Every one of you take a stick. I shall take back everyone's stick tomorrow. The stick of the real thief will be larger by 1 inch by tomorrow morning." The servant, who stole the necklace, was a fool. He thought that if he cut short the stick by 1 inch that night, it would get larger by night and thus would still get its normal size. He did so and was identified by the rich man to have stolen the necklace.
pdf download
মন্দ কাজ সবসময় শাস্তিযোগ্য
একবার একজন ধনী লোকের ঘর থেকে একটি স্বর্ণের হার হারিয়ে যায়। কয়েকজন চাকর ঐ বাসায় কাজ করতো। স্বাভাবিকভাবে এটাই সন্দেহ করা হল যে চাকরদের কেউ একজন হারটি চুরি করেছে। ধনী লোকটি সত্যিকার চোরটিকে ধরার জন্য একটি পরিকল্পনা আঁটলেন। তিনি সব চাকরদেরকে ডাকলেন। তিনি তাদের প্রত্যেককে একটি বাঁশের লাঠি ধরিয়ে দিলেন। তিনি বললেন, “তোমরা প্রত্যেকেই একটি লাঠি নাও।
আমি প্রত্যেকের লাঠিই আগামীকাল ফিরিয়ে নেব। আগামীকাল সকালের মধ্যে আসল চোরের লাঠি এক ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে।” যে চাকরটি হারটি চুরি করেছিল সে ছিল একজন বোকা। সে চিন্তা করল যে যেহেতু লাঠিটি ঐ রাতে এক ইঞ্চি পরিমাণে বেড়ে যাবে সেহেতু সে যদি রাতের মধ্যে লাঠিটি ঠিক এক ইঞ্চি পরিমাণ ছোট করে তাহলে এটা এর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে এটাই করল এবং হারটি চুরির জন্য ধনী লোকটির কাছে ধরা পড়ল।
আমি প্রত্যেকের লাঠিই আগামীকাল ফিরিয়ে নেব। আগামীকাল সকালের মধ্যে আসল চোরের লাঠি এক ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে।” যে চাকরটি হারটি চুরি করেছিল সে ছিল একজন বোকা। সে চিন্তা করল যে যেহেতু লাঠিটি ঐ রাতে এক ইঞ্চি পরিমাণে বেড়ে যাবে সেহেতু সে যদি রাতের মধ্যে লাঠিটি ঠিক এক ইঞ্চি পরিমাণ ছোট করে তাহলে এটা এর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে এটাই করল এবং হারটি চুরির জন্য ধনী লোকটির কাছে ধরা পড়ল।
0 Comments:
Post a Comment