Honesty Is Always Rewarded Completing Story pdf download - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Honesty Is Always Rewarded Completing Story pdf download

Read the beginning of a story. Write ten new sentences to complete the story.
Rahmat Mia is a rickshaw puller. He is only 23 years old. He is very poor. One day a lady from Australia hired his rickshaw. When she got down, she forgot her purse. Rahmat saw the purse after a while. He took it and thought.......

Honesty Is Always Rewarded
Rahmat Mia is a rickshaw puller. He is only 23 years old. He is very poor. One day a lady from Australia hired his rickshaw. When she got down, she forgot her purse. Rahmat saw the purse after a while. He took it and thought for a while what he would do with the purse. He thought he might find money in that purse, so he could have it for himself. But after some moments another thought came to his mind. He realized that such an act would mean dishonesty. As he believed in  the Creator, he became worried with the thought that he might be punished in the afterlife for such a misdeed. And it would definitely not differ from stealing. So he went to the place where he had dropped the Australian lady. It was the house of the lady's friend who gave her address to the rickshaw puller. Then he found out the addressee, i.e. the lady, and returned her the purse. The lady was pleased at the rickshaw puller's honesty and gave him a lot of money as his reward.

pdf download
সততা সর্বদা পুরস্কৃত হয়
রহমত মিয়া একজন রিকসাচালক। তার বয়স মাত্র ২৩ বছর। সে খুবই গরিব। একদিন অস্ট্রেলিয়ান একজন মহিলা তার রিকসা ভাড়া করে। যখন তিনি নেমে যান, তিনি তার টাকার থলে ভুলে রেখে যান। কিছুক্ষণ পর রহমত তার টাকার থলেটি দেখতে পায়। সে এটি নেয় এবং এই থলেটি নিয়ে সে কী করবে সেটা কিছুক্ষণ ভাবতে থাকে। সে ভাবল যে সে ঐ থলেতে টাকা পেতে পারে, সুতরাং এটি সে নিজের জন্য রাখতে পারে।

 
Honesty Is Always Rewarded Completing Story

কিন্তু কিছু মুহূর্ত পর অন্য আরেকটি চিন্তা তার মনে এলো। সে অনুভব করল যে এমন ধরনের কাজকে অসৎ কাজ বোঝায়। যেহেতু সে স্রষ্টায় বিশ্বাস করে, সে এ বিষয়টি নিয়ে চিন্তিত যে এ ধরনের মন্দ কাজের জন্য মৃত্যু পরবর্তী সময়ে তাকে শাস্তি ভোগ করতে হতে পারে এবং এটি চুরি করা থেকে ভিন্ন কিছু নয়। সুতরাং সে যেখানে অস্ট্রেলিয়ান মহিলাটিকে নামিয়ে ছিলো সেখানে গিয়েছিল। এটি ঐ মহিলার বন্ধুর বাসা ছিল তিনি রিকসাচালককে তার ঠিকানা দিয়েছিলেন। তারপর সে প্রাপকটির অর্থাৎ ঐ মহিলার খোঁজ করল এবং তার টাকার থলে ফেরত দিল। মহিলাটি রিকসাচালকের সততা দেখে খুশি হলো এবং পুরস্কার হিসাবে তাকে অনেক/প্রচুর অর্থ দিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here