Ferocity of a Tiger Completing Story pdf download

Complete the following story with the cue. Give a suitable title to it.
Once I was passing through a jungle. I was enjoying some charming deer. It was almost in the evening. I lost my way. Suddenly I saw a tiger ..................................

Ferocity of a Tiger
Once I was passing through a jungle. I was enjoying some charming deer. It was almost in the evening. I lost my way. Suddenly I saw a tiger walking in the jungle. Deer are dear to tiger. It is their great feast. But I know tigers are ferocious. They never leave people alive. I felt nervous. I thought for a while. I found the tiger looking at the deer. The deer turned its fear and found the dangerous animal. The deer can jump and run. It is very speedy. But there were trees here and there. The tiger tried to jump but it could not reach the deer because of many trees. The hungry tiger did not see me first. As I saw the tiger, I tried to climb a tree.
Climbing a tree was very tough for me. But it was the question of my living in the world. The Almighty Creator helped me. Very quickly I reached the top of the tree. By this time, the ferocious tiger caught the deer and started eating it. I thanked the Almighty. He saved me. The tiger went into the deep jungle slowly. I gazed and gazed at it. Very slowly I returned home.

pdf download
বাঘের হিংস্রতা
একদা আমি একটি জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিলাম। আমি কিছু চমৎকার/আকর্ষণীয় হরিণ দেখছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি আমার পথ হারিয়ে ফেললাম। হঠাৎ জঙ্গলের ভিতর দিয়ে একটি বাঘ আসতে দেখলাম। হরিণ বাঘের নিকট প্রিয়। এটি তাদের মহা আনন্দের খাবার। কিন্তু আমি জানি বাঘেরা হিংস্র। তারা মানুষদের জীবিত ছাড়ে না। আমি ভীত/ঘাবড়ে গেলাম। আমি কিছু সময়ের জন্য ভাবলাম। আমি দেখলাম যে বাঘটি হরিণের দিকে তাকিয়ে ছিল। হরিণটি ভীত হল এবং ভয়ংকর জন্তুটিকে দেখল। হরিণ লাফ দিতে ও দৌঁড়াতে পারত। এটি খুব দ্রুতগামী। কিন্তু এখানে সেখানে গাছ ছিল। বাঘটি লাফ দিতে চেষ্টা করেছিল কিন্তু অনেক গাছের কারণে এটি হরিণের নিকট পৌঁছাতে পারল না। ক্ষুধার্ত বাঘটি প্রথমে আমাকে দেখতে পায়নি। যেহেতু আমি বাঘটিকে দেখেছিলাম, আমি একটি গাছে উঠার চেষ্টা করেছিলাম।

Ferocity of a Tiger Completing Story

আমার নিকট গাছে আরোহণ খুবই কঠিন ছিল। কিন্তু এটি ছিল পৃথিবীতে আমার অস্তিত্বের প্রশ্ন। সর্বশক্তিমান স্রষ্টা আমাকে সাহায্য করেছিলেন। অতি দ্রুত আমি গাছের একেবারে চূড়ায় পৌঁছেছিলাম। এই সময়ের মধ্যে, হিংস্র বাঘটি হরিণটিকে ধরে ফেলল এবং এর রক্ত খাওয়া শুরু করল। আমি সর্বশক্তিমানকে ধন্যবাদ জানালাম। তিনি আমাকে বাঁচিয়েছিলেন। বাঘটি ধীরে ধীরে গভীর জঙ্গলে চলে গেল। আমি এটির দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে রইলাম। অতি আস্তে আস্তে/ধীরে ধীরে আমি বাড়ি ফিরে আসলাম।
Post a Comment (0)
Previous Post Next Post