An Ill-fated Girl Completing Story pdf download - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

An Ill-fated Girl Completing Story pdf download

Complete the following story with the cue. Give a suitable title to it.
Shefali, a girl of ten years old, was really beautiful and innocent like a rose. She might spread the smell and beauty of her noble qualities by being educated like other girls. But the irony of fate is that she has to sell flowers in the street. "Ful niben Sir, ekta ful." ..................................

Shefali : An Ill-fated Girl
Shefali, a girl of ten years old, was really beautiful and innocent like a rose. She might spread the smell and beauty of her noble qualities by being educated like other girls. But the irony of fate is that she has to sell flowers in the street. "Ful niben Sir, ekta ful."

Once Shefali had everything. She had dreams like all other girls. But her dreams went in vain because of the cruelty of Padma river. Her house was on the bank of the mighty Padma. She lived happily with her parents and a younger brother. They were a solvent peasant family. But the hungry Padma was snatching many houses away. As a result of river erosion, Shefali's family lost everything as flood took away all their harvest.

After losing everything they came to Dhaka. Now, Shefali's family lives at a slum in the city. Her father died by a road accident. So her mother has to work in the other people's house to earn their livelihood. Her mother's little income is not sufficient to maintain their family. Sometimes they have to starve. They have no relatives in the city to help them. So, Shefali has taken a decision to help her mother earning some money. According to her plan, she starts selling flowers in the street. Now, Shefali roams about in the roads of Dhaka saying "Ful niben Sir, ekta ful."

pdf download

শেফালী : এক হতভাগা বালিকা
শেফালী নামে দশ বছর বয়সী এক বালিকা সত্যিই গোলাপের মত সুন্দর ও নিষ্পাপ ছিল। সে হয়তো অন্য বালিকাদের ন্যায় শিক্ষিত হয়ে তার মহৎ গুণাবলীর সৌন্দর্য ও সৌরভ ছড়িয়ে দিতে পারত। কিন্তু ভাগ্যের পরিহাস এই যে তাকে আজ রাস্তায় ফুল বিক্রি করতে হয়। “ফুল নিবেন স্যার, একটা ফুল।”

এক সময় শেফালীর সব ছিল। অন্য সব বালিকাদের ন্যায় তার স্বপ্ন ছিল। কিন্তু পদ্মানদীর নিষ্ঠুরতার কারণে তার সব স্বপ্ন ভেস্তে গেল। তার বাড়ি ছিল শক্তিশালী পদ্মার পাড়ে। সে তার বাবা-মা ও এক ছোট ভাইয়ের সাথে তার নিজ বাড়িতে সুখে থাকত। তারা ছিল এক স্বচ্ছল কৃষক পরিবার। কিন্তু ক্ষুধার্ত পদ্মা অনেক ঘরবাড়ি কেড়ে নিচ্ছিল। নদী ভাঙ্গনের ফলে একরাতে শেফালীর পরিবার তাদের সর্বস্ব হারায় কারণ বন্যা তাদের সব ফসল কেড়ে নেয়।

An Ill-fated Girl Completing Story

সবকিছু হারানোর পর তারা ঢাকায় এসেছিল। এখন শেফালীর পরিবার শহরের একটি বস্তিতে বাস করে। সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। তাই তাদের জীবিকা নির্বাহের জন্য তার মাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়। তার মায়ের সামান্য আয় পরিবারের ভরণপোষণের জন্য যথেষ্ট নয়। মাঝে মাঝে তাদেরকে অনাহারে থাকতে হয়। শহরে তাদেরকে সাহায্য করার মত কোনো আত্মীয়-স্বজন নেই। তাই, শেফালী কিছু অর্থ উপার্জন করে তার মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তার পরিকল্পনা অনুযায়ী, সে রাস্তায় ফুল বিক্রি শুরু করে। এখন, “ফুল নিবেন স্যার, একটা ফুল” বলে শেফালী ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here