Complete the following story with the cue. Give a suitable title to it.
Somal is a remote village with a population of three hundred nestling away in the Mempi forest which is cut off from the rest of the world. The nearest bus stop was 10 miles away...........
A Story Teller Nambi
Somal is a remote village with a population of three hundred nestling away in the Mempi forest which is cut off from the rest of the world. The nearest bus stop was 10 miles away. Yet the villagers lived in a kind of perpetual enchantment. The enchanter was Nambi, the storyteller.
He was a man of sixty or seventy. He was illiterate in the sense that the written word was a mystery to him; but he could make up a story in his head, at the rate of one a month. Each story took nearly ten days to narrate. His home was in the little temple of the village and he spent most of the time under a banyan tree in front of the temple. He used to light the lamp in the niche of banyan tree in the moonlit nights and the villagers gathered to hear the story. He never repeated the same story.
One moon, he lit the lamp in the tree. The audience came. The old man took his seat and began the story. “…….when king Vikramaditya lived, his minister was…….” He paused. He could not go beyond it. He tried again and again but the story did not come. Nambi bowed on the ground and everyone went away except his friend Mari. He said, “Age, age it has come on me suddenly.” Next day, he again lit the lamp in the niche. The villagers came but he could not tell the story. The villagers went away.
The next moon, Nambi again lit the lamp in the niche but only a handful villagers came. Nambi told the villagers that they all had to come the next day because he had a great story to tell. The villagers came next day. They thought that the storyteller had regained his power. Nambi started his story, “It is the goddess who gives the gifts, and it is she who takes them away. What is the lamp for when all the oil is gone? Goddess be thanked…….These are my last words on this earth and this is my greatest story.” After that Nambi never spoke again. The rest of his life was one great consummate silence.
pdf download
নামবি একজন গল্পকার
সোমাল, মেমপাই বনভূমির অদূরে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন তিনশরও কম লোকসংখ্যা অধ্যুষিত একটি গ্রাম। সবচেয়ে নিকটবর্তী বাস স্টপটি ছিল ১০ মাইল দূরে। তথাপিও গ্রামবাসীরা এক ধরনের অন্তহীন ইন্দ্রজালের মধ্যে বাস করত। ঐন্দ্রজালিক ছিলেন গল্পকার নামবি।
তাঁর বয়স ছিল ষাট বা সত্তর। তিনি নিরক্ষর ছিলেন এই হিসেবে যে লিখিত শব্দ তাঁর কাছে ছিল রহস্যজনক। কিন্তু তিনি মাথা খাটিয়ে মাসে একটি গল্প তৈরি করতে পারতেন। প্রত্যেকটি গল্প বলতে প্রায় দশ দিন লাগত। গ্রামের এক প্রান্তে ছোট্ট মন্দিরটি ছিল তার বাড়ি এবং তিনি দিনের বেশির ভাগ সময় মন্দিরের সামনে একটি বটগাছের নিচে কাটাতেন। তিনি জ্যোৎস্নারাতে বটগাছের এক কোটরে বাতি জ্বালাতেন এবং গ্রামবাসীরা গল্প শুনতে সেখানে জড়ো হত। তিনি কখনো একই গল্প পুনরায় বলতেন না।
এক চাঁদনি রাতে তিনি গাছের নিচে বাতি জ্বালালেন। শ্রোতারা আসলো। বৃদ্ধ লোকটি তাঁর আসন গ্রহণ করলেন এবং গল্প শুরু করলেন। “...... রাজা বিক্রমাদিত্যের জীবদ্দশায় তার মন্ত্রী ছিল .......” তিনি থামলেন। তিনি এর বেশি বলতে পারলেন না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। নামবি মাথা নিচু করে বসে রইলেন এবং তার বন্ধু মেরি ছাড়া সবাই চলে গেল। “বার্ধক্য, বার্ধক্য হঠাৎ করে আমার উপর এসেছে।” পরের দিন তিনি আবার কোটরে বাতি জ্বালালেন। গ্রামবাসীরা এলো কিন্তু তিনি গল্পটি বলতে পারলেন না। গ্রামবাসীরা চলে গেল। পরবর্তী চাঁদনী রাতে নামবি পুনরায় কোটরে বাতি জ্বালালেন কিন্তু খুব কমসংখ্যক গ্রামবাসী এসেছিল। নামবি গ্রামবাসীদেরকে পরের দিন অবশ্যই আসতে বললেন কারণ তাঁর একটি মহৎ গল্প বলার ছিল। গ্রামবাসীরা পরের দিনও এসেছিল।
তারা ভেবেছিল যে গল্পকার তার শক্তি ফিরে পেয়েছে। নামবি তাঁর গল্প শুরু করলেন, “দেবীই আমাদের দান করেন, আবার তিনিই তা নিয়ে যান। সব তেল ফুরিয়ে গেলে বাতি কীসের জন্য? দেবীকে ধন্যবাদ.....। পৃথিবীতে এটাই আমার শেষ কথা এবং এটাই আমার সর্বশ্রেষ্ঠ গল্প।” এরপর নামবি আর কখনো কথা বলেননি। বাকি জীবন তিনি স¤ক্সূর্ণ নিরবতায় কাটিয়েছিলেন।
0 Comments:
Post a Comment