University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৬
সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০
সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১। ‘‘কী সহজে হয়ে গেল বলা’’- এখানে ‘কী’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ ঘ. বিশেষণের বিশেষণ
২। ‘‘যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়’’ কোন রচনার অংশ?
ক. বিলাসী
খ. অর্ধাঙ্গী
গ. হৈমমত্মী
ঘ. একটি তুলসী গাছের কাহিনী
উত্তরঃ ক. বিলাসী
৩। কোন বর্ণটি ঘোষ মহাপ্রাণ?
ক. ছ
খ. ধ
গ. শ
ঘ. হ
উত্তরঃ ঘ. হ
৪। ‘‘কমলাকামেত্মর জবানবন্দি’’ গল্পে কোন হিন্দু জাতির উল্লেখ নেই?
ক. ব্রাক্ষণ
খ. শূদ্র
গ. কায়স্থ
ঘ. কৈবর্ত
উত্তরঃ খ. শূদ্র
৫। ‘বাংলাদেশ’ কবিতার কোন সত্মবকে ‘‘হানাদার বাহিনীর হত্যাকান্ডের প্রতিক্রিয়া’’ ফুটে উঠেছে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ গ. তৃতীয়
৬। ‘‘আফিম’’- কোন ভাষায় শব্দ?
ক. পর্তুগিজ
খ. ফারসি
গ. ইংরেজী
ঘ. তুর্কি
উত্তরঃ গ. ইংরেজী
৭। ‘পতঞ্জলি’ শব্দটি গঠিত হয়েছে যে নিয়মে-
ক. সন্ধি
খ. সমাস
গ. উপসর্গ
ঘ. প্রত্যয়
উত্তরঃ ক. সন্ধি
৮। ‘‘ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরিয়া পরিয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না।’’ কোন রচনার অংশ?
ক. হৈমমত্মী
খ. বিলাসী
গ. অর্ধাঙ্গী
ঘ. যৌবনের গান
উত্তরঃ ক. হৈমমত্মী
৯। কোনটি রূঢ়ি শব্দ?
ক. গায়ক
খ. মহাযাত্রা
গ. আদিত্য
ঘ. হরিণ
উত্তরঃ ঘ. হরিণ
১০। ‘‘মজদুর > মজুর’’- কিসের উদাহরণ?
ক. অভিশ্রুতি
খ. অন্তর্হতি
গ. ব্যঞ্জন বিকৃতি
ঘ. ব্যঞ্জন চ্যুতি
উত্তরঃ খ. অন্তর্হতি
১১। ‘কর্মে যাহার ক্লমিত্ম নাই’- এক কথায়ু
ক. ক্লান্তিহীন
খ. অক্লান্ত
গ. অক্লান্তকর্মী
ঘ. অবিশ্রাম
উত্তরঃ গ. অক্লান্তকর্মী
১২। ‘‘ঢাকের কাঠি’’ বাগধারার অর্থ -
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ খ. তোষামুদে
১৩। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বিপরীত
খ. নিকৃষ্ট
গ. বিকৃত
ঘ. অভাব
উত্তরঃ ক. বিপরীত
১৪। ‘তস্কর’ শব্দের বিপরীতার্থক শব্দ -
ক. যাদু
খ. চোর
গ. সাধু
ঘ. দুস্কর
উত্তরঃ গ. সাধু
১৫। ‘বিষন্ন’ শব্দের বিপরীত শব্দগুচ্ছ হল -
ক. প্রফুল্ল, প্রসন্ন, উৎফুল্ল
খ. আমোদিত, প্রস্ফুটিত, আহ্লাদিত
গ. নন্দিত, আনন্দিত, তুষ্ট
ঘ. হৃষ্ট, তৃপ্ত, তাপিত
উত্তরঃ ক. প্রফুল্ল, প্রসন্ন, উৎফুল্ল
১৬। শূন্যতার ভাবজ্ঞাপক ধ্বন্যাত্নক দ্বিরুক্তি কোনটি?
ক. ঠা ঠা
খ. কা কা
গ. শাঁ শাঁ
ঘ. খাঁ খাঁ
উত্তরঃ ঘ. খাঁ খাঁ
১৭। সৌন্দর্যে কার না রুচি আছে - কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. অধিকরনে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. কর্তায় সপ্তমী
উত্তরঃ খ. অধিকরনে সপ্তমী
১৮। ‘জাঙ্গাল’ -এর প্রতিশব্দ -
ক. স্ত্তপ
খ. আবর্জন
গ. বাঁধ
ঘ. জঙ্গল
উত্তরঃ গ. বাঁধ
১৯। ‘আপন হসেত্ম সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি-সোনার প্রতিমা কে?
ক. দাদুর স্ত্রী
খ. দাদুর পুত্রবধূ
গ. দাদুর কন্যা
ঘ. দাদুর নাতনী
উত্তরঃ গ. দাদুর কন্যা
২০। ‘ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ’-কোন কবিতার অংশ?
ক. বাংলাদেশ
খ. জীবন বন্দনা
গ. পাঞ্জেরি
ঘ. আঠারো বছর বয়স
উত্তরঃ ঘ. আঠারো বছর বয়স
২১। কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি?
ক. ভাস্কর
খ. কুলটা
গ. আশ্চর্য
ঘ. মনীষা
উত্তরঃ ক. ভাস্কর
২২। ‘এখন আর বদমায়েশি করিওনা’ - কার উক্তি
ক. উকিলের
খ. হাকিমের
গ. মুহুরীর
ঘ. কমলাকান্তের
উত্তরঃ ক. উকিলের
২৩। ‘যার আকার কুৎসিত’ এক কথায় -
ক. কুশ্রী
খ. বিশ্রী
গ. কদর্য
ঘ. কদাকার
উত্তরঃ ঘ. কদাকার
২৪। কোনটি সঠিক বানান?
ক. নিশিথিনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশীথীনী
উত্তরঃ ঘ. নিশীথীনী
২৫। ‘Annex’- এর পরিভাষিক অর্থ হল -
ক. বিবরনপত্র
খ. অধিকার
গ. ক্রোড়পত্র
ঘ. বিনিময় পত্র
উত্তরঃ গ. ক্রোড়পত্র
ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Read the following passage and answer questions 1 to 5.
In 1920, after some 39 years of problems with disease, high costs and politics, the Panama Canal was officially opened, finally linking the Atlantic and Pacific Ocean by allowing ships to pass through the 50 mile Canal Zone instead of traveling some 7,000 miles around Cape Horn. It takes a ship approximately 8 hours to complete the trip through the canal and costs an average of 15,000 dollars one-tenth of what it would cost an average ship to round the Horn. More than 15,000 ships pass through its lock each year.
The French initiated the project but sold their rights to the United States of AmericA. The latter will control it until the end of the Twentieth Century when Panama takes over its duties.
1. Who currently controls the Panama Canal?
A. France
B. US
C. Panama
D. Cape
Answer: B. US
2. Construction probably began on the canal in
A. 1881
B. 1920
C. 1939
D. 1990
Answer: A. 1881
3. The word approximately in the passage refers to
A. around
B. exactly
C. properly
D. precisely
Answer: A. around
4. To travel around Cape Horn, it would cost a ship. . . . . . . . . .
A. $ 1500
B. $ 150,000
C. $ 15,000
D. $ 1,500,000
Answer: B. $ 150,000
5. What can be inferred from this reading?
A. This costly project should be re-evaluateD.
B. Despite all problems, the project is beneficial.
C. Many Captains prefer to sail around Cape Horn because it is less expensive.
D. 3 governments control the canal.
Answer: B. Despite all problems, the project is beneficial.
6. The Engineering Department purchased a new equipment to stimulate conditions in outer space. No error
A.
B.
C.
D.
Answer: B.
7. A person who readily believes others.
A. Credible
B. Credulous
C. Sensible
D. Sensitive
Answer: B. Credulous
8. Similar to the floppy disk, _____________.
A. stores data in the hard disk sectors
B. the hard disk stores data in sectors
C. data is store in the hard disk in sectors
D. stores data in sectors in the hard disk
Answer: B. the hard disk stores data in sectors
9. Find out the country which is not mentioned in your lesson named Things we enjoy doing.
A. Canada
B. Germany
C. Japan
D. India
Answer: D. India
10. “Youth like summer brave” is stated by
A. John Keats
B. William Shakespeare
C. M. K. Rawlings
D. Wordsworth
Answer: B. William Shakespeare
Choose the antonym (Question: 11, 12)
11. Exemplary
A. Deplorable
B. imitative
C. devious
D. false
Answer: A. Deplorable
12. BAROQUE
A. commoner
B. boat
C. simple
D. stupid
Answer: D. stupid
13. The stage of growth between boyhood and youth.
A. Adolescence
B. Ancestry
C. Credulousness
D. Allegiance
Answer: A. Adolescence
14. The Wasatch Range, ___________ extends from southeastern Idaho into northern ‘Utah.
A. which is a part of the Rocky Mountains
B. a part of the Rocky Mountains that
C. is a part of the Rocky Mountains
D. a part of the Rocky Mountains, it
Answer: A. which is a part of the Rocky Mountains
15. She is one of the delegates ______ to attend the convention.
A. that was chosen
B. whom was chosen
C. which were chosen
D. who were chosen
Answer: D. who were chosen
16. A disease peculiar to a country or a region.
A. Endemic
B. Epidemic
C. Explicitness
D. Empiric
Answer: A. Endemic
17. Since we are living in Dhaka for five years, we are reluctant to move to another city.
A. Since we are living
B. Being that we are living
C. Being that we have been
D. Since we have been living
Answer: D. Since we have been living
18. Joel giving up smoking has caused him to gain weight and become irritable with his acquaintances. No Error.
A.
B.
C.
D.
Answer: A.
19. The test administrator ordered we not to open our books until he told us to do so.
A. ordered we not to open our books until he told us to do so.
B. order us not to open our books until he told us to do so
C. ordered us not to open our books until he told us to do so
D. ordered us the books not to open until he told us to do so
Answer: C. ordered us not to open our books until he told us to do so
20. In spite of its limited _____, the magazine had a strong _____on political thought in the country.
A. dimension; intensity
B. appeal; repression
C. values; survival
D. circulation; influence
Answer: D. circulation; influence
21. _______ the very dawn of history, the wealthy have dominated ______ weak.
A. Since, over
B. Since, on
C. From, on
D. From, against
Answer: A. Since, over
22. Rahim does not count _____ my help.
A. for
B. at
C. of
D. on E. with
Answer: D. on E. with
23. It would be pleasant if we _______ where to go.
A. know
B. known
C. had known
D. knew
Answer: D. knew
24. He is trying his best to keep up the reputation of his family. Here the underlined phrase indicates to.
A. Maintain
B. Recover
C. Continue
D. Heighten
Answer: A. Maintain
25. Choose the correct spelling.
A. persiverence
B. perseverance
C. perseverence
D. persiverance
Answer: B. perseverance
General Knowledge about Bangladesh Affairs andGeneral Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ এবংআন্তর্জাতিকবিষয়াবলী
১. বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোন্টি?
ক. সালমা (ফরিদপুর)
খ. কালুখালী (রাজবাড়ী)
গ. কমলনগর (লক্ষীপুর)
ঘ. মির্জাপুর (ব্রাক্ষণবাড়িয়া)
উত্তরঃ ঘ. মির্জাপুর (ব্রাক্ষণবাড়িয়া)
২. বাংলাদেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল কে?
ক. সালাহ্উদ্দিন আহমদ
খ. শফিক আহমেদ
গ. ফিদা এম. কামাল
ঘ. মাহবুবে আলম।
উত্তরঃ ঘ. মাহবুবে আলম।
৩. বাংলাদেশের ঘড়ির কাঁটা, একঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর হয় কবে?
ক. ১৭ জুন ২০০৯
খ. ১৮ জুন ২০০৯
গ. ১৯ জুন ২০০৯
ঘ. ২০ জুন ২০০৯।
উত্তরঃ গ. ১৯ জুন ২০০৯
৪. ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোন্টি?
ক. কানাডা
খ. ইরান
গ. অস্ট্রেলিয়া
ঘ. দঃ করিয়া।
উত্তরঃ ক. কানাডা
৫. অর্থনৈতিক সমীক্ষা ২০০৯ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১. ৩৪%
খ. ১. ৩৮%
গ. ১. ৪১%
ঘ. ১. ২৬%।
উত্তরঃ ঘ. ১. ২৬%।
৬. ২০০৯ সালের প্রথম মহিলা টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. শ্রীলংকা
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. আফ্রিকা।
উত্তরঃ খ. পাকিস্তান
৭. ন্যামের (NAM) বর্তমান চেয়ারম্যানের নাম কি?
ক. রাউল কাস্ট্রো (কিউবা)
খ. বাশার আল আসাদ (সিরিয়া)
গ. মাহমুদ আহমেদিনেজাদ (ইরান)
ঘ. হোসনি মোবারক (মিশর)।
উত্তরঃ ঘ. হোসনি মোবারক (মিশর)।
৮. বিশ্বগ্রাম ধারনার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যকলুহান
খ. উইলবার শ্রাম
গ. অর্মত্য সেন
ঘ. বার্নাড শ।
উত্তরঃ ক. মার্শাল ম্যকলুহান
৯. ইতিহাসের জনক বলা হয় কাকে?
ক. থুকিডাইডিস
খ. হোরোডোটাস
গ. এরিস্টটল
ঘ. টয়েনবি।
উত্তরঃ খ. হোরোডোটাস
১০. কত সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. ১৯৯০
খ. ১৯৯৪
গ. ১৯৯৮
ঘ. ১৯৯৯।
উত্তরঃ খ. ১৯৯৪
১১. দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি?
ক. আফ্রিদী
খ. জুলু
গ. কুর্দ
ঘ. মাসাই
উত্তরঃ খ. জুলু
১২. Impossible is a word to be found in a fool’s dictionary কার উক্তি?
ক. জন মিল
খ. ম্যাকাউভার
গ. নেপোলিয়ন
ঘ. জন লক
উত্তরঃ গ. নেপোলিয়ন
১৩. পৃথিবীর চিনির আঁধার বলা হয় -
ক. যুক্তরাষ্ট্রকে
খ. চিলিকে
গ. কিউবাকে
ঘ. ব্রাজিলকে
উত্তরঃ গ. কিউবাকে
১৪. ‘‘গেটওয়ে অব ইন্ডিয়া’’ কার সম্মানে নির্মিত হয়?
ক. প্রথম জর্জ
খ. চতুর্থ জর্জ
গ. পঞ্চম জর্জ
ঘ. ষষ্ঠ জর্জ
উত্তরঃ গ. পঞ্চম জর্জ
১৫. “The city of gold” কার বিখ্যাত গ্রন্থ?
ক. জন লক
খ. সেন্ট আগাস্টিন
গ. জ্যাঁক রুশো
ঘ. মন্টেস্কু
উত্তরঃ খ. সেন্ট আগাস্টিন
১৬. নোবেল পুরস্কার কখন চালু হয়?
ক. ১৯০০ সাল
খ. ১৯১৩ সাল
গ. ১৯০১ সাল
ঘ. ১৯১১ সালে
উত্তরঃ গ. ১৯০১ সাল
১৭. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা?
ক. ক্লাইভ
খ. ডালহৌসী
গ. ওয়েলেসলী
ঘ. জব চানর্ক
উত্তরঃ ঘ. জব চানর্ক
১৮. বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ১৯৯১
গ. ১৯৯২
ঘ. ২০০১
উত্তরঃ খ. ১৯৯১
১৯. জাপানের আইনসভার নাম -
ক. সিনেট
খ. নেসেট
গ. ডায়েট
ঘ. ক্রোটস
উত্তরঃ গ. ডায়েট
২০. বিশ্বের কোন শহর ‘‘নিষিদ্ধ শহর’’ নামে পরিচিত?
ক. লাসা
খ. উলানবাটোর
গ. পিয়ংইয়ং
ঘ. কাবুল
উত্তরঃ ক. লাসা
২১. মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরণের অধিকার?
ক. সামাজিক অধিকার
খ. প্রাকৃতিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. জন্মগত অধিকার।
উত্তরঃ গ. রাজনৈতিক অধিকার
২২. আধুনিক গণতন্ত্রের জনক কে?
ক. মন্টেস্কু
খ. কাল মার্কস
গ. জন লক
ঘ. লাসব্রোবসা।
উত্তরঃ ঘ. লাসব্রোবসা।
২৩. ২০০৯ সালে ‘‘ম্যান বুকার পুরস্কার’’ পেয়েছেন কে?
ক. হিলারি ম্যানটেল
খ. চার্লস ক্লাইভ
গ. এ্যাঞ্জেলা গোমেজ
ঘ. থেরডচই জিভাকেইত।
উত্তরঃ ক. হিলারি ম্যানটেল
২৪. কোন চুক্তি অনুযায়ী সম্রাট নেপোলিয়ান পদত্যাগ করে?
ক. ডেটন চুক্তি
খ. প্যারিস চুক্তি
গ. হাভানা চুক্তি
ঘ. তাসখন্দ চুক্তি।
উত্তরঃ খ. প্যারিস চুক্তি
২৫. ‘‘বিধবা বিবাহ’’ আইন প্রণয়ন করা হয় কত সাল থেকে?
ক. ১৮৪৭ সালে
খ. ১৮৩৮ সালে
গ. ১৮২৯ সালে
ঘ. ১৮৬৫ সালে।
উত্তরঃ ঘ. ১৮৬৫ সালে।
২৬. ভারতবর্ষে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. বাবর
খ. আকবর
গ. হুমায়ুন
ঘ. সকলেই।
উত্তরঃ ক. বাবর
২৭. ‘‘বাঙ্গালী’’ জাতীয়তাবাদের পরিবর্তে ‘‘বাংলাদেশী’’ জাতীয়তাবাদের প্রবর্তন করা হয় কত সালে?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৮ সালে।
উত্তরঃ ঘ. ১৯৭৮ সালে।
২৮. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে?
ক. সুকুমার সেন গুপ্ত
খ. সুজিত চন্দ্র গুপ্ত
গ. সুধাংশু শেখর রায়
ঘ. সুরঞ্জিত সেন গুপ্ত।
উত্তরঃ ঘ. সুরঞ্জিত সেন গুপ্ত।
২৯. মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘‘নরসুন্দর’’ এর পরিচালক কে?
ক. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
খ. চাষী নজরুল ইসলাম
গ. মোরশেদুল ইসলাম
ঘ. লিটু মোস্তফা।
উত্তরঃ ক. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
ক. ১১ই আগষ্ট ২০০৯
খ. ১৬ই আগষ্ট ২০০৯
গ. ২০ই আগষ্ট ২০০৯
ঘ. ২৪ই আগষ্ট ২০০৯।
উত্তরঃ খ. ১৬ই আগষ্ট ২০০৯
৩১. ‘‘বাগরাম’’ কারাগার কোন্ দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. উত্তর কোরিয়া
গ. আফগানিস্তান
ঘ. কিউবা।
উত্তরঃ গ. আফগানিস্তান
৩২. মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম বিষয়ক প্রথম বিশেষ দূতের নাম -
ক. জেলিফার ফিগ
খ. জোসেফ রেইন
গ. ব্যারল মোসলে ব্রাউন
ঘ. ফারাহ পন্ডিত।
উত্তরঃ ঘ. ফারাহ পন্ডিত।
৩৩. সাইপ্রাস ছাড়া অন্য যে দেশের জাতীয় পত্রিকায় মানচিত্র রয়েছে?
ক. আলবেনিয়া
খ. কসোভো
গ. ক্রোয়েশিয়া
ঘ. সার্বিয়া।
উত্তরঃ খ. কসোভো
৩৪. ২০০৯ সালের সাফ ফুটবল হবে কোন দেশে?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. শ্রীলংকা
ঘ. মালদ্বীপ।
উত্তরঃ ক. বাংলাদেশ
৩৫. চীনের মোট জাতির সংখ্যা কতটি?
ক. ৫২টি
খ. ৫৪টি
গ. ৫৬টি
ঘ. ৫৮টি
উত্তরঃ গ. ৫৬টি
৩৬. বাংলাদেশ এ পর্যন্ত জয় পান কোন টেস্টে?
ক. ৩৫তম টেস্টে
খ. ৬০তম টেস্টে
গ. ৬১তম টেস্টে
ঘ. উপরের সবগুলো।
উত্তরঃ ঘ. উপরের সবগুলো।
৩৭. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদী কোন্টি?
ক. হালদা
খ. সাঙ্গু
গ. কর্ণফুলী
ঘ. রুপসা।
উত্তরঃ ক. হালদা
৩৮. PRSP এর পূর্ণ রুপ কি?
ক. Poverty Reduction Strategy Paper.
খ. Poverty Reduction Strategic Paper.
গ. Poverty Reduction Stratiegic Program.
ঘ. Poverty Reduction Short Term Policy.
উত্তরঃ ক. Poverty Reduction Strategy Paper.
৩৯. বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস?
ক. বাণিজ্যিক শুল্ক
খ. আবগারী শুল্ক
গ. মূল্য সংযোজন কর
ঘ. প্রমোদ কর।
উত্তরঃ গ. মূল্য সংযোজন কর
৪০. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. তিস্তা
খ. আত্রাই
গ. পুনর্ভবা
ঘ. করতোয়া।
উত্তরঃ ঘ. করতোয়া।
৪১. ইউরোমানি কি?
ক. মুদ্রার নাম
খ. ভাষার নাম
গ. শেয়ার বাজার
ঘ. জার্নালের নাম।
উত্তরঃ ঘ. জার্নালের নাম।
৪২. আসিয়ান আঞ্চলিক ফোরামের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ২০
খ. ২৪
গ. ২৭
ঘ. ৩০
উত্তরঃ গ. ২৭
৪৩. ভারতের পশ্চিবঙ্গের আইন সভার নাম কি?
ক. বিধান সভা
খ. রাজ্য সভা
গ. লোক সভা
ঘ. পঞ্চায়েত।
উত্তরঃ ক. বিধান সভা
৪৪. ২১ দফা কর্মসূচীর প্রথম দফাটি কি ছিল?
ক. স্বায়ত্তশাসন
খ. রাজনীতি করার অধিকার
গ. রাষ্ট্রভাষা বাংলা
ঘ. পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ।
উত্তরঃ গ. রাষ্ট্রভাষা বাংলা
৪৫. বিশ্বের প্রথম কৃত্তিম ম্যানগ্রোভ বন সৃষ্টি করা কোথায়?
ক. নোয়াখালী
খ. সুন্দরবন
গ. কক্সবাজার
ঘ. পটুয়াখালী।
উত্তরঃ ক. নোয়াখালী
৪৬. কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. মৌলভীবাজার
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট।
উত্তরঃ খ. মৌলভীবাজার
৪৭. বড়পুকুরিয়া কয়লা খনির আয়তন কত?
ক. ৫. ২৫ বর্গ কিঃমিঃ
খ. ৫. ৮০ বর্গ কিঃমিঃ
গ. ৩. ২ কিঃমিঃ
ঘ. ৪. ২০ বর্গ কিঃমিঃ।
উত্তরঃ ক. ৫. ২৫ বর্গ কিঃমিঃ
৪৮. ঐতিহাসিক পানিপথ নামক জায়গাটি ভারতের কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. পাঞ্জাব
গ. বিহার
ঘ. হরিয়ানা
উত্তরঃ ঘ. হরিয়ানা
৪৯. ‘‘দেশবন্ধু’’ কার উপাধি?
ক. সুভাস বোস
খ. চিত্তরঞ্জন দাশ
গ. নেহেরু
ঘ. মাহাত্মা গান্ধী
উত্তরঃ খ. চিত্তরঞ্জন দাশ
৫০. আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?
ক. ৯
খ. ৭
গ. ৬
ঘ. ২
উত্তরঃ ক. ৯
0 Comments:
Post a Comment