বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৩

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-৩

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১. ‘‘কপালকুন্ডলা’’ উপন্যাসটি কার লেখা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অমিয় চক্রবর্তী
উত্তরঃ খ. বঙ্কিমচন্দ্র

২. ‘‘মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য’’- উক্তিটি কোন গল্প থেকে নেয়া?
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. একটি তুলসী গাছের কাহিনী
ঘ. একুশের গল্প
উত্তরঃ ক. হৈমন্তী

৩. ‘‘বীরবল’’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ গ. প্রমথ চৌধুরী

৪. ‘‘অর্ধাঙ্গী’’ প্রবন্ধে কার কবিতা উদ্ধৃত হয়েছে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বঙ্কিমচন্দ্র
গ. ভানুসিংহ
ঘ. শরৎচন্দ্র
উত্তরঃ গ. ভানুসিংহ

৫. ‘‘পদ্মা মেঘনা যমুনা’’ উপন্যাসটি কার লেখা?
ক. মানিক বন্দোপাধ্যায়
খ. প্রমথ চৌধুরী
গ. শওকত ওসমান
ঘ. আবু জাফর শামসুদ্দিন
উত্তরঃ ঘ. আবু জাফর শামসুদ্দিন

৬. মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে তৈরী প্রথম ছবি কোনটি?
ক. স্টপ জেনোসাইড
খ. লেট দেয়ার বি লাইট
গ. ওরা ১১জন
ঘ. আবার তোরা মানুষ হ
উত্তরঃ ক. স্টপ জেনোসাইড

৭. মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মেঘনাদবধ কাব্য
খ. বঙ্গভাষা
গ. শর্মিষ্ঠা
ঘ. The captive lady
উত্তরঃ ঘ. The captive lady

৮. ‘‘জীবন বন্ধনা’’ কবিতাটি কোন ছন্দে লেখা?
ক. ৬ মাত্রার স্বরবৃত্ত
খ. ৮ মাত্রার অক্ষরবৃত্ত
গ. ৬ মাত্রার মাত্রাবৃত্ত
ঘ. ৮ মাত্রার মাত্রাবৃত্ত
উত্তরঃ গ. ৬ মাত্রার মাত্রাবৃত্ত

৯. ‘‘কবর’’ কবিতায় মৃত্যুর সময় কবির ছোট মেয়ের বয়স ছিল-
ক. ৫ বছর
খ. ৬ বছর
গ. ৭ বছর
ঘ. ৮ বছর
উত্তরঃ গ. ৭ বছর

১০. কাকে ইসলামী রেনেসার কবি বলা হয়?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. ফররুখ আহমদ
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ গ. ফররুখ আহমদ

১১. চর্যাপদের মোট পদ কতটি?
ক. ৪২টি
খ. ৪৭টি
গ. ৫১টি
ঘ. ৫৪টি
উত্তরঃ গ. ৫১টি

১২. কোনটি ঘোষ ধ্বনি?
ক. খ
খ. ছ
গ. থ
ঘ. হ
উত্তরঃ ঘ. হ

১৩. জুতা>জুতো এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. স্বরসঙ্গতি
খ. সম্প্রকর্ষ
গ. বিপ্রকর্ষ
ঘ. প্রগত সমীভবন
উত্তরঃ ক. স্বরসঙ্গতি

১৪. কোনটি লবণের সন্ধি বিচ্ছেদ?
ক. লু+অন
খ. লু+অণ
গ. লো+অন
ঘ. লো+অণ
উত্তরঃ গ. লো+অন

১৫. নিচের কোনটি প্রযোজক ধাতু?
ক. √আঁক্
খ. √কাট্
গ. √ঘুমা
ঘ. √পড়া
উত্তরঃ ঘ. √পড়া

১৬. আধিক্য অর্থে ‘প্র’ উপসর্গের ব্যবহার হয়েছে কোথায়?
ক. প্রচেষ্টা
খ. প্রবল
গ. প্রগতি
ঘ. প্রভাব
উত্তরঃ খ. প্রবল

১৭. ‘‘লাল লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে আছে।’’- লাল লাল কী পদ?
ক. অণুকার অব্যয়
খ. নির্ধারক বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. ভাববাচক বিশেষ্য
উত্তরঃ খ. নির্ধারক বিশেষণ

১৮. ‘‘জনমানব’’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. রূপক কর্মধারয়
গ. মধ্যপদলোপী কর্মধারয়
ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ক. দ্বন্দ্ব সমাস

১৯. সামীপ্য অর্থে কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ?
ক. কান্নায় শোক মন্দীভূত হয়
খ. খোকন অঙ্কে কাঁচা
গ. আকাশে চাঁদ উঠেছে
ঘ. রাজার দুয়ারে হাতি বাধা
উত্তরঃ ঘ. রাজার দুয়ারে হাতি বাধা

২০. বাক্য সংকোচন কর: চৈত্র মাসের ফসল
ক. চৈতালী
খ. উফশী
গ. নামিলা
ঘ. চৈতী
উত্তরঃ ক. চৈতালী

২১. বড়র পিরিতি ______(অস্থায়ী বস্তু)। শূণ্যস্থানে কী হবে?
ক. তাসের ঘর
খ. বালির বাঁধ
গ. কাঠালের আমসত্ব
ঘ. ডুমুরের ফুল
উত্তরঃ গ. কাঠালের আমসত্ব

২২. ‘‘উষর’’- এর বিপরীতার্থক শব্দ-
ক. বন্ধুর
খ. সমতল
গ. উর্বর
ঘ. অনুর্বর
উত্তরঃ গ. উর্বর

২৩. ‘‘অম্লজান’’ কোন শব্দের পরিভাষা?
ক. Oxygen
খ. Hydrogen
গ. Nitrogen
ঘ. Methane
উত্তরঃ ক. Oxygen

২৪। ‘‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।’’- এখানে মুখ্যকর্ম/ গৌণকর্ম?
ক. মা/চাঁদ
খ. চাঁদ/শিশু
গ. শিশু/মা
ঘ. মা/শিশু
উত্তরঃ খ. চাঁদ/শিশু

২৫। ‘‘সকল ছাত্রগণ’’-এটি কি কারণে যোগ্যতা গুণ হারিয়েছে?
ক. দুর্বোধ্যতা
খ. অর্থহীনতা
গ. গুরুচন্ডালী
ঘ. বাহুল্য দোষ
উত্তরঃ ঘ. বাহুল্য দোষ

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Economic development in ASEAN countries has been backed by the favorable development of the manufacturing industry and the expanded exports of industrial products. Specifically, in the process of shifting from industrialization by import substitution to an export-oriented industrialization, manufacturing, including that in light industry such as textiles, electric machinery and transportation equipment, was developed and the export of these products expanded through active introduction of foreign capital. Within these conditions, a large number of business groups were supported by the government in fostering of industry and expanded their businesses by pushing joint ventures with foreign firms. Although development of business groups has occurred within various industry types, this development can be characterized by diversification of production and markets in line with the forward and backward linkage of production and participation in new business opportunities in various industries.

1. Transportation equipment is a product of
A. Heavy industry
B. Light industry
C. Export-oriented industry
D. Both B & C
Answer: D. Both B & C

2. Textiles sector developed in ASEAN countries
A. with the help of foreign private investment
B. with government support
C. by private entrepreneurs
D. both A & B
Answer: D. both A & B

3. Entrepreneurs of ASEAN countries preferred
A. import substitution
B. forward linkage industries
C. backward linkage industries
D. export-oriented industries
Answer: D. export-oriented industries

4. Industrialization in ASEAN countries gained momentum when
A. governments and private entrepreneurs worked together
B. governments and foreign investors worked together
C. local and foreign investors worked together
D. export of products expanded through active participation of foreign capital
Answer: B. governments and foreign investors worked together

5. Export of electric machinery from ASEAN countries was promoted largely through
A. governments
B. industrialists
C. foreign private capital
D. business groups
Answer: C. foreign private capital

6. The organs of taste are the ___________ that are mainly located on the tongue.
A. groups of cells, are taste buds
B. taste buds, are groups of cells
C. taste buds, here are groups of cells
D. taste buds, groups of cells
Answer: D. taste buds, groups of cells

7. If I would have known about the traffic jam, I would have taken an alternate route.
A. If I would have known about
B. If I could of know about
C. If I would of known about
D. Had I known about
Answer: D. Had I known about

8. A work published after its author’s death
A. Autobiography
B. Posthumous
C. Post script
D. Manuscript
Answer: B. Posthumous

9. The panel narrowed the field of applicants to the 3 whom it thought were best qualified for the position
A. whom it thought were
B. of whom it thought were
C. who it thought were
D. whom it thought was
Answer: C. who it thought were

10. A poem of mourning _____ .
A. Elegy
B. Sonnet
C. Lyric
D. Epic
Answer: A. Elegy

11. He ________ a fortune when his father dieD.
A. come about
B. came upon
C. came into
D. came into sight
Answer: B. came upon

12. Clear __________ your books. I want to set the table for lunch.
A. away
B. off
C. on
D. out
Answer: A. away

13. A book or paper written in hand _____.
A. Hand written
B. Manuscript
C. Edition
D. Draft
Answer: B. Manuscript

Find the Correct Sentence: (Questions 14 through 17)
14. A. We seat a desk to write a letter.
B. We seat on the desk to write a letter.
C. We seat by the desk to write a letter.
D. We sit at a desk to write a letter.
Answer: D. We sit at a desk to write a letter.

15. I would never do it ___________
A. neither for you nor for any one else
B. for you and any one else
C. either for you or for any other one
D. either for you and for any one else
Answer: C. either for you or for any other one

16. A. They are anxious of his health.
B. They are anxious for his health.
C. They are anxious about his health.
D. They are anxious because his health.
Answer: C. They are anxious about his health.

17. “I wandered lonely as a cloud” is an example of:
A. simile
B. metaphor
C. elegy
D. paradox.
Answer: A. simile

18. The last line of “I wandered lonely as a cloud”
A. Until the hasting day
B. And danced with the daffodils
C. In vacant or in pensive mood
D. Ne’er to be found again.
Answer: B. And danced with the daffodils

19. Find out the correct spelling
A. Coalsec
B. Coalesec
C. Coalesce
D. Coalesec
Answer: C. Coalesce

20. The children are thronging in the hall. Here the phrase thronging means:
A. Getting disappeared
B. Enjoying very much
C. Being evacuated
D. accumulating
Answer: D. accumulating

21. Which one of the following is an adverb?
A. Honesty
B. Miserly
C. Coward
D. Askance
Answer: D. Askance

22. Mark got his transcripts__________ to the university.
A. send
B. to send
C. sent
D. to be sent E. was sent
Answer: C. sent

23. Fill in the blank with appropriate preposition.
I am unable to comply___ you request.
A. To
B. By
C. With
D. For
Answer: D. For

24. The event caused a conflict among those who use pesticide and those who oppose the use of pesticide.
A. among those who use pesticide and
B. between those who use pesticide with
C. among those who use pesticide with
D. between those who use pesticide and
Answer: D. between those who use pesticide and

25. The word “PISS ABOUT” most probably conveys the following meaning
A. very much interested in knowing anything
B.To laugh very hard
C.To waste time in silly way
D.To think negatively
Answer: B.To laugh very hard

General Knowledge about Bangladesh Affairs andGeneral Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
বাংলাদেশ এবংআন্তর্জাতিকবিষয়াবলী
১. জুরিখ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. জাপান
খ. জার্মানী
গ. সুইজারল্যান্ড
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ. সুইজারল্যান্ড

২. ‘‘আইন রাষ্ট্রের উর্দ্ধে’’-কে বলেছেন?
ক. লাস্কি
খ. ওয়াল্ডহেইম
গ. ম্যাকাইবার
ঘ. এরিস্টটল
উত্তরঃ ক. লাস্কি

৩. “I have a dream” শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন -
ক. মার্টিন লুথার কিং
খ. নেলসন ম্যান্ডেলা
গ. মাহাত্মা গান্ধী
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ ক. মার্টিন লুথার কিং

৪. ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম -
ক. স্কিগমোম্যানোমিটার
খ. ক্রনোমিটার
গ. সিসমোগ্রাফ
ঘ. ক্যালরিমিটার
উত্তরঃ গ. সিসমোগ্রাফ

৫. বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোন্টি?
ক. ভুটান
খ. নেপাল
গ. সিঙ্গাপুর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. ভুটান

৬. মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্থা OIC এর সচিবালয়?
ক. রিয়াদ
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. দুবাই
উত্তরঃ খ. জেদ্দা

৭. পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়?
ক. ১৫২৬
খ. ১৫২৫
গ. ১৫৫৬
ঘ. ১৭৬৩
উত্তরঃ গ. ১৫৫৬

৮. বঙ্গভঙ্গ কোন সনে রদ হয়?
ক. ১৯০৫
খ. ১৯০৯
গ. ১৯১১
ঘ. ১৯১২
উত্তরঃ গ. ১৯১১

৯. বাংলার প্রথম স্বাধীন সুলতান?
ক. ফখরুদ্দীন ইলিয়াস শাহ্
খ. ফখরুদ্দীন মোবারক শাহ্
গ. ফখরুদ্দীন জহির শাহ্
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ খ. ফখরুদ্দীন মোবারক শাহ্

১০. ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা কে?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. নবাব আব্দুল লতিফ
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ ক. রাজা রামমোহন রায়

১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানীর?
ক. বার্লিনে
খ. বনে
গ. ন্যুারেমবার্গ
ঘ. হাইডেনবার্গ
উত্তরঃ গ. ন্যুারেমবার্গ

১২. মারদেকা প্রসাদ নিচের কোন শহরে অবস্থিত?
ক. জাকার্তা
খ. কুয়ালালামপুর
গ. ম্যানিলা
ঘ. কলম্বো
উত্তরঃ ক. জাকার্তা

১৩. “Statue of Liberty” মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসাবে প্রদান করে কোন্ দেশে?
ক. জাপান
খ. ফ্রান্স
গ. বৃটেন
ঘ. ইতালী
উত্তরঃ খ. ফ্রান্স

১৪. ‘‘বেদুঈন’’ কোন দেশের উপজাতি?
ক. দঃ আফ্রিকা
খ. উঃ আফ্রিকা
গ. আরব
ঘ. নামিবিয়া
উত্তরঃ গ. আরব

১৫. কোন দেশটিকে আফ্রিকার মুরুভূমি বলা হয়?
ক. মিশর
খ. দঃ আফ্রিকা
গ. সুদান
ঘ. লাইবেরিয়া
উত্তরঃ ঘ. লাইবেরিয়া

১৬. সলিডারিটি নেতা ‘‘লেস ওয়ালেসা’’ নামটি কোন দেশের সাতে জড়িত?
ক. রুমানিয়া
খ. হাঙ্গেরী
গ. পোল্যান্ড
ঘ. বলিভিয়া
উত্তরঃ গ. পোল্যান্ড

১৭. সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে?
ক. ইংল্যান্ড
খ. নেদারল্যান্ড
গ. সুইডেন
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ. ডেনমার্ক

১৮. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয়-
ক. ব্যবিলনে
খ. ব্রিটেনে
গ. গ্রীসে
ঘ. ল্যাটিন আমেরিকায়
উত্তরঃ ক. ব্যবিলনে

১৯. নীচের কোন্টি মুদ্রার নাম নয়?
ক. সুক্রে
খ. গোরডে
গ. লাগোস
ঘ. লেভ
উত্তরঃ গ. লাগোস

২০. ‘‘ব্রিটন উডস’’ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪৪
ঘ. ১৯৪৫
উত্তরঃ গ. ১৯৪৪

২১. দেশের প্রথম ‘‘হাইটেক পার্ক’’ চালু হচ্ছে কোন জেলায়?
ক. ঢাকা
খ. খুলনা
গ. গাজীপুর
ঘ. মুন্সিগঞ্জ
উত্তরঃ গ. গাজীপুর

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-৩ 🎓 University Admission Test 2023

২২. কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ. ROM

২৩. বাংলা ভাষায় প্রথম ব্যকরণ রচনা করেন কে?
ক. অক্ষয় দত্ত
খ. মার্সম্যান
গ. ব্রাসি হেলহেড
ঘ. রাজা রামমোহন
উত্তরঃ ঘ. রাজা রামমোহন

২৪. ‘‘অপারেশন ক্লিন স্ট্রিট’’ চালু হয় কবে?
ক. ২০ আগষ্ট, ২০০৯
খ. ২১ আগষ্ট, ২০০৯
গ. ২৫ আগষ্ট, ২০০৯
ঘ. ২৮ আগষ্ট ২০০৯
উত্তরঃ খ. ২১ আগষ্ট, ২০০৯

২৫. বাংলাদেশের সবচেয়ে বেশি আর্সেনিক দূষণমুক্ত জেলা কোন্টি?
ক. চাঁদপুর
খ. মুন্সীগঞ্জ
গ. ব্রাক্ষণবাড়িয়া
ঘ. গোপালগঞ্জ
উত্তরঃ ক. চাঁদপুর

২৬. লিথুনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. ডালিয়া গ্রেবাসকেইট
খ. ক্রিস্টার্ল স্টুয়ার্ট
গ. হারশিতা সাক্রিনা
ঘ. পার্বতী ওসানাকাত্তান
উত্তরঃ ক. ডালিয়া গ্রেবাসকেইট

২৭. ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিচের কোন ব্যক্তি অংশগ্রহণ করে?
ক. হেনা দাস
খ. প্রফুল্ল রায়
গ. নওয়াব আব্দুল লতিফ
ঘ. অমিয় চক্রবর্তী
উত্তরঃ ক. হেনা দাস

২৮. বিশ্বের প্রথম কার্বনমুক্ত মেরু গবেষনা কেন্দ্রের নাম কি?
ক. কুনলুন
খ. প্রিন্সেস এলিজাবেথ বেইস
গ. মেন্ডেল
ঘ. ডেভিস
উত্তরঃ খ. প্রিন্সেস এলিজাবেথ বেইস

২৯. সম্প্রতি পুলিশের স্বতন্ত্র চালু হওয়া ইউনিট ‘‘ট্যুরিস্ট পুলিশ’’ এর যাত্রা শুরু কবে?
ক. ১৪ আগষ্ট ২০০৯
খ. ১৫ আগষ্ট ২০০৯
গ. ১৬ আগষ্ট ২০০৯
ঘ. ১৭ আগষ্ট ২০০৯
উত্তরঃ গ. ১৬ আগষ্ট ২০০৯

৩০. ‘‘জিন্নাহ, ইন্ডিয়া, পার্টিশন’’, ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক কে?
ক. যশবন্ত সিং
খ. লালকৃষ্ণ আদভানি
গ. ইন্দিরা গান্ধী
ঘ. অটল বিহারী বাজপেয়ী
উত্তরঃ ক. যশবন্ত সিং

৩১. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় -
ক. ৭ মার্চ ১৯৭৩
খ. ৭ জুন ১৯৭২
গ. ৭ জানুয়ারী ১৯৭৪
ঘ. ৭ মে ১৯৭২
উত্তরঃ ক. ৭ মার্চ ১৯৭৩

৩২. ভেড়ামাড়া ছিটমহলটি কোথায় অবস্থিত?
ক. হবিগঞ্জ
খ. পঞ্চগড়
গ. কুষ্টিয়া
ঘ. ফেণী
উত্তরঃ গ. কুষ্টিয়া

৩৩. ফ্রান্সের পার্লামেন্টের নাম -
ক. চেম্বার
খ. কংগ্রেস
গ. ডায়েট
ঘ. সিনেট
উত্তরঃ ক. চেম্বার

৩৪. কোন দেশটিকে ‘‘সোভিয়েত ইউনিয়নের শষ্যভান্ডার’’ বলা হতো?
ক. পূর্ব জার্মানী
খ. ইউক্রেন
গ. পোল্যান্ড
ঘ. লাটভিয়া
উত্তরঃ খ. ইউক্রেন

৩৫. পৃথিবীর উচ্চতম রাজধানী কোন্টি?
ক. লাপাজ
খ. অটোয়া
গ. নাইরোবি
ঘ. রাবাত
উত্তরঃ ক. লাপাজ

৩৬. কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?
ক. হোয়াইট হল
খ. এলিসি প্রাসাদ
গ. মালবরো হাউস
ঘ. শান্তি প্রাসাদ
উত্তরঃ গ. মালবরো হাউস

৩৭. ‘‘অপারেশন বিজয়’’ নামক সামরিক অভিযানটি কোথায় চালানো হয়?
ক. পূর্ব তিমুর
খ. ইরাকে
গ. কুড়িগ্রামে
ঘ. কারগিল সীমান্তে
উত্তরঃ ঘ. কারগিল সীমান্তে

৩৮. ‘‘বৈরাগীর ভিটা’’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. দিনাজপুর
গ. রাজশাহী
ঘ. চট্রগ্রাম
উত্তরঃ ক. বগুড়া

৩৯. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোন্টি?
ক. সোনারগাঁ জাদুঘর
খ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
গ. জাতীয় জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর
উত্তরঃ খ. বরেন্দ্র গবেষণা জাদুঘর

৪০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিনের নাম কি?
ক. বেগম আজিজুননেসা
খ. খোদেজা আজম
গ. শেফালী খানম
ঘ. জাহানারা বেগম
উত্তরঃ ক. বেগম আজিজুননেসা

৪১. নিচের কোন সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশে?
ক. CIRDAP
খ. OIC
গ. NAM
ঘ. IDA
উত্তরঃ ক. CIRDAP

৪২. জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হচ্ছে -
ক. ৭ মার্চ
খ. ৭ নভেম্বর
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ২১ ডিসেম্বর
উত্তরঃ খ. ৭ নভেম্বর

৪৩. ‘‘ক্রীতদাসের হাসি’’ কার লেখা?
ক. শওকত ওসমান
খ. সুভাষ চন্দ্র বসু
গ. বুদ্ধদেব বসু
ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ ক. শওকত ওসমান

৪৪. বাংলাদেশে কোন স্পীকার পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. মোহাম্মদ উল্লাহ
খ. শামসুল হুদা চৌধুরী
গ. শাহ্ আব্দুল হামিদ
ঘ. হুমায়ুন রশীদ চৌধুরী
উত্তরঃ ক. মোহাম্মদ উল্লাহ

৪৫. নিম্নের কোনজন ‘‘সওগাত’’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. প্রমথ চৌধুরী
খ. বিষ্ণু দে
গ. মোহাম্মদ নাসির উদ্দিন
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ গ. মোহাম্মদ নাসির উদ্দিন

৪৬. রেডক্রস এর প্রতিষ্ঠাতা কে?
ক. হেনরী ডুনান্ট
খ. পল পি হ্যারিস
গ. পিটার বেনেনসন
ঘ. মেলভিন জোন্স
উত্তরঃ ক. হেনরী ডুনান্ট

৪৭. ‘‘সোয়াইন ফ্লু’’ ভাইরাসের নাম কি?
ক. AB(H1N1)
খ. Inflenza H1N1
গ. A(H1N2)
ঘ. Inflenza A(H1N1)
উত্তরঃ ঘ. Inflenza A(H1N1)

৪৮. কোন সালে দুই জার্মানি একত্রিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৮৯ সালে
ঘ. ১৯৯২ সালে
উত্তরঃ ক. ১৯৯০ সালে

৪৯. অপেরা-১০ কি?
ক. উন্নত জাতের ধান
খ. যাত্রা দল
গ. ল্যাপটপ কম্পিউটার
ঘ. ইন্টারনেট ব্রাউজার
উত্তরঃ ক. উন্নত জাতের ধান

৫০. টিপাইমুখী ড্যাম বা জলাধারে মোট পানি ধারণ ক্ষমতা কত থাকবে?
ক. ১৫. ৪ মিলিয়ন কিউবিক মিটার
খ. ১৫. ৫মিলিয়ন কিউবিক মিটার
গ. ১৫. ৭ মিলিয়ন কিউবিক মিটার
ঘ. ১৫. ৯ মিলিয়ন কিউবিক মি:
উত্তরঃ ঘ. ১৫. ৯ মিলিয়ন কিউবিক মি:
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide