University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-১১
সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০
সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১। যে বাক্যের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
ক. দ্বন্ধ সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ. নিত্য সমাস
২। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন কে?
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাথ চক্রবর্তী
গ. মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ. মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ক. অশোক মুখোপাধ্যায়
৩। কলম্বাস প্রথমে কোন দ্বীপ আবিষ্কার করেন?
ক. জ্যামাইকা
খ. কিউবা
গ. ত্রিনিনাদ
ঘ. বাহামা
উত্তরঃ খ. কিউবা
৪। ক্রীড়াই শ্রেষ্ঠ, কেননা তা-
ক. শরীর ও মন গঠন করে
খ. উদ্দেশ্যহীন
গ. শরীর সুস্থ করে
ঘ. মন ভাল করে
উত্তরঃ খ. উদ্দেশ্যহীন
৫। অর্ধাঙ্গী প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় এবং যে সংখ্যায়-
ক. নবনূর বৈশাখ সংখ্যায়
খ. সবুজপত্র, আশ্বিন সংখ্যায়
গ. ভারতী, ফাল্গুন সংখ্যায়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. নবনূর বৈশাখ সংখ্যায়
৬। ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে’-এ উক্তিটি করেছেন:
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জহির রায়হান
গ. মাইকেল মধুষূদন দত্ত
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ. প্রমথ চৌধুরী
৭। ‘‘তবে বস্ত্ত যে কি, তার জ্ঞান অনুভূতিসাপেক্ষ, তর্কসাপেক্ষ নয়।’’-বাক্যটির রচয়িতা
ক. প্রমথ চৌধুরী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মুহম্মদ আবদুল হাই
ঘ. জহির রায়হান
উত্তরঃ ক. প্রমথ চৌধুরী
৮। শুব্দ শব্দগুচ্ছ নির্দেশ কর?
ক. ব্যর্থ, ব্যায়, ব্যাকরণ, ব্যস্ত
খ. ব্যার্থ, ব্যয়, ব্যাকরণ, ব্যাসত্ম
গ. ব্যাসত্ম, ব্যকরণ, ব্যার্থ, ব্যায়
ঘ. ব্যাকরণ, ব্যস্ত, ব্যায়, ব্যার্থ
উত্তরঃ ক. ব্যর্থ, ব্যায়, ব্যাকরণ, ব্যস্ত
৯। এ বয়স তবু নতুন কিছু তো করে। পূর্বের লাইন উল্লেখ কর।
ক. এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
খ. প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে শুণ্য
গ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
ঘ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
উত্তরঃ ঘ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
১০। নিম্নের কোনটি অশুদ্ধ?
ক. নিষ্কলঙ্ক
খ. নিঃসঙ্ক
গ. নিষ্প্রভ
ঘ. নিঃসঙ্গ
উত্তরঃ খ. নিঃসঙ্ক
১১। ‘‘জিগর ও ব্যসন’’ শব্দের অর্থ হচ্ছে-
ক. নেশা ও বাজেট
খ. উপহার ও নেশা
গ. প্রাণ ও নেশা
ঘ. নেশা ও হৃদয়
উত্তরঃ গ. প্রাণ ও নেশা
১২। ‘‘ব্যথার দান, চক্রবাক ও রুদ্র-মঙ্গল ও বাধনহারা হচ্ছে যথাক্রমে-
ক. গল্প, কাব্য, প্রবন্ধ ও উপন্যাস
খ. গল্প, নাটক, গল্প ও উপন্যাস
গ. উপন্যাস, কাব্য, প্রবন্ধ ও গল্প
ঘ. কাব্য, নাটক, প্রবন্ধ ও গল্প
উত্তরঃ ক. গল্প, কাব্য, প্রবন্ধ ও উপন্যাস
১৩। সীতা দেবীকে আদর্শরুপে দেখানো হয়-
ক. হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রকাশের জন্য
খ. নারীকে শিক্ষা দেবার জন্য
গ. প্রেমের কাহিনী বর্ণনার জন্য
ঘ. পুরুষের আত্মমর্যাদা প্রকাশের জন্য
উত্তরঃ ক. হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রকাশের জন্য
১৪। অম্বর ও আবিল শব্দের অর্থ যথাক্রমে-
ক. মেঘ ও স্বচ্ছ
খ. হাতী ও স্বাভাবিক
গ. বৃষ্টি ও সুন্দর
ঘ. আকাশ ও কলুষিত
উত্তরঃ ঘ. আকাশ ও কলুষিত
১৫। যে কবিতা রচনার কারণে নজরুল কারাবরণ করেছেন তা হলো-
ক. বিদ্রোহী
খ. সৃষ্টিসুখের উল্লাসে
গ. সাম্যবাদী
ঘ. আনন্দময়ীর আগমনে
উত্তরঃ ঘ. আনন্দময়ীর আগমনে
১৬। সূর্য এর প্রতিশব্দ-
ক. সুধাংশু
খ. আদিত্য
গ. বিধু
ঘ. শশাংক
উত্তরঃ খ. আদিত্য
১৭। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুব্দ?
ক. হাতি/হাতী
খ. জাতি/জাতী
গ. দাদী/দাদি
ঘ. নারি/নারী
উত্তরঃ ক. হাতি/হাতী
১৮। যা পূর্বে ছিল, এখন নাই’’ এক কথায় কি হবে?
ক. অভূতপূর্ব
খ. অদৃষ্টপূর্ব
গ. ভূতপূর্ব
ঘ. দৃষ্টপূর্ব
উত্তরঃ গ. ভূতপূর্ব
১৯। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ ভাগ করা যায়-
ক. তিন
খ. পাঁচ
গ. দুই
ঘ. চার
উত্তরঃ ক. তিন
২০। ‘‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি’’। - এটা কোন ধরনের বাক্য?
ক. জটিল
খ. যৌগিক
গ. সরল
ঘ. সাধারণ
উত্তরঃ খ. যৌগিক
২১। অপলাপ শব্দের সমার্থক হচ্ছে-
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. সদালাপ
ঘ. প্রলাপ
উত্তরঃ ক. অস্বীকার
২২। প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস যে জেলায় তার নাম :
ক. নদীয়া
খ. মুর্শিদাবাদ
গ. ঢাকা
ঘ. পাবনা
উত্তরঃ ঘ. পাবনা
২৩। সে জানে আমি কেমন’’- এই বাক্যে আমি-
ক. বিশেষ্য স্থানীয়
খ. বিশেষণ স্থানীয়
গ. সর্বনাম স্থানীয়
ঘ. ক্রিয়া স্থানীয়
উত্তরঃ খ. বিশেষণ স্থানীয়
২৪। ‘‘মুখ’’ শব্দের বিশেষন পদ কোনটি?
ক. মৌখিক
খ. মুখবন্ধ
গ. মুখো
ঘ. মুখস্ত
উত্তরঃ ক. মৌখিক
২৫। নিম্নের কোন বাক্য সংকোচনটি ভুল হয়েছে?
ক. পরিব্রাজকের বৃত্তি- ভিখারী
খ. গোপন করার ইচ্ছা- জুগুপ্সা
গ. গমন করে না যে- নগ
ঘ. সিংহের গর্জন- নাদ
উত্তরঃ ক. পরিব্রাজকের বৃত্তি- ভিখারী
ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Read the following passage and answer the questions 1 through 5.
The least developed countries (LDCs) of the world are the ones that need markets for their products most and are the least capable of competing with other countries for manufactured ones that are based on raw materials produced by them. Their exports are also concentrated on a few products. This situation arises principally from the difficulties encountered in exporting these. United Nation’s SNPA (Substantial New Program of Action. ) for the LDCs contains a special section aimed at facilitating the LDCs’ exports by promoting and supporting appropriate commercial policy measures at the international level. In spite of a large majority of economic theorists in those countries advocating free trade, progress in the liberalization of world trade in favor of the LDCs’ export is very limited indeed. As a matter of fact current protectionist tendencies, including tariff and not-tariff measures adopted by developed countries are widely supported there and pose a real threat of imposing further restriction on LDCs’ exports to them.
In recognition of this situation, the SNPA contains specific recommendations ensuring an improvement of LDCs’ access to markets for their exports. These recommendations include the simplification and improvement of preferential schemes of various kinds in order to provide duty-free treatment as far as possible. Extension of the list of products, examination of the rules of origin issue and of country coverage must be given due consideration. Schemes of generalized preference should accommodate special consideration of the problems of the LDCs. Action is also recommended for reducing tariff and non-tariff protection that may hinder LDCs’ exports of major processed goods.
1. Generalized preference is a-
A. protectionist policy
B. preferential policy
C. production policy
D. distribution policy.
Answer: B. preferential policy
2. United Nations is helping the LDCs in export by
A. appropriate commercial policy measures at the international level.
B. appropriate industrial policy measures at the international level.
C. appropriate commercial policy measures at the national level.
D. appropriate industrial policy measures at the national level.
Answer: B. appropriate industrial policy measures at the international level.
3. Majority economists of advanced countries have
A. advocated total restricted trade
B. advocated some restricted trade.
C. advocated duty-free treatment
D. advocated no trade
Answer: C. advocated duty-free treatment
4. To boost up LDCs exports, preferential treatments should provide
A. tariff protection
B. non-tariff protection
C. duty-free treatment.
D. guidance for protection
Answer: C. duty-free treatment.
5. The protectionist policies of the developed countries-
A. helps exports of LDCs.
B. restricts imports of LDCs.
C. help imports of LDCs.
D. restricts exports of LDCs.
Answer: D. restricts exports of LDCs.
Choose the alternative that best replaces the underlined portion to complete the sentences [Questions 4 through 8]
6. Because of his leg ailment, Munna has not and never will play football again.
A. had not and never will play
B. has not played and apparently never will
C. has not and never would play
D. has not played and never will play
Answer: D. has not played and never will play
7. Stress induced amnesia is a rare phenomenon; it strikes the patient apparently without warning and the memory loss can be as complete as that induced by physical trauma.
A. as complete as that induced by physical trauma.
B. as complete as is induced by physical trauma’s.
C. as least as complete as physical trauma induces.
D. at least as complete as physical trauma.
Answer: A. as complete as that induced by physical trauma.
8. It is probable that the prototype cellular motor might be ready for testing around the end of next year.
A. might be ready for testing around the end of next year.
B. may be ready for testing about the end of next year.
C. might be ready for testing toward the next year’s end.
D. will be ready for testing toward the end of next year.
Answer: D. will be ready for testing toward the end of next year.
Choose the correct sentences [Questions 9 through 15]
9. A. I propose that the vote be secret ballot.
B. I propose that the vote is secret ballot.
C. I propose that the vote were secret ballot.
D. I propose that the vote are secret ballot
Answer: A. I propose that the vote be secret ballot.
10. A. I have been lived here since seven years.
B. I am living here for seven years.
C. I have been living here since seven years.
D. I have been living here for seven years.
Answer: D. I have been living here for seven years.
11. A. We enjoyed talk with your friend.
B. We enjoyed talking with your friend.
C. We have enjoy to talk to your friend.
D. We enjoyed have talking with your friend.
Answer: B. We enjoyed talking with your friend.
12. A. He is in the committee.
B. He is within the committee.
C. He is on the committee.
D. He is into the committee.
Answer: C. He is on the committee.
13. A. Honesty is more superior than riches.
B. Honesty is superior than riches.
C. Honesty is more superior to riches.
D. Honesty is superior to riches.
Answer: D. Honesty is superior to riches.
14. A. He accused the man for stealing.
B. He accused the man from stealing.
C. He accused the man to steal.
D. He accused the man of stealing.
Answer: D. He accused the man of stealing.
15. A. A dishonest man does not keep his words.
B. A dishonest man does not keep his word.
C. A dishonest man do not keep his words.
D. A man does not keep his words who is dishonest.
Answer: B. A dishonest man does not keep his word.
Choose the word which is opposite in meaning to the Capitalized word [Questions 16 through 17]
16. NOCTURNAL
A. diurnal
B. good
C. puny
D. spacious
Answer: A. diurnal
17. INHIBIT
A. protect
B. improvise
C. intimidate
D. concur
Answer: D. concur
Fill in the blanks with appropriate words. [Questions 18 through 23]
18. She should have gone if she __________ asked to leave.
A. has been
B. have been
C. was
D. were
Answer: A. has been
19. Each political party has traditionally viewed the constitution in the light of its own.
A. decision
B. emotion
C. philosophy
D. trial
Answer: C. philosophy
20. I cannot conceive________ such cruelty.
A. of
B. in
C. at
D. with
Answer: A. of
21. My plans for starting a restaurant fell __________ for lack of capital.
A. over
B. down
C. through
D. into
Answer: C. through
22. The police is looking __________ the case.
A. after
B. on
C. Up
D. into
Answer: D. into
23. She is one of the delegates ____ to attend the convention.
A. that was chosen
B. whom was chosen
C. which were chosen
D. who were chosen
Answer: D. who were chosen
24. The word ‘spring’ refers to______
A. youth time
B. a dull time
C. morning’s dew
D. prayer time
Answer: A. youth time
25. Who is the author of “The importance of money in life”?
A. William Wordsworth
B. William Hazlitt
C. Henry Loregor Felson
D. R. K. Rowling
Answer: B. William Hazlitt
General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
‘‘বাংলাদেশ বিষয়াবলী’’
১. অর্থনেতিক সমীক্ষা ২০০৯ অনুযায়ী বাংলাদেশের জনগণের গড় মাথাপিছু আয় কত?
ক. ৬৪০ মার্কিন ডলার
খ. ৬৭০ মার্কিন ডলার
গ. ৬৯০ মার্কিন ডলার
ঘ. ৭২০ মার্কিন ডলার।
উত্তরঃ গ. ৬৯০ মার্কিন ডলার
২. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?
ক. ৩০টি
খ. ৩২টি
গ. ৩৪টি
ঘ. ৩৫টি।
উত্তরঃ খ. ৩২টি
০৩. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঢাকায়
খ. সিলেট
গ. শ্রীমঙ্গল
ঘ. চট্রগ্রাম।
উত্তরঃ গ. শ্রীমঙ্গল
৪. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোন্টি?
ক. বিবিয়ানা
খ. তিতাস
গ. সাঙ্গু
ঘ. কুতুবদিয়া।
উত্তরঃ ক. বিবিয়ানা
৫. বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত উপজেলা কতটি?
ক. ৩১৮টি
খ. ৩১৯টি
গ. ৩২০টি
ঘ. ৩২১টি।
উত্তরঃ ঘ. ৩২১টি।
৬. বাংলাদেশের মান সময় গ্রীনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী?
ক. ৪ ঘন্টা
খ. ৫ ঘন্টা
গ. ৬ ঘন্টা
ঘ. ৭ ঘন্টা।
উত্তরঃ ঘ. ৭ ঘন্টা।
৭. আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোন্টি।
ক. মেহেরপুর
খ. বগুড়া
গ. রাঙ্গামাটি
ঘ. নারায়ণগঞ্জ।
উত্তরঃ ক. মেহেরপুর
৮. বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৯৮ সালে।
উত্তরঃ খ. ১৯৭৪ সালে
৯. ‘‘দর্শনা’’ স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
ক. চুয়াডাঙ্গা
খ. কুমিল্লা
গ. আখাউড়া
ঘ. লালমনিরহাট।
উত্তরঃ ক. চুয়াডাঙ্গা
১০. নিউমুর কি?
ক. বিরোধপূর্ণ দ্বীপ
খ. নদী
গ. গভীর অরণ্য
ঘ. পাহাড়।
উত্তরঃ ক. বিরোধপূর্ণ দ্বীপ
১১. পদ্মা নদীর প্রাচীন নাম?
ক. কীর্তিনাশা
খ. নলিনী
গ. গঙ্গা
ঘ. ভগিরথী।
উত্তরঃ ক. কীর্তিনাশা
১২. BOP-এর পূর্ণরূপ কি?
ক. Border Observation Police
খ. Border Organization Post
গ. Border Obervation Party
ঘ. Border Observation Post.
উত্তরঃ ঘ. Border Observation Post.
১৩. ‘‘দুর্জয় ভৈরব’’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. বদরগঞ্জ
খ. মুন্সিগঞ্জ
গ. কিশোরগঞ্জ
ঘ. জকিগঞ্জ।
উত্তরঃ গ. কিশোরগঞ্জ
১৪. বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয় কবে?
ক. ১ জুলাই ২০০৯
খ. ১ আগস্ট ২০০৯
গ. ১ সেপ্টেম্বর ২০০৯
ঘ. ১ অক্টোবর ২০০৯।
উত্তরঃ ক. ১ জুলাই ২০০৯
১৫. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল সংক্রান্ত বিধান রয়েছে?
ক. ৭০নং অনুচ্ছেদে
খ. ৫২নং অনুচ্ছেদে
গ. ৭৭নং অনচ্ছেদে
ঘ. ১০নং অনুচ্ছেদে।
উত্তরঃ গ. ৭৭নং অনচ্ছেদে
১৬. বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?
ক. তাহমিনা বেগম
খ. নাজমুন আরা সুলতানা
গ. জাকিয়া সুলতানা
ঘ. আলিসা সুলতানা।
উত্তরঃ খ. নাজমুন আরা সুলতানা
১৭. বিশেষ ক্ষমতা আইন কোন্ সালে প্রণীত হয়?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৪ সালে।
উত্তরঃ ঘ. ১৯৭৪ সালে।
১৮. বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?
ক. মেজর জেমস রেনেল
খ. কামরুল হাসান
গ. এডুইন লুটিয়েনস
ঘ. মাজহারুল ইসলাম।
উত্তরঃ ক. মেজর জেমস রেনেল
১৯. সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ করার ক্ষমতা কার?
ক. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রীর
গ. স্পীকারের
ঘ. সকল মন্ত্রীর।
উত্তরঃ ক. রাষ্ট্রপতির
২০. এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী খেলোয়াড়ের নাম কি?
ক. সাজ্জাদ মাহমুদ
খ. সাজ্জাদ রুবেল
গ. সাজ্জাদ হোসেন
ঘ. সাজ্জাদুল ইসলাম।
উত্তরঃ গ. সাজ্জাদ হোসেন
ক. ব্রিটিশ বিরোধী আন্দোলনে
খ. তেভাগা আন্দোলনে
গ. ১৯৭১ এর মুক্তিযুদ্ধে
ঘ. সত্যাগ্রহ আন্দোলনে।
উত্তরঃ ক. ব্রিটিশ বিরোধী আন্দোলনে
২২. অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন?
ক. স্যার জন হাবার্ট
খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজ
ঘ. আর জি কেসি
উত্তরঃ ক. স্যার জন হাবার্ট
২৩. পানিপথের তৃতীয় যুদ্ধ হয়-
ক. ১৫২৬ সালে
খ. ১৫৫৬ সালে
গ. ১৭৬১ সালে
ঘ. ১৭৬৫ সালে।
উত্তরঃ গ. ১৭৬১ সালে
২৪. সন্ত্রাসী কর্মকান্ডের জন্য নিম্নের কাকে ফাঁসি দেওয়া হয়?
ক. সার্জেন্ট জহুরুল হককে
খ. ক্ষুদিরামকে
গ. প্রীতিলতা ওয়াদেদ্দাকে
ঘ. সকলকেই।
উত্তরঃ খ. ক্ষুদিরামকে
২৫. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন-
ক. ওয়ারেন হেস্টিংস
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড এলিগন।
উত্তরঃ গ. লর্ড ক্যানিং
General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
‘‘আন্তর্জাতিক বিষয়াবলী’’
১. নক্রমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন?
ক. উগান্ডা
খ. সোমালিয়া
গ. ঘানা
ঘ. মরক্কো।
উত্তরঃ গ. ঘানা
২. জাতিসংঘ মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ দূত কে?
ক. রিচার্ড ফক
খ. কাই এইদ
গ. জর্জ মিশেল
ঘ. সাডা কাম্বার।
উত্তরঃ খ. কাই এইদ
৩. হারপুন ক্ষেপনাস্ত্র তৈরী করে -
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ইতালি
গ. ভারত
ঘ. রাশিয়া।
উত্তরঃ ক. মার্কিন যুক্তরাষ্ট্র
৪. সানশাইন পলিসি এর প্রবক্তা কে?
ক. মিথাইল গর্ভাচেভ (রাশিয়া)
খ. কিম দায়ে জং(দঃ কোরিয়া)
গ. বারাক ওবামা (যুক্তরাষ্ট্র)
ঘ. রিচার্ড নিক্সন (মার্কিন যুক্তরাষ্ট্র)
উত্তরঃ গ. বারাক ওবামা (যুক্তরাষ্ট্র)
৫. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কোন্টি?
ক. ইন্দোনেশিয়া
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. সৌদি আরব।
উত্তরঃ খ. পাকিস্তান
৬. তিববতের ধর্মীয় নেতা ‘‘দালাইলামা’’ কোন দেশে বাস করে।
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. শ্রীলঙ্কা।
উত্তরঃ ক. ভারত
৭. OPEC এর সদস্য নয় -
ক. রাশিয়া
খ. ইরান
গ. ইরাক
ঘ. ইন্দোনেশিয়া।
উত্তরঃ ক. রাশিয়া
৮. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইতালি
খ. স্পেন
গ. পর্তুগাল
ঘ. ফ্রান্স।
উত্তরঃ খ. স্পেন
৯. বসনিয়া কোন দেশের অঙ্গ রাজ্য ছিল?
ক. সোভিয়েত ইউনিয়ন
খ. যুগোস্লাভিয়া
গ. ফেডারেশন অব রাশিয়া
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তরঃ খ. যুগোস্লাভিয়া
১০. তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত?
ক. চীন
খ. আফ্রিকা
গ. সৌদি আরব
ঘ. মিশর।
উত্তরঃ ক. চীন
১১. বুদাপেস্ট কোন দেশের রাজধানী?
ক. পোল্যান্ড
খ. হাঙ্গেরী
গ. কসোভো
ঘ. বেলারুশ।
উত্তরঃ খ. হাঙ্গেরী
১২. বর্তমান রোমান ক্যাথলিক চার্চের পোপ-
ক. দ্বিতীয় জনপল
খ. দ্বিতীয় পল
গ. দ্বিতীয় বেনেডিক্ট
ঘ. ষোড়শ বেনেডিক্ট।
উত্তরঃ ঘ. ষোড়শ বেনেডিক্ট।
১৩. ইউরোপের বৃহত্তম নগরী কোনটি?
ক. প্যারিস
খ. লন্ডন
গ. আমস্টারডাম
ঘ. হামবুর্গ
উত্তরঃ খ. লন্ডন
১৪. সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
ক. কৃষি উন্নয়ন
খ. দ্বিপাক্ষিক সমস্যা
গ. অবাধ বাণিজ্য
ঘ. সাংস্কৃতিক বিনিময়।
উত্তরঃ খ. দ্বিপাক্ষিক সমস্যা
১৫. ক্রেমলিন কি?
ক. বৃটেনের সচিবালয়
খ. ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন
গ. চীন মঙ্গোলিয়ার সীমান্ত
ঘ. রাশিয়ার সরকারের সচিবালয়
উত্তরঃ খ. ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন
১৬. ব্লাক ক্যাট কি?
ক. ভারতের কমান্ডো বাহিনী
খ. উগান্ডার গেরিলা বাহিনী
গ. মায়ানমারের গেরিলা বাহিনী
ঘ. জাপানের সন্ত্রাসবাদী দল।
উত্তরঃ ক. ভারতের কমান্ডো বাহিনী
১৭. ইসরাইল ও PLO এর মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ক্যাম্প ডেভিড চুক্তি
খ. ডেটন চুক্তি
গ. হেবরন চুক্তি
ঘ. তাসখন্দ চুক্তি।
উত্তরঃ গ. হেবরন চুক্তি
১৮. কিয়োটা প্রটোকল কোন সনে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০।
উত্তরঃ ক. ১৯৯৭
১৯. কোন ক্ষেত্রে অবদানের জন্য অর্মত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে?
ক. উন্নয়ন অর্থনীতি
খ. কল্যান অর্থনীতি
গ. আন্তর্জাতিক বাণিজ্যতত্ত্ব
ঘ. মজুরী তত্ত্ব।
উত্তরঃ খ. কল্যান অর্থনীতি
২০. ২০০৯ সালে বুকার পুরস্কার পান কোন ব্যক্তি।
ক. কিরণ দেশাই
খ. এলিস মুনরো
গ. অরুনুববী রায়
ঘ. তারিক আলী।
উত্তরঃ খ. এলিস মুনরো
২১. WMD এর পূর্ণরুপ কি?
ক. রাইটার্স মুভমেন্ট ফর ডেমোক্রেসি
খ. মুভমেন্ট ফর ওম্যানস ডেমোক্রেসি
গ. ওম্যান মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট
ঘ. উইপনস অব মাস ডেসট্রাকশন।
উত্তরঃ ঘ. উইপনস অব মাস ডেসট্রাকশন।
২২. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘‘আরিফজান’’ সামরিক ঘাঁটি কোথায়?
ক. কুয়েত
খ. ইরাক
গ. আফগানিস্তান
ঘ. সৌদি আরব।
উত্তরঃ ক. কুয়েত
২৩. ২০০৯ সালের ‘‘মহিলা বিশ্বকাপ’’ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল?
ক. ভারত
খ. অষ্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. নিউজিল্যান্ড।
উত্তরঃ গ. ইংল্যান্ড
২৪. ২০১০ সালের সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ক. নেপাল
খ. ভুটান
গ. মালদ্বীপ
ঘ. ভারত।
উত্তরঃ খ. ভুটান
২৫. ইরানের প্রথমবারের মত তৈরী উপগ্রহের নাম কি?
ক. হোপ
খ. কেপলার
গ. যাহাব-৩
ঘ. কোনটি নয়।
উত্তরঃ ক. হোপ
0 Comments:
Post a Comment