বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-১০

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-১০

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১। কোনটি অসম্পূর্ণ ধাতু?
ক. কৃ
খ. মাগ্
গ. আছ্
ঘ. টুট্
উত্তরঃ গ. আছ্

২। কেবল উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক. গণ
খ. বৃন্দ
গ. মন্ডলী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ. সবগুলোই

৩। আদ্য স্বরের পরবর্তী সমুদয় ধ্বনিকে কী বলে?
ক. উপধা
খ. গুণ
গ. ইৎ
ঘ. টি
উত্তরঃ ঘ. টি

৪। কোনটি নাম ধাতুর উদাহরণ?
ক. বেতা
খ. ডাকা
গ. দেখা
ঘ. সবগুলোই
উত্তরঃ ক. বেতা

৫। বৃদ্ধির নিয়মে ‘ই’ স্থলে কোনটি হয়?
ক. ঈ
খ. এ
গ. ঐ
ঘ. ঔ
উত্তরঃ গ. ঐ

৬। ‘গীতি’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √গৈ+ক্তি
খ. গম্+তি
গ. গীত্ + ই
ঘ. √গৈ+ষ্ণি
উত্তরঃ ক. √গৈ+ক্তি

৭। ‘কাজটি ভাল দেখায় না’।-এ বাক্যে কোন প্রকার ধাতু ব্যবহৃত হয়েছে?
ক. প্রযোজক ধাতু
খ. কর্মবাচ্যের ধাতু
গ. সংযোগমূলক ধাতু
ঘ. নাম ধাতু
উত্তরঃ খ. কর্মবাচ্যের ধাতু

৮। বৃহদার্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক. ডিঙা
খ. ভিক্ষা
গ. দীক্ষা
ঘ. বোকা
উত্তরঃ ক. ডিঙা

৯। কোন্টি অজ্ঞাতমূল ধাতু?
ক. হের্
খ. হাস্
গ. মাঙ্
ঘ. সবগুলোই
উত্তরঃ ক. হের্

১০। বিশেষ্য, বিশেষণ এবং ধ্বন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলে-
ক. প্রযোজক ধাতু
খ. নাম ধাতু
গ. সংযোগমূলক ধাতু
ঘ. কর্মবাচ্যের ধাতু
উত্তরঃ খ. নাম ধাতু

১১। বিশেষ নিয়মে গঠিত কৃৎপ্রত্যয়-জাত শব্দ কোনটি?
ক. জনক
খ. বিলয়
গ. সুপ্ত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. জনক

১২। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
ক. সান্ধ্য প্রকৃতি
খ. ক্রিয়া প্রকৃতি
গ. নাম প্রকৃতি
ঘ. নৈশ প্রকৃতি
উত্তরঃ গ. নাম প্রকৃতি

১৩। কোনটি অপত্য অর্থে গঠিত তদ্ধিতান্ত পদ?
ক. দাশরথি
খ. আগ্নেয়
গ. কুলীন
ঘ. মহত্ত্ব
উত্তরঃ ক. দাশরথি

১৪। কোনটি নৈপুণ্য অর্থে তদ্ধিতান্ত পদ?
ক. দেমাকে
খ. জেলে
গ. ডাক্তারী
ঘ. মিঠাই
উত্তরঃ ক. দেমাকে

১৫। ‘শম্বর’ শব্দটির অর্থ কী ?
ক. গাধা
খ. হরিণ
গ. পাখি
ঘ. টিয়া
উত্তরঃ খ. হরিণ

১৬। নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া নয় কোনটি?
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. কারক
ঘ. সমাস
উত্তরঃ গ. কারক

১৭। কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?
ক. পাল
খ. মালা
গ. রাজি
ঘ. খ+গ
উত্তরঃ ক. পাল

১৮। ‘সুতা’ অর্থ ‘কন্যা’ হলে ‘সূতা’ অর্থ কী?>
ক. কুসীদ
খ. পাচক
গ. সূত্র
ঘ. শুদ্ধ
উত্তরঃ ঘ. শুদ্ধ

১৯। ‘বিদূর’ যদি দূরবর্তী হয় তাহলে বিধুর হবে-
ক. কাতর
খ. সম্পর্কিত
গ. জড়িত
ঘ. যথার্থ
উত্তরঃ ক. কাতর

২০। ‘অটবী’ শব্দের অর্থ কী?
ক. চাঁদ
খ. গাছ
গ. ঝরনা
ঘ. বসন্ত
উত্তরঃ খ. গাছ

২১। ফুল কি ফোটে নি শাখে?-এখানে ‘নি’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষণ
খ. সর্বনাম
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. ক+খ
উত্তরঃ গ. ক্রিয়া বিশেষণ

২২। ‘পাথার’ শব্দের অর্থ-
ক. পুষ্প
খ. নদী
গ. সমুদ্র
ঘ. দৃষ্টি
উত্তরঃ গ. সমুদ্র

২৩। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
ক. বরিশালে
খ. ঢাকায়
গ. যশোরে
ঘ. কুমিল্লায়
উত্তরঃ ঘ. কুমিল্লায়

২৪। ‘বঙ্গদর্শন’ কি ধরনের পত্রিকা?
ক. সংবাদপত্র
খ. সাহিত্য পত্রিকা
গ. পাক্ষিক পত্রিকা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ. সাহিত্য পত্রিকা

২৫। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
ক. আলালের ঘরে দুলাল
খ. কপালকুন্ডলা
গ. বিষবৃক্ষ
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ ঘ. দুর্গেশনন্দিনী

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Read the following passage and answer the questions 1 through 5.
Bangladesh is set to be one of the few countries in the Asia-Pacific region which suffer less than others from the global economic slowdown that has come in the aftermath of the financial crisis. Bangladesh achieved robust growth of 6. 2 percent in 2008, down only slightly from 6. 4 percent in 2007 despite back-to-back floods and a devastating cyclone. With the global economic crisis deepening, growth of Bangladesh’s economy is expected to further ease to 5. 5 percent in 2009, according to the Economic and Social Survey of Asia and the Pacific-2008. This year’s issue of the flagship publication of ESCAP is titled “Addressing Triple Threats to Development”. It analyses the three global crises which have converged to threaten development in the Asia-Pacific region : the financial crisis, fuel and food prices, and climate change.
The survey provides a regional perspective as well country-specific analyses, outlining ways in which economies in the region can move forward in unison towards a more inclusive and sustainable development path. Inflation has been driven up in all the countries of South Asia, partly by unrelenting pressures from higher international commodity prices, particularly the prices of oil, basic metals and selected food items. Inflation in Bangladesh in 2008 rose to around 10 percent, up from 7. 2 percent in 2007. With the fall in oil and other commodity prices in international markets, inflation is expected to come down in 2009.
In Bangladesh, the fiscal deficit as a percentage of gross domestic products increased from 3. 7 percent in 2007 to 4. 8 percent in 2008, despite healthy growth in government revenue. The pressure on the fiscal balance increased due to large increase in spending on flood and cyclone relief work and an expansion of subsidies following the rise in fuel, fertilizer and grain prices in international markets. Fiscal policy is expected to remain expansionary to promote growth and employment, while subsidies on food and fertilizer are expected to remain in place to contain inflation and boost the production of agricultural crops.
The surge in prices of fuel oil, food and other commodities created severe problems for the external balances of most countries in South Asia. However, in Bangladesh, despite an increasing trade deficit propelled by higher imports, the current account balance showed a surplus resulting from robust growth in export earnings and workers’ remittances. The inflow of workers’ remittances increased by one-third, reaching nearly $8 billion in the fiscal year of 2008. If the global economic crisis persists for a longer period, workers’ remittances my fall in coming years, causing difficulties for balance of payments.
Among long-term challenges, poverty remains a major problem for most countries in South Asia. Also, economic and social inequalities remain widespread. Therefore, towards improving growth rate and overcoming inequalities in these countries, the pro-poor growth sectors like agriculture, construction and small and medium enterprises which generate employment should be supported.

1. Which of the following statements is not true in the context of economic performance of Bangladesh during 2008?
A. Government revenue increased during the year.
B. Balance of Trade decreased during the year.
C. Balance of Payment increased during the year.
D. Balance of Trade increased during the year.
Answer: D. Balance of Trade increased during the year.

2. Which of the following, you think, should be most appropriate as the title of the passage?
A. Fallouts from Global Recession to be less severe for Bangladesh.
B. Global Financial Crisis and its Impact on Bangladesh.
C. Pro-poor Growth Sectors should be Supported in Bangladesh.
D. Trade Deficits go on Increasing in Bangladesh.
Answer: B. Global Financial Crisis and its Impact on Bangladesh.

3. Which of the following does not emerge as a logical forecast about the condition of Bangladesh economy in 2009?
A. Bangladesh economy may grow at 5. 5% in 2009.
B. The rate of inflation may come down in 2009, compared to that of the previous year.
C. Workers’ remittances may fall in 2009 to less than $8 billion.
D. The rate of inflation may increase in 2009 as compared to that in 2008.
Answer: D. The rate of inflation may increase in 2009 as compared to that in 2008.

4. How did the economic growth rate change in 2008, compared to that of 2007?
A. It increased by 6. 2%
B. It decreased by 6. 4%
C. It decreased by 5. 5%
D. It decreased by 0. 2%
Answer: D. It decreased by 0. 2%

5. According to the ESCAP Publication which of the following was not identified as a major threat to development in Asia-Pacific region, including Bangladesh?
A. Increased fuel prices
B. Devastating floods and cyclones
C. Global financial crisis
D. Changes in climatic conditions
Answer: B. Devastating floods and cyclones

Pick out the correct English translation. (Questions 6 through 8)
6. তোমার ঘড়িতে এখন কয়টা বাজে ?
A. What time is it in your watch?
B. What is the time is it by your watch?
C. How much time is it by your watch?
D. What time is it by your watch?
Answer: D. What time is it by your watch?

7. গতরাতে আমার ভাল ঘুম হয়েছে।
A. I have a good sleep last night.
B. I slept a good sleep last night.
C. I slept a sound sleep last night.
D. My sleep was good last night.
Answer: C. I slept a sound sleep last night.

8. মেয়েটি দেখতে তার মায়ের মত।
A. The girl is like her mother.
B. The girl resembles her mother.
C. The girl resembles like her mother.
D. The girl looks like her mother.
Answer: D. The girl looks like her mother.

Find the Correct Sentence: (Questions 9 through 12)
9. A. We seat a desk to write a letter.
B. We seat on the desk to write a letter.
C. We seat by the desk to write a letter.
D. We sit at a desk to write a letter.
Answer: D. We sit at a desk to write a letter.

10. A. They are anxious of his health.
B. They are anxious for his health.
C. They are anxious about his health.
D. They are anxious because his health.
Answer: C. They are anxious about his health.

11. A. I have no authority about giving you the opinion.
B. I have no authority on giving you the opinion.
C. I have no authority in giving you the opinion.
D. I have no authority for giving you the opinion.
Answer: D. I have no authority for giving you the opinion.

12. A. She came down the hill.
B. The down train has left the station.
C. They live in the down-town.
D. Try to down him.
Answer: C. They live in the down-town.

Fill in the blanks. (Questions 13 through 21)
13. Five thousand dollar ________ a big amount of money.
A. is
B. are
C. found
D. count
Answer: A. is

14. Reality is______ complex and detailed for any human being to know all there is to know about________.
A. too, something
B. more, anything
C. highly, nothing
D. rarely, business
Answer: C. highly, nothing

15. We have postponed _________ anyone the news until after New Year.
A. to tell
B. to be telling
C. telling
D. will tell
Answer: C. telling

16. The load is too heavy for me_______.
A. to take
B. to bear
C. to assume
D. to carry
Answer: D. to carry

17. A child should not be _____ as being either very shy or ever aggressive.
A. instructed
B. categorized
C. refrained
D. mechanized
Answer: A. instructed

18. The economists are sensible ________ the danger of recession aheaD.
A. to
B. about
C. with
D. for
Answer: B. about

19. Anarchists believe that political institutions are not necessary ____ people.
A. govern
B. that govern
C. governing
D. to govern
Answer: D. to govern

20. Almost everyone fails_________ on the first try.
A. in passing his driver’s test.
B. to pass his driver’s test.
C. to have passed his driver’s test.
D. passing his driver’s test.
Answer: B. to pass his driver’s test.

21. Please write out the answers to the questions at the end of _________.
A. fifth chapter
B. five chapter
C. chapter five
D. chapter the five
Answer: C. chapter five

22. Select the word whose meaning is opposite to TANTAMOUNT
A. Insignificant
B. Unequal
C. Ignoramus
D. Underground
Answer: B. Unequal

23. Synonym of the word MOLLIFY is:
A. Avenge
B. Attenuate
C. Attribute
D. Appease
Answer: D. Appease

24. “The pearls of morning dew” has been taken as-
A. smile
B. metaphor
C. personification
D. Imaginary
Answer: B. metaphor

25. Which words can be found the poem “To Daffodils”?
A. Jocund, glee, bliss
B. Weep, decay, pleasure
C. Die, decay, gay
D. Decay, die, weep
Answer: D. Decay, die, weep

General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
‘‘বাংলাদেশ বিষয়াবলী’’
১. সোনারগাঁও এর পূর্ব নাম কি?
ক. সোনাপুর
খ. সুধারাম
গ. সুবর্ণগ্রাম
ঘ. চন্দ্রদ্বীপ।
উত্তরঃ গ. সুবর্ণগ্রাম

২. বাংলাদেশ কতসালে UNESCO স্বাক্ষরতা পুরস্কার লাভ করে?
ক. ১৯৯৮ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০০ সালে
ঘ. ১৯৯৭ সালে।
উত্তরঃ ক. ১৯৯৮ সালে

৩. দাবা খেলায় বাংলাদেশ থেকে সর্বশেষ গ্রান্ড মাস্টার কে?
ক. নিয়াজ মোরশেদ
খ. জিয়াউর রহমান
গ. রানী হামিদ
ঘ. রিফাত বিন সাত্তার।
উত্তরঃ ঘ. রিফাত বিন সাত্তার।

৪. ঋণ সালিশী বোর্ড গঠন করেন কে?
ক. এ, কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. এম. এ. জি ওসমানী
ঘ. শেখ মুজিবর রহমান।
উত্তরঃ ক. এ, কে ফজলুল হক

৫. ভারত ছাড় আন্দোলনে নেতৃত্ব দেন -
ক. ইন্দিরা গান্ধী
খ. মাহাত্মা গান্ধী
গ. জওহরলাল নেহেরু
ঘ. ফজলুল হক।
উত্তরঃ খ. মাহাত্মা গান্ধী

৬. মুক্তিযুদ্ধের উপর রচিত “September on Jessore Road” কার লেখা।
ক. এলেন গিনেসবার্গ
খ. ইয়েভ গিনি তুমেস্কোর
গ. মাদার মারিও
ঘ. হ্যামার ওয়াদারল্যান্ড।
উত্তরঃ ক. এলেন গিনেসবার্গ

৭. ১৭৬৪ সালে বক্রারের যুদ্ধে মীর কাশিম কাদের সাহায্য কামনা করেন?
ক. জমিদারদের
খ. কৃষকদের
গ. ফকির সন্ন্যাসীদের
ঘ. উঁচুবর্ণের হিন্দুদের।
উত্তরঃ গ. ফকির সন্ন্যাসীদের

৮. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়?
ক. ১৯৩০ সালে
খ. ১৯৩৫ সালে
গ. ১৯৩৮ সালে
ঘ. ১৯৪০ সালে।
উত্তরঃ খ. ১৯৩৫ সালে

৯. কার সময় বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
ক. লর্ড কর্নওয়ালিশ
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটেন।
উত্তরঃ গ. লর্ড কার্জন

১০. এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. জর্জ ডব্লিউ বুশ
খ. বিল ক্লিনটন
গ. বারাক ওবামা
ঘ. ড. মোহাম্মদ ইউনুস
উত্তরঃ গ. বারাক ওবামা

১১. নবম জাতীয় সংসদে বর্তমানে নারী সদস্য সংখ্যা কত।
ক. ৬৪জন
খ. ৬৫জন
গ. ৬৬জন
ঘ. ৬৭জন।
উত্তরঃ ক. ৬৪জন

১২. ‘‘দরিদ্রহীন বিশ্বের অভিমুখে’’ আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা?
ক. শিরিন আখতার
খ. শহীদুল্লাহ কায়সার
গ. অধ্যাপক আব্দুল হাই
ঘ. ডঃ মুহাম্মদ ইউনূস
উত্তরঃ ঘ. ডঃ মুহাম্মদ ইউনূস

১৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত এককভাবে নিয়োগ করতে পারেন -
ক. প্রধান নির্বাচন কমিশনার
খ. প্রধান বিচারপতি
গ. অডিটর জেনারেল
ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
উত্তরঃ খ. প্রধান বিচারপতি

১৪. কোন বীরশ্রেষ্ঠের কবর নেই?
ক. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
খ. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন
গ. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
ঘ. বীরশ্রেষ্ঠ মাহিউদ্দিন জাহাঙ্গীর।
উত্তরঃ খ. বীরশ্রেষ্ঠ রুহুল আমীন

১৫. অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. খাজা নাজিম উদ্দিন
খ. এ. কে ফজলুল হক
গ. আবুল হাশেম
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
উত্তরঃ ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৬. ‘‘মশালডাঙ্গা’’ ছিটমহল কোন জেলায় অবস্থিত।
ক. কুড়িগ্রাম
খ. লালমনিরহাট
গ. সিলেট
ঘ. সাতক্ষীরা।
উত্তরঃ ক. কুড়িগ্রাম

১৭. মধ্যপাড়া কঠিন শিলাখনি কোন জেলায় অবস্থিত।
ক. সিলেট
খ. রংপুর
গ. দিনাজপুর
ঘ. জয়পুরহাট।
উত্তরঃ গ. দিনাজপুর

১৮. বাংলাদেশের সাংবিধানিক নাম -
ক. People’s Republic Bangladesh
খ. Bangladesh People’s Republic
গ. The Republic of Bangladesh
ঘ. People’s Republic of Bangladesh.
উত্তরঃ ঘ. People’s Republic of Bangladesh.

১৯. বাংলাদেশ জাতিসংঘের অধীন কোন সংস্থার সদস্যপদ পায়?
ক. IMF
খ. WTO
গ. UNGA
ঘ. কমনওয়েলথ।
উত্তরঃ ক. IMF

২০. বড়পুকুরিয়া কয়লা খনির আয়তন কত?
ক. ৫. ২৫ বর্গ কিঃমিঃ
খ. ২৭. ০ বর্গ সেঃমিঃ
গ. ৩. ২ বর্গ সেঃমিঃ
ঘ. ৪. ০০ বর্গ কিঃমিঃ।
উত্তরঃ ক. ৫. ২৫ বর্গ কিঃমিঃ

২১. পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদী কে?
ক. গড়াই নদী
খ. যমুনা নদী
গ. মেঘনা নদী
ঘ. তিস্তা নদী।
উত্তরঃ ক. গড়াই নদী

২২. ২০০৯-১০ অর্থ বছরে বাজেটে মুদ্রাস্ফীতি ধরা হয়?
ক. ৬. ৫ শতাংশ
খ. ৬. ১ শতাংশ
গ. ৫. ৪ শতাংশ
ঘ. ৫. ২ শতাংশ।
উত্তরঃ ক. ৬. ৫ শতাংশ

২৩. টিপাইমুখী বাঁধের উচ্চতা কত?
ক. ১৬০ মিটার
খ. ১৬১ মিটার
গ. ১৬২ মিটার
ঘ. ১৬৫ মিটার।
উত্তরঃ খ. ১৬১ মিটার

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-১০ 🎓 University Admission Test 2023

২৪. পুলিশের নতুন গোয়েন্দা বাহিনীর নাম কি?
ক. ক্রিমিনাল ইন্টেলিজেন্ট ইউনিট
খ. ক্রিমিনাল ইন্টেলিজেন্ট ফোর্স
গ. ক্রিমিনাল ইন্টেলিজেন্ট জোন
ঘ. কোনটিই নয়।
উত্তরঃ ক. ক্রিমিনাল ইন্টেলিজেন্ট ইউনিট

২৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যের স্থপতি কে?
ক. নিতুন কুন্ড
খ. শামীম শিকদার
গ. আব্দুর রাজ্জাক
ঘ. জয়ত্রী চৌধুরী।
উত্তরঃ খ. শামীম শিকদার

General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
‘‘আন্তর্জাতিক বিষয়াবলী’’
১. UNFPA এর পূর্ণ অভিব্যক্তি কি?
ক. United Nations Freedom of Press Association
খ. United Nations Fund for Populations Activities.
গ. United Nations Fund for Poverty Alleviation.
ঘ. United Nations Fair Price Association.
উত্তরঃ খ. United Nations Fund for Populations Activities.

২. আফগানিস্তানের মোট প্রদেশের সংখ্যা কতটি?
ক. ৩০টি
খ. ৩২টি
গ. ৩৩টি
ঘ. ৩৪টি।
উত্তরঃ খ. ৩২টি

৩. এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কাকে?
ক. কিরগিস্তান
খ. কাজাকিস্তান
গ. তুর্কিমিনিস্তান
ঘ. ইয়েমেন।
উত্তরঃ ক. কিরগিস্তান

৪. তিববতের ধর্মীয় নেতাকে বলা হয়?
ক. পোপ
খ. ভিক্ষু
গ. দালাইলামা
ঘ. কনফুসিয়াস।
উত্তরঃ গ. দালাইলামা

৫. কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত।
ক. জর্ডান
খ. সিরিয়া
গ. সৌদি আরব
ঘ. ইরাক।
উত্তরঃ ঘ. ইরাক।

৬. ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় উপমহাদেশের প্রথম সদস্য কে ছিলেন?
ক. রমেশ চন্দ্র
খ. দাদাভাই নওরাজী
গ. মাহাত্মা গান্ধী
ঘ. নীরদ সি চৌধুরী।
উত্তরঃ খ. দাদাভাই নওরাজী

৭. ‘‘নাইটিংগেল অব ইন্ডিয়া’’ কার উপাধি?
ক. জওহরলাল নেহেরু
খ. লালবাহাদুর শাস্ত্রী
গ. ফ্লোরেন্স নাইটিংগেল
ঘ. সরোজিনী নাইড়ু।
উত্তরঃ ঘ. সরোজিনী নাইড়ু।

৮. পৃথিবীর চিনির আঁধার বলা হয় কোন দেশকে?
ক. ফিনল্যান্ড
খ. কিউবা
গ. ব্রাজিল
ঘ. চীন।
উত্তরঃ খ. কিউবা

৯. কোন সংস্থাটির লিখিত কোন সনদপত্র নেই?
ক. NAM
খ. GCC
গ. Commonwealth
ঘ. Arab league.
উত্তরঃ গ. Commonwealth

১০. সেইন্ট পিটার্সবাগ শহরের প্রাক্তন নাম -
ক. লেলিনগ্রাড
খ. স্টালিনগ্রাড
গ. মস্কো
ঘ. তিউলা।
উত্তরঃ ক. লেলিনগ্রাড

১১. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে।
ক. বসফরাস প্রণালী
খ. ডোবার প্রণালী
গ. মেসিনা প্রণালী
ঘ. দার্দা নেলিস প্রণালী।
উত্তরঃ খ. ডোবার প্রণালী

১২. ফরাসী বিপ্লবের শিশু বলা হয় কাকে?
ক. রাজা ষোড়শ লুই
খ. নেপোলিয়ন
গ. জোয়ান অব আর্ক
ঘ. চতুর্দশ লুই।
উত্তরঃ খ. নেপোলিয়ন

১৩. ডাক টিকিটের প্রথম প্রচলন হয় কোন দেশে?
ক. USA
খ. UK
গ. China
ঘ. India.
উত্তরঃ খ. UK

১৪. ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি?
ক. সিসমোগ্রাফ
খ. ফ্যাদোমিটার
গ. ব্যারোমিটার
ঘ. ম্যানোমিটার।
উত্তরঃ ক. সিসমোগ্রাফ

১৫. “Pear of Africa” বলা হয় কাকে?
ক. উগান্ডা
খ. অ্যাঙ্গোলা
গ. ইথিওপিয়া
ঘ. সিয়েরালিওন।
উত্তরঃ ক. উগান্ডা

১৬. Democracy is a government, at the people, by the people for the people-কার উক্তি?
ক. এরিস্টটল
খ. ম্যাকাইভার
গ. আব্রাহাম লিংকন
ঘ. কার্ল মার্কস।
উত্তরঃ গ. আব্রাহাম লিংকন

১৭. কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইলের মধ্যে অবস্থিত।
ক. গাজা
খ. পশ্চিমতীর
গ. ব্যেকা উপত্যকা
ঘ. গোলান মালভূমি।
উত্তরঃ ঘ. গোলান মালভূমি।

১৮. ‘‘কিলিনিচ্চি’’ শহর কোথায় অবস্থিত।
ক. ভারত
খ. আফগানিস্তান
গ. পাকিস্তান
ঘ. শ্রীলংকা।
উত্তরঃ ঘ. শ্রীলংকা।

১৯. ঘানার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
ক. মার্কোস স্টিফেন
খ. ইভার্স গডমানিস
গ. ডেরেক সিকুয়া
ঘ. জন আভা মিলস্।
উত্তরঃ ঘ. জন আভা মিলস্।

২০. ভারতে এ যাবতকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন?
ক. ১৩ জন
খ. ১৪ জন
গ. ১৫ জন
ঘ. ১৬ জন।
উত্তরঃ খ. ১৪ জন

২১. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ট সিনেটর কে নির্বাচিত হন?
ক. টেড কেনেডি
খ. জন এফ কেনেডি
গ. হিলারি ক্লিনটন
ঘ. জর্জ ওয়াকার বুশ।
উত্তরঃ ক. টেড কেনেডি

২২. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট -
ক. ইমান স্মিথ
খ. ইয়ান সলস্বারী
গ. এফ, ডব্লিউ ডি ক্লার্ক
ঘ. ডঃ কোথা।
উত্তরঃ গ. এফ, ডব্লিউ ডি ক্লার্ক

২৩. ‘‘হিস্পানিয়া’’ কোন দেশের জাতীয় নাম?
ক. স্পেন
খ. পর্তুগাল
গ. পোল্যান্ড
ঘ. গ্রীস।
উত্তরঃ ক. স্পেন

২৪. সম্প্রতি জলবায়ু পরিবর্তন রোধের জন্য সমুদ্রের তলদেশে বৈঠক করে কোন দেশের মন্ত্রীসভা?
ক. ভুটান
খ. নিউজিল্যান্ড
গ. মালদ্বীপ
ঘ. নেপাল
উত্তরঃ গ. মালদ্বীপ

২৫. ইরানের নতুন ক্ষেপনান্ত্রের নাম কি?
ক. সাহাব - ১
খ. সাহাব - ২
গ. সাহাব - ৩
ঘ. সাহাব - ৫
উত্তরঃ গ. সাহাব - ৩
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide