সাধারণ জ্ঞান "বাংলাদেশ বিষয়াবলী" বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি - ১

বিসিএস এবং সরকারী চাকুরীর পূর্ণাঙ্গ প্রস্তুতি "সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী" - ১
১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
[ক] ১৯৯৮
✅ ১৯৯৯
[গ] ২০০০
[ঘ] ২০০১

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ UNESCO ২১-এ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে- ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর।
◈ বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেন- ১৯৯৯ সালের ২৬-এ অক্টোবর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৫৭তম অধিবেশন ও ৩০ তম দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলনে।
◈ বাংলাদেশের প্রস্তাবটি লিখিতভাবে সমর্থন করে- ২৮টি দেশ।
◈ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির প্রথম পর্যায়ে ভূমিকা পালন করে- কানাডাভিত্তিক Mothers Language Lovers of the World নামের সংগঠনটি।
◈ UNESCO-র ১৮৮টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়- ২০০০ সালের ২১-এ ফেব্রুয়ারি।

২. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৪ সালে
✅ ১৯৫৫ সালে
[গ] ১৯৫৬ সালে
[ঘ] ১৯৫৭ সালে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়- ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর।
◈ বাংলা একাডেমী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে- ১৯৫৭ সালের ৩রা এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে।
◈ বাংলা একাডেমী ভবনের পূর্বনাম- বর্ধমান হাউস।
◈ বাংলা একাডেমীর প্রথম পরিচালক- ড. মুহম্মদ এনামুল হক।
◈ বাংলা একাডেমীর প্রথম মহাপরিচালক- ড. মাযহারুল ইসলাম।

৩. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
✅ ইসলাম খান
[খ] ইব্রাহিম খান
[গ] শায়েস্তা খান
[ঘ] মীর জুমলা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে বাংলার সুবেদার নিয়োগ করেন- শেখ আলাউদ্দিন ইসলাম খান চিশতীকে।
◈ ইসলাম খান রাজমহল থেকে স্থানান্তরিত করে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন- ১৬১০ সালে।
◈ ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন- জাহাঙ্গীরনগর।
◈ ইসলাম খানের মৃত্যুর পর বাংলার সুবেদার নিযুক্ত হন- ১৬১৩ সালে তার কনিষ্ঠ ভাই কাসিম খান এবং ১৬১৭ সালে তার স্থলে ইব্রাহিম খান ফতেহজঙ্গ।
◈ ১৬২৮ সালে সম্রাট শাহজাহানের সিংহাসনে আরোহণের পর ১৬৩৯ সালে যখন পুত্র সুজা বাংলার সুবেদার নিযুক্ত হন, তখন তিনি ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করেন- পূনরায় রাজমহলে (তৎকালীন ‘আকবর নগর’)।
◈ সুজার মৃত্যুর পর ১৬৬০ সালের জুন মাসে বাংলার সুবেদার হন- মীরজুমলা।

৪. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
[ক] বিয়াম
✅ নায়েম
[গ] টিটিসি
[ঘ] ইউজিসি

💝প্রশ্ন বিশ্লেষণঃ
নায়েম
◈ নায়েম প্রতিষ্ঠিত হয়- ১৯৫৯ সালে।
◈ নায়েম (NAEM)-এর পূর্ণরূপ- National Academy for Educational Management.
◈ নায়েম শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রদান করে- বুনিয়াদি প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ট্রেনিং।
বিয়াম
◈ বিয়াম (BIAM) এর পূর্ণরূপ- বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট।
◈ এ প্রতিষ্ঠানটি ট্রেনিং প্রদান করে- পর্ব প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের।
টিটিসি
◈ টিটিসি (TTC)- এর পূর্ণরূপ- টিচার্স ট্রেনিং কলেজ।
◈ এটি প্রদান করে- বিএড ট্রেনিং।
ইউজিসি
◈ ইউজিসি (UGC) - এর পূর্ণরূপ- ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
◈ এটি যোগাযোগ বা মধ্যস্থতা বিধান করে- সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে।

৫. ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
[ক] হামিদুজ্জামান
✅ নিতুন কুন্ডু
[গ] মৃণাল হক
[ঘ] শামিম শিকদার

💝প্রশ্ন বিশ্লেষণঃ
নিতুন কুন্ডু
◈ সাবাস বাংলাদেশ-এর স্থপতি- নিতুন কুন্ডু।
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্তাঙ্গনের উত্তর পার্শ্বে অবস্থিত- ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি।
◈ ভাস্কর্যটি উদ্বোধন করেন- শহীদ জননী জাহানারা ইমাম, ১০ই ফেব্রুয়ারি ১৯৯২।
◈ কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার কয়েকটি চরণ লিখিত আছে- সাবাস বাংলাদেশ ভাস্কর্যে।
◈ নিতুন কুন্ডুর অন্যান্য ভাস্কর্য- সার্ক ফোয়ারা (কাওরান বাজার), কদমফুল ফোয়ারা (জাতীয় ঈদগাহ ময়দান), সাম্পান (চট্টগ্রাম বিমানবন্দর) ইত্যাদি।
◈ তিনি মৃত্যুবরণ করেন- ১৫ই সেপ্টেম্বর ২০০৬।
হামিদুজ্জামান
◈ হামিদুজ্জামানের উল্লেখযোগ্য ভাস্কর্য- মিশুক, সংশপ্তক, স্বাধীনতা ইত্যাদি।
মৃণাল হক
◈ মৃণাল হকের উল্লেখযোগ্য ভাস্কর্য- বলাকা, গোল্ডেন জুবিলি টাওয়ার ইত্যাদি।
শামিম শিকদার
◈ শামিম শিকদারের উল্লেখযোগ্য ভাস্কর্য- স্বোপার্জিত স্বাধীনতা, স্বাধীনতার সংগ্রাম, ক্যাকটাস, স্বামীবিবেকানন্দ, বিজয় উল্লাস ইত্যাদি।

৬. স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
[ক] ডিভিডেন্ড
[খ] ডিভ্যালু
✅ ডিম্যাট
[ঘ] ডিসকাউন্ট

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি- ডিম্যাট।
◈ পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন স্থাপিত হয়- ১৯৫৪ সালের ২৮-এ এপ্রিল।
◈ ১৯৬২ সালের ২৩-এ জুন এর নাম পরিবর্তন করে রাখা হয়- পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লি.।
◈ ১৯৬৪ সালের ১৪ই মে আবার পরিবর্তন করে রাখা হয়- ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. (DSE)।
◈ ১৯৯৫ সালে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দেয়- চট্টগ্রামে দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার।
◈ এ কমিশন স্টক শেয়ারের ক্ষেত্রে বেশ কিছু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে, যেমন- ARO (demat) ব্যবস্থার শেয়ার লেনদেনে ডিপজিটরি পদ্ধতি চালু, আন্তর্জাতিক মান ও পদ্ধতি প্রবর্তন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি।

৭. বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[ক] দিনাজপুর
[খ] রংপুর
✅ ঈশ্বরদী
[ঘ] যশোর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ইক্ষুর ওপর নানা গবেষণা ও ইক্ষু চাষের ওপর নানা প্রশিক্ষণ প্রদান করে থাকে- ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট।
◈ এ প্রতিষ্ঠানটি উদ্ভাবন করেছে- ৩০টি উন্নত জাতের উচ্চ ফলনশীল আখ।

৮. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
[ক] রাজশাহী
✅ বগুড়া
[গ] কুমিল্লা
[ঘ] চট্টগ্রাম

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত- বগুড়ায়।
◈ ১৯৬২ সালে স্টেডিয়ামটি নির্মাণের জন্যে অধিগ্রহণ করা হয়- বগুড়া শহরের মালগ্রাম এলাকার ২০.৬২ একর জমি।
◈ ১৯৭০ সালে নির্মাণ কাজ শুরু হলেও- দুটি গ্যালারি ছাড়া অন্যকিছু নির্মাণ করা হয়নি।
◈ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টেডিয়ামটির নির্মাণ কাজের উদ্বোধন করেন- ২০০৩ সালের ৩রা জুন।
◈ স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়- ৭ই ফেব্রুয়ারি ২০০৪।
◈ ক্রিকেট ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি আত্মপ্রকাশ করে- ১৫ই ফেব্রুয়ারি ২০০৪ শ্রীলংকা-জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে।

৯. বাংলা একাডেমীর প্রথম মহাপরিচালক কে ছিলেন?
[ক] প্রফেসর আব্দুল হাই
[খ] ড. মুহম্মদ শহীদুল্লাহ
[গ] কাজী মোতাহার হোসেন
[ঘ] এনামুল হক

💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ ১৯৫৬ সালের ১লা ডিসেম্বর বাংলা একাডেমীর প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন- ড. মুহম্মদ এনামুল হক।
◈ দেশ স্বাধীন হওয়ার পর সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা-উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমীর সাথে একীভূত করে এর কাঠামোগত পরিবর্তন আনা হয় ও পরিচালকের পদমর্যাদা উন্নীত করা হয়- মহাপরিচালকে।
◈ বাংলা একাডেমীর প্রথম মহাপরিচালক ছিলেন- অধ্যাপক মাযহারুল ইসলাম (২রা জুন ১৯৭২-১২ই আগস্ট ১৯৭৪)।
◈ ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর (১৭ই অগ্রহায়ণ ১৩৬২) বাংলা একাডেমীর প্রতিষ্ঠার সময় ‘সেঙশাল অফিসার’ হিসেবে একাডেমীর প্রধানের দায়িত্ব পালন করেন- মুহম্মদ বরকত উল্লাহ।
◈ প্রফেসর মুহম্মদ আব্দুল হাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং ড. কাজী মোতাহার হোসেন ছিলেন- ১৯৫৫ সালের ২৬-এ নভেম্বর পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক গঠিত ‘বাংলা একাডেমীর আয়োজক সমিতি’ (প্রিপেয়ারেটরি কমিটি)-এর সদস্য।

১০. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
[ক] বায়তুল মোকাররম - ঢাকা
[খ] শাহমখদুম মসজিদ - রাজশাহী
[গ] জাতীয় ঈদগাহ - ঢাকা
✅ শোলাকিয়া - কিশোরগঞ্জ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ঈদের জামায়াতে জামায়াত হয়- তিন থেকে সাড়ে তিন লক্ষ লোকের।

১১. বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?
[ক] ৭০ শতাংশ
[খ] ৭৩ শতাংশ
[গ] ৭৫ শতাংশ
[ঘ] ৭৭ শতাংশ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ অর্থনৈতিক সমীক্ষা ২০১০-এর তথ্য মতে ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে কৃষির বিভিন্ন উপখাতের সমন্বিত অবদান- ২০.১৬% শতাংশ।
◈ জিডিপি’তে সার্বিক কৃষিখাতের মধ্যে কৃষি ও বনজ খাতের অবদান- ১৫.৬৫ শতাংশ।
◈ জিডিপি’তে মৎস্য খাতের অবদান- ৪.৫১ শতাংশ।
◈ ২০০৯-১০ অর্থবছরের জিডিপিতে কৃষি ও বনজ খাতের তিনটি উপখাত শস্য ও শাকসবজি, প্রাণিসম্পদ এবং বনজ সম্পদের অবদান হচ্ছে যথাক্রমে- ১১.২৩ শতাংশ, ২.৬৭ শতাংশ ও ১.৭৫ শতাংশ।

১২. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
[ক] রূপসা
[খ] বালেশ্বর
✅ হাড়িয়াভাঙ্গা
[ঘ] ভৈরব

১৩. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
[ক] ২ কোটি ৪০ লক্ষ একর
[খ] ২ কোটি ৫০ লক্ষ একর
[গ] ২ কোটি ২৫ লক্ষ একর
[ঘ] ২ কোটি একর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ ১৯৮৪ সালে দেশে আবাদি জমির পরিমাণ ছিল- ২ কোটি ২০ লাখ একর।
◈ ২০০৩ সালে দেশে আবাদি জমির পরিমাণ হয়- প্রায় ২ কোটি একর।
◈ ২০০৮ সালে দেশে আবাদি জমির পরিমাণ হয়- ১ কোটি ৯৩ লাখ একর।
◈ দেশে প্রতিবছর আবাদি জমি হারিয়ে যাচ্ছে- ১ লাখ ৪০ হাজার একর।

১৪. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
[ক] ফখরুদ্দিন মোবারক শাহ
[খ] ইলিয়াস শাহ
✅ সম্রাট আকবর
[ঘ] সম্রাট বাবর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ প্রবর্তন করেন- বাংলা সন।
◈ ১৫৫৬ সালের ৫ই নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়- বাংলা সন।
◈ বাংলা সন প্রবর্তিত হয়- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে।
◈ এটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিতি পায়, পরে তা পরিচিতি হয়- বঙ্গাব্দ নামে।
◈ সম্রাট আকবরই পালন শুরু করেন- বাংলা নববর্ষ।
◈ মোগলরা পহেলা বৈশাখ পালন করতেন- জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত।

১৫. ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?
[ক] জয়পুরহাট
[খ] কুমিল্লা
[গ] রাঙামাটি
✅ দিনাজপুর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ কান্তজির মন্দির অবস্থিত- দিনাজপুর শহরের ১২ মাইল উত্তরে কান্তনগরে।
◈ মন্দিরটি বিখ্যাত- ঐতিহাসিক স্থাপত্য শিল্পের জন্য।
◈ কান্তজির মন্দিরের সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে- মন্দিরের গায় পোড়ামাটির চিত্রফলকের ব্যবহার।

১৬. মহাখালী ফ্লাইওভারে কয়টি সঙ্যান আছে?
[ক] ১৭ টি
[খ] ১৮ টি
✅ ১৯ টি
[ঘ] ২১ টি

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ নির্মাণ সমাপ্তির দিক থেকে দেশের প্রথম ফ্লাইওভার- মহাখালী ফ্লাইওভার।
◈ মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করা হয়- ৪রা নভেম্বর ২০০৪।
◈ মহাখালী ফ্লাইওভারের দৈর্ঘ্য- ১.০১২ কি.মি., প্রস্থ ১৭.৯ মিটার, মোট সঙ্যান ১৯টি।
◈ এর নির্মাণকারী প্রতিষ্ঠান- চায়না ফাস্ট মেটার্লজিক্যাল কনস্ট্রাকশন কর্পোরেশন।
◈ মহাখালী ফ্লাইওভারের অবস্থান- মহাখালী শাহীন কলেজ, বনানী (ঢাকা)।
◈ মহাখালী ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়- ১৯-এ ডিসেম্বর ২০০১।
◈ মহাখালী ফ্লাইওভারের নির্মাণ ব্যয়- ১১৩ কোটি ৫২ লাখ টাকা।

১৭. চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
[ক] ৩০০ কোটি টাকা
[খ] ৪০০ কোটি টাকা
[গ] ৫০০ কোটি টাকা
[ঘ] ৬০০ কোটি টাকা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
↺ সঠিক উত্তর নেই।
◈ ২০১০-১১ অর্থ বছরের বাজেটে কৃষিতে ভর্তুকি রাখা হয়- ৪০০৬ কোটি টাকা।

১৮. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?
✅ বান্দরবান
[খ] চাঁপাইনবাবগঞ্জ
[গ] পঞ্চগড়
[ঘ] দিনাজপুর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবানের সাথে সংযোগ নেই- ভারতের।
◈ বান্দরবানের সাথে সংযোগ রয়েছে- মিয়ানমারের।
◈ বান্দরবান ছাড়া মিয়ানমারের সাথে আরও সংযোগ আছে- কক্সবাজার জেলার।
◈ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
◈ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
◈ রাঙামাটিই একমাত্র জেলা, যার সাথে সীমান্ত সংযুক্ত রয়েছে- উভয় দেশের।

১৯. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[ক] রাজশাহী
[খ] ঢাকা
[গ] চট্টগ্রাম
[ঘ] চাঁদপুর

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হলে সদর দপ্তর প্রথমে স্থাপন করা হয়- চাঁদপুরে।
◈ বর্তমানে এর সদর দপ্তর- ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায়।
◈ এর অধীনে গবেষণা স্টেশন রয়েছে- ৫টি; স্বাদু পানির স্টেশন (সদর দপ্তর-ময়মনসিংহ), নদী স্টেশন (সদর দপ্তর-চাঁদপুর), স্বল্প লোনা পানির স্টেশন (সদর দপ্তর-খুলনা), সামুদ্রিক মৎস্যসম্পদ ও প্রযুক্তি স্টেশন (সদর দপ্তর-কক্সবাজার) এবং চিংড়ি গবেষণা কেন্দ্র (সদর দপ্তর-বাগেরহাট)।
◈ এ ইনস্টিটিউটের রয়েছে- ৫টি সাবস্টেশন।

২০. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
[ক] সেন্টমার্টিন
✅ মহেশখালী
[গ] ছেড়া দ্বীপ
[ঘ] নিঝুম দ্বীপ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
মহেশখালী
◈ কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ- মহেশখালী।
◈ দ্বীপটির প্রধান আকর্ষণ- শুঁটকি মাছ ও মিঠা পানি।
◈ এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে- পর্যটনকেন্দ্র।
সেন্টমার্টিন
◈ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন দ্বীপ।
ছেড়াদ্বীপ
◈ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ- ছেড়া দ্বীপ।
◈ ছেড়াদ্বীপের সন্ধান পাওয়া যায়- ২০০০ সালের অক্টোবরে।
নিঝুম দ্বীপ
◈ নিঝুম দ্বীপ অবস্থিত- নোয়াখালী জেলায়।
◈ নিঝুম দ্বীপের অপর নাম- বাউলার চর।
◈ নিঝুম দ্বীপের আয়তন- ৯১ বর্গ কি. মি. (বা ১৪,০৫০ একর)।

২১. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
✅ ৪ জানুয়ারি ১৯৯০
[খ] ৩ ফেব্রুয়ারি ১৯৯০
[গ] ৩ মার্চ ১৯৯০
[ঘ] ৪ জানুয়ারি ১৯৯১

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশব্যাপী সর্বাধুনিক টেলি সেবা বৃদ্ধির লক্ষ্যে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করে- ১৯৯০ সালের ৪ঠা জানুয়ারি।
◈ প্রাথমিকভাবে বিটিসিএল ঢাকা টেলিযোগাযোগ অঞ্চলে স্থাপন করে- ছয়টি ডিজিটাল এক্সচেঞ্জ।
◈ ঢাকায় প্রথম ডিজিটাল টেলেক্স ব্যবস্থা চালু করা হয়েছিলো- ১৯৮১ সালে।

২২. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
[ক] ৬ (১)
✅ ৬ (২)
[গ] ৭
[ঘ] ৮

💝প্রশ্ন বিশ্লেষণঃ
৬ (২) অনুচ্ছেদ
◈ ৬নং ধারায় ৬(২) এ বলা হয়েছে- ‘‘বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন’’।
৬ (১) অনুচ্ছেদ
◈ বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ (প্রজাতন্ত্র)-এর ৬নং ধারায় বলা হয়েছে- নাগরিকের নাগরিকত্ব সম্পর্কে।
◈ ৬নং ধারায় ৬(১)-এ বলা হয়েছে- ‘‘বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্তৃত হইবে’’।
৭ অনুচ্ছেদ
◈ ৭ ধারায় উল্লেখ রয়েছে- সংবিধানের প্রাধান্য।
৮ অনুচ্ছেদ
◈ ৮ ধারায় উল্লেখ রয়েছে- রাষ্ট্র পরিচালনার মূলনীতির।

২৩. বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
[ক] ১৯৭৩
✅ ১৯৭৪
[গ] ১৯৭৫
[ঘ] ১৯৭৬

২৪. কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?
[ক] ৯ জন
[খ] ১১ জন
[গ] ১৩ জন
✅ ১৫ জন

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গ্রাম সরকার গঠিত- একজন সরকার প্রধান, একজন উপদেষ্টা ও ১৩জন সদস্যের সমন্বয়ে মোট ১৫ জন ব্যক্তি নিয়ে।
◈ গ্রাম সরকার প্রধান হবেন- সংশ্লিষ্ট ইউপি সদস্য।
◈ গ্রাম সরকারের উপদেষ্টা সদস্য হবেন- সংশ্লিষ্ট মহিলা সদস্য।
◈ অবশিষ্ট ১৩ জন সদস্য গ্রামের বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে থেকে নির্বাচিত হবেন, যার মধ্যে রয়েছেন- ১জন গণ্যমান্য ব্যক্তি, ৩জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী সদস্য, ১জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুরুষ সদস্য, ১জন কৃষক, ২জন ভূমিহীন কৃষক, ১জন সমবায় সমিতির সদস্য, ১জন মুক্তিযোদ্ধা, ১জন শিক্ষক, ১জন ব্যবসায়ী এবং ১জন ডাক্তার বা পেশাজীবী।
◈ সরকার গ্রাম সরকার ব্যবস্থা রহিতকরণ অধ্যাদেশ অনুমোদন করে- ১৭ই ফেব্রুয়ারি ২০০৮।

২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
[ক] ১৯৯২ সনে
[খ] ২০০০ সনে
✅ ২০০১ সনে
[ঘ] ২০০২ সনে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়- ২৩-এ অক্টোবর ২০০১।
◈ রাষ্ট্রপতি ২০০১ সালে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন-সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে।
◈ মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান- মন্ত্রী।
◈ কোনো মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে বলে- সচিব।

২৬. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
[ক] ২৮
✅ ৩০
[গ] ৩১
[ঘ] ৩৫

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা- ৩০টি; ঢাকা বিভাগের ৪টি - জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা; সিলেট বিভাগের ৪টি - সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ৬টি - চট্টগ্রাম. রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহী ও রংপুর বিভাগের ১০টি - কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ, নবাবগঞ্জ ও রাজশাহী এবং খুলনা বিভাগের ৬টি - মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা।
◈ বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা- ১০টি; ১. মুর্শিদাবাদ, ২. নদীয়া, ৩. চবিবশ পরগনা, ৪. মালদহ, ৫. বীরভূম, ৬. কুচবিহার, ৭. জলপাইগুড়ি. ৮. বহরমপুর, ৯. কৃষ্ণনগর ও ১০. বারাসাত।

General Knowledge (GK) Bangladesh Affairs PDF Download. GK-Bangladesh-Affairs-BCS-and-Govt-Job-Preparation

২৭. বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
[ক] ১৯৯১
[খ] ১৯৯৪
[গ] ১৯৯২
✅ ১৯৯৫

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পূর্বসুরি সংস্থা GATT থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) আত্মপ্রকাশ করে- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি।
◈ জেনেভায় ১২৮টি দেশের প্রতিনিধিগণ ডব্লিউটিও অনুমোদন করে- ১৯৯৪ সালের ৮ই ডিসেম্বর।
◈ বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়- ১৯৯৫ সালের ১ জানুয়ারি।
◈ বাংলাদেশ ডব্লিউটিও-এর ২৮তম সদস্যপদ গ্রহণ করে- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি।

২৮. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
[ক] ন্যাশনাল ব্যাংক
✅ আরব-বাংলাদেশ ব্যাংক
[গ] আইএফআইসি ব্যাংক
[ঘ] দি সিটি ব্যাংক

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক- আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
◈ এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৮২ সালের ১২ই এপ্রিল।
◈ আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেডের বর্তমান নাম- এবি ব্যাংক লিমিটেড।

২৯. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
[ক] শিল্প মন্ত্রণালয়
[খ] শিক্ষা মন্ত্রণালয়
[গ] পরিবেশ মন্ত্রণালয়
✅ প্রতিরক্ষা মন্ত্রণালয়

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত SPARRSO-এর পূর্ণরূপ- Space Research and Remote Sensing Organisation অর্থাৎ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।
◈ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ কেন্দ্র অবস্থিত- ঢাকার আগারগাঁওয়ে।
◈ ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র- SPARRSO.

৩০. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
[ক] ১৯৭৯
✅ ১৯৮০
[গ] ১৯৮১
[ঘ] ১৯৮২

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়- ১৯৮০ সালের ১লা ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে।
◈ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৬৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয় এবং উদ্বোধন করা হয়- ২৫-এ ডিসেম্বর ১৯৬৪।

৩১. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
[ক] গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
✅ তিস্তা সেচ প্রকল্প
[গ] কাপ্তাই সেচ প্রকল্প
[ঘ] ফেনী সেচ প্রকল্প

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প- তিস্তা সেচ প্রকল্প।
◈ রংপুরের দোয়ানীতে তিস্তা নদীতে বাঁধ দেওয়া এ প্রকল্পের উদ্দেশ্য- বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের প্রায় ৩৫টি উপজেলার প্রায় সাড়ে ১৮ লক্ষ একর জমিতে পানি সেচের ব্যবস্থা করা।
◈ দুটি পর্যায়বিশিষ্ট এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়- ১৯৯৮ সালের মার্চে (নির্ধারিত ছিল-জুন, ১৯৯৭)।

৩২. ‘মনপুরা-৭০’ কি?
[ক] একটি উপজেলা
[খ] একটি নদীবন্দর
[গ] একটি উপন্যাস
✅ একটি চিত্রশিল্প

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ‘মনপুরা-৭০’ হলো- ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অাঁকা চিত্রকর্ম।
◈ জয়নুল আবেদিনের জন্ম- ২৯-এ ডিসেম্বর ১৯১৪, কিশোরগঞ্জে।
◈ জয়নুল আবেদিন মৃত্যুবরণ করেন- ২৮-এ মে ১৯৭৬।
◈ জয়নুল আবেদিনের অন্যান্য বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- সাঁওতাল দম্পতি, ম্যাডোনা-৪৩, বিদ্রোহ, একান্ন, সংগ্রাম, গুনটানা প্রভৃতি।

৩৩. কোন আইন সংস্কার করে ‘র‌্যাব’ (Rapid Action Battalion) গঠন করা হয়?
[ক] ডিএমপি অ্যাক্ট ১৯৭৬
[খ] ডিবি পুলিশ অ্যাক্ট ১৯৮৩
[গ] র‌্যাপিড একশন ব্যাটালিয়ন অ্যাক্ট ২০০৩
✅ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হলো- বাংলাদেশের আইনশৃংখলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী।
◈ র‌্যাব বিল সংসদে পাস হয়- ৬ই জুন ২০০৩।
◈ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়- ৮ জুন ২০০৩।
◈ এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ২৬-এ মার্চ ২০০৪।
◈ পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে- ২১-এ জুন ২০০৪।
◈ র‌্যাব-এর পূর্ব নাম- র‌্যাট (র‌্যাপিড অ্যাকশন টিম)।

৩৪. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
[ক] চার্টার্ড ব্যাংক
[খ] ন্যাশনাল ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক
[ঘ] এবি ব্যাংক

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ প্রথম মাইক্রোক্রেডিট সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৯৭ সালের ২ - ৪ঠা ফেব্রুয়ারি।
◈ বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে ছড়িয়ে দেয়ার জন্যে আয়োজন করা হয়- মাইক্রোক্রেডিট সম্মেলনের।
◈ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে- ২০০৬ সালে।

৩৫. ‘ইরাটম’ কি?
✅ উন্নত জাতের ধান
[খ] উন্নত জাতের ইক্ষু
[গ] উন্নত জাতের পাট
[ঘ] উন্নত জাতের চা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
উন্নত জাতের ধান
◈ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধান- ইরাটম।
◈ এরূপ আরও কিছু উন্নত জাতের ধান- ব্রি হাইব্রিড-১, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।
উন্নত জাতের ইক্ষু
◈ উন্নত জাতের ইক্ষু- ঈশ্বরদী-১/৫৩, ঈশ্বরদী-২/৫৫, ঈশ্বরদী-১৬, ঈশ্বরদী-১৯ ইত্যাদি।
উন্নত জাতের পাট
◈ উন্নত জাতের পাট- ডি-১৫৪, সিসি ৪৫, অ্যাটম পাট ৩৮, ফাল্গুনী তোষা ইত্যাদি।

৩৬. গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
✅ নিম্নভূমি নিমজ্জিত হবে
[খ] ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
[গ] বৃষ্টিপাত কমে যাবে
[ঘ] বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব ফেলে একেই বলা হয়- গ্রিন হাউজ প্রভাব (Green House Effect)।
◈ গ্রিন হাউজ ইফেক্টের ফলে উত্তপ্ত হচ্ছে- বায়ুমন্ডল, ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে এবং এর ফলে পৃথিবীর নিম্নভুমি ক্রমশ নিমজ্জিত হবে।
◈ ‘গ্রিন হাউস প্রভাব’ কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন- সুইডিশ রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস, ১৮৯৬ সালে।

৩৭. বেসরকারি বিল কাকে বলে?
[ক] সিঙ্কার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন
✅ সংসদ সদস্যদের উত্থাপিত বিল
[গ] বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
[ঘ] রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বলে- বেসরকারি বিল।
◈ সংসদের ৭২(১) বিধি অনুসারে- মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে।
◈ সংসদে মন্তৃপরিষদের সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয়- সরকারি বিল।

৩৮. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
[ক] দুটি কৃষি যন্ত্রপাতির নাম
[খ] দুটি কৃষি সংস্থার নাম
✅ উন্নতজাতের গম শস্য
[ঘ] কৃষি খামারের নাম

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বলাকা ও দোয়েল ছাড়াও উন্নত জাতের আরও কিছু গম শস্য হলো- সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত, অগ্রণী, ইনিয়া ৬৬, জোপাটেকো।

৩৯. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
[ক] গাজী আশরাফ হোসেন লীপু
[খ] আকরাম খান
[গ] আমিনুল ইসলাম বুলবুল
✅ শফিকুল হক হীরা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
শফিকুল হক হীরা
◈ বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ২৬-এ জুলাই।
◈ ১৯৭৯ সালে অনুষ্ঠিত প্রথম আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে- শফিকুল হক হীরা।
গাজী আশরাফ হোসেন লিপু
◈ গাজী আশরাফ হোসেন লিপু ১৯৯০ সালে চতুর্থ আইসিসি টুর্নামেন্টে অধিনায়কত্ব করে- গাজী আশরাফ হোসেন লিপু।
আকরাম খান
◈ ১৯৯৭ সালে ষষ্ঠ আইসিসি টুর্নামেন্টে অধিনায়কত্ব করেন- আকরাম খান।

৪০. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
✅ ভৈরব
[খ] চাঁদপুর
[গ] দেওয়ানগঞ্জ
[ঘ] আজমিরীগঞ্জ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে নাম ধারণ করে- কালনী।
◈ সুরমা, কুশিয়ারা ও কালনী একসঙ্গে মিলিত হয়- আজমিরিগঞ্জে।
◈ সুরমা, কুশিয়ারা ও কালনীর মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে নাম ধারণ করে- মেঘনা।
◈ পুরাতন ব্রহ্মপুত্র জামালপুর ও ময়মনসিংহ শহরের পাশ দিয়ে মেঘনায় পতিত হয়েছে- ভৈরববাজারের দক্ষিণে।
◈ আসামের বরাক নদীর দুটি শাখা- সুরমা ও কুশিয়ারা।
◈ বরাক নদী সিলেট সীমামে এসে বাংলাদেশে প্রবেশ করেছে- দুটি শাখায় বিভক্ত হয়ে।

৪১. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
[ক] কঠিন শিলা
✅ কয়লা
[গ] চুনাপাথর
[ঘ] কাদামাটি

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বার্ষিক কয়লা উৎপাদিত হয়- ১ মিলিয়ন মেট্রিক টন।
◈ বিদ্যুৎ উৎপাদনের জন্যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করা হয়- বার্ষিক ৭ লক্ষ মেট্রিক টন (সূত্র : বাজেট বক্তৃতা - ২০১০-২০১১)।
◈ বড়পুকুরিয়া কয়লাক্ষেত্রে কয়লা উত্তোলন শুরু হয়- ২৩-এ এপ্রিল ২০০৩।
◈ বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়- ১০ই সেপ্টেম্বর ২০০৫।

৪২. ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
✅ শেখ নিয়ামত শাকের
[খ] জহির রায়হান
[গ] সুভাষ দত্ত
[ঘ] খান আতা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়- শেখ নিয়ামত আলী এবং মহিউদ্দিন শাকেরের পরিচালনায়।
◈ মূল উপন্যাসটির রচয়িতা- আবু ইসহাক।

 সাধারণ জ্ঞান - GK বাংলাদেশ বিষয়াবলী - Bangladesh Affairs 

৪৩. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
[ক] ১২১২
[খ] ১২০০
✅ ১২০৪
[ঘ] ১২১১

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বখতিয়ার খিলজি বাংলা জয় করেন- ১২০৪ সালে।
◈ মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করেন- ইখতিয়ার -উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।
◈ বখতিয়ার খিলজি বাংলা জয় করেন- লক্ষ্মণ সেনকে পরাজিত করে।
◈ বখতিয়ার খিলজি ছিলেন- আফগানিস্তানের অধিবাসী।
◈ বখতিয়ার খিলজি রাজধানী স্থাপন করেন- ১২০৪ সালে।
◈ বখতিয়ার খিলজি প্রতিষ্ঠিত প্রশাসনিক ইউনিট পরিচিত ছিল- ‘ইকতা’ নামে।
◈ বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি; ১২০৪ সালে।
◈ বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত- ত্রয়োদশ শতাব্দীর প্রথমে (১২০৪ - ১২০৫ খ্রি:) (সূত্র : বাংলা পিডিয়া)।
◈ নদীয়া আক্রমণের সময় বখতিয়ার খিলজির সাথে ছিল- ১৮ জন অশ্বারোহী।

৪৪. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
[ক] মালদ্বীপ
[খ] সন্দ্বীপ
[গ] হাতিয়া
✅ বরিশাল

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম- বরিশাল।
◈ রামপাল তাম্রশাসনে চন্দ্রদ্বীপের উল্লেখ রয়েছে- ত্রৈলোক্য চন্দ্রের শাসনাধীন ভূখন্ডরূপে।
◈ আইন-ই-আকবরী গ্রন্থে বর্তমান বরিশাল জেলার অন্তর্গত- বাকলা পরগনা।
◈ মধ্যযুগে চন্দ্রদ্বীপ ছিল- বর্তমান বরিশাল জেলার অংশবিশেষের মাঝে সীমাবদ্ধ একটি উল্লেখযোগ্য স্থান।
◈ প্রাচীনকালে বরিশাল চন্দ্রদ্বীপ ও বাকলা ছাড়াও পরিচিত ছিল- ইসমাইলপুর নামে।

৪৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
✅ ৪টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ২টি

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে- মোট ৪টি।
◈ লালরঙের বৃত্তের মাঝে রয়েছে- হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নিচে লেখা সরকার। বৃত্তের দু’পাশে দুটি করে মোট ৪টি তারকা।
◈ সরকারি অফিস, নথি, চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে ব্যবহৃত হয়- বাংলাদেশের মনোগ্রাম।
◈ বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ এন এ সাহা।

৪৬. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
✅ ফরিদপুর
[খ] চাঁদপুর
[গ] চট্টগ্রাম
[ঘ] নারায়ণগঞ্জ

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- ফরিদপুরে।
◈ এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৭৭ সালে।
◈ এটি একটি- জাতীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
◈ নদী গবেষণা ইনস্টিটিউটের প্রথম সদর দপ্তর ছিল- ঢাকায়।
◈ নদী গবেষণা ইনস্টিটিউটের বর্তমান সদর দপ্তর অবস্থিত- ফরিদপুরের হারুকান্দিতে।
◈ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান- নদী গবেষণা ইনস্টিটিউট।
◈ ১৯৯১ সাল থেকে প্রতিবছর RRI Technical Journal নামে একটি গবেষণা সাময়িকী প্রকাশ করে- নদী গবেষণা ইনস্টিটিউট।

৪৭. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম-
[ক] টেকনাফ
[খ] কক্সবাজার
✅ পটুয়াখালী
[ঘ] খুলনা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ সাগরকন্যা/সমুদ্রকন্যা বলা হয়- পটুয়াখালীকে।
◈ পটুয়াখালী জেলার খেপুপাড়ায় অবস্থিত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র- কুয়াকাটা।
◈ কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৮ কি.মি.।
◈ বাংলাদেশে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়- কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে।

৪৮. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
[ক] ৩১-১০-০৭
✅ ১-১১-০৭
[গ] ৩-১১-০৭
[ঘ] ১-১০-০৭

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সংশোধনী অধ্যাদেশ কার্যকরের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয়- ১লা নভেম্বর ২০০৭।
◈ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা আছে- সংবিধানের ২২ অনুচ্ছেদে।
◈ বিচার বিভাগ পৃথকীকরণের জন্য মামলা করেন- মো. মাজদার হোসেন ও ৪৪০ জন বিচারক, ১৯৯৫ সালে।
◈ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায় হাইকোর্ট ঘোষণা করে- ৭ই মে ১৯৯৭।
◈ হাইকোর্টের রায় বহাল রেখে বিচার বিভাগ পৃথকীকরণের জন্যে আপিল বিভাগ সরকারকে নির্দেশনা দেয়- ১২ দফা।
◈ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয় ১৭৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন- ৯ই অক্টোবর ২০০৭।

৪৯. ৬-দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
[ক] ঢাকা
✅ লাহোর
[গ] দিল্লী
[ঘ] চট্টগ্রাম

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৬৬ সালের ১৩ই ফেব্রুয়ারি।
◈ লাহোর সম্মেলনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন- আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান।
◈ লাহোরে সাংবাদিক সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয় দফার ঘোষণা দেন- ১৯৬৬ সালের ২৩-এ মার্চ।
◈ সিমলা প্রস্তাবের ভিত্তিতে রচিত হয়- ছয় দফা।
◈ ঐতিহাসিক ছয় দফায় প্রাধান্য পায়- পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবী।

৫০. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
✅ গজারিয়া
[খ] গাজীপুর
[গ] সাভার
[ঘ] ভালুকা

💝প্রশ্ন বিশ্লেষণঃ
◈ দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায়।
◈ প্রথমে এ ঔষধ পার্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়- সাভারের হরিণধরায়।
Share:

1 Comments:

  1. "অসাধারণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী! ১০০% সঠিক প্রশ্ন ও উত্তরের সমূহ। বাংলাদেশের সম্পূর্ণ বিষয় উপর ভিত্তি করে আপনার জ্ঞান পরিবর্ধন করুন।"

    ReplyDelete

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide