SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
নবম অধ্যায়

Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-09
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি?
[ক] প্রশাসনিক কঠোরতা
[খ] নিরক্ষরতার হার কমানো
[গ] কর্মমুখী শিক্ষার ব্যবস্থা
✅ সুস্থ প্রাকৃতিক পরিবেশ

২. সুবিধাবঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে-
i. সেবাবঞ্চিত এলাকাসমূহে সেবার মান বাড়াতে হবে
ii. নতুন পেশা গ্রহণের মাধ্যমে সন্তান উৎপাদন থেকে বিরত রাখতে হবে
iii. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফাদের আট ভাইবোনের সংসার এবং সিথীরা ২ ভাইবোন। আরিফাদের পরিবারে প্রায়ই খাবারের অভাব দেখা দেয় এবং সংসারে অশান্তি লেগে থাকে। আরিফার ভাইবোনেরা পড়াশোনার ভালো সুযোগ পায় না। পক্ষান্তরে সিথী ও তার ভাই ভালোভাবে পড়ালেখার সুযোগ পাচ্ছে এবং তাদের সংসারে সর্বদা সচ্ছলতা বিরাজ করছে।

৩. আরিফাদের অবস্থা মূলত কোন সমস্যাকে চিহ্নিত করছে?
✅ জনসংখ্যা
[খ] নিরক্ষরতা
[গ] দরিদ্রতা
[ঘ] সচেতনতার অভাব

৪. উক্ত সমস্যা সমাধানকল্পে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করা উচিত?
✅ উচ্চ জন্মহার রোধ
[খ] জনসংখ্যার পুনর্বণ্টন
[গ] জনশক্তি রপ্তানি
[ঘ] আয় পুনর্বণ্টন

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ২০০৪ সালে গৃহীত জনসংখ্যানীতির প্রধান উদ্দেশ্য কী ছিল? [সকল বোর্ড ’১৬]
[ক] জনগণকে শিক্ষিত করে তোলা
✅ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা
[গ] জনগণকে স্বাস্থ্য সতেন করে তোলা
[ঘ] জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা

২. ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করত? [সকল বোর্ড ’১৫]
[ক] ৪০
[খ] ৪২
✅ ৪৪
[ঘ] ৫০

৩. সিরাজ পত্রিকা পড়ে জানতে পারল তার দেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে ৮ম এবং এশিয়ার মধ্যে ৫ম। সিরাজ মূলত কোন দেশে বাস করে? [মহানগর উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] চীন
[খ] ভারত
✅ বাংলাদেশ
[ঘ] মালয়েশিয়া

৪. বাংলাদেশের উষ্ণ জলবায়ু ছেলেমেয়েদের ওপর কী প্রভাব ফেলেছে? [শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ইতিবাচক প্রভাব ফেলে
[খ] স্মৃতিশক্তি লোপ পায়
[গ] স্বাস্থ্যহীনতা বৃদ্ধি পায়
✅ অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হয়

৫. আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত কোনটি? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ বাল্যবিবাহ
[খ] বিধবাবিবাহ
[গ] বহুবিবাহ
[ঘ] গণবিবাহ

৬. আমাদের দেশের মানুষ একাধিক পুত্রসন্তান কামনা করে কেন? [শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] অধিক রোজগারের আশায়
✅ অধিক নিরাপত্তার আশায়
[গ] পারিবারিক শক্তি বৃদ্ধির আশায়
[ঘ] সামাজিক সম্মান বৃদ্ধির আশায়

৭. পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমশক্তি কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে? [ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ জনশক্তি
[খ] পররাষ্ট্র
[গ] প্রবাসী কল্যাণ
[ঘ] স্বরাষ্ট্র

৮. কিছুদিন দিন আগে সপ্তম শ্রেণি পড়–য়া আয়শার বিয়ে হয়। সে কোন ধরনের সামাজিক অবস্থার শিকার? [মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর]
[ক] অশিক্ষা
[খ] দারিদ্র্য
[গ] বহুবিবাহ
✅ বাল্যবিবাহ

৯. কে বা কারা আন্তরিক হলে শিক্ষা ব্যাংক চালু করা সম্ভব? [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
✅ সরকার
[ঘ] দেশের শীর্ষস্থানীয় ধনীক শ্রেণির ব্যক্তিরা

১০. Vulnerable Group Development-এর শব্দ সংক্ষেপ কোনটি? [মহানগর উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] VGF
✅ VGD
[গ] GVD
[ঘ] FFE

১১. অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে একের পর এক গাছপালা কেটে, বন উজাড় করে মানুষ সেখানে কী গড়ে তুলছে? [ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] জনবসতি
[খ] কৃষি-খামার
[গ] বিভিন্ন স্থাপনা
✅ বিভিন্ন শিল্প-কারখানা

১২. বুড়িগঙ্গা নদী জৈবিক দৃষ্টি থেকে মৃত কেন? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
[ক] ঘনবসতির কারণে
✅ দূষণের কারণে
[গ] ধর্মের কারণে
[ঘ] জনসংখ্যা বৃদ্ধির কারণে

১৩. কীভাবে প্লাস্টিকের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে? [মহানগর উচ্চ বিদ্যালয়, ঢাকা]
✅ পণ্যের মোড়ক হিসেবে
[খ] ব্যাগ হিসেবে
[গ] সস্তা বলে
[ঘ] গৃহস্থালির কাজে

১৪. ‘ক’ নামক দলের কতিপয় কর্মীরা ‘খ’ নামক দলের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে ৩ জন মারা যায় ও আহত হয় অনেকে। ‘ক’ নামক দলের কর্মীদের এরূপ কর্মকাণ্ডকে তুমি কী বলবে? [মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর]
[ক] দলীয় সন্ত্রাস
✅ রাজনৈতিক সন্ত্রাস
[গ] আদর্শভিত্তিক সন্ত্রাস
[ঘ] অপরাধীচক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাস

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান- [মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর]
i. পৃথিবীতে ৮ম
ii. এশিয়ায় ৫ম
iii. দক্ষিণ এশিয়ায় ১ম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. আমাদের দেশের বাবা-মায়েরা তাড়াতাড়ি ছেলেমেয়ের বিবাহ দেয়। এর কারণ হলো- [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
i. সংসারের অভাব-অনটন
ii. তাদের দ্বারা সামাজিক অপরাধ হওয়ার ভয়
iii. সমাজের চোখে হেয়প্রতিপন্ন হওয়ার ভয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. জনসংখ্যা বৃদ্ধির কারণ- [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. বাল্যবিবাহ
ii. জলবায়ুর প্রভাব
iii. দরিদ্রতা

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮. আমাদের দেশের মানুষ অধিক সন্তান জন্ম দেয়- [নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ]
i. অশিক্ষার কারণে
ii. অজ্ঞতার কারণে
iii. কুসংস্কারের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] iii
✅ i, ii ও iii

১৯. খাদ্যনিরাপত্তাহীনতা দেখা দেয় যেসব কারণে তা হলো- [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. কম খাদ্য উৎপাদন
ii. জনগণের স্বল্প আয়
iii. খাদ্যের প্রাপ্যতা না থাকলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০. খাদ্য নিরাপত্তা অর্জনে প্রয়োজন হয়- [পাইলট উচ্চ বিদ্যালয, ঢাকা]
i. খাদ্যনীতি
ii. টাকা-পয়সা
iii. পর্যাপ্ত চাষের জমি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১. সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে- [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
i. সামাজিক পটভূমিতে
ii. রাষ্ট্রীয় পটভূমিতে
iii. সমগ্র বিশ্বের পটভূমিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. সন্ত্রাসী কর্মকাণ্ডের সাধারণ কারণ হলো- [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
i. অর্থনৈতিক বৈষম্য
ii. বর্ণবৈষম্য
iii. বেকারত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
রনির বাবা একজন রিক্সাচালক। বাবার সাথে সে জামতলা বস্তিতে বসবাস করে। বস্তির বড় ভাই সুমন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও টেন্ডারবাজির সাথে জড়িত। সুমন রনিকে কাজ দেয়ার নামে তার সাথে সখ্যতা গড়ে তোলে এবং তাকে অনৈতিক কাজের সাথে জড়িয়ে ফেলে। [সকল বোর্ড ’১৫]

২৩. রনির এ অবস্থার জন্য দায়ী-
i. দরিদ্রতা
ii. সচেতনতার অভাব
iii. জনসংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. রনির এ অবস্থা থেকে প্রতিকারের উপায় হলো- (উচ্চতর দক্ষতা)
i. পুলিশ প্রশাসনের পুনর্গঠন
ii. মূল্যবোধের জাগরণ
iii. গণসচেতনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
সুরুজ মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা ৫ জন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। [সকল বোর্ড ’১৬]

২৫. সুরুজ মিয়ার অধিক সন্তান নেওয়ার মূলে প্রধান কারণ কোনটি?
[ক] কুসংস্কার
✅ শিক্ষার অভাব
[গ] বাল্যবিবাহ
[ঘ] অসচ্ছলতা

২৬. শরীফ-এর চেষ্টার ফলে সমাজে-
i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে
ii. দরিদ্রতা হ্রাস পাবে
iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
আয়শা পাঁচ সন্তানের মা ও দরিদ্র ঘরের স্ত্রী। তার বাবা-মা সমাজের ভয়ে অল্প বয়সে কিছু বুঝে ওঠার আগেই তাকে বিয়ে দিয়ে দেয়। লেখাপড়া না জানায়, পরিবার পরিকল্পনার জ্ঞান না থাকায় সে আজ প্রয়োজনের তুলনায় অধিক সন্তানের জননী। [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]

২৭. আয়শার সমস্যা সমাধান করা যেতে পারে-
i. শিক্ষা বিস্তারের মাধ্যমে
ii. পরিবার পরিকল্পনার মাধ্যমে
iii. বাল্যবিবাহ রোধ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. বাংলাদেশে নিচের কোন শ্রেণির পরিবারের মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি?
✅ দরিদ্র
[খ] মধ্যবিত্ত
[গ] ধার্মিক
[ঘ] ব্যবসায়ী

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
মজুমদার মিয়া ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ‘ক’ নামক বস্তিতে দীর্ঘদিন বসবাস করছে। মজুমদার মিয়া রিকশা চালিয়ে সংসার চালায়। তার বড় ছেলে মিলন সন্ত্রাসী চক্রের সাথে চলাফেরা করে। বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করে এবং নেশা করে। অবশেষে একদিন ছিনতাই করতে গিয়ে মিলন গণপিটুনিতে প্রাণ হারায়। [সাহাজউদ্দীন সরকারি স্কুল এন্ড করেজ, টঙ্গী]

২৯. মিলনকে কার্যকর উপায়ে কীভাবে অপরাধ থেকে বাঁচানো যেত? (প্রয়োগ)
[ক] বাবার ব্যক্তিগত উদ্যোগে
[খ] সমষ্টিগত উদ্যোগে
✅ জনগণের সচেতন প্রতিরোধে
[ঘ] সুষ্ঠু রাজনীতির মাধ্যমে

৩০. মিলনের প্রাণহানির মতো এমন ঘটনা পুনরায় না ঘটার জন্য করণীয় হলো-
i. সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন
ii. রাজনৈতিক দলে সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়া
iii. সন্ত্রাসীদের পরামর্শ দিয়ে খারাপ কাজ করানো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা-৮৭

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রথমে অবস্থান হয়- (জ্ঞান)
✅ পরিবারে
[খ] সমাজে
[গ] রাষ্ট্রে
[ঘ] বিশ্বে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২. বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাস করি- (অনুধাবন)
i. শহরে
ii. গ্রামে
iii. রাজধানীতে

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] iii
✅ i ও ii
[ঘ] i ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
সদ্যজাত শিশু তমা। সে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার এক চাকমা পরিবারে জন্মগ্রহণ করেছে। তাদের গ্রাম থেকে দূরে মায়ানমার ও ভারতের পাহাড় চূড়া দেখা যায়।

৩৩. তমা কোন রাষ্ট্রের নাগরিক? (প্রয়োগ)
[ক] ভারত
[খ] মায়ানমার
✅ বাংলাদেশ
[ঘ] চীন

৩৪. তমা উক্ত রাষ্ট্রে বসবাস করতে গেলে- (উচ্চতর দক্ষতা)
i. নানা অসুবিধার সম্মুখীন হবে
ii. বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে
iii. সাংস্কৃতিক পৃথক সত্তা হারিয়ে ফেলবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ জনসংখ্যা সমস্যা ও প্রতিকার : বোর্ড বই, পৃষ্ঠা- ৮৭
🍭 মানুষের জন্মহার মৃত্যুহারকে ছাড়িয়ে গেলে এবং দেশের সম্পদের বৃদ্ধিকে ছাড়িয়ে গেলে- জনসংখ্যা একটি দেশের সমস্যায় পরিণত হয়।
🍭 জনসংখ্যা সমস্যা বাংলাদেশ ও বিশ্বের অন্যতম- একটি প্রধান সমস্যা।
🍭 জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে- ৮ম।
🍭 আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত- বাল্যবিবাহ।
🍭 মানুষকে সচেতন করে- শিক্ষা।
🍭 বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি- জনসংখ্যা নিয়ন্ত্রণ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫. একটি দেশের জনসংখ্যা কোন ক্ষেত্রে সমস্যায় পরিণত হতে পারে?
[ক] জন্মহার মৃত্যুহারের সমান হলে
[খ] মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে গেলে
[গ] মৃত্যুহার ও জন্মহার স্থির থাকলে
✅ জন্মহার মৃত্যুহারকে ছাড়িয়ে গেলে

৩৬. জনসংখ্যা কখন সমস্যায় পরিণত হয়? (অনুধাবন)
[ক] কোনো দেশের জনসংখ্যা দশ কোটির বেশি হলে
[খ] যুদ্ধের কারণে বেকারত্ব বৃদ্ধি পেলে
[গ] দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেলে
✅ জন্মহার দেশের সম্পদের বৃদ্ধিকে ছাড়িয়ে গেলে

৩৭. বিশ্বের কোনো কোনো অঞ্চলে জনসখ্যার বৃদ্ধি প্রয়োজন। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সামরিক কর্মকাণ্ড পরিচালনা
[খ] বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা
✅ উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা
[ঘ] রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা

৩৮. ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে বর্তমানে কোনটি বৃদ্ধির হার কমানো প্রয়োজন? (অনুধাবন)
[ক] দারিদ্র্য
[খ] নিরক্ষরতা
✅ জনসংখ্যা
[ঘ] শিল্প

৩৯. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কততম স্থানে অবস্থান করছে? (জ্ঞান)
✅ ৮ম
[খ] ৯ম
[গ] ১০ম
[ঘ] ১১তম

৪০. বাংলাদেশের আয়তন কত? (জ্ঞান)
[ক] ১,৪৫,৫৭০ বর্গকিলোমিটার
✅ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
[গ] ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
[ঘ] ১,৪৮,৫৭০ বর্গকিলোমিটার

৪১. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত কোটি? (জ্ঞান)
✅ ১৫
[খ] ১৬
[গ] ১৭
[ঘ] ১৮

৪২. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? (জ্ঞান)
✅ ১.৩৭
[খ] ১.৩৯
[গ] ১.৪০
[ঘ] ১.৪২

৪৩. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? (জ্ঞান)
[ক] ১০০০
✅ ১১০০
[গ] ১২০০
[ঘ] ১৩০০

৪৪. চীনের লোকসংখ্যা কত বিলিয়ন? (জ্ঞান)
[ক] ১.৩
✅ ১.৪
[গ] ১.৫
[ঘ] ১.৬

৪৫. চীনে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? (জ্ঞান)
[ক] ১৩০
✅ ১৪০
[গ] ১৪৫
[খ] ১৫০

৪৬. ভারতে কত বিলিয়ন লোক রয়েছে? (জ্ঞান)
[ক] ১.১
✅ ১.২
[গ] ২.২
[ঘ] ২.৩

৪৭. ভারতে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? (জ্ঞান)
[ক] ৩৬০
✅ ৩৬২
[গ] ৩৭০
[ঘ] ৩৮০

৪৮. বাংলাদেশের নাগরিকরা কোন সমস্যা দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে? (জ্ঞান)
[ক] রাজনৈতিক
[খ] অর্থনৈতিক
✅ জনসংখ্যা
[ঘ] ধর্মীয়

৪৯. শহর ও গ্রামে নাগরিক জীবনযাপন কষ্টকর হয়ে পড়ার কারণ কী? (অনুধাবন)
[ক] বিদ্যুৎ সংকট
[খ] বেকার সমস্যা
✅ অধিক জনসংখ্যা
[ঘ] রাজনৈতিক সংকট

৫০. গ্রামের বেকার মানুষ কর্মসংস্থানের আশায় কোথায় পাড়ি জমায়? (জ্ঞান)
[ক] বিদেশে
✅ শহরে
[গ] বন্দরে
[ঘ] প্রবাসে

৫১. কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা? (জ্ঞান)
✅ অপুষ্টি
[খ] বহুবিবাহ
[গ] বাল্যবিবাহ
[ঘ] কুসংস্কার

৫২. বনাঞ্চল কেটে ও আবাদি জমির ওপর বসতি গড়ে ওঠার পিছনে কোনটি দায়ী বলে মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] বসতি জমির পরিমাণ কম
[খ] নতুন নতুন নগর স্থাপন
✅ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকা
[ঘ] বেশি জায়গা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার প্রবণতা

৫৩. এদেশের খালবিল ভরাট হয়ে যাচ্ছে কেন? (অনুধাবন)
[ক] খালবিল পুনরায় খনন না হওয়ায়
✅ অতিরিক্ত জনসংখ্যার দরুন
[গ] সম্পদের পরিমাণ কম হওয়ায়
[ঘ] শহরের জনসংখ্যা বাড়ার কারণে

৫৪. বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যা সমস্যাকে কীভাবে সম্ভাবনায় পরিণত করেছে? (অনুধাবন)
[ক] ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে
✅ বিদেশে জনশক্তি রপ্তানি করে
[গ] জনগণের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি করে
[ঘ] জনগণকে কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নত প্রশিক্ষণ দিয়ে

৫৫. বাংলাদেশ কোন মণ্ডলে অবস্থিত? (জ্ঞান)
✅ গ্রীষ্ম
[খ] বর্ষা
[গ] শীত
[ঘ] বসন্ত

৫৬. বাংলাদেশের জলবায়ু কীরূপ? (জ্ঞান)
✅ উষ্ণ
[খ] শীতল
[গ] নাতিশীতোষ্ণ
[ঘ] চরমভাবাপন্ন

৫৭. বাংলাদেশের ছেলেমেয়েরা অপেক্ষাকৃত কম বয়সে যৌবন প্রাপ্ত ও সন্তান ধারণ ক্ষমতার অধিকারী হয় কেন? (অনুধাবন)
✅ জলবায়ুর প্রভাবে
[খ] দারিদ্র্যে কারণে
[গ] বহুবিবাহের কারণে
[ঘ] সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে

৫৮. আমাদের দেশে বিবাহকে কোন ধরনের কর্তব্য মনে করা হয়? (অনুধাবন)
[ক] সামাজিক
[খ] রাষ্ট্রীয়
✅ ধর্মীয়
[ঘ] নৈতিক

৫৯. সাধারণত কোন ধরনের পরিবারে বহুবিবাহের প্রবণতা বেশি থাকে? (অনুধাবন)
[ক] উচ্চবিত্ত
[খ] মধ্যবিত্ত
[গ] নিম্নমধ্যবিত্ত
✅ নিম্ন আয়ের

৬০. রাসেল বহুবিবাহ করেছেন। এটি কোনটিকে সমর্থন করে? (প্রয়োগ)
✅ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
[খ] ধর্মীয় আদেশ পালন
[গ] বেকারত্ব হ্রাস
[ঘ] সমস্যার সমাধান

৬১. আর্থিক দিক থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রকৃতি কীরূপ? (জ্ঞান)
[ক] ধনী
[খ] সচ্ছল
[গ] অভিজাত
✅ দরিদ্র

৬২. কারা পরিবারের সদস্যদের ভরণপোষণের সুদূরপ্রসারী চিন্তা করে না? (জ্ঞান)
✅ দরিদ্র
[খ] ধনী
[গ] স্বচ্ছল
[ঘ] শিক্ষিত

৬৩. আমাদের দেশে কারা বেশি সন্তান জন্মদান করে? (জ্ঞান)
✅ দরিদ্র
[খ] শ্রমিক
[গ] উপজাতি
[ঘ] কৃষক

৬৪. বাংলাদেশে উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ কোনটি? (জ্ঞান)
[ক] শিক্ষার অভাব
✅ বৃদ্ধ বয়সে নিরাপত্তার প্রত্যাশা
[গ] শিশু মৃত্যুর উচ্চ হারে
[ঘ] বাল্যবিবাহ

৬৫. বৃদ্ধ বয়সে আর্থিক ও সামাজিক নিরাপত্তা লাভের আশায় আমাদের দেশের বাবা-মায়েরা কী করে? (অনুধাবন)
[ক] অর্থ সঞ্চয়
[খ] সমবায় সমিতি গঠন
[গ] বৃদ্ধাশ্রমের সদস্য হয়
✅ অধিক পুত্রসন্তান কামনা

৬৬. আমাদের দেশে পিতামাতা পুত্র সন্তান কামনা করে কেন? (জ্ঞান)
✅ পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তার আশায়
[খ] সামাজিক মর্যাদার জন্য
[গ] সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য
[ঘ] মেয়েদের অলসতার জন্য

৬৭. আমাদের দেশের দরিদ্র ও অজ্ঞ লোকেরা ছেলেমেয়েদের বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সম্বন্ধে চিন্তাভাবনা না করেই সন্তান জন্ম দিয়ে থাকে। এর জন্য দায়ী কোনটি? (প্রয়োগ)
[ক] জলবায়ুর প্রভাব
✅ শিক্ষার অভাব
[গ] বাল্যবিবাহ
[ঘ] বৃদ্ধকালীন নিরাপত্তার অভাব

৬৮. আমাদের দেশের সন্তানদের কেন তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়? (অনুধাবন)
✅ সামাজিক অপরাধের ভয়ে
[খ] খাদ্যের অভাবে
[গ] অশিক্ষার জন্য
[ঘ] ধর্মীয় কারণে

৬৯. বড় হয়ে ছেলেমেয়ের অপরাধের আশক্সক্ষা বাবা-মাকে কোন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়? (অনুধাবন)
[ক] পড়ালেখা করানো
✅ বিয়ে দিয়ে দেওয়া
[গ] ঘরে বন্দী থাকা
[ঘ] সম্পর্ক অস্বীকার করা

৭০. সাধারণত কোন ধরনের পরিবারকে সুখী বলা হয়? (জ্ঞান)
[ক] যৌথ
[খ] উপজাতি
✅ ছোট
[ঘ] বড়

৭১. এদেশে জন্মশাসনের অভাবের কারণ কোনটি? (অনুধাবন)
✅ পরিবার পরিকল্পনার সুবিধাদির অভাব
[খ] মাতৃত্বকালীন সেবা সুবিধাদির অভাব
[গ] সমাজের চোখে হেয় হওয়ার আশঙ্কা
[ঘ] মা-বাবার কাছে হেয় হওয়ার আশঙ্কা

৭২. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে দেশে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে? (অনুধাবন)
[ক] অরাজক
✅ ভয়ানক
[গ] উত্তেজক
[ঘ] সহায়ক

৭৩. জনঘনত্বপূর্ণ এলাকা থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নেওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] জনসংখ্যার বিন্যাস
[খ] জনসংখ্যা বণ্টন
✅ জনসংখ্যা পুনর্বণ্টন
[ঘ] জনসংখ্যার সুষমবিন্যাস

৭৪. আমাদের দেশে কার মজুরি কম? (জ্ঞান)
✅ শ্রমিকের
[খ] দর্জির
[গ] ড্রাইভারের
[ঘ] আইনজীবীর

৭৫. আমাদের দেশে শ্রমিকের মজুরি কম কেন? (অনুধাবন)
[ক] অদক্ষতা
[খ] নিরক্ষর
[গ] কাজের চাহিদা কম
✅ শ্রমিকের আধিক্য

৭৬. ফাহিম মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরির উদ্দেশ্যে যেতে চায়। এজন্য তাকে কোন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে? (প্রয়োগ)
[ক] পররাষ্ট্র
[খ] স্বরাষ্ট্র
✅ জনশক্তি
[ঘ] প্রবাসী কল্যাণ

৭৭. জনসংখ্যা সমস্যা সমাধানে কাদের ওপর অধিক হারে কর ধার্য করতে হবে? (জ্ঞান)
[ক] বড় পরিবারের
✅ ধনীদের
[গ] ছোট পরিবারের
[ঘ] পুরুষদের

৭৮. জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য জনগণের জীবনমান বৃদ্ধি করতে হবে। তাই জনগণের জীবন মান বৃদ্ধির সর্বোত্তম উপায় কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বেকার ভাতা দেওয়া
[খ] সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা
✅ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা
[ঘ] উন্নত কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা

৭৯. মানুষকে সচেতন করে তুলতে কোনটি সর্বাধিক ও কার্যকরভাবে সহায়ক? (অনুধাবন)
✅ শিক্ষা
[খ] গণমাধ্যম
[গ] সভা-সেমিনার
[ঘ] লিফলেট বিতরণ

৮০. শিক্ষা মানুষকে কোন ধরনের পরিবারের প্রতি আকৃষ্ট করে? (অনুধাবন)
[ক] ধনী
[খ] দরিদ্র
✅ ছোট
[ঘ] বড়

৮১. কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, উন্নত বাজার সৃষ্টি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা- এসবের সমষ্টি কোন বিষয়টিকে ত্বরান্বিত করে? (প্রয়োগ)
[ক] দারিদ্র্য হ্রাস
[খ] বেকারত্ব হ্রাস
✅ অর্থনৈতিক উন্নতি
[ঘ] খাদ্যনিরাপত্তার উন্নতি

৮২. জনসংখ্যা সমস্যা সমাধানে বৃহৎশিল্প গড়ে তুলতে হবে- (অনুধাবন)
[ক] বিদেশ থেকে আসা কাঁচামাল দিয়ে
[খ] পতিত কৃষি জমি কাজে লাগিয়ে
✅ কুটির শিল্পের তৈরি মালামাল দিয়ে
[ঘ] পরিবেশ সংরক্ষণের দিকে লক্ষ রেখে

৮৩. জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত সেøাগান কোনটি? (জ্ঞান)
[ক] একটি সন্তানই যথেষ্ট
[খ] দুটি সন্তানই যথেষ্ট
✅ একটি সন্তান কাম্য, দুটি যথেষ্ট
[ঘ] দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়

৮৪. ‘একটি সন্তান কাম্য, দুটি যথেষ্ট’- এই উক্তিটি দ্বারা কী বোঝানো হয়? (অনুধাবন)
✅ জনসচেতনতা সৃষ্টি
[খ] জন্ম নিয়ন্ত্রণের কুফল
[গ] জনসংখ্যা নীতি
[ঘ] পরিবার-পরিকল্পনা

৮৫. জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোন মন্ত্রণালয় কাজ করছে? (জ্ঞান)
[ক] স্বাস্থ্য
[খ] ত্রাণ ও পুনর্বাসন
[গ] আবাসন
✅ পরিবার-পরিকল্পনা

৮৬. পরিবার-পরিকল্পনা মন্ত্রণালয়কে অধিক হারে কী নিয়োগ করতে হবে? (জ্ঞান)
✅ মাঠকর্মী
[খ] চিকিৎসক
[গ] নার্স
[ঘ] বুদ্ধিজীবী

৮৭. জনসংখ্যা নীতি ২০০৪ অনুযায়ী সরকারের গৃহীত উদ্যোগ কোনটি? (জ্ঞান)
[ক] দরিদ্রদের জন্য সন্তান উৎপাদন সম্পর্কিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
[খ] কর্মজীবদের জন্য সন্তান উৎপাদন সম্পর্কিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
[গ] গ্রামবাসীর জন্য সন্তান উৎপাদন সম্পর্কিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
✅ সকলের জন্য সন্তান উৎপাদন সম্পর্কিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা

৮৮. জনসংখ্যা নীতি সংস্কার করে সরকার কত সালে নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ২০০৩
✅ ২০০৪
[গ] ২০০৫
[ঘ] ২০০৬

৮৯. কত সালের জনসংখ্যা নীতিকে ২০০৪ সালে সংস্কার করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৩
[খ] ১৯৭৫
✅ ১৯৭৬
[ঘ] ১৯৭৮

৯০. জনসংখ্যা নীতি ২০০৪ এর একটি দিক- (অনুধাবন)
[ক] মায়েদের সচেতনতা
[খ] বাবাদের সচেতনতা
✅ নারী-পুরুষের সমতা
[ঘ] ধনী-দরিদ্রের সমতা

৯১. সরকারি ও বেসরকারি চিকিৎসকগণকে একসাথে কাজ করতে হবে কোন কার্যক্রম বাস্তবায়নে? (জ্ঞান)
✅ জনসংখ্যা নিয়ন্ত্রণ
[খ] ডায়াবেটিস নিয়ন্ত্রণ
[গ] হৃদরোগ নিয়ন্ত্রণ
[ঘ] মৃত্যুহার নিয়ন্ত্রণ

৯২. সুবিধাবঞ্চিত মহিলাদের ঘরের বাইরে এনে কাজ করাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন? (অনুধাবন)
[ক] নিরাপত্তার নিশ্চয়তা
✅ ক্ষুদ্রঋণ প্রদান
[গ] দরিদ্রভাতা প্রদান
[ঘ] বাসস্থানের নিশ্চয়তা

৯৩. আমাদের প্রতিবেশী পরিবারের নিরক্ষর শিশুর জন্য আমাদের কর্তব্য কী? (অনুধাবন)
[ক] অর্থ দিয়ে সাহায্য করা
✅ শিক্ষার সুযোগ করে দেওয়া
[গ] শিক্ষার সুফল সম্পর্কে জানানো
[ঘ] জোর করে স্কুলে পাঠানো

৯৪. সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা জাতির জন্য বোঝা। পরিবারের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়ানক। এক্ষেত্রে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
✅ পরিবারের জন্য অভিশাপ
[খ] পরিবারের জন্য মানহানিকর
[গ] পরিবারের জন্য দুশ্চিন্তা
[ঘ] পরিবারের জন্য পীড়াদায়ক

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৫. একটি দেশের জনসংখ্যা তখনই সমস্যায় পরিণত হয় যখন- (প্রয়োগ)
i. জন্মহার মৃত্যুহারকে ছাড়িয়ে গেলে
ii. জন্মহার সম্পদের বৃদ্ধিকে ছাড়িয়ে গেলে
iii. দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. কেউ কেউ জনসংখ্যা বৃদ্ধিকে সামান্য সমস্যা হিসেবে বিবেচনা করেন। তাদের নিকট অধিকতর সমস্যাজনক হচ্ছে- (প্রয়োগ)
i. অশান্তি
ii. ক্ষুধা-দারিদ্র্য
iii. বর্ণবৈষম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী যে সকল সমস্যার তুলনায় জনসংখ্যা সমস্যাকে সামান্য মনে করেছেন, তা হলো- (অনুধাবন)
i. ক্ষুধা
ii. বর্ণবৈষম্য
iii. দারিদ্র্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. শহরে জনসংখ্যার চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না- (অনুধাবন)
i. পানি
ii. বিদ্যুৎ
iii. গ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. যে কারণে বর্তমানে নাগরিক জীবন কষ্টকর হয়ে পড়েছে তা হলো- (অনুধাবন)
i. গ্যাসের অপ্রতুলতা
ii. প্রতিনিয়ত লোডশেডিং
iii. পানির অপর্যাপ্ত সরবরাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. নাগরিক জীবন কষ্টকর হয়ে পড়েছে- (অনুধাবন)
i. প্রতিনিয়ত বিদ্যুতের লোডশেডিং-এর কারণে
ii. পানির অপর্যাপ্ত সরবরাহের কারণে
iii. বিনোদনের পর্যাপ্ত সুযোগ না থাকায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. অধিক জনসংখ্যার কারণে গ্রামে যে সমস্যা পরিলক্ষিত হয় তা হলো- (অনুধাবন)
i. পর্যাপ্ত খাবারের অভাব
ii. চিকিৎসার অভাব
iii. উচ্চশিক্ষা গ্রহণের সুযোগের অভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০২. বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ার ফলে- (অনুধাবন)
i. তাদের জীবনযাত্রার মান নিম্ন
ii. স্বাস্থ্যহীন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে
iii. আর্থিক নিরাপত্তার আশায় কম সন্তান জন্ম দেয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৩. বাংলাদেশ উষ্ণ জলবায়ুর দেশ। তাই এখানকার ছেলেমেয়েরা- (উচ্চতর দক্ষতা)
i. উগ্র স্বভাবের হয়
ii. অল্প বয়সেই সাবালক হয়
iii. অল্প বয়সেই সন্তানধারণ ক্ষমতার অধিকারী হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৪. জনসংখ্যা বৃদ্ধির যে প্রধান কারণগুলো গ্রামে অধিক হারে লক্ষণীয় তা হলো- (অনুধাবন)
i. যৌথ পরিবার গঠন
ii. বাল্যবিবাহ
iii. বহুবিবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. আমাদের দেশের অধিকাংশ লোক পুত্রসন্তানের প্রতি একটি ধারণা পোষণ করে যে, তারা বৃদ্ধকালীন সময়ে- (অনুধাবন)
i. সামাজিক নিরাপত্তা দেবে
ii. আর্থিক নিরাপত্তা দেবে
iii. স্বাস্থ্যসেবার নিরাপত্তা দেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. দরিদ্র শ্রেণির লোকেরা সন্তানের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, বস্ত্র ইত্যাদি বিষয়ে চিন্তাভাবনা না করেই সন্তান জন্ম দেয়। এজন্য দায়ী হলো তাদের- (উচ্চতর দক্ষতা)
i. নিরাপত্তার অভাব
ii. শিক্ষার অভাব
iii. সচেতনতার অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. জনসংখ্যার পুনর্বণ্টন ঘটালে- (প্রয়োগ)
i. কর্মসংস্থানের সুযোগ হয়
ii. বিবাদের সৃষ্টি হয়
iii. জীবনযাত্রার মান বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. বাংলাদেশ একটি জনসংখ্যা সমস্যাকবলিত দেশ। এই জনসংখ্যা সমস্যাকে জনসম্পদে পরিণত করতে হলে করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো
ii. প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা
iii. বিদেশে জনশক্তি রপ্তানি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. বিদেশে জনশক্তি রপ্তানি করলে তা বাংলাদেশের জন্য যে ফলাফল বয়ে আনবে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. বেকারত্ব দূরীকরণ
ii. বৈদেশিক মুদ্রা অর্জন
iii. জনসংখ্যা হ্রাস পাওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. জনগণের জীবনযাত্রার মান তখনই বৃদ্ধি পাবে যখন- (প্রয়োগ)
i. কর্মসংস্থানের সৃষ্টি হবে
ii. তাদের আয় বৃদ্ধি পাবে
iii. দরিদ্রতা হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১১. আমাদের দেশে শ্রমিকের মজুরি অত্যন্ত কম। এর কারণ হলো- (প্রয়োগ)
i. কাজের অদক্ষতা
ii. শ্রমিকের আধিক্য
iii. কাজের সুযোগ কম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১২. মানুষ তখনই আত্মসচেতন হয়, তার দায়দায়িত্ব বুঝতে পারে, যখন- (প্রয়োগ)
i. তার মধ্যে শিক্ষার আলো থাকে ii. বেকারত্ব থেকে মুক্ত থাকে
iii. অভাব থেকে মুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৩. অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করতে হলে যা করতে হবে তা হলো- (প্রয়োগ)
i. কৃষি উন্নয়ন
ii. উন্নত বাজার সৃষ্টি
iii. উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিলে তারা- (উচ্চতর দক্ষতা)
i. আত্মসচেতন হতে পারবে
ii. নিজেদের দায়দায়িত্ব বুঝতে পারবে
iii. যৌথ পরিবার গঠনে উৎসাহিত হতে পারবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার-পরিকল্পনা মন্ত্রণালয়ের করণীয় হলো- (প্রয়োগ)
i. অধিক হারে মাঠকর্মী নিয়োগ দেওয়া
ii. আইন করে অধিক সন্তান গ্রহণ বন্ধ করা
iii. জন্মনিয়ন্ত্রণের দ্রব্যাদি সহজলভ্য করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. সরকার ২০০৪ সালে পুনরায় নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে। এর উল্লেখযোগ্য দিক হলো- (উচ্চতর দক্ষতা)
i. এ সম্পর্কিত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা
ii. এ সম্পর্কিত দ্রব্যাদির প্রাপ্যতা নিশ্চিত করা
iii. গণমাধ্যম ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৭. বাংলাদেশে অনতিবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে- (প্রয়োগ)
i. সামাজিক উন্নয়ন সম্ভব হবে না
ii. অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না
iii. রাজনৈতিক উন্নয়ন সম্ভব হবে না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৮. বাংলাদেশের জনসংখ্যা সমাধানে সরকার যেসব আইন প্রণয়ন করে সেগুলোর যথাযথ বাস্তবায়নের জন্য দরকার- (উচ্চতর দক্ষতা)
i. পরিবার-পরিকল্পনাকে সফল করা
ii. ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা
iii. গণসচেতনতা সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৯. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষার অভাব
ii. সামাজিক কুসংস্কার
iii. পুষ্টিকর খাদ্যের পর্যাপ্ত যোগান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২০. বাড়তি জনসংখ্যার চাওয়া-পাওয়া পূরণ করা সম্ভব হয় না যে কারণে- (উচ্চতর দক্ষতা)
i. সীমিত সম্পদ
ii. সম্পদের স্বল্পতা
iii. সম্পদের তুলনায় চাহিদা বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২১. জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখে- (প্রয়োগ)
i. অসচেতন নাগরিক
ii. পরিবার পরিকল্পনার অভাব
iii. প্রতিযোগিতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১২২. জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়- (উচ্চতর দক্ষতা)
i. জনসংখ্যার পুনর্বণ্টন
ii. জনশক্তি রপ্তানি
iii. শিক্ষা বিস্তার

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও :
মাসুম একটি দরিদ্র পরিবারের সন্তান। সে এখন সরকারি ব্যবস্থায় স্বল্প খরচে বিদেশ গিয়ে ভালো বেতনে চাকরি করছে।

১২৩. মাসুমের বিদেশ যাওয়ার জন্য সরকারের কোন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হয়েছে? (প্রয়োগ)
[ক] পররাষ্ট্র
[খ] প্রবাসী কল্যাণ
[গ] স্বরাষ্ট্র
✅ জনশক্তি

১২৪. মাসুমের বিদেশ গিয়ে ভালো বেতনে চাকরি করার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. পরিবারে সচ্ছলতা এসেছে
ii. বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে
iii. বেকারত্ব দূর হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের ছকটি দেখে এবং ১২৫ ও ১২৬ নং প্রশ্নগুলোর উত্তর দাও :

১২৫. (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে? (প্রয়োগ)
✅ জনসংখ্যার সমস্যা
[খ] জনসংখ্যার সুফল
[গ] বৈদেশিক সাহায্য
[ঘ] জনসংখ্যা নীতি

১২৬. (?) চিহ্নিত সমস্যার জন্য দায়ী- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক দৃষ্টিভঙ্গি
ii. অর্থনৈতিক উন্নতি
iii. নিরক্ষর জনগোষ্ঠী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
ইকবাল সরকার একজন মাদরাসার শিক্ষক। তিনি শিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবার-পরিকল্পনার ব্যাপারে উদাসীন ছিলেন। তার পরিবারের ছেলেমেয়েসহ ৮ জন সদস্য। তিনি পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে সমস্যায় পড়েন।

১২৭. ইকবালের সমস্যার মূলে কী কাজ করেছিল? (প্রয়োগ)
✅ কুসংস্কার
[খ] অর্থনৈতিক সচ্ছলতা
[গ] দরিদ্রতা
[ঘ] ধর্মভীরুতা

১২৮. বাংলাদেশের প্রেক্ষিতে ইকবালের সমস্যার অন্যতম কারণ- (উচ্চতর দক্ষতা)
i. জলবায়ুর প্রভাব
ii. বাল্যবিবাহ ও বহুবিবাহ
iii. শিক্ষার অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

⚛ নিরক্ষরতা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৯০
🍭 নিরক্ষরতা বাংলাদেশের- একটি অন্যতম নাগরিক সমস্যা।
🍭 আনুষ্ঠানিক শিক্ষার পরিবর্তে পেশাভিত্তিক শিক্ষার জন্য প্রয়োজন- বই রচনা করা।
🍭 সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণের জন্য ব্যবস্থা নিতে হবে- অনুদান ও বৃত্তি প্রদানের।
🍭 নিরক্ষরতা দূরীকরণের জন্য চালু করা যেতে পারে- শিক্ষা ব্যাংক।
🍭 অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ জনশক্তিতে পরিণত হবে- পেশাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৯. নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম- (জ্ঞান)
[ক] শিক্ষাগত সমস্যা
✅ নাগরিক সমস্যা
[গ] সামাজিক সমস্যা
[ঘ] রাষ্ট্রীয় সমস্যা

১৩০. নিরক্ষর ব্যক্তির বৈশিষ্ট্য হিসেবে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ তিনি তার নাম পর্যন্ত লিখতে পারেন না
[খ] কোনো এক ভাষার বর্ণগুলো লিখতে পারেন
[গ] তিনি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পান নি
[ঘ] তিনি বড় অক্ষরের লেখা পড়তে পারেন

১৩১. ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কোন মন্ত্রণালয়? (জ্ঞান)
[ক] শিক্ষা
✅ প্রাথমিক ও গণশিক্ষা
[গ] স্বাস্থ্য
[ঘ] চিকিৎসা

১৩২. সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কত সালে “সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন” শুরু করে? (জ্ঞান)
[ক] ১৯৭৭
[খ] ১৯৮৭
✅ ১৯৯৭
[ঘ] ২০০৭

১৩৩. সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় ১৯৯৭ সালে নিচের কোন আন্দোলনটি শুরু করে? (জ্ঞান)
[ক] শিক্ষা বিস্তার
✅ সম্পূর্ণ সাক্ষরতা
[গ] নিরক্ষরতা দূরীকরণ
[ঘ] গণশিক্ষা ও সাক্ষরতা

১৩৪. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে কত সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ২০১২
[খ] ২০১৩
✅ ২০১৪
[ঘ] ২০১৫

১৩৫. বাংলাদেশে দরিদ্র শ্রেণির মধ্যে নিরক্ষরতার হার খুব বেশি হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] শিক্ষা গ্রহণের সুযোগের অভাব
✅ অর্থনৈতিক দুরবস্থা
[গ] শিক্ষা গ্রহণের অনীহা
[ঘ] অলাভজনক কর্মকাণ্ড মনে করা

১৩৬. অনেক দরিদ্র শিক্ষার্থী কীসের অভাবে উচ্চতর ডিগ্রি নেওয়া পর্যন্ত পৌঁছতে পারে না? (জ্ঞান)
[ক] মেধার
[খ] সাহায্যের
✅ অর্থের
[ঘ] ভালো প্রতিষ্ঠানের

১৩৭. বাংলাদেশে বেসরকারি ব্যাংকের উদ্যোগে কোন ধরনের শিক্ষার্থীরা লেখাপড়া অব্যাহত রাখছে? (জ্ঞান)
✅ দরিদ্র অথচ মেধাবী
[খ] ধনী এবং মেধাবী
[গ] ধনী অথচ প্রতিবন্ধী
[ঘ] দরিদ্র এবং প্রতিবন্ধী

১৩৮. নিরক্ষরতা কী ধরনের সমস্যা? (জ্ঞান)
[ক] আন্তর্জাতিক
[খ] ধর্মীয়
[গ] সামাজিক
✅ জাতীয়

১৩৯. আমাদের দেশের কত সংখ্যক লোক নিরক্ষর? (জ্ঞান)
✅ প্রায় অর্ধেক
[খ] প্রায় অর্ধেকেরও বেশি
[গ] প্রায় এক-তৃতীয়াংশ
[ঘ] প্রায় দুই-তৃতীয়াংশ

১৪০. কাদের নিরক্ষরতা দূরীকরণের দায়িত্ব নিতে হবে? (অনুধাবন)
[ক] ধনীদের
✅ শিক্ষিতদের
[গ] শিক্ষকদের
[ঘ] নেতাদের

১৪১. নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে জাতীয় উন্নয়ন অর্জন সম্ভব হবে কখন? (অনুধাবন)
[ক] সবাই আলাদাভাবে কাজ করলে
✅ সকলে সম্মিলিতভাবে কাজ করলে
[গ] শিক্ষিতরা সম্মিলিতভাবে কাজ করলে
[ঘ] নিরক্ষরেরা সম্মিলিতভাবে কাজ করলে

১৪২. নিরক্ষরতা দূরীকরণে সরকার যথাযথ তথ্য সংগ্রহে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে? (জ্ঞান)
[ক] কমিটি তৈরিকরণ
✅ টাস্কফোর্স গঠন
[গ] বিদ্যালয় অনুসন্ধান
[ঘ] শিক্ষাসেল গঠন

১৪৩. গ্রামে গ্রামে বয়স্ক শিক্ষার জন্য কোন ধরনের প্রতিষ্ঠানকে নিয়োজিত করতে হবে? (জ্ঞান)
[ক] সরকারি
✅ বেসরকারি
[গ] স্বায়ত্তশাসিত
[ঘ] সাংস্কৃতিক

১৪৪. বর্তমানে দেশে নিরক্ষতা দূরীকরণে কোন ধরনের শিক্ষার জন্য বই রচনা করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] আনুষ্ঠানিক
✅ পেশাভিত্তিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] উপানুষ্ঠানিক

১৪৫. বয়স্করা কোন শিক্ষা কিছুদিন পর ভুলে যেতে পারে? (জ্ঞান)
✅ আনুষ্ঠানিক
[খ] উপানুষ্ঠানিক
[গ] পেশাভিত্তিক
[ঘ] কর্মমুখী

১৪৬. কী ধরনের শিক্ষাদানের মাধ্যমে প্রত্যেক পেশার সঙ্গে নিরক্ষরদের পরিচিত করে তুলতে হবে? (জ্ঞান)
✅ কর্মমুখী
[খ] পেশাভিত্তিক
[গ] আনুষ্ঠানিক
[ঘ] প্রাতিষ্ঠানিক

১৪৭. সরকারি ও বেসরকারি পর্যায়ে নিচের কোনটি দূরীকরণের জন্য অনুদান ও বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে? (জ্ঞান)
[ক] দুর্নীতি
[খ] সন্ত্রাস
[গ] বেকারত্ব
✅ নিরক্ষরতা

১৪৮. অনানুষ্ঠানিক হওয়া সত্ত্বেও নিরক্ষরদের বৃত্তি ও উপবৃত্তি দিতে হবে কেন? (অনুধাবন)
[ক] পরিবারের ভরণপোষণ করতে
✅ শিক্ষা গ্রহণে আগ্রহী করতে
[গ] নতুন পেশাগ্রহণে উদ্বুদ্ধ করতে
[ঘ] কৃত ঋণ পরিশোধ করতে

১৪৯. শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করতে হলে কীসের প্রয়োজন? (অনুধাবন)
✅ আর্থিক সহায়তা
[খ] শিক্ষার উপকরণ সহজলভ্য করা
[গ] খণ্ডকালীন কাজের ব্যবস্থা
[ঘ] কর্মমুখী শিক্ষার ব্যবস্থা

১৫০. নিরক্ষরতা দূরীকরণের জন্য কী ধরনের ব্যাংক চালু করা যেতে পারে? (জ্ঞান)
[ক] আত্মকর্মসংস্থান ব্যাংক
✅ শিক্ষা ব্যাংক
[গ] কৃষি ব্যাংক
[ঘ] শিক্ষা উন্নয়ন ব্যাংক

১৫১. কোনটি দূরীকরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে কাজে লাগাতে হবে? (জ্ঞান)
✅ নিরক্ষরতা
[খ] বেকারত্ব
[গ] দারিদ্র্য
[ঘ] প্রাকৃতিক দুর্যোগ

১৫২. নিচের কোন সংস্থাটি বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য কাজ করছে? (জ্ঞান)
[ক] দিশা বাংলাদেশ
[খ] ডাক দিয়ে যাই
✅ স্বনির্ভর বাংলাদেশ
[ঘ] আনন্দ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি

১৫৩. আমাদের বাসায় কেউ নিরক্ষর থাকলে আমরা কী করব? (জ্ঞান)
[ক] তাকে বাসার কাজে লাগাব
[খ] তাকে বিদ্যালয়ে ভর্তি করব
[গ] তাকে অর্থ সাহায্য দিব
✅ তাকে অক্ষরজ্ঞান দিব

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৫৪. বাংলাদেশের অধিকাংশ লোকই- (অনুধাবন)
i. দরিদ্র
ii. নিরক্ষর
iii. গ্রামে বাস করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৫. যারা নিরক্ষর তারা- (অনুধাবন)
i. রাষ্ট্রের কোনো কাজে আসে না
ii. সমাজের কোনো কাজে আসে না
iii. সমাজের বোঝাস্বরূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৬. নিরক্ষর লোক দেখা যায়- (অনুধাবন)
i. নাটকপাড়ায়
ii. গ্রামে
iii. শহরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৭. নিরক্ষরতা বলতে বোঝায়- (অনুধাবন)
i. যার কোনো অক্ষর জ্ঞান নেই
ii. যে তার নাম পর্যন্ত লিখতে পারে না
iii. অশিক্ষিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৮. নিরক্ষরদের শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী করে তোলা যাবে- (অনুধাবন)
i. বৃত্তি প্রদানের মাধ্যমে
ii. উপবৃত্তি প্রদানের মাধ্যমে
iii. অনুদানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৯. নিরক্ষর মানুষের তথ্য সংগ্রহের জন্য সরকারকে- (অনুধাবন)
i. প্রকল্প গ্রহণ করতে হবে
ii. টাস্কফোর্স গঠন করতে হবে
iii. ভ্রাম্যমাণ আদালতের ওপর দায়িত্ব দিতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬০. নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে কাজ করে যাচ্ছে- (অনুধাবন)
i. ব্র্যাক
ii. কেয়ার
iii. দিশা বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬১. নিরক্ষরতার অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- (অনুধাবন)
i. সরকারের
ii. নাগরিকের
iii. দাতাসংস্থাগুলোর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে অনতিবিলম্বে যেসব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা জরুরি তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. বয়স্ক শিক্ষার ব্যবস্থা
ii. কর্মমুখী শিক্ষার ব্যবস্থা
iii. অনুদান ও বৃত্তি প্রদানের ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৩ ও ১৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
আজিজ মিয়া একটি মুদি দোকান থেকে বাকিতে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে। তিনি পড়তে না পারার কারণে বুঝতে পারেন না যে, দোকানদার খাতায় কী কী লিখেছে। সপ্তাহ শেষে দোকানদার তাকে টাকার হিসাব দিলে তার মনে হয় তিনি প্রতারিত হচ্ছেন। তার হিসাবে টাকার পরিমাণ আরও কম হওয়ার কথা।

১৬৩. আজিজ মিয়ার প্রতারিত হওয়ার কারণ কী? (প্রয়োগ)
[ক] দরিদ্রতা
✅ নিরক্ষরতা
[গ] নগদে কেনাকাটা না করা
[ঘ] দোকানদারকে বিশ্বাস করা

১৬৪. আজিজ মিয়ার মধ্যে পরিলক্ষিত সমস্যা দূরীকরণের লক্ষ্যে যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা
ii. অনুদান ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা
iii. শিক্ষা ব্যাংক চালু করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৫ ও ১৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের শতকরা প্রায় ৫১ জন লোক নিরক্ষর। এত বিশাল জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে জাতির উন্নতি সম্ভব নয়। নিরক্ষরতা সামাজিক অভিশাপও বটে। নিরক্ষরতার কারণে বাংলাদেশের মানুষ অনগ্রসর। তাই দেশ ও জাতির কল্যাণে নিরক্ষরতা দূর করা প্রয়োজন।

১৬৫. উদ্দীপকে কীরূপ প্রকৃতির সমস্যার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] পারিবারিক
[খ] রাজনৈতিক
✅ সামাজিক
[ঘ] অর্থনৈতিক

১৬৬. উক্ত সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. অধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন
ii. নাগরিকদের সচেতনতা বৃদ্ধি
iii. শিক্ষার জন্য ঋণ ও অনুদান প্রথা চালু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ খাদ্য নিরাপত্তা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৯২
🍭 খাদ্য নিরাপত্তা বলতে বোঝায়- খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি।
🍭 বর্তমানে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা- খাদ্য ভিত্তিক দারিদ্র্যের শিকার।
🍭 সাম্প্রতিককালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে- বাংলাদেশের খাদ্য লভ্যতা।
🍭 খাদ্যের নিরাপত্তার একটি বিরাট প্রতিবন্ধকতা হলো- খাদ্যের ভেজাল।
🍭 খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন- খাদ্য উৎপাদন, লভ্যতা ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি।
🍭 মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর- ভেজাল খাদ্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৭. খাদ্য নিরাপত্তা কতটি বিষয়ের সমষ্টিকে বোঝায়? (জ্ঞান)
[ক] ৪
✅ ৩
[গ] ২
[ঘ] ১

১৬৮. বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় কোন খাদ্যশস্যটির প্রাধান্য সবচেয়ে বেশি? (জ্ঞান)
✅ চাল
[খ] আলু
[গ] ডাল
[ঘ] শাকসবজি

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

১৬৯. বাংলাদেশে খাদ্য নিরাপত্তা অর্জনের মূল বিষয় কোনটি?
 (অনুধাবন)
[ক] অর্থের প্রাপ্যতা এবং মূল্যের স্থিতিশীলতা
[খ] কাজের প্রাপ্যতা এবং মূল্যের স্থিতিশীলতা
[গ] চালের সরবরাহ এবং বাণিজ্যিক গতিশীলতা
✅ চালের সরবরাহ এবং মূল্যের স্থিতিশীলতা

১৭০. বর্তমানে বাংলাদেশের কত লোক খাদ্যভিত্তিক দরিদ্রতার শিকার? (জ্ঞান)
✅ অর্ধেক
[খ] এক-চতুর্থাংশ
[গ] এক-পঞ্চমাংশ
[ঘ] এক-তৃতীয়াংশ

১৭১. একজন মানুষের দৈনিক কত কিলোক্যালরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ২০০০
[খ] ২১০০
✅ ২১২২
[ঘ] ২২০০

১৭২. দরিদ্র জনগোষ্ঠীর প্রতিবেলার খাদ্যে কীসের প্রাধান্য থাকে? (জ্ঞান)
[ক] পানির
[খ] শাকের
✅ শস্যের
[ঘ] ফলের

১৭৩. দরিদ্র জনগোষ্ঠী যে ক্যালরি গ্রহণ করে তার মধ্যে শস্য হতে কত শতাংশ ক্যালরি আসে? (জ্ঞান)
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০

১৭৪. পুরুষের তুলনায় পুষ্টিকর খাদ্যের বেশি প্রয়োজন কার? (জ্ঞান)
[ক] বয়স্কর
✅ শিশুর
[গ] নারীর
[ঘ] প্রতিবন্ধীর

১৭৫. জনগণের স্বল্প আয় দেশের স্বল্প উৎপাদনের উপর কীরূপ প্রভাব ফেলে? (প্রয়োগ)
[ক] ইতিবাচক
[খ] পরিপূরক
✅ নেতিবাচক
[ঘ] আশাব্যঞ্জক

১৭৬. জনগণের পক্ষে এদেশে প্রয়োজন অনুযায়ী খাদ্য কেনা সম্ভব হয় না কেন? (অনুধাবন)
[ক] সচেতনতার অভাব
[খ] শ্রমের মজুরি কম
✅ মাথাপিছু আয় কম
[ঘ] লোকসংখ্যার আধিক্য

১৭৭. বাংলাদেশের মানুষের পুষ্টিহীনতার অন্যতম প্রধান কারণ কী?
(উচ্চতর দক্ষতা)
[ক] খাদ্যের স্বল্পতা
[খ] খাদ্য গ্রহণে ত্রুটি
[গ] শস্য জাতীয় খাবারের প্রাধান্য
✅ পুষ্টি জ্ঞানের অভাব

১৭৮. সঠিক স্বাস্থ্য উপযোগী খাদ্য বেছে নেওয়ার জন্য কী প্রয়োজন? (অনুধাবন)
[ক] অর্থ
[খ] অক্ষর জ্ঞান
✅ পুষ্টি জ্ঞান
[ঘ] বাজার

১৭৯. বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে- (জ্ঞান)
[ক] দরিদ্র
✅ দরিদ্র্যসীমার নিচে বাস করছে
[গ] অসহায়
[ঘ] কাজের আশায় দিন গুণছে

১৮০. বাংলাদেশের অর্ধেকের বেশি দরিদ্র জনগোষ্ঠী সাময়িক খাদ্যনিরাপত্তা অর্জন করে। এক্ষেত্রে প্রযোজ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] মৌসুমে শস্য বিতরণ
✅ দুর্যোগে ত্রাণ বিতরণ
[গ] বার্ষিক ভাতা প্রদান
[ঘ] উৎসবে সাহায্য প্রদান

১৮১. বাংলাদেশের খাদ্যনিরাপত্তা অর্জনে সর্বাগ্রে কোন পদক্ষেপটি গ্রহণ করা জরুরি? (উচ্চতর দক্ষতা)
✅ সঠিক খাদ্যনীতি
[খ] খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা
[গ] উন্নত কৃষি ব্যবস্থা তৈরি
[ঘ] কৃষকের উন্নত কৃষি প্রশিক্ষণ দান

১৮২. বাংলাদেশের খাদ্য নীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? (অনুধাবন)
✅ দারিদ্র্য নিরসনের মাধ্যমে খাদ্যনিরাপত্তা বিধান
[খ] সকল কৃষককে উন্নত কৃষি প্রশিক্ষণ দেওয়া
[গ] দেশের সকল অনাবাদি জমিকে আবাদি জমির আওতায় আনা
[ঘ] উন্নত কৃষি ব্যবস্থার মাধ্যমে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করা

১৮৩. সরকার কর্তৃক খাদ্য মজুদ করে রাখে কেন? (অনুধাবন)
[ক] কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করতে
[খ] দেশে উৎপাদিত অতিরিক্ত শস্য সংরক্ষণ করতে
[গ] দুর্যোগকালীন সময়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করতে
✅ জরুরি অবস্থায় খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহ নিশ্চিত করতে

১৮৪. প্রাকৃতিক দুর্যোগজনিত সংকট মোকাবেলায় সরকার কোন ধরনের কর্মসূচি গ্রহণ করে? (অনুধাবন)
✅ খাদ্যনিরাপত্তা
[খ] উপার্জনকারী দক্ষতা
[গ] সামাজিক নিরাপত্তা
[ঘ] শিক্ষা ও স্বাস্থ্য

১৮৫. সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ের কত শতাংশ ব্যয় হয় খাদ্য বিতরণ কর্মসূচিগুলোতে? (জ্ঞান)
[ক] ৬৫%
[খ] ৭৫%
[গ] ৮৫%
✅ ৯৫%

১৮৬. VGD-এর পূর্ণ রূপ কী? (জ্ঞান)
[ক] Valuable Group development
[খ] Volentier Group development
✅ Vulnerable Group development
[ঘ] Vulnerable Group of development

১৮৭. VGF-এর পূর্ণ রূপ কী? (জ্ঞান)
[ক] Vulnerable Group of Feeding
✅ Vulnerable Group Feeding
[গ] Valuable Group of Feeding
[ঘ] Valurable Group Feeding

১৮৮. জমি অধিগ্রহণ করে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে কোন দেশ? (জ্ঞান)
[ক] বাংলাদেশ
[খ] নরওয়ে
[গ] গায়ানা
✅ সিঙ্গাপুর

১৮৯. ফসলের উৎপাদন বাড়াতে হলে কৃষককে সর্বপ্রথম কী দিতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] কৃষিজাত যন্ত্রপাতি
[খ] সার ও উন্নতবীজ
✅ কৃষিভিত্তিক ক্ষুদ্র ঋণ
[ঘ] উন্নত কৃষি প্রশিক্ষণ

১৯০. স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জাতি উপহার দিতে কোনটির প্রয়োজন? (অনুধাবন)
[ক] খাদ্যের ভোগ ও সরবরাহ নিশ্চিত করা
[খ] খাদ্যের লভ্যতা ও ভোগ নিশ্চিত করা
✅ খাদ্যের গুণ ও নিরাপত্তা নিশ্চিত করা
[ঘ] খাদ্যের গুণ ও সরবরাহ নিশ্চিত করা

১৯১. নিচের কোনটি খাদ্যনিরাপত্তায় একটি বিরাট প্রতিবন্ধকতা? (অনুধাবন)
✅ খাদ্যে ভেজাল
[খ] যথাযথভাবে সংরক্ষণ না করা
[গ] অনুন্নত কৃষি যন্ত্রপাতি
[ঘ] আবাদি জমির অপ্রতুলতা

১৯২. ভেজাল নিয়ন্ত্রণে কোন পদক্ষেপটি জরুরি? (অনুধাবন)
[ক] খাদ্য সচেতনতা সৃষ্টি
✅ সামাজিক সচেতনতা সৃষ্টি
[গ] পুষ্টি সচেতনতা সৃষ্টি
[ঘ] বাজার সচেতনতা সৃষ্টি

১৯৩. কত সাল পর্যন্ত দেশের ৪৪ শতাংশ মানুষ চরম দারিদ্রসীমার নিচে বাস করত? (জ্ঞান)
✅ ২০০০
[খ] ২০০৩
[গ] ২০০৫
[ঘ] ২০০৭

১৯৪. ২০০৫ সাল পর্যন্ত এদেশের কত শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করত? (জ্ঞান)
[ক] ৪৪
[খ] ৪২
✅ ৪০
[ঘ] ৩৮

১৯৫. কত সালে বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার হার কমে তা ৪০ শতাংশে এসে পৌঁছেছে? (জ্ঞান)
[ক] ২০০২
[খ] ২০০৩
[গ] ২০০৪
✅ ২০০৫

১৯৬. ব্যক্তিগতভাবে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করণীয় কী?
[ক] শস্য উৎপাদনে আগ্রহী হওয়া
[খ] বাইরের খাবার না খাওয়া
[গ] রান্নার সময় সতর্ক থাকা
✅ খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হওয়া

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৭. খাদ্যনিরাপত্তা বলতে বোঝায়- (অনুধাবন)
i. খাদ্যের প্রাপ্যতা
ii. খাদ্য ক্রয় করার ক্ষমতা
iii. খাদ্যের পুষ্টিগুণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৮. বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় যেহেতু চালের প্রাধান্য বেশি, সেহেতু খাদ্যনিরাপত্তার মূল বিষয় হলো- (প্রয়োগ)
i. উন্নত চালের উৎপাদন
ii. চালের সরবরাহ
iii. মূল্যের স্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. আমাদের দেশের মানুষ খাদ্য হিসেবে যে খাবারগুলো খুব সামান্য পরিমাণে গ্রহণ করে থাকে তা হলো- (অনুধাবন)
i. চর্বি জাতীয়
ii. আমিষ জাতীয়
iii. প্রোটিনযুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০০. বাংলাদেশের খাদ্যনিরাপত্তাহীনতার অন্যতম কারণ হলো- (প্রয়োগ)
i. কম খাদ্য উৎপাদন
ii. জনগণের আয় কম
iii. পুষ্টি জ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০১. বাংলাদেশে খাদ্য লভ্যতা বৃদ্ধি পেয়েছে- (প্রয়োগ)
i. উৎপাদন বৃদ্ধির ফলে
ii. আমদানির ফলে
iii. সচেতনতার কারণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. সাম্প্রতিককালে বাংলাদেশের খাদ্যলভ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই খাদ্যলভ্যতায় অবদান রয়েছে- (অনুধাবন)
i. খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির
ii. খাদ্যশস্যের রপ্তানি বৃদ্ধির
iii. খাদ্যশস্যের আমদানি বৃদ্ধির

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. খাদ্য ব্যবস্থাপনার দিক থেকে বাংলাদেশের অর্ধেক জনগণ যেসব সমস্যায় জর্জরিত তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. খাদ্যনিরাপত্তাহীনতা
ii. দৈনন্দিন প্রয়োজনীয় ক্যালরি ঘাটতি
iii. খাদ্যভিত্তিক দরিদ্রতার শিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রয়োজন- (অনুধাবন)
i. খাদ্য উৎপাদন বৃদ্ধি করা
ii. খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা
iii. জনগণের আয় বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৫. সম্প্রতি যেসব দেশ জমি অধিগ্রহণ করে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে তা হলো- (অনুধাবন)
i. চীন
ii. ভারত
iii. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৬. একটি কৃষক পরিবারের খাদ্যনিরাপত্তা নির্ভর করে- (উচ্চতর দক্ষতা)
i. পর্যাপ্ত খাদ্য উৎপাদনের ওপর
ii. প্রয়োজনীয় খাদ্য প্রাপ্তির ওপর
iii. বাজারে প্রয়োজনীয় জিনিসের মূল্য স্থিতিশীলতার ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৭. দরিদ্র পরিবারে জন্ম রত্নার। তাই স্বভাবতই সে বঞ্চিত হয়- (প্রয়োগ)
i. চর্বি জাতীয় খাবার হতে
ii. শর্করা জাতীয় খাবার হতে
iii. প্রোটিনযুক্ত খাবার হতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

২০৮. খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দেওয়ার যথার্থ কারণ- (উচ্চতর দক্ষতা)
i. কম খাদ্য উৎপাদন
ii. জনগণের আয় কম
iii. পুষ্টিজ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৯. সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য- (উচ্চতর দক্ষতা)
i. ত্রাণ প্রদান করা
ii. শিক্ষা ও স্বাস্থ্য
iii. আয় উপার্জনকারী দক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১০. খুব ভালোভাবে প্রকৃত দরিদ্রদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে- (অনুধাবন)
i. VGD
ii. Food for Education
iii. VGF

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১১. জাতীয় পর্যায়ে খাদ্য লভ্যতা নির্ভরশীল- (অনুধাবন)
i. বাজারের দক্ষতার উপর
ii. সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার উপর
iii. অবকাঠামোর উপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১২ ও ২১৩ নং প্রশ্নের উত্তর দাও :
সুরুজ আলি তার স্বল্প জমিতে যে প্রধান প্রধান ফসল উৎপাদন করেন, তা দ্বারা বছরের ৭-৮ মাস চলে। বছরের বাকি সময়ে পর্যাপ্ত খাদ্য ক্রয়ে তাকে হিমশিম খেতে হয়। তাই তার পরিবার খাদ্য হিসেবে শাকসবজির ওপরই অধিক নির্ভরশীল।

২১২. সুরুজ সাহেবের পরিবারে নিচের কোনটি লক্ষ করা যায়? (প্রয়োগ)
[ক] চরম দারিদ্র্য
✅ খাদ্যনিরাপত্তাহীনতা
[গ] চরম খাদ্যাভাব
[ঘ] সুষম খাদ্যের পর্যাপ্ততা

২১৩. উক্ত বিষয়টির ফলে সুরুজ আলির সদস্যরা- (উচ্চতর দক্ষতা)
i. দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য ক্যালরি গ্রহণ করতে পারে না
ii. তারা পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত
iii. প্রোটিন জাতীয় খাবার খুব কমই গ্রহণ করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১৪ ও ২১৫ নং প্রশ্নের উত্তর দাও :
উজ্জ্বল ৩ বছর বয়সী। দরিদ্র হওয়ায় তার পরিবারের সদস্যরা চর্বি, তেল এবং প্রোটিনযুক্ত খাদ্য সামান্যই গ্রহণ করে। উজ্জ্বলকে শুধু দুধ দেওয়া হয়।

২১৪. উজ্জ্বলের জন্য কী প্রয়োজন? (প্রয়োগ)
✅ পুষ্টিকর খাদ্য গ্রহণ
[খ] চিকিৎসা গ্রহণ
[গ] বিদ্যালয়ে গমন
[ঘ] কাজ করা

২১৫. উদ্দীপকের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠেছে- (উচ্চতর দক্ষতা)
i. সমতাহীনতা
ii. খাদ্যভিত্তিক দরিদ্রতা
iii. পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ পরিবেশগত দুর্যোগ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৯৪
🍭 মানুষের কর্মকাণ্ড যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে তখনই সৃষ্টি হয়- পরিবেশের দুর্যোগ।
🍭 স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি- সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ।
🍭 জমিতে সার ও কীটনাশক ব্যবহারের ফলে- পানি দূষিত হয়।
🍭 একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন- ২৫ ভাগ বন।
🍭 বাংলাদেশের অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে আবিভর্ূত হয়েছে- জলবায়ু পরিবর্তন।
🍭 বাংলাদেশের উন্নয়নে জরুরি- পরিবেশ সংরক্ষণ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৬. আমাদের স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি? (অনুধাবন)
✅ সুস্থ প্রাকৃতিক পরিবেশ
[খ] পরিবেশ
[গ] সুস্থ সামাজিক পরিবেশ
[ঘ] সমাজ

২১৭. মানুষ যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে, তখন কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
[ক] অক্সিজেনের অভাব
[খ] কার্বন ডাইঅক্সাইডের অভাব
[গ] পানি ও বায়ুদূষণ
✅ পরিবেশগত দুর্যোগ

২১৮. পরিবেশ দূষিত হওয়ার জন্য দায়ী কারা? (অনুধাবন)
✅ মানুষ
[খ] চোরাকারবারিরা
[গ] বন্যপ্রাণীরা
[ঘ] প্রাকৃতিক দুর্যোগ

২১৯. নগরের শিল্প-কারখানাগুলো কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] আবাসিক এলাকাকে কেন্দ্র করে
[খ] সরকারি অফিসগুলোকে কেন্দ্র করে
[গ] কাঁচামালের বাজারকে কেন্দ্র করে
✅ কোনো জলাধারকে কেন্দ্র করে

২২০. শিল্প-কারখানার দ্বারা কীভাবে নদীর পানি দূষিত হয়? (অনুধাবন)
[ক] কাঁচামাল নদীতে ধোয়ার মাধ্যমে
[খ] কারখানায় ব্যবহৃত পানি নদীতে মিশে
✅ কারখানার বর্জ্য নদীর পানিতে মিশে
[ঘ] কারখানার মেশিনের পোড়া তেল নদীর পানিতে মিশে

২২১. নিচের কোন নদীটি জৈবিক দৃষ্টিকোণ থেকে মৃত? (জ্ঞান)
[ক] পদ্মা
[খ] মেঘনা
[গ] কর্ণফুলী
✅ বুড়িগঙ্গা

২২২. চট্টগ্রামের কোন নদীটি মারাত্মক দূষণের শিকার? (জ্ঞান)
[ক] নাফ
✅ কর্ণফুলী
[গ] ফেনী
[ঘ] শীতলক্ষ্যা

২২৩. মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর পাশে প্রতিষ্ঠিত কোন কারখানা সে এলাকার পানি, জমি ও বায়ু দূষিত করছে? (জ্ঞান)
✅ সিমেন্ট
[খ] ওষুধ
[গ] পোশাক
[ঘ] সার

২২৪. বনাঞ্চল হ্রাসের জন্য কোনটি দায়ী? (অনুধাবন)
[ক] জমি চাষ
✅ ইট ভাটা
[গ] পাখি নিধন
[ঘ] খাল কাটা

২২৫. পাহাড়ি অঞ্চলে বন ও জঙ্গল ধ্বংস করা হচ্ছে কেন? (অনুধাবন)
✅ জুম চাষ করার জন্য
[খ] চা বাগান করার জন্য
[গ] বসতি নির্মাণ করার জন্য
[ঘ] পাহাড়ি ধস রোধ করার জন্য

২২৬. একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য সেদেশের আয়তনের কতভাগ বন থাকা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ২০
✅ ২৫
[গ] ৩০
[ঘ] ৩৫

২২৭. আমাদের দেশের বনাঞ্চলের মোট পরিধি শুরু অবস্থায় কত ছিল? (জ্ঞান)
[ক] ১০ শতাংশ
[খ] ১৭ শতাংশ
✅ ২০ শতাংশ
[ঘ] ২৫ শতাংশ

২২৮. এদেশের বনাঞ্চলের পরিধি ২০ শতাংশ থেকে হ্রাস পেয়ে কত শতাংশে পৌঁছেছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৬
[ঘ] ১০

২২৯. কোন প্রজাতির শস্য, মাছ, উদ্ভিদ আজ এদেশে সর্বাত্মক হুমকির সম্মুখীন? (জ্ঞান)
[ক] বিদেশি
[খ] মিশ্র
[গ] আধুনিক
✅ দেশীয়

২৩০. পরিবেশ আন্দোলনের চাপে সরকার কোন অপচনশীল দ্রব্যটি নিষিদ্ধ ঘোষণা করেছে? (জ্ঞান)
✅ পলিথিন ব্যাগ
[খ] প্লাস্টিক ব্যাগ
[গ] নাইলন সুতার ব্যাগ
[ঘ] বিভিন্ন পণ্যদ্রব্যের প্লাস্টিক জাতীয় মোড়ক

২৩১. সরকার কোন ধরনের ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? (জ্ঞান)
[ক] পাটের
✅ পলিথিনের
[গ] চামড়ার
[ঘ] কাগজের

২৩২. বিভিন্ন পণ্যের মোড়ক হিসেবে কোনটির ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
[ক] পলিথিন ব্যাগের
✅ প্লাস্টিকের
[গ] কাগজের
[ঘ] পাটের

২৩৩. মাত্র একবার ব্যবহার উপযোগী উপকরণের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কোন ক্ষেত্রে? (জ্ঞান)
[ক] শিল্প
[খ] শিক্ষা
[গ] কৃষি
✅ চিকিৎসা

২৩৪. আমাদের দেশে বিষাক্ত ও তেজষ্ক্রিয় বর্জ্য সাধারণ বর্জ্যরে সাথে মিশে যায় কেন? (অনুধাবন)
✅ পৃথক ও সুষ্ঠু অপসারণ ব্যবস্থার অভাবে
[খ] শিল্প প্রতিষ্ঠানের সচেতনতার অভাবে
[গ] আধুনিক প্রযুক্তিজ্ঞানের অপ্রতুলতার কারণে
[ঘ] আইন প্রয়োগকারী সংস্থার উদাসীনতায়

২৩৫. বর্তমানে বাংলাদেশের অস্তিত্বের জন্য এক বড় হুমকি হিসেবে আবিভর্ূত হয়েছে কোনটির? (জ্ঞান)
[ক] নদ নদী ভরাট হওয়া
[খ] ব্যাপক নদী ভাঙন
✅ জলবায়ুর পরিবর্তন
[ঘ] ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ

২৩৬. আমাদের দেশে জমিতে লবণাক্ততার প্রসার ঘটার কারণ কী? (অনুধাবন)
[ক] নদীপ্রবাহের চরমভাবাপন্নতা
[খ] কৃষিপ্রযুক্তির প্রসার ঘটা
✅ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
[ঘ] প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি

২৩৭. জলবায়ুর পরিবর্তন দেশের ওপর কী প্রভাব ফেলে? (উচ্চতর দক্ষতা)
[ক] পরিবেশগত দুর্যোগ হ্রাস পায়
[খ] বাতাসের আর্দ্রতা কমে যায়
[গ] দেশের নদ নদী ভরাট হতে থাকে
✅ দেশ সামগ্রিকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে

২৩৮. দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে কোনটি বাংলাদেশের জন্য আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? (জ্ঞান)
[ক] নদী খনন করা
[খ] দারিদ্র্য নিরসন
✅ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
[ঘ] জলবায়ুর পরিবর্তন

২৩৯. বাংলাদেশের প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণ জরুরি কেন? (অনুধাবন)
[ক] বাসস্থানের জন্য
[খ] পর্যটনের জন্য
[গ] খাদ্যের জন্য
✅ উন্নয়নের জন্য

২৪০. পরিবেশগত দুর্যোগজনিত সমস্যা এদেশে প্রকট আকার ধারণ করেছে কেন? (অনুধাবন)
[ক] জনসংখ্যার অসম বণ্টনের কারণে
[খ] সমুদ্র উপকূলবর্তী অবস্থানের কারণে
✅ জনসংখ্যার উচ্চ ঘনত্বের কারণে
[ঘ] বনাঞ্চলের দ্রুত অবক্ষয়ের কারণে

২৪১. পরিবেশগত দুর্যোগ মোকাবিলায় কী ধরনের কারখানাগুলো বন্ধ ঘোষণা করতে হবে? (অনুধাবন)
[ক] বৃহৎ শিল্প কারখানা
[খ] মাঝারি শিল্প কারখানা
[গ] শহরাঞ্চলে গড়ে ওঠা কারখানা
✅ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানা

২৪২. কোন এলাকায় শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেয়া যাবে না? (জ্ঞান)
✅ আবাসিক
[খ] অনাবাদী
[গ] নিম্নভূমি
[ঘ] পাহাড়ি

২৪৩. কোন আন্দোলনটি জোরদার করলে পরিবেশগত দুর্যোগ মোকাবেলায় তা সহায়ক হবে? (জ্ঞান)
✅ বৃক্ষরোপণ
[খ] সাংস্কৃতিক
[গ] সাক্ষরতা
[ঘ] সামাজিক

২৪৪. পরিবেশ দূষণ মোকাবিলায় কোন ধরনের সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে? (অনুধাবন)
[ক] রাসায়নিক
[খ] নাইট্রোজেন
✅ জৈব
[ঘ] গোবর

২৪৫. পরিবেশ রক্ষার আন্দোলনে কাদের উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে? (অনুধাবন)
[ক] সুশীল সমাজকে
[খ] শিক্ষিত জনগোষ্ঠীকে
✅ জনগণকে
[ঘ] গ্রামবাসীকে

২৪৬. পলিথিনের ব্যাগ কোথায় ফেলা অনুচিৎ? (অনুধাবন)
✅ আশপাশের ড্রেনে
[খ] এলাকার ডাস্টবিনে
[গ] বর্জ্যবাহী ভ্যানে
[ঘ] সংরক্ষিত স্থানে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৭. পরিবেশের উপাদানগুলো হলো- (অনুধাবন)
i. মাটি
ii. গাছপালা
iii. নদ নদী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৮. মানুষ পরিবেশ নষ্ট করছে- (অনুধাবন)
i. শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে
ii. গাছপালা কেটে, বন উজাড় করে
iii. জমিতে অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৯. সুস্থ প্রাকৃতিক পরিবেশ অব্যাহত রাখা আমাদের সকলের দায়িত্ব। কারণ এটা- (উচ্চতর দক্ষতা)
i. আমাদের স্থিতিশীল উন্নয়নের মূল ভিত্তি
ii. স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি
iii. মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার মূল ভিত্তি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫০. পরিবেশ বিপর্যয়ের দৃষ্টান্ত হলো- (উচ্চতর দক্ষতা)
i. বনাঞ্চল হ্রাস করা
ii. জ্বালানি হিসেবে কাঠের ব্যাপক ব্যবহার বৃদ্ধি
iii. জমিতে অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫১. পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. গাছপালা কেটে ফেলায়
ii. বন উজাড় করে ফেলায়
iii. শিল্পকারখানা গড়ে তোলায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫২. ঢাকার ব্যবহারের অনুপযোগী হয়েছে- (অনুধাবন)
i. বুড়িঙ্গার পানি
ii. কর্ণফুলীর পানি
iii. তুরাগের পানি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৩. বুড়িগঙ্গার মতো একই পরিণতির দিকে যাচ্ছে- (অনুধাবন)
i. শীতলক্ষ্যা
ii. তুরাগ
iii. বালু নদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৪. বন উজাড় করলে- (উচ্চতর দক্ষতা)
i. পানি দূষিত হতে পারে
ii. বায়ু দূষিত হতে পারে
iii. মাটি দূষিত হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৫. পরিবেশ দূষণের জন্য দায়ী- (অনুধাবন)
i. ইটের ভাটার জ্বালানি
ii. শিল্পকারখানার বর্জ্য
iii. জুম চাষ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৬. প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হুমকির সম্মুখীন হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. গাছ
ii. মাছ
iii. উদ্ভিদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৭. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মানুষ হতে পারে- (প্রয়োগ)
i. বাস্তুহারা
ii. জীবিকাহারা
iii. সঙ্গীহারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৮ ও ২৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অপরিকল্পিতভাবে সিমেন্ট কারখানাসহ আরও কিছু শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারখানার বর্জ্য নদীর পানিতে মিশছে এবং বিষাক্ত কালো ধোঁয়া বাতাসে মিশছে। এতে এ এলাকার পরিবেশ অনেকটা পাল্টে গেছে।

২৫৮. মুন্সিগঞ্জের এ এলাকায় বর্তমানে কী ধরনের দুর্যোগ বিরাজ করছে? (প্রয়োগ)
[ক] প্রাকৃতিক
✅ পরিবেশগত
[গ] রাজনৈতিকঘশান্তি-শৃঙ্খলা

২৫৯. প্রতিষ্ঠিত এসব কারখানা মুন্সিগঞ্জের এ এলাকার পরিবেশকে যে সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পানিদূষণ
ii. বায়ুদূষণ
iii. বন ও জীববৈচিত্র্যের হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ সন্ত্রাস 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৯৬
🍭 বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করে কোনো উদ্দেশ্য সাধন বা কার্যোদ্ধারের চেষ্টা করাই- সন্ত্রাসের মূলকথা।
🍭 সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়- অপরাধী চক্রের দ্বারা।
🍭 সন্ত্রাস সংঘটিত হয়- দুটি কারণে।
🍭 সন্ত্রাস দমনের লক্ষ্যে আবশ্যক- কঠোর আইন প্রণয়ন করা।
🍭 বাংলাদেশে প্রায় ১৪০০ মানুষের জন্য রয়েছে- একজন পুলিশ কর্মকর্তা।
🍭 নাগরিকদের মধ্যে সামাজিক ও নৈতিক বোধ জাগ্রত করতে হবে- শিক্ষার সুযোগের মাধ্যমে।
🍭 সন্ত্রাস দমনে খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে- জনগণের সচেতন প্রতিরোধ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬০. জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো উদ্দেশ্য সাধন করা বা চেষ্টা করাকে কী বলে? (অনুধাবন)
✅ সন্ত্রাস
[খ] দুর্নীতি
[গ] নির্যাতন
[ঘ] সামাজিক অরাজকতা

২৬১. দুষ্কৃতিকারীরা- (অনুধাবন)
[ক] রাষ্ট্রবিরোধী
✅ সমাজবিরোধী
[গ] চেতনাবিরোধী
[ঘ] জীবনবিরোধী

২৬২. বঞ্চিত শ্রেণির মানবাধিকার রক্ষায় পরিচালিত কোন ধরনের কর্মকাণ্ড সন্ত্রাস হিসেবে বিবেচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] নরমপন্থী
✅ চরমপন্থী
[গ] চাঁদা গ্রহণ
[ঘ] মানববন্ধন

২৬৩. অধিকার আদায়ের জন্য কোন কর্মপন্থা অবলম্বন করলে তা সন্ত্রাস হবে? (অনুধাবন)
✅ সহিংস
[খ] অহিংস
[গ] সচেতনতামূলক
[ঘ] নীতিমূলক

২৬৪. কারা সংগঠিতভাবে সন্ত্রাস চালায়? (জ্ঞান)
[ক] রাজনৈতিক ক্যাডাররা
[খ] নেশাগ্রস্ত কিশোরেরা
[গ] বেকার যুবকেরা
✅ অপরাধী চক্ররা

২৬৫. কোন ধরনের সন্ত্রাসে মূল হোতা বা শীর্ষ নেতা লোকচক্ষুর আড়ালে থাকে? (জ্ঞান)
✅ অপরাধী চক্রের
[খ] রাজনৈতিক
[গ] আদর্শভিত্তিক
[ঘ] রাষ্ট্রীয়

২৬৬. খুন, চাঁদাবাজি, ছিনতাই এসব কর্মকাণ্ড কোন ধরনের সন্ত্রাসের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] রাষ্ট্রীয়
[খ] আদর্শভিত্তিক
[গ] রাজনৈতিক
✅ অপরাধী চক্রের দ্বারা সংঘটিত

২৬৭. কোনো দল বা সংগঠন শ্রেণি সংগ্রামের নামে সহিংস কর্মতৎপরতা চালালে তাক কী বলে? (অনুধাবন)
[ক] রাষ্ট্রীয় সন্ত্রাস
[খ] আদর্শভিত্তিক সন্ত্রাস
✅ রাজনৈতিক সন্ত্রাস
[ঘ] অপরাধীচক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাস

২৬৮. রাজনৈতিক দলের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তাকে কোন ধরনের সন্ত্রাস বলে? (অনুধাবন)
✅ রাজনৈতিক
[খ] আদর্শভিত্তিক
[গ] রাষ্ট্রীয়
[ঘ] অপরাধী চক্রের দ্বারা সংঘটিত

২৬৯. কোনো গোষ্ঠী তাদের সুনির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তা কোন প্রকার সন্ত্রাসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রীয়
[খ] রাজনৈতিক
✅ আদর্শভিত্তিক
[ঘ] অপরাধীচক্রের দ্বারা সংঘটিত

২৭০. ধর্মের নামে চূড়ান্ত ধর্মবিরোধী কাজ হয়ে থাকে কোন ধরনের সন্ত্রাসে? (জ্ঞান)
[ক] রাজনৈতিক
✅ আদর্শভিত্তিক
[গ] রাষ্ট্রীয়
[ঘ] ধর্মভিত্তিক

২৭১. ইসরাইল রাষ্ট্র প্যালেস্টাইনের জনগণের ওপর যে দমন পীড়ন চালায় তাকে কী বলা যেতে পারে? (অনুধাবন)
[ক] রাজনৈতিক সন্ত্রাস
[খ] আদর্শ ভিত্তিক সন্ত্রাস
[গ] নৈতিক সন্ত্রাস
✅ রাষ্ট্রীয় সন্ত্রাস

২৭২. সম্প্রতি মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর যে সহিংস আক্রমণ পরিচালিত হলো, তা কোন ধরনের সন্ত্রাস? (প্রয়োগ)
[ক] রাজনৈতিক
[খ] আদর্শ ভিত্তিক
[গ] নৈতিক
✅ রাষ্ট্রীয়

২৭৩. সাধারণত সন্ত্রাস কয়টি কারণে সংঘটিত হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৭৪. কখন সমাজে একশ্রেণি অধিক ধনী হয় এবং একশ্রেণি অধিক গরিব হতে থাকে? (উচ্চতর দক্ষতা)
✅ সম্পদের অসম বণ্টন হলে
[খ] সামাজিক মূল্যবোধের অবনতি ঘটলে
[গ] শিক্ষার হার কমে গেলে
[ঘ] সমাজব্যবস্থার ভাঙন দেখা দিলে

২৭৫. নিম্ন আয়ের পরিবারে কেউ কেউ ক্ষুধা নিবৃত্তি, দারিদ্র্য কাটিয়ে উঠতে এবং অল্প সময়ে অধিক সম্পদ উপার্জন করতে কোন পথ বেছে নেয়? (অনুধাবন)
✅ সন্ত্রাসী কর্মকাণ্ডের
[খ] ধোঁকাবাজি করার
[গ] কৃষি খামার করার
[ঘ] শহরমুখী হওয়ার

২৭৬. আমাদের দেশে বেকারত্ব কোন ধরনের ব্যাধি? (অনুধাবন)
[ক] পারিবারিক
✅ সামাজিক
[গ] রাষ্ট্রীয়
[ঘ] জাতীয়

২৭৭. অসাধু রাজনীতিবিদরা সন্ত্রাসীদের লালনপালন করে কেন? (অনুধাবন)
[ক] ক্ষমতা বৃদ্ধির জন্য
[খ] দলকে শক্তিশালী করার জন্য
[গ] বিরোধী পক্ষকে প্রতিহত করার জন্য
✅ ব্যক্তিস্বার্থ ও দলীয় অসৎ স্বার্থ উদ্ধারের জন্য

২৭৮. কোন ধরনের রাজনীতি সন্ত্রাসের জন্ম দেয়? (অনুধাবন)
✅ দলীয় স্বার্থের
[খ] দলীয় আদর্শের
[গ] ধর্মীয় আদর্শের
[ঘ] রাষ্ট্রীয় স্বার্থের

২৭৯. বাংলাদেশে প্রায় ১৪০০ মানুষের জন্য কয়জন পুলিশ কর্মকর্তা রয়েছে? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

২৮০. প্রশাসন অনেক সময় নীরব ভূমিকা পালন করে কেন? (অনুধাবন)
[ক] পর্যাপ্ত ক্ষমতার অভাবে
[খ] প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার প্রভাবে
✅ রাজনৈতিক চাপের কারণে
[ঘ] প্রশাসনের জনবল কম থাকার কারণে

২৮১. ‘ক’ নামক একটি দলের কর্মীকে মাদকাসক্ত অবস্থায় পুলিশ গ্রেফতার করার ৩ ঘণ্টা পর এক রাজনৈতিক ব্যক্তিত্বের নির্দেশে ছেড়ে দেওয়া হয়। এখানে কোন বিষয়টি লক্ষণীয়? (উচ্চতর দক্ষতা)
[ক] রাষ্ট্রীয় দুর্বলতা
[খ] প্রশাসন দুর্নীতিবাজ
✅ সুশাসনের অভাব
[ঘ] পুলিশ বিভাগের ক্ষমতার অভাব

২৮২. কোনটি সন্ত্রাসের বহিস্থ কারণ হিসেবে গণ্য? (অনুধাবন)
[ক] সুশাসনের অভাব
✅ অবৈধ অস্ত্রের যোগান
[গ] অর্থনৈতিক বৈষম্য
[ঘ] সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি

২৮৩. বাংলাদেশে সন্ত্রাস একটি- (জ্ঞান)
[ক] অর্থনৈতিক ব্যাধি
[খ] রাজনৈতিক ব্যাধি
[গ] রাষ্ট্রীয় ব্যাধি
✅ সামাজিক ব্যাধি

২৮৪. আইনকে উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে ও জনসম্মুখে আইন পরিপন্থী কাজ করাকে কী বলে? (অনুধাবন)
[ক] বিদ্রোহ
✅ সন্ত্রাস
[গ] অপরাধ
[ঘ] আন্দোলন

২৮৫. সন্ত্রাস দমনের জন্য সন্ত্রাসীর কীরূপ শাস্তি হওয়া উচিৎ? (অনুধাবন)
[ক] সহনীয়
✅ চরম
[গ] আর্থিক দণ্ড
[ঘ] মানসিক

২৮৬. বেকারদের জন্য সামাজিক নিরাপত্তা হিসেবে কোনটি উৎস ব্যবস্থা? (জ্ঞান)
[ক] শিক্ষিত ভাতা
[খ] বয়স্ক ভাতা
✅ বেকার ভাতা
[ঘ] কর্ম ভাতা

২৮৭. সন্ত্রাসমূলক কার্যকলাপ প্রতিরোধে কী ধরনের শিক্ষার ব্যবস্থা করার দরকার? (অনুধাবন)
[ক] কর্মমুখী
[খ] সাধারণ
[গ] আনুষ্ঠানিক
✅ নৈতিক

২৮৮. কোনো রাজনৈতিক দল সন্ত্রাসীদের মদদ দিলে কী করা কর্তব্য? (প্রয়োগ)
[ক] দলটির আর্থিক জরিমানা
✅ দলটির রেজিস্ট্রেশন বাতিল
[গ] দলটির নেতৃত্ব বদল
[ঘ] দলটির উপর নজরদারি

২৮৯. সন্ত্রাস একটি সামাজিক সমস্যা। এ সমস্যা নিরসনে কোন পদক্ষেপকে তুমি অধিক কার্যকর বলে মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রশাসন পুনর্গঠন
[খ] পুলিশের ক্ষমতা বৃদ্ধি
[গ] সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন
✅ গণসচেতনতা ও যৌথভাবে প্রতিরোধ করা

২৯০. সন্ত্রাসী তৎপরতা রোধে তোমার কর্তব্য কী? (প্রয়োগ)
✅ আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা
[খ] সামাজিক মূল্যবোধ অবজ্ঞা করা
[গ] অবৈধ অস্ত্রের সন্ধান জানা
[ঘ] সামরিক বাহিনীকে সহায়তা করা

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯১. সন্ত্রাসের মূল কথা হলো- (অনুধাবন)
i. বল প্রয়োগের দ্বারা কার্যোদ্ধারের চেষ্টা করা
ii. বল প্রয়োগের ভিত্তি প্রদর্শন করে উদ্দেশ্য সাধন করা
iii. মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে স্বার্থ হাসিল করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯২. অপরাধী চক্রের সংগঠিত সন্ত্রাসের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. ছিনতাই করা
ii. চাঁদাবাজি করা
iii. মানুষ খুন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৩. নিম্ন আয়ের পরিবারে কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণ হলো- (প্রয়োগ)
i. দারিদ্র্য কাটিয়ে ওঠা
ii. ধনীদের প্রতি ক্ষোভ
iii. স্বল্প সময়ে অধিক উপার্জন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৪. সাধারণত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেখা যায়- (অনুধাবন)
i. রাজনীতির নামে
ii. রাজনৈতিক ছত্রছায়ায়
iii. সুনির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৫. আইন প্রয়োগকারী সংস্থার কাঠামোগত দুর্বলতাগুলো হলো- (অনুধাবন)
i. দুর্বল প্রশিক্ষণ
ii. পুরনো অস্ত্র
iii. পুলিশ ও জনসংখ্যার ভারসাম্যহীন অনুপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৬. সন্ত্রাসকে নির্মূল করতে হলে প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. পুলিশ প্রশাসনের পুনর্গঠন
ii. রাজনৈতিক আশ্রয় না দেওয়া
iii. গণসচেতনতা ও যৌথ প্রতিরোধ গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৭. রাজনৈতিকভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হলে যে পদক্ষেপ গ্রহণ করা জরুরি তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. ছাত্রদেরকে প্রত্যক্ষ রাজনীতি থেকে বিরত রাখা
ii. সন্ত্রাসীদেরকে কোনো রাজনৈতিক দল কর্তৃক আশ্রয় না দেওয়া
iii. সন্ত্রাসীদের লালন-পালনকারী দলের রেজিস্ট্রেশন বাতিল করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৮. নিচের যে বিষয়গুলো সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার পরিপন্থী বলে গণ্য, তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. সন্ত্রাসী কর্মকাণ্ড
ii. মানুষের মধ্যে অপরাধ প্রবণতা
iii. আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৯. বাংলাদেশে সন্ত্রাসী সৃষ্টি হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. দরিদ্রতা
ii. শহরায়ণ ও নগরায়ণ
iii. অন্ধঅণুকরণ ও মেলামেশার প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০০. আদর্শভিত্তিক সন্ত্রাসী দেখা যায়- (উচ্চতর দক্ষতা)
i. মুসলমানদের মধ্যে
ii. হিন্দুদের মধ্যে
iii. খ্রিষ্টানদের মধ্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০১. সন্ত্রাসীরা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে- (উচ্চতর দক্ষতা)
i. খুন করে
ii. চাঁদাবাজি করে
iii. বিভিন্ন অপকর্ম করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০২ ও ৩০৩ নং প্রশ্নের উত্তর দাও :
তুরাগ ছোটবেলায় এলাকার মানুষের বিভিন্ন জিনিস চুরি করত। সে বড় হওয়ার সাথে সাথে তার অপরাধের পরিধিও বাড়তে থাকে। একসময় সে একটি বাহিনীও তৈরি করে। এখন সে এই বাহিনী দ্বারা চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন ধরনের বড় বড় অপরাধ করছে।

৩০২. তুরাগের এসব কর্মকাণ্ড কোন প্রকার সন্ত্রাসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] রাজনৈতিক
[খ] রাষ্ট্রীয়
[গ] আদর্শভিত্তিক
✅ অপরাধীচক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাস

৩০৩. তুরাগের এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও প্রতিকার করতে হলে যেসব পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পুলিশ প্রশাসনের পুনর্গঠন
ii. সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন
iii. গণসচেতনতা বৃদ্ধি ও যৌথভাবে প্রতিরোধ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৪ ও ৩০৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ একজন সরকারি সাবেক আমলা। তিনি বিভিন্ন নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তার অবসর গ্রহণের কিছুদিন পর সরকারিভাবে তার নামে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে পত্রপত্রিকায় বেশ আলোচনা সমালোচনা চলেছে। জনাব ‘ক’ এখন জেলে আছেন। তার পরিবারের সদস্যরা বিভিন্ন পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়ে।

৩০৪. জনাব ‘ক’-এর মতো এমন পরিস্থিতি এড়াতে- (প্রয়োগ)
i. সরকার প্রদত্ত দায়িত্ব পালন করবে
ii. জনগণ সচেতন হবে
iii. কঠোর আইন প্রণয়ন করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৫. জনাব ‘ক’-এর এমন পরিণতির কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ক্ষমতার অপব্যবহার
[খ] অর্থের বিনিময়ে দ্রব্যসামগ্রী প্রদান
[গ] যোগ্য লোকের নিয়োগ
[ঘ] স্বজনপ্রীতি

⚛ নারী নির্যাতন : কারণ ও প্রতিকার 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৯৯
🍭 নারীর বিরুদ্ধে যা সংঘটিত হয় তাই- নারী নির্যাতন।
🍭 নারীর স্থান হচ্ছে- সংসারের চৌহদ্দির মধ্যে।
🍭 অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারীর অবস্থানকে সমাজ ও পরিবারে- শক্ত করে।
🍭 নারী নির্যাতন রোধে দরকার- আইনের কঠোর বাস্তবায়ন।
🍭 নারীদের জন্য রাষ্ট্র এবং বেসরকারি সংস্থা কর্তৃক দিতে হবে- আইনি সহায়তা।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০৬. কোন ঘোষণায় ‘নারী নির্যাতন’ কে স্পষ্ট সংজ্ঞায়িত করা হয়েছে? (জ্ঞান)
[ক] আঙ্কারা
✅ বেইজিং
[গ] ইস্তাম্বুল
[ঘ] টোকিও

৩০৭. নারী নির্যাতনের একটি ধরন হচ্ছে- (অনুধাবন)
✅ কন্যাশিশুদের উপেক্ষা
[খ] কন্যাশিশুদের শাসন
[গ] কন্যাশিশুদের কাজ করানো
[ঘ] কন্যাশিশুদের দেখাশোনা

৩০৮. বাংলাদেশে নারীদের নির্যাতনের অন্যতম কারণ হলো- (অনুধাবন)
✅ যৌতুক
[খ] অশিক্ষা
[গ] বাল্যবিবাহ
[ঘ] শারীরিক দুর্বলতা

৩০৯. যুগ যুগ ধরে চলে আসছে- (জ্ঞান)
✅ নারীর ওপর পুরুষের আধিপত্য
[খ] পুরুষের উপর নারীর আধিপত্য
[গ] সমাজের ওপর পুরুষের আধিপত্য
[ঘ] সমাজের উপর নারীর আধিপত্য

৩১০. নারীর ওপর পুরুষের আধিপত্যের দৃষ্টিভঙ্গির কারণে পুরুষেরা কী মনে করে? (অনুধাবন)
[ক] নারী পুরুষের সেবা করবে
✅ নারী নিজেকে রক্ষায় অক্ষম
[গ] নারী কেবল উপার্জন করবে
[ঘ] নারী নিজেকে সাজাতে অক্ষম

৩১১. যুগ যুগ ধরে পুরুষের দৃষ্টিতে নারীর স্থান কোথায়? (জ্ঞান)
[ক] কেবল সন্তানদের মাঝে
[খ] শ্বশুর বাড়ির মধ্যে
[গ] কর্মের চৌহদ্দির মধ্যে
✅ সংসারের চৌহদ্দির মধ্যে

৩১২. নারীর কোন অবস্থাকে পুঁজি করে যুগে যুগে পুরুষেরা নারীর ওপর নির্যাতন চালিয়েছে? (জ্ঞান)
[ক] মানসিক গঠন
[খ] নৈতিক গঠন
✅ শারীরিক গঠন
[ঘ] আচরণিক গঠন

৩১৩. বাংলাদেশে সামগ্রিকভাবে নারীরা অবহেলিত ও নির্যাতিত। এরই মাঝে কোন নারীদের অবস্থা কিছুটা উন্নত? (প্রয়োগ)
✅ শিক্ষিত
[খ] ধনী
[গ] কর্মজীবী
[ঘ] শ্রমজীবী

৩১৪. কোন ধরনের আত্মনির্ভরশীলতা নারীর অবস্থানকে পরিবারে ও সমাজে শক্ত করে?
[ক] নৈতিক
[খ] শিক্ষাগত
✅ অর্থনৈতিক
[ঘ] আচরণিক

৩১৫. আমাদের দেশের অধিকাংশ বিবাহিত নারী কার আয়ের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
✅ স্বামী
[খ] বাবা
[গ] ভাই
[ঘ] শ্বশুর

৩১৬. আমাদের দেশে অধিকাংশ পরিবারই- (জ্ঞান)
[ক] ধনী
✅ দরিদ্র
[গ] স্বচ্ছল
[ঘ] একক

৩১৭. দরিদ্র পরিবারের নারীরা কী থেকে বঞ্চিত হয়? (জ্ঞান)
✅ শিক্ষার আলো
[খ] খাদ্য
[গ] বস্ত্র
[ঘ] চিকিৎসা

৩১৮. নারীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা করা গেলে কী নিশ্চিত হবে? (অনুধাবন)
[ক] নারীর কর্মসংস্থান
[খ] নারীর নিরাপত্তা
[গ] নারীর মর্যাদা
✅ নারীর ক্ষমতায়ন

৩১৯. নারী নির্যাতনকারীদের শাস্তি দিতে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
[ক] অধিক নারী পুলিশ
✅ বিশেষ আদালত স্থাপন
[গ] প্যারোল
[ঘ] নারী নির্যাতন প্রতিরোধকারী এনজিও

৩২০. নারী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধিতে পাঠ্যপুস্তকের আলোচনা কীরূপ হওয়া উচিৎ? (অনুধাবন)
✅ গুরুত্ববহ
[খ] সাধারণ
[গ] বিশেষ
[ঘ] সংক্ষিপ্ত

৩২১. ছাত্রছাত্রীদের নারী নির্যাতন সম্পর্কে কীরূপ বোধ গড়ে তুলতে হবে?
(উচ্চতর দক্ষতা)
[ক] এটি সামাজিক অপরাধ
[খ] এটি মানবিক অপরাধ
✅ এটি ঘৃণ্যতম অপরাধ
[ঘ] এটি শাস্তিযোগ্য অপরাধ

৩২২. দরিদ্র নারীরা নির্যাতিত হলেও আদালতে যেতে পারে না কেন? (অনুধাবন)
[ক] সময়ের অভাবে
[খ] সচেতনতার অভাবে
✅ অর্থের অভাবে
[ঘ] লোকলজ্জার ভয়ে

৩২৩. রাষ্ট্র ও বেসরকারি সংস্থা কর্তৃক কাদের আইনি সহায়তায় এগিয়ে আসতে হবে? (জ্ঞান)
[ক] কর্মজীবী নারীদের
[খ] কর্মজীবী মায়েদের
✅ দরিদ্র নারীদের
[ঘ] দরিদ্র মায়েদের

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২৪. দরিদ্রতার সুযোগে স্বামী, আত্মীয়স্বজন এমনকি সমাজব্যবস্থা নারীদের ওপর- (অনুধান)
i. শারীরিক নির্যাতন করে
ii. অর্থনৈতিকভাবে নির্যাতন করে
iii. মানসিক নির্যাতন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৫. ছাত্রছাত্রীদের মাঝে নারী নির্যাতনের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে- (অনুধাবন)
i. নাটকের মাধ্যমে
ii. গানের মাধ্যমে
iii. কবিতার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৬. নারী নির্যাতন রোধে আমাদের দায়িত্ব হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. মানুষ হিসেবে পূর্ণ মর্যাদা দেওয়া
ii. মানুষ হিসেবে নারীকে অবজ্ঞা করা
iii. অশ্লীল ভাষা ব্যবহার না করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৭. মানুষ হিসেবে নারীকে অবজ্ঞা করা মানে হচ্ছে- (অনুধাবন)
i. নিজের মাকে অপমান করা
ii. নিজের বোনকে অসম্মান করা
iii. পুরুষের কর্তৃত্ব দেখানো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৮. বাংলাদেশের নারীদের অধিকাংশ ক্ষেত্রে বাবা, ভাই ও স্বামীর সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। কারণ- (প্রয়োগ)
i. অন্যের আয়ের ওপর নির্ভরশীল বলে
ii. পুরুষ শাসিত সমাজে
iii. সন্তানদের প্রয়োজন মেটানোর জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৯. বাংলাদেশের শিক্ষিত নারীদের অবস্থা কিছুটা উন্নত হলেও সামগ্রিকভাবে নারীরা এখনও- (অনুধাবন)
i. নির্যাতিত
ii. অবহেলিত
iii. অসহায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩০. যৌতুকপ্রথা বাংলাদেশের সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে অমানবিক ও বেদনাদায়ক সমস্যা। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. এটি সামঞ্জস্যপূর্ণ বিবাহে উৎসাহিত করে
ii. আত্মহত্যার প্ররোচনা প্রদান করে
iii. নারী নির্যাতনের পরিমাণ বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide