৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
অষ্টম অধ্যায়
Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-08
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
[ক] ১১৮
[খ] ৪৬০
[গ] ৪৮৩
✅ ৪৫৫০
২. ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ?
[ক] উন্নয়নমূলক
✅ জনস্বাস্থ্যমূলক
[গ] শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা সংক্রান্ত
[ঘ] সৌন্দর্য রক্ষা সংক্রান্ত
৩. নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার-
i. আয়ের সনদপত্র সত্যায়িত করে
ii. জন্মনিবন্ধন সনদ প্রদান করে
iii. নাগরিক সনদ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাশেদ একটি স্থানীয় পর্যায়ের সরকারপ্রধান। তিনি পচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে অভিযান চালান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
৪. জনাব রাশেদ কোন স্থানীয় সরকারের প্রধান?
✅ সিটি কর্পোরেশন
[খ] জেলা পরিষদ
[গ] উপজেলা পরিষদ
[ঘ] পৌরসভা
৫. উক্ত সরকার গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
[ক] রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়
[খ] জনগণের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি পায়
✅ স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা হয়
[ঘ] শিক্ষার হার বৃদ্ধি পায়
💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত? [সকল বোর্ড ’১৬]
[ক] ৪ থেকে ৮
[খ] ৮ থেকে ১২
[গ] ১০ থেকে ১২
✅ ১০ থেকে ১৫
২. বর্তমানে বাংলাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়? [সকল বোর্ড ’১৬]
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৩. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা কত? [সকল বোর্ড ’১৫]
[ক] ১৩
✅ ২৫
[গ] ৩০
[ঘ] ৩৪
৪. ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধান করেন কে? [সকল বোর্ড ’১৫]
[ক] উপজেলা নির্বাহী কর্মকর্তা
✅ উপজেলা চেয়ারম্যান
[গ] জেলা প্রশাসক
[ঘ] বিভাগীয় কমিশনার
৫. কোনটির সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের শ্রেণিবিভাগ করা হয়? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
[ক] সচিবালয়
[খ] শাসন বিভাগ
✅ কেন্দ্রীয় সরকার
[ঘ] তত্ত্বাবধায়ক সরকার
৬. স্থানীয় প্রশাসন কোন সরকারের সহযোগী হিসেবে কাজ করে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] আঞ্চলিক
[খ] তত্ত্বাবধায়ক
[গ] বিভাগীয়
✅ স্থানীয় স্বায়ত্তশাসিত
৭. জন স্টুয়ার্ট মিল মূলত- [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] অর্থনীতিবিদ
✅ রাজনৈতিক দার্শনিক
[গ] রাজনীতিবিদ
[ঘ] সমাজবিজ্ঞানী
৮. বাংলাদেশে তিনটি স্থানীয় সরকারব্যবস্থায় কাদের প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে? [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ মহিলাদের
[খ] যুবকদের
[গ] পাহাড়িদের
[ঘ] উপজাতিদের
৯. ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়? [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪
১০. মোস্তফা সাহেব ভাসানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে চেয়ারম্যান পদে কত বছর দায়িত্ব পালন করতে হবে? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১১. উপজেলা পরিষদের জন্য কত সদস্যের চেয়ারম্যান প্যানেল থাকবে? [পল্লি উন্নয়ন একাডেমি ল্যাব. স্কুল এন্ড কলেজ, বগুড়া]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
১২. উপজেলা পরিষদের গঠন কীরূপ?লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] একজন চেয়ারম্যান + নয়জন সদস্য + তিনজন মহিলা সদস্য
✅ তিন সদস্যের চেয়ারম্যান প্যানেল + ইউএনও + পরামর্শক
[গ] জেলা প্রশাসক + ইউএনও + সংসদ সদস্য
[ঘ] একজন চেয়ারম্যান + নয়জন সদস্য + ইউএনও
১৩. উপজেলা পরিষদ নিচের কোন কাজটি করে? [আল হেরা একাডেমি, পাবনা]
[ক] প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা
✅ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কার্যালয়ের তদারকি
[গ] বয়স্ক শিক্ষাদান কেন্দ্র স্থাপন
[ঘ] পৌরসভায় খাবার পানি সরবরাহ
১৪. জেলা পরিষদ কত বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করবে? [খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়]
[ক] ৩
✅ ৫
[গ] ১০
[ঘ] ১৫
১৫. জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে সবুজবাগ এলাকার সকল ভোটার গুরুত্বপূর্ণ-এর দ্বারা কী বোঝানো হয়েছে? [দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ]
✅ সকল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ
[খ] তিনি সবুজবাগে বসবাস করেন
[গ] সবুজবাগ এলাকায় বেশি ভোটার
[ঘ] এখানকার সকল জনগণ শিক্ষিত
১৬. ড. নিয়াজ মোর্শেদ জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। বর্তমানে সরকার তার স্থানে কাকে নিয়োগ দিয়েছেন? [দি বাডস্ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
[ক] একজন প্রতিমন্ত্রী
✅ একজন প্রশাসক
[গ] একজন সংসদ সদস্য
[ঘ] একজন কমিশনার
১৭. জনাব ‘ক’ যশোর পৌরসভার প্রধান। পৌরসভার প্রধান হিসেবে তার পদবি কী? [আল হেরা একাডেমি, পাবনা]
✅ মেয়র
[খ] চেয়ারম্যান
[গ] কমিশনার
[ঘ] কাউন্সিলর
১৮. বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
[ক] ৭
[খ] ৮
[গ] ৯
✅ ১১
১৯. একজন সরকারি কর্মকর্তা পার্বত্য জেলা পরিষদের কীসের দায়িত্ব পালন করবেন? [লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] মন্ত্রীর
✅ সচিবের
[গ] উপজেলা চেয়ারম্যান
[ঘ] জেলা প্রশাসকের
২০. পার্বত্য জেলা পরিষদের আয়ের অন্তর্ভুক্ত কোনটি?
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] পণ্য রপ্তানি থেকে প্রাপ্ত কর
[খ] পাহাড়ে উৎপাদিত শস্যের খাজনা
[গ] জাহাজ শিল্পের লভ্যাংশ
✅ সামাজিক বিচারের ফি
২১. পার্বত্য জেলা পরিষদে সচিবের দায়িত্ব কে পালন করবেন? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] চেয়ারম্যান [ক] একজন মহিলা সদস্য
[গ] জেলা প্রশাসক
✅ একজন সরকারি কর্মকর্তা
২২. বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর পরিমাণ- [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়]
[ক] এক-তৃতীয়াংশ
[খ] এক-চতুর্থাংশ
✅ অর্ধেক
[ঘ] এক-পঞ্চমাংশ
২৩. ই-গভার্নেন্স চালু করার কারণ কী? [আল হেলা একাডেমি, পাবনা]
[ক] দ্রুত প্রয়োজনীয় জিনিস পেতে
[খ] দ্রুত প্রয়োজনীয় আইন সংস্কার করতে
✅ দ্রুত প্রয়োজনীয় তথ্য লাভ করতে
[ঘ] দ্রুত প্রয়োজনীয় টাকা সরবরাহ করতে
২৪. নারী ও পুরুষ শ্রমিকের একই কাজের জন্য একই বেতন প্রদানের কথা ঘোষণা করে কোন সংস্থা? [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] UNDP
✅ ILO
[গ] UNESCO
[ঘ] UNSER
২৫. ২০১১ সালের জুলাই মাসে সংবিধানের কততম সংশোধনী করা হয়? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] একাদশ
[খ] দ্বাদশ
[গ] ত্রয়োদশ
✅ পঞ্চদশ
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬. শহরভিত্তিক স্থানীয় সরকারের মধ্যে রয়েছে- [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
i. পৌরসভা
ii. সিটি কর্পোরেশন
iii. উপজেলা পরিষদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. ইউনিয়ন পরিষদ গঠিত হয়- [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
i. একজন নির্বাচিত চেয়ারম্যান
ii. নয়জন নির্বাচিত সাধারণ সদস্য
iii. তিনজন নির্বাচিত মহিলা সদস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮. ইউনিয়ন পরিষদের আয়ের উৎস হচ্ছে- [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
i. লাইসেন্স, পারমিট ফি
ii. যানবাহনের ওপর কর
iii. সরকার কর্তৃক প্রদত্ত অনুদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯. উপজেলা পরিষদের কার্য্যাবলি হলো- [গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ]
i. প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি পরিচালনা
ii. পাঁচশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা
iii. ক্ষুদ্রঋণ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. পৌরসভার আয়ের সাথে জড়িত- [সীতাকুন্ড গার্লস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম]
i. মার্কেট ভাড়া
ii. লাইসেন্স পারমিট
iii. সরকারি বরাদ্দ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১. যেসব জেলায় সিটি কর্পোরেশন রয়েছে, তা হলো- [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
i. কুমিল্লা
ii. গাজীপুর
iii. নারায়ণগঞ্জ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. সিটি কর্পোরেশনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন- [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
i. মেয়র
ii. কাউন্সিলর
iii. মহিলা কাউন্সিলর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩. রাবেয়া সুলতানা একজন সচ্ছল নারী জনপ্রতিনিধি। তার ক্ষমতায়নে জাতিসংঘ প্রদান করেছে- [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. মানবাধিকার ঘোষণাপত্র
ii. কর্মসংস্থান
iii. পেশার বৈষম্য বিলোপ সনদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
রতন মিয়া রসুলপুর গ্রামের জনপ্রতিনিধি। জনগণের উন্নয়নের জন্য তিনি কুটির শিল্প স্থাপন করেন। এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাদান কেন্দ্র ও লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। [সকল বোর্ড ’১৫]
৩৪. রতন মিয়া কোন স্থানীয় সংস্থার প্রতিনিধি?
✅ ইউনিয়ন পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
[ঘ] জেলা পরিষদ
৩৫. উক্ত সংস্থার কাজ হলো-
i. ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ
ii. উন্নতমানের বীজ, সার ও কীটনাশক সরবরাহ
iii. মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও?
৩৬. দৃশ্যমান ছকের ‘?’ চিহ্নিত স্থানে কোনটি প্রতিফলিত হয়েছে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ জেলা পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] সিটি কর্পোরেশন
[ঘ] ইউনিয়ন পরিষদ
৩৭. উক্ত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কাজ হলো-
i. সরকারি হাসপাতাল তত্ত্বাবধান
ii. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
iii. চলমান পুলিশি কর্মকাণ্ডের তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
সুস্মিতা রানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। পর পর তিনবার তিনি নিজ এলাকা থেকে সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশের নারীদের অনুপ্রেরণার উৎস।
[আল আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার]
৩৮. সুস্মিতা রানির মধ্যে ১৯৫২ সালের ILO সংস্থার ঘোষণাকৃত কোন অধিকারের প্রতিফলন ঘটেছে?
[ক] মৌলিক
[খ] শিক্ষার
[গ] স্বাধীনতার
✅ রাজনৈতিক
৩৯. অনুচ্ছেদের সুস্মিতা রানির মতো নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে-
i. দেশের বাহিরে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ দেওয়া হচ্ছে
ii. ভোটদান ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রদত্ত হয়েছে
iii. নারীদের বৈষম্য বিলোপ সনদ গৃহীত হয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭০
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪০. স্থানীয় শাসনব্যবস্থা গড়ে ওঠার কারণ কী? (অনুধাবন)
[ক] জনমত গঠন করা
✅ রাষ্ট্রের শাসন পরিচালনা করা
[গ] আইন প্রণয়ন করা
[ঘ] জাতীয় সংসদ গঠন করা
৪১. স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য কোন ধরনের সরকারব্যবস্থার সৃষ্টি হয়েছে? (অনুধাবন)
[ক] কেন্দ্রীয় সরকার
✅ স্থানীয় সরকার
[গ] আঞ্চলিক সরকার
[ঘ] তত্ত্বাবধায়ক সরকার
৪২. স্থানীয় সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ
[খ] জনগণের চাহিদাপূরণ
[গ] জনগণের উন্নতি
[ঘ] জাতীয় সংসদ গঠন
৪৩. গণতান্ত্রিক সরকারব্যবস্থার অপরিহার্য অংশ কোনটি? (জ্ঞান)
[ক] এককেন্দ্রীয় শাসন
[খ] প্রাদেশিক শাসন
✅ স্থানীয় শাসন
[ঘ] বিভাগীয় শাসন
৪৪. রাষ্ট্রের এলাকাকে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকে কী বলে? (জ্ঞান)
[ক] জাতীয় সরকার
[খ] জাতীয় সংসদ
✅ স্থানীয় সরকার
[ঘ] কেন্দ্রীয় সরকার
৪৫. কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের রূপ কয় ধরনের? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৪৬. কোন প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ চিহ্নিত করা ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব? (জ্ঞান)
✅ স্থানীয়
[খ] কেন্দ্রীয়
[গ] আঞ্চলিক
[ঘ] মন্ত্রণালয়ের
৪৭. স্থানীয় প্রশাসনের মূল কাজ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] স্থানীয় প্রশাসনের বৃদ্ধি
[খ] স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা
✅ কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়ন
[ঘ] দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা
৪৮. স্থানীয় সরকার কোন সরকারের নিকট থেকে ক্ষমতা লাভ করে? (জ্ঞান)
[ক] আঞ্চলিক
✅ কেন্দ্রীয়
[গ] তত্ত্বাবধায়ক
[ঘ] স্বায়ত্তশাসিত
৪৯. কার নির্দেশ বাস্তবায়ন করা স্থানীয় সরকারের প্রধান কাজ? (জ্ঞান)
[ক] রাষ্ট্রের
✅ কেন্দ্রীয় সরকারের
[গ] জেলা প্রশাসকের
[গ] পৌরসভা চেয়ারম্যানের
৫০. স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত সংস্থাকে কী বলে? (জ্ঞান)
[ক] স্থানীয় সরকার
[খ] কেন্দ্রীয় সরকার
[গ] তত্ত্বাবধায়ক সরকার
✅ স্বায়ত্তশাসিত সরকার
৫১. ইউনিয়ন পর্যায়ের সচিব কার মাধ্যমে নিয়োগ পান? (জ্ঞান)
[ক] স্পিকারের
[খ] রাষ্ট্রপতির
✅ কেন্দ্রীয় সরকারের
[ঘ] স্থানীয় সরকারের
৫২. ফিরোজ সাহেব একজন উপজেলার সচিব। তিনি কার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন? (প্রয়োগ)
[ক] স্থানীয় সরকারের
✅ কেন্দ্রীয় সরকারের
[গ] উপজেলা সরকারের
[ঘ] আঞ্চলিক সরকারের
৫৩. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? (প্রয়োগ)
[ক] সচিবালয়
✅ সিটি কর্পোরেশন
[গ] বাংলাদেশ ব্যাংক
[ঘ] নির্বাচন কমিশন
৫৪. স্থানীয় সরকারের সহযোগী কোনটি? (জ্ঞান)
✅ স্থানীয় প্রশাসন
[খ] উপজেলা পরিষদ
[গ] সচিবালয়
[ঘ] জনপ্রশাসন বিভাগ
৫৫. জন স্টুয়ার্ট মিল কোন দেশের রাজনৈতিক দার্শনিক ছিলেন? (জ্ঞান)
✅ ব্রিটিশ
[খ] আমেরিকা
[গ] জার্মান
[ঘ] ইতালি
৫৬. “স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদেরকে সচেতন করে।”- উক্তিটি কার? (জ্ঞান)
[ক] এরিস্টটলের
[খ] এল.ডি হোয়াইটের
[গ] জনাথন সুইফটের
✅ জন স্টুয়ার্ট মিলের
৫৭. জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞায় জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কোনটি? (জ্ঞান)
[ক] জনগণের জন্য কল্যাণমূলক সরকার গঠন
✅ রাজনীতিতে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা সৃষ্টি
[গ] জাতীয় ও স্থানীয় সরকার গঠন
[ঘ] নাগরিক সুযোগ-সুবিধা প্রদান
৫৮. কোন সরকার স্থানীয় পর্যায়ের নাগরিকদের যথাযথ সেবা প্রদান করে? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয়
✅ স্থানীয়
[গ] প্রাদেশিক
[ঘ] তত্ত্বাবধায়ক
৫৯. কাদের পক্ষে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা ও তাদের সমস্যার সমাধান বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয় না? (জ্ঞান)
[ক] মন্ত্রীদের
✅ কেন্দ্রীয় প্রশাসকদের
[গ] সাংসদদের
[ঘ] স্থানীয় প্রশাসকদের
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. সরকারি প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত হন- (অনুধাবন)
i. বিভাগে
ii. জেলায়
iii. উপজেলায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬১. সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের রূপ হলো- (অনুধাবন)
i. সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ
ii. জনগণ দ্বারা নির্বাচিত
iii. সরকারি দল দ্বারা নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. স্থানীয় সরকারব্যবস্থা হওয়ার কারণ- (অনুধাবন)
i. সুষ্ঠু শাসন পরিচালনা
ii. জনগণকে সেবা প্রদান
iii. সরকারি অর্থ খরচ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হচ্ছে- (অনুধাবন)
i. জেলা পরিষদ
ii. সিটি কর্পোরেশন
iii. ইউনিয়ন পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৪. স্থানীয় প্রশাসকদের পক্ষে যেসব বিষয়ে ধারণা লাভ করা সম্ভব হয়, তা হলো- (অনুধাবন)
i. জনগণের স্বার্থ চিহ্নিত করা
ii. স্থানীয় উন্নয়নসংক্রান্ত ধারণা
iii. জনগণের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৫. স্থানীয় প্রশাসক হিসেবে রাকিব জনস্বার্থ নিশ্চিত করবে- (প্রয়োগ)
i. স্থানীয় জনগণের স্বার্থ চিহ্নিত করে
ii. স্থানীয় জনগণের পারিবারিক সমস্যার সমাধান করে
iii. স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
আড়াইহাজার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ‘ক’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব ‘খ’ এর সাথে সাক্ষাৎ করতে গেলেন। তার উদ্দেশ্য পরিচিত হওয়া এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে আলোচনা করা।
৬৬. জনাব ‘ক’ এর প্রয়োজনে জনাব ‘খ’ কী হিসেবে কাজ করবেন? (প্রয়োগ)
[ক] প্রশাসক
✅ সহযোগী
[গ] পরামর্শক
[ঘ] সচিব
৬৭. জনাব ‘খ’ এর জন্য প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত
ii. প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
iii. স্থানীয় সরকার প্রধান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার স্বরূপ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭১
🍭 এদেশে স্থানীয় সরকারের শাসনকাঠামো রূপ লাভ করে- নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে।
🍭 বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়- ১৯৭২ সালের সংবিধানে।
🍭 বাংলাদেশে বর্তমানে লক্ষ করা যায়- তিন স্তরবিশিষ্ট সরকার কাঠামো।
🍭 গ্রাম বা এর নিকটবর্তী স্থানীয় সরকার হচ্ছে- ইউনিয়ন ও উপজেলা পরিষদ।
🍭 শহর এলাকার স্থানীয় সরকার- পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৮. বাংলাদেশে স্থানীয় সরকারের শাসন-কাঠামো রূপ লাভ করে কখন থেকে? (জ্ঞান)
✅ মুঘল আমল
[খ] পাল আমল
[গ] তুর্কি আমল
[ঘ] সুলতানি আমল
৬৯. এদেশে স্থানীয় সরকারের শাসন কাঠামোর রূপ লাভ করে কীভাবে? (অনুধাবন)
[ক] জনগণের সক্রিয় চেষ্টায় [ক] সফল প্রশাসকের চেষ্টায়
✅ আইনি সংস্কারের মধ্য দিয়ে
[ঘ] স্বাধীনতার মাধ্যমে
৭০. বান্দরবান জেলা পরিষদ কোন মন্ত্রণালয়ের অধীন?
✅ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
[খ] চট্টগ্রাম বিষয়ক
[গ] স্থানীয় সরকার
[ঘ] সংস্থাপন
৭১. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কত সালে? (জ্ঞান)
✅ ১৯৭১
[খ] ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪
৭২. কোন সংবিধানে স্থানীয় সরকারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে? (জ্ঞান)
✅ ১৯৭২-এ
[খ] ১৯৭৫-এ
[গ] ২০০০-এ
[ঘ] ২০০১-এ
৭৩. নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ১৯৭২-এর সংবিধানে কোনটির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয় সরকারব্যবস্থার
[খ] রাষ্ট্রপতি সরকারব্যবস্থার
✅ স্থানীয় সরকারব্যবস্থার
[ঘ] তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার
৭৪. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৭৫. গ্রামে ইউনিয়ন পরিষদ হলে শহরে কোনটি কার্যকর? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
✅ পৌরসভা
[গ] সিটি কর্পোরেশন
[ঘ] উপজেলা পরিষদ
৭৬. শহরভিত্তিক স্থানীয় সরকারব্যবস্থা কোনটি? (জ্ঞান)
[ক] সচিবালয়
✅ পৌরসভা
[গ] উপজেলা পরিষদ
[ঘ] ইউনিয়ন পরিষদ
৭৭. “বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ”- কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান)
[ক] বন ও পরিবেশ
[খ] পরিবার পরিকল্পনা
[গ] স্থানীয় সরকার
✅ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
৭৮. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কোনটি? (জ্ঞান)
[ক] পৌরসভা
[খ] সিটি কর্পোরেশন
[গ] ইউনিয়ন পরিষদ
✅ খাগড়াছড়ি পাহাড়ি জেলা পরিষদ
৭৯. তিন স্তরের মধ্যে কার্যকর ইউনিট কোনটি? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
[খ] উপজেলা পরিষদ
✅ ইউনিয়ন পরিষদ
[ঘ] পৌরসভা
৮০. রাবেয়া বেগম যেকোনো সমস্যা সমাধানের জন্য গ্রামভিত্তিক স্থানীয় সরকারের দ্বারস্থ হন। রাবেয়া বেগমের সমস্যা সমাধানে নিচের কোনটিকে ইঙ্গিত করে? (প্রয়োগ)
✅ উপজেলা পরিষদ
[খ] পৌরসভা
[গ] সিটি কর্পোরেশন
[ঘ] রাঙামাটি পাহাড়ি জেলা পরিষদ
৮১. বাংলাদেশে উপজেলা পরিষদ কয়টি? (জ্ঞান)
[ক] ৪৬১
[খ] ৪১৪
✅ ৪৮৭
[ঘ] ৪৯৮
৮২. গ্রামভিত্তিক স্থানীয় সরকার কোনটি? (জ্ঞান)
[ক] পৌরসভা
[খ] সিটি কর্পোরেশন
✅ ইউনিয়ন পরিষদ
[ঘ] জেলা পরিষদ
৮৩. বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? (জ্ঞান)
✅ ৪,৫৫০
[খ] ৪,৫৫৬
[গ] ৪,৭৮৪
[ঘ] ৪,৯৫৩
৮৪. বর্তমানে বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৬০
✅ ৬১
[গ] ৬২
[ঘ] ৬৩
৮৫. বাংলাদেশে পৌরসভার সংখ্যা কত? (জ্ঞান)
✅ ৩১৪
[খ] ৩১৫
[গ] ৩১৬
[ঘ] ৩১৭
৮৬. প্রতিটি স্থানীয় সরকারব্যবস্থায় কীসের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে? (জ্ঞান)
[ক] জনগণের অংশগ্রহণের
✅ মহিলাদের প্রতিনিধিত্বের
[গ] উপজেলা চেয়ারম্যানদের
[ঘ] স্থানীয় প্রশাসনের
৮৭. ‘ইউনিয়ন পরিষদ’-কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান)
[ক] কৃষি
[খ] বন ও পরিবেশ
✅ স্থানীয় সরকার
[ঘ] পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
৮৮. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? (জ্ঞান)
✅ ইউনিয়ন পরিষদ
[খ] গ্রাম পরিষদ
[গ] উপজেলা পরিষদ
[ঘ] জেলা পরিষদ
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৯. বাংলাদেশের স্থানীয় প্রশাসনের স্তরগুলো হলো- (অনুধাবন)
i. জেলা পরিষদ
ii. উপজেলা পরিষদ
iii. ইউনিয়ন পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯০. গ্রামভিত্তিক স্থানীয় সরকারের মধ্যে রয়েছে- (অনুধাবন)
i. জেলা পরিষদ
ii. উপজেলা পরিষদ
iii. ইউনিয়ন পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯১. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদগুলো হলো- (অনুধাবন)
i. রাঙামাটি পাহাড়ি জেলা পরিষদ
ii. বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ
iii. খাগড়াছড়ি পাহাড়ি জেলা পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯২. স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রয়েছে- (অনুধাবন)
i. পৌরসভা
ii. ইউনিয়ন পরিষদ
iii. বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যেসব জেলা পরিষদ রয়েছে, তা হলো- (অনুধাবন)
i. রাঙামাটি পাহাড়ি জেলা পরিষদ
ii. বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ
iii. খাগড়াছড়ি পাহাড়ি জেলা পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৪. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এবং স্থানীয় সরকারের মধ্যে যেসব দিক পার্থক্য পরিলক্ষিত হয়, তা হলো- (প্রয়োগ)
i. আইনগত
ii. লক্ষ্য ও উদ্দেশ্যগত
iii. গঠন ও পরিচালনাগত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৫. স্থানীয় সরকারের কাজ হচ্ছে- (অনুধাবন)
i. স্থানীয় সমস্যার সমাধান করা
ii. স্থানীয় উন্নয়নমূলক কাজ করা
iii. এলাকার শিক্ষা বিষয়ক উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৬. বাদশা মিয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সচিব। তিনি যেসব ক্ষেত্রে নজরদারি করবেন তা হলো- (প্রয়োগ)
i. পাহাড়ি প্রাদেশিক পরিষদ
ii. বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ
iii. রাঙামাটি পাহাড়ি জেলা পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. সবিতারানি গ্রামে বসবাস করেন। তিনি তার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যেতে পারেন- (প্রয়োগ)
i. উপজেলা পরিষদে
ii. ইউনিয়ন পরিষদে
iii. সিটি কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
উপজেলা পরিষদ- ঢ
ইউনিয়ন পরিষদ- ৪৫৫০
৯৮. ঢ চিহ্নিত স্থানে কত হবে? (প্রয়োগ)
[ক] ৪৮৫
[খ] ৪৮৬
✅ ৪৮৭
[ঘ] ৪৮৮
৯৯. ঢ সংখ্যক পরিষদ- (উচ্চতর দক্ষতা)
i. গ্রামভিত্তিক স্থানীয় সরকার
ii. স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন
iii. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গঠিত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ ইউনিয়ন পরিষদ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭১
🍭 ১০-১৫টি গ্রাম নিয়ে গঠিত হয়- একটি ইউনিয়ন পরিষদ।
🍭 ইউনিয়ন পরিষদে রয়েছে- একজন নির্বাচিত চেয়ারম্যান, ৯টি ওয়ার্ড থেকে নয়জন নির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলা সদস্য।
🍭 বাংলাদেশে ইউনিয়ন পরিষদ রয়েছে- সর্বমোট ৪,৫৫০টি।
🍭 রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে- ইউনিয়ন পরিষদ।
🍭 জন্ম-মৃত্যু ও বিবাহ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করে- ইউনিয়ন পরিষদ।
🍭 ইউনিয়ন পরিষদের আয়ের উৎস- কর, লাইসেন্স, পারমিট ফি, সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ইত্যাদি।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০০. গড়ে কয়টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত? (জ্ঞান)
[ক] ৭-১০
✅ ১০-১৫
[গ] ১৫-১৮
[ঘ] ১৫-২০
১০১. কোনটি গ্রামীণ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] পৌরসভা
[খ] সচিবালয়
[গ] সিটি কর্পোরেশন
✅ ইউনিয়ন পরিষদ
১০২. ইউনিয়ন পরিষদের গঠন কাঠামোর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ ১ জন চেয়ারম্যান + ৯ জন সদস্য + ৩ জন মহিলা সদস্য
[খ] ১ জন চেয়ারম্যান + ৮ জন সদস্য + ৩ জন মহিলা সদস্য
[গ] ১ জন চেয়ারম্যান + ৫ জন সদস্য + ২ জন মহিলা সদস্য
[ঘ] ১ জন চেয়ারম্যান + ৩ জন সদস্য + ৯ জন মহিলা সদস্য
১০৩. ইউনিয়ন পরিষদে কতজন নির্বাচিত সদস্য থাকেন? (জ্ঞান)
[ক] ১২
✅ ১৩
[গ] ১৫
[ঘ] ১৮
১০৪. ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড রয়েছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৬
✅ ৯
[ঘ] ১০
১০৫. ইউনিয়ন পরিষদে কত সদস্যের অনাস্থা ভোট কার্যকর হয়? (জ্ঞান)
[ক] এক-তৃতীয়াংশ
✅ দুই-তৃতীয়াংশ
[গ] এক-চতুর্থাংশ
[ঘ] অর্ধেক
১০৬. ইউনিয়ন পরিষদের প্রত্যেক ওয়ার্ড থেকে কতজন সাধারণ সদস্য নির্বাচিত হন? (জ্ঞান)
✅১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
১০৭. ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসন কয়টি? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
১০৮. ইউনিয়ন পরিষদে নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা কতজন? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
১০৯. ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য নির্বাচিত হয় কোন আসনে? (জ্ঞান)
[ক] দলীয়
[খ] নির্দলীয়
[গ] নির্বাচিত
✅ সংরক্ষিত
১১০. ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যবৃন্দ কীভাবে নির্বাচিত হন? (অনুধাবন)
[ক] সংরক্ষিত আসনে
✅ জনগণের প্রত্যক্ষ ভোটে
[গ] জনগণের কণ্ঠ ভোটে
[ঘ] সরকারের নিয়োগের মাধ্যমে
১১১. ইউনিয়ন পরিষদে বেতনভুক্ত সচিবের সংখ্যা কতজন? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
১১২. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্য যেকোনো সদস্যকে অপসারণ করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] এলাকার সর্বস্তরের জনগণ মিছিল করে
[খ] এলাকার সর্বস্তরের জনগণ আন্দোলন করে
✅ দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে
[ঘ] এক-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে
১১৩. ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর? (জ্ঞান)
[ক] ৩
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭
১১৪. ইউনিয়ন পরিষদ কোন ধরনের সমস্যা দূরীকরণে কাজ করে? (জ্ঞান)
✅ গ্রামীণ সমস্যা দূরীকরণে
[খ] শহরের উন্নয়নের জন্য
[গ] পৌর এলাকার জনগণের জন্য
[ঘ] গ্রামীণ নারীদের উন্নয়নে
১১৫. কৃষি উন্নয়নের জন্য উন্নতমানের বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা কোন সংস্থার কাজ? (জ্ঞান)
[ক] জেলা পরিষদের
✅ ইউনিয়ন পরিষদের
[গ] উপজেলা পরিষদের
[ঘ] সিটি কর্পোরেশনের
১১৬. ইউনিয়ন পরিষদের কাজ কোনটি? (জ্ঞান)
[ক] পানি সরবরাহ করা
[খ] সমাজকল্যাণ কার্যক্রমে সহায়তা করা
✅ পশুসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
[ঘ] নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠন করা
১১৭. গ্রামাঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করে কোন সংস্থা? (অনুধাবন)
✅ ইউনিয়ন পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] সিটি কর্পোরেশন
[ঘ] পৌরসভা
১১৮. ইউনিয়ন পরিষদের শিক্ষাবিষয়ক কাজ কোনটি? (জ্ঞান)
[ক] শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বৃদ্ধির ব্যবস্থা করা
[খ] শিক্ষার মান বৃদ্ধি করা
[গ] শিক্ষিতদের মূল্যায়ন করা
✅ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
১১৯. জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ কোন কাজটি করে? (জ্ঞান)
[ক] বাজার স্থাপন করে
[খ] কীটনাশাক সরবরাহ করে
[গ] সেতু, কালভার্ট নির্মাণ করে
✅ কুটিরশিল্প স্থাপন করে
১২০. রামচন্দ্রপুর গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার জন্য কর প্রদান করতে হবে- (প্রয়োগ)
[ক] পৌরসভায়
[খ] মন্ত্রণালয়ে
[গ] সিটি কর্পোরেশনে
✅ ইউনিয়ন পরিষদে
১২১. গ্রামে জন্ম-মৃত্যু ও বিবাহ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] পৌরসভা
✅ ইউনিয়ন পরিষদ
১২২. ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ কত টাকা দাবির দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলার বিচার করতে পারে? (জ্ঞান)
[ক] ৩,০০০
[খ] ৪,০০০
✅ ৫,০০০
[ঘ] ৬,০০০
১২৩. ইউনিয়ন পরিষদের আয়ের ক্ষেত্রে কোন উৎসটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ হাটবাজার ইজারা
[খ] ট্রাস্ট হতে প্রাপ্ত আয়
[গ] লটারির ওপর কর
[ঘ] বৈদেশিক অনুদান
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৪. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের রয়েছে- (অনুধাবন)
i. পাঁচ বছর মেয়াদকাল
ii. ১৩ জন সদস্য
iii. ৩ জন নির্বাচিত মহিলা সদস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৫. ইউনিয়ন পরিষদের আয়ের সাথে জড়িত- (অনুধাবন)
i. হাটবাজার ইজারা
ii. যানবাহনের ওপর কর
iii. বনজসম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৬. ইউনিয়ন পরিষদ যে লক্ষ্যে কাজ করে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. গণসচেতনতা বৃদ্ধি
ii. দায়িত্বশীল নেতৃত্ব তৈরি
iii. গ্রামীণ সমস্যা দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৭. ২০০৯ সালে সিডরের পর সাতক্ষীরার মিজান মিঞা ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য পান- (অনুধাবন)
i. পুনর্বাসন
ii. অর্থ ও চাল
iii. গবাদিপশু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৮. ইউনিয়ন পরিষদের কাজ হলো- (অনুধাবন)
i. বৃক্ষরোপণ
ii. নিরক্ষরতা দূরীকরণ
iii. দুঃস্থদের সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৯. ইউনিয়ন পরিষদের কৃষি উন্নয়ন বিষয়ক কাজ হচ্ছে- (অনুধাবন)
i. উন্নতমানের সার, বীজ সরবরাহ
ii. চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা
iii. অধিক খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩০. শিক্ষা বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদ যেসব ভূমিকা পালন করে তা হলো- (অনুধাবন)
i. লাইব্রেরি স্থাপন
ii. বয়স্ক শিক্ষাদান কেন্দ্র স্থাপন
iii. দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
এলিন সাহেব গ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। তার প্রতিষ্ঠানে তিনি ছাড়াও নয়জন সদস্য ও তিনজন মহিলা সদস্য রয়েছেন। এলিন সাহেবের দায়িত্বরত প্রতিষ্ঠানটি গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৩১. এলিন সাহেব কোন প্রতিষ্ঠানে দায়িত্বরত রয়েছেন? (প্রয়োগ)
[ক] পৌরসভায়
[খ] ভূমি অফিসে
[গ] জেলা পরিষদে
✅ ইউনিয়ন পরিষদে
১৩২. উক্ত প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. দালানকোঠার ওপর কর
ii. লাইসেন্স ফি
iii. ফেরিঘাট ইজারা ও টোল সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ উপজেলা পরিষদ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭৩
🍭 ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন- উপজেলা চেয়ারম্যান।
🍭 উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান থাকে- ২ জন।
🍭 উপজেলা পরিষদের সচিবের দায়িত্ব পালন করবেন- উপজেলা নির্বাহী অফিসার।
🍭 বর্তমানে বাংলাদেশে উপজেলা রয়েছে- ৪৮৭টি।
🍭 ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়সাধন করে- উপজেলা পরিষদ।
🍭 উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা করে- উপজেলা পরিষদ।
🍭 উপজেলা পরিষদের তহবিল গঠিত হয়- কর, রেইট, টোল, ফি ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অনুদান ইত্যাদি নিয়ে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৩. একজন চেয়ারম্যান + দুইজন ভাইস চেয়ারম্যান- (অনুধাবন)
[ক] সিটি কর্পোরেশন
[খ] জেলা পরিষদ
[গ] ইউনিয়ন পরিষদ
✅ উপজেলা পরিষদ
১৩৪. উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কতজন? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
১৩৫. কোন আইন অনুযায়ী সংসদ সদস্যদেরকে উপজেলা পরিষদের পরামর্শকের ভূমিকা প্রদান করা হয়েছে? (জ্ঞান)
[ক] উপজেলা পরিষদ আইন, ২০০৬
[খ] উপজেলা পরিষদ আইন, ২০০৭
[গ] উপজেলা পরিষদ আইন, ২০০৮
✅ উপজেলা পরিষদ আইন, ২০০৯
১৩৬. উপজেলা পরিষদের চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন? (অনুধাবন)
✅ জনগণের প্রত্যক্ষ ভোটে
[খ] জনগণের কণ্ঠ ভোটে
[গ] বিভাগীয় প্রশাসকের দ্বারা
[ঘ] উপজেলা পরিষদের সদস্যদের দ্বারা
১৩৭. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রবৃন্দ পদাধিকার বলে কোন পরিষদের সদস্য হবেন? (জ্ঞান)
[ক] জেলা পরিষদের
✅ উপজেলা পরিষদের
[গ] বিভাগীয় পরিষদের
[ঘ] আঞ্চলিক পরিষদের
১৩৮. উপজেলা পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন কে? (জ্ঞান)
[ক] জেলা কমিশনার
[খ] উপজেলার ভাইস চেয়ারম্যান
[গ] সহকারী থানা নির্বাহী অফিসার
✅ উপজেলা নির্বাহী অফিসার
১৩৯. ইউএনও উপজেলা পরিষদে কীসের দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
[ক] পরিদর্শক
[খ] সভাপতি
[গ] চেয়ারম্যান
✅ সচিব
১৪০. কোনটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়সাধন করে? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
✅ উপজেলা পরিষদ
[গ] সিটি কর্পোরেশন
[ঘ] স্থানীয় সরকারের মন্ত্রণালয়
১৪১. উপজেলা নির্বাহী অফিসারের কার্যকাল কত বছর? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১৪২. উপজেলা পরিষদ প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ উন্নয়ন কাজের সমন্বয় করার জন্য
[খ] জনবল নিয়োগ দেওয়ার জন্য
[গ] গ্রামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করার জন্য
[ঘ] ফৌজদারি মামলার বিচার করার জন্য
১৪৩. কোন প্রতিষ্ঠান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ইউনিয়ন পরিষদ
✅ উপজেলা পরিষদ
[গ] জেলা পরিষদ
[ঘ] সিটি কর্পোরেশন
১৪৪. উপজেলা পরিষদের কৃষিসংক্রান্ত কাজ কোনটি? (জ্ঞান)
✅ সেচ প্রকল্প
[খ] খাদ্য গোডাউন স্থাপন করা
[গ] আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করা
[ঘ] সকলের খাদ্য নিশ্চিত করা
১৪৫. মহিলা ও শিশু উন্নয়নমূলক কাজ কোন প্রতিষ্ঠানের? (অনুধাবন)
[ক] জেলা পরিষদ
[খ] পৌরসভা
✅ উপজেলা পরিষদ
[ঘ] সিটি কর্পোরেশন
১৪৬. বাদুরতলা ইউনিয়নের চেয়ারম্যান মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম তদারক করে। তার এ কাজটি কোন ধরনের? (প্রয়োগ)
✅ শিক্ষামূলক
[খ] সাংগঠনিক
[গ] বিচারসংক্রান্ত
[ঘ] রাজনৈতিক
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
১৪৭. উপজেলা পরিষদে থাকে- (অনুধাবন)
i. ১ জন চেয়ারম্যান
ii. ২ জন ভাইস চেয়ারম্যান
iii. ৩ জন মহিলা সদস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৮. গুরুত্বপূর্ণ পদে একজন মহিলার নির্বাচনে অংশগ্রহণ সরকার নিশ্চিত করেছে। তিনি হলেন- (প্রয়োগ)
i. উপজেলা চেয়ারম্যান
ii. উপজেলা ভাইস চেয়ারম্যান
iii. স্থানীয় সরকারের একজন সদস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৯. উপজেলা পরিষদে পদাধিকার বলে সদস্য হবেন- (অনুধাবন)
i. পৌরসভার মেয়র
ii. বিভাগীয় কমিশনাররা
iii. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫০. উপজেলা পরিষদের অন্যতম কাজগুলো হলো- (অনুধাবন)
i. যোগাযোগ ও ভৌত অবকাঠামোর উন্নয়ন
ii. উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
iii. ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয়সাধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫১. উপজেলা পরিষদের আয়ের উৎস হচ্ছে- (অনুধাবন)
i. ধার্যকৃত কর
ii. রেইট, টোল ফি
iii. সরকার ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ বা অনুদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
i. পৌরসভা থেকে
ii. জেলা পরিষদ থেকে
iii. ইউনিয়ন পরিষদ থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৩. উপজেলা পরিষদ কৃষি উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করে- (অনুধাবন)
i. সেচ প্রকল্প
ii. পশু ও মৎস্য চাষ প্রকল্প
iii. বনজ সম্পদ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৪. উপজেলা পরিষদ গঠিত হয়- (অনুধাবন)
i. চেয়ারম্যান নিয়ে
ii. ভাইস চেয়ারম্যান নিয়ে
iii. মহিলা সদস্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
ফাহিমা পৌরনীতির ক্লাসে তার স্যারের কাছে গ্রামভিত্তিক স্থানীয় সরকার সম্পর্কে জানতে চায়। তার স্যার স্থানীয় সরকারের এমন একটি স্তর সম্পর্কে আলোচনা করেন যার গঠন কাঠামোর মূলে রয়েছে একজন চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান।
১৫৫. অনুচ্ছেদে ফাহিমার স্যার ক্লাসে স্থানীয় সরকারের কোন স্তর সম্পর্কে আলোচনা করেন? (প্রয়োগ)
[ক] জেলা পরিষদ
[খ] সিটি কর্পোরেশন
✅ উপজেলা পরিষদ
[ঘ] ইউনিয়ন পরিষদ
১৫৬. অনুচ্ছেদের বাইরেও উক্ত স্তরের গঠন কাঠামোতে রয়েছে- (অনুধাবন)
i. পৌরসভার মেয়র
ii. তিনজন মহিলা সদস্য
iii. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ জেলা পরিষদ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭৪
🍭 জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন- জেলার জনগণের সরাসরি ভোটে।
🍭 জেলা পরিষদের চেয়ারম্যান- একজন প্রতিমন্ত্রির মর্যাদার অধিকারী।
🍭 একজন চেয়ারম্যান, পনেরজন সদস্য এবং সংরক্ষিত আসনে ৫ জন মহিলা সদস্য নিয়ে গঠিত- জেলা পরিষদ।
🍭 জেলা পরিষদকে দায়িত্ব দেওয়া হয়- ১২টি বাধ্যতামূলক এবং ৬৮টি ঐচ্ছিক কার্য্যাবলির।
🍭 জেলা পরিষদ উন্নয়ন পরিকল্পনা করে- ৫ বছর মেয়াদি।
🍭 ১৯৯৮ সালের আইন অনুযায়ী জেলা পরিষদের আয়ের উৎস- ৮টি।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৭. জেলা পরিষদের সভাপতি কার মর্যাদা পান? (জ্ঞান)
[ক] সচিবের
✅ প্রতিমন্ত্রীর
[গ] মন্ত্রীর
[ঘ] জেলা প্রশাসকের
১৫৮. জেলা পরিষদের নির্বাহী করা হয় কাকে? (অনুধাবন)
✅ জেলা প্রশাসককে
[খ] পুলিশ সুপারকে
[গ] ভাইস চেয়ারমানকে
[ঘ] উপজেলা নির্বাহী অফিসারকে
১৫৯. জেলা পরিষদে পরামর্শকের ভূমিকা পালন করেন কে? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসক
[খ] উপজেলা চেয়ারম্যান
✅ সংসদ সদস্য
[ঘ] উপজেলা নির্বাহী অফিসার
১৬০. বর্তমানে সরকার জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যানের বদলে কোনটি নিয়োগ দিয়েছেন? (জ্ঞান)
✅ একজন প্রশাসক
[খ] একজন পুলিশ সুপার
[গ] একজন বিভাগীয় কমিশনার
[ঘ] একজন জেলা শিক্ষা অফিসার
১৬১. ড. নিয়াজ মোর্শেদ জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। বর্তমানে সরকার তার স্থানে কাকে নিয়োগ দিয়েছেন? (প্রয়োগ)
[ক] একজন প্রতিমন্ত্রী
✅ একজন প্রশাসক
[গ] একজন সংসদ সদস্য
[ঘ] একজন কমিশনার
১৬২. বর্তমানে বাংলাদেশে কত সালের জেলা পরিষদের আইন কার্যকর? (জ্ঞান)
[ক] ১৯৭২
✅ ২০০০
[গ] ২০০১
[ঘ] ২০০৬
১৬৩. জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? (জ্ঞান)
[ক] ১৩
[খ] ১৭
✅ ২১
[ঘ] ২৩
১৬৪. জেলা পরিষদের গঠন কাঠামোর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ ১ জন চেয়ারম্যান + ১৫ জন সদস্য + ৫ জন মহিলা সদস্য
[খ] ১ জন চেয়ারম্যান + ৯ জন সদস্য + ৩ জন মহিলা সদস্য
[গ] ১ জন চেয়ারম্যান + ২ জন সদস্য + ৪ জন মহিলা সদস্য
[ঘ] ১ জন চেয়ারম্যান + ১২ জন সদস্য + ৪ জন মহিলা সদস্য
১৬৫. জেলা পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কতজন? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১৩
[গ] ১৪
✅ ১৫
১৬৬. কতজন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১৬৭. জেলা পরিষদের মেয়াদকাল কত? (জ্ঞান)
[ক] তিন বছর
[খ] চার বছর
✅ পাঁচ বছর
[ঘ] ছয় বছর
১৬৮. আলিফ সাহেব ১২টি বাধ্যতামূলক ও ৬৮টি ঐচ্ছিক কার্য্যাবলির দায়িত্বপ্রাপ্ত। আইন অনুযায়ী তিনি কে? (প্রয়োগ)
[ক] উপজেলা চেয়ারম্যান
[খ] জেলার সংসদ সদস্য
✅ জেলা পরিষদ প্রশাসক
[ঘ] উপজেলা ভাইস চেয়ারম্যান
১৬৯. জেলা পরিষদের বাধ্যতামূলক কাজ কয়টি? (জ্ঞান)
✅ ১২
[খ] ১৩
[গ] ১৪
[ঘ] ১৫
১৭০. জেলা পরিষদ কতটি ঐচ্ছিক কাজের দায়িত্বপ্রাপ্ত? (জ্ঞান)
[ক] ১২
[খ] ৪৮
✅ ৬৮
[ঘ] ৬৯
১৭১. একটি জেলায় জেলা পরিষদ অধিক গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
✅ পরিকল্পনা ও উন্নয়ন কাজের জন্য
[খ] শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য
[গ] কলকারখানা প্রতিষ্ঠার জন্য
[ঘ] পারিবারিক ক্লিনিক প্রতিষ্ঠার জন্য
১৭২. উপজেলার কর্মকাণ্ডের তদারক করে কোন প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ জেলা পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] কেন্দ্রীয় সরকার
[ঘ] সিটি কর্পোরেশন
১৭৩. জেলা পরিষদের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ে কোনটি পাঠানো অধিক গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] আইনশৃঙ্খলা রক্ষার কাগজপত্র
✅ পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা
[গ] হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতিপত্র
[ঘ] কলকারখানা প্রতিষ্ঠার অনুমতিপত্র
১৭৪. জেলা পরিষদ কোন মন্ত্রণালয়ের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা কমিশনে পাঠাবে? (জ্ঞান)
[ক] স্থানীয় সরকার পরিষদ মন্ত্রণালয়
[খ] জন প্রশাসন মন্ত্রণালয়
✅ স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়
[ঘ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৭৫. জেলা পরিষদের আয়ের উৎস উল্লেখ রয়েছে কোন আইনে? (জ্ঞান)
✅ জেলা পরিষদ আইন, ১৯৯৮
[খ] জেলা পরিষদ আইন, ২০০০
[গ] জেলা পরিষদ আইন, ২০০৫
[ঘ] জেলা পরিষদ আইন, ২০০৯
১৭৬. জেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী জেলা পরিষদকে কয়টি খাতের আয়ের উৎসের কথা বলা হয়েছে? (জ্ঞান)
[ক] ৫
✅ ৮
[গ] ১০
[ঘ] ১২
১৭৭. জেলা পরিষদে কত শতাংশ ভূমি কর রাখা হয়েছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১৭৮. ‘ঢ’ নামক একটি ফেরিঘাট থেকে প্রতিদিন প্রচুর অর্থ আদায় হয়। এই অর্থ জমা দিতে হবে- (প্রয়োগ)
[ক] ভূমি অধিদপ্তর
✅ জেলা পরিষদে
[গ] অর্থ মন্ত্রণালয়ে
[ঘ] যোগাযোগ মন্ত্রণালয়ে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৯. জেলা পরিষদ আয়ের জন্য লিজ দেয়- (অনুধাবন)
i. হাটবাজার
ii. ফেরিঘাট
iii. জলমহাল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮০. আজ ‛ঢ’ জেলা পরিষদ গঠিত হবে। সদস্যগণ নির্বাচিত হবেন- (অনুধাবন)
i. পরোক্ষভাবে
ii. মেয়র ও কমিশনারবৃন্দের ভোটে
iii. ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮১. আবদুল্লাহ নূর সাহেব জেলা পরিষদের সভাপতি। তিনি পাবেন- (প্রয়োগ)
i. কমিশনারের মর্যাদা
ii. একজন সদস্যের মর্যাদা
iii. প্রতিমন্ত্রীর মর্যাদা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮২. জেলা পরিষদের ক্ষেত্রে প্রযোজ্য বিষয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. জেলা পরিষদের চেয়ারম্যান জেলার জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হয়
ii. জেলা পরিষদের চেয়ারম্যান একজন প্রতিমন্ত্রীর মর্যাদার অধিকারী
iii. সংসদ সদস্য জেলা পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৩. মহেশপুর জেলার উন্নয়নে ‘ক’ জেলা পরিষদ অপরিহার্য। ক্ষেত্রগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. আন্তঃজেলা সড়ক প্রকল্প
ii. শিল্প ও বাণিজ্যের উন্নয়ন
iii. পারিবারিক ক্লিনিক প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৪. জেলা পরিষদের আয়ের অন্যতম উৎস হলো- (অনুধাবন)
i. ভূমি কর ৫ শতাংশ
ii. হাটবাজার থেকে ধার্যকৃত অর্থ
iii. ফেরিঘাট থেকে ধার্যকৃত অর্থ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
উইনফ্রে চাকমা বান্দরবান জেলা পরিষদের একজন নির্বাচিত সাধারণ সদস্য। বাংলাদেশের অপরাপর পরিষদগুলোর শ্রেণিবিভাগ পরিষদের কার্য্যাবলি তিন বছর। পরিষদের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করেন।
১৮৫. অনুচ্ছেদের উইনফ্রে চাকমার পরিষদের সচিব হিসেবে কাজ করেন কে? (প্রয়োগ)
[ক] জেলার সদর সাংসদ
✅ জেলা প্রশাসক
[গ] জেলা পরিষদের নিযুক্ত কর্মকর্তা
[ঘ] জেলা পরিষদের সিনিয়র সদস্য
১৮৬. তার পরিষদের গঠন হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. একজন নির্বাচিত চেয়ারম্যান
ii. বিশজন উপজাতীয় নির্বাচিত সদস্য
iii. দশজন অ-উপজাতীয় নির্বাচিত সদস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের ছকটি দেখে ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
১৮৭. উক্ত স্তরের সরকারের কোন স্তর সম্পর্কিত? (প্রয়োগ)
[ক] ইউনিয়ন পরিষদ
[খ] পৌরসভা
✅ জেলা পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ
১৮৮. ছক সম্পর্কিত উন্নয়নমূলক কাজ হলো- (উচ্চতর দক্ষতা)
i. শিল্প ও বাণিজ্যের উন্নয়ন
ii. পরিকল্পনা
iii. শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ পৌরসভা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭৫
🍭 গ্রামে যেমন ইউনিয়ন পরিষদ তেমনি শহরের জন্য রয়েছে- পৌরসভা।
🍭 বর্তমানে বাংলাদেশে পৌরসভা রয়েছে- ৩১৪টি।
🍭 পৌরসভার প্রধান হলেন- মেয়র।
🍭 পৌরসভা পৌর এলাকায় শিক্ষা বিস্তারের জন্য স্থাপন করে- শিক্ষাপ্রতিষ্ঠান।
🍭 শহরের জনস্বাস্থ্য রক্ষার মূল কার্যাদি সম্পন্ন করে- পৌরসভা।
🍭 পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার ধারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে- পৌরসভা।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৯.
দৃশ্যকল্পের ‘?’ চিহ্নিত স্থান কোনটি নির্দেশ করে?
(প্রয়োগ)✅ পৌরসভা
[খ] জেলা পরিষদ
[গ] সচিবালয়
[ঘ] উপজেলা পরিষদ
১৯০. শহরের সর্বনিম্ন প্রশাসনিক স্তর কোনটি? (অনুধাবন)
[ক] জেলা
[খ] উপজেলা
[গ] সিটি কর্পোরেশন
✅ পৌরসভা
১৯১. কত সালের বিধান অনুযায়ী পৌরসভা গঠিত হয়? (জ্ঞান)
✅ ২০০৯
[খ] ২০১০
[গ] ২০১১
[ঘ] ২০১২
১৯২. পৌরসভার নির্বাচিত প্রধান জনপ্রতিনিধিকে কী বলে? (জ্ঞান)
[ক] চেয়ারম্যান
✅ মেয়র
[গ] প্রশাসক
[ঘ] কাউন্সিলর
১৯৩. পৌরসভার সদস্যগণ কীভাবে নির্বাচিত হবেন? (অনুধাবন)
[ক] উপজেলা পরিষদের সদস্যদের ভোটে
[খ] পৌরসভার মহিলা সদস্যদের ভোটে
✅ জনগণের প্রত্যক্ষ ভোটে
[ঘ] স্থানীয় সংসদ সদস্যের মনোনয়নে
১৯৪. পৌরসভার শিক্ষা বিষয়ক কাজ কোনটি? (জ্ঞান)
[ক] পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ
[খ] এতিমখানা ও আশ্রম নির্মাণ করা
✅ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
[ঘ] শিক্ষার মান বৃদ্ধি করা
১৯৫. বয়স্ক শিক্ষাকেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন নিচের কোন প্রতিষ্ঠানের কাজ? (অনুধাবন)
[ক] ইউনিয়ন পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] জেলা পরিষদ
✅ পৌরসভা
১৯৬. পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ করা পৌরসভার কোন ধরনের কাজ? (অনুধাবন)
[ক] উন্নয়নমূলক
[খ] শিক্ষাবিষয়ক
[গ] অবকাঠামোগত
✅ জনস্বাস্থ্যবিষয়ক
১৯৭. বিনোদনের জন্য পার্ক ও উদ্যান নির্মাণ করা কোন প্রতিষ্ঠানের কাজ? (জ্ঞান)
✅ পৌরসভার
[খ] জেলা পরিষদের
[গ] উপজেলা পরিষদের
[ঘ] ইউনিয়ন পরিষদের
১৯৮. পৌরসভায় আদালত গঠন করা হয় কতজনের সমন্বয়ে? (জ্ঞান)
[ক] মেয়র ও দুইজন কাউন্সিলরের
[খ] মেয়র ও তিনজন কাউন্সিলরের
✅ মেয়র ও চারজন কাউন্সিলরের
[ঘ] মেয়র ও পাঁচজন কাউন্সিলরের
১৯৯. পৌরসভা সর্বোচ্চ কত টাকা দাবির দেওয়ানি ও ছোটখাট ফৌজদারি মামলার বিচার করতে পারে? (জ্ঞান)
[ক] ৩,০০০
[খ] ৪,০০০
✅ ৫,০০০
[ঘ] ৬,০০০
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০০. মৃতদেহ সৎকারের জন্য পৌরসভায় রয়েছে- (অনুধাবন)
i. আশ্রম
ii. গোরস্থান
iii. শ্মশান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০১. পৌরসভার উল্লেখযোগ্য আয়ের উৎসগুলো হচ্ছে- (অনুধাবন)
i. ধার্যকৃত কর
ii. যানবাহন রেজিস্ট্রেশন ফি
iii. হাটবাজার ও খেয়াঘাট ইজারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০২. ‛ঢ’ একটি পৌরসভা। উন্নয়নের জন্য এখানে প্রতিষ্ঠা করা হয়েছে¬- (অনুধাবন)
i. বয়স্ক শিক্ষাকেন্দ্র
ii. পাঠাগার
iii. হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৩. ২০০৯ সালের পৌরসভা আইন অনুযায়ী পৌরসভা গঠিত হবে- (অনুধাবন)
i. একজন মেয়র নিয়ে
ii. ওয়ার্ডের সমানসংখ্যক কাউন্সিলর নিয়ে
iii. সংরক্ষিত আসনের মহিলাদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৪. সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মূল্য জড়িত দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলার বিচার করতে পারে- (অনুধাবন)
i. পৌরসভা
ii. ইউনিয়ন পরিষদ
iii. উপজেলা পরিষদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৫. পৌর এলাকার শিক্ষা বিস্তারের জন্য পৌরসভা যেসব কাজ করে, তা হলো- (অনুধাবন)
i. শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন
ii. মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
iii. শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের জন্য অনুদান প্রদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৬. পৌরসভার জনস্বাস্থ্য রক্ষামূলক কাজের মধ্যে রয়েছে- (অনুধাবন)
i. হাসপাতাল নির্মাণ
ii. হোস্টেল নির্মাণ
iii. পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০৭. সুজয় সাহেব একটি পৌরসভার মেয়র হিসেবে যেসব দায়িত্ব পালন করবেন, তা হলো- (প্রয়োগ)
i. দুর্গতদের সাহায্য ও ত্রাণের ব্যবস্থা করবেন
ii. খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নিবেন
iii. নিরাপদ খাবার পানির ব্যবস্থা করবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৮ ও ২০৯ নং প্রশ্নের উত্তর দাও :
নবনির্বাচিত পৌর মেয়র নুরুল হক সাহেব পৌর এলাকার পরিবেশের উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন এবং সে অনুযায়ী কাজও শুরু করেন। তবে এ ধরনের ব্যয় নির্বাহের জন্য তাকে আয় বৃদ্ধির ব্যবস্থাও করতে হয়।
২০৮. অনুচ্ছেদের নুরুল হক সাহেবের উদ্দেশ্যের আলোকে পরিবেশ উন্নয়নের জন্য কোন কাজটি করতে হয়? (প্রয়োগ)
[ক] স্কুল নির্মাণ
[খ] শান্তি-শৃঙ্খলা রক্ষা
✅ পার্ক ও উদ্যান নির্মাণ
[ঘ] পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ
২০৯. উক্ত ব্যয়ের ক্ষেত্রে নুরুল হক সাহেব যেসব উৎস থেকে আয়ের ব্যবস্থা করতে পারেন, তা হলো- (অনুধাবন)
i. সরকারি বরাদ্দ
ii. লাইসেন্স পারমিট
iii. যানবাহন রেজিস্ট্রেশন ফি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ সিটি কর্পোরেশন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৭৬
🍭 বাংলাদেশের প্রধান প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে- সিটি কর্পোরেশন।
🍭 বাংলাদেশে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা- ১১টি।
🍭 সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ নির্বাচিত হন- জনগণের সরাসরি ভোটে।
🍭 সিটি কর্পোরেশনের মেয়র ভোগ করেন- প্রতিমন্ত্রীর মর্যাদা।
🍭 মহানগরীর রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে- সিটি কর্পোরেশন।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১০. বাংলাদেশের প্রধান প্রধান শহরকে কেন্দ্র করে কোনটি গড়ে উঠেছে? (জ্ঞান)
[ক] পৌরসভা
[খ] জেলা পরিষদ
[গ] উপজেলা পরিষদ
✅ সিটি কর্পোরেশন
২১১. ঢাকায় কয়টি সিটি কর্পোরেশন আছে? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
২১২. বাংলাদেশের কোন জেলাটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] দিনাজপুর
✅ রংপুর
[গ] ফরিদপুর
[ঘ] নাটোর
২১৩. সালেহার বাসকৃত মহানগরটি সরকারি প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত। সালেহা নিচের কোন মহানগরীর অধিবাসী? (প্রয়োগ)
[ক] গাইবান্ধা
[খ] ভোলা
[গ] বরগুনা
✅ সিলেট
২১৪. সিটি কর্পোরেশনের প্রধান কে? (জ্ঞান)
[ক] কাউন্সিলর
[খ] সচিব
✅ মেয়র
[ঘ] চেয়ারম্যান
২১৫. সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কীভাবে? (অনুধাবন)
[ক] পৌরসভার মেয়রদের ভোটে
[খ] ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে
[গ] জেলা প্রশাসকদের ভোটে
✅ জনগণের সরাসরি ভোটে
২১৬. সিটি কর্পোরেশনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ কাদের ভোটে নির্বাচিত হন? (জ্ঞান)
[ক] জনগণের
✅ কাউন্সিলরদের
[গ] মেয়রের
[ঘ] চেয়ারম্যানদের
২১৭. সিটি কর্পোরেশনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের জন্য কাউন্সিলরগণ অপরিহার্য- এখানে কী বলা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] কাউন্সিলরগণ তাদের বেতন দিবেন
[খ] কাউন্সিলরগণ জনগণকে ভোট দিতে বলবেন
✅ কাউন্সিলরগণ তাদের ভোট দিবেন
[ঘ] কাউন্সিলরগণ তাদের কাজে সাহায্য করবেন
২১৮. জামাল সাহেব একটি সিটি কর্পোরেশনের মেয়র। জামাল সাহেব কোন মর্যাদার অধিকারী? (প্রয়োগ)
[ক] মন্ত্রীর
✅ প্রতিমন্ত্রীর
[গ] অতিরিক্ত সচিবের
[ঘ] বিভাগীয় কমিশনারের
২১৯. সিটি কর্পোরেশনের মেয়াদ কত বছর? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫
২২০. সিটি কর্পোরেশন কোথায় কার্যকরী? (জ্ঞান)
[ক] বিভাগীয় শহরে
✅ মহানগরীতে
[গ] পৌর এলাকায়
[ঘ] প্রত্যেক জেলায়
২২১. ডাস্টবিন নির্মাণ সিটি কর্পোরেশনের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] উন্নয়নমূলক
✅ জনস্বাস্থ্যবিষয়ক
[গ] শিক্ষাবিষয়ক
[ঘ] কৃষিসংক্রান্ত
২২২. ‘ক’ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র। তিনি রংপুর শহরে জনসাধাণের জন্য নিরাপদ পানি সরবরাহের জন্য কোন ধরনের পদক্ষেপ নিবেন? (প্রয়োগ)
✅ নলকূপ খনন
[খ] পুকুর খনন
[গ] নদী সংস্করণ
[ঘ] লেক তৈরিকরণ
২২৩. মহানগরীর নিরক্ষরতা দূরীকরণের জন্য সিটি কর্পোরেশন কোন কাজটি করে? (জ্ঞান)
✅ বয়স্ক শিক্ষাকেন্দ্র স্থাপন
[খ] পানি-নিস্কাশনের ব্যবস্থা করে
[গ] নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে
[ঘ] প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করে
২২৪. সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনে কোনটি রয়েছে? (জ্ঞান)
[ক] স্কুল কলেজ
[খ] বড় দালান
✅ সিটি কর্পোরেশন মিলনায়তন
[ঘ] বাংলাদেশ জাতীয় জাদুঘর
২২৫. ফয়সাল সাহেব একটি সিটি কর্পোরেশনের মেয়র। তিনি মহানগরীর উন্নয়নের জন্য কোন কাজটি করবেন? (প্রয়োগ)
✅ মিলনায়তন নির্মাণ
[খ] হাসপাতাল নির্মাণ
[গ] স্কুল, কলেজ নির্মাণ
[ঘ] হাঁস-মুরগির খামার স্থাপন
২২৬. মহানগরের পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য সিটি কর্পোরেশন কোন কাজটি করে? (জ্ঞান)
✅ বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে
[খ] জাদুঘর ও মুক্তমঞ্চ নির্মাণ করে
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে
[ঘ] বিভিন্ন স্থানে ডাস্টবিন নির্মাণ করে
২২৭. সিটি কর্পোরেশন শান্তিরক্ষী নিয়োগ করে কেন? (অনুধাবন)
[ক] ফৌজদারি বিচার সম্পাদন করতে
[খ] সিটিতে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে
[গ] জনসচেতনতা তৈরি করতে
✅ বিবাদ মীমাংসা ও শান্তি রক্ষার্থে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৮. সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. শান্তিশৃঙ্খলা রক্ষার্থে
ii. সমস্যা সমাধানে
iii. উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৯. সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনে রয়েছে- (অনুধাবন)
i. মিলনায়তন
ii. আর্ট গ্যালারি
iii. তথ্যকেন্দ্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩০. সিটি কর্পোরেশন নির্বাচনে সঠিক তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. জনগণ ভোট প্রদান করে
ii. সরকার প্রজ্ঞাপন জারি করে
iii. প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩১. সিটি কর্পোরেশনের সাংস্কৃতিক উন্নয়ন কার্যক্রম হচ্ছে- (অনুধাবন)
i. জাদুঘর নির্মাণ
ii. মুক্তমঞ্চ নির্মাণ
iii. যাত্রাপালার আয়োজন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩২. যেসব শহরে সিটি কর্পোরেশন রয়েছে- (অনুধাবন)
i. রংপুর, বগুড়া
ii. কুমিল্লা, বরিশাল
iii. খুলনা, গাজীপুর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৩. সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (অনুধাবন)
i. বিভিন্ন স্থানে শৌচাগার স্থাপন করা
ii. ভেজাল খাদ্য সরবরাহ বন্ধ করা
iii. আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৪. সিটি কর্পোরেশনের আয়ের উল্লেখযোগ্য উৎসগুলো হলো- (অনুধাবন)
i. আরোপিত কর, টোল ও ফি
ii. সরকার কর্তৃক প্রাপ্ত অনুদান
iii. আইনের অধীন অর্থদণ্ড থেকে প্রাপ্ত অর্থ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৫. জনস্বাস্থ্য রক্ষায় সিটি কর্পোরেশনের কাজগুলো হলো- (অনুধাবন)
i. ডাস্টবিন নির্মাণ
ii. মাতৃসদন ও শিশুসদন নির্মাণ
iii. হাসপাতাল নির্মাণ ও পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৬, ২৩৭ ও ২৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
প্রশাসনিক স্তরের প্রধান হিসেবে সাইফুল ইসলাম মহানগরে জনকল্যাণ কেন্দ্র স্থাপন করেন। তিনি মিলনায়তন, তথ্যকেন্দ্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন কাজ করেন।
২৩৬. অনুচ্ছেদের সাইফুল ইসলামের প্রশাসনিক পদ কী? (প্রয়োগ)
[ক] চেয়ারম্যান
✅ মেয়র
[গ] ভাইস চেয়ারম্যান
[ঘ] সংসদ সদস্য
২৩৭. অনুচ্ছেদের সাইফুল ইসলামের মিলনায়তন, তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা কোন ধরনের উন্নয়নমূলক কাজ? (অনুধাবন)
[ক] শিক্ষা
[খ] জনস্বাস্থ্য
✅ সংস্কৃতি
[ঘ] আইনশৃঙ্খলা
২৩৮. অনুচ্ছেদের সাইফুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (উচ্চতর দক্ষতা)
i. জনস্বাস্থ্যের জন্য
ii. শিক্ষার ক্ষেত্রে
iii. ভেজাল খাদ্য নিরোধে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও :
জসিম সাহেব সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নিকট উক্ত এলাকার একজন স্কুল শিক্ষক তার স্কুলের জন্য অনুদানের অনুরোধ করেন। জসিম সাহেব তার অনুরোধের প্রেক্ষিতে স্কুলের জন্য অনুদান প্রদানের ব্যবস্থা করেন।
২৩৯. অনুচ্ছেদের মেয়র জসিম সাহেব কোন ধরনের কাজ সম্পন্ন করেছেন?
(প্রয়োগ)
✅ শিক্ষামূলক
[খ] উন্নয়নমূলক
[গ] জনস্বাস্থ্য রক্ষামূলক
[ঘ] সাহায্য ও পুনর্বাসন
২৪০. উক্ত কাজের বাইরেও জসিম সাহেবকে আরও যেসব কাজ করতে হয় তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. শান্তিশৃঙ্খলা রক্ষা
ii. মহানগরের পরিবেশের উন্নয়ন
iii. এলাকাবাসীর জনস্বাস্থ্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকারব্যবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮১
🍭 পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়- ১৯৯৭ সালে ২ ডিসেম্বর।
🍭 পার্বত্য চট্টগ্রাম- একটি ক্ষুদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চল।
🍭 পার্বত্য জেলা পরিষদ গঠিত হবে- ১ জন চেয়ারম্যান, ৩০ জন সদস্য এবং ৩ জন মহিলা সদস্যসহ মোট ৩৪ জন সদস্য নিয়ে।
🍭 পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অবশ্যই- ক্ষুদ্র নৃগোষ্ঠীর হবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪১. বাংলাদেশের কোন অঞ্চলে আলাদা স্থানীয় সরকার বিদ্যমান? (জ্ঞান)
[ক] দক্ষিণ
[খ] চট্টগ্রাম
[গ] ঢাকার পার্শ্ববর্তী
✅ পার্বত্য চট্টগ্রাম
২৪২. পার্বত্য চট্টগ্রামে স্থানীয় সরকারব্যবস্থা গড়ে ওঠার কারণ কী? (অনুধাবন)
[ক] পার্বত্য চট্টগ্রাম অনেক বড় এলাকা
✅ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনপদ্ধতি আলাদা
[গ] ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালি সরকারকে মানে না
[ঘ] ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্রীয় সরকারের অধীনে নয়
২৪৩. ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে কেন? (অনুধাবন)
[ক] তারা আলাদা জাতি বলে
✅ আলাদা পরিচয় প্রতিষ্ঠার জন্য
[গ] নৃগোষ্ঠীর সংস্কৃতি আলাদা বলে
[ঘ] নৃগোষ্ঠীর খাবার রীতি আলাদা বলে
২৪৪. পার্বত্য চট্টগ্রামে কত সালে শান্তিচুক্তি সম্পাদিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৯৬
✅ ১৯৯৭
[গ] ২০০৬
[ঘ] ২০০৮
২৪৫. পার্বত্য জেলা পরিষদে মোট সদস্য কতজন হবে? (জ্ঞান)
[ক] ৩০[ক] ৩৩
✅ ৩৪
[ঘ] ৩৫
২৪৬. ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তারিখে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি সম্পাদিত হয়। এ চুক্তির মাধ্যমে যে অঞ্চল গড়ে উঠেছে- (প্রয়োগ)
[ক] স্থানীয় হাটবাজার
[খ] ব্যয়বহুল পর্যটন এলাকা
[গ] খনিজ সম্পদ উত্তোলন কেন্দ্র
✅ ভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো
২৪৭. বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চল কোনটি? (অনুধাবন)
[ক] কুমিল্লা
[খ] ঢাকা
[গ] বরিশাল
✅ পার্বত্য চট্টগ্রাম
২৪৮. গঙ্গা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত। নিচের কোন ছকটি তার জেলা পরিষদের সাথে সম্পর্কিত? (প্রয়োগ)
[ক] রাঙামাটি ➜ কক্সবাজার ➜ বান্দরবান
[খ] রাঙামাটি ➜ কক্সবাজার ➜ কুমিল্লা
✅ রাঙামাটি ➜ খাগড়াছড়ি ➜ বান্দরবান
[ঘ] রাঙামাটি ➜ চট্টগ্রাম ➜ বান্দরবান
২৪৯. পার্বত্য জেলা পরিষদের পূর্বে মেয়াদ কত বছর ছিল? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
২৫০. পার্বত্য জেলা পরিষদের বর্তমান মেয়াদ কত বছর? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫
২৫১. পবিত্র সরকার একজন চেয়ারম্যান। তার পরিষদে ৩৪ জন সদস্য আছে। সে কোন পরিষদের সদস্য? (প্রয়োগ)
[ক] জেলা পরিষদ
✅ পার্বত্য জেলা পরিষদ
[গ] পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ
২৫২. পার্বত্য পরিষদে প্রতিনিধি নির্ধারিত হবে কীসের ভিত্তিতে? (জ্ঞান)
✅ জনসংখ্যার অনুপাতে
[খ] নৃগোষ্ঠীর সংখ্যার ভিত্তিতে
[গ] বাঙালিদের সংখ্যার ভিত্তিতে
[ঘ] এলাকার সীমানার ভিত্তিতে
২৫৩. পরিষদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহিলা সদস্য কতজন থাকবেন? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৫
২৫৪. পার্বত্য জেলা পরিষদে সচিবের দায়িত্ব কে পালন করবেন? (জ্ঞান)
[ক] চেয়ারম্যান
[খ] একজন মহিলা সদস্য
[গ] জেলা প্রশাসক
✅ একজন সরকারি কর্মকর্তা
২৫৫. মোনালিসা চেং পার্বত্য জেলা পরিষদের সদস্য। এক্ষেত্রে তার পরিষদের কাজের অন্তর্ভুক্ত নয় কোনটি? (প্রয়োগ)
[ক] বন উন্নয়ন
[খ] কৃষি উন্নয়ন
✅ আইন প্রণয়ন
[ঘ] আশ্রয় কেন্দ্র নির্মাণ
২৫৬. পার্বত্য জেলা খাগড়াছড়িতে জেলা পরিষদ বিভিন্ন স্থানে উন্নত শিক্ষা ও নিরক্ষরদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করে। পার্বত্য জেলাপরিষদের এ কাজটি কোন ধরনের কাজ? (প্রয়োগ)
[ক] বিচারসংক্রান্ত
[খ] কর আদায়সংক্রান্ত
[গ] জনস্বাস্থ্যসংক্রান্ত
✅ শিক্ষার উন্নয়নসংক্রান্ত
২৫৭. পাহাড়ি জনগোষ্ঠীর বিরোধের বিচার মীমাংসা করা হয় কীসের ভিত্তিতে? (অনুধাবন)
[ক] রাষ্ট্রীয় আইন
[খ] ধর্মীয় বিধান
[গ] কূটনৈতিক প্রথা
✅ ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতিনীতি
২৫৮. কোনটি পার্বত্য জেলা পরিষদের আয়ের উৎস? (অনুধাবন)
[ক] কমিউনিটি সেন্টার
[খ] হাট-বাজার ইজারা
[গ] বৈদেশিক সাহায্য
✅ পণ্য ক্রয়-বিক্রয়ের উপর কর
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫৯. পার্বত্য চট্টগ্রামে বাস করে- (অনুধাবন)
i. বাঙালি
ii. ক্ষুদ্র নৃগোষ্ঠী
iii. রাখাইন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬০. অন্যান্য পরিষদ থেকে পার্বত্য জেলা পরিষদের আলাদা কাজ হলো- (অনুধাবন)
i. নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ
ii. স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ
iii. মৎস্য সম্পদ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬১. পার্বত্য জেলা পরিষদের সদস্যদের মধ্যে- (অনুধাবন)
i. পাহাড়ি ও বাঙালি প্রতিনিধি থাকবে
ii. ৩ জন মহিলা সদস্য থাকবে
iii. ১ জন মহিলা সদস্য অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরের হতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬২. পার্বত্য জেলা পরিষদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এর কার্যকাল পাঁচ বছর
ii. মোট চৌত্রিশ জন সদস্য
iii. ৩ জন মহিলা সদস্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্গত হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬৩. পার্বত্য জেলা পরিষদের কাজ হলো- (প্রয়োগ)
i. শিক্ষার উন্নয়ন ও বিস্তার ঘটানো
ii. ব্যবসায়-বাণিজ্যের প্রসার করা
iii. রাষ্ট্রের আয়কর ধার্য ও আদায় করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৪ ও ২৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
পার্বত্য চট্টগ্রামের ‘চেঙ্গিস’ এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এর পূর্বে দুইবার এ দায়িত্ব পালন করেছেন। পরিষদের ৩০ জন সাধারণ সদস্য আর ৩ জন মহিলা সদস্য সকলের সাথেই তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। প্রতিবছর তিনি পরিষদের উন্নয়নমূলক অনেক কার্য্যাবলি সম্পাদন করেন। তাই সকলের কাছেই তিনি জনপ্রিয়।
২৬৪. অনুচ্ছেদের চেঙ্গিস কোন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? (প্রয়োগ)
[ক] ইউনিয়ন
[খ] উপজেলা
[গ] গ্রাম্য সালিশ নির্বাচন
✅ পার্বত্য জেলা
২৬৫. চেঙ্গিস এলাকার যেসব উন্নয়নমূলক কাজ করে থাকেন তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. শিল্প
ii. জেলার আইন শৃঙ্খলার উন্নতি
iii. পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮২
🍭 পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হবে- মোট ২৫ জন সদস্য নিয়ে।
🍭 পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন- একজন সরকারি কর্মকর্তা।
🍭 স্থানীয় পরিষদসমূহের তত্ত্বাবধান ও তাদের কর্মকাণ্ডের সমন্বয়সাধন করেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬৬. তিন পার্বত্য জেলার কার্যক্রম সমন্বয় সাধনের জন্য কয়টি আঞ্চলিক পরিষদ রয়েছে? (অনুধাবন)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
২৬৭. পার্বত্য আঞ্চলিক পরিষদে কতজন বাঙালি সদস্য আছে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৬
[ঘ] ৭
২৬৮. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে কতজন জেলা পরিষদের চেয়ারম্যান থাকে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
২৬৯. পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হবেন কে? (জ্ঞান)
[ক] একজন বাঙালি
[খ] একজন ত্রিপুরা
[গ] একজন মুরং
✅ একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী
২৭০. পার্বত্য পরিষদের চেয়ারম্যান কার মর্যাদা ভোগ করবেন? (জ্ঞান)
[ক] মন্ত্রীর
✅ প্রতিমন্ত্রীর
[গ] সচিবের
[ঘ] জেলা প্রশাসকের
২৭১. সর্বমোট ২৫ জন সদস্য নিয়ে আঞ্চলিক পরিষদ গঠিত হবে এক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে কতজন সদস্য? (প্রয়োগ)
[ক] ২
[খ] ৬
✅ ১২
[ঘ] ২০
২৭২. পার্বত্য অঞ্চলে প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? (জ্ঞান)
✅ চাকমা
[খ] ত্রিপুরা
[গ] মুরং
[ঘ] মারমা
২৭৩. পার্বত্য আঞ্চলিক পরিষদে মারমা সদস্য কতজন? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৫
[ঘ] ৬
২৭৪. পার্বত্য আঞ্চলিক পরিষদের সকল সদস্যকে কারা নির্বাচিত করেন? (জ্ঞান)
✅ জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্য
[খ] ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সকল সদস্য
[গ] ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিরা
[ঘ] সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী
২৭৫. পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের মেয়াদ কত বছর? (অনুধাবন)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
২৭৬. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন- (অনুধাবন)
[ক] বাঙালি সদস্য
✅ সরকারি কর্মকর্তা
[গ] দলের প্রবীণ ব্যক্তি
[ঘ] জেলা কমিশনার
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭৭. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য- (অনুধাবন)
i. চাকমা
ii. ত্রিপুরা
iii. পাংখো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭৮. পার্বত্য আঞ্চলিক পরিষদ জেলা পরিষদের যে কাজের তত্ত্বাবধান করে- (অনুধাবন)
i. সাধারণ প্রশাসন
ii. আইনশৃঙ্খলা
iii. উন্নয়নমূলক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭৯. পার্বত্য আঞ্চলিক পরিষদে তহবিল গঠিত হয়- (অনুধাবন)
i. বিভিন্ন ঋণ থেকে
ii. বিভিন্ন অনুদান থেকে
iii. প্রাপ্ত মুনাফা থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮০. তিন পার্বত্য জেলার উন্নয়ন সমন্বয়ের ক্ষেত্রে কার্যকর হলো- (অনুধাবন)
i. জনগণ
ii. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
iii. সরকারি সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮১. যে উৎসের অর্থে আঞ্চলিক পরিষদের তহবিল গঠিত হবে তা হলো- (অনুধাবন)
i. অনুদান
ii. সরকার কর্তৃক ঋণ
iii. পাহাড়ি অঞ্চলের খাজনা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮২. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্য্যাবলির অন্তর্ভুক্ত হলো- (প্রয়োগ)
i. সামাজিক বিচার তত্ত্বাবধান
ii. পার্বত্য জেলাসমূহের উন্নয়ন ও সমন্বয়সাধন
iii. স্থানীয় পরিষদের কর্মকাণ্ডের সমন্বয়সাধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৩. প্রতি অর্থবছর শুরু হওয়ার পূর্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে ঐ বছরের- (অনুধাবন)
i. জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করতে হয়
ii. বাজেট প্রণয়ন ও অনুমোদন করতে হয়
iii. আয় ও ব্যয় সংবলিত বিবরণী প্রণয়ন করতে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮৪ ও ২৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
রথীন দাস পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে সরকারি কর্মকর্তা হিসেবে আছেন। তার বন্ধু পরিষদের চেয়ারম্যান।
২৮৪. অনুচ্ছেদের রথীনের বন্ধু কোন সম্পদায়ের? (প্রয়োগ)
✅ ক্ষুদ্র নৃগোষ্ঠীর
[খ] বাঙালি
[গ] মারমা
[ঘ] ত্রিপুরা
২৮৫. পরিষদে রথীন দাসের পদবী কী? (অনুধাবন)
[ক] চেয়ারম্যান
[খ] পরিদর্শক
✅ নির্বাহীকর্মকর্তা
[ঘ] সচিব
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮৬ ও ২৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
সুশীল বর্মণ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। জনগণের সঙ্গে তার ভালো সম্পৃক্ততার কারণে তাকে চেয়ারম্যান পদে আসীন করা হয়। রাজনীতি এবং উন্নয়নকর্মী হিসেবে সুশীল বর্মণ সুপরিচিত।
২৮৬. সুশীল বর্মণের পরিষদটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে? (প্রয়োগ)
[ক] ২০
[খ] ২২
[গ] ২৩
✅ ২৫
২৮৭. অনুচ্ছেদের সুশীল বর্মণের নির্বাচন সম্পর্কে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. পরোক্ষ নির্বাচন ব্যবস্থা
ii. তিন জেলার চেয়ারম্যানদের ভোটাধিকার বিদ্যমান
iii. কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্ক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮২
🍭 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বিশেষ ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছে- পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ।
🍭 পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদকে নির্দিষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করা হয়েছে- আইন অনুযায়ী।
🍭 পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকে- সরকারের হাতে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮৮. প্রয়োজনে সরকার পার্বত্য জেলা পরিষদের কাজের ব্যাপারে নির্দেশ দিতে পারবে। এতে কী বোঝা যায়? (অনুধাবন)
[ক] আইন প্রণয়নের ক্ষমতা পরিষদের
[খ] আইন প্রণয়নের ক্ষমতা নৃগোষ্ঠীর
[গ] আইন প্রণয়নের ক্ষমতা জেলা চেয়ারম্যানের
✅ আইন প্রণয়নের ক্ষমতা সরকারের
২৮৯. পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? (জ্ঞান)
[ক] জনগণের
[খ] পরিষদের চেয়ারম্যানের
✅ সরকারের
[ঘ] রাষ্ট্রপতির
২৯০. সরকার কোনটি দ্বারা আঞ্চলিক পরিষদ বাতিল করতে পারে? (অনুধাবন)
[ক] বিজ্ঞপ্তি
[খ] পাহাড়ের রাজা
✅ গেজেট আদেশ
[ঘ] স্থানীয় ব্যক্তিবর্গ
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯১. পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ উভয়টির- (উচ্চতর দক্ষতা)
i. প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা বিদ্যমান
ii. ক্ষমতা ও কর্তৃত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট
iii. আইন প্রণয়ন ক্ষমতা সরকারের হাতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের মূল ভূখণ্ডের মানুষের সাথে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতির রয়েছে ব্যাপক ভিন্নতা। এ ভিন্নতা সাংবিধানিকভাবেও স্বীকৃত হয়েছে সেখানে স্থানীয় সরকার পরিষদ গঠনের ভিন্নতায়।
২৯২. সরকার উদ্দীপকে নির্দেশিত আঞ্চলিক পরিষদ কীভাবে বাতিল ঘোষণা করতে পারে? (প্রয়োগ)
✅ গেজেট আদেশ
[খ] সংসদীয় আদেশ
[গ] বিচারিক আদেশ
[ঘ] নির্বাহী আদেশ
২৯৩. সরকারের সাথে উক্ত পরিষদের সম্পর্ক হিসেবে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. আইন প্রণয়নে সরকার পরিষদের সাথে পরামর্শ করবে
ii. পরিষদ আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধি প্রণয়ন করতে পারবে
iii. সংখ্যাগরিষ্ঠের ভোটে পরিষদ সরকারের আদেশ বাতিল করতে পারবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮৬
🍭 নাগরিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে- স্থানীয় সরকার।
🍭 জন্ম নিবন্ধনের সার্টিফিকেট প্রদান করে- ইউনিয়ন পরিষদ।
🍭 নাগরিক সনদ প্রদান করে- ইউনিয়ন পরিষদ।
🍭 গ্রামের মানুষদেরকে সরকারের সাথে সংযুক্ত করে- গ্রামীণ স্থানীয় সরকার।
🍭 বিবাদ নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা- ইউনিয়ন পরিষদ আয়োজিত সালিশ।
🍭 গ্রামীণ জনগণের বিবাদ নিষ্পত্তিতে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম- গ্রাম আদালত।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯৪. নাগরিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? (জ্ঞান)
✅ স্থানীয় সরকার
[খ] কেন্দ্রীয় সরকার
[গ] সংসদীয় সরকার
[ঘ] রাষ্ট্রপতি শাসিত সরকার
২৯৫. সকল মানুষ নানা প্রয়োজনে ‘স্থানীয় সরকার’ দপ্তরে যোগাযোগ করে। এখানে স্থানীয় সরকার দ্বারা কোন প্রতিষ্ঠানটি নির্দেশিত হয়েছে? (প্রয়োগ)
✅ ইউনিয়ন পরিষদ
[খ] উপজেলা শিক্ষা অফিস
[গ] জেলা আঞ্চলিক পরিষদ
[ঘ] পার্বত্য জেলা পরিষদ
২৯৬. নাগরিক সনদ কে প্রদান করে? (জ্ঞান)
[ক] মা-বাবা
[খ] প্রধান শিক্ষক
✅ ইউনিয়ন পরিষদ
[ঘ] উপজেলা নির্বাহী অফিসার
২৯৭. ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাগরিকদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে। এটি কী নামে পরিচিত? (প্রয়োগ)
[ক] জন্মনিবন্ধনপত্র
[খ] চারিত্রিক সনদ
✅ নাগরিক সনদ
[ঘ] দাতব্য চিকিৎসালয়ের প্রমাণপত্র
২৯৮. নাগরিক সেবা সহজলভ্য করার জন্য সরকার কোনটি চালু করেছে? (জ্ঞান)
[ক] বড় শপিংমল
[খ] এটিএম বুথ
✅ ই-গভার্নেন্স
[ঘ] গ্রাম আদালত
২৯৯. ইউনিয়ন পরিষদ আয়োজিত সালিশব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
[ক] সামাজিক বিবাদ নিষ্পত্তির জন্য
[খ] পারিবারিক বিবাদ নিষ্পত্তির জন্য
[গ] সম্পত্তি বিষয়ক বিবাদ নিষ্পত্তির জন্য
✅ গ্রামীণ বিবাদ নিষ্পত্তির জন্য
৩০০. সারাবিশ্ব নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে কেন? (অনুধাবন)
[ক] নারীকে কর্মক্ষেত্রে যোগদান করাতে
✅ সামাজিক উন্নতি ও অধিকার প্রতিষ্ঠায়
[গ] নারীর রোজগার নিশ্চিত করতে
[ঘ] পরিবারে মতকে সুপ্রতিষ্ঠিত করতে
৩০১. জাতিসংঘ কত সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জারি করে? (জ্ঞান)
✅ ১৯৪৮
[খ] ১৯৪৯
[গ] ১৯৫৩
[ঘ] ১৯৫৪
৩০২. ILO নারীর রাজনৈতিক অধিকার কত সালে ঘোষণা করে? (জ্ঞান)
[ক] ১৯৪৮
[খ] ১৯৫০
✅ ১৯৫২
[ঘ] ১৯৫৪
৩০৩. কত সালে নারীদের কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৮
[খ] ১৯৫৪
✅ ১৯৬০
[গ] ১৯৭৯
৩০৪. ১৯৭৯ সালে কোথায় নারীদের কর্মসংস্থানের ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ গৃহীত হয়? (অনুধাবন)
[ক] জাতিসংঘের নিরাপত্তাপরিষদে
[খ] জাতিসংঘের অছিপরিষদে
✅ জাতিসংঘের সাধারণ পরিষদে
[ঘ] জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে
৩০৫. জাতিসংঘ কর্তৃক গৃহীত নারীদের বৈষম্য বিলোপ সনদ কতটি দেশ সমর্থন করে? (জ্ঞান)
[ক] ১৩০
✅ ১৩২
[গ] ১৩৪
[ঘ] ১৩৬
৩০৬. ১৯৯৭ সালের আইনে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়? (জ্ঞান)
[ক] ৪,৪৮৫
✅ ১৩,৪৫২
[গ] ১৪,৪৫২
[ঘ] ১৫,৪৫২
৩০৭. পার্বত্য অঞ্চলে কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১১
[গ] ১২
✅ ১৩
৩০৮. বাঙালি নাগরিকদের সাথে কাদের একই মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে? (অনুধাবন)
[ক] সকল জনগণ
[খ] পার্বত্য অধিবাসী
[গ] চাকমা
✅ ক্ষুদ্র নৃগোষ্ঠী
৩০৯. সংবিধানের পঞ্চদশ সংশোধনীর তারিখ কোনটি? (জ্ঞান)
[ক] জুন, ২০০৮
✅ জুলাই, ২০১১
[গ] এপ্রিল, ২০১২
[ঘ] মে, ২০১৩
৩১০. সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকারের দিকটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে তাদের- (অনুধাবন)
✅ নাগরিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে
[খ] রাষ্ট্রীয়ভাবে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে
[গ] বাইরের দেশে যেতে ফ্রি ভিসা প্রদানের কথা উল্লেখ রয়েছে
[ঘ] রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ প্রদানের নির্দেশনা রয়েছে
৩১১. কোন প্রতিনিধিদের জনগণ বেশি কাছে পায়? (জ্ঞান)
[ক] জাতীয়
✅ স্থানীয়
[গ] সরকারি দলের
[ঘ] বিরোধী দলের
৩১২. কোন দিক থেকে জাতীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির পার্থক্য সূচিত হয়? (প্রয়োগ)
[ক] নির্বাচনের দিক থেকে দিন, তারিখ ধার্য করার
[খ] নির্বাচনের স্থান নির্দিষ্ট করার দিক থেকে
[গ] নির্বাচনকালীন সময়ের তারতম্যের দিক থেকে
✅ জনগণের সাথে সম্পৃক্ততার দিক থেকে
৩১৩. নিচের কোন ছকটি আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে সম্পৃক্ত? (জ্ঞান)
✅ একই বেতন ➜ রাজনৈতিক অধিকার ➜ ভোটের অধিকার
[খ] মানবাধিকার ➜ একই বেতন ➜ ভোটের অধিকার
[গ] মানবাধিকার ➜ কর্মসংস্থান ➜ পেশার বৈষম্য বিলোপ
[ঘ] একই বেতন ➜ কর্মসংস্থান ➜ পেশার বৈষম্য বিলোপ
৩১৪. ‘ধর্মীয়, লিঙ্গ পার্থক্য, জাতিগত পরিচয় নাগরিক অধিকারে সমস্যা নয়’- এর দ্বারা কী বোঝায়? (প্রয়োগ)
✅ নাগরিক অধিকার প্রতিষ্ঠা
[খ] নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা
[গ] সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা
[ঘ] পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১৫. মানবাধিকার নিয়ে কাজ করে যে সংস্থা- (অনুধাবন)
i. জাতিসংঘ
ii. আন্তর্জাতিক শ্রম সংস্থা
iii. রেডক্রস
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৬. নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর- (অনুধাবন)
i. অংশগ্রহণ
ii. মতামত প্রকাশ
iii. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১৭. জাতিসংঘ নারীর যে উন্নয়নে কাজ করে- (অনুধাবন)
i. অর্থনৈতিক
ii. সামাজিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১৮. স্থানীয় সরকার দপ্তর থেকে সংগ্রহ করা হয়- (অনুধাবন)
i. সনদপত্র
ii. জন্মনিবন্ধনের সার্টিফিকেট
iii. চাকরির নিয়োগপত্র
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৯. যেকোনো বিবাদ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদ আয়োজন করে- (অনুধাবন)
i. সালিশের
ii. অনানুষ্ঠানিক নিষ্পত্তির
iii. ভ্রাম্যমান আদালত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২০. নারীর ক্ষমতায়ন বলতে বোঝায়- (অনুধাবন)
i. পরিবার ও সমাজে নারীর অংশগ্রহণ
ii. জাতীয় ক্ষেত্রে নারীর মতামত প্রকাশ
iii. সর্বোচ্চ পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি দেখে ৩২১ ও ৩২২ নং প্রশ্নের উত্তর দাও :
৩২১. উক্ত ছকটি কাদের সাথে সম্পর্কিত? (প্রয়োগ)
✅ নারী
[খ] পুরুষ
[গ] মেয়র
[ঘ] চেয়ারম্যান
৩২২. ছকের সাথে সম্পর্কিত হলো- (উচ্চতর দক্ষতা)
i. ১৯৪৮ সাল
ii. ১৯৫২ সাল
iii. ১৯৭৯ সাল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment