SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৬ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
ষষ্ঠ অধ্যায়

Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-06
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ আছে?
[ক] ৬
[খ] ৭
✅ ৮
[ঘ] ৯

২. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?
[ক] একনায়কতান্ত্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয়
✅ সংসদীয়
[ঘ] রাষ্ট্রপতি শাসিত

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
ছোট রিমা বাবার সাথে টিভির খবর দেখছিল। সে দেখলো দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে হাতে বই নিয়ে একজন পাঠ করছেন, অন্যজন শুনে শুনে বলছেন। রিমা বাবাকে জিজ্ঞেস করলে বাবা বললেন, শাসন বিভাগের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি বিচার বিভাগের প্রধানকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন।

৩. রিমার বাবা শাসন বিভাগের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির দ্বারা কাকে বোঝালেন?
[ক] প্রধানমন্ত্রীকে
✅ রাষ্ট্রপতিকে
[গ] সচিবকে
[ঘ] মহাপরিচালককে

৪. যিনি শাসন বিভাগের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি তিনি-
i. সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছেন
ii. পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন
iii. তিনি দেশের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রিপন ‘ক’ এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে এলাকার জনগণের দাবি-দাওয়া যথাস্থানে বিল আকারে পেশ করার প্রতিশ্রুতি দেন।

৫. জনাব রিপন ‘ক’ এলাকার কোন জনপ্রতিনিধি?
[ক] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
[খ] উপজেলা চেয়ারম্যান
[গ] পৌরসভার চেয়ারম্যান
✅ সংসদ সদস্য

৬. জনাব রিপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
✅ আইন প্রণয়ন করা
[খ] অনাস্থা জ্ঞাপন করা
[গ] অধিবেশন মুলতবির ঘোষণা দেওয়া
[ঘ] বাজেট পাস করা

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত? [সকল বোর্ড ’১৬]
[ক] ৩০০
[খ] ৩৪৫
✅ ৩৫০
[ঘ] ৪৫০

২. নিচের ডায়াগ্রামটি লক্ষ কর এবং “?” স্থানে কী হবে লেখ। [সকল বোর্ড ’১৬]
✅ জাতীয় সংসদ
[খ] সুপ্রিমকোর্ট
[গ] হাইকোর্ট
[ঘ] আইন মন্ত্রণালয়

৩. জাতীয় সংসদে উত্থাপিত বিল কার সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না? [সকল বোর্ড ’১৫]
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] ডেপুটি স্পিকার

৪. কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত? [সকল বোর্ড ’১৫]
✅ ৩
[খ] ৪
[গ] ৭
[ঘ] ৮

৫. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল কোন সময়ে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
ক ভাষা আন্দোলনের সময়ে
✅ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে
[গ] স্বাধীনতা পরবর্তী সময়ে
[ঘ] গণঅভ্যুত্থানের সময়ে

৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে কোন পদমর্যাদার অধিকারী? [আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র হাইস্কুল, ব্রা‏হ্মণবাড়িয়া]
ক সরকার প্রধান
[খ] মন্ত্রিপরিষদের মধ্যমণি
✅ নামমাত্র রাষ্ট্রপ্রধান
[ঘ] প্রকৃত রাষ্ট্রপ্রধান

৭. ড. এ. কে আবুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তাকে কে নিয়োগ দিয়েছেন? [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[ঘ] ডেপুটি স্পিকার

৮. জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন কে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
[গ] জনগণ
[ঘ] মন্ত্রিপরিষদ

৯. রাষ্ট্রের সকল সম্মানের উৎস কে? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] পিতার
✅ রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] প্রধান বিচারপতি

১০. কার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] রাষ্ট্রপতি
[খ] রাজনীতিবিদ
✅ প্রধানমন্ত্রী
[ঘ] সেনাপ্রধান

১১. রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কাকে? [প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ]
✅ প্রশাসন বিভাগকে
[খ] বিচার বিভাগকে
[গ] আইন বিভাগকে
[ঘ] সামরিক বিভাগকে

১২. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? [সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়]
[ক] মন্ত্রী
[খ] উপমন্ত্রী
✅ সচিব
[ঘ] মহাপরিচালক

১৩. রওশন আরা গ নামক জেলার প্রশাসক। তিনি ঐ জেলায় একটি নতুন বিদ্যালয় স্থাপন করেছেন। এটি তার কোন ধরনের কাজ? [বাংলাদেশ রেলওয়ে সরকারি বিপি উচ্চ বিদ্যালয়]
ক প্রশাসনিক
[খ] শাসন সংক্রান্ত
✅ উন্নয়নমূলক
[ঘ] রাজস্ব সংক্রান্ত

১৪. সংরক্ষিত আসন কাদের জন্য নির্দিষ্ট? [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়]
ক সংখ্যালঘু
✅ মহিলা
[গ] উপজাতি
[ঘ] পাহাড়ি

১৫. জাতীয় সংসদ নির্বাচন কত বছর পরপর অনুষ্ঠিত হয়? [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

১৬. জাতীয় সংসদে কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়? [পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
✅ ৬০
[খ] ৫৫
[গ] ৫২
[ঘ] ৫০

১৭. রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী কে? [সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, টুঙ্গী]
ক বাংলাদেশ ব্যাংক
✅ জাতীয় সংসদ
[গ] অডিটর জেনারেল
[ঘ] অর্থমন্ত্রী

১৮. জাতীয় সংসদের প্রধান কাজ কোনটি? [আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, টঙ্গী]
ক স্থানীয় শাসন সংক্রান্ত
[খ] বিচার সংক্রান্ত
✅ আইন প্রণয়ন
[ঘ] উন্নয়নমূলক

১৯. কোনটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে? [সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, টুঙ্গী]
ক আপিল বিভাগ
[খ] শাসন বিভাগ
[গ] বিচার বিভাগ
✅ হাইকোর্ট বিভাগ

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০. বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয়- [সকল বোর্ড ’১৬]
i. সুপ্রিমকোর্ট নিয়ে
ii. অধঃস্তন আদালত নিয়ে
iii. প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১. রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন- [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. দেশ অন্য কোনো দেশ কর্তৃক আক্রান্ত হলে
ii. দেশে সামরিক অভ্যুত্থান ঘটলে
iii. দেশের নিরাপত্তা বা শান্তি বিনষ্ট হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত- [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]
i. কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করেন
ii. সংসদে ভাষণ দিতে ও বাণী পাঠাতে পারেন
iii. প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত বা ভেঙে দিতে পারেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. বাংলাদেশ সংবিধান অনুযায়ী এখানে সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কারণ- [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. রাষ্ট্রপতির ক্ষমতা নামমাত্র
ii. মন্ত্রিপরিষদ সংসদের নিকট দায়বদ্ধ
iii. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আজ্ঞাবহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- [মহানগর বালিকা বিদ্যালয়, ঢাকা]
i. আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে
ii. আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে
iii. আন্তর্জাতিক কুটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. মন্ত্রিপরিষদের অন্যতম প্রধান কাজ হচ্ছে- [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
i. নতুন আইন প্রণয়ন করা
ii. পুরাতন আইন সংশোধন করা
iii. জাতীয় সংসদে নেতৃত্ব দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬. কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়িত হয়- [বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল]
i. বিভাগীয় প্রশাসনের মাধ্যমে
ii. জেলা প্রশাসনের মাধ্যমে
iii. উপজেলা প্রশাসনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. একজন সৎ ও যোগ্য জেলা প্রশাসক জনগণের- [প্রগতি মাধ্যমিক বিদ্যালয়]
i. সেবক
ii. পরিচালক
iii. বন্ধু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. জেলা প্রশাসক যে কাজ করে থাকেন- [প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ]
i. ভূমি উন্নয়ন
ii. ভূমি রেজিস্ট্রেশন
iii. রাজস্ব সংক্রান্ত বিবাদ মীমাংসা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. বিভাগীয় প্রশাসন যে ধরনের কাজ করে থাকে- [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. উন্নয়নমূলক
ii. ভূমি রাজস্ব আদায়
iii. বিচার সংক্রান্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারক করেন- [চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়]
i. উপজেলার সকল উন্নয়ন কাজ
ii. সরকারি অর্থের ব্যয় তত্ত্বাবধান
iii. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. জাতীয় সংসদ শাসন বিভাগের ওপর যার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে- [মহানগর উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. সংসদে অনাস্থা প্রস্তাব দ্বারা
ii. সংসদে নিন্দা প্রস্তাব দ্বারা
iii. সংসদে মুলতবি প্রস্তাব দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২. জাতীয় সংসদের স্পিকার- [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
i. সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন
ii. সংখ্যাগরিষ্ঠ দল কর্তৃক নিয়োগপ্রাাপ্ত হন
iii. সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. আপিল বিভাগের কাজ হলো- [বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল]
i. হাইকোর্টের রায়, ডিক্রি আদেশ ও দণ্ডাদেশ শুনানির জন্যে গ্রহণ করে
ii. রাষ্ট্রপতি কোনো আইনের ব্যাখ্যা চাইলে দেওয়া
iii. কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. হাইকোর্ট বিভাগের কাজ- [পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. কোনো ব্যক্তির মৌলিক অধিকারের পরিপন্থী কাজ থেকে বিরত রাখা
ii. অধস্তন আদালতের মামলার মীমাংসা
iii. অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
তৃতীয় শ্রেণির ছাত্র শ্যামল বাবার সাথে টেলিভিশনে খবর দেখছিল। সে দেখল, দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে হাতে বই নিয়ে একজন পাঠ করছেন, অন্যজন শুনে শুনে বলছেন। শ্যামল বাবাকে জিজ্ঞেস করলে বাবা বললেন, শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি বিচার বিভাগের প্রধানকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। [সকল বোর্ড ’১৬]

৩৫. শ্যামলের বাবা শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি বলতে কাকে বোঝালেন?
✅ প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধান নির্বাচন কমিশনার
[ঘ] স্পিকার

৩৬. শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি-
i. সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছেন
ii. পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন
iii. দেশের প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের ছকের আলোকে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :

৩৭. ‘ক’ স্থানে কোনটি বসবে? [সকল বোর্ড ’১৫]
✅ প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] মন্ত্রী পরিষদের সচিব
[ঘ] স্পিকার

৩৮. ‘ক’-কে নিয়োগ দেন কে? [সকল বোর্ড ’১৫]
[ক] প্রধানমন্ত্রী
[খ] প্রধান বিচারপতি
[গ] প্রধান নির্বাচন কমিশনার
✅ রাষ্ট্রপতি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
রাজীব বিশ্ববিদ্যালয়ের সরকার দলীয় ছাত্রনেতা। প্রধানমন্ত্রী বৈদেশিক সফর শেষে দেশে ফিরলেই ফুলের তোড়া দিয়ে সে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। আদর্শিক অবস্থান থেকে প্রধানমন্ত্রীর প্রতি তার শ্রদ্ধা অফুরন্ত।
[আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, টঙ্গী]

৩৯. রাজীব যাকে ফুল দিয়ে বরণ করে তিনি বিদেশে কীসের প্রতিনিধিত্ব করেন?
✅ রাষ্ট্রের
[খ] নিজ দলের
[গ] অর্থনৈতিক সংস্থার
[ঘ] আপন ভাষার

৪০. রাজিব যার প্রতি শ্রদ্ধা অনুভব করে তিনি-
i. রাষ্ট্রের প্রধান
ii. দলীয় প্রধান
iii. জাতীয় নেতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের ছকটি দেখে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
[সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]

৪১. ‘ক’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] আইন বিভাগ
✅ বিচার বিভাগ
[গ] শাসন বিভাগ
[ঘ] অধস্তন আদালত

৪২. ছকে উল্লিখিত বিভাগটি-
i. আইনের শাসনকে অক্ষুণœ রাখে
ii. অধ্যাদেশ জারি করে
iii. সংবিধানকে অক্ষুণœ রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

৪৩. ছকে উল্লিখিত ‘?’ স্থানে কোনটি হবে?
✅ আপিল বিভাগ
[খ] বিচার বিভাগ
[গ] জজকোর্ট
[ঘ] শাসন বিভাগ

৪৪. ‘?’ স্থানে উল্লিখিত বিভাগটি যে বিষয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা করতে পারে-
i. হাইকোর্ট বিভাগের ন্যায়
ii. হাইকোর্ট বিভাগের দণ্ডাদেশ
iii. নিম্ন আদালতের রায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫০

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৫. কোন কথাটি আমাদের জীবনের একটি খুবই পরিচিত শব্দ? (জ্ঞান)
✅ সরকার
[খ] প্রধানমন্ত্রী
[গ] রাষ্ট্রপতি
[ঘ] স্পিকার

৪৬. বিশ্বের সব দেশে কোন ব্যবস্থা প্রচলিত আছে? (জ্ঞান)
✅ সরকারব্যবস্থা
[খ] পুঁজিবাদ
[গ] সমাজতন্ত্র
[ঘ] রাজতন্ত্র

৪৭. একটি দেশের শাসনব্যবস্থা মূলত কার দ্বারা পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] বিচারপতি
✅ সরকার
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] রাষ্ট্রপতি

⚛ বাংলাদেশ সরকারের স্বরূপ : বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫০
🍭 বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়- ১৯৭১ সালের ১০ এপ্রিল।
🍭 বাংলাদেশের শাসনকার্য পরিচালনা করে- মন্ত্রিপরিষদ।
🍭 শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে গঠিত- বাংলাদেশ সরকার।
🍭 বাংলাদেশ একটি- গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র।
🍭 সংসদীয় সরকারব্যবস্থায়- রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৮. বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৬৯
[খ] ১৯৭০
✅ ১৯৭১
[ঘ] ১৯৭২

৪৯. কত তারিখে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়? (জ্ঞান)
✅ ১০ এপ্রিল
[খ] ১ মে
[গ] ১১ জুলাই
[ঘ] ১০ ডিসেম্বর

৫০. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? (জ্ঞান)
[ক] স্বৈরতান্ত্রিক
✅ গণপ্রজাতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক

৫১. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ কোন দেশ? (জ্ঞান)
✅ বাংলাদেশ
[খ] মায়ানমার
[গ] সৌদি আরব
[ঘ] সিরিয়া

৫২. বাংলাদেশ রাষ্ট্রটিতে সকল ক্ষমতার মালিক কে? (জ্ঞান)
[ক] মন্ত্রিপরিষদ
✅ জনগণ
[গ] রাষ্ট্রপতি
[ঘ] প্রধানমন্ত্রী

৫৩. বাংলাদেশ রাষ্ট্রটি কেমন? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
✅ এককেন্দ্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] একনায়কতান্ত্রিক

৫৪. বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্রীয়
✅ সংসদীয়
[গ] রাজতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

৫৫. সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কে? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[ঘ] প্রধান বিচারপতি

৫৬. বাংলাদেশের প্রকৃত শাসনক্ষমতা কোন পরিষদের হাতে ন্যস্ত? (জ্ঞান)
[ক] জেলা পরিষদ
[খ] ইউনিয়ন পরিষদ
✅ মন্ত্রিপরিষদ
[ঘ] উপজেলা পরিষদ

৫৭. বাংলাদেশের সরকার প্রধান কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] অ্যাটর্নি জেনারেল

৫৮. কার নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের শাসনকার্য পরিচালনা করে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] অ্যাটর্নি জেনারেল

৫৯. পৃথিবীর বিভিন্ন দেশের সরকারব্যবস্থায় কয়টি বিভাগ রয়েছে? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৭

৬০. বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৬১. কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়? (অনুধাবন)
[ক] শাসন বিভাগ, আইন বিভাগ, সামরিক বিভাগ
[খ] আইন বিভাগ, বিচার বিভাগ, সামরিক বিভাগ
✅ শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ
[ঘ] শাসন বিভাগ, সামরিক বিভাগ, বিচার বিভাগ

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬২. বাংলাদেশের ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. ১৯৭১ সালে প্রথম সরকার গঠিত হয়
ii. একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
iii. একটি এককেন্দ্রিক রাষ্ট্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৩. বাংলাদেশে রয়েছে- (অনুধাবন)
i. বিচার বিভাগ
ii. আইন বিভাগ
iii. শাসন বিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশটি ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রথম সরকার গঠন করে। এটি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। ‘ক’ রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক জনগণ। এছাড়া এটি একটি এককেন্দ্রিক রাষ্ট্রও।

৬৪. ‘ক’ দেশের সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোন দেশটির? (প্রয়োগ)
[ক] ভারত
✅ বাংলাদেশ
[গ] নেপাল
[ঘ] ভুটান

৬৫. উক্ত দেশ সম্পর্কে প্রযোজ্য তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা
ii. প্রধানমন্ত্রী সরকার প্রধান
iii. সরকারের তিনটি বিভাগ রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ শাসন বিভাগ : রাষ্ট্রপতি; রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫০ ও ৫১
🍭 শাসন বিভাগকে বলা হয়- নির্বাহী বিভাগ।
🍭 বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন- রাষ্ট্রপতি।
🍭 বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন- সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটে।
🍭 বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে- অবশ্যই ৩৫ বছর বয়স্ক হতে হবে।
🍭 রাষ্ট্রের প্রধান হচ্ছেন- রাষ্ট্রপতি।
🍭 সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ পরিচালিত হয়- রাষ্ট্রপতির নামে।
🍭 জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভেঙে দিতে পারেন- রাষ্ট্রপতি।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৬. শাসন বিভাগের অন্য নাম কী? (জ্ঞান)
✅ নির্বাহী বিভাগ
[খ] আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] প্রশাসন বিভাগ

৬৭. রাষ্ট্রের কাজ পরিচালনার জন্য রাষ্ট্রপতি কার পরামর্শ নেয়? (জ্ঞান)
[ক] স্পিকার
✅ প্রধানমন্ত্রী
[গ] স্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] পররাষ্ট্রমন্ত্রী

৬৮. রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রধান বলা হলেও প্রকৃত অর্থে তিনি নামমাত্র প্রধান। এর যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক স্পিকারের পরামর্শে কাজ করেন
খ মন্ত্রীদের পরামর্শে সিদ্ধান্ত নেন
✅ প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেন
[ঘ] প্রধান বিচারপতির পরামর্শে সিদ্ধান্ত নেন

৬৯. রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? (জ্ঞান)
✅ সংসদ সদস্যদের
[খ] সচিবদের
[গ] জনগণের
[ঘ] মন্ত্রীদের

৭০. বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৭
[ঘ] ৮

৭১. পর পর কয় মেয়াদে কোনো ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারেন? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৭২. বাংলাদেশের একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ কত বছর রাষ্ট্রপতির পদে থাকতে পারেন? (জ্ঞান)
[ক] ৫
✅ ১০
[গ] ১৫
[ঘ] ২০

৭৩. দায়িত্ব পালনকালে কার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না? (জ্ঞান)
ক স্পিকারের
✅ রাষ্ট্রপতির
[গ] প্রধানমন্ত্রীর
[ঘ] প্রধান বিচারপতির

৭৪. জাতীয় সংসদ কীসের মাধ্যমে একজন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে? (জ্ঞান)
✅ অভিশংসনের
[খ] আইনের
[গ] দলীয় ক্ষমতার
[ঘ] সুপ্রিমকোর্টের

৭৫. রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে? (জ্ঞান)
[ক] ৩০
✅ ৩৫
[গ] ৪০
[ঘ] ৪৫

৭৬. অভিশংসন কী?
[ক] নিয়োগ পদ্ধতি
[খ] নির্বাচন পদ্ধতি
[গ] কর্ম পদ্ধতি
✅ অপসারণ পদ্ধতি

৭৭. মি ‘H’ দেশের রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হয়েছেন। তার সম্পর্কে কোন সিদ্ধান্তটি প্রযোজ্য হবে? (প্রয়োগ)
✅ তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না
[খ] তিনি আর সংসদ সদস্য হতে পারবেন না
[গ] তিনি আর কোনো কাজ করতে পারবেন না
[ঘ] তিনি আর রাজনীতি করতে পারবেন না

৭৮. দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কোন যোগ্যতাটি আবশ্যক?
(উচ্চতর দক্ষতা)
[ক] বিচারপতি হওয়ার
✅ সাংসদ হওয়ার
[গ] প্রধানমন্ত্রী হওয়ার
[ঘ] রাষ্ট্রদূত হওয়ার

৭৯. সরকারের সকল শাসনসংক্রান্ত কাজ কার নামে পরিচালিত হয়? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] বিচারপতির
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রীর

৮০. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতি
✅ রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] সেনাপ্রধান

৮১. মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ করেন কে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] অ্যাটর্নি জেনারেল

৮২. রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগের দায়িত্ব কে পালন করেন? (জ্ঞান)
[ক] স্বরাষ্ট্রমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] বিচারপতি
[ঘ] প্রধানমন্ত্রী

৮৩. বাংলাদেশের মহাহিসাব রক্ষক কে নিয়োগ করেন? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] অ্যাটর্নি জেনারেল

৮৪. সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] বিচারপতি
[গ] স্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] স্পিকার

৮৫. প্রধানমন্ত্রীসহ আর কাকে নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে করেন? (জ্ঞান)
ক সেনাপ্রধান
[খ] রাষ্ট্রদূত
[গ] মহাহিসাবরক্ষক
✅ প্রধান বিচারপতি

৮৬. জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] প্রধান বিচারপতি

৮৭. সংসদ কোনোক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি কত দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল হতে অর্থ মঞ্জুর করতে পারেন? (জ্ঞান)
[ক] ২০
[খ] ৩০
[গ] ৪৫
✅ ৬০

৮৮. সংসদ কর্তৃক গৃহীত বিল কীসের ভিত্তিতে আইনে পরিণত হয়? (অনুধাবন)
[ক] বিচারপতির আদেশে
✅ রাষ্ট্রপতির সম্মতিতে
[গ] সেনাপ্রধানের মাধ্যমে
[ঘ] প্রধানমন্ত্রীর সম্মতিতে

৮৯. অর্থ বিল সংসদে উত্থাপনের জন্য কার সুপারিশ প্রয়োজন হয়? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] স্পিকারের
[ঘ] অর্থমন্ত্রীর

৯০. সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি কত দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল হতে অর্থ মঞ্জুর করতে পারেন? (জ্ঞান)
[ক] ২০
[খ] ৩০
[গ] ৪৫
✅ ৬০

৯১. সুপ্রিমকোর্টের বিচারপতি নিয়োগের জন্য রাষ্ট্রপতি কার পরামর্শ গ্রহণ করেন? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রীর
[খ] আইনমন্ত্রীর
✅ প্রধান বিচারপতির
[ঘ] জাতীয় সংসদের

৯২. রাষ্ট্রপতি জনাব ‘ক’ এর সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতিদের নিয়োগ দান করেন। এখানে ‘ক’ বলতে কাকে বোঝানো হয়েছে? (প্রয়োগ)
ক স্পিকার
[খ] প্রধানমন্ত্রী
[গ] সেনাপ্রধান
✅ প্রধান বিচারপতি

৯৩. আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা হ্রাস বা মওকুফ করেন কে? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতি
[খ] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[ঘ] সচিব

৯৪. কোনো নাগরিক কার অনুমতি ব্যতীত অন্য কোনো দেশের দেওয়া পদবি গ্রহণ করতে পারে না? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রীর
[খ] স্পিকারের
[গ] বিচারপতির
✅ রাষ্ট্রপতির

৯৫. আজিজ সাহেব ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার গোকো পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কার নিতে গেলে তার কী করা উচিত? (প্রয়োগ)
ক প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া
খ ফ্রান্সের রাষ্ট্রদূতের অনুমতি নেওয়া
✅ রাষ্ট্রপতির অনুমতি নেওয়া
[ঘ] ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের অনুমতি নেওয়া

৯৬. জরুরি অবস্থা ঘোষণা করেন কে? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] বিচারপতি
[ঘ] স্পিকার

৯৭. রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার পূর্বে কার সম্মতির প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতির
✅ প্রধানমন্ত্রীর
[গ] মন্ত্রিসভার সদস্যদের
[ঘ] নির্বাচন কমিশনারের

৯৮. জাতীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কে? (জ্ঞান)
[ক] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[গ] সচিব
[ঘ] প্রধানমন্ত্রী

৯৯. রাষ্ট্রীয় চুক্তি ও দলিল কার নির্দেশে সম্পাদিত হয়? (জ্ঞান)
ক প্রধানমন্ত্রীর
✅ রাষ্ট্রপতির
[গ] স্পিকারের
[ঘ] প্রধান বিচারপতির

১০০. বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা নিয়োগের সময় যে নিয়োগপত্র দিয়েছিলেন তা কে গ্রহণ করেছিলেন? (প্রয়োগ)
ক প্রধানমন্ত্রী
[খ] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[ঘ] সেনাপ্রধান

১০১. প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান কে? (জ্ঞান)
[ক] প্রধান বিচারপতি
✅ রাষ্ট্রপতি
[গ] অ্যাটর্নি জেনারেল
[ঘ] প্রধান নির্বাচন কমিশনার

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০২. বাংলাদেশের রাষ্ট্রপতি- (অনুধাবন)
i. পুনর্নিাবাচিত হতে পারেন
ii. ১৫ বছর স্বপদে বহাল থাকতে পারেন
iii. মেয়াদ শেষের পূর্বেই অপসারিত হতে পারেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৩. নির্বাহী বিভাগ গঠিত যাদেরকে নিয়ে- (প্রয়োগ)
i. রাষ্ট্রপতি
ii. প্রধানমন্ত্রী
iii. মন্ত্রিপরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৪. রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতাবলির মধ্যে পড়ে- (অনুধাবন)
i. সরকারি কার্যাদি বণ্টন করা
ii. বিদেশের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়া
iii. বিদেশে রাষ্ট্রদূতদের নিয়োগ দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. রাষ্ট্রপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত হন- (অনুধাবন)
i. প্রধান বিচারপতি
ii. প্রধানমন্ত্রী
iii. অ্যাটর্নি জেনারেল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. তার কার্যকাল ৮ বছর
ii. তিনি সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন
iii. রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. রাষ্ট্রপতি হতে হলে যে ধরনের যোগ্যতা দরকার- (প্রয়োগ)
i. ৩৫ বছর বয়স
ii. সংবিধান লঙ্ঘন করা
iii. বাংলাদেশি হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত নিয়োগ দেন- (অনুধাবন)
i. প্রধানমন্ত্রীকে
ii. প্রধান বিচারপতিকে
iii. সামরিক বাহিনীর প্রধানদের

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে নিয়োগ দেন যাদের- (অনুধাবন)
i. আপিল বিভাগের বিচারপতি
ii. হাইকোর্ট বিভাগের বিচারপতি
iii. হাইকমিশনার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতিকে অপসারিত করা যায়- (অনুধাবন)
i. সংবিধান লঙ্ঘন করলে
ii. গুরুতর কোনো অভিযোগ থাকলে
iii. দেশে শান্তি বিনষ্ট হলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. রাষ্ট্রপতি দেশের বরেণ্য ব্যক্তিদের প্রদান করেন- (অনুধাবন)
i. খেতাব
ii. প্রচুর অর্থ
iii. সম্মাননা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি দেখে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :

১১২. ‘ঢ’ চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে? (প্রয়োগ)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] অর্থমন্ত্রী
[ঘ] প্রধান বিচারপ্রতি

১১৩. 'ঢ' চিহ্নিত ব্যক্তির জাতীয় সংসদ বিষয়ক কার্য্যাবলি হলো- (অনুধাবন)
i. অধিবেশন আহবান করা
ii. অধিবেশন স্থগিত করা
iii. অধিবেশন বাতিল করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ ব্যক্তি ‘অ' রাষ্ট্রের প্রধান। তার নামে সরকারের সকল শাসনসংক্রান্ত কাজ পরিচালিত হয়। তিনি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দান করেন।

১১৪. অনুচ্ছেদ অনুযায়ী ‘ক’ ব্যক্তি ‘অ' রাষ্ট্রের কোন পদমর্যাদায় আসীন? (প্রয়োগ)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] প্রধান বিচারপতি

১১৫. অনুচ্ছেদে উল্লিখিত কাজ ছাড়া ‘ক’ ব্যক্তি আরও যেসব কাজ করেন- (উচ্চতর দক্ষতা)
i. বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ করেন
ii. মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন
iii. জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ; মন্ত্রিপরিষদ; মন্ত্রিপরিষদের ক্ষমতা ও কার্য্যাবলি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫২, ৫৩ ও ৫৪
🍭 মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
🍭 দেশের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী- প্রধানমন্ত্রী।
🍭 প্রধানমন্ত্রী- মন্ত্রিপরিষদের প্রধান।
🍭 জাতীয় স্বার্থের রক্ষক- প্রধানমন্ত্রী।
🍭 দেশের শাসনসংক্রান্ত সব কাজ পরিচালনা করার ক্ষমতার অধিকারী- মন্ত্রিপরিষদের।
🍭 সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করে থাকে- মন্ত্রিপরিষদ।
🍭 সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে- মন্ত্রিপরিষদ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৬. মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু কে? (জ্ঞান)
[ক] স্পিকার
✅ প্রধানমন্ত্রী
[গ] রাষ্ট্রপতি
[ঘ] সমবায়মন্ত্রী

১১৭. ‘রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের কোন ব্যক্তিকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? (জ্ঞান)
ক সবচেয়ে বেশি অভিজ্ঞতাসম্পন্ন
[খ] সবচেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিকে
✅ আস্থাভাজন ব্যক্তিকে
[ঘ] নিজের পছন্দের ব্যক্তিকে

১১৮. ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় কোন দল? (জ্ঞান)
✅ আওয়ামী লীগ
[খ] জাতীয় পার্টি
[গ] বিএনপি
[ঘ] জামায়াতে ইসলামী

১১৯. ২০০৮ সালে রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? (জ্ঞান)
[ক] খালেদা জিয়াকে
[খ] জেনারেল এরশাদকে
✅ শেখ হাসিনাকে
[ঘ] রওশন এরশাদকে

১২০. ২০০১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কে? (জ্ঞান)
✅ বেগম খালেদা জিয়া
[খ] এইচ এম এরশাদ
[গ] শেখ হাসিনা
[ঘ] ড. কামাল হোসেন

১২১. (?) চিহ্নিত স্থানে কী বসবে? (প্রয়োগ)
[ক] এইচ এম এরশাদ
✅ খালেদা জিয়া
[গ] শেখ হাসিনা
[ঘ] ড. কামাল হোসেন

১২২. সংসদে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রধানমন্ত্রী নিয়োগের সময় রাষ্ট্রপতি কীসের আশ্রয় নেয়? (অনুধাবন)
[ক] জনমত
✅ বিচার-বিবেচনা
[গ] স্পিকারের পরামর্শ
[ঘ] আদালতের রায়

১২৩. বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

১২৪. প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হয়? (অনুধাবন)
[ক] বিদেশে যাওয়ার কারণে
✅ সংসদ অনাস্থা আনলে
[গ] অসুস্থ হলে
[ঘ] কর পরিশোধ না করলে

১২৫. কার পদত্যাগে মন্ত্রিসভা ভেঙে যায়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতির
✅ প্রধানমন্ত্রীর
[গ] প্রধান বিচারপতির
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রীর

১২৬. সরকারের স্তম্ভ বলা হয় কাকে? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রীকে
[খ] রাষ্ট্রপতিকে
[গ] স্পিকারকে
[ঘ] অর্থমন্ত্রীকে

১২৭. জাতীয় সংসদের নেতা কে? (জ্ঞান)
[ক] স্পিকার
[খ] সংসদ সদস্য
[গ] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী

১২৮. সংবিধান অনুযায়ী কার নামে দেশের শাসন পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
✅ রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] আইনসভা

১২৯. প্রধানমন্ত্রী শাসনসংক্রান্ত দায়িত্ব পালনে কাদের সহযোগিতা নেন? (জ্ঞান)
✅ মন্ত্রিপরিষদ
[খ] উপদেষ্টা পরিষদ
[গ] জেলা পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ

১৩০. কে মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করেন? (অনুধাবন)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

১৩১. মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন কে?
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

১৩২. বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করেন কে? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রী
[খ] যুগ্মসচিব
[গ] সংসদ উপনেতা
[ঘ] অ্যাটর্নি জেনারেল

১৩৩. মন্ত্রীগণ কার পরামর্শ ও অনুমোদন নিয়ে কাজ করেন? (জ্ঞান)
ক রাষ্ট্রপতির
[খ] স্পিকারের
✅ প্রধানমন্ত্রীর
[ঘ] প্রধান বিচারপতির

১৩৪. বাংলাদেশে বার্ষিক বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে? (জ্ঞান)
✅ অর্থমন্ত্রী
[খ] প্রধানমন্ত্রী
[গ] বাণিজ্যমন্ত্রী
[ঘ] রাষ্ট্রপতি

১৩৫. আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে কার সম্মতি লাগে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] বিচারপতি
[ঘ] সেনাপ্রধান

১৩৬. আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন কে? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] বাণিজ্যমন্ত্রী
[ঘ] স্পিকার

১৩৭. দেশের জরুরি অবস্থায় মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছাড়া যেকোনো নির্দেশ দিতে পারেন কে? (জ্ঞান)
[ক] সচিব
[খ] অর্থমন্ত্রী
[গ] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী

১৩৮. জাতীয় স্বার্থে স্বচ্ছতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন কে? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রী
[খ] মন্ত্রিপরিষদ
[গ] রাষ্ট্রপতি
[ঘ] শিক্ষামন্ত্রী

১৩৯. জাতীয় স্বার্থের রক্ষক কে?
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

১৪০. রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি এবং সরকারের মূল স্তম্ভ কে? (জ্ঞান)
[ক] সচিবালয়
✅ প্রধানমন্ত্রী
[গ] রাষ্ট্রপতি
[ঘ] জাতীয় সংসদ

১৪১. প্রধানমন্ত্রী জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন কীভাবে? (অনুধাবন)
[ক] প্রশাসনের মাধ্যমে
[খ] অধিকার নিশ্চিত করার মাধ্যমে
✅ বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে
[ঘ] যথাযথ পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে

১৪২. বাংলাদেশে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই দেশ, জাতি ও সরকার পরিচালিত হয় কেন? (অনুধাবন)
✅ সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা থাকায়
[খ] রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান হওয়ায়
[গ] প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ায়
[ঘ] প্রধান বিচারপতি অনির্বাচিত ব্যক্তি হওয়ায়

১৪৩. মন্ত্রিপরিষদ গঠন করা হয় কেন? (অনুধাবন)
[ক] বাজেট প্রণয়ন করতে
✅ সরকার পরিচালনা করতে
[গ] আইনশৃঙ্খলা উন্নত করতে
[ঘ] নির্বাচন করতে

১৪৪. মন্ত্রিপরিষদের নেতা কে?
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্বরাষ্ট্রমন্ত্রী

১৪৫. মন্ত্রিপরিষদের মন্ত্রীগণ নিযুক্ত হন কীভাবে? (অনুধাবন)
✅ সংসদ সদস্যদের মধ্য থেকে
[খ] সাধারণ জনগণের মধ্য থেকে
[গ] বিচারকদের মধ্য থেকে
[ঘ] রাজনৈতিক দলের কর্মীদের মধ্য থেকে

১৪৬. মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে কে দায়িত্ব বণ্টন করেন? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] বিচারপতি
[ঘ] স্পিকার

১৪৭. মন্ত্রিসভা কাজের জন্য কার নিকট দায়ী থাকে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] প্রধান বিচারপতির
✅ জাতীয় সংসদের

১৪৮. প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ কীসের নিকট দায়ী? (অনুধাবন)
[ক] স্পিকারের
✅ সংসদের
[গ] বিচারপতির
[ঘ] রাষ্ট্রপতির

১৪৯. প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা কোনো কারণে সংসদ ভেঙে গেলে মন্ত্রিসভা কী হবে? (জ্ঞান)
[ক] কিছু দিন বহাল থাকবে
[খ] রাষ্ট্রপতি ভেঙে দেন
✅ আপনাআপনি ভেঙে যাবে
[ঘ] রাষ্ট্রপতি পুনঃবহাল করেন

১৫০. কার সহযোগিতায় প্রধানমন্ত্রী শাসনসংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
[ক] স্পিকারের
[খ] সচিবদের
[গ] বিচারপতিদের
✅ মন্ত্রিপরিষদের

১৫১. মন্ত্রিসভার ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে কোথায় জবাবদিহি করতে হয়? (জ্ঞান)
✅ সংসদে
[খ] সুপ্রিমকোর্টে
[গ] হাইকোর্টে
[ঘ] সচিবালয়ে

১৫২. কার নেতৃত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রীর
[খ] সচিবের
[গ] রাষ্ট্রপতির
[ঘ] বিচারপতির

১৫৩. কোনো বিল পাস করানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করেন কে? (জ্ঞান)
[ক] জনগণ
[খ] স্পিকার
[গ] সচিব
✅ মন্ত্রিপরিষদের সদস্যগণ

১৫৪. কার তত্ত্বাবধানে খসড়া বাজেট প্রণীত হয়? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
✅ অর্থমন্ত্রী
[ঘ] বাণিজ্যমন্ত্রী

১৫৫. দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা কার গুরুত্বপূর্ণ দায়িত্ব? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রীর
✅ মন্ত্রিপরিষদের
[গ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
[ঘ] রাষ্ট্রপতির

১৫৬. দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কার? (জ্ঞান)
[ক] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
✅ মন্ত্রিসভার
[গ] সচিবের
[ঘ] বিচারপতির

১৫৭. সম্প্রতি বাংলাদেশ সৌদি আরবের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। এটি কার দায়িত্বে? (প্রয়োগ)
✅ মন্ত্রিপরিষদের
[খ] নির্বাহী বিভাগের
[গ] অর্থ মন্ত্রণালয়ের
[ঘ] অ্যাটর্নি জেনারেলের

১৫৮. কোনটি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? (জ্ঞান)
✅ মন্ত্রিপরিষদ
[খ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[গ] কেন্দ্রীয় প্রশাসন
[ঘ] রেল মন্ত্রণালয়

১৫৯. সরকারের নীতি জনগণের কাছে তুলে ধরে কে? (জ্ঞান)
✅ মন্ত্রিপরিষদ
[খ] অর্থমন্ত্রী
[গ] তথ্য মন্ত্রণালয়
[ঘ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৬০. প্রধানমন্ত্রী- (অনুধাবন)
i. সরকার প্রধান
ii. রাষ্ট্রপ্রধান
iii. মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬১. প্রধানমন্ত্রী জাতীয় সংসদের- (অনুধাবন)
i. পরিচালক
ii. সদস্য
iii. নেতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলা যায়- (অনুধাবন)
i. সরকারের স্তম্ভ
ii. স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন
iii. তার মেয়াদ পাঁচ বছর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৩. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন জাতীয় সংসদের অধিবেশন- (অনুধাবন)
i. আহবানে
ii. স্থগিত করতে
iii. ভেঙে দিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৪. শাসনসংক্রান্ত বিষয়ের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. আইনশৃঙ্খলা রক্ষা
ii. অর্থনৈতিক অগ্রগতি
iii. বৈদেশিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৫. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে- (অনুধাবন)
i. মন্ত্রিসভা গঠিত হয়
ii. মন্ত্রিসভা পরিচালিত হয়
iii. মন্ত্রিসভা বিলুপ্ত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৬. রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি হিসেবে প্রধানমন্ত্রী যেসব দায়িত্ব পালন করেন- (প্রয়োগ)
i. মন্ত্রিসভা পরিচালনা করেন
ii. সংসদে আইন প্রণয়নে নেতৃত্ব দেন
iii. বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে পরামর্শ দেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৭. জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে- (অনুধাবন)
i. জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন
ii. জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন
iii. রাজনৈতিক নেতাদের দলীয় কাজ সম্পর্কে সচেতন করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৮. মন্ত্রিপরিষদ গঠিত হয়- (অনুধাবন)
i. মন্ত্রিদের নিয়ে
ii. প্রতিমন্ত্রীদের নিয়ে
iii. উপমন্ত্রীদের নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৯. মন্ত্রিসভার নিয়মিত সভায় যে ধরনের বিষয় আলোচিত হয়- (অনুধাবন)
i. বাণিজ্য সম্পর্ক
ii. প্রতিরক্ষা সম্পর্ক
iii. সাংস্কৃতিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (অনুধাবন)
i. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা
ii. দেশের নিরাপত্তা রক্ষা করা
iii. দেশে ধর্মীয় চেতনার বিকাশ ঘটানো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭১. বৈদেশিক নীতি নির্ধারণে মন্ত্রিপরিষদ যেসব দায়িত্ব পালন করে- (অনুধাবন)
i. কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে
ii. বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন করে
iii. আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭২. মন্ত্রিপরিষদ বৈদেশিক নীতি নির্ধারণ করে- (অনুধাবন)
i. জাতীয় স্বার্থ ঠিক রেখে
ii. দেশের মর্যাদা অক্ষুণœ রেখে
iii. সংসদে আলোচনা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. মন্ত্রিপরিষদের কাজ হচ্ছে- (অনুধাবন)
i. সরকারের নীতি জনগণের কাছে তুলে ধরা
ii. এসব নীতির পিছনে জনগণের সমর্থন আদায় করা
iii. জনগণের অন্যায়ের যথাযথ শাস্তির ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৪ ও ১৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
শিলা গতকাল তার বাবার সাথে স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটি জাতীয় পতাকাবাহী গাড়ি ও এর পেছনে পুলিশ প্রটোকল দেখে বাবাকে প্রশ্ন করে- এ গাড়িটি কে ব্যবহার করেন? বাবা উত্তরে বলেন, এ ধরনের গাড়িতে শাসন বিভাগের ক্ষমতাধর ব্যক্তিরা চড়েন। সরকার পরিচালনার জন্য তাদের একটি পরিষদ রয়েছে, যার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী।

১৭৪. অনুচ্ছেদে শিলার দেখা গাড়িটি কে ব্যবহার করেন? (প্রয়োগ)
ক সংসদ সদস্য
[খ] গণপরিষদের সদস্য
✅ মন্ত্রিপরিষদের সদস্য
[ঘ] সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

১৭৫. উক্ত পরিষদের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করে থাকেন- (উচ্চতর দক্ষতা)
i. বৈদেশিক নীতি নির্ধারণে
ii. জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায়
iii. সংসদ পরিচালনায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো; কেন্দ্রীয় প্রশাসন; বিভাগীয় প্রশাসন : উপজেলা প্রশাসন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৫, ৫৬ ও ৫৭
🍭 প্রশাসনকে বলা হয়- রাষ্ট্রের হৃৎপিণ্ড।
🍭 কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু- সচিবালয়।
🍭 মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান- সচিব।
🍭 বাংলাদেশের প্রতিটি বিভাগের প্রশাসনিক প্রধান হলেন- একজন বিভাগীয় কমিশনার।
🍭 মাঠ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো- জেলা প্রশাসন।
🍭 উপজেলার প্রধান প্রশাসক হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৬. সচিবালয়ের প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করলে কোনটি শীর্ষে পাওয়া যায়? (জ্ঞান)
[ক] যুগ্মসচিব
✅ মন্ত্রী
[গ] সচিব
[ঘ] কমিশনার

১৭৭. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর কয়টি? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৭৮. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর প্রথম স্তর কোনটি? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় প্রশাসন
[খ] মাঠ প্রশাসন
[গ] স্থানীয় প্রশাসন
[ঘ] জেলা প্রশাসন

১৭৯. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর কোনটি? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসন
[খ] কেন্দ্রীয় প্রশাসন
✅ মাঠ প্রশাসন
[ঘ] স্থানীয় প্রশাসন

১৮০. মাঠ প্রশাসনের সবচেয়ে উপরের স্তর কোনটি? (জ্ঞান)
✅ বিভাগীয় প্রশাসন
[খ] অধিদপ্তর
[গ] জেলা প্রশাসন
[ঘ] উপজেলা প্রশাসন

১৮১. মাঠ প্রশাসনে দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] বিভাগীয় প্রশাসন
✅ জেলা প্রশাসন
[গ] উপজেলা প্রশাসন
[ঘ] গ্রাম প্রশাসন

১৮২. কোন প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত? (জ্ঞান)
[ক] বিভাগীয় প্রশাসন
[খ] জেলা প্রশাসন
✅ উপজেলা প্রশাসন
[ঘ] ইউনিয়ন পরিষদ

১৮৩. (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে? (প্রয়োগ)
[ক] অধিদপ্তর
✅ মাঠ প্রশাসন
[গ] কেন্দ্রীয় প্রশাসন
[ঘ] মন্ত্রিপরিষদ

১৮৪. মাঠ প্রশাসন মূলত কীসের ভিত্তিতে পরিচালিত হয়? (অনুধাবন)
[ক] উপজেলার
✅ কেন্দ্রের
[গ] মন্ত্রীর
[ঘ] রাষ্ট্রপতির

১৮৫. অধিদপ্তরের প্রধানকে কী বলা হয়? (জ্ঞান)
✅ পরিচালক
[খ] চেয়ারম্যান
[গ] সম্পাদক
[ঘ] কমিশনার

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

১৮৬. বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম একটি দপ্তর হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এর প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
 (প্রয়োগ)
✅ মহাপরিচালক
[খ] পরিচালক
[গ] চেয়ারম্যান
[ঘ] নির্বাহী পরিচালক

১৮৭. বিভিন্ন সরকারি কাজ বাস্তবায়নে দপ্তর অধিদপ্তরগুলো সচিবালয়ের কী হিসেবে কাজ করে? (অনুধাবন)
✅ লাইন সংস্থা
[খ] সর্বজনীন পদ্ধতি
[গ] সরকারি ব্যবস্থা
[ঘ] মন্ত্রিপরিষদ পরিচালিত ব্যবস্থা

১৮৮. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি? (জ্ঞান)
[ক] জাতীয় সংসদ
[খ] মন্ত্রিপরিষদ
✅ বাংলাদেশ সচিবালয়
[ঘ] প্রধানমন্ত্রী

১৮৯. দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়? (জ্ঞান)
[ক] সংসদে
[খ] জেলায়
[গ] বিভাগে
✅ সচিবালয়ে

১৯০. সচিবালয় কীভাবে গঠিত? (অনুধাবন)
[ক] মন্ত্রিদের নিয়ে
[খ] সচিবদের নিয়ে
✅ কয়েকটি মন্ত্রণালয় নিয়ে
[ঘ] কয়েকটি সামরিক সংস্থা নিয়ে

১৯১. একটি মন্ত্রণালয় কীসের অধীনে ন্যস্ত থাকে? (অনুধাবন)
✅ একজন মন্ত্রীর
[খ] একজন সচিবের
[গ] একজন প্রতিমন্ত্রীর
[ঘ] একজন কূটনীতিকের

১৯২. মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? (জ্ঞান)
[ক] মন্ত্রী
✅ অতিরিক্ত সচিব
[গ] সচিব
[ঘ] কমিশনার

১৯৩. কোনো মন্ত্রণালয়ের সচিব অনুপস্থিত থাকলে কে সচিবের দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
ক যুগ্ম সচিব
[খ] উপসচিব
✅ অতিরিক্ত সচিব
[ঘ] সরকারি সচিব

১৯৪. মন্ত্রণালয়ের প্রতিটি অণুবিভাগের দায়িত্ব কে পালন করেন? (জ্ঞান)
✅ যুগ্ম সচিব
[খ] সচিব
[গ] উপসচিব
[ঘ] কমিশনার

১৯৫. মন্ত্রণালয়ের প্রতিটি অণুবিভাগের জন্য কয়জন করে যুগ্মসচিব থাকেন? (জ্ঞান)
✅ একজন
[খ] দুজন
[গ] তিনজন
[ঘ] চারজন

১৯৬. মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে কে থাকেন?
[ক] সচিব
[খ] যুগ্ম সচিব
✅ উপসচিব
[ঘ] অতিরিক্ত সচিব

১৯৭. বাংলাদেশে কয়জন বিভাগীয় কমিশনার আছে? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] ছয়
✅ সাত
[ঘ] আট

১৯৮. মন্ত্রণালয়ের কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী ও সহকারী সচিব থাকবেন তা কী অনুযায়ী নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী
✅ মন্ত্রণালয়ের কাজের পরিধি অনুযায়ী
[গ] দেশের আয়তন অনুযায়ী
[ঘ] সচিবদের পদক্রম অনুযায়ী

১৯৯. বিভাগীয় প্রধানকে কী বলা হয়? (জ্ঞান)
✅ বিভাগীয় কমিশনার
[খ] সচিব
[গ] বিভাগীয় চেয়ারম্যান
[ঘ] এমপি

২০০. বিভাগীয় কমিশনার তার কাজের জন্য কার কাছে দায়ী থাকেন? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসকের নিকট
[খ] উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট
✅ কেন্দ্রীয় প্রশাসনের নিকট
[ঘ] সাংসদের নিকট

২০১. জেলা প্রশাসকদের কাজের তদারকি করেন কে?
[ক] অতিরিক্ত সচিব
[খ] অ্যাটর্নি জেনারেল
[গ] জেলা জজ
✅ বিভাগীয় কমিশনার

২০২. বিভাগীয় পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন কে? (জ্ঞান)
[ক] জেলা প্রশাসক
✅ বিভাগীয় কমিশনার
[গ] যুগ্ম সচিব
[ঘ] কালেক্টর

২০৩. জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? (জ্ঞান)
[ক] পুলিশ সুপার
[খ] সহকারী জেলা প্রশাসক
✅ জেলা প্রশাসক
[ঘ] উপজেলা চেয়ারম্যান

২০৪. বাংলাদেশ সিভিল সার্ভিসের অভিজ্ঞ সদস্য কে? (জ্ঞান)
✅ জেলা প্রশাসক
[খ] উপজেলা নির্বাহী অফিসার
[গ] মেয়র
[ঘ] কমিশনার

২০৫. কাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] উপজেলা নির্বাহী কর্মকর্তা
[খ] উপজেলা পরিষদের চেয়ারম্যান
✅ জেলা প্রশাসক
[ঘ] পুলিশ সুপার

২০৬. জেলা প্রশাসক যেসব আদেশ, নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তা কোথা থেকে আসে? (অনুধাবন)
[ক] বিভাগীয় প্রশাসন
[খ] জেলা প্রশাসন
✅ কেন্দ্র
[ঘ] সংসদ

২০৭. জেলার বিভিন্ন অফিসের কাজ তদারকি ও সমন্বয় করেন কে? (জ্ঞান)
[ক] সচিব
✅ জেলা প্রশাসক
[গ] পুলিশ সুপার
[ঘ] জেলা জজ

২০৮. জেলার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করেন কে? (জ্ঞান)
✅ জেলা প্রশাসক
[খ] সচিব
[গ] কমিশনার
[ঘ] মন্ত্রী

২০৯. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি? (জ্ঞান)
[ক] জাতীয় সংসদ
[খ] মন্ত্রিপরিষদ
✅ বাংলাদেশ সচিবালয়
[ঘ] প্রধানমন্ত্রী

২১০. জেলা প্রশাসক কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] যুগ্ম সচিব
✅ কালেক্টর
[গ] নির্বাহী কর্মকর্তা
[ঘ] উপসচিব

২১১. ভূমি উন্নয়ন জেলা প্রশাসকের কোন ধরনের কাজ? (জ্ঞান)
ক প্রশাসনিক
✅ রাজস্ব সংক্রান্ত
[গ] উন্নয়নমূলক
[ঘ] শাসন সংক্রান্ত

২১২. জেলার আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ জেলা প্রশাসক কার সাহায্যে করে থাকেন? (জ্ঞান)
[ক] জনগণ
✅ পুলিশ
[গ] সেনাবাহিনী
[ঘ] জেলা জজ

২১৩. জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি কে? (জ্ঞান)
✅ জেলা প্রশাসক
[খ] জেলা জজ
[গ] পুলিশ সুপার
[ঘ] উপজেলা নির্বাহী কর্মকর্তা

২১৪. জেলার অধীনস্ত সকল বিভাগ ও সংস্থার কাজের সমন্বয় করেন কে? (জ্ঞান)
ক পুলিশ সুপার
[খ] জেলা জজ
✅ জেলা প্রশাসক
[ঘ] জেলা নির্বাচন অফিসার

২১৫. জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি কে? (জ্ঞান)
✅ জেলা প্রশাসক
[খ] জেলা সচিব
[গ] বিভাগীয় কমিশনার
[ঘ] বিভাগীয় সচিব

২১৬. জেলার সংবাদপত্র ও প্রকাশনা বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? (জ্ঞান)
✅ জেলা প্রশাসক
[খ] সহকারী জেলা প্রশাসক
[গ] সাব জজ
[ঘ] উপজেলা নির্বাহী কর্মকর্তা

২১৭. জেলার মূলস্তম্ভ বলা হয় কাকে? (জ্ঞান)
✅ জেলা প্রশাসক
[খ] কমিশনার
[গ] সচিব
[ঘ] মেয়র

২১৮. বাংলাদেশে মোট কয়টি প্রশাসনিক উপজেলা আছে? (জ্ঞান)
[ক] ৪৮৫
[খ] ৪৮৬
✅ ৪৮৭
[ঘ] ৪৮৮

২১৯. উপজেলা উন্নয়ন কমিটির প্রধান কে? (জ্ঞান)
✅ উপজেলা নির্বাহী কর্মকর্তা
[খ] জেলা প্রশাসক
[গ] সহকারী কমিশনার
[ঘ] জেলা জজ

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২০. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর হচ্ছে- (অনুধাবন)
i. কেন্দ্রীয় প্রশাসন
ii. মাঠ প্রশাসন
iii. বৈদেশিক প্রশাসন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. মন্ত্রণালয়ের অধীনে যে ধরনের প্রতিষ্ঠান থাকে- (অনুধাবন)
i. বোর্ড
ii. কর্পোরেশন
iii. স্বায়ত্তশাসিত সংস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২২. মন্ত্রীর প্রধান কাজ- (অনুধাবন)
i. প্রকল্প প্রণয়ন
ii. নীতি নির্ধারণ
iii. নীতি বাস্তবায়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৩. যুগ্ম সচিব যে ধরনের কাজ করেন- (অনুধাবন)
i. সচিবকে সহায়তা
ii. অফিস ব্যবস্থাপনা
iii. আইন তৈরি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৪. দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে উপসচিবের সাথে পরামর্শ করেন- (অনুধাবন)
i. সহকারী সচিব
ii. সিনিয়র সহকারী সচিব
iii. সচিব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. মাঠ প্রশাসনের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. বিভাগীয় প্রশাসন
ii. জেলা প্রশাসন
iii. উপজেলা প্রশাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৬. মন্ত্রণালয়ের দপ্তর ও অফিসের কার্যকলাপ বিস্তৃত থাকে- (অনুধাবন)
i. জেলায়
ii. বিভাগে
iii. উপজেলায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৭. মন্ত্রণালয়ের অধীনে রয়েছে- (অনুধাবন)
i. স্বায়ত্তশাসিত সংস্থা
ii. আধা স্বায়ত্তশাসিত সংস্থা
iii. বোর্ড ও কর্পোরেশন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৮. উপসচিব পরামর্শ দেন- (অনুধাবন)
i. যুগ্ম সচিবকে
ii. সহকারী সচিবকে
iii. অতিরিক্ত সচিবকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৯. বিভাগীয় কমিশনারের মূল কাজ হচ্ছে- (অনুধাবন)
i. বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন
ii. ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করা
iii. জেলা প্রশাসকদের কাজ তদারকি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩০. বিভাগীয় কমিশনার- (অনুধাবন)
i. জেলা প্রশাসকদের বদলি করতে পারেন
ii. কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন
iii. কালেকটর হিসেবে পরিচিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. আজিজ সাহেবকে জেলার মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে তিনি যেসব কাজ পরিচালনা করেন তা হলো- (প্রয়োগ)
i. জেলার বিভিন্ন অফিসের কাজের তদারক ও সমন্বয়
ii. জেলার সংবাদপত্র ও প্রকাশনা বিভাগকে নিয়ন্ত্রণ
iii. দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩২. কেন্দ্রীয় পর্যায়ের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়িত হয়- (অনুধাবন)
i. জেলা প্রশাসনের মাধ্যমে
ii. উপজেলা প্রশাসনের মাধ্যমে
iii. বিভাগীয় প্রশাসনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৩. জেলা প্রশাসক তত্ত্বাবধান করেন- (অনুধাবন)
i. উপজেলা পরিষদ
ii. পৌরসভা
iii. ইউনিয়ন পরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৪. জেলা প্রশাসন যে ধরনের উন্নয়নমূলক কাজ করে- (অনুধাবন)
i. শিক্ষামূলক
ii. শিল্প উন্নয়ন
iii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৫. উপজেলা নির্বাহী কর্মকর্তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (অনুধাবন)
i. দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার
ii. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য
iii. সরকারি কর্মকর্তাদের নিয়োগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৬. উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারকি করেন- (অনুধাবন)
i. উপজেলার প্রশাসনিক কাজ
ii. উপজেলার উন্নয়নমূলক কাজ
iii. সরকারি অর্থ ব্যয় তত্ত্বাবধান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি দেখে ২৩৭ ও ২৩৮ নং প্রশ্নের উত্তর দাও :

২৩৭. ছকের (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে? (প্রয়োগ)
✅ অধিদপ্তর
[খ] পরিচালক
[গ] মন্ত্রণালয়
[ঘ] চেয়ারম্যান

২৩৮. কার ক্ষমতাবলে তার সদস্যপদ বাতিল হবে? (উচ্চতর দক্ষতা)
i. সংসদ নেতার
ii. সংসদ সভাপতির
iii. রাষ্ট্রপতির

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদ পড়ে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান একটি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান। তিনি মন্ত্রীর প্রধান পরামর্শদাতাও। মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতাও মিজানের হাতে ন্যস্ত।

২৩৯. অনুচ্ছেদের ভিত্তিতে মিজানের পদবি কী? (প্রয়োগ)
✅ সচিব
[খ] কমিশনার
[গ] সেনাপ্রধান
[ঘ] পরিচালক

২৪০. মিজান মন্ত্রীকে যে ধরনের কাজে সহায়তা করে- (উচ্চতর দক্ষতা)
i. নীতি নির্ধারণে
ii. শাসনকার্যে
iii. নীতি বাস্তবায়নে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ বাংলাদেশের আইনসভা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৮
🍭 সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম- আইনসভা।
🍭 বাংলাদেশের আইনসভার নাম- জাতীয় সংসদ।
🍭 জাতীয় সংসদের সদস্য সংখ্যা- ৩৫০ জন।
🍭 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- পাঁচ বছর পর পর।
🍭 বাংলাদেশের আইন প্রণয়নের সব ক্ষমতা- জাতীয় সংসদের।
🍭 রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী- জাতীয় সংসদ।
🍭 জাতীয় সংসদের রয়েছে- বিচারসংক্রান্ত ক্ষমতা।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪১. বাংলাদেশের আইনসভার নাম কী? (জ্ঞান)
[ক] ফোকেটিং
✅ জাতীয় সংসদ
[গ] পার্লামেন্ট
[ঘ] ডায়েট

২৪২. বাংলাদেশের আইনসভা কীরূপ? (জ্ঞান)
[ক] দ্বিকক্ষবিশিষ্ট
✅ এককক্ষবিশিষ্ট
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] ত্রিকক্ষবিশিষ্ট

২৪৩. আইন প্রণয়নের সকল ক্ষমতা রয়েছে কার? (জ্ঞান)
[ক] সচিবালয়ের
✅ জাতীয় সংসদের
[গ] তথ্য মন্ত্রণালয়ের
[ঘ] বিচার বিভাগের

২৪৪. জাতীয় সংসদে সংরক্ষিত আসন কয়টি? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ৩০
[গ] ৪৫
✅ ৫০

২৪৫. সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কীভাবে নির্বাচিত হন? (জ্ঞান)
✅ সংসদ সদস্যদের ভোটে
[খ] জনগণের ভোটে
[গ] রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইচ্ছায়
[ঘ] বিচারপতিদের ভোটে

২৪৬. সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে বিরতি থাকবে কত দিন? (জ্ঞান)
[ক] সর্বোচ্চ ৭০ দিন
✅ সর্বোচ্চ ৬০ দিন
[গ] সর্বোচ্চ ৫০ দিন
[ঘ] সর্বোচ্চ ৪০ দিন

২৪৭. আইনসভার নেতা কে? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রী
[খ] আইনমন্ত্রী
[গ] স্বরাষ্ট্রমন্ত্রী
[ঘ] প্রধান বিচারপতি

২৪৮. কোন ধরনের শাসনব্যবস্থায় সংসদ সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু? (জ্ঞান)
[ক] রাজতান্ত্রিক
✅ সংসদীয় সরকার
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

২৪৯. কোনটির অনুমতি ছাড়া কোনো কর বা খাজনা আরোপ ও আদায় করা যায় না? (জ্ঞান)
✅ সংসদের
[খ] সচিবালয়ের
[গ] কর বিভাগের
[ঘ] অডিটর জেনারেলের

২৫০. কে বাজেটের খসড়া সংসদে উপস্থাপন করেন? (জ্ঞান)
✅ অর্থমন্ত্রী
[খ] অর্থসচিব
[গ] পরিকল্পনামন্ত্রী
[ঘ] অডিটর জেনারেল

২৫১. আইনসভার সদস্যদের মধ্যে কতজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন? (জ্ঞান)
✅ ৩০০
[খ] ৩২৫
[গ] ৩৩০
[ঘ] ৩৫০

২৫২. জাতীয় তহবিলের অভিভাবক কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
✅ জাতীয় সংসদ
[ঘ] অর্থমন্ত্রী

২৫৩. জাতীয় সংসদের বিচার সংক্রান্ত কাজ কোনটি? (অনুধাবন)
[ক] বিচারক নিয়োগ করা
✅ মন্ত্রিসভার অপসারণ ক্ষমতা
[গ] বিচার কার্যক্রম নিয়ন্ত্রণ
[ঘ] বিচারের জন্য আইন প্রণয়ন

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৪. জাতীয় সংসদ যাদের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে- (অনুধাবন)
i. জেলা প্রশাসন
ii. প্রধানমন্ত্রী
iii. ডেপুটি স্পিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৫. সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন- (অনুধাবন)
i. স্পিকার
ii. ডেপুটি স্পিকার
iii. বিভাগীয় কমিশনার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৬. জাতীয় সংসদের স্পিকার- (অনুধাবন)
i. রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন
ii. সংখ্যাগরিষ্ঠ দল কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন
iii. সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৭. জাতীয় সংসদের সদস্যগণকে বলা হয়- (অনুধাবন)
i. কমিশনার
ii. পার্লামেন্ট মেম্বার
iii. সাংসদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৮. সংসদের স্পিকার সম্পর্কে বলা যায়- (অনুধাবন)
i. তিনি সংসদের সভাপতিত্ব করেন
ii. তিনি সংসদের নেতা
iii. তিনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৯. সংসদের প্রত্যেক অধিবেশনে সরকারি ও বিরোধীদলের উপস্থিতি একান্ত কাম্য। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সংসদকে সজীব ও প্রাণবন্ত করতে
ii. সংসদের কার্য্যাবলিকে গতিশীল করার জন্য
iii. সংসদকে কার্যকর করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬০. সংসদ সদস্য হতে হলে যে ধরনের যোগ্যতা প্রয়োজন হয়- (অনুধাবন)
i. উচ্চশিক্ষিত হওয়া
ii. ২৫ বছর হওয়া
iii. বাংলাদেশের নাগরিক হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬১. সংসদকে অর্থবহ করতে হলে বিরোধীদলকে হতে হবে- (অনুধাবন)
i. দায়িত্বশীল
ii. সমালোচক
iii. শক্তিশালী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬২. সংসদ সদস্যগণ যেভাবে প্রয়োজনীয় সংশোধনীসহ বাজেট পাস করেন- (অনুধাবন)
i. দীর্ঘ বিতর্ক
ii. দীর্ঘ আলোচনা
iii. দীর্ঘ প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৩. কেউ সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন- (অনুধাবন)
i. আদালত দ্বারা দেউলিয়া ঘোষিত হলে
ii. আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হলে
iii. অন্য রাষ্ট্রের নাগরিকত্ব নিলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৪ ও ২৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশের আইন প্রণয়নের সব ক্ষমতা রয়েছে ঢ নামক একটি সংস্থার। এ সংস্থাটি যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। এ সংস্থাটি রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারীও বটে।

২৬৪. উক্ত সংস্থাটির সাথে সাদৃশ্য রয়েছে বাংলাদেশের কোনটির? (প্রয়োগ)
✅ জাতীয় সংসদ
[খ] বিভাগীয় প্রশাসন
[গ] সচিবালয়
[ঘ] জেলা প্রশাসন

২৬৫. উক্ত সংস্থা সম্পর্কে প্রযোজ্য তথ্যসমূহ হলো- (উচ্চতর দক্ষতা)
i. শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে
ii. বিচার সংক্রান্ত ক্ষমতার মালিক
iii. সদস্য সংখ্যা ২৫০

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ বাংলাদেশের বিচার বিভাগ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৫৯
🍭 আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণœ রাখে- বিচারবিভাগ।
🍭 সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত- বাংলাদেশের বিচার বিভাগ।
🍭 বিচার বিভাগের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট।
🍭 সুপ্রিম কোর্টের বিভাগ রয়েছে- দুইটি।
🍭 রাষ্ট্রপতি আইনের ব্যাখ্যা চাইলে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে- আপিল বিভাগ।
🍭 নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে- হাইকোর্ট বিভাগ।
🍭 বাংলাদেশের বিচারব্যবস্থার সর্বনিম্ন আদালত হলো- গ্রাম আদালত।
🍭 গ্রাম আদালত গঠিত হয়- পাঁচজন সদস্য নিয়ে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৬. কোন বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধান অক্ষুণœ রাখে? (জ্ঞান)
[ক] আইন
[খ] শাসন
✅ বিচার
[ঘ] আইন ও বিচার

২৬৭. সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? (জ্ঞান)
[ক] জজকোর্ট
✅ সুপ্রিমকোর্ট
[গ] হাইকোর্ট
[ঘ] মুন্সেফ কোর্ট

২৬৮. সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৬৯. সুপ্রিমকোর্টের প্রধানকে কী বলা হয়? (জ্ঞান)
✅ প্রধান বিচারপতি
[খ] অ্যাটর্নি জেনারেল
[গ] গভর্নর জেনারেল
[ঘ] প্রধান বিচারক

২৭০. সুপ্রিমকোর্টের বিচারক হতে হলে বাংলাদেশে বিচার বিভাগীয় পদে কত বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা লাগে? (জ্ঞান)
✅ ১০
[খ] ১২
[গ] ১৫
[ঘ] ২০

২৭১. আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দিয়ে কোনটি গঠিত হয়েছে? (জ্ঞান)
✅ সুপ্রিমকোর্ট
[খ] আইনমন্ত্রণালয়
[গ] প্রশাসনিক ট্রাইব্যুনাল
[ঘ] বিচার বিভাগ

২৭২. ন্যায়বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হতে ও দলিলপত্র পেশ করার আদেশ জারি করতে পারে কোন বিভাগ? (জ্ঞান)
ক হাইকোর্ট
✅ আপিল
[গ] আইন
[ঘ] শাসন

২৭৩. কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্যই পালনীয়? (অনুধাবন)
✅ আপিল
[খ] শাসন
[গ] সামরিক
[ঘ] আইন

২৭৪. সকল অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করে কোনটি? (অনুধাবন)
[ক] আপিল বিভাগ
[খ] সামরিক বিভাগ
✅ হাইকোর্ট বিভাগ
[ঘ] আইন বিভাগ

২৭৫. বাংলাদেশের প্রতিটি জেলায় কীসের অধীনে অধস্তন আদালত আছে? (অনুধাবন)
✅ সুপ্রিমকোর্টের
[খ] সাব জজ কোর্টের
[গ] সহকারী জজ কোর্টের
[ঘ] জজ কোর্টের

২৭৬. অধস্তন আদালতে কোন ধরনের মামলা পরিচালনা করা হয়? (অনুধাবন)
✅ ফৌজদারি
[খ] মানহানি
[গ] অর্থসংক্রান্ত
[ঘ] ব্যবসায়িক

২৭৭. জেলা জজের কাজে সহায়তা করেন কে? (জ্ঞান)
✅ সাব জজ
[খ] সচিব
[গ] কমিশনার
[ঘ] অতিরিক্ত সচিব

২৭৮. বাংলাদেশের বিচারব্যবস্থার সর্বনিম্ন আদালত কোনটি? (জ্ঞান)
✅ গ্রাম আদালত
[খ] অধস্তন আদালত
[গ] সাব জজ আদালত
[ঘ] জেলা জজ

২৭৯. কয়জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়

২৮০. যেসব মামলা স্থানীয় পর্যায়ে বিচার করা সম্ভব সেগুলোর বিচার কোন আদালতে করা হয়? (জ্ঞান)
[ক] জেলা জজ আদালত
[খ] সাব জজ আদালত
✅ গ্রাম আদালত
[ঘ] সহকারী জজ আদালত

২৮১. ছোটখাটো ফৌজদারি মামলার বিচার কোন আদালতে করা হয়ে থাকে? (জ্ঞান)
[ক] সাব জজ আদালত
[খ] যুগ্ম জেলা জজ আদালত
[গ] সহকারী জজ আদালত
✅ গ্রাম আদালত

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮২. বিচার বিভাগ অক্ষুণœ রাখে- (অনুধাবন)
i. আইনের অনুশাসন
ii. ক্ষমতার বণ্টন
iii. নাগরিকের মৌলিক অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৩. বাংলাদেশের বিচার বিভাগের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. সুপ্রিমকোর্ট
ii. অধস্তন আদালত
iii. প্রশাসনিক ট্রাইব্যুনাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮৪. বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয়েছে- (অনুধাবন)
i. অধস্তন আদালত নিয়ে
ii. সুপ্রিমকোর্ট নিয়ে
iii. জেলা পরিষদ নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৫. বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয়েছে- (অনুধাবন)
i. সুপ্রিমকোর্ট নিয়ে
ii. উপজেলা আদালত নিয়ে
iii. প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৬. সুপ্রিমকোর্ট দেশের সর্বোচ্চ আদালত- (অনুধাবন)
i. আপিল বিভাগ নিয়ে
ii. হাইকোর্ট বিভাগ নিয়ে
iii. আইন বিভাগ নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৭. হাইকোর্ট বিভাগের কাজ- (অনুধাবন)
i. নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা
ii. অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করা
iii. সকল অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮৮. বাংলাদেশের প্রকৃত শাসনক্ষমতা কোন পরিষদের হাতে ন্যস্ত? (জ্ঞান)
i. জেলা পরিষদ
ii. ইউনিয়ন পরিষদ
iii. মন্ত্রিপরিষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৯. জেলা জজ মামলা পরিচালনা করে থাকেন- (অনুধাবন)
i. জরিমানাসংক্রান্ত মামলা
ii. ঋণচুক্তি মামলা
iii. ফৌজদারি মামলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯০. জেলা আদালতের অধীনে পরিচালিত দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত রয়েছে- (অনুধাবন)
i. জমিজমাসংক্রান্ত মামলা
ii. ঋণসংক্রান্ত
iii. চুক্তিসংক্রান্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯১. রুহুল অধস্তন আদালতের একজন বিচারক। এ আদালত সম্পর্কে যেটি প্রযোজ্য- (প্রয়োগ)
i. ফৌজদারি মামলা পরিচালনা করে
ii. দেওয়ানি মামলা পরিচালনা করে
iii. জজকোর্টের অধীন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
রাহাত ব্যারিস্টারি পড়ার জন্য বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যান। যেখানে তার ভারতীয় বন্ধু পরিমলের সাথে দেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্য্যাবলি বিষয়ে আলোচনা করেন।

২৯২. রাহাতের দেশের বিচারকগণ স্বীয়পদে কত বছর পর্যন্ত কর্মরত থাকতে পারবেন? (প্রয়োগ)
[ক] ৬৫
✅ ৬৭
[গ] ৭০
[ঘ] ৭২

২৯৩. উক্ত বিভাগের ক্ষমতা ও কাজ হলো- (উচ্চতর দক্ষতা)
i. অধস্তন আদালতের বিরুদ্ধে আপিল গ্রহণ
ii. রাষ্ট্রপতি আইনের ব্যাখ্যা চাইলে এ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে
iii. সকল অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯৪ ও ২৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
নীলা রহমান একজন জেলা বিচারক। তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করেছেন।

২৯৪. নীলা রহমানকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন কে? (প্রয়োগ)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] অ্যাটর্নি জেনারেল
[ঘ] আইনমন্ত্রী

২৯৫. নীলা রহমানের সুপ্রিমকোর্টের বিচারক হওয়ার যোগ্যতা প্রমাণ করে- (উচ্চতর দক্ষতা)
i. তিনি বাংলাদেশের নাগরিক
ii. সুপ্রিমকোর্টে বিশ বছর অ্যাডভোকেট ছিলেন
iii. তিনি দশ বছর ধরে জেলা বিচারকের পদে অধিষ্ঠিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide