৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
পঞ্চম অধ্যায়
Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-05
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
[ক] জন লক
[খ] জ্যাঁ জ্যাক রুশো
✅ এ্যারিস্টটল
[ঘ] টি.এইচ. গ্রিন
২. বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
✅ রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার প্রবর্তন
[খ] রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন
[গ] সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন
[ঘ] তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকরণ
৩. সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ ব্যক্তি প্রতিবেশী ‘খ’ ব্যক্তির একটি জমি দখল করে নিলে ‘খ’ ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হয়। উক্ত সংস্থা প্রচলিত আইনের মাধ্যমে ‘খ’ ব্যক্তির জমি তাকে বুঝিয়ে দেয়।
৪. সংবিধানের কোন বৈশিষ্ট্যের প্রয়োগের কারণে ‘খ’ তার সম্পত্তি ফেরত পায়?
✅ মৌলিক অধিকার
[খ] জনমতের প্রতিফলন
[গ] সংশোধন পদ্ধতি
[ঘ] সুষম প্রকৃতির
৫. সংবিধানে উক্ত বৈশিষ্ট্য উল্লেখ থাকায় জনগণ-
i. নিজেদের অধিকার ভোগের প্রতি সচেতন হয়
ii. কেউ অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না
iii. তাদের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশ সংবিধান কখন কার্যকর হয়? [সকল বোর্ড ’১৬]
[ক] ১০ এপ্রিল, ১৯৭২
[খ] ১৭ এপ্রিল, ১৯৭২
[গ] ৪ নভেম্বর, ১৯৭২
✅ ১৬ ডিসেম্বর, ১৯৭২
২. “সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে”- উক্তিটি কার? [সকল বোর্ড ’১৬]
[ক] জন লক
✅ অ্যারিস্টটল
[গ] টি. এইচ গ্রিন
[ঘ] জ্যাঁ জ্যাক রুশো
৩. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? [সকল বোর্ড ’১৬]
[ক] ১৪ জন
[খ] ২৪ জন
✅ ৩৪ জন
[ঘ] ৪৪ জন
৪. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়? [সকল বোর্ড ’১৫]
[ক] একাদশ
✅ দ্বাদশ
[গ] ত্রয়োদশ
[ঘ] চতুর্দশ
৫. বাংলাদেশের সংবিধানে কয়টি বৈশিষ্ট্য রয়েছে? [সকল বোর্ড ’১৫]
[ক] ৪
[খ] ৯
✅ ১১
[ঘ] ১৫
৬. চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন? [সকল বোর্ড ’১৫]
[ক] দেশটির ‘ইতিহাস’
✅ দেশটির সংবিধান
[গ] দেশটির জনগণ
[ঘ] দেশটির সংস্কৃতি
৭. ‘ম্যাগনাকার্টা’ কত সালে প্রণীত হয়? [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর; মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় গাজীপুর; খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ১২১০
✅ ১২১৫
[গ] ১২২৫
[ঘ] ১২৩৫
৮. ইংল্যান্ডকে ‘ম্যাগনাকার্টা’ নামে অধিকার সনদ দান করেন কে? [পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] দ্বিতীয় এলিজাবেথ
[খ] ভিক্টোরিয়া
✅ রাজা জন
[ঘ] টনি বেøয়ার
৯. ম্যাগনাকার্টা কী? [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী মেহেরপুর]
[ক] অর্থ বিল
[খ] পার্লামেন্ট
✅ অধিকার সনদ
[ঘ] চুক্তি
১০. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? [পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া]
[ক] ১৯৭১
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৫
১১. কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
[ক] ভারত
[খ] বাংলাদেশ
[গ] আমেরিকা
✅ ব্রিটেন
১২. কোন ধরনের সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অক্ষম? [পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] অলিখিত
[খ] সুপরিবর্তনীয়
✅ লিখিত
[ঘ] প্রথানির্ভর
১৩. বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত আইনের সংঘাত সৃষ্টি হলে কোনটি প্রাধান্য পাবে? [মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] দেশের প্রচলিত আইন
✅ সংবিধান
[গ] ধর্মীয় প্রথা
[ঘ] জনমত
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪. লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো- [সকল বোর্ড ’১৫]
i. সুস্পষ্টতা
ii. স্থিতিশীলতা
iii. প্রগতির সহায়ক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৫. বাংলাদেশের সংবিধানের সাথে মিল রয়েছে- [লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. ভারতের সংবিধানের
ii. যুক্তরাষ্ট্রের সংবিধানের
iii. ইংল্যান্ডের সংবিধানের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. বাংলাদেশের আইনসভা- [পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা
ii. দ্বিকক্ষবিশিষ্ট
iii. এক কক্ষবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
নিহার ইংল্যান্ড থেকে বাংলাদেশে তার বন্ধু লিমনের বাড়িতে বেড়াতে এসেছে। রাতে খাওয়ার পর নিহার ও লিমন তাদের নিজ নিজ দেশের সংবিধান নিয়ে আলোচনা করে। আলোচনার এক পর্যায়ে সংবিধান প্রণয়নের পদ্ধতি নিয়ে আলোচিত হয়। [সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়]
১৭. নিহারের দেশে সংবিধান কীভাবে তৈরি হয়েছে?
[ক] বিপ্লবের দ্বারা
✅ ক্রমবিবর্তনের মাধ্যমে
[গ] আলাপ-আলোচনার মাধ্যমে
[ঘ] অনুমোদনের মাধ্যমে
১৮. লিমনের দেশের সংবিধান-
i. অলিখিত
ii. লিখিত
iii. দুষ্পরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি লক্ষ করে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
[মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়]
১৯. ‘ঢ’ চিহ্নিত স্থানে কোনটি হবে?
[ক] রাষ্ট্রীয় মূলনীতি
✅ সংবিধান
[গ] রাষ্ট্রীয় বিধিবিধান
[ঘ] প্রশাসনিক আইন
২০. সহজে পরিবর্তনশীল, বিপ্লবের সম্ভাবনা কম বৈশিষ্ট্যসমূহ প্রযোজ্য যখন ‘ঢ’-
i. অলিখিত
ii. লিখিত
iii. সুপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪১
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১. সংবিধানকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] রাষ্ট্রের সম্পত্তি
[খ] জনগণের বিষয়
[গ] কাল্পনিক কাহিনী
✅ রাষ্ট্রের দর্পণ
২২. কোনটিকে রাষ্ট্রের আয়নাস্বরূপ বলা হয়? (জ্ঞান)
✅ সংবিধানকে
[খ] আইনকে
[গ] স্বাধীনতাকে
[ঘ] বিচার বিভাগকে
২৩. রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন ও নাগরিক অধিকারের প্রকৃতি জানতে হলে কী করতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] পাঠ্যবই পড়তে হবে
✅ সংবিধান পাঠ করতে হবে
[গ] আইন জানতে হবে
[ঘ] সাহিত্যিক হতে হবে
২৪. একটি দেশকে কীভাবে জানা যায়? (অনুধাবন)
[ক] সরকারের মাধ্যমে
✅ সংবিধানের মাধ্যমে
[গ] বিচারকার্য দ্বারা
[ঘ] জনগণের মনোভাব দ্বারা
২৫. সোহাগ বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য সোহাগকে কোনটি অধ্যয়ন করতে হবে? (প্রয়োগ)
[ক] ধর্মগ্রন্থ
[খ] সাহিত্য
✅ সংবিধান
[ঘ] দর্শন শাস্ত্র
২৬. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি? (জ্ঞান)
[ক] সামাজিক অনুশাসন
✅ সংবিধান
[গ] আইনের বই
[ঘ] রীতিনীতি
২৭. যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ সংবিধান
[খ] রাষ্ট্রীয় নিয়ম
[গ] চুক্তিপত্র
[ঘ] শাসন পদ্ধতি
২৮. রাষ্ট্রের চালিকাশক্তি বলা হয় কোনটিকে? (জ্ঞান)
[ক] আইনসভাকে
✅ সংবিধানকে
[গ] গণতন্ত্রকে
[ঘ] মন্ত্রিপরিষদকে
২৯. ‘সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে’। উক্তিটি কার? (জ্ঞান)
[ক] সক্রেটিসের
[খ] প্লেটোর
✅ অ্যারিস্টটলের [ঘ] রুশোর
⚛ সংবিধান প্রণয়ন পদ্ধতি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪১
🍭 সংবিধান প্রণয়নের পদ্ধতি রয়েছে- চারটি।
🍭 সংবিধান প্রণয়নের পদ্ধতি রয়েছে- চারটি।
🍭 বাংলাদেশের সংবিধান প্রণীত হয়- ১৯৭২ সালে।
🍭 বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণীত হয়েছে- রাশিয়া, কিউবা ও চীনে।
🍭 বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠে- সংবিধান।
🍭 ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান প্রণীত হয়েছে- ব্রিটেনে।
🍭 ইংল্যান্ডের রাজা জন ‘ম্যাগনাকার্টা’ অধিকার সনদ দান করেন- ১২১৫ সালে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০. অতীতে প্রায় রাষ্ট্রেই জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিত কেন? (অনুধাবন)
✅ স্বেচ্ছাচারী শাসকের কারণে
[খ] রাজতান্ত্রিক ব্যবস্থার কারণে
[গ] ধর্মের প্রভাবের কারণে
[ঘ] খাদ্যের অভাবের কারণে
৩১. ব্রিটিশ সংবিধানে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে কোনটি? (অনুধাবন)
[ক] মৌলিক দলিল
✅ ম্যাগনাকার্টা
[গ] গৌরবময় বিপ্লব
[ঘ] শাসন পদ্ধতি
৩২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? (জ্ঞান)
✅ আলাপ-আলোচনার দ্বারা
[খ] অনুমোদন দ্বারা
[গ] ক্রমবিবর্তনের দ্বারা
[ঘ] বিপ্লবের দ্বারা
৩৩. আলাপ-আলোচনার দ্বারা গঠিত সংবিধানের উদাহরণ কোনটি? (জ্ঞান)
[ক] চীনের সংবিধান
[খ] ব্রিটেনের সংবিধান
[গ] রাশিয়ার সংবিধান
✅ বাংলাদেশের সংবিধান
৩৪. শাসক যখন জনগণের স্বার্থবিরোধী ও কল্যাণকর নয় এমন কোনো কাজ করে তখন তাকে কোন ধরনের সরকার বলা হয়? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয়
✅ স্বৈরাচারী
[ঘ] রাজতান্ত্রিক
৩৫. সন্দেশবাবু ও তার দেশের জনগণ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করে সংবিধান প্রণয়ন করেন। তাদের এ সংবিধান কীভাবে প্রতিষ্ঠিত হয়? (প্রয়োগ)
✅ বিপ্লবের দ্বারা
[খ] আলাপ-আলোচনার দ্বারা
[গ] বিবর্তনের দ্বারা
[ঘ] অনুমোদনের দ্বারা
৩৬. রাশিয়ার সংবিধান কীভাবে প্রতিষ্ঠা করা হয়েছে? (অনুধাবন)
[ক] আলাপ-আলোচনার মাধ্যমে
✅ বিপ্লবের মাধ্যমে
[গ] অনুমোদনের মাধ্যমে
[ঘ] ক্রমবিবর্তনের মাধ্যমে
৩৭. নিচের কোন দেশের সংবিধান বিপ্লবের মাধ্যমে গড়ে উঠেছে? (জ্ঞান)
✅ কিউবা
[খ] বাংলাদেশ
[গ] ব্রিটেন
[ঘ] ভারত
৩৮. স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে কোন দেশে সংবিধান প্রতিষ্ঠা করা হয়েছে? (জ্ঞান)
✅ চীন
[খ] মার্কিন যুক্তরাষ্ট্র
[গ] ভারত
[ঘ] ইংল্যান্ড
৩৯. কোন দেশের সংবিধান তৈরি হয়নি বরং গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] আমেরিকার
✅ ব্রিটিশ
[গ] ভারতীয়
[ঘ] বাংলাদেশের
৪০. জনাব ‘ণ’ সাহেবের দেশের সংবিধান একদিনে গড়ে ওঠেনি। বরং সময়ের প্রয়োজনে ধীরে ধীরে গড়ে উঠেছে। উক্ত সংবিধান রচিত হয়েছে কীভাবে? (প্রয়োগ)
[ক] আলাপ-আলোচনার মাধ্যমে
[খ] অনুমোদনের মাধ্যমে
[গ] বিপ্লবের মাধ্যমে
✅ ক্রমবিবর্তনের ফলে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১. যে ধরনের পদ্ধতিতে সংবিধান প্রণয়ন করা হয়- (অনুধাবন)
i. বিপ্লবের মাধ্যমে
ii. ক্রমবিবর্তনের মাধ্যমে
iii. অনুমোদনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণীত হয়- (অনুধাবন)
i. চীনে
ii. রাশিয়ায়
iii. বাংলাদেশে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৩. আলাপ-আলোচনার মাধ্যমে গড়ে ওঠা সংবিধান যে সমস্ত দেশে বিদ্যমান তা হলো- (অনুধাবন)
i. রাশিয়া
ii. যুক্তরাষ্ট্র
iii. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৪. রাশিয়া, চীন ও কিউবার সংবিধান বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে। এসব দেশে বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণয়নের কারণ হলো- (প্রয়োগ)
i. স্বৈরাচারী শাসকের জন্য
ii. লোকাচার ও প্রথার প্রাধান্যের জন্য
iii. শাসকবর্গ জনকল্যাণমূলক কার্য হতে বিমুখ থাকার ফলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
৪৫. (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে? (প্রয়োগ)
✅ আলাপ-আলোচনার মাধ্যমে
[খ] অনুমোদনের মাধ্যমে
[গ] বিপ্লবের মাধ্যমে
[ঘ] ক্রমবিবর্তনের মাধ্যমে
৪৬. উক্ত পদ্ধতিতে গড়ে ওঠা সংবিধানটির সাথে সাদৃশ্য রয়েছে- (প্রয়োগ)
i. বাংলাদেশের সংবিধানের
ii. কিউবার সংবিধানের
iii. যুক্তরাষ্ট্রের সংবিধানের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ সংবিধানের শ্রেণিবিভাগ : লিখিত ও অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৪২ ও ৪৩
🍭 লেখার ভিত্তিতে সংবিধান- দুই ধরনের।
🍭 লিখিত সংবিধানের অধিকাংশ বিষয়- দলিলে লিপিবদ্ধ থাকে।
🍭 অলিখিত সংবিধান হলো- প্রথা ও রীতিনীতি ভিত্তিক।
🍭 সংশোধনের ভিত্তিতে সংবিধান- দুই ধরনের।
🍭 কোনো নিয়ম সহজে পরিবর্তন করা যায় না-দুষ্পরিবর্তনীয় সংবিধানে।
🍭 লিখিত সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে- এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়।
🍭 সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজেই পরিবর্তন করা যায়- অলিখিত সংবিধান।
🍭 বিপ্লবের সম্ভাবনা কম থাকে- অলিখিত সংবিধানে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭. সংবিধানকে কত ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬
৪৮. লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৪৯. লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় কীসে লিপিবদ্ধ থাকে? (জ্ঞান)
[ক] খাতায়
[খ] তাম্রপাতে
✅ দলিলে
[ঘ] পুস্তকে
৫০. বাংলাদেশে কোন ধরনের সংবিধান বিদ্যমান? (জ্ঞান)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] চুক্তির ভিত্তিতে রচিত
[ঘ] বিপ্লবের মাধ্যমে রচিত
৫১. পাকিস্তানের সংবিধান কোন ধরনের? (অনুধাবন)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] নমনীয়
৫২. চিরাচরিত নিয়ম, প্রথা, আচার অনুষ্ঠান, রীতিনীতির ওপর ভিত্তি করে কোন সংবিধান গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] লিখিত
✅ অলিখিত
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] দুষ্পরিবর্তনীয়
৫৩. কোন ধরনের সংবিধানের ফলে সরকারব্যবস্থা অস্থিতিশীল হতে পারে? (জ্ঞান)
[ক] লিখিত
[খ] সুপরিবর্তনীয়
[গ] দুষ্পরিবর্তনীয়
✅ অলিখিত
৫৪. অলিখিত সংবিধান কীভাবে গড়ে ওঠে? (অনুধাবন)
✅ ক্রমবিবর্তনের মাধ্যমে
[খ] অনুমোদনের মাধ্যমে
[গ] বিপ্লবের দ্বারা
[ঘ] আলাপ-আলোচনার মাধ্যমে
৫৫. কোন দেশের সংবিধান অলিখিত? (জ্ঞান)
[ক] পাকিস্তান
✅ ব্রিটেন
[গ] আমেরিকা
[ঘ] ভারত
৫৬. কোন ধরনের সংবিধানের অধিকাংশ অংশ অলিখিত আর অল্প অংশ লিখিত থাকে? (জ্ঞান)
✅ অলিখিত
[খ] লিখিত
[গ] দুষ্পরিবর্তনীয়
[ঘ] সুপরিবর্তনীয়
৫৭. সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৫৮. কোন সংবিধানের নিয়ম সহজে পরিবর্তন বা সংশোধন করা যায়? (জ্ঞান)
✅ সুপরিবর্তনীয়
[খ] দুষ্পরিবর্তনীয়
[গ] লিখিত
[ঘ] অলিখিত
৫৯. সুপরিবর্তনীয় সংবিধানের অন্যতম গুণ কোনটি? (জ্ঞান)
[ক] স্থিতিশীল পদ্ধতির সংবিধান
✅ সহজে পরিবর্তনশীল
[গ] সংশোধনে জটিলতার সৃষ্টি হয়
[ঘ] সহজে পরিবর্তনশীল নয়
৬০. কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয়? (জ্ঞান)
[ক] শ্রীলংকার
[খ] ভারতের
✅ ব্রিটেনের
[ঘ] বাংলাদেশের
৬১. কোন ধরনের সংবিধানের নিয়ম পরিবর্তন বা সংশোধন করা কঠিন? (অনুধাবন)
[ক] অলিখিত সংবিধানের
[খ] সুপরিবর্তনীয় সংবিধানের
✅ দুষ্পরিবর্তনীয় সংবিধানের
[ঘ] লিখিত সংবিধানের
৬২. যে সংবিধানকে পরিবর্তন ও সংশোধন করতে বিশেষ এবং জটিল পদ্ধতির প্রয়োজন হয় তাকে কোন ধরনের সংবিধান বলে? (অনুধাবন)
[ক] সুপরিবর্তনীয়
✅ দুষ্পরিবর্তনীয়
[গ] অলিখিত
[ঘ] লিখিত
৬৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন ধরনের? (অনুধাবন)
[ক] সুপরিবর্তনীয়
✅ দুষ্পরিবর্তনীয়
[গ] অলিখিত
[ঘ] প্রথাগত
৬৪. লিখিত সংবিধান কীরূপ হয়? (জ্ঞান)
[ক] অস্পষ্ট
✅ সুস্পষ্ট
[গ] অনির্দিষ্ট
[ঘ] ভিত্তিহীন
৬৫. কোন সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে? (জ্ঞান)
[ক] সুপরিবর্তনীয়
✅ লিখিত
[গ] দুষ্পরিবর্তনীয়
[ঘ] অলিখিত
৬৬. লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় না কেন? (অনুধাবন)
✅ এতে সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে বলে
[খ] এতে সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে না বলে
[গ] পরিবর্তনের সাথে তাল মিলাতে সক্ষম বলে
[ঘ] যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান বলে
৬৭. কোন ধরনের সংবিধান কখনো কখনো প্রগতির অন্তরায় হিসেবে কাজ করে? (অনুধাবন)
✅ লিখিত সংবিধান
[খ] দুষ্পরিবর্তনীয় সংবিধান
[গ] অলিখিত সংবিধান
[ঘ] সুপরিবর্তনীয় সংবিধান
৬৮. লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়
[খ] প্রগতির সহায়ক
[গ] জরুরি প্রয়োজনে সহায়ক
[ঘ] সহজে পরিবর্তনীয়
৬৯. লিখিত সংবিধানের গুণ কোনটি? (জ্ঞান)
[ক] নমনীয়তা
✅ স্থিতিশীলতা
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] প্রগতির সহায়ক
৭০. যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকা কোন সংবিধানের বৈশিষ্ট্য?
(অনুধাবন)
[ক] অলিখিত
✅ লিখিত
[গ] সুস্পষ্ট
[ঘ] উত্তম
৭১. কোন সংবিধানের সকল ধারা জনগণ ও শাসক মেনে চলতে বাধ্য হয়? (জ্ঞান)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] প্রগতি সহায়ক
৭২. কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার জন্য উপযোগী? (জ্ঞান)
[ক] অলিখিত সংবিধান
[খ] সুপরিবর্তনীয় সংবিধান
✅ লিখিত সংবিধান
[ঘ] দুষ্পরিবর্তনীয় সংবিধান
৭৩. কোন সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়? (জ্ঞান)
[ক] অলিখিত
✅ লিখিত
[গ] দুষ্পরিবর্তনীয়
[ঘ] সুপরিবর্তনীয়
৭৪. যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্ত কোনটি? (জ্ঞান)
✅ লিখিত সংবিধান
[খ] গণতন্ত্র
[গ] অলিখিত সংবিধান
[ঘ] সমাজতন্ত্র
৭৫. চন্দন ভারতের নাগরিক। তার দেশে অনেকগুলো প্রদেশ বিদ্যমান। চন্দনের দেশের জন্য কোন সংবিধান আদর্শ হবে? (প্রয়োগ)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] দুষ্পরিবর্তনীয়
৭৬. শাসক ও জনগণের নিজেদের ক্ষমতা ও অধিকার সম্বন্ধে স্বাধীন ধারণা দেয় কোন ধরনের সংবিধান? (অনুধাবন)
[ক] অলিখিত
✅ লিখিত
[গ] সুস্পষ্ট
[ঘ] উত্তম
৭৭. সমাজ সর্বদা কীসের দিকে ধাবিত হয়? (জ্ঞান)
[ক] অতীত
✅ প্রগতি
[গ] অবনতি
[ঘ] অজানা
৭৮. কোনটি প্রগতির জন্য সহায়ক? (জ্ঞান)
✅ অলিখিত সংবিধান
[খ] লিখিত সংবিধান
[গ] সুপরিবর্তনীয় সংবিধান
[ঘ] দুষ্পরিবর্তনীয় সংবিধান
৭৯. অলিখিত সংবিধানকে প্রগতি সহায়ক বলা হয় কেন? (অনুধাবন)
[ক] ঘন ঘন পরিবর্তনশীল বলে
[খ] অধিক পরিবর্তনশীল বলে
[গ] বিপ্লবের সম্ভাবনা কম বলে
✅ পরিবর্তনের সাথে তাল মিলাতে সক্ষম বলে
৮০. অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তনের ফলে কী ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] বিচার বিভাগ অকার্যকর হয়ে পড়ে
[খ] জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে
✅ অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়
[ঘ] সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়
৮১. জনগণের চাহিদা মোতাবেক এবং সামাজিক পরিবর্তনের সময় সহজে পরিবর্তন করা যায় এটি কোন সংবিধানকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] লিখিত
[খ] সুপরিবর্তনীয়
✅ অলিখিত
[ঘ] দুষ্পরিবর্তনীয়
৮২. অলিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] যুক্তরাষ্ট্রীয় সরকারের উপযোগী
✅ জরুরি প্রয়োজনে সহায়ক
[গ] সুস্পষ্টতা
[ঘ] দুষ্পরিবর্তনীয়
৮৩. ঘন ঘন পরিবর্তন কোন সংবিধানের বৈশিষ্ট্য হতে পারে? (অনুধাবন)
[ক] লিখিত
[খ] উত্তম
[গ] সুপরিবর্তনীয়
✅ অলিখিত
৮৪. কোন ধরনের সংবিধানের ফলে সরকারব্যবস্থা অস্থিতিশীল হতে পারে? (জ্ঞান)
[ক] লিখিত
[খ] সুপরিবর্তনীয়
[গ] দুষ্পরিবর্তনীয়
✅ অলিখিত
৮৫. অলিখিত সংবিধানে বিপ্লবের সম্ভাবনা কম থাকে কেন? (অনুধাবন)
[ক] জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন হয় না বলে
✅ জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন হতে পারে বলে
[গ] সংবিধান সম্পর্কে অস্পষ্ট ধারণা থাকে বলে
[ঘ] অধিকাংশ বিষয় অলিখিত থাকে বলে
৮৬. কোন সংবিধানে বিপ্লবের সম্ভাবনা কম থাকে? (জ্ঞান)
[ক] সুপরিবর্তনীয়
[খ] দুষ্পরিবর্তনীয়
[গ] লিখিত
✅ অলিখিত
৮৭. আবদুল বাকের হোসাইন স্যারের মতে কিছু সংবিধান আছে যেগুলো অস্পষ্ট ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় উপযোগী নয়। এখানে তিনি কোন সংবিধানের ত্রুটি ব্যক্ত করেছেন? (প্রয়োগ)
[ক] লিখিত
✅ অলিখিত
[গ] উত্তম
[ঘ] দুষ্পরিবর্তনীয়
৮৮. রাষ্ট্র পরিচালনা বিষয়ে অলিখিত সংবিধান সুস্পষ্ট ধারণা দিতে পারে না কেন? (অনুধাবন)
✅ অধিকাংশ বিষয় অলিখিত থাকায়
[খ] অধিকাংশ বিষয় অস্পষ্ট থাকায়
[গ] অধিকাংশ বিষয় প্রচলিত থাকায়
[ঘ] অধিকাংশ বিষয় সংক্ষিপ্ত থাকায়
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৯. লিখিত সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় ক্ষমতা বণ্টন করা হয়- (অনুধাবন)
i. প্রাদেশিক সরকারের মধ্যে
ii. আঞ্চলিক পর্যায়ের মধ্যে
iii. কেন্দ্রীয় সরকারের মধ্যে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯০. অলিখিত সংবিধান যেটির ভিত্তিতে গড়ে ওঠে- (অনুধাবন)
i. আচার-অনুষ্ঠান
ii. প্রথা ও রীতিনীতি
iii. চিরাচরিত নিয়ম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯১. অলিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. সুস্পষ্টতা
ii. বিপ্লবের সম্ভাবনা কম
iii. জরুরি প্রয়োজনে সহায়ক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়। এটি সংশোধন করতে যা প্রয়োজন- (প্রয়োগ)
i. সাধারণ সংখ্যাগরিষ্ঠতা
ii. বিশেষ সংখ্যাগরিষ্ঠতা
iii. সম্মেলন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা হলো- (উচ্চতর দক্ষতা)
i. সহজে পরিবর্তন করা যায় না
ii. পরিবর্তনে জটিলতার প্রয়োজন হয় না
iii. সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এর যেকোনো অংশ সংশোধন করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৪. সংবিধানের শ্রেণিবিভাগ করা হয় যার ভিত্তিতে- (অনুধাবন)
i. লেখার
ii. সংশোধনের
iii. পরীক্ষণের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৫. লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধানের শ্রেণিবিভাগ- (অনুধাবন)
i. সুপরিবর্তনীয়
ii. লিখিত
iii. অলিখিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৬. সংশোধনের ভিত্তিতে সংবিধান যে ধরনের হয়- (অনুধাবন)
i. সুপরিবর্তনীয়
ii. অলিখিত
iii. দুষ্পরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. বিশ্বের সকল রাষ্ট্রের সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. কিছু অংশ লিখিত
ii. কিছু অংশ প্রস্তাবিত
iii. কিছু অংশ অলিখিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৮. লিখিত সংবিধানের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. বিপ্লবের সম্ভাবনা থাকে
ii. সহজে পরিবর্তন করা যায় না
iii. সহজে পরিবর্তন করা যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৯. লিখিত সংবিধান রয়েছে- (অনুধাবন)
i. বাংলাদেশে
ii. ভারতে
iii. মার্কিন যুক্তরাষ্ট্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০০. লিখিত সংবিধানের যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে- (অনুধাবন)
i. প্রগতির অন্তরায়
ii. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী
iii. জরুরি প্রয়োজনে সহায়ক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি লক্ষ করে ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
১০১. ‘?’ চিহ্নিত স্থানে কোন ধরনের সংবিধানের গুণাবলিকে ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] লিখিত
✅ অলিখিত
[গ] সুপরিবর্তনীয়
[ঘ] দুষ্পরিবর্তনীয়
১০২. উক্ত সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. সহজে পরিবর্তন করা যায়
ii. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী
iii. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার অনুপযোগী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ উত্তম সংবিধানের বৈশিষ্ট্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৪
🍭 যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত, সে রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়- ততটা উত্তমভাবে।
🍭 উত্তম সংবিধানের অধিকাংশ বিষয়- লিখিত থাকে।
🍭 নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ থাকে- উত্তম সংবিধানে।
🍭 উত্তম সংবিধান প্রণীত হয়- জনমতের ভিত্তিতে।
🍭 সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম- উত্তম সংবিধান।
🍭 রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ থাকে- উত্তম সংবিধানে।
🍭 জনকল্যাণকামী সংবিধান- উত্তম সংবিধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৩. বিশ্বের সকল রাষ্ট্রের কোনটি আছে? (জ্ঞান)
✅ সংবিধান
[খ] গণতন্ত্র
[গ] সমাজতন্ত্র
[ঘ] একনায়কতন্ত্র
১০৪. কোনটির উন্নতির ওপর নির্ভর করে রাষ্ট্রের শাসনব্যবস্থা উত্তমভাবে পরিচালিত হয়? (অনুধাবন)
[ক] জনমত
[খ] অধিকার
✅ সংবিধান
[ঘ] স্বাধীনতা
১০৫. উত্তম সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] লিখিত ও অনমনীয়
[খ] লিখিত ও নমনীয়
✅ লিখিত ও সুস্পষ্ট
[ঘ] লিখিত ও অস্পষ্ট
১০৬. উত্তম সংবিধান কেমন হয়? (অনুধাবন)
[ক] অস্পষ্ট
[খ] দুষ্পরিবর্তনীয়
✅ সংক্ষিপ্ত
[ঘ] যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী
১০৭. নাগরিকের মৌলিক অধিকার কোনটিতে উল্লেখ থাকে? (জ্ঞান)
✅ উত্তম সংবিধানে
[খ] সংসদীয় গণতন্ত্রে
[গ] মূলনীতিতে
[ঘ] মানবাধিকার কমিশনে
১০৮. উত্তম সংবিধানের ক্ষেত্রে কোনটি সঠিক? (জ্ঞান)
[ক] ভোটাভুটি
✅ জনমতের প্রতিফলন
[গ] ব্যক্তিগত কল্যাণ
[ঘ] অক্লান্ত পরিশ্রম
১০৯. জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে কীসের মাধ্যমে? (অনুধাবন)
✅ উত্তম সংবিধানের
[খ] রাজনৈতিক দলের কর্মসূচির
[গ] সরকার গঠনের
[ঘ] নেতৃত্বের বিচারের
১১০. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] অলিখিত
[খ] এককেন্দ্রিক
[গ] দুষ্পরিবর্তনীয়
✅ সুষম প্রকৃতির
১১১. ‘উত্তম সংবিধান সুষম প্রকৃতির হয়’- এর অর্থ কী? (উচ্চতর দক্ষতা)
✅ এ সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে
[খ] এ সংবিধান লিখিত ও অলিখিত সংবিধানের মাঝামাঝি অবস্থান করে
[গ] এ সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে
[ঘ] এ সংবিধান সুপরিবর্তনীয় ও অলিখিত সংবিধানের মাঝামাঝি অবস্থান করে
১১২. কোন সংবিধান সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়? (অনুধাবন)
[ক] অলিখিত
[খ] দুষ্পরিবর্তনীয়
✅ উত্তম
[ঘ] সুপরিবর্তনীয়
১১৩. কোন পদ্ধতিতে উত্তম সংবিধানের কোনো ধারার সংশোধন হয়? (অনুধাবন)
[ক] জনমতের ভিত্তিতে
[খ] আলাপ-আলোচনার মাধ্যমে
[গ] বিপ্লবের মাধ্যমে
✅ নিয়মতান্ত্রিক
১১৪. রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোনটিতে লিপিবদ্ধ রয়েছে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রের আইনে
✅ উত্তম সংবিধানে
[গ] সংবিধানের প্রস্তাবনায়
[ঘ] স্বাধীনতা সনদে
১১৫. উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] গণতন্ত্র
[খ] ধর্মীয় মূল্যবোধ
[গ] সমাজতন্ত্র
✅ মৌলিক অধিকারের সংযোজন
১১৬. রাষ্ট্র পরিচালনার জন্য উল্লেখযোগ্য বিধিবিধানগুলো কোনটিতে উল্লেখ থাকে? (অনুধাবন)
[ক] সরকারি আইনে
[খ] অলিখিত সংবিধানে
[গ] বেসরকারি আইনে
✅ উত্তম সংবিধানে
১১৭. ‘যে আইনে মানুষের কল্যাণ নাই তা উত্তম সংবিধান হতে পারে না।’- উক্তিটি কার? (জ্ঞান)
[ক] প্লেটোর
[খ] সক্রেটিসের
[গ] অ্যারিস্টটলের
✅ রুশোর
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
১১৮. উত্তম সংবিধানের ভাষা হয়- (অনুধাবন)
i. সরল
ii. প্রাঞ্জল
iii. সহজ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৯. উত্তম সংবিধানে স্থান পায় না- (অনুধাবন)
i. প্রয়োজনীয় বিষয়
ii. অপ্রয়োজনীয় বিষয়
iii. অপ্রাসঙ্গিক বিষয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১২০. উত্তম সংবিধানে প্রতিফলিত হয়- (অনুধাবন)
i. জনগণের আশা-আকাঙ্ক্ষা
ii. সামাজিক রীতিনীতি
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২১. উত্তম সংবিধানের থাকা প্রয়োজন- (অনুধাবন)
i. সুষম প্রকৃতি
ii. সংক্ষিপ্ততা
iii. জনকল্যাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২২. উত্তম সংবিধান তাল মিলিয়ে চলতে সক্ষম- (অনুধাবন)
i. অর্থনৈতিক পরিবর্তনের সাথে
ii. সামাজিক পরিবর্তনের সাথে
iii. রাষ্ট্রীয় পরিবর্তনের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
i. জনকল্যাণকামী
ii. অধিকাংশ বিষয় অলিখিত
iii. সুষম প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :
নূর মোহাম্মদ সাহেবের দেশে প্রচলিত সংবিধানের সকল ধারা জনগণ ও শাসক মেনে চলতে বাধ্য। শাসক তার ইচ্ছামতো এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে না।
১২৪. জনাব নূর মোহাম্মদ সাহেবের দেশে প্রচলিত সাংবিধানিক আইনের ধরন কী হবে? (প্রয়োগ)
✅ লিখিত
[খ] অলিখিত
[গ] প্রগতিশীল
[ঘ] সুপরিবর্তনীয়
১২৫. উক্ত সংবিধানের ক্ষেত্রে সঠিক বক্তব্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হয়
ii. পরিবর্তনশীল সমাজের সাথে তাল মিলাতে ব্যর্থ
iii. যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ নামক রাষ্ট্রের সংবিধানটির অধিকাংশ বিষয় লিখিত। এটি খুব সুপরিবর্তনীয় কিংবা দুষ্পরিবর্তনীয় নয়। এর ফলে সংবিধানটি সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম।
১২৬. অনুচ্ছেদে কোন সংবিধানকে নির্দেশ করা হয়েছে? (প্রয়োগ)
✅ উত্তম
[খ] লিখিত
[গ] অলিখিত
[ঘ] সুপরিবর্তনীয়
১২৭. উক্ত সংবিধান ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. জনকল্যাণে
ii. রাষ্ট্র পরিচালনায়
iii. নাগরিকের মৌলিক অধিকার রক্ষায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ বাংলাদেশের সংবিধান 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৫
🍭 বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন- ড. কামাল হোসেন।
🍭 বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন- ড. কামাল হোসেন।
🍭 বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর।
🍭 ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর- বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়।
🍭 বাংলাদেশের সংবিধান- দুষ্পরিবর্তনীয়।
🍭 রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিধারণ করা হয়েছে- বাংলাদেশের সংবিধানে।
🍭 সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি- প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
🍭 বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হলো- আইনসভা।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৮. কত সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়নে কমিটি গঠন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
✅ ১৯৭২
[ঘ] ১৯৭৩
১২৯. বাংলাদেশের সংবিধান তৈরির জন্য কত সদস্যবিশিষ্ট প্রণয়ন কমিটি গঠিত হয়? (জ্ঞান)
[ক] ৩০
✅ ৩৪
[গ] ৩৫
[ঘ] ৪০
১৩০. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে? (জ্ঞান)
[ক] ড. কামাল চৌধুরী
✅ ড. কামাল হোসেন
[গ] ক্যাপ্টেন মুনসুর
[ঘ] শেখ মুজিবুর রহমান
১৩১. সংবিধান খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে কখন? (জ্ঞান)
✅ ১৯৭২ সালের ১৭ এপ্রিল
[খ] ১৯৭২ সালের ১৭ মে
[গ] ১৯৭২ সালের ১৭ জুন
[ঘ] ১৯৭২ সালের ১৭ জুলাই
১৩২. বাংলাদেশের খসড়া সংবিধান সর্বপ্রথম কোথায় উত্থাপিত হয়? (জ্ঞান)
[ক] সুপ্রিম কোর্টে
[খ] সচিবালয়
[গ] হাইকোর্টে
✅ গণপরিষদে
১৩৩. গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয় কখন? (জ্ঞান)
[ক] ১৯ জুন- ৪ জুলাই
[খ] ১৯ আগস্ট- ৪ সেপ্টেম্বর
✅ ১৯ অক্টোবর- ৪ নভেম্বর
[ঘ] ১৯ নভেম্বর- ৪ ডিসেম্বর
১৩৪. বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয় কখন? (জ্ঞান)
✅ ৪ নভেম্বর ১৯৭২
[খ] ৭ মার্চ ১৯৭৩
[গ] ১৬ ডিসেম্বর ১৯৭৪
[ঘ] ৪ নভেম্বর ১৯৭৫
১৩৫. কখন থেকে বাংলাদেশে সংবিধান কার্যকর হয়? (জ্ঞান)
[ক] ৭ মার্চ ১৯৭২
[খ] ২৬ মার্চ ১৯৭২
[গ] ৪ নভেম্বর ১৯৭২
✅ ১৬ ডিসেম্বর ১৯৭২
১৩৬. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? (জ্ঞান)
[ক] ১৫১
[খ] ১৫২
✅ ১৫৩
[ঘ] ১৫৬
১৩৭. বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
১৩৮. বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
১৩৯. বাংলাদেশের সংবিধান কোন প্রকৃতির? (জ্ঞান)
[ক] অলিখিত
[খ] অস্থিতিশীল
[গ] সুপরিবর্তনীয়
✅ লিখিত
১৪০. বাংলাদেশের সংবিধানের নিয়ম পরিবর্তন ও সংশোধন করতে কত শতাংশ ভোটের দরকার হয়? (জ্ঞান)
[ক] এক-তৃতীয়াংশ
[খ] এক-চতুর্থাংশ
✅ দুই-তৃতীয়াংশ
[ঘ] দুই-চতুর্থাংশ
১৪১. বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] এটি সংশোধন করা যায় না
[খ] এর সংশোধন ব্যয়বহুল
[গ] এর সংশোধন অন্যান্য আইনের ন্যায়
✅ সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি দরকার
১৪২. বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কোনটি? (জ্ঞান)
✅ জাতীয়তাবাদ
[খ] একনায়কতন্ত্র
[গ] শাসনতন্ত্র
[ঘ] জাতীয় সংসদ
১৪৩. বাংলাদেশের সংবিধান কয়টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৬
১৪৪. রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষ কীসের দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়? (অনুধাবন)
[ক] সংবিধানের ব্যাখ্যার
✅ সংবিধানের মূলনীতির
[গ] সংবিধানের পবিত্রতার
[ঘ] সংবিধানের ইতিহাসের
১৪৫. বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রীর বিবৃতি
[খ] রাষ্ট্রপতির বিবৃতি
✅ পবিত্র সংবিধান
[ঘ] পবিত্র ধর্ম গ্রন্থ
১৪৬. আমাদের নাগরিক অধিকারগুলোর গুরুত্ব অত্যধিক কেন? (অনুধাবন)
[ক] গণতান্ত্রিক দেশ হওয়ায়
✅ সংবিধানে লিপিবদ্ধ থাকায়
[গ] দেশ স্বাধীন হওয়ায়
[ঘ] সরকার দীর্ঘস্থায়ী থাকায়
১৪৭. বাংলাদেশের সংবিধানে কত বছর বয়সের সকল নাগরিকের ভোটাধিকারের কথা বলা আছে? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ১৭
✅ ১৮
[ঘ] ২০
১৪৮. সংবিধান অনুসারে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? (জ্ঞান)
✅ প্রজাতান্ত্রিক
[খ] স্বৈরতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] সামরিক
১৪৯. প্রজাতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] সকল ক্ষমতার মালিক রাষ্ট্রপতি
✅ সকল ক্ষমতার মালিক জনগণ
[গ] সকল ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী
[ঘ] সকল ক্ষমতার মালিক সেনাপতি
১৫০. বাংলাদেশের সংবিধানে কোন সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে? (জ্ঞান)
✅ সংসদীয় সরকার
[খ] স্বৈরতান্ত্রিক সরকার
[গ] যুক্তরাষ্ট্রীয় সরকার
[ঘ] পুঁজিবাদী সরকার
১৫১. বাংলাদেশের সংবিধানে কোন ধরনের সরকারব্যবস্থার কথা বলা হয়েছে? (অনুধাবন)
✅ মন্ত্রিপরিষদ শাসিত
[খ] স্বৈরাচারী
[গ] এককেন্দ্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
১৫২. মন্ত্রিপরিষদ তার কাজের জন্য কার নিকট দায়ী থাকে? (জ্ঞান)
✅ আইনসভা
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] বিচার বিভাগ
১৫৩. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? (জ্ঞান)
✅ এককেন্দ্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
১৫৪. বাংলাদেশের কেন্দ্রীয় সরকার কোন পর্যায়ে গঠিত? (অনুধাবন)
[ক] আঞ্চলিক
[খ] ইউনিয়ন
✅ জাতীয়
[ঘ] বিভাগীয়
১৫৫. বাংলাদেশের আইনসভা কোন ধরনের? (অনুধাবন)
✅ এক কক্ষবিশিষ্ট
[খ] দ্বিকক্ষবিশিষ্ট
[গ] পাঁচ কক্ষবিশিষ্ট
[ঘ] একাধিক কক্ষবিশিষ্ট
১৫৬. বাংলাদেশের আইনসভার নাম কী? (জ্ঞান)
[ক] হাইকোর্ট
✅ জাতীয় সংসদ
[গ] সুপ্রিমকোর্ট
[ঘ] সচিবালয়
১৫৭. বর্তমানে জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৩০০ জন
[খ] ৩১০ জন
[গ] ৩১৫ জন
✅ ৩৫০ জন
১৫৮. বাংলাদেশের সংবিধান কী? (জ্ঞান)
[ক] দুর্বল আইন
✅ সর্বোচ্চ আইন
[গ] নমনীয় আইন
[ঘ] সুপরিবর্তনীয়
১৫৯. যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয় সেক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? (অনুধাবন)
[ক] সম্পূর্ণ আইন বাতিল বলে বিবেচিত হবে
✅ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ তা বাতিল হবে
[গ] সংসদে আইন সংশোধনের প্রস্তাব আনা হবে
[ঘ] সংসদে আইন বাতিলের প্রস্তাব আনা হবে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬০. বাংলাদেশের সংবিধান- (অনুধাবন)
i. দুষ্পরিবর্তনীয়
ii. সুপরিবর্তনীয়
iii. লিখিত দলিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬১. সাব্বির বাংলাদেশের সংবিধান ভালোভাবে অধ্যয়ন করেছে, সে যে বিষয়টি সম্পর্কে জেনেছে- (প্রয়োগ)
i. বাংলাদেশের প্রকৃতি
ii. সংবিধানের বৈশিষ্ট্য
iii. সংবিধানের সংশোধনীসমূহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬২. বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য- (অনুধাবন)
i. বাংলাদেশ প্রজাতান্ত্রিক
ii. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত
iii. জাতীয় পর্যায়ে একটি মাত্র কেন্দ্রীয় সরকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার মূলনীতি- (অনুধাবন)
i. গণতন্ত্র ও সমাজতন্ত্র
ii. ধর্মনিরপেক্ষতা
iii. জাতীয়তাবাদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৪. মেহেদি ইউসুফ বাংলাদেশের নাগরিক। তার দেশের সংবিধানটি- (প্রয়োগ)
i. ১১টি ভাগে বিভক্ত
ii. ১৫৩টি অনুচ্ছেদ নিয়ে রচিত
iii. ৫টি তফসিল নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৫. বাংলাদেশের সংবিধানে যে ধরনের বিচার বিভাগের বিধান রয়েছে- (অনুধাবন)
i. স্বাধীন
ii. নিরপেক্ষ
iii. পরাধীন
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৬. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. সর্বজনীন ভোটাধিকার প্রদান
ii. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার প্রবর্তন
iii. মৌলিক অধিকারের উল্লেখ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৭. বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী বিচার বিভাগ- (অনুধাবন)
i. স্বাধীন
ii. নিরপেক্ষ
iii. ঐতিহ্যবাহী
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি লক্ষ করে ১৬৮ ও ১৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৬৮. ছকে (?) চিহ্নিত স্থানটি কোন দেশের সংবিধানকে ইঙ্গিত করছে? (প্রয়োগ)
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] ব্রিটেন
[ঘ] চীন
১৬৯. উক্ত সংবিধানটির ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. একটি লিখিত দলিল
ii. এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন
iii. এটি সুপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৪৬
🍭 বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়- ১৯৭৩ সালের জুলাই মাসে।
🍭 সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে- রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়।
🍭 অষ্টম সংশোধনীর মাধ্যমে- রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের ৬টি বেঞ্চ স্থাপন করা হয়।
🍭 সংসদীয় সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হয়- সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
🍭 ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।
🍭 সুপ্রীমকোর্টের বিচারক, পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হয়- সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে।
🍭 পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করা হয়- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।
🍭 জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষণ করা হয়- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭০. বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে কতবার? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১৩
[গ] ১৪
✅ ১৬
১৭১. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে আনা হয়?
[ক] জানুয়ারি ১৯৭৩
✅ জুলাই ১৯৭৩
[গ] জুলাই ১৯৭৪
[ঘ] ডিসেম্বর ১৯৭৫
১৭২. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীতে কী বলা হয়? (জ্ঞান)
✅ যুদ্ধাপরাধীদের বিচারের বিধান করা
[খ] রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা
[গ] বিরোধীদলকে সুবিধা প্রদান
[ঘ] বিচার বিভাগ পৃথক করা
১৭৩. কত সালে সংবিধানের দ্বিতীয় সংশোধনী আনা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৫
[খ] ১৯৭৪
✅ ১৯৭৩
[ঘ] ১৯৭২
১৭৪. রাষ্ট্রপতির ‘জরুরি অবস্থা’ ঘোষণার ক্ষমতা কত সালে প্রবর্তন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭২
✅ ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫
১৭৫. সংবিধান অনুযায়ী দেশে জরুরি অবস্থা কে জারি করেন? (জ্ঞান)
✅ রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] আইনমন্ত্রী
[ঘ] জাতীয় সংসদ
১৭৬. দেশে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করতে কার পরামর্শের প্রয়োজন হয়? (জ্ঞান)
✅ প্রধানমন্ত্রীর
[খ] সংসদের
[গ] সামরিক উপদেষ্টার
[ঘ] বিচারপতিদের
১৭৭. বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি কোন সংশোধনীর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়? (অনুধাবন)
[ক] দ্বিতীয়
✅ তৃতীয়
[গ] চতুর্থ
[ঘ] পঞ্চম
১৭৮. ভারত-বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশের পক্ষে ছিলেন কে? (জ্ঞান)
[ক] খন্দকার মোশতাক আহমেদ
[খ] তাজউদ্দিন আহমদ
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] সৈয়দ নজরুল ইসলাম
১৭৯. ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন কে? (জ্ঞান)
[ক] রাজীব গান্ধী
[খ] সোনিয়া গান্ধী
[গ] মহাত্মা গান্ধী
✅ ইন্দিরা গান্ধী
১৮০. সংবিধানের চতুর্থ সংশোধনী কবে গৃহীত হয়?
[ক] জানুয়ারি ১৯৭৪
✅ জানুয়ারি ১৯৭৫
[গ] জুলাই ১৯৭৬
[ঘ] জুলাই ১৯৭৭
১৮১. কোন সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতিশাসিত সরকার প্রবর্তন করা হয়? (অনুধাবন)
[ক] দ্বিতীয়
✅ চতুর্থ
[গ] ষষ্ঠ
[ঘ] অষ্টম
১৮২. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে একটি মাত্র জাতীয় দল গঠন করা হয়? (জ্ঞান)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ
১৮৩. বাংলাদেশ সংবিধানে পঞ্চম সংশোধনী হয় কত সালে?
[ক] এপ্রিল ১৯৭৪
[খ] এপ্রিল ১৯৭৬
✅ এপ্রিল ১৯৭৯
[ঘ] এপ্রিল ১৯৮১
১৮৪. ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে সামরিক সরকার কর্তৃক যেসব বিধিবিধান প্রণয়ন ও সংবিধানের সংশোধনী আনা হয়েছে সেগুলোকে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বৈধতা দেয়া হয়? (জ্ঞান)
[ক] চতুর্থ
✅ পঞ্চম
[গ] ষষ্ঠ
[ঘ] সপ্তম
১৮৫. রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন করা হয় কোন সংশোধনীতে? (জ্ঞান)
✅ পঞ্চম
[খ] সপ্তম
[গ] অষ্টম
[ঘ] নবম
১৮৬. বাংলাদেশের নাগরিকতা ‘বাঙালি’ থেকে ‘বাংলাদেশি’ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? (জ্ঞান)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ পঞ্চম
১৮৭. বাংলাদেশে সংবিধানের ষষ্ঠ সংশোধনী কবে পাস হয়? (জ্ঞান)
[ক] এপ্রিল, ১৯৭৯
✅ জুলাই, ১৯৮১
[গ] নভেম্বর, ১৯৮৬
[ঘ] জুন, ১৯৮৮
১৮৮. বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা হয় কততম সংশোধনীতে? (জ্ঞান)
✅ ষষ্ঠ
[খ] সপ্তম
[গ] অষ্টম
[ঘ] নবম
১৮৯. বাংলাদেশ সংবিধানের সপ্তম সংশোধনী কত সালে করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৯
[খ] ১৯৮১
✅ ১৯৮৬
[ঘ] ১৯৮৮
১৯০. কোন সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদের সামরিক শাসনের কার্য্যাবলিকে বৈধতা দেওয়া হয়? (অনুধাবন)
[ক] ষষ্ঠ
✅ সপ্তম
[গ] অষ্টম
[ঘ] নবম
১৯১. বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনী কত সালে করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭৫
[খ] ১৯৭৯
✅ ১৯৮৮
[ঘ] ১৯৮৯
১৯২. সংবিধানের অষ্টম সংশোধনীর বিষয়বস্তু কী? (জ্ঞান)
✅ রাষ্ট্রধর্ম ইসলাম করা
[খ] জরুরি অবস্থা জারি করা
[গ] যুদ্ধাপরাধীদের বিচার করা
[ঘ] রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা
১৯৩. অষ্টম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে হাইকোর্টের কয়টি বেঞ্চ স্থাপন করা হয়? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
১৯৪. বাংলাদেশ সংবিধানের নবম সংশোধনী কত সালে করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৮৮
✅ ১৯৮৯
[গ] ১৯৯০
[ঘ] ১৯৯১
১৯৫. জনগণের সরাসরি ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? (জ্ঞান)
✅ নবম
[খ] দশম
[গ] চতুর্দশ
[ঘ] পঞ্চদশ
১৯৬. রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পর পর দুই মেয়াদের অধিক অধিষ্ঠিত না হতে পারার নিয়ম করা হয়। এটি বাংলাদেশের কোন সংশোধনীর বিষয়বস্তু? (প্রয়োগ)
✅ নবম
[খ] দশম
[গ] একাদশ
[ঘ] দ্বাদশ
১৯৭. বাংলাদেশের সংবিধানের দশম সংশোধনী করা হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৯১
✅ ১৯৯০
[গ] ১৯৮৯
[ঘ] ১৯৮৮
১৯৮. জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত ৩০টি আসনের সময় আরও ১০ বছর বৃদ্ধি করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? (অনুধাবন)
[ক] সপ্তম
[খ] অষ্টম
[গ] নবম
✅ দশম
১৯৯. ১৯৯১ সালে সংবিধানে কোন সংশোধনী আনা হয়? (জ্ঞান)
[ক] নবম
[খ] দশম
✅ একাদশ
[ঘ] ত্রয়োদশ
২০০. অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ কর্তৃক প্রয়োগকৃত সকল কার্যক্রম বৈধ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? (অনুধাবন)
[ক] নবম
[খ] দশম
✅ একাদশ
[ঘ] দ্বাদশ
২০১. দ্বাদশ সংশোধনী বিল পাস হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৭৫
✅ ১৯৯১
[গ] ১৯৯৬
[ঘ] ২০০১
২০২. কোন সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত হয়? (জ্ঞান)
[ক] দশম
[খ] একাদশ
✅ দ্বাদশ
[ঘ] ত্রয়োদশ
২০৩. সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কত সালে করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৯০
[খ] ১৯৯১
[গ] ১৯৯৪
✅ ১৯৯৬
২০৪. সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালের মার্চ মাসে পাস হয়। এ সংশোধনী অনুসারে কী প্রবর্তন করা হয়? (অনুধাবন)
[ক] রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা
[খ] জাতীয় সংসদে নারীর আসন বৃদ্ধি
✅ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা
[ঘ] উত্তরাধিকার আইন সংস্কার
২০৫. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল কেন? (অনুধাবন)
✅ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য
[খ] গণতান্ত্রিক আদর্শ স্থাপন করার জন্য
[গ] জনগণের ভোটকেন্দ্রে উপস্থিতি বৃদ্ধির জন্য
[ঘ] পরিবারতন্ত্রকে রুখে দেবার জন্য
২০৬. ২০০৪ সালের কোন মাসে সংবিধানের চতুর্দশ সংশোধনী বিল পাস হয়?
[ক] মার্চ
[খ] এপ্রিল
✅ মে
[ঘ] জুন
২০৭. সংবিধানের চতুর্দশ সংশোধনীতে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষণের কথা বলা হয়? (জ্ঞান)
[ক] ৪০
✅ ৪৫
[গ] ৫০
[ঘ] ৫৫
২০৮. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিসসহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের বিধান করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? (অনুধাবন)
[ক] একাদশ
[খ] দ্বাদশ
✅ চতুর্দশ
[ঘ] পঞ্চদশ
২০৯. সংবিধানের পঞ্চদশ সংশোধনী কত সালে করা হয়? (জ্ঞান)
[ক] ২০১০
✅ ২০১১
[গ] ২০১২
[ঘ] ২০১৩
২১০. বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনীটির উল্লেখযোগ্য বিষয়বস্তু কোনটি? (অনুধাবন)
[ক] সংবাদপত্রের স্বাধীনতা
[খ] সংসদীয় ব্যবস্থার প্রবর্তন
✅ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল
[ঘ] সংসদে মহিলা আসন সংরক্ষণ
২১১. কোন সংশোধনী অনুযায়ী ১৯৭২-এর সংবিধানের চার মূলনীতিকে ফিরিয়ে আনা হয়েছে? (জ্ঞান)
[ক] দ্বাদশ
[খ] ত্রয়োদশ
[গ] চতুর্দশ
✅ পঞ্চদশ
২১২. পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়? (জ্ঞান)
[ক] ৪৫
✅ ৫০
[গ] ৫৫
[ঘ] ৬০
২১৩. ষোড়শ সংশোধনি কবে সংসদে পাস হয়? (জ্ঞান)
[ক] এপ্রিল, ২০১৩
[খ] মে, ২০১৪
✅ সেপ্টেম্বর, ২০১৪
[ঘ] ডিসেম্বর, ২০১৪
২১৪. আঃ সাত্তার তার ছোট ভাই সাদ্দামকে বলল, ষোড়শ সংশোধনীর মাধ্যমে একটি ক্ষমতা সংসদের হাতে পুনঃপ্রবর্তন করা হয়। সে কোন ক্ষমতার কথা বলেছিল- (জ্ঞান)
[ক] মহিলাদের জন্য ৪৫টি আসন সংরক্ষণ
✅ সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণ
[গ] তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন
[ঘ] তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তকরণ
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১৫. চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় পাস হয় তা হলো- (অনুধাবন)
i. উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি
ii. সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি মাত্র জাতীয় দল গঠন
iii. রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৬. পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু হলো- (অনুধাবন)
i. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়
ii. রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হয়
iii. বাংলাদেশের নাগরিকতা ‘বাঙালি’ থেকে ‘বাংলাদেশি’ করা হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৭. অষ্টম সংশোধনীর বিষয়বস্তু হলো- (অনুধাবন)
i. রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন
ii. সামরিক কাজের বৈধতা
iii. ঢাকার বাইরে হাইকোর্টের ৬টি বেঞ্চ স্থাপন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৮. দ্বাদশ সংশোধনীর মাধ্যমে- (অনুধাবন)
i. উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়
ii. সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়
iii. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৯. বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনীতে উল্লেখ আছে- (অনুধাবন)
র. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিসসহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের বিধান
ii. সুপ্রিমকোর্টের বিচারকের অবসরের বয়সসীমা বৃদ্ধি
iii. পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের অবসরের বয়সসীমা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২০. সংবিধানের চতুর্দশ সংশোধনী বিলের সংযুক্তি হলো- (অনুধাবন)
i. জাতীয় সংসদে মহিলাদের ৪৫টি আসন সংরক্ষণ
ii. সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সংরক্ষণ
iii. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বয়সসীমা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২১. পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে- (অনুধাবন)
i. রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পাশাপাশি সকল ধর্মচর্চার স্বাধীনতা
ii. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকরণ
iii. জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২২. জরুরি অবস্থা জারি করার বিধান সংবিধানে রয়েছে যে কারণে- (অনুধাবন)
i. জনগণের মালামালের নিরাপত্তার অভাব দেখা দিলে
ii. দেশে যুদ্ধের আশঙ্কা দেখা দিলে
iii. দেশের অভ্যন্তরীণ গোলযোগের সময়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২২-২২৫ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সংবিধানের দুটি সংশোধনীর মধ্যে অনেক মিল লক্ষ করা যায়। উক্ত সংশোধনী দুটির প্রথমটিতে সংসদীয় সরকারব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। দ্বিতীয়টিতে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।
২২৩. অনুচ্ছেদের আলোচনায় কোন সংশোধনী দুটির উল্লেখ রয়েছে? (প্রয়োগ)
[ক] চতুর্থ ও পঞ্চম
✅ চতুর্থ ও দ্বাদশ
[গ] নবম ও দশম
[ঘ] একাদশ ও ত্রয়োদশ
২২৪. অনুচ্ছেদে আলোচিত দ্বিতীয় সংশোধনী অনুসারে বাংলাদেশের বর্তমান সরকারব্যবস্থা প্রচলিত। বাংলাদেশের সরকারব্যবস্থার নাম কী? (উচ্চতর দক্ষতা)
[ক] রাষ্ট্রপতিশাসিত সরকার
[খ] যুক্তরাষ্ট্রীয় সরকার
✅ সংসদীয় সরকার
[ঘ] সমাজতান্ত্রিক সরকার
২২৫. অনুচ্ছেদে আলোচিত পঞ্চম সংশোধনীটির আরও যেসব বৈশিষ্ট্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান
ii. উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি
iii. একটি মাত্র জাতীয় দল সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি লক্ষ করে ২২৬ ও ২২৭ নং প্রশ্নের উত্তর দাও :
২২৬. ‘?’ চিহ্নিত স্থান বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর প্রতি ইঙ্গিত করে? (প্রয়োগ)
[ক] ত্রয়োদশ
[খ] চতুর্দশ
[গ] দ্বাদশ
✅ পঞ্চদশ
২২৭. উক্ত সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে কার্যকর হয়- (উচ্চতর দক্ষতা)
i. জাতীয়তাবাদ
ii. গণতন্ত্র
iii. সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
That's Good for student's
ReplyDelete❤️
ReplyDelete