৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
চতুর্থ অধ্যায়
Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-04
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থা কোনটি?
[ক] সমাজতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
[গ] রাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
২. ব্যক্তি স্বাধীনতার রক্ষাকারী রাষ্ট্রব্যবস্থা কোনটি?
✅ গণতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
৩. গণতন্ত্রকে দায়িত্বশীল শাসনব্যবস্থা বলা হয়। কারণ এখানে শাসকগণ-
i. জনগণের নিকট দায়ী থাকে
ii. জনস্বার্থ রক্ষার চেষ্টা করে
iii. সততার সাথে দায়িত্ব পালন করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি পর্যবেক্ষণ করে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশের সরকারব্যবস্থা
১।সকল শাসনতান্ত্রিক ক্ষমতার অধিকারী
২। দেশ পরিচালনার নির্দেশনা প্রদান
৩। বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষমতা বণ্টন
১। ঢ ইউনিটের এজেন্ট হিসেবে কাজ করে
২। নির্দেশিত কাজ বাস্তবায়ন করে
৩। ঢ ইউনিটের নিয়ন্ত্রণে থাকে
ঢ-ইউনিটণ-ইউনিট
৪. ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?
[ক] যুক্তরাষ্ট্রীয়
✅ এককেন্দ্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
৫. উক্ত সরকার ব্যবস্থায়-
i. ‛ণ’ ইউনিটটি আঞ্চলিক সরকার হিসেবে কাজ করে
ii. ‛ঢ’ ইউনিটটি ‛ণ’ ইউনিটের ক্ষমতা ফিরিয়ে নিতে পারে
iii. ‛ঢ’ ইউনিটটি ‘ক’ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? [সকল বোর্ড ’১৬]
[ক] ভারত
[খ] যুক্তরাষ্ট্র
[গ] যুক্তরাজ্য
✅ চীন
২. কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না? [সকল বোর্ড ’১৬]
[ক] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] একনায়কতান্ত্রিক
৩. এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? [সকল বোর্ড ’১৬]
✅ জাতীয় ঐক্যের প্রতীক
[খ] কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
[গ] আঞ্চলিক সমস্যার সমাধান সহজ
[ঘ] বড় রাষ্ট্রের জন্য উপযোগী
৪. ‘এক দেশের এক নেতা’- এটি কোন রাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ? [সকল বোর্ড ’১৬]
[ক] গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
✅ একনায়কতান্ত্রিক
৫. ‘এক জাতি, একদেশ, একনেতা’- কোন শাসনব্যবস্থার আদর্শ? [সকল বোর্ড ’১৫]
[ক] গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] পুঁজিবাদী
✅ একনায়কতান্ত্রিক
৬. ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়ভাগে ভাগ করা হয়? [সকল বোর্ড ’১৫]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৭. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? [সকল বোর্ড ’১৫]
[ক] যুক্তরাজ্য
[খ] বাংলাদেশ
[গ] জাপান
✅ কানাডা
৮. রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? [সকল বোর্ড ’১৫]
[ক] জনসমষ্টি
[খ] নির্দিষ্ট ভূখণ্ড
[গ] সরকার
✅ সার্বভৌমত্ব
৯. যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রের সকল জনগণের ওপর ন্যস্ত থাকে তাকে কী বলে? [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] পুঁজিবাদী রাষ্ট্র
[খ] সমাজতান্ত্রিক রাষ্ট্র
[গ] স্বৈরতান্ত্রিক রাষ্ট্র
✅ গণতান্ত্রিক রাষ্ট্র
১০. রাষ্ট্রের উপাদান কয়টি? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪
১১. কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার]
[ক] বাংলাদেশ
[খ] ব্রিটেন
[গ] ভারত
✅ কিউবা
১২. কোন অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের মতপ্রকাশের সুযোগ থাকে না? [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ সমাজতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] গণতান্ত্রিক
[ঘ] এককেন্দ্রিক
১৩. ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থা কোনটি? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
[ক] সমাজতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
[গ] রাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
১৪. এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় ও রাষ্ট্রপতিশাসিত এই চার ধরনের সরকারকে কোন নামে অভিহিত করা যায়? [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
[ক] সমাজতান্ত্রিক সরকার
✅ গণতান্ত্রিক সরকার
[গ] প্রজাতান্ত্রিক সরকার
[ঘ] স্বৈরাচারী সরকার
১৫. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণ বলতে কোনটি নির্দেশ করা হয়? [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] সংখ্যার ওপর গুরুত্ব
✅ দায়িত্বশীল শাসন
[গ] দলীয় শাসন ব্যবস্থা
[ঘ] ঘনঘন নীতির পরিবর্তন
১৬. কীভাবে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়? [আল হেরা একাডেমি, পাবনা]
✅ ঘন ঘন সরকার পরিবর্তন ঘটলে
[খ] গণমাধ্যম পক্ষপাতিত্ব করলে
[গ] বিরোধী দলের কঠোর সমালোচনার প্রভাবে
[ঘ] চাপ সৃষ্টিকারী গ্রুপ কঠোর অবস্থান নিলে
১৭. যুক্তরাষ্ট্র বলতে কীরূপ রাষ্ট্রকে বোঝায়? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার]
✅ একাধিক রাষ্ট্র মিলে একটি রাষ্ট্র
[খ] একটি রাষ্ট্রের মধ্যে একটি সরকার
[গ] একটি রাষ্ট্র বহু অংশে বিভক্ত হওয়া
[ঘ] একটি রাষ্ট্রে বহুজাতি বাস করা
১৮. জনাব ‘ক’ সাহেবের দেশে একাধিক রাজনৈতিক দলের কার্যক্রমের উপস্থিতি রয়েছে। উক্ত দেশের রাষ্ট্রব্যবস্থার ধরন কোনটি? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
১৯. একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে স্বৈরাচারী শাসন বলা হয় কেন? [বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]
✅ জবাবদিহিতার অভাবে
[খ] মৌলিক অধিকার সুরক্ষা করা হয় বলে
[গ] সামরিক বাহিনীর ব্যবহারের কারণে
[ঘ] বিশ্বশান্তির পরিপন্থী বলে
২০. ক্ষমতার বণ্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কোন দু’ভাগে ভাগ করা যায়? [রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক
[খ] গণতন্ত্র ও একনায়কতন্ত্র
✅ এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্র
[ঘ] সংসদীয় ও রাষ্ট্রপতিশাসিত
২১. অভিশংসন বলতে কী বোঝায়? [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
[ক] অপসারণ করা
[খ] স্থিতিশীল শাসনব্যবস্থা
[গ] দলীয় মনোভাবের প্রতিফলন
✅ কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা
২২. সংসদীয় সরকার কী নামে পরিচিত? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
[ক] গণতান্ত্রিক সরকার
✅ মন্ত্রিপরিষদ শাসিত সরকার
[গ] রাষ্ট্রপতি প্রভাবিত সরকার
[ঘ] নির্ভরশীল সরকার
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো- [সকল বোর্ড ’১৫]
i. ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি
ii. উৎপাদন ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা
iii. গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. গণতান্ত্রিক রাষ্ট্রের যে ধরনের গুণ রয়েছে- [অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া]
i. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ
ii. দায়িত্বশীল শাসন
iii. সম্মতির ওপর প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫. একনায়কতন্ত্রে গণমাধ্যমগুলো কাজ করে- [এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]
i. সরকারের প্রতিনিধি হিসেবে
ii. নিরপেক্ষ ও স্বাধীনভাবে
iii. সরকারি দলের পক্ষে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬. সামাজিক নিরাপত্তার জন্য দরকার- [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. খাদ্যে ভর্তুকি প্রদান
ii. মহার্ঘ ভাতা প্রদান
iii. কর্মসংস্থান সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ একটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ের অনুপস্থিতির কারণে রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়। ‘খ’ নামক রাষ্ট্রটি প্রতিনিয়ত ‘ক’ অঞ্চলের ঘরবাড়ি ধ্বংস ও নাগরিকদের হত্যা করছে। [সকল বোর্ড ’১৫]
২৭. ‘ক’ এর কোনটির অভাব রয়েছে?
[ক] জনসংখ্যা
[খ] নির্দিষ্ট ভূখণ্ড
[গ] সরকার
✅ সার্বভৌমত্ব
২৮. ‘ক’ এর এরূপ পরিস্থিতি হতে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে?
[ক] জনগণকে শিক্ষিত করতে হবে
[খ] জনসংখ্যা কমাতে হবে
✅ স্বাধীনতা অর্জন করতে হবে
[ঘ] জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ একটি রাষ্ট্র। এতে ব্যক্তিমালিকানা স্বীকৃত নয়। এখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টন ব্যবস্থা পরিচালিত হয়। [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
২৯. উদ্দীপকে কোন ধরনের রাষ্ট্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] গণতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
✅ সমাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৩০. উক্ত রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো-
i. ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না
ii. গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে
iii. বিরোধী মতকে সহ্য করা হয় না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৭
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১. রাষ্ট্র কেমন হতে পারে? (জ্ঞান)
✅ বিভিন্ন রকম
[খ] কোনো রকম
[গ] স্বাভাবিক
[ঘ] সন্ত্রাসী
৩২. সামাজিক ও রাজনৈতিক চাহিদার জন্য রাষ্ট্রের সরকার ব্যবস্থা কেমন হয়? (অনুধাবন)
✅ বিভিন্ন প্রকৃতির
[খ] কোনোরকম
[গ] অস্বাভাবিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৩৩. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
৩৪. রাষ্ট্রের উপাদান কোনটি? (জ্ঞান)
✅ সরকার
[খ] রাষ্ট্রপ্রধান
[গ] সংবিধান
[ঘ] কেন্দ্রীয় ব্যাংক
৩৫. রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে? (জ্ঞান)
[ক] শাসক
✅ সরকার
[গ] প্রেসিডেন্ট
[ঘ] প্রধান বিচারপতি
৩৬. বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সরকারব্যবস্থা ভিন্ন প্রকৃতির হয় কেন? (অনুধাবন)
✅ সামাজিক ও রাজনৈতিক চাহিদার জন্য
[খ] রাষ্ট্রের গঠন প্রকৃতির জন্য
[গ] রাষ্ট্রের ধর্মীয় ভিন্নতার জন্য
[ঘ] রাষ্ট্রের সামরিক শক্তির জন্য
⚛ রাষ্ট্র ও সরকার 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৭
🍭 রাষ্ট্র একটি- রাজনৈতিক প্রতিষ্ঠান।
🍭 রাষ্ট্রের মুখপত্র হিসেবে কাজ করে- সরকার।
🍭 রাষ্ট্র ও সরকার হতে পারে- বিভিন্ন রকম।
🍭 রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে গড়ে উঠেছে- বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা।
🍭 সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে পারে- রাষ্ট্র ও সরকারের স্বরুপ।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭. ‘রাষ্ট্র ও সরকার’ কোন অর্থে ব্যবহৃত হয়? (প্রয়োগ)
✅ সমার্থক
[খ] বিপরীত
[গ] পরিপূরক
[ঘ] সংকীর্ণ
৩৮. ‘রাষ্ট্র’ ও ‘সরকার’-এর ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রত্যয় দুটি সমার্থক
✅ প্রত্যয় দুটি মৌলিক
[গ] প্রত্যয় দুটি পরিপূরক
[ঘ] প্রত্যয় দুটি সম্পূরক
৩৯. রাষ্ট্র কেমন ধরনের প্রতিষ্ঠান? (অনুধাবন)
✅ স্থায়ী
[খ] অস্থায়ী
[গ] বিমূর্ত
[ঘ] খণ্ডকালীন
৪০. কোনটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী? (অনুধাবন)
[ক] জনগণ
[খ] আদালত
✅ রাষ্ট্র
[ঘ] রাজনৈতিক দল
৪১. কোনটি রাষ্ট্রের মৌলিক উপাদান? (জ্ঞান)
[ক] আমলা
[খ] রাজনৈতিক দল
[গ] নির্বাচন কমিশন
✅ সরকার
৪২. ‘ক’ হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের উপাদান হলো চারটি। এখানে কোন রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] সমাজ
[খ] সম্প্রদায়
[গ] সরকার
✅ রাষ্ট্র
৪৩. সরকারের স্বরূপ পরিবর্তন হয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ সময়ের সঙ্গে সঙ্গতি রক্ষার জন্য
[খ] সরকারের আদর্শ স্থাপনের জন্য
[গ] ব্যবসায়ের উন্নতির জন্য
[ঘ] বিশ্বায়নের প্রভাবের জন্য
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৪. রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে- (অনুধাবন)
i. জনসংখ্যা
ii. নির্দিষ্ট ভূখণ্ড
iii. সরকার ও সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৫. সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে পারে- (অনুধাবন)
i. রাষ্ট্রের স্বরূপ
ii. সরকারের স্বরূপ
iii. ধর্মীয় প্রথা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬. রাষ্ট্র সম্পর্কে যথার্থ বক্তব্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্র পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান
ii. রাষ্ট্র সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী
iii. রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. সীমিত অর্থে সরকার বলতে বোঝায়- (উচ্চতর দক্ষতা)
i. শাসন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের
ii. রাষ্ট্রের সকল নাগরিককে
iii. আইন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] রi ও ii
[ঘ] i, ii ও iii
⚛ অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৮
🍭 অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র- দুই প্রকার।
🍭 যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি থাকে তাকে বলে- পুঁজিবাদী রাষ্ট্র।
🍭 পুঁজিবাদী রাষ্ট্রে উৎপাদন ও সরবরাহব্যবস্থা পরিচালিত হয়- অবাধ প্রতিযোগিতার মাধ্যমে।
🍭 যে রাষ্ট্রে ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় না তাকে বলে- সমাজতান্ত্রিক রাষ্ট্র।
🍭 সমাজতান্ত্রিক রাষ্ট্রের উৎপাদন ও বণ্টনব্যবস্থা পরিচালিত হয়- রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে।
🍭 সমাজতন্ত্রে সুযোগ থাকে না- বিরোধী মত প্রচারের।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৮. অর্থনৈতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে রাষ্ট্র কয় প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৪৯. ব্যক্তিমালিকানা স্বীকৃত থাকে কোন অর্থব্যবস্থায়? (জ্ঞান)
✅ পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] গণতান্ত্রিক
৫০. পুঁজিবাদী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক? (উচ্চতর দক্ষতা)
[ক] সম্পদের সামাজিক মালিকানা
[খ] ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত
✅ ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি
[ঘ] ভোগের ক্ষেত্রে বাধানিষেধ
৫১. পুঁজিবাদী রাষ্ট্রে উৎপাদনসমূহের উপাদান কয়টি? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ
৫২. সিতার আজিজ একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হলে তার সম্পর্কে কোনটি সঠিক হবে? (প্রয়োগ)
[ক] ব্যক্তি মালিকানার স্বীকৃতি
✅ ব্যক্তি মালিকানার অনুপস্থিতি
[গ] মূলধনের মালিকানা স্বত্ব
[ঘ] ভূমিতে ব্যক্তি মালিকানা
৫৩. উৎপাদনের উপাদানসমূহের ক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ ভূমি ➜ শ্রম ➜ মূলধন ➜ সংগঠন
[খ] ভূমি ➜ শ্রম ➜ মূলধন ➜ সরকার
[গ] ভূমি ➜ শ্রম ➜ মূলধন ➜ জনগণ
[ঘ] ভূমি ➜ শ্রম ➜ মূলধন ➜ আইন সভা
৫৪. জনগণের সম্পত্তির ওপর কোন ধরনের রাষ্ট্রে সরকারের নিয়ন্ত্রণ থাকে না? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
[খ] রাজতান্ত্রিক
[গ] গণতান্ত্রিক
✅ পুঁজিবাদী
৫৫. কোন রাষ্ট্রে উৎপাদনের মালিকানা সরকারের নিয়ন্ত্রণাধীন নয়? (অনুধাবন)
[ক] চীন
[খ] কিউবা
✅ বাংলাদেশ
[ঘ] সোভিয়েত রাশিয়া
৫৬. কীসের মাধ্যমে পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন পরিচালিত হয়? (অনুধাবন)
[ক] ব্যবস্থাপনার
✅ অবাধ প্রতিযোগিতার
[গ] শ্রমের
[ঘ] মূলধনের
৫৭. জনাব আসলাম সাহেবের দেশে নাগরিকের ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে বিধিনিষেধ নেই। সে দেশে নাগরিকগণ সম্পত্তির পূর্ণ ভোগের অধিকারপ্রাপ্ত হয়। এক্ষেত্রে উক্ত রাষ্ট্রব্যবস্থার ধরন কোনটি? (প্রয়োগ)
[ক] সমাজতান্ত্রিক
[খ] ইসলামিক
✅ পুঁজিবাদী
[ঘ] গণতান্ত্রিক
৫৮. পুঁজিবাদী রাষ্ট্রে নাগরিকগণের সম্পদের মালিকানার ক্ষেত্রে কেমন রূপ পরিলক্ষিত হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] অনিয়ন্ত্রিত
[খ] স্বেচ্ছাচারী
✅ স্বাধীন
[ঘ] শৃঙ্খলিত
৫৯. বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কোন ধরনের? (অনুধাবন)
[ক] সমাজতান্ত্রিক
✅ পুঁজিবাদী
[গ] গণতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
৬০. কোন রাষ্ট্রব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে? (জ্ঞান)
[ক] পুঁজিবাদী
✅ সমাজতান্ত্রিক
[গ] গণতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৬১. কোন অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রের? (জ্ঞান)
✅ সমাজতন্ত্র
[খ] পুঁজিবাদ
[গ] একনায়কতন্ত্র
[ঘ] গণতন্ত্র
৬২. উৎপাদন ও বণ্টনব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানায় সম্পাদিত হয় কোন সরকারব্যবস্থায়? (জ্ঞান)
[ক] রাজনৈতিক
[খ] ধর্মতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[ঘ] পুঁজিবাদী
৬৩. সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত হয়? (প্রয়োগ)
[ক] গণতান্ত্রিক
✅ পুঁজিবাদী
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
৬৪. পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত রাষ্ট্র কোনটি? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[গ] জনকল্যাণমূলক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
৬৫. কোন রাষ্ট্রব্যবস্থায় ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না? (জ্ঞান)
[ক] পুঁজিবাদী
✅ সমাজতান্ত্রিক
[গ] গণতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
৬৬. কোন রাষ্ট্রব্যবস্থায় শুধু একটি দল বিদ্যমান থাকে? (জ্ঞান)
✅ সমাজতান্ত্রিক
[খ] ধনতান্ত্রিক
[গ] গণতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
৬৭. গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে কোন শাসনব্যবস্থায়? (জ্ঞান)
[ক] পুঁজিবাদী
[খ] গণতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
৬৮. ব্যক্তি মালিকানা অস্বীকার করা হয় কোন রাষ্ট্রব্যবস্থায়? (জ্ঞান)
[ক] পুঁজিবাদী
[খ] ধনতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
✅ সমাজতান্ত্রিক
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৯. সমাজতান্ত্রিক সরকারের ক্ষেত্রে প্রয়োজন- (অনুধাবন)
i. একটি মাত্র রাজনৈতিক দলের উপস্থিতি
ii. রাষ্ট্রীয় মালিকানা বলবৎ
iii. সরকার কর্তৃক প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭০. সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে বোঝায়- (অনুধাবন)
i. ব্যক্তি মালিকানা অস্বীকৃত রাষ্ট্রকে
ii. ব্যক্তিগত সম্পত্তিতে রাষ্ট্রীয় প্রভাব অনুপস্থিত এমন রাষ্ট্রকে
iii. উৎপাদনের উপকরণগুলোতে রাষ্ট্রীয় মালিকানা থাকে এমন রাষ্ট্রকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭১. সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. এটি ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করে না
ii. একটি মাত্র রাজনৈতিক দল উপস্থিত থাকে
iii. জনগণ সম্পত্তি ভোগের ক্ষেত্রে স্বাধীন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭২. উন্নয়নশীল দেশের জন্য পুঁজিবাদী সরকার অনুপযোগী- (প্রয়োগ)
i. উন্নত প্রযুক্তির অভাবে
ii. আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায়
iii. দেশীয় শিল্পের প্রতি যত্নবান না হওয়ায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৩. সমাজতান্ত্রিক সরকারে আইন পরিষদ কার্যত অক্ষম- (অনুধাবন)
i. ক্ষমতা দলীয় সরকারের কুক্ষিগত থাকায়
ii. দলীয় শৃঙ্খলার বাধ্যবাধকতায়
iii. আইন পরিষদের সদস্যবৃন্দ অযোগ্য হওয়ায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৪. অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র- (অনুধাবন)
i. পুঁজিবাদী
ii. গণতান্ত্রিক
iii. সমাজতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
জাহিদ যে দেশটির নাগরিক সেখানে একটি মাত্র রাজনৈতিক দল আছে। জাহিদ সম্পদের মালিকানা ভোগ করতে পারে না। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত।
৭৫. জাহিদ যে রাষ্ট্রে বসবাস করে তার সাথে সাদৃশ্য রয়েছে কোন ধরনের রাষ্ট্রের? (প্রয়োগ)
✅ সমাজতান্ত্রিক
[খ] ধনতান্ত্রিক
[গ] পুঁজিবাদী
[ঘ] গণতান্ত্রিক
৭৬. জাহিদের দেশে- (উচ্চতর দক্ষতা)
i. বিরোধীদের মত প্রচারের সুযোগ নেই
ii. রাজনীতি অনুপস্থিত
iii. নির্বাচন অনুষ্ঠিত হয় না
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র : গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২৮
🍭 ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র- দুই প্রকার।
🍭 যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে বলে- গণতান্ত্রিক রাষ্ট্র।
🍭 গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে- মতামত প্রকাশ করতে পারে।
🍭 এ ব্যবস্থায় শাসকগণ জনগণের নিকট দায়ী থাকে- জনগণের প্রতিনিধি হিসেবে।
🍭 গণতান্ত্রিক রাষ্ট্রে- সবাই সমান।
🍭 বর্তমান যুগে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা হলো- গণতন্ত্র।
🍭 গণতন্ত্রের বাহন হচ্ছে- নির্বাচন।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৭. ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে মোট কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৭৮. জনগণের সম্মতির ওপর কোন রাষ্ট্রব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠিত? (প্রয়োগ)
[ক] একনায়কতান্ত্রিক
[খ] রাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
৭৯. কোন ধরনের শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা সকল জনগণের হাতে ন্যস্ত থাকে? (অনুধাবন)
✅ গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজনৈতিক
[ঘ] পুঁজিবাদী
৮০. জনাব ‘ক’ সাহেবের দেশের রাষ্ট্রব্যবস্থায় জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উক্ত দেশে প্রতিনিধি নির্বাচনে জনগণই মুখ্য ভূমিকা পালন করে। ‘ক’ সাহেবের দেশে কোন সরকারব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] সমাজতান্ত্রিক
[খ] রাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] পুঁজিবাদী
৮১. জনগণের দ্বারা জনগণের জন্য পরিচালিত শাসনব্যবস্থাকে কী বলে? (জ্ঞান)
✅ গণতন্ত্র
[খ] একনায়কতন্ত্র
[গ] স্বৈরতন্ত্র
[ঘ] সমাজতন্ত্র
৮২. কোন রাষ্ট্রে জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনার সুযোগ থাকে? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] পুঁজিবাদী
✅ গণতান্ত্রিক
৮৩. কোন রাষ্ট্রে সরকার নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন হয়? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] পুঁজিবাদী
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৮৪. কোন রাষ্ট্রব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকে? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৮৫. নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয় কোন রাষ্ট্রব্যবস্থায়? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] পুঁজিবাদী
৮৬. নিচের কোনটি গণতান্ত্রিক রাষ্ট্র? (জ্ঞান)
[ক] চীন
[খ] উত্তর কোরিয়া
✅ বাংলাদেশ
[ঘ] কিউবা
৮৭. ভারতে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
[ক] ধনতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
৮৮. পৃথিবীর অধিকাংশ দেশে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা দেখতে পাওয়া যায়? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৮৯. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণ কোনটি? (জ্ঞান)
✅ ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ
[খ] মিতব্যয়ী শাসনব্যবস্থা
[গ] প্রতিবছর নির্বাচন
[ঘ] একক সিদ্ধান্ত গ্রহণ
৯০. নাগরিকের ব্যক্তিস্বাধীনতা কীভাবে প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
✅ স্বাধীন মতপ্রকাশের মাধ্যমে
[খ] আইনের প্রয়োগের দ্বারা
[গ] সুষ্ঠু বিনোদনের মাধ্যমে
[ঘ] মিছিল অবরোধের মাধ্যমে
৯১. গণতান্ত্রিক দেশে জনগণের মতপ্রকাশের অধিকার কেমন? (প্রয়োগ)
[ক] নিয়ন্ত্রণমূলক
[খ] রাষ্ট্রীয় হস্তক্ষেপ মুক্ত
[গ] আংশিক মতপ্রকাশযোগ্য
✅ অবাধ ও স্বাধীন
৯২. গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে সকল নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে?
অনুধাবন)
✅ নির্বাচনের মাধ্যমে
[খ] শক্তির মাধ্যমে
[গ] রাজনীতির মাধ্যমে
[ঘ] কর্মসূচির মাধ্যমে
৯৩. গণতান্ত্রিক রাষ্ট্রে কোন গুণটি দেখা যায় বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যয়বহুল শাসনব্যবস্থা
✅ দায়িত্বশীল শাসন
[গ] ঘনঘন নীতির পরিবর্তন
[ঘ] সংখ্যার ওপর গুরুত্ব
৯৪. গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক কাদের নিকট দায়বদ্ধ থাকে? (জ্ঞান)
✅ জনগণের
[খ] সংসদের
[গ] সুশীল সমাজের
[ঘ] মন্ত্রিপরিষদের
৯৫. গণতান্ত্রিক দেশে কীভাবে দায়িত্বশীল শাসনব্যবস্থা গড়ে ওঠে? (অনুধাবন)
[ক] জনগণের ভোটদানের মাধ্যমে
[খ] সুশীল সমাজ গঠনের দ্বারা
✅ জবাবদিহিতা ও জনস্বার্থমূলক কাজের দ্বারা
[ঘ] সামরিক বাহিনীর মাধ্যমে
৯৬. গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণের আস্থা অর্জনের চেষ্টা করে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সরকার হলো জনগণ
✅ জনগণ সরকার নির্বাচিত করে
[গ] সরকার জনগণের ওপর নির্ভরশীল
[ঘ] সরকার জনগণকে পরিচালনা করে
৯৭. গণতন্ত্র সম্পর্কে কোন উক্তিটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
✅ এতে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়
[খ] এতে যোগ্যতার বিবেচনাই মুখ্য
[গ] এতে মিতব্যয়িতার চর্চা করা হয়
[ঘ] এতে দলীয় স্বার্থ বিবেচ্য নয়
৯৮. গণতান্ত্রিক রাষ্ট্র সততার সাথে দায়িত্ব পালন করে কেন? (অনুধাবন)
[ক] ভোট লাভের আশায়
[খ] জনগণের ভয়ে
✅ সরকারের স্থায়িত্বের জন্য
[ঘ] বৈদেশিক সাহায্য লাভের আশায়
৯৯. গণতন্ত্রের মূলমন্ত্র কী? (অনুধাবন)
✅ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
[খ] অধিকার, সাম্য ও স্বাধীনতা
[গ] কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
[ঘ] অধিকার, কর্তব্য ও সাম্য
১০০. ‘ঢ' দেশে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ বা অধিকার ভোগ করে। উক্ত দেশের সরকার পদ্ধতির ধরন কোনটি? (প্রয়োগ)
✅ গণতান্ত্রিক
[খ] রাজতান্ত্রিক
[গ] পুঁজিবাদী
[ঘ] সামরিক শাসন
১০১. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারা যায় কোন রাষ্ট্রব্যবস্থায়? (অনুধাবন)
✅ গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
১০২. গণতান্ত্রিক সরকার পদ্ধতিতে কীভাবে সরকারের পরিবর্তন ঘটে? (প্রয়োগ)
✅ নির্বাচনের মাধ্যমে
[খ] বিপ্লবের মাধ্যমে
[গ] সংবিধানের মাধ্যমে
[ঘ] সামরিক বাহিনীর মাধমে
১০৩. গণতান্ত্রিক দেশে স্বদেশপ্রেম বা দেশাত্মবোধ সৃষ্টি হয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ সকল নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে বলে
[খ] রাষ্ট্র নাগরিকের মানবাধিকার রক্ষা করে বলে
[গ] রাষ্ট্র নাগরিকের আত্মকর্মসংস্থান তৈরি করে বলে
[ঘ] রাষ্ট্র বিশ্বায়নের সাথে সমন্বয় করে চলে বলে
১০৪. গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ ঘটে কেন? (জ্ঞান)
[ক] শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তিত হওয়ায়
[খ] দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করায়
✅ দেশের শাসন পরিচালনায় অংশগ্রহণ করতে পারায়
[ঘ] অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হওয়ায়
১০৫. কোন রাষ্ট্রব্যবস্থা চুক্তি ও সম্মতির ওপর প্রতিষ্ঠিত?
[ক] সমাজতান্ত্রিক
[খ] স্বৈরতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
১০৬. কোন রাষ্ট্রে সকল জনগণ শাসনকার্যে অংশগ্রহণ করে? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] পুঁজিবাদী
[ঘ] একনায়কতান্ত্রিক
১০৭. জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় কীভাবে? (অনুধাবন)
[ক] পার্লামেন্ট অধিবেশন শুনে
✅ রাজনৈতিক দলের বক্তব্য শুনে
[গ] টকশো দেখার মাধ্যমে
[ঘ] সুশীল সমাজের মাধ্যমে
১০৮. কোন রাষ্ট্রব্যবস্থা জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
১০৯. কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম? (অনুধাবন)
[ক] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] স্বৈরতান্ত্রিক
১১০. গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে জয়-পরাজয় নির্ধারিত হয়? (অনুধাবন)
✅ নির্বাচনের মাধ্যমে
[খ] শক্তির মাধ্যমে
[গ] আইনের মাধ্যমে
[ঘ] সংবিধানের মাধ্যমে
১১১. মাথা গণনা করা হয় কোন ধরনের রাষ্ট্রে? (অনুধাবন)
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
১১২. গণতান্ত্রিক দেশে কারা সরকার গঠন করতে সক্ষম হয়? (জ্ঞান)
[ক] সংখ্যালঘু দল
✅ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল
[গ] ইসলামিক দল
[ঘ] মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দল
১১৩. কোন ধরনের রাষ্ট্রের নির্বাচিত দল সর্বদা দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শাসনকার্য পরিচালনা করে? (অনুধাবন)
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
১১৪. গণতান্ত্রিক দেশে কীভাবে গণঅসন্তোষ সৃষ্টি হতে দেখা যায়? (প্রয়োগ)
[ক] পুলিশের পাশবিকতা বৃদ্ধি পেলে
[খ] কর্মসংস্থানে কোটা পদ্ধতি গ্রহণ করলে
✅ বিরোধী দলের কর্মসূচিতে বাধা প্রদানের মাধ্যমে
[ঘ] দলীয় স্বার্থ ও স্বজনপ্রীতির অভাবে
১১৫. গণতন্ত্রের ত্রুটি কোনটি? (জ্ঞান)
✅ ব্যয়বহুল পদ্ধতি
[খ] রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি
[গ] সরকারের কার্যক্রমের প্রকাশ
[ঘ] নাগরিকের অধিকার সম্পর্কে জানা
১১৬. গণতন্ত্রে কীভাবে সরকার গঠন করা হয়? (অনুধাবন)
[ক] উত্তরাধিকারের মাধ্যমে
✅ নির্বাচনের মাধ্যমে
[গ] আইনসভার মাধ্যমে
[ঘ] সমতার মাধ্যমে
১১৭. নির্বাচনে প্রতিটি দল প্রচুর অর্থ ব্যয় করার কারণ কী? (অনুধাবন)
[ক] নিজেদের সামর্থ্য প্রকাশ
✅ জনগণের সমর্থন আদায়
[গ] প্রভাব বিস্তার করা
[ঘ] দৃষ্টি আকর্ষণ করা
১১৮. গণতান্ত্রিক রাষ্ট্রে ঘন ঘন নীতির পরিবর্তন হয় কেন? (অনুধাবন)
[ক] মন্ত্রিসভা পতনের ফলে
[খ] জনগণ ক্ষমতার উৎস বলে
✅ ঘনঘন সরকার পরিবর্তনের ফলে
[ঘ] নৈতিকতার অভাবে
১১৯. বর্তমান প্রচলিত শাসনব্যবস্থার মধ্যে উৎকৃষ্ট শাসনব্যবস্থা কোনটি? (প্রয়োগ)
[ক] সমাজতন্ত্র
✅ গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] একনায়কতন্ত্র
১২০. গণতন্ত্র কেমন ধরনের শাসনব্যবস্থা? (অনুধাবন)
[ক] জটিল
[খ] কঠোর
✅ নমনীয়
[ঘ] সহনীয়
১২১. গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতার গুরুত্বপূর্ণ বিষয় কোনটি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] দক্ষ প্রশাসন
[খ] একাধিক রাজনৈতিক দল
[গ] পরমতসহিষ্ণুতা
✅ গণতান্ত্রিক মনোভাব
১২২. গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মনোভাব কেমন হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সংকীর্ণ
[খ] প্রতিহিংসাপরায়ণ
✅ পরমতসহিষ্ণু
[ঘ] একনিষ্ঠ
১২৩. নিচের কোনটি গণতান্ত্রিক আচরণ বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] অন্যকে মতপ্রকাশের সুযোগ না দেওয়া
[খ] নিজের মতামতকে গুরুত্ব দেওয়া
✅ অন্যের মতকে শ্রদ্ধা করা
[ঘ] অন্যের ওপর মতামত চাপিয়ে দেওয়া
১২৪. কোনটি গণতান্ত্রিক আচরণ? (অনুধাবন)
[ক] নিজের মত চাপিয়ে দেওয়া
[খ] নিজের খুশিতে অংশীদার করা
✅ দেশের মঙ্গলকে প্রাধান্য দেওয়া
[ঘ] নিজের পরাজয়ে ক্ষুব্ধ হওয়া
১২৫. বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে কেন? (অনুধাবন)
[ক] জনমতকে প্রাধান্য দিতে
[খ] প্রজাতন্ত্রকে রক্ষা করতে
✅ গণতন্ত্রকে সফল করতে
[ঘ] রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে
১২৬. গণতন্ত্রের বাহন কোনটি? (অনুধাবন)
[ক] জনগণ
[খ] আইন
✅ নির্বাচন
[ঘ] জনমত
১২৭. কখন গণতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে? (অনুধাবন)
[ক] ঘন ঘন নির্বাচন দিলে
[খ] সামরিক বাহিনী হস্তক্ষেপ করলে
✅ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে
[ঘ] প্রভাবশালী প্রতিনিধি নিয়োগ করলে
১২৮. কোনটি গণতন্ত্রের প্রাণস্বরূপ? (অনুধাবন)
[ক] ভোট
[খ] পরিকল্পনা
[গ] অর্থ
✅ আইনের শাসন
১২৯. কোন ধরনের শাসনব্যবস্থায় আইনের চোখে সবাই সমান বলে গণ্য হয়? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
১৩০. গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবচ কোনটি? (জ্ঞান)
[ক] শাসন বিভাগের প্রাধান্য
✅ বিচার বিভাগের স্বাধীনতা
[গ] আইন বিভাগের প্রাধান্য
[ঘ] বিচার বিভাগের কর্তব্যপরায়ণতা
১৩১. ‘ক’ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এ রাষ্ট্রে গণতন্ত্রের সাফল্যের জন্য কীসের প্রয়োজন পড়বে? (প্রয়োগ)
[ক] মূলধন
[খ] নির্বাচন
✅ সচেতন জনগোষ্ঠী
[ঘ] সাম্প্রদায়িক সম্প্রীতি
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩২. গণতান্ত্রিক রাষ্ট্রের গুণাবলি হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটে
ii. বিপ্লবের সম্ভাবনা কম
iii. নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৩. গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকা
ii. শাসনকার্যে সকলের অংশ নেয়া
iii. নির্বাচিত প্রতিনিধির রাষ্ট্রের নেতৃত্ব দেয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৪. গণতান্ত্রিক দেশে নাগরিকের অধিকারের ক্ষেত্রে যেসব দিক লক্ষণীয় তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. সকলের স্বার্থরক্ষার সুযোগ নিহিত
ii. নাগরিকের অধিকার আইন দ্বারা স্বীকৃত
iii. আইনের চোখে সবাই সমান বলে বিবেচিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৫. গণতন্ত্রের অনেক ভালো দিক রয়েছে। যেমন- (অনুধাবন)
i. বিপ্লবের সম্ভাবনা কম
ii. দলীয় শাসনব্যবস্থা
iii. যুক্তির উপর প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৬. গণতান্ত্রিক দেশে দ্রুত বা ঘন ঘন সরকার পরিবর্তনের ফলাফল হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. সরকারের নীতির পরিবর্তন ঘটে
ii. রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে
iii. রাজনৈতিক ভিন্নতা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৭. গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি হচ্ছে- (অনুধাবন)
i. ব্যয়বহুল ব্যবস্থা
ii. মেধার বিচার হয় না
iii. নমনীয় শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৮. গণতন্ত্রের প্রতিবন্ধকতা দূরীকরণে উচিত- (উচ্চতর দক্ষতা)
i. সচেতন জনগোষ্ঠী
ii. অর্থনৈতিক সাম্য
iii. যোগ্য নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৯. গণতন্ত্রকে সফলতায় রূপ দিতে রাজনৈতিক দলের কার্যক্রমের বৈশিষ্ট্য হওয়া উচিত- (উচ্চতর দক্ষতা)
i. সংকীর্ণ মনোভাব ত্যাগ
ii. দলীয় স্বার্থ ও ঐতিহ্য অক্ষুণœ রাখা
iii. রাজনৈতিক সহনশীলতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪০. নির্বাচনকে অর্থবহ করতে প্রয়োজন- (অনুধাবন)
i. নিরপেক্ষ নির্বাচন
ii. সবার অংশগ্রহণ নিশ্চিত করা
iii. নাগরিকদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪১. নাগরিকের পরমতসহিষ্ণুতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. সবাইকে মতপ্রকাশের সুযোগ দিতে হবে
ii. অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে
iii. নিজের মত অন্যের ওপর চাপানো ঠিক নয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪২. নাগরিকের গুণাবলি হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. বুদ্ধিমত্তা
ii. আত্মসংযম
iii. বিবেক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৩. গণতন্ত্রে বিপ্লবের আশঙ্কা কম। কারণ- (অনুধাবন)
i. জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত
ii. শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করা যায়
iii. আত্মশাসনের শিক্ষাদান করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৪. সুনাগরিক হতে হলে নাগরিকদের হতে হবে- (অনুধাবন)
i. আত্মসংযমী
ii. বিবেকবান
iii. সম্পদশালী
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি লক্ষ করে ১৪৫ ও ১৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
১৪৫. ‘?’ চিহ্নিত স্থানে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কোন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] গণঅসন্তোষ
[খ] গণঅভ্যুত্থান
✅ নির্বাচন
[ঘ] আন্দোলন
১৪৬. গণতান্ত্রিক দেশে উক্ত বিষয়টির ত্রুটি হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. প্রচুর সময় ব্যয় হয়
ii. প্রচুর অর্থ ব্যয় হয়
iii. অযোগ্য ব্যক্তিও নির্বাচিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে নিচের ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
মাসুদ একটি রাজনৈতিক দলের নেতা। মাসুদের রাজনৈতিক দল সরকার গঠন করেছে। জনগণের অংশগ্রহণের দ্বারা সরকারটি পরিচালিত হয়। এখানে শক্তিশালী বিরোধী দল রয়েছে।
১৪৭. মাসুদের দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] সমাজতান্ত্রিক
✅ গণতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
১৪৮. মাসুদের দেশের জনগণের আচরণ সম্পর্কে যেটি প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. সরকারের সমালোচনা করা
ii. মতপ্রকাশ করতে পারে
iii. জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] রi ও iiর
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :
শায়লার দেশে ঘন ঘন রাষ্ট্রীয় উন্নয়ন নীতি পরিবর্তন হয়। সরকার পতনের সাথে সাথে নতুন নতুন নীতি গৃহীত হয়। এতে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
১৪৯. শায়লার দেশে কোন রাজনৈতিক ব্যবস্থার স্বরূপ ফুটে উঠেছে? (প্রয়োগ)
✅ গণতন্ত্রের
[খ] সমাজতন্ত্রের
[গ] একনায়কতন্ত্রের
[ঘ] রাজতন্ত্রের
১৫০. অনুচ্ছেদের উক্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্রীয় উন্নয়নের সংকল্প
ii. বিরোধী দলের প্রতি বৈরী সম্পর্কের অবসান
iii. স্বদেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩১
🍭 একনায়কতন্ত্র হলো একধরনের- স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা।
🍭 একনায়কতন্ত্রে দলের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন- নেতা।
🍭 একনায়কতান্ত্রিক রাষ্ট্রে নেতার আদেশই- আইন।
🍭 একনায়কতন্ত্রের আদর্শ হলো- এক জাতি, এক দেশ, এক নেতা।
🍭 নেতৃত্ব ও রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায় হলো- একনায়কতন্ত্র।
🍭 একনায়কতন্ত্র হলো- বিশ্বশান্তির বিরোধী।
🍭 ব্যক্তিকে রাষ্ট্রের বেদীমূলে উৎসর্গ করে- একনায়কতন্ত্র।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫১. কোনটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা? (জ্ঞান)
✅ একনায়কতন্ত্র
[খ] কল্যাণমূলক ব্যবস্থা
[গ] গণতন্ত্র
[ঘ] সমাজতন্ত্র
১৫২. একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কার হাতে ক্ষমতা ন্যস্ত থাকে? (অনুধাবন)
[ক] জনগণের
[খ] শাসক ও শাসিতের
✅ রাষ্ট্রনায়কের
[ঘ] সামরিক বাহিনীর
১৫৩. একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কে সর্বময় ক্ষমতার অধিকারী হন? (জ্ঞান)
[ক] জনগণ
[খ] সরকার
[গ] মন্ত্রিপরিষদ
✅ দলের নেতা
১৫৪. ডিকটেটর অর্থ কী? (জ্ঞান)
[ক] গোয়েন্দা
[খ] কূটনীতিক
✅ একনায়ক
[ঘ] শিল্পী
১৫৫. একনায়কতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রধানকে কী বলে আখ্যায়িত করা হয়? (জ্ঞান)
✅ ডিকটেটর
[খ] মহানায়ক
[গ] সামরিক জান্তা
[ঘ] পরিচালক
১৫৬. কোন শাসনব্যবস্থায় জবাবদিহিতা অনুপস্থিত থাকে? (অনুধাবন)
[ক] স্বৈরতন্ত্রে
[খ] রাজতন্ত্রে
[গ] গণতন্ত্রে
✅ একনায়কতন্ত্রে
১৫৭. একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় কোনটি পরিলক্ষিত হয়? (উচ্চতর দক্ষতা)
✅ একটি রাজনৈতিক দল
[খ] বহু রাজনৈতিক দল
[গ] মন্ত্রিসভা শাসিত সরকার
[ঘ] গণমাধ্যমের স্বাধীনতা
১৫৮. রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে নিয়ন্ত্রণ থাকে কোন ব্যবস্থায়? (অনুধাবন)
✅ একনায়কতন্ত্রে
[খ] রাজতন্ত্রে
[গ] গণতন্ত্রে
[ঘ] ধনতন্ত্রে
১৫৯. একনায়কতন্ত্রে গণমাধ্যম কার নিয়ন্ত্রণে থাকে? (প্রয়োগ)
✅ দলের নেতার
[খ] দলের উপনেতার
[গ] সামরিক প্রধানের
[ঘ] মন্ত্রিপরিষদের উপদেষ্টাগণের
১৬০. একনায়কতন্ত্রে গণমাধ্যম কার গুণকীর্তনে লিপ্ত থাকে? (অনুধাবন)
[ক] জনগণের
[খ] সম্পদের
✅ সরকারি দলের
[ঘ] দলের নেতার
১৬১. একনায়কতন্ত্রের মূলমন্ত্র কী? (অনুধাবন)
[ক] অপেক্ষা কর এবং দেখ
[খ] এক ব্যক্তি এক ভোট
✅ কাজ কর ও মান্য কর
[ঘ] জনগণের সেবাই মহান ব্রত
১৬২. একনায়কতন্ত্রের প্রশাসনিক ব্যয় কম হয় কেন? (অনুধাবন)
✅ অল্প সংখ্যক কর্মকর্তা প্রয়োজন হয় বলে
[খ] মন্ত্রী থাকে না বলে
[গ] মন্ত্রিসভা নেই বলে
[ঘ] নির্বাচন হয় না বলে
১৬৩. একনায়কতন্ত্র কোন শাসনব্যবস্থার বিরোধী রূপ? (প্রয়োগ)
[ক] সমাজতন্ত্রের
[খ] পুঁজিবাদের
[গ] রাজতন্ত্রের
✅ গণতন্ত্রের
১৬৪. একনায়কতন্ত্রে ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয় কেন? (অনুধাবন)
✅ নাগরিকের স্বাধীনতা অস্বীকার করা হয় বলে
[খ] গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বলে
[গ] উগ্র জাতীয়তাবোধের কারণে
[ঘ] আইনের শাসনের কারণে
১৬৫. কোন শাসনব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার খর্ব হয়? (অনুধাবন)
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
✅ একনায়কতান্ত্রিক
[ঘ] গণতান্ত্রিক
১৬৬. কোনটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে সহায়তা করে? (জ্ঞান)
[ক] গণতন্ত্র
✅ একনায়কতন্ত্র
[গ] সমাজতন্ত্র
[ঘ] রাজতন্ত্র
১৬৭. একনায়কতন্ত্রকে একদলীয় ব্যবস্থা বলা হয় কেন? (জ্ঞান)
✅ সরকারি দল ব্যতীত অন্য দলকে গড়ে উঠতে দেয় না বলে
[খ] একনায়কের সামরিক শক্তি থাকে বলে
[গ] শক্তি ও ক্ষমতা বেশি বলে
[ঘ] একটি দল সরকার চালায় বলে
১৬৮. একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার স্থায়িত্ব বেশিদিনের হয় না কেন? (অনুধাবন)
[ক] স্বাধীন ও মুক্ত চর্চার অভাবে
[খ] বিচার বিভাগের স্বাধীনতার অভাবে
[গ] একাধিক রাজনৈতিক দলের প্রভাবে
✅ জনমত ও গণ-অসন্তোষের প্রভাবে
১৬৯. একনায়কের মধ্যে সর্বদা যুদ্ধংদেহী মনোভাব বিরাজ করার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ নিজ ক্ষমতা সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ
[খ] শান্তি ও আন্তর্জাতিকতায় অবিশ্বাস
[গ] আইন পরিষদের ক্ষমতাহীনতা
[ঘ] প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অনুপস্থিতি
১৭০. কোন ধরনের শাসনব্যবস্থা ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে উৎসর্গ করে? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
✅ একনায়কতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
১৭১. কোন রাষ্ট্রব্যবস্থায় ‘ব্যক্তি রাষ্ট্রের জন্য রাষ্ট্র ব্যক্তির জন্য নয়’ এ মতবাদ গ্রহণযোগ্য? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
✅ একনায়কতান্ত্রিক
১৭২. বর্তমান বিশ্বে কোন রাষ্ট্রব্যবস্থা সকল রাষ্ট্রের নিকট অসমর্থিত? (অনুধাবন)
[ক] সমাজতান্ত্রিক
[খ] গণতান্ত্রিক
✅ একনায়কতান্ত্রিক
[ঘ] নিয়মতান্ত্রিক
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৩. একনায়কতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. দলের নেতাই চূড়ান্ত ক্ষমতার অধিকারী
ii. একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান
iii. জবাবদিহির অনুপস্থিতি লক্ষণীয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৪. একনায়কতন্ত্রকে গণতন্ত্র বিরোধী বলার কারণ হলো- (অনুধাবন)
i. ব্যক্তিস্বাধীনতা স্বীকার করে না
ii. নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে
iii. ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৫. একনায়কতন্ত্রকে স্বৈরাচারী শাসন বলার কারণ- (অনুধাবন)
i. নেতার কথাই আইন
ii. স্বাধীন ও মুক্ত চিন্তার অভাব
iii. রাজার আদেশ মান্যতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৬. একনায়কতন্ত্রে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব গড়ে না ওঠার কারণ- (অনুধাবন)
i. রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ নেই বলে
ii. এক নেতার নেতৃত্ব বহাল থাকে বলে
iii. জনগণের মৌলিক অধিকার সীমিত বলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
i. একনায়ক সর্বময় ক্ষমতার অধিকারী
ii. ক্ষমতার লোভ যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করে
iii. পৃথিবীতে বিপর্যয় বা ধ্বংস ডেকে আনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. একনায়কতন্ত্রের ত্রুটি হচ্ছে- (অনুধাবন)
i. স্বৈরাচারী শাসন
ii. বিপ্লবের সম্ভাবনা থাকে
iii. বিশ্বশান্তির পরিপন্থী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৯. অনুন্নত দেশের জন্য একনায়কতন্ত্র শাসনব্যবস্থা উপযোগী। কারণ- (অনুধাবন)
i. একনায়কের কার্যে গতিশীলতা থাকে
ii. একনায়কের বলিষ্ঠ নেতৃত্ব দ্রুত কার্য্যাবলি সম্পাদন করে
iii. প্রশাসনিক ব্যয় কম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮০. একনায়কতান্ত্রিক ব্যবস্থার আদর্শ হলো- (অনুধাবন)
i. একনেতা
ii. একদেশ
iii. একজাতি
নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮১. কালামের দেশে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। কালামের সমাজের নেতিবাচক দিক- (প্রয়োগ)
i. বিশৃঙ্খলা
ii. গণতন্ত্রের বিলুপ্তি
iii. স্বৈরাচারিতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮২ ও ১৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
আসিকদের দেশে মুক্ত গণমাধ্যম নেই। জনমতের ভিত্তি নেই। এক জাতি, এক দেশ, এক নেতা তাদের দেশের আদর্শ।
১৮২. আসিকদের দেশে কোন সরকারব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] স্বৈরতান্ত্রিক
✅ একনায়কতান্ত্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] গণতান্ত্রিক
১৮৩. উক্ত রাষ্ট্রের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. দলের নেতাই সর্বময় ক্ষমতার অধিকারী
ii. দলের নেতার নির্দেশে দেশ পরিচালিত হয়
iii. বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ ক্ষমতা বণ্টন, উত্তরাধিকার ও উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩২
🍭 রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র- দুই ধরনের।
🍭 এককেন্দ্রিক রাষ্ট্রে দেশ পরিচালনা করা হয়- কেন্দ্র থেকে।
🍭 যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক অঞ্চল মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে বলে- যুক্তরাষ্ট্র।
🍭 উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র- দুই ধরনের।
🍭 নিরঙ্কুশ রাজতন্ত্রে সর্বময় ক্ষমতার অধিকারী হলেন- রাজা বা রানি।
🍭 নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে প্রকৃত ক্ষমতা থাকে-জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে।
🍭 যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে বলা হয়- কল্যাণমূলক রাষ্ট্র।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৪. এককেন্দ্রিক রাষ্ট্রে কীসের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে? (জ্ঞান)
[ক] প্রার্থীর মাধ্যমে
[খ] আইনের মাধ্যমে
✅ সংবিধানের মাধ্যমে
[ঘ] রাজনৈতিক দলের মাধ্যমে
১৮৫. এককেন্দ্রিক রাষ্ট্রে শাসনতান্ত্রিক ক্ষমতা কার নিকট ন্যস্ত থাকে? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় সরকার
[খ] আঞ্চলিক সরকার
[গ] প্রাদেশিক সরকার
[ঘ] নগর সরকার
১৮৬. এককেন্দ্রিক রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা অঞ্চলে কিছু ক্ষমতা অর্পণ করা হয় কেন? (অনুধাবন)
[ক] উন্নয়ন বৃদ্ধির জন্য
[খ] কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার সামঞ্জস্যের জন্য
✅ শাসনকার্যের সুবিধার জন্য
[ঘ] কেন্দ্রীয় সরকারের সর্বত্র নিয়ন্ত্রণের জন্য
১৮৭. কোনটি এককেন্দ্রিক রাষ্ট্রের দৃষ্টান্ত? (উচ্চতর দক্ষতা)
[ক] ভারত
[খ] যুক্তরাষ্ট্র
✅ বাংলাদেশ
[ঘ] শ্রীলংকা
১৮৮. যুক্তরাজ্যের শাসন প্রকৃতির ধরন কেমন? (অনুধাবন)
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
✅ এককেন্দ্রিক
১৮৯. যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] এককেন্দ্রিক রাষ্ট্র
✅ যুক্তরাষ্ট্র
[গ] পুঁজিবাদী রাষ্ট্র
[ঘ] সমাজতান্ত্রিক রাষ্ট্র
১৯০. ভারতের রাষ্ট্রব্যবস্থার প্রকৃতি কেমন? (অনুধাবন)
[ক] একনায়কতান্ত্রিক
[খ] সমাজতান্ত্রিক
[গ] রাজতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
১৯১. বর্তমান বিশ্বে কোন ধরনের রাষ্ট্র কম বেশি উন্নত? (অনুধাবন)
[ক] এককেন্দ্রিক রাষ্ট্র
[খ] কল্যাণমূলক রাষ্ট্র
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] পুঁজিবাদী রাষ্ট্র
১৯২. উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের শাসনক্ষমতা লাভ করলে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] গণতন্ত্র
[খ] একনায়কতন্ত্র
[গ] সমাজতন্ত্র
✅ রাজতন্ত্র
১৯৩. রাজতন্ত্রে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে কে? (জ্ঞান)
[ক] রাজার স্ত্রী
[খ] রাজার ভাই
[গ] রাজার বোন
✅ রাজার সন্তান
১৯৪. রাজতন্ত্র কয় ধরনের হয়? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
১৯৫. কোন শাসনব্যবস্থায় রাজা বা রানি সর্বময় ক্ষমতার অধিকারী হয়? (জ্ঞান)
[ক] গণতন্ত্রে
[খ] একনায়কতন্ত্রে
✅ নিরঙ্কুশ রাজতন্ত্রে
[ঘ] নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
১৯৬. কোন শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই? (জ্ঞান)
[ক] একনায়কতন্ত্রে
✅ নিরঙ্কুশ রাজতন্ত্রে
[গ] সমাজতন্ত্রে
[ঘ] নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
১৯৭. নিরঙ্কুশ রাজতন্ত্র বর্তমানে কোথায় প্রচলিত আছে?
[ক] ফিলিস্তিনে
[খ] মিশরে
✅ সৌদি আরবে
[ঘ] ইরাকে
১৯৮. কোন রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধান হন? (জ্ঞান)
[ক] রাজতন্ত্রে
[খ] একনায়কতন্ত্রে
[গ] সমাজতন্ত্রে
✅ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
১৯৯. কোন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান সীমিত ক্ষমতা ভোগ করেন? (জ্ঞান)
[ক] সমাজতন্ত্রে
[খ] গণতন্ত্রে
✅ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
[ঘ] একনায়কতন্ত্রে
২০০. নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রকৃত শাসন কার হাতে ন্যস্ত থাকে? (জ্ঞান)
[ক] জনগণের
✅ প্রতিনিধির
[গ] রাজা বা রানির
[ঘ] সামরিক বাহিনীর
২০১. কোথায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান? (প্রয়োগ)
[ক] যুক্তরাষ্ট্রে
[খ] ভারতে
[গ] সৌদি আরবে
✅ যুক্তরাজ্যে
২০২. কল্যাণমূলক রাষ্ট্রের প্রকৃতি কীরূপ? (অনুধাবন)
[ক] প্রশাসন পরিচালনা
✅ উন্নয়ন ও জনহিতকর কাজ
[গ] ব্যক্তিস্বাতন্ত্র্য ও স্বাধীনতা
[ঘ] আইনশৃঙ্খলা রক্ষা করা
২০৩. যুক্তরাজ্য আর কী নামে অভিহিত? (জ্ঞান)
✅ গ্রেট ব্রিটেন
[খ] গ্রেট ইংল্যান্ড
[গ] দ্য কিংডম
[ঘ] দ্য কুইন
২০৪. যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] আদর্শ রাষ্ট্র
✅ কল্যাণমূলক রাষ্ট্র
[গ] গণতান্ত্রিক রাষ্ট্র
[ঘ] ইসলামিক রাষ্ট্র
২০৫. কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা জনগণকে কর্মের সুযোগ সৃষ্টি করে দেয়? (জ্ঞান)
✅ কল্যাণমূলক রাষ্ট্র
[খ] জাতীয় রাষ্ট্র
[গ] আধুনিক রাষ্ট্র
[ঘ] যুক্তরাষ্ট্র
২০৬. কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত? (উচ্চতর দক্ষতা)
[ক] লিবিয়া
[খ] দক্ষিণ সুদান
[গ] সিরিয়া
✅ নরওয়ে
২০৭. কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৮
২০৮. কল্যাণমূলক রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য কোনটি জোরদার করে? (জ্ঞান)
[ক] বয়স্ক শিক্ষার উন্নয়ন
[খ] যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
✅ সামাজিক নিরাপত্তা
[ঘ] মজুরদের স্বার্থ রক্ষা
২০৯. খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান-মানুষের এই মৌলিক চাহিদা পূরণ কোন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত? (উচ্চতর দক্ষতা)
✅ কল্যাণমূলক
[খ] এককেন্দ্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] আধুনিক
২১০. কোন রাষ্ট্র দরিদ্র ও দুস্থদের সাহায্য করে? (জ্ঞান)
✅ কল্যাণমূলক
[খ] পুঁজিবাদী
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] রাজতান্ত্রিক
২১১. কোন রাষ্ট্রব্যবস্থায় শ্রমিক ও মজুরদের স্বার্থ রক্ষিত হয়? (জ্ঞান)
[ক] জাতীয় রাষ্ট্রে
[খ] পুলিশি রাষ্ট্রে
✅ কল্যাণমূলক রাষ্ট্রে
[ঘ] এককেন্দ্রিক রাষ্ট্রে
২১২. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
✅ জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ
[খ] স্বাস্থ্য সংরক্ষণ
[গ] রাজনৈতিক অস্থিরতা
[ঘ] দেশ রক্ষা
২১৩. সমবায় সমিতি গঠন কোন ধরনের রাষ্ট্রের বৈশিষ্ট্য? (অনুধাবন)
[ক] পুঁজিবাদী
[খ] সমাজতান্ত্রিক
✅ কল্যাণমূলক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
২১৪. এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. কেন্দ্রে মূল ক্ষমতা নিহিত থাকে
ii. প্রদেশে কিছু ক্ষমতা অর্পিত থাকে
iii. কেন্দ্র হতে দেশ পরিচালিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৫. যুক্তরাষ্ট্রীয় সরকার দ্বারা করা সম্ভব(উচ্চতর দক্ষতা)
i. সম্পদ আহরণ
ii. শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র গঠন
iii. উপনিবেশবাদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৬. নিরঙ্কুশ রাজতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য- (প্রয়োগ)
i. রাজা বা রানি সর্বময় ক্ষমতার অধিকারী
ii. রাজা বা রানি নিয়মতান্ত্রিক প্রধান
iii. জনগণের অংশগ্রহণের সুযোগ নেই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৭. নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. রাজা বা রানি সীমিত ক্ষমতার অধিকারী
ii. জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ চূড়ান্ত ক্ষমতা ভোগ করে
iii. এ শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৮. কল্যাণমূলক রাষ্ট্র মৌলিক চাহিদা পূরণে যে সমস্ত কাজ করে তা হলো- (অনুধাবন)
i. কর্মের সুযোগ সৃষ্টি করে
ii. বেকার ভাতা প্রদান করে
iii. বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৯. কল্যাণমূলক রাষ্ট্রে ‘সমবায় সমিতি ও শ্রমিক কল্যাণ সংঘ’ স্বার্থ সংরক্ষণ করে- (অনুধাবন)
i. কৃষকদের
ii. শ্রমিকদের
iii. মজুরদের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২০. যুক্তরাষ্ট্রীয় সরকারে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. দুটি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে হয় বলে
ii. পূর্ণ স্বায়ত্তশাসনের ব্যবস্থা থাকায়
iii. জনগণের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের ব্যাপক সুযোগ থাকায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২১. যুক্তরাষ্ট্রীয় সরকারে আঞ্চলিক সরকারের দায়িত্ব বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. এ দেশগুলো নিজেদের সমস্যা সমাধানের সুযোগ পাওয়ায়
ii. কেন্দ্রের ওপর নির্ভরশীলতা না থাকায়
iii. দক্ষতার সাথে জাতীয় নেতৃত্ব প্রদান করতে পারায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২২. কল্যাণমূলক রাষ্ট্র জনগণের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করে- (অনুধাবন)
i. কর্মসংস্থানের মাধ্যমে
ii. বেকার ভাতা প্রদান করে
iii. চিকিৎসা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৩. কল্যাণমূলক রাষ্ট্র নয়- (অনুধাবন)
i. বাংলাদেশ
ii. জাপান
iii. কানাডা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৪. রাজতন্ত্র হতে পারে- (অনুধাবন)
i. নির্বাচিত রাজতন্ত্র
ii. নিরঙ্কুশ রাজতন্ত্র
iii. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৫ ও ২২৬ নং প্রশ্নের উত্তর দাও :
মি. হার্ডিন সৌদি আরব থেকে পরিশোধিত তেল তার দেশ গ্রেট ব্রিটেনে আমদানি করেন। মি. হার্ডিন এক্ষেত্রে উভয় দেশের সরকারের নিয়মকানুন যথাযথ ভাবে অনুসরণ করেন।
২২৫. মি. হার্ডিনের আমদানি ও রপ্তানি কাজে জড়িত দেশ দুইটির রাষ্ট্রব্যবস্থায় সাদৃশ্য কোন ক্ষেত্রে? (প্রয়োগ)
✅ উত্তরাধিকার সূত্রে
[খ] ক্ষমতার উৎসের ভিত্তিতে
[গ] ক্ষমতা বণ্টন নীতিতে
[ঘ] উদ্দেশ্যের ভিত্তিতে
২২৬. মি. হার্ডিনের দেশের সাথে তার কাছে তেল বিক্রয়কারী দেশের বৈসাদৃশ্য- (প্রয়োগ)
i. নির্বাচিত রাজতন্ত্র
ii. নিরঙ্কুশ রাজতন্ত্র
iii. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩৪
🍭 ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকার- দুই ধরনের।
🍭 যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে তাকে বলে- এককেন্দ্রিক সরকার।
🍭 এককেন্দ্রিক সরকারব্যবস্থা- জাতীয় ঐক্যের প্রতীক।
🍭 বড় রাষ্ট্রের জন্য সুবিধাজনক নয়- এককেন্দ্রিক সরকার।
🍭 যেখানে একাধিক অঞ্চল মিলে একটি সরকার গঠন করে তাকে বলে- যুক্তরাষ্ট্রীয় সরকার।
🍭 যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায়- দ্বৈত সরকারব্যবস্থা থাকে।
🍭 যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠনপ্রণালি- জটিল প্রকৃতির।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৭. সরকারের ধারণার উৎপত্তির সময়কাল থেকে সরকারকে বিভিন্নভাবে ভাগ করেছেন কারা? (অনুধাবন)
[ক] রাষ্ট্রবিজ্ঞানীরা
✅ দার্শনিকরা
[গ] প্রজাহিতৈষীরা
[ঘ] জনগণ
২২৮. আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারব্যবস্থা কয় ধরনের হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
২২৯. ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকারব্যবস্থা কয় ধরনের হয়? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
২৩০. অভিজিত সাহেব যে দেশে বাস করেন সে দেশের সরকার সকল সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন এবং সকল ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। অভিজিতের দেশে কোন সরকারব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] সংসদীয়
✅ এককেন্দ্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
২৩১. জাপানে কোন ধরনের সরকার প্রচলিত আছে? (অনুধাবন)
✅ এককেন্দ্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] রাষ্ট্রপতি শাসিত
[ঘ] সমাজতান্ত্রিক
২৩২. এককেন্দ্রিক সরকারের সংগঠন কোন প্রকৃতির? (প্রয়োগ)
✅ সরল
[খ] জটিল
[গ] সমান্তরাল
[ঘ] অসাধারণ
২৩৩. যে শাসনব্যবস্থায় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট থাকে এবং কেন্দ্র হতে পরিচালিত হয় এমন সরকারকে কী বলে? (অনুধাবন)
✅ এককেন্দ্রিক সরকার
[খ] যুক্তরাষ্ট্রীয় সরকার
[গ] সংসদীয় সরকার
[ঘ] রাষ্ট্রপতিশাসিত সরকার
২৩৪. কোন সরকারব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়?
(অনুধাবন)
[ক] সংসদীয়
[খ] যুক্তরাষ্ট্রীয়
✅ এককেন্দ্রিক
[ঘ] রাষ্ট্রপতিশাসিত
২৩৫. এককেন্দ্রিক সরকার সারাদেশের জন্য কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন? (অনুধাবন)
[ক] ভিন্ন পরিকল্পনা
✅ অভিন্ন পরিকল্পনা
[গ] বাস্তব পরিকল্পনা
[ঘ] যুক্তিসঙ্গত পরিকল্পনা
২৩৬. জাতীয় ঐক্য কোন সরকারব্যবস্থার অন্যতম গুণ? (অনুধাবন)
✅ এককেন্দ্রিক
[খ] সংসদীয়
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
২৩৭. কোন ধরনের সরকারব্যবস্থায় একই প্রশাসনিক আইন ও নীতি অনুসরণ করা হয়? (অনুধাবন)
[ক] সংসদীয়
[খ] সমাজতান্ত্রিক
✅ এককেন্দ্রিক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
২৩৮. কোন সরকারের প্রশাসনিক ব্যয় কম? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] গণতান্ত্রিক
[গ] পুঁজিবাদী
✅ এককেন্দ্রিক
২৩৯. কোনটি এককেন্দ্রিক সরকারের গুণ? (উচ্চতর দক্ষতা)
[ক] কাজের বেশি চাপ
✅ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
[গ] বিরোধী দলের মর্যাদা
[ঘ] স্থিতিশীলতার অভাব
২৪০. এককেন্দ্রিক সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণ কী? (প্রয়োগ)
[ক] কাজের চাপ কম বলে
[খ] অধিক লোকবল থাকে বলে
[গ] সিদ্ধান্তে কোনো জটিলতা থাকে না বলে
✅ আঞ্চলিক স্বার্থ বিবেচনার দরকার হয় না বলে
২৪১. বাংলাদেশের সরকারব্যবস্থা কেমন? (অনুধাবন)
✅ এককেন্দ্রিক
[খ] সংসদীয়
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
২৪২. এককেন্দ্রিক সরকারের ত্রুটি কোনটি? (জ্ঞান)
[ক] মিতব্যয়িতা
[খ] দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
✅ কাজের বেশি চাপ
[ঘ] জাতীয় ঐক্যের প্রতীক
২৪৩. কোন সরকারব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুপযোগী? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] সমাজতান্ত্রিক
✅ এককেন্দ্রিক
[ঘ] রাষ্ট্রপতি শাসিত
২৪৪. কোনটির বিকাশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা অনুকূল নয়? (প্রয়োগ)
✅ স্থানীয় নেতৃত্ব
[খ] কেন্দ্রীয় নেতৃত্ব
[গ] আন্তর্জাতিক নেতৃত্ব
[ঘ] উত্তরাধিকার সূত্রের নেতৃত্ব
২৪৫. কেন এককেন্দ্রিক সরকার স্থানীয় নেতৃত্ব বিকাশের জন্য অনুপযোগী? (অনুধাবন)
[ক] দ্রুত সিদ্ধান্তের জন্য
[খ] প্রশাসনিক ব্যয় বেশি থাকার জন্য
✅ স্থানীয় নেতৃত্ব গড়ে না ওঠার জন্য
[ঘ] কাজের চাপ বেশি থাকার জন্য
২৪৬. কোন ধরনের শাসনব্যবস্থায় সারা দেশের জন্য অভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়? (জ্ঞান)
✅ এককেন্দ্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] পুঁজিবাদী
[ঘ] সংসদীয়
২৪৭. কোন কারণে কেন্দ্রীয় সরকার স্থানীয় সমস্যাগুলো ঠিকভাবে বুঝতে ও সমাধান করতে পারে না? (প্রয়োগ)
✅ অঞ্চলগুলো দূরে থাকায়
[খ] কাজের চাপ কম থাকায়
[গ] কেন্দ্রের স্বেচ্ছাচারিতা লোপ পাওয়ায়
[ঘ] সহজ সাংগঠনিক ব্যবস্থা থাকায়
২৪৮. বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী কোন সরকারব্যবস্থা? (প্রয়োগ)
[ক] সংসদীয়
✅ এককেন্দ্রিক
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
২৪৯. সরকারের প্রতি সন্দেহ ও অবিশ্বাস বাড়ে কোন ক্ষেত্রে? (অনুধাবন)
✅ বড় রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার থাকলে
[খ] বড় রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার থাকলে
[গ] ছোট রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার থাকলে
[ঘ] ছোট রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার থাকলে
২৫০. কেন্দ্রের স্বেচ্ছাচারিতা কোন সরকারের অন্যতম ত্রুটি? (জ্ঞান)
[ক] সংসদীয়
✅ এককেন্দ্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
২৫১. কোন সরকারব্যবস্থায় একাধিক প্রদেশ মিলে সরকার গঠিত হয়? (জ্ঞান)
[ক] সংসদীয়
✅ যুক্তরাষ্ট্রীয়
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] এককেন্দ্রিক
২৫২. যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ? (উচ্চতর দক্ষতা)
[ক] সমাজতন্ত্র
[খ] গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
✅ একাধিক রাষ্ট্রের সমন্বয়
২৫৩. যুক্তরাষ্ট্রীয় সরকার কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? (অনুধাবন)
[ক] সমাজনীতির
[খ] নেতৃত্ব বণ্টন নীতির
✅ ক্ষমতা বণ্টনের নীতির
[ঘ] জাতীয় ঐক্য বণ্টন নীতির
২৫৪. যুক্তরাষ্ট্রীয় সরকার কোন ধরনের নীতির ওপর প্রতিষ্ঠিত? (অনুধাবন)
[ক] সম্পদ বণ্টন
✅ ক্ষমতা বণ্টন
[গ] মর্যাদা বণ্টন
[ঘ] সুবিধা বণ্টন
২৫৫. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় বিষয়গুলো কোন সরকারের হাতে ন্যস্ত থাকে? (জ্ঞান)
[ক] আঞ্চলিক
✅ কেন্দ্রীয়
[গ] প্রাদেশিক
[ঘ] বিভাগীয়
২৫৬. কোন ব্যবস্থায় সরকারের ভেতর সরকার বিদ্যমান থাকে? (অনুধাবন)
[ক] এককেন্দ্রিক
[খ] গণতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
২৫৭. সমরেশ সাহেবের দেশে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার স্ব স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। সমরেশ সাহেবের দেশে কোন সরকারব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] সংসদীয়
[খ] গণতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[ঘ] রাষ্ট্রপতি শাসিত
২৫৮. কোন সরকারব্যবস্থায় দ্বৈত সরকারব্যবস্থা পরিলক্ষিত হয়? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] গণতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[ঘ] এককেন্দ্রিক
২৫৯. এককেন্দ্রিক সরকারব্যবস্থা প্রচলিত নেই কোন দেশে? (প্রয়োগ)
[ক] জাপান
✅ ভারত
[গ] যুক্তরাজ্য
[ঘ] বাংলাদেশ
২৬০. সুলতানা বাংলাদেশের নাগরিক। সুলতানার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে কোনটি প্রযোজ্য? (প্রয়োগ)
[ক] ছোট রাষ্ট্র
[খ] সমাজতান্ত্রিক রাষ্ট্র
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] যুক্তরাজ্য
২৬১. ভারতে কোন সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] সমাজতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[ঘ] এককেন্দ্রিক
২৬২. জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটায় কোন সরকারব্যবস্থা? (জ্ঞান )
[ক] সমাজতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[গ] গণতান্ত্রিক
[ঘ] এককেন্দ্রিক
২৬৩. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রাদেশিক সরকারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] জাতীয় ঐক্যের প্রতীক
[খ] ছোট রাষ্ট্রের উপযোগী
✅ কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়
[ঘ] আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান
২৬৪. অর্কের দেশের শাসনব্যবস্থায় সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক এলাকায় ন্যস্ত থাকে। তার দেশে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান? (প্রয়োগ)
[ক] এককেন্দ্রিক
[খ] মন্ত্রিপরিষদ শাসিত
✅ যুক্তরাষ্ট্রীয়
[ঘ] রাষ্ট্রপতি শাসিত
২৬৫. কোনটির মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়? (জ্ঞান)
[ক] ঐক্যের
[খ] যোগ্যতার
✅ সংবিধানের
[ঘ] বিচার বিভাগের
২৬৬. যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম গুণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] মিতব্যয়িতা
[খ] জটিল প্রকৃতির শাসন
[গ] জাতীয় ঐক্যের প্রতীক
✅ আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী
২৬৭. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জনগণ কয়টি সরকারের প্রতি আনুগত্য দেখায়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪
২৬৮. স্থানীয় নেতৃত্ব বিকাশে সহায়ক ব্যবস্থা কোনটি? (প্রয়োগ)
[ক] সংসদীয়
✅ যুক্তরাষ্ট্রীয়
[গ] গণতান্ত্রিক
[ঘ] এককেন্দ্রিক
২৬৯. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন কেন্দ্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারে না? (অনুধাবন)
[ক] ক্ষমতা কম থাকার ফলে
[খ] আঞ্চলিক সমস্যা থাকার জন্য
✅ কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ফলে
[ঘ] কেন্দ্রের স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পাওয়ার কারণে
২৭০. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার গঠনপ্রণালি কোন প্রকৃতির? (প্রয়োগ)
[ক] সরল
[খ] অভিন্ন
[গ] সহজ
✅ জটিল
২৭১. নিমচন্দ্র দাস ভারতের পশ্চিমবঙ্গের লোকসভার একজন সদস্য। তার দেশের সরকারব্যবস্থার ধরন কোনটি? (প্রয়োগ)
✅ জটিল
[খ] সরল
[গ] দ্বিমুখী
[ঘ] দুর্বল
২৭২. কোন সরকারের প্রদেশগুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত? (জ্ঞান)
[ক] সংসদীয়
✅ যুক্তরাষ্ট্রীয়
[গ] এককেন্দ্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
২৭৩. দুর্বল সরকার কোন ধরনের শাসনব্যবস্থার ত্রুটি? (অনুধাবন)
[ক] এককেন্দ্রিক
[খ] সংসদীয়
[গ] রাষ্ট্রপতিশাসিত
✅ যুক্তরাষ্ট্রীয়
২৭৪. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় প্রশাসনের ব্যয় বৃদ্ধি পায় কেন? (অনুধাবন)
✅ দ্বৈত সরকারব্যবস্থার জন্য
[খ] দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য
[গ] স্থানীয় পর্যায়ে উন্নয়ন সাধনের জন্য
[ঘ] অতিমাত্রায় কাজ সম্পাদন করার জন্য
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭৫. এককেন্দ্রিক সরকার বলতে বোঝায়- (অনুধাবন)
i. আঞ্চলিক শাসনব্যবস্থা
ii. সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকা
iii. কেন্দ্র থেকে দেশের শাসনকার্য পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭৬. এককেন্দ্রিক সরকারের গুণগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. মিতব্যয়িতা
ii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
iii. জাতীয় ঐক্যের প্রতীক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭৭. এককেন্দ্রিক শাসনব্যবস্থায়- (অনুধাবন)
i. আঞ্চলিক সরকারের স্বতন্ত্র অস্তিত্ব নেই
ii. প্রশাসনিক অঞ্চল থাকতে পারে
iii. কেন্দ্রীয় সরকার ক্ষমতাধর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭৮. এককেন্দ্রিক সরকারের ত্রুটি- (অনুধাবন)
i. কাজের চাপ বেশি
ii. স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়
iii. স্থানীয় উন্নয়ন ও সমস্যার প্রতি অবহেলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭৯. এককেন্দ্রিক সরকার সারাদেশে কার্যকর করে- (অনুধাবন)
i. ভিন্ন আইন
ii. অভিন্ন নীতি
iii. অভিন্ন পরিচালনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮০. এককেন্দ্রিক সরকারের ত্রুটিসমূহ হলো- (অনুধাবন)
i. কেন্দ্রের স্বেচ্ছাচারিতা
ii. বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী
iii. বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮১. এককেন্দ্রিক সরকারব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য বিষয় হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. কেন্দ্রীয়ভাবে ক্ষমতা চর্চা হয়
ii. কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়
iii. কেন্দ্রীয় স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮২. এককেন্দ্রিক রাষ্ট্র প্রদেশে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে- (উচ্চতর দক্ষতা)
i. কৃষ্টিগত বিভিন্নতার কারণে
ii. ভাষাগত বিভিন্নতার কারণে
iii. সংস্কৃতিগত বিভিন্নতার কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৩. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে যে ধরনের বিষয়ে জটিলতা দেখা দেয়- (উচ্চতর দক্ষতা)
i. আইন প্রণয়ন
ii. সম্পর্ক নির্ধারণ
iii. ক্ষমতার বণ্টন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৪. যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রদেশগুলোর ধরন- (অনুধাবন)
i. কেন্দ্রশাসিত
ii. স্বতন্ত্র
iii. স্বায়ত্তশাসিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৫. এককেন্দ্রিক সরকার স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়। এর যৌক্তিক কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ
ii. কেন্দ্রীয়ভাবে ক্ষমতা চর্চা
iii. স্থানীয় নেতৃত্বের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৬. ছোট রাষ্ট্রের ক্ষেত্রে যেটা পরিলক্ষিত হয়- (অনুধাবন)
i. এককেন্দ্রিক সরকার
ii. যুক্তরাষ্ট্রীয় সরকার
iii. রাজতান্ত্রিক সরকার
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
২৮৭. এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সারাদেশে যেটি পরিলক্ষিত হয়- (অনুধাবন)
i. আঞ্চলিক স্বায়ত্তশাসন
ii. অভিন্ন আইন
iii. একই নীতি ও পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৮. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব থাকে- (অনুধাবন)
i. আঞ্চলিক সরকারের হাতে
ii. কেন্দ্রীয় সরকারের হাতে
iii. বিভাগীয় সরকারের হাতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৯. যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণগুলো হলো- (অনুধাবন)
i. কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়
ii. আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী হয়
iii. জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯০. জামালের দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান থাকায় যেসব সমস্যার সম্মুখীন হবে তা হলো- (প্রয়োগ)
i. ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব সংঘাত হবে
ii. আইন প্রণয়ন ও প্রয়োগে জটিলতা দেখা দিবে
iii. ক্ষমতা বণ্টনে জাতীয় ও আঞ্চলিক সরকার দুর্বল অবস্থায় থাকবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯১. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার ত্রুটিগুলো হলো- (অনুধাবন)
i. ব্যয়বহুল
ii. দুর্বল সরকার
iii. জটিল প্রকৃতির শাসন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯২ ও ২৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের শাসনব্যবস্থায় রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। যার ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকার লাভ করে।
২৯২. ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] গণতান্ত্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] সংসদীয় পদ্ধতি
২৯৩. উক্ত সরকারব্যবস্থার গুণগুলো হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. অঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী
ii. কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়
iii. বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
⚛ আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩৬
🍭 সরকারের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো- আইন ও শাসন বিভাগ।
🍭 যে সরকারব্যবস্থায় শাসন বিভাগের স্থায়ীত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে বলে- মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার।
🍭 সংসদীয় সরকারে সর্বময় ক্ষমতার অধিকারী হলো- আইনসভা।
🍭 সংসদীয় সরকার- দায়িত্বশীল সরকার।
🍭 যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না তাকে বলে- রাষ্ট্রপতিশাসিত সরকার।
🍭 আইন বিভাগের নিকট দায়ী না থাকায় স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারে- রাষ্ট্রপতি।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯৪. আইন ও শাসন বিভাগের জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের কয়টি রূপ রয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
২৯৫. যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাকে কোন পদ্ধতির সরকার বলে? (অনুধাবন)
✅ সংসদীয়
[খ] গণতান্ত্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] এককেন্দ্রিক
২৯৬. সংসদীয় সরকারব্যবস্থায় শাসনক্ষমতা কাদের ওপর ন্যস্ত থাকে? (জ্ঞান)
[ক] সরকারের
[খ] জনগণের
✅ মন্ত্রিসভার
[ঘ] সিভিল সোসাইটির
২৯৭. সংসদীয় সরকারে প্রধানমন্ত্রী কে হন? (জ্ঞান)
✅ দলের আস্থাভাজন ব্যক্তি
[খ] দলের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি
[গ] দলের সবচেয়ে ধনী ব্যক্তি
[ঘ] আইনবিশেষজ্ঞ ব্যক্তি
২৯৮. কোন সরকারকে পার্লামেন্টারি পদ্ধতির সরকার বলা হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্রীয়
[খ] সমাজতান্ত্রিক
✅ সংসদীয়
[ঘ] এককেন্দ্রিক
২৯৯. বাংলাদেশে কোন পদ্ধতির সরকারব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
✅ সংসদীয়
[খ] পুঁজিবাদী
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
৩০০. কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত? (জ্ঞান)
✅ ব্রিটেন
[খ] উত্তর কোরিয়া
[গ] কিউবা
[ঘ] সৌদি আরব
৩০১. সুইডেনে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
[ক] সমাজতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
✅ সংসদীয়
[ঘ] রাজাশাসিত
৩০২. অস্ট্রেলিয়ায় কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
✅ সংসদীয়
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] গণতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
৩০৩. কোন ধরনের সরকারব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন? (অনুধাবন )
✅ সংসদীয়
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] পুঁজিবাদী
[ঘ] সমাজতান্ত্রিক
৩০৪. সংসদীয় সরকারব্যবস্থায় নিয়মতান্ত্রিক পদ কোনটি? (জ্ঞান)
[ক] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[গ] এটনিজেনারেল
[ঘ] প্রধান বিচারপতি
৩০৫. বাংলাদেশের সরকার প্রধান কে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতি
✅ প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] প্রধান বিচারপতি
৩০৬. সংসদীয় সরকার ব্যবস্থায় কার গুরুত্ব বেশি? (জ্ঞান)
[ক] মন্ত্রিপরিষদের
[খ] রাষ্ট্রপতির
✅ প্রধানমন্ত্রীর
[ঘ] রাজা বা রানির
৩০৭. সংসদীয় সরকারব্যবস্থায় কে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কিছুই করতে পারে না? (জ্ঞান)
[ক] জনগণ
✅ রাষ্ট্রপতি
[গ] স্পিকার
[ঘ] রাষ্ট্রদূত
৩০৮. সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি কার পরামর্শ অনুযায়ী কাজ করেন? (জ্ঞান)
[ক] সুপ্রিমকোর্টের
✅ প্রধানমন্ত্রীর
[গ] আইনমন্ত্রীর
[ঘ] মন্ত্রিপরিষদের
৩০৯. সংসদীয় সরকারব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার অধিকারী কোনটি? (জ্ঞান)
[ক] সরকার
[খ] রাষ্ট্রপতি
✅ আইনসভা
[ঘ] সুপ্রিমকোর্ট
৩১০. সংসদীয় সরকারব্যবস্থায় কার হাতে দেশের শাসনক্ষমতা থাকে? (জ্ঞান)
[ক] রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
✅ মন্ত্রিসভার
[ঘ] বিচারকগণের
৩১১. কোন শাসনব্যবস্থায় মন্ত্রীগণ আইন পরিষদের নিকট দায়ী থাকেন? (জ্ঞান)
✅ সংসদীয়
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] পুঁজিবাদী
[ঘ] সমাজতান্ত্রিক
৩১২. সংসদীয় সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদ কীসের নিকট দায়ী থাকে? (অনুধাবন)
[ক] জনগণের নিকট
✅ আইনপরিষদ
[গ] বিচার বিভাগের নিকট
[ঘ] সুপ্রিমকোর্টের নিকট
৩১৩. কখন মন্ত্রিসভার পতন ঘটে? (অনুধাবন)
[ক] জনগণ বিদ্রোহ করলে
[খ] রাষ্ট্রপতির মর্জি হলে
[গ] মন্ত্রিসভা দুর্নীতিগ্রস্ত হলে
✅ আইনসভার আস্থা হারালে
৩১৪. কোন শাসনব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান? (জ্ঞান)
✅ সংসদীয়
[খ] গণতান্ত্রিক
[গ] যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সমাজতান্ত্রিক
৩১৫. সংসদীয় সরকারে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে বা কোন প্রতিষ্ঠান? (অনুধাবন)
[ক] জনগণ
[খ] রাষ্ট্রপতি
✅ আইনসভা
[ঘ] প্রধানমন্ত্রী
৩১৬. ‘ক’ নামক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে। ‘ক’ রাষ্ট্রে কোন সরকারব্যবস্থা বিদ্যমান? (প্রয়োগ)
[ক] যুক্তরাষ্ট্রীয়
✅ সংসদীয়
[গ] এককেন্দ্রিক
[ঘ] রাষ্ট্রপতি শাসিত
৩১৭. সংসদীয় সরকারব্যবস্থায় কাকে বিকল্প সরকার মনে করা হয়? (অনুধাবন)
✅ বিরোধীদলকে
[খ] রাষ্ট্রপতিকে
[গ] প্রধানমন্ত্রীকে
[ঘ] মন্ত্রিবর্গকে
৩১৮. সংসদীয় সরকারব্যবস্থায় বিরোধী দলকে কী হিসেবে বিবেচনা করা হয়? (অনুধাবন)
[ক] সরকার
[খ] রাষ্ট্রপতি
[গ] সুশীল সমাজ
✅ বিকল্প সরকার
৩১৯. সংসদীয় সরকারব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ কোনটি? (অনুধাবন)
[ক] জনগণ
[খ] বিচারকগণ
✅ বিরোধী দল
[ঘ] সুশীল সমাজ
৩২০. কোনটি সংসদীয় সরকারব্যবস্থার অন্যতম গুণ? (উচ্চতর দক্ষতা)
✅ সমালোচনার সুযোগ
[খ] স্থিতিশীলতার অভাব
[গ] অতি দলীয় মনোভাব
[ঘ] দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
৩২১. সংসদীয় সরকারব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য বিষয় কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] স্বেচ্ছাচারী শাসন
[খ] সমতার স্বতন্ত্রীকরণ
[গ] বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব
✅ সরকারের কাজের সমালোচনার সুযোগ
৩২২. সংসদীয় সরকার কীসের দ্বারা পরিচালিত হয়? (অনুধাবন)
[ক] মন্ত্রিসভার ইচ্ছায়
[খ] মিডিয়ার প্রভাবে
✅ জনমতের দ্বারা
[ঘ] প্রধানমন্ত্রীর ইচ্ছায়
৩২৩. একটি দেশের নির্বাচনের ছয় মাসের মাথায় নির্বাচিত সরকারের পতন ঘটল। এটি সংসদীয় পদ্ধতির কোন ত্রুটি? (উচ্চতর দক্ষতা)
✅ স্থিতিশীলতার অভাব
[খ] ক্ষমতার অপব্যবহার
[গ] দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] আনুগত্যের অভাব
৩২৪. সংসদীয় সরকারের ত্রুটি কোনটি? (অনুধাবন)
[ক] বিরোধী দলের মর্যাদা
✅ অতি দলীয় মনোভাব
[গ] দায়িত্বশীল শাসনব্যবস্থা
[ঘ] সমালোচনার সুযোগ
৩২৫. দলীয় সরকার হিসেবে আখ্যায়িত করা হয় কোন সরকারব্যবস্থাকে? (অনুধাবন)
✅ সংসদীয়
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] রাষ্ট্রপতিশাসিত
৩২৬. সংসদীয় সরকার মূলত কোন ধরনের সরকার? (অনুধাবন)
[ক] একনায়কতান্ত্রিক
[খ] তত্ত্বাবধায়ক
✅ দলীয়
[ঘ] নির্দলীয়
৩২৭. সংসদীয় সরকারব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হবার যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] রাজনৈতিক অস্থিতিশীলতা
[খ] অতি দলীয় মনোভাব
[গ] বিরোধীদলের বিচ্ছেদ
✅ আলোচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত
৩২৮. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান কে? (জ্ঞান)
[ক] পাকিস্তানের রাষ্ট্রপ্রধান
✅ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান
[গ] ভারতের রাষ্ট্রপ্রধান
[ঘ] ভুটানের রাষ্ট্রপ্রধান
৩২৯. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় মন্ত্রীগণ কার কাছে দায়ী থাকেন? (জ্ঞান)
[ক] সরকারের
✅ রাষ্ট্রপতির
[গ] জনগণের
[ঘ] আইনসভার
৩৩০. কোন শাসনব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] স্বৈরতন্ত্র
[গ] যুক্তরাষ্ট্রীয়
✅ রাষ্ট্রপতিশাসিত
৩৩১. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে কার সন্তুষ্টির ওপর? (জ্ঞান)
[ক] প্রধানমন্ত্রীর
✅ রাষ্ট্রপতির
[গ] বিচারকদের [ঘ] ব্যবসায়ীদের
৩৩২. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় সর্বময় ক্ষমতার অধিকারী কে? (জ্ঞান)
[ক] স্পিকার
✅ রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] সেনাপ্রধান
৩৩৩. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] এককেন্দ্রিক
[গ] সমাজতান্ত্রিক
✅ রাষ্ট্রপতিশাসিত
৩৩৪. নিচের কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান? (জ্ঞান)
✅ যুক্তরাষ্ট্র
[খ] বাংলাদেশ
[গ] ভারত
[ঘ] পাকিস্তান
৩৩৫. কীভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়? (অনুধাবন)
✅ অভিশংসন করে
[খ] মামলা করে
[গ] আস্থা ভোটে
[ঘ] গণভোট গ্রহণ করে
৩৩৬. কোন সরকারব্যবস্থায় আইন বিভাগের সাথে পরামর্শ না করেই রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্রীয়
[খ] এককেন্দ্রিক
✅ রাষ্ট্রপতিশাসিত
[ঘ] সমাজতান্ত্রিক
৩৩৭. ক্ষমতার স্বতন্ত্রীকরণ কোন সরকারের অন্যতম গুণ? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] সমাজতান্ত্রিক
✅ রাষ্ট্রপতিশাসিত
৩৩৮. রাষ্ট্রপতিশাসিত সরকার কীসের ওপর প্রতিষ্ঠিত? (জ্ঞান)
[ক] শাসন বিভাগ
✅ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
[গ] আইন বিভাগ
[ঘ] মন্ত্রিসভা
৩৩৯. রাষ্ট্রপতিশাসিত সরকারের গুণ কোনটি? (অনুধাবন)
[ক] ক্ষমতা বিকেন্দ্রীকরণ
✅ ক্ষমতা স্বতন্ত্রীকরণ
[গ] স্বেচ্ছাচারী শাসন
[ঘ] স্বৈরাচারী কার্যকলাপ
৩৪০. রাষ্ট্রপতিশাসিত সরকারের গুণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] স্বেচ্ছাচারী শাসন
[খ] অনমনীয় শাসন
[গ] বিরোধী দলের মর্যাদা
✅ দলীয় মনোভাবের কম প্রতিফলন
৩৪১. রাষ্ট্রপতি দলের চেয়ে কোনটিকে অধিক গুরুত্ব দেয়? (অনুধাবন)
[ক] বিরোধী দলকে
✅ জাতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করাকে
[গ] ধনসম্পদকে
[ঘ] মিছিল মিটিং করাকে
৩৪২. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার ত্রুটি কোনটি? (জ্ঞান)
✅ স্বেচ্ছাচারী শাসন
[খ] স্থিতিশীল শাসন
[গ] ক্ষমতার স্বতন্ত্রীকরণ
[ঘ] দলীয় মনোভাবের প্রতিফলন
৩৪৩. রাষ্ট্রপতিশাসিত সরকারে সংশোধন কষ্টসাধ্য কোনটির? (অনুধাবন)
✅ সংবিধান
[খ] জমিজমার দলিল
[গ] সরকারি আইন
[ঘ] বেসরকারি আইন
৩৪৪. কোন পরিস্থিতি সরকারকে নাজুক অবস্থায় ফেলতে পারে? (অনুধাবন)
✅ বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব
[খ] বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা
[গ] জনগণের সুশৃঙ্খল আচরণ
[ঘ] বিরোধী দলের গঠনমূলক আচরণ
৩৪৫. “সংসদীয় সরকার জনমত দ্বারা নিয়ন্ত্রিত”- কথাটির তাৎপর্য কী?
(উচ্চতর দক্ষতা)
[ক] সরকার জনমতকে অনুকূল রাখতে চায়
[খ] রাজনীতিতে বিশেষ শ্রেণির অংশগ্রহণ
[গ] জনগণ রাজনৈতিকভাবে অসচেতন
✅ সরকার ও জনগণ একই মতভুক্ত
৩৪৬. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় সরকারের কয়টি বিভাগ পৃথকভাবে কাজ করে? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪৭. সংসদীয় সরকারব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত হন- (অনুধাবন)
i. আইন পরিষদের মধ্য থেকে
ii. শাসন বিভাগের মধ্য থেকে
iii. সংসদ সদস্যের মধ্য থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪৮. সংসদীয় সরকারের অন্যতম গুণ হলো- (অনুধাবন)
i. দায়িত্বশীল শাসনব্যবস্থা
ii. বিরোধী দলের মর্যাদা
iii. সমালোচনার সুযোগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৯. সংসদীয় সরকারের অন্যতম ত্রুটি বলতে বোঝায়- (অনুধাবন)
i. অতিদলীয় মনোভাব
ii. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
iii. ক্ষমতার বিভাজন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫০. সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান
ii. আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী
iii. প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা আইন পরিষদের নিকট দায়ী থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫১. বাংলাদেশের সরকারব্যবস্থার গুণগুলো হলো- (প্রয়োগ)
i. সমালোচনার সুযোগ
ii. বিরোধী দলের মর্যাদা
iii. দায়িত্বশীল শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫২. সংসদীয় সরকারের ত্রুটিগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. ক্ষমতার অবিভাজন
ii. স্থিতিশীলতার অভাব
iii. বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫৩. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছে- (অনুধাবন)
i. প্রকৃত শাসক
ii. সরকার প্রধান
iii. সেনাবাহিনীর প্রধান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫৪. কামালের দেশে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ শাসনব্যবস্থার ভালো দিক হলো- (প্রয়োগ)
i. দক্ষ শাসনব্যবস্থা
ii. ক্ষমতার স্বতন্ত্রীকরণ
iii. স্থিতিশীল শাসন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৫. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় দ্রুত সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রপতি যে সকল ক্ষেত্রে পারদর্শিতার পরিচয় দেন তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. যুদ্ধে
ii. সংকটকালে
iii. জরুরি অবস্থায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৬. রাষ্ট্রপতিশাসিত সরকারের ত্রুটি হলো- (অনুধাবন)
i. স্বেচ্ছাচারী শাসন
ii. অনমনীয় শাসন
iii. দায়িত্বশীল শাসন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫৭. আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য বিষয় হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. গণতান্ত্রিক রাষ্ট্র
ii. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা
iii. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৮. যুক্তরাজ্যে রয়েছে- (অনুধাবন)
i. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ii. যুক্তরাষ্ট্রীয় সরকার
iii. সংসদীয় পদ্ধতির সরকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫৯. সংসদীয় সরকারব্যবস্থায় চরম দলীয় মনোভাব দেখা যায়- (অনুধাবন)
i. সুশীল সমাজে
ii. ক্ষমতাসীন দলে
iii. বিরোধী দলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬০. রাষ্ট্রপতিশাসিত সরকারের বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক হলো- (উচ্চতর দক্ষতা)
i. স্থিতিশীল শাসন
ii. দক্ষ শাসনব্যবস্থা
iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬১. বিভিন্ন রাষ্ট্র ও সরকারব্যবস্থা গড়ে উঠেছে- (অনুধাবন)
i. পুঁজিবাদের নিয়ন্ত্রণে
ii. একাধিক পদ্ধতির সংমিশ্রণে
iii. জনগণের প্রত্যাশা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি পড়ে ৩৬২ ও ৩৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
৩৬২. ছকচিত্রের ‘?’ চিহ্নিত স্থান নিচের কোনটিকে নির্দেশ করে? (প্রয়োগ)
[ক] যুক্তরাষ্ট্রীয় সরকার
[খ] এককেন্দ্রিক সরকার
[গ] সমাজতান্ত্রিক সরকার
✅ রাষ্ট্রপতিশাসিত সরকার
৩৬৩. উক্ত সরকারব্যবস্থা বিশ্লেষণ করলে দেখা যায়- (উচ্চতর দক্ষতা)
i. রাষ্ট্রপতি হচ্ছেন প্রকৃত শাসক
ii. রাষ্ট্রপতি সরকারপ্রধান
iii. রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৪ ও ৩৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘অ' দেশের শাসন বিভাগ আইনসভার নিকট জবাবদিহি করে। একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয় এবং রাষ্ট্রপ্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। এদিক থেকে ‘ই'দেশের সাথে খানিকটা পার্থক্য দেখা যায়। ‘ই' দেশে কেন্দ্র ও প্রদেশের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেয়া হয়েছে।
৩৬৪. অনুচ্ছেদের বিবরণ অনুযায়ী ‘ই' দেশের সরকার আইন ও শাসন বিভাগের সম্পর্ক অনুযায়ী কী প্রকৃতির? (প্রয়োগ)
[ক] রাষ্ট্রপতিশাসিত
[খ] এককেন্দ্রিক
✅ যুক্তরাষ্ট্রীয়
[ঘ] সংসদীয়
৩৬৫. উল্লিখিত বর্ণনায়, ‘অ' দেশে বিদ্যমান সরকার- (উচ্চতর দক্ষতা)
i. সংসদীয়
ii. এককেন্দ্রিক
iii. প্রজাতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment