৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
একাদশ অধ্যায়
Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-11
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. OIC গঠিত হয় কত সালে?
[ক] ১৯৩৯
[খ] ১৯৪৯
✅ ১৯৬৯
[ঘ] ১৯৭২
২. জাতিসংঘের কোন পরিষদটি সামরিক শক্তি প্রয়োগ করতে পারে?
[ক] সাধারণ পরিষদ
✅ নিরাপত্তা পরিষদ
[গ] অছি পরিষদ
[ঘ] আন্তর্জাতিক আদালত
৩. আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় কাজ করে-
i. নিরাপত্তা পরিষদ
ii. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
iii. আন্তর্জাতিক আদালত
নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] ii
[গ] i ও ii
✅ i ও iii
৪. ‘?’ চিহ্নের সাথে সম্পৃক্ত সংস্থা কোনটি?
✅ সাধারণ পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
[গ] কমনওয়েলথ
[ঘ] সার্ক
৫. উক্ত সংস্থাটি-
i. প্রত্যেক বছর একজন সভাপতি নির্বাচিত করে
ii. ২ বছর পর পর একজন সভাপতি নির্বাচন করে
iii. নতুন সদস্য রাষ্ট্র গ্রহণের অধিকার রাখে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i ও iii
💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সার্কের সদস্য দেশের সংখ্যা কত? [সকল বোর্ড ’১৬]
[ক] পাঁচ
[খ] ছয়
[গ] সাত
✅ আট
২. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে? [সকল বোর্ড ’১৬]
[ক] ১৯৭২
✅ ১৯৭৪
[গ] ১৯৭৬
[ঘ] ১৯৮০
৩. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন কোনটি? [সকল বোর্ড ’১৬]
[ক] জাতিসংঘ
✅ ওআইসি
[গ] সার্ক
[ঘ] কমনওয়েলথ
৪. জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন? [সকল বোর্ড ’১৬]
[ক] যুক্তরাজ্যের
[খ] যুক্তরাষ্ট্রের
[গ] দক্ষিণ কোরিয়ার
✅ নরওয়ের
৫. বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] জাতিসংঘ
✅ কমনওয়েলথ
[গ] ওআইসি
[ঘ] সার্ক
৬. সার্কের সাথে বাংলাদেশের কেমন সম্পর্ক রয়েছে? [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
[ক] দা-কুমড়া
✅ নিবিড়
[গ] তিক্ত
[ঘ] হ-য-ব-র-ল
৭. ওআইসি গঠিত হয় কখন? [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়]
[ক] ২০ সেপ্টেম্বর, ১৯৬৯
[খ] ২২ সেপ্টেম্বর, ১৯৬৯
✅ ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
[ঘ] ২৮ সেপ্টেম্বর, ১৯৬৯
৮. ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় কখন? [গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ]
[ক] ১৯৯৮ সালে
✅ ১৯৯৯ সালে
[গ] ১৯৭৩ সালে
[ঘ] ১৯৭৪ সালে
৯. কোন সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়? [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
[ক] আঞ্চলিক সম্পর্ক
✅ পারস্পরিক সহযোগিতা
[গ] পারস্পরিক প্রতিযোগিতা
[ঘ] পারস্পরিক লেনদেন
১০. সার্ক গঠনের মূল লক্ষ্য কী ছিল? [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ সদস্য দেশগুলোর সার্বিক সহযোগিতা প্রদান
[খ] আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন
[গ] বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠাকরণ
[ঘ] মুসলিম দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন
১১. জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] জাতিসংঘের প্রধান বিচারপতি
[খ] নিরাপত্তা পরিষদের প্রধান
✅ জাতিসংঘের মহাসচিব
[ঘ] আমেরিকার প্রেসিডেন্ট
১২. ‘?’ স্থানে কী হবে? [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর]
✅ জাতিসংঘ
[খ] আসিয়ান
[গ] সাফটা
[ঘ] সাপটা
১৩. মহাসচিব নিয়োগ, বাজেট পাস, নতুন সদস্য গ্রহণ জাতিসংঘের কোন শাখার কাজ? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর]
[ক] অছি পরিষদের
✅ সাধারণ পরিষদের
[গ] নিরাপত্তা পরিষদের
[ঘ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
১৪. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? [দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার]
[ক] ওআইসি
✅ জাতিসংঘ
[গ] আন্তর্জাতিক আদালত
[ঘ] ইউরোপীয় ইউনিয়ন
১৫. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানকে তুমি উপযুক্ত মনে করবে? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
✅ জাতিসংঘকে
[খ] কমনওয়েলথকে
[গ] ওআইসিকে
[ঘ] ইইউকে
১৬. বাংলাদেশ ১৯৭৯-৮০ সালে নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে। কিন্তু বাংলাদেশ সেখানে ব্রিটেন, ফ্রান্স বা যুক্তরাষ্ট্রের ন্যায় ভূমিকা রাখতে পারেনি কেন? [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
[ক] বাংলাদেশ একটি দরিদ্র দেশ বলে
[খ] বাংলাদেশ সার্কের সদস্য বলে
[গ] বাংলাদেশে শিক্ষার হার কম বলে
✅ বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বলে
১৭. বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ অর্জন সার্থক হয়েছে কেন? [আল হেরা একাডেমি, পাবনা]
✅ আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা প্রাপ্তির জন্য
[খ] চাঁদার পরিমাণ কম দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য
[গ] অতর্কিত হামলা থেকে রেহাই পাওয়া
[ঘ] বিশ্বের নিকট পরিচিতি লাভ করার জন্য
১৮. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কোন দিক দিয়ে প্রথম স্থান দখল করে আছে? [বিএএফ শাহী কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
[ক] সেনাবাহিনীর কৌশলের দিক দিয়ে
[খ] সেনাবাহিনীর ব্যর্থতার দিক দিয়ে
✅ সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে
[ঘ] সেনাবাহিনীর ব্যয়ভারের দিক দিয়ে
১৯. ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অঞ্চলগুলো একের পর এক স্বাধীন হতে থাকে কেন? [আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] ব্রিটিশদের ইচ্ছা
[খ] যুদ্ধবিগ্রহের ফলে
[গ] ব্রিটিশদের ক্ষমতা কমে যাওয়ায়
✅ শাসিত অঞ্চলে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টির ফলে
২০. কার ওপর কমনওয়েলথের পরিচালনার দায়িত্ব ন্যস্ত? [শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ব্রিটেনের রানি
✅ মহাসচিব
[গ] ব্রিটেনের প্রধানমন্ত্রী
[ঘ] ব্রিটিশ পার্লামেন্ট
২১. ওআইসি বিশ্বের কোন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ইহুদিপ্রধান
[খ] হিন্দুপ্রধান
[গ] খ্রিষ্টানপ্রধান
✅ মুসলিমপ্রধান
২২.
‘?’ স্থানে কী হবে?
[সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী][ক] জাতিসংঘ
✅ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন
[গ] কমনওয়েলথ
[ঘ] সার্ক
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. সার্কের সদস্য দেশ- [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
i. নেপাল
ii. তাইওয়ান
iii. ভুটান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. সার্কের স্তরে রয়েছে- [বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
i. পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
ii. স্ট্যান্ডিং কমিটি
iii. সার্ক সচিবালয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫. সার্ক সম্মেলনের মধ্যে রয়েছে- [আল হেরা একাডেমি, পাবনা]
i. অর্থমন্ত্রীদের সম্মেলন
ii. পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
iii. রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মেলন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬. জাতিসংঘের উদ্দেশ্য- [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. বিশ্ব শান্তি রক্ষা করা
ii. আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা
iii. ধর্ম প্রচার করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. জাতিসংঘের শাখা- [সরকারি বালিকা বিদ্যালয়, পটুয়াখালী]
i. সাধারণ পরিষদ
ii. ওআইসি
iii. অছি পরিষদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. আন্তর্জাতিক আদালত- [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
i. ১৫ জন বিচারক নিয়ে গঠিত
ii. বিচারকের কাজের মেয়াদকাল ৯ বছর
iii. সাধারণ ও নিরাপত্তা পরিষদ বিচারকদের নির্বাচিত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯. বাংলাদেশ কমনওয়েলথের সদস্যরাষ্ট্র। এটি উন্নয়নশীল দেশগুলোর লক্ষ্যে কাজ করে- [ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস]
i. কৃষিক্ষেত্রে
ii. শিক্ষার ক্ষেত্রে
iii. প্রযুক্তির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩০. কমনওয়েলথ-এর বৈশিষ্ট্য হলো- [সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী মেহেরপুর]
i. এটি একটি আন্তর্জাতিক সংস্থা
ii. এর সদর দপ্তর প্যারিসে
iii. এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :
মায়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র। সমুদ্রসীমা নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সমুদ্র সীমানাসংক্রান্ত সমস্যার সমাধান করে। [সকল বোর্ড ’১৫]
৩১. বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধান করে?
[ক] সাধারণ পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
✅ আন্তর্জাতিক আদালত
[ঘ] অছি পরিষদ
৩২. উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. বিশ্বশান্তি রক্ষায় সহায়ক
ii. আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে
iii. আইনের ব্যাখ্যা দান করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের ডায়াগ্রামটির আলোকে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩৩. “?” চিহ্নিত স্থানে কোনটি বসবে? [সকল বোর্ড ’১৫]
[ক] সার্ক
[খ] ওআইসি
✅ কমনওয়েলথ
[ঘ] জাতিসংঘ
৩৪. উক্ত সংস্থাটি ভূমিকা রাখে-
i. বর্ণবৈষম্য দূরীকরণে
ii. শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নে
iii. আর্থসামাজিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ একটি আন্তর্জাতিক সংস্থা। এটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ছয়টি গুরুত্বপূর্ণ শাখা একইভাবে বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখে।
[আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
৩৫. উদ্দীপকে যে সংস্থার কথা বলা হয়েছে সেটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৩৯
[খ] ১৯৪১
✅ ১৯৪৫
[ঘ] ১৯৫১
৩৬. উদ্দীপকে উল্লিখিত সংস্থা যেসব মৌলিক বিষয়ে ভূমিকা পালন করে-
i. বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক বিরোধ নিষ্পত্তি
ii. আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
iii. বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২১
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭. পৃথিবী কীসের নাম? (অনুধাবন)
ক উপগ্রহ
✅ গ্রহ
[গ] ভূত্বক
[ঘ] স্থলভাগ
৩৮. মহাদেশ কয়টি? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮
৩৯. বিশ্বে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন গড়ে উঠেছে কেন? (প্রয়োগ)
✅ বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনে
খ বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতার প্রয়োজনে
[গ] বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের প্রয়োজনে
[ঘ] বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের প্রয়োজনে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪০. বিশ্বের দেশগুলো- (অনুধাবন)
i. স্বাধীন
ii. একা চলে
iii. সার্বভৌম ক্ষমতার অধিকারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১. বিশ্বের সহযোগিতামূলক সংগঠন- (অনুধাবন)
i. সার্ক
ii. কমনওয়েলথ
iii. জাতিসংঘ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও বিশ্বের দেশগুলোর প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. বন্ধুত্ব
ii. সম্প্রীতি
iii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ সার্ক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২২
🍭 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো- সার্ক।
🍭 সার্ক গঠিত হয়- দক্ষিণ এশিয়ার সাতটি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে।
🍭 সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি।
🍭 সার্ক সচিবালয় অবস্থিত- নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে।
🍭 সার্কের প্রধানকে বলা হয়- সেক্রেটারি জেনারেল।
🍭 ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়- ১৯৮৫ সালে।
🍭 প্রথম সার্ক গঠনের উদ্যোগ নেয়- বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩. সার্কের পুরো নাম কী? (জ্ঞান)
ক দক্ষিণ এশীয় অর্থনৈতিক সংস্থা
খ দক্ষিণ এশীয় রাজনৈতিক বাণিজ্য
[গ] দক্ষিণ এশীয় আঞ্চলিক বাণিজ্য
✅ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
৪৪. SAARC-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
✅ South Asian Association for Regional Cooperation
[খ] South Asian Agriculture for Regional Cooperation
[গ] South Asian Agriculture for Restricted cooperation
[ঘ] South Asian Association for Random cooperation
৪৫. সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ কয়টি? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮
৪৬. কোনটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা? (অনুধাবন)
✅ সার্ক
[খ] জাতিসংঘ
[গ] কমনওয়েলথ
[ঘ] ইসলামি সহযোগিতা সংস্থা
৪৭. সার্কের প্রথম সম্মেলন কত সালে হয়? (জ্ঞান)
[ক] ১৯৮৪
✅ ১৯৮৫
[গ] ১৯৮৬
[ঘ] ১৯৮৭
৪৮. সার্ক কখন গঠিত হয়? (জ্ঞান)
[ক] ৮ নভেম্বর ১৯৮৩
[খ] ৮ ডিসেম্বর ১৯৮৪
✅ ৮ ডিসেম্বর ১৯৮৫
[ঘ] ৮ মার্চ ১৯৮৬
৪৯. সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] দিলিতে
✅ ঢাকায়
[গ] কাঠমুন্ডুতে
[ঘ] মালেতে
৫০. সার্ক সনদ স্বাক্ষরিত হয় কোথায়? (জ্ঞান)
[ক] ভারতে
✅ ঢাকায়
[গ] নেপালে
[ঘ] পাকিস্তানে
৫১. বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৭
✅ ৮
[ঘ] ৯
৫২. সার্কের অন্তর্ভুক্ত দেশ কোনটি? (জ্ঞান)
[ক] চীন
[খ] মায়ানমার
✅ ভুটান
[ঘ] জাপান
৫৩. কোন দেশটি সার্কের সদস্য নয়? (অনুধাবন)
✅ চীন
[খ] নেপাল
[গ] ভুটান
[ঘ] বাংলাদেশ
৫৪. বর্তমানে কোন দেশটি সার্কের নতুন সদস্য? (জ্ঞান)
✅ আফগানিস্তান
[খ] ভুটান
[গ] নেপাল
[ঘ] চীন
৫৫. সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয়টি স্তর রয়েছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৭
✅ ৫
[ঘ] ৬
৫৬. মিলনকে যদি সার্কের সচিবালয় যেতে হয় তাহলে তাকে কোথায় যেতে হবে? (প্রয়োগ)
✅ নেপালে
[খ] ভারতে
[গ] ভুটানে
[ঘ] বাংলাদেশে
৫৭. নেপালের রাজধানীর নাম কী? (জ্ঞান)
✅ কাঠমুন্ডু
[খ] ইসলামাবাদ
[গ] থিম্পু
[ঘ] হায়দারাবাদ
৫৮. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] থিম্পুতে
[খ] মালেতে
✅ কাঠমুন্ডুতে
[ঘ] দিলিতে
৫৯. সার্ক সচিবালয়ের প্রধানকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] চেয়ারম্যান
[খ] কমিশনার
✅ সেক্রেটারি জেনারেল
[ঘ] রিজোনাল সেক্রেটারি জেনারেল
৬০. কত বছর পরপর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? (অনুধাবন)
✅ এক বছর
[খ] দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর
৬১. ‘ক’ একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় ১৫০ কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সংস্থাটির নাম কী? (প্রয়োগ)
✅ সার্ক
[খ] জাতিসংঘ
[গ] কমনওয়েলথ
[ঘ] ইসলামি সম্মেলন সংস্থা
৬২. সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় কত কোটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক? (জ্ঞান)
[ক] ১২০
[খ] ১৩০
[গ] ১৪০
✅ ১৫০
৬৩. দক্ষিণ এশিয়ার দেশগুলো কোন ধরনের? (জ্ঞান)
[ক] অউন্নয়নশীল
✅ উন্নয়নশীল
[গ] উন্নত
[ঘ] অনুন্নত
৬৪. সার্কের মূল লক্ষ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সংস্কৃতির বিকাশ
[খ] আন্তর্জাতিক বিবাদের মীমাংসা
[গ] রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন
✅ সদস্য দেশগুলোর পারস্পরিক উন্নয়ন
৬৫. জনজীবনের মানোন্নয়ন, আস্থা ও সমঝোতা বৃদ্ধি, যৌথ কার্যক্রমের সূচনা, সহযোগিতা ইত্যাদি নিচের কোন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য? (অনুধাবন)
[ক] আসিয়ান
[খ] সাপটা
[গ] সাফটা
✅ সার্ক
৬৬. কয়টি লক্ষ্যকে সামনে নিয়ে সার্কের জন্ম ও অগ্রযাত্রা শুরু হয়েছে? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৭
[গ] ৮
✅ ৯
৬৭. সার্কের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] আন্তর্জাতিক শান্তি রক্ষা
✅ জনজীবনের মান উন্নয়ন
[গ] উপনিবেশবাদ বিলোপ করা
[ঘ] আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি
৬৮. দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণ করে কোনটি? (অনুধাবন)
✅ সার্ক
[খ] জাতিসংঘ
[গ] কমনওয়েলথ
[ঘ] ইসলামি সম্মেলন সংস্থা
৬৯. কোন সংস্থাটি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করে? (জ্ঞান)
[ক] কমনওয়েলথ
[খ] জাতিসংঘ
[গ] ওআইসি
✅ সার্ক
৭০. সার্কের জন্ম হয় কোন দেশে? (জ্ঞান)
[ক] ভারতে
[খ] পাকিস্তানে
✅ বাংলাদেশে
[ঘ] আফগানিস্তানে
৭১. কে প্রথম সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন? (জ্ঞান)
[ক] কামাল হোসেন
[খ] মুহাম্মদ এরশাদ
✅ জিয়াউর রহমান
[ঘ] শেখ মুজিবুর রহমান
৭২. সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ কেন? (অনুধাবন)
[ক] সার্ক দক্ষিণ এশিয় সংস্থা বলে
✅ সার্ক গঠনের উদ্যোক্তা দেশ বলে
[গ] সর্বোচ্চ সাহায্যকারী সংস্থা বলে
[ঘ] সার্কের প্রতিষ্ঠাকালীন প্রধান বলে
৭৩. কোন সালে আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়? (জ্ঞান)
[ক] ১৯৮১
[খ] ১৯৮২
[গ] ১৯৮৪
✅ ১৯৮৫
৭৪. ১৯৮৫ সালে কার উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কার্যক্রম শুরু হয়? (জ্ঞান)
[ক] জিয়াউর রহমান
[খ] শেখ মুজিবুর রহমান
[গ] এইচ.এম. সায়েম
✅ হুসেইন মুহম্মদ এরশাদ
৭৫. সার্কের উদ্যোক্তা হিসেবে কোন দেশ সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? (জ্ঞান)
[ক] নেপাল
[খ] শ্রীলঙ্কা
✅ বাংলাদেশ
[ঘ] আফগানিস্তান
৭৬. সার্ক গঠনে কোন দেশের অবদান সবচেয়ে বেশি? (অনুধাবন)
[ক] ভারত
[খ] নেপাল
[গ] পাকিস্তান
✅ বাংলাদেশ
৭৭. সার্কের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য কোন দেশ সব ধরনের সহযোগতিা করে যাচ্ছে? (জ্ঞান)
[ক] ভারত
[খ] মালদ্বীপ
[গ] পাকিস্তান
✅ বাংলাদেশ
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৮. ‘১৯৮৫ সালের ৮ ডিসেম্বর’ দিনটি উল্লেখযোগ্য হওয়ার কারণ- (অনুধাবন)
i. ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে ‘সার্কের’ জন্ম হয়
ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসির লাহোর সম্মেলনে যোগদান করেন
iii. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. সার্ক একটি- (অনুধাবন)
i. দক্ষিণ এশিয়ার সংস্থা
ii. আঞ্চলিক সংস্থা
iii. আন্তর্জাতিক সংস্থা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. সার্কের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্র- (অনুধাবন)
i. অত্যন্ত নিবিড়
ii. ভিত্তিভূমি
iii. কেবল সদস্য হিসেবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮১. সার্ক গঠনের উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার- (অনুধাবন)
i. জনজীবনের মানোন্নয়ন
ii. আস্থা ও সমঝোতা বৃদ্ধি
iii. যৌথ কার্যক্রমের সূচনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮২. সার্কের সদস্যরাষ্ট্রগুলো হলো- (অনুধাবন)
i. ভুটান, ভারত
ii. নেপাল, মালদ্বীপ
iii. চীন, আফগানিস্তান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৩. সার্কের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. আঞ্চলিক সংস্থা
ii. দক্ষিণ এশীয় সংস্থা
iii. সহযোগিতামূলক সংস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৪. সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোর স্তরগুলো হলো- (অনুধাবন)
i. সার্ক সচিবালয়
ii. পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
iii. রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৫. সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে যেসব কমিটি রয়েছে- (অনুধাবন)
i. স্ট্যান্ডিং কমিটি
ii. রিজিওনাল কমিটি
iii. টেকনিক্যাল কমিটি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. সার্কের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. জীবনযাত্রার মানোন্নয়ন
ii. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
iii. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৭. সার্কের উদ্যোক্তা দেশ হিসেবে বাংলাদেশ যেসব কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. সন্ত্রাস দমন
ii. মানবপাচার রোধ
iii. যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি দেখে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
৮৮. চিত্রে কোন সহযোগিতামূলক সংস্থার সদর দপ্তর দেখা যাচ্ছে? (প্রয়োগ)
✅ সার্ক
[খ] জাতিসংঘ
[গ] ওআইসি
[ঘ] কমনওয়েলথ
৮৯. উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এর উদ্যোক্তা বাংলাদেশ
ii. বর্তমানে সদস্য দেশ ৮টি
iii. এর সচিবালয় নেপালে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ জাতিসংঘ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৩
🍭 প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল- ১৯১৪ সালে।
🍭 দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল- ১৯৩৯ সালে।
🍭 যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
🍭 জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা- ১৯৩টি।
🍭 জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
🍭 জাতিসংঘের মোট শাখা আছে- ছয়টি।
🍭 জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র- সাধারণ পরিষদের সদস্য।
🍭 জাতিসংঘ বিশ্বের অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়- অছি পরিষদের মাধ্যমে।
🍭 আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর অবস্থিত- নেদারল্যান্ডের দি হেগ শহরে।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯০. কত বছরের ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে? (জ্ঞান)
[ক] ২২
✅ ২৫
[গ] ২৬
[ঘ] ৩০
৯১. কোনটি প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল? (জ্ঞান)
ক ১৯১৩-১৯১৫ সাল পর্যন্ত
✅ ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
[গ] ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
[ঘ] ১৯১৬-১৯৪৬ সাল পর্যন্ত
৯২. কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল? (জ্ঞান)
ক ১৯৩৮-১৯৪১ সাল পর্যন্ত
✅ ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
[গ] ১৯৪০-১৯৪৫ সাল পর্যন্ত
[ঘ] ১৯৪১-১৯৪২ সাল পর্যন্ত
৯৩. জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
ক বিশ্বকে স্বাধীনতা দেওয়া
[খ] বিশ্বের মানুষকে শিক্ষিত করা
✅ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা
[ঘ] বিশ্বকে দারিদ্র্যমুক্ত করা
৯৪. জাতিপুঞ্জ কখন গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯১৯ সালে
✅ ১৯২০ সালে
[গ] ১৯২১ সালে
[ঘ] ১৯২২ সালে
৯৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? (জ্ঞান)
✅ ১৯৩৯
[খ] ১৯৪০
[গ] ১৯৪১
[ঘ] ১৯৪২
৯৬. ‘জাতিপুঞ্জ’-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)
[ক] লিগ অব অর্গানাইজেশন
✅ লিগ অব নেশনস
[গ] লিগ অব জাসটিস
[ঘ] ন্যাশনাল অর্গানাইজেশন
৯৭. কোন যুদ্ধে জাপানে আণবিক বোমা নিক্ষেপ করা হয়? (জ্ঞান)
ক প্রথম বিশ্বযুদ্ধ
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
[গ] রুশ জাপান যুদ্ধ
[ঘ] চীন-জাপান যুদ্ধ
৯৮. “হিরোশিমা ও নাগাসাকি” শহর দুটি কোন দেশে অবস্থিত? (অনুধাবন)
[ক] রাশিয়া
[খ] যুক্তরাষ্ট্র
[গ] যুক্তরাজ্য
✅ জাপান
৯৯. কত সালে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়? (জ্ঞান)
[ক] ১৯৩৯
[খ] ১৯৪০
✅ ১৯৪১
[ঘ] ১৯৪২
১০০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? (জ্ঞান)
✅ উইনস্টন চার্চিল
[খ] ন্যাভেলী চেম্বারলেন
[গ] ডেভিড লয়েড জর্জ
[ঘ] রবার্ট ওয়ালপল
১০১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় প্রেসিডেন্ট কে ছিলেন? (জ্ঞান)
ক ক্যালভিন কোলিজ
[খ] হার্বাট ক্লার্ক হোভার
✅ রুজভেল্ট
[ঘ] হ্যারি এস ট্রুম্যান
১০২. কত সালে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৪২
[খ] ১৯৪৩
✅ ১৯৪৫
[ঘ] ১৯৪৬
১০৩. জাতিসংঘের জন্ম হয় কখন? (জ্ঞান)
ক ১৯৩৯ সালের ২৪ অক্টোবর
[খ] ১৯৪১ সালের ২৪ অক্টোবর
[গ] ১৯৪৩ সালের ২৪ অক্টোবর
✅ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
১০৪. যুক্তরাষ্ট্রের কোন শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে? (জ্ঞান)
[ক] ক্যালিফোর্নিয়া
✅ সানফ্রান্সিসকো
[গ] হাওয়াই
[ঘ] লুইসয়ানা
১০৫. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কোন সংস্থাটি কার্যকর ভূমিকা পালন করছে? (উচ্চতর দক্ষতা)
ক ওআইসি
✅ জাতিসংঘ
[গ] কমনওয়েলথ
[ঘ] সার্ক
১০৬. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল? (জ্ঞান)
✅ ৫০
[খ] ৫১
[গ] ৫২
[ঘ] ৫৩
১০৭. ‘ক’ একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা শুরুতে যার সদস্য সংখ্যা ছিল ৫০। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। সংস্থাটির নাম কী? (প্রয়োগ)
✅ জাতিসংঘ
[খ] আসিয়ান
[গ] কমনওয়েলথ
[ঘ] ওআইসি
১০৮. বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য? (জ্ঞান)
[ক] ১৫৮
✅ ১৯৩
[গ] ১৯৪
[ঘ] ১৯৯
১০৯. জাতিসংঘের সদরদপ্তর কোন দেশে অবস্থিত? (জ্ঞান)
[ক] ব্রিটেনে
✅ যুক্তরাষ্ট্রে
[গ] ফ্রান্সে
[ঘ] রাশিয়ায়
১১০. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? (জ্ঞান)
[ক] ঢাকায়
[খ] ওয়াশিংটনে
[গ] ম্যানিলায়
✅ নিউইয়র্কে
১১১. জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন? (জ্ঞান)
[ক] ডেনমার্ক
[খ] আমেরিকা
[গ] ইংল্যান্ড
✅ নরওয়ে
১১২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? (জ্ঞান)
ক উথান্ট
[খ] দ্যাগ হ্যামারসোল্ড
[গ] কুর্ট ওয়ার্ল্ড হেইম
✅ ট্রিগভেলি
১১৩. বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কী? (জ্ঞান)
[ক] বুট্টোস ঘালি
✅ বান কি মুন
[গ] হামিদ আল ওয়ালিদ
[ঘ] কফি আনান
১১৪. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী? (জ্ঞান)
ক উত্তর কোরিয়া
✅ দক্ষিণ কোরিয়া
[গ] ঘানা
[ঘ] মিশর
১১৫. জাতিসংঘের পতাকাটি কোন রঙের? (অনুধাবন)
[ক] লাল
✅ নীল
[গ] সবুজ
[ঘ] হলুদ
১১৬. জাতিসংঘের উদ্দেশ্য কয়টি? (অনুধাবন)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১১৭. জাতিসংঘের শাখা কয়টি? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
১১৮. কোনটি জাতিসংঘের আইনসভা স্বরূপ? (অনুধাবন)
ক নিরাপত্তা পরিষদ
✅ সাধারণ পরিষদ
[গ] অছি পরিষদ
[ঘ] অর্থনৈতিক পরিষদ
১১৯. বিশ্বশান্তি ও সহযোগিতাসংক্রান্ত যাবতীয় কাজ জাতিসংঘের কোন শাখার মাধ্যমে সম্পাদিত হয়? (অনুধাবন)
✅ সাধারণ পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
[গ] জাতিসংঘ সচিবালয়
[ঘ] অছি পরিষদ
১২০. জাতিসংঘের সকল সদস্যরাষ্ট্রের প্রতিনিধি নিয়ে কোন পরিষদ গঠিত? (জ্ঞান)
[ক] নিরাপত্তা পরিষদ
[খ] অছি পরিষদ
[গ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
✅ সাধারণ পরিষদ
১২১. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র কোনটির সদস্য? (জ্ঞান)
[ক] নিরাপত্তা পরিষদ
[খ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
[গ] অছি পরিষদ
✅ সাধারণ পরিষদ
১২২. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
১২৩. সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্র কয়টি ভোটদানের অধিকার রাখে? (অনুধাবন)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
১২৪. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? (অনুধাবন)
ক যুদ্ধ বন্ধ করা
✅ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
[গ] আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
[ঘ] খাদ্য সমস্যার সমাধান করা
১২৫. জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিয়োগ করার দায়িত্ব কার ওপর? (অনুধাবন)
[ক] নিরাপত্তা পরিষদ
[খ] অছি পরিষদ
[গ] আন্তর্জাতিক আদালত
✅ সাধারণ পরিষদ
১২৬. জাতিসংঘের সাধারণ পরিষদের মূল কাজ কোনটি? (অনুধাবন)
✅ সদস্য রাষ্ট্রের বার্ষিক চাঁদার হার নির্ধারণ
[খ] বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষাকরণ
[গ] জনসাধারণের উন্নয়নের জন্য প্রশ্নমালা প্রণয়ন
[ঘ] সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার করা
১২৭. জাতিসংঘে সাধারণ পরিষদের কাজ কোনটি? (অনুধাবন)
ক বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা
[খ] বেকার সমস্যার সমাধান
✅ বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন
[ঘ] চিকিৎসা ও পুনর্বাসন
১২৮. আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচন কোন প্রতিষ্ঠানের কাজ? (জ্ঞান)
[ক] নিরাপত্তা পরিষদের
✅ সাধারণ পরিষদের
[গ] অর্থনৈতিক পরিষদের
[ঘ] সামাজিক পরিষদের
১২৯. জাতিসংঘের কোন শাখাটি নির্বাচনসংক্রান্ত কাজ পরিচালনা করে? (জ্ঞান)
✅ সাধারণ পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
[গ] অছি পরিষদ
[ঘ] আন্তর্জাতিক আদালত
১৩০. জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা কোনটি? (অনুধাবন)
ক অছি পরিষদ
[খ] আন্তর্জাতিক আদালত
[গ] সাধারণ পরিষদ
✅ নিরাপত্তা পরিষদ
১৩১. কোনটি জাতিসংঘের শাসন বিভাগস্বরূপ? (জ্ঞান)
[ক] সাধারণ পরিষদ
✅ নিরাপত্তা পরিষদ
[গ] অছি পরিষদ
[ঘ] সেক্রেটারিয়েট
১৩২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট কতটি সদস্য নিয়ে গঠিত? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১২
✅ ১৫
[ঘ] ১৮
১৩৩. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭
১৩৪. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৭
[গ] ৯
✅ ১০
১৩৫. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্ধারিত হয়? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] পাঁচ
১৩৬. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কোনটির ওপর ন্যস্ত? (জ্ঞান)
[ক] সাধারণ পরিষদের
✅ নিরাপত্তা পরিষদের
[গ] আন্তর্জাতিক আদালতের
[ঘ] অছি পরিষদের
১৩৭. জাতিসংঘের কোন বিভাগ আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করে? (অনুধাবন)
ক অছি পরিষদ
[খ] সাধারণ পরিষদ
✅ নিরাপত্তা পরিষদ
[ঘ] আন্তর্জাতিক আদালত
১৩৮. আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ জাতিসংঘের কোন শাখাটি করে থাকে? (জ্ঞান)
ক সাধারণ পরিষদ
[খ] অছি পরিষদ
✅ নিরাপত্তা পরিষদ
[ঘ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
১৩৯. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৪৪
[খ] ৫২
✅ ৫৪
[ঘ] ৫৮
১৪০. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে কমপক্ষে কত বার অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
১৪১. কোনটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ? (জ্ঞান)
ক বিচারসংক্রান্ত কাজ
[খ] কর আদায়সংক্রান্ত কাজ
✅ চিকিৎসা ও পুনর্বাসনসংক্রান্ত কাজ
[ঘ] বাজেটসংক্রান্ত কাজ
১৪২. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল রাষ্ট্রের মৌলিক মানবিক অধিকার রক্ষার দায়িত্ব জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের? (জ্ঞান)
✅ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
[খ] অছি পরিষদ
[ঘ] সাধারণ পরিষদ
১৪৩. বিশ্বের যে জনপদগুলোর পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই। এসব এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের? (অনুধাবন)
[ক] সাধারণ পরিষদের
[খ] নিরাপত্তা পরিষদের
✅ অছি পরিষদের
[ঘ] অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
১৪৪. জাতিসংঘের কোন পরিষদের সদস্য সংখ্যা অনির্দিষ্ট? (জ্ঞান)
ক সাধারণ পরিষদ
✅ অছি পরিষদ
[গ] নিরাপত্তা পরিষদ
[ঘ] সেক্রেটারিয়েট
১৪৫. অছি পরিষদের মূল কাজ কোনটি? (অনুধাবন)
[ক] অছি এলাকার জনসাধারণের শিক্ষা ও স্বাধীনতা বৃদ্ধি করা
✅ অছি এলাকার উন্নয়ন ও তত্ত্বাবধান করা
[গ] অছি এলাকার রিপোর্ট তৈরি করা
[ঘ] অছি এলাকার জনগণের উন্নয়নের জন্য প্রশ্নমালা তৈরি করা
১৪৬. কোনো অঞ্চলের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য জাতিসংঘের কোন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (অনুধাবন)
ক নিরাপত্তা পরিষদ
[খ] সাধারণ পরিষদ
[গ] আন্তর্জাতিক আদালত
✅ অছি পরিষদ
১৪৭. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানকে তুমি উপযুক্ত মনে করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ইউরোপীয় ইউনিয়ন
[খ] আফ্রিকান ইউনিয়ন
✅ আন্তর্জাতিক আদালত
[ঘ] জোট নিরপেক্ষ আন্দোলন
১৪৮. আন্তর্জাতিক আদালত গঠনের উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
✅ আন্তর্জাতিক বিবাদ মীমাংসা
[খ] জাতীয় বিবাদ মীমাংসা
[গ] সদস্য রাষ্ট্রের সম্প্রীতি রক্ষা
[ঘ] সদস্য রাষ্ট্রের বিবাদ মীমাংসা
১৪৯. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ নেদারল্যান্ডে
[খ] বেলজিয়ামে
[গ] ফ্রান্সে
[ঘ] জার্মানিতে
১৫০. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ দি হেগ শহরে
[খ] নিউইয়র্কে
[গ] ওয়াশিংটনে
[ঘ] লন্ডনে
১৫১. আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত? (জ্ঞান)
[ক] ১৪
✅ ১৫
[গ] ১৭
[ঘ] ২০
১৫২. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদ কত বছর? (জ্ঞান)
[ক] ৫
✅ ৯
[গ] ১০
[ঘ] ২০
১৫৩. আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা কোন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য? (অনুধাবন)
✅ জাতিসংঘ
[খ] সাপটা
[গ] কমনওয়েলথ
[ঘ] সাফটা
১৫৪. জাতিসংঘকে অধিক কার্যকর করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? (উচ্চতর দক্ষতা)
✅ নিরপেক্ষ অবস্থান নিশ্চিতকরণ
[খ] বেশি চাঁদা প্রদানকারী দেশের প্রতি সহানুভূতি প্রদর্শন
[গ] প্রশাসনিক সংস্কার সাধন
[ঘ] মহাসচিবের ক্ষমতা হ্রাসকরণ
১৫৫. গঙ্গার পানি বণ্টন বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশ কোথায় মামলা দাখিল করতে পারবে? (প্রয়োগ)
[ক] হাইকোর্টে
✅ আন্তর্জাতিক আদালতে
[গ] সুপ্রিমকোর্টে
[ঘ] ভারতের আদালতে
১৫৬. সেক্রেটারিয়েট জাতিসংঘের কোন ধরনের বিভাগ? (জ্ঞান)
[ক] আইনানুগ
✅ প্রশাসনিক
[গ] নিরাপত্তা বিধান
[ঘ] আশ্রয়দান
১৫৭. জাতিসংঘের প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি কী? (জ্ঞান)
[ক] সচিব
[খ] উপমহাসচিব
✅ মহাসচিব
[ঘ] সভাপতি
১৫৮. জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন? (অনুধাবন)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
১৫৯. কোন শাখাটি ব্যতীত জাতিসংঘ সচিবালয়ের মহাসচিব জাতিসংঘের সকল শাখায় লোক নিয়োগ করতে পারে? (অনুধাবন)
[ক] নিরাপত্তা পরিষদ
✅ আন্তর্জাতিক আদালত
[গ] অছি পরিষদ
[ঘ] সাধারণ পরিষদ
১৬০. জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন বসতে পারে কোন পরিষদের অনুরোধে? (জ্ঞান)
[ক] আন্তর্জাতিক আদালতের
[খ] অছি পরিষদের
✅ নিরাপত্তা পরিষদের
[ঘ] জাতিসংঘ সচিবালয়ের
১৬১. জাতিসংঘের অন্যতম সাফল্য কোনটি? (অনুধাবন)
[ক] পৃথিবীকে সংঘাতমুক্ত করতে পেরেছে
[খ] পৃথিবীকে দারিদ্র্যমুক্ত করতে পেরেছে
✅ পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে
[ঘ] মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করেছে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
১৬২. পৃথিবী নামক গ্রহে বিশ্বযুদ্ধ হয়- (অনুধাবন)
i. ১৯১৪ সালে
ii. ১৯৩৯ সালে
iii. ১৯৭০ সালে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. জাতিসংঘের ক্ষেত্রে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩
ii. শুরুতে সদস্য সংখ্যা ছিল ৫০
iii. প্রথম মহাসচিব নরওয়ের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৪. জাতিসংঘের- (অনুধাবন)
i. বর্তমান মহাসচিব বান কি মুন
ii. প্রথম মহাসচিব নরওয়ের
iii. পতাকা হালকা নীল রঙের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৫. জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ- (অনুধাবন)
i. মহাসচিব নিয়োগ
ii. নতুন সদস্য গ্রহণ
iii. বাজেট পাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৬. নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র হলো- (অনুধাবন)
i. রাশিয়া
ii. ফ্রান্স
iii. চীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৭. নিরাপত্তা পরিষদের কাজ- (অনুধাবন)
i. অর্থনৈতিক অবরোধ আরোপ করা
ii. কূটনৈতিক অবরোধ আরোপ করা
iii. শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৮. যুদ্ধ মানে হলো- (অনুধাবন)
i. দুর্যোগ
ii. অশান্তি
iii. ধ্বংসলীলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৯. জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের লক্ষ্য হলো- (অনুধাবন)
i. আইনসংক্রান্ত ব্যাখ্যা ও পরামর্শ প্রদান
ii. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণ
iii. আন্তর্জাতিক বিবাদ ও বিরোধ মীমাংসা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭০. অছি পরিষদ গঠিত হয়- (অনুধাবন)
i. জাতিসংঘের সদস্য রাষ্ট্র নিয়ে
ii. নির্বাচিত সদস্য রাষ্ট্র নিয়ে
iii. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী- (উচ্চতর দক্ষতা)
i. শংকিত ও হতবাক হয়ে ওঠে
ii. শান্তি প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে ওঠে
iii. জাতিসংঘ প্রতিষ্ঠা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭২. জাতিসংঘ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- (অনুধাবন)
i. আমেরিকার প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট
ii. ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল
iii. রাশিয়ার প্রেসিডেন্ট যোসেফ স্ট্যালিন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৩. জাতিসংঘের পতাকার ক্ষেত্রে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. এটি হালকা গোলাপি রঙের
ii. এটির মাঝখানে সাদার ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র রয়েছে
iii. এর দু’পাশ দুটি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৪. জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা হচ্ছে- (অনুধাবন)
i. ইউনিসেফ
ii. ইউনেস্কো
iii. বিশ্ব মানবাধিকার কমিশন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৫. জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা হচ্ছে- (অনুধাবন)
i. ইউনিসেফ
ii. অছি পরিষদ
iii. বিশ্ব খাদ্য সংস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৬. জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ দিক হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা
ii. সকল সদস্যই এ পরিষদের সদস্য
iii. প্রতিটি সদস্য রাষ্ট্র একটি করে ভোট দিতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৭. জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (অনুধাবন)
i. মহাসচিব নিয়োগ
ii. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা
iii. নতুন সদস্য গ্রহণ ও বাজেট পাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র হলো- (অনুধাবন)
i. রাশিয়া
ii. চীন
iii. যুক্তরাজ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো- (অনুধাবন)
i. মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ii. ফ্রান্স ও রাশিয়া
iii. জাপান ও ভারত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮০. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- (অনুধাবন)
i. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন
ii. বেকার সমস্যার সমাধান করা
iii. মৌলিক মানবাধিকার কার্যকর করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮১. অছি পরিষদ যেসব সদস্যদের নিয়ে গঠিত- (অনুধাবন)
i. জাতিসংঘের সদস্য রাষ্ট্র
ii. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য
iii. নিরাপত্তা পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮২. আন্তর্জাতিক আদালত কাজ সম্পাদন করে থাকে- (অনুধাবন)
i. বিশ্বশান্তি সংরক্ষণে
ii. আইনের ব্যাখ্যা প্রদানে
iii. জাতিসংঘের মহাসচিব নিয়োগে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
i. সাধারণ পরিষদ
ii. নিরাপত্তা পরিষদ
iii. অছি পরিষদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৪. জাতিসংঘ সচিবালয় গঠিত হয়- (অনুধাবন)
i. জাতিসংঘের মহাসচিবকে নিয়ে
ii. কয়েকজন উপসচিবকে নিয়ে
iii. অধস্তন সচিবকে নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮৫. জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তার কাজ হলো- (উচ্চতর দক্ষতা)
i. জাতিসংঘের মহাসচিব নিয়োগ
ii. সকল শাখার অধিবেশন অনুষ্ঠানের ব্যবস্থা করা
iii. সাধারণ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কার্যকর করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৬ ও ১৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। দেশেরসীমা নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ মীমাংসায় সম্প্রতি বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়েছিল।
১৮৬. বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধান করতে পারে?
[ক] সাধারণ পরিষদ
[খ] নিরাপত্তা পরিষদ
✅ আন্তর্জাতিক আদালত
[ঘ] অছি পরিষদ
১৮৭. উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. বিশ্বশান্তি রক্ষায় সহায়ক
ii. আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে
iii. আইনের ব্যাখ্যা দান করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের ছকটি দেখে ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৮৮. ‘?’ চিহ্নিত স্থানে হবে? (প্রয়োগ)
[ক] ওআইসি
[খ] কমনওয়েলথ
✅ জাতিসংঘ
[ঘ] সার্ক
১৮৯. উক্ত সংস্থার সাধারণ পরিষদের বিশেষ দিক হলো- (অনুধাবন)
i. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা
ii. সকল সদস্যই এ পরিষদের সদস্য
iii. প্রতিটি সদস্যরাষ্ট্র একটি করে ভোট দিতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও :
গত বছর সাম্প্রদায়িক দাঙ্গায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি খুবই খারাপ হয়। এ অবস্থায় শান্তি ফিরিয়ে আনার জন্য এলাকার দু গ্রুপের মধ্যে সমঝোতার মাধ্যমে শান্তি চুক্তি স্থাপন করা হয়। এ সময় এলাকার সমস্যা নিরসনের জন্য একটি সংগঠন গঠন করা হয়। এর নাম দেওয়া হয় শান্তি সংঘ। সংঘটি এরই মধ্যে এলাকায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
১৯০. উদ্দীপকের শান্তি সংঘের সাথে নিচের কোনটির মিল রয়েছে? (প্রয়োগ)
✅ জাতিসংঘ
[খ] লীগ অব নেশনস
[গ] ওআইসি
[ঘ] সার্ক
১৯১. উক্ত সংগঠনটির প্রতিষ্ঠার মূল্য উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. শান্তি প্রতিষ্ঠা
ii. দাঙ্গা নিরসন
iii. মানবাধিকার প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৮
🍭 বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে।
🍭 স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের পুনর্গঠনেও সাহায্য-সহযোগিতা করেছিলেন- জাতিসংঘ।
🍭 বাংলাদেশ এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে- দুইবার।
🍭 জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অন্যতম সদস্য দেশ- বাংলাদেশ।
🍭 বাংলাদেশ সর্বপ্রথম শান্তিরক্ষী বাহিনীতে সেনাসদস্য প্রেরণ করে- ১৯৮৮ সালে।
🍭 বাংলাদেশ এ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষাকারী মিশনে অংশগ্রহণ করেছে- ২৫টি দেশে।
🍭 জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনাসদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে- বাংলাদেশ।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯২. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে? (জ্ঞান)
[ক] ১৯৭২
[খ] ১৯৭৩
✅ ১৯৭৪
[ঘ] ১৯৭৫
১৯৩. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের ভূমিকা কী ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] বাংলাদেশকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল
[খ] মুক্তিযুদ্ধে যোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিল
✅ বাংলাদেশি শরণার্থীদের মানবিক সহায়তা করেছিল
[ঘ] বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করেছিল
১৯৪. বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৯৫. কত সালে মিয়ানমার হতে লাখ লাখ শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে? (জ্ঞান)
[ক] ১৯৮৯
[খ] ১৯৯০
✅ ১৯৯১
[ঘ] ১৯৯২
১৯৬. দীর্ঘদিন ধরে মায়ানমারের সাথে বাংলাদেশের কোন বিষয়টি নিয়ে বিরোধ চলে আসছিল? (অনুধাবন)
[ক] স্থলসীমা নিয়ে
✅ সমুদ্রসীমা নিয়ে
[গ] নদীসীমা নিয়ে
[ঘ] আকাশসীমা নিয়ে
১৯৭. মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ সৃষ্টি হলে বাংলাদেশ জাতিসংঘের কোন শাখার আশ্রয় নেয়? (জ্ঞান)
[ক] নিরাপত্তা পরিষদ
[খ] অছি পরিষদ
[গ] সাধারণ পরিষদ
✅ আন্তর্জাতিক আদালত
১৯৮. কত সালে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধের বিষয়টি নিষ্পত্তি হয়? (জ্ঞান)
[ক] ২০০৭
[খ] ২০০৯
[গ] ২০১০
✅ ২০১২
১৯৯. কত সালে বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনাসদস্য প্রেরণ করে? (জ্ঞান)
[ক] ১৯৮৫
[খ] ১৯৮৬
[গ] ১৯৮৭
✅ ১৯৮৮
২০০. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অমীমাংসিত সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে কী হয়? (অনুধাবন)
[ক] সমুদ্র সীমার ওপর মিয়ানমারের অধিকার প্রতিষ্ঠিত হয়
[খ] সমুদ্র সীমার ওপর আন্তর্জাতিক আদালতের অধিকার প্রতিষ্ঠিত হয়
✅ সমুদ্র সীমার ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়
[ঘ] নদী সীমার ওপর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়
২০১. সর্বপ্রথম কোন দেশটিতে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কাজে অংশ নেয়? (জ্ঞান)
[ক] কুয়েত
✅ নামিবিয়া
[গ] সৌদি আরব
[ঘ] কঙ্গো
২০২. ইরান-ইরাক যুদ্ধের সময় বাংলাদেশের সেনাসদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে কোথায় শান্তি মিশনে অংশ নেয়? (অনুধাবন)
✅ কুয়েত ও সৌদিতে
[খ] ইরান ও ইরাকে
[গ] পাকিস্তানে
[ঘ] মিশরে
২০৩. ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ কতটি দেশে শান্তি রক্ষাকারী মিশনে অংশগ্রহণ করেছে? (জ্ঞান)
[ক] ২৪
✅ ২৫
[গ] ২৬
[ঘ] ২৮
২০৪. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে প্রায় কত হাজার সেনাসদস্য পাঠিয়েছে? (জ্ঞান)
[ক] ১০
✅ ১১
[গ] ১২
[ঘ] ১৩
২০৫. বর্তমানে বাংলাদেশের সেনাসদস্যরা বিশ্বের কতটি দেশে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত আছেন? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১১
✅ ১২
[ঘ] ১৩
২০৬. কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সেনাবাহিনীর অনেক অফিসার জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কী হিসেবে নিয়োগ পেয়ে থাকেন? (অনুধাবন)
[ক] মেজর
✅ কমান্ডার
[গ] ক্যাপ্টেন
[ঘ] ক্যাডেট
২০৭. বাংলাদেশি শান্তিরক্ষীদের ‘The Cream of UN peace keepers’ বলে আখ্যায়িত করেছে কোন সংবাদ সংস্থা? (জ্ঞান)
[ক] রয়টার
[খ] বাসস
[গ] আল-জাজিরা
✅ বিবিসি
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০৮. জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক- (অনুধাবন)
i. গভীর
ii. হৃদ্যতাপূর্ণ
iii. আস্থাশীল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৯. শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ- (অনুধাবন)
i. সেনাবাহিনী পাঠিয়েছে
ii. সক্রিয় ভূমিকা রাখছে
iii. আনসার পাঠিয়েছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১০. বাংলাদেশ জাতিসংঘের একান্ত সহচর ও একনিষ্ঠ সহকর্মী- (অনুধাবন)
i. বিশ্বশান্তি রক্ষার ক্ষেত্রে
ii. যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে
iii. সহযোগিতার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১১. জাতিসংঘে উন্নয়ন সংস্থাগুলো অকৃত্রিম বন্ধুর মতো কাজ করে যাচ্ছে বাংলাদেশের- (অনুধাবন)
i. সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে
ii. অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে
iii. ধর্মীয় ও সামরিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১২. বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ বাংলাদেশ- (উচ্চতর দক্ষতা)
i. জাতিসংঘ সেনাবাহিনীতে সেনা পাঠিয়ে বিশ্বশান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে
ii. জাতিসংঘের গৃহীত সিদ্ধান্তের প্রতি আস্থাশীল
iii. জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অস্ত্র দিয়ে সহায়তা করছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৩. জাতিসংঘ বাংলাদেশকে সাহায্য করেছিল- (উচ্চতর দক্ষতা)
i. যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে
ii. ১৯৯১ সালে রোহিঙ্গা সমস্যা সমাধানে
iii. ২০১২ সালে মায়ানমারের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৪ ও ২১৫ নং প্রশ্নের উত্তর দাও :
রফিক বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। তিনি গত সপ্তাহে জাতিসংঘের একটি বিশেষ কাজে অংশ নিতে সিয়েরালিওন যান। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত গৌরবের।
২১৪. রফিক জাতিসংঘের কোন বিশেষ কাজে অংশ নিতে সিয়েরালিওনে যান? (প্রয়োগ)
[ক] নির্বাচনে সহায়তা করতে
✅ শান্তিরক্ষার কাজে
[গ] দুর্যোগ মোকাবিলাতে
[ঘ] তথ্য সহায়তা দিতে
২১৫. রফিকের মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহণ ভূমিকা রাখছে- (উচ্চতর দক্ষতা)
i. বিশ্বশান্তি রক্ষায়
ii. দেশের সমৃদ্ধি আনয়নে
iii. দেশের মর্যাদা বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
⚛ কমনওয়েলথ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩০
🍭 এক সময় সারা বিশ্বে বিস্তৃত ছিল- ব্রিটিশ সাম্রাজ্য।
🍭 কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে।
🍭 কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা- ৫৩।
🍭 কমনওয়েলথের প্রধান- ব্রিটেনের রাজা বা রানি।
🍭 কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত- লন্ডনে।
🍭 বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে- ১৯৭২ সালের ২৮ এপ্রিল।
🍭 বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন হলো- কমনওয়েলথ।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১৬. সারাবিশ্বে কোন সাম্রাজ্য বিস্তৃত ছিল? (প্রয়োগ)
✅ ব্রিটিশ
[খ] চীনা
[গ] তামিল
[ঘ] পর্তুগিজ
২১৭. ভারতীয় উপমহাদেশ একসময় কার উপনিবেশ ছিল? (অনুধাবন)
✅ ব্রিটিশ সাম্রাজ্যের
[খ] রোমান সাম্রাজ্যের
[গ] রুশ সাম্রাজ্যের
[ঘ] গ্রিক সাম্রাজ্যের
২১৮. কীভাবে ব্রিটিশরা সমগ্র রাজ্যে রাজত্ব করেছে? (অনুধাবন)
✅ প্রতাপের মাধ্যমে
[খ] দখলের মাধ্যমে
[গ] যোগ্যতার মাধ্যমে
[ঘ] যুদ্ধের মাধ্যমে
২১৯. ব্রিটিশ উপনিবেশগুলো একের পর এক স্বাধীন হতে শুরু করে। এ প্রেক্ষিতে গড়ে ওঠা স্বাধীন রাষ্ট্রসমূহের স্বেচ্ছাধীন সংস্থাটির নাম কী? (প্রয়োগ)
[ক] ওআইসি
✅ কমনওয়েলথ
[গ] জাতিসংঘ
[ঘ] ইউরোপীয় ইউনিয়ন
২২০. কমনওয়েলথ কোন ধরনের সংস্থা? (অনুধাবন)
[ক] স্থানীয় সংস্থা
✅ আন্তর্জাতিক সংস্থা
[গ] আঞ্চলিক সংস্থা
[ঘ] জাতিসংঘের অঙ্গ সংগঠন
২২১. ব্রিটেন ও এর শাসনমুক্ত অঞ্চলগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন ধরে রাখার উদ্দেশ্যে কোনটি গঠিত হয়? (জ্ঞান)
[ক] সার্ক
[খ] ওআইসি
[গ] জাতিসংঘ
✅ কমনওয়েলথ
২২২. কমনওয়েলথ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কোন দেশ? (জ্ঞান)
✅ যুক্তরাজ্য
[খ] যুক্তরাষ্ট্র
[গ] জাপান
[ঘ] রাশিয়া
২২৩. কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
✅ ৫৩
[খ] ৫৪
[গ] ৫৫
[ঘ] ৫৬
২২৪. কত সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১৯৪৯
[খ] ১৯৫০
[গ] ১৯৬০
[ঘ] ১৯৬৪
২২৫. কমনওয়েলথের পূর্বনাম কী ছিল? (জ্ঞান)
[ক] ব্রিটিশ কমনওয়েলথ
✅ ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস
[গ] ব্রিটশ কমনওয়েলথ অব ওয়ার্ল্ড
[ঘ] কমনওয়েলথ অব নেশনস
২২৬. কমনওয়েলথের প্রধান কে? (জ্ঞান)
[ক] ব্রিটেনের সেনা প্রধান
✅ ব্রিটেনের রাজা বা রানি
[গ] সদস্যভুক্ত যেকোনো দেশের প্রধান
[ঘ] ব্রিটেনের রাজা বা রানির মনোনীত ব্যক্তি
২২৭. কমনওয়েলথের সচিবালয়ের প্রধানকে কী বলা হয়? (জ্ঞান)
✅ মহাসচিব
[খ] কমিশনার
[গ] চেয়ারম্যান
[ঘ] পরিচালক
২২৮. কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? (জ্ঞান)
✅ লন্ডনে
[খ] থিম্পুতে
[গ] ঢাকায়
[ঘ] বেইজিং-এ
২২৯. কমনওয়েলথ সদস্যভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের কত বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] এক বছর
✅ দুই বছর
[গ] তিন বচর
[ঘ] চার বছর
২৩০. কমনওয়েলথ-এর প্রধান উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সদস্য দেশগুলোর উন্নয়ন
[খ] সদস্য দেশগুলোর সাথে ব্যবসায়-বাণিজ্য
[গ] সদস্য দেশগুলোর রাজনীতির নিয়ন্ত্রণ
✅ ব্রিটেন ও এর স্বাধীন উপনিবেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা
২৩১. বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে? (জ্ঞান)
[ক] ১৯৭১
✅ ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪
২৩২. কত সালের কত তারিখে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? (জ্ঞান)
✅ ১৯৭২ সালের ২৮ এপ্রিল
[খ] ১৯৭৩ সালের ২৮ এপ্রিল
[গ] ১৯৭২ সালের ২৯ এপ্রিল
[ঘ] ১৯৭৩ সালের ৩০ এপ্রিল
২৩৩. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পক্ষে বহির্বিশ্বে প্রচারকার্য পরিচালনার প্রধান কেন্দ্র ছিল কোন দেশ? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্র
✅ যুক্তরাজ্য
[গ] বারত
[ঘ] চীন
২৩৪. মুক্তিযুদ্ধের সময় কোন দেশে বাংলাদেশের জন্য সাহায্য তহবিল গঠন করা হয়েছিল? (অনুধাবন)
[ক] যুক্তরাষ্ট্রে
[খ] ভারতে
[গ] জাপানে
✅ ব্রিটেনে
২৩৫. কমনওয়েলথভুক্ত কোন দেশটি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এক কোটি লোককে আশ্রয় দিয়েছিল? (জ্ঞান)
✅ ভারত
[খ] পাকিস্তান
[গ] ব্রিটেন
[ঘ] মিয়ানমার
২৩৬. ১৯৭২ সালে বাংলাদেশকে কমনওয়েলথের সদস্য করায় কোন সদস্যরাষ্ট্র তার সদস্যপদ প্রত্যাহার করেছিল? (জ্ঞান)
✅ পাকিস্তান
[খ] ভারত
[গ] নেপাল
[ঘ] চীন
২৩৭. কমনওয়েলথের সদস্য হিসেবে বাংলাদেশ কোন সংস্থার সদস্য? (অনুধাবন)
✅ কলম্বো পরিকল্পনা
[খ] অ্যাপেক
[গ] আনজুস
[ঘ] কিয়োটো প্রটোকল
২৩৮. প্রতি বছর বহুসংখ্যক ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় বৃত্তি পায় কোন প্রতিষ্ঠান থেকে? (জ্ঞান)
[ক] ইউরোপীয় ইউনিয়ন
✅ কমনওয়েলথ
[গ] জাতিসংঘ
[ঘ] আসিয়ান
২৩৯. কমনওয়েলথ ও বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠার ফলাফল কোনটি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
✅ এদেশের ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি
[খ] কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রে মুক্ত ভিসায় প্রবেশের সুযোগ সৃষ্টি
[গ] অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনের উন্নয়ন
[ঘ] বাংলাদেশের স্বনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪০. ব্রিটিশরা রাজত্ব করেছে- (অনুধাবন)
i. দক্ষতায়
ii. দোর্দণ্ড প্রতাপে
iii. প্রায় সারাবিশ্বে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪১. কমনওয়েলথের প্রধান- (প্রয়োগ)
i. ব্রিটেনের রাজা
ii. ব্রিটেনের রানী
iii. মহাসচিব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪২. কমনওয়েলথভুক্ত দেশ বাংলাদেশকে সাহায্য করেছে- (উচ্চতর দক্ষতা)
i. ওষুধ দিয়ে
ii. খাদ্য দিয়ে
iii. বস্ত্র দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪৩. কমনওয়েলথ সম্পর্কে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. এটি আন্তর্জাতিক সংস্থা
ii. বর্তমান সদস্য ৫৩
iii. ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪৪. বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্কের ধরন- (অনুধাবন)
i. বন্ধুত্বপূর্ণ
ii. উন্নয়নসংক্রান্ত
iii. বৈরিতাপূর্ণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৫. কমনওয়েলথ গঠনের উদ্দেশ্য- (অনুধাবন)
i. ব্রিটেনের উপনিবেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা
ii. কমনওয়েলথভুক্ত এলাকার আর্থসামাজিক উন্নয়ন
iii. শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪৬. এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল- (অনুধাবন)
i. বাংলাদেশ
ii. ভারত
iii. থাইল্যান্ড
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৭. কমনওয়েলথ গঠনের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
ii. ব্রিটেনের সাথে সদস্য দেশের সম্পর্ক রক্ষা
iii. সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৮. জনাব ফয়জুল কমনওয়েলথের মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তার কর্মক্ষেত্র হলো- (প্রয়োগ)
i. কমনওয়েলথ সচিবালয়ে
ii. যুক্তরাজ্যের লন্ডনে
iii. ফ্রান্সের প্যারিসে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৯. কমনওয়েলথ ব্রিটেন ও এর স্বাধীন উপনিবেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষার মাধ্যমে- (অনুধাবন)
i. সদস্য রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন করতে চায়
ii. সদস্য রাষ্ট্রের মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান করতে চায়
iii. ব্রিটেনের নিজস্ব প্রভাব ও প্রতিপত্তি বজায় রাখতে চায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের তথ্যের আলোকে ২৫০ ও ২৫১ নং প্রশ্নের উত্তর দাও :
‘ঢ’ নামক সংস্থার মাধ্যমে ব্রিটেন তার স্বাধীন উপনিবেশগুলোর সাথে ন্যূনতম সম্পর্ক রাখে।
২৫০. বাংলাদেশ উপকৃত হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. স্বাধীনতা আন্দোলনের সময়
ii. মুক্তি যুদ্ধকালে ভারত বাংলাদেশের এক কোটি লোককে খাদ্য ও আশ্রয় দিল
iii. ব্রিটেন বাংলাদেশের জন্য তহবিল গঠন করলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫১. ‘ঢ’ সংস্থার সদস্য হওয়ার শর্ত কোনটি? (প্রয়োগ)
[ক] ব্রিটেনের পছন্দ
[খ] ব্রিটেনের মিত্র
✅ একসময় ব্রিটেনের অধীন
[ঘ] বর্তমানে স্বাধীন
⚛ ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩১
🍭 বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে- ওআইসি।
🍭 ওআইসি গঠিত হয়- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর।
🍭 ওআইসির বর্তমান সদস্য সংখ্যা- ৫৭।
🍭 ওআইসির সদর দপ্তর- সৌদি আরবের জেদ্দায়।
🍭 বাংলাদেশ ওআইসির সদস্যপাদ লাভ করে- ১৯৭৪ সালে
🍭 ওআইসির সদস্য- বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র।
🍭 ওআইসির আর্থিক সহায়তায় গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে- ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি।
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫২. ওআইসি বিশ্বের কোন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন? (অনুধাবন)
[ক] হিন্দু প্রধান
[খ] ইহুদি প্রধান
[গ] খ্রিস্টান প্রধান
✅ মুসলিম প্রধান
২৫৩. OIC-এর পূর্ণ রূপ কী? (জ্ঞান)
✅ Organization of Islamic Co-operation
[খ] Organization of Imperial Conference
[গ] Organization incetine Conference
[ঘ] Organization of Ideal Conference
২৫৪. মসজিদ আল আকসায় কবে অগ্নিসংযোগ করা হয়? (অনুধাবন)
[ক] ২০ আগস্ট, ১৯৬৯
✅ ২১ আগস্ট, ১৯৬৯
[গ] ২০ আগস্ট, ১৯৭০
[ঘ] ২১ আগস্ট, ১৯৭০
২৫৫. বিশ্বের সব মুসলিম রাষ্ট্র কোন সংগঠনের সদস্য? (জ্ঞান)
[ক] সার্ক
[খ] জাতিসংঘ
✅ ওআইসি
[ঘ] কমনওয়েলথ
২৫৬. ইসরাইল কর্তৃক আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে মিসরে কয়টি মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১২
✅ ১৪
[ঘ] ১৬
২৫৭. ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১৯৬৯
[খ] ১৯৭০
[গ] ১৯৭১
[ঘ] ১৯৭৮
২৫৮. ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত মরক্কোর রাবাতে শীর্ষ সম্মেলনে কতটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যোগদান করেন? (জ্ঞান)
[ক] ১৪
[খ] ২২
✅ ২৪
[ঘ] ২৬
২৫৯. মরক্কোর রাজধানীতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
✅ ১৯৬৯
[খ] ১৯৭০
[গ] ১৯৭১
[ঘ] ১৯৭৩
২৬০. মরক্কোর রাজধানীর নাম কী? (জ্ঞান)
[ক] ডাকার
[খ] সুভা
[গ] মালে
✅ রাবাত
২৬১. ওআইসি কীসের প্রয়োজনীয়তা অনুভব করে? (অনুধাবন)
✅ মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থ
[খ] শীর্ষ সম্মেলন
[গ] মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা
[ঘ] বিশ্বশান্তি প্রতিষ্ঠা
২৬২. কোন দেশের প্রধানমন্ত্রী প্রথম ওআইসির সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? (জ্ঞান)
[ক] ইরাকের
✅ মালয়েশিয়ার
[গ] কাতারের
[ঘ] পাকিস্তানের
২৬৩. ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? (জ্ঞান)
[ক] শেখ মুজিবুর রহমান
[খ] মাহাথির মোহাম্মদ
✅ টেংকু আবদুর রহমান
[ঘ] বাদশাহ ফাহাদ
২৬৪. শুরুতে ওআইসির সদস্য কত ছিল? (জ্ঞান)
[ক] ২০
✅ ২৩
[গ] ২৫
[ঘ] ২৬
২৬৫. ওআইসির বর্তমান সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৫৫
✅ ৫৭
[গ] ৫৮
[ঘ] ৭০
২৬৬. ওআইসির বর্তমান নাম কী? (জ্ঞান)
✅ ইসলামি সহযোগিতা সংস্থা
[খ] ইসলামি কমিটি সংস্থা
[গ] আন্তর্জাতিক কনফারেন্স সংস্থা
[ঘ] আন্তর্জাতিক শান্তি সংস্থা
২৬৭. ‘জেদ্দা’ নামক স্থানটি কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত? (অনুধাবন)
✅ ওআইসি
[খ] সার্ক
[গ] আফ্রিকান ইউনিয়ন
[ঘ] কমনওয়েলথ
২৬৮. ওআইসির সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] ইরানে
[খ] ইরাকে
✅ জেদ্দায়
[ঘ] মিশরে
২৬৯. ওআইসি গঠনের মূল লক্ষ্য কী ছিল? (প্রয়োগ)
[ক] বিশ্বশান্তি প্রতিষ্ঠাকরণ
[খ] সমগ্র বিশ্বের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন
[গ] আন্তর্জাতিকতাবাদের চেতনার সম্প্রসারণ
✅ ইসলামি ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করা
২৭০. ইসলামি ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করা কোন সংস্থার উদ্দেশ্য? (অনুধাবন)
[ক] সার্ক
[খ] জাতিসংঘ
✅ ওআইসি
[ঘ] কমনওয়েলথ
২৭১. ওআইসির উদ্দেশ্য কয়টি? (জ্ঞান)
[ক] ৭
[খ] ৮
✅ ৯
[ঘ] ১০
২৭২. বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে? (জ্ঞান)
[ক] ১৯৭১
[খ] ১৯৭২
[গ] ১৯৭৩
✅ ১৯৭৪
২৭৩. বাংলাদেশ কততম শীর্ষ সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
২৭৪. বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এ হিসেবে বাংলাদেশ কোন প্রতিষ্ঠানের সদস্য? (উচ্চতর দক্ষতা)
✅ ওআইসি
[খ] আসিয়ান
[গ] WTO
[ঘ] জাতিসংঘ
২৭৫. বাংলাদেশ কোন যুদ্ধ বন্ধের জন্য সৈন্য পাঠিয়েছিল? (জ্ঞান)
✅ বসনিয়া যুদ্ধ
[খ] ইরাক যুদ্ধ
[গ] কোরিয়া যুদ্ধ
[ঘ] লিবিয়া যুদ্ধ
২৭৬. কোনটির সদস্যপদ লাভের ফলে বাংলাদেশ তেলসমৃদ্ধ মুসলিম দেশগুলোর সহযোগিতা পেয়েছে? (অনুধাবন)
[ক] ন্যাম
[খ] কমনওয়েলথ
[গ] আরবলীগ
✅ ওআইসি
২৭৭. নিচের কোন সংস্থার সদস্যপদ লাভের ফলে বাংলাদেশ জনশক্তি রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে? (জ্ঞান)
[ক] সার্ক
[খ] ন্যাটো
✅ ওআইসি
[ঘ] জাতিসংঘ
২৭৮. গুরুত্বপূর্ণ ও পুরাতন মসজিদ সংরক্ষণের জন্য বাংলাদেশ কোন সংস্থার সহায়তা পায়? (জ্ঞান)
[ক] ইউনিসেফ
[খ] ইউনেস্কো
✅ ওআইসি
[ঘ] আসিয়ান
২৭৯. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] ঢাকায়
[খ] সাভারে
[গ] জেদ্দায়
✅ গাজীপুরে
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮০. ওআইসি কাজ করে- (উচ্চতর দক্ষতা)
i. নিরাপত্তা নিশ্চিতকরণে
ii. মুসলমানদের মর্যাদা রক্ষায়
iii. আন্তর্জাতিক শান্তিরক্ষায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮১. বাংলাদেশের সাথে ওআইসির সম্পর্ক- (উচ্চতর দক্ষতা)
i. ঘনিষ্ঠ
ii. নিবিড়
iii. হৃদ্যতাপূর্ণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮২. বাংলাদেশ সহযোগিতা করে- (উচ্চতর দক্ষতা)
i. ফিলিস্তিনের স্বাধীনতায়
ii. ইরান-ইরাক যুদ্ধে
iii. বসনিয়া যুদ্ধে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৩. ওআইসির উদ্দেশ্য- (অনুধাবন)
i. সংহতি জোরদার করা
ii. উপনিবেশবাদ বিলোপ করা
iii. নিরাপত্তা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৪. বাংলাদেশকে ওআইসি সাহায্য করে- (অনুধাবন)
i. শিক্ষাক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. সাংস্কৃতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৫. OIC-এর মূল্যবোধ হচ্ছে- (অনুধাবন)
i. ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ
ii. আধ্যাত্মিক ও নৈতিক
iii. সামাজিক ও অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৬. বাংলাদেশ মুসলিম বিশ্বের যে সকল ঘটনাপ্রবাহ যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা হলো- (প্রয়োগ)
i. ইরান-ইরাক যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়েছে
ii. বসনিয়ায় যুদ্ধ বন্ধে সৈন্য পাঠিয়েছে
iii. আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৭. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. মুসলিম দেশগুলোর স্বীকৃতি পায়
ii. সদস্যভুক্ত দেশগুলোর সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা লাভ করে
iii. সহজে জাতিসংঘের অন্যান্য সদস্যপদ অর্জন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ থেকে ২৮৮ ও ২৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র সংস্থাটির সদস্য। মুসলিম রাষ্ট্র ও মুসলমানদের স্বার্থরক্ষার জন্যই সংস্থাটি গঠিত।
২৮৮. উদ্দীপকের সংস্থাটি গঠনের প্রেক্ষাপট কী ছিল? (অনুধাবন)
✅ আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
[খ] বায়তুল মুকাদ্দাসায় অগ্নিসংযোগ
[গ] দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পুনর্গঠন
[ঘ] জাতিপুঞ্জের বিকল্প সংস্থা গঠন
২৮৯. উক্ত সংস্থাটি- (উচ্চতর দক্ষতা)
i. ইসলামি ভ্রাতৃত্ব ও সংহতি জোরদারকরণে ভূমিকা রাখে
ii. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সমর্থন করে
iii. দেশসমূহের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা পোষণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদ থেকে ২৯০ ও ২৯১ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের মসজিদুল আকসায় অতর্কিত অগ্নিসংযোগ করে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে।
২৯০. উদ্দীপকের প্রেক্ষাপটটি কোন আন্তর্জাতিক সংস্থার জন্ম দিয়েছে? (প্রয়োগ)
[ক] আসিয়ান
[খ] সার্ক
✅ OIC
[ঘ] জাতিসংঘ
২৯১. উক্ত সংস্থার ভিত্তি ও মূল্যবোধ হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ
ii. নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক
iii. শিক্ষা, ঐক্য ও প্রগতি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment