SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১০ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
দশম অধ্যায়

Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-10
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘দ্বিজাতি তত্ত্ব’ কে ঘোষণা করেন?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মহাত্মা গান্ধী
✅ মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২. যুক্তফ্রন্ট নিচের কোন দাবি উত্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে বাঙালিদের আকৃষ্ট করেছিল?
[ক] পাকিস্তানকে একটি ফেডারেশন করা
[খ] প্রদেশগুলোর শুল্ক ধার্য করার ক্ষমতা দেয়া
✅ পূর্ব বাংলায় পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা
[ঘ] সকল রাজবন্দীর মুক্তি দেওয়া

৩. যুক্তফ্রন্ট গঠিত হবার পেছনের কারণ হলো, মুসলিম লীগ-
i. বাঙালিদের আস্থাভাজন হতে পারেনি
ii. এদেশবাসীর সর্ব অধিকার কেড়ে নেয়
iii. উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ ব্যক্তি দীর্ঘ ২০ বছর ইউরোপের একটি দেশে থাকার পর নিজ গ্রাম রূপপুরে ফিরে আসেন। একদিন গ্রামের একটি সামাজিক অনুষ্ঠানে তিনি মাঝে মাঝে উক্ত দেশের ভাষা বলতে থাকলে গ্রামের মানুষ তাকে দেশের ভাষা বলার জন্য অনুরোধ করেন।

৪. রূপপুর গ্রামের মানুষের জীবনে ইতিহাসের কোন আন্দোলনের প্রভাব লক্ষণীয়?
✅ ভাষা
[খ] অসহযোগ
[গ] ছয় দফা
[ঘ] এগার দফা

৫. উক্ত আন্দোলনের ফলে বাঙালির জীবনে প্রধানত-
✅ জাতীয় চেতনার সৃষ্টি হয়
[খ] ধর্মীয় চিন্তা বৃদ্ধি পায়
[গ] রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়
[ঘ] প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন সালে? [সকল বোর্ড ’১৬]
[ক] ১৯৫২
[খ] ১৯৫৪
✅ ১৯৫৬
[ঘ] ১৯৫৮

২. পাকিস্তানের শতকরা কতজন মানুষের মাতৃভাষা বাংলা ছিল? [সকল বোর্ড ’১৬]
[ক] ৪৫
[খ] ৫০
✅ ৫৬
[ঘ] ৬৫

৩. কত সালে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করা হয়? [সকল বোর্ড ’১৫]
[ক] ১৯৫৪
✅ ১৯৬৬
[গ] ১৯৬৮
[ঘ] ১৯৬৯

৪. স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ কোন দেশের অধীনে ছিল? [বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ফিজি
[খ] সুরিনাম
✅ পাকিস্তান
[ঘ] ব্রিটেন

৫. ব্রিটিশ শাসনামলে এদেশে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একশ্রেণির নেতৃত্ব গড়ে ওঠে কেন? [দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যাণ্ড কলেজ, মৌলভীবাজার]
[ক] বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণে
[খ] পাশ্চাত্যের শিক্ষক নিয়োগের ফলে
[গ] ইংরেজদের সহানুভূতি পাওয়ার আশায়
✅ ইংরেজি শিক্ষা প্রবর্তনের ফলে

৬. নিজেদের পূর্বপুরুষরা ভারতবর্ষের বাইরে থেকে আগত বলে মনে করত কারা? [হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
[ক] বাঙালিরা
[খ] মুসলমানরা
✅ পাঞ্জাবিরা
[ঘ] হিন্দুরা

৭. যুক্তফ্রন্টের বিজয়, ছয় দফা দাবি উত্থাপন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে কোনটির প্রত্যক্ষ প্রভাব লক্ষ করা যায়? [সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]
[ক] দ্বিজাতি তত্ত্ব
✅ ভাষা আন্দোলন
[গ] শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন
[ঘ] ১১ দফা কর্মসূচি

৮. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান কোন দফার অন্তর্ভুক্ত ছিল? [আল আমিন একাডেমি চাঁদপুর]
[ক] ছয় দফা
[খ] এগারো দফা
✅ একুশ দফা
[ঘ] আট দফা

৯. আইয়ুব খানের নতুন শাসনতন্ত্র অনুযায়ী কোন সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? [এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]
[ক] সংসদীয় সরকার
[খ] এককেন্দ্রিক সরকার
[গ] যুক্তরাষ্ট্রীয় সরকার
✅ রাষ্ট্রপতিশাসিত সরকার

১০. ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়েছিল কেন? [অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া]
[ক] জাতীয়তাবাদী আন্দোলন ঠেকাতে
[খ] স্বাধিকার আন্দোলন ঠেকাতে
✅ ৬ দফার সংগ্রামকে ব্যর্থ করতে
[ঘ] ১৯৬২ সালের শাসনতন্ত্রকে টিকিয়ে রাখতে

১১. কোন দুটি দল ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দল ছিল? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
[ক] আওয়ামী লীগ ও নিজাম-ই-ইসলাম
[খ] জামায়াতে ইসলাম ও আওয়ামী লীগ
[গ] পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি
✅ আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি

১২. ১৯৭০ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনে একটি ব্যতিক্রমী বিষয় পরিলক্ষিত হয়েছিল। বিষয়টি কী? [আল হেরা একাডেমি, পাবনা]
✅ নির্বাচনে বিজয়ী কোনো দলই সর্ব পাকিস্তান ভিত্তিক দল ছিল না
[খ] আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া
[গ] নির্বাচনে বিজয়ী দলের ক্ষমতা পাওয়া
[ঘ] রাজনৈতিক কর্মকাণ্ডের পথ প্রশস্তকরণ

১৩. ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় ছাত্র-জনতার সমাবেশে স্বাধীন বাংলােেদশের পতাকা উত্তোলন করা হয়? [আল-আমিন একাডেমি এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] সিনেট ভবনে
[খ] কার্জন হলে
✅ বটতলায়
[ঘ] বাংলা একাডেমিতে

১৪. “সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো।” এখানে হানাদার বাহিনী দ্বারা কাদেরকে নির্দেশ করা হয়েছে? [বরগুনা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] শরণার্থীদেরকে
[খ] সেনাবাহিনীর সদস্যদেরকে
[গ] গণপরিষদের সদস্যদেরকে
✅ পাকিস্তানিদেরকে

১৫. মহান মুক্তিযুদ্ধের ব্যপ্তি কত মাস ছিল? [সন্ধানী স্কুল অ্যাণ্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
[ক] তিন
[খ] ছয়
✅ নয়
[ঘ] বারো

১৬. লাহোর প্রস্তাব কোন স্থানে করা হয়? [সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, গাংনী, মেহেরপুর]
[ক] পাটনায়
[খ] মিজোরামে
✅ লাহোরে
[ঘ] রাওয়ালপিন্ডিতে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭. মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ হচ্ছে- [সকল বোর্ড ’১৬]
i. একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা
ii. ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার
iii. সর্বপ্রকার শোষণ ও বৈষম্য থেকে মুক্তিলাভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮. ছয় দফা কর্মসূচির মূল লক্ষ্য ছিল- [সকল বোর্ড ’১৬]
i. পূর্ববাংলার স্বায়ত্তশাসন
ii. পূর্ব বাংলাকে বিচ্ছিন্নকরণ
iii. অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

১৯. পাকিস্তানি শাসনের পূর্বে বাংলাদেশ অধীনস্ত ছিল- [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. আফগানদের
ii. পর্তুগিজদের
iii. ব্রিটিশদের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০. লাহোর প্রস্তাব গৃহীত হয়- [রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট]
i. কংগ্রেস কর্তৃক
ii. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে
iii. মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বন্দী অবস্থায় আমরণ অনশন শুরু করেন- [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. আব্দুল মতিন
iii. মহিউদ্দিন আহমদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. আশি হাজার ইউনিয়ন কাউন্সিলের সদস্যের দ্বারা যাদের নির্বাচিত করার বিধান করা হয়- [বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ]
i. প্রেসিডেন্ট
ii. জাতীয় পরিষদের সদস্য
iii. প্রাদেশিক পরিষদের সদস্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. সুদৃঢ় নাগরিক ঐক্য গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়- [নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. ৬ দফার ভিত্তিতে
ii. ১১ দফার ভিত্তিতে
iii. ১৭ দফার ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. সেনাসদস্য ও অন্যান্য মুক্তিযোদ্ধারা পরিচিতি লাভ করে- [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. মুক্তিবাহিনী নামে
ii. মুক্তিসেনা নামে
iii. মুক্তিফৌজ নামে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব বাশার চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, পাকবাহিনীর এক রাতের নারকীয় হত্যাকাণ্ড এখনো বিশ্বব্যাপী নিন্দিত। তারা নির্বিচারে একের পর এক মানুষ হত্যা করে। প্রথমে ঢাকা এবং পরবর্তীতে সারাদেশে এ হত্যাকাণ্ড পরিচালিত হয়। [সকল বোর্ড ’১৬]

২৫. উপরের অনুচ্ছেদে কোন রাতের ঘটনা বর্ণনা করা হয়েছে?
[ক] ৭ মার্চ
[খ] ১৫ মার্চ
[গ] ২৩ মার্চ
✅ ২৫ মার্চ

২৬. এ রাতের গণহত্যার কারণ হলো-
i. স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করা
ii. পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা
iii. জনসংখ্যা বৃদ্ধি রোধ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি দেখ এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
[সকল বোর্ড ’১৬]

২৭. ছকটিতে কী প্রকাশ পেয়েছে?
[ক] বাংলাদেশের সামাজিক ইতিহাস
[খ] কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাবলি
[গ] বিভিন্ন দেশের ঐতিহাসিক ঘটনাবলি
✅ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস

২৮. উপরের কোন ঘটনাবলির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের সূচনা হয়?
✅ ভাষা আন্দোলন
[খ] যুক্তফ্রন্ট গঠন
[গ] ১৯৬৯-এর গণঅভ্যুত্থান
[ঘ] ১৯৭০-এর নির্বাচন

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১০৪
🍭 ১৯৭১ সালে স্বাধীন হওয়ার আগে আমরা ছিলাম- পাকিস্তানের নাগরিক।
🍭 পাকিস্তান শাসনামলে মোট জনসংখ্যার ৫৬ শতাংশ ছিল- পূর্ব পাকিস্তানের।
🍭 পাকিস্তানি শাসনের আগে বাংলাদেশের এই অঞ্চল ছিল- তুর্কি, আফগান, মুঘল ও ব্রিটিশ শাসনের অধীনে।
🍭 ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষা প্রবর্তনের ফলে এদেশে গড়ে ওঠে- পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একশ্রেণির নেতৃত্ব।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯. জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কখন পূর্ববাংলার মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়? (জ্ঞান)
[ক] ইংরেজদের আমলে
[খ] ভারতীয়দের আমলে
✅ পাকিস্তান আমলে
[ঘ] মুঘল শাসনামলে

৩০. বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৬৯
✅ ১৯৭১
[ঘ] ১৯৭২

৩১. বর্তমান বাংলাদেশ পাকিস্তান সৃষ্টির শুরুতে কী নামে অভিহিত ছিল? (অনুধাবন)
[ক] পূর্ব পাকিস্তান
✅ পূর্ববাংলা
[গ] পশ্চিমবঙ্গ
[ঘ] পশ্চিম পাকিস্তান

৩২. বর্তমানে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারছে কেন? (অনুধাবন)
[ক] ভারতের সহযোগিতার কারণে
[খ] ইংল্যান্ডের সাহায্যের কারণে
✅ বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে
[ঘ] শক্তিশালী সরকারের কারণে

৩৩. পাকিস্তানি শাসনের আগে বাংলাদেশ কাদের শাসনাধীনে ছিল? (জ্ঞান)
✅ ইংরেজদের
[খ] পর্তুগিজদের
[গ] ডাচদের
[ঘ] ফরাসিদের

৩৪. এদেশে পাকিস্তানি শাসনকাল কত? (জ্ঞান)
[ক] ১৯৪৬-১৯৭০
✅ ১৯৪৭-১৯৭১
[গ] ১৯৪৭-১৯৭২
[ঘ] ১৯৪৮-১৯৭১

৩৫. ভারতবর্ষ কত থেকে কত সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ছিল? (জ্ঞান)
[ক] ১৭৫৬ থেকে ১৯৪৬
✅ ১৭৫৭ থেকে ১৯৪৭
[গ] ১৭৫৮ থেকে ১৯৪৫
[ঘ] ১৭৫৫ থেকে ১৯৪৭

৩৬. বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ব্রিটেনের কাছ থেকে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে নিচের কোন দেশটির সাথে এদের মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] ভারত
[খ] সুরিনাম
✅ বাংলাদেশ
[ঘ] ব্রাজিল

৩৭. কোন আমলে এ দেশে ইংরেজি শিক্ষা প্রবর্তন করা হয়? (জ্ঞান)
[ক] সুলতানি আমলে
[খ] মুঘল আমলে
✅ ব্রিটিশ আমলে
[ঘ] পাকিস্তান আমলে

৩৮. ব্রিটিশরা এদেশে শাসনতান্ত্রিক সংস্কার শুরু করে কোন সালে? (জ্ঞান)
[ক] ১৮৬০
✅ ১৮৬১
[গ] ১৮৬২
[ঘ] ১৮৬৩

৩৯. ব্রিটিশ শাসনের সময় নাগরিক অধিকার লাভের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ ভোটাধিকার লাভ
[খ] ভারত বিভক্তি
[গ] ইংরেজ শিক্ষার প্রবর্তন
[ঘ] রাজনৈতিক দল প্রতিষ্ঠার সুযোগদান

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪০. স্বাধীন হওয়ার পূর্বে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারেনি- (অনুধাবন)
i. রাজনৈতিক অধিকার
ii. অর্থনৈতিক অধিকার
iii. সামাজিক অধিকার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. পাকিস্তান ও ব্রিটেনের আগে বাংলাদেশ ছিল- (অনুধাবন)
i. তুর্কি শাসনের অধীনে
ii. ফরাসি শাসনের অধীনে
iii. মুঘল শাসনের অধীনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. ব্রিটিশ আমলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নেতৃত্বের বিকাশ লাভ করে- (অনুধাবন)
i. সমাজ সংস্কারে
ii. রাজনীতিতে
iii. চাকরিরক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. রানা বাংলাদেশের নাগরিক। সে স্বাধীনভাবে নাগরিক অধিকার ভোগ করছে, কারণ- (প্রয়োগ)
i. বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র
ii. বিদেশি শাসকদের শোষণ নেই
iii. অন্যদেশের সহযোগিতা পাচ্ছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. ব্রিটিশদের শাসনতান্ত্রিক সংস্কারের ফলে এদেশে- (উচ্চতর দক্ষতা)
i. জনগণের মধ্যে অধিকার ও সচেতনতা হ্রাস পায়
ii. জনগণ ভোট দেওয়ার অধিকার লাভ করে
iii. জনগণ ইংরেজি শিক্ষার সুযোগ পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ ছিলেন সমাজ সংস্কারক। ব্রিটিশ আমলে পাশ্চাত্য শিক্ষায় তিনি শিক্ষিত হন। তিনি ভারতবর্ষের প্রচলিত ধ্যান-ধারণা ও কুসংস্কার থেকে বের হয়ে আসার চেষ্টা করেন।

৪৫. অনুচ্ছেদের ব্যক্তি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন কেন? (প্রয়োগ)
ক নিজের ইচ্ছায়
খ পারিবারিক আকাঙ্ক্ষার কারণে
[গ] সমাজ-সংস্কারের জন্য
✅ ব্রিটিশদের ইংরেজি শিক্ষা প্রবর্তনের ফলে

৪৬. পাশ্চাত্য শিক্ষার কারণে তিনি অবদান রেখেছিলেন- (উচ্চতর দক্ষতা)
i. সমাজ সংস্কারে
ii. ভাষা-সাহিত্য-সংস্কৃতিতে
iii. ব্রিটিশদের শাসন দীর্ঘায়িতকরণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ ১৯৪০ সালের লাহোর প্রস্তাব 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১০৪
🍭 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ১৯০৬ সালে।
🍭 দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে- মোহাম্মদ আলী জিন্নাহ।
🍭 মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন- মোহাম্মদ আলী জিন্নাহ।
🍭 লাহোর প্রস্তাব পেশ করা হয়- ১৯৪০ সালের ২৩ মার্চ।
🍭 লাহোর প্রস্তাব পেশ করেন- বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক।
🍭 ১৯৪৭ সালের ১৪ আগস্ট বিভক্ত হয়ে- দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়।
🍭 পশ্চিম পাকিস্তানিরা মুসলমানদের দেখত- নিচু জাতের মানুষ হিসেবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৭. অবিভক্ত ভারতে কারা সংখ্যাগরিষ্ঠ ছিল? (জ্ঞান)
✅ হিন্দু
[খ] মুসলিম
[গ] বৌদ্ধ
[ঘ] খ্রিষ্টান

৪৮. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯০৫
✅ ১৯০৬
[গ] ১৯০৭
[ঘ] ১৯০৮

৪৯. কীসের ফলে মুসলমানদের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়? (অনুধাবন)
[ক] বঙ্গভঙ্গের
[খ] মুসলিম লীগ গঠনের
[গ] ভাষার কারণে
✅ লাহোর প্রস্তাবের

৫০. কখন মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি মাত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়? (জ্ঞান)
✅ ১৯৪০
[খ] ১৯৪৩
[গ] ১৯৪৬
[ঘ] ১৯৪৭

৫১. লাহোর প্রস্তাব উপস্থাপনের তারিখ কোনটি? (জ্ঞান)
✅ ১৯৪০ সালের ২৩ মার্চ
[খ] ১৯৪০ সালের ২১ এপ্রিল
[গ] ১৯৪০ সালের ২৩ এপ্রিল
[ঘ] ১৯৪১সালের ২৬ মার্চ

৫২. ১৯৪০ সালের মূল লাহোর প্রস্তাব কখন সংশোধন করা হয়? (জ্ঞান)
✅ ১৯৪৬
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৯

৫৩. কে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন? (জ্ঞান)
[ক] মুহাম্মদ আলী জিন্নাহ
[খ] মাওলানা মোহাম্মদ আলী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
✅ শেরে বাংলা এ. কে. ফজলুল হক

৫৪. কোন ধর্মাবলম্বীদের জন্য ঐতিহাসিক লাহোর প্রস্তাব স্বার্থসংবলিত একটি প্রস্তাব? (অনুধাবন)
[ক] হিন্দুদের
[খ] শিখদের
✅ মুসলমানদের
[ঘ] ইহুদিদের

৫৫. কার সভাপতিত্বে মুসলিম লীগের বার্ষিক সভায় লাহোর প্রস্তাব গৃহীত হয়? (জ্ঞান)
[ক] নবাব সলিমুল্লাহর
[খ] খাজা নাজিমুদ্দিনের
✅ মোহাম্মদ আলী জিন্নাহর
[ঘ] শেরে বাংলা এ. কে. ফজলুল হকের

৫৬. ১৯৪০ সালের ২৩ মার্চ দিনটি উল্লেখযোগ্য কেন? (অনুধাবন)
✅ লাহোর প্রস্তাবের জন্য
[খ] ল‏েক্ষৗ চুক্তির জন্য
[গ] ভারত শাসন আইনের জন্য
[ঘ] ভারত স্বাধীনতা আইনের জন্য

৫৭. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬

৫৮. লাহোর প্রস্তাব অনুযায়ী পৃথক অঞ্চল বলে গণ্য হবে কোন এলাকাগুলো? (জ্ঞান)
✅ ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকা
[খ] রাজনৈতিক দিক থেকে সংলগ্ন এলাকা
[গ] ধর্মীয় দিক থেকে সংলগ্ন এলাকা
[ঘ] সাংস্কৃতিক দিক থেকে সংলগ্ন এলাকা

৫৯. লাহোর প্রস্তাব অনুযায়ী স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহের প্রকৃতি কীরূপ হবে বলা ছিল? (জ্ঞান)
✅ স্বায়ত্তশাসিত
[খ] কেন্দ্রশাসিত
[গ] মুসলমানশাসিত
[ঘ] হিন্দুশাসিত

৬০. লাহোর প্রস্তাব কী নামে পরিচিতি লাভ করেছিল? (জ্ঞান)
[ক] স্বাধীনতা প্রস্তাব
[খ] ভারত ইউনিয়ন প্রস্তাব
✅ পাকিস্তান প্রস্তাব
[ঘ] পাঞ্জাব প্রস্তাব

৬১. মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা করা হয় কীসে? (অনুধাবন)
[ক] দ্বিজাতি তত্তে¡
✅ লাহোর প্রস্তাবে
[গ] ভারত শাসন আইনে
[ঘ] দিল্লি মুসলিম কনভেনশনে

৬২. ভারতে রাজনৈতিক সংকট কীসের ভিত্তিতে সৃষ্টি হয়? (অনুধাবন)
✅ লাহোর প্রস্তাব
[খ] স্বাধীনতা আন্দোলন
[গ] স্বাধীনতা সংগ্রাম
[ঘ] জাতীয় চেতনাবোধ

৬৩. দ্বিজাতি তত্তে¡র ফল কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ভারতবর্ষের স্বাধীনতা লাভ
[খ] ইংরেজ শাসনের অবসান
[গ] মুসলিম লীগের প্রতিষ্ঠা
✅ ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি

৬৪. ১৯৪৬ সালে জিন্নাহর নেতৃত্বে কোন কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে এক পাকিস্তান রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়? (অনুধাবন)
[ক] লন্ডন মুসলিম লেজিসলেটরস
[খ] মস্কো মুসলিম লেজিসলেটরস
✅ দিল্লি মুসলিম লেজিসলেটরস
[ঘ] ঢাকা মুসলিম লেজিসলেটরস

৬৫. ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৪০
✅ ১৯৪৭
[গ] ১৯৫২
[ঘ] ১৯৫৪

৬৬. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রথম ধারা ছিল কোনটি? (জ্ঞান)
[ক] ভারত ও পাকিস্তানের জন্য সংবিধান রচনা করা
[খ] ভারত ও পাকিস্তানের সমঝোতা নিশ্চিত করা
✅ ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা
[ঘ] ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রবল করা

৬৭. দ্বিজাতিতত্তে¡র প্রভাবে কী সৃষ্টি হয়েছিল? (জ্ঞান)
✅ পাকিস্তান রাষ্ট্র
[খ] বঙ্গভঙ্গ
[গ] ভারত রাষ্ট্র
[ঘ] বাংলাদেশ

৬৮. ভারত বিভক্তির জন্য জিন্নাহ কর্তৃক প্রদত্ত তত্তে¡র নাম কী? (জ্ঞান)
[ক] বঙ্গভঙ্গ আইন
[খ] স্বতন্ত্র মুসলিম তত্ত্ব
[গ] লাহোর প্রস্তাব
✅ দ্বিজাতি তত্ত্ব

৬৯. ১৯৪৬ সালের নির্বাচনের পরে মুসলিম লীগ দলীয় আইনসভার সদস্যদের কনভেনশনে এক সংশোধনীর মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে একটি মাত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয় এবং সে প্রেক্ষাপটে একটি আইন পাস হয়, উক্ত আইনটি কী? (প্রয়োগ)
✅ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
[খ] ভারত পাকিস্তান পৃথককরণ আইন
[গ] বাংলাদেশের স্বাধীনতা আইন
[ঘ] অর্থনৈতিক মুক্তিসংক্রান্ত আইন

৭০. পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কত ছিল? (জ্ঞান)
[ক] ৪০০ মাইল
[খ] ৬০০ মাইল
[গ] ৮০০ মাইল
✅ ১০০০ মাইলের অধিক

৭১. ভারতের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি হয় কিসের প্রভাবে? (অনুধাবন)
[ক] পলাশী যুদ্ধের প্রভাব
[খ] পাক-ভারত যুদ্ধের প্রভাব
[গ] ভারত শাসন আইনের প্রভাবে
✅ লাহোর প্রস্তাবের প্রভাবে

৭২. ‘পাকিস্তানের পূর্বপুরুষরা ভারতবর্ষের বাইরে থেকে আগত এবং তাদের ধমনিতে রয়েছে অভিজাতের রক্ত’- এটি কারা মনে করত? (অনুধাবন)
[ক] পূর্ব পাকিস্তানিরা
✅ পশ্চিম পাকিস্তানিরা
[গ] ভারতীয়রা
[ঘ] ব্রিটিশরা

৭৩. পাকিস্তানিরা বাঙালি মুসলমানদের নীচু জাতের মানুষ হিসেবে দেখত কেন? (অনুধাবন)
[ক] বাঙালিরা দরিদ্র ছিল বলে
[খ] পাকিস্তানিরা ক্ষমতায় ছিল বলে
[গ] বাঙালিরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছিল বলে
✅ পাকিস্তানিরা নিজেদের অভিজাত মনে করত বলে

৭৪. পাকিস্তান রাষ্ট্রে পূর্ব বাংলায় পাকিস্তানি শাসকগোষ্ঠী কীরূপ শাসন প্রতিষ্ঠা করে? (অনুধাবন)
[ক] বিদেশি গোষ্ঠীর বৈষম্যমূলক
[খ] ধর্মভিত্তিক বৈষম্যমূলক
✅ অভ্যন্তরীণ বৈষম্যমূলক
[ঘ] অর্থনৈতিক বৈষম্যমূলক

৭৫. কোন আমলে বাঙালিরা নিজ দেশে পরবাসীর মতো ছিল? (জ্ঞান)
[ক] ব্রিটিশ
✅ পাকিস্তান
[গ] মুঘল
[ঘ] নবাবি

৭৬. বাঙালির ওপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের প্রথম বহিঃপ্রকাশ কোনটি? (অনুধাবন)
[ক] ভৌগোলিকতার প্রশ্নে
✅ রাষ্ট্রভাষার প্রশ্নে
[গ] স্বাধীনতার প্রশ্নে
[ঘ] আয়-বণ্টন প্রশ্নে

৭৭. উর্দু কাদের ভাষা ছিল? (জ্ঞান)
[ক] পশ্চিম পাকিস্তানিদের
[খ] পূর্ব পাকিস্তানিদের
✅ পশ্চিমা শাসকগোষ্ঠীর
[ঘ] প্রাদেশিক শাসকবর্গের

৭৮. পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কোন ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল? (জ্ঞান)
[ক] বাংলা ভাষা
[খ] হিন্দি ভাষা
✅ উর্দু ভাষা
[ঘ] ইংরেজি ভাষা

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৯. ১৯৪০ সালের লাহোর প্রস্তাব সম্পর্কে বলা যায়- (অনুধাবন)
i. এটি ফজলুল হক উত্থাপন করেন
ii. ২৪ মার্চে উত্থাপন করা হয়
iii. এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. জিন্নাহর সভাপতিত্বে একটি প্রস্তাব গৃহীত হয়। এর নাম- (অনুধাবন)
i. পাকিস্তান প্রস্তাব
ii. লাহোর প্রস্তাব
iii. ঐতিহাসিক প্রস্তাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. লাহোর প্রস্তাব ঘোষিত হলে মুসলমানদের মধ্যে- (উচ্চতর দক্ষতা)
i. হতাশার সৃষ্টি হয়
ii. আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়
iii. স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রচেষ্টা জোরদার হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. লাহোর প্রস্তাবে ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ প্রতিষ্ঠার কথা বলা ছিল- (অনুধাবন)
i. ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলে
ii. ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে
iii. ভারতবর্ষের পূর্বাঞ্চলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. ভারত উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)
i. ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চল নিয়ে
ii. ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে
iii. ভারতের পূর্বাঞ্চল নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ছয় দফা কর্মসূচি
ii. লাহোর প্রস্তাব
iii. দ্বিজাতি তত্ত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. পাঞ্জাবিরা নিজেদের মনে করত- (অনুধাবন)
i. ভারতবর্ষের বাইরে থেকে আগত
ii. অভিজাতদের বংশধর
iii. ভারতবর্ষের শ্রেষ্ঠ জাতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. পাকিস্তান গঠিত হয়েছিল- (অনুধাবন)
i. পূর্ব পাকিস্তানকে নিয়ে
ii. পশ্চিম পাকিস্তানকে নিয়ে
iii. ভারতের দক্ষিণাংশ নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পার্থক্য ছিল- (অনুধাবন)
i. ভাষা-সংস্কৃতিতে
ii. ধর্মে
iii. পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. দ্বিজাতি তত্ত্ব হলো- (অনুধাবন)
i. মুসলিমদের স্বতন্ত্র জাতি ঘোষণার তত্ত্ব
ii. মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক ঘোষিত তত্ত্ব
iii. হিন্দুদের দুটি আলাদা জাতিতে পরিণত করার তত্ত্ব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- (অনুধাবন)
i. ১৯০৬ সালে
ii. পাকিস্তানিদের জন্য
iii. মুসলিম স্বার্থের প্রতিনিধিত্বের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. লাহোর প্রস্তাব পেশ করা হয়- (অনুধাবন)
i. ১৯৪০ সালের ২৩ মার্চ
ii. পাঞ্জাবের লাহোরে
iii. অবিভক্ত ভারত গঠনের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে এক পাকিস্তান পরিকল্পনা গ্রহণ করা হয়- (অনুধাবন)
i. ১৯৪৬ সালে
ii. দিল্লি মুসলিম লেজিসলেটরস কনভেনশনে
iii. শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়- (অনুধাবন)
i. কংগ্রেসের আন্দোলনের কারণে
ii. দ্বিজাতি তত্তে¡র ভিত্তিতে
iii. ১৯৪৭ সালের ১৪ আগস্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
এ প্রস্তাবের ভিত্তিতেই ভারতভূমিতে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে এ রাষ্ট্র তার দুর্বল ভিত্তির কারণে টিকে থাকতে পারেনি।

৯৩. অনুচ্ছেদে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ লাহোর প্রস্তাব
[খ] পাকিস্তান প্রস্তাব
[গ] দ্বিজাতি প্রস্তাব
[ঘ] অখণ্ড বাংলা প্রস্তাব

৯৪. উক্ত প্রস্তাবের মূল বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা
ii. নবগঠিত রাষ্ট্রে সংখ্যালঘু অধিকার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ
iii. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাকে পৃথক অঞ্চল বলে গণ্য করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ ভাষা আন্দোলন (১৯৪৮-১৯৫২) 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১০৬
🍭 মাতৃভাষার অধিকার- গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার।
🍭 পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা ছিল- বাংলা।
🍭 উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার দাবিতে যে আন্দোলন শুরু হয় তাই- ভাষা আন্দোলন।
🍭 বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন- কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।
🍭 ছাত্ররা সাধারণ ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেন- ১৯৪৮ সালের ১১ মার্চ।
🍭 ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেন- মোহাম্মদ আলী জিন্নাহ।
🍭 ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে শহিদ হন- সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে।
🍭 বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়- ১৯৫৬ সালের সংবিধানে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৫. পাকিস্তানের শতকরা কত জনের মাতৃভাষা বাংলা ছিল? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৫১
[গ] ৫৪
✅ ৫৬

৯৬. পাকিস্তানের সরকার কোন ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করে? (জ্ঞান)
[ক] বাংলা ভাষা
[খ] ইংরেজি ভাষা
✅ উর্দু ভাষা
[ঘ] ফারসি ভাষা

৯৭. ভাষা আন্দোলন কী? (অনুধাবন)
✅ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন
[খ] উর্দু ভাষাকে বইপুস্তকের ভাষা করার আন্দোলন
[গ] বাংলা লেখায় আরবি হরফ ব্যবহারের প্রতিবাদে আন্দোলন
[ঘ] ইংরেজি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার আন্দোলন

৯৮. পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার দাবি তোলেন কে? (জ্ঞান)
[ক] লিয়াকত আলী খান
[খ] আব্দুল মতিন
✅ ধীরেন্দ্রনাথ দত্ত
[ঘ] মোহাম্মদ আলী জিন্নাহ

৯৯. ১৯৪৭ সালের কোন মাসে করাচিতে শিক্ষা সম্মেলন শুরু হয়? (জ্ঞান)
[ক] সেপ্টেম্বর
[খ] অক্টোবর
[গ] নভেম্বর
✅ ডিসেম্বর

১০০. ভাষাসৈনিক আব্দুল মতিন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার প্রধান দাবি কী ছিল? (প্রয়োগ)
[ক] উর্দুকে রাষ্ট্রভাষা করা
✅ বাংলাকে রাষ্ট্রভাষা করা
[গ] সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা
[ঘ] উর্দু ভাষার সাথে যৌথভাবে বাংলাকে রাষ্ট্রভাষা করা

১০১. বাংলা ভাষাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের উত্থাপক ধীরেন্দ্রনাথ দত্ত কোথাকার অধিবাসী ছিলেন? (জ্ঞান)
[ক] ঢাকার
✅ কুমিল্লার
[গ] যশোরের
[ঘ] বরিশালের

১০২. ১৯৪৮ সালে গণপরিষদে বাংলা ভাষাকে গণরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি কে উত্থাপন করেন? (জ্ঞান)
✅ ধীরেন্দ্রনাথ দত্ত
[খ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] তাজউদ্দিন আহমদ
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১০৩. ১৯৪৮ সালের কত তারিখে ছাত্ররা বাংলা ভাষা দাবি দিবস পালন করে? (জ্ঞান)
[ক] ৭ মার্চ
✅ ১১ মার্চ
[গ] ২১ মার্চ
[ঘ] ২৬ মার্চ

১০৪. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কখন প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি
[খ] ১৯৪৮ সালের ১৬ জানুয়ারি
[গ] ১৯৫২ সালের ২ জানুয়ারি
[ঘ] ১৯৫২ সালের ২০ জানুয়ারি

১০৫. ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের সময় সকালে সেক্রেটারিয়েটের সম্মুখে বঙ্গবন্ধু কী করছিলেন? (জ্ঞান)
[ক] মিটিং
✅ পিকেটিং
[গ] বক্তৃতা
[ঘ] মিছিল

১০৬. পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম ঢাকা সফরে আসেন কখন? (জ্ঞান)
[ক] ২০ মার্চ, ১৯৪৭ সাল
✅ ২১ মার্চ, ১৯৪৮ সাল
[গ] ২২ মার্চ, ১৯৪৯ সাল
[ঘ] ২৩ মার্চ, ১৯৫০ সাল

১০৭. বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] রমনা পার্ক
✅ রেসকোর্স ময়দান
[গ] ইকো পার্ক
[ঘ] জিয়া উদ্যান

১০৮. “উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা”-উক্তিটি কার? (জ্ঞান)
[ক] লিয়াকত আলী খান
[খ] নাজিমউদ্দিন
✅ মুহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] নূরুল আমিন

১০৯. ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে ভাষার প্রশ্নে জিন্নাহর ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম ছিলেন- (জ্ঞান)
[ক] মওলানা ভাসানী
✅ বঙ্গবন্ধু
[গ] আবদুল মতিন
[ঘ] শফিউর

১১০. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে একাধিকবার গ্রেফতার বরণ করতে হয় কেন? (অনুধাবন)
[ক] প্রতিবাদী ভূমিকার জন্য
[খ] রাজপথে মিছিলের জন্য
✅ নেতৃস্থানীয় ভূমিকার জন্য
[ঘ] সমাবেশ করার জন্য

১১১. ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার জন্য বঙ্গবন্ধু আমরণ অনশন শুরু করেন? (জ্ঞান)
✅ ১৬ ফেব্রুয়ারি
[খ] ২০ ফেব্রুয়ারি
[গ] ২১ ফেব্রুয়ারি
[ঘ] ২৩ ফেব্রুয়ারি

১১২. মোহাম্মদ আলী জিন্নাহ ভাষাসংক্রান্ত তার পূর্ব ঘোষণার পুনরাবৃত্তি করেন কখন? (জ্ঞান)
[ক] ১৯৪৮ সালের ২৩ মার্চ
✅ ১৯৪৮ সালের ২৪ মার্চ
[গ] ১৯৪৮ সালের ২৫ মার্চ
[ঘ] ১৯৪৮ সালের ২৬ মার্চ

১১৩. ১৯৪৮ সালের ২৪ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ কোথায় তার ভাষা সংক্রান্ত পূর্ব ঘোষণা পুনরাবৃত্তি করেন? (অনুধাবন)
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে
[গ] বাংলা একাডেমিতে
[ঘ] জগন্নাথ হলে

১১৪. পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন কখন ছাত্রদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা দেন? (জ্ঞান)
[ক] ২৪ জানুয়ারি, ১৯৫২ সাল
[খ] ২৫ জানুয়ারি, ১৯৫২ সাল
✅ ২৬ জানুয়ারি, ১৯৫২ সাল
[ঘ] ২৭ জানুয়ারি, ১৯৫২ সাল

১১৫. ১৬ ফেব্রুয়ারি ১৯৫২ ‘রাষ্ট্রভাষা বাংলা’ এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে বঙ্গবন্ধুর সাথে কে আমরণ অনশন শুরু করেছিলেন? (জ্ঞান)
[ক] শামসুল হক
[খ] অলি আহাদ
✅ মহিউদ্দিন আহমদ
[ঘ] মওলানা ভাসানী

১১৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পুলিশ কেন ছাত্রদের ওপর গুলি চালায়? (অনুধাবন)
✅ ১৪৪ ধারা ভঙ্গ করায়
[খ] পুলিশের আদেশ অমান্য করায়
[গ] বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি পেশ করায়
[ঘ] উর্দুকে রাষ্ট্রভাষা করায়

১১৭. খাজা নাজিমুদ্দিনের ঘোষণার পর কাকে আহবায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? (জ্ঞান)
[ক] বঙ্গবন্ধুকে
[খ] আব্দুল মতিনকে
[গ] আবুল কাশেমকে
✅ কাজী গোলাম মাহবুবকে

১১৮. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কাকে আহবায়ক করে? (জ্ঞান)
✅ আব্দুল মতিনকে
[খ] আবুল কাশেমকে
[গ] জহির রায়হানকে
[ঘ] আব্দুস সালামকে

১১৯. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করেন কে? (জ্ঞান)
[ক] আব্দুল মতিন
[খ] আবুল কাশেম
[গ] বরকত
✅ বঙ্গবন্ধু

১২০. কত সালের কত তারিখে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে? (জ্ঞান)
[ক] ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি
[খ] ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি
[গ] ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি
✅ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি

১২১. ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব কীরূপ ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] বাংলাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করা
[খ] আন্দোলনের মুখে সরকারকে পদত্যাগ করানো
✅ শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান
[ঘ] ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

১২২. কত সালে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায়? (জ্ঞান)
[ক] ১৯৫২ সালে
[খ] ১৯৫৪ সালে
✅ ১৯৫৬ সালে
[ঘ] ১৯৫৮ সালে

১২৩. বিশ্বের কোন জাতি ভাষার দাবিতে জীবন দিয়েছে? (জ্ঞান)
[ক] অস্ট্রিক জাতি
[খ] হুন জাতি
[গ] দ্রাবিড় জাতি
✅ বাঙালি জাতি

১২৪. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা? (জ্ঞান)
✅ ইউনেস্কো
[খ] কমনওয়েলথ
[গ] ইউরোপীয় ইউনিয়ন
[ঘ] ইউনিস্ক

১২৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? (জ্ঞান)
[ক] ২০ জানুয়ারি
✅ ২১ ফেব্রুয়ারি
[গ] ২২ জানুয়ারি
[ঘ] ২৩ ফেব্রুয়ারি

১২৬. কীসের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক স্বার্থ রক্ষার ভিত্তিতে
[খ] রাজনৈতিক স্বার্থ রক্ষার ভিত্তিতে
✅ ধর্মভিত্তিক জাতীয় পরিচয়ের ভিত্তিতে
[ঘ] পশ্চিমা শক্তিকে ধ্বংস করার ভিত্তিতে

১২৭. বাঙালিরা ভাষার ভিত্তিতে এক জাতিসত্তার পরিচয়ে পরিচিত হয় কীভাবে? (অনুধাবন)
✅ ভাষা আন্দোলনে আত্মত্যাগের মাধ্যমে
[খ] মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে
[গ] সর্বস্তরে বাংলা ভাষা চালুর মাধ্যমে
[ঘ] স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের মাধ্যমে

১২৮. ভাষা আন্দোলন বাংলার মানুষের মধ্যে কোনটি জাগ্রত করে? (অনুধাবন)
[ক] গণতান্ত্রিক মনোভাব
✅ অধিকারের চেতনা
[গ] ধর্মীয় মূল্যবোধ
[ঘ] দেশ গড়ার চেতনা

১২৯. বাঙালিদের জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা কোনটির মাধ্যমে বেগবান হয়? (অনুধাবন)
[ক] বৈদেশিক সহায়তা
[খ] পাকিস্তান সৃষ্টি
✅ ভাষা আন্দোলন
[ঘ] যুক্তফ্রন্ট গঠন

১৩০. অগণতান্ত্রিকভাবে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বাঙালিদের আন্দোলনটি কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] ভারত ছাড় আন্দোলন
[খ] স্বাধিকার আন্দোলন
[গ] গণআন্দোলন
✅ ভাষা আন্দোলন

১৩১. ১৯৫১ সালে পূর্ববাংলায় সাধারণ নির্বাচন দেওয়া হয়নি কেন? (অনুধাবন)
✅ মুসলিম লীগের পরাজয়ের ভয়ে
[খ] হানাহানির ভয়ে
[গ] সংবিধান ছিল না বলে
[ঘ] যুক্তফ্রন্টের পরাজয়ের ভয়ে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩২. ভাষা আন্দোলন হলো- (অনুধাবন)
i. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠার আন্দোলন
ii. বাংলা ভাষায় কথা বলার আন্দোলন
iii. অন্যায়ভাবে চাপানো উর্দু ভাষা পরিহারের আন্দোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৩. বাংলাকে রাষ্ট্রভাষা করার যৌক্তিকতা হলো- (উচ্চতর দক্ষতা)
i. সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল বাংলা
ii. উর্দু কোনো অঞ্চলের মাতৃভাষা ছিল না
iii. বাংলা ভাষায় শিক্ষালাভ সহজ ছিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৪. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- (অনুধাবন)
i. ধীরেন্দ্রনাথ দত্ত
ii. খাজা নাজিমুদ্দিন
iii. মোহাম্মদ আলী জিন্নাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৫. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারীদের দ্বারা গঠিত কমিটি হলো- (অনুধাবন)
i. তমদ্দুন মজলিশ
ii. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
iii. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৬. মুহাম্মদ আলী জিন্নাহর ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’- এ বক্তব্যের প্রতিবাদ জানায় ছাত্ররা। তাদের প্রতিবাদের যুক্তি ছিল- (উচ্চতর দক্ষতা)
i. পাকিস্তানের শতকরা ৫৬ জনের মাতৃভাষা বাংলা
ii. উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না।
iii. উর্দু ছিল একটি অপ্রচলিত ভাষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ আমরণ অনশন শুরু করেন- (অনুধাবন)
i. স্বায়ত্তশাসনের জন্য
ii. রাজবন্দীদের মুক্তির দাবিতে
iii. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৮. বাঙালি জাতি ১৪৪ ধারা ভঙ্গ করে- (অনুধাবন)
i. ভাষা আন্দোলনে
ii. ছয় দফা আন্দোলনে
iii. ৭০-এর নির্বাচনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৯. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- (অনুধাবন)
i. রাজনৈতিক নেতাদের নিয়ে
ii. বুদ্ধিজীবীদের নিয়ে
iii. ছাত্রনেতাদের নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪০. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হন- (অনুধাবন)
i. বরকত
ii. আব্দুল মতিন
iii. রফিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪১. ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)
i. ইংরেজি ভাষা
ii. বাংলা ভাষা
iii. উর্দু ভাষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ব্যবহারের দাবি প্রথম উত্থাপিত হয়- (অনুধাবন)
i. ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক
ii. ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
iii. করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৩ ও ১৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
ইমন প্রতিবছর ফেব্রুয়ারি মাসের একটি নির্দিষ্ট তারিখে ভোরবেলায় বিদ্যালয়ের শহিদ মিনারে খালি পায়ে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা জানায়।

১৪৩. ইমন কোন আন্দোলনের স্মরণে শহিদমিনারে ফুলের তোড়া দেয়? (প্রয়োগ)
ক স্বাধীনতা আন্দোলন
✅ ভাষা আন্দোলন
গ গণআন্দোলন
[ঘ] ছাত্র আন্দোলন

১৪৪. উক্ত আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন- (উচ্চতর দক্ষতা)
i. সালাম
ii. বরকত
iii. জব্বার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ ১৯৫৪ সালের নির্বাচন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১০৮
🍭 পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৫৪ সালের মার্চ মাসে।
🍭 যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালের নভেম্বর মাসে।
🍭 যুক্তফ্রন্টের নির্বাচনি কর্মসূচি ছিল- ২১ দফাভিত্তিক।
🍭 যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নিযুক্ত হন-এ. কে. ফজলুল হক।
🍭 পাকিস্তানে সর্বপ্রথম সংবিধান প্রণয়ন করা হয়- ১৯৫৬ সালে।
🍭 মৌলিক গণতন্ত্রের ধারণা প্রদান করেন- আইয়ুব খান।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৫. পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? (জ্ঞান)
[ক] ১৯৫০ সালে
[খ] ১৯৫২ সালে
✅ ১৯৫৪ সালে
[ঘ] ১৯৫৬ সালে

১৪৬. ১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের মোট আসনসংখ্যা ছিল কত? (জ্ঞান)
[ক] ৩০০টি
[খ] ৩০৫টি
✅ ৩০৯টি
[ঘ] ৩১৫টি

১৪৭. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৫২
✅ ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

১৪৮. ১৯৫৪ সালের নির্বাচনের সময় কোন দল পাকিস্তানের ক্ষমতায় ছিল? (জ্ঞান)
[ক] আওয়ামী লীগ
✅ মুসলিম লীগ
[গ] জামায়াত-ই-ইসলামী
[ঘ] পাকিস্তান পিপলস পার্টি

১৪৯. ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
[খ] খেলাফতে রব্বানী
✅ যুক্তফ্রন্ট
[ঘ] জামায়াতে ইসলামী

১৫০. ১৯৫৪ সালের নির্বাচনে কতিপয় সমমনা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এ ঘটনার দ্বারা কোন বিষয়টি প্রকাশ পায়? (প্রয়োগ)
[ক] অর্থনৈতিক জোট গঠন
[খ] মহাজোট গঠন
✅ রাজনৈতিক জোট গঠন
[ঘ] আঞ্চলিক জোট গঠন

১৫১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয় দফাবিশিষ্ট কর্মসূচি গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ৬ দফা
[খ] ১১ দফা
✅ ২১ দফা
[ঘ] ২৮ দফা

১৫২. কোন দাবি পূর্ববাংলার জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত ছিল? (অনুধাবন)
[ক] ৮ দফা
[খ] ১৪ দফা
✅ ২১ দফা
[ঘ] ৬ দফা

১৫৩. ১৯৫৪ সালের নির্বাচনে কতটি আসন ছিল? (জ্ঞান)
[ক] ২২৩
✅ ২৩৭
[গ] ৩০০
[ঘ] ৩০৯

১৫৪. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে? (জ্ঞান)
✅ ২২৩
[খ] ২৩৭
[গ] ৩০৯
[ঘ] ৩০০

১৫৫. ১৯৫৪ সালের পূর্ববাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? (জ্ঞান)
[ক] ৪
✅ ৯
[গ] ২৪
[ঘ] ৩৬

১৫৬. ভাষা আন্দোলনের পর কোন বিষয়টি পূর্ববাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরও বৃদ্ধি করে? (জ্ঞান)
[ক] আইয়ুব খান কর্তৃক মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ ঘোষণা
[খ] ১৯৫৬ সালের সংবিধান প্রণয়ন
✅ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের জয় লাভ
[ঘ] ১৯৬২ সালের শিক্ষা কমিশন গঠন

১৫৭. যুক্তফ্রন্ট কর্তৃক গঠিত মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হন কে? (জ্ঞান)
[ক] মওলানা ভাসানী
[খ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[গ] হাজি দানেশ
✅ শেরেবাংলা এ. কে. ফজলুল হক

১৫৮. যুক্তফ্রন্ট কর্তৃক গঠিত মন্ত্রিসভাকে কত দিনের মাথায় ভেঙে দেওয়া হয়? (জ্ঞান)
✅ ৫৬
[খ] ৫৭
[গ] ৫৮
[ঘ] ৫৯

১৫৯. যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ববাংলায় কীসের শাসন কায়েম করা হয়? (অনুধাবন)
[ক] রাষ্ট্রপতির শাসন
✅ গভর্নরের শাসন
[গ] সামরিক শাসন
[ঘ] কেন্দ্রীয় শাসন

১৬০. সর্বপ্রথম পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৫৪
✅ ১৯৫৬
[ঘ] ১৯৫৮

১৬১. কোন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? (জ্ঞান)
✅ ১৯৫৬
[খ] ১৯৬২
[গ] ১৯৬৯
[ঘ] ১৯৭২

১৬২. পাকিস্তানের সর্বপ্রথম সংবিধান কত সালে বাতিল ঘোষিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৫৭
✅ ১৯৫৮
[গ] ১৯৫৯
[ঘ] ১৯৬০

১৬৩. জেনারেল ইস্কান্দার মির্জা কখন পাকিস্তানের সংবিধান বাতিল ঘোষণা করেন? (জ্ঞান)
[ক] ৬ অক্টোবর, ১৯৫৮ সাল
✅ ৭ অক্টোবর, ১৯৫৮ সাল
[গ] ৮ অক্টোবর, ১৯৫৮ সাল
[ঘ] ৯ অক্টোবর, ১৯৫৮ সাল

১৬৪. পাকিস্তানে ১৯৫৬ সালে প্রণীত সংবিধান বাতিল করেন কে? (জ্ঞান)
[ক] খাজা নাজিমুদ্দিন
✅ ইস্কান্দার মীর্জা
[গ] আইয়ুব খান
[ঘ] ইয়াহিয়া খান

১৬৫. ১৯৫৮ সালে সারাদেশে সামরিক আইন জারি করেন কে? (জ্ঞান)
✅ ইস্কান্দর মির্জা
[খ] আইয়ুব খান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] খাজা নাজিমুদ্দিন

১৬৬. পাকিস্তানে সামরিক শাসন জারির কয় সপ্তাহের মধ্যে ইস্কান্দার মির্জাকে সরিয়ে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করেন? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৬৭. মৌলিক গণতন্ত্রে সারাদেশে নির্বাচকমণ্ডলী কত ছিল? (জ্ঞান)
[ক] ষাট হাজার
[খ] সত্তর হাজার
✅ আশি হাজার
[ঘ] নব্বই হাজার

১৬৮. ‘মৌলিক গণতন্ত্র’ ধারণার প্রবর্তক কে? (জ্ঞান)
[ক] ইস্কান্দর মির্জা
✅ আইয়ুব খান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] খাজা নাজিমুদ্দিন

১৬৯. মৌলিক গণতন্ত্র ব্যবস্থাধীনে পূর্ব পাকিস্তানের কতজন ইউনিয়ন কাউন্সিল সদস্য দেশের নির্বাচকমণ্ডলীর অন্তর্ভুক্ত ছিলেন? (জ্ঞান)
[ক] ১৫,০০০
[খ] ২০,০০০
[গ] ৩০,০০০
✅ ৪০,০০০

১৭০. আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ ঘোষণা করেন কবে? (জ্ঞান)
[ক] ১৯৫৭ সালে
[খ] ১৯৫৮ সালে
✅ ১৯৫৯ সালে
[ঘ] ১৯৬০ সালে

১৭১. কালো আইন জারি করে পূর্ববাংলার জনপ্রিয় রাজনীতিকদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে কে বিরত রাখেন? (জ্ঞান)
[ক] টিক্কা খান
✅ আইয়ুব খান
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] জেনারেল ইস্কান্দর মির্জা

১৭২. কার শাসন আমলে বাঙালিদের মধ্যে প্রবল আকারে আলাদা জাতিগত পরিচয়ের প্রকাশ ঘটে? (জ্ঞান)
[ক] লিয়াকত আলী খান
[খ] জেনারেল টিক্কা খান
✅ জেনারেল আইয়ুব খান
[ঘ] জেনারেল ইস্কান্দর মির্জা

১৭৩. কত সালে জেনারেল আইয়ুব খান নিজস্ব ধ্যানধারণা নির্ভর একটি নতুন শাসনতন্ত্র দেন? (জ্ঞান)
[ক] ১৯৫৯
[খ] ১৯৬০
[গ] ১৯৬১
✅ ১৯৬২

১৭৪. ১৯৬২ সালের শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তানে কে অসীম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হল? (জ্ঞান)
[ক] ফাতেমা জিন্নাহ
✅ আইয়ুব খান
[গ] ইস্কান্দার মির্জা
[ঘ] ইয়াহিয়া খান

১৭৫. কত সাল পর্যন্ত আইয়ুব খানের নেতৃত্বে সামরিক শাসন বহাল থাকে? (জ্ঞান)
[ক] ১৯৬১
✅ ১৯৬২
[গ] ১৯৬৩
[ঘ] ১৯৬৪

১৭৬. আইয়ুব খান একটানা কত মাস সামরিক আইন দ্বারা দেশ পরিচালনা করেন? (জ্ঞান)
[ক] ৩৬
[খ] ৪০
✅ ৪৪
[ঘ] ৪৮

১৭৭. পূর্ববাংলার মোট কতজন রাজনীতিককে কালো আইনের আওতায় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়? (জ্ঞান)
[ক] ৭৫
[খ] ৭৬
[গ] ৭৭
✅ ৭৮

১৭৮. কত সালে শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে ৬ষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি পাঠ্য বাধ্যতামূলক করে? (জ্ঞান)
✅ ১৯৬২
[খ] ১৯৬৪
[গ] ১৯৬৭
[ঘ] ১৯৬৮

১৭৯. ১৯৬২ সালের শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে পাকিস্তানি ভাষাসমূহকে কোন বর্ণমালায় লেখার সুপারিশ করা হয়? (জ্ঞান)
[ক] আরবি
[খ] উর্দু
✅ রোমান
[ঘ] ইংরেজি

১৮০. কোন রিপোর্টে ডিগ্রি কোর্সকে তিন বছর মেয়াদি করা হয়? (প্রয়োগ)
✅ শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে
[খ] আইয়ুব শিক্ষা কমিশন রিপোর্টে
[গ] নিজাম শিক্ষা কমিশন রিপোর্টে
[ঘ] বর্ণমালা শিক্ষা কমিশন রিপোর্টে

১৮১. কোন পত্রিকাটি আইয়ুব খানের সামিরক শাসনের বিরুদ্ধে প্রশংসনীয় ও বলিষ্ঠ ভূমিকা পালনে অবতীর্ণ হয়? (জ্ঞান)
[ক] দৈনিক জনকণ্ঠ
✅ দৈনিক ইত্তেফাক
[গ] দৈনিক মানবজমিন
[ঘ] দৈনিক ভোরের আলো

১৮২. কত সালে ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও মালিক মানিক মিয়াকে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৫৮
✅ ১৯৫৯
[গ] ১৯৬০
[ঘ] ১৯৬১

১৮৩. পূর্ববাংলার সবচেয়ে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক কে ছিলেন? (জ্ঞান)
✅ তফাজ্জল হোসেন
[খ] মতিউর রহমান
[গ] কাজী জাফর মিয়া
[ঘ] রণেশ দাশ গুপ্ত

১৮৪. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরুতে কোন ক্ষেত্রে দুই অংশের মধ্যে পূর্ববাংলার অবস্থা অপেক্ষাকৃত ভালো ছিল? (জ্ঞান)
[ক] রাজনৈতিক
[খ] সাংস্কৃতিক
✅ অর্থনৈতিক
[ঘ] সামাজিক

১৮৫. পাকিস্তানের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন নীতি গ্রহণ করেন কে? (জ্ঞান)
✅ আইয়ুব খান
[খ] লিয়াকত আলী খান
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] এ. কে. ফজলুল হক

১৮৬. পাকিস্তান প্লানিং কমিশনের প্রধান অর্থনীতিবিদ কে ছিলেন? (জ্ঞান)
✅ মাহবুবুল হক
[খ] শরীফ হাওলাদার
[গ] এ. কে. ফজলুল হক
[ঘ] ফজলে আলী মিয়া

১৮৭. অর্থনীতিবিদ মাহবুবুল হকের তথ্য মতে দেশের শতকরা ৬৬ ভাগ শিল্প, ৭৯ ভাগ বিমা এবং ৮০ ভাগ ব্যাংক সম্পদ কয়টি পরিবারের হাতে কেন্দ্রীভূত ছিল? (জ্ঞান)
[ক] ২১
✅ ২২
[গ] ২৩
[ঘ] ২৪

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৮৮. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়- (অনুধাবন)
i. পূর্ববাংলার জনগণ পূর্ণ স্বায়ত্তশাসনে ঐক্যবদ্ধ
ii. পূর্ববাংলার জনগণ ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ
iii. পূর্ববাংলার জনগণ স্বাধীনচেতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৯. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ- (অনুধাবন)
i. তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও আদর্শগত বিরোধ
ii. বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন
iii. পূর্ব বাংলার প্রতি সরকারি কর্মকর্তাদের অবজ্ঞা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯০. ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল হলো- (উচ্চতর দক্ষতা)
i. যুক্তফ্রন্ট পায় ২২৩টি আসন
ii. জনতা পার্টি পায় ২৬টি আসন
iii. মুসলিম লীগ পায় ৯টি আসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯১. আইয়ুব খানের নতুন শাসনতন্ত্র থেকে বাদ দেওয়া হয়- (অনুধাবন)
i. প্রাদেশিক স্বায়ত্তশাসন
ii. সংসদীয় সরকারব্যবস্থা
iii. রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯২. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ভোটারদের আকৃষ্ট করতে বাঙালি নাগরিকদের যে দিকগুলো তুলে ধরে তা হলো- (অনুধাবন)
i. রাজনৈতিক অধিকার
ii. অর্থনৈতিক অধিকার
iii. সামাজিক ও সাংস্কৃতিক অধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৩. যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল- (অনুধাবন)
i. বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান
ii. ভাষা শহিদদের স্মরণে শহিদমিনার নির্মাণ
iii. ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৪. ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে যেসব সুপারিশ করা হয়, তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. উর্দুকে জনগণের ভাষায় পরিণত করা
ii. ডিগ্রি কোর্সকে তিন বছর মেয়াদি করা
iii. শিক্ষা খরচ শিক্ষার্থীদের বহন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৫. অর্থনীতিবিদ মাহবুবুল হকের তথ্য মতে ২২ পরিবারের হাতে যেসব সম্পদ কেন্দ্রীভূত রয়েছে তা হলো- (অনুধাবন)
i. ৬৬ ভাগ শিল্প
ii. ৭৯ ভাগ বিমা
iii. ৮০ ভাগ ব্যাংক সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৬. জেনারেল আইয়ুব খানের এক দশকের শাসনামলে- (উচ্চতর দক্ষতা)
i. বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য পাওয়া যায়
ii. পূর্ববাংলার ধনসম্পদ পশ্চিম অংশে চলে যায়
iii. পশ্চিম বাংলার জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৭. জেনারেল আইয়ুব খান পাকিস্তানের সামারিক শাসন জারির পর সেখানে- (উচ্চতর দক্ষতা)
i. সংসদীয় সরকারব্যবস্থা প্রবর্তিত হয়
ii. সকল রাজনৈতিক দলের তৎপরতা ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়
iii. ৭৮ জন রাজনীতিককে কালো আইনের আওতায় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. তফাজ্জল হোসেন ওরফে মানিক মিয়া গ্রেফতার হন- (অনুধাবন)
i. ১৯৫৯ সালে
ii. ১৯৬২ সালে
iii. ১৯৬৬ সালে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৯. জেনারেল আইয়ুব খানের শাসনামলে- (অনুধাবন)
i. অনেক বৈদেশিক সাহায্য পাওয়া যায়
ii. পূর্ববাংলার ধনসম্পদ পশ্চিম অংশে চলে যায়
iii. বিভিন্ন ক্ষেত্রে পূর্ববাংলার জনগণ বঞ্চিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০০ ও ২০১নং প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে জানতে চাইলে আলমের পিতা আলমকে বলেন, ‘পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানের জনসাধারণ তাদের ন্যায্য অধিকার থেকে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেছে। কিন্তু পূর্ব পাকিস্তানিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো। বরং সর্বক্ষেত্রেই পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিল।

২০০. আলমের বাবার কথায় পাকিস্তান রাষ্ট্রের কী প্রকাশ পায়? (প্রয়োগ)
ক নৈতিকতার দিক
[খ] কল্যাণের দিক
✅ ন্যায়নীতিহীনতা
[ঘ] মুসলিম ভ্রাতৃত্ব

২০১. অনুচ্ছেদ অনুযায়ী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য পরিলক্ষিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. রাজনৈতিক ক্ষেত্রে
ii. প্রশাসনিক ক্ষেত্রে
iii. ধর্মীয় ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ ৬ দফা কর্মসূচি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১০৯
🍭 ৬ দফা কর্মসূচি উত্থাপন করা হয়- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।
🍭 ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন- শেখ মুজিবুর রহমান।
🍭 ৬ দফা কর্মসূচি ছিল- বাঙালি জাতির মুক্তি সনদ।
🍭 আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়- ১৯৬৮ সালে।
🍭 ছাত্রসংগ্রাম পরিষদ গঠিত হয়- ১৯৬৯ সালে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০২. ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি কত তারিখে ঘোষণা করা হয়? (জ্ঞান)
[ক] ৫- ৬ জানুয়ারি
✅ ৫- ৬ ফেব্রুয়ারি
[গ] ৫- ৬ মার্চ
[ঘ] ৫- ৬ এপ্রিল

২০৩. আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচি কোথায় উত্থাপন করা হয়? (অনুধাবন)
[ক] ঢাকায়
✅ লাহোরে
[গ] করাচিতে
[ঘ] চট্টগ্রামে

২০৪. কত সালে পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৪
[খ] ১৯৬৫
✅ ১৯৬৬
[ঘ] ১৯৬৭

২০৫. ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন কে? (জ্ঞান)
[ক] মওলানা ভাসানী
[খ] এ. কে. ফজলুল হক
✅ শেখ মুজিবুর রহমান
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২০৬. ৬ দফা কর্মসূচি কী? (অনুধাবন)
[ক] বৈষম্যের এক বলিষ্ঠ প্রতিবাদ
✅ জাতির ছয়টি ন্যায্য দাবি
[গ] প্রাতিষ্ঠানিক নিয়ম
[ঘ] সাংবিধানিক নিয়ম

২০৭. ৬ দফা কর্মসূচির কোন দফায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের কথা বলা হয়েছে? (অনুধাবন)
✅ ১ম
[খ] ২য়
[গ] ৪র্থ
[ঘ] ৫ম

২০৮. বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। দাবিটি ৬ দফার কততম দফা? (জ্ঞান)
[ক] দফা-১
✅ দফা-২
[গ] দফা-৩
[ঘ] দফা-৪

২০৯. ৬ দফার কততম দফায় আলাদা মুদ্রাব্যবস্থার কথা বলা হয়েছে? (জ্ঞান)
[ক] দফা-১
[খ] দফা-২
✅ দফা-৩
[ঘ] দফা-৪

২১০. আধাসামরিক বাহিনী গঠন ৬ দফার কততম দফার অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] দফা-৩
[খ] দফা-৪
[গ] দফা-৫
✅ দফা-৬

২১১. পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখার দাবি ৬ দফার কততম দাবির অন্তর্ভুক্ত ছিল?
[ক] দফা ৩
[খ] দফা ৪
✅ দফা ৫
[ঘ] দফা ৬

২১২. ৬ দফা কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
✅ বাঙালির জাতীয় মুক্তি
[গ] সামাজিক মুক্তি
[গ] সুষ্ঠু বাণিজ্য সম্পর্ক
[ঘ] নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা

২১৩. ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কোনটিকে? (জ্ঞান)
[ক] ভাষা আন্দোলনকে
✅ ৬ দফা কর্মসূচিকে
[গ] ১৯৫৪-এর নির্বাচনকে
[ঘ] ঊনসত্তরের গণঅভ্যুত্থানকে

২১৪. ৬ দফাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যায়িত করেন কে? (জ্ঞান)
✅ আইয়ুব খান
[খ] মোহাম্মদ আলী জিন্নাহ
[গ] নুরুল আমিন
[ঘ] লিয়াকত আলী খান

২১৫. আগরতলা মামলা করা হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৬৭
✅ ১৯৬৮
[গ] ১৯৬৯
[ঘ] ১৯৭০

২১৬. ১৯৬৮ সালের কোন মাসে আইয়ুব সরকার আগরতলা মামলা দায়ের করেন? (জ্ঞান)
✅ জানুয়ারি মাসে
[খ] ফেব্রুয়ারি মাসে
[গ] মার্চ মাসে
[ঘ] এপ্রিল মাসে

২১৭. ঐতিহাসিক আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? (জ্ঞান)
[ক] মওলানা ভাসানী
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২১৮. আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজনকে আসামি করা হয়? (জ্ঞান)
✅ ৩৫
[খ] ৩৬
[গ] ৩৭
[ঘ] ৩৮

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১০

২১৯. ঐতিহাসিক আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল?
 (জ্ঞান)
[ক] রাষ্ট্র বনাম শেখ মুুজিবুর রহমান
[খ] রাষ্ট্র বনাম মাওলানা ভাসানী এবং অন্যান্য
[গ] রাষ্ট্র বনাম তাজউদ্দিন আহমদ এবং অন্যান্য
✅ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য

২২০. আগরতলা মামলায় বঙ্গবন্ধু কারাগারে গেলে বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতৃত্বভার কাদের ওপর গিয়ে বর্তায়? (অনুধাবন)
[ক] সেনাবাহিনী
[খ] আইনজীবী
[গ] কৃষকশ্রেণি
✅ সচেতন ছাত্রসমাজ

২২১. ১৯৬৯ সালে গঠিত কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন? (জ্ঞান)
[ক] ছাত্রনেতা আব্দুল মতিন
[খ] ছাত্রনেতা কাজী মাহবুব
✅ ছাত্রনেতা তোফায়েল আহমদ
[ঘ] ছাত্রনেতা ওবায়দুল কাদের

২২২. বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা কর্মসূচির প্রতি সমর্থন করে ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা কর্মসূচি ঘোষণা করে? (জ্ঞান)
[ক] ৮ দফা
[খ] ১০ দফা
✅ ১১ দফা
[ঘ] ২১ দফা

২২৩. ‘৬ দফা’ কর্মসূচি মূলত কী ধরনের কর্মসূচি ছিল? (অনুধাবন)
[ক] সামাজিক ও অর্থনৈতিক মুক্তির কর্মসূচি
✅ রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কর্মসূচি
[গ] পরাধীনতা হতে মুক্তির কর্মসূচি
[ঘ] ধর্মীয় গোঁড়ামি হতে মুক্তির কর্মসূচি

২২৪. ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে পূর্ববাংলায় গণবিদ্রোহ দেখা দেয় কখন? (অনুধাবন)
[ক] ১৯৬৭ সালের নভেম্বর- ১৯৬৮ সালের মার্চ পর্যন্ত
✅ ১৯৬৮ সালের নভেম্বর- ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত
[গ] ১৯৬৮ সালের নভেম্বর- ১৯৭০ সালের মার্চ পর্যন্ত
[ঘ] ১৯৭০ সালের নভেম্বর- ১৯৭১ সালের মার্চ পর্যন্ত

২২৫. ৬ দফা ও ১১ দফার ভিত্তিতে কাদের মধ্যে একটি সুদৃঢ় নাগরিক ঐক্য গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়? (জ্ঞান)
✅ পূর্ববাংলার সকল শ্রেণির মানুষের মধ্যে
[খ] পূর্ববাংলার রাজনীতিবিদদের মধ্যে
[গ] পূর্ববাংলার আইনজীবীদের মধ্যে
[ঘ] পূর্ববাংলার সাংবাদিকদের মধ্যে

২২৬. কত সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৬২
[খ] ১৯৬৫
✅ ১৯৬৯
[ঘ] ১৯৭০

২২৭. আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন কখন? (জ্ঞান)
✅ ২৫ মার্চ, ১৯৬৯
[খ] ২৪ এপ্রিল, ১৯৬৯
[গ] ২৩ জুলাই, ১৯৬৯
[ঘ] ২২ জানুয়ারি, ১৯৬৯

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২৮. ৬ দফা কর্মসূচিতে ছিল- (অনুধাবন)
i. সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা
ii. কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে
iii. নিজস্ব নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনীর ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৯. জেনারেল আইয়ুব ৬ দফাকে আখ্যায়িত করেন- (অনুধাবন)
i. বিচ্ছিন্নতাবাদী বলে
ii. জাতীয় মুক্তির সনদ বলে
iii. বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩০. ৬ দফা কর্মসূচি ছিল বাঙালি জাতির- (অনুধাবন)
i. ম্যাগনাকার্টা
ii. মুক্তির সনদ
iii. বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. ১৯৬৯ সালের জানুয়ারি মাসে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে- (অনুধাবন)
i. পূর্ব পাকিস্তান ছাত্রলীগ
ii. পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩২. ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ, এটি- (অনুধাবন)
i. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা
ii. মৌলিক অধিকারের ভিত্তি
iii. বাঙালির ন্যায্য অধিকারের সনদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক সমর্থিত ৬ দফা ও ১১ দফা ভিত্তিক ছাত্র আন্দোলনের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. পূর্ববাংলার সকল শ্রেণির মানুষের মধ্যে একটি সুদৃঢ় নাগরিক ঐক্য গড়ে ওঠে
ii. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়
iii. আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৪. ছাত্র সংগ্রাম পরিষদ দেশব্যাপী আন্দোলন শুরু করার যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. আগরতলা মামলা প্রত্যাহার
ii. বঙ্গবন্ধুর মুক্তির দাবি
iii. সকল রাজবন্দির মুক্তির দাবি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৫. স্বাধীন বাংলাদেশের উদ্ভবে ঐতিহাসিক ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. ছাত্রদের ১১ দফা আন্দোলন
ii. আগরতলা মামলাবিরোধী গণঅভ্যুত্থান
iii. পশ্চিম পাকিস্তানে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৬ ও ২৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
মিতুল দশ টাকার কাগজের নোটে একজন নেতার ছবি দেখে। যিনি ৬ দফা দাবি পাকিস্তানি শাসকদের কাছে তুলে ধরেছিলেন।

২৩৬. মিতুল দশ টাকার কাগজের নোটে কার ছবি দেখতে পেয়েছে? (প্রয়োগ)
ক জিয়াউর রহমান
[খ] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান
[ঘ] সোহরাওয়ার্দী

২৩৭. অনুচ্ছেদে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার বিষয়বস্তু ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ
ii. বৈদেশিক সাহায্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা
iii. রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ উনসত্তরের গণঅভ্যুত্থান 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১১
🍭 গণঅভ্যুত্থান সংঘটিত হয়- ১৯৬৯ সালে।
🍭 ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল- শিক্ষার সুযোগ সৃষ্টি।
🍭 আন্দোলনের ভয়ে ভীত হয়ে আইয়ুব খান প্রত্যাহার করেন- আগরতলা মামলা।
🍭 শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়- ১৯৬৯ সালে।
🍭 রাজনৈতিক দলের কার্যকলাপের ওপর বিধিনিষেধ তুলে দেন-জেনারেল আইয়ুব খান।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৮. পাকিস্তানের উভয় অংশে এক দুর্বার গণআন্দোলন শুরু হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৬৭
[খ] ১৯৬৮
✅ ১৯৬৯
[ঘ] ১৯৭০

২৩৯. ১১ দফা কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিল কারা? (জ্ঞান)
✅ ছাত্ররা
[খ] কৃষকরা
[গ] আইনজীবরা
[ঘ] শ্রমিকরা

২৪০. বঙ্গবন্ধুর মুক্তির দাবি কোন দফার অন্তর্ভুক্ত ছিল? (অনুধাবন)
[ক] ৫
[খ] ৬
✅ ১১
[ঘ] ২১

২৪১. রাজবন্দীদের মুক্তি কোন দফার অন্তর্ভুক্ত ছিল? (অনুধাবন)
[ক] ছাত্রদের ৮ দফা
[খ] যুক্তফ্রন্টের ২১ দফা
[গ] বঙ্গবন্ধুর ছয় দফা
✅ ছাত্রদের ১১ দফা

২৪২. ‘এক ব্যক্তি এক ভোটের’ ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয় কখন? (অনুধাবন)
[ক] বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন
[খ] যুক্তফ্রন্টের নির্বাচনের সময়
✅ ছাত্রদের ১১ দফা আন্দোলনের সময়
[ঘ] অসহযোগ আন্দোলনের সময়

২৪৩. ১৯৯০-এর স্বৈরাচার পতন আন্দোলনের সাথে সাদৃশ্য ছিল নিচের কোন আন্দোলনটির? (প্রয়োগ)
[ক] ভাষা আন্দোলন
[খ] খেলাফত আন্দোলন
✅ ঊনসত্তরের গণঅভ্যুত্থান
[ঘ] অসহযোগ আন্দোলন

২৪৪. আগরতলা মামলা প্রত্যাহার করেন কে? (জ্ঞান)
✅ আইয়ুব খান
[খ] মোহাম্মদ আলী জিন্নাহ
[গ] ইয়াহিয়া খান
[ঘ] লিয়াকত আলী খান

২৪৫. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কখন? (জ্ঞান)
✅ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
[খ] ১৯৬৯ সালের ১৭ মার্চ
[গ] ১৯৬৯ সালের ২৮ এপ্রিল
[ঘ] ১৯৬৯ সালের ২১ জুলাই

২৪৬. বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের আগের নাম কী ছিল? (জ্ঞান)
[ক] করাচি ময়দান
[খ] লাহোর ময়দান
[গ] রেসিকো ময়দান
✅ রেসকোর্স ময়দান

২৪৭. ইয়াহিয়া খান ক্ষমতা লাভ করেন কখন? (অনুধাবন)
[ক] ১৯৬২ সালে
[খ] ১৯৬৪ সালে
[গ] ১৯৬৬ সালে
✅ ১৯৬৯ সালে

২৪৮. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে কে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন? (জ্ঞান)
✅ আইয়ুব খান
[খ] ইয়াহিয়া খান
[গ] মুহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] ইস্কান্দার মীর্জা

২৪৯. আইয়ুব খান কার হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি হতে বিদায় গ্রহণ করেন? (জ্ঞান)
[ক] জুলফিকার আলী ভুট্টো
✅ ইয়াহিয়া খান
[গ] লিয়াকত আলী
[ঘ] খাজা নাজিমুদ্দিন

২৫০. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইয়াহিয়া খান কোন ধরনের পদক্ষেপ ঘোষণা করেন? (অনুধাবন)
✅ শাসনতান্ত্রিক
[খ] নিয়মতান্ত্রিক
[গ] প্রজাতান্ত্রিক
[ঘ] গণতান্ত্রিক

২৫১. ইয়াহিয়া খান জাতীয় পরিষদের জন্য কতটি আসনসংখ্যা নির্ধারণ করেন? (জ্ঞান)
[ক] ৩১২
✅ ৩১৩
[গ] ৩১৪
[ঘ] ৩১৫

২৫২. ইয়াহিয়া খানের সময় জাতীয় পরিষদে সংরক্ষিত মহিলা আসনসংখ্যা কতটি ছিল? (জ্ঞান)
✅ ১৩
[খ] ১৪
[গ] ১৫
[ঘ] ১৬

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৩. ১৯৬৯ সালের গণআন্দোলনের কারণ হলো- (অনুধাবন)
i. মৌলিক গণতন্ত্র
ii. আগরতলা মামলা
iii. আইয়ুব শাহীর নির্যাতন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৪. ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- (অনুধাবন)
i. শিক্ষার সুযোগ বৃদ্ধি
ii. আঞ্চলিক স্বায়ত্তশাসন
iii. নিরপেক্ষ পররাষ্ট্রনীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৫. গণঅভ্যুত্থানের যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. আইয়ুব খানের পদত্যাগ
ii. ১৯৬২ সালের সংবিধান বাতিল
iii. আগরতলা মামলা প্রত্যাহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. আইয়ুব খানের বিদায়
ii. ইয়াহিয়া খানের শাসনতান্ত্রিক পদক্ষেপ
iii. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৭. ১৯৬৯ সালে পশ্চিম ও পূর্ব পাকিস্তানে দুর্বার গণআন্দোলন শুরু হয়- (অনুধাবন)
i. মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে
ii. স্বাধীনতা অর্জনের জন্য
iii. আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৮. ১১ দফার অন্তর্ভুক্ত ছিল- (উচ্চতর দক্ষতা)
i. আঞ্চলিক স্বায়ত্তশাসন
ii. শিল্পের জাতীয়করণ
iii. অঙ্গরাজ্যসমূহে আধাসামরিক বাহিনী গঠন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৯. ছাত্রদের ১১ দফায় ঘোষিত হয়েছিল- (অনুধাবন)
i. জরুরি নিরাপত্তা আইন বাস্তবায়ন
ii. বাকস্বাধীনতা
iii. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬০. জেনারেল ইয়াহিয়া খানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো- (উচ্চতর দক্ষতা)
i. জাতীয় পরিষদের ৩১৩টি আসনের ১৩টি মহিলাদের জন্য সংরক্ষিত করা
ii. নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃক সংবিধান প্রণয়নের জন্য সর্বোচ্চ ১০০ দিন ধার্য করা
iii. প্রণীত সংবিধান রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদনের ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ ১৯৭০-এর নির্বাচন ও ফলাফল 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১১
🍭 ১৯৭০-এর নির্বাচন ছিল- পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন।
🍭 ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়- ৭ ডিসেম্বর।
🍭 ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যু ছিল- বাঙালি জাতির মুক্তি সনদ বা ৬ দফা।
🍭 ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি এলাকাভিত্তিক আসনের মধ্যে লাভ করে- ১৬০টি আসন।
🍭 ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে মোট ৩০০টি এলাকাভিত্তিক আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে- ২৮৮টি।
🍭 ১৯৭০ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবিভর্ূত হয়- আওয়ামী লীগ।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬১. পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন কোনটি? (জ্ঞান)
[ক] ১৯৫৪ সালের নির্বাচন
[খ] ১৯৬২ সালের নির্বাচন
[গ] ১৯৬৬ সালের নির্বাচন
✅ ১৯৭০ সালের নির্বাচন

২৬২. ১৯৭০ সালের ১ম দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ৭ নভেম্বর
[খ] ১৭ নভেম্বর
[গ] ৫ ডিসেম্বর
✅ ৭ ডিসেম্বর

২৬৩. ১৯৭০ সালের ২য় দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? (জ্ঞান)
✅ ১৭ জানুয়ারি ১৯৭১
[খ] ১৮ জানুয়ারি ১৯৭১
[গ] ১৯ জানুয়ারি ১৯৭১
[ঘ] ২০ জানুয়ারি ১৯৭১

২৬৪. সত্তরের নির্বাচনে পূর্ববাংলায় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন দল ছিল কোনটি? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
✅ আওয়ামী লীগ
[গ] ন্যাশনাল আওয়ামী পার্টি
[ঘ] পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি

২৬৫. ১৯৭০ সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের কে পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন? (জ্ঞান)
[ক] মোহাম্মদ আলী জিন্নাহ
✅ জুলফিকার আলী ভুট্টো
[গ] জেনারেল ইয়াহিয়া খান
[ঘ] জেনারেল আইয়ুব খান

২৬৬. ‘ইসলাম আমাদের বিশ্বাস, গণতন্ত্র আমাদের রাষ্ট্রব্যবস্থা এবং সমাজতন্ত্র আমাদের অর্থনীতি’- ১৯৭০-এর নির্বাচনে এটি কোন দলের সেøাগান ছিল? (অনুধাবন)
[ক] আওয়ামী লীগ
[খ] মুসলিম লীগ
[গ] জামায়াত-ই-ইসলাম
✅ পাকিস্তান পিপলস পার্টি

২৬৭. ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের মোট ৩১৩টি আসনের মধ্যে কতটি আসন লাভ করে? (জ্ঞান)
✅ ১৬০
[খ] ১৬২
[গ] ১৬৭
[ঘ] ১৭১

২৬৮. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব বাংলায় আওয়ামী লীগের সংরক্ষিত আসন কতটি ছিল? (জ্ঞান)
[ক] ৫
✅ ৭
[গ] ৯
[ঘ] ১২

২৬৯. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনসহ পাকিস্তান পিপলস পার্টি মোট কতটি আসন লাভ করে? (জ্ঞান)
[ক] ৮৫
[খ] ৮৬
[গ] ৮৭
✅ ৮৮

২৭০. পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইনসভার নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? (জ্ঞান)
✅ ২৮৮
[খ] ২৯০
[গ] ২৯৫
[ঘ] ২৯৮

২৭১. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ১০টি মহিলাদের জন্য সংরক্ষিত আসনসহ কতটি আসন লাভ করে? (জ্ঞান)
[ক] ২৯৭
✅ ২৯৮
[গ] ২৯৯
[ঘ] ৩০০

২৭২. ১৯৭০ সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কতটি আসন লাভ করে? (জ্ঞান)
[ক] ৭
[খ] ৮
✅ ৯
[ঘ] ১০

২৭৩. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের সর্বমোট আসনসংখ্যা দাঁড়ায় কতটি? (জ্ঞান)
[ক] ১৬৭
[খ] ২৮৮
✅ ২৯৮
[ঘ] ৩১৩

২৭৪. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য কতটি আসন বরাদ্দ ছিল? (জ্ঞান)
[ক] ১২৫
[খ] ১৩২
✅ ১৩৮
[ঘ] ১৫৮

২৭৫. ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের নেতা কে ছিলেন? (অনুধাবন)
[ক] আইয়ুব খান
[খ] ইয়াহিয়া খান
[গ] জুলফিকার আলী ভুট্টো
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৭৬. ১৯৭০ সালের নির্বাচন-পরবর্তী সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা হারানোর ভীতি ছড়িয়ে পড়ে কেন? (অনুধাবন)
✅ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভুত হলে
[খ] আওয়ামী লীগ ৬ দফা বাস্তবায়নের ঘোষণা দিলে
[গ] পিপলস পার্টি পরাজিত দল হিসেবে আবির্ভুত হলে
[ঘ] পিপলস পার্টি নির্বাচনি ফলাফল বর্জনের ঘোষণা দিলে

২৭৭. ১৯৭০-এর নির্বাচনের ফলাফল প্রকাশের পর পাকিস্তানের সামরিক-বেসামরিক আমলারা নতুন ষড়যন্ত্র শুরু করে। এ ষড়যন্ত্রে কে যুক্ত হন? (জ্ঞান)
[ক] ওয়ালী খান
[খ] আইয়ুব খান
[গ] ইয়াহিয়া খান
✅ জুলফিকার আলী ভুট্টো

২৭৮. ১৯৭০ সালের নির্বাচন-পরবর্তী সময়ে উদ্ভূত সংকটের সামরিক সমাধানে মনস্থির করে পশ্চিমা শাসকগোষ্ঠী প্রস্তুতির জন্য কত তারিখ পর্যন্ত সময় নেয়? (জ্ঞান)
[ক] ৩ মার্চ ১৯৭১
[খ] ৭ মার্চ ১৯৭১
[গ] ২৩ মার্চ ১৯৭১
✅ ২৫ মার্চ ১৯৭১

২৭৯. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কখন পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন আহবান করেছিলেন? (জ্ঞান)
[ক] ১৯৭১ সালের ২ মার্চ
✅ ১৯৭১ সালের ৩ মার্চ
[গ] ১৯৭১ সালের ৪ মার্চ
[ঘ] ১৯৭১ সালের ৫ মার্চ

২৮০. কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছিলেন? (জ্ঞান)
[ক] আইয়ুব খান
[খ] ইস্কান্দার মির্জা
✅ ইয়াহিয়া খান
[ঘ] টিক্কা খান

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮১. ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়- (অনুধাবন)
i. ৭ ডিসেম্বর, ১৯৭০
ii. ২৪ ডিসেম্বর, ১৯৭০
iii. ১৭ জানুয়ারি, ১৯৭১

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮২. ১৯৭০ সালের নির্বাচনের বৈশিষ্ট্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ইসলাম ধর্মবিশ্বাসের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়
ii. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়
iii. ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৩. ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দলগুলো হলো- (অনুধাবন)
i. আওয়ামী লীগ
ii. পাকিস্তান পিপলস পার্টি
iii. ন্যাশনাল আওয়ামী পার্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮৪. ১৯৭০ সালের নির্বাচনে পিপলস পার্টির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল- (অনুধাবন)
i. শক্তিশালী কেন্দ্র
ii. ইসলামী সমজতন্ত্র
iii. ভারত বিরোধিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮৫. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- (অনুধাবন)
i. জাতীয় পরিষদে আওয়ামী লীগ ১৬০ আসন লাভ করে
ii. পিপলস পার্টি জাতীয় পরিষদে ২২০ আসন লাভ করে
iii. প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ ২৮৮ আসন লাভ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৬. ১৯৭০ সালের নির্বাচনে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির নির্বাচনি সেøাগান ছিল- (উচ্চতর দক্ষতা)
i. ইসলাম আমাদের বিশ্বাস
ii. গণতন্ত্র আমাদের রাষ্ট্রব্যবস্থা
iii. পুঁজিবাদ আমাদের অর্থনীতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৭. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে- (উচ্চতর দক্ষতা)
i. বাঙালিদের রাষ্ট্রীয় কর্তৃত্ব অর্জন নিশ্চিত হয়
ii. ৬ দফাভিত্তিক সংবিধান প্রণয়নের বিষয়টি নিশ্চিত হয়
iii. পশ্চিম ও পূর্ব পাকিস্তান মিলে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৮. ১৯৭০ সালের নির্বাচন প্রমাণ করেছিল- (উচ্চতর দক্ষতা)
i. বাঙালিদের স্বতন্ত্রতা
ii. পাকিস্তানিদের স্বতন্ত্রতা
iii. স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮৯ ও ২৯০নং প্রশ্নের উত্তর দাও :
আমাদের দেশে গণতান্ত্রিক চেতনার ভিত্তিমূল রচিত হয়েছিল স্বাধীনতা পূর্ব নির্বাচনে। সে নির্বাচন ছিল দুই দফায়। ১ম দফা ডিসেম্বরে, ২য় দফা পরবর্তী বছরের জানুয়ারিতে।

২৮৯. অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কীভাবে স্বাধীনতার পথ প্রসারিত করে? (প্রয়োগ)
ক নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
✅ বাংলার জনগণের ঐক্যবদ্ধ হওয়া
[গ] পাকিস্তানের শাসকদের নির্বাচনমুখী হওয়া
[ঘ] সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া

২৯০. উক্ত নির্বাচন বুঝতে শেখায়- (উচ্চতর দক্ষতা)
i. জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
ii. ভাষা ও সংস্কৃতির মূল্যবোধ বোঝা
iii. দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ অসহযোগ আন্দোলন ও স্বাধীনতার ঘোষণা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৩ ও ১১৫
🍭 ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়- প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক।
🍭 পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়- ১ মার্চ ১৯৭১ সাল থেকে।
🍭 স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়- ২ মার্চ ১৯৭১ সালে।
🍭 বঙ্গবন্ধুর আহবানে সারা বাংলায় সর্বাত্মক অসহযোগ পালিত হয়- ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ।
🍭 পাকিস্তান সরকারের নির্দেশ অগ্রাহ্য করে পূর্ববাংলায় সকল কিছু পরিচালিত হয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নির্দেশে।
🍭 বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন হচ্ছে- ১৯৭১ সালের ৭ মার্চ।
🍭 ২৬ মার্চের প্রথম প্র্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
🍭 বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেন- চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯১. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক কখন পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়? (জ্ঞান)
✅ ১ মার্চ, ১৯৭১ সাল
[খ] ২ মার্চ, ১৯৭১ সাল
[গ] ৩ মার্চ, ১৯৭১ সাল
[ঘ] ৪ মার্চ, ১৯৭১ সাল

২৯২. পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১ মার্চ, ১৯৬৮
[খ] ২ এপ্রিল, ১৯৬৯
[গ] ৮ জুন, ১৯৭০
✅ ১ মার্চ, ১৯৭১

২৯৩. ১৯৭১ সালের ২ মার্চ ছাত্র-জনতার সমাবেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এখানে উল্লিখিত ‘ছাত্র-জনতার সমাবেশটি’ কোথায় অবস্থিত ছিল? (প্রয়োগ)
[ক] ঢাকার রেসকোর্স ময়দানে
[খ] রায়ের বাজার বধ্যভূমিতে
[গ] ঢাকার মধুর ক্যান্টিনে
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়

২৯৪. কখন সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৭১ সালের ১ মার্চ
✅ ১৯৭১ সালের ২ মার্চ
[গ] ১৯৭১ সালের ৩ মার্চ
[ঘ] ১৯৭১ সালের ৪ মার্চ

২৯৫. ১৯৭১ সালের ৩ মার্চ পল্টনের জনসভায় কার উপস্থিতিতে ছাত্রসমাজের স্বাধীন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হয়? (জ্ঞান)
[ক] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[খ] জেনারেল জিয়াউর রহমান
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] মওলানা ভাসানী

২৯৬. কখন স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়? (জ্ঞান)
[ক] ২ মার্চ, ১৯৭১ সাল
✅ ৩ মার্চ, ১৯৭১ সাল
[গ] ৪ মার্চ, ১৯৭১ সাল
[ঘ] ৫ মার্চ, ১৯৭১ সাল

২৯৭. কত তারিখে পূর্ব বাংলার সর্বত্র পাকিস্তানি পতাকার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? (জ্ঞান)
[ক] ২২ মার্চ
✅ ২৩ মার্চ
[গ] ২৪ মার্চ
[ঘ] ২৫ মার্চ

২৯৮. ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত কার আহবানে সারা বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হয়? (জ্ঞান)
[ক] শেরে বাংলা এ কে ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] সৈয়দ নজরুল ইসলাম

২৯৯. ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের কারণ কী ছিল? (অনুধাবন)
[ক] স্বাধিকার অর্জন
✅ স্বাধীনতা অর্জন
[গ] স্বায়ত্তশাসন
[ঘ] সাধারণ নির্বাচন

৩০০. ঢাকার রেসকোর্স ময়দান কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে? (উচ্চতর দক্ষতা)
[ক] পুরনো ঢাকার ঐতিহ্য প্রকাশ
✅ জাতির জনকের ভাষণ প্রদান
[গ] ব্যবসায়-বাণিজ্যের প্রাণকেন্দ্র
[ঘ] ছাত্র সংগ্রাম পরিষদ গঠন

৩০১. ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন? (অনুধাবন)
[ক] জিয়া উদ্যান
✅ সোহরাওয়ার্দী উদ্যান
[গ] রমনা পার্ক
[ঘ] ভিক্টোরিয়া পার্ক

৩০২. জুলফিকার আলী ভুট্টো কোন দলের নেতা ছিলেন? (জ্ঞান)
[ক] পিপলস ন্যাশনাল
[খ] ডেমোক্রেটিক পার্টি
✅ পিপলস পার্টি
[ঘ] লিবারেশন ন্যাশনাল

৩০৩. ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’-কে বলেছিলেন? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] মওলানা ভাসানী
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] মেজর জিয়াউর রহমান

৩০৪. ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এ দিনটির সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট নিচের কোন স্থানটি? (অনুধাবনা)
✅ ঢাকা
[খ] বগুড়া
[গ] চট্টগ্রাম
[ঘ] খুলনা

৩০৫. ‘...... এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’- কে বলেন? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] মওলানা ভাসানী
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] মেজর জিয়াউর রহমান

৩০৬. ‘পাকিস্তান প্রজাতন্ত্র দিবস’ ছিল কোনটি? (জ্ঞান)
[ক] ২১ জানুয়ারি
✅ ২৩ মার্চ
[গ] ২৬ আগস্ট
[ঘ] ২৭ অক্টোবর

৩০৭. ১৯৭১ সালে ১৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পশ্চিম পাকিস্তানের নেতাদের সাথে যে আলোচনা শুরু হয় তার উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
[ক] ক্ষমতা বণ্টন করা
[খ] পাকিস্তানের দুই অংশের মধ্যে সমন্বয় সাধন
[গ] নির্বাচনের ফলাফল মেনে নেওয়া
✅ আলোচনার নামে সময়ক্ষেপণ করা

৩০৮. ১৯৭১ সালের ৭ মার্চ কোন জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন? (জ্ঞান)
[ক] পাঞ্জাবি
[খ] ভারতীয়
✅ বাঙালি
[ঘ] লিবারেশন ন্যাশনাল

৩০৯. বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন গ্রেফতার করা হয়? (জ্ঞান)
[ক] ২৭ শে মার্চ সন্ধ্যায়
[খ] ২৬ শে মার্চ রাতে
✅ ২৫ শে মার্চ মধ্যরাতে
[ঘ] ২৪ শে মার্চ গভীর রাতে

৩১০. ১৯৭১ সালের ২৫ মার্চ তারিখে ইয়াহিয়া খান কোন কাজটি করেন? (অনুধাবন)
[ক] বঙ্গবন্ধুর সাথে আলোচনায় বসেন
[খ] বাংলাদেশের ইশতেহার পাঠ করেন
✅ সদলবলে ঢাকা ত্যাগ করেন
[ঘ] পাকিস্তান প্রজাতন্ত্র দিবস পালন

৩১১. বাংলার ইতিহাসে ২৫ মার্চের রাতকে কী বলে অভিহিত করা হয়? (জ্ঞান)
[ক] বিপ্লব-ক্ষণ
[খ] ধ্বংস রজনী
[গ] সার্চলাইট
✅ কালরাত্রি

৩১২. বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন কখন? (জ্ঞান)
[ক] ১৫ মার্চের সন্ধ্যায়
✅ ২৬ মার্চের প্রথম প্রহরে
[গ] ২৯ মার্চের সকাল বেলায়
[ঘ] ১৬ ডিসেম্বরের মধ্য দুপুরে

৩১৩. ১৯৭১ সালের ১৫ মার্চ কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোচনায় বসার অনুরোধ জানান? (জ্ঞান)
[ক] মোহাম্মদ আলী জিন্নাহ
✅ ইয়াহিয়া খান
[গ] আইয়ুব খান
[ঘ] মওলানা ভাসানী

৩১৪. ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক প্রেরিত স্বাধীনতার ঘোষণাপত্র কে প্রচার করেন? (জ্ঞান)
[ক] জিয়াউর রহমান
[খ] তাজউদ্দিন যোগে
✅ এম এ হান্নান
[ঘ] জিল্লুর রহমান

৩১৫. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র কীসের মাধ্যমে দলীয় নেতৃবৃন্দের নিকট পৌঁছে দেন? (জ্ঞান)
[ক] ডাকযোগে
✅ ওয়্যারলেসযোগে
[গ] টেলিফোনের মাধ্যমে
[ঘ] ব্যক্তিগত সচিবের মাধ্যমে

৩১৬. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা ইংরেজিতে দিয়েছিলেন কেন? (অনুধাবন)
[ক] ইংরেজি সহজ ভাষা বিধায়
✅ বিশ্ববাসীর বোঝার জন্য
[গ] পাকিস্তানিরা ইংরেজি ভাষা ব্যবহার করত বলে
[ঘ] ভুট্টোর ইংরেজি ভাষা প্রিয় ছিল বলে

৩১৭. “আমি বাংলাদেশের জনগণকে আহবান জানাইতেছি যে, যে যেখানে আছে, যাহার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও।”- এখানে রুখে দাঁড়ানোর এ আহবান কার? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমানের
[খ] এম এ হান্নানের
[গ] জনাব ওয়ালী খানের
[ঘ] মহিউদ্দিন আহমদের

৩১৮. স্বাধীনতার ঘোষণা দ্বিতীয়বার কোথা থেকে দেওয়া হয়? (জ্ঞান)
[ক] রাউজান থেকে
✅ কালুরঘাট থেকে
[গ] রায়ের বাজার থেকে
[ঘ] সিভিস থেকে

৩১৯. চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান কখন স্বাধীনতার ঘোষণা প্রচার করেন? (জ্ঞান)
[ক] ২৬ মার্চ সকালে
[খ] ২৬ মার্চ দুপুরে
[গ] ২৬ মার্চ রাতে
✅ ২৬ মার্চ সন্ধ্যায়

৩২০. রায়ের বাজার বধ্যভূমি স্থানটি নিম্েœর কোন ঘটনার সাথে সম্পর্কিত? (জ্ঞান)
✅ বুদ্ধিজীবীদের হত্যা
[খ] বঙ্গবন্ধুকে গ্রেফতার
[গ] ছাত্র সংগ্রাম পরিষদ গঠন
[ঘ] ৭ মার্চের ভাষণ

৩২১. কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়? (জ্ঞান)
[ক] ঢাকা
[খ] কুমিল্লা
✅ চট্টগ্রাম
[ঘ] সিলেট

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২২. ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। কারণ এ দিন- (প্রয়োগ)
i. দেশ শত্রুমুক্ত হয়
ii. সমগ্র দেশ অগ্নিমূর্তি ধারণ করে
iii. বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৩. পশ্চিম পাকিস্তানি শাসকচক্র ১৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে আলোচনা বসেন। এক্ষেত্রে শাসকচক্রের মূল উদ্দেশ্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. আলোচনার নামে সময়ক্ষেপণ করা
ii. বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে চিরতরে স্তব্ধ করে দেওয়া
iii. বাঙালি জাতিকে আলাদা প্রদেশ দিয়ে ক্ষমতা বণ্টন করে দেওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৪. ২৬ মার্চ রাতকে কালরাত্রি বলা হয়। কারণ এ রাতে- (প্রয়োগ)
i. নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালানো হয়
ii. হাজার হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়
iii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৫. “বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর”- বাঙালি জাতির এ গগনবিদারি সেøাগান থেকে বোঝা যায় যে- (অনুধাবন)
i. বাঙালি বীরের জাতি
ii. বাঙালিদের অস্ত্র আর লোকবলের অভাব নেই
iii. দেশকে স্বাধীন করার জন্য বাঙালিরা দৃঢ়চেতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৬. “পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।”- বঙ্গবন্ধুর এ আহবান দ্বারা প্রকাশ পায়- (উচ্চতর দক্ষতা)
i. দেশকে স্বাধীন করার প্রাণবন্ত লড়াই
ii. পাকিস্তানি বাহিনীর প্রতি তীব্র ক্ষোভ
iii. দেশকে শত্রুমুক্ত করার ব্যাকুলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৭. বাংলার মুক্তিকামী জনগণ উজ্জীবিত হয়ে ওঠে- (অনুধাবন)
i. স্বাধীনতার ঘোষণা পেয়ে
ii. ইয়াহিয়া খানের ঢাকা ত্যাগের ফলে
iii. সামরিক ও বেসামরিক বাহিনীর অংশগ্রহণের খবরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৮. স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয়, তদানিন্তন ইপিআরের- (অনুধাবন)
i. ট্রান্সমিটারে
ii. টেলিগ্রামে
iii. টেলিপ্রিন্টারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৬
🍭 মুজিবনগর সরকার গঠিত হয়- ১৯৭১ সালের ১০ এপ্রিল।
🍭 মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে- ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
🍭 পাকিস্তানিদের আক্রমণ থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ নরনারী আশ্রয় নেয়- প্রতিবেশী দেশ ভারতে।
🍭 মুক্তিযুদ্ধ সংগঠিতভাবে পরিচালিত হতে থাকে- মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর থেকে।
🍭 মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশকে বিভক্ত করে-১১টি সেক্টরে।
🍭 পাকবাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজী ৯৩,০০০ সৈন্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২৯. মুজিবনগর সরকার কখন গঠিত হয়? (জ্ঞান)
✅ ১০ এপ্রিল, ১৯৭১
[খ] ১০ এপ্রিল, ১৯৭১
[গ] ১১ জুন, ১৯৭১
[ঘ] ১০ জুলাই, ১৯৭১

৩৩০. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ? (জ্ঞান)
[ক] ১৬ এপ্রিল, ১৯৭১
✅ ১৭ এপ্রিল, ১৯৭১
[গ] ১৮ এপ্রিল, ১৯৭১
[ঘ] ১৯ এপ্রিল, ১৯৭১

৩৩১. স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কখন? (জ্ঞান)
[ক] ১০ এপ্রিল, ১৯৭০
[খ] ২০ এপ্রিল, ১৯২০
✅ ১০ এপ্রিল, ১৯৭১
[ঘ] ২০ এপ্রিল, ১৯৭১

৩৩২. মুক্তিযুদ্ধে পাকবাহিনী সর্বপ্রথম কোথায় আক্রমণ করে? (জ্ঞান)
✅ ঢাকায়
[খ] খুলনায়
[গ] রাজশাহী
[ঘ] চট্টগ্রাম

৩৩৩. পাকবাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ নরনারী কোন দেশে আশ্রয় গ্রহণ করে? (জ্ঞান)
[ক] নেপাল
[খ] ভুটান
✅ ভারত
[ঘ] মিয়ানমার

৩৩৪. দেশের মানুষ বীর মুক্তিযোদ্ধাদের কীভাবে সহযোগিতা করে? (অনুধাবন)
[ক] অর্থ দিয়ে
[খ] যুক্তি দিয়ে
[গ] অস্ত্র দিয়ে
✅ খাদ্য, বস্ত্র ও আশ্রয় দিয়ে

৩৩৫. মুক্তিযুদ্ধ সংগঠিতভাবে পরিচালিত হতে থাকে কখন থেকে? (অনুধাবন)
[ক] ৭ মার্চের পর থেকে
[খ] ২৫ মার্চ রাত থেকে
[গ] স্বাধীনতা ঘোষণার পর থেকে
✅ মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর থেকে

৩৩৬. নিয়মিত সেনা ব্যাটালিয়ন নিয়ে কয়টি ব্রিগেড গঠিত হয়? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৩৩৭. সেনাসদস্য ও অন্যান্য মুক্তিযোদ্ধারা কী নামে পরিচিতি লাভ করে? (জ্ঞান)
✅ মুক্তিফৌজ
[খ] যৌথবাহিনী
[গ] বিশেষ বাহিনী
[ঘ] কমান্ড বাহিনী

৩৩৮. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কোন যুদ্ধ হিসেবে দেখানোর জন্য ভারতের ওপর বিমান আক্রমণ চালায়? (জ্ঞান)
[ক] রুশ-জাপান যুদ্ধ
[খ] আরব-ইসরাইল যুদ্ধ
[গ] ইরান-ইরাক যুদ্ধ
✅ পাক-ভারত যুদ্ধ

৩৩৯. মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না? (জ্ঞান)
[ক] তিন
[খ] সাত
✅ দশ
[ঘ] এগারো

৩৪০. মুক্তিযুদ্ধে দশ নম্বর সেক্টর কাদের নিয়ে গঠিত হয়েছিল? (জ্ঞান)
✅ নৌকমান্ডার
[খ] ইপিআর কমান্ডার
[গ] সেনা কমান্ডার
[ঘ] বিমানবাহিনীর কমান্ডার

৩৪১. ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? (জ্ঞান)
✅ ৩ ডিসেম্বর
[খ] ৪ ডিসেম্বর
[গ] ৫ ডিসেম্বর
[ঘ] ৬ ডিসেম্বর

৩৪২. কত তারিখে ভারতের লোকসভা বাংলাদেশকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ১৯৭১ সালের ৩ ডিসেম্বর
✅ ১৯৭১ সালের ৪ ডিসেম্বর
[গ] ১৯৭১ সালের ৫ ডিসেম্বর
[ঘ] ১৯৭১ সালের ৬ ডিসেম্বর

৩৪৩. ভারত সরকার কত তারিখে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করে? (জ্ঞান)
[ক] ১৯৭১ সালের ৪ ডিসেম্বর
[খ] ১৯৭১ সালের ৫ ডিসেম্বর
✅ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর
[ঘ] ১৯৭১ সালের ৭ ডিসেম্বর

৩৪৪. পাকহানাদার বাহিনীর অধিনায়ক ছিলেন কে? (জ্ঞান)
[ক] রাও ফরমান
[খ] ইয়াহিয়া খান
[গ] টিক্কা খান
✅ জেনারেল নিয়াজী

৩৪৫. জেনারেল নিয়াজী কত হাজার সৈন্য নিয়ে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন? (জ্ঞান)
[ক] ৯০,০০০
[খ] ৯২,০০০
✅ ৯৩,০০০
[ঘ] ৯৯,০০০

৩৪৬. পাকিস্তানের সামরিক বাহিনী আত্মসমর্পণ করে কখন? (জ্ঞান)
✅ ১৬ ডিসেম্বর, ১৯৭১
[খ] ২০ ডিসেম্বর, ১৯৭১
[গ] ২৪ ডিসেম্বর, ১৯৭১
[ঘ] ২৬ ডিসেম্বর, ১৯৭১

৩৪৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কত কোটি লোক ভারতে আশ্রয় নেয়? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৩৪৮. মহান মুক্তিযুদ্ধের ব্যাপ্তি কত মাস ছিল? (জ্ঞান)
[ক] তিন
[খ] ছয়
✅ নয়
[ঘ] বারো

৩৪৯. বিশ্বের মানচিত্রে কখন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম লিখিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৭১ সালের ২৫ মার্চ
[খ] ১৯৭১ সালের ২৬ মার্চ
[গ] ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
✅ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

৩৫০. পাকহানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সাহায্যে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে কখন? (জ্ঞান)
[ক] স্বাধীনতা অর্জনের দিন
[খ] স্বাধীনতা অর্জনের পরে
✅ স্বাধীনতা অর্জনের পূর্বমুহূর্তে
[ঘ] স্বাধীনতা অর্জনের একমাস পরে

৩৫১. সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ তৃতীয় বিশ্বের কততম দেশ? (জ্ঞান)
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৩৫২. “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ”- বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? (জ্ঞান)
[ক] ৫
✅ ৭
[গ] ১২
[ঘ] ১৬

৩৫৩. মুক্তিযুদ্ধের সময় গেরিলা নামে পরিচিত ছিল কারা? (অনুধাবন)
✅ মুক্তিফৌজের সদস্যরা
[খ] সেনাবাহিনী সদস্যরা
[গ] যৌথ বাহিনীর সদস্যরা
[ঘ] পুলিশ বাহিনীর সদস্যরা

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫৪. পাকবাহিনী আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের- (অনুধাবন)
i. জগন্নাথ হলে
ii. সুফিয়া কামাল হলে
iii. সলিমুল্লাহ মুসলিম হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৫. বাংলাদেশের মানুষ বীরমুক্তিযোদ্ধাদের সাহায্য করে- (অনুধাবন)
i. বস্ত্র দিয়ে
ii. খাদ্য দিয়ে
iii. আশ্রয় দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৬. মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চলছিল- (অনুধাবন)
i. অপরিকল্পিতভাবে
ii. সুপরিকল্পিতভাবে
iii. অবিন্যস্তভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করে- (অনুধাবন)
i. অর্থ দিয়ে
ii. সেনাবাহিনী দিয়ে
iii. এদেশের মানুষদের আশ্রয় দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৮. নিয়মিত সেনা ব্যাটালিয়ন নিয়ে গঠিত হয়- (অনুধাবন)
i. কে-ফোর্স
ii. এস-ফোর্স
iii. এম-ফোর্স

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এ যুদ্ধের স্থায়িত্বকাল ছিল নয় মাস
ii. এ যুদ্ধে ত্রিশ লক্ষ বাঙালি প্রাণ হারান
iii. এ যুদ্ধে ২ লক্ষ ৭৬ হাজার মা-বোনের সম্ভ্রমহানি ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬০. মুক্তিযুদ্ধে গেরিলাদের মধ্যে বেশি ছিল- (অনুধাবন)
i. ছাত্ররা
ii. কৃষকরা
iii. পেশাজীবীরা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬১. স্বাধীনতা রক্ষার জন্য আমাদের উচিত- (উচ্চতর দক্ষতা)
i. নিজস্বার্থ সংরক্ষণ করা
ii. স্বনির্ভর হওয়া
iii. দেশপ্রেমিক হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬২. বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছিল- (উচ্চতর দক্ষতা)
i. মৌলিক গণতন্ত্র
ii. ভাষা আন্দোলন
iii. ৬ দফা আন্দোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬৩. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষা দেয়- (উচ্চতর দক্ষতা)
i. সাম্প্রদায়িকতার
ii. আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার
iii. ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িকতার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৪ ও ৩৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
আকরাম হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- পাকবাহিনী এক রাতে বাংলায় নারকীয় হত্যাযজ্ঞ চালায়, যে হত্যাযজ্ঞ এখনো বিশ্বব্যাপী নিন্দিত। নির্বিচারে একের পর এক মানুষ হত্যা করে। প্রথমে ঢাকা এবং পরবর্তীতে ঢাকার বাইরে এ হত্যাযজ্ঞ পরিচালিত হয়।

৩৬৪. অনুচ্ছেদে কোন রাতের কথা প্রতিফলিত হয়েছে? (জ্ঞান)
ক ৭ মার্চের রাত
[খ] ১৫ মার্চের রাত
[গ] ২৪ মার্চের রাত
✅ ২৫ মার্চের রাত

৩৬৫. এ রাতের গণহত্যার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. স্বাধীনতার স্বপ্নকে নস্যাৎ করা
ii. পাকিস্তানের অখণ্ডতা রক্ষা
iii. বাংলাদেশকে রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide