SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-০৮

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
কৈশোরকাল মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়। বেশিরভাগ ছেলেমেয়েরাই বড় ধরনের সমস্যা ছাড়া তাদের বয়ঃসন্ধিক্ষণ বয়সটি পার করে দেয়। কিন্তু কেউ কেউ আছে যারা শুধু তাদের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না বরং তাদের সমস্যা পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠী সকলের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এগুলো পরোক্ষভাবে সকলকেই প্রভাবিত করে। এ সমস্যাগুলোই মনোসামাজিক সমস্যা। মনোসামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধে মা-বাবা, পরিবারের, সদস্যদের বয়োজ্যেষ্ঠদের সতর্ক থাকতে হবে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে হবে।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কৈশোরকালের বয়সসীমা কত বছর?
[ক] ৮-১৬
[খ] ৮-১৮
✅ ১১-১৮
[ঘ] ১৬-১৮

২. কৈশোরে মনোসামাজিক সমস্যার মধ্যে পড়ে কোনটি?
[ক] খাদ্যে অনীহা
✅ বিষণ্ণতা
[গ] ঘুমের ব্যাঘাত
[ঘ] ক্লান্তি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
৯ম শ্রেণির ছাত্র সুমন। সে ক্লাসে অমনোযোগী। মা-বাবার চাইতে বন্ধুদের কথার গুরুত্ব দেয় বেশি। মা কিছু বললে সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।

৩. সুমনের মধ্যে কোন সমস্যার লক্ষণ দেখা দিয়েছে?
[ক] বিষণ্ণতা
[খ] হতাশা
✅ কিশোর অপরাধ
[ঘ] উদ্বেগ

৪. কীভাবে এই পর্যায় থেকে সুমনকে বের করে আনা সম্ভব-
i. ভালো বন্ধু নির্বাচনের মাধ্যমে
ii. অপরাধমূলক কাজে উৎসাহ না দেয়া
iii. সন্তানের সাথে মা-বাবার দৃঢ় সম্পর্ক স্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-১ ও ২ : কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. বেশির ভাগ কৈশোরের ছেলেমেয়েরা বড় ধরনের সমস্যা ছাড়াই কোন বয়স পার করে? (জ্ঞান)
✅ বয়ঃসন্ধিক্ষণ
[খ] যৌবন
[গ] মধ্য কৈশোর
[ঘ] প্রাক কৈশোর

৬. মনির কিছুদিন যাবৎ খুব হতাশায় দিনাতিপাত করছে এবং ভেতরে ভেতরে খুব যন্ত্রণায় ভুগছে। এই সমস্যার সাথে কোন ধরনের সমস্যার সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
[ক] কিশোর অপরাধ
[খ] বিষণ্ণতা
[গ] মানসিক সমস্যা
✅ মনোসামাজিক সমস্যা

৭. কৈশোর মনোসামাজিক সমস্যার মধ্যে পড়ে কোনটি? (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] খাদ্যে অনীহা
✅ বিষণ্ণতা
[গ] ঘুমের ব্যাঘাত
[ঘ] ক্লান্তি

৮. কৈশোরের মনোসামাজিক সমস্যা কত ধরনের? (জ্ঞান) [নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৯. কৈশোরে ছেলেমেয়েরা নানা ধরনের আবেগীয় জটিলতায় ভোগে। এই ধরনের আচরণ কিসের পরিচায়ক? (উচ্চতর দক্ষতা)
[ক] হতাশা
[খ] বিষণ্ণতা
✅ অন্তর্মুখী সমস্যা
[ঘ] বহির্মুখী সমস্যা

১০. কোন ধরনের সমস্যা বাইরে থেকে কম প্রকাশ পায়? (জ্ঞান)
[শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] শারীরিক
[খ] সামাজিক
[গ] আর্থিক
✅ অন্তর্মুখী

১১. আবেগীয় সমস্যা থেকে পরবর্তীতে কী ধরনের সমস্যার সৃষ্টি হয়? (জ্ঞান)
[কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ শারীরিক
[খ] সামাজিক
[গ] আর্থিক
[ঘ] পারিবারিক

১২. বহির্মুখী সমস্যার ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ছেলেমেয়েদের সমস্যা কীভাবে প্রকাশ পায়? (অনুধাবন)
[ক] কাজের মাধ্যমে
✅ আচরণের মাধ্যমে
[গ] লেখাপড়ার মাধ্যমে
[ঘ] পোশাক পরিচ্ছদের মাধ্যমে

১৩. কৈশোরে অন্তর্মুখী সমস্যা সৃষ্টির প্রধান কারণ কী? (জ্ঞান)
[ক] পারিবারিক বন্ধনের অভাব
✅ মাবাবার রক্ষণশীলতা
[গ] অতিরিক্ত প্রশ্রয়
[ঘ] অসৎ সঙ্গের সাথে সখ্য

১৪. টিনার মাবাবা অতিরক্ষণশীল। তাদের অতি রক্ষণশীলতা টিনার মধ্যে কোন ধরনের সমস্যা সৃষ্টি করবে? (প্রয়োগ)
[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
✅ অন্তর্মুখী
[খ] বহির্মুখী
[গ] জটিল
[ঘ] ছোটখাটো

১৫. কিশোররা মাদকাসক্ত হয় কোন সমস্যার কারণে? (অনুধাবন)
✅ বহির্মুখী মনোসামাজিক
[খ] হতাশা
[গ] বিষণ্ণতা
[ঘ] অতিরক্ষণশীলতা

১৬. ছেলেমেয়ের মানসিক পরিবর্তন দ্রুত হয় কোন সময়ে? (জ্ঞান)
[কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃস্কুল]
[ক] প্রারম্ভিক শৈশবে
[খ] মধ্য শৈশবে
✅ কৈশোরে
[ঘ] পৌঢ়ত্বে

১৭. কৈশোরকালের সময়সীমা কখন থেকে শুরু হয়? (জ্ঞান)
[ক] ৮ বছর
[খ] ১০ বছর
✅ ১১ বছর
[ঘ] ১৫ বছর

১৮. সাধারণত কত বছর বয়স পর্যন্ত কৈশোরকাল ধরা হয়? (জ্ঞান)
[সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৮-১৫
[খ] ৯-১৬
[গ] ১০-১৭
✅ ১১-১৮

১৯. বাংলাদেশ শিশু আইন কত সালে পাস হয়? (জ্ঞান)
[ক] ১৯৭০
[খ] ১৯৭১
[গ] ১৯৭২
✅ ১৯৭৪

২০. কত বছর বয়সী মেয়েদের অপরাধ সংশোধনযোগ্য? (জ্ঞান)
[ক] ৮-১৬
✅ ৮-১৮
[গ] ১০-১৬
[ঘ] ১২-১৮

২১. কিশোর অপরাধের ক্ষেত্রে ছেলেদের বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৮-১৫
✅ ৮-১৬
[গ] ১০-১৮
[ঘ] ১৬-১৮

২২. ১৬ বছরের নিচের ছেলেরা এবং ১৮ বছরের নিচের মেয়েরা কোনো অপরাধ করলে তা কোন ধরনের অপরাধ বলে গণ্য হবে? (অনুধাবন)
[সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]
[ক] শিশু অপরাধ
[খ] নাবালক অপরাধ
[গ] সাবালক অপরাধ
✅ কিশোর অপরাধ

২৩. কাদের অপরাধ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা থাকে না? (জ্ঞান)
✅ কিশোরদের
[খ] নারীদের
[গ] প্রাপ্তবয়স্কদের
[ঘ] বৃদ্ধদের

২৪. কিশোর অপরাধীদের আচরণ সংশোধনের জন্য কোথায় রাখা হয়? (জ্ঞান)
[আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার]
[ক] সেবা প্রদান কেন্দ্রে
✅ সংশোধনী কেন্দ্রে
[গ] বিদ্যালয়ে
[ঘ] কারাগারে

২৫. ১৪ বছরের মিশু প্রায়ই স্কুল থেকে পালিয়ে সিনেমা হলে যায়। মিশুর এই ধরনের আচরণ নিচের কোনটিকে নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] ইভটিজিং
✅ কিশোর অপরাধ
[গ] মনোসামাজিক সমস্যা
[ঘ] পড়াশোনার প্রতি অনীহা

২৬. মিন্টু প্রায়ই প্রতিবেশীর গাড়িতে ঢিল মেরে পালিয়ে যায় এবং এতে সে খুব মজা পায়। মিন্টুর এই আচরণ নিচের কোনটিকে সমর্থন করছে? (প্রয়োগ)
[ক] বয়ঃসন্ধিকালের সমস্যা
[খ] সামাজিক সমস্যা
[গ] মনোসামাজিক সমস্যা
✅ কিশোর অপরাধ

২৭. কোন বয়সের ছেলে বা মেয়ের অপরাধের কারণ হিসেবে মানসিক সমস্যাকে দায়ী করা হয়? (জ্ঞান)
[ক] ৫/৬ বছর
[খ] ৬/৭ বছর
✅ ৭/৮ বছর
[ঘ] ৮/৯ বছর

২৮. প্রতিকার বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] সমস্যা যেন উদ্ভব না হয় তার ব্যবস্থা করা
[খ] সব সময় সতর্ক থাকা
[গ] সমস্যার সমাধান না করে থাকা
✅ সমস্যা তৈরি হওয়ার পর তা সমাধান করা

২৯. প্রতিরোধ ব্যবস্থা বলতে কী বোঝায়? (অনুধাবন)
[কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ সমস্যা যেন উদ্ভব না হয় তার ব্যবস্থা গ্রহণ
[খ] কোনো সমস্যা তৈরি হলে তা সমাধান করা
[গ] নিজে নিজে সমস্যার সমাধান করা
[ঘ] দলীয়ভাবে সমস্যার সমাধান করা

৩০. কিশোর সংশোধনী কেন্দ্রে কিসের ব্যবস্থা থাকে? (জ্ঞান)
[ক] সাধারণ শিক্ষা দানের
[খ] অপরাধীকে চি‎িহ্নত করে রাখার
[গ] অপরাধ থেকে দূরে থাকার ট্রেনিং দেওয়ার
✅ সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাদানের

৩১. সংশোধনী প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকে কেন? (অনুধাবন)
[ক] অপরাধীকে শাস্তি প্রদানের জন্য
✅ অপরাধীকে আত্মনির্ভরশীল করার জন্য
[গ] অপরাধীকে অপরাধ থেকে দূরে রাখার জন্য
[ঘ] কারাগারে থাকাকালে অপরাধীর সময় কাটানোর জন্য

৩২. সংশোধনী প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের অপরাধটি পর্যবেক্ষণ করে মূল্যায়ন করেন কে? (জ্ঞান)
[ক] প্রতিষ্ঠানের প্রধান
✅ তত্ত¡াবধায়ক
[গ] ডাক্তার
[ঘ] নার্স

৩৩. কিশোর অপরাধ থেকে বিরত থাকার প্রধান উপায় কোনটি? (অনুধাবন)
[নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ ভালো বন্ধু নির্বাচন করা
[খ] পরিবার থেকে দূরত্ব বজায় রাখা
[গ] অপরাধীর বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করা
[ঘ] পরিবারের সকলের সামনে মনের কথা বলা

৩৪. সবসময় অপরাধ জগতের খারাপ দিকগুলো ছেলেমেয়েদের সামনে তুলে ধরবে কে? (জ্ঞান)
[ক] শিক্ষক
✅ মাবাবা
[গ] আত্মীয়স্বজন
[ঘ] বন্ধুবান্ধব

৩৫. কৈশোরের সমস্যা অনেক কম হয় কোন ক্ষেত্রে? (অনুধাবন)
[ক] মাবাবা অতি কঠোর হলে
[খ] সন্তানের সাথে মাবাবার দূরত্ব থাকলে
✅ মাবাবা ও সন্তানের সম্পর্ক বন্ধুর মতো হলে
[ঘ] আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভালো হলে

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬. কিশোর বয়সে অনেক ছেলেমেয়ে না বুঝেই নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ ধরনের অপরাধীরা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়- (উচ্চতর দক্ষতা)
i. তার পরিবারের সদস্যদের জন্য
ii. তার প্রতিবেশীদের জন্য
iii. তার সহপাঠীদের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. কৈশোরের মনোসামাজিক সমস্যার মধ্যে পড়ে- (অনুধাবন)
[সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. মাদকাসক্তি
ii. বিষণ্ণতা
iii. অপরাধ প্রবণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৮. অন্তর্মুখী সমস্যাগ্রস্ত ছেলেমেয়েরা যেসব জটিলতায় ভোগে তা হলো-
(অনুধাবন)
i. শারীরিক
ii. মানসিক
iii. আবেগীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

৩৯. মোহনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শিমুল হঠাৎ রোড এক্সিডেন্টে মারা যাওয়ার ঘটনাটি সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। এই আবেগীয় সমস্যার কারণে তার মধ্যে যেসব শারীরিক সমস্যা দেখা দিতে পারে- (প্রয়োগ)
i. প্রচণ্ড মাথা ব্যথা
ii. অল্পতেই ক্লান্তি আসা
iii. রাতে ঘুম না আসা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. বহির্মুখী মনোসামাজিক সমস্যা সৃষ্টির কারণ হলো- (অনুধাবন)
i. পারিবারিক বন্ধনের অভাব
ii. পরিবারের অতিরিক্ত প্রশ্রয়
iii. মাবাবার অতি রক্ষণশীলতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. রাত্রির মাবাবা দুজনেই অতিমাত্রায় রক্ষণশীল। তারা রাত্রিক্লে- (প্রয়োগ
i. নিজের মতো চলতে দেন
ii. সবকিছুতেই শাসন করেন
iii. সবসময় চোখে চোখে রাখেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. বহির্মুখী সমস্যার ক্ষেত্রে ছেলেমেয়েদের সমস্যা আচরণে প্রকাশ পায়। এর প্রকৃত উদাহরণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. মাদকাসক্তি
ii. আত্মহননের প্রচেষ্টা
iii. মিথ্যা বলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. কৈশোরে যে পরিবর্তনগুলো খুব দ্রুত হয় তা হলো- (অনুধাবন)
i. শারীরিক
ii. মানসিক
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. কিশোর অপরাধের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. অপরিণত বয়সের অপরাধ
ii. অপরিকল্পিত এবং সংখ্যায় অনেক বেশি
iii. অপরাধ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা রয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. কিশোর অপরাধের যে ধরনগুলো আমাদের দেশে বেশি দেখা যায়- (অনুধাবন)
i. মেয়েদের প্রতি অশোভন আচরণ
ii. মাদকদ্রব্য সেবন
iii. চুরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. কিশোর অপরাধের পর্যায়ে পড়ে- (অনুধাবন)
i. অন্যায়ভাবে অন্যের জিনিস দখল করা
ii. অন্যের সম্পত্তির ক্ষতি করা
iii. বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. একজন কিশোর বা কিশোরীর অপরাধমূলক কাজে জড়িত হওয়ার কারণ হলো- (অনুধাবন)
i. পরিবারের শৃঙ্খলার অভাব
ii. মাবাবার অবহেলা
iii. দরিদ্রতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. কিশোর অপরাধের জন্য দায়ী হলো- (অনুধাবন)
[কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃস্কুল]
i. বংশগত কারণ
ii. পারিবারিক কারণ
iii. রাষ্ট্রীয় কারণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. ছোট শিশুর যে লক্ষণগুলো কিশোর অপরাধী হওয়ার সম্ভাবনা বাড়ায় তা হলো- (অনুধাবন) [কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. বুদ্ধাঙ্ক কম থাকা
ii. সমবয়সীদের তুলনায় স্কুলে অমনোযোগী থাকা
iii. সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. কিশোর বয়সে অনেকেই সমবয়সীদের চাপে পড়ে অপরাধ জগতে প্রবেশ করে। এ ধরনের অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. তারা দলবদ্ধভাবে অপরাধ ঘটায়
ii. কৈশোরের শেষের দিকে তারা অপরাধ করা ছেড়ে দেয়
iii. তাদের অপরাধের জন্য মাবাবার অসচেতনতাই দায়ী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. কিশোর সংশোধনী কেন্দ্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে- (অনুধাবন)
i. কিশোরদের আত্মনির্ভরশীল করার জন্য
ii. কিশোরদের অপরাধমূলক কাজের শাস্তি প্রদানের জন্য
iii. কিশোরদের জীবিকা অর্জনে সহায়তা করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কিশোর অপরাধ প্রতিরোধ করার জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. সন্তানের সাথে মাবাবার বন্ধন দৃঢ় করা
ii. মাবাবার মধ্যে সমঝোতার সম্পর্ক গড়ে তোলা
iii. সন্তানদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. কিশোর অপরাধ থেকে মুক্ত থাকার জন্য কিশোরদের করণীয়-
(উচ্চতর দক্ষতা)
i. ভালো বন্ধু দল নির্বাচন করা
ii. বন্ধু দলে মিশে শুধু খেলাধুলায় মেতে থাকা
iii. বন্ধু দলের অপরাধমূলক কাজকে উৎসাহিত না করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫ নং প্রশ্নের উত্তর দাও:
রোকনের বাবা কিশোর সংশোধন কেন্দ্রে চাকরি করেন। রোকন একদিন তার বাবার সাথে সংশোধন কেন্দ্র পরিদর্শনে যায়। সেখানে সে ৮ থেকে ১৬ বছরের কিশোর অপরাধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করতে দেখে।

৫৪. রোকনের পরিদর্শনকৃত প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হয় কেন? (প্রয়োগ)
[ক] শাস্তি দেওয়ার জন্য
[খ] সময় কাটানোর জন্য
✅ আত্মনির্ভরশীল করার জন্য
[ঘ] সকল কাজে দক্ষ করার জন্য

৫৫. উক্ত প্রতিষ্ঠানে রোকন যেসব কিশোর-কিশোরীদের দেখেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য বাক্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. তারা দরিদ্র পরিবারের সন্তান
ii. তারা ভগ্ন পরিবারের সন্তান
iii. তাদের মাবাবার শিশু পালন পদ্ধতি সঠিক নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
মিদুলের বাবামা দুজনেই নিজেদের কাজে সবসময় ব্যস্ত থাকেন। তারা কেউ মিদুলকে সময় দেন না। তাই মিদুল নিজের একাকিত্ব কাটাতে পাড়ার বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। ইদানীং সে বাবার পকেট থেকে টাকা চুরি করে নেশা করে।

৫৬. মিদুলের এরূপ আচরণের কারণ কী? (প্রয়োগ)
[ক] সামাজিক বিপর্যয়
✅ মানসিক বিপর্যয়
[গ] শারীরিক অসুস্থতা
[ঘ] আর্থিক বিপর্যয়

৫৭. মিদুলকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার মাবাবার করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. মিদুলকে সংশোধনী কেন্দ্রে 📖 পাঠানো
ii. সন্তানের প্রতি যত্নবান ও দায়িত্ববান হওয়া
iii. সন্তান প্রতিপালনে সঠিক পদ্ধতি অনুসরণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-৩ : হতাশা ও বিষণ্ণতা
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৮. বিষণ্ণতা কোন ধরনের সমস্যা? (জ্ঞান) [বিসিআইসি কলেজ]
[ক] শারীরিক
✅ মানসিক
[গ] সামাজিক
[ঘ] আচরণিক

৫৯. বিষণ্ণতায় কী ধরনের অনুভূতি থাকে? (জ্ঞান)
[ক] আনন্দের
[খ] সুখের
[গ] চঞ্চলতার
✅ অসুখী

৬০. কোনটির ফলে স্বাভাবিক কাজের আগ্রহ থাকে না? (জ্ঞান)
[ক] অসুস্থতা
✅ বিষণ্ণতা
[গ] আনন্দ
[ঘ] ভয়

৬১. রিতু সারাদিন ঘরে একা একা থাকে এবং কারও সাথে মিশে না। রিতুর এই ধরনের আচরণের কারণ কী? (প্রয়োগ)
✅ বিষণ্ণতা
[খ] মানসিক চাপ
[গ] শারীরিক অসুস্থতা
[ঘ] কিশোর অপরাধ

৬২. কোনটি বিষণ্ণতার লক্ষণ? (অনুধাবন)
✅ আনন্দময় কাজে আগ্রহ কমতে থাকা
[খ] দিন দিন ক্ষুধা বেড়ে যাওয়া
[গ] পড়াশোনায় মনোযোগী হওয়া
[ঘ] রাতে ঘুম বেশি হওয়া

৬৩. বিষণ্ণতা গুরুতর হলে ছেলেমেয়েরা কী চিন্তা করে? (জ্ঞান)
[কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] বাড়ি ছেড়ে চলে যাওয়ার
[খ] স্কুল থেকে পলায়নের
✅ আত্মহননের
[ঘ] পরীক্ষা না দেওয়ার

৬৪. কাদের মধ্যে বিষণ্ণতা বেশি দেখা যায়? (জ্ঞান)
[ মাইলস্টোন কলেজ, ঢাকা; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা; কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত:স্কুল]
[ক] শিশুদের
[খ] বৃদ্ধদের
[গ] ছেলেদের
✅ মেয়েদের

৬৫. শামীম বেশিরভাগ সময় মন খারাপ করে থাকে। তার এরূপ বিষণ্ণতার সাথে কোনটির সম্পর্ক রয়েছে? (প্রয়োগ)
[ক] বর্তমানের শারীরিক অবস্থার
✅ শৈশবের মানসিক অবস্থার
[গ] শৈশবের শারীরিক অবস্থার
[ঘ] বর্তমানের মানসিক অবস্থার

৬৬. সন্তানদের মধ্যে বিষণ্ণতা আসার অন্যতম একটি কারণ কোনটি? (অনুধাবন)
[শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; যশোর]
[ক] পরিবারের আর্থিক সচ্ছলতা
✅ সন্তান ও মাবাবার বন্ধনহীনতা
[গ] সন্তানদের সঙ্গ দেওয়া
[ঘ] মাবাবার স্নেহের আধিক্য

৬৭. অতিরিক্ত কঠোরতা বিষণ্ণতা আনতে পারে। এর প্রকৃত কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ব্যক্তি স্বাধীনতা হ্রাস পায়
[খ] সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেশি থাকে
[গ] আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
[ঘ] অপরাধবোধ কম কাজ করে

৬৮. বিষণ্ণতা প্রতিকারে কোনটি করতে হবে? (অনুধাবন)
[সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] মন খারাপ করে থাকতে হবে
✅ বিনোদনমূলক কাজ করতে হবে
[গ] কথা কম বলতে হবে
[ঘ] চিকিৎসকের কাছে যেতে হবে

৬৯. ছেলেমেয়েদের বিষণ্ণতা দূর করতে কোন ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে? (অনুধাবন) কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ আত্মবিশ্বাস বাড়াতে হবে
[খ] বন্ধুদের সাথে সম্পর্ক কমাতে হবে
[গ] নিয়মিত পড়াশোনা করতে হবে
[ঘ] স্বাধীনভাবে চলতে হবে

৭০. মালিহা একজন সচেতন কিশোরী। বিষণ্ণতা প্রতিরোধ ও প্রতিকারে সে নিজেকে কোন কাজে ব্যস্ত রাখবে? (প্রয়োগ)
[ক] রান্নাবান্নায়
[খ] লেখাপড়ায়
✅ সৃজনধর্মী কাজে
[ঘ] ভবিষ্যৎ চিন্তায়

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭১. বিষণ্ণতা এক ধরনের মানসিক অবস্থা যেখানে- (অনুধাবন)
i. মনের অসুখীভাব থাকে
ii. একঘেয়েমির অনুভূতি থাকে
iii. মনে চঞ্চলতা থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. বিষণ্ণতার শারীরিক উপসর্গ হলো- (অনুধাবন)
i. খাবারে অনীহা
ii. ঘুমের ব্যাঘাত
iii. চঞ্চলতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু গুরুতর বিষণ্ণতায় ভুগছে। এ কারণে তার মধ্যে যে লক্ষণগুলো দেখা দিবে- (প্রয়োগ)
i. দৈহিক শক্তি কমে যাবে
ii. মনোযোগ কমে যাবে
iii. নিজের ক্ষতির চিন্তা করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. বিষণ্ণতা গুরুতর হলে যেসব লক্ষণ দেখা যায়- (অনুধাবন)
i. মন খারাপ থাকা
ii. ঘুমের ব্যাঘাত হওয়া
iii. আত্মহত্যার পরিকল্পনা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৫. কঠোর শাসনে প্রতিপালিত শিশুরা- (অনুধাবন)
i. আনন্দময় সময় কাটায়
ii. হতাশাগ্রস্ত থাকে
iii. নিজেকে অপরাধী ভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. মাবাবার কঠোর শাসনে বেড়ে ওঠা শিলার মধ্যে স্বাধীন ব্যক্তিসত্তা গড়ে ওঠেনি। এ কারণে সে সব সময়- (প্রয়োগ)
i. নিজেকে অপরাধীভাবে
ii. নিজেকে পরাধীনভাবে
iii. হতাশাগ্রস্ত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. ছেলেমেয়েদের মধ্যে বিষণ্ণতা আসে- (অনুধাবন)
i. বাবামায়ের দাম্পত্য কলহে
ii. সকলে মিলেমিশে থাকলে
iii. পরিবারের আর্থিক সংকটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. শিমুল ১৪ বছর বয়সের এক দুরন্ত কিশোর। তার মধ্যে বিষণ্ণতা সৃষ্টি হতে পারে- (প্রয়োগ)
i. বন্ধুত্ব ভাঙনে
ii. বন্ধু কর্তৃক প্রত্যাখ্যানে
iii. সমবয়সীদের সাথে সম্পর্কের অবনতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. কৈশোরে বিষণ্ণতা দেখা দিতে পারে- (অনুধাবন)
i. প্রেমের ব্যর্থতায়
ii. পড়াশোনার ব্যর্থতায়
iii. অতিরিক্ত মানসিক চাপে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. বিষণ্ণতায় ভুগলে ছেলেমেয়েরা সামান্য কারণেই- (অনুধাবন)
i. কেঁদে ফেলে
ii. কর্মদক্ষতা হারায়
iii. আত্মহননের চিন্তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. ফাইজা ইদানীং বিষণ্ণতায় ভুগছে। ফলে- (প্রয়োগ)
[বি. কে. জি. সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
i. সে নিজেকে অসহায় মনে করে
ii. সামান্য কারণে কেঁদে ফেলে
iii. তার কর্মদক্ষতা কমে যাচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. বিষণ্ণতায় অত্যন্ত ভয়াবহ পরিণতি সৃষ্টি হতে পারে। তাই বিষণ্ণতা প্রতিরোধ ও প্রতিকারে আমাদের করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. জটিল অবস্থা মেনে নেওয়ার ধৈর্য তৈরি করা
ii. যে কোনো ঘটনার ভালো দিকগুলো খুঁজে পেতে শেখা
iii. যে কোনো পরিস্থিতিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করতে শেখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. বিষণ্ণতার ফলে মানুষ হতাশায় ভোগে, কাজের আগ্রহ হারায়। তাই বিষণ্ণতা প্রতিরোধে কিশোরী রিতা নিজেকে ব্যস্ত রাখতে পারে- (প্রয়োগ)
i. বিনোদনে
ii. পড়াশোনায়
iii. খেলাধুলায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. তামান্না বেশ কিছুদিন যাবৎ বিষণ্ণতায় ভুগছে। বিষণ্ণতা দূরীকরণে তার মায়ের করণীয় হলো- (প্রয়োগ)
i. তাকে সঙ্গ দেওয়া
ii. তার প্রতি সহানুভূতিশীল হওয়া
iii. তার ব্যক্তিগত অনুভূতি গোপন রাখতে সাহায্য করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
শিলার মা সবসময় শিলাকে কঠোর শাসনের মধ্যে রাখেন। তিনি তার রুটিনের বাইরে শিলাকে কিছু করতে দেন না। তাই শিলা সব সময় মন খারাপ করে থাকে।

৮৫. শিলা কোন সমস্যাটিতে ভুগছে? (প্রয়োগ)
[ক] অসুস্থতা
[খ] পারিবারিক বিপর্যয়
[গ] ক্লান্তি
✅ বিষণ্ণতা

৮৬. শিলার মায়ের আচরণ তার ওপর যে প্রভাব ফেলবে- (উচ্চতর দক্ষতা)
i. স্বাধীন ব্যক্তিসত্তা গড়ে উঠবে না
ii. নিজে সিদ্ধান্ত নিতে পারবে না
iii. আত্মবিশ্বাস কমে যাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:
বাবার কঠোর শাসনের কারণে মায়ের সাথেই শিমুলের গভীর সম্পর্ক গড়ে ওঠেছিল। তাই মায়ের মৃত্যুতে শিমুল দিশেহারা হয়ে যায়। সে অন্য সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়।

৮৭. শিমুলের এ ধরনের আচরণ নিচের কোনটিকে নির্দেশ করছে? (প্রয়োগ)
✅ বিষণ্ণতা
[খ] হতাশা
[গ] ক্লান্তি
[ঘ] বহির্মুখী মনোসামাজিক সমস্যা

৮৮. শিমুলের হঠাৎ আচরণগত পরিবর্তনের যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. পারিবারিক বিপর্যয়
ii. অতিরিক্ত শাসন
iii. পারিবারিক প্রশ্রয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
৮ম শ্রেণির ছাত্র তানজিম স্কুলে যেতে চায় না। তাকে দেখতে খুবই স্বাভাবিক মনে হলেও খাদ্যে অনীহা ও ঘুমের সমস্যা দেখে মনে হয় সে ভেতরে ভেতরে যন্ত্রণায় ভুগছে। [এসএসসি সকল বোর্ড ’১৫]

৮৯. তানজিমের মধ্যে কোন সমস্যার লক্ষণ দেখা দিয়েছে? (প্রয়োগ)
i. হতাশা
ii. উদ্বেগ
iii. বিষণ্ণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. তানজিমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
✅ ইতিবাচক মূল্যায়ন
[খ] চোখে চোখ রাখা
[গ] খারাপ দিকগুলো ধরিয়ে দেওয়া
[ঘ] শাসন করা

📖 পাঠ-৪ : মানসিক চাপ
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯১. কী থেকে মানসিক চাপ সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] শত্রুতা থেকে
✅ মনের কষ্ট
[গ] সম্মানবোধ
[ঘ] বিশৃঙ্খলা

৯২. মানসিক চাপ আমাদের মনে কী সৃষ্টি করে? (জ্ঞান)
[ক] আনন্দ
[খ] উদ্যম
✅ হতাশা
[ঘ] আনুগত্য

৯৩. মানসিক চাপ কয় ধরনের হতে পারে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৯৪. কোন ধরনের চাপ আমাদের জীবনে প্রায়ই দেখা যায়? (জ্ঞান)
[ক] ঊর্ধ্বমুখী চাপ
[খ] নিম্নমুখী চাপ
✅ মানসিক চাপ
[ঘ] বহির্মুখী চাপ

৯৫. বিভিন্ন কাজ বা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব আমাদের মধ্যে কোন ধরনের চাপ সৃষ্টি করে? (জ্ঞান)
[ক] নেতিবাচক মানসিক
[খ] নিম্নমুখী মানসিক
✅ ইতিবাচক মানসিক
[ঘ] অভ্যন্তরীণ মানসিক

৯৬. শাহীন প্রথমবারের মতো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। ফলে সে মনের মধ্যে এক ধরনের চাপ অনুভব করছে। এ
চাপ কোন ধরনের চাপকে নির্দেশ করছে?
(প্রয়োগ)
[ক] নেতিবাচক মানসিক চাপ
✅ ইতিবাচক মানসিক চাপ
[গ] বহির্মুখী চাপ
[ঘ] অভ্যন্তরীণ চাপ

৯৭. কোন চাপ আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি না? (জ্ঞান)
✅ নেতিবাচক
[খ] ইতিবাচক
[গ] ঊর্ধ্বমুখী
[ঘ] বহির্মুখী

৯৮. কোনটি নেতিবাচক চাপের শারীরিক প্রতিক্রিয়া? (অনুধাবন)
[ক] আচরণে শৃঙ্খলা
✅ উত্তেজনাবোধ
[গ] স্মৃতিশক্তি বৃদ্ধি
[ঘ] সুনিদ্রা

৯৯. স্নায়ুবিক চাপ সৃষ্টি হওয়ার কারণে মনের মধ্যে কী দেখা দেয়? (জ্ঞান)
[ক] ইতিবাচক প্রতিক্রিয়া
✅ বিরূপ প্রতিক্রিয়া
[গ] ধীর-স্থিরতা
[ঘ] অশুভ চিন্তা

১০০. কিশোর-কিশোরীদের মধ্যে অনেক সময় ক্ষুধামান্দ্য, নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। এর যথাযথ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ দীর্ঘমেয়াদি ও তীব্র মানসিক চাপ
[খ] স্বল্পমেয়াদি মানসিক চাপ
[গ] বহির্মুখী মানসিক চাপ
[ঘ] অভ্যন্তরীণ মানসিক চাপ

১০১. কোনটি মানসিক চাপের কারণ? (অনুধাবন)
[ক] নিরাপত্তা
[খ] ইচ্ছা পূরণ
[গ] আর্থিক সচ্ছলতা
✅ দুঃসংবাদ
Share:

0 Comments:

Post a Comment