SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৭ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-০৭

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
জন্ম থেকে শুরু করে জীবনের প্রথম পাঁচ বছর একটি শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে মূলভিত্তি রচিত হয়। এ সময়ে দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধির পাশাপাশি তার আচরণগত পরিবর্তন ঘটতে থাকে। যে শিশু জীবনের প্রথম বছরগুলোতে তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায়, সে শিশুটি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, সামাজিক ও স্বাস্থ্যবান হয়। তার সামাজিক দক্ষতা, ভাষার দক্ষতা, সৃজনশীল, আত্মবিশ্বাস প্রভৃতির বিকাশ ঘটে যা পরবর্তী জীবনে তাকে সুখী ও সুন্দর হতে সাহায্য করে। তাই সঠিক পরিচালনার মাধ্যমে শিশুকে মনের মতো ছাঁচে গড়ে তুলতে এবং শিশুর সামর্থ্য বাড়ানোর জন্য আমাদের সবার শিশু পরিচালনানীতি জানা জরুরি।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. অক্সিটোসিন কী?
[ক] কোষ
✅ হরমোন
[গ] এন্টিবডি
[ঘ] শিশুর প্রথম মল

২. বাবার দীর্ঘদিনের অসুস্থতায় ছেলেমেয়েরা-
i. স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে না
ii. ভীত ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে
iii. স্নেহ থেকে বঞ্চিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
চায়না যৌথ পরিবারের গৃহিণী। সংসারের বেশির ভাগ কাজ তাকেই সামলাতে হয়। কাজ শেষে তিনি প্রায়ই দেখতে পান তার সাত মাস বয়সী শিশুটি ভেজা বিছানায় ঘুমিয়ে আছে।

৩. চায়নার সন্তানের মাঝে কীরূপ অনুভূতির সৃষ্টি হবে?
[ক] সন্তুষ্টি
✅ অনাস্থা
[গ] সহানুভূতি
[ঘ] নিরাপত্তাবোধ

৪. পরবর্তী সময়ে চায়নার শিশুটি-
i. প্রচণ্ড আত্মবিশ্বাসের অধিকারী হবে
ii. হতাশাগ্রস্তভাবে বেড়ে উঠবে
iii. আচরণগত সমস্যায় ভুগবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-১ : মা-বাবার সাথে শিশুর বন্ধন
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. শিশুর জন্মের কত সময়ের মধ্যে পরিপূর্ণ বিকাশের মূলভিত্তি রচিত হয়? (জ্ঞান)
[জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; দি বার্ডস রেসিডেনসিয়াল কলেজ, মৌলভীবাজার]
✅ প্রথম পাঁচ বছর
[খ] প্রথম ছয় বছর
[গ] প্রথম সাত বছর
[ঘ] প্রথম আট বছর

৬. শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধির পাশাপাশি আর কোন পরিবর্তন ঘটতে থাকে? (জ্ঞান)
[ক] মানসিক
✅ আচরণগত
[গ] সামাজিক
[ঘ] নৈতিক

৭. শিশুর জীবনের প্রথম বছরগুলোতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] পরিমাণমতো খাবার খাওয়ানো
✅ খেলা ও ভাব বিনিময় করা
[গ] সামাজিক রীতি শিক্ষা দেওয়া
[ঘ] যে কোনো চাওয়া দ্রুত পূরণ করা

৮. শিশুর সাথে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? (জ্ঞান)
[ক] বাবা
✅ মা
[গ] নানি
[ঘ] দাদি

৯. শিশুর প্রতি মায়ের ভালোবাসা বৃদ্ধি পায় কীভাবে? (অনুধাবন)
[ক] নবজাতককে মায়ের বুকে রাখলে
✅ শিশু মায়ের দুধ খেতে শুরু করলে
[গ] শিশুকে কাছে নিয়ে ঘুমালে
[ঘ] শিশুর কান্নায় দ্রুত সাড়া দিলে

১০. শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে কোন কাজটি করা তার জীবনের শ্রেষ্ঠ সূচনা? (জ্ঞান)
[ক] গোসল করানো
[খ] পরিষ্কার পরিচ্ছন্ন করা
✅ মায়ের দুধ খাওয়ানো
[ঘ] মধু খাওয়ানো

১১. শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে কোন কাজটি করা উচিত? (অনুধাবন)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] গোসল করানো
[খ] পরিস্কার পরিচ্ছন্ন করা
✅ মায়ের দুধ খাওয়ানো
[ঘ] মধু খাওয়ানো

১২. জন্মের পরপরই সুস্থ নবজাতককে উষ্ণ রাখার জন্য কোথায় রাখা হয়? (জ্ঞান)
[ক] ইনকিউবেটরে
[খ] কম্বলের নিচে
✅ মায়ের বুকে
[ঘ] মায়ের পাশে

১৩. শিশুর প্রথম খাবার হিসেবে কোনটি দেওয়া উচিত? (অনুধাবন)
[ক] গরুর দুধ
[খ] পানি
✅ শালদুধ
[ঘ] মধু

১৪. কোনটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, ঢাকা; সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল]
[ক] মধু
✅ শালদুধ
[গ] গরুর দুধ
[ঘ] কোটার গুঁড়া দুধ

১৫. শিশু জন্মের প্রথম কতদিন শালদুধ অল্পমাত্রায় আসে? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

১৬. শিশুর মিকোনিয়াম কী? (জ্ঞান)
[বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] টিকা
[খ] ভ্যাকসিন
✅ প্রথম মল
[ঘ] হরমোন

১৭. শালদুধ মিকোনিয়াম পরিষ্কারের মাধ্যমে কোন রোগের জীবাণু শরীর থেকে বের হতে সাহায্য করে? (জ্ঞান)
✅ জন্ডিস
[খ] টাইফয়েড
[গ] নিউমোনিয়া
[ঘ] ম্যালেরিয়া

১৮. শিশু মায়ের স্তন মুখে নিলে এবং চুষলে মা অবসাদমুক্ত বোধ করেন। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মা ও শিশুর বন্ধন সৃষ্টি হয়
[খ] মায়ের প্রতি শিশুর ভালোবাসা বৃদ্ধি পায়
✅ মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোন নির্গত হয়
[ঘ] শিশুর সুস্থতা মায়ের মনের দুশ্চিন্তা দূর করে

১৯. শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হয় কত মাস বয়স থেকে? (জ্ঞান)
✅ ছয়
[খ] পাঁচ
[গ] চার
[ঘ] তিন

২০. মায়ের স্তন্যদানের সহায়ক পরিবেশ তৈরিতে কার ভূমিকা সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] দাদির
[খ] নানির
✅ বাবার
[ঘ] বোনের

২১. অতি শৈশবে শিশুরা সাধারণত কয়টি কারণে কাঁদে? (জ্ঞান)
[এ কে উচ্চ বিদ্যালয়, দনিয়া, ঢাকা; দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল কলেজ, মৌলভীবাজার]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২২. মা-বাবার প্রতি শিশুর বিশ্বাস ও আস্থা গড়ে ওঠে কোন ক্ষেত্রে? (অনুধাবন)
[ক] শিশুকে তার পছন্দের খাবার দিলে
✅ শিশুর কান্নায় দ্রুত সাড়া দিলে
[গ] শিশুর সব কাজে সমর্থন দিলে
[ঘ] শিশুকে বাইরে বেড়াতে নিয়ে গেলে

২৩. বিছানায় যাওয়ার আগে শিশু মা-বাবাকে কাছে পেতে চায় কেন? (অনুধাবন)
[ক] আনন্দ লাভের জন্য
✅ নিরাপত্তা লাভের জন্য
[গ] ভয় দূর করার জন্য
[ঘ] মায়ের কাছে গল্প শোনার জন্য

২৪. রিয়ার বয়স তিন বছর। রাতে কার উপস্থিতি তার জন্য সবচেয়ে নিরাপদ পরিবেশ তৈরি করবে? (প্রয়োগ)
[ক] নানা-নানির
[খ] দাদা-দাদির
[গ] ভাই-বোনের
✅ মা-বাবার

২৫. শিশুরা সারাদিনের কর্মকাণ্ড কখন বলতে পছন্দ করে? (জ্ঞান)
[ক] সকালে
[খ] দুপুরে
[গ] বিকালে
✅ ঘুমানোর আগে

২৬. পারিবারিক কাজে শিশুকে সাথে নিলে কী হয়? (অনুধাবন)
[ক] শিশুর সামাজিক বিকাশ ঘটে
[খ] মা-বাবার প্রতি শিশুর আস্থা বাড়ে
✅ শিশুর নিজের দক্ষতা সম্পর্কে আস্থা আসে
[ঘ] শিশুর শরীর বৃত্তীয় কাজে মায়ের প্রতি নির্ভরশীলতা বাড়ে

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. জন্ম থেকে শুরু করে জীবনের প্রথম পাঁচ বছর একটি শিশুর- (অনুধাবন)
i. পূর্ণবিকাশের মূলভিত্তি রচিত হয়
ii. দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধি ঘটে
iii. আচরণগত পরিবর্তন ঘটতে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. যে শিশু জীবনের প্রথম বছরগুলোতে তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায় সে অন্যদের চেয়ে বেশি- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক হয়
ii. বুদ্ধিমান হয়
iii. সুস্বাস্থ্যের অধিকারী হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] রi ও ii
✅ i, ii ও iii

২৯. শিমুল জন্মের পর থেকেই তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পেয়েছে। এর ফলে তার মধ্যে বিকাশ ঘটেছে- (প্রয়োগ)
i. সামাজিক দক্ষতার
ii. ভাষার দক্ষতার
iii. সৃজনশীলতার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০. শিশুর শরীর, মন ও আবেগ বিকাশের ক্ষেত্রে মায়ের শ্রেষ্ঠ অবদান হলো- (অনুধাবন)
i. পরিচর্যা
ii. বুকের দুধ খাওয়ানো
iii. আর্থিক নিরাপত্তা দেওয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. শিশুর সাথে বন্ধন তৈরির পদক্ষেপ হলো- (অনুধাবন)
i. জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ দেওয়া
ii. শিশুকে কাছে নিয়ে ঘুমানো
iii. শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২. জন্মের পরপরই সুস্থ নবজাতককে উষ্ণ রাখার জন্য- (অনুধাবন)
i. মায়ের বুকে রাখা হয়
ii. মায়ের কাপড়ে পেচিয়ে রাখা হয়
iii. মায়ের পেটে রাখা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৭

৩৩. জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হয়। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. শিশুর জীবনে শ্রেষ্ঠ সূচনা রচিত হয়
ii. শিশুর প্রতি মায়ের ভালোবাসা বৃদ্ধি পায়
iii. শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. মায়ের অক্সিটোসিন হরমোন নির্গত হওয়ার ফলে- (অনুধাবন)
i. মায়ের মেজাজ খিটখিটে হয়
ii. শিশুর সাথে মায়ের বন্ধন দৃঢ় হয়
iii. মা শান্ত ও অবসাদমুক্ত বোধ করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. শিশুর প্রথম খাবার হিসেবে শালদুধ শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. শালদুধ এন্টিবডি সমৃদ্ধ
ii. শালদুধ প্রতিরক্ষামূলক প্রোটিন সমৃদ্ধ
iii. শালদুধ অক্সিটোসিন নামক হরমোন সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. শিশু জন্মের পর সহায়ক পরিবেশ তৈরিতে বাবার ভূমিকা হলো- (অনুধাবন)
i. মায়ের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা
ii. মাকে গৃহস্থালির কাজে সাহায্য করা
iii. স্তনদানকারী মায়ের প্রতি সহানুভূতিশীল হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. ভাষা বিকাশের আগে শিশুরা কান্না দিয়ে প্রকাশ করে- (অনুধাবন)
i. চাহিদা
ii. অসুবিধা
iii. ভালোবাসা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. শিশু অতি শৈশবে কাঁদে- (অনুধাবন)
[এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. ক্ষুধা লাগলে
ii. কোলে ওঠার জন্য
iii. শারীরিক অসুবিধায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯. বাবা-মায়ের আদর, স্নেহ, ভালোবাসার অভাবে একটি শিশুর মধ্যে জন্ম নেয়- (অনুধাবন)
i. হতাশা
ii. নিরাপত্তাহীনতা
iii. পরিবেশ সম্পর্কে অনাস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪০. প্রথম কয়েক বছর শিশুকে কাছে নিয়ে ঘুমালে- (অনুধাবন)
i. মা শিশুর চাহিদা বুঝতে পারে
ii. দুধ খাওয়ানো সহজ হয়
iii. শিশুর ঘুম ভালো হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. রোহানের বাবা ছেলের যত্নে সাহায়ক ভূমিকা পালন করেন। এতে রোহানের - (প্রয়োগ)
i. মায়ের প্রতি আসক্তি কমবে
ii. মায়ের ওপর নির্ভরশীলতা কমবে
iii. বাবার সাথে আসক্তি তৈরি হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. শিশুর পূর্ণ বিকাশের জন্য শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে মা-বাবার যা করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. শিশুর সাথে খেলা করা
ii. শিশুকে বাইরে নিয়ে যাওয়া
iii. পারিবারিক কাজে শিশুকে সাথে নেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৩. শিশুকে পর্যাপ্ত সময় দিলে- (অনুধাবন)
i. তার সামাজিক বিকাশ ঘটে
ii. তার বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে
iii. তার নিজের দক্ষতা সম্পর্কে আস্থা আসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. মৃদুলা তার ৩ বছর বয়সী মেয়ে মৌরীর সাথে বন্ধন দৃঢ় করতে চায় এজন্য মেয়েকে সে- (প্রয়োগ)
i. বেশি সময় দেয়
ii. শারীরিক স্পর্শ দেয়
iii. প্রয়োজনীয় পরামর্শ দেয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
রিমির বয়স এখন ১ মাস। জন্মের পর রিমির মা রিমিকে প্রথমে যে খাবারটি দিয়েছিলেন তাতে তার জীবনের শ্রেষ্ঠ সূচনা হয়েছে। উক্ত খাবারটি বহু রোগ সংক্রমণ প্রতিরোধ করে শিশুকে সুস্থ রাখে।

৪৫. রিমির মা রিমিকে কোন খাবারটি প্রথম খাইয়েছিলেন? (প্রয়োগ)
[ক] ছাগলের দুধ
✅ শালদুধ
[গ] মধু
[ঘ] চিনির শরবত

৪৬. উক্ত খাবারটি দ্বারা রিমির জীবনের শ্রেষ্ঠ সূচনা হওয়ার কারণ হলো খাবারটি- (উচ্চতর দক্ষতা)
i. মানসিকতার উন্নতি করে
ii. পরিপাচক অন্ত্রসমূহ উদ্দীপিত করে
iii. জন্ডিস সৃষ্টিকারী জীবাণু নির্গত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-২ ও ৩: শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭. শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলা কার অন্যতম কাজ? (জ্ঞান)
[ক] রাষ্ট্রের
[খ] সমাজের
[গ] সংগঠনের
✅ পরিবারের

৪৮. কোন বয়সের মধ্যে শিশুরা বাবা-মায়ের মনোযোগ পাওয়ার চেষ্টা করে? (জ্ঞান) [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] ৩/৪ মাস
[খ] ৫/৭ মাস
✅ ৭/৮ মাস
[ঘ] ৯/১০ মাস

৪৯. কত মাসের মধ্যে শিশুরা মা-বাবার সাথে সম্পর্ক তৈরি করে? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
✅ ৭/৮

৫০. শিশুকে কোলে নিলে সে তার মায়ের মুখে হাত দেয়। এটি কিসের পরিচায়ক? (উচ্চতর দক্ষতা)
✅ খুশির
[খ] কান্নার
[গ] ভয়
[ঘ] আত্ম প্রশান্তি

৫১. কখন থেকে শিশুর সাথে মায়ের সম্পর্ক তৈরি হতে থাকে? (জ্ঞান)
✅ জন্মগ্রহণের পরপরই
[খ] ৩/৪ মাস বয়সে
[গ] ৪/৫ মাস বয়সে
[ঘ] ৬/৭ মাস বয়সে

৫২. শিশুর বুদ্ধিবৃত্তিক সামাজিক ও আবেগীয় বিকাশে বাবা শক্তিশালী ভূমিকা রাখে। এর যথার্থতা নিরূপণে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] বাবা শিশুর প্রকৃত বন্ধু
✅ বাবা পর্যাপ্ত সময় দিলে শিশুর আচরণগত সমস্যা কম হয়
[গ] মায়ের তুলনায় পিতা সন্তানের আবেগ বেশি উপলব্ধি করে
[ঘ] বাবার কোমল হাসি, স্পর্শ শিশুর ভিতর গভীর প্রভাব ফেলে

৫৩. শিশুর লালন পালনে কার অংশগ্রহণের ফলে শিশুদের অপরাধমূলক কাজ প্রতিরোধ করা যায়? (জ্ঞান)
[ক] দাদার
[খ] চাচার
✅ বাবার
[ঘ] মায়ের

৫৪. শিশু প্রতিপালনে মা-বাবাার মনোযোগ না থাকার কারণ কোনটি? (অনুধাবন)
[ক] সময়ের অভাব
✅ সুসম্পর্কের অভাব
[গ] জ্ঞানের অভাব
[ঘ] অভিজ্ঞতার অভাব

৫৫. নিচের কোনটি শিশুর আত্মধারণাকে বিঘ্নিত করে? (অনুধাবন)
[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] বন্ধু দলের শিথিল সম্পর্ক
✅ ভাই-বোনের পারস্পরিক শিথিল সম্পর্ক
[গ] প্রতিবেশীদের শিথিল সম্পর্ক
[ঘ] আত্মীয়স্বজনের শিথিল সম্পর্ক

৫৬. ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে উভয়ের সাহচর্যে শিশুর মন কেমন হয়? (অনুধাবন)
[ক] দুঃখময়
✅ আনন্দময়
[গ] ভালোবাসাপূর্ণ
[ঘ] সৌহার্দপূর্ণ

৫৭. কাকে অনুসরণ করে শিশু ভালো-মন্দ আচরণ শিখে? (জ্ঞান)
[ক] বাবা
[খ] মা
✅ বড় ভাই বোন
[ঘ] বন্ধু বান্ধব

৫৮. শিশুর প্রথম বছরগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ কোনটি? (অনুধাবন)
[ক] শিশুকে সঠিক নিয়মে গোসল করানো
[খ] শিশুর ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি
✅ শিশুর সাথে পরিবারের সকলের ভাষা বিনিময়
[ঘ] শিশুকে হাঁটাতে শেখানো

৫৯. শিশুর মৌলিক চাহিদাগুলো কোথায় পূরণ হয়? (জ্ঞান)
[ক] বিদ্যালয়ে
✅ পরিবারে
[গ] খেলার মাঠে
[ঘ] ধর্মীয় প্রতিষ্ঠানে

৬০. পারিবারিক বিপর্যয়ের ফলে শিশুর জীবনের কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] স্বাভাবিক বর্ধন বিঘ্নিত হয়
[খ] স্বাভাবিক বর্ধন ত্বরান্বিত হয়
✅ স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়
[ঘ] স্বাভাবিক বিকাশ থেমে যায়

৬১. বাবার মৃত্যুতে পরিবারের বড় ধরনের বিপর্যয় সৃষ্টির কারণ কী? (অনুধাবন)
✅ পরিবারের আর্থিক সংকট প্রকট হয়
[খ] পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়
[গ] পরিবারের অন্যদের দ্বারা হেয় হতে হয়
[ঘ] পরিবার থেকে সহায়তা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়

৬২. পরিবারে কার মৃত্যুতে শিশুর যত্ন ও পরিচর্যায় অবহেলা হয়? (জ্ঞান)
[ক] বাবার
[খ] দাদির
[গ] নানির
✅ মায়ের

৬৩. বেশির ভাগ ক্ষেত্রে সন্তানেরা ছোট থাকাবস্থায় পরিবারের ভাঙন বেশি হয়। এর যথার্থতা নিরূপণে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] ছোট শিশু পরিবারের ভাঙন রোধে অপারগ
[খ] ছোট শিশুর ওপর এর প্রভাব কম পড়ে
✅ সন্তান ছোট থাকায় স্বামী-স্ত্রী তাদের বিচ্ছেদের চিন্তা ভাবনা সহজেই করতে পারে
[ঘ] সন্তান ছোট থাকলে বিচ্ছেদ পরবর্তী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সহজ

৬৪. পরিবারের ভাঙন একটু বড় শিশুদের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলে? (অনুধাবন)
[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] তারা আত্মবিশ্বাসী হয়
[খ] তারা আক্রমণাত্মক হয়
✅ তারা হীনম্মন্যতায় ভোগে
[ঘ] তারা ঈর্ষাপরায়ণ হয়

৬৫. পারিবারিক বিপর্যয়ে কীভাবে সংকট মোকাবিলা করলে সমস্যা অনেক কমে যাবে? (অনুধাবন)
✅ পরিবারের সদস্যরা একত্রিত হলে
[খ] কর্তা ব্যক্তির একক সিদ্ধান্তে
[গ] আত্মীয়স্বজনের সহযোগিতা
[ঘ] সন্তানদের সিদ্ধান্তে

৬৬. পারিবারিক বিপর্যয়ের প্রধান সমস্যা কোনটি? (জ্ঞান)
✅ আর্থিক সংকট
[খ] ভালোবাসা
[গ] বিশ্বাস
[ঘ] অসুস্থতা

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৭. ৭/৮ মাস বয়সের মধ্যে শিশু সম্পর্ক তৈরি করে- (অনুধাবন)
i. মা-বাবার সাথে
ii. যত্নকারীর সাথে
iii. আত্মীয়স্বজনের সাথে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. মায়ের কোলে শিশু তার খুশি প্রকাশ করে- (অনুধাবন)
i. মায়ের মুখে হাত দিয়ে
ii. মায়ের গালে আঁচড় কেটে
iii. মায়ের চুল নাড়াচাড়া করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ র ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. ঝিমির সাথে তার মেয়ের গভীর সম্পর্ক গড়ে ওঠেছে। এরূপ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রেখেছে ঝিমির- (প্রয়োগ)
i. হাসি
ii. ভালোবাসা
iii. কোমল স্পর্শ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭০. শিশু লালন-পালনে মায়ের চেয়ে বাবার অংশগ্রহণ শক্তিশালী ভূমিকা রাখে- (অনুধাবন)
i. শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে
ii. শিশুর সামাজিক বিকাশে
iii. শিশুর আবেগীয় বিকাশে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. শিশুর লালন-পালনে বাবার স্নেহপূর্ণ অংশগ্রহণ- (অনুধাবন)
i. শিশুর আচরণগত সমস্যা সৃষ্টি করে
ii. শিশুর মাদকাসক্তি প্রতিরোধে সহায়তা করে
iii. শিশুর অপরাধমূলক কাজ প্রতিরোধে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. মা-বাবার মধ্যে সুসম্পর্কের অভাব থাকলে- (অনুধাবন)
i. শিশুর বিকাশ ক্ষতিগ্রস্ত হয়
ii. শিশুরা অনেক বেশি নিরাপদবোধ করে
iii. শিশুর প্রতিপালনে তাদের মনোযোগ থাকে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. নীলার বয়স ১ বছর। তার মস্তিষ্কের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. পর্যাপ্ত ভালোবাসা
ii. পর্যাপ্ত মনোযোগ
iii. পর্যাপ্ত উদ্দীপনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. ভাই-বোনের সান্নিধ্যে শিশুরা- (অনুধাবন)
i. নিরাপত্তা পায়
ii. বিরক্ত বোধ করে
iii. দলগতভাবে মেশার অভিজ্ঞতা অর্জন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. পরিবারের ভাই-বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকলে- (অনুধাবন)
i. শিশুর আত্মধারণা বিঘ্নিত হয়
ii. শিশু ভালো আচরণ শেখে
iii. শিশুর সুষ্ঠু বিকাশ ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. বড় ভাই-বোনের যেসব আচরণ শিশু বিকাশে সহায়তা করে- (অনুধাবন)
i. ঈর্ষা করা
ii. পরস্পরকে সাহায্য করা
iii. সবাই মিলেমিশে থাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. মোহনারা তিন ভাইবোন এবং সে সবার ছোট। বড় ভাইবোনের যেসব আচরণ মোহনার বিকাশে বাধা সৃষ্টি করবে- (প্রয়োগ)
i. অবহেলা
ii. নিজের স্বার্থ বড় করে দেখা
iii. কোনো জিনিস ভাগাভাগি করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. শিমুলের বয়স ১০ বছর এবং তার ছোট বোন শিখার বয়স ৬ বছর। শিমুলের যে আচরণগুলো শিখার বিকাশে সহায়তা করবে- (প্রয়োগ)
i. পরস্পরকে সাহায্য করা
ii. সকলে মিলেমিশে থাকা
iii. ছোট ভাই-বোনের যত্নে সহযোগিতা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. শিশুর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. তার কথা শোনা
ii. তার সাথে খেলা করা
iii. তাকে সব সময় শাসন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে তার চারপাশের মানুষের সঙ্গে- (অনুধাবন)
i. ভাব বিনিময়ের মাধ্যমে
ii. প্রতিযোগী সম্পর্কের মাধ্যমে
iii. পারস্পরিক সম্পর্কের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. পারিবারিক বিপর্যয় হতে পারে- (অনুধাবন)
i. পরিবারের সদস্যদের অসুস্থতায়
ii. মা-বাবার বিবাহ বিচ্ছেদে
iii. মা অথবা বাবার মৃত্যুতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮২. বাবার মৃত্যুতে পরিবারে আর্থিক সংকট প্রকট হয়। এর যৌক্তিকতা নিরূপণে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন বয়সী শিশুদের ভরণ-পোষণ কঠিন হয়ে পড়ে
ii. লেখা-পড়ার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে
iii. যত্ন পরিচর্যায় অবহেলা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. মায়ের মৃত্যুতে সন্তানেরা দিশেহারা হয় কারণ- (অনুধাবন)
i. তাদের যত্ন পরিচর্যায় অবহেলা হয়
ii. লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়
iii. মায়ের কোমল ভালবাসা থেকে বঞ্চিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. শিমুলের মা অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছেন। এজন্য শিমুল সারাক্ষণ- (প্রয়োগ)
i. হতাশাগ্রস্ত থাকে
ii. লেখাপড়ায় ব্যস্ত থাকে
iii. মাকে হারানোর ভয়ে ভীত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. পারিবারিক ভাঙনের কারণ হলো- (অনুধাবন)
i. স্বামী-স্ত্রীর মতের অমিল
ii. পরস্পরের সমঝোতার অভাব
iii. বাবা অথবা মায়ের দ্বিতীয় বিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. পারিবারিক বিপর্যয়ের ফলে শিশুর ঘুমের ব্যাঘাত, খাবারে অনীহা ইত্যাদি হয়। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. মানসিকভাবে আঘাতপ্রাপ্তি
ii. শারীরিকভাবে কষ্ট পাওয়া
iii. শিশুর বিকাশে বাধার সৃষ্টি হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. বাবার অসুস্থতার কারণে রাহেলাদের পরিবারে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট দূর করতে রাহেলা- (প্রয়োগ)
i. অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে
ii. আর্থিক আয় বাড়ানোর চেষ্টা করবে
iii. পারিবারিক বিভিন্ন কাজে অংশ নিবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. পারিবারিক বিপর্যয়ে ছোট শিশুদের বিকাশজনিত চাহিদা পূরণে কিশোর বয়সী সন্তানদের ভূমিকা হলো- (উচ্চতর দক্ষতা)
i. ছোট ভাই বোনের পরিচর্যা করা
ii. তাদের পর্যাপ্ত আদর স্নেহ করা
iii. পরস্পরের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৯. পারিবারিক বিপর্যয়ে কিশোর বয়সের সন্তানের কাজ হলো- (অনুধাবন)
i. মানসিক চাপ মুক্ত থাকা
ii. পরিস্থিতির ইতিবাচক দিক খোঁজা
iii. ভবিষ্যতে পেশার জন্যে প্রস্তুত হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:
জিকুর বাবা ছুটির দিনগুলোতে তাদের দু’ভাই বোনকে নিয়ে বেড়াতে যান। তাদের লেখাপড়ায় সাহায্য করেন। মায়ের পাশাপাশি তাদের যত্ন ও লালন পালনে অংশ নেন।

৯০. জিকুর বাবার যত্নের ফলে তাদের মধ্যে কোন ধরনের সমস্যা কম দেখা যাবে? (প্রয়োগ)
[ক] শারীরিক
✅ আচরণগত
[গ] লেখাপড়ার
[ঘ] মানসিক

৯১. সন্তান লালন-পালনে জিকুর বাবার অংশগ্রহণ জিকুর যেসব কাজ প্রতিরোধ করবে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. মাদকাসক্তি
ii. পরীক্ষায় অকৃতকার্যতা
iii. অন্যান্য অপরাধমূলক কাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-৪: শিশু পরিচালনার নীতি
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯২. একটি শিশুকে কিসের মাধ্যমে উপযুক্তভাবে গড়ে তোলা যায়? (অনুধাবন)
[অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
[ক] সুষম খাদ্য
[খ] কঠোর শাসন
✅ সুষ্ঠু পরিচালনা
[ঘ] বিলাসিতা

৯৩. শিশু পরিচালনার নীতি কয়টি? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] ছয়
✅ সাত
[ঘ] আট

৯৪. শিশুর সামনে কী ধরনের আচরণ উপস্থাপন করা দরকার? (জ্ঞান)
[ক] রূঢ় আচরণ
[খ] অযৌক্তিক আচরণ
✅ ভালো আচরণ
[ঘ] অবহেলাপূর্ণ আচরণ

৯৫. আরিফা বেগম তার সন্তানদের ভালো আচরণ শেখাতে চান। এ উদ্দেশ্য পূরণে তিনি কী করেন? (প্রয়োগ)
✅ নিজে ভালো আচরণে অভ্যস্ত হবেন
[খ] সন্তানদের ভালো পরামর্শ দিবেন
[গ] সন্তানদের ভালো আচরণ করতে জোর করবেন
[ঘ] সন্তানদের আদর্শ মানবের আচরণ পড়ে শোনাবেন

৯৬. শিশুদের ক্ষমতাকে বাড়িয়ে দেয় কোনটি? (জ্ঞান)
[এসএসসি সকল বোর্ড ’১৫]
✅ স্নেহ
[খ] ধৈর্য্য
[গ] প্রশংসা
[ঘ] পরিশ্রম

৯৭. শিশুর ভালো কাজের প্রশংসা করতে হবে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ এতে শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে
[খ] শিশুর মানসিক বিকাশ দ্রুত হয়
[গ] শিশুর নতুন কিছু উদ্ভাবনের মাত্রা বেড়ে যায়
[ঘ] শিশুর সাথে ভাব বিনিময় সহজ হয়

৯৮. শিশুর ভালো কাজে প্রশংসা করলে কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] সে পুরস্কার দাবি করে
[খ] সে নিজেকে বড় মনে করে
[গ] সে উক্ত কাজগুলো থেকে বিরত থাকে
✅ সে উক্ত কাজগুলো বারবার করে

৯৯. শিশু পরিচালনায় অন্যতম নীতি হলো শিশুকে শাস্তি না দেওয়া। কথাটির তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা)
✅ শাস্তি দিলে শিশুর উপর ক্ষতিকর প্রভাব পড়ে
[খ] শাস্তি দিলে শিশু লাজুক হয়ে বেড়ে ওঠে
[গ] শিশুর জন্য সকল ধরনের শাস্তি ইতিবাচক প্রভাব ফেলে
[ঘ] শাস্তি দিলে শিশু আত্মবিশ্বাস হারায়

১০০. শিশু-পরিচালনা নীতি অনুযায়ী শাস্তি কত ধরনের হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১০১. মিসেস শিরিন তার সন্তানের কিছু আচরণ সংশোধন করতে চান। এজন্য তিনি কী করবেন? (প্রয়োগ)
✅ নির্দিষ্ট আচরণ সম্পর্কে সতর্ক করবেন
[খ] শান্তির মাধ্যমে সংশোধন করবেন
[গ] তিরস্কারের মাধ্যমে সংশোধন করবেন
[ঘ] আদর্শ ব্যক্তির দৃষ্টান্তের মাধ্যমে সংশোধন করবেন
Share:

0 Comments:

Post a Comment