SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৬ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-০৬

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
বিকাশ হলো গুণগত পরিবর্তন, যা ধারাবাহিকভাবে চলতে থাকে। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কখনো থেমে থাকে না। বংশগত এবং পরিবেশ উভয়ের পারস্পরিক ক্রিয়ার ফলে শিশুর বিকাশ নির্ধারিত হয়। আর বর্ধন হচ্ছে বিকাশের অন্তর্ভুক্ত একটি বিষয়। বর্ধন বলতে পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের বৃদ্ধি ঘটে যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয় সেটাই বর্ধন। সাধারণত ২৫ বছর বয়স পর্যন্ত মানবদেহে বর্ধন চলে। কিন্তু বিকাশ চলমান, এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন সময়কে শিশুর নবজাতক কাল বলা হয়?
[ক] জন্ম থেকে ১ সপ্তাহ
✅ জন্ম থেকে ২ সপ্তাহ
[গ] জন্ম থেকে ৩ সপ্তাহ
[ঘ] জন্ম থেকে ৪ সপ্তাহ

২. গ্রামের ছেলে মেয়েরা বেশি কর্মঠ হওয়ার কারণ-
i. ভৌগোলিক অবস্থা
ii. আবহাওয়া
iii. পরিচর্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
চতুর্থ শ্রেণির ছাত্র তাহমীদের কৌতূহলের সীমা নেই। স্কুল থেকে ফিরেই তার চারপাশের বিভিন্ন বিষয় জানার জন্য সে মাকে নানা প্রশ্ন করে। ইদানীং সে দাবা খেলা শিখেছে। এতে সে ভীষণ আনন্দিত।

৩. তাহমীদ বিকাশের কোন স্তরে আছে?
[ক] নবজাতক কাল
✅ মধ্য শৈশব কাল
[গ] কৈশোর কাল
[ঘ] বয়ঃপ্রাপ্তি কাল

৪. ঐ স্তরে তাহমীদ-
i. চিন্তাশক্তির বিশ্লেষণ করতে পারে
ii. নিজ অবয়বের প্রতি আকৃষ্ট হয়
iii. ন্যায়-অন্যায় এর পার্থক্য করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-১ : বর্ধন ও বিকাশের ধারণা
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫. শিশুর বিকাশ কোন ধরনের পরিবর্তন? (জ্ঞান)
[মাইলস্টোন কলেজ, ঢাকা; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] দৃষ্টিগত
✅ গুণগত
[গ] পরিমাণগত
[ঘ] আকৃতিগত

৬. বিকাশ কথাটির পাশাপাশি বর্ধন কথাটি ব্যবহার করা হয়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] দুটি শব্দই সম্পর্কিত
[খ] একটি অপরটির পরিপূরক
✅ বর্ধন বিকাশের অন্তর্ভুক্ত বিষয়
[ঘ] বিকাশ বর্ধনের অন্তর্ভুক্ত বিষয়

৭. বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন। এখানে বর্ধন দ্বারা কী বোঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] শারীরিক ক্ষমতা
✅ দৈহিক আকারের পরিবর্তন
[গ] বুদ্ধিবৃত্তিক পরিবর্তন
[ঘ] গুণগত পরিবর্তন

৮. শিশুর বর্ধন কোন ধরনের পরিবর্তন? (জ্ঞান)
[বিসিআইসি কলেজ, দি বাডস রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মৌলভীবাজার]
[ক] গুণগত
[খ] আচরণগত
✅ পরিমাণগত
[ঘ] স্বভাবগত

৯. একটি শিশু যে ওজন নিয়ে জন্মগ্রহণ করে ছয় মাস পর তার ওজন কতগুণ হয়? (জ্ঞান) [ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
✅ দ্বিগুণ
[খ] তিনগুণ
[গ] চারগুণ
[ঘ] পাঁচগুণ

১০. শিশুর বিকাশ কী ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)
[এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা; সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
[ক] সরল
✅ জটিল
[গ] যৌগিক
[ঘ] আপেক্ষিক

১১. বিকাশজনিত পরিবর্তন হয় কেন? (অনুধাবন)
[ক] অনভিজ্ঞতার ফলে
✅ অভিজ্ঞতার ফলে
[গ] ক্রিয়াশীলতার ফলে
[ঘ] অপরিপক্বতার ফলে

১২. সাধারণত কত বছর পর্যন্ত মানবদেহে বর্ধন চলে? (জ্ঞান)
[সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা; বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা]
[ক] ১০
[খ] ১৫
[গ] ২০
✅ ২৫

১৩. বিকাশকে চলমান বলার কারণ কী? (জ্ঞান)
[ক] বিকাশ পরিবর্তনশীল
[খ] বিকাশ ধারাবাহিকভাবে চলে
✅ বিকাশের নির্দিষ্ট সীমারেখা নেই
[ঘ] বিকাশ জটিল প্রক্রিয়া

১৪. মানুষের বর্ধনের গতি কিরূপ? (জ্ঞান)
[সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল]
✅ ঊর্ধ্বমুখী
[খ] নিম্নমুখী
[গ] স্থির
[ঘ] মন্থর

১৫. মানুষের বিকাশের গতি কখন ঊর্ধ্বমুখী থাকে? (অনুধাবন)
[ক] জন্মপূর্ব কালে
✅ জীবনের শুরুতে
[গ] মধ্য বয়সে
[ঘ] বৃদ্ধ বয়সে

১৬. মধ্য বয়সে বিকাশের গতি কিরূপ? (জ্ঞান)
[ক] ঊর্ধ্বমুখী
[খ] নিম্নমুখী
[গ] স্থির
✅ মন্থর

১৭. কোন বয়সে বোঝার ক্ষমতা ও যুক্তিপূর্ণ চিন্তার ক্ষমতা বাড়ে? (জ্ঞান)
[ক] শৈশবে
✅ কৈশোরে
[গ] মধ্য বয়সে
[ঘ] বৃদ্ধ বয়সে

১৮. বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার ও আকৃতির পরিবর্তন কোন ধরনের বিকাশ? (জ্ঞান)
[ক] বুদ্ধিবৃত্তীয়
[খ] ভাষার
[গ] আবেগীয়
✅ শারীরিক

১৯. যুক্তি দিয়ে চিন্তা করা, সমস্যার সমাধান করা কোন বিকাশের অন্তর্গত? (জ্ঞান)
[ক] সঞ্চালনমূলক
[খ] নৈতিক
✅ বুদ্ধিবৃত্তীয়
[ঘ] আবেগীয়

২০. ছোট ছোট বাক্য বলা, গুছিয়ে কথা বলতে পারা কোন ধরনের বিকাশ? (জ্ঞান)
[ক] সামাজিক
✅ ভাষার
[গ] শারীরিক
[ঘ] বুদ্ধিবৃত্তীয়

২১. জন্মের পর হাত-পা নাড়তে পারা কোন ধরনের বিকাশ? (জ্ঞান)
[ক] শারীরিক
✅ সঞ্চালনমূলক
[গ] ভাষা
[ঘ] আবেগীয়

২২. আবেগ সঠিকভাবে প্রকাশ করা ও নিয়ন্ত্রণ করা কোন ধরনের বিকাশ? (জ্ঞান)
[ক] ভাষার
[খ] বুদ্ধিবৃত্তীয়
[গ] সঞ্চালনমূলক
✅ আবেগীয়

২৩. রফিক সামাজিক রীতিতে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করেন। তার কাজের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির? (প্রয়োগ)
[ক] অন্যায়ের জন্য অনুশোচনা
[খ] শব্দে ভয় পাওয়া
✅ অন্যকে সাহায্য করা
[ঘ] সৃজনী শক্তির বিকাশ

২৪. মিনহাজের মধ্যে ধীরে ধীরে ন্যায়-অন্যায় বোধ গড়ে উঠছে। তার এরূপ পরিবর্তনের কারণ কী? (প্রয়োগ)
[ক] সামাজিক বিকাশ
[খ] আবেগীয় বিকাশ
✅ নৈতিক বিকাশ
[ঘ] সঞ্চালনমূলক বিকাশ

২৫. কোনটি আবেগীয় বিকাশ? (অনুধাবন)
[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] উচ্চতা বৃদ্ধি
[খ] বসতে পারা
[গ] সহমর্মিতা
✅ খুশি হলে হাসা

২৬. অন্যকে সাহায্য করা, সৌজন্য বোধ কোন ধরনের বিকাশ? (জ্ঞান)
[বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ; উত্তরা হাই স্কুল, ঢাকা]
[ক] বুদ্ধিবৃত্তীয়
[খ] আবেগীয়
✅ সামাজিক
[ঘ] নৈতিক

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. বিকাশের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ধারাবাহিকভাবে চলতে থাকে
ii. দৈহিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়
iii. বৃদ্ধি ও ক্ষয়-এ দুটোই ক্রিয়াশীল থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. বর্ধন এর উদাহরণ হলো- (অনুধাবন)
i. নতুন শব্দ শেখা
ii. শিশুর উচ্চতা বৃদ্ধি
iii. শিশুর ওজন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. বিকাশজনিত পরিবর্তন ঘটে- (অনুধাবন)
i. পরিপক্বতার ফলে
ii. অভিজ্ঞতার ফলে
iii. আবহাওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. বর্ধন ও বিকাশের সম্পর্ক হলো- (অনুধাবন)
[সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
i. বর্ধনের তুলনায় বিকাশ অনেক ব্যাপক
ii. বর্ধন হলো বিকাশের অন্তর্ভুক্ত
iii. বর্ধন ক্রিয়াশীল হলেও বিকাশ স্থির

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. বিকাশের গতি- (অনুধাবন)
i. জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী
ii. মধ্য বয়সে মন্থর
iii. বৃদ্ধ বয়সে নিম্নমুখী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২. বৃদ্ধ বয়সে বর্ধন নিম্নমুখী হওয়ার কারণ- (অনুধাবন)
i. চিন্তা শক্তি হ্রাস
ii. বোঝার ক্ষমতা হ্রাস
iii. স্মরণশক্তি হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩. কৈশোরের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. বোঝার ক্ষমতা বাড়ে
ii. চিন্তার ক্ষমতা বাড়ে
iii. স্মরণশক্তি কমতে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. রোহানের বয়স এখন ১১ বছর। বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে যেভাবে শারীরিক বিকাশ ঘটবে- (প্রয়োগ)
i. মনোযোগ বৃদ্ধি
ii. আকৃতি পরিবর্তন
iii. উচ্চতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বুদ্ধিবৃত্তীয় প্রকাশ ঘটে- (অনুধাবন)
i. সৃজনী শক্তির মাধ্যমে
ii. মনে রাখার মাধ্যমে
iii. বাক্য বলার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. আবেগীয় বিকাশ হলো- (অনুধাবন)
i. রেগে যাওয়া
ii. দয়া প্রদর্শন করা
iii. ব্যথা পেলে কাঁদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. শিশুদের মধ্যে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বোধ গড়ে ওঠে- (অনুধাবন)
i. আবেগের ভিত্তিতে
ii. সামাজিক রীতিনীতির ভিত্তিতে
iii. ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
জন্মের সময় রাতুলের ওজন ছিল ৩ কেজি। জন্মের পর থেকে তার বিকাশ ও বর্ধন স্বাভাবিক আছে। এখন তার বয়স এক বছর। সে একা একা হাঁটতে পারে, খেলতে পারে, কিছু কিছু শব্দ বলতে পারে।

৩৮. বর্তমানে রাতুলের ওজন কত? (প্রয়োগ)
[ক] ৫ কেজি
[খ] ৬ কেজি
✅ ৯ কেজি
[ঘ] ১১ কেজি

৩৯. রাতুলের মধ্যে লক্ষ করা যায়- (উচ্চতর দক্ষতা)
i. আচরণগত সমস্যা
ii. বর্ধনজনিত পরিবর্তন
iii. বিকাশজনিত পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-২ : বিকাশের স্তর
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪০. শিশু মাতৃগর্ভে থাকার সময়কাল কত? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা;
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃবিদ্যালয়]
[ক] ২৫০ দিন
[খ] ২৬০ দিন
[গ] ২৭০ দিন
✅ ২৮০ দিন

৪১. জীবন প্রসারের বিভিন্ন স্তর কী নামে পরিচিত? (জ্ঞান)
[দি বাডস রেসিডেনসিয়াল মডেল কলেজ, মৌলভীবাজার]
ক বর্ধনের স্তর
✅ বিকাশের স্তর
[গ] পূর্ণাঙ্গ জীবন
[ঘ] জীবন বৈশিষ্ট্য

৪২. সবচেয়ে দ্রুত পরিবর্তনের সময়কাল কোনটি? (জ্ঞান)
✅ মাতৃগর্ভ
[খ] শৈশব
[গ] কৈশোর
[ঘ] বার্ধক্য

৪৩. একটি শিশুর জন্ম হয় কয়টি কোষ থেকে? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৪৪. কোন সময়কে শিশুর নবজাতক কাল বলা হয়? (জ্ঞান)
[সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা; বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] জন্ম থেকে ১ সপ্তাহ
✅ জন্ম থেকে ২ সপ্তাহ
[গ] জন্ম থেকে ৩ সপ্তাহ
[ঘ] জন্ম থেকে ৪ সপ্তাহ

৪৫. মাতৃগর্ভের পরিবেশের তাপমাত্রা কত? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজ, ঢাকা]
[ক] ৭০° ফারেনহাইট
[খ] ৮০° ফারেনহাইট
[গ] ৯০° ফারেনহাইট
✅ ১০০° ফারেনহাইট

৪৬. নবজাতক শিশু ২৪ ঘণ্টার মধ্যে কত ঘণ্টা ঘুমিয়ে কাটায়? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ১৮
✅ ২০
[ঘ] ২২

৪৭. নবজাতকের স্বাভাবিক ওজন কত থাকে? (জ্ঞান)
[কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃস্কুল]
[ক] এক থেকে দুই কেজি
[খ] দেড় থেকে আড়াই কেজি
✅ আড়াই থেকে তিন কেজি
[ঘ] তিন থেকে চার কেজি

৪৮. সুস্থ নবজাতকের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
[ক] জন্মের সময় হাসিখুশি থাকে
✅ জন্মের পর চিৎকার করে কাঁদে
[গ] জন্মের পর ঘুমাতে চায় না
[ঘ] জন্মের পর থেকেই খেলতে শেখে

৪৯. অতি শৈশবকালের সময়সীমা কত? (জ্ঞান)
[ক] জন্ম থেকে ২ সপ্তাহ
[খ] জন্ম থেকে ৪ সপ্তাহ
[গ] ২ সপ্তাহ থেকে ১ বছর
✅ ২ সপ্তাহ থেকে ২ বছর

৫০. টডলার বলা হয় শিশুর কোন বয়সকে? (জ্ঞান) [বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ]
[ক] ১ম বছর
✅ ২য় বছর
[গ] ৩য় বছর
[ঘ] ৪র্থ বছর

৫১. কত বছর বয়সের মধ্যে শিশুর আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫২. কোন সময়কে শিশুর প্রারম্ভিক শৈশব বলা হয়? (জ্ঞান)
[এসএসসি সকল বোর্ড ’১৫]
[ক] ২-৩ বছর
[খ] ২-৪ বছর
[গ] ২-৫ বছর
✅ ২-৬ বছর

৫৩. কখন শিশু পরিবারের সদস্যদের অনুকরণ করে? (জ্ঞান)
[এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] অতি শৈশবে
✅ প্রারম্ভিক শৈশবে
[গ] মধ্য শৈশবে
[ঘ] কৈশোরে

৫৪. প্রারম্ভিক শৈশবে শিশু সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করে। এক্ষেত্রে সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করার যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অনুকরণ
✅ বয়সের প্রভাব
[গ] পরিবেশের প্রভাব
[ঘ] কৌতূহল নিবারণ

৫৫. শিশুর কৌতূহলের বয়স কোনটি? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] নবজাতককাল
[খ] অতি শৈশব
✅ প্রারম্ভিক শৈশব
[ঘ] মধ্য শৈশব

৫৬. কোন সময়টি মধ্য শৈশবকাল? (জ্ঞান)
[ক] ৬ থেকে ৯ বছর
[খ] ৬ থেকে ১০ বছর
✅ ৬ থেকে ১১ বছর
[ঘ] ৬ থেকে ১২ বছর

৫৭. মধ্য শৈশবের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] প্রথম কৌতূহলী হয়
[খ] প্রথম আত্মনির্ভর হয়
✅ নতুন নতুন দায়িত্ব পালনে দক্ষ হয়
[ঘ] যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়

৫৮. কোন বয়সের ছেলেমেয়েদের মধ্যে ভাষার দক্ষতা অর্জন, ভালোমন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা স্পষ্ট হয়? (জ্ঞান) [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] অতি শৈশবের
[খ] প্রারম্ভিক শৈশবের
✅ মধ্য শৈশবের
[ঘ] কৈশোর কালের

৫৯. রনি বন্ধুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখে। তার এই আচরণের সাথে সাদৃশ্য রয়েছে কোন স্তরের? (জ্ঞান)
[ক] অতি শৈশবের
[খ] প্রারম্ভিক শৈশবের
✅ মধ্য শৈশবের
[ঘ] বয়ঃসন্ধির

৬০. কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালের সময়সীমা কত? (জ্ঞান) [সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৬ - ১১ বছর
✅ ১১ - ১৮ বছর
[গ] ১৮ - ২৫ বছর
[ঘ] ২৫ - ৩০ বছর

৬১. লিখনের ইচ্ছে সে ডাক্তার হবে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে এখন পড়াশোনা করছে। লিখন তার জীবনের কোন স্তরে রয়েছে? (প্রয়োগ)
[ক] মধ্য শৈশবে
✅ বয়ঃসন্ধিকালে
[গ] প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিতে
[ঘ] বয়ঃপ্রাপ্তির শেষভাগে

৬২. বিকাশের কোন স্তরে নিজস্ব লক্ষ্য, মূল্যবোধ তৈরি হয়? (জ্ঞান) [দি বাডস রেসিডেনসিয়াল মডেল কলেজ, মৌলভীবাজার]
[ক] মধ্য শৈশব
✅ বয়ঃসন্ধি
[গ] প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি
[ঘ] মধ্যবয়স

৬৩. কিশোর কিশোরীরা একটি পর্যায়ে গিয়ে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে কেন? (অনুধাবন)
✅ বয়ঃসন্ধির কারণে
[খ] পেশাগত কারণে
[গ] অনুকরণের কারণে
[ঘ] পরিস্থিতির কারণে

৬৪. শিশু কখন নিজের চেহারার প্রতি মনোযোগী হয়? (জ্ঞান)
[ক] মধ্য শৈশবে
[খ] প্রারম্ভিক শৈশবে
✅ বয়ঃসন্ধিক্ষণে
[ঘ] মধ্যবয়সে

৬৫. প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তির বয়সসীমা কত? (জ্ঞান)
[ক] ৬ - ১১ বছর
[খ] ১১ - ১৮ বছর
✅ ১৮ - ২৫ বছর
[ঘ] ২৫ - ৪০ বছর

৬৬. বিয়ে ও পরিবার গঠনের আগ্রহ তৈরি হয় বিকাশের কোন স্তরে? (জ্ঞান)
[ক] কৈশোরে
✅ প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিতে
[গ] বয়ঃপ্রাপ্তির শেষ ভাগে
[ঘ] মধ্য বয়সে

৬৭. কোন বয়সে খেলাধুলায় অংশগ্রহণের চেয়ে দর্শকের ভূমিকা পালনে আগ্রহ থাকে? (জ্ঞান)
[ক] ২ থেকে ৬ বছর
[খ] ৬ থেকে ১১ বছর
[গ] ১১ থেকে ১৮ বছর
✅ ১৮ থেকে ২৫ বছর

৬৮. কোন বয়সে শিশুরা রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করে? (জ্ঞান)
[ক] বয়ঃসন্ধিতে
✅ প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিতে
[গ] বয়ঃপ্রাপ্তির শেষ ভাগে
[ঘ] মধ্য বয়সে

৬৯. বয়ঃপ্রাপ্তির শেষ ভাগের সময়সীমা কত? (জ্ঞান)
[ক] ১১-১৮ বছর
[খ] ১৮-২০ বছর
[গ] ১৮-২৫ বছর
✅ ২৫-৪০ বছর

৭০. বয়ঃপ্রাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] পেশা নির্বাচন
[খ] বন্ধুদের সাথে চিন্তার আদান প্রদান
✅ মা-বাবা হিসেবে দায়িত্ব গ্রহণ
[ঘ] বাইরের বিষয়ে মনোযোগী হওয়া

৭১. মধ্যবয়সের সময়সীমা কত? (জ্ঞান)
[উত্তরা হাই স্কুল, ঢাকা; এ.কে. উচ্চ বিদ্যালয়, দনিয়া]
[ক] ১০ - ১৮ বছর
[খ] ১৮ - ২০ বছর
[গ] ২০ - ৩০ বছর
✅ ৪০ - ৬৫ বছর

৭২. সিরাজুল ইসলামের বয়স এখন ৫৩ বছর। বয়সের কারণে তার মধ্যে কোন লক্ষণটি দেখা দিতে পারে? (প্রয়োগ)
[ক] অন্যদের অনুকরণ করা
[খ] সন্তান লালনপালন করা
✅ কুঁচকানো ত্বক
[ঘ] মৃত্যুর ভয়

৭৩. বার্ধক্যের বয়সসীমা কত? (জ্ঞান) [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা]
[ক] ১৮ - ২৫ বছর
[খ] ২৫ - ৪০ বছর
[গ] ৪০ - ৬৫ বছর
✅ ৬৫ - মৃত্যু পর্যন্ত

৭৪. বার্ধক্যে হতাশা, মৃত্যুভয় মোকাবিলা করার মাধ্যমে কেমন অনুভূতি আসে? (অনুধাবন)
[ক] ধর্মীয়
✅ পরিতৃপ্তি
[গ] সাংস্কৃতিক
[ঘ] বিষাদের

৭৫. কোন বয়সে ক্ষয়ের সূচনা হয়? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিতে
[খ] বয়ঃপ্রাপ্তির শেষভাগে
[গ] মধ্য বয়সে
✅ বার্ধক্যে

৭৬. কোন বয়সে মানুষ নিজেদের অপ্রয়োজনীয় মনে করে? (জ্ঞান)
[ক] বয়ঃসন্ধিক্ষণে
[খ] প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিতে
[গ] বয়ঃপ্রাপ্তির শেষভাগে
✅ বার্ধক্যে

৭৭. কোনটি ধর্মীয় আগ্রহ বৃদ্ধির বয়স? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকাল
[খ] বয়ঃপ্রাপ্তির শেষভাগ
[গ] মধ্য বয়স
✅ বার্ধক্য

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৮. শিশুর গ্রন্থি সক্রিয় হয়- (অনুধাবন)
i. শ্বাস-প্রশ্বাস গ্রহণের মাধ্যমে
ii. খাদ্য গ্রহণের মাধ্যমে
iii. শরীরের বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. সুস্থ নবজাতকের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. জন্মের সময় চিৎকার করে কাঁদে
ii. ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২২ ঘণ্টা ঘুমিয়ে কাটায়
iii. যেকোনো অসুবিধা কান্নার মাধ্যমে প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. রিমার বয়স ১ বছর ৪ মাস। সে যে কাজগুলো করতে পারে- (প্রয়োগ)
i. হাঁটা
ii. বসা
iii. আরোহণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. শিশুরা প্রারম্ভিক শৈশবে- (অনুধাবন)
i. লম্বা ও ক্ষীণ হয়
ii. কৌতূহলী হয় ও প্রশ্ন করে
iii. নিজের কাজগুলো করতে শেখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. সিয়ামের বয়স ১১ বছর। তাই সে এখন- (প্রয়োগ)
i. যুক্তিপূর্ণ চিন্তা করে
ii. পেশা অনুযায়ী পড়াশোনা করে
iii. বন্ধুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. মানুষ কৈশোরে অর্জন করে- (অনুধাবন)
i. যৌন বৈশিষ্ট্য
ii. প্রজনন ক্ষমতা
iii. পরিতৃপ্তির অনুভূতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. তামিমের বয়স এখন ১০ বছর। আর কিছুদিনের মধ্যেই সে বয়ঃসন্ধিক্ষণে পদার্পণ করবে। জীবনের এ পর্যায়ে সে- (প্রয়োগ)
i. যৌন বৈশিষ্ট্য অর্জন করবে
ii. নিজের চেহারার প্রতি মনোযোগী হবে
iii. কর্মক্ষেত্রে নেতৃত্বদান করবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকালের অন্যতম কাজ- (অনুধাবন)
i. পেশা নির্বাচনের প্রস্তুতি
ii. বাড়ি তৈরির প্রস্তুতি
iii. সঙ্গী নির্বাচনের প্রস্তুতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. বয়ঃপ্রাপ্তির শেষ ভাগে ব্যস্ত থাকতে হয়- (অনুধাবন)
i. চাকরি নিয়ে
ii. বিয়ে নিয়ে
iii. সন্তান নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৭. মধ্য বয়সের শারীরিক লক্ষণগুলো হলো- (অনুধাবন)
i. হাত পায়ের জোড়ায় ব্যথা
ii. দৃষ্টিশক্তির সমস্যা
iii. বুদ্ধি বিকাশের সমস্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. বার্ধক্যে পরিতৃপ্তির অনুভূতি আনতে মোকাবিলা করতে হবে- (অনুধাবন)
i. জীবন সম্পর্কে বিরক্তি
ii. মৃত্যুর ভয়
iii. হতাশা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
লিয়াকত সাহেবের বয়স ৭১ বছর। তিনি সারাদিন তার ঘরে শুয়ে শুয়ে ধর্মীয় বই পড়েন। অন্যের সাহায্য ছাড়া তিনি একা কোনো কাজ করতে পারেন না। তাই নিজেকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন।

৮৯. লিয়াকত সাহেব মানব বিকাশের কোন স্তরে অবস্থান করছেন? (প্রয়োগ)
ক প্রথম
[খ] কৈশোর
[গ] মধ্যম
✅ সর্বশেষ

৯০. লিয়াকত সাহেবের বিকাশীয় স্তরের বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. শারীরিক অবস্থার ধারাবাহিক অবনতি
ii. মানসিক অবস্থার দ্রুত উন্নতি
iii. ধর্মীয় আগ্রহ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-৩ : বিকাশমূলক কার্যক্রম
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯১. আমরা জানি বিকাশ ধারাবাহিকভাবে চলে। বাক্যটিতে কী বোঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
✅ বিকাশের বৈশিষ্ট্য
[খ] বিকাশের গুরুত্ব
[গ] বর্ধনের বৈশিষ্ট্য
[ঘ] বর্ধনের গুরুত্ব

৯২. বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] গঠনমূলক কার্যক্রম
[খ] প্রত্যাশামূলক কার্যক্রম
✅ বিকাশমূলক কার্যক্রম
[ঘ] বর্ধনমূলক কার্যক্রম

৯৩. কোনটি সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ? (অনুধাবন)
[ক] নিজের আগ্রহ অনুযায়ী কাজ করা
✅ নিজেকে সুনাগরিক করে গড়ে তোলা
[গ] পেশা নির্বাচনে নিজস্ব প্রত্যাশা
[ঘ] মূল্যবোধ অনুযায়ী কাজ করা

৯৪. সিমি শারীরিক পরিপক্বতা অনুযায়ী কাজ করতে শিখেছে। তার কাজের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? (প্রয়োগ)
✅ খেলাধুলা দক্ষতা
[খ] নিয়ম মেনে চলা
[গ] লেখাপড়া করা
[ঘ] নিজের পছন্দের কাজ করা

৯৫. বিকাশমূলক কার্যক্রম জানার কারণ কী? (অনুধাবন)
✅ বয়স অনুযায়ী সঠিক আচরণ করা
[খ] বয়স অনুযায়ী সহজ আচরণ করা
[গ] স্বাভাবিক বিকাশ ঘটানো
[ঘ] প্রত্যাশা অনুযায়ী কাজ করা

৯৬. কত মাস বয়সের মধ্যে শিশু হাঁটতে পারার শারীরিক যোগ্যতা অর্জন করে? (জ্ঞান)
[ক] ১২ থেকে ১৩ মাস
[খ] ১২ থেকে ১৪ মাস
✅ ১২ থেকে ১৫ মাস
[ঘ] ১২ থেকে ১৬ মাস

৯৭. কত বছর বয়সে শিশু শক্ত খাদ্য খেতে শেখে? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

৯৮. শিশুরা কোন বয়সের মধ্যে অর্থহীন শব্দ করে? (জ্ঞান)
[ক] ২ মাস
[খ] ৪ মাস
[গ] ৫ মাস
✅ ৬ মাস

৯৯. শিশু দু-তিন শব্দের বাক্য বলে কত বছর বয়সে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

১০০. কোন বয়সে শিশু বহু শব্দ ব্যবহারে পূর্ণ বাক্য বলে? (জ্ঞান)
[ক] ৬ বছর
✅ ৫ বছর
[গ] ৪ বছর
[ঘ] ৩ বছর

১০১. শিশু মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখে কোন বয়সের মধ্যে? (জ্ঞান)
[ক] ১ বছর
✅ ২ বছর
[গ] ৩ বছর
[ঘ] ৪ বছর
Share:

0 Comments:

Post a Comment