SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৪ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-০৪

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
গৃহ ব্যবস্থাপনায় অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। মানুষের যেকোনো চাহিদা পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের। অর্থের সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল হচ্ছে বাজেট। বাজেট করে সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করলে অর্থের অপচয় রোধ হয় এবং চাহিদা পূরণ করা সহজ হয়। পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম। সময় এমনই একটি সম্পদ যাকে কমানো, বাড়ানো বা সঞ্চয় করা যায় না। তাই এই মহামূল্যবান সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে সময় পরিকল্পনা করা আবশ্যক। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য অর্থ ও সময়ের মতো শক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যবহার হয়।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মানুষের চাহিদা পূরণে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন?
[ক] সময়
✅ অর্থ
[গ] শ্রম
[ঘ] পরিকল্পনা

২. নির্ধারিত আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখাকে কী বলা হয়?
[ক] সুনির্দিষ্ট লক্ষ্য
[খ] সঠিক পরিকল্পনা
[গ] যথাযথ তালিকা
✅ সুষম বাজেট

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
আমেনা বেগম সংসারের সব কাজ একাই করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভারী কাজগুলো করে তিনি হাঁপিয়ে ওঠেন।

৩. আমেনা বেগম কীভাবে কাজ করলে হাঁপিয়ে উঠবেন না?
[ক] ভারী কাজগুলো আগে করলে
[খ] হালকা কাজগুলো আগে করলে
✅ ভারী কাজের পর হালকা কাজ করলে
[ঘ] হালকা কাজের পর ভারী কাজ করলে

৪. আমেনা বেগমের কাজের ক্ষেত্রে কোনটির অভাব পরিলক্ষিত হয়?
i. পরিকল্পনার
ii. সময় তালিকার
iii. নতুন উদ্যামে কাজ করার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-১ : অর্থ ব্যবস্থাপনা-বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. বস্তুবাচক সম্পদ কোনটি? (জ্ঞান)
✅ অর্থ
[খ] শক্তি
[গ] জ্ঞান
[ঘ] সময়

৬. নিচের কোনটি বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম ও প্রধান? (জ্ঞান)
[ক] গৃহ
✅ অর্থ
[গ] আসবাবপত্র
[ঘ] জমি

৭. অসীম তার চাহিদাগুলো বিশেষ এক ধরনের সম্পদ ব্যবহার করে পূরণ করে। অসীমের ব্যবহৃত সম্পদের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? (প্রয়োগ)
[ক] সময়
✅ অর্থ
[গ] জমি
[ঘ] শক্তি

৮. মানুষের চাহিদা পূরণ করতে বেশি প্রয়োজন হয় কোনটির? (জ্ঞান)
[নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সম্পদ
[খ] বাসস্থান
✅ অর্থ
[ঘ] বস্ত্র

৯. অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করার উপায় কোনটি? (অনুধাবন)
[ক] অর্থ উপার্জনে মনোযোগী হওয়া
✅ অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা
[গ] অধিক সঞ্চয় করা
[ঘ] লাভজনক খাতে বিনিয়োগ

১০. চাহিদা পূরণে অর্থ ব্যবহারের উপায়কে কী বলে? (জ্ঞান)
[ক] সম্পদ ব্যবস্থাপনা
✅ অর্থ ব্যবস্থাপনা
[গ] শক্তি ব্যবস্থাপনা
[ঘ] সঞ্চয় ব্যবস্থাপনা

১১. অর্থ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? (অনুধাবন)
[আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
[ক] অর্থ সঞ্চয়
[খ] অর্থের অপব্যবহার
[গ] অর্থের চাহিদা
✅ অর্থের ব্যবহার

১২. বিনিময়ের একমাত্র মাধ্যম কোনটি? (জ্ঞান)
[ক] স্বর্ণ
[খ] শক্তি
✅ অর্থ
[ঘ] জমি

১৩. অর্থ সঞ্চয় করা হয় কেন? (অনুধাবন)
[ক] প্রয়োজন মেটানোর জন্য
[খ] অপচয়রোধ করার জন্য
✅ ভবিষ্যতের নিরাপত্তার জন্য
[ঘ] বাজেটের জন্য

১৪. কীভাবে মূল্যবান অর্থের অপচয় রোধ করা সম্ভব? (অনুধাবন)
[ক] অর্থ ব্যয় না করে
✅ অর্থ সুপরিকল্পিতভাবে ব্যয় করে
[গ] সব চাহিদা পূরণ করে
[ঘ] নির্দিষ্ট অর্থ ব্যয় করে

১৫. বাজেট কী? (জ্ঞান)
[ক] অর্থ আয়ের পূর্ব পরিকল্পনা
✅ অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা
[গ] অর্থ সঞ্চয়ের পরিকল্পনা
[ঘ] অর্থ আয় ও ব্যয়ের পরিকল্পনা

১৬. বাজেটের বিবরণ কীভাবে থাকে? (অনুধাবন)
[ক] অলিখিত
✅ লিখিত
[গ] গোপন
[ঘ] অস্পষ্ট

১৭. ব্যয়ের একটি চমকপ্রদ কৌশল কোনটি? (অনুধাবন)
[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সঞ্চয়
✅ বাজেট
[গ] পরিকল্পনা
[ঘ] পরিচালনা

১৮. বাজেট পরিবারের আয়-ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। উক্তিটিতে কী বোঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
✅ বাজেটের প্রয়োজনীয়তা
[খ] আয়-ব্যয়ের ধারণা
[গ] পরিবারের চাহিদা
[ঘ] সময়ের সাশ্রয়

১৯. অর্থের অপচয় রোধ করার জন্য কী করা উচিত? (অনুধাবন)
✅ সুপরিকল্পিতভাবে ব্যয় করা
[খ] ব্যয় সম্পর্কে ধারণা নেওয়া
[গ] কম ব্যয় করা
[ঘ] আয় বাড়ানো

২০. সীমিত অর্থে সকল চাহিদা পূরণ করার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] দৈনন্দিন কাজের পরিকল্পনা
[খ] আয়ের পরিকল্পনা
[গ] সুষ্ঠু সময় পরিকল্পনা
✅ বাজেট পরিকল্পনা

২১. পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা পাওয়া যায় কীভাবে? (অনুধাবন)
[ক] বাজারের ফর্দের মাধ্যমে
✅ বাজেটের মাধ্যমে
[গ] সময় তালিকার মাধ্যমে
[ঘ] কর্ম পরিকল্পনার মাধ্যমে

২২. বাজেটে গুরুত্ব দেওয়া হয় কোনটিকে? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট আয়
[খ] নির্দিষ্ট অর্থ
✅ পরিবারের প্রয়োজন
[ঘ] অর্থ ব্যয়

২৩. বাজেটের খাতগুলো কীভাবে সাজাতে হয়? (অনুধাবন)
[এ.কে.স্কুল. অ্যান্ড কলেজ, ঢাকা]
[ক] আয় অনুযায়ী
[খ] ব্যয় অনুযায়ী
✅ গুরুত্ব অনুযায়ী
[ঘ] চাহিদা অনুযায়ী

২৪. মিসেস বেলী প্রায় প্রতি মাসেই তার প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করেন। এ পরিস্থিতিতে তার কী করা দরকার? (প্রয়োগ)
✅ বাজেট করা
[খ] ব্যয় কমানো
[গ] আয় বাড়ানো
[ঘ] সঞ্চয় করা

২৫. কীভাবে পরিবারের সদস্যদের মিতব্যয়ী করা যায়? (অনুধাবন)
[ক] সঞ্চয়ের মাধ্যমে
[খ] ব্যয় কমানোর মাধ্যমে
✅ বাজেটের মাধ্যমে
[ঘ] আয় বাড়ানোর মাধ্যমে

২৬. বাজেটের খাত কয়টি? (জ্ঞান)
[ক] ৬
✅ ৮
[গ] ১০
[ঘ] ১২

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. গৃহ ব্যবস্থাপনায় অর্থ হলো- (অনুধাবন)
i. মানবীয় সম্পদ
ii. বস্তুবাচক সম্পদ
iii. বিনিময়ের মাধ্যম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. জাবেদ আলী অর্থের বিনিময়ে মিনহাজের কাছ থেকে কিছু সম্পদ ক্রয় করে। জাবেদ আলীর ক্রয়কৃত সম্পদগুলো- (প্রয়োগ)
i. দ্রব্যসামগ্রী
ii. সেবা
iii. সময়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব- (অনুধাবন)
i. অর্থের সুষ্ঠু ব্যবহার করে
ii. অর্থের সঠিক ব্যবস্থাপনায়
iii. চাহিদা কমিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. রাহেলা বেগম তাদের পারিবারিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিছু ধারাবাহিক কার্যক্রম সম্পন্ন করেন। তার সম্পাদিত কাজগুলো হলো- (প্রয়োগ)
i. অর্থ ব্যবহারের পরিকল্পনা করা
ii. পরিকল্পনাকে বাস্তবায়িত করা
iii. সম্পাদিত কাজ মূল্যায়ন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১. বাজেট হচ্ছে অর্থব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
[সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ, গাজীপুর]
i. বাজেটের শর্ত
ii. বাজেটের বৈশিষ্ট্য
iii. বাজেটের গুরুত্ব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. অর্থের অপচয় রোধ করা যায়- (অনুধাবন)
i. প্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে
ii. সুপরিকল্পিতভাবে ব্যয় করে
iii. বাজেট করে চললে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. বাজেট করা হয়- (অনুধাবন)
i. আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য
ii. সময় ও শক্তির সাশ্রয়ের জন্য
iii. মিতব্যয়ী হওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. সুপরিকল্পিতভাবে ব্যয় করলে অর্থের অপচয় ঘটে না। উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. সময় ও শক্তির সাশ্রয়
ii. বাজেটের গুরুত্ব
iii. সকল চাহিদা পূরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বাজেট ধারণা দেয়- (অনুধাবন)
i. পরিবারের আয় সম্বন্ধে
ii. পরিবারের ব্যয় সম্বন্ধে
iii. পরিবারের সদস্য সম্বন্ধে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. মিসেস চৌধুরী মাসের শুরুতে বাজেট তৈরি করেন। তার বাজেটে চিকিৎসা খাতে থাকে- (প্রয়োগ)
i. চিকিৎসকের ফি
ii. যাতায়াত খরচ
iii. ওষুধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. বাজেটের বস্ত্র খাতে থাকবে- (অনুধাবন)
i. পোশাক ক্রয়
ii. পোশাক তৈরি
iii. ইস্ত্রি ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৮. বাজেটে সঞ্চয় খাতের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. প্রাইজবন্ড
ii. সঞ্চয়পত্র
iii. ইন্স্যুরেন্স

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
সামিয়া রহমান সবসময় সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করেন। তাই তার পক্ষে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ ও সন্তুষ্টি অর্জন করা সহজ হয়।

৩৯. সামিয়া রহমান গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করেন কীভাবে? (প্রয়োগ)
[ক] সময় পরিকল্পনার মাধ্যমে
[খ] কাজ সহজকরণের মাধ্যমে
✅ বাজেটের মাধ্যমে
[ঘ] নিজে কাজ করার মাধ্যমে

৪০. সামিয়া রহমান উক্ত প্রক্রিয়ার মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. অর্থের অপচয় রোধ করেন
ii. সচ্ছলতা আনয়ন করেন
iii. সঞ্চয় করতে পারেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও:
শ্যামসুন্দর তার নির্দিষ্ট আয় দ্বারা পরিবারের সকলের চাহিদা পূরণ করতে পরিকল্পনা করেন। তার এরূপ পরিকল্পনা সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে।

৪১. শ্যাম সুন্দরের পরিকল্পনার সাথে সাদৃশ্য আছে কোনটির? (প্রয়োগ)
✅ বাজেটের
[খ] অর্থ আয়ের
[গ] অর্থ ব্যয়ের
[ঘ] চাহিদা পূরণের

৪২. মিতব্যয়ী এবং চাহিদা পূরণ করা দ্বারা কী প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] সময়ের সুষ্ঠু ব্যবহার
[খ] অর্থ ব্যয়
✅ প্রকৃত বাজেট
[ঘ] শক্তি সঞ্চয়

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৪

📖 পাঠ-২ : বাজেট তৈরির নিয়ম
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩. পরিবারের বাজেট সাধারণত কিসের ভিত্তিতে করা হয়? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] দৈনিক
✅ মাসিক
[গ] বাৎসরিক
[ঘ] পাক্ষিক

৪৪. বাজেট করার শুরুতে কোনটি নির্ধারণ করতে হয়? (জ্ঞান)
✅ মোট আয়
[খ] মোট ব্যয়
[গ] মোট সদস্য সংখ্যা
[ঘ] মোট সঞ্চয়

৪৫. পরিবারের সকল উৎসের দিকে নজর দিতে হবে কেন? (অনুধাবন)
[ক] ব্যয়ের হিসাব করতে
✅ আয়ের হিসাব করতে
[গ] সঞ্চয়ের হিসাব করতে
[ঘ] উপার্জনের হিসাব করতে

৪৬. মিদুল সাহা বাজেটের জন্য ‘ই’ নির্ধারণ করেন। ‘ই’ নিচের কোনটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] সময়
[খ] পরিকল্পনা
✅ মোট আয়
[ঘ] মোট ব্যয়

৪৭. একটি বাজেটে আনুমানিক আয়ের সাথে কিসের সমতা রক্ষা করতে হবে? (জ্ঞান)
[ক] সঞ্চয়ের
✅ ব্যয়ের
[গ] দ্রব্যমূল্যের
[ঘ] চাহিদার

৪৮. সব জিনিসের বাজারদর সঠিকভাবে জানার পেছনে যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] আয়-ব্যয়ের সমতা রক্ষা
✅ বাজেট বাস্তবায়নে সুবিধা
[গ] সব চাহিদা পূরণ করা
[ঘ] প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করা

৪৯. মূল্য নির্ধারণের জন্য কোনটি জানতে হবে? (জ্ঞান)
[ক] সঠিক আয়
✅ বাজারদর
[গ] প্রয়োজনীয় চাহিদা
[ঘ] সঞ্চয়ের হিসাব

৫০. কোন খাতে বাজেট বরাদ্দ বেশি দিতে হয়? (জ্ঞান)
[ক] বস্ত্র
[খ] বাসস্থান
[গ] শিক্ষা
✅ খাদ্য

৫১. বাজেট করতে কাদের মতামত নিতে হয়? (জ্ঞান)
✅ পরিবারের সদস্যদের
[খ] প্রতিবেশীদের
[গ] শিক্ষকের
[ঘ] আত্মীয়স্বজনের

৫২. বাজেটে তালিকাভুক্ত প্রত্যেকটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে কোনটি জানতে হবে? (জ্ঞান)
[ক] মোট আয়
[খ] ব্যয়ের পরিমাণ
[গ] দ্রব্যের চাহিদা
✅ দ্রব্যের বাজারদর

৫৩. তাসলিমা খানম তার মধ্যবিত্ত পরিবারের জন্য বাজেট তৈরি করেন। সাধারণত তিনি সবচেয়ে বেশি বরাদ্দ রাখেন কোন খাতে? (প্রয়োগ)
✅ খাদ্য
[খ] বস্ত্র
[গ] বাসস্থান
[ঘ] শিক্ষা

৫৪. মধ্যবিত্ত পরিবারে খাদ্যে বাজেট বরাদ্দ করা হয় কী পরিমাণে? (জ্ঞান)
[ক] ২০ থেকে ৪০ ভাগ
✅ ৪০ থেকে ৬০ ভাগ
[গ] ৫০ থেকে ৬০ ভাগ
[ঘ] ৬০ থেকে ৮০ ভাগ

৫৫. সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? (জ্ঞান)
[ক] খাদ্য
[খ] শিক্ষা
✅ সঞ্চয়
[ঘ] বস্ত্র

৫৬. কোন ধরনের পরিবারের বাজেটে খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়? (জ্ঞান)
[ক] উচ্চবিত্ত
[খ] মধ্যবিত্ত
✅ নিম্নবিত্ত
[ঘ] অশিক্ষিত

৫৭. ন্মিমবিত্তদের বাজেট খাদ্যখাতে আয়ের শতকরা কতভাগ বরাদ্দ করা হয়? (জ্ঞান) [সকল বোর্ড, এসএসসি, ১৫]
[ক] ২০
[খ] ৪০
[গ] ৬০
✅ ৮০

৫৮. পরিবারের আয় যত বাড়ে শতকরা হারে তত কী হয়? (অনুধাবন)
[ক] খাদ্য খাতে ব্যয় তত বাড়ে
✅ খাদ্য খাতে ব্যয় তত কমে
[গ] সঞ্চয় খাতে ব্যয় তত কমে
[ঘ] চিকিৎসা খাতে ব্যয় তত কমে

৫৯. জরুরি অবস্থা মোকাবিলা করতে হলে কী করতে হবে? (অনুধাবন)
✅ বাড়তি অর্থ রাখতে হবে
[খ] বুদ্ধি থাকতে হবে
[গ] মতামতকে প্রাধান্য দিতে হবে
[ঘ] অন্যের পরামর্শ নিতে হবে

৬০. আয় ও ব্যয়ের পরিমাণ সমান হলে তাকে কী বাজেট বলা হয়? (জ্ঞান)
[ক] অসম
✅ সুষম
[গ] উদ্বৃত্ত
[ঘ] ঘাটতি

৬১. কীভাবে বাজেটকে বাস্তবমুখী করা যায়? (অনুধাবন)
✅ সদস্যের প্রয়োজনীয় দিকগুলোর দিকে খেয়াল রেখে
[খ] দীর্ঘমেয়াদি তালিকা প্রণয়ন করে
[গ] পরিবারের আয় বাড়িয়ে
[ঘ] পরিবারের ব্যয় কমিয়ে

৬২. আকলিমা বেগমের বাজেটে সবসময় আয় ও ব্যয়ের পরিমাণ সমান থাকে। তিনি কোন ধরনের বাজেট করেন? (প্রয়োগ)
[ক] ঘাটতি
✅ সুষম
[গ] উদ্বৃত্ত
[ঘ] প্রকৃত

৬৩. কোন বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়? (জ্ঞান)
[ক] সুষম
✅ ঘাটতি
[গ] উদ্বৃত্ত
[ঘ] প্রকৃত

৬৪. বাজেটে আয়ের চেয়ে ব্যয় কম হলে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সুষম বাজেট
[খ] ঘাটতি বাজেট
✅ উদ্বৃত্ত বাজেট
[ঘ] জটিল বাজেট

৬৫. কোন ধরনের বাজেট কখনই কাম্য নয়? (জ্ঞান)
[সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
[ক] সুষম
[খ] উদ্বৃত্ত
✅ ঘাটতি
[ঘ] জটিল

৬৬. কোন বাজেটে ঋণের পরিমাণ বাড়ে? (জ্ঞান)
[মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
[ক] উদ্বৃত্ত বাজেটে
✅ ঘাটতি বাজেটে
[গ] অসম বাজেটে
[ঘ] সুষম বাজেটে

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৭. বাজেট নিয়ম অনুযায়ী না করলে- (অনুধাবন)
i. যথার্থ হয় না
ii. কার্যকরী হয় না
iii. ঘাটতি হয় না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. বাজেটে তালিকা করা হয়- (অনুধাবন)
i. প্রয়োজনীয় দ্রব্য নির্ধারণের জন্য
ii. আয় নির্ধারণের জন্য
iii. সেবাকর্ম নির্ধারণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. মোহন লাল পারিবারিক বাজেট তৈরির সময় সঠিক নিয়ম মেনে চলেন। তিনি তার বাজেটে সর্বনিম্ন বরাদ্দ রাখেন- (প্রয়োগ)
i. সঞ্চয় খাতে
ii. চিকিৎসা খাতে
iii. খাদ্যতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা যায়- (অনুধাবন)
i. বাজেটের মাধ্যমে
ii. আয় বাড়িয়ে
iii. অযথা খরচ কমিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. লিয়াকত আলী চলতি মাসের জন্য যে বাজেট তৈরি করেছেন সে অনুযায়ী চললেও তিনি মাস শেষে তার বড় ভাইয়ের কাছে ঋণী থেকে যাবেন। তার তৈরি বাজেটকে সমর্থন করে- (প্রয়োগ)
i. উদ্বৃত্ত বাজেট
ii. ঘাটতি বাজেট
iii. আয়ের থেকে ব্যয় বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও:
মালিহা বেগম তার গৃহসম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রতি যথেষ্ট সচেতন। তিনি প্রতি মাসের শুরুতে নিয়ম মেনে বাজেট করেন। ফলে মাস শেষে তিনি সঞ্চয় করতে পারেন।

৭২. মালিহা বেগম বাজেটে খাদ্য খাতে শতকরা কত বরাদ্দ দেন? (প্রয়োগ)
[ক] ২০ থেকে ৪০ ভাগ
✅ ৪০ থেকে ৬০ ভাগ
[গ] ৫০ থেকে ৭০ ভাগ
[ঘ] ৬০ থেকে ৮০ ভাগ

৭৩. মালিহা বেগম বাজেটকে যথার্থ ও কার্যকরী করার জন্য- (উচ্চতর দক্ষতা)
i. সদস্যদের চাহিদার দিকে খেয়াল রাখেন
ii. দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে খেয়াল রাখেন
iii. জরুরি অবস্থার জন্য বাড়তি অর্থ রাখেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
রহিম মিয়া একজন চাকরিজীবী। তার মাসিক আয় ২০,০০০ টাকা। স্ত্রী ও দুই সন্তানের পরিবার। মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা শেষ হয়ে যায়। পরবর্তীতে কষ্ট করে বাকি দিন চালাতে হয়।[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

৭৪. রহিম মিয়ার পরিবারে কোনটির অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] টাকা-পয়সার
✅ বাজেটের
[গ] পোশাকের
[ঘ] খাদ্যের

৭৫. উক্ত বিষয়টি তৈরি করতে তালিকা নির্ধারণ করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. প্রয়োজনীয় দ্রব্যের
ii. অপচয়ের
iii. সেবাকর্মের

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] রর
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-৩ : সময় ও শক্তির ব্যবস্থাপনা-সময় তালিকার প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয়
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৬. পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে কোনটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ? (জ্ঞান)
[ক] জ্ঞান
✅ সময়
[গ] অর্থ
[ঘ] সামর্থ্য ও দক্ষতা

৭৭. নিচের কোন সম্পদটি কারও জন্যে অপেক্ষা করে না? (জ্ঞান)
[ক] অর্থ
✅ সময়
[গ] বাড়ি
[ঘ] গাড়ি

৭৮. সবচেয়ে সীমিত সম্পদ কোনটি? (জ্ঞান)
✅ সময়
[খ] অর্থ
[গ] বাড়ি
[ঘ] জমি

৭৯. কোন সম্পদটি সঞ্চয় করা যায় না? (জ্ঞান)
[ক] অর্থ
[খ] গৃহ সম্পদ
✅ সময়
[ঘ] বাজেট

৮০. মানুষ কীভাবে সফলতা অর্জন করতে পারে? (অনুধাবন)
[ক] উপার্জন করে
[খ] ব্যয় কমিয়ে
✅ সময়কে কাজে লাগিয়ে
[ঘ] প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে

৮১. প্রত্যেক ব্যক্তির কত ঘণ্টা সময়ের পরিকল্পনা করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ২০ ঘণ্টা
[খ] ২১ ঘণ্টা
[গ] ২৩ ঘণ্টা
✅ ২৪ ঘণ্টা

৮২. আরিফা বানু গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে বিশেষ এক ধরনের সম্পদ সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, এই সম্পদটি প্রত্যেক মানুষের একান্ত নিজস্ব সম্পদ। আরিফা বানু এখানে কোন সম্পদের কথা বলেছেন? (প্রয়োগ)
[ক] অর্থ
[খ] জমি
✅ সময়
[ঘ] বুদ্ধিমত্তা

৮৩. দৈনন্দিন তালিকা কেন করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] কাজ করার জন্য
[খ] সময় কাটানোর জন্য
[গ] অভ্যাস গড়ে তোলার জন্য
✅ সময়কে সঠিকভাবে ব্যয় করার জন্য

৮৪. মানুষ কীভাবে সফলতা অর্জন করতে পারে? (অনুধাবন)
[নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] উপার্জন করে
[খ] ব্যয় কমিয়ে
[গ] প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে
✅ সময়কে কাজে লাগিয়ে

৮৫. নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করতে হবে। উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] সময় সম্বন্ধে অভিজ্ঞতা
[খ] সময়ের সাথে কাজের সম্পর্ক
[গ] করণীয় কাজ সম্পর্কে ধারণা
✅ সময়মতো কাজ করার অভ্যাস গড়ে তোলা

৮৬. সময়মতো সব কাজ সম্পন্ন করার অভ্যাস কীভাবে গড়ে ওঠে? (অনুধাবন)
[ক] অধিক পরিশ্রম করলে
[খ] কাজে দক্ষ হলে
[গ] কাজ সহজকরণের মাধ্যমে
✅ সময় তালিকা অনুসরণ করলে

৮৭. কোন কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে তা কোথায় নির্দিষ্ট থাকে? (জ্ঞান)
[ক] বাজেটে
[খ] শক্তি ব্যবস্থাপনায়
✅ সময় তালিকায়
[ঘ] কাজ সহজকরণ পদ্ধতিতে

৮৮. সময় তালিকা অনুযায়ী কাজ করলে কাজে কী বাড়ে? (জ্ঞান)
[ক] সামর্থ্য ও নিপুণতা
[খ] জ্ঞান ও আগ্রহ
✅ ইচ্ছা ও শক্তি
[ঘ] দক্ষতা ও গতিশীলতা

৮৯. শিখার কাজের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কোন কারণটি বিদ্যমান? (প্রয়োগ)
[ক] পূর্ব পরিকল্পনা
[খ] উৎসাহ উদ্দীপনা
[গ] শক্তি ব্যবস্থাপনা
✅ সময় তালিকা অনুসরণ

৯০. পরিবারের সময় তালিকা তৈরির সময় কী ঠিক করতে হবে? (অনুধাবন)
[ক] বাৎসরিক করণীয় কাজ
[খ] মাসিক করণীয় কাজ
[গ] সাপ্তাহিক করণীয় কাজ
✅ দৈনিক করণীয় কাজ

৯১. সময় তালিকায় কাজগুলোকে কোনটির ভিত্তিতে সাজাতে হবে? (জ্ঞান)
[ক] সময়
✅ অগ্রাধিকার
[গ] জটিলতা
[ঘ] পরিশ্রম

৯২. কাজের সাথে সাথে কিসের ব্যবস্থা করা হয়? (জ্ঞান)
✅ বিশ্রামের
[খ] খাবারের
[গ] পরিকল্পনার
[ঘ] পরামর্শের

৯৩. সময় তালিকা কেমন প্রকৃতির হওয়া উচিত? (জ্ঞান)
✅ নমনীয়
[খ] জটিল
[গ] অসমাপ্ত
[ঘ] সংক্ষিপ্ত

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৪. সময়কে সীমিত সম্পদ বলার কারণ- (অনুধাবন)
i. একে কখনো বাড়ানো যায় না
ii. একে স্থিতিশীল রাখা যায়
iii. একে কখনো কমানো যায় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. সময়কে কাজে লাগিয়ে অবদান রাখা যায়- (অনুধাবন)
i. রাষ্ট্রীয়ভাবে
ii. ব্যক্তিগতভাবে
iii. সামাজিকভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. সাধারণত পরিবারের সময় তালিকা তৈরি করা হয় প্রত্যেক সদস্যের- (অনুধাবন)
i. অভ্যাসের ভিত্তিতে
ii. পছন্দের ভিত্তিতে
iii. চাহিদার ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. রাহেলা খাতুন পারিবারিক কাজ সম্পাদনে সময় তালিকা অনুসরণ করেন। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. করণীয় কাজ সম্পর্কে ধারণা হয়
ii. বিশ্রামের সময় থাকে না
iii. কাজে দক্ষতা ও গতিশীলতা বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. ইচ্ছা করলেই বদলানো যায় না- (অনুধাবন)
i. স্কুলে যাওয়ার সময়
ii. ডাক্তারের কাছে যাওয়ার সময়
iii. ঘুমের সময়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. সময় তালিকায় কাজের সাথে সাথে ব্যবস্থা রাখতে হয়- (অনুধাবন)
i. বিশ্রামের
ii. খাবারের
iii. বিনোদনের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. সময় তালিকায় অবসর বিনোদনের সুযোগ- (অনধাবন)
i. ক্লান্তি দূর করে
ii. সময় সঞ্চয় করে
iii. কাজ করার প্রেরণা জোগায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. শায়লা পারভীন ঠিক করলেন পরিবারের জন্য একটি সময় তালিকা তৈরি করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। এ ক্ষেত্রে তিনি বিবেচনা করবেন- (প্রয়োগ)
i. পারিবারিক অবস্থা
ii. বিভিন্ন সুযোগ-সুবিধা
iii. সদস্যদের কাজের অভ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide