৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ
অষ্টম অধ্যায়
Class 9-10 Geography and environment Guide and SSC Exam Preparation
SSC Vugol and poribesh Chapter-08
Geography and Environment
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মধুপুর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে?
[ক] পুঞ্জীভূত
✅ বিক্ষিপ্ত
[গ] সংঘবদ্ধ
[ঘ] রৈখিক
২. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
✅ বসতি স্থাপন
[খ] পরিবার গঠন
[গ] পেশা নির্বাচন
[ঘ] শিক্ষা গ্রহণ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাদিয়া এমন একটি জায়গায় বসবাস করে যেখান থেকে সহজেই বাংলাদেশের সব জায়গায় যাতায়াত করা যায়। বর্তমানে এলাকাটিতে রৈখিক বসতি গড়ে উঠেছে। ফলে এখানে প্রশস্ত সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয়:প্রণালির ব্যবস্থা আছে।
৩. সাদিয়ার এলাকাটির প্রকৃতি কিরূপ?
[ক] পাহাড়ি
✅ সমভূমি
[গ] নদীর তীর
[ঘ] বনাঞ্চল
৪. সাদিয়ার এলাকায় কোন পর্যায়ের সুবিধা রয়েছে?
i. নাগরিক সুবিধা
ii. শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা
iii. কর্মকাণ্ডের সুবিধা
নিচের কোনটি সঠিক?
[ক] র ও র
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বৃষ্টির সময় ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর কারণ- [সকল বোর্ড’১৬]
[ক] ভূমিকম্প
[খ] অপরিকল্পিত নগরায়ণ
[গ] ভৌগোলিক অবস্থান
[ঘ] নদীর গভীরতা হ্রাস
২. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি? [সকল বোর্ড’১৬]
[ক] বসতি স্থাপন
[খ] পরিবার গঠন
[গ] পেশা নির্বাচন
[ঘ] শিক্ষা গ্রহণ
৩. কোনটি প্রশাসনিক নগর নয়? [সকল বোর্ড’১৬]
[ক] ঢাকা
[খ] নয়াদিল্লি
[গ] চট্টগ্রাম [ঘ] ক্যানবেরা
৫. গ্রাম্য বসতি কোনটির উপর নির্ভরশীল? [স. বা. ’১৫]
[ক] ব্যবসা
[খ] শিল্প
✅ কৃষি
[ঘ] পেশাজীবী
৬. মানুষ বসতি গড়ে তোলে কেন? [ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
[ক] খাদ্য উৎপাদনের জন্য
[খ] শিল্প কারখানা গড়ে তোলার জন্য
✅ প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য
[ঘ] পশুপালনের জন্য
৭. কী কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
✅ প্রাকৃতিক
[ঘ] বনভূমির সান্নিধ্য
৮. জনবসতি গড়ে ওঠার পেছনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে নিচের কোন নিয়ামক? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত: উচ্চ বিদ্যালয়]
[ক] প্রতিরক্ষা
[খ] পশুচারণ
✅ ভূপ্রকৃতি
[ঘ] মাটি
৯. প্রাচীনকালে পুঞ্জীভূত বসতি স্থাপনে নিচের কোন নিয়ামকটি প্রভাব বিস্তার করে? [খিলগাঁও গার্লস স্কুল এনড কলেজ, ঢাকা]
✅ প্রতিরক্ষা
[খ] ভূপ্রকৃতি
[গ] পানীয় জল
[ঘ] মাটি
১০. গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ- কারণ কী? [ভিকারুণ নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] প্রচুর লোক থাকে
[খ] কৃষির উপর নির্ভরশীলতা
✅ জমির প্রাচুর্যতা
[ঘ] দোচালা ও চৌচালা বসতি থাকে
১১. গ্রাম প্রধানত কী ধরনের অঞ্চল হিসেবে পরিচিত? [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা]
[ক] ভোক্তা
[খ] মধ্যস্বত্বভোগীদের
✅ খাদ্য উৎপাদক
[ঘ] সেবা প্রদানকারী
১২. বিক্ষিপ্ত জনবসতি কোন ধরনের ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে ওঠে? [জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সমতল
✅ পার্বত্য
[গ] শীতপ্রধান
[ঘ] গ্রীষ্মপ্রধান
১৩. প্রাচীনকালে কোন নগর সর্বাপেক্ষা শক্তিশালী ছিল? [নৌ বাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম]
[ক] লন্ডন
[খ] আলেকজান্দ্রিয়া
✅ রোম
[ঘ] ব্যাবিলন
১৪. সামরিক ক্রিয়াকলাপভিত্তিক নগর কোনটি? [চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্ত: বিদ্যালয়]
[ক] অস্ট্রেলিয়ার ক্যানবেরা
[খ] যুক্তরাজ্যের নিউ ক্যাসল
✅ ফ্রান্সের লা-হাভার
[ঘ] রাশিয়ার ডোনেৎস
১৫. বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোন নগর গড়ে উঠেছে? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত:উচ্চ বিদ্যালয়]
[ক] ভারতের কলকাতা ও বাংলাদেশের ঢাকা
[খ] সৌদি আরবের মক্কা ও ইতালির রোম
[গ] রাশিয়ার পিটার্সবার্গ ও জাপানের টোকিও
✅ ব্রিটেনের অক্সফোর্ড ও ইতালির পিসা
১৬. চালচলনে গতিময়তা খুব প্রবল- [ব্রাহ্মণন্দী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদী]
[ক] গ্রামীণ জীবনে
[খ] পারিবারিক জীবনে
✅ শহর জীবনে
[ঘ] চাকরি ক্ষেত্রে
১৭. গ্রামের মানুষের সামাজিক অবস্থা কী দ্বারা নির্ধারিত হয়? [ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
✅ জন্ম সূত্রে
[খ] আয়ের পার্থক্যে
[গ] লেখাপড়ায়
[ঘ] জমির দ্বারা
১৮. বিশ্বের জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ২০
[খ] ৩০
✅ ৪০
[ঘ] ৫০
১৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী একজন মানুষের গড়ে দৈনিক কত গ্যালন পানি প্রয়োজন? [লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
[ক] ৩
[খ] ৫
✅ ৭
[ঘ] ৯
২০. বসতি স্থাপনের নিয়ামক- [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
i. ভূপ্রকৃতি
ii. পানীয় জলের সহজলভ্যতা
iii. বনাঞ্চল
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
২১. অপরিকল্পিত নগরায়ণের প্রভাব- [আজিমপুর গভ: গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. যানজট
ii. পরিবেশ দূষণ
iii. বিনোদন ব্যবস্থার অভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
💝 ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০০
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২. বরফের ঘরে কারা বাস করে? (জ্ঞান)
[ক] নিগ্রোরা
[খ] শ্বেতাঙ্গরা
✅ এস্কিমোরা
[ঘ] আদিবাসীরা
২৩. অট্টালিকা তৈরি হয় কী ধরনের বসতিতে? (জ্ঞান)
✅ শহুরে
[খ] গ্রামীণ
[গ] বিচ্ছিন্ন
[ঘ] ঘন
২৪. বসতিতে মানুষের বসবাসের প্রকৃতি কীরূপ? (উচ্চতর দক্ষতা)
✅ স্থায়ী
[খ] সুখী
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক
২৫. প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার প্রথম অবস্থা কোনটি? (অনুধাবন)
[ক] কৃষি
✅ বসতি
[গ] বাণিজ্য
[ঘ] চাকা
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬. জনসংখ্যা বৃদ্ধিতে বসতি বৃদ্ধি ঘটে -
i. শহরে
ii. গ্রামে
iii. পৈতৃক জমিতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 বসতি স্থাপনের নিয়ামক ও বসতির ধরন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১১
🍭 কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে- মানববসতি বলে।
🍭 পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম অভিক্ষেপ হলো- বসতি।
🍭 জনবসতি গড়ে উঠার পেছনে ব্যাপক প্রভাব বিস্তার করে- ভূপৃকৃতি।
🍭 পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠে- আর্দ্র অঞ্চলের বসতি।
🍭 মানুষ পুঞ্জিভূত বসতি স্থাপন করে- প্রতিরক্ষা সুবিধার জন্য।
🍭 গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন অর্থাৎ কৃষির উপর নির্ভরশীল।
🍭 গ্রাম প্রধানত খাদ্য উৎপাদক অঞ্চল বলে- পথঘাটের প্রাধান্য কম থাকে।
🍭 গ্রামীণ বসতি- বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ হতে পারে।
🍭 ঘরবাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা দেখে- গ্রামীণ বসতি সহজে চেনা যায়।
🍭 যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী বিভিন্ন অকৃষিকার্য সম্পদন করে তাকে বলে- নগর বসতি।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. একটি নির্দিষ্ট স্থানে মানুষের একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ মানব বসতি
[খ] নির্দিষ্ট ভূখণ্ড
[গ] অভিবাসন
[ঘ] বাসস্থান
২৮. প্রকৃতির সঙ্গে একজন ব্যক্তির নিজেকে উপযোগী করে চলার প্রথম অবস্থাকে কী বলা যায়? (জ্ঞান)
[ক] গ্রামীণ বসতি
✅ মানব বসতি
[গ] নগর বসতি
[ঘ] প্রাকৃতিক পরিবেশ
২৯. মেরুদেশীয় জলবায়ু অঞ্চলের বরফের ঘরে কাদের বসতি গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] নরডিক
[খ] মেস্ট্রিজ
[গ] বেদুইন
✅ এস্কিমো
৩০. কোন বসতি অঞ্চলে কৃষিকাজ সহজে করা যায়? (অনুধাবন)
✅ সমতল ভূমিতে
[খ] উপকূলীয় ভূমিতে
[গ] পার্বত্য ভূমিতে
[ঘ] মালভূমিতে
৩১. কৃষিজমির কাছে জনবসতি গড়ে ওঠার কারণ কী? (অনুধাবন)
[ক] সমতল ভূমি
[খ] উৎপাদনে সুবিধা
✅ যাতায়াতে সুবিধা
[ঘ] পানিপ্রাপ্তির সহজলভ্যতা
৩২. বাংলাদেশের এ অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম। অঞ্চলটি কোথায়? (উচ্চতর দক্ষতা)
[ক] রাজশাহীতে
[খ] খুলনায়
[গ] ঢাকায়
✅ পার্বত্য চট্টগ্রামে
৩৩. বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম কেন? (অনুধাবন)
[ক] অনুর্বর ভূমির জন্য
✅ যাতায়াতের অসুবিধার জন্য
[গ] পানীয় জলের অপ্রাপ্যতার জন্য
[ঘ] সামাজিক ভিন্নতার জন্য
৩৪. নিচের কোন এলাকায় বসতি ঘন? (অনুধাবন)
[ক] মরুময়
[খ] পশুচারণ
✅ সমতল
[ঘ] উপকূলবর্তী
৩৫. জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কী? (জ্ঞান)
[ক] বিশুদ্ধ বায়ু
[খ] অর্থ
✅ বিশুদ্ধ পানীয় জল
[ঘ] জমি
৩৬. মরুময় অঞ্চলে ঝরনা বা কূপের ধারে মানুষ কীভাবে বসতি স্থাপন করে? (অনুধাবন)
[ক] পুঞ্জীভূত হয়ে
[খ] বিক্ষিপ্তভাবে
✅ সংঘবদ্ধ হয়ে
[ঘ] ছড়িয়ে ছিটিয়ে
৩৭. পানীয় জলের প্রাপ্যতার ওপর গড়ে ওঠা বসতিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] পানি সমৃদ্ধ অঞ্চলের বসতি
[খ] বৃষ্টিবহুল অঞ্চলের বসতি
[গ] উর্বর অঞ্চলের বসতি
✅ আর্দ্র অঞ্চলের বসতি
৩৮. সাধারণত ছড়ানো বসতি দেখা যায় কোন এলাকায়? (অনুধাবন)
[ক] নদীর ধারে
[খ] রাস্তার ধারে
✅ পশুচারণ এলাকায়
[ঘ] কৃষি এলাকায়
৩৯. কী কারণে নদী তীরবর্তী স্থানে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে? (অনুধাবন)
[ক] যাতায়াত
[খ] পানীয় জলের সহজলভ্যতা
✅ নৌ-চলাচলের সুবিধা
[ঘ] ব্যবসা-বাণিজ্যের সুবিধা
৪০. ভালো যোগাযোগ সুবিধার জন্য মিসরের আলেকজান্দ্রিয়ায় কোন নগরের উৎপত্তি হয়েছে? (জ্ঞান)
[ক] তাসখন্দ
[খ] বুখা
[গ] প্যালেস্টাইন
✅ সমরকন্দ
৪১. কোন বসতির অধিবাসীরা সাধারণত প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে? (জ্ঞান)
[ক] নগর
✅ গ্রামীণ
[গ] সংঘবদ্ধ
[ঘ] বিক্ষিপ্ত
৪২. গ্রামীণ বসতি কেমন হতে পারে? (অনুধাবন)
[ক] বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত
[খ] বিচ্ছিন্ন ও গোষ্ঠীবদ্ধ
[গ] বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ
✅ বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ
৪৩. গোলাবাড়ি, গোয়ালবাড়ি, উঠান এসব দৃশ্য কোন ধরনের বসতিতে দেখা যায়? (অনুধাবন)
[ক] নগর
[খ] শহরাঞ্চলের
✅ গ্রামীণ
[ঘ] রৈখিক
৪৪. গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন ব্যবস্থার উপর নির্ভরশীল। এর উদাহরণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] মুদির দোকান দেওয়া
[খ] কাঁচা সড়ক পথ
✅ গবাদি পশু পালন
[ঘ] কুটির শিল্প প্রতিষ্ঠা
৪৫. যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী অকৃষিকাজ সংক্রান্ত পেশায় নিয়োজিত থাকে, তাকে কী বলে? (জ্ঞান)
✅ নগর বসতি
[খ] গ্রামীণ বসতি
[গ] বিচ্ছিন্ন বসতি
[ঘ] বিক্ষিপ্ত বসতি
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৬. প্রাচীনকালে মানুষ পুঞ্জীভূত বসতি স্থাপন করে - (উচ্চতর দক্ষতা)
i. প্রতিরক্ষা সুবিধার জন্য
ii. বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য
iii. বন্যজন্তুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৭. পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে- (অনুধাবন)
i. উর্বর মাটি এলাকায়
ii. সমতল ভূমিতে
iii. নদী তীরবর্তী অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৮. বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে- (অনুধাবন)
i. অনুর্বর ভূমিতে
ii. পশুচারণ এলাকায়
iii. নদী তীরবর্তী অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. বিক্ষিপ্ত জনবসতির সৃষ্টি হয়েছে- (অনুধাবন)
i. ইরাক ও ইরানে
ii. জার্মানি ও পোল্যান্ডে
iii. নরওয়ে ও সুইডেনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫০. গ্রামীণ বসতি ও নগর বসতির মধ্যে পার্থক্য থাকে- (উচ্চতর দক্ষতা)
i. ঘরবাড়ির কাঠামোগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে
ii. বাড়ির নকশা ও নির্মাণ উপকরণে
iii. যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি দেখে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
৫১. চিত্রটি কোন ধরনের বসতি নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] নগর
✅ গ্রামীণ
[গ] বিচ্ছিন্ন
[ঘ] জনাকীর্ণ
৫২. চিত্রের বসতি অঞ্চলের বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর আলাদাভাবে গড়ে ওঠে
ii. প্রধানত খাদ্য উৎপাদক অঞ্চল
iii. বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ হতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
৫৩. চিত্রের বসতিটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] গ্রামীণ
[খ] বিচ্ছিন্ন
✅ নগর
[ঘ] গোষ্ঠীবদ্ধ
৫৪. চিত্রের বসতি অঞ্চলের বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. অকৃষিকাজ জাতীয় পেশার প্রাধান্য বেশি
ii. অনেক লোক বস্তিতে থাকে
iii. খোলামেলা জায়গায় বাড়ি তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১২
🍭 গ্রামীণ বসতিকে তিনভাগে ভাগ করা যায় যথা- সংঘবসতি বসতিম বিক্ষিপ্ত বসতি ও রৈখিক বসতি।
🍭 গোষ্ঠীবদ্ধ বসতি -ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের ওপর নির্ভর করে গড়ে ওঠে।
🍭 কানাডা, যুক্তরাষ্ট্রের খামার বসতি ও অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র- বিচ্ছিন্ন বসতি।
🍭 সমাজবদ্ধ মানুষ তার নিজের প্রয়োজনে একত্রে বসবাস করতে চায়।
🍭 বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে- প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে।
🍭 নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে- রৈখিক বসতি গড়ে ওঠে।
🍭 বন্যামুক্ত উচ্চভূমি-রৈখিক বসতির জন্য সুবিধাজনক।
🍭 গ্রামীণ বসতিতে উঠানের চারপাশ ঘিরে- শোবার ঘর, রান্নার ঘর, গোয়াল ঘর থাকে।
🍭 আরামদায়ক এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহের সহজ প্রবেশই- আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ।
🍭 বীজতলা তৈরি, চারা রোপন, ফসল কাটার জন্য সহযোগিতার প্রয়োজন থেকে- গ্রামবাসীদের মধ্যে সহজ সরল আন্তরিকতা দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৫. কোন ধরনের বসতি অঞ্চলে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে? (জ্ঞান)
[ক] বিক্ষিপ্ত
[খ] বিচ্ছিন্ন
✅ সংঘবদ্ধ
[ঘ] রৈখিক
৫৬. গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
✅ অনেক বাসগৃহের একত্রে সমাবেশ
[খ] দুটি বাসগৃহের মধ্যে অনেক দূরত্বে
[গ] ক্ষয়িত ভূমিভাগ
[ঘ] বন্যামুক্ত উচ্চভূমি
৫৭. গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বাসগৃহের মধ্যে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে কিসের ভিত্তিতে? (অনুধাবন)
✅ সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ড
[খ] পানীয় জলের সহজলভ্যতা
[গ] যোগাযোগ ব্যবস্থা
[ঘ] জীবিকা অর্জনের কাঠামো
৫৮. গ্রামবাসীদের মধ্যে আন্তরিকপূর্ণ আচরণ দেখা যায় কেন? (অনুধাবন)
[ক] বসতির বিস্তার একটু দূরে থাকে বলে
✅ বিভিন্ন কাজে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন হয় বলে
[গ] সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় বলে
[ঘ] শিক্ষা-দীক্ষায় অনগ্রসর বলে
৫৯. একাধিক রাস্তার সংযোগস্থলের বর্ধিষ্ণু বসতি কালক্রমে কিসে রূপান্তরিত হয়? (অনুধাবন)
[ক] বস্তিতে
✅ শহর বা নগরে
[গ] ক্ষয়িষ্ণু নগরে
[ঘ] বিক্ষিপ্ত বসতিতে
৬০. মানুষ একত্রে বসবাস করতে চায় কী জন্য? (অনুধাবন)
[ক] নিরাপত্তা
[খ] পরিবার গঠন
✅ সমাজবদ্ধতা
[ঘ] অর্থনৈতিক কর্মকাণ্ড
৬১. কানাডা ও যুক্তরাষ্ট্রের খামার বসতি কোন ধরনের বসতির উদাহরণ? (জ্ঞান)
✅ বিক্ষিপ্ত
[খ] রৈখিক
[গ] গোষ্ঠীবদ্ধ
[ঘ] সংঘবদ্ধ
৬২. বিক্ষিপ্ত বসতির উদাহরণ কোনটি? (অনুধাবন)
[ক] তুন্দ্রা অঞ্চলের এস্কিমো
[খ] মধ্যপ্রাচ্যের বেদুঈন
[গ] সমতল অঞ্চলের হুন
✅ অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র
৬৩. হিমালয়ের পার্বত্য অঞ্চলের বসতি কোন ধরনের বসতির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] রৈখিক
✅ বিক্ষিপ্ত
[গ] গোষ্ঠীবদ্ধ
[ঘ] সংঘবদ্ধ
৬৪. অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি কোনটি? (অনুধাবন)
[ক] রৈখিক
✅ বিক্ষিপ্ত
[গ] গোষ্ঠীবদ্ধ
[ঘ] সংঘবদ্ধ
৬৫. কোন বসতিতে অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা বিরাজ করে? (অনুধাবন)
[ক] রৈখিক
[খ] গোষ্ঠীবদ্ধ
✅ বিক্ষিপ্ত
[ঘ] সংঘবদ্ধ
৬৬. বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে? (অনুধাবন)
[ক] রৈখিক
[খ] গোষ্ঠীবদ্ধ
[গ] সংঘবদ্ধ
✅ বিক্ষিপ্ত
৬৭. কোন বসতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা কষ্টসাধ্য? (জ্ঞান)
✅ বিচ্ছিন্ন
[খ] রৈখিক
[গ] গোষ্ঠীবদ্ধ
[ঘ] সংঘবদ্ধ
৬৮. যে বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বিক্ষিপ্ত বসতি
✅ রৈখিক বসতি
[গ] বিচ্ছিন্ন বসতি
[ঘ] গোষ্ঠীবদ্ধ বসতি
৬৯. নদী ও রাস্তার কিনারায় কোন ধরনের বসতি গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] গোষ্ঠীবদ্ধ
[খ] সংঘবদ্ধ
✅ রৈখিক
[ঘ] বিক্ষিপ্ত
৭০. রৈখিক বসতিতে বিদ্যমান ফাঁকাস্থান কী হিসেবে ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] বাগানবাড়ি
[খ] উঠান
[গ] রান্নাঘর
✅ খামার
৭১. বন্যামুক্ত উচ্চভূমি কোন ধরনের বসতির জন্য সুবিধাজনক? (জ্ঞান)
✅ রৈখিক
[খ] গোষ্ঠীবদ্ধ
[গ] সংঘবদ্ধ
[ঘ] বিক্ষিপ্ত
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. প্রাকৃতিক কারণে ঘরবাড়ি গড়ে ওঠে
ii. এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম
iii. বাসগৃহসমূহের একত্রে সমাবেশ থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৩. গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি যেসব নিয়ামকের ওপর নির্ভর করে তার অন্যতম- (অনুধাবন)
i. ভূপ্রকৃতি
ii. উর্বর মাটি
iii. পানীয় জলের উৎস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৪. একটি পরিবার অন্য পরিবার থেকে বহুদূরে বাস করে- (অনুধাবন)
i. বিক্ষিপ্ত বসতিতে
ii. বিচ্ছিন্ন বসতিতে
iii. রৈখিক বসতিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. রাস্তার কিনারায় বসতির বিস্তার
ii. অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি
iii. দুটি বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ- (উচ্চতর দক্ষতা)
i. পানীয় জলের অভাব
ii. ক্ষয়িত ভূমিভাগ
iii. জলাভূমি ও বিল অঞ্চল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও ৬২নং প্রশ্নের উত্তর দাও :
ভূপ্রকৃতির বিন্যাস, উর্বর ও অনুর্বর মাটি, যোগাযোগ ব্যবস্থা ও পানীয় জলের উৎসের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে।
৭৭. অনুচ্ছেদের অনুকূল পরিস্থিতিতে কী ধরনের বসতি গড়ে ওঠে? (প্রয়োগ)
[ক] রৈখিক
[খ] বিক্ষিপ্ত
[গ] বিচ্ছিন্ন
✅ গোষ্ঠীবদ্ধ
৭৮. অনুচ্ছেদের প্রতিকূল পরিস্থিতিতে গড়ে ওঠে- (উচ্চতর দক্ষতা)
i. বিক্ষিপ্ত বসতি
ii. বিচ্ছিন্ন বসতি
iii. সংঘবদ্ধ বসতি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও :
হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি (অ) আছে যেখানে এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্যদিকের উপত্যকাবাসীদের সারাজীবনেও দেখা সাক্ষাৎ হয় না।
৭৯. অ-তে কোন ধরনের বসতির কথা উল্লিখিত হয়েছে? (প্রয়োগ)
✅ বিক্ষিপ্ত
[খ] গোষ্ঠীবদ্ধ
[গ] সংঘবদ্ধ
[ঘ] রৈখিক
৮০. A ধরনের বসতির বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. দুটি বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান
ii. অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা
iii. জলাভূমি ও বিল অঞ্চলেও গড়ে উঠতে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💝 নগরায়ণ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৪
🍭 কাজের প্রকৃতি ও বসতির ধরন অনুসারে পৃথিবীর সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করা যায় যেমন- গ্রামীণ ও নগর।
🍭 নগরায়ণ বিকাশের ধারাক্রম হলো - সংগ্রহ ও শিকার, কৃষি ও নগরায়ণ।
🍭 স্থায়ী বসতি গড়ে উঠল- খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ মানুষের আয়ত্তে আসার পর।
🍭 অনেকের ধারণা মতে নগরের উৎপত্তি লগ্নে- অর্থনৈতিক কারণগুলোই প্রাধান্য পেয়েছিল।
🍭 নীলনদের অববাহিকায়- মেমফিস, থেবস, সিন্ধু অববাহিকায় হরাপ্পা নগরের উৎপত্তি ঘটে।
🍭 প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী ছিল- রোম।
🍭 ‘অন্ধকার যুগ’ হলো- রোমের পতনের পর কযেক শতাব্দী পর্যন্ত নগর প্রবৃদ্ধির স্তিমিত অবস্থা।
🍭 প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হলো- নগর।
🍭 শিল্প বিপ্লবের পর- নগরায়ণে নতুন মাত্রা ও গতি পায়।
🍭 বিভিন্নভাবে শহর ও নগরের শ্রেণিবিভাগ করার চেষ্টা করেছেন- ভূগোলবিদরা।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮১. কাজের প্রকৃতি ও বসতির ধরন অনুসারে পৃথিবীর মানুষকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৮২. শিকারের উপর নির্ভরকালীন সময়ে মানুষের জীবনযাপন প্রণালি কেমন ছিল? (অনুধাবন)
[ক] বন্যপশুর মতো
✅ যাযাবরের মতো
[গ] শিকারির মতো
[ঘ] জানোয়ারের মতো
৮৩. নগরায়ণ বিকাশের ধারাক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] পশুশিকার → খাদ্য সংগ্রহ → কৃষি → নগরায়ণ
[খ] খাদ্য সংগ্রহ → কৃষি → পশুশিকার → নগরায়ণ
✅ খাদ্য সংগ্রহ → পশুশিকার → কৃষি → নগরায়ণ
[ঘ] পশুশিকার → কৃষি → খাদ্য সংগ্রহ → নগরায়ণ
৮৪. নীলনদের অববাহিকায় কোন নগর গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] মেমফিস ও ব্যাবিলন
✅ মেম্ফিস ও থেবস
[গ] মহেঞ্জদাড়ো ও হরাপ্পা
[ঘ] হরাপ্পা ও থেবস
৮৫. মহেঞ্জদাড়ো ও হরাপ্পা নগর উৎপত্তিলগ্নে কোন নদীর অববাহিকায় গড়ে ওঠে? (জ্ঞান)
✅ সিন্ধু
[খ] গঙ্গা
[গ] নীল
[ঘ] হোয়াংহো
৮৬. সিন্ধু অববাহিকায় কখন নগর গড়ে ওঠে? (জ্ঞান)
✅ ২৫০০ খ্রিষ্টপূর্বে
[খ] ২০০০ খ্রিষ্টপূর্বে
[গ] ১৫০০ খ্রিষ্টপূর্বে
[ঘ] ৩৫০০ খ্রিষ্টপূর্বে
৮৭. রোম নগরের পতনের পর কয়েক শতাব্দী পর্যন্ত নগর প্রবৃদ্ধির গতি স্তিমিত ছিল; ইতিহাসে এ সময়টি কী নামে পরিচিত? (প্রয়োগ)
✅ অন্ধকার যুগ
[খ] মাৎস্যন্যায় যুগ
[গ] নতুন চেতনার যুগ
[ঘ] জেগে ওঠার যুগ
৮৮. মধ্যপ্রাচ্য থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত স্থানে নতুন নতুন শহর ও নগর গড়ে উঠতে থাকে কখন? (অনুধাবন)
[ক] গৌতম বুদ্ধ ও অশোকের ধর্মপ্রচারের পর
✅ অষ্টম শতকে মুসলমানদের রাজ্য বিস্তারের পর
[গ] দশম শতকে নদী তীরবর্তী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পর
[ঘ] দ্বাদশ শতকে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পর
৮৯. মুসলমানদের সাম্রাজ্য বিস্তারকালে নিচের কোন শহরটি শিক্ষা ও সংস্কৃতির শ্রেষ্ঠ পাদপীঠে পরিণত হয়? (অনুধাবন)
[ক] মোম্বাসা
[খ] মালাক্কা
✅ কর্ডোভা
[ঘ] বালটিমোর
৯০. ইউরোপীয়দের পৃথিবীব্যাপী উপনিবেশকালে যেসব নগর গড়ে ওঠে তার সাথে নিচের কোন সেট অসঙ্গতি প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] মোম্বাসা ও মালাক্কা
[খ] সায়গন ও বালটিমোর
[গ] কুইবেক ও মন্ট্রিয়াল
✅ টলিডো ও সেভিল
৯১. নগরায়ণে নতুন মাত্রা ও গতি কখন বৃদ্ধি পায়? (অনুধাবন)
✅ শিল্প বিপ্লবের পর
[খ] শিল্প বিপ্লবের আগে
[গ] মধ্য যুগে
[ঘ] প্রাক মধ্য যুগে
৯২. ইউরোপে শিল্প বিপ্লবোত্তরকালে শিল্পকারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] খনি শহর
✅ প্রস্তুতকারী শহর
[গ] বণ্টনকারী শহর
[ঘ] বাণিজ্যিক শহর
৯৩. নগরের উৎপত্তিতে নিচের কোন কারণটি অধিক প্রভাব বিস্তার করে? (জ্ঞান)
[ক] সামাজিক দিক
[খ] সাংস্কৃতিক দিক
✅ অর্থনৈতিক দিক
[ঘ] ভূপ্রাকৃতিক বিষয়
৯৪. অদূর ভবিষ্যতে পৃথিবীর অধিকাংশ মানুষ কেন নগরে বসবাস করবে? (অনুধাবন)
[ক] কর্মক্ষেত্রের সুবিধার জন্য
[খ] যাতায়াতের সুবিধার জন্য
✅ নগরায়ণের ফলে
[ঘ] অর্থনৈতিক সমৃদ্ধির ফলে
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৯৬. নগর বসতিগুলোকে বিভিন্ন শ্রেণিতে কী ভেদে ভাগ করা সুবিধাজনক? (জ্ঞান)
[ক] মানুষের অর্থনৈতিক কার্যভেদে
✅ মানুষের ক্রিয়াকলাপের প্রকৃতিভেদে
[গ] মানুষের সাংস্কৃতিক কর্মভেদে
[ঘ] মানুষের আচার-আচরণ ভেদে
৯৭. জিব্রাল্টার কোন নগর হিসেবে প্রসিদ্ধ? (জ্ঞান)
[ক] শিল্প
[খ] প্রশাসনিক
[গ] সাংস্কৃতিক
✅ সামরিক
৯৮. বাংলাদেশের ঢাকা কী ধরনের নগর? (জ্ঞান)
[ক] সাংস্কৃতিক
[খ] বাণিজ্যভিত্তিক
[গ] শিল্পভিত্তিক
✅ প্রশাসনিক
৯৯. যুক্তরাজ্যের নিউক্যাসল নগর কী কেন্দ্র করে গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] নৌঘাটি
[খ] বাণিজ্য
✅ শিল্প
[ঘ] বিনোদন
১০০. কয়লা উত্তোলনকে কেন্দ্র করে নিচের কোন নগরটি গড়ে উঠেছে? (অনুধাবন)
✅ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া
[খ] পাকিস্তানের ইসলামাবাদ
[গ] রাশিয়ার পিটার্সবার্গ
[ঘ] স্কটল্যান্ডের এডিনবরা
১০১. মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে কোন শহর গড়ে ওঠে? (অনুধাবন)
[ক] ভারতের বারানসী
✅ মিসরের আলেকজান্দ্রিয়া
[গ] পাকিস্তানের ইসলামাবাদ
[ঘ] স্পেনের জিব্রাল্টার
১০২. মক্কা, জেরুজালেম, বারানসী প্রভৃতি কী ধরনের শহর? (জ্ঞান)
✅ ধর্মীয় ক্রিয়াকলাপভিত্তিক
[খ] অর্থনৈতিক ক্রিয়াকলাপভিত্তিক
[গ] সামাজিক ক্রিয়াকলাপভিত্তিক
[ঘ] রাজনৈতিক ক্রিয়াকলাপভিত্তিক
১০৩. সাংস্কৃতিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে কোন নগর গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] ভারতের পুরী
✅ ফ্রান্সের প্যারিস
[গ] সিরিয়ার আলেপ্পো
[ঘ] যুক্তরাষ্ট্রের মিয়ামী
১০৪. মুম্বাই ও হলিউড কিসের জন্য বিখ্যাত? (জ্ঞান)
[ক] ভারী শিল্প
[খ] ব্যবসা-বাণিজ্য
✅ চলচ্চিত্র শিল্প
[ঘ] শিক্ষাপ্রতিষ্ঠান
১০৫. স্বাস্থ্য নিবাস ও বিনোদনের নগর কোনটি? (অনুধাবন)
[ক] ভারতের আজমীর
✅ ভারতের পুরী
[গ] যুক্তরাজ্যের নিউক্যাসল
[ঘ] স্কটল্যান্ডের এডিনবরা
১০৬. মিয়ামী ও হনলুলু কী ধরনের কেন্দ্র? (জ্ঞান)
[ক] শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক নগর
[খ] শিল্প-কারখানা ভিত্তিক নগর
[গ] রাজনীতির কেন্দ্রবিন্দু
✅ সমুদ্র সৈকত কেন্দ্রিক বিনোদন কেন্দ্র
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৭. স্থায়ী বসতি বা গ্রাম গড়ে ওঠে- (অনুধাবন)
i. খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে
ii. জনগোষ্ঠী স্থিতিশীল কাঠামোর উপর দাঁড়ালে
iii. নগর বা শহরের ভিত্তি রচিত হলে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
১০৮. মুসলমান শাসনামলে শিক্ষা ও সংস্কৃতির শ্রেষ্ঠ পাদপীঠে পরিণত হয়- (অনুধাবন)
i. টলিডো ও কর্ডোভা
ii. সেভিল
iii. কলকাতা ও গোয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৯. ইউরোপীয়দের সাম্রাজ্য বিস্তারকালে গড়ে ওঠে- (অনুধাবন)
i. মোম্বাসা, দারেসসালাম, মালাক্কা, গোয়া
ii. কলকাতা, সায়গন, জাকার্তা, বালটিমোর
iii. ফিলাডেলফিয়া, বোস্টন, কুইবেক, মন্ট্রিয়াল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১০. শিল্প বিপ্লবের পর গড়ে ওঠে- (অনুধাবন)
i. খনি শহর
ii. প্রাথমিক উৎপাদন কেন্দ্র
iii. গ্রামীণ বসতি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১১১. শিল্পভিত্তিক নগরের উদাহরণ- (অনুধাবন)
i. পাকিস্তানের ইসলামাবাদ ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা
ii. যুক্তরাজ্যের নিউক্যাসল ও ভারতের রানীগঞ্জ
iii. যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ও রাশিয়ার ডোনেৎস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৬ ও ৯৭নং প্রশ্নের উত্তর দাও :
ইউরোপে শিল্প বিপ্লবের পর খনিজ সামগ্রী উত্তোলন স্থলে, শিল্প কারখানা প্রতিষ্ঠিত অঞ্চলে ও উৎপাদিত শিল্পপণ্য বিক্রি ও রপ্তানিস্থলে অর্থনৈতিক কার্যক্রম অগ্রসর হওয়ায় নগর ও শহর বিকাশ লাভ করতে থাকে।
১১২. অনুচ্ছেদে নির্দেশিত সময়ে শিল্প-কারখানা প্রতিষ্ঠিত অঞ্চলে কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো? (অনুধাবন)
[ক] প্রাথমিক
✅ দ্বিতীয়
[গ] প্রাথমিক ও দ্বিতীয়
[ঘ] তৃতীয়
১১৩. উক্ত সময়ে সর্বশেষ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচিত হতো- (উচ্চতর দক্ষতা)
i. শিল্পপণ্য ভোক্তার কাছে বিক্রি
ii. শিল্পপণ্য বিভিন্ন দেশে রপ্তানি
iii. কাঁচামাল শিল্প-কারখানায় পাঠানো
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি দেখে ৯৮ ও ৯৯নং প্রশ্নের উত্তর দাও :
১১৪. ছকে প্রদত্ত নগরের শ্রেণিবিভাগের ভিত্তি হিসেবে কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] আয়তন
[খ] জনসমষ্টি
[গ] গঠন
✅ ক্রিয়াকলাপ
১১৫. A জাতীয় নগরের উদাহরণ- (প্রয়োগ)
i. ভারতের নয়াদিল্লি
ii. অস্ট্রেলিয়ার ক্যানবেরা
iii. স্পেনের জিব্রাল্টার
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
💝 নগরায়ণের প্রভাব 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১৬
🍭 বৃহৎ জনসংখ্যাবিশিষ্ট্য এবং ঘনবসতিপূর্ণ হয়ে থাকে- শহর।
🍭 বাংলাদেশে কোনো বসতিকে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য- কমপক্ষে ৫,০০০ জনসংখ্যার বসবাস থাকতে হবে।
🍭 অভিবাসনের কারণে- শহরের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
🍭 শহরের অন্যতম প্রধান আকর্ষণ হলো- সস্তা ও সহজ পরিবহন ব্যবস্থা।
🍭 শহরের মানুষ- দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
🍭 বাংলাদেশে অপরিকল্পিত নগরায়ণ- পরিবেশের ওপর নানাবিধ সমস্যার সৃষ্টি করছে।
🍭 বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ - শহরে বসবাস করে।
🍭 বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ মাত্র ০.০৫ একর।
🍭 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে- একজন মানুষের গড়ে দৈনিক ৭ গ্যালন পানি দরকার।
🍭 বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি করে- অপরিকল্পিত নগরায়ণ।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৬. বাংলাদেশের কোনো বসতিকে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য জনসংখ্যার আকার কত থাকতে হয়? (জ্ঞান)
✅ ৫,০০০
[খ] ১০,০০০
[গ] ১৫,০০০
[ঘ] ২০,০০০
১১৭. কী কারণে শহরে জনসংখ্যার ঘনত্ব ক্রমেই বৃদ্ধি পায়? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক সুবিধা
✅ অভিবাসন
[গ] কাজের বৈচিত্র্য
[ঘ] সাংস্কৃতিক নৈকট্য
১১৮. শহরের অন্যতম প্রধান আকর্ষণ কী? (অনুধাবন)
[ক] বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা
[খ] পার্ক ও কৃত্রিম লেকের সৌন্দর্য
✅ সস্তা ও সহজ পরিবহন ব্যবস্থা
[ঘ] বিভিন্ন পেশাজীবীর সহচার্য
১১৯. মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান কী? (জ্ঞান)
[ক] রাষ্ট্র ব্যবস্থা
[খ] পাঠাগার
[গ] বিনোদন কেন্দ্র
✅ পরিবার
১২০. শহর জীবনে সচরাচর কী ধরনের পরিবার কাঠামো লক্ষ করা যায়? (জ্ঞান)
✅ একক
[খ] যৌথ
[গ] একান্নবর্তী
[ঘ] মাতৃতান্ত্রিক
১২১. শহরের লোকেরা নিজ নিজ পরিমণ্ডলের লোকদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হয় কেন? (অনুধাবন)
[ক] জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল বলে
✅ প্রায় অবসরহীন জীবনযাপন করেন বলে
[গ] আত্ম অহমিকায় ভোগেন বলে
[ঘ] সামাজিক রীতিনীতিতে পার্থক্য থাকে বলে
১২২. শহর জীবনে সামাজিক মর্যাদা কী দ্বারা নির্ধারিত হয়? (জ্ঞান)
[ক] পেশা
[খ] বংশ পরিচয়
[গ] শিক্ষা-দীক্ষা
✅ আয়
১২৩. শহরের মানুষ পোশাক পরিচ্ছদে কিসের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। (অনুধাবন)
[ক] দেশীয় সংস্কৃতির
✅ আধুনিক ফ্যাশনের
[গ] পাশ্চাত্য ফ্যাশনের
[ঘ] ঐতিহ্যের
১২৪. দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত থাকেন? (অনুধাবন)
[ক] গ্রামের মানুষ
[খ] নিরক্ষর মানুষ
✅ শহরের মানুষ
[ঘ] শিক্ষিত মানুষ
১২৫. নগরে কর্মক্লান্ত মানুষের চিত্তবিনোদনের সুবিধা অনেক। বিনোদনের জন্য এখানে কী দেখা যায়? (প্রয়োগ)
[ক] যাত্রাপালা
[খ] বায়োস্কোপ
✅ সিনেমা
[ঘ] নৌকাবাইচ
১২৬. শহরের নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে কোনটি? (অনুধাবন)
✅ অপরাধের ঘটনা
[খ] সড়ক দুর্ঘটনা
[গ] নি:সঙ্গতা
[ঘ] পারিবারিক কলহ
১২৭. নাগরিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো খুব সক্রিয় থাকে কোথায়? (অনুধাবন)
[ক] গ্রামে
✅ শহরে
[গ] বাজারে
[ঘ] শিক্ষাপ্রতিষ্ঠানে
১২৮. বিশ্বের বিভিন্ন দেশে অপরিকল্পিত নগরায়ণের ফলে নিচের কোনটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
✅ পরিবেশের ওপর নানাবিধ সমস্যা সৃষ্টি হয়
[খ] প্রকৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়
[গ] খাবার উপযোগী পানির অভাব হয়
[ঘ] কৃষিজমি অনুর্বর হয়
১২৯. বাংলাদেশ শিল্পায়নের কোন পর্যায়ে রয়েছে? (জ্ঞান)
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
[গ] আধুনিক
✅ প্রাথমিক
১৩০. অপরিকল্পিত নগরায়ণ সৃষ্টির কারণ কোনটি? (অনুধাবন)
[ক] সম্পদের অপ্রতুলতা
✅ শহরে জনসংখ্যা বৃদ্ধি
[গ] জীবিকার অভাব
[ঘ] জীবন ধারণে সুযোগের অভাব
১৩১. বাংলাদেশের শহর এলাকায় জনবসতির অনুপাত গত দশ বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে; কোন কারণে এরূপ বৃদ্ধি ঘটেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] শহর এলাকায় বাসস্থানের সহজলভ্যতা
✅ অনেক লোকজন গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হচ্ছে
[গ] শহর এলাকায় জন্মহার গ্রামের চেয়ে বেশি
[ঘ] শহর এলাকায় কমমূল্যে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়
১৩২. অপরিকল্পিত নগরায়ণের পরিণাম কী? (উচ্চতর দক্ষতা)
[ক] খাদ্য সমস্যার সমাধান
[খ] রাজনৈতিক অবস্থার উন্নতি
✅ পরিবেশের ভারসাম্য নষ্ট
[ঘ] ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ
১৩৩. অপরিকল্পিত নগরায়ণের পরিবেশগত প্রভাব কোনটি? (অনুধাবন)
✅ পানি, বায়ু ও মাটি দূষণ
[খ] বিনোদন ব্যবস্থার অভাব
[গ] কর্মসংস্থানের অভাব
[ঘ] জীবনযাত্রার মান হ্রাস
১৩৪. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ০.০১ একর
[খ] ০.০৩ একর
✅ ০.০৫ একর
[ঘ] ০.০৭ একর
১৩৫. বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে দশ লাখ অধিবাসী অধ্যুষিত একটি শহরে প্রতিদিন কত পানির প্রয়োজন? (জ্ঞান)
[ক] ৫০,০০০ মেট্রিক টন
[খ] ৫৬,৪০০ মেট্রিক টন
✅ ৬২,৫০০ মেট্রিক টন
[ঘ] ৬৫,০০০ মেট্রিক টন
১৩৬. ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন কত কোটি গ্যালন পানির প্রয়োজন? (জ্ঞান)
[ক] ২৪.৫
✅ ২৮.৫
[গ] ২৯.৫
[ঘ] ৩০
১৩৭. ঢাকা মহানগরীতে ওয়াসা কর্তৃপক্ষের পানি সরবরাহের ক্ষমতা কত? (জ্ঞান)
[ক] ১০ কোটি গ্যালন
[খ] ১৪ কোটি গ্যালন
✅ ১৮ কোটি গ্যালন
[ঘ] ২০ কোটি গ্যালন
১৩৮. ঢাকায় দৈনিক পানির জোগানের ঘাটতি কত? (জ্ঞান)
[ক] ১৪ কোটি গ্যালনের উপর
✅ ১৫ কোটি গ্যালনের উপর
[গ] ১৬ কোটি গ্যালনের উপর
[ঘ] ১৭ কোটি গ্যালনের উপর
১৩৯. শিল্প-কারখানার বর্জ্যে বাংলাদেশের কোন নদী একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে? (জ্ঞান)
[ক] শীতলক্ষ্যা
✅ বুড়িগঙ্গা
[গ] ব্রহ্মপুত্র
[ঘ] ধলেশ্বরী
১৪০. ঢাকা শহরে দিনে গড়পড়তা কত টন বর্জ্য শহরের নিচু খোলা জায়গায় ফেলা হয়? (জ্ঞান)
[ক] ৫০০
[খ] ৭০০
✅ ৯০০
[ঘ] ১১০০
১৪১. দূষিত পানি নিচের কোন রোগটি ছড়ায়? (অনুধাবন)
[ক] ডিপথেরিয়া
[খ] এইডস
[গ] ক্যান্সার
✅ টাইফয়েড
১৪২. কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি রোগ কী কারণে হয়? (জ্ঞান)
✅ দূষিত পানি পানে
[খ] দূষিত বায়ু সেবনে
[গ] দূষিত পরিবেশে বসবাসে
[ঘ] দূষিত মাটিতে চলাচলে
১৪৩. বায়ুতে উপস্থিত কোন ধাতব উপাদান মানুষের দেহে নানাবিধ রোগের কারণ হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] সোডিয়াম
✅ সিসা
[গ] ক্যালসিয়াম
[ঘ] আয়রন
১৪৪. হাঁপানি, সর্দি, কাশি ইত্যাদি রোগ সৃষ্টির কারণ কী? (অনুধাবন)
[ক] পানিদূষণ
✅ বায়ুদূষণ
[গ] মাটিদূষণ
[ঘ] শব্দদূষণ
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪৫. বাংলাদেশে কোনো বসতিকে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য দরকার হয়- (অনুধাবন)
i. কমপক্ষে জনসংখ্যা ৫,০০০ জন
ii. প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কমপক্ষে ১,৫০০ জন
iii. মাথাপিছু আয় কমপক্ষে ৮০০ ইউএস ডলার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৬. শহর এলাকার বসতবাড়ির ধরন- (অনুধাবন)
i. বহুতলবিশিষ্ট বাড়ি
ii. ঘিঞ্জি বাসস্থান
iii. ইট-সিমেন্টের নির্মাণশৈলী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৭. নগর জীবনের মানুষকে প্রভাবিত করে- (অনুধাবন)
i. চালচলনে গতিময়তা
ii. বিনোদনমূলক কার্যকলাপ
iii. আধুনিক ফ্যাশনের প্রতি আকৃষ্টতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৮. নগরায়ণ ও নগর কাঠামো গড়ে ওঠার প্রক্রিয়ায় ভূমিকা রাখে- (প্রয়োগ)
i. জনসংখ্যার আকার ও ঘনত্ব
ii. পরিবহন ব্যবস্থা ও সেবা সুবিধা
iii. শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii
১৪৯. শহরে বস্তি গড়ে উঠছে - (উচ্চতর দক্ষতা)
i. বাসস্থানের তীব্র সংকটের জন্য
ii. গ্রামে কর্মসংস্থানের অভাবে
iii. পরিবহন ও যানজট সংকটের কারণে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫০. যানবাহনের ধোঁয়ার সঙ্গে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে- (অনুধাবন)
i. পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, সিসা ও অ্যাসবেসটস
ii. পারদ, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড
iii. অক্সিজেন, অ্যামোনিয়া ও ক্লোরিন গ্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৫ ও ১৩৬নং প্রশ্নের উত্তর দাও :
অ = নগরে মানুষ শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে সর্বপ্রকার সুবিধা ভোগ করে।
ই = বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয়:প্রণালি ইত্যাদি সুবিধা নগরে থাকে।
ঈ = নগরে পরিবহন ও যানজট সংকট দেখা যায়।
উ = শহরে জন্ম ও মৃত্যুর হার গ্রামের মতো উচ্চ নয়।
ঊ = নগরে অপরাধের ঘটনা বেশি পরিলক্ষিত হয়।
১৫১. B নগরায়ণের কোন প্রভাবের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] শিক্ষা ও চিকিৎসা
✅ সেবা সুবিধা
[গ] চালচলন
[ঘ] অর্থনীতি
১৫২. C ও ঊ প্রকাশ করছে- (উচ্চতর দক্ষতা)
i. নগরায়ণের প্রভাব
ii. অপরিকল্পিত নগরয়ণে সৃষ্ট সমস্যা
iii. নগরায়ণ প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment