৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ
ষষ্ঠ অধ্যায়
Class 9-10 Geography and environment Guide and SSC Exam Preparation
SSC Vugol and poribesh Chapter-06
Geography and Environment
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. হিমশৈল কী?
[ক] এন্টার্কটিকায় জমাটবাঁধা বরফ
[খ] গ্রিনল্যান্ডে জমাটবাঁধা বরফ
✅ সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড
[ঘ] হিমালয়ের চূড়ায় জমাটবাঁধা বরফ
২. সমুদ্রের গভীরতার সঙ্গে সম্পর্কিত হলো-
i. তাপমাত্রা
ii. সমুদ্রস্রোত
iii. লবণাক্ততা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের মানচিত্রটি পর্যবেক্ষণ করে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৩. ‘চ’ চিহ্নিত স্রোত অঞ্চলে সারাবছর জাহাজ চলাচল করতে পারে কেন?
[ক] সমুদ্রের গভীরতার জন্য
[খ] ভগ্ন উপকূলের জন্য
✅ উষ্ণ স্রোতের জন্য
[ঘ] জাহাজের শক্তির জন্য
৪. ‘ছ’ ও ‘জ’ স্রোতদ্বয়ের মিলনের ফলে সৃষ্টি হয়-
i. মগ্নচড়া
ii. হিমপ্রাচীর
iii. হিমশৈল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়? [সকল বোর্ড’১৬]
[ক] থার্মোমিটার
[খ] ল্যাকটোমিটার
✅ ফ্যাদোমিটার
[ঘ] রিখটার স্কেল
৫. গভীর খাত হলো- [সকল বোর্ড ’১৫]
i. অধিক প্রশস্ত
ii. অধিক প্রশস্ত নয়
iii. খাড়া ঢালবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
রায়হান টেলিভিশনে একটি বিখ্যাত চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রের দৃশ্যে দেখা গেল শান্ত সমুদ্রে একটি জাহাজ ক্যানারি স্রোত অতিক্রম করছে। এক সময় দেখা গেল জাহাজটি প্রচণ্ড ধাক্কা খেয়ে ডুবে গেল।
[সকল বোর্ড ’১৫]৬. চলচ্চিত্রে রায়হানের দেখা জাহাজটি কোন সাগর দিয়ে যাচ্ছিল?
[ক] প্রশান্ত মহাসাগর
[খ] উত্তর মহাসাগর
✅ আটলান্টিক মহাসাগর
[ঘ] দক্ষিণ মহাসাগর
৭. রায়হানের দেখা জাহাজটি যার সংগে ধাক্কা খেয়ে ডুবেছিল তা পরিবাহিত হয়-
[ক] উষ্ণ স্রোতের সংগে
✅ শীতল স্রোতের সংগে
[গ] উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে
[ঘ] বায়ুমণ্ডলের মাধ্যমে
৮. ‛Hydrosphere’- এর বাংলা প্রতিশব্দ কী? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত: উচ্চ বিদ্যালয়]
✅ বারিমণ্ডল
[খ] বায়ুমণ্ডল
[গ] আবহাওয়া মণ্ডল
[ঘ] অশ্মমণ্ডল
৯. নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস? [পুলিশ লাইন হাইস্কুল, ফরিদপুর]
[ক] দূষিত
✅ মিঠা
[গ] লবণাক্ত
[ঘ] উষ্ণ
১০. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? [যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] আটলান্টিক
✅ প্রশান্ত
[গ] ভারত
[ঘ] উত্তর
১১. শব্দতরঙ্গের সাহায্যে সমুদ্রের কী মাপা হয়? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] দৈর্ঘ্য
✅ গভীরতা
[গ] প্রস্থ
[ঘ] আয়তন
১২. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] ব্যারোমিটার
✅ ফ্যাদোমিটার
[গ] হাইগ্রোমিটার
[ঘ] থার্মোমিটার
১৩. সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়? [এ.ভি.জে.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ]
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়
১৪. মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
[ক] ৫০ মিটার
[খ] ১০০ মিটার
[গ] ১২০ মিটার
✅ ১৫০ মিটার
১৫. পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? [ভিকারুন নিসা নূল স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] আমেরিকার পূর্ব উপকূলে
[খ] এশিয়ার পশ্চিম উপকূলে
✅ ইউরোপের উত্তর-পশ্চিমে
[ঘ] আফ্রিকার দক্ষিণ-পূর্বে
১৬. পৃথিবীর গভীরতম ম্যাবিয়ানা খাতটির অবস্থান কোথায়? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]
✅ প্রশান্ত মহাসাগরে
[খ] আটলান্টিক মহাসাগরে
[গ] ভারত মহাসাগরে
[ঘ] উত্তর মহাসাগরে
১৭. সমুদ্রস্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি? [আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] জলবায়ু
[খ] উষ্ণ স্রোত
✅ বায়ুপ্রবাহ
[ঘ] শীতল স্রোত
১৮. কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে? [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
✅ উত্তর আটলান্টিক
[খ] উপসাগরীয়
[গ] ল্যাব্রাডর
[ঘ] ক্যানারি
১৯. ল্যাব্রাডর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
[ক] সমুদ্রের গভীরতার জন্য
✅ শীতল স্রোতের জন্য
[গ] ভগ্ন উপকূলের জন্য
[ঘ] জাহাজের শক্তির জন্য
২০. শীতল ও উষ্ণ স্রোতের মিলিতস্থলে কী তৈরি হয়? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
[ক] ভূমিকম্প
[খ] বন্যা
✅ মগ্নচড়া
[ঘ] সুনামি
২১. প্ল্যাংটন কোথায় জন্মায়? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] গভীর মগ্নচড়ায়
[খ] উপকূলে
[গ] স্থলভাগে
✅ অগভীর মগ্নচড়ায়
২২. শীতল স্রোতে জাহাজ চলাচলে অসুবিধা কেন? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] হিমবাহের জন্য
✅ হিমশৈলের জন্য
[খ] বায়ুপ্রবাহ বেশি থাকার জন্য
[ঘ] উত্তাপ বৃদ্ধি পাওয়ার জন্য
২৩. কোনটির সঙ্গে আঘাতের কারণে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে যায়? [ভিকারুন নিসা নূল স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] বরফ
✅ হিমশৈল
[গ] পর্বত
[ঘ] হিমপ্রাচীর
২৪. কখন চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা]
[ক] দুটি ভিন্ন রেখায় অবস্থিত
✅ একই সরল রেখায় অবস্থিত
[গ] দুটি বিপরীত দিক থেকে আকর্ষণ
[ঘ] উত্তর ও দক্ষিণে একই সরলরেখায় অবস্থিত
২৫. বারিমণ্ডল গঠিত- [ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদী]
i. মহাসাগর ও সাগর নিয়ে
ii. মেঘ ও জলীয়বাষ্প নিয়ে
iii. উপসাগর ও হ্রদ নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
[রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
২৬. জানুয়ারি মাসে একটি জাহাজকে ‘অ’ স্থান থেকে ‘ই’ স্থানে পৌঁছতে কোন স্রোত প্রবাহে যেতে হবে?
✅ নিরক্ষীয় বিপরীত
[খ] উপসাগরীয়
[গ] ক্যানারি
[ঘ] উত্তর নিরক্ষীয়
২৭. জাহাজটি একই মাসে ‘ই’ থেকে ‘ঈ’ স্থানে যেতে চিত্রের চিহ্নিত স্রোতটি ব্যবহার করলে কোন প্রতিবন্ধকতায় পড়বে?
[ক] মগ্নচড়া
[খ] শৈলশিরা
✅ হিমশৈল
[ঘ] অন্তরীপ
☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
💝 বারিমণ্ডলের ধারণা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮১
🍭 'Hydrosphere' -এর বাংলা প্রতিশব্দ বারিমণ্ডল।
🍭 পৃথিবীর সকল জলরাশির শতকরা ৯৭ ভাগ পানি রয়েছে- সমুদ্রে।
🍭 পৃথিবীর সমস্ত পানিকে- দুই ভাগে ভাগ করা যায়।
🍭 মিঠা পানির উৎস হচ্ছে- নদী, হ্রদ ও ভূগর্ভ।
🍭 জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে রয়েছে- কঠিন, গ্যাসীয়, তরল অবস্থায়।
🍭 বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে- মহাসাগর বলে।
🍭 পৃথিবীতে মহাসাগর রয়েছে- ৫টি।
🍭 মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে- সাগর বলে।
🍭 তিনদিকে স্থল এবং একদিকে জল থাকলে তাকে- উপসাগর বলে।
🍭 চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে - হ্রদ বলে।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. ‘Hydro’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] মাটি
✅ পানি
[গ] বায়ু
[ঘ] জলবায়ু
২৯. ‘Sphere’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
✅ ক্ষেত্র
[খ] পানি
[গ] স্থল
[ঘ] আকাশ
৩০. বায়ুমণ্ডলে পানি কী অবস্থায় বিরাজ করে? (জ্ঞান)
[ক] তরল
[খ] কঠিন
[গ] বরফ
✅ জলীয়বাষ্প
৩১. ভূপৃষ্ঠে পানি কী অবস্থায় আছে? (জ্ঞান)
[ক] কঠিন
✅ তরল ও কঠিন
[গ] জলীয়বাষ্প
[ঘ] শীতল
৩২. পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণকে কী বলা হয়? (অনুধাবন)
✅ বারিমণ্ডল
[খ] অশ্বমণ্ডল
[গ] বায়ুমণ্ডল
[ঘ] গুরুমণ্ডল
৩৩. পৃথিবীর জলরাশির শতকরা কতভাগ সমুদ্রে বিস্তৃত? (জ্ঞান)
[ক] ৯৩
[খ] ৯৫
✅ ৯৭
[ঘ] ৯৯
৩৪. পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৩৫. জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণে সমুদ্রে পানির পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ১১.৫ লক্ষ ঘন কিলোমিটার
[খ] ৯.৫ লক্ষ ঘন কিলোমিটার
[গ] ২৯ লক্ষ ঘন কিলোমিটার
✅ ১৩৭০ লক্ষ ঘন কিলোমিটার
৩৬. পৃথিবীর জলরাশির মধ্যে হিমবাহ শতকরা কত ভাগ ধারণ করে আছে? (জ্ঞান)
[ক] ০.০১%
[খ] ০.৬৮%
[গ] ১.০৫%
✅ ২.০৫%
৩৭. জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণে ভূগর্ভস্থ পানির পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ০.১২৫ লক্ষ ঘন কিলোমিটার
✅ ৯.৫ লক্ষ ঘন কিলোমিটার
[গ] ১৫ লক্ষ ঘন কিলোমিটার
[ঘ] ২৯ লক্ষ ঘনকিলোমিটার
৩৮. পৃথিবীর জলরাশির মধ্যে ভূগর্ভস্থ পানি শতকরা কত ভাগ বিরাজ করছে? (জ্ঞান)
[ক] ০.০১%
[খ] ০.০০৫%
✅ ০.৬৮%
[ঘ] ২.০৫%
৩৯. জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণের মধ্যে নদীর ভাগ শতকরা কত? (জ্ঞান)
[ক] ০.০০০০৪%
✅ ০.০০০১%
[গ] ০.০০১%
[ঘ] ০.০০৫%
৪০. জীবমণ্ডলে জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণের মধ্যে পানি কত ভাগ জুড়ে আছে? (জ্ঞান)
✅ ০.০০০৬ লক্ষ ঘন কিলোমিটার
[খ] ০.০১৩ লক্ষ ঘন কিলোমিটার
[গ] ০.০০১৭ লক্ষ ঘন কিলোমিটার
[ঘ] ০.৬৫ লক্ষ ঘন কিলোমিটার
৪১. বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে? (জ্ঞান)
[ক] সাগর
[খ] উপসাগর
[গ] হ্রদ
✅ মহাসাগর
৪২. পৃথিবীতে কতটি মহাসাগর রয়েছে? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়
৪৩. কোন মহাসাগর ভগ্ন উপকূলবিশিষ্ট এবং অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে? (জ্ঞান)
✅ আটলান্টিক
[খ] প্রশান্ত
[গ] ভারত
[ঘ] উত্তর
৪৪. এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া এই তিন মহাদেশে কোন মহাসাগর অবস্থান? (জ্ঞান)
[ক] উত্তর
[খ] প্রশান্ত
✅ ভারত
[ঘ] আটলান্টিক
৪৫. ৬০º দক্ষিণ অক্ষাংশ থেকে এন্টার্কটিকা পর্যন্ত অবস্থান করছে কোন মহাসাগর? (অনুধাবন)
[ক] উত্তর
✅ দক্ষিণ
[গ] ভারত
[ঘ] প্রশান্ত
৪৬. ভূপৃষ্ঠের কোন স্থান বছরের সকল সময় বরফে আচ্ছন্ন থাকে? (অনুধাবন)
[ক] উত্তর মহাসাগর
[খ] দক্ষিণ মহাসাগর
✅ এন্টার্কটিকা মহাদেশ
[ঘ] বৈকাল হ্রদ
৪৭. পৃথিবীর উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে কোন মহাসাগরে অবস্থান? (জ্ঞান)
[ক] আটলান্টিক
[খ] প্রশান্ত
[গ] ভারত
✅ উত্তর
৪৮. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে কোন মহাসাগর বিরাজ করছে? (অনুধাবন)
[ক] উত্তর
[খ] ভারত
[গ] আটলান্টিক
✅ প্রশান্ত
৪৯. প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? (জ্ঞান)
[ক] ৩,২৭০ মিটার
✅ ৪,২৭০ মিটার
[গ] ৪,৫৭০ মিটার
[ঘ] ৫,২৭০ মিটার
৫০. গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি? (জ্ঞান)
[ক] প্রশান্ত
[খ] ভারত
✅ আটলান্টিক
[ঘ] উত্তর
৫১. আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি? (জ্ঞান)
[ক] উত্তর
✅ ভারত
[গ] আটলান্টিক
[ঘ] প্রশান্ত
৫২. কোন মহাসাগরের গড় গভীরতা সবচেয়ে কম? (জ্ঞান)
[ক] আটলান্টিক
[খ] ভারত
[গ] উত্তর
✅ দক্ষিণ
৫৩. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে কী বলে? (জ্ঞান)
[ক] হ্রদ
[খ] উপসাগর
✅ সাগর
[ঘ] নদী
৫৪. তিনদিকে স্থল এবং একদিক জলদ্বারা বেষ্টিত জলভাগকে কী বলে? (অনুধাবন)
[ক] সাগর
✅ উপসাগর
[গ] হ্রদ
[ঘ] দ্বীপ
৫৫. চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কী বলে? (জ্ঞান)
[ক] সাগর
✅ হ্রদ
[গ] মহাসাগর
[ঘ] উপসাগর
৫৬. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] যুক্তরাষ্ট্র
✅ রাশিয়া
[গ] কানাডা
[ঘ] জাম্বিয়া
৫৭. সুপিরিয়র কী? (অনুধাবন)
✅ হ্রদ
[খ] দ্বীপ
[গ] শৈলশিরা
[ঘ] উপসাগর
৫৮. যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত হ্রদ কোনটি? (অনুধাবন)
[ক] বৈকাল
[খ] ভিক্টোরিয়া
✅ সুপিরিয়র
[ঘ] এলিজাবেথ
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৯. পৃথিবীর মহাসাগরগুলো হলো- (অনুধাবন)
i. প্রশান্ত ও আটলান্টিক
ii. উত্তর ও দক্ষিণ
iii. আরব ও লোহিত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. ভারত মহাসাগরের ক্ষেত্রে সঠিক- (উচ্চতর দক্ষতা)
i. আয়তন ৭ কোটি ৩৬ লাখ বর্গকিলোমিটার
ii. গড় গভীরতা ৮২৪ মিটার
iii. আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে সঠিক- (উচ্চতর দক্ষতা)
i. আয়তন ১৬ কোটি ৬০ লাখ বর্গকিলোমিটার
ii. গড় গভীরতা ৩,৯৩২ মিটার
iii. আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. উপসাগরের উদাহরণ- (অনুধাবন)
i. ক্যারিবিয়ান
ii. বঙ্গোপসাগর
iii. লোহিত
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও :
৬৩. চিত্রে ১ চিহ্নিত স্থানটি কোন মহাসাগর? (প্রয়োগ)
✅ প্রশান্ত
[খ] আটলান্টিক
[গ] উত্তর
[ঘ] দক্ষিণ
৬৪. চিত্রে ২ চিহ্নিত মহাসাগরের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত
ii. আয়তন ১ কোটি ৫০ লাখ বর্গকিলোমিটার
iii. এর গড় গভীরতা ১৪৯ মিটার
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮৩
🍭 ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপ যেমন উঁচুনিচু তেমনি- সমুদ্র তলদেশও অসমান।
🍭 শব্দতরঙ্গের সাহায্যে- সমুদ্রের গভীরতা মাপা হয়।
🍭 সমুদ্র তলদেশের ভূমিরূপকে-৫টি ভাগে বিভক্ত করা হয়।
🍭 মহীসোপানের গড় প্রশস্ততা-৭০ কিলোমিটার।
🍭 বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য প্রায় -৭১৬ কি মি।
🍭 সমুদ্রের মহীঢালের গড় গভীরতা -২০০ থেকে ৩০০ মিটার।
🍭 সমুদ্র তলদেশে বিস্তৃত সমভূমিই হলো -গভীর সমুদ্রের সমভূতি।
🍭 সমুদ্রের গভীরতা মাপা হয়- ফ্যাদোমিটার যন্ত্র দিয়ে।
🍭 পশ্চিম উপকূল বরাবর- মহীসোপান খুবই সংকীর্ণ।
🍭 পৃথিবীর গভীরতম খাত হচ্ছে- ম্যারিয়ানা খাত।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৫. ফ্যাদোমিটার যন্ত্রের শব্দতরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্যে কত মিটার নিচে গিয়ে আবার ফিরে আসে? (প্রয়োগ)
[ক] ৮৭৫
[খ] ১২৫০
✅ ১৪৭৫
[ঘ] ১৬২৫
৬৬. পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ নিমজ্জিত অংশকে কী বলে? (প্রয়োগ)
✅ মহীসোপান
[খ] মহীঢাল
[গ] শৈলশিরা
[ঘ] মগ্নচড়া
৬৭. মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে? (জ্ঞান)
[ক] ০º
✅ ১º
[গ] ২º
[ঘ] ৪º
৬৮. মহীসোপানের গড় প্রশস্ততা কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ৪৫
✅ ৭০
[গ] ১০৫
[ঘ] ১৫০
৬৯. মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে? (জ্ঞান)
[ক] উত্থিত মহীসোপান
[খ] মহীঢাল
[গ] মহাসাগরীয় খাত
✅ উপকূলীয় ঢাল
৭০. মহীসোপানের বিস্তৃতি কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] সমুদ্রের আয়তন
✅ উপকূল ভাগের বন্ধুরতা
[গ] সমুদ্রের গভীরতা
[ঘ] উপকূলের বিস্তৃতি
৭১. কখন মহীসোপান অধিক প্রশস্ত হয়? (অনুধাবন)
✅ উপকূল বিস্তৃত সমভূমি হলে
[খ] উপকূল বিস্তৃত মালভূমি হলে
[গ] উপকূল পর্বত বেষ্ঠিত হলে
[ঘ] উপকূল বিশিষ্ট হলে গিরিখাত
৭২. মহাদেশের উপকূলে পর্বত থাকলে মহীসোপান কেমন হয়? (অনুধাবন)
[ক] ঢালু
[খ] বিস্তৃত
[গ] প্রশস্ত
✅ সংকীর্ণ
৭৩. ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপানের আকৃতি কেমন? (প্রয়োগ)
[ক] প্রশস্ত
[খ] সংকীর্ণ
[গ] খুবই সংকীর্ণ
✅ খুবই প্রশস্ত
৭৪. উত্তর মহাসাগরের মহীসোপানের বিস্তৃতি কত? (জ্ঞান)
[ক] ৭০ কিলোমিটার
[খ] ৭৯১ কিলোমিটার
[গ] ৮৯৮ কিলোমিটার
✅ ১,২৮৭ কিলোমিটার
৭৫. মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ কোথায় দেখা যায়? (জ্ঞান)
✅ আমেরিকার পূর্ব উপকূলে
[খ] এশিয়ার পশ্চিম উপকূলে
[গ] ইউরোপের উত্তর-পশ্চিমে
[ঘ] দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে
৭৬. কিসের অবস্থানের কারণে আফ্রিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু? (উচ্চতর দক্ষতা)
✅ মালভূমি
[খ] সমভূমি
[গ] বদ্বীপ
[ঘ] শৈলশিরা
৭৭. মহীসোপান হঠাৎ খাড়াভাবে নেমে গেলে, তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] সমুদ্রখাত
[খ] শৈলশিরা
[গ] উপকূলীয় রেখা
✅ মহীঢাল
৭৮. সমুদ্রে মহীঢালের গভীরতা কত? (জ্ঞান)
[ক] ১০০-১০০০ মিটার
✅ ২০০ - ৩,০০০ মিটার
[গ] ২৫০-৩,৫০০মিটার
[ঘ] ৩০০ - ৩,৫০০ মিটার
৭৯. মহীঢাল তেমন প্রশস্ত নয় কেন? (অনুধাবন)
[ক] বিস্তৃতি বেশি বলে
[খ] জলপ্রবাহ কম বলে
✅ অধিক খাড়া বলে
[ঘ] স্রোতের পরিমাণ কম বলে
৮০. মহীঢালের উপরিভাগ সমান না হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ আন্ত:সাগরীয় গিরিখাতের অবস্থান
[খ] মহীসোপানের বন্ধুরতা
[গ] সমুদ্র উপকূলের বন্ধুরতা
ঘ মহাদেশীয় গিরিখাতের অবস্থান
৮১. মহীঢাল শেষ হওয়ার পর সমুদ্র তলদেশে বিস্তৃত সমভূমি দেখা যায়, এটিকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] নিমজ্জিত শৈলশিরা
[খ] ক্ষয়জাত সমভূমি
[গ] সঞ্চয়জাত সমভূমি
✅ গভীর সমুদ্রের সমভূমি
৮২. গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা কত? (জ্ঞান)
[ক] ২,০০০ মিটার
[খ] ৩,০০০ মিটার
[গ] ৪,০০০ মিটার
✅ ৫,০০০ মিটার
৮৩. গভীর সমুদ্রের সমভূমিতে পলিমাটি, সিন্ধুমল প্রভৃতি স্তরে স্তরে সঞ্চিত হয়ে কী শিলা গঠন করে? (প্রয়োগ)
[ক] আগ্নেয়
✅ পাললিক
[গ] রূপান্তরিত
[ঘ] অস্তরীভূত
৮৪. গভীর সমুদ্রের সমভূমি কেমন? (অনুধাবন)
[ক] আগ্নেয় পর্বতপূর্ণ
[খ] গিরিখাতবেষ্টিত
[গ] বিস্তীর্ণ সমভূমি
✅ বন্ধুর প্রকৃতির
৮৫. শৈলশিরা কী দ্বারা গঠিত? (জ্ঞান)
[ক] পলিমাটি
✅ লাভা দ্বারা
[গ] সিন্ধুমল
[ঘ] কাঁকর ও নুড়ি দ্বারা
৮৬. আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে সমুদ্রগর্ভে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ শৈলশিরা
[খ] মহীঢাল
[গ] মহীসোপান
[ঘ] সমুদ্রখাত
৮৭. প্লেট সীমানায় সমুদ্রখাত সৃষ্টি হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মহাদেশীয় প্লেটসমূহের মধ্যকার সংঘর্ষ
[খ] সামুদ্রিক প্লেটসমূহের পারস্পরিক সংঘর্ষ
✅ মহাদেশীয় ও সামুদ্রিক প্লেটের সংঘর্ষ
[ঘ] প্লেটের দুর্বল অংশ ধসে পড়া
৮৮. গভীর সমুদ্রখাতের গড় গভীরতা কত? (জ্ঞান)
[ক] ৩,৫০০ মিটারের অধিক
[খ] ৪,৪০০ মিটারের অধিক
✅ ৫,৪০০ মিটারের অধিক
[ঘ] ৬,০০০ মিটারের অধিক
৮৯. কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক? (জ্ঞান)
[ক] আটলান্টিক
✅ প্রশান্ত
[গ] ভারত
[ঘ] দক্ষিণ
৯০. ম্যারিয়ানা খাতের গভীরতা কত? (জ্ঞান)
[ক] প্রায় ৫,৪০০ মিটার
[খ] প্রায় ৮,৫৩৮ মিটার
✅ প্রায় ১০,৮৭০ মিটার
[ঘ] প্রায় ১১,৩৪০ মিটার
৯১. আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত কোনটি? (প্রয়োগ)
✅ পোর্টোরিকো
[খ] শুণ্ডা
[গ] ভিক্টোরিয়া
[ঘ] এলিজাবেথ
৯২. আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাতের গভীরতা কত? (জ্ঞান)
[ক] প্রায় ৫,৪০০ মিটার
✅ প্রায় ৮,৫৩৮ মিটার
[গ] প্রায় ১০,৮৭০ মিটার
[ঘ] প্রায় ১১,৩৪০ মিটার
৯৩. কোনটি ভারত মহাসাগরের গভীর সমুদ্রখাত? (অনুধাবন)
[ক] ম্যারিয়ানা
[খ] পোর্টোরিকো
✅ শুণ্ডা
[ঘ] ভিক্টোরিয়া
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৪. সমুদ্রের তলদেশের ভূমিরূপ - (অনুধাবন)
i. মহীসোপান ও মহীঢাল
ii. শৈলশিরা ও সমুদ্রখাত
iii. উষ্ণস্রোত ও শীতলস্রোতে তৈরি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯৫. মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান- (অনুধাবন)
i. সংকীর্ণ হয়
ii. বিস্তীর্ণ হয়
iii. গভীর হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] ii ও iii
৯৬. মহীসোপান গঠনে সহায়তা করে- (অনুধাবন)
i. স্থলভাগের নিমজ্জিত উপকূলীয় অঞ্চল
ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য
iii. জলযানের চলাচল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৯৭. মহীঢাল মৃদু হলে যেসব অবক্ষেপণ দেখা যায়- (অনুধাবন)
i. জীবজন্তুর দেহাবশেষ
ii. পলি
iii. মূল্যবান খনিজ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
৯৮. গভীর সমুদ্রের সমভূমির ওপর অবস্থান করে- (প্রয়োগ)
i. শৈলশিরা ও উচ্চভূমি
ii. আগ্নেয়গিরি
iii. মালভূমি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্র দেখে ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাও :
৯৯. ‘ক’ চিহ্নিত স্থানের ভূমিরূপকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সমুদ্রখাত
[খ] শৈলশিরা
✅ মহীসোপান
[ঘ] মহীঢাল
১০০. ‘খ’ চিহ্নিত স্থানের ভূমিরূপের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. হঠাৎ খাড়াভাবে নেমে সমভূমির সঙ্গে মিশে যায়
ii. অসংখ্য আন্ত:সাগরীয় গিরিখাত অবস্থান করে
iii. সমুদ্রখাত এর সীমানায় বিরাজ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ৮১ ও ৮২নং প্রশ্নের উত্তর দাও :
১০১. সমুদ্র তলদেশের ‘ক’ ভূমিরূপটি কী নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] মহীসোপান
[খ] মহীঢাল
✅ নিমজ্জিত শৈলশিরা
[ঘ] গভীর সমুদ্রখাত
১০২. ‘ক’ ভূমিরূপটি গঠিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে
ii. সূক্ষ ভস্ম ও ছাই সঞ্চিত হয়ে
iii. গলিত শিলা ও ধাতু জমাট বেঁধে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
💝 সমুদ্রস্রোত 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮৫
🍭 সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, একে বলে- সমুদ্রস্রোত।
🍭 অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুপ্রবাহ- সমুদ্রস্রোতের সৃষ্টি করে।
🍭 শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতে- ঘন কুয়াশা ও ঘূর্ণিবাতের সৃষ্টি হয়।
🍭 অগভীর মগ্নচড়াগুলো- পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্র।
🍭 নিউফাউন্ডল্যান্ডের উপকূলে গ্র্যান্ড ব্যাঙ্ক, সেবল ব্যাংক- মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ।
🍭 যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল- হিমশৈলের কারণে।
🍭 কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জ বরফাচ্ছন্ন থাকে- ‘উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে।
🍭 উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে- নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জ।
🍭 কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জ বরফাচ্ছন্ন থাকে- উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে।
🍭 উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু- ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
🍭 সমুদ্র স্রোতের অনকূলে- নৌকা, জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৩. সমুদ্রস্রোতের ক্ষেত্রে পানিতে ঘূর্ণন সৃষ্টি হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বায়ু ও স্রোতের ঘর্ষণ
✅ বায়ু ও পানির ঘর্ষণ
[গ] পানির গতিপ্রকৃতি
[ঘ] বায়ুর গতিপ্রকৃতি
১০৪. সমুদ্রস্রোত কী? (অনুধাবন)
[ক] সমুদ্রের উষ্ণ স্রোত ও শীতল স্রোতের প্রবাহ
✅ সমুদ্রের পানির নির্দিষ্ট গতিপথে চলাচল
[গ] সমুদ্রের পানির সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণ
[ঘ] সমুদ্রের হালকা ও ভারী পানির চলাচল
১০৫. উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রস্রোতকে কয়ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১০৬. নিরক্ষীয় অঞ্চলের হালকা জলরাশি পৃষ্ঠপ্রবাহরূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহকালে যে স্রোত সৃষ্টি করে তার প্রকৃতি কী? (প্রয়োগ)
[ক] শীতল
✅ উষ্ণ
[গ] নিরক্ষীয়
[ঘ] কুমেরু
১০৭. কোনটি উষ্ণ স্রোত? (অনুধাবন)
[ক] কুমেরু
[খ] বেঙ্গুয়েলা
[গ] ফকল্যাণ্ড
✅ ব্রাজিল
১০৮. ভারী পানি কী হিসেবে প্রবাহিত হয়? (জ্ঞান)
[ক] বহি:স্রোত
✅ অন্ত:প্রবাহ
[গ] উষ্ণস্রোত
[ঘ] শীতল স্রোত
১০৯. মেরু অঞ্চলের ভারী জলরাশি অন্ত:প্রবাহরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহকালে যে স্রোত সৃষ্টি করে, তার প্রকৃতি কী? (প্রয়োগ)
[ক] নিরক্ষীয়
[খ] কুমেরু
✅ শীতল
[ঘ] উষ্ণ
১১০. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি? (অনুধাবন)
[ক] সমুদ্র বায়ু
[খ] স্থলবায়ু
[গ] মৌসুমি বায়ু
✅ নিয়ত বায়ু
১১১. সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রিত হয় কীসের দ্বারা? (অনুধাবন)
✅ বায়ুপ্রবাহ
[খ] লবণাক্ততা
[গ] গভীরতা
[ঘ] অন্ত:প্রবাহ
১১২. সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যাওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবীর বার্ষিক গতি
✅ পৃথিবীর আহ্নিক গতি
[গ] বায়ুপ্রবাহ
[ঘ] স্থলভাগের অবস্থান
১১৩. ফেরেলের সূত্র অনুযায়ী সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বেঁকে যায় কোন দিকে? (জ্ঞান)
✅ ডানদিকে
[খ] বামদিকে
[গ] পশ্চিম দিকে
[ঘ] উত্তর দিকে
১১৪. নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের পানি মেরু অঞ্চলের দিকে পৃষ্ঠ প্রবাহরূপে প্রবাহিত হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] লবণাক্ততার পার্থক্য
[খ] ভূখণ্ডের অবস্থান
✅ তাপমাত্রার পার্থক্য
[ঘ] নিয়ত বায়ুপ্রবাহ
১১৫. মেরু অঞ্চলের শীতল ও ভারী পানি নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে অন্ত:প্রবাহরূপে প্রবাহিত হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবীর আহ্নিত গতি
✅ তাপমাত্রার পার্থক্য
[গ] বরফের গলন
[ঘ] ভূখণ্ডের অবস্থান
১১৬. মেরুঅঞ্চল থেকে শীতল ও ভারী জল উষ্ণমণ্ডলের দিকে কী রূপে প্রবাহিত হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] বহি:স্রোত
[খ] বহি:প্রবাহ
[গ] উষ্ণ স্রোত
✅ অন্ত:প্রবাহ
১১৭. সমুদ্রস্রোত কীভাবে মহাসাগরের জলভাগের তাপের ভারসাম্য রক্ষা করে? (অনুধাবন)
[ক] বহি:স্রোত ও পৃষ্ঠস্রোতের মাধ্যমে
[খ] ঊর্ধ্বগামী ও নিম্নগামী স্রোত প্রবাহের মাধ্যমে
✅ পৃষ্ঠপ্রবাহ ও অন্ত:প্রবাহের মাধ্যমে
[ঘ] সমান্তরাল ও উল্লম্ব স্রোতের মাধ্যমে
১১৮. কোন কারণে মেরু অঞ্চলের জলরাশি স্ফীত হয় ও লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়? (অনুধাবন)
[ক] আহ্নিক গতি
[খ] তাপমাত্রার পার্থক্য
✅ বরফের গলন
[ঘ] গভীরতার তারতম্য
১১৯. কোথায় সমুদ্রস্রোতের গতি সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] সমুদ্রের নিচের ভাগে
✅ সমুদ্র পৃষ্ঠে
[গ] ১০০ মিটার নিচে
[ঘ] ১০০০ মিটার নিচে
১২০. কোনটির ওপর পানির ঘনত্ব নির্ভর করে? (অনুধাবন)
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা]
✅ লবণাক্ততা
[খ] পৃথিবীর আবর্তন গতি
[গ] বায়ুপ্রবাহ
[ঘ] স্থলভাগ
১২১. সমুদ্রের পানিতে লবণাক্ততা কম হলে পানি কী হয়? (অনুধাবন)
✅ হালকা
[খ] ভারী
[গ] শীতল
[ঘ] উষ্ণ
১২২. কোনটির কারণে সমুদ্রস্রোত দিক পরিবর্তন করে নতুন পথে প্রবাহিত হয়? (অনুধাবন)
[ক] উষ্ণতার তারতম্যের কারণে
[খ] গভীরতার তারতম্যের কারণে
[গ] লবণাক্ততার তারতম্যের কারণে
✅ স্থলভাগের অবস্থানের কারণে
১২৩. প্রবাহচিত্রের ‘ক’ চিহ্নিত স্থানের জন্য কোন উক্তিটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ সমুদ্রের অন্ত:স্রোত পার্শ্ববর্তী অল্প চাপের এলাকায় জায়গা দখল করে
[খ] সমুদ্রের অন্ত:স্রোত সঞ্চালন স্রোত সৃষ্টি করে
[গ] সমুদ্রের অন্ত:স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়
[ঘ] সমুদ্রের অন্ত:স্রোত একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়
১২৪. সমুদ্রের উপরের এবং নিমজ্জিত স্রোত একসঙ্গে সঞ্চালন স্রোত তৈরি করে, এর ফলে কী ঘটে? (প্রয়োগ)
[ক] সমুদ্রে শীতল ও উষ্ণ স্রোত সৃষ্টি হয়
✅ সমুদ্রের জলরাশি একস্থান থেকে অন্যস্থানে যায়
[গ] সমুদ্রে গভীরতার তারতম্য ঘটে
[ঘ] পরিবহন ও যোগাযোগে প্রভাব পড়ে
১২৫. ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফমুক্ত থাকার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রবহমান শীতল স্রোত
✅ উষ্ণ উপসাগরীয় স্রোত
[গ] সূর্যালোকের ঘাটতি
[ঘ] মহাদেশীয় স্রোত
১২৬. সমুদ্রস্রোত কীভাবে বাণিজ্যের ওপর প্রভাব রাখে? (অনুধাবন)
✅ উষ্ণ স্রোত প্রবাহের মাধ্যমে বন্দরকে বরফমুক্ত রেখে
[খ] উষ্ণ স্রোত প্রবাহিত অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে
[গ] উষ্ণ স্রোত প্রবাহের মাধ্যমে বন্দরকে রক্ষা করে
[ঘ] উষ্ণ স্রোত প্রবাহিত অঞ্চলে সামুদ্রিক ঝড় ঘটিয়ে
১২৭. কোন স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূল সারাবছর বরফাচ্ছন্ন থাকে? (জ্ঞান)
[ক] উত্তর আটলান্টিক
[খ] উপসাগরীয়
✅ ল্যাব্রাডর
[ঘ] বেঙ্গুয়েলা
১২৮. নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফমুক্ত থাকে, অথচ একই অক্ষাংশে অবস্থিত কানাডার পূর্ব উপকূল বরফাচ্ছন্ন অবস্থায় দেখা যায় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] শীতল ক্যানারি স্রোতের প্রভাবে
✅ শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে
[গ] শীতল কুমেরু স্রোতের প্রভাবে
[ঘ] শীতল ব্রাজিল স্রোতের প্রভাবে
১২৯. কোন স্রোতের কারণে এশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপের শীতলতা বৃদ্ধি পায়? (জ্ঞান)
[ক] ক্যানারি
[খ] কুমেরু
[গ] পেরু
✅ কামচাটকা
১৩০. উষ্ণ স্রোতের গতিপথে জাহাজ চলাচল কীরূপ? (অনুধাবন)
✅ নিরাপদ
[খ] কষ্টকর
[গ] প্রতিকূল
[ঘ] বিপদজনক
১৩১. উষ্ণ উপসাগরীয় স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] উষ্ণ স্রোতের প্রভাবে সূর্যের তাপ বেশি পড়ে বলে
[খ] উষ্ণ স্রোতের প্রভাবে সারাবছর বায়ুচাপ বেশি থাকে বলে
✅ উষ্ণ স্রোতের প্রভাবে বায়ুপ্রবাহ প্রচুর জলীয়বাষ্প ধারণ করে বলে
[ঘ] উষ্ণ স্রোতের প্রভাবে সারাবছর নিম্নচাপ বিরাজ করে বলে
১৩২. দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি কোন স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
✅ শীতল পেরু
[খ] শীতল ল্যাব্রাডর
[গ] শীতল কামচাটকা
[ঘ] শীতল কুমেরু
১৩৩. শীতল ও উষ্ণ স্রোতের মিলনে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] বৃষ্টিপাত
[খ] তুষারপাত
✅ ঝড়
[ঘ] টাইফুন
১৩৪. উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
[ক] মগ্নচড়া
✅ ঝড়ঝঞ্ঝা
[গ] বৃষ্টিপাত
[ঘ] তুষারপাত
১৩৫. এশিয়ার উপকূলে শীতল কামচাটকা স্রোত ও বেরিং স্রোত এবং উষ্ণ জাপান স্রোতের মিলনের ফলে কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
[ক] বৃষ্টিপাত
[খ] মগ্নচড়া
✅ ঝড়ঝঞ্ঝা
[ঘ] তুষারপাত
১৩৬. হিমশৈলের সঙ্গে ভেসে আসা কাঁকর, বালি, কাদা প্রভৃতি সমুদ্রের নিচে জমে কী সৃষ্টি করে? (জ্ঞান)
[ক] হিমপ্রাচীর
[খ] উপদ্বীপ
✅ মগ্নচড়া
[ঘ] দ্বীপ
১৩৭. প্রচুর মাছের খাদ্য প্ল্যাংটন কোথায় পাওয়া যায়? (অনুধাবন)
[ক] হিমপ্রাচীরে
[খ] শৈবাল সাগরে
[গ] হিমশৈলে
✅ মগ্নচড়ায়
১৩৮. কিরণ ডিসকভারি চ্যানেলে জাপান উপকূলে মাছ ধরার দৃশ্য দেখছে। এখানে প্রচুর মাছ ধরা পড়ার কারণ হিসেবে সে কী জানতে পারে? (প্রয়োগ)
[ক] মাছের বিচরণে সুবিধা
[খ] সূর্যালোক প্রবেশ করে
✅ এখানে প্রচুর প্ল্যাঙ্কটন জšে§
[ঘ] শীতল ও উষ্ণ স্রোতের মিলন ঘটে
১৩৯. পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি? (অনুধাবন)
[ক] হিমশৈল
[খ] সাগর
[গ] মহীসোপান
✅ মগ্নচড়া অঞ্চল
১৪০. নিউফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় কেন? (অনুধাবন)
✅ মগ্নচড়ার কারণে
[খ] হিমশৈলের কারণে
[গ] আগ্নেয়দ্বীপের কারণে
[ঘ] শৈলশিরার কারণে
১৪১. হিমশৈলের ইংরেজি প্রতিশব্দ কোনটি? (অনুধাবন)
✅ Iceberg
[খ] Icecool
[গ] Icehill
[ঘ] Iceland
১৪২. টিভির একটি চ্যানেলে টাইটানিক সিনেমা দেখার সময় অনিক এ জাহাজ ডুবির কারণ হিসেবে কী জানতে পারে? (প্রয়োগ)
[ক] প্রবল ঝড় বৃষ্টিপাত
[খ] সমুদ্রস্রোত
✅ হিমশৈলের আঘাত
[ঘ] অধিক পণ্য পরিবহন
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪৩. সমুদ্রস্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে- (অনুধাবন)
i. অয়ন বায়ুপ্রবাহ
ii. পশ্চিমা বায়ুপ্রবাহ
iii. মেরু বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৪. পৃথিবীর আহ্নিক গতির জন্য সমুদ্রস্রোত প্রবাহিত হয়- (অনুধাবন)
i. উত্তর গোলার্ধে ডানদিকে
ii. সুমেরুতে বামদিকে
iii. দক্ষিণ গোলার্ধে বামদিকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৫. বহি:স্রোত ও অন্ত:স্রোতের সৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)
i. বায়ুপ্রবাহের ফলে
ii. লবণাক্ততার কারণে
iii. উষ্ণতার কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৬. উষ্ণস্রোত গুরুত্বপূর্ণ কারণ - (উচ্চতর দক্ষতা)
i. এর ফলে বন্দরের ব্যবহার বৃদ্ধি পায়
ii. এর অনুকূলে জাহাজ দ্রুত চলতে পারে,
iii. এর প্রভাবে বৃষ্টিপাত ঘটে থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৭. উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে- (উচ্চতর দক্ষতা)
i. উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়
ii. উপকূলীয় অঞ্চলের বায়ু অধিক জলীয়বাষ্প ধারণ করে
iii. জাহাজ ও নৌচলাচলে সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪৮. শীতল সমুদ্রস্রোতের প্রভাবে- (উচ্চতর দক্ষতা)
i. উপকূলীয় অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়
ii. জাহাজ ও নৌচলাচলে বাধার সৃষ্টি হয়
iii. ঝড়ঝঞ্ঝা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৯. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে- (প্রয়োগ)
i. প্রবল ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়
ii. মগ্নচড়া তৈরি হয়
iii. মাছের প্রিয় খাদ্য পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫০. মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ- (অনুধাবন)
i. নিউফাউন্ডল্যান্ডের উপকূলের গ্যান্ড ব্যাংক
ii. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডগার্স ব্যাংক
iii. এশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা দ্বীপ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে ১৩১ ও ১৩২নং প্রশ্নের উত্তর দাও :
১৫১. চিত্রটি কী নির্দেশ করছে? (প্রয়োগ)
✅ সমুদ্রস্রোতের উপর বায়ুপ্রবাহের প্রভাব
[খ] সমুদ্রস্রোতের উপর ভূখণ্ডের প্রভাব
[গ] সমুদ্রস্রোতের উপর আহ্নিক গতির প্রভাব
[ঘ] সমুদ্রস্রোতের উপর লবণাক্ততার প্রভাব
১৫২. [ক] ও
[খ] বায়ুপ্রবাহের কারণে সৃষ্টি হয়-
(প্রয়োগ)i. উত্তর নিরক্ষীয় স্রোত
ii. নিরক্ষীয় বিপরীত স্রোত
iii. দক্ষিণ নিরক্ষীয় স্রোত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
১৫৩. নিচের কোন কারণে ‘অ’ চিহ্নিত চক্র দিয়ে জাহাজ চলাচল করতে পারে না? (প্রয়োগ)
[ক] হিমপ্রাচীরের অবস্থান
[খ] জলজ উদ্ভিদের সঞ্চয়ন
✅ হিমশৈলের আধিক্য
[ঘ] মগ্নচড়ার উপস্থিতি
১৫৪. চিত্রের জাহাজটিকে নির্দেশিত পথে ‘ই’ স্থানে পৌঁছতে হলে, অতিক্রম করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. পশ্চিম ইউরোপ
ii. ব্রিটিশ দ্বীপপুঞ্জ
iii. নরওয়ে উপকূল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💝 জোয়ার -ভাটার কারণ ও প্রভাব 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮৮
🍭 জোয়ার-ভাটা সৃষ্টি হয় প্রধানত- ২টি কারণে।
🍭 চাঁদের আকর্ষণেই-সমুদ্রের জল ফুলে ওঠে জোয়ার হয়।
🍭 বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর- পতেঙ্গা ও মংলা।
🍭 অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ারের সময় বান ডাকার ফলে- নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায়।
🍭 জোায়ার অত্যন্ত প্রবল হয়- চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলে।
🍭 পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে অনবরত আবর্তনের ফলে- কেন্দ্রাতিগ শক্তির সৃষ্টি হয়।
🍭 কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে- পরস্পর বিপরীত দিকে জোয়ারের সৃষ্টি হয়।
🍭 জোয়ার ভাটার ফলে- ভূখণ্ড থেকে আবর্জনা নদীর মধ্যদিয়ে সমুদ্রে পতিত হয়।
🍭 স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে- জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
🍭 জেয়ার ভাটার ফলে- নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৫. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই একটি সময়ে ধীরে ধীরে ফুলে ওঠে। পানির এ ফুলে ওঠা বা স্ফীতিকে কী বলে? (জ্ঞান)
✅ জোয়ার
[খ] ভাটা
[গ] জোয়ার ও ভাটা
[ঘ] পূর্ণিমা
১৫৬. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই ফুলে ওঠার পর আবার নেমে যায়। পানির এ নেমে যাওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] জোয়ার
✅ ভাটা
[গ] জোয়ার ও ভাটা
[ঘ] অমাবস্যা
১৫৭. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশির নিয়মিত স্ফীতি বা নেমে যাওয়াকে কী বলে? (অনুধাবন)
[ক] জোয়ার
[খ] ভাটা
✅ জোয়ার ও ভাটা
[ঘ] কেন্দ্রাতিগ ও মহাকর্ষ শক্তি
১৫৮. প্রধানত কয়টি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১৫৯. সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশিতে দৈনিক কতবার জোয়ার-ভাটা হয়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪
১৬০. সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] মহাকাশে এগুলো নক্ষত্র, উপগ্রহ ও গ্রহ বলে
[খ] পৃথিবী পৃষ্ঠের সাথে বায়ুমণ্ডল লেপ্টে আছে বলে
[গ] মহাকাশে এগুলো একই জড়বস্তু থেকে উৎপত্তি বলে
✅ মহাকাশের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে বলে
১৬১. পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বেশি কেন? (উচ্চতর দক্ষতা)
✅ চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে বলে
[খ] সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম বলে
[গ] চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ বলে
[ঘ] চাঁদ ও পৃথিবী সূর্য নামের নক্ষত্রের অধীন বলে
১৬২. প্রধানত কোন জ্যোতিষ্কের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে বা জোয়ার হয়? (জ্ঞান)
[ক] সূর্য
✅ চাঁদ
[গ] উল্কা
[ঘ] ধূমকেতু
১৬৩. জোয়ার কখন অত্যন্ত প্রবল হয়? (অনুধাবন)
[ক] যখন চাঁদ ও সূর্য সমকোণে থাকে
[খ] যখন চাঁদ ও সূর্য পৃথিবীর বিপরীত দিকে থাকে
✅ যখন চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে
[ঘ] যখন চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে বিপ্রতীপ কোণে থাকে
১৬৪. সমুদ্রে জোয়ার সৃষ্টির জন্য কোন বল মুখ্য ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] ঘর্ষণ
[খ] আকর্ষণ
[গ] তড়িৎ চুম্বকীয়
✅ কেন্দ্রাতিগ
১৬৫. পৃথিবীর নিজ মেরুরেখায় যে কেন্দ্রাতিগ শক্তির উদ্ভব হয় তা কী সৃষ্টিতে ভূমিকা রাখে? (জ্ঞান)
✅ জোয়ার
[খ] ভাটা
[গ] ত্বরণ
[ঘ] বল
১৬৬. পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে যেখানে জোয়ারের উদ্ভব হয় তার বিপরীত দিকে কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
[ক] ভাটা
[খ] জোয়ার ও ভাটা
✅ জোয়ার
[ঘ] প্রবলস্রোত
১৬৭. শীতপ্রধান দেশে নদীর পানি সহজে জমে যায় না কেন? (অনুধাবন)
[ক] শীতল সমুদ্রস্রোতের কারণে
✅ জোয়ারের পানি নদীতে প্রবেশ করায়
[গ] মহাকর্ষ শক্তির আকর্ষণের কারণে
[ঘ] চাঁদের আকর্ষণের কারণে
১৬৮. বাংলাদেশের পতেঙ্গা ও মংলা সমুদ্রবন্দর সচল রাখতে নিচের কোনটি ভূমিকা রাখছে? (অনুধাবন)
✅ জোয়ার-ভাটা
[খ] কেন্দ্রাতিগ শক্তি
[গ] উষ্ণ সমুদ্রস্রোত
[ঘ] সমুদ্র বায়ুপ্রবাহ
১৬৯. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ৩২ কিলোমিটার
[খ] ৩২২ কিলোমিটার
[গ] ৪৫৫ কিলোমিটার
✅ ৭১৬ কিলোমিটার
১৭০. বঙ্গোপসাগরে কত প্রজাতির মলাস্কস দেখা যায়? (জ্ঞান)
[ক] ১৯
[খ] ১৫১
✅ ৩৩৬
[ঘ] ৪৪২
১৭১. বঙ্গোপসাগরে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১৮
✅ ১৯
[ঘ] ২৩
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭২. জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো হলো- (অনুধাবন)
i. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব
ii. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তির প্রভাব
iii. বায়ুমণ্ডলের আয়নমণ্ডলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
১৭৩. জোয়ার ও ভাটার ফলে- (প্রয়োগ)
i. আবর্জনা সাগরে গিয়ে পড়ে
ii. সেচ কাজের সুবিধা হয়
iii. ব্যবসা-বাণিজ্যে উপকার হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৪. জোয়ার-ভাটার প্রভাব- (উচ্চতর দক্ষতা)
i. জলবিদ্যুৎ উৎপাদন করা যায়
ii. নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না
iii. অনেক সময় নৌকা, লঞ্চ ডুবে যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৫. জোয়ার-ভাটা প্রভাবিত করে - (প্রয়োগ)
i. মহাকর্ষ শক্তি
ii. কেন্দ্রাতিগ শক্তি
iii. শীতল ও উষ্ণ সমুদ্রস্রোত
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৭৬. বঙ্গোপসাগরে প্রাপ্ত সামুদ্রিক সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. ৪৪২ প্রজাতির মৎস্য ও ৩৩৬ প্রজাতির মলাস্কাস
ii. খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস
iii. জিরকন, মোনাজাইট, ম্যাগনেটাইট জাতীয় খনিজ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৭. কক্সবাজার উপকূলীয় এলাকায় পাওয়া গেছে এমন পারমাণবিক খনিজ- (অনুধাবন)
i. জিরকন ও মোনাজাইট
ii. ইলমেনাইট ও ম্যাগনেটাইট
iii. রিওটাইল ও লিউকক্সেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে ১৫৮ ও ১৫৯নং প্রশ্নের উত্তর দাও :
১৭৮. চিত্রের ক অংশের জোয়ারকে কী বলে? (অনুধাবন)
✅ প্রবল জোয়ার
[খ] গৌণ জোয়ার
[গ] বিক্ষিপ্ত জোয়ার
[ঘ] সামান্য জোয়ার
১৭৯. চিত্রের প্রক্রিয়াটি সংঘটনে ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. চন্দ্র ও সূর্যের মহাকর্ষ শক্তি
ii. পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তি
iii. পানির ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii