SSC ভূগোল ও পরিবেশ (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ
দ্বিতীয় অধ্যায়

Class 9-10 Geography and environment Guide and SSC Exam Preparation
SSC Vugol and poribesh Chapter-02
Geography and Environment
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোন গ্রহের ২২টি উপগ্রহ আছে?
[ক] মঙ্গল
[খ] বৃহস্পতি
✅ শনি
[ঘ] ইউরেনাস

২. আহ্নিক গতির ফলে-
i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়
ii. ঋতু পরিবর্তন হয়
iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্র থেকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩. উপরের চিত্রে উল্লম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে ০০ দ্বারা চিহ্নিত রেখা কোনটি?
[ক] নিরক্ষরেখা
[খ] মেরুরেখা
✅ মূল মধ্যরেখা
[ঘ] কর্কটক্রান্তি রেখা

৪. উক্ত রেখাগুলোর গুরুত্বপূর্ণ কারণ, এদের সাহায্যে-
i. কোনো স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায়
ii. কোনো স্থানের সঠিক অবস্থান জানা যায়
iii. সমুদ্রগামী জাহাজের অবস্থান নির্ণয় করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোন গ্রহের ৬৭টি উপগ্রহ আছে? [সকল বোর্ড’১৬]
[ক] মঙ্গল
[খ] বৃহস্পতি
[গ] শনি
[ঘ] ইউরেনাস

২. মূল মধ্যরেখা থেকে ৫º পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে? [সকল বোর্ড’১৬]
[ক] ১৬ মিনিট
[খ] ২০ মিনিট
[গ] ২৪ মিটার
[ঘ] ২৮ মিনিট

৫. হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল? [সকল বোর্ড ’১৫]
[ক] ১৭৫৯
[খ] ১৮৩৫
[গ] ১৯১০
✅ ১৯৮৬

৬. দিন ও রাতের আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের? [সকল বোর্ড ’১৫]
[ক] শনি
✅ শুক্র
[গ] পৃথিবী
[ঘ] মঙ্গল

৭. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রী? [সকল বোর্ড ’১৫]
✅ ৩৬০º
[খ] ৯০º
[গ] ৫º
[ঘ] ০º

৮. ভূ-পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে প্রথম বিন্দুর কী বলে? [স. বা. ’১৫]
[ক] বিপরীত স্থান
✅ প্রতিপাদ স্থান
[গ] কৌণিক স্থান
[ঘ] সমাক্ষ স্থান

৯. পৃথিবীর গতি কত প্রকার? [সকল বোর্ড ’১৫]
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

💝 ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০০

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০. পৃথিবীর চারদিকে কী ঘিরে রয়েছে? (জ্ঞান)
[ক] বিস্তৃত বায়ুমণ্ডল
✅ অসীম মহাকাশ
[গ] সুনীল আকাশ
[ঘ] অবারিত সমুদ্র

১১. সৌরজগতের কেন্দ্রে রয়েছে? (জ্ঞান)
[ক] চন্দ্র
[খ] পৃথিবী
✅ সূর্য
[ঘ] উল্কা

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২. মহাকাশে রয়েছে- (অনুধাবন)
i. বহু নক্ষত্র
ii. উল্কা
iii. নীহারিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. মহাবিশ্ব গঠিত হয়েছে- (অনুধাবন)
i. ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা নিয়ে
ii. দূর-দূরান্তের সকল জ্যোতিষ্ক নিয়ে
iii. দেখা না দেখা সবকিছু নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💝 মহাকাশ ও মহাবিশ্ব 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৮
🍭 আদি-অন্তহীন এ আকাশকে বলা হয়- মহাকাশ
🍭 চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক রয়েছে- মহাকাশে।
🍭 দূর-দূরান্তের সকল জ্যোতিষ্ক নিয়ে গঠিত -মহাবিশ্ব।
🍭 নক্ষত্রগুলো তৈরি-হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে।
🍭 আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলে-১ আলোকবর্ষ।
🍭 দেখতে ভাল্লুক কিংবা শিকারির মতো- নক্ষত্রমণ্ডলী।
🍭 মহাকাশে গ্যালাক্সি আছে- একশত বিলিয়ন।
🍭 মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ হলো- নীহারিকা।
🍭 লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি ছায়াপথ।
🍭 সূর্যের চারিদিকে অনেক দূর দিয়ে অতিক্রম করে- ধূমকেতু।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪. অসীম মহাকাশের দিকে তাকালে দিনে সূর্য এবং রাতে চাঁদসহ যে অসংখ্য আলোক বিন্দু চোখে পড়ে এগুলোর নাম কী? (অনুধাবন)
[ক] নক্ষত্র
✅ জ্যোতিষ্ক
[গ] নীহারিকা
[ঘ] গ্যালাক্সি

১৫. মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে? (অনুধাবন)
[ক] নক্ষত্রমণ্ডলী
[খ] নীহারিকা
✅ জ্যোতিষ্কমণ্ডলী
[ঘ] ছায়াপথ

১৬. চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা ইত্যাদি জ্যোতিষ্ক নিয়ে কী গঠিত হয়েছে? (জ্ঞান)
[ক] অসীম আকাশ
[খ] মহাকাশ
✅ মহাবিশ্ব
[ঘ] উপগ্রহ

১৭. যাদের নিজস্ব আলো আছে তাদের কী বলা হয়? (জ্ঞান)
[ক] ধূমকেতু
[খ] গ্রহ
[গ] নীহারিকা
✅ নক্ষত্র

১৮. কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয়? (অনুধাবন)
[ক] অত্যন্ত ক্ষুদ্র
[খ] যারা আলো দেয় না
✅ যারা আলো দেয়
[ঘ] অত্যন্ত বৃহৎ

১৯. মহাকাশের নক্ষত্রগুলো কী অবস্থায় আছে? (অনুধাবন)
[ক] জ্বলন্ত অগ্নিপিণ্ড
✅ জ্বলন্ত গ্যাসপিণ্ড
[গ] শীতল গ্যাসপিণ্ড
[ঘ] বাষ্পীয় উল্কাপিণ্ড

২০. নক্ষত্র কী দ্বারা তৈরি? (জ্ঞান)
✅ হাইড্রোজেন ও হিলিয়াম
[খ] হিলিয়াম ও নাইট্রোজেন
[গ] হাইড্রোজেন ও নাইট্রোজেন
[ঘ] মিথেন ও অ্যামোনিয়া

২১. নক্ষত্রগুলো কত তাপমাত্রায় জ্বলছে? (জ্ঞান)
[ক] প্রায় ২০০০º সেলসিয়াস
[খ] প্রায় ৪০০০º সেলসিয়াস
✅ প্রায় ৬০০০º সেলসিয়াস
[ঘ] প্রায় ৮০০০º সেলসিয়াস

২২. সোমা ‘বিজ্ঞান বার্তায়’ পড়েছে, মহাবিশ্বে এমন কিছু জ্যোতিষ্ক আছে যাদের নিজস্ব আলো ও তাপ রয়েছে। সোমা কোন জ্যোতিষ্কের পরিচয় জেনেছে? (উচ্চতর দক্ষতা)
✅ নক্ষত্র
[খ] ধূমকেতু
[গ] গ্রহ
[ঘ] উপগ্রহ

২৩. পৃথিবী ও নক্ষত্রের মধ্যকার দূরত্ব কোন এককে মাপা হয়? (জ্ঞান)
[ক] মাইল
[খ] কিলোমিটার
[গ] অধিবর্ষ
✅ আলোকবর্ষ

২৪. আলো এক সেকেন্ডে কত পথ অতিক্রম করে? (জ্ঞান)
[ক] এক লক্ষ কিলোমিটার
[খ] দুই লক্ষ কিলোমিটার
✅ তিন লক্ষ কিলোমিটার
[ঘ] চার লক্ষ কিলোমিটার

২৫. পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? (জ্ঞান)
✅ সূর্য
[খ] প্রক্সিমা সেন্টারাই
[গ] বুধ
[ঘ] চাঁদ

২৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৮ মিনিট ১৮ সেকেন্ড
✅ ৮ মিনিট ১৯ সেকেন্ড
[গ] ৮ মিনিট ২৯ সেকেন্ড
[ঘ] ৮ মিনিট ৫০ সেকেন্ড

২৭. পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত? (জ্ঞান)
[ক] প্রায় ৫ কোটি কিলোমিটার
[খ] প্রায় ১০ কোটি কিলোমিটার
✅ প্রায় ১৫ কোটি কিলোমিটার
[ঘ] প্রায় ২০ কোটি কিলোমিটার

২৮. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী? (জ্ঞান)
[ক] লঘুসপ্তর্ষি
[খ] কুক্কুরমণ্ডল
[গ] কালপুরুষ
✅ প্রক্সিমা সেন্টারাই

২৯. মেঘযুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র মিলে জোট বেঁধেছে। এদের কী বলে? (প্রয়োগ)
[ক] ছায়াপথ
[খ] উল্কা
[গ] ধূমকেতু
✅ নক্ষত্রমণ্ডলী

৩০. কালপুরুষ কী? (অনুধাবন)
✅ নক্ষত্রমণ্ডলী
[খ] নক্ষত্র
[গ] উপগ্রহ
[ঘ] ধূমকেতু

৩১. মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে জ্যোতিষ্কমণ্ডলীর যে দল সৃষ্টি হয়েছে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ধূমকেতু
✅ গ্যালাক্সি
[গ] মহাকাশ
[ঘ] উল্কাপিণ্ড

৩২. মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত? (জ্ঞান)
[ক] পঞ্চাশ মিলিয়ন
[খ] একশত পঞ্চাশ মিলিয়ন
[গ] দুইশত মিলিয়ন
✅ একশত বিলিয়ন

৩৩. গ্যালাক্সির আকার কেমন? (অনুধাবন)
[ক] গোলাকার
[খ] ত্রিকোণাকার
✅ উপবৃত্তাকার
[ঘ] চতুর্ভুজাকার

৩৪. ছায়াপথ বা আকাশগঙ্গা কাকে বলে? (জ্ঞান)
✅ গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে
[খ] উল্কার ক্ষুদ্র অংশকে
[গ] নীহারিকার ক্ষুদ্র অংশকে
[ঘ] ধূমকেতুর ক্ষুদ্র অংশকে

৩৫. নীহারিকা কী? (অনুধাবন)
✅ মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকারাজির আস্তরণ
[খ] মহাকাশে দীর্ঘাকৃতির তারকার আস্তরণ
[গ] মহাকাশে অসংখ্য উজ্জ্বল তারকার আস্তরণ
[ঘ] মহাকাশে হাতে গোনা কিছু তারকার আস্তরণ

৩৬. নীহারিকাসমূহ কী ধরনের পদার্থ দ্বারা পূর্ণ? (জ্ঞান)
✅ গ্যাসীয়
[খ] কঠিন
[গ] তরল
[ঘ] পাথুরে

৩৭. ‘ছায়াপথ’ এর ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)
[ক] Galaxy
[খ] Nebula
[গ] Orion
✅ Milky way

৩৮. ছায়াপথের অপর নাম কী? (জ্ঞান)
[ক] কালপুরুষ
[খ] ক্যাসিওপিয়া
✅ আকাশ গঙ্গা
[ঘ] পালসার

৩৯. শীতকালে রাতের পরিষ্কার আকাশে উত্তর-দক্ষিণে তেজোদীপ্ত স্বচ্ছ যে দীর্ঘ আলোর রেখা দেখা যায় এটি কী? (প্রয়োগ)
[ক] লঘু সপ্তর্ষি
[খ] ধূমকেতু
[গ] নীহারিকা
✅ ছায়াপথ

৪০. ছায়াপথ কী? (অনুধাবন)
[ক] উজ্জ্বল নক্ষত্র
[খ] তেজোদীপ্ত আগুনের গোলা
✅ তেজোদীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর রেখা
[ঘ] গ্রহাণুপুঞ্জ

৪১. রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র এই মাত্র খসে পড়ল। এ ঘটনাকে কী বলে? (প্রয়োগ)
[ক] উল্কা পতন
[খ] আকাশ গঙ্গা
✅ নক্ষত্র পতন
[ঘ] গ্যালাক্সি পতন

৪২. উল্কা প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে কেন? (উচ্চতর দক্ষতা)
✅ পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণে
[খ] গ্রহের মহাকর্ষ বলের প্রভাবে
[গ] মহাকাশে খালি জায়গা থাকায়
[ঘ] জ্বলন্ত গ্যাসপিণ্ড দিয়ে তৈরি বলে

৪৩. উল্কা কখন জ্বলে ওঠে? (অনুধাবন)
[ক] পৃথিবীর অভিকর্ষ বলের সংস্পর্শে এলে
✅ পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে
[গ] পৃথিবীর মহাকর্ষ বলের সংস্পর্শে এলে
[ঘ] পৃথিবীর মেঘপুঞ্জের সংস্পর্শে এলে

৪৪. উল্কাকে ছুটন্ত তারা মনে হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] এরা মূলত উজ্জ্বল তারার খণ্ডিতাংশ
✅ বায়ুর সংস্পর্শে আসলে এরা জ্বলে ওঠে
[গ] তারার আলোতে আলোকিত হয়ে এরা বেগবান হয়
[ঘ] এরা তারার চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করে

৪৫. মহাকাশে এক ধরনের জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] নীহারিকা
[খ] ছায়াপথ
[গ] উল্কা
✅ ধূমকেতু

৪৬. মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি? (অনুধাবন)
✅ ধূমকেতু
[খ] উল্কা
[গ] নীহারিকা
[ঘ] ছায়াপথ

৪৭. যে জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ছায়াপথ
[খ] উল্কা
[গ] কালপুরুষ
✅ ধূমকেতু

৪৮. ধূমকেতু অনেক বছর পরপর মহাকাশে আবির্ভূত হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] এদের অভ্যন্তরে দীর্ঘ দিন বিরতিতে দিন-রাত সংঘটিত হয় বলে
✅ এরা অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে বলে
[গ] এরা সর্পিলাকার ও উপবৃত্তাকার পথে কক্ষপথ প্রদক্ষিণ করে বলে
[ঘ] এরা সূর্য ও পৃথিবীর মাঝে পরিক্রমণ করে বলে

৪৯. কোন জ্যোতির্বিজ্ঞানী হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] আলফ্রেড হ্যালি
✅ এডমন্ড হ্যালি
[গ] উইলিয়াম হ্যালি
[ঘ] জর্জ হ্যালি

৫০. হ্যালির ধূমকেতু কবে থেকে দেখা যায়? (অনুধাবন)
[ক] ৫৫৮ খ্রিষ্টপূর্ব অব্দ থেকে
✅ ২৪০ খ্রিষ্টপূর্ব অব্দ থেকে
[গ] ২৪৮ খ্রিষ্টাব্দ থেকে
[ঘ] ১০২১ খ্রিষ্টাব্দ থেকে

৫১. হ্যালির ধূমকেতু আবার কবে দেখা যাবে? (প্রয়োগ)
[ক] ১৯৬১সালে
[খ] ১৯৬৩ সালে
✅ ২০৬২ সালে
[ঘ] ১৯৬৪ সালে

৫২. মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে। এদের কী বলা হয়? (প্রয়োগ)
✅ গ্রহ
[খ] উপগ্রহ
[গ] ধূমকেতু
[ঘ] নীহারিকা

৫৩. গ্রহ ও উপগ্রহ সূর্যকে নিজ নিজ কক্ষপথে পরিক্রমণ করে কোন শক্তির বলে? (জ্ঞান)
[ক] অভিকর্ষ শক্তি
✅ মহাকর্ষ শক্তি
[গ] পারমাণবিক শক্তি
[ঘ] আণবিক শক্তি

৫৪. সৌরজগতের মোট গ্রহ কয়টি? (জ্ঞান)
[ক] ৬টি
[খ] ৭টি
✅ ৮টি
[ঘ] ৯টি

৫৫. চাঁদ কী? (জ্ঞান)
[ক] গ্রহ
[খ] গ্যালাক্সি
✅ উপগ্রহ
[ঘ] ধূমকেতু

৫৬. চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরার পেছনে সহায়ক শক্তি হিসেবে কোনটি কাজ করে? (অনুধাবন)
[ক] অভিকর্ষ বল
✅ মহাকর্ষ বল
[গ] আন্ত:আণবিক বল
[ঘ] পারমাণবিক শক্তি

৫৭. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? (জ্ঞান)
✅ বৃহস্পতি
[খ] মঙ্গল
[গ] ইউরেনাস
[ঘ] শনি

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৮. নক্ষত্রমণ্ডলীর উদাহরণ- (অনুধাবন)
i. সপ্তর্ষিমণ্ডল ও ক্যাসিওপিয়া
ii. পালসার ও কৃষ্ণবামন
iii. লঘুসপ্তর্ষি ও বৃহৎ কুক্কুরমণ্ডল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. মহাকাশের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. শুরু ও শেষ নেই
ii. অসংখ্য জ্যোতিষ্কের সমাহার
iii. আকার ও আকৃতি আছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. গ্যালাক্সির বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন আকার ও আকৃতি আছে
ii. পরস্পর ব্যাপক ব্যবধানে অবস্থিত
iii. কোনো একটি ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. সৌরজগতের গ্রহগুলো- (অনুধাবন)
i. সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে
ii. সূর্যের তাপে উত্তপ্ত হয়
iii. মিটমিট করে জ্বলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ প্রশ্নের উত্তর দাও :
শিহাব রাতে বাড়ির ছাদে বসে মেঘমুক্ত আকাশে তারা দেখছিল। হঠাৎ সে দেখতে পেল একটি তারা তার দিকে ছুটে এসে জ্বলে উঠল।

৬২. শিহাবের দিকে ছুটে আসা তারাটিকে কী বলে? (প্রয়োগ)
[ক] ধূমকেতু
✅ উল্কা
[গ] নক্ষত্র
[ঘ] পালসার

৬৩. শিহাবের দেখা তারাটি জ্বলে ওঠার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ
ii. বায়ুর সংস্পর্শ
iii. ক্ষিপ্র গতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💝 সৌরজগৎ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১১
🍭 সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, অসংখ্য ধূমকেতু ও উল্কা নিয়ে গঠিত- সৌরজগত।
🍭 সূর্যকে কেন্দ্র করে ঘুরছে- আটটি গ্রহ।
🍭 সূর্যের নিকটতম গ্রহ- বুধ।
🍭 সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ- শুক্র।
🍭 পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
🍭 মঙ্গলের উপরিভাগে রয়েছে- আগ্নেয়গিরি ও গিরিখাত।
🍭 বৃহস্পতির বায়ুমণ্ডলে রয়েছে- হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস।
🍭 তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাসের উপগ্রহ রয়েছে- ২৭টি।
🍭 নেপচুন গ্রহ আয়তনে- ৭২টি পৃথিবীর সমান।
🍭 দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না- ইউরেনাস ও নেপচুন গ্রহ।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৪. কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না? (জ্ঞান)
[ক] বুধ
✅ শুক্র
[গ] শনি
[ঘ] বৃহস্পতি

৬৫. কোন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা ৯৯ ভাগ? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শুক্র
[গ] পৃথিবী
✅ মঙ্গল

৬৬. সূর্যকে সৌরজগতের প্রাণ বলা হয় কেন? (অনুধাবন)
[ক] সকল গ্রহ, উপগ্রহের চারদিকে আবর্তন করছে
✅ সকল গ্রহ, উপগ্রহ সূর্য নিয়ন্ত্রণ করে
[গ] সকল গ্রহ, উপগ্রহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে
[ঘ] সকল উপগ্রহ গ্রহের চারদিকে পরিক্রমণ করছে

৬৭. নিচের কোন গ্রহটি বরফে ঢাকা এবং একে ঘিরে রয়েছে অজস্র বলয়? (অনুধাবন)
[ক] বৃহস্পতি
[খ] মঙ্গল
✅ শনি
[ঘ] ইউরেনাস

৬৮. সূর্য কী? (অনুধাবন)
✅ নক্ষত্র
[খ] গ্রহ
[গ] নীহারিকা
[ঘ] উল্কা

৬৯. সূর্যের ব্যাস কত? (জ্ঞান)
[ক] ১১ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
✅ ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার
[গ] ২৩ লক্ষ ৫৫ হাজার কিলোমিটার
[ঘ] ৮৪ লক্ষ ১৩ হাজার কিলোমিটার

৭০. সূর্যের ভর কত? (জ্ঞান)
[ক] ০.৯৯ ✕১০¹³ কিলোগ্রাম
✅ ১.৯৯ ✕১০¹³ কিলোগ্রাম
[গ] ২.৯৯ ✕১০¹³ কিলোগ্রাম
[ঘ] ৩.৯৯ ✕১০¹³ কিলোগ্রাম

৭১. সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ও উল্কা নিয়ে কী গঠিত? (অনুধাবন)
[ক] বিশ্বজগৎ
[খ] জ্যোতিষ্কমণ্ডলী
✅ সৌরজগৎ
[ঘ] নক্ষত্রমণ্ডলী

৭২. সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরছে? (জ্ঞান)
[ক] ৪টি
[খ] ৬টি
✅ ৮টি
[ঘ] ১০টি

৭৩. গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর উৎস কী? (জ্ঞান)
[ক] নীহারিকা
[খ] ছায়াপথ
[গ] নক্ষত্র
✅ সূর্য

৭৪. সূর্যের নিকটতম গ্রহ কোনটি? (জ্ঞান)
[ক] বৃহস্পতি
✅ বুধ
[গ] পৃথিবী
[ঘ] মঙ্গল

৭৫. সূর্য থেকে বুধের দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ৩.৪ কোটি কিলোমিটার
[খ] ৪.৮ কোটি কিলোমিটার
✅ ৫.৮ কোটি কিলোমিটার
[ঘ] ৬.৪ কোটি কিলোমিটার

৭৬. সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কী? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শনি
✅ ইউরেনাস
[ঘ] নেপচুন

৭৭. পৃথিবীতে পানি আছে বলে প্রাণের অস্তিত্ব আছে-এ থেকে আমরা কী ধারণা পাই? (উচ্চতর দক্ষতা)
✅ জীবের বিকাশের জন্য পানি অত্যাবশ্যকীয় উপাদান
[খ] পৃথিবী পানি থেকে তৈরি হয়েছে
[গ] পানি গ্রহের অত্যাবশ্যকীয় উপাদান
[ঘ] মঙ্গল গ্রহে পানির উপস্থিতি জীবনের বিকাশ ঘটাবে

৭৮. সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৪৪ দিন
[খ] ৬৮ দিন
[গ] ৭৪ দিন
✅ ৮৮দিন

৭৯. বুধ গ্রহে কত দিনে বছর হয় ? (জ্ঞান)
[ক] ৫৬ দিনে
✅ ৮৮ দিনে
[গ] ৩৬৫ দিনে
[ঘ] ৬৮৭ দিনে

৮০. কত সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার-১০ বুধের ছবি পাঠায়? (জ্ঞান)
[ক] ১৯৬৯
✅ ১৯৭৪
[গ] ১৯৮০
[ঘ] ১৯৮৯

৮১. কোন গ্রহের দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শুক্র
✅ মঙ্গল
[ঘ] বৃহস্পতি

৮২. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? (জ্ঞান)
[ক] মঙ্গল
✅ বুধ
[গ] শনি
[ঘ] নেপচুন

৮৩. শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কী দ্বারা তৈরি? (জ্ঞান)
✅ কার্বন ডাইঅক্সাইড
[খ] নাইট্রোজেন
[গ] আরগন
[ঘ] হিলিয়াম

৮৪. সৌরজগতের গ্রহদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি? (প্রয়োগ)
✅ বুধ
[খ] শুক্র
[গ] পৃথিবী
[ঘ] মঙ্গল

৮৫. সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ৫.৪ কোটি কিলোমিটার
✅ ১০.৮ কোটি কিলোমিটার
[গ] ১২.৭ কোটি কিলোমিটার
[ঘ] ১৫.৫ কোটি কিলোমিটার

৮৬. শুক্রের ব্যাস কত? (জ্ঞান)
[ক] ৪,৮৫০ কিলোমিটার
[গ] ৬,৭৮৭ কিলোমিটার
✅ ১২,১০৪ কিলোমিটার
[ঘ] ১৪,৯০০ কিলোমিটার

৮৭. সূর্যকে প্রদক্ষিণ করতে শুক্রের কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৮৮ দিন
✅ ২২৫ দিন
[গ] ৩৬৫ দিন
[ঘ] ৬৮৭ দিন

৮৮. শুক্রে কত দিনে এক বছর হয়? (জ্ঞান)
[ক] ৮৮ দিনে
✅ ২২৫ দিনে
[গ] ৩৬৫ দিনে
[ঘ] ৬৮৭ দিনে

৮৯. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কোনটি? (জ্ঞান)
✅ শুক্র
[খ] বুধ
[গ] মঙ্গল
[ঘ] বৃহস্পতি

৯০. শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? (প্রয়োগ)
[ক] উত্তর থেকে দক্ষিণে
✅ পূর্ব থেকে পশ্চিমে
[গ] দক্ষিণ থেকে উত্তরে
[ঘ] পশ্চিম থেকে পূর্বে

৯১. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ১৩ কোটি কিলোমিটার
[খ] ১৪ কোটি কিলোমিটার
✅ ১৫ কোটি কিলোমিটার
[ঘ] ১৬ কোটি কিলোমিটার

৯২. পৃথিবীর ব্যাস কত? (জ্ঞান)
✅১২,৬৬৭ কিলোমিটার
[খ] ১৩, ৫২৮ কিলোমিটার
[গ] ১৪,৮৭৬ কিলোমিটার
[ঘ] ১৫,৭৪৩ কিলোমিটার

৯৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? (জ্ঞান)
[ক] টাইটান
✅ চাঁদ
[গ] ইউরোপা
[ঘ] ডিমোস

৯৪. সূর্য থেকে পৃথিবী ও মঙ্গল গ্রহের গড় দূরত্ব যথাক্রমে ১৫ কোটি এবং ২২.৮ কোটি কিলোমিটার। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে ৮ মিনিট সময় লাগলে মঙ্গল গ্রহে কত সময় লাগবে? (প্রয়োগ)
[ক] ১০ মিনিট ৩৮ সেকেন্ড
[খ] ১১ মিনিট ১২ সেকেন্ড
✅ ১২ মিনিট ৩৮ সেকেন্ড
[ঘ] ১৩ মিনিট ১২ সেকেন্ড

৯৫. কোন গ্রহের দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শুক্র
✅ মঙ্গল
[ঘ] বৃহস্পতি

৯৬. সৌরজগতের কেন্দ্র কোনটি? (জ্ঞান)
[ক] বৃহস্পতি
[খ] পৃথিবী
✅ সূর্য
[ঘ] চাঁদ

৯৭. নিচের কোনটি শুক্র গ্রহে এসিড বৃষ্টি হবার কারণ? (উচ্চতর দক্ষতা)
✅ কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘ
[খ] বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ
[গ] অধিক মিথেন ও অ্যামোনিয়া গ্যাস
[ঘ] নাইট্রোজেন গ্যাসের আধিক্য

৯৮. বুধ গ্রহে সিসা ও দস্তার মতো ধাতু গলে বাষ্প হয়ে যায়, এর দ্বারা কী প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] বুধে পানি বেশি হওয়ায় জলীয় বাষ্প বেশি
[খ] সীসা ও দস্তার গলনাঙ্ক বুধের তাপমাত্রার চেয়ে বেশি
[গ] সীসা ও দস্তার স্ফুটনাঙ্ক বুধের চেয়ে কম
✅ বুধ সূর্যের নিকটতম হওয়ায় এর তাপ অত্যধিক

৯৯. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়? (অনুধাবন)
✅ মহাকর্ষ বলের প্রভাবে
[খ] অভিকর্ষ বলের প্রভাবে
[গ] ঘূর্ণন শক্তির প্রভাবে
[ঘ] আণবিক শক্তির প্রভাবে

১০০. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? (জ্ঞান)
[ক] বুধ
[খ] পৃথিবী
✅ বৃহস্পতি
[ঘ] নেপচুন

১০১. বৃহস্পতিকে কী নামে অভিহিত করা হয়? (জ্ঞান)
ক নক্ষত্ররাজ
✅ গ্রহরাজ
[গ] তারকারাজ
[ঘ] বিশ্বরাজ

১০২. বৃহস্পতির ব্যাস কত? (জ্ঞান)
[ক] ৪,৮৫০ কিলোমিটার
[খ] ১২,৬৬৭ কিলোমিটার
[গ] ১,২০,০০০ কিলোমিটার
✅ ১,৪২,৮০০ কিলোমিটার

১০৩. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ১৩ কোটি কিলোমিটার
[খ] ১৪ কোটি কিলোমিটার
✅ ১৫ কোটি কিলোমিটার
[ঘ] ১৬ কোটি কিলোমিটার

১০৪. সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ৫.৮ কোটি কিলোমিটার
[খ] ১০.৮ কোটি কিলোমিটার
[গ] ১৫ কোটি কিলোমিটার
✅ ৭৭.৮ কোটি কিলোমিটার

১০৫. কোনটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শুক্র
✅ পৃথিবী
[ঘ] মঙ্গল

১০৬. বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল কী গ্যাস দিয়ে তৈরি? (জ্ঞান)
[ক] অক্সিজেন ও নাইট্রোজেন
✅ হাইড্রোজেন ও হিলিয়াম
[গ] মিথেন ও অ্যামোনিয়া
[ঘ] কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প

১০৭. বৃহস্পতির অভ্যন্তরের তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ১০, ০০০º সেলসিয়াস
[খ] ২০,০০০º সেলসিয়াস
✅ ৩০,০০০º সেলসিয়াস
[ঘ] ৪০,০০০º সেলসিয়াস

১০৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৩৬৫ দিন
[খ] ৬৮৭ দিন
✅ ৪,৩৩১ দিন
[ঘ] ৮৪ বছর

১০৯. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? (জ্ঞান)
[ক] বুধ
[খ] পৃথিবী
✅ শনি
[ঘ] ইউরেনাস

১১০. শনির ব্যাস কত? (জ্ঞান)
[ক] ১,০০,০০০ কিলোমিটার
✅ ১,২০,০০০ কিলোমিটার
[গ] ১,৪৫,০০০ কিলোমিটার
[ঘ] ২,০০,০০০ কিলোমিটার

১১১. শনির ভূত্বক কেমন? (অনুধাবন)
✅ বরফে ঢাকা
[খ] জলে ঢাকা
[গ] মেঘে ঢাকা
[ঘ] তুষারে ঢাকা

১১২. কোনটি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত গ্রহ? (অনুধাবন)
✅ শনি
[খ] ইউরেনাস
[গ] বৃহস্পতি
[ঘ] নেপচুন

১১৩. নিচের কোন গ্রহটি বরফে ঢাকা এবং একে ঘিরে রয়েছে অজস্র বলয়? (অনুধাবন)
[ক] বৃহস্পতি
[খ] মঙ্গল
✅ শনি
[ঘ] ইউরেনাস

১১৪. শনি গ্রহ সুন্দর দেখায় কেন? (অনুধাবন
✅ উজ্জ্বল বলয়ের জন্য
[খ] অধিক বলয়ের জন্য
[গ] গতিশীল বলয়ের জন্য
[ঘ] অনুজ্জ্বল বলয়ের জন্য

১১৫. সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কী? (জ্ঞান)
[ক] বুধ
[খ] শনি
✅ ইউরেনাস
[ঘ] নেপচুন

১১৬. সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে? (জ্ঞান)
[ক] ৩৬৫ দিন
[খ] ৬৮৭ দিন
✅ ৮৪ বছর
[ঘ] ১০০ বছর

১১৭. ইউরেনাসের গড় ব্যাস কত? (জ্ঞান)
[ক] ৩৯,০০০ কিলোমিটার
✅ ৪৯,০০০ কিলোমিটার
[গ] ৬৯,০০০ কিলোমিটার
[ঘ] ৮৪,০০০কিলোমিটার

১১৮. ইউরেনাস গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত, এ থেকে কী বলা যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] গ্রহটি শূন্যে ভাসে
✅ গ্রহটির ওজন কম
[গ] এটির আবর্তনকাল বেশি
[ঘ] এর উপগ্রহের সংখ্যা কম

১১৯. কোন গ্রহের আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক? (জ্ঞান)
[ক] নেপচুন
✅ ইউরেনাস
[গ] শনি
[ঘ] বৃহস্পতি

১২০. নেপচুন আয়তনে কতটি পৃথিবীর সমান? (জ্ঞান)
✅ প্রায় ৭২টি
[খ] প্রায় ৭৫টি
[গ] প্রায় ৭৮টি
[ঘ] প্রায় ৮০টি

১২১. নেপচুনের ভর কতটি পৃথিবীর ভরের সমান? (জ্ঞান)
[ক] ১৩টি
[খ] ১৫টি
✅ ১৭টি
[ঘ] ১৯টি

১২২. নেপচুনের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি? (জ্ঞান)
✅ মিথেন ও অ্যামোনিয়া
[খ] হিলিয়াম ও অ্যামোনিয়া
[গ] অক্সিজেন ও নাইট্রোজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া

১২৩. নেপচুনের কয়টি উপগ্রহ আছে? (জ্ঞান)
✅ ১৪টি
[খ] ২২টি
[গ] ২৭টি
[ঘ] ৬৭টি

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৪. বুধ গ্রহের উপরিভাগে দেখা যায়- (অনুধাবন)
i. অসংখ্য গর্ত ও পাহাড়
ii. পাহাড় ও সমতলভূমি
iii. লালচে আকাশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৫. একমাত্র পৃথিবীই উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী কেননা - (অনুধাবন)
i. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে
ii. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন বেশি
iii. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় তাপমাত্রা রয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৬. আমাদের বাসভূমি পৃথিবীতে আছে- (প্রয়োগ)
i. উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী বায়ুমণ্ডল
ii. জীবনধারণের উপযোগী তাপমাত্রা
iii. অসংখ্য বলয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

১২৭. মঙ্গল গ্রহে আছে- (প্রয়োগ)
i. অক্সিজেন ও পানি
ii. কার্বন ডাইঅক্সাইড
iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৮. সৌরজগতে বলয় দ্বারা বেষ্টিত গ্রহ- (অনুধাবন)
i. শনি
ii. ইউরেনাস
iii. নেপচুন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩১ ও ১৩২নং প্রশ্নের উত্তর দাও :
অসীম একদিন ভোরের আকাশে অবাক হয়ে লক্ষ্য করল একটি তারা দেখা যাচ্ছে। তার দাদু তাকে বললেন এটি তারা নয়, সৌরজগতের একটি গ্রহ। অত:পর দাদু অসীমকে সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত বললেন।

১২৯. অসীমের দেখা তারা কোনটি? (প্রয়োগ)
[ক] শনি
[খ] বুধ
✅ শুক্র
[ঘ] বৃহস্পতি

১৩০. দাদুর কথায় অসীম জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. সূর্যকে ভিত্তি করে সকল গ্রহের কাজকর্ম চলে
ii. সূর্যের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিকটতম গ্রহ যথাক্রমে বুধ, শুক্র ও পৃথিবী
iii. শনির ২২টি ও ইউরেনাসের ২৭টি উপগ্রহ আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের সারণি থেকে ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রহের নামউপগ্রহের সংখ্যাবায়ুমণ্ডলের উপাদান
পৃথিবী০১অক্সিজেন, নাইট্রোজেন
মঙ্গল০২কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন
শনি২২হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া
ইউরেনাস২৭মিথেন

১৩১. উপরের তথ্য অনুসারে জীবজগতের বসবাসের উপযোগী গ্রহ কোনটি? (প্রয়োগ)
✅ পৃথিবী
[খ] মঙ্গল
[গ] শনি
[ঘ] ইউরেনাস

১৩২. সারণি থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে- (উচ্চতর দক্ষতা)
i. মঙ্গলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অক্সিজেনের থেকে এত বেশি যে প্রাণীর অস্তিত্ব অসম্ভব
ii. উপাদানগুলোর উপস্থিতির কারণে শনির ভূত্বক বরফে ঢাকা
iii. ইউরেনাসে মিথেন গ্যাসের কারণে জীবাশ্ম খনিজ প্রাপ্তির সম্ভাবনা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
সৌমিক একদিন ভোরের আকাশে একটি তারা দেখতে পেল। তারাটি তার মনে কৌতূহল জাগালো।

১৩৩. সৌমিক ভোরের আকাশে কোন জ্যোতিষ্কটি দেখেছিল? (অনুধাবন)
[ক] উল্কা
[খ] গ্যানিমেড উপগ্রহ
[গ] ধূমকেতু
✅ শুক্র গ্রহ

১৩৪. সৌমিকের দেখা জ্যোতিষ্কটির বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. এসিড বৃষ্টির পতন
ii. উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না
iii. উপগ্রহ নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের সারণিটি দেখে ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রহসমূহসূর্যকে প্রদক্ষিণকালনিকটতম গ্রহ দুটির প্রদক্ষিণ কালের পার্থক্যগ্রহের ব্যাস (কিলোমিটার)
শুক্র ২২৫ দিন ১১৭ দিন ১২,১০৪
পৃথিবী ৩৬৫ দিন ১৪০ দিন ১২,৬৬৭
মঙ্গল ৬৮৭ দিন ৩২২ দিন ৬,৭৮৭
বৃহস্পতি৪,৩৩১ দিন ? ১,৪২,৮০০

১৩৫. সারণির কোন গ্রহটি আকৃতিতে ক্ষুদ্র? (প্রয়োগ)
[ক] বুধ
[খ] পৃথিবী
✅ মঙ্গল
[ঘ] শুক্র

১৩৬. সারণির ক্ষুদ্র ও বৃহত্তম গ্রহের জন্য প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. আবর্তনকালের পার্থক্য ৩,৬৪৪ দিন
ii. উপগ্রহ নেই
iii. জীবের অস্তিত্ব নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💝 পৃথিবীর আকার-আকৃতি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩
🍭 ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবী প্রদক্ষিণ করেন ইউরি গ্যাগারিন।
🍭 ইউরি গ্যাগারিনের মতে পৃথিবী-উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত।
🍭 পৃথিবীর প্রকৃত আকৃতি হলো- অভিগত গোলকের ন্যায়।
🍭 সম্পূর্ণ গোলাকার নয় বলে পৃথিবীর ব্যাস- নিরক্ষীয় ‘পূর্ব-পশ্চিম’ ও মেরুদেশীয় ‘উত্তর-দক্ষিণ’ ভিন্ন
🍭 পৃথিবী নিরক্ষীয় ব্যাস হলো- ১২,৭৫৭ কিলোমিটার।
🍭 পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হলো - ১২৭১৪ কিলোমিটার।
🍭 পৃথিবীর গড় ব্যাস হলো -১২,৭৩৪.৫ কিলোমিটার।
🍭 পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো- ৬,৪০০ কিলোমিটার।
🍭 পৃথিবীর সর্ববৃহৎ পরিধি হলো - নিরক্ষীয় পরিধি।
🍭 পৃথিবীর গড় পরিধি- ৪০.০০০ কিলোমিটার

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৭. ইউরি গ্যাগারিন কত সালে স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন? (জ্ঞান)
✅ ১৯৬১ সালের ১২ই এপ্রিল
[খ] ১৯৬৯ সালে ১০ই মে
[গ] ১৯৭২ সালের ১২ই মে
[ঘ] ১৯৭৫ সালের ৬ই জুন

১৩৮. ইউরি গ্যাগারিন ১৯৬১ সালে কিসে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন? (জ্ঞান)
[ক] ভস্টক
[খ] লুনা
✅ স্পুটনিক
[ঘ] মারস

১৩৯. সর্বপ্রথম পৃথিবীর আকৃতি সম্পর্কে কে ধারণা দেন? (জ্ঞান)
[ক] নীলস বোর
[খ] এডউইন অলড্রিন
[গ] ফুকো
✅ ইউরি গ্যাগারিন

১৪০. ‘পৃথিবী গোলাকার’ তবে উত্তর-দক্ষিণে কিরূপ? (অনুধাবন)
✅ কিছুটা চাপা
[খ] কিছুটা ফাঁপা
[গ] কিছুটা বাঁকা
[ঘ] কিছুটা চওড়া

১৪১. পৃথিবী গোলাকার এবং উত্তর-দক্ষিণে কিছুটা চাপা- এটি প্রথম কে প্রমাণ করেন? (জ্ঞান)
✅ ইউরি গ্যাগারিন
[খ] ফন হামবোল্ট
[গ] কার্ল রিটার
[ঘ] ভন রিকথোফেন

১৪২. কোন গ্রহের আকৃতি অভিগত গোলকের মতো? (অনুধাবন)
[ক] চাঁদের
✅ পৃথিবীর
[গ] শনি গ্রহের
[ঘ] মঙ্গল গ্রহের

১৪৩. পৃথিবীর প্রকৃত আকৃতি হলো- (অনুধাবন)
[ক] Round Pyramidical
✅ Oblate spheriod
[গ] Orange shaped
[ঘ] Circle orbit

১৪৪. পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? (জ্ঞান)
[ক] ৮,৭৮০ কিলোমিটার
✅১২,৭১৪ কিলোমিটার
[গ] ১৩,০০০ কিলোমিটার
[ঘ] ৪৮,৪০০ কিলোমিটার

১৪৫. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? (জ্ঞান)
[ক] ১,৩০০ কিলোমিটার
[খ] ৪,৮৫০ কিলোমিটার
[গ] ১২,১০৪ কিলোমিটার
✅ ১২,৭৫৭ কিলোমিটার

১৪৬. পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত? (জ্ঞান)
[ক] ৪৩ মিটার
[খ] ৪৩ আলোকবর্ষ
✅ ৪৩ কিলোমিটার
[ঘ] ৪৩ মাইল

১৪৭. পৃথিবীর গড় ব্যাস কত? (জ্ঞান)
✅১২,৭৩৪.৫ কিলোমিটার
[খ] ১২, ৭৫৭. ৫ কিলোমিটার
[গ] ১২,৭১৪ কিলোমিটার
[ঘ] ১২,৭৫৭.৫ কিলোমিটার

১৪৮. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? (প্রয়োগ)
[ক] ৩,২০০ কিলোমিটার
✅ ৬,৪০০ কিলোমিটার
গ১২,৮০০ কিলোমিটার
[ঘ] ২৫,৬০০ কিলোমিটার

১৪৯. পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? (জ্ঞান)
[ক] ১২,৮০০ কিলোমিটার
✅ ৪০,০৭৭ কিলোমিটার
[গ] ৪৮,৪০০ কিলোমিটার
[ঘ] ১,২০,০০০ কিলোমিটার

১৫০. পৃথিবীর মেরুদেশীয় পরিধি কত? (জ্ঞান)
[ক] ১২,৭১৪ কিলোমিটার
✅ ৪০,০০৯ কিলোমিটার
[গ] ৪৯,০০০ কিলোমিটার
[ঘ] ৬০,০০০ কিলোমিটার

১৫১. পৃথিবীর গড় পরিধি কত? (জ্ঞান)
[ক] ৬,৪০০ কিলোমিটার
[খ] ১২,৮০০ কিলোমিটার
[গ] ২৯,০০০ কিলোমিটার
✅ ৪০,০০০ কিলোমিটার

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫২. পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে বলা যায়- (প্রয়োগ)
i. নিরক্ষীয় ও মেরুদেশীয় ব্যাস ভিন্ন
ii. সম্পূর্ণ গোলাকার নয়
iii. নিরক্ষীয় পরিধি সবচেয়ে কম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৩. পৃথিবীর আকৃতি হলো- (অনুধাবন)
i. অভিগত গোলকের মতো
ii. উত্তর-দক্ষিণে কিছুটা চাপা
iii. পূর্ব-পশ্চিমে সামান্য স্ফীত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৬ ও ১৫৭নং প্রশ্নের উত্তর দাও :
রুনাকে একটি কমলা খেতে দেখে বাবা বললেন, তুমি যে গ্রহে বাস কর তার আকার-আকৃতির সাথে এর অনেকটা মিল খুঁজে পাওয়া যায়।

১৫৪. উক্ত গ্রহের আকৃতি কিরূপ? (অনুধাবন)
[ক] গোলাকার
[খ] বৃত্তাকার
✅ অভিগত গোলকের ন্যায়
[ঘ] ফুটবলের মতো

১৫৫. উক্ত গ্রহটির- (প্রয়োগ)
i. গড় ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার
ii. গড় পরিধি ৪০,০০০ কিলোমিটার
iii. উত্তর-দক্ষিণে সামান্য লম্বাটে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💝 অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪
🍭 পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে- মেরুরেখা বলে।
🍭 কর্কটক্রান্তি ও মকরক্রান্তি হলো- ২৩.৫º উত্তর অক্ষাংশ ও ২৩.৫º দক্ষিণ অক্ষাংশ।
🍭 নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা রয়েছে সেগুলো হলো- অক্ষরেখা।
🍭 নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্ব হলো - অক্ষাংশ।
🍭 অক্ষাংশ নির্ণয় করা যায়- সেক্সট্যান্ট যন্ত্র ও ধ্রুবতারার সাহায্যে।
🍭 নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখা হলো- দ্রাঘিমারেখা।
🍭 ১৮০º দ্রাঘিমারেখা- আন্তর্জাতিক তারিখ রেখা।
🍭 বেরিং প্রণালিতে পানির উপর দিয়ে ১২º বেকে টানা হয়েছে- আন্তর্জাতিক তারিখ রেখা।
🍭 ২৩.৫º উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে- বাংলাদেশের উপর দিয়ে।
🍭 পৃথিবীর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য একটি স্থানকে বলে- প্রতিপাদ স্থান।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৬. দ্রাঘিমারেখার অবস্থান থেকে কী জানা যায় ? (জ্ঞান)
✅ সময়
[খ] তারিখ
[গ] দিন
[ঘ] মাস

১৫৭. ৩০º দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান কত হবে? (প্রয়োগ)
[ক] ১ ঘণ্টা
[খ] ১১০ মিনিট
[গ] ৩ ঘণ্টা
✅ ২ ঘণ্টা

১৫৮. লন্ডনের নিকটে গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর হতে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী? (জ্ঞান)
[ক] অক্ষরেখা
✅ মূল মধ্যরেখা
[গ] দ্রাঘিমারেখা
[ঘ] নিরক্ষরেখা

১৫৯. নিরক্ষরেখার অক্ষাংশ ০º কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবী উপবৃত্তাকার বলে
[খ] পৃথিবী গোলাকার তাই
✅ পৃথিবীর মাঝখানে বলে
[ঘ] পৃথিবী সমান্তরাল বলে

১৬০. নিরক্ষরেখা বা বিষুবরেখার অপর নাম কী? (জ্ঞান)
[ক] মকরক্রান্তি
[খ] কর্কটক্রান্তি
✅ নিরক্ষবৃত্ত
[ঘ] কুমেরুবৃত্ত

১৬১. নিরক্ষরেখাকে নিরক্ষবৃত্ত বলার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] নিরক্ষরেখা পৃথিবীর মাঝখানে অবস্থিত
✅ পৃথিবীর গোলীয় আকৃতির জন্য রেখাটি বৃত্তাকার
[গ] নিরক্ষরেখা কুমেরুবৃত্তে অবস্থিত হওয়ায়
[ঘ] নিরক্ষরেখার অবস্থান সুমেরুবৃত্তে হওয়ায়

১৬২. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে? (জ্ঞান)
[ক] সমাক্ষ রেখা
[খ] বিষুব রেখা
✅ মেরু রেখা
[ঘ] কর্কটক্রান্তি রেখা

১৬৩. পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? (জ্ঞান)
✅ ৩৬০º
[খ] ৯০º
[গ] ৫º
[ঘ] ০º

১৬৪. মধ্যা‎হ্ন সূর্যের অবস্থান দেখে কী নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] প্রমাণ সময়
[খ] রাষ্ট্রীয় সময়
✅ স্থানীয় সময়
[ঘ] আন্তর্জাতিক সময়

১৬৫. আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় কল্পনা করা হয়? (জ্ঞান)
[ক] আটলান্টিক মহাসাগরে
✅ প্রশান্ত মহাসাগরে
[গ] ভারত মহাসাগরে
[ঘ] ভূমধ্যসাগরে

১৬৬. কত ডিগ্রি অক্ষাংশকে কর্কটক্রান্তি বলে? (জ্ঞান)
✅ ২৩.৫º উত্তর অক্ষাংশকে
[খ] ২৩.৫º দক্ষিণ অক্ষাংশকে
[গ] ৬৬.৫º উত্তর অক্ষাংশকে
[ঘ] ৬৬.৫º দক্ষিণ অক্ষাংশকে

১৬৭. কত ডিগ্রি অক্ষাংশকে মকর ক্রান্তি বলে? (জ্ঞান)
[ক] ২৩.৫º উত্তর অক্ষাংশকে
✅ ২৩.৫º দক্ষিণ অক্ষাংশকে
[গ] ৬৬.৫º উত্তর অক্ষাংশকে
[ঘ] ৬৬.৫º দক্ষিণ অক্ষাংশকে

১৬৮. সুমেরুবৃত্ত কোনটি? (অনুধাবন)
[ক] ২৩.৫º উত্তর অক্ষরেখা
✅ ৬৬.৫º উত্তর অক্ষরেখা
[গ] ২৩.৫º দক্ষিণ অক্ষরেখা [ঘ] ৬৬.৫º দক্ষিণ অক্ষরেখা

১৬৯. কুমেরুবৃত্ত কোনটি? (অনুধাবন)
[ক] ২৩.৫º উত্তর অক্ষরেখা
[খ] ৬৬.৫º উত্তর অক্ষরেখা
[গ] ২৩.৫º দক্ষিণ অক্ষরেখা
✅ ৬৬.৫º দক্ষিণ অক্ষরেখা

১৭০. মহাবৃত্ত কাকে বলা হয়? (অনুধাবন)
✅ বিষুবরেখাকে
[খ] অক্ষরেখাকে
[গ] মেরু রেখাকে
[ঘ] আন্তর্জাতিক তারিখ রেখাকে

১৭১. কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? (অনুধাবন)
[ক] ব্যারেমিটার
✅ সেক্সট্যান্ট
[গ] থার্মোমিটার
[ঘ] তাপমান যন্ত্র

১৭২. সূর্য যেদিন যে অক্ষাংশের ওপর লম্বভাবে কিরণ দেয় সেটিই সূর্যের সেদিনের কী হিসেবে আখ্যায়িত? (অনুধাবন)
✅ বিষুবলম্ব
[খ] উন্নতি
[গ] কৌণিক দূরত্ব
[ঘ] মধ্যা‎হ্ন

১৭৩. যেকোনো স্থানের অক্ষাংশ নির্ণয়ে সেক্সট্যান্ট যন্ত্র ছাড়া আর কিসের সাহায্য লাগে? (প্রয়োগ)
[ক] চাঁদের
[খ] ধ্রুবতারার
✅ বিষুবলম্বের
[ঘ] সপ্তর্ষীমণ্ডলের

১৭৪. কোনো একদিনের দক্ষিণ গোলার্ধে সূর্যের উন্নতি ৪০º এবং বিষুব লম্ব ২০º দক্ষিণ হলে সে স্থানের অক্ষাংশ কত হবে? (প্রয়োগ)
[ক] ২৫º উত্তর
[খ] ২৫º দক্ষিণ
[গ] ৩০º উত্তর
✅ ৩০º দক্ষিণ

১৭৫. কোনো একদিনের দক্ষিণ গোলার্ধে মধ্যা‎হ্ন সূর্যের উন্নতি ৫০º এবং বিষুব লম্ব ১৫º দক্ষিণ হলে সে স্থানের অক্ষাংশ কত হবে? (প্রয়োগ)
✅ ২৫º দক্ষিণ
[খ] ৩০º দক্ষিণ
[গ] ৪০º দক্ষিণ
[ঘ] ৫৫º দক্ষিণ

১৭৬. ধ্রুবতারার সাহায্যে কোনটি নির্ণয় করা যায়? (অনুধাবন)
[ক] দ্রাঘিমাংশ
✅ অক্ষাংশ
[গ] আন্তজার্তিক তারিখ রেখা
[ঘ] মূল দ্রাঘিমারেখা

১৭৭. ধ্রুবতারার সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে সে স্থানটি কোথায় অবস্থিত হতে হবে? (প্রয়োগ)
✅ উত্তর গোলার্ধে
[খ] দক্ষিণ গোলার্ধে
[গ] পূর্ব গোলার্ধে
[ঘ] পশ্চিম গোলার্ধে

১৭৮. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কত? (জ্ঞান)
✅ ০º
[খ] ১º
[গ] ৫º
[ঘ] ১৫º

১৭৯. উত্তর মেরুতে ঠিক মাথার উপরে ধ্রুবতারার উন্নতি কত? (জ্ঞান)
[ক] ০º
[খ] ১º
✅ ৯০º
[ঘ] ১৮০º

১৮০. গ্রিনিচ মান মন্দির কোন শহরের উপকণ্ঠে অবস্থিত? (জ্ঞান)
✅ লন্ডন
[খ] প্যারিস
[গ] রোম
[ঘ] মস্কো

১৮১. লন্ডনের নিকটে গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর হতে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী? (জ্ঞান)
[ক] অক্ষরেখা
✅ মূল মধ্যরেখা
[গ] দ্রাঘিমারেখা
[ঘ] নিরক্ষরেখা

১৮২. মূল মধ্যরেখার মান কত? (জ্ঞান)
✅ ০º
[খ] ৯০º
[গ] ১৮০º
[ঘ] ৬৬১º২

১৮৩. মূল মধ্যরেখার বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
✅ এটি অর্ধবৃত্ত আকৃতির
[খ] এটি পূর্ণবৃত্ত আকৃতির
[গ] এটি পূর্ব পশ্চিমে বিস্তৃত
[ঘ] এটি ৯০º বরাবর বিস্তৃত

১৮৪. গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কী বলে? (জ্ঞান)
[ক] অক্ষাংশ
[খ] সমাক্ষরেখা
[গ] স্থানীয় সময়
✅ দ্রাঘিমা

১৮৫. সর্বোচ্চ দ্রাঘিমা কত ডিগ্রি? (অনুধাবন)
[ক] ৪৫º
[খ] ৯০º
✅ ১৮০º
[ঘ] ৩৬০º

১৮৬. মধ্যা‎হ্ন সূর্যের অবস্থান দেখে কী নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] প্রমাণ সময়
[খ] রাষ্ট্রীয় সময়
✅ স্থানীয় সময়
[ঘ] আন্তর্জাতিক সময়

১৮৭. কোন স্থানের সূর্যের সর্বোচ্চ অবস্থান থেকে যে সময় নির্ণয় করা হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] প্রমাণ সময়
[খ] আন্তর্জাতিক সময়
[গ] জাতীয় সময়
✅ স্থানীয় সময়

১৮৮. কোনো স্থানে সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়? (জ্ঞান)
[ক] সকাল ১০টা
✅ দুপুর ১২টা
[গ] দুপুর ১২টা ৩০ মিনিট
[ঘ] দুপুর ১টা

১৮৯. কোন রেখা বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত? (অনুধাবন)
[ক] ০º পূর্ব দ্রাঘিমারেখা
✅ ৯০º পূর্ব দ্রাঘিমারেখা
[গ] ১৮০º মূল মধ্যরেখা
[ঘ] ১৮০º পূর্ব দ্রাঘিমারেখা

১৯০. গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা? (জ্ঞান)
✅ ৬ ঘণ্টা
[খ] ৮ ঘণ্টা
[গ] ১০ ঘণ্টা
[ঘ] ১২ ঘণ্টা

১৯১. কোন স্থানের সময়ের ভিত্তিতে বাংলাদেশের স্থানীয় সময় নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] বার্মিংহাম সময়
✅ গ্রিনিচ সময়
[গ] লন্ডন সময়
[ঘ] কেমব্রিজ সময়

১৯২. ১ ঘণ্টা সময়ের জন্য দ্রাঘিমার ব্যবধান কত ডিগ্রি? (অনুধাবন)
[ক] ৪º
✅ ১৫º
[গ] ৬০º
[ঘ] ১৫০º

১৯৩. বাংলাদেশের সময় দুপুর ১২ টা ৩০ হলে গ্রিনিচ সময় কত হবে? (প্রয়োগ)
[ক] বিকাল ৬টা ২০ মিনিট
[খ] সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
✅ সকাল ৬ টা ৩০ মিনিট
[ঘ] বিকাল ৫টা ৩০ মিনিট

১৯৪. [ক] শহরের দ্রাঘিমা ৬০º পশ্চিম, গ্রিনিচ যখন দুপুর ১টা ৩০ মিনিট ক শহরের স্থানীয় সময় তখন কত? (প্রয়োগ)
[ক] সকাল ৫টা ৩০ মিনিট
[খ] সকাল ৬টা ৩০ মিনিট
✅ সকাল ৯টা ৩০ মিনিট
[ঘ] সকাল ১০টা ৩০ মিনিট

১৯৫. ঢাকার দ্রাঘিমা ৯০º পূর্ব এবং ব্যাঙ্গালোরের দ্রাঘিমা ৮০º পূর্ব। ঢাকায় যখন দুপুর ১২ টা, তখন ব্যাঙ্গালোরের স্থানীয় সময় কত? (প্রয়োগ)
✅ সকাল ১১.২০
[খ] সকাল ১১.৫০
[গ] দুপুর ১২.০০
[ঘ] দুপুর ১২.৪০

১৯৬. ঢাকা এবং পঞ্চগড়ের স্থানীয় সময়ের পার্থক্য ৮ মিনিট হলে পঞ্চগড় কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? (প্রয়োগ)
[ক] ৮৬º
✅ ৮৮º
[গ] ৯০º
[ঘ] ৯২º

১৯৭. মকরক্রান্তি রেখা কাকে বলে? (অনুধাবন)
[ক] ০º অক্ষাংশকে
[খ] ২৩.৫º উত্তর অক্ষরেখাকে
✅ ২৩.৫º দক্ষিণ অক্ষরেখাকে
[ঘ] ৯০º উত্তর অক্ষরেখাকে

১৯৮. ৬৬.৫º দক্ষিণ অক্ষাংশকে কীবলে? (প্রয়োগ)
[ক] মহাবৃত্ত
[খ] গুরুবৃত্ত
✅ কুমেরুবৃত্ত
[ঘ] বিষুব লম্ব

১৯৯. আন্তর্জাতিক তারিখ রেখা না থাকলে কী অসুবিধা হতো? (অনুধাবন)
[ক] পৃথিবী গোলাকার তা বোঝা যেত না
[খ] মহাসমুদ্রে জাহাজ চলাচলে অসুবিধা হতো
[গ] মহাসমুদ্রে জাহাজের দিক নিয়ন্ত্রণ করা অসুবিধা হতো
✅ একই দ্রাঘিমায় তারিখ ও বারের সমস্যা হতো

SSC ভূগোল ও পরিবেশ (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

২০০. কত সালে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়?
 (জ্ঞান)
[ক] ১৮৮০
✅ ১৮৮৪
[গ] ১৯০৪
[ঘ] ১৯৮৪

২০১. কোথায় আন্তর্জাতিক তারিখ রেখা নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] যুক্তরাজ্যের লন্ডনে
[খ] ভারতের দিল্লিতে
[গ] ফ্রান্সের প্যারিসে
✅ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে

২০২. কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? (জ্ঞান)
[ক] ৯০º
✅ ১৮০º
[গ] ২৭০º
[ঘ] ৩৬০º

২০৩. আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় কল্পনা করা হয়? (জ্ঞান)
[ক] আটলান্টিক মহাসাগরে
✅ প্রশান্ত মহাসাগরে
[গ] ভারত মহাসাগরে
[ঘ] ভূমধ্যসাগরে

২০৪. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়? (অনুধাবন)
[ক] নিরক্ষরেখা
[খ] দ্রাঘিমারেখা
✅ আন্তর্জাতিক তারিখ রেখা
[ঘ] মূল মধ্যরেখা

২০৫. মি. হল ব্রুক ২৮ মে আমেরিকা থেকে জাহাজে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ১০ দিন পর অস্ট্রেলিয়ায় পৌঁছলেন। তিনি কত তারিখে সেখানে পৌঁছলেন? (প্রয়োগ)
✅ ৭ জুন
[খ] ৮ জুন
[গ] ৯ জুন
[ঘ] ১০ জুন

২০৬. অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে টানা হয়েছে? (জ্ঞান)
✅ ১১º পূর্ব
[খ] ৭º পশ্চিম
[গ] ১২º পূর্ব
[ঘ] ৯০º পশ্চিম

২০৭. আন্তর্জাতিক তারিখ রেখাটি বেরিং প্রণালিতে কত ডিগ্রি বেঁকে গিয়েছে? (জ্ঞান)
[ক] ১১º পূর্ব
✅ ১২º পূর্ব
[গ] ৭০º পশ্চিম
[ঘ] ৮০º পশ্চিম

২০৮. কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে কোনটির ওপর দিয়ে? (অনুধাবন)
[ক] স্থলভাগ
✅ জলভাগ
[গ] ভূপৃষ্ঠের নিচ দিয়ে
[ঘ] মহাশূন্য দিয়ে

২০৯. আন্তর্জাতিক তারিখ রেখাকে বেঁকে দেওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] একই স্থানে দুই রকম তারিখ ও বার হওয়ার জন্য
✅ স্থানীয় অধিবাসীদের সুবিধার্থে
[গ] অভিযাত্রীদের সুবিধার্থে
[ঘ] জাহাজ চলাচলের জন্য

২১০. প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত? (জ্ঞান)
[ক] ৬ ঘণ্টা
✅ ১২ ঘণ্টা
[গ] ১৮ ঘণ্টা
[ঘ] ২৪ ঘণ্টা

২১১. ঢাকা থেকে একটি স্থানের দ্রাঘিমার ব্যবধান ৬০º পশ্চিম। ঢাকায় যখন সকাল ১০টা তখন ঐ স্থানের সময় কত? (জ্ঞান)
✅ সকাল ৬টা
[খ] দুপুর ১২ টা
[গ] দুপুর ২ টা
[ঘ] বিকাল ৪টা

২১২. একটি স্থানের অক্ষাংশ ৭০º উত্তর, তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ কত হবে? (প্রয়োগ)
[ক] ২০º দক্ষিণ
[খ] ৭০º পশ্চিম
[গ] ৭০º উত্তর
✅ ৭০º দক্ষিণ

২১৩. ৫০º পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? (প্রয়োগ)
[ক] ৫০º পশ্চিম
✅ ১৩০º পশ্চিম
[গ] ১৩০º পূর্ব
[ঘ] ১৮০º পূর্ব

২১৪. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] ভারত মহাসাগরে
[খ] মেক্সিকো উপসাগরে
✅ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
[ঘ] আটলান্টিক মহাসাগরে

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১৫. দ্রাঘিমারেখার সাহায্যে আমরা জানতে পারি- (উচ্চতর দক্ষতা)
i. মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের অবস্থান
ii. নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের অবস্থান
iii. পৃথিবীর যেকোনো স্থানের সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৬. অক্ষরেখার বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. পরস্পর সমান্তরাল
ii. পূর্ব-পশ্চিমে বিস্তৃত
iii. প্রত্যেকে একটি পূর্ণবৃত্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৭. কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়- (অনুধাবন)
i. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
ii. ধ্রুবতারার সাহায্যে
iii. দ্রাঘিমার সাহায্যে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয়ের সূত্র হলো- (অনুধাবন)
i. ৯০º-মধ্যা‎‎‎‎‎‎‎হ্ন সূর্যের উন্নতি + বিষুবলম্ব
ii. ৯০º-মধ্যা‎হ্ন‎‎‎ ‎সূর্যের উন্নতি - বিষুবলম্ব
iii. ১৮০º-মধ্যা‎হ্ন সূর্যের উন্নতি + বিষুবলম্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

২১৯. দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. পরস্পর সমান্তরাল
ii. উত্তর-দক্ষিণে বিস্তৃত
iii. প্রত্যেকে একটি অর্ধবৃত্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২০. কোনো স্থানের সময় জানা যায় কীভাবে? (অনুধাবন)
i. সূর্যের অবস্থান থেকে
ii. দ্রাঘিমার অবস্থান থেকে
iii. মূল মধ্যরেখা থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii
[ঘ] i, ii ও iii

২২১. পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য জানা দরকার-
i. নিরক্ষরেখা থেকে স্থানটি কত পূর্বে বা পশ্চিমে
ii. নিরক্ষরেখা থেকে স্থানটি কত উত্তরে বা দক্ষিণে
iii. মূল মধ্যরেখা থেকে স্থানটি কত পূর্বে বা পশ্চিমে

নিচের কোনটি সঠিক?
[ক] i, ii
[খ] i, iii
✅ ii, iii
[ঘ] i, ii ও iii

২২২. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে- (অনুধাবন)
i. কর্কটক্রান্তি রেখা
ii. মকরক্রান্তি রেখা
iii. ২৩.৫º উত্তর অক্ষরেখা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

২২৩. আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে- (অনুধাবন)
i. অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছ দিয়ে
ii. ফিজি দ্বীপপুঞ্জের ১২º পূর্বে
iii. চ্যাথাম দ্বীপপুঞ্জের ১২º পূর্বে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রটি দেখে ২২৯ ও ২৩০ নং প্রশ্নের উত্তর দাও :

২২৪. ০º তে অবস্থিত রেখাটি হলো- (অনুধাবন)
[ক] কর্কটক্রান্তি
[খ] মকরক্রান্তি
[গ] মেরুরেখা
✅ নিরক্ষরেখা

২২৫. চিত্রটি পর্যবেক্ষণ করে পাই- (উচ্চতর দক্ষতা)
i. মেরুরেখা উত্তর ও দক্ষিণ মেরুকে সংযোগ করেছে
ii. মেরুরেখা বিষুবরেখাকে অতিক্রম করেছে
iii. মেরুরেখা ও বিষুবরেখা পরস্পর সমান্তরাল

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটি দেখে ২৩১ ও ২৩২ নং প্রশ্নের উত্তর দাও :

২২৬. [ক]
[খ] রেখাটি কী রেখা?
(অনুধাবন)
[ক] নিরক্ষরেখা
✅ দ্রাঘিমা রেখা
[গ] বিষুবরেখা
[ঘ] সমাক্ষ রেখা

২২৭. চ ও ছ বিন্দু পরস্পরের কী? (প্রয়োগ)
[ক] বিম্ব
[খ] সম্পাত বিন্দু
[গ] সমাক্ষ স্থান
✅ প্রতিপাদ স্থান

নিচের চিত্রটি দেখে ২৩৩ ও ২৩৪নং প্রশ্নের উত্তর দাও :

২২৮. চিত্রে উল্লিখিত স্থান দুটির মধ্যে পার্থক্য কত? (অনুধাবন)
[ক] ৪ ঘণ্টা
[খ] ৫ ঘণ্টা
✅ ৬ ঘণ্টা
[ঘ] ৭ ঘণ্টা

২২৯. চিত্রে উল্লিখিত স্থান দুটির ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. A স্থানের তুলনায় B স্থানের সময় বেশি
ii. A স্থানটি B স্থানের পূর্বে অবস্থিত
iii. B স্থানটির অবস্থান মূল মধ্যরেখার পূর্বে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৫ ও ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
জামিল প্রতিদিন ঢাকায় বসে সন্ধ্যা সাড়ে সাতটায় লন্ডন থেকে প্রচারিত বিবিসি সংবাদ শোনে। তার ভাই সুমন ৬৭º পূর্ব দ্রাঘিমায় অবস্থিত করাচি শহরে থাকে। সেও সংবাদটি নিয়মিত শোনে।

২৩০. সুমন উক্ত বিবিসি সংবাদ করাচির স্থানীয় সময় কয়টায় শোনে? (প্রয়োগ)
✅ বিকাল ৫টা ৫৮ মিনিট
[খ] সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট
[গ] রাত ৯টা ০২ মিনিট
[ঘ] রাত ১০টা ০২ মিনিট

২৩১. বিবিসি খবরটি প্রচার করে- (উচ্চতর দক্ষতা)
i. স্থানীয় সময় দুপুর ১: ৩০ মিনিটে
ii. জামিলের শহর থেকে পূর্ব অবস্থানে থেকে
iii. সুমনের শহর থেকে পশ্চিম অবস্থানে থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i, ii
[খ] i, iii
[খ] ii, iii
[ঘ] i, ii ও iii

💝 পৃথিবীর গতি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮
🍭 পৃথিবী নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় নেয়-২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
🍭 নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘণ্টায় প্রায়- ১৭০০ কিলোমিটার।
🍭 পৃথিবীর গতি দুই প্রকার যথা- আহ্নিক গতি ও বার্ষিক গতি।
🍭 ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ- ১৬০০ কিলোমিটার।
🍭 আহ্নিক গতির ফলে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে- ডানদিকে এবং বামদিকে বেঁকে যায়।
🍭 ১ সৌর বছর- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
🍭 অধিবর্ষে- ফেব্রুয়ারি মাসকে ১ দিন বাড়িয়ে ২৯ দিন ধরা হয়।
🍭 পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়-২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
🍭 দিবারাত্রির হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তন হয়- বার্ষিক গতির ফলে।
🍭 উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়- ২২ শে ডিসেম্বর।
🍭 সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়- ২১ মার্চ ও ২৩ শে সেপ্টেম্বরে।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩২. কোন রেখার ওপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে? (জ্ঞান)
[ক] দ্রাঘিমারেখার
✅ অক্ষরেখার
[গ] নিরক্ষরেখার
[ঘ] সমাক্ষরেখার

২৩৩. পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময় নেয়? (জ্ঞান)
[ক] ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
✅ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
[গ] ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড
[ঘ] ২৩ ঘণ্টা ৪ মিনিট ৫৬ সেকেন্ড

২৩৪. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে কী বলে? (জ্ঞান)
[ক] সৌরবছর
✅ সৌরদিন
[গ] অপসূর
[ঘ] অনুসূর

২৩৫. কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] মেরু অঞ্চলে
✅ নিরক্ষরেখায়
[গ] মকরক্রান্তি রেখায়
[ঘ] কর্কটক্রান্তি রেখায়

২৩৬. নিরক্ষরেখায় পৃথিবীর বেগ বেশি কেন? (অনুধাবন)
[ক] নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
[খ] নিরক্ষরেখায় সূর্যের উত্তাপ বেশি থাকে বলে
✅ নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি বলে
[ঘ] নিরক্ষরেখায় জলভাগ বেশি বলে

২৩৭. নিরক্ষরেখায় আ‎হ্নিক গতির বেগ ঘণ্টায় কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১৫০০ কিলোমিটার
[খ] ১৬০০ কিলোমিটার
✅ ১৭০০ কিলোমিটার
[ঘ] ১৮০০ কিলোমিটার

২৩৮. ঢাকায় পৃথিবীর আ‎হ্নিক গতির বেগ প্রতি ঘণ্টায় কত? (জ্ঞান)
[ক] ৫,০০০ কিলোমিটার
[খ] ২,০০০ কিলোমিটার
✅ ১,৬০০ কিলোমিটার
[ঘ] ১,৫২০ কিলোমিটার

২৩৯. পৃথিবীর আ‎হ্নিক গতির সর্বাধুনিক ও নির্ভুল প্রমাণ কোনটি থেকে পাওয়া যায়? (অনুধাবন)
[ক] উঁচু স্তম্ভ থেকে পাথর ফেলে
✅ মহাকাশযানের পাঠানো ছবি থেকে
[গ] পৃথিবীর আকৃতি দেখে
[ঘ] ফুকোর পরীক্ষার মাধ্যমে

২৪০. কোনো বস্তু যদি নিজ অক্ষের উপর ঘুরতে থাকে তবে তার মধ্যে কয়টি বলের উদ্ভব হয়? (অনুধাবন)
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

২৪১. কোন গতির প্রভাবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত হয়েছে? (জ্ঞান)
[ক] আপেক্ষিক গতি
[খ] পরম গতি
✅ আবর্তন গতি
[ঘ] বার্ষিক গতি

২৪২. ‘আবর্তন গতির প্রভাবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সমান্য স্ফীত’-এটি কার সূত্র? (জ্ঞান)
[ক] গ্যালিলিও
[খ] ফুকো
✅ নিউটন
[ঘ] আইনস্টাইন

২৪৩. পৃথিবীর আহ্নিক গতি না থাকলে কী হতো? (উচ্চতর দক্ষতা)
[ক] সারা পৃথিবীতে চিরকাল দিন থাকত
[খ] সারা পৃথিবীতে ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকত
[গ] সারা পৃথিবীতে চিরকাল রাত থাকত
✅ অর্ধেক পৃথিবীতে চিরকাল রাত ও অর্ধেক পৃথিবীতে চিরকাল দিন থাকত

২৪৪. সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়া কী নামে পরিচিত? (প্রয়োগ)
✅ ফেরেলের সূত্র
[খ] ফুকোর পরীক্ষা
[গ] নিউটনের গতিসূত্র
[ঘ] গ্যালিলিওর সূত্র

২৪৫. সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোতের এই গতিবেগ কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবী নিজ অক্ষের উপরে পাক খায়
[খ] চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে
[গ] সূর্য উদয় হয় ও অস্ত যায়
✅ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে

২৪৬. পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ পৃথিবীর আ‎হ্নিক গতি
[খ] সূর্যকে প্রদক্ষিণ করা
[গ] পৃথিবীর মহাকর্ষ বল
[ঘ] পৃথিবীর অভিকর্ষ বল

২৪৭. কোনটি পৃথিবীর আ‎হ্নিক গতির ফল? (অনুধাবন)
✅ দিনরাত্রি সংঘটন
[খ] দিনরাত্রির হ্রাস-বৃদ্ধি
[গ] ঋতু পরিবর্তন
[ঘ] সৌরবছর

২৪৮. জোয়ার ভাটা সংঘটনের কারণ কী? (অনুধাবন)
[ক] সূর্যের চারদিকে পৃথিবীর পরিভ্রমণ
[খ] পৃথিবীর চারদিকে সূর্যের পরিক্রমণ
✅ নিজ মেরুরেখায় পৃথিবীর ঘূর্ণন
[ঘ] নক্ষত্রদের অভ্যন্তরীণ আকর্ষণ বল

২৪৯. একটি স্থানে আজকে জোয়ার যে সময়ে হয় পরের দিন হয় তার ৫২ মিনিট পর। কী কারণে এই সময়ের ব্যবধান ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] বার্ষিক গতি
✅ আ‎হ্নিক গতি
[গ] রাত-দিন সংঘটন
[ঘ] ঋতু পরিবর্তন

২৫০. দিনরাতের তাপমাত্রার তারতম্যের সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
[ক] বার্ষিক গতির জন্য
[খ] সূর্যের আলোর জন্য
✅ আ‎হ্নিক গতির জন্য
[ঘ] পৃথিবীর মেরুরেখার জন্য

২৫১. পৃথিবী নিজ কক্ষপথে প্রদক্ষিণ করতে কোনটি বিশেষভাবে সহায়তা করছে? (অনুধাবন)
[ক] চন্দ্রের আকর্ষণ বল
✅ সূর্যের মহাকর্ষ বল
[গ] পৃথিবীর মহাকর্ষ বল
[ঘ] পৃথিবীর আবর্তন গতি

২৫২. পৃথিবীর নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে বলে আহ্নিক গতি একবছরে সূর্যকে পরিক্রমণ করাকে কী বলে? (প্রয়োগ)
✅ বার্ষিক গতি
[খ] ঘূর্ণন গতি
[গ] দোলন গতি
[ঘ] রৈখিক গতি

২৫৩. পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় নেয়? (জ্ঞান)
[ক] ২৩ ঘণ্টা ৪ মিনিট ৫৬ সেকেন্ড
[খ] ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
[গ] ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড
✅ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড

২৫৪. পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণের সময়কে কী বলে? (জ্ঞান)
[ক] সৌরদিন
✅ সৌরবছর
[গ] অধিবর্ষ
[ঘ] লিপ ইয়ার

২৫৫. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে ধরা হয়? (জ্ঞান)
[ক] ৩০ দিনে
[খ] ২৮ দিনে
[গ] ৩১ দিনে
✅ ২৯ দিনে

২৫৬. অধিবর্ষ হয় কত দিনে? (জ্ঞান)
[ক] ৩৬৫ দিনে
✅ ৩৬৬ দিনে
[গ] ৩৫৫ দিনে
[ঘ] ৩৬০ দিনে

২৫৭. বার্ষিক গতির ফল কয়টি? (জ্ঞান)
✅ দুইটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২৫৮. পৃথিবীর যে গতির ফলে দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি হয়- (অনুধাবন)
[ক] আ‎হ্নিক গতি
✅ বার্ষিক গতি
[গ] ঘূর্ণন গতি
[ঘ] দোল গতি

২৫৯. কোনটি পৃথিবীর বার্ষিক গতির ফল? (অনুধাবন)
[ক] দিন রাত্রির সংঘটন
✅ ঋতু পরিবর্তন
[গ] বায়ু প্রবাহের গতি পরিবর্তন
[ঘ] জোয়ার ভাটার সৃষ্টি

২৬০. পৃথিবীর মেরুরেখাটি কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? (জ্ঞান)
[ক] ৬৫º
[খ] ৬৫.৫º
[গ] ৬৬º
✅ ৬৬.৫º

২৬১. সূর্য রশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে- (অনুধাবন)
✅ ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর
[খ] ২২শে ডিসেম্বর ও ২৩শে সেপ্টেম্বর
[গ] ২১শে জুন ও ২১শে মার্চ
[ঘ] ২১শে জুন ও ২২শে ডিসেম্বর

২৬২. ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে
[খ] উত্তর ও দক্ষিণ গোলার্ধের উভয়টিই সূর্যের কাছাকাছি থাকে
[গ] দক্ষিণ গোলার্ধ সবচেয়ে দূরে থাকে
[ঘ] পৃথিবী গোলাকার বলে

২৬৩. ২১শে জুন ২৩.৫º উত্তর অক্ষাংশে সূর্য কিরণ কীভাবে পড়ে? (জ্ঞান)
✅ লম্বভাবে
[খ] তির্যকভাবে
[গ] সুমেরুর দিকে ঝুঁকে
[ঘ] কুমেরুর দিকে ঝুঁকে

২৬৪. উত্তর গোলার্ধের সবচেয়ে দিন বড় হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ২১শে মার্চ
✅ ২১শে জুন
[গ] ২৩শে সেপ্টেম্বর
[ঘ] ২২শে ডিসেম্বর

২৬৫. কোন মাসে উত্তর গোলার্ধের তাপমাত্রা সবচেয়ে বেশি? (অনুধাবন)
[ক] জুন
✅ জুলাই
[গ] আগস্ট
[ঘ] সেপ্টেম্বর

২৬৬. কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? (জ্ঞান)
✅ ২১শে মার্চ
[খ] ২১শে জুন
[গ] ২২শে জুলাই
[ঘ] ২২শে ডিসেম্বর

২৬৭. যেদিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় সেদিনকে কী বলে? (জ্ঞান)
[ক] অয়নান্ত
[খ] অনুসূর
[গ] অপসূর
✅ বিষুব

২৬৮. কোন দিনটিকে বসন্তবিষুব বা মহাবিষুব বলা হয়? (জ্ঞান)
✅ ২১শে মার্চ
[খ] ২১শে জুন
[গ] ২৩শে আগস্ট
[ঘ] ২২শে ডিসেম্বর

২৬৯. বছরের কোন দিনটিকে উত্তর গোলার্ধে বসন্তবিষুব বলা হয়? (জ্ঞান)
✅ ২১শে মার্চ
[খ] ২১শে জুন
[গ] ২৩শে সেপ্টেম্বর
[ঘ] ২১শে ডিসেম্বর

২৭০. উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] গ্রীষ্মকাল
[খ] বসন্ত বিষুব
✅ শারদ বিষুব
[ঘ] উত্তর অয়নান্ত

২৭১. মহাকাশ সম্পর্কে প্রযোজ্য উক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সূর্য প্রতিদিন পশ্চিম আকাশে একই জায়গায় অস্ত যায়
[খ] সূর্য প্রতিদিন পূর্ব আকাশে একই জায়গায় ওঠে
[গ] চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে
✅ আকাশে নক্ষত্রগুলোর পূর্ব থেকে পশ্চিমে অবস্থান পরিবর্তন হয়

২৭২. রাতের আকাশে পূর্ব থেকে পশ্চিমে নক্ষত্রগুলোর অবস্থান পরিবর্তন হতে হতে ঠিক এক বছর পর আদি স্থানে ফিরে আসে। এ থেকে কী বোঝা যায়? (প্রয়োগ)
[ক] পৃথিবীর আ‎হ্নিক গতি আছে
[খ] পৃথিবীর আকৃতি গোলাকার
[গ] পৃথিবী আপন মেরুরেখায় ঘোরে
✅ পৃথিবীর বার্ষিক গতি আছে

২৭৩. সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? (জ্ঞান)
[ক] ১০ লক্ষ গুণ
[খ] ১৫ লক্ষ গুণ
✅ ১৩ লক্ষ গুণ
[ঘ] ১৮ লক্ষ গুণ

২৭৪. পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ সূর্যের মহাকর্ষ বল
[খ] পৃথিবীর মহাকর্ষ বল
[গ] পৃথিবীর অভিকর্ষ বল
[ঘ] সূর্যের অভিকর্ষ বল

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭৫. পৃথিবীর আ‎হ্নিক গতি প্রায় শূন্যের কাছাকাছি- (উচ্চতর দক্ষতা)
i. উত্তর মেরুতে
ii. দক্ষিণ মেরুতে
iii. নিরক্ষরেখায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৬. পৃথিবীর আবর্তন গতির জন্য পরিবর্তন ঘটছে- (প্রয়োগ)
i. বায়ুপ্রবাহের
ii. জলীয় বাষ্পের
iii. সমুদ্রস্রোতের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৭. আ‎হ্নিক গতির ফল- (উচ্চতর দক্ষতা)
i. দিনরাত্রি সংঘটন
ii. সমুদ্রস্রোত সৃষ্টি
iii. জোয়ার-ভাটা সংঘটন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭৮. দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়ে থাকে- (অনুধাবন)
i. দ্রাঘিমার পার্থক্যের জন্য
ii. পৃথিবীর গোলাকার আকৃতির জন্য
iii. আহ্নিক গতির জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭৯. পৃথিবী তার নিজের অক্ষে না ঘুরে যদি স্থির থাকত তবে- (উচ্চতর দক্ষতা)
i. গাছপালা দ্রুত বৃদ্ধি পেত
ii. একটি নির্দিষ্ট স্থান মরুপ্রায় হয়ে পড়ত
iii. কোনো কোনো স্থান সবসময় অন্ধকার থাকত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮০. ২১শে জুন- (অনুধাবন)
i. ২৩.৫º উত্তর অক্ষাংশে সূর্যকিরণ লম্বভাবে পতিত হয়
ii. দীর্ঘতম দিন
iii. ক্ষুদ্রতম রাত্রি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮১. পৃথিবীর আবর্তন গতি থাকা সত্তে¡ও প্রাণিকুল তা অনুভব করে না, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. প্রাণিকুল পৃথিবীর সাথে একই গতিতে আবর্তন করছে
ii. প্রাণিকুলকে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে
iii. পৃথিবীর আয়তনের তুলনায় প্রাণিকুল অত্যন্ত ক্ষুদ্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৮২. পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করছে তার প্রমাণ হলো- (অনুধাবন)
i. মহাকাশযানের পাঠানো পৃথিবীর ছবি
ii. পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত
iii. সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৮৩. পৃথিবীর দিবারাত্রির হ্রাস-বৃদ্ধির প্রকৃত কারণ- (উচ্চতর দক্ষতা)
i. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ
ii. পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি
iii. পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২৮৪. সূর্য উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থান করে- (অনুধাবন)
i. ২৩শে সেপ্টেম্বর
ii. ২১শে মার্চ
iii. ২১শে জুন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮৫. উত্তর গোলার্ধে জানুয়ারি মাসে সর্বনিম্ন এবং জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে। এর কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সময়ভেদে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য
ii. দিন ও রাতের দৈর্ঘ্যরে পার্থক্য
iii. উত্তর ও দক্ষিণ গোলার্ধের স্থলভাগের আয়তনগত পার্থক্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮৬. প্রদত্ত চিত্রটি দিয়ে কী বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] ঋতু পরিবর্তন
✅ দিনরাত্রি সংঘটন
[গ] দিনরাত্রির হ্রাসবৃদ্ধি
[ঘ] পৃথিবীর আবর্তন

২৮৭. চিত্রে প্রদর্শিত গতির অভাবে পৃথিবীর - (উচ্চতর দক্ষতা)
i. একদিক চিরকাল অন্ধকার থাকত
ii. একদিক চিরকাল আলোকিত থাকত
iii. গাছপালা জন্মাত না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

২৮৮. চিত্রে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বেঁকে যায়; এ নিয়মটি কী নামে পরিচিত? (প্রয়োগ)
✅ ফেরেলের সূত্র
[খ] কোপানির্কাসের সূত্র
[গ] ফুকোর সূত্র
[ঘ] টলেমির সূত্র

২৮৯. বায়ুপ্রবাহের এই বেঁকে যাওয়া প্রমাণ করে যে- (উচ্চতর দক্ষতা)
i. বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়
ii. আ‎হ্নিক গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে
iii. পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

২৯০. চিত্রে পৃথিবীর কক্ষপথ হলো- (অনুধাবন)
✅ A
[খ] B
[গ] C
[ঘ] D

২৯১. চিত্রে B নির্দেশ করছে- (প্রয়োগ)
[ক] পৃথিবীর অভিগত গোলাকৃতির অবস্থান
✅ পৃথিবীর কক্ষপথের কৌণিক অবস্থান
[গ] পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান
[ঘ] পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের অবস্থান

২৯২. D অবস্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে- (উচ্চতর দক্ষতা)
i. ২১শে মার্চ
ii. ২২শে ডিসেম্বর
iii. ২৩শে সেপ্টেম্বর

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

💝 ঋতু পরিবর্তন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ২২
🍭 তাপমাত্রার পার্থক্য অনুসারে সারাবছরকে ৪ ভাগে ভাগ করা যায় যথা- গ্রীষ্মকাল, শরৎকার, শীতকাল ও বসন্তকাল।
🍭 সমগ্র পৃথিবীকে ভাগ করা হয়েছে- ২টি গোলার্ধে।
🍭 নিরক্ষরেখার উপরের দিকের অংশ- উত্তর গোলার্ধ।
🍭 নিরক্ষরেখার নিচের দিকের অংশ দক্ষিণ গোলার্ধ।
🍭 বাংলাদেশের ভৌগোলিক অবস্থান- উত্তর গোলার্ধে।
🍭 পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি হয়।
🍭 পৃথিবীর আকৃতি গোলাকার তাই- ঋতু পরিবর্তন হয়
🍭 বার্ষিক গতির কারণে- ঋতু পরিবর্তীত হয়।
🍭 উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন- বসন্তকাল।
🍭 দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে তখন -শীতকাল।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯৩. তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
[ক] তিনটি
✅ চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি

২৯৪. নিরক্ষরেখার উপরের দিকের অংশকে কোন গোলার্ধ ধরা হয়? (জ্ঞান)
✅ উত্তর
[খ] দক্ষিণ
[গ] পূর্ব
[ঘ] পশ্চিম

২৯৫. বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থান করছে? (জ্ঞান)
[ক] দক্ষিণ
✅ উত্তর
[গ] পূর্ব
[ঘ] পশ্চিম

২৯৬. ২৩শে সেপ্টেম্বর দিনের বেলায় পৃথিবীতে যে তাপ আসে রাতের বেলা একই তাপ বিকিরিত হয়ে যায়-এ থেকে কী প্রমাণ হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] ঐ তারিখে রাতে কোনো তাপ থাকে না
[খ] ঐ তারিখে রাতের তাপমাত্রা ০º সে. হয়ে যায়
✅ ঐ তারিখ ঠাণ্ডা গরমের পরিমাণ সমান থাকে
[ঘ] ঐ দিন মকরক্রান্তি অঞ্চলে রাত দীর্ঘ হয়

২৯৭. ঋতু পরিবর্তন কেন ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবীর আ‎হ্নিক গতির জন্য
✅ পৃথিবীর গোলাকার আকৃতির জন্য
[গ] পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার বলে
[ঘ] সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে

২৯৮. নিচের কোনটি ঋতু পরিবর্তনের কারণ? (অনুধাবন)
[ক] জোয়ার-ভাটা
[খ] চাঁদের আকর্ষণ
[গ] সূর্যের তাপের পার্থক্য
✅ পৃথিবীর উপবৃত্তাকার পথ

২৯৯. পৃথিবীর আবর্তনের পথ উপবৃত্তাকার হওয়ায় কী হচ্ছে? (উচ্চতর দক্ষতা)
[ক] দিনরাত
[খ] সমুদ্রস্রোত
✅ ঋতু পরিবর্তন
[ঘ] জোয়ার ভাটা

৩০০. ঋতু বৈচিত্র্যের কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ সূর্যের চারদিকে পৃথিবীর পরিভ্রমণ
[খ] পৃথিবীর চারদিকে চন্দ্রের পরিক্রমণ
[গ] নিজ মেরুরেখায় পৃথিবীর ঘূর্ণন
[ঘ] নক্ষত্রদের অভ্যন্তরীণ আকর্ষণ বল

৩০১. সূর্যের উত্তরায়ন কখন হয়? (অনুধাবন)
[ক] ২১শে মার্চের পর
✅ ২১শে জুনের পর
[গ] ২৩শে সেপ্টেম্বরের পর
[ঘ] ২২শে ডিসেম্বর পর

৩০২. ৩০ জুন তারিখে বাংলাদেশে কোন ঋতু বিরাজ করে? (অনুধাবন)
✅ গ্রীষ্ম
[খ] শরৎ
[গ] শীত
[ঘ] বসন্ত

৩০৩. ২১শে জুন তারিখে উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? (অনুধাবন)
✅ গ্রীষ্মকাল
[খ] শীতকাল
[গ] শরৎকাল
[ঘ] বসন্তকাল

৩০৪. কখন থেকে উত্তর গোলার্ধের বেশি অংশে সূর্যের আলো পড়ে? (অনুধাবন)
[ক] ২১শে ফেব্রুয়ারির পর
[খ] ২১শে এপ্রিলের পর
✅ ২১শে জুনের পর
[ঘ] ২১শে নভেম্বরের পর

৩০৫. ২৩শে সেপ্টেম্বর সূর্যরশ্মি কোথায় লম্বভাবে কিরণ দেয়? (অনুধাবন)
[ক] কর্কটক্রান্তিতে
✅ নিরক্ষরেখায়
[গ] মকরক্রান্তিতে
[ঘ] বিষুবরেখায়

৩০৬. ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? (জ্ঞান)
[ক] গ্রীষ্মকাল
[খ] শীতকাল
[গ] বসন্তকাল
✅ শরৎকাল

৩০৭. উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল বিরাজ করে? (প্রয়োগ)
✅ গ্রীষ্মকাল
[খ] শীতকাল
[গ] বসন্তকাল
[ঘ] শরৎকাল

৩০৮. কখন থেকে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে? (অনুধাবন)
[ক] ১লা জানুয়ারি থেকে
[খ] ২২শে ডিসেম্বর থেকে
[গ] ২৩শে সেপ্টেম্বরের আগ থেকে
✅ ২৩শে সেপ্টেম্বরের পর থেকে

৩০৯. উত্তর গোলার্ধে ছোট দিন কোনটি? (জ্ঞান)
[ক] ২১শে মার্চ
[খ] ২১শে জুন
[গ] ২৩শে সেপ্টেম্বর
✅ ২২শে ডিসেম্বর

৩১০. ২৩শে সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং সর্বত্র দিনরাত্রি সমান হয়; এর ফলে কী ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] উত্তর গোলার্ধে এ সময় তাপমাত্রা বেশি হয়
[খ] এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল
✅ এ সময় পৃথিবীর তাপমাত্রা সহনশীল হয়
[ঘ] এ সময় উত্তর গোলার্ধে ঝড় বৃষ্টি হয়

৩১১. ইমরান ১২ই জানুয়ারি অস্ট্রেলিয়ায় গিয়ে লক্ষ করে সেখানে গ্রীষ্ম ঋতু বিরাজ করছে। এদেশের ভৌগোলিক অবস্থান কোন গোলার্ধে? (প্রয়োগ)
[ক] উত্তর
[খ] পূর্ব
[গ] পশ্চিম
✅ দক্ষিণ

৩১২. উত্তর গোলার্ধে বসন্তকাল কখন? (অনুধাবন)
✅ ২১শে মার্চ
[খ] ২১শে জুন
[গ] ২৩শে সেপ্টেম্বর
[ঘ] ২২শে ডিসেম্বর

৩১৩. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়? (জ্ঞান)
[ক] ২১শে মার্চ
[খ] ২১শে জুন
[গ] ২৩শে সেপ্টেম্বর
✅ ২২শে ডিসেম্বর

৩১৪. কোন তারিখে সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছে? (জ্ঞান)
[ক] ২১শে জুন
[খ] ২৩শে সেপ্টেম্বর
✅ ২২শে ডিসেম্বর
[ঘ] ২১শে মার্চ

৩১৫. উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে? (প্রয়োগ)
[ক] বসন্তকাল
[খ] গ্রীষ্মকাল
✅ শরৎকাল
[ঘ] শীতকাল

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১৬. বাংলাদেশে জুন মাসের দিকে বেশি গরম অনুভূত হয়- (উচ্চতর দক্ষতা)
i. দিনের দৈর্ঘ্য বেশি হয় বলে
ii. কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয় বলে
iii. দিনে যে তাপ গৃহীত হয় রাতে পুরোটা বিকিরিত হয় না বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৩১৭. ঋতু পরিবর্তনের কারণ- (অনুধাবন)
i. সূর্যের তাপের পার্থক্য
ii. পৃথিবীর গোল আকার
iii. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৩১৮. ২১শে জুনে পৃথিবীর- (প্রয়োগ)
i. দক্ষিণ মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে
ii. উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে
iii. উভয় মেরু সূর্যের সর্বাপেক্ষা নিকটে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রটি দেখে ৩২৫ ও ২২৬নং প্রশ্নের উত্তর দাও :

৩১৯. ক অবস্থানটির জন্য প্রযোজ্য উক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে থাকে
[খ] দক্ষিণ মেরু সূর্যের দিকে থাকে
✅ দিন-রাত্রি সমান হয়
[ঘ] এটা দক্ষিণ অয়নান্তের সময়

৩২০. উপরের চিত্র থেকে বলা যায়- (প্রয়োগ)
i. পৃথিবীর অবস্থানগত কারণে তাপমাত্রার পরিবর্তন ঘটে
ii. উত্তর ও দক্ষিণ গোলার্ধে পরস্পর বিপরীত ঋতু বিরাজ করে
ii. সূর্য স্থির

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide