SSC ভূগোল ও পরিবেশ (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ
দ্বাদশ অধ্যায়

Class 9-10 Geography and environment Guide and SSC Exam Preparation
SSC Vugol and poribesh Chapter-12
Geography and Environment
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোন জেলায় রেলপথ নেই?
[ক] টাঙ্গাইল
✅ মাদারিপুর
[গ] হবিগঞ্জ
[ঘ] ভৈরববাজার

২. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে-
i. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
ii. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
iii. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাইয়ান একজন কম্পিউটার ব্যবসায়ী। মুম্বাই থেকে প্রতি বছর তিনি কম্পিউটার আমদানি করেন।

৩. জনাব রাইয়ান কোন পথে কম্পিউটার আমদানি করেন?
[ক] সড়কপথ
[খ] রেলপথ
[গ] আকাশপথ
✅ সমুদ্রপথ

৪. উক্ত পথে পণ্যটি আনার সুবিধা-
i. সময়ের সাশ্রয়
ii. পরিবহন খরচ কম
iii. যন্ত্রাংশের ক্ষতির সম্ভাবনা কম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশের কোন জেলায় রেলপথ নেই? [সকল বোর্ড’১৬]
[ক] টাঙ্গাইল
[খ] হবিগঞ্জ
[গ] কুমিল্লা
[ঘ] বরিশাল

৫. কোন ধরণের দ্রব্য পরিবহণের জন্য আকাশপথ ভালো? [সকল বো. ’১৫]
[ক] শিল্পজাত
[খ] খাদ্যশস্য
✅ পচনশীল
[ঘ] কাঁচামাল

৬. মংলা এবং চট্টগ্রামে সড়কপথ গড়ে উঠেছে কেন? [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] সমতলভূমি
[খ] জোয়ার-ভাটা
[গ] অনুকূল জলবায়ু
✅ সমুদ্র বন্দর

৭. চট্টগ্রাম অঞ্চলের রেলপথ স্বল্পতার কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
✅ উঁচুনিচু ভূমি
[খ] অধিক বৃষ্টিপাত
[গ] অধিক তাপমাত্রা
[ঘ] মৌসুমি বায়ুর প্রভাব

৮. বাংলাদেশে মোট কতটি রেলস্টেশন আছে? [জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৪০৫
✅ ৪৪৩
[গ] ৪৫৬
[ঘ] ৪৮৯

৯. নিচের কোন জেলায় রেলপথ নেই? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] রাজশাহী
[খ] যশোর
✅ বরিশাল
[ঘ] মৌলভীবাজার

১০. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১১. মুম্বাই থেকে রাইয়ান কোন পথে কম্পিউটার আমদানি করেন? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
✅ সমুদ্রপথ
[খ] সড়কপথ
[গ] আকাশপথ
[ঘ] রেলপথ

১২. বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশে? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] যুক্তরাজ্য
[খ] জার্মানি
[গ] ইতালি
✅ যুক্তরাষ্ট্র

১৩. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যসমূহ- [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. হিমায়িত খাদ্য ও কৃষিজাত পণ্য
ii. তৈরি পোশাক, নিটওয়্যার ও রাসায়নিক দ্রব্যাদি
iii. হোম টেক্সটাইল, হস্তশিল্প ও সিরামিক সামগ্রী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

💝 ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০০

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪. যোগাযোগ ব্যবস্থা কীসের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে? (অনুধাবন)
✅ যাত্রী-পণ্য পরিবহন করে
[খ] লেনদেন সুসম্পন্ন করে
[গ] মালামাল পরিবহন করে
[ঘ] চলাচল আরামপ্রদ করে

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫. যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - (উচ্চতর দক্ষতা)
i. উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধিতে
ii. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ণে
iii. লোকজনের নিয়মিত চলাচলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬. বাণিজ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ যা - (অনুধাবন)
i. কৃষির ভারসাম্য আনে
ii. জীবনমানে ভারসাম্য আনে
iii. শিল্পের ভারসাম্য আনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💝 যাতায়াত ব্যবস্থা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬২
🍭 বিভিন্নস্থানে যোগাযোগের মাধ্যম এবং লোক চলাচলের মাধ্যমকে বলে- যাতায়াত ব্যবস্থা।
🍭 সমতলভূমি- সড়কপথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন।
🍭 সড়কপথ নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য - পার্বত্য এলাকায়।
🍭 উৎপাদিত কৃষিপণ্য বণ্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য- অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ।
🍭 বাংলাদেশের সড়কপথগুলো অপরিকল্পিতভাবে গড়ে ওঠেছে- বসতি বিন্যাসের উপর নির্ভর করে।
🍭 বাংলাদেশে সর্বমোট -৪৪৩টি রেলস্টেশন আছে।
🍭 দেশের প্রধান বন্দর, শহর, বাণিজ্য ও শিল্পকেন্দ্রের সঙ্গে সংযুক্ত সংযোগ সাধন করে- রেলপথ।
🍭 বাংলাদেশের ভৌগলিক গঠন- নৌপথের অনুকূলে।
🍭 বাংলাদেশে ২টি সমুদ্রবন্দর আছে যথা- চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর।
🍭 বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭. বাংলাদেশে কত প্রকার পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৮. সড়ক পথ নির্মাণের ক্ষেত্রে কোন ধরনের স্থানকে প্রাধান্য দেওয়া হয়? (প্রয়োগ)
✅ সমতলভূমি
[খ] পাহাড়ি ভূমি
[গ] বন্ধুরভূমি
[ঘ] ঢালভূমি

১৯. ঢাকা ও খুলনা অঞ্চলে সড়কপথ গড়ে ওঠার পেছনে কোন অনুকূল অবস্থার প্রভাব বেশি? (অনুধাবন)
✅ সমতলভূমি
[খ] নদীবন্দর
[গ] জনসংখ্যাধিক্য
[ঘ] শিল্পাঞ্চল

২০. কোথায় সড়কপথ গড়ে তোলা সহজ? (অনুধাবন)
[ক] নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে
[খ] ঢালযুক্ত স্থানে
✅ স্থায়ী ও শক্ত মৃত্তিকা অঞ্চলে
[ঘ] উঁচুনিচু ও বন্ধুর অঞ্চলে

২১. বাংলাদেশের কোন অঞ্চলে সড়কপথের ঘনত্ব কম? (অনুধাবন)
[ক] উত্তর-পশ্চিমাঞ্চল
[খ] মধ্যাঞ্চল
✅ দক্ষিণ-পূর্বাঞ্চলে
[ঘ] পশ্চিমাঞ্চলে

২২. সিলেটের হাওর অঞ্চল ও দক্ষিণাঞ্চলে সড়কপথ কম কেন? (অনুধাবন)
✅ নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল বলে
[খ] মৃত্তিকার বুনন অনেক নরম বলে
[গ] বৃষ্টিবহুল অঞ্চল বলে
[ঘ] ভূমির ঢাল বেশি বলে

২৩. কী কারণে আমাদের সড়ক পথগুলো বহু জায়গায় বিচ্ছিন্ন? (অনুধাবন)
[ক] রেলপথের
✅ নদনদীর
[গ] বনভূমির
[ঘ] সমতল ভূমির

২৪. বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ নদীর কারণে সড়ক পথ নির্মাণ ব্যয়বহুল
[খ] বাংলাদেশের প্রতিটি জেলায় রেলপথ আছে
[গ] নদীপথে যাতায়াতকারী যাত্রীদের অর্ধেকই স্টিমারে চলাচল করে
[ঘ] চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র বন্দর

SSC ভূগোল ও পরিবেশ (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১২

২৫. বাংলাদেশে সড়কপথগুলো গড়ে উঠেছে-
 (অনুধাবন)
[ক] পরিকল্পিতভাবে
✅ অপরিকল্পিতভাবে
[গ] উত্তর থেকে দক্ষিণে
[ঘ] দক্ষিণ থেকে উত্তরে

২৬. ২০১২ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য কত কিলোমিটার ছিল? (জ্ঞান)
[ক] ৩,৪৭৮
[খ] ৩,৪৯২
✅ ৩,৫৭০
[ঘ] ৩,৬১২

২৭. ২০১২ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন বাংলাদেশের মোট সড়কপথের দৈর্ঘ্য কত কিলোমিটার ছিল? (জ্ঞান)
[ক] ২০,৯৪৮
✅ ২১,৪৬২
[গ] ২১,৮২২
[ঘ] ২২,৩০৪

২৮. তুমি ঢাকা থেকে দিনাজপুর গেলে বাস ড্রাইভার কোন রুট অনুসরণ করে? (প্রয়োগ)
✅ ঢাকা ↝ আরিচা নগরবাড়ি
[খ] ঢাকা ↝ দৌলতদিয়া
[গ] ঢাকা ↝ টাঙ্গাইল
[ঘ] ঢাকা ↝ কুমিল্লা

২৯. তুমি যশোরের ছেলে ঢাকার একটি স্কুলে পড়াশোনা কর। ঈদে বাড়ি যাওয়ার সময় ড্রাইভার কোন রুট অনুসরণ করবে? (প্রয়োগ)
[ক] ঢাকা ↝ আরিচা নগরবাড়ি
✅ ঢাকা ↝ দৌলতদিয়া
[গ] ঢাকা ↝ টাঙ্গাইল
[ঘ] ঢাকা ↝ কুমিল্লা

৩০. সড়কপথে ঢাকা ↝ টাঙ্গাইল রুটে গেলে নিচের কোন জেলায় যাওয়া যাবে? (প্রয়োগ)
[ক] বগুড়া
[খ] কুষ্টিয়া
✅ নেত্রকোনা
[ঘ] টেকনাফ

৩১. ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে তুমি কোন সেতু ব্যবহার করবে? (প্রয়োগ)
[ক] আরিচা
[খ] হার্ডিঞ্জ
✅ বঙ্গবন্ধু
[ঘ] মাওয়া

৩২. যমুনা নদীর উপর নির্মিত কোন সেতু বর্তমানে সড়কপথ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? (জ্ঞান)
✅ বঙ্গবন্ধু
[খ] যমুনা
[গ] উত্তরবঙ্গ
[ঘ] চীন মৈত্রী

৩৩. ভারী দ্রব্য পরিবহনে কোন পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? (জ্ঞান)
[ক] সড়কপথ
✅ রেলপথ
[গ] নদীপথ
[ঘ] আকাশপথ

৩৪. বাংলাদেশে কত ধরনের রেলপথ আছে? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৩৫. কোন নদীর পূর্বাংশে মিটারগেজ এবং পশ্চিমাংশে ব্রডগেজ রেলপথ চালু আছে? (জ্ঞান)
[ক] পদ্মা
[খ] মেঘনা
✅ যমুনা
[ঘ] ব্র‏হ্মপুত্র

৩৬. বাংলাদেশে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ৬৪৫ কিলোমিটার
✅ ৬৫৯ কিলোমিটার
[গ] ৬৭৫ কিলোমিটার
[ঘ] ৭২১ কিলোমিটার

৩৭. কোন বিভাগে ব্রডগেজ রেলপথ নেই? (অনুধাবন)
[ক] রংপুর
[খ] রাজশাহী
✅ চট্টগ্রাম
[ঘ] খুলনা

৩৮. খুলনা-রাজশাহী বিভাগের রেলপথের ধরন কেমন? (অনুধাবন)
✅ ব্রডগেজ
[খ] মিটারগেজ
[গ] ডুয়েলগেজ
[ঘ] ন্যারোগেজ

৩৯. কোনটি ব্রডগেজ রেলপথ? (অনুধাবন)
✅ ঈশ্বরদী-সিরাজগঞ্জ
[খ] শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ
[গ] গৌরীপুর-মোহনগঞ্জ
[ঘ] কুমিল্লা-চাঁদপুর

৪০. ডুয়েলগেজ রেলপথের বিস্তৃতি- (জ্ঞান)
[ক] ঢাকা থেকে গাজীপুর
[খ] সিরাজগঞ্জ থেকে নাটোর
[গ] পাহাড়তলি থেকে চট্টগ্রাম
✅ জামতৈল থেকে জয়দেবপুর

৪১. বাংলাদেশে ডুয়েলগেজ রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ৩১০ কিলোমিটার
[খ] ৩৪০ কিলোমিটার
[গ] ৩৫০ কিলোমিটার
✅ ৩৭৫ কিলোমিটার

৪২. বাংলাদেশে মিটারগেজ রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ১,৬৫৪ কিলোমিটার
[খ] ১,৭৮৯ কিলোমিটার
✅ ১,৮৪৩ কিলোমিটার
[ঘ] ১৯০০ কিলোমিটার

৪৩. বাংলাদেশে মিটারগেজ রেলপথ কোন কোন বিভাগে অবস্থিত? (অনুধাবন)
✅ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
[খ] ঢাকা, রাজশাহী ও খুলনা
[গ] বরিশাল, খুলনা ও চট্টগ্রাম
[ঘ] ঢাকা, সিলেট ও বরিশাল

৪৪. নিচের কোন বিভাগে মিটারগেজ রেলপথ নেই? (অনুধাবন)
[ক] ঢাকা
[খ] চট্টগ্রাম
✅ খুলনা
[ঘ] সিলেট

৪৫. কোন নদী দ্বারা বাংলাদেশের রেলপথ দুইভাগে বিভক্ত? (অনুধাবন)
[ক] পদ্মা
[খ] মেঘনা
✅ যমুনা
[ঘ] ব্র‏হ্মপুত্র

৪৬. কোন ধরনের ভূমি রেলপথ গড়ে তোলার জন্য সুবিধাজনক? (অনুধাবন)
[ক] বন্ধুর
[খ] পাহাড়ি
✅ সমতল
[ঘ] জলা

৪৭. নদীমাতৃক বাংলাদেশে রেলপথ গড়ে তোলার অসুবিধা কী? (অনুধাবন)
[ক] নৌপথের প্রতি অধিক নির্ভরতা
[খ] রেলপথ নির্মাণ বেশ ব্যয়বহুল
[গ] বন্যার প্রবণতা বেশি
✅ অধিক সেতু নির্মাণ

৪৮. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ কম কেন? (অনুধাবন)
[ক] মৃত্তিকার বুনন যথেষ্ট মজবুত নয় বলে
✅ নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল বলে
[গ] সমুদ্রের অনেক নিকটে অবস্থিত বলে
[ঘ] বসতির বিন্যাস কম বলে

৪৯. ব্রডগেজ রেলপথের বিস্তৃতি কত মিটার? (প্রয়োগ)
[ক] ১
[খ] ১.৪১
[গ] ১.৫৮
✅ ১.৬৮

৫০. কোনটি রেলওয়ে ফেরি সার্ভিস? (অনুধাবন)
[ক] যশোর-বেনাপোল
[খ] শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ
[গ] পাটুরিয়া-দৌলতদিয়া
✅ সিরাজগঞ্জ-জগন্নাথগঞ্জ

৫১. বর্তমানে বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরি চালু রয়েছে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৫২. দেশের বৃহত্তম রেলস্টেশন কোনটি? (জ্ঞান)
[ক] চট্টগ্রাম
✅ কমলাপুর
[গ] কাপ্তাই
[ঘ] আখাউড়া

৫৩. জলপথকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৫৪. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীপথ বেশি ব্যবহৃত হয় কেন? (অনুধাবন)
[ক] সমতল ভূমি বলে
[খ] রেলপথ নেই বলে
✅ নদীবহুল বলে
[ঘ] সড়কপথ অপ্রতুল বলে

৫৫. বাংলাদেশে কত কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে? (জ্ঞান)
[ক] ৮,০০০
[খ] ৮,২০০
✅ ৮,৪০০
[ঘ] ৮,৬০০

৫৬. বাংলাদেশে কত কিলোমিটার নৌপথ বর্ষাকালে নৌচলাচলের উপযোগী থাকে? (জ্ঞান)
[ক] ২,৯০০
[খ] ৩,৫০০
[গ] ৫,৪০০
✅ ৮,৪০০

৫৭. বাংলাদেশে কত কিলোমিটার নৌপথ সারাবছর নৌ-চলাচলের উপযুক্ত থাকে? (জ্ঞান)
[ক] ৩,০০০
✅ ৫,৪০০
[গ] ৮,৪০০
[ঘ] ৯,২০০

৫৮. দেশের কোন অঞ্চলের নদীগুলো নৌচলাচলের জন্য উপযোগী? (জ্ঞান)
[ক] উত্তর ও পশ্চিমাঞ্চল
[খ] পূর্বাঞ্চল
✅ দক্ষিণ ও পূর্বাঞ্চল
[ঘ] উত্তরাঞ্চল

৫৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৩ অনুযায়ী দেশে লঞ্চঘাটের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১২১
[খ] ২৫১
✅ ৩৭৬
[ঘ] ৪০১

৬০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৩ অনুযায়ী দেশে ফেরিঘাটের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১৭
[খ] ২৯
✅ ৩৪
[ঘ] ৫১

৬১. ২০১২-২০১৩ অর্থবছরে অভ্যন্তরীণ নৌপরিবহনের আয় কত ছিল? (জ্ঞান)
✅ ১৩১.৭৫ কোটি টাকা
[খ] ২০০.১৩ কোটি টাকা
[খ] ২১১.৯৮ কোটি টাকা
[ঘ] ২২৫.৯৯ কোটি টাকা

৬২. বাংলাদেশের নদীবন্দরের সঙ্গে সম্পর্কযুক্ত স্থান- (অনুধাবন)
[ক] শরীয়তপুর, আশুগঞ্জ, আখাউড়া, কুলাউড়া
✅ নারায়ণগঞ্জ, আজমিরীগঞ্জ, আরিচা, চাঁদপুর
[গ] যশোর, ঝিনাইদহ, বাবুগঞ্জ, কাহালু
[ঘ] ঝিকরগাছা, রায়গঞ্জ, হাজিগঞ্জ, বোয়ালমারি

৬৩. নিচের কোন জেলাগুলো বিখ্যাত নদীবন্দর? (প্রয়োগ)
[ক] মেহেরপুর, নড়াইল
[খ] টাঙ্গাইল, গাজীপুর
[গ] কুমিল্লা, নেত্রকোনা
✅ খুলনা, ঝালকাঠি

৬৪. কোনটি বিখ্যাত নদীবন্দর? (অনুধাবন)
[ক] কুলাউড়া
[খ] গোদাগাড়ি
✅ মোহনগঞ্জ
[ঘ] হরিণাকুণ্ড

৬৫. বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদী বন্দর কোনটি? (অনুধাবন)
✅ চাঁদপুর
[খ] ঈশ্বরদী
[গ] মীরকাদিম
[ঘ] সিরাজগঞ্জ

৬৬. A ও B স্থানের মধ্যে ব্যবসায়িক পণ্য পরিবহনের জন্য কোন ধরনের পথ ব্যবহার কম ব্যয়বহুল? (প্রয়োগ)
[ক] রেল
✅ নৌ
[গ] সড়ক
[ঘ] বিমান

৬৭. সমুদ্রবন্দরে পোতাশ্রয় থাকা প্রয়োজন কেন? (অনুধাবন)
[ক] আধুনিক জেটি থাকার জন্য
[খ] জাহাজ মেরামতের জন্য
✅ ঢেউ ও ঝড় থেকে জাহাজ রক্ষা পাওয়ার জন্য
[ঘ] কার্গো রাখার সুবিধার জন্য

৬৮. কোনটি সমুদ্রবন্দর গড়ে ওঠার ক্ষেত্রে বাধাস্বরূপ? (অনুধাবন)
[ক] সুবিস্তৃত সমভূমি
[খ] গভীর উপকূল
[গ] পোতাশ্রয়
✅ বরফ ও কুয়াশা

৬৯. আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (অনুধাবন)
✅ নদীপথ ও সমুদ্রপথ
[খ] সড়কপথ ও রেলপথ
[গ] রেলপথ ও আকাশপথ
[ঘ] আকাশপথ ও সড়কপথ

৭০. বাংলাদেশে কোথায় সমুদ্র বন্দর আছে? (অনুধাবন)
[ক] চট্টগ্রাম ও চাঁদপুরে
✅ চট্টগ্রাম ও মংলায়
[গ] মংলা ও বরিশালে
[ঘ] দুমকি ও টরকিতে

৭১. চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়? (জ্ঞান)
[ক] ৮০
✅ ৮৫
[গ] ৯০
[ঘ] ৯৫

৭২. চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট রপ্তানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়? (জ্ঞান)
[ক] ৭৫
✅ ৮০
[গ] ৮৫
[ঘ] ৯০

৭৩. মংলা বন্দর দিয়ে দেশের মোট রপ্তানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়? (জ্ঞান)
[ক] ৯
[খ] ১১
✅ ১৩
[ঘ] ১৫

৭৪. মংলা বন্দর দিয়ে দেশের মোট আমদানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়? (জ্ঞান)
[ক] ৬
✅ ৮
[গ] ১০
[ঘ] ১৫

৭৫. দ্রুত যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সবচেয়ে ভালো মাধ্যম কোনটি? (জ্ঞান)
[ক] সড়কপথ
[খ] রেলপথ
✅ আকাশপথ
[ঘ] নৌপথ

৭৬. দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন পথ? (অনুধাবন)
[ক] রেল
✅ আকাশ
[গ] নদী
[ঘ] সড়ক

৭৭. বাংলাদেশের প্রধান বিমানবন্দর কোনটি? (অনুধাবন)
✅ ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’
[খ] ‘সিলেট ওসমানী বিমানবন্দর’
[গ] ‘চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর’
[ঘ] ‘রাজশাহী বিমানবন্দর’

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৮. একটি দেশের উন্নয়নে সড়কপথ গুরুত্বপূর্ণ কেননা- (অনুধাবন)
i. অতি দ্রুত যাতায়াত করা যায়
ii. উৎপাদিত পণ্য সহজে বণ্টন করা যায়
iii. বাজার ব্যবস্থার উন্নয়ন করা সহজ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৯. সড়কপথ ভূমিকা পালন করছে - (অনুধাবন)
i. বাংলাদেশের শিল্পোন্নয়নে
ii. কৃষির উন্নয়ন ও বণ্টনে
iii. ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. বাংলাদেশে সড়কপথে অনগ্রসরতার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. নদীর বহুলতা
ii. ভূপ্রকৃতিগত সমস্যা
iii. প্লাবিত এলাকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. পার্বত্য চট্টগ্রামে সড়কপথ অনেক কম - (অনুধাবন)
i. বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য
ii. পার্বত্য এলাকায় সড়কপথ নির্মাণ ব্যয়বহুল বেলে
iii. প্রতিকূল আবহাওয়ার কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮২. আমাদের দেশে সারাবছরই সড়কপথ মেরামত করতে হয় - (অনুধাবন)
i. বৃষ্টি, বর্ষা দ্বারা প্রভাবিত হয় বলে
ii. নির্মাণে দুর্বল উপকরণ ব্যবহৃত হয় বলে
iii. যানবাহনের চাপ অত্যধিক থাকে বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. সড়কপথ যথেষ্ট ভূমিকা পালন করছে- (প্রয়োগ)
i. সুষম অর্থনৈতিক উন্নয়নে
ii. কৃষি উন্নয়ন ও বণ্টন ব্যবস্থাপনায়
iii. ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সড়কপথ অগ্রসর না থাকার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সড়ক নির্মাণ ব্যয়বহুল
ii. বর্ষাকালে অধিকাংশ সড়ক নষ্ট হয়ে যায়
iii. সড়ক নির্মাণে সরকারের সদিচ্ছা নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. দেশের পূর্বাংশের সঙ্গে পশ্চিমাংশের যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ- (অনুধাবন)
i. জলপথ
ii. রেলপথ
iii. সড়কপথ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. রেলপথ গড়ে ওঠাকে প্রভাবিত করে- (অনুধাবন)
i. সমতলভূমি
ii. সমুদ্রবন্দরের অবস্থান
iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. রেলওয়ে ফেরি চালু রয়েছে- (অনুধাবন)
i. তিস্তামুখঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে
ii. জামতৈল ও জয়দেবপুরের মধ্যে
iii. সিরাজগঞ্জ ও জগন্নাথগঞ্জের মধ্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. বাংলাদেশে নদীপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা হলো- (অনুধাবন)
i. নিম্নভূমি
ii. নদীবহুল অঞ্চল
iii. সমতল ভূমি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. নৌযান চলাচলের ক্ষেত্রে সমস্যা - (অনুধাবন)
i. নদীর নাব্য হ্রাস
ii. মৌসুমভিত্তিক চলাচল
iii. দক্ষ চালক ও নাবিকের অভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. একটি স্থানে সমুদ্রবন্দর গড়ে ওঠার ভৌগোলিক কারণ - (উচ্চতর দক্ষতা)
i. বেশ গভীর উপকূল
ii. সুবিস্তৃত সমভূমি
iii. পোতাশ্রয় সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. অভ্যন্তরীণ রুটে বিমান সার্ভিস চালু রয়েছে- (অনুধাবন)
i. ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার
ii. যশোর ও রাজশাহী থেকে ঢাকা
iii. ঢাকা থেকে সৈয়দপুর ও বরিশাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. আকাশপথের গুরুত্ব অপরিসীম- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে
ii. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে
iii. পচনশীল দ্রব্য প্রেরণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. আকাশপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - (অনুধাবন)
i. যুদ্ধবিগ্রহে
ii. দুর্ভিক্ষে
iii. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের সারণিতে ২০১১ এবং ২০১২ সালের বাংলাদেশের তিন ধরনের যাতায়াত ব্যবস্থার তথ্য উল্লেখ আছে।
যাতায়াতের ধরন ২০১১ - ২০১২
জাতীয় মহাসড়ক (কিলোমিটার) ৩,৪৯২৩,৫৭০
রেলপথ (কিলোমিটার) ব্রডগেজ ৬৫৯৬৫৯
মিটার গেজ ১,৮০১১,৮৪৩
নৌপথ (কিলোমিটার) সারা বছর ৫,৪০০
বর্ষাকাল ৮,৪০০

৯৪. সারণির আলোকে কোন উক্তিটি সঠিক? (প্রয়োগ)
[ক] নদীপথ থেকে সড়কপথে তিন গুণ বেশি মানুষ চলাচল করে
[খ] ২০১১ এবং ২০১২ সালে কিছুসংখ্যক মিটারগেজ রেলপথ ব্রডগেজ রেলপথে রূপান্তরিত হয়েছে
✅ ২০১১ এবং ২০১২ সালের মধ্যে নতুন সড়কপথ তৈরি করা হয়েছে
[ঘ] ২০১২ সালে বাংলাদেশে চলাচলযোগ্য নদীপথের দৈর্ঘ্য ছিল প্রায় ৯,৫০০ কিলোমিটার

৯৫. উল্লিখিত সারণির আলোকে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. ২০১১ এবং ২০১২ সালে বাংলাদেশের প্রধান সড়কপথের দৈর্ঘ্য বেড়েছে
ii. ২০১২ সালে মিটার গেজ রেলপথ থেকে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য বেশি ছিল
iii. প্রায় এক-তৃতীয়াংশ চলাচলযোগ্য নদীপথ বছরের শুষ্ক মৌসুমে চলাচলের অনুপযোগী থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০নং প্রশ্নের উত্তর দাও :
জামাল একজন কৃষক। উৎপাদিত পণ্য বরিশাল থেকে ঢাকায় পাইকারি বাজারে বিক্রি করেন। এতে তার পরিবহন খরচ কম হয়।

৯৬. জামাল কোন পথ ব্যবহার করে? (অনুধাবন)
[ক] সড়ক
✅ নৌ
[গ] রেল
[ঘ] আকাশ

৯৭. উক্ত পরিবহন বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে
ii. কৃষিপণ্য বণ্টন ব্যবস্থাপনায়
iii. কর্মসংস্থান সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের মানচিত্রটি দেখে ৯৮ ও ৯৯নং প্রশ্নের উত্তর দাও :

৯৮. ‘ক’ চি‎হ্নিত স্থানে কী ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে? (প্রয়োগ))
[ক] সড়কপথ ও রেলপথ
[খ] সড়কপথ, রেলপথ ও আকাশপথ
✅ সড়কপথ, রেলপথ, আকাশপথ ও সমুদ্রপথ
[ঘ] আকাশপথ ও সমুদ্রপথ

৯৯. ‘ক’ চি‎হ্নিত স্থানে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সমুদ্রবন্দরের উপস্থিতি
ii. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা
iii. বন্ধুর প্রকৃতির ভূমিরূপ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪নং প্রশ্নের উত্তর দাও :
রেবেকা প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনের সময় ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দেয়। তার দেশের এ বনটি বেশ পছন্দ।

১০০. রেবেকার পছন্দের স্থানে কোন বন্দর গড়ে উঠেছে? (প্রয়োগ)
[ক] চট্টগ্রাম
✅ মংলা
[গ] বরিশাল
[ঘ] ঝালকাঠি

১০১. উক্ত বন্দরটির ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. অধিকাংশ বাণিজ্য এর মাধ্যমে সম্পন্ন হয়
ii. নদীপথ ও সড়কপথের সঙ্গে এটি সংযুক্ত
iii. পশুর নদীর তীরে এর অবস্থান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💝 বাণিজ্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৬৯
🍭 পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্য্যাবলি হচ্ছে- বাণিজ্য।
🍭 বাণিজ্য ২ ধরনের হয়ে থাকে- অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য।
🍭 অভ্যন্তরীণ বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সড়কপথ, রেলপথ ও নদীপথ।
🍭 বর্তমানে রপ্তানির প্রায় শতকরা ৭৫ ভাগ আয় হচ্ছে- তৈরি পোশাক থেকে।
🍭 মূলধন ও প্রযুক্তি বিদ্যার অভাবে- প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না।
🍭 বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ গন্তব্যস্থল- আমেরিকা যুক্তরাষ্ট্র।
🍭 তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, চামড়া ইত্যাদি- প্রধান রপ্তানি পণ্য।
🍭 বাংলাদেশের আমদানির ক্ষেত্রে শীর্ষে - চীন এর অবস্থান।
🍭 ২০১২-১৩ সালে রপ্তানি আয় ছিল- ১২,৫৯৯.৭৩ ইউএস ডলার।
🍭 বাংলাদেশের প্রধান আমদানি পণ্য- চাল, তুলা, পেট্রোলিয়াম, সুতা উল্লেখযোগ্য।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০২. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্য্যাবলি কী? (জ্ঞান)
✅ বাণিজ্য
[খ] যোগাযোগ
[গ] রপ্তানি
[ঘ] আমদানি

১০৩. বাণিজ্য কত প্রকার? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

১০৪. বর্তমানে আমাদের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ তৈরি পোশাক ও নিটওয়্যার থেকে হয়? (জ্ঞান)
[ক] ৬০%
[খ] ৫৫%
✅ ৭৫%
[ঘ] ৮৫%

১০৫. বাংলাদেশের রপ্তানি আয়ের বর্তমান গতিধারার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] চামড়া ও হস্তশিল্পজাত দ্রব্যের রপ্তানি বাড়ছে আর তৈরি পোশাক ও হিমায়িত খাদ্যের রপ্তানি কমছে
[খ] পাটজাত দ্রব্য ও চায়ের রপ্তানি বাড়ছে আর তৈরি পোশাক ও হিমায়িত খাদ্যের রপ্তানি কমছে
✅ তৈরি পোশাক ও হিমায়িত খাদ্যের রপ্তানি বাড়ছে আর পাটজাত দ্রব্য ও চায়ের রপ্তানি কমছে
[ঘ] তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চা ও চামড়া সকল পণ্যের রপ্তানি ক্রমাগত হারে বাড়ছে

১০৬. আমাদের অর্থনৈতিক উন্নতি করার লক্ষ্যে কী দরকার? (অনুধাবন)
[ক] আমদানি বৃদ্ধি করা
✅ রপ্তানি বৃদ্ধি করা
[গ] পণ্যের মান উন্নয়ন করা
[ঘ] পরিবহন ব্যবস্থার উন্নয়ন

১০৭. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করে আমাদের অর্থনৈতিক উন্নতি করার প্রচেষ্টা চালানো প্রয়োজন। এর জন্য কী করণীয়? (প্রয়োগ)
[ক] প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি
[খ] আমদানি বন্ধকরণ
✅ রপ্তানি পণ্য বহুমুখীকরণ
[ঘ] কৃষিজমিতে শিল্প স্থাপন

১০৮. বর্তমানে বাংলাদেশে কোন ধরনের শিল্পের রপ্তানি উপযোগিতা বাড়ছে? (অনুধাবন)
[ক] ক্ষুদ্র ও কুটির
✅ শ্রমনির্ভর
[গ] ভারী মূলধনী
[ঘ] কৃষিনির্ভর

১০৯. বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহৎ গন্তব্যস্থল কোন দেশ? (জ্ঞান)
✅ জার্মানি
[খ] জাপান
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] ফ্রান্স

১১০. ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশি পণ্যের তৃতীয় আমদানিকারক দেশ ছিল কোনটি? (প্রয়োগ)
[ক] ফ্রান্স
[খ] নেদারল্যান্ডস
✅ যুক্তরাজ্য
[ঘ] কানাডা

১১১. বাংলাদেশের আমদানি বাণিজ্যে চীনের অবস্থান কত? (অনুধাবন)
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

১১২. বাংলাদেশের আমদানি বাণিজ্যে ভারতের অবস্থান কত? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

১১৩. বাংলাদেশের আমদানি দ্রব্য কোনটি? (অনুধাবন)
[ক] পাট
[খ] চা
[গ] চামড়া
✅ ভোজ্যতেল

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৪. বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য - (উচ্চতর দক্ষতা)
i. মানুষের চাহিদা ও ভোগের সমন্বয় ঘটায়
ii. রপ্তানি বাণিজ্য সহায়তা করে
iii. যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য - (উচ্চতর দক্ষতা)
i. আমদানির চেয়ে রপ্তানি কম
ii. অধিকাংশ বাণিজ্য চলে আকাশপথে
iii. কৃষিপণ্য রপ্তানি কমে আমদানি বাড়ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. বৈদেশিক বাণিজ্য উন্নয়নে প্রয়োজন- (অনুধাবন)
i. উৎপাদন ব্যয় হ্রাস করে রপ্তানি শুল্ক বৃদ্ধি করা
ii. উৎপাদন বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
iii. পণ্যের মান উন্নয়ন ও ব্যাপক প্রচার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. বর্তমানে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের গতিধারা- (উচ্চতর দক্ষতা)
i. তৈরি পোশাক ও নিটওয়্যার থেকে সিংহভাগ আয় হচ্ছে
ii. কৃষিপণ্যের রপ্তানির পরিমাণ কমে আমদানি বাড়ছে
iii. প্রায় সকল বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. আমাদের আমদানি ও রপ্তানি বাণিজ্যে ভারসাম্যহীনতা থাকার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. প্রাকৃতিক সম্পদের অপ্রতুল ব্যবহার
ii. মূলধন ও প্রযুক্তিবিদ্যার অভাব
iii. রপ্তানিযোগ্য পণ্যের সীমাবদ্ধতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৯. বাংলাদেশের প্রধান আমদানি পণ্যসমূহ - (অনুধাবন)
i. খাদ্যশস্য, পেট্রোলিয়াম ও সুতা
ii. সার, ক্লিংকার ও স্টেপল ফাইবার
iii. চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪নং প্রশ্নের উত্তর দাও :
শফিক সাহেব পশুর চামড়া ঢাকায় প্রক্রিয়াজাত করে নেদারল্যান্ডসে রপ্তানি করেন। অধিকাংশ সময়ই তিনি পণ্যসামগ্রী জাহাজে প্রেরণ করেন।

১২০. শফিক সাহেব কী ধরনের বাণিজ্য পরিচালনা করেন? (প্রয়োগ)
[ক] আমদানি
✅ রপ্তানি
[গ] আমদানি- রপ্তানি
[ঘ] আন্তর্জাতিক

১২১. তিনি প্রক্রিয়াজাত চামড়া জাহাজে প্রেরণ করেন- (উচ্চতর দক্ষতা)
i. ভারি পণ্য বলে
ii. পণ্য পরিবহনে সুবিধাজনক বলে
iii. শিল্পোন্নয়নে ভূমিকা রাখার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৫ ও ১১৬নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৩ অনুযায়ী ২০১২-১৩ সালে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৬,৪৪২ ও ১২,৫৯৯.৭৩ মিলিয়ন মার্কিন ডলার।

১২২. ২০১২-১৩ সালে বাংলাদেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ কত ছিল (মিলিয়ন ডলারে)? (প্রয়োগ)
[ক] ৩২৫৬.৯৪
[খ] ৩৫৯৪.২৮
✅ ৩৮৪২.২৭
[ঘ] ৪২২১.৩৯

১২৩. উক্ত বাণিজ্য ঘাটতির ভারসাম্য আনয়নে প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়ানো
ii. নতুন বাজারের অনুসন্ধান
iii. পণ্যের গুণগত মান উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের স্তম্ভচিত্রটি দেখে ১১৭ ও ১১৮নং প্রশ্নের উত্তর দাও :

১২৪. স্তম্ভচিত্রে বাংলাদেশের সর্বাধিক বাণিজ্যিক বৈষম্য কোন দেশের সাথে বিদ্যমান? (প্রয়োগ)
✅ সিঙ্গাপুর
[খ] জাপান
[গ] মালয়েশিয়া
[ঘ] দক্ষিণ কোরিয়া

১২৫. চীন ও ভারতের সাথে আমাদের আমদানি ও রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. রপ্তানির চেয়ে আমদানিতে অনেক বেশি পণ্যসামগ্রী
ii. আমদানি ও রপ্তানি বাণিজ্য বাংলাদেশের প্রতিকূলে
iii. প্রযুক্তিবিদ্যার গুণগত মানের ব্যাপক বৈষম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide