৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ
একাদশ অধ্যায়
Class 9-10 Geography and environment Guide and SSC Exam Preparation
SSC Vugol and poribesh Chapter-11
Geography and Environment
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি প্রসার লাভ করেছে?
[ক] পূর্বাঞ্চলের
[খ] পশ্চিমাঞ্চলের
[গ] দক্ষিণাঞ্চলের
✅ উত্তরাঞ্চলের
২. ইক্ষু উৎপাদনের জন্য কোন ধরনের মৃত্তিকার প্রয়োজন?
i. বেলে দোআঁশ
ii. কর্দমাক্ত দোআঁশ
iii. জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের মানচিত্র পর্যবেক্ষণ কর এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৩. ‘ঞ’ চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বনভূমি গড়ে উঠেছে?
[ক] ক্রান্তীয় চিরহরিৎ
✅ ক্রান্তীয় পাতাঝরা
[গ] স্রোতজ
[ঘ] ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা
৪. উক্ত বনভূমিতে কোন ধরনের বৃক্ষ জন্মায়?
i. চাপালিশ
ii. শাল
iii. হিজল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. তারা মসজিদ কোথায়? [সকল বোর্ড’১৬]
[ক] পটুয়াখালি
[খ] নোয়াখালী
[গ] গাজীপুর
[ঘ] ঢাকা
২. ২০০৬ সালে পর্যটন শিল্প থেকে কত টাকা আয় হয়? [সকল বোর্ড’১৬]
[ক] ৫৭৬২.২৪ মিলিয়ন টাকা
[খ] ৫৫৩০.৬০ মিলিয়ন টাকা
[গ] ৫৩৩০.২৪ মিলিয়ন টাকা
[ঘ] ৫১৬০.৬০ মিলিয়ন টাকা
চিত্র : বাংলাদেশের আংশিক মানচিত্র
৩. মানচিত্রে প্রদর্শিত স্থানটিতে জন্মে- [সকল বোর্ড’১৬]
[ক] চা, রাবার
[খ] আখ, আম
[গ] কলা, পেয়ারা
[ঘ] পান, সুপারি
৪. কুয়াকাটা সমুদ্রসৈকত কোন জেলায় অবস্থিত? [সকল বোর্ড’১৬]
[ক] নোয়াখালী
[খ] পটুয়াখালী
[গ] কক্সবাজার
[ঘ] বরিশাল
৫. বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক কী পরিমাণ কয়লা উত্তোলিত হয়? [সকল বোর্ড’১৬]
[ক] প্রায় ১.৯৯ মিলিয়ন মেট্রিক টন
[খ] প্রায় ২.৯৯ মিলিয়ন মেট্রিক টন
[গ] প্রায় ৩.৯৯ মিলিয়ন মেট্রিক টন
[ঘ] প্রায় ৪.৯৯ মিলিয়ন মেট্রিক টন
[বি. দ্র.. সঠিক উত্তর ৩,০০০ মে.টন।]
৬. আমিন সাহেব তার ৪/৫ বিঘা জমিতে পাট চাষ করেন। কারণ তিনি জানেন পাট একটি- [সকল বোর্ড’১৬]
i. অর্থকরী ফসল
ii. সোনালি আঁশ
iii. খাদ্যশস্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. বাংলাদেশের প্রথম কাগজকল কোন সালে স্থাপিত হয়? [সকল বোর্ড’১৬]
[ক] ১৯৫০
[খ] ১৯৫১
[গ] ১৯৫২
[ঘ] ১৯৫৩
৫. বাহাদুর শাহ পার্ক কত সালে নির্মিত? [সকল বোর্ড ’১৫]
[ক] ১৭৫৭
✅ ১৮৫৭
[গ] ১৮৭৫
[ঘ] ১৯৭৫
৬. সিলেট জেলায় কোন ধান ভালো জন্মে? [সকল বোর্ড ’১৫]
[ক] আমন
[খ] আউশ
[গ] ইরি
✅ বোরো
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭, ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
[সকল বোর্ড ’১৫]
৭. অনুচ্ছেদের (?) চিহ্নিত খালি ঘরে নিচের কোনটি প্রযোজ্য?
[ক] ধান চাষ
✅ পাট চাষ
[গ] গম চাষ
[ঘ] ইক্ষু চাষ
৮. উক্ত ফসল চাষের উপযুক্ত অঞ্চল কোনটি?
✅ উষ্ণ অঞ্চল
[খ] উষ্ণ ও আর্দ্র অঞ্চল
[গ] আর্দ্র অঞ্চল
[ঘ] প্রচুর বৃষ্টিপাত
৯. কিসের কারণে এ দেেেশর আবহাওয়া আর্দ্র থাকে? [সকল বোর্ড ’১৫]
✅ নদী
[খ] পাহাড়
[গ] বনভূমি
[ঘ] সাগর
১০. বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান? [চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ ধান
[খ] গম
[গ] আলু
[ঘ] ডাল
১১. বাংলাদেশের কোন অঞ্চলে অধিক গম উৎপাদিত হয়? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
[ক] পূর্বাঞ্চল
[খ] পশ্চিমাঞ্চল
[গ] দক্ষিণাঞ্চল
✅ উত্তরাঞ্চল
১২. গম চাষের উপযোগী মাটি কোনটি? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
✅ উর্বর দোআঁশ
[খ] বেলে মাটি
[গ] উর্বর কর্দমাময় মাটি
[ঘ] পলি মাটি
১৩. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? [আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
✅ পাট
[খ] চা
[গ] চিনি
[ঘ] তামাক
১৪. বেলে দোআঁশ ও কর্দমাময় দোআঁশ মাটিতে কী চাষ ভালো হয়? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
[ক] ধান
✅ ইক্ষু
[গ] পাট
[ঘ] চা
১৫. চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন? [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ১৫০
[খ] ১৭৫
[গ] ২০০
✅ ২৫০
১৬. চা চাষের জন্য প্রয়োজন- [মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
i. উষ্ণ ও আর্দ্র জলবায়ু
ii. ১৬º থেকে ১৭º সেলসিয়াস তাপমাত্রা
iii. উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭. বাংলাদেশের প্লাইস্টোসিনকালের বনভূমিকে কী বলে? [নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়]
[ক] ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
✅ ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
[গ] ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি
[ঘ] স্রোতজ বনভূমি
১৮. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়? [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] ১৯৮১
✅ ১৯৮৬
[গ] ১৯৮৮
[ঘ] ১৯৯০
১৯. কত সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া যায়? [মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল]
[ক] ১৯৮৩
[খ] ১৯৮৪
✅ ১৯৮৬
[ঘ] ১৯৮৮
২০. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্র থেকে খনিজ তেল পাওয়া যায়? [নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ছাতক
[খ] রশিদপুর
[গ] বাখরাবাদ
✅ হরিপুর
২১. বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় অবস্থিত? [আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা]
✅ মৌলভীবাজারে
[খ] হবিগঞ্জে
[গ] সিলেটে
[ঘ] সুনামগঞ্জে
২২. বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা কতটি? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] ১৯
[খ] ২১
✅ ২৫
[ঘ] ২৯
২৩. সেমুতাং কী? [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] কয়লাক্ষেত্র
[খ] নদীবন্দর
✅ গ্যাসক্ষেত্র
[ঘ] পাহাড়
২৪. দিনাজপুরের বড় পুকুরিয়া বিখ্যাত কেন? [বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] প্রাকৃতিক গ্যাসের কারণে
[খ] খনিজ তেলের কারণে
[গ] আকরিক লোহার কারণে
✅ কয়লার কারণে
২৫. উন্নতমানের কয়লা কোনটি? [পুলিশ লাইন হাই স্কুল, ফরিদপুর]
✅ লিগনাইট
[খ] পিট
[গ] কোক
[ঘ] অ্যানথ্রাসাইট
২৬. আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা
হয়?
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা][ক] পেট্রল
✅ প্রাকৃতিক গ্যাস
[গ] ডিজেল
[ঘ] কয়লা
২৭. বর্তমানে বাংলাদেশে কতটি কাগজ কল রয়েছে? [বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
২৮. বর্তমানে বাংলাদেশে কতটি বোর্ড মিলস আছে? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা]
[ক] ১
✅ ৪
[গ] ৬
[ঘ] ৮
২৯. কোনটি কাগজ উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত. উচ্চ বিদ্যালয়]
✅ নলখাগড়া
[খ] তুলা
[গ] শণ
[ঘ] নারিকেলের ছোবড়া
৩০. বাংলাদেশে প্রথম সার কারখানা কোনটি? [মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল]
[ক] ঘোড়াশাল সার কারখানা
✅ ফেঞ্চুগঞ্জ সার কারখানা
[গ] জিয়া সার কারখানা
[ঘ] পলাশ ইউরিয়া সার কারখানা
৩১. “A sleeping beauty emerging from mists and water.” উক্তিটি কার? [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ হিউয়েন সাং
[খ] ফা হিয়েন
৩২. কোন শিল্পের মাধ্যমে বিশ্বের সকল দেশের সাথে ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে? [জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] বস্ত্র
✅ পর্যটন
[গ] পাট
[ঘ] পোশাক
৩৩. গান্ধী আশ্রম কোথায় অবস্থিত? [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] মৌলভীবাজার
[খ] সিলেট
✅ নোয়াখালী
[ঘ] ময়মনসিংহ
৩৪. রাঙামাটির প্রধান আকর্ষণ কোনটি? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] বৌদ্ধবিহার
[খ] চাকমা রাজার বাড়ি
✅ কাপ্তাই হ্রদ
[ঘ] মাতামুহুরী নদী
৩৫. পর্যটন শিল্প থেকে বৃদ্ধি করা যায়- [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. আয়
ii. কর্মসংস্থান
iii. জাতীয় রাজস্ব বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬. ঢাকার পর্যটন কেন্দ্র - [আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা]
i. কার্জন হল
ii. আহসান মঞ্জিল
iii. তারা মসজিদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
💝 ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০০
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭. একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] সম্পদ ও জনসংখ্যা
[খ] জনসংখ্যা ও শিক্ষা
✅ সম্পদ ও শিল্প
[ঘ] শিল্প ও কৃষি
৩৮. বাংলাদেশে শিল্পের গুরুত্ব অপরিসীম হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ উন্নয়ন
[খ] প্রবৃদ্ধি
[গ] অগ্রগতি
[ঘ] কর্মসংস্থান
৩৯. বাংলাদেশেরে অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে কোন শিল্প? (অনুধাবন
[ক] বস্ত্র
[খ] পোশাক
✅ পাট
[ঘ] পর্যটন
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪০. বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ ☕
i. কৃষিজ ও বনজ
ii. কয়লা
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💝 কৃষিপণ্য 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪৩
🍭 বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-কৃষি।
🍭 বাংলাদেশের কৃষিজ ফসল ২ প্রকার- খাদ্যশস্য ও অর্থকরী ফসল।
🍭 বাংলাদেশে- আউশ, আমন, বোরো প্রভৃতি ধরনের ধান চাষ হয়।
🍭 বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে- পানি সেচের মাধ্যমে গম চাষ ভালো হয়।
🍭 বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি- গম চাষের জন্য সহায়ক।
🍭 বাংলাদেশে দুধরনের পাট চাষ হয়- দেশি এবং তোষা।
🍭 ইক্ষু চাষের জন্য প্রয়োজন- সমতলভূমি।
🍭 চা চাষের জন্য প্রয়োজন- উষ্ণ ও আর্দ্র জলবায়ুর।
🍭 জমিতে একই শস্য চাষ- মাটির পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১. কৃষিব্যবস্থা কখন দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (প্রয়োগ)
✅ লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব হলে
[খ] অধিকাংশ লোক এ পেশায় জড়িত হলে
[গ] দেশের ভোগ্যপণ্য উৎপাদিত হলে
[ঘ] দেশের শিল্পের কাঁচামালের যোগানদাতা হলে
৪২. ২০১২-১৩ অর্থবছরের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ছিল? (জ্ঞান)
[ক] ১১%
✅ ১৩%
[গ] ১৬%
[ঘ] ১৯%
৪৩. বর্তমান শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত? (জ্ঞান)
[ক] ৪৩.৫০
[খ] ৪৫.৩০
✅ ৪৭.৫০
[ঘ] ৪৯.৩০
৪৪. বাংলাদেশের সকল জেলায় উৎপাদিত হয় এমন খাদ্যশস্য কোনটি? (অনুধাবন)
[ক] ডাল
✅ ধান
[গ] আলু
[ঘ] ভুট্টা
৪৫. আমন ধান কোথায় ভালো হয়? (জ্ঞান)
[ক] সিলেট
✅ রংপুর
[গ] বগুড়া
[ঘ] নোয়াখালী
৪৬. ধান চাষের জন্য কত তাপমাত্রা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১০º থেকে ১৫º সেলসিয়াস
[খ] ১২º থেকে ২৮º সেলসিয়াস
✅ ১৬º থেকে ৩০º সেলসিয়াস
[ঘ] ১৮º থেকে ২৩º সেলসিয়াস
৪৭. বাংলাদেশের সর্বত্রই ধান ভালো জন্মে কেন? (অনুধাবন)
[ক] তাপমাত্রা ও বৃষ্টিপাত অনুকূল বলে
✅ নদী অববাহিকার পলিমাটি সমৃদ্ধ বলে
[গ] মাটিতে বালির ভাগ বেশি থাকে বলে
[ঘ] সারা বছর মৌসুমি বায়ু প্রবাহিত হয় বলে
৪৮. গম চাষের জন্য কত তাপমাত্রা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১১º থেকে ১৩º সেলসিয়াস
[খ] ১২º থেকে ১৭º সেলসিয়াস
[গ] ১৪º থেকে ২০º সেলসিয়াস
✅ ১৬º থেকে ২২º সেলসিয়াস
৪৯. কোনটি চাষে রংপুর ও যশোর জেলার সম্পৃক্ততা নেই? (জ্ঞান)
[ক] ইক্ষু
✅ চা
[গ] পাট
[ঘ] গম
৫০. তেলবীজ জাতীয় খাদ্যশস্যের সাথে অমিল প্রকাশ করে কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সরিষা
[খ] বাদাম
[গ] তিসি
✅ মটর
৫১. ডাল জাতীয় খাদ্যশস্য নয় নিচের কোনটি? (অনুধাবন)
[ক] মুগ
[খ] মটর
✅ বাদাম
[ঘ] মাসকলাই
৫২. আমাদের দেশে নিচের কোন ফসলটি সরাসরি বিক্রির জন্য চাষ করা হয়? (অনুধাবন)
[ক] ধান
[খ] আলু
[গ] ডাল
✅ ইক্ষু
৫৩. বাংলাদেশে সাধারণত কত প্রকারের পাটচাষ হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৫৪. উষ্ণ অঞ্চলের ফসল কোনটি? (অনুধাবন)
[ক] গম
[খ] আলু
✅ পাট
[ঘ] ইক্ষু
৫৫. অধিক তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত কী চাষে প্রয়োজন হয়? (অনুধাবন)
[ক] ধান
[খ] গম
[গ] চা
✅ পাট
৫৬. পাট চাষে কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন? (অনুধাবন)
[ক] ১০০-১৫০
[খ] ১০০-২০০
✅ ১৫০-২৫০
[ঘ] ২০০-৩০০
৫৭. কী চাষের জন্য ২০º থেকে ৩৫º সেলসিয়াস তাপমাত্রা এবং ১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন? (অনুধাবন)
[ক] ধান
✅ পাট
[গ] গম
[ঘ] চা
৫৮. কোন ধরনের মাটিতে পাট চাষ প্রসার লাভ করে? (জ্ঞান)
[ক] পলিমাটি
[খ] বেলে মাটি
✅ উর্বর দোআঁশ মাটি
[ঘ] উর্বর কর্দমাময় মাটি
৫৯. চিনি বা গুড় উৎপাদনের জন্য বাংলাদেশে কোন ফসল চাষ করা হয়? (জ্ঞান)
[ক] আলু
[খ] বিট
[গ] খেজুর
✅ ইক্ষু
৬০. ইক্ষু চাষের জন্য কত তাপমাত্রা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১০º থেকে ১৫º সেলসিয়াস
[খ] ১২º থেকে ২৬º সেলসিয়াস
[গ] ১৬º থেকে ৩০º সেলসিয়াস
✅ ১৯º থেকে ৩০º সেলসিয়াস
৬১. বাংলাদেশে উৎপাদিত কোন অর্থকরী ফসলের বেশির ভাগ বিদেশে রপ্তানি হয়? (জ্ঞান)
✅ চা
[খ] ইক্ষু
[গ] তুলা
[ঘ] তামাক
৬২. পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে কী চাষ ভালো হয়? (অনুধাবন)
[ক] ইক্ষু
✅ চা
[গ] পাট
[ঘ] গম
৬৩. চা চাষের জন্য কত তাপমাত্রা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১০º থেকে ১২º সেলসিয়াস
[খ] ১৩º থেকে ১৪º সেলসিয়াস
[গ] ১৪º থেকে ১৫º সেলসিয়াস
✅ ১৬º থেকে ১৭º সেলসিয়াস
৬৪. উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে কী ভালো হয়? (অনুধাবন)
[ক] পাট
[খ] গম
[গ] ইক্ষু
✅ চা
নিচের অনুচ্ছেদটি পড় :
অঞ্চল - তাপমাত্রা - বৃষ্টিপাত - মাটি
ক | ১৬º-১৭º | ২৫০ সেমি | লৌহ সমৃদ্ধ দোআঁশ
৬৫. ক অঞ্চলে কোন কৃষিপণ্যটির উৎপাদন ভালো হয়? (প্রয়োগ)
[ক] ধান
[খ] গম
✅ চা
[ঘ] ইক্ষু
৬৬. কোনটি চাষে রংপুর ও যশোর জেলার সম্পৃক্ততা নেই? (জ্ঞান)
[ক] ইক্ষু
✅ চা
[গ] পাট
[ঘ] গম
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৭. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। এর কারণ- (উচ্চতর দক্ষতা)
i. নদীবহুল বাংলাদেশের বিস্তীর্ণ সমভূমি পলিমাটি
ii. প্রচুর উৎপাদন
iii. বাঙালির প্রধান খাদ্য ভাত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৮. ভালো ধানের ফলনের জন্য দরকার- (প্রয়োগ)
i. ১৬º থেকে ৩০º সেলসিয়াস তাপমাত্রা
ii. ১০০ থেকে ২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত
iii. নদী অববাহিকার পলিমাটি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৯. গম চাষের উপযোগী অবস্থা - (অনুধাবন)
i. উর্বর দোআঁশ মাটি
ii. বৃষ্টিবহুল শীত মৌসুম
iii. প্রয়োজনীয় ১৬º থেকে ২২º সেলসিয়াস তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭০. গম চাষের উপযোগী অবস্থা - (প্রয়োগ)
i. ১৬º থেকে ২২º সেলসিয়াস তাপমাত্রা
ii. ১০০ থেকে ২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত
iii. উর্বর দোআঁশ মাটি
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৭১. বাংলাদেশে চা বাগান আছে- (অনুধাবন)
i. মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়
ii. সিলেট ও কুমিল্লা জেলায়
iii. ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭২. আমাদের কৃষিখাতের প্রধান রপ্তানি পণ্য - (অনুধাবন)
i. হিমায়িত খাদ্য ও কাঁচা পাট
ii. পাটজাত দ্রব্য ও চা
iii. পোশাক শিল্প ও হস্তশিল্প
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের মানচিত্রটি দেখে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
৭৩. ‘ক’ চিহ্নিত অঞ্চলে নিচের কোন অর্থকরী ফসল ভালো জন্মে? (প্রয়োগ)
[ক] পাট
✅ ইক্ষু
[গ] চা
[ঘ] তামাক
৭৪. ‘খ’ চিহ্নিত স্থানে গমের ফলন ভালো হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বৃষ্টিহীন শীত মৌসুম
ii. ১৬º থেকে ২২º সেলসিয়াস তাপমাত্রা থাকে
iii. উর্বর দোআঁশ মাটি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের ছকটি দেখে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
২০º থেকে ৩৫º সেলসিয়াস তাপমাত্রা- পাট
ক- চা
১৬º থেকে ৩০º সেলসিয়াস তাপমাত্রা- খ
৭৫. ‘ক’ এর জন্য অনুকূল তাপমাত্রা কত? (প্রয়োগ)
✅ ১৬º থেকে ১৭º সেলসিয়াস
[খ] ১৯º থেকে ৩০º সেলসিয়াস
[গ] ২০º থেকে ৩৫º সেলসিয়াস
[ঘ] ১৩º থেকে ২১º সেলসিয়াস
৭৬. ‘খ’ বাংলাদেশের সর্বত্র ভালো জন্মানোর কারণ- (উচ্চতর দক্ষতা)
i. চিহ্নিত কৃষিপণ্যটি হলো ধান
ii. নদী অববাহিকার উর্বর পলিমাটির বিস্তার
iii. ২০০ সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
✅ ii
[খ] i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ প্রশ্নের উত্তর দাও :
রিয়াজ সিলেটে এসে চা বাগানে বেড়াতে যায়। তার নিজ জেলায় এর চাষ না হওয়ার কারণ সে ভাবতে থাকে।
৭৭. রিয়াজের দেখা বাগানে কিরূপ ফসল উৎপন্ন হয়? (প্রয়োগ)
[ক] মিশ্র কৃষিফসল
[খ] খাদ্যশস্য
✅ অর্থকরী ফসল
[ঘ] খামারজাত ফসল
৭৮. রিয়াজের নিজ জেলায় চা চাষ না হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. পানি নিষ্কাশন হয় এমন ঢালু জমির অভাব
ii. লৌহ ও জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটির অপর্যাপ্ততা
iii. উষ্ণ ও আর্দ্র জলবায়ুর অপ্রতুলতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 বাংলাদেশের বনাঞ্চল 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪৬
🍭 বনভূমি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে বলে বনজ সম্পদ।
🍭 বাংলাদেশের বনভূমির পরিমাণ- শতকরা ১৭ ভাগ।
🍭 জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে- বাংলাদেশের বনভূমি ৩ ভাগে বিভক্ত।
🍭 পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে দেখা যায়- ক্রান্তীয় চিরহরিৎ গাছের বনভূমি।
🍭 সমুদ্রের জোয়ার ভাটা ও লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের জন্য স্রোতজ বনভূমি বৃক্ষ সমৃদ্ধ।
🍭 পারস্পরিক ভারসাম্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির-২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
🍭 পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়- কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে।
🍭 শতিকালে বৃক্ষের পাতা ঝরে যায়- ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে।
🍭 স্রোতজ বনভূমি খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
🍭 অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৯. বনভূমি থেকে যে সম্পদ আহরিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রাকৃতিক সম্পদ
[খ] কৃত্রিম সম্পদ
[গ] সামাজিক সম্পদ
✅ বনজ সম্পদ
৮০. বাংলাদেশের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি আছে? (অনুধাবন)
[ক] খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
[খ] ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর
[গ] সিলেট, রংপুর ও দিনাজপুর
✅ খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান
৮১. ২০১২-১৩ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বর্তমান বনাঞ্চল মোট আয়তনের কত শতাংশ? (জ্ঞান)
[ক] ৯%
[খ] ১৩%
✅ ১৭%
[ঘ] ১৯%
৮২. জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে কয় শ্রেণিতে বিভক্ত করা হয়েছে? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৮৩. কী কারণে বাংলাদেশে চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়েছে? (জ্ঞান)
[ক] অল্পবৃষ্টি
[খ] অনাবৃষ্টি
[গ] সীমিত বৃষ্টি
✅ অতিবৃষ্টি
৮৪. পাহাড়ের কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে কী ধরনের বনভূমি দেখা যায়? (জ্ঞান)
[ক] ক্রান্তীয় চিরহরিৎ
✅ পাতাঝরা গাছের
[গ] স্রোতজ
[ঘ] সরলবর্গীয়
৮৫. নিচের কোন বনভূমির বৃক্ষের পাতা শীতকালে ঝরে যায় এবং গ্রীষ্মকালে আবার গজায়? (জ্ঞান)
✅ বরেন্দ্র
[খ] ভাওয়ালের
[গ] চিরহরিৎ
[ঘ] স্রোতজ
৮৬. নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত? (অনুধাবন)
[ক] খুলনা ও যশোর
[খ] খুলনা ও পটুয়াখালী
[গ] পটুয়াখালী ও বাগেরহাট
✅ সাতক্ষীরা ও বাগেরহাট
৮৭. সুন্দরবনের উত্তরে কোন জেলা অবস্থিত? (অনুধাবন)
[ক] পিরোজপুর
[খ] বরিশাল
✅ বাগেরহাট
[ঘ] বরগুনা
৮৮. সুন্দরবনের পূর্বে কোন নদীটি অবস্থিত? (অনুধাবন)
✅ হরিণঘাটা
[খ] রাইমঙ্গল
[গ] হাড়িয়াভাঙা
[ঘ] বালেশ্বর
৮৯. সুন্দরবনের আয়তন কত? (জ্ঞান)
[ক] ৬০০ বর্গকিলোমিটার
[খ] ৬০ বর্গকিলোমিটার
✅ ৬,০০০ বর্গকিলোমিটার
[ঘ] ৬০,০০০ বর্গকিলোমিটার
৯০. প্রাত্যহিক জোয়ারভাটা বাংলাদেশের কোন বনভূমির গুরুত্বপূর্ণ নিয়ামক? (অনুধাবন)
✅ স্রোতজ
[খ] মধুপুর
[গ] পাতাঝরা
[ঘ] ক্রান্তীয় চিরহরিৎ
৯১. বাংলাদেশের কোন বন সমুদ্র সমতলে অবস্থিত? (অনুধাবন)
✅ সুন্দরবন
[খ] শালবন
[গ] সিলেটের বনভূমি
[ঘ] বরেন্দ্রভূমি
৯২. কোনটি সুন্দরবনের বৃক্ষ? (অনুধাবন)
✅ গেওয়া
[খ] শাল
[গ] কড়ই
[ঘ] হরীতকী
৯৩. ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য রয়েছে? (জ্ঞান)
[ক] হরীতকী
[খ] তেলসুর
✅ শাল
[ঘ] সুন্দরী
৯৪. চাপালিশ কোন বনাঞ্চলের উদ্ভিদ? (অনুধাবন)
[ক] বরেন্দ্র বনভূমি
[খ] ভাওয়ালের বনভূমি
[গ] স্রোতজ বনভূমি
✅ ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
৯৫. কোন গাছের পাতা একেবারে ঝরে যায় না? (অনুধাবন)
✅ চাপালিশ
[খ] শাল
[গ] কড়ই
[ঘ] হিজল
৯৬. সামুদ্রিক জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে কোনটি সহায়ক ভূমিকা পালন করে? (অনুধাবন)
[ক] ভূমিধস
[খ] পর্যটন শিল্প
✅ বনাঞ্চল
[ঘ] উপকূলীয় বাঁধ
৯৭. কোনটি একটি অঞ্চলের আবহাওয়াকে আর্দ্র রাখে? (অনুধাবন)
✅ বনভূমি
[খ] জলাভূমি
[গ] বৃষ্টিপাত
[ঘ] বায়ুপ্রবাহ
৯৮. বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয়। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ বায়ুর আর্দ্রতা বেশি
[খ] বায়ুর তাপমাত্রা বেশি
[গ] জনসংখ্যা কম
[ঘ] বায়ুদূষণের হার কম
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৯. বাংলাদেশের প্লাইস্টোসিনকালের বনভূমি - (অনুধাবন)
i. মধুপুর ও ভাওয়ালের বনভূমি
ii. বরেন্দ্র বনভূমি
iii. সুন্দরবন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
১০০. সুন্দরবনে বনাঞ্চল গড়ে ওঠার কারণ - (উচ্চতর দক্ষতা)
i. জোয়ার ভাটার প্রভাব
ii. সমুদ্রের লোনা পানি
iii. অপর্যাপ্ত বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০১. সমুদ্রের জোয়ারভাটা ও লোনা পানির বনাঞ্চলকে বলা হয়- (অনুধাবন)
i. স্রোতজ বনভূমি
ii. সুন্দরবন
iii. ক্রান্তীয় পাতাঝরা বন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০২. স্রোতজ বনভূমি বা সুন্দরবনের অবস্থান- (অনুধাবন)
i. পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা
ii. পশ্চিমে রাইমঙ্গল ও হাড়িয়াভাঙা নদী
iii. উত্তরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৩. বনজ সম্পদের গুরুত্ব হলো - (উচ্চতর দক্ষতা)
i. ভূমির উর্বরতা বৃদ্ধি
ii. সামাজিক বনায়ন সৃজন
iii. আবহাওয়া বিশুদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৪. বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে- (প্রয়োগ)
i. কর্ণফুলী কাগজকল
ii. খুলনার নিউজপ্রিন্ট কারখানা
iii. বাংলাদেশ হার্ডবোর্ড মিলস
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মোজাম্মেল হোসেন এমন একটি অঞ্চলে বাস করেন যেখানে নিবিড় বনভূমি দেখা যায় এবং প্রতিকূল আবহাওয়ার জন্য কৃষিকাজ তেমন প্রসার লাভ করেনি।
১০৫. উক্ত অঞ্চলে কোন প্রকৃতির বনভূমি দেখা যায়? (প্রয়োগ)
✅ চিরহরিৎ
[খ] পর্ণমোচী
[গ] সরলবর্গীয়
[ঘ] মিশ্র
১০৬. উক্ত অঞ্চলের জন্য প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. জলবায়ু স্বাস্থ্যকর
ii. শক্ত কাঠের বৃক্ষ জন্মে
iii. অধিক বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২নং প্রশ্নের উত্তর দাও :
গ্রীষ্মের ছুটিতে আজাদ ও তার বন্ধুরা দেশের সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া ভ্রমণ শেষে ফেরার পথে গাছে গাছে পাতার সমারোহ দেখে মুগ্ধ হলো। আবার শীতকালে আজাদ ওই এলাকায় বিশেষ কাজে এসে সেসব গাছ পাতাবিহীন অবস্থায় দেখতে পেল।
১০৭. আজাদের দেখা বৃক্ষসমূহ কোন বনভূমির অন্তর্গত? (প্রয়োগ)
[ক] ক্রান্তীয়
✅ বরেন্দ্র
[গ] স্রোতজ
[ঘ] সংরক্ষিত
১০৮. উক্তরূপ বনভূমির শ্রেণিবিভাগ- (উচ্চতর দক্ষতা)
i. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি
ii. খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলার বনভূমি
iii. দিনাজপুর ও রংপুর জেলার বনভূমি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪নং প্রশ্নের উত্তর দাও :
রায়হানের মামার বাড়ি দেশের মধ্যভাগে অবস্থিত। কুমিল্লা থেকে রায়হান মামার বাড়িতে গিয়ে দেখল সেখানকার মাটির রং লাল ও ধূসর।
১০৯. রায়হানের মামার বাড়ি যে অঞ্চলে অবস্থিত সেখানে কোন ধরনের বনভূমি দেখা যায়? (প্রয়োগ)
[ক] ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা
[খ] ক্রান্তীয় চিরহরিৎ
[গ] স্রোতজ বনভূমি
✅ ক্রান্তীয় পাতাঝরা
১১০. উক্ত বনভূমির প্রধান বৃক্ষ- (উচ্চতর দক্ষতা)
i. আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয়
ii. গ্রীষ্মকালে নতুন পাতা ধারণ করে
iii. বছর শেষে শুকিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের মানচিত্রটি দেখে ৮৫ ও ৮৬নং প্রশ্নের উত্তর দাও :
১১১.
[খ] অঞ্চলের অধিক বৃষ্টিপ্রবণ এলাকায় কী ধরনের বনভূমি দেখা যায়?
(প্রয়োগ)✅ ক্রান্তীয় চিরহরিৎ
[খ] পাতাঝরা গাছের
[গ] স্রোতজ
[ঘ] সরলবর্গীয়
১১২. [ক] অঞ্চলের বনভূমি- (উচ্চতর দক্ষতা)
i. মিঠা ও লোনা পানির সংযোগস্থলে গড়ে উঠেছে
ii. সামুদ্রিক জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি হ্রাসে ভূমিকা রাখে
iii. নিউজপ্রিন্ট কারখানা গড়ে ওঠার অনুকূল নিয়ামক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
💝 বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও কঠিন শিলা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৪৯
🍭 ১৯৮৬ সালে সিলেট জেলার হরিপুরে- প্রাকৃতিক গ্যাসের সপ্তমকূপে তেল পাওয়া গেছে।
🍭 মৌলভীবাজার জেলার বরমচাল তেলক্ষেত্রটি থেকে তেল উত্তোলিত হয়- দৈনিক প্রায় ১২০০ ব্যারেল।
🍭 দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় ৭৩ শতাংশ পূরণ করে- প্রাকৃতিক গ্যাস।
🍭 বর্তমানে ১৯টি গ্যাসক্ষেত্রের ৮৩টি কূপ থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে।
🍭 শক্তির অন্যতম উৎস- কয়লা।
🍭 দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাক্ষেত্র থেকে- কয়লা উত্তোলিত হয়- দৈনিক প্রায় ৩,০০০ মেট্রিক টন।
🍭 কলকারখানা, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়।
🍭 দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আবিষ্কৃত ৫টি কয়লাক্ষেত্রের মোট মজুদের পরিমাণ- ২,৭০০ মিলিয়ন টন।
🍭 বিটুমিনাস ও লিগনাইট কয়লার সন্ধান পাওয়া গেছে- রাজশাহী, বগুড়া নওগাঁ ও সিলেট জেলায়।
🍭 শক্তি, আলো, তাপ উৎপাদনের জন্য প্রয়োজন -খনিজ তেল।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৩. বাংলাদেশের উপকূল অঞ্চলে কোন খনিজসম্পদ আছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন? (জ্ঞান)
[ক] কয়লা
[খ] প্রাকৃতিক গ্যাস
[গ] চুনাপাথর
✅ খনিজ তেল
১১৪. হরিপুরে প্রাকৃতিক গাসের সপ্তম কূপ থেকে দৈনিক কত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়? (জ্ঞান)
✅ ৬০০
[খ] ৭০০
[গ] ৯০০
[ঘ] ১০০০
১১৫. অপরিশোধিত তেল কোথায় পরিশোধন করা হয়? (জ্ঞান)
[ক] ঢাকায়
[খ] খুলনায়
[গ] পাবনায়
✅ চট্টগ্রামে
১১৬. কোনটি বাংলাদেশের তেলক্ষেত্র? (অনুধাবন)
[ক] রানীপুকুর
[খ] টাকেরহাট
✅ বরমচাল
[ঘ] বালিজুড়ি
[ক] প্রায় ১,০০০
✅ প্রায় ১,২০০
[গ] প্রায় ১,৪০০
[ঘ] প্রায় ১,৫০০
১১৮. বাংলাদেশের গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ কোনটি? (অনুধাবন)
[ক] কয়লা
✅ প্রাকৃতিক গ্যাস
[গ] খনিজ তেল
[ঘ] বায়োগ্যাস
১১৯. দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় কত শতাংশ প্রাকৃতিক গ্যাস পূরণ করে? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ৪৫
[গ] ৫৫
✅ ৭৩
১২০. ডিসেম্বর, ২০১২ পর্যন্ত কত ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়েছে? (জ্ঞান)
✅ ১০.৯২
[খ] ১৬.৬০
[গ] ২৬.৭৩
[ঘ] ১৫.১৪
১২১. জানুয়ারি ২০১৩ পর্যন্ত বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস মজুতের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট? (জ্ঞান)
✅ ১৬.১২
[খ] ১৮.৭৯
[গ] ২৪.৭৫
[ঘ] ১৫.৭৯
১২২. বর্তমানে বাংলাদেশে কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১৬
✅ ১৯
[ঘ] ২২
১২৩. বর্তমানে ১৯টি গ্যাসক্ষেত্রের কতটি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে? (জ্ঞান)
[ক] ৭০
[খ] ৭৫
✅ ৮৩
[ঘ] ৮৫
১২৪. কৈলাশটিলায় কোনটি পাওয়া গেছে? (অনুধাবন)
[ক] খনিজ তেল
✅ প্রাকৃতিক গ্যাস
[গ] কঠিন শিলা
[ঘ] কয়লা
১২৫. নিচের কোন গ্যাসক্ষেত্র এখনও উৎপাদনে যায়নি? (অনুধাবন)
[ক] সেমুতাং
[খ] ফেনী
✅ বেগমগঞ্জ
[ঘ] রশিদপুর
১২৬. শক্তি উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] লোহা
✅ কয়লা
[গ] পাথর
[ঘ] ইস্পাত
১২৭. বাংলাদেশের অধিকাংশ কয়লাক্ষেত্র কোথায় অবস্থিত? (অনুধাবন)
[ক] উত্তর-পূর্বাঞ্চলে
✅ উত্তর-পশ্চিমাঞ্চলে
[গ] দক্ষিণ-পূর্বাঞ্চলে
[ঘ] দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
১২৮. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আবিষ্কৃত কয়লাক্ষেত্রের মোট মজুত কত? (জ্ঞান)
[ক] ২,৩০০ মিলিয়ন টন
[খ] ২,৫০০ মিলিয়ন টন
✅ ২,৭০০ মিলিয়ন টন
[ঘ] ২,৯০০ মিলিয়ন টন
১২৯. ফেব্রুয়ারি, ২০১২ পর্যন্ত কত মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়? (জ্ঞান)
✅ ৩.৯৯
[খ] ৭.৭১
[গ] ১.৯১
[ঘ] ৫.৬৭
১৩০. দিনাজপুরের কোথায় সাম্প্রতিককালে কয়লা আবিস্কৃত হয়েছে? (জ্ঞান)
[ক] মহাস্থানগড়ে
[খ] পাহাড়পুরে
[গ] জামালগঞ্জে
✅ বড়পুকুরিয়ায়
১৩১. দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দৈনিক প্রায় কত মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়? (জ্ঞান)
[ক] ১৫০০
✅ ৩,০০০
[গ] ৩,৫০০
[ঘ] ৪,০০০
১৩২. বাংলাদেশের কোথায় পীটজাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] দিনাজপুরের বড়পুকুরিয়ায়
[খ] রংপুরের রানীপুকুরে
✅ খুলনার কোলাবিলে
[ঘ] সিলেটের হরিপুরে
১৩৩. বাংলাদেশের কোথায় বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] চান্দাবিলে
[খ] হরিপুরে
[গ] কোলাবিলে
✅ নওগাঁয়
১৩৪. বাংলাদেশের কোথা থেকে লিগনাইট জাতীয় কয়লা উত্তোলন করা হচ্ছে? (জ্ঞান)
[ক] ফুলবাড়ি
[খ] খালাসপীর
✅ বড়পুকুরিয়া
[ঘ] জামালগঞ্জ
১৩৫. দিনাজপুরের মধ্যপাড়ায় কোন খনিজ পাওয়া যায়? (জ্ঞান)
✅ কঠিন শিলা
[খ] কয়লা
[গ] প্রাকৃতিক গ্যাস
[ঘ] খনিজ তেল
১৩৬. রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুরে কোন খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া গেছে? (জ্ঞান)
✅ কঠিন শিলা
[খ] কয়লা
[গ] প্রাকৃতিক গ্যাস
[ঘ] খনিজ তেল
১৩৭. বৈদেশিক সহযোগিতায় কঠিন শিলা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে কোথা থেকে? (অনুধাবন)
[ক] দিনাজপুরের মধ্যপাড়া
[খ] খুলনার কোলাবিল
[গ] ফরিদপুরের বাঘিয়াবিল
✅ রংপুরের রানীপুকুর
১৩৮. বিশেষজ্ঞগণের মতে রানীপুকুর শিলা খনি থেকে বছরে কত লক্ষ টন শিলা উত্তোলন করা যাবে? (জ্ঞান)
✅ ১৭
[খ] ১৮
[গ] ১৯
[ঘ] ২০
১৩৯. ২০১২ পর্যন্ত দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলার খনি থেকে কত লক্ষ মেট্রিক টন পাথর উত্তোলিত হয়? (জ্ঞান)
✅ ১,৮১১
[খ] ২৭০০
[গ] ৩০০০
[ঘ] ৩২০০
১৪০. বাংলাদেশের শিল্প-কারখানায় মূলত কী ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] খনিজ তেল
[খ] কয়লা
✅ প্রাকৃতিক গ্যাস
[ঘ] বিদ্যুৎ
১৪১. কোন খনিজটি সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ প্রাকৃতিক গ্যাস
[খ] চুনাপাথর
[গ] চীনামাটি
[ঘ] কঠিন শিলা
১৪২. ফেঞ্চুগঞ্জের সার কারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়? (অনুধাবন)
✅ হরিপুরের প্রাকৃতিক গ্যাস
[খ] তিতাসের প্রাকৃতিক গ্যাস
[গ] বরমচালের প্রাকৃতিক গ্যাস
[ঘ] বিবিয়ানার প্রাকৃতিক গ্যাস
১৪৩. ঘোড়াশালের সার কারখানায় ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস কোথা থেকে সরবরাহ করা হয়? (জ্ঞান)
[ক] সিলেটের হরিপুর
[খ] মৌলভীবাজারের বরমচাল
✅ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস
[ঘ] কুমিল্লার জালালাবাদ
১৪৪. চা বাগানগুলো কোন গ্যাসক্ষেত্রের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] মৌলভীবাজারের
✅ রশিদপুরের
[গ] তিতাস গ্যাসের
[ঘ] বিবিয়ানার
১৪৫. সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস কোথা থেকে সরবরাহ করা হয়? (জ্ঞান)
[ক] সিলেটের হরিপুর
✅ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস
[গ] মৌলভীবাজারের বরমচাল
[ঘ] রংপুরের রানীপুকুর
১৪৬. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ প্রাকৃতিক গ্যাস
[খ] কয়লা
[গ] খনিজ তেল
[ঘ] ডিজেল
১৪৭. সিমেন্টের কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] কঠিন শিলা
[খ] সিলিকা
✅ প্রাকৃতিক গ্যাস
[ঘ] শ্বেতমৃত্তিকা
১৪৮. লাকড়ির পরিপূরক হিসেবে কী ব্যবহৃত হতে পারে? (অনুধাবন)
[ক] কঠিন শিলা
✅ কয়লা
[গ] কাঠ
[ঘ] সিমেন্ট
১৪৯. বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন খনিজ ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] চুনাপাথর
[খ] কঠিন শিলা
[গ] সিলিকা
✅ প্রাকৃতিক গ্যাস
১৫০. বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলিত কয়লার কত শতাংশ বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে? (জ্ঞান)
[ক] ৬০
✅ ৬৫
[গ] ৭০
[ঘ] ৭৫
১৫১. নিচের কোন খাতে কয়লা ব্যবহার হয় না? (অনুধাবন)
[ক] ইটভাটা
[খ] গৃহস্থালি জ্বালানি
[গ] বিদ্যুৎ উৎপাদন
✅ সার কারখানা
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫২. খনিজ তেলের উপজাত দ্রব্য - (অনুধাবন)
i. গ্যাসোলিন ও ডিজেল
ii. কেরোসিন ও পিচ্ছিলকারক তেল
iii. অকটেন ও প্যারাফিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৩. বাংলাদেশের উৎপাদনরত গ্যাসক্ষেত্র- (অনুধাবন)
i. মেঘনা, সাঙ্গু, সালদা নদী, জালালাবাদ
ii. ফেনী, বিবিয়ানা, বাঙ্গুরা, শাহবাজপুর
iii. বেগমগঞ্জ, কুতুবদিয়া, ছাতক, কামতা
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৫৪. পিটজাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে- (অনুধাবন)
i. ফরিদপুরের চান্দা বিলে
ii. খুলনার কোলাবিলে
iii. দিনাজপুরের বড়পুকুরিয়ায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৫. কয়লা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ কারণ- (উচ্চতর দক্ষতা)
i. কয়লা দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে
ii. সার তৈরিতে ব্যবহৃত হয়
iii. বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৬. কঠিন শিলা ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. রেলপথ ও রাস্তাঘাট তৈরিতে
ii. গৃহ, সেতু ও বাঁধ নির্মাণে
iii. বন্যা নিয়ন্ত্রণ কাজে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৭. প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. সিমেন্ট ও সার শিল্পের
ii. কীটনাশক ও ওষুধ শিল্পের
iii. রাবার ও প্লাস্টিক শিল্পের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৩ ও ১৩৪নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশে দুটি তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এ থেকে দৈনিক প্রায় ১৮০০ ব্যারেল তেল উত্তোলিত হয়।
১৫৮. উত্তোলিত তেল কোথায় পরিশোধন করা হয়? (প্রয়োগ)
[ক] কলম্বোতে
✅ চট্টগ্রামে
[গ] মংলায়
[ঘ] দিল্লিতে
১৫৯. পরিশোধিত তেল থেকে পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
i. পেট্রল ও কেরোসিন
ii. বিটুমিন ও পিচ
iii. বেনজিন ও টলুইন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
নিচের মানচিত্র থেকে ১৩৫ ও ১৩৬নং প্রশ্নের উত্তর দাও :
১৬০. মানচিত্রের A চিহ্নিত অঞ্চলে কোন খনিজ সম্পদটি পাওয়া গেছে? (প্রয়োগ)
✅ প্রাকৃতিক গ্যাস
[খ] কয়লা
[গ] চুনাপাথর
[ঘ] সিলিকা বালি
১৬১. উল্লিখিত অঞ্চলের খনিজ ব্যবহৃত হয় - (উচ্চতর দক্ষতা)
i. শক্তি উৎপাদনে
ii. সার কারখানায়
iii. সিমেন্ট শিল্পে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লার খনি আছে। এখান থেকে দৈনিক প্রায় ৩,০০০ মেট্রিক টন কয়লা উত্তোলিত হয়।
১৬২. উক্ত খনি থেকে কী জাতীয় কয়লা উত্তোলিত হয়? (প্রয়োগ)
[ক] পিট
[খ] বিটুমিনাস
✅ লিগনাইট
[ঘ] এনথ্রাসাইট
১৬৩. উৎপাদিত কয়লা ব্যবহৃত হয়- (উচ্চতর দক্ষতা)
i. ইটভাটায়
ii. গৃহস্থ জ্বালানি কাজে
iii. সার কারখানায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ১৩৯, ১৪০ ও ১৪১নং প্রশ্নের উত্তর দাও :
১৬৪. কোন ক্ষেত্রে গ্যাসের ব্যবহার সর্বাধিক? (প্রয়োগ)
[ক] শিল্প
[খ] সার
✅ বিদ্যুৎ
[ঘ] গৃহস্থালি
১৬৫. কোন ক্ষেত্রে গ্যাস ব্যবহারের হ্রাস বৃদ্ধি ঘটেছে? (প্রয়োগ)
[ক] বিদ্যুৎ ও সার উৎপাদনে
[খ] সার ও গৃহস্থালি কাজে
[গ] গৃহস্থালি ও বিদ্যুৎ উৎপাদনে
✅ সার ও শিল্প উৎপাদনে
১৬৬. গ্যাসের ব্যবহার ক্রমশ বাড়ছে - (উচ্চতর দক্ষতা)
i. বিদ্যুৎ ও সার উৎপাদনে
ii. শিল্প ও গৃহস্থালি কাজে
iii. বিদ্যুৎ ও গৃহস্থালি কাজে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
💝 বাংলাদেশের প্রধান শিল্প 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫১
🍭 কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পূর্বশর্ত- শিল্পায়ন।
🍭 ২০১২-১৩ অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের অবদান- ২৯ ভাগ।
🍭 নারায়ণগঞ্জের আদমজীনগরে প্রথম পাটকল স্থাপিত হয়-১৯৫১ সালে।
🍭 বাংলাদেশে পাটকলের সংখ্যা ২০৫টি
🍭 বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প- কার্পাস বয়নশিল্প।
🍭 বাংলাদেশের আবহাওয়া- বস্ত্রশিল্পের অনুকূল।
🍭 বাংলাদেশের চন্দ্রঘোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয় -১৯৫৩ সালে।
🍭 বর্তমানে দেশে সার উৎপাদন করা হচ্ছে- ১৭টি সার কারখানা থেকে।
🍭 পোশাক শিল্পে বিনিয়োগ করেছে- জাপান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্স প্রভৃতি দেশ।
🍭 চট্টগ্রাম ও ঢাকার ইপিজেডে নির্মিত হয়েছে- দুটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার।
১৬৭. কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পূর্বশর্ত কী? (উচ্চতর দক্ষতা)
[ক] নগরায়ণ
✅ শিল্পায়ন
[গ] বনায়ন
[ঘ] উন্নয়ন
১৬৮. আদমজী পাটকল কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪১
[খ] ১৯৪৭
✅ ১৯৫১
[ঘ] ১৯৫৭
১৬৯. ১৯৫৩ সালে আদমজী পাটকল কতটি তাঁত নিয়ে যাত্রা শুরু করে? (জ্ঞান)
[ক] ৫০০
✅ ১,০০০
[গ] ১,৫০০
[ঘ] ১,২০০
১৭০. কোন কোন দেশ বাংলাদেশের পাটের প্রধান ক্রেতা? (জ্ঞান)
✅ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
[খ] পাকিস্তান ও শ্রীলঙ্কা
[গ] ইরান ও মিশর
[ঘ] ইতালি ও জার্মানি
১৭১. বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? (জ্ঞান)
[ক] পাট
[খ] চিনি
✅ বস্ত্র
[ঘ] সার
১৭২. বাংলাদেশের দ্বিতীয় প্রধান বস্ত্র বয়নশিল্পের কেন্দ্র কোথায়? (প্রয়োগ)
✅ চট্টগ্রাম
[খ] কুমিল্লা
[গ] নোয়াখালী
[ঘ] নরসিংদী
১৭৩. গাজীপুর জেলার টঙ্গী, জয়দেবপুর ও কালীগঞ্জে কোন শিল্প গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] চিনি
[খ] কাগজ
✅ বস্ত্র
[ঘ] সার
১৭৪. নরসিংদী জেলার বাবুরহাটে কোন শিল্প গড়ে উঠেছে? (জ্ঞান)
[ক] কাগজ
[খ] পাট
✅ বস্ত্র
[ঘ] সার
১৭৫. বাংলাদেশের সুতা ও বস্ত্রকলগুলো কী ধরনের তুলা ও সুতা দিয়ে পরিচালিত হয়? (অনুধাবন)
✅ আমদানিকৃত
[খ] স্থানীয়
[গ] দেশীয়
[ঘ] রপ্তানিকৃত
১৭৬. বাংলাদেশ বস্ত্রকলের চাহিদা মেটাতে কোন দেশ থেকে তুলা ও সুতা আমদানি করে থাকে? (জ্ঞান)
[ক] শ্রীলঙ্কা ও নেপাল
[খ] ইরান ও তুরস্ক
[গ] যুক্তরাষ্ট্র ও কানাডা
✅ জাপান ও ভারত
১৭৭. বাংলাদেশের প্রথম কাগজ কল কোথায় প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ চন্দ্রঘোনায়
[খ] কাপ্তাইয়ে
[গ] চট্টগ্রামে
[ঘ] ঢাকায়
১৭৮. ১৯৫৩ সালে রাঙামাটি জেলার চন্দ্রঘোনাতে দেশের সর্বপ্রথম কাগজ কল স্থাপনের পিছনে কী কারণ নিহিত ছিল? (প্রয়োগ)
[ক] সহজলভ্য শ্রমিক প্রাপ্তি
✅ সহজলভ্য কাঁচামাল প্রাপ্তি
[গ] যোগাযোগ ব্যবস্থা উন্নত
[ঘ] বাজার ব্যবস্থা অনুকূল
১৭৯. বাংলাদেশে বর্তমানে কতটি কাগজ ও বোর্ড কারখানা রয়েছে? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৮
[গ] ১০
✅ ১১
১৮০. উত্তরবঙ্গ কাগজকল কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)
[ক] খুলনা
[খ] রাজশাহী
✅ পাবনা
[ঘ] সিরাজগঞ্জ
১৮১. বাংলাদেশে কোথায় মণ্ড ও কাগজ কল স্থাপিত হয়েছে? (জ্ঞান)
✅ সিলেটের ছাতকে
[খ] পাবনার পাকশীতে
[গ] নারায়ণগঞ্জের কাঁচপুরে
[ঘ] চট্টগ্রামের হালিশহরে
১৮২. নারায়ণগঞ্জের কাগজ কল কোনটি? (অনুধাবন)
[ক] আদমজী
✅ বসুন্ধরা
[গ] কর্ণফুলি
[ঘ] বাংলা
১৮৩. বাংলাদেশের একমাত্র নিউজপ্রিন্ট কারখানাটি কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] পাবনায়
[খ] সিলেটে
✅ খুলনায়
[ঘ] চট্টগ্রামে
১৮৪. বাংলাদেশে প্রথম সার কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৮
✅ ১৯৫১
[গ] ১৯৫৭
[ঘ] ১৯৬৫
১৮৫. বর্তমানে বাংলাদেশে সার কারখানা কতটি? (জ্ঞান)
[ক] ১৬
[খ] ১৫
✅ ১৭
[ঘ] ১৯
১৮৬. বাংলাদেশের ট্রিপল সুপার ফসফেট সার কারখানা কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] নরসিংদীতে
[খ] ব্রাহ্মণবাড়িয়ায়
✅ চট্টগ্রামে
[ঘ] নারায়ণগঞ্জে
১৮৭. ফসফরাস ঘটিত রাসায়নিক সার কোনটি? (অনুধাবন)
[ক] গন্ধক সার
[খ] অ্যামোনিয়াম নাইট্রেট
[গ] আয়রন সার
✅ ট্রিপল সুপার ফসফেট
১৮৮. যমুনা সার কারখানা কোথায় স্থাপিত হয়েছে? (জ্ঞান)
[ক] চট্টগ্রাম জেলার কালুরঘাটে
✅ জামালপুর জেলার তারাকান্দিতে
[গ] নারায়ণগঞ্জ জেলার মুড়াপাড়ায়
[ঘ] পাবনা জেলার পাকশীতে
১৮৯. ফেঞ্চুগঞ্জ সার কারখানায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] জিঙ্ক ফসফেট
✅ অ্যামোনিয়াম সালফেট
[গ] মিউরেট অব পটাশ
[ঘ] ক্যালসিয়াম সালফেট
১৯০. অ্যামোনিয়াম সালফেট সার কোন কারখানা থেকে উৎপন্ন হয়? (অনুধাবন)
[ক] যমুনা সার কারখানায়
[খ] ঘোড়াশাল সার কারখানায়
[গ] আশুগঞ্জ সার কারখানায়
✅ ফেঞ্চুগঞ্জ সার কারখানায়
১৯১. বাংলাদেশ কোন শিল্পজাত দ্রব্য রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? (জ্ঞান)
[ক] চামড়া
✅ তৈরি পোশাক
[গ] হস্তজাত শিল্প
[ঘ] পাট ও পাটজাত দ্রব্য
১৯২. ঢাকা অঞ্চলে কত ভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প ইউনিট রয়েছে? (জ্ঞান)
[ক] ২৫
[খ] ৫০
✅ ৭৫
[ঘ] ৯০
১৯৩. ২০১২-১৩ সালে বাংলাদেশ পোশাক শিল্প থেকে কত মিলিয়ন মার্কিন ডলার আয় করে? (জ্ঞান)
[ক] ৬৭০৯
[খ] ৭৬৯১
✅ ৮০৯০
[ঘ] ৮৩২৫
১৯৪. ২০১২-২০১৩ সালে রপ্তানি আয়ের শতকরা কত ভাগ তৈরি পোশাকের মাধ্যমে আসে? (জ্ঞান)
[ক] ৩১.১৩
[খ] ৩৮.৩৯
✅ ৪১.১০
[ঘ] ৫৬.৩৭
১৯৫. ঢাকায় পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কী? (অনুধাবন)
[ক] পরিবহন সুবিধা
[খ] উষ্ণ আর্দ্র আবহাওয়া
[গ] স্থানীয় ব্যাপক চাহিদা
✅ শ্রমিকের সহজলভ্যতা
১৯৬. ‘বিলিয়ন ডলার’ শিল্প নামে খ্যাত কোন শিল্প? (অনুধাবন)
✅ পোশাক শিল্প
[খ] বস্ত্র শিল্প
[গ] কাগজ শিল্প
[ঘ] ওষুধ শিল্প
১৯৭. বাংলাদেশে পোশাক শিল্পের পর্যালোচনা থেকে কী দেখা যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে
[খ] মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পাওয়ায় সামাজিক অশান্তি বৃদ্ধি পেয়েছে
✅ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশের অর্থনীতি সবল হয়েছে
[ঘ] পুরুষ-নারী বৈষম্য বৃদ্ধি পেয়েছে
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৮. বাংলাদেশে পাটশিল্প গড়ে ওঠার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. কাঁচামালের প্রাচুর্য
ii. বিশ্ববাজারে পাটজাত দ্রব্যের চাহিদা
iii. আর্দ্র জলবায়ু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯৯. বাংলাদেশে বস্ত্রশিল্প গড়ে ওঠার পেছনে কারণ - (উচ্চতর দক্ষতা)
i. কাঁচামাল আমদানির সুবিধা
ii. দক্ষ ও সুলভ শ্রমিক
iii. স্থানীয় ব্যাপক বাজার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০০. চট্টগ্রাম অঞ্চলে বস্ত্রশিল্প গড়ে উঠেছে- (অনুধাবন)
i. ফৌজদারহাট ও হালিশহরে
ii. ষোলশহর ও কালুরঘাটে
iii. পাঁচলাইশ ও জুবলী রোডে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০১. বাংলাদেশকে প্রতি বছর সুতা ও বস্ত্র আমদানি করতে হয়। কারণ- (প্রয়োগ)
i. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ
ii. বাংলাদেশে উৎপাদিত সুতা ও বস্ত্র নিম্নমানের
iii. বাংলাদেশ বস্ত্রশিল্পে স্বয়ংসম্পূর্ণ নয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০২. বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজন- (প্রয়োগ)
i. পর্যাপ্ত ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ
ii. কাঁচামালের সুষ্ঠু সরবরাহ
iii. বিশ্ববাজার সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৩. বাংলাদেশে সার শিল্প গড়ে ওঠার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সহজলভ্য কাঁচামাল
ii. স্থানীয় বিদ্যুৎ শক্তি
iii. সুলভ শ্রমিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৪. বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ - (প্রয়োগ)
i. অনেক শ্রমিক পাওয়া যায়
ii. বিদেশে প্রচুর চাহিদা রয়েছে
iii. অনুকূল জলবায়ু, সরকারি ও বেসরকারি উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০৫. বাংলাদেশে পোশাক শিল্পে বিনিয়োগ করেছে এমন দেশ- (প্রয়োগ)
i. জাপান, চীন ও যুক্তরাষ্ট্র
ii. যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম
iii. ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮১ ও ১৮২নং প্রশ্নের উত্তর দাও :
নীরার বাবা চট্টগ্রামস্থ আমিন জুট মিলস লিমিটেডের একজন কর্মকর্তা। আগ্রহের বশে সে একদিন তার বাবার কর্মস্থলে যায়।
২০৬. নীরার দেখা শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? (প্রয়োগ)
[ক] ঢাকা
[খ] চৌমুহনী
✅ ডেমরা
[ঘ] পাবনা
২০৭. উক্ত মিলে উৎপাদিত পণ্য - (উচ্চতর দক্ষতা)
i. চট, বস্তা, কার্পেট
ii. দড়ি, ব্যাগ, ম্যাট
iii. মোটা কাপড়, সূক্ষ কাপড়, চট
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের মানচিত্র থেকে ১৮৩ ও ১৮৪নং প্রশ্নের উত্তর দাও :
২০৮. [ক] চিহ্নিত স্থানে কী ধরনের শিল্প গড়ে উঠেছে? (প্রয়োগ)
[ক] চিনি ও কাগজ শিল্প
[খ] সার ও সিমেন্ট শিল্প
[গ] কাগজ ও সিমেন্ট শিল্প
✅ বস্ত্র ও পাট শিল্প
২০৯.
[খ] স্থানে কাগজ ও বোর্ড কারখানা গড়ে ওঠার কারণ-
(উচ্চতর দক্ষতা)i. পর্যাপ্ত কাঁচামালের প্রাচুর্য
ii. সুলভ শ্রমিক প্রাপ্তি
iii. সরকারি উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৫ ও ১৮৬নং প্রশ্নের উত্তর দাও :
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্ররা শিক্ষা সফরে চন্দ্রঘোনায় যায়। সেখানে কাগজ কল পরিদর্শন করে তারা অনেক তথ্য লাভ করে।
২১০. ছাত্ররা যে কাগজ মিলে যায় তার নাম কী? (প্রয়োগ)
[ক] বসুন্ধরা কাগজ মিল
[খ] শাহজালাল কাগজ কল
✅ কর্ণফুলী কাগজ কল
[ঘ] কাপ্তাই বোর্ড মিলস
২১১. উক্ত কাগজ কলের কাঁচামাল- (উচ্চতর দক্ষতা)
i. স্থানীয় বাঁশ
ii. আখের ছোবড়া
iii. বেত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 বাংলাদেশের পর্যটন শিল্প 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫৪
🍭 প্রাকৃতিক ঋতু বৈচিত্রের দেশ- বাংলাদেশ।
🍭 সপ্তম শতাব্দীতে বাংলাদেশে আসেন- প্রখ্যাত চৈনিক পরিব্রাজক কবি হিউয়েন সাং।
🍭 প্রাকৃতিক ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে পর্যটনের জন্য- পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ ফরেস্ট, সেন্টমার্টিন দ্বীপ প্রকৃতিগতভাবেই এখানে বিদ্যমান।
🍭 পর্যটন শিল্পে- বাংলাদেশ আজও প্রাথমিক স্তরে অবস্থান করছে।
🍭 ২০০৫ সালে প্রণীত জাতীয় শিল্পনীতিতে- পর্যটন শিল্পকে অগ্রাধিকার শিল্প হিসেবে চিহ্নিত করা হয়।
🍭 পর্যটন শিল্পের মাধ্রমে- আয়, কর্মসংস্থান ও জাতীয় রাজস্ব বৃদ্ধি করা যায়।
🍭 ঢাকার পর্যটনস্থানসমূহ- সাতগম্বুজ মসজিদ, বায়তুল মোকাররম জামে মসজিদ, লালবগা দুর্গ, আহসান মঞ্জিল যাদুঘর, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ প্রভৃতি উল্লেখযোগ্য।
🍭 পুর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ- সিলেটের জাফলং এ জৈন্তা পাহাড়, মৌলভীবাজারে মাধবকুণ্ড জলপ্রপাত, কুমিল্লার ময়নামতি বৌদ্ধ ও শালবন বিহার, হাতিয়া ও নিঝুম দ্বীপ প্রভৃতি উল্লেখযোগ্য।
🍭 উত্তরবঙ্গের পর্যটন স্থানসমূহ -রাজশাহী বরেন্দ্র যাদুঘর, নাটোরের উত্তরা গণবভন, শিবগঞ্জের সোনা মসজিদ, দিনাজপুরের কান্তজি মন্দির ইত্যাদি।
🍭 দক্ষিণবঙ্গের পর্যটন স্থানসমূহ- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, হিমছড়ি, সোনাদিয়া দ্বীপ, সেন্টমার্টিন দ্বীপ, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বিশেষভাবে উল্লেখযোগ্য।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১২. কত শতাব্দীতে হিউয়েন সাং বাংলাদেশে আসেন? (জ্ঞান)
[ক] ষষ্ঠ
✅ সপ্তম
[গ] অষ্টম
[ঘ] নবম
২১৩. সপ্তম শতাব্দীতে কোন বিখ্যাত পরিব্রাজক এই জনপদের সুপ্ত সৌন্দর্য কুয়াশা ও পানির অন্তরায় থেকে ক্রমশ উন্মোচিত হতে দেখেছিলেন? (জ্ঞান)
[ক] ফেইসিন
✅ হিউয়েন সাং
[গ] ফা-হিয়েন
[ঘ] টলেমি
২১৪. বাংলাদেশের পর্যটন শিল্পকে বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে কেন চিহ্নিত করা হয়? (অনুধাবন)
✅ মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য
[খ] বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য
[গ] দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকতের জন্য
[ঘ] ম্যানগ্রোভ ফরেস্টের জন্য
২১৫. ২০০৯ সালে পর্যটন শিল্প থেকে কত আয় হয়? (জ্ঞান)
[ক] ৫৫৩০ মিলিয়ন টাকা
[খ] ৫৫৩০.৬০ মিলিয়ন টাকা
[গ] ৫৭৫২ মিলিয়ন টাকা
✅ ৫৭৬২.২৪ মিলিয়ন টাকা
২১৬. কত শতাব্দীতে সাত গম্বুজ মসজিদ নির্মিত হয়? (জ্ঞান)
[ক] দ্বাদশ
[খ] ত্রয়োদশ
[গ] পঞ্চদশ
✅ সপ্তদশ
২১৭. তারা মসজিদ কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ ঢাকা
[খ] টাঙ্গাইল
[গ] রাজশাহী
[ঘ] নওগাঁ
২১৮. ভাওয়াল জমিদার বাড়ি কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] নারায়ণগঞ্জ
[খ] নড়াইল
✅ গাজীপুর
[ঘ] নোয়াখালী
২১৯. সোনারগাঁও কোথায়? (জ্ঞান)
[ক] ঢাকায়
✅ নারায়ণগঞ্জে
[গ] মানিকগঞ্জে
[ঘ] পাহাড়পুরে
২২০. আটিয়া মসজিদ কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] নারায়ণগঞ্জ
[খ] রাজশাহী
✅ টাঙ্গাইল
[ঘ] নওগাঁ
২২১. মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ টাঙ্গাইল
[খ] নারায়ণগঞ্জ
[গ] রাজশাহী
[ঘ] নওগাঁ
২২২. দরিরামপুর কার স্মৃতিবিজড়িত এলাকা? (জ্ঞান)
[ক] মজলুম জননেতা মওলানা ভাসানী
[খ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] শাহ মখদুম (র)
✅ কবি কাজী নজরুল ইসলাম
২২৩. বরেন্দ্র জাদুঘর কোথায়? (জ্ঞান)
[ক] বগুড়ায়
[খ] নওগাঁয়
✅ রাজশাহীতে
[ঘ] দিনাজপুরে
২২৪. সোনা মসজিদ কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে
[খ] চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে
[গ] রাজশাহী জেলার পত্নীতলায়
[ঘ] নাটোর জেলার দিঘাপতিয়ায়
২২৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ নাটোর
[খ] উত্তরা
[গ] ঢাকা
[ঘ] নওগাঁ
২২৬. বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] নাটোরের দিঘাপতিয়ায়
✅ নওগাঁর পাহাড়পুরে
[গ] যশোরের সাগরদাড়িতে
[ঘ] দিনাজপুরের কান্তজির মন্দির
২২৭. শাহ সুলতান বলখী (র)-এর মাজার কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] কুষ্টিয়ায়
✅ বগুড়ায়
[গ] দিনাজপুরে
[ঘ] সিলেটে
২২৮. কান্তজির মন্দির কোথায় অবস্থিত? (জ্ঞান)
✅ দিনাজপুরে
[খ] ময়মনসিংহে
[গ] মাদারীপুরে
[ঘ] নেত্রকোনায়
২২৯. রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] চট্টগ্রামে
✅ কুষ্টিয়ায়
[গ] পিরোজপুরে
[ঘ] সাতক্ষীরায়
২৩০. কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়? (জ্ঞান)
✅ যশোরের সাগরদাড়িতে
[খ] কুষ্টিয়া সদরে
[গ] যশোরের মনিরামপুরে
[ঘ] খুলনার দৌলতপুরে
২৩১. চিত্রশিল্পী এস এম সুলতানের ‘শিশু স্বর্গ’ ও ‘আর্ট গ্যালারি’ কোন নদীর তীরে অবস্থিত? (জ্ঞান)
[ক] করতোয়া
✅ চিত্রা
[গ] কর্ণফুলী
[ঘ] পদ্মা
২৩২. মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? (জ্ঞান)
[ক] চুয়াডাঙ্গা
✅ মেহেরপুর
[গ] কুষ্টিয়া
[ঘ] যশোর
২৩৩. কুয়াকাটা কিসের জন্য বিখ্যাত? (জ্ঞান)
[ক] মাছের ঘের
[খ] ডাব ও নারিকেল
[গ] রাখাইন বস্তি
✅ সমুদ্র সৈকত
২৩৪. সুন্দরবনে কোন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে? (জ্ঞান)
[ক] মৎস্য
[খ] বনজ
[গ] জাহাজ
✅ পর্যটন
২৩৫. চিত্রশিল্পী এস এম সুলতানের ‘শিশু স্বর্গ’ ও ‘আর্ট গ্যালারি’ কোন নদীর তীরে অবস্থিত? (জ্ঞান)
[ক] করতোয়া
✅ চিত্রা
[গ] কর্ণফুলী
[ঘ] পদ্মা
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩৬. পর্যটন শিল্প অবদান রাখতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক গতিশীলতায়
ii. পরিবেশগত উন্নয়নে
iii. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের মানচিত্রটি দেখে ২১৪ ও ২১৫নং প্রশ্নের উত্তর দাও :
২৩৭. A স্থানের পর্যটন স্পট কোনটি? (প্রয়োগ)
✅ বরেন্দ্র জাদুঘর ও শাহ মখদুম (র) মাজার
[খ] লালন শাহের মাজার ও রবীন্দ্রনাথের কুটিবাড়ি
[গ] মুজিবনগর স্মৃতিসৌধ ও ষাট গম্বুজ মসজিদ
[ঘ] প্রাকৃতিক ঝরনা ও বৌদ্ধবিহার
২৩৮. B স্থানের আকর্ষণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. জোয়ার ভাটার দৃশ্য
ii. ইনানি বিচ ও কোলাতলি বিচ
iii. সবুজ ঘেরা পাহাড়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৬ ও ২১৭নং প্রশ্নের উত্তর দাও :
দশম শ্রেণির ছাত্ররা স্কুলের শিক্ষা সফরে কক্সবাজার সমুদ্র সৈকতে গেল। সেখানে বহু লোকের সাথে পরিচিত হলো। সমুদ্রে গোসল করে তারা অভিভূত হলো।
২৩৯. ছাত্রদের শিক্ষা সফরের স্থানটিতে এত লোকের সমাগম ঘটার কারণ কী? (প্রয়োগ)
[ক] সমুদ্র তট
[খ] শিল্প শহর
[গ] শিক্ষা কেন্দ্র
✅ পর্যটন স্থান
২৪০. ছাত্রদের অর্জন- (উচ্চতর দক্ষতা)
i. মিলেমিশে থাকার আনন্দ লাভ
ii. সতর্ক আচরণ করতে শেখা
iii. প্রাকৃতিক দৃশ্য দেখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment