৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ
দশম অধ্যায়
Class 9-10 Geography and environment Guide and SSC Exam Preparation
SSC Vugol and poribesh Chapter-10
Geography and Environment
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত?
[ক] গাজীপুর
[খ] টাঙ্গাইল
[গ] ময়মনসিংহ
✅ কুমিল্লা
২. বাংলাদেশে নদী ভরাটের কারণ-
i. পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ
ii. নদীর উজানে বনভূমি ধ্বংস
iii. নদীর ধারে পরিকল্পিত বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের সারণি অবলম্বনে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অঞ্চল - গড় উচ্চতা (মিটার) - উদ্ভিদ
চ - ২৪৪ - তেলসুর, বাঁশ
ছ - ৩০ - গজারি, কড়াই
জ - ২১ - শাল, হিজল
৩. সারণিতে প্রদর্শিত ‘চ’ অঞ্চলটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
[ক] টাঙ্গাইল-ময়মনসিংহে
✅ মৌলভীবাজার-হবিগঞ্জে
[গ] রংপুর-দিনাজপুরে
[ঘ] নোয়াখালি-কুমিল্লায়
৪. সারণিতে প্রদর্শিত ‘ছ’ ও ‘জ’ অঞ্চলের মধ্যে সাদৃশ্য রয়েছে-
i. মৃত্তিকার
ii. উদ্ভিদের বৈশিষ্ট্যের
iii. অক্ষাংশ ও দ্রাঘিমার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. বাংলাদেশে পদ্মা, মেঘনা ও যমুনা একত্রে কোথায় মিলিত হয়েছে?
[ক] দৌলতদিয়া
✅ চাঁদপুর
[গ] যশোর
[ঘ] কুষ্টিয়া
৬. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
✅ ২৬.০১º
✅ ২৬.০৯º
[গ] ২৭.০১º
[ঘ] ২৮.০৯º
৭. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
[ক] জুলাই
[খ] জুন
✅ এপ্রিল
[ঘ] মার্চ
☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? [সকল বোর্ড ’১৬]
[ক] জুলাই
[খ] জুন
[গ] এপ্রিল
[ঘ] মার্চ
২. বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনা নদীসমূহ কোথায় মিলিত হয়েছে? [সকল বোর্ড ’১৬]
[ক] যশোর
[খ] কুষ্টিয়া
[গ] দৌলতদিয়া
[ঘ] চাঁদপুর
৮. বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে? [সকল বোর্ড ’১৫]
[ক] আসাম
[খ] মায়ানমার
✅ বঙ্গোপসাগর
[ঘ] পশ্চিমবঙ্গ
৯. গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? [সকল বোর্ড ’১৫]
[ক] রাজশাহী
✅ কুষ্টিয়া
[গ] পাবনা
[ঘ] নাটোর
১০. বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ কী? [সকল বোর্ড ’১৫]
✅ মৌসুমী বায়ূর প্রভাব
[খ] উষ্ণ বায়ুর প্রভাব
[গ] শীতল বায়ুর প্রভাব
[ঘ] সমুদ্র বায়ুর প্রভাব
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
আধিয়ান বৈশাখ মাসের বিকেলে মাঠে কাজ করছিল। হঠাৎ উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবল বেগে ঝড় বজ্রবিদ্যুৎসহ সংঘটিত হলো।
[সকল বোর্ড ’১৫]১১. অনুচ্ছেদে কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে?
✅ কালবৈশাখী
[খ] টর্নেডো
[গ] টাইফুন
[ঘ] হারিকেন
১২. ঐ সময় সূর্য কোথায় অবস্থান করে?
✅ কর্কট ক্রান্তিতে
[খ] মকর ক্রান্তিতে
[গ] সুমেরু বৃত্তে
[ঘ] কুমেরু বৃত্তে
১৩. বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত? (ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা)
[ক] ২০º৩৪’ - ২৬º৩৮’
[খ] ২০º৩৪’ - ২৪º৩৮’
✅ ৮৮º০১’ - ৯২º৪১’
[ঘ] ৮৮º০৫’ - ৯২º৪৫’
১৪. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? [ভিকারুন নিসা নূর স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
[ক] ৮
[খ] ৯
[গ] ১১
✅ ১২
১৫. বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] ১৫০
[খ] ১৭৫
✅ ২০০
[ঘ] ২২৫
১৬. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত: উচ্চ বিদ্যালয়]
[ক] গডউইন অস্টিন
[খ] কিওক্রাডং
✅ তাজিনডং
[ঘ] লুসাই
১৭. বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় কোন যুগে গঠিত হয়েছিল? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
✅ প্লাইস্টোসিনকালে
[খ] টারশিয়ারি
[গ] মাইওসিন
[ঘ] সাম্প্রতিককালে
১৮. খুলনা ও পাটুয়াখালি অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয়েছে কোন ভূমি? [ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
[ক] পাদদেশীয় সমভূমি
[খ] বদ্বীপ সমভূমি
[গ] বরেন্দ্রভূমি
✅ স্রোতজ সমভূমি
১৯. লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]
✅ কুমিল্লা
[খ] রংপুর
[গ] বগুড়া
[ঘ] নোয়াখালী
২০. খুলনা ও পাটুয়াখালি অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয়েছে কোন ভূমি? [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] পাদদেশীয় সমভূমি
[খ] বদ্বীপ সমভূমি
[গ] বরেন্দ্রভূমি
✅ স্রোতজ সমভূমি
২১. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
✅ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
[খ] পার্বত্য ত্রিপুরা
[গ] তিব্বতের মানস সরোবর
[ঘ] আরাকান পাহাড়
২২. পদ্মা কোন স্থানে মেঘনার কাছে মিলিত হয়েছে? [বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
[ক] ভৈরববাজার
✅ চাঁদপুর
[গ] দৌলতদিয়া
[ঘ] দেওয়ানগঞ্জ
২৩. কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ কোন নদীর শাখানদী? [ভিকারুন নিসা নূল স্কুল ও কলেজ, ঢাকা]
[ক] মেঘনা
[খ] যমুনা
✅ পদ্মা
[ঘ] ব্রহ্মপুত্র
২৪. যমুনার শাখানদী কোনটি? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] বুড়িগঙ্গা
✅ ধলেশ্বরী
[গ] শীতলক্ষ্যা
[ঘ] বংশী
২৫. পদ্মা ও মেঘনার সংযোগস্থলে কোন স্থানটি অবস্থিত? [খিলগাও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] সিরাজগঞ্জ
[খ] ভৈরব
✅ চাঁদপুর
[ঘ] গোয়ালন্দ
২৬. তিতাস কোন নদীর উপনদী? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
[ক] যমুনা
[খ] পদ্মা
✅ মেঘনা
[ঘ] কর্ণফুলী
২৭. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
✅ আসামের লুসাই পাহাড়ে
[খ] পার্বত্য ত্রিপুরায়
[গ] আসামের বরাক নদীতে
[ঘ] আরাকান পাহাড়ে
২৮. বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
✅ উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল
[গ] উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকাল
[ঘ] উষ্ণ ও আর্দ্র শীতকাল
২৯. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত: উচ্চ বিদ্যালয়]
[ক] ২২.০১ সেলসিয়াস
[খ] ২৪.০১ সেলসিয়াস
✅ ২৬.০১º সেলসিয়াস
[ঘ] ২৭.০১º সেলসিয়াস
৩০. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? [বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
✅ এপ্রিল
[খ] মে
[গ] জুন
[ঘ] জুলাই
৩১. কালবৈশাখী ঝড় কখন হয়? [বিএএফ শাহীন কলেজচ, ঢাকা]
[ক] মার্চ-মে
✅ মার্চ-এপ্রিল
[গ] এপ্রিল-জুন
[ঘ] মে-জুন
৩২. বাংলাদেশের নদী ভরাটের কারণ- [বিএএফ শাহিন কলেজ, ঢাকা]
i. পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ
ii. নদীর তীরে গৃহ নির্মাণ
iii. নদীর তীরে পরিকল্পিত বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
💝 বাংলাদেশের অবস্থান, আয়তন ও সীমা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২৯
🍭 দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র- বাংলাদেশ।
🍭 ভৌগোলিক অবস্থানের কারণে এ দেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে- কর্কটক্রান্তি রেখা।
🍭 বাংলাদেশ- ২০º৩৪’ থেকে ২৬º৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
🍭 বাংলাদেশ- ৮৮º০১’ থেকে ৯২º৪১’ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
🍭 বাংলাদেশে বৈচিত্র্যতা আনয়ন করেছে- ভূপ্রকৃতি, নদনদী ও বঙ্গোপসাগরের অবস্থান।
🍭 ১ নটিক্যাল মাইল - ১.৮৫২ কিলোমিটার।
🍭 বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা- ১২ নটিক্যাল মাইল।
🍭 বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড- সমুদ্রে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছে যার ভৌগোলিক নাম মহীসোপান।
🍭 ১৪ই মার্চ ২০১২ সালে বাংলাদেশ মিয়ানমার মামলার রায়ের ফলে বাংলাদেশ এক লক্ষ বর্গ কি মি-এর বেশি জলসীমা পায়।
🍭 বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ বর্গকিলোমিটার।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৩. বাংলাদেশে অক্ষরেখার বিস্তৃতি কত? (জ্ঞান)
✅ ২০º৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬º৩৮’ উত্তর অক্ষরেখা
[খ] ২০º৩৪’ দক্ষিণ অক্ষরেখা থেকে ২৬º৩৮’ দক্ষিণ অক্ষরেখা
[গ] ২৪º৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ৩০º৩৮’ উত্তর অক্ষরেখা
[ঘ] ২৪º৩৪’ দক্ষিণ অক্ষরেখা থেকে ৩০º৩৮’ দক্ষিণ অক্ষরেখা
৩৪. বাংলাদেশের কোন অঞ্চলের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? (জ্ঞান)
[ক] উত্তরাঞ্চল
[খ] দক্ষিণাঞ্চল
✅ মধ্যাঞ্চল
[ঘ] পূর্বাঞ্চল
৩৫. কোন রেখা বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে? (জ্ঞান)
[ক] মকরক্রান্তি রেখা
✅ কর্কটক্রান্তি রেখা
[গ] বিষুবরেখা
[ঘ] নিরক্ষরেখা
৩৬. বাংলাদেশের আয়তন কত? (জ্ঞান)
[ক] ১,৩৩,০০০ বর্গকিলোমিটার
✅ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
[গ] ১,৫৫,৪৭০ বর্গকিলোমিটার
[ঘ] ১,৮৮,৫৬০ বর্গকিলোমিটার
৩৭. বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত? (জ্ঞান)
[ক] ৭,৫৪৩ বর্গকিলোমিটার
✅ ৯,৪০৫ বর্গকিলোমিটার
[গ] ১১,৯৮৭ বর্গকিলোমিটার
[ঘ] ১৩,৪৩২ বর্গকিলোমিটার
৩৮. বাংলাদেশের বনাঞ্চলের আয়তন কত? (জ্ঞান)
[ক] ১৭,৬৫৪ বর্গকিলোমিটার
[খ] ১৯,৮৭৬ বর্গকিলোমিটার
✅ ২১,৬৫৭ বর্গকিলোমিটার
[ঘ] ২৩,৯৮৭ বর্গকিলোমিটার
৩৯. ভবিষ্যতে বাংলাদেশের কোন অংশের প্রসার ঘটলে আয়তন আরো বৃদ্ধি পাবে? (জ্ঞান)
[ক] উত্তর
✅ দক্ষিণ
[গ] পূর্বে
[ঘ] পশ্চিম
৪০. নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন কত? (জ্ঞান)
[ক] ২১,৬৫৭ বর্গকিলোমিটার
[খ] ১,১৫,৬০৬ বর্গকিলোমিটার
✅ ১,১৬,৫০৮ বর্গকিলোমিটার
[ঘ] ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
৪১. বাংলাদেশ কত সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে ভারতের বিপক্ষে মামলা করে? (জ্ঞান)
[ক] ১০ই ডিসেম্বর, ২০০৮ সালে
[খ] ৫ই জুন, ২০০৯ সালে
✅ ১৪ই ডিসেম্বর, ২০০৯ সালে
[ঘ] ৮ই অক্টোবর, ২০১০ সালে
৪২. বাংলাদেশ ২০০৯ সালে বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোন আদালতে মায়ানমারের বিপক্ষে মামলা করে? (জ্ঞান)
[ক] নেদারল্যান্ডসের হেগ
✅ জার্মানির হামবুর্গ
[গ] সুইজারল্যান্ডের জেনেভা
[ঘ] অস্ট্রিয়ার ভিয়েনা
৪৩. সালিস ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত? (প্রয়োগ)
✅ নেদারল্যান্ডসের হেগে
[খ] সুইজারল্যান্ডের জেনেভায়
[গ] অস্ট্রিয়ার ভিয়েনায়
[ঘ] স্পেনের মাদ্রিদে
৪৪. বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ভারতের বিপক্ষে কোথায় মামলা দায়ের করে? (প্রয়োগ)
[ক] সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালে
✅ সালিস ট্রাইব্যুনালে
[গ] মানবাধিকার কমিশনে
[ঘ] আন্তর্জাতিক ট্রাইব্যুনালে
৪৫. কোন তারিখে বাংলাদেশ জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালত মায়ানমারের বিপক্ষে দায়েরকৃত মামলার রায় প্রদান করে? (জ্ঞান)
[ক] ১৫ই জুন, ২০০৯ সালে
[খ] ২৪শে নভেম্বর, ২০১০ সালে
[গ] ২০শে অক্টোবর, ২০১০ সালে
✅ ১৪ই মার্চ, ২০১২ সালে
৪৬. বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ লক্ষ্যে ২০১২ সালের আন্তর্জাতিক আদালত কর্তৃক ঐতিহাসিক রায়ে বাংলাদেশ কত আয়তনের জলসীমা লাভ করে? (জ্ঞান)
[ক] পঞ্চাশ হাজার বর্গকিলোমিটার
✅ এক লক্ষ বর্গকিলোমিটার
[গ] দেড় লক্ষ বর্গকিলোমিটার
[ঘ] দুই লক্ষ বর্গকিলোমিটার
৪৭. বাংলাদেশের ঐতিহাসিক সমুদ্র বিজয় রায়ে কোন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরা হয়? (জ্ঞান)
✅ সেন্টমার্টিন দ্বীপ
[খ] ছেঁড়া দ্বীপ
[গ] হাতিয়া দ্বীপ
[ঘ] মনপুরা দ্বীপ
৪৮. মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা লাভ করে? (জ্ঞান)
[ক] ৭ নটিক্যাল মাইল
[খ] ১০ নটিক্যাল মাইল
[গ] ১১ নটিক্যাল মাইল
✅ ১২ নটিক্যাল মাইল
৪৯. মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা একান্ত অর্থনৈতিক অঞ্চল লাভ করে? (জ্ঞান)
[ক] ১৫০
[খ] ১৭৫
✅ ২০০
[ঘ] ২২৫
৫০. উপকূল থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের তলদেশে বাংলাদেশের মহীসোপান রয়েছে? (জ্ঞান)
[ক] ২০০
[খ] ২৫০
[গ] ৩০০
✅ ৩৫০
৫১. ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ১.০৪৫
[খ] ১.৪০৯
✅ ১.৮৫২
[ঘ] ২.২০৫
৫২. বাংলাদেশের মহীসোপানের বিস্তার কত? (অনুধাবন)
[ক] উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত
[খ] মোহনা থেকে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত
[গ] মোহনা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত
✅ উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত
৫৩. বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এর ভৌগোলিক নাম কী? (প্রয়োগ)
[ক] গিরিখাত
[খ] ক্যারিয়ন
[গ] মহীঢাল
✅ মহীসোপান
৫৪. বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য? (অনুধাবন)
[ক] ত্রিপুরা
[খ] মিজোরাম
[গ] গুজরাট
✅ মেঘালয়
৫৫. বাংলাদেশের পূর্বে ভারতের কোন অঙ্গরাজ্যটি অবস্থিত? (অনুধাবন)
[ক] রাজস্থান
✅ ত্রিপুরা
[গ] পশ্চিমবঙ্গ
[ঘ] মেঘালয়
৫৬. মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? (জ্ঞান)
✅ পূর্বে
[খ] উত্তরে
[গ] পশ্চিমে
[ঘ] দক্ষিণ-পশ্চিমে
৫৭. বাংলাদেশের সর্বমোট সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ৩,৭১৫
[খ] ৩,৭১৭
✅ ৪,৭১১
[ঘ] ৪,৭১২
৫৮. ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ২,৩৩৮ বর্গকিলোমিটার
[খ] ৩,৪১৭ বর্গকিলোমিটার
[গ] ৩,৫৫৪ বর্গকিলোমিটার
✅ ৩,৭১৫ বর্গকিলোমিটার
৫৯. বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ২৫০ কিলোমিটার
✅ ২৮০ কিলোমিটার
[গ] ৩০০ কিলোমিটার
[ঘ] ৩৩০ কিলোমিটার
৬০. বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ৬৫৪ কিলোমিটার
✅ ৭১৬ কিলোমিটার
[গ] ৭৬০ কিলোমিটার
[ঘ] ৮১০ কিলোমিটার
৬১. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের কোন নদী ভারত সীমানায় অবস্থিত? (জ্ঞান)
✅ হারিয়াভাঙা
[খ] নাফ
[গ] নাগর
[ঘ] বাউলাই
৬২. ভারত ও মিয়ানমারের সীমানার নাফ নদী বাংলাদেশের কোন দিকে অবস্থিত? (জ্ঞান)
[ক] দক্ষিণ-পশ্চিম
✅ দক্ষিণ-পূর্ব
[গ] দক্ষিণ-উত্তর
[ঘ] পূর্ব-পশ্চিম
৬৩. বাংলাদেশের তিনদিক দিয়ে কোন দেশটি বেষ্টিত? (জ্ঞান)
[ক] শ্রীলঙ্কা
[খ] মায়ানমার
[গ] পাকিস্তান
✅ ভারত
৬৪. কোন দেশের সঙ্গে বাংলাদেশের সীমারেখা সবচেয়ে বেশি? (জ্ঞান)
✅ ভারত
[খ] মায়ানমার
[গ] তিব্বত
[ঘ] ভুটান
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৫. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে বাংলাদেশের- (অনুধাবন)
i. নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ বর্গকিলোমিটার
ii. বনাঞ্চলের আয়তন ২১,৬৫৭ বর্গকিলোমিটার
iii. নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন ১,১৬,৫০৮ বর্গকিলোমিটার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৬. আন্তর্জাতিক আদালত কর্তৃক সমুদ্র বিজয়ের ঐতিহাসিক রায়ে-
(উচ্চতর দক্ষতা)
i. বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত
ii. বঙ্গোপসাগরের মহীসোপান এলাকার সকল সম্পদ আমাদের অধিকার আসে
iii. তালপট্টি দ্বীপসহ অনেক দ্বীপ আমাদের অধিকারভুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] ii ও iii
৬৭. বাংলাদেশের উত্তরে ভারতের- (অনুধাবন)
i. পশ্চিমবঙ্গ
ii. মেঘালয়
iii. মিজোরাম
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ দেশটি বিশ্ব মানচিত্রে ২০º৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬º৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮º০১’ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২º৪১’ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
৬৮. কোনটি ‘ক’ দেশ? (অনুধাবন)
✅ বাংলাদেশ
[খ] নেপাল
[গ] শ্রীলঙ্কা
[ঘ] মালদ্বীপ
৬৯. ‘ক’ দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
i. শীতকাল প্রায় বৃষ্টিহীন
ii. তাপমাত্রার গড় বছরের অধিকাংশ সময় প্রায় একই থাকে
iii. গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের একদিকে সাগর দ্বারা এবং অপর তিন দিক ভারতের বিভিন্ন রাজ্য দ্বারা বেষ্টিত।
৭০. এশিয়ার কোন অংশে দেশটির অবস্থান? (প্রয়োগ)
✅ দক্ষিণাংশে
[খ] উত্তরাংশে
[গ] পশ্চিমাংশে
[ঘ] পূর্বাংশে
৭১. দেশটির সীমানার ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
ii. পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম
iii. পশ্চিমে মণিপুর ও নাগাল্যান্ড
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 বাংলাদেশের ভূপ্রকৃতি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩০
🍭 দেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে- ভূপ্রকৃতি।
🍭 টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হয়েছে যা- বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
🍭 উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড়- প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্গত।
🍭 টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া- সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি।
🍭 বছরের পর বছর বন্যার সঙ্গে পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি গঠিত হয়েছে।
🍭 বাংলাদেশ- পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ।
🍭 বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং যার উচ্চতা- ১,২৩১ মিটার।
🍭 বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন প্রায়- ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
🍭 খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দাংশ নিয়ে গঠিত- সমভূমি।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. বাংলাদেশে পৃথিবীর অন্যতম বৃহৎ কোন ভূমি গড়ে উঠেছে? (অনুধাবন)
[ক] পাদদেশীয় সমভূমি
[খ] প্লাবন সমভূমি
✅ বদ্বীপ সমভূমি
[ঘ] উপকূলীয় সমভূমি
৭৩. বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল হলো- (অনুধাবন)
[ক] জলাভূমি
✅ সমভূমি
[গ] পাহাড়ি ভূমি
[ঘ] বনভূমি
৭৪. ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৭৫. হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় কোন ধরনের ভূমির সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] লালমাই পাহাড়
[খ] বরেন্দ্র ভূমি
✅ টারশিয়ারি যুগের পাহাড়
[ঘ] কুমিল্লার পাহাড়
৭৬. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের সমগোত্রীয় পাহাড় কোনটি? (অনুধাবন)
[ক] দাক্ষিণাত্যের পশ্চিমঘাট
[খ] পামীর গ্রন্থির হিন্দুকুশ
[গ] পাকিস্তানের কেটু
✅ আসামের লুসাই
৭৭. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৭৮. বাংলাদেশে টারশিয়ারি যুগে কোনটি গঠিত হয়েছে? (অনুধাবন)
[ক] ঢাকা
[খ] নারায়ণগঞ্জ
✅ চট্টগ্রাম
[ঘ] খুলনা
৭৯. বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ৯০ মিটার
[খ] ২৪৪ মিটার
✅ ৬১০ মিটার
[ঘ] ৭১৬ মিটার
৮০. কিওক্রাডং এর উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ৯৮০ মিটার
[খ] ১,১০০ মিটার
✅ ১,২৩০ মিটার
[ঘ] ১,৪৫৩ মিটার
৮১. বাংলাদেশের কিওক্রাডং পর্বত শৃঙ্গ কোন দিকে অবস্থিত? (জ্ঞান)
[ক] পূর্ব
[খ] উত্তর-পশ্চিম
✅ দক্ষিণ-পূর্ব
[ঘ] উত্তর
৮২. তাজিনডং পাহাড় কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)
✅ বান্দরবান
[খ] রাঙামাটি
[গ] চট্টগ্রাম
[ঘ] খাগড়াছড়ি
৮৩. বাংলাদেশের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? (জ্ঞান)
✅ বিজয়
[খ] কিওক্রাডং
[গ] মুকুন্দলাল
[ঘ] লালমাই
৮৪. মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ৩০ মিটার
[খ] ৯০ মিটার
✅ ২৪৪ মিটার
[ঘ] ৬১০ মিটার
৮৫. বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] পাহাড়
✅ টিলা
[গ] উপত্যকা
[ঘ] মালভূমি
৮৬. বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ২০ থেকে ৪০ মিটার
✅ ৩০ থেকে ৯০ মিটার
[গ] ৪০ থেকে ১১০ মিটার
[ঘ] ৫০ থেকে ১২০ মিটার
৮৭. আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে কী বলে? (জ্ঞান)
[ক] টারশিয়ারিকাল
✅ প্লাইস্টোসিনকাল
[গ] মাইওসীন কাল
[ঘ] প্রাচীনকাল
৮৮. বরেন্দ্রভূমি দেশের কোন দিকে অবস্থিত? (জ্ঞান)
[ক] দক্ষিণ-পূর্বে
✅ উত্তর-পশ্চিমে
[গ] দক্ষিণ-পূর্বে
[ঘ] পূর্ব-উত্তরে
৮৯. প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমির উচ্চতা কত? (জ্ঞান)
✅ ৬ থেকে ১২ মিটার
[খ] ১০ থেকে ১৬ মিটার
[গ] ১২ থেকে ১৮ মিটার
[ঘ] ১৫ থেকে ২১ মিটার
৯০. বরেন্দ্র ভূমির মাটির রঙ কেমন? (জ্ঞান)
[ক] ধূসর
[খ] কালো
[গ] লাল ও কালো
✅ ধূসর ও লাল
৯১. ভাওয়ালের গড় কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)
[ক] টাঙ্গাইল
[খ] ময়মনসিংহ
✅ গাজীপুর
[ঘ] জামালপুর
৯২. মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত বর্গকিলোমিটার? (জ্ঞান)
✅ প্রায় ৪,১০৩
[খ] প্রায় ৬,১৩০
[গ] প্রায় ৮,৩২০
[ঘ] প্রায় ৯,৩২০
৯৩. সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত? (জ্ঞান)
[ক] প্রায় ৬ মিটার
[খ] প্রায় ১২ মিটার
[গ] প্রায় ২১ মিটার
✅ প্রায় ৩০ মিটার
৯৪. লালমাই পাহাড় বাংলাদেশের কোন প্রাকৃতিক অঞ্চলের মধ্যে অবস্থিত? (অনুধাবন)
[ক] টারশিয়ারি যুগের পাহাড়
[খ] উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়
[গ] দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়
✅ প্লাইস্টোসিনকালের সোপান
৯৫. জনাব মনির বাংলাদেশের একটি বিশেষ ভূপ্রাকৃতিক অঞ্চলে বেড়াতে গেছেন। সেখানকার মাটির রং লালচে। এই ভূমিরূপটির গড় উচ্চতা ২১ মিটার। জনাব মনির কোন এলাকায় বেড়াতে গেছেন? (প্রয়োগ)
✅ কুমিল্লা
[খ] টাঙ্গাইল
[গ] রাজশাহী
[ঘ] সিলেট
৯৬. লালমাই পাহাড়ের আয়তন কত? (জ্ঞান)
[ক] ২৯ বর্গকিলোমিটার
[খ] ৩১ বর্গকিলোমিটার
✅ ৩৪ বর্গকিলোমিটার
[ঘ] ৩৭ বর্গকিলোমিটার
৯৭. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ১৭ মিটার
✅ ২১ মিটার
[গ] ২৫ মিটার
[ঘ] ২৮ মিটার
৯৮. বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়ের মৃত্তিকার বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
[ক] নদীবাহিত পলি দ্বারা গঠিত
[খ] উপকূলীয় সমভূমি
✅ মৃত্তিকা ধূসর ও লালবর্ণের
[ঘ] গ্রানাইট শিলা দ্বারা গঠিত
৯৯. বাংলাদেশে নদীবিধৌত প্লাবন সমভূমি গঠিত হয়েছে কিসের দ্বারা? (অনুধাবন)
[ক] বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা
[খ] সূক্ষ বালিকণা জমাট বেঁধে
[গ] কর্দম মাটি পলি মাটিতে রূপান্তরিত হয়ে
✅ বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে
১০০. বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কী দ্বারা গঠিত হয়েছে? (প্রয়োগ)
✅ নদীবিধৌত পলি
[খ] বেলে পাথর
[গ] কর্দম মাটি
[ঘ] দোআঁশ মাটি
১০১. সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত? (জ্ঞান)
[ক] ১,২০,৫৭০ বর্গকিলোমিটার
✅ ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার
[গ] ১,৫৪,১৭০ বর্গকিলোমিটার
[ঘ] ১,৭১,৫৫৬ বর্গকিলোমিটার
১০২. বাংলাদেশের নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি কোন দিকে ক্রমনিম্ন? (অনুধাবন)
✅ উত্তর অংশ থেকে উপকূলের দিকে
[খ] উপকূল থেকে উত্তরের দিকে
[গ] পূর্ব অংশ থেকে পশ্চিমের দিকে
[ঘ] পশ্চিম অংশ থেকে পূর্ব দিকে
১০৩. বাংলাদেশের কোন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত? (জ্ঞান)
[ক] বরেন্দ্র
✅ সুন্দরবন
[গ] মধুপুর
[ঘ] ভাওয়াল
১০৪. সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ২৩.৭৫ মিটার
[খ] ২৯.৫০ মিটার
[গ] ৩০.৭৫ মিটার
✅ ৩৭.৫০ মিটার
১০৫. সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ১৭ মিটার
✅ ২০ মিটার
[গ] ২২ মিটার
[ঘ] ২৫ মিটার
১০৬. সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ১৫ মিটার
✅ ১৮ মিটার
[গ] ২০ মিটার
[ঘ] ২২ মিটার
১০৭. সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা কত? (জ্ঞান)
[ক] ৬ মিটার
✅ ৮ মিটার
[গ] ১০ মিটার
[ঘ] ১২ মিটার
১০৮. পরিত্যক্ত অশ্বখুরাকৃতি নদীখাতকে স্থানীয়ভাবে কী বলা হয়? (জ্ঞান)
[ক] জলাভূমি ও নিম্নভূমি
✅ বিল, ঝিল ও হাওর
[গ] উপনদী ও শাখানদী
[ঘ] মহীসোপান ও মহীঢাল
১০৯. কোন কোন জেলা পাদদেশীয় সমভূমির অন্তর্গত? (অনুধাবন)
✅ রংপুর ও দিনাজপুর
[খ] ঢাকা ও কুমিল্লা
[গ] বরিশাল ও খুলনা
[ঘ] ফরিদপুর ও মাদারীপুর
১১০. বাংলাদেশের উত্তরের জেলা রংপুর ও দিনাজপুর কোন সমভূমির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] বদ্বীপ
[খ] স্রোতজ
✅ পাদদেশীয়
[ঘ] উপকূলীয়
১১১. কোন কোন অঞ্চল নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত? (অনুধাবন)
[ক] সিলেট ও মৌলভীবাজার অঞ্চল
[খ] রাজশাহী, নাটোর ও বগুড়া অঞ্চল
✅ ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ
[ঘ] সিলেট ও কুমিল্লা অঞ্চল
১১২. ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ বদ্বীপ সমভূমি হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ নদীবিধৌত পলি সঞ্চয়ন
[খ] মাটির স্তর অগভীর
[গ] ভূমি অনুর্বর
[ঘ] মাটির রং লালচে
১১৩. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমতল ভূমি কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] প্লাবন সমভূমি
✅ বদ্বীপ সমভূমি
[গ] পাদদেশীয় সমভূমি
[ঘ] উপকূলীয় সমভূমি
১১৪. খুলনা, পটুয়াখালী ও বরগুনা জেলায় কিয়দংশকে স্রোতজ সমভূমি বলার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] নদীবহুল এলাকা বলে
[খ] ম্যানগ্রোভ বনভূমির কারণে
[গ] নদীতে স্রোতের বেগ তীব্র বলে
✅ সমুদ্রের জোয়ার-ভাটা প্রভাবিত বলে
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৫. বাংলাদেশে বদ্বীপ সৃষ্টির কারণ- (উচ্চতর দক্ষতা)
i. নদীর উভয় কূল সংলগ্ন পলি অবক্ষেপণ
ii. নদী পরিবাহিত তলানি নদীর মোহনায় সঞ্চয়ন
iii. নদীর শেষ গতিতে সাগরে পতিত হওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৬. টারশিয়ারি যুগে- (অনুধাবন)
i. মহাসাগরগুলো সৃষ্টি হয়
ii. দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ সৃষ্টি হয়
iii. হিমালয় পর্বত উত্থিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৭. ৩০ মিটার থেকে ৯০ মিটার উচ্চতার পাহাড় দেখা যায়- (অনুধাবন)
i. খাগড়াছড়ি ও বান্দরবানে
ii. ময়মনসিংহ ও নেত্রকোনায়
iii. মৌলভীবাজার ও হবিগঞ্জে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১১৮. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ হলো- (অনুধাবন)
i. বরেন্দ্রভূমি
ii. ভাওয়ালের গড়
iii. লালমাই পাহাড়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৯. মধুপুর গড় অবস্থিত- (অনুধাবন)
i. টাঙ্গাইল জেলায়
ii. ময়মনসিংহ জেলায়
iii. গাজীপুর জেলায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২০. প্লাবন সমভূমির অন্তর্গত- (অনুধাবন)
i. ঢাকা ও টাঙ্গাইল
ii. ময়মনসিংহ ও জামালপুর
iii. কুমিল্লা ও নোয়াখালী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি দেখে ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
১২১. A অঞ্চলের অধিকাংশ ভূমিরূপ কিরূপ? (প্রয়োগ)
✅ পাহাড়
[খ] মালভূমি
[গ] প্রায় সমভূমি
[ঘ] নিম্ন সমতল
১২২. উক্ত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত
ii. টারশিয়ারি যুগে গঠিত
iii. মাটি ধূসর ও লালবর্ণের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৩ ও ১০৪নং প্রশ্নের উত্তর দাও :
রিমি মামাতো বোনের বিয়ে উপলক্ষে গাজীপুর থেকে বেশ কিছুদিন ধরে রাজশাহীর গোদাগাড়িতে এসেছে। সে লক্ষ করল এখানকার মাটির রং লালচে ও ধূসর। তার জেলার মাটির সাথে এখানকার মাটির মিল রয়েছে।
১২৩. রিমি যে এলাকায় এসেছে সেখানকার ভূমি কী নামে পরিচিত? (প্রয়োগ)
[ক] স্রোত সমভূমি
[খ] বদ্বীপ সমভূমি
[গ] প্লাবন সমভূমি
✅ বরেন্দ্র ভূমি
১২৪. রিমির এলাকার বিস্তৃতি - (উচ্চতর দক্ষতা)
i. গাজীপুরে
ii. টাঙ্গাইলে
iii. ময়মনসিংহে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ ও ১০৬নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রনির মামার বাড়ি। গত শীতে রনি তার মামার বাড়িতে বেড়াতে যায়। ধূসর ও লাল রঙের উঁচু ভূমিরূপ দেখে সে খুব মুগ্ধ হয়।
১২৫. রনির দেখা ভূমিরূপটির নাম কী? (প্রয়োগ)
[ক] মধুপুর ও ভাওয়ালের গড়
[খ] লালমাই পাহাড়
✅ বরেন্দ্রভূমি
[ঘ] টারশিয়ারি পাহাড়
১২৬. উক্ত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এটি প্লাইস্টোসিনকালে গঠিত একটি সোপান
ii. এটি প্লাবন সমভূমি থেকে বেশ উঁচুতে অবস্থিত
iii. এর মাটি স্যাঁতসেঁতে ও অনুর্বর
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও :
রাসেলদের বাড়ি মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি জেলায়। তাদের এলাকায় ফসল খুব ভালো জন্মে। এজন্য জনবসতি খুব বেশি।
১২৭. উল্লিখিত নদীর তীরে কোন ধরনের সমভূমি অবস্থিত? (অনুধাবন)
✅ প্লাবন
[খ] লোয়েস
[গ] হিমবাহ
[ঘ] লাভা
১২৮. উক্ত অঞ্চলে ভালো ফলনের কারণ - (উচ্চতর দক্ষতা)
i. সারের ব্যবহার
ii. উর্বর মৃত্তিকা
iii. পলিসমৃদ্ধ ভূমি
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৯ ও ১১০নং প্রশ্নের উত্তর দাও :
রহমান ঢাকা থেকে যমুনার অপর পাড়ে বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। অঞ্চলটির গড় উচ্চতা ৮ মিটার।
১২৯. রহমানের বেড়াতে যাওয়া স্থানটি- (প্রয়োগ)
[ক] বগুড়া
[খ] ময়মনসিংহ
✅ যশোর
[ঘ] বরিশাল
১৩০. রহমানের বেড়াতে যাওয়া অঞ্চলের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. জলাভূমি ও নিম্নভূমির এলাকা
ii. ভূমি খুবই উর্বর
iii. বর্ষার সময় খালবিলে প্রচুর পানি হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
💝 বাংলাদেশের প্রধান নদ-নদী 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩৩
🍭 বাংলাদেশে নদীর সংখ্যা- প্রায় ৭০০।
🍭 পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী- বাংলাদেশের প্রধান নদ-নদী।
🍭 বাংলাদেশের নদীর দৈর্ঘ্য- প্রায় ২২,১৫৫ কিলোমিটার।
🍭 গঙ্গা নদী- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।
🍭 গঙ্গা ও যমুনার মিলিত ধারা- পদ্মা নামে চাঁদপুরের কাছে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে।
🍭 ব্রহ্মপুত্র নদ- হিমালয় পর্বতের কৈলাসশৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
🍭 আসামের বরাক নদী- নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে।
🍭 আজমেরীগঞ্জের কাছে সুরমা, কুশিয়ারা এবং হবিগঞ্জের কালনী নদীর মিলিত প্রবাহ- মেঘনা নাম ধারণ করেছে।
🍭 কর্ণফুলী নদীটি- আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩১. বাংলাদেশে নদীর সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৫০০
[খ] ৬০০
✅ ৭০০
[ঘ] ৮০০
১৩২. বাংলাদেশে নদীর সংখ্যা বেশি থাকায় এ দেশকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] সবুজ শ্যামলীময়
[খ] কৃষিপ্রধান
✅ নদীমাতৃক
[ঘ] বন্যা প্রধান
১৩৩. বাংলাদেশের প্রধান নদনদী কোনগুলো? (অনুধাবন)
[ক] পদ্মা, যমুনা, কর্ণফুলী
[খ] পদ্মা, মেঘনা, কর্ণফুলী
[গ] পদ্মা, মেঘনা, সুরমা
✅ পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা
১৩৪. বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] প্রায় ৪,৭১১
[খ] প্রায় ৯,৪০৫
[গ] প্রায় ২১,৬৫৭
✅ প্রায় ২২,১৫৫
১৩৫. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? (অনুধাবন)
[ক] কর্ণফুলী
[খ] সাঙ্গু
[গ] যমুনা
✅ পদ্মা
১৩৬. উৎপত্তি লাভের পর পদ্মা নদী প্রথমে কোন দিকে প্রবাহিত হয়? (জ্ঞান)
[ক] দক্ষিণ-পূর্ব
✅ দক্ষিণ-পশ্চিম
[গ] উত্তর-পূর্ব
[ঘ] উত্তর-পশ্চিম
১৩৭. উৎপত্তিস্থলের পার্বত্য অঞ্চল শেষে পদ্মা নদী ভারতের কোন অঞ্চলের নিকটে এসে সমভূমিতে পড়েছে? (জ্ঞান)
✅ হরিদ্বার
[খ] উত্তর প্রদেশ
[গ] বিহার
[ঘ] মুর্শিদাবাদ
১৩৮. গঙ্গা নদী কোন স্থানে এসে ভাগীরথী বা হুগলি নাম ধারণ করেছে? (জ্ঞান)
[ক] পশ্চিমবঙ্গ
[খ] মুর্শিদাবাদ
✅ ধুলিয়ান
[ঘ] বিহার
১৩৯. কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্ত দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এর পূর্বে নদীটির নাম কী ছিল? (প্রয়োগ)
[ক] কালসী
[খ] ভাগীরথী
[গ] কুলিক
✅ গঙ্গা
১৪০. পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? (জ্ঞান)
[ক] চাঁদপুরে
[খ] আরিচায়
✅ দৌলতদিয়ায়
[ঘ] ভৈরবে
১৪১. গঙ্গা ও যমুনার মিলিত ধারা কী নামে প্রবাহিত হয়? (জ্ঞান)
[ক] যমুনা
✅ পদ্মা
[গ] ব্রহ্মপুত্র
[ঘ] মেঘনা
১৪২. ভারতের গঙ্গা নদী কোন নামে বাংলাদেশে প্রবেশ করেছে? (জ্ঞান)
[ক] মেঘনা
[খ] যমুনা
[গ] কর্ণফুলী
✅ পদ্মা
১৪৩. গঙ্গা ও যমুনার মিলিত ধারা পদ্মা নামে কোন দিকে প্রবাহিত হয়ে মেঘনার সঙ্গে মিলিত হয়? (জ্ঞান)
[ক] উত্তর-পশ্চিম
[খ] দক্ষিণ-পশ্চিম
✅ দক্ষিণ-পূর্ব
[ঘ] উত্তর-পূর্ব
১৪৪. বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? (জ্ঞান)
[ক] ২২,১৫৫ কিলোমিটার
[খ] ২৯,৭৮৫ বর্গকিলোমিটার
✅ ৩৪,১৮৮ বর্গকিলোমিটার
[ঘ] ৪১,৯৭৮ বর্গকিলোমিটার
১৪৫. উপনদী কুমার এর মূলনদী কোনটি? (অনুধাবন)
[ক] যমুনা
[খ] ব্রহ্মপুত্র
[গ] কর্ণফুলী
✅ পদ্মা
১৪৬. ট্যাংগন কোন নদীর উপনদী? (জ্ঞান)
[ক] শীতলক্ষ্যা
[খ] বুড়িগঙ্গা
[গ] পদ্মা
✅ মহানন্দা
১৪৭. পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক ও ট্যাংগন কোন নদীর উপনদী? (জ্ঞান)
✅ মহানন্দা
[খ] আত্রাই
[গ] করতোয়া
[ঘ] তিস্তা
১৪৮. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়? (জ্ঞান)
[ক] আসামের লুসাই পাহাড়
[খ] পার্বত্য ত্রিপুরা
✅ হিমালয়ের মানস সরোবর
[ঘ] আরাকান পাহাড়
১৪৯. কোন নদী হিমালয় পর্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? (জ্ঞান)
[ক] পদ্মা
✅ ব্রহ্মপুত্র
[গ] মেঘনা
[ঘ] সাঙ্গু
১৫০. তিব্বতে পূর্বে ও আসামে পশ্চিমে প্রবাহিত হয়েছে কোনটি? (অনুধাবন)
[ক] পদ্মা
✅ ব্রহ্মপুত্র
[গ] যমুনা
[ঘ] মেঘনা
১৫১. ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? (জ্ঞান)
[ক] কুষ্টিয়া
[খ] রাজশাহী
[গ] ময়মনসিংহ
✅ কুড়িগ্রাম
১৫২. ব্রহ্মপুত্রের প্রধান উপনদী কোনগুলো? (অনুধাবন)
✅ ধরলা ও তিস্তা
[খ] বংশী ও শীতলক্ষ্যা
[গ] করতোয়া ও আত্রাই
[ঘ] তিতাস ও গোমতী
১৫৩. কোনটি ব্রহ্মপুত্র নদের শাখা নদী? (অনুধাবন)
[ক] মেঘনা
[খ] কর্ণফুলী
[গ] ফেনী
✅ শীতলক্ষ্যা
১৫৪. দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা নদীটি কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] মেঘনা
[খ] কুশিয়ারা
[গ] পদ্মা
✅ যমুনা
১৫৫. যমুনা নদীর উপনদী কোনটি? (অনুধাবন)
✅ করতোয়া ও আত্রাই
[খ] কাসালাং ও বোয়ালখালি
[গ] কুলিক ও ট্যাংগন
[ঘ] মনু ও বাউলাই
✅ বুড়িগঙ্গা
[খ] আত্রাই
[গ] তিস্তা
[ঘ] হালদা
১৫৭. সুরমা ও কুশিয়ারা নদী দুটির মূল নদীর নাম কী? (জ্ঞান)
[ক] আত্রাই
[খ] কালনী
✅ বরাক
[ঘ] করতোয়া
১৫৮. নাগা-মণিপুর জল বিভাজিকা থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? (জ্ঞান)
[ক] পদ্মা
[খ] ব্রহ্মপুত্র
✅ মেঘনা
[ঘ] কর্ণফুলী
১৫৯. আসামের বরাক নদী বাংলাদেশে কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] ব্রহ্মপুত্র
[খ] যমুনা
✅ মেঘনা
[ঘ] কর্ণফুলী
১৬০. সুরমা, কুশিয়ারা ও কালনী নদী একসঙ্গে কোথায় মিলিত হয়েছে? (জ্ঞান)
[ক] ভৈরববাজারে
✅ আজমিরীগঞ্জে
[গ] চাঁদপুরে
[ঘ] ছাতকে
১৬১. সুরমা ও কুশিয়ারা নদী উত্তর-পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। কী নামে সর্বশেষ নদী দুটি বঙ্গোপসাগরে পতিত হয়? (জ্ঞান)
[ক] পদ্মা
✅ মেঘনা
[গ] যমুনা
[ঘ] ব্রহ্মপুত্র
১৬২. মেঘনা কোথায় পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে? (জ্ঞান)
[ক] আজমিরীগঞ্জে
✅ ভৈরববাজারে
[গ] দেওয়ানগঞ্জে
[ঘ] চাঁদপুরে
১৬৩. মেঘনা নদী কোথায় পতিত হয়েছে? (জ্ঞান)
✅ বঙ্গোপসাগরে
[খ] পদ্মা নদীতে
[গ] যমুনা নদীতে
[ঘ] আরব সাগরে
১৬৪. বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চলের আয়তন কত? (জ্ঞান)
[ক] ২২,১৫৫ কিলোমিটার
✅ ২৯,৭৮৫ বর্গকিলোমিটার
[গ] ৩৪,১৮৮ বর্গকিলোমিটার
[ঘ] ৪১,৯৭৮ বর্গকিলোমিটার
১৬৫. মেঘনা নদীর উপনদী কোনটি? (অনুধাবন)
[ক] ধরলা ও তিস্তা
[খ] কাসালাং ও বোয়ালখালি
[গ] কুলিক ও ট্যাংগন
✅ মনু ও বাউলাই
১৬৬. কোনটি মেঘনার উপনদী? (অনুধাবন)
[ক] ধরলা
[খ] কুলিক
[গ] কালনী
✅ তিতাস
১৬৭. রূপম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিখ্যাত নদীর তীরে বেড়াতে গিয়ে জানতে পারে নদীটি আসামের একটি পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। রূপমের দেখা নদীটির নাম কী? (প্রয়োগ)
[ক] সাঙ্গু
[খ] মেঘনা
✅ কর্ণফুলী
[ঘ] ফেনী
১৬৮. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ১৭৯ কিলোমিটার
[খ] ৩৫০ কিলোমিটার
[গ] ২৯০ কিলোমিটার
✅ ২৭৪ কিলোমিটার
১৬৯. কর্ণফুলী নদীর উপনদী কোনটি? (অনুধাবন)
[ক] কুলিক
[খ] ট্যাংগন
✅ কাসালাং
[ঘ] ফেনী
১৭০. কর্ণফুলী নদীর উপনদী কোনটি? (অনুধাবন)
[ক] ধরলা ও তিস্তা
✅ হালদা ও বোয়ালখালি
[গ] কুলিক ও ট্যাংগন
[ঘ] তিতাস ও গোমতী
১৭১. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে? (জ্ঞান)
✅ কর্ণফুলী
[খ] কাসালাং
[গ] হালদা
[ঘ] বোয়ালখালী
১৭২. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? (জ্ঞান)
✅ কর্ণফুলী
[খ] যমুনা
[গ] পদ্মা
[ঘ] মেঘনা
১৭৩. পলিমাটির বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
[ক] স্পর্শে আঠালো মনে হয়
✅ পানির সংস্পর্শে দ্রবণে পরিণত হয়
[গ] সূক্ষ বালিকণা বিদ্যমান
[ঘ] পানির সংস্পর্শে তলানি পড়ে
১৭৪. কোন সময় নদী ও জলাশয়গুলোর নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা উচিত? (জ্ঞান)
[ক] গ্রীষ্ম ও শীতকালে
[খ] শরৎ ও হেমন্তকালে
✅ বর্ষা ও শুষ্ক মৌসুমে
[ঘ] বর্ষা ও বসন্তকালে
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৫. বাংলাদেশের নদীগুলোর বৈশিষ্ট্য - (অনুধাবন)
i. অধিকাংশ নদীর উৎপত্তি ভারতে
ii. নদীগুলো দক্ষিণমুখী
iii. নদীগুলো পলি পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৬. বাংলাদেশে প্রবেশের পূর্বে পদ্মা নদী ভারতের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- (অনুধাবন)
i. উত্তর প্রদেশ ও বিহার
ii. হরিদ্বার ও পশ্চিমবঙ্গ
iii. আসাম ও নাগাল্যান্ড
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৭. চাঁদপুর অবস্থিত- (অনুধাবন)
i. পদ্মা নদীর তীরে
ii. মেঘনা নদীর তীরে
iii. ব্রহ্মপুত্র নদের তীরে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. বাংলাদেশের নদীগুলোর কার্যকারিতা হ্রাস পাওয়ার কারণ হলো- (অনুধাবন)
i. অপদখল
ii. নদীভরাট
iii. নাব্য হ্রাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৯. বাংলাদেশের নদীতে স্রোতের গতি কমে যাওয়ার ফলে- (প্রয়োগ)
i. নদীর তলদেশ ভরাট হচ্ছে
ii. নদী নাব্যতা হারাচ্ছে
iii. নদী দূষণ কমছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৮০. বাংলাদেশের নদীগুলোতে চর জাগার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (উচ্চতর দক্ষতা)
i. নদীর গতিপথ পরিবর্তন
ii. নদীর উৎসস্থলের পরিবর্তন
iii. উপর্যুপরি বন্যা পরিস্থিতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮১. শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির অভাবে ব্যাহত হচ্ছে- (অনুধাবন)
i. নৌচলাচল
ii. সেচ ব্যবস্থা
iii. মাছ চাষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি দেখে ১৬২ ও ১৬৩নং প্রশ্নের উত্তর দাও :
১৮২. চিত্রের A চিহ্নিত নদীটির উৎপত্তিস্থল কোথায়? (প্রয়োগ)
✅ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
[খ] কৈলাস শৃঙ্গের মানস সরোবর
[গ] আসামের নাগ-মণিপুর অঞ্চল
[ঘ] আসামের লুসাই পাহাড়
১৮৩. চিত্রের B চিহ্নিত নদীটি- (উচ্চতর দক্ষতা)
i. মেঘনা নামে পরিচিত
ii. উৎপত্তিস্থল আসামের নাগা-মণিপুর অঞ্চল
iii. ভৈরববাজারের দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৪ ও ১৬৫নং প্রশ্নের উত্তর দাও :
রহিম সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি দেওয়ানগঞ্জ থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে সরাসরি নদী পথে গিয়ে ময়মনসিংহে বিক্রি করেন।
১৮৪. রহিম সাহেবের ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যবহৃত নদীটির নাম কী? (অনুধাবন)
✅ ব্রহ্মপুত্র
[খ] যমুনা
[গ] মেঘনা
[ঘ] সুরমা
১৮৫. উক্ত নদীটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক উন্নয়নে এটি সাহায্য করে
ii. কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
iii. স্থানীয় মাছের চাহিদা মেটায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৬ ও ১৬৭নং প্রশ্নের উত্তর দাও :
রেহান শীতকালীন ছুটিতে লঞ্চে বাসায় যাচ্ছিল। তাদের বাসা ভোলা জেলায়। কিছুদূর যাওয়ার পর লঞ্চটি থেমে যায়। রেহান বাইরে এসে দেখে লঞ্চটি চরে আটকে গেছে।
১৮৬. অনুচ্ছেদে ইঙ্গিতকৃত সমস্যার ফলাফল কী হতে পারে? (প্রয়োগ)
[ক] বরফ গলা পানিপ্রবাহ
[খ] আকাশে মেঘের আনাগোনা
✅ নদীর ধারণক্ষমতা বহির্ভূত পানিপ্রবাহ
[ঘ] প্রচুর বৃষ্টিপাত
১৮৭. উক্ত সমস্যা সৃষ্টির কারণ- (উচ্চতর দক্ষতা)
i. অপরিকল্পিত বাঁধ নির্মাণ
ii. কলকারখানা ও আবাসিক স্থাপনা নির্মাণ
iii. মাটি ও পানি দূষণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
💝 জলবায়ু 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৩৫
🍭 বাংলাদেশের জলবায়ু সাধারণত- সমভাবাপন্ন।
🍭 বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে - কর্কটক্রান্তি রেখা।
🍭 উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল- বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
🍭 বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা- ২৬.০১º সেলসিয়াম।
🍭 বাংলাদেশের উষ্ণ ঋতু গ্রীষ্মকাল এ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে- ৩৪º ও ২১º সেলসিয়াস।
🍭 কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য।
🍭 গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়ে গড় তাপমাত্রা- ২৭º সেলসিয়াস।
🍭 বর্ষাকালে বাংলাদেশে- শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়।
🍭 বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারির গড় তাপমাত্রা- ১৭.৭º সেলসিয়াস।
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৮. বাংলাদেশের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] শীতপ্রধান
[খ] গ্রীষ্মপ্রধান
✅ সমভাবাপন্ন
[ঘ] চরমভাবাপন
১৮৯. বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? (জ্ঞান)
✅ কর্কটক্রান্তি
[খ] মকরক্রান্তি
[গ] মূল মধ্যরেখা
[ঘ] আন্তর্জাতিক রেখা
১৯০. বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
[খ] মৌসুমি জলবায়ু
[গ] নিরক্ষীয় জলবায়ু
[ঘ] নাতিশীতোষ্ণ জলবায়ু
১৯১. বাংলাদেশের জলবায়ুকে সমভাবাপন্ন বলার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] শুষ্ক ও বৃষ্টিবহুল গ্রীষ্মকাল
[খ] আর্দ্র ও বৃষ্টিবহুল শীতকাল
✅ উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল
[ঘ] উষ্ণ ও আর্দ্র শীতকাল
১৯২. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত? (জ্ঞান)
[ক] ১৯৯ সেন্টিমিটার
[খ] ২০০ সেন্টিমিটার
✅ ২০৩ সেন্টিমিটার
[ঘ] ২০৫ সেন্টিমিটার
১৯৩. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? (জ্ঞান)
[ক] বরিশাল
[খ] ঢাকা
✅ সিলেট
[ঘ] রাজশাহী
১৯৪. বাংলাদেশের জলবায়ুকে মৌসুমি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
✅ তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
১৯৫. বাংলাদেশে গ্রীষ্মকাল কোন মাস পর্যন্ত স্থায়ী থাকে? (জ্ঞান)
[ক] জুন থেকে অক্টোবর
[খ] এপ্রিল থেকে জুন
[গ] মে থেকে জুলাই
✅ মার্চ থেকে মে
১৯৬. বাংলাদেশে সূর্য কর্কটক্রান্তির উপর কোন ঋতুতে লম্বভাবে কিরণ দেয়? (জ্ঞান)
[ক] বর্ষাকাল
[খ] শীতকাল
✅ গ্রীষ্মকাল
[ঘ] শরৎকাল
১৯৭. বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু কোনটি? (জ্ঞান)
✅ গ্রীষ্মকাল
[খ] বর্ষাকাল
[গ] বসন্তকাল
[ঘ] হেমন্তকাল
১৯৮. বাংলাদেশে গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ২৮º সেলসিয়াস
[খ] ৩০º সেলসিয়াস
[গ] ৩২º সেলসিয়াস
✅ ৩৪º সেলসিয়াস
১৯৯. বাংলাদেশে গ্রীষ্মকালের সর্বনিম্ন তাপমাত্রা কত? (জ্ঞান)
✅ ২১º সেলসিয়াস
[খ] ২৩º সেলসিয়াস
[গ] ২৫º সেলসিয়াস
[ঘ] ২৭º সেলসিয়াস
২০০. সর্বোচ্চ তাপমাত্রা ৩৪º সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১º সেলসিয়াস। এই অবস্থা পরিলক্ষিত হয় কোন ঋতুতে? (প্রয়োগ)
✅ গ্রীষ্ম
[খ] বর্ষা
[গ] শীত
[ঘ] বসন্ত
২০১. সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তর ভাগে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে কখন? (অনুধাবন)
✅ গ্রীষ্মকালে
[খ] বর্ষাকালে
[গ] শীতকালে
[ঘ] বসন্তকালে
২০২. বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়? (জ্ঞান)
[ক] প্রায় ৪০ ভাগ
✅ প্রায় ২০ ভাগ
[গ] প্রায় ১৫ ভাগ
[ঘ] প্রায় ২৫ ভাগ
২০৩. গ্রীষ্মকালে বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ১০ সেন্টিমিটার
✅ ৫১ সেন্টিমিটার
[গ] ২০৩ সেন্টিমিটার
[ঘ] ৩০৩ সেন্টিমিটার
২০৪. গ্রীষ্মকালে বায়ুচাপের পরিবর্তন ঘটে কেন? (অনুধাবন)
[ক] সূর্যের মকরায়ণের জন্য
✅ সূর্যের উত্তরায়ণের জন্য
[গ] সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
[ঘ] সূর্য হেলে কিরণ দেয় বলে
২০৫. বর্ষাকালে অধিক তাপমাত্রা অনুভূত হয় না কেন? (অনুধাবন)
[ক] বায়ুর চাপ কম থাকে বলে
[খ] সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
[গ] জলীয়বাষ্প কম থাকে বলে
✅ প্রচুর বৃষ্টিপাত হয় বলে
২০৬. বাংলাদেশে বর্ষাকালের গড় তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ২৫º সেলসিয়াস
✅ ২৭º সেলসিয়াস
[গ] ২৯º সেলসিয়াস
[ঘ] ৩১º সেলসিয়াস
২০৭. বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] বায়ুর তাপমাত্রা বেশি বলে
[খ] বায়ুচাপ বেশি বলে
✅ বায়ুতে জলীয়বাষ্প বেশি বলে
[ঘ] বায়ু শুষ্ক বলে
২০৮. বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়? (জ্ঞান)
✅ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
[খ] উত্তর-পশ্চিম অয়ন বায়ু
[গ] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
[ঘ] দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু
২০৯. বর্ষাকালে বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব যে বৃষ্টিপাত হয় তাকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সংঘর্ষ বৃষ্টি
[খ] পরিচলন বৃষ্টি
✅ শৈলোৎক্ষেপ বৃষ্টি
[ঘ] ঘূর্ণি বৃষ্টি
২১০. বাংলাদেশে মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] প্রায় ৫০%
[খ] প্রায় ৬০%
[গ] প্রায় ৭০%
✅ প্রায় ৮০%
২১১. বাংলাদেশে উপকূল থেকে কোন বায়ুর আগমনে বর্ষাকাল আরম্ভ হয়? (জ্ঞান)
[ক] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
[খ] উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু
[গ] দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু
✅ দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু
২১২. বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? (জ্ঞান)
✅ দক্ষিণ-পশ্চিম থেকে
[খ] উত্তর-পশ্চিম থেকে
[গ] উত্তর-পূর্ব থেকে
[ঘ] দক্ষিণ-পূর্ব থেকে
২১৩. বর্ষাকালে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু ফেরেলের সূত্র অনুসারে বেঁকে কী বায়ুতে পরিণত হয়? (জ্ঞান)
[ক] দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু
[খ] দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
✅ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
[ঘ] দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু
২১৪. বাংলাদেশের শীতলতম মাস কোনটি? (জ্ঞান)
[ক] নভেম্বর
[খ] ডিসেম্বর
✅ জানুয়ারি
[ঘ] ফেব্রুয়ারি
২১৫. বাংলাদেশে শীতকালের সর্বোচ্চ তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ২৫º সেলসিয়াস
[খ] ২৭º সেলসিয়াস
✅ ২৯º সেলসিয়াস
[ঘ] ৩১º সেলসিয়াস
২১৬. বাংলাদেশে শীতকালের সর্বনিম্ন তাপমাত্রা কত? (জ্ঞান)
[ক] ৯º সেলসিয়াস
[খ] ১০º সেলসিয়াস
✅ ১১º সেলসিয়াস
[ঘ] ১২º সেলসিয়াস
২১৭. কোন মাসে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকে? (জ্ঞান)
✅ জানুয়ারি
[খ] ফেব্রুয়ারি
[গ] নভেম্বর
[ঘ] ডিসেম্বর
২১৮. জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত থাকে? (জ্ঞান)
[ক] ১১º সেলিসিয়াস
[খ] ১৫º সেলসিয়াস
[গ] ১৬º সেলসিয়াস
✅ ১৭.৭º সেলসিয়াস
২১৯. শীতকালে বাংলাদেশের তাপমাত্রা ক্রমশ কমতে থাকে কোন দিকে? (অনুধাবন)
[ক] উত্তর ভাগ থেকে উপকূলের দিকে
✅ উপকূল ভাগ থেকে উত্তর দিকে
[গ] পূর্ব ভাগ থেকে পশ্চিম দিকে
[ঘ] পশ্চিম ভাগ থেকে পূর্ব দিকে
২২০. ১৯০৫ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল? (জ্ঞান)
✅ ১º সেলসিয়াস
[খ] ২º সেলসিয়াস
[গ] ৩º সেলসিয়াস
[ঘ] ৪º সেলসিয়াস
২২১. বাংলাদেশের শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ কত? (জ্ঞান)
✅ প্রায় ১০ সেন্টিমিটার
[খ] প্রায় ৪০ সেন্টিমিটার
[গ] প্রায় ১২০ সেন্টিমিটার
[ঘ] প্রায় ২০৩ সেন্টিমিটার
২২২. শীতকালে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? (জ্ঞান)
[ক] দক্ষিণ-পশ্চিম
[খ] উত্তর-পশ্চিম
✅ উত্তর-পূর্ব
[ঘ] দক্ষিণ-পূর্ব
২২৩. শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত প্রায় হয় না কেন? (অনুধাবন)
[ক] অধিক তাপ ও আর্দ্রতা থাকায়
✅ উত্তর-পূর্ব মৌসুমি বায়ুপ্রবাহের ফলে
[গ] উপকূলীয় জলবায়ুর প্রভাবে
[ঘ] বনাঞ্চলের অবস্থানের কারণে
২২৪. শীতকালে বাংলাদেশে বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা শতকরা কত থাকে? (জ্ঞান)
[ক] প্রায় ২০ ভাগ
[খ] প্রায় ২৬ ভাগ
[গ] প্রায় ৩০ ভাগ
✅ প্রায় ৩৬ ভাগ
২২৫. বাংলাদেশের শীতকালের অবস্থা কী রকম? (অনুধাবন)
[ক] আর্দ্র
[খ] জলীয়বাষ্পপূর্ণ
[গ] গরম
✅ শুষ্ক
২২৬. বাংলাদেশে শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে কেন? (অনুধাবন)
[ক] বায়ুপ্রবাহ উপকূল থেকে আসে বলে
[খ] আকাশে মেঘ থাকে না বলে
✅ বায়ুপ্রবাহ স্থলভাগ থেকে আসে বলে
[ঘ] বায়ুচাপ কম থাকে বলে
২২৭. মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে কখন বৃষ্টিপাত হয়? (অনুধাবন)
[ক] মার্চ থেকে মে
[খ] এপ্রিল থেকে জুন
✅ জুন থেকে অক্টোবর
[ঘ] সেপ্টেম্বর থেকে নভেম্বর
২২৮. গ্রীষ্মকালীন আবহাওয়াতে কোনটি পরিলক্ষিত হয়? (অনুধাবন)
[ক] বৃষ্টিপাত
[খ] তুষারপাত
[গ] খরা
✅ কালবৈশাখী ঝড়
২২৯. বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রচণ্ড গরম ও নিম্নচাপ
✅ কালবৈশাখী ঝড়
[গ] শুষ্ক বায়ুপ্রবাহ
[ঘ] হালকা বৃষ্টি ও ধূলিঝড়
২৩০. কালবৈশাখী ঝড় সাধারণত কোন দিক থেকে প্রবাহিত হয়? (জ্ঞান)
✅ উত্তর-পশ্চিম
[খ] দক্ষিণ-পশ্চিম
[গ] উত্তর-পূর্ব
[ঘ] দক্ষিণ-পূর্ব
২৩১. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের কত অংশ কালবৈশাখী ঝড় দ্বারা হয়? (জ্ঞান)
[ক] এক-দশমাংশ
[খ] এক-অষ্টমাংশ
[গ] এক-চতুর্থাংশ
✅ এক-পঞ্চমাংশ
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩২. মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. বিভিন্ন ঋতুর আবির্ভাব
ii. উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল
iii. শুষ্ক শীতকাল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৩. গ্রীষ্মকালের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. কালবৈশাখী ঝড় সংঘটিত হয়
ii. সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়
iii. তাপমাত্রা সহনশীল থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৪. গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু প্রবাহিত হয়- (অনুধাবন)
i. সমুদ্র উপকূল থেকে দেশের উত্তর ভাগে
ii. দক্ষিণ দিক থেকে উত্তর-পশ্চিম দিকে
iii. পাহাড়ি এলাকা থেকে দেশের দক্ষিণ ভাগে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৫. আমাদের দেশে গ্রীষ্মকালে বজ্রসহ ঝড়বৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)
i. দুই বিপরীতমুখী বায়ুপ্রবাহের সঙ্গে সংঘর্ষের কারণে
ii. দক্ষিণ থেকে আগত বায়ুর সাথে উত্তর-পশ্চিম থেকে আগত বায়ুর সংঘর্ষের কারণে
iii. উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহের সাথে শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের সংঘর্ষের কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৬. বাংলাদেশে বর্ষাকালের বিস্তৃতি- (অনুধাবন)
i. জুন থেকে অক্টোবর পর্যন্ত
ii. জ্যৈষ্ঠ থেকে কার্তিক
iii. গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৭. বাংলাদেশে বর্ষাকালে- (অনুধাবন)
i. উপকূল থেকে দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু প্রবাহিত হয়
ii. এ সময় উত্তর-পূর্ব অয়ন বায়ু অন্তর্হিত হয়
iii. এ সময় দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৮. বর্ষাকালে বৃষ্টিপাতের সঙ্গে প্রায়ই সংযোগ থাকে- (অনুধাবন)
i. নিম্নচাপের
ii. ঘূর্ণিবাতের
iii. ঊর্ধ্বচাপের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৯. বাংলাদেশে শীতকালের বিস্তৃতি- (অনুধাবন)
i. নভেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত
ii. কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত
iii. গ্রীষ্ম ও বর্ষার মাঝামাঝি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২০ ও ২২১নং প্রশ্নের উত্তর দাও :
জন গিলবার্ট ২০º৩৪’ থেকে ২৬º৩৮’ উত্তর অক্ষরেখায় অবস্থিত একটি দেশে এসে জানতে পারে দেশটিতে গ্রীষ্মকালে অধিক তাপ ও জলবায়ু আর্দ্র থাকে। আবার শীতকালে বৃষ্টিপাত কম হয়।
২৪০. গিলবার্টের ভ্রমণকৃত দেশটি কোন জলবায়ু অঞ্চলে? (প্রয়োগ)
[ক] নিরক্ষীয়
✅ মৌসুমি
[গ] ভূমধ্যসাগরীয়
[ঘ] মহাদেশীয়
২৪১. উক্ত জলবায়ুর বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ঋতুর পরিবর্তন হলে বায়ুর দিক পাল্টে যায়
ii. প্রচুর বৃষ্টিপাত হয়
iii. শীতকালে আর্দ্রতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২২ ও ২২৩নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশে জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল। গড় তাপমাত্রা ২৭º সেলসিয়াস। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এ সময় হয়।
২৪২. উক্ত সময়ে বৃষ্টিপাতের সঙ্গে প্রায়ই কী দেখা দেয়? (প্রয়োগ)
✅ নিম্নচাপ
[খ] ঊর্ধ্বচাপ
[গ] কুয়াশা
[ঘ] শিশির
২৪৩. উক্ত সময়ের জলবায়ুতে- (উচ্চতর দক্ষতা)
i. গরমের তীব্রতা বেশি
ii. সহনশীল তাপমাত্রা বিরাজ করে
iii. আকাশ মেঘাচ্ছন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৪ ও ২২৫নং প্রশ্নের উত্তর দাও :
শীতকালে বাংলাদেশে বাতাসের আর্দ্রতা কম থাকে। এ সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে।
২৪৪. অনুচ্ছেদে উল্লিখিত ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ কত? (অনুধাবন)
✅ প্রায় ১০ সেন্টিমিটার
[খ] প্রায় ৫০ সেন্টিমিটার
[গ] প্রায় ১০০ সেন্টিমিটার
[ঘ] প্রায় ২০ সেন্টিমিটার
২৪৫. উক্ত ঋতুতে বাতাসের আর্দ্রতা কম থাকার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. উত্তর-পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় বলে
ii. স্থলভাগ থেকে উপকূলের দিকে বায়ু প্রবাহিত হয় বলে
iii. আকাশ পরিষ্কার থাকে বলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment