৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
নবম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 জলবায়ু পরিবর্তনের প্রভাব : বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে লক্ষণীয় পর্যায়ে চলে এসেছে। যেমন-
১. ঋতুর পরিবর্তন : জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুচক্রে উল্লেখযোগ্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে। শীতকাল সংকুচিত হয়ে পড়ছে এবং তাপমাত্রা অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ছে এবং তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে ৪৫º-৪৮º সেলসিয়াস পর্যন্ত উঠছে।
২. বন্যা : জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন ও অসময়ে প্রলয়ংকরী বন্যা লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশের যে সকল অঞ্চল বন্যা প্রবণ নয়, যেমন যশোর, ঢাকা সে সকল অঞ্চলও এখন বন্যায় প্লাবিত হচ্ছে।
৩. নদীভাঙন : সাম্প্রতিককালে নদীভাঙন অনেক বেড়ে গেছে। এক সমীক্ষায় দেখা গেছে বিগত তিন দশকে প্রায় ১,৮০,০০০ হেক্টর জমি শুধু পদ্মা, যমুনা ও মেঘনা এই তিন নদীগর্ভে হারিয়ে গেছে।
৪. খরা : জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বৃষ্টিপাতের উপর প্রচণ্ড প্রভাব ফেলছে। এ কারণে বাংলাদেশে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।
৫. পানির লবণাক্ততা : জলবায়ুজনিত পরিবর্তনের ফলে সমুদ্রের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢুকে নদনদী ও ভূগর্ভস্থ পানি ও আবাদি জমি লবণাক্ত হয়ে পড়ছে।
৬. সামুদ্রিক প্রবাল ঝুঁকি : জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক প্রবালের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। ১৯৬০ সালে সেন্টমার্টিন দ্বীপে যে পরিমাণ প্রবাল ছিল, ২০১০ সালে তার প্রায় ৭০% বিলীন হয়ে গেছে।
৭. বনাঞ্চল : লবণাক্ত পানির প্রভাব, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বনাঞ্চল দিনকে দিন কমে যাচ্ছে।
৮. মৎস্য সম্পদ : জলবায়ু পরিবর্তনের ফলে মাছের বাসস্থান, খাদ্য সংগ্রহ এবং জৈবিক নানা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে।
৯. স্বাস্থ্যঝুঁকি : জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন প্রলয়ংকরী বন্যায় পানিদূষণ ও পানিবাহিত রোগ, বিশেষ করে কলেরা, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে।
১০. জীববৈচিত্র্য : জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশে ৩০% জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে।
১১. সাইক্লোন : সাইক্লোনের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি ধ্বংসাত্মক আকার ধারণ করছে।
🔷 পরিবেশগত সমস্যা সৃষ্টির কারণ : বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি স্থান এখন নানারকম পরিবেশগত সমস্যায় জর্জরিত। পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম হলো জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে করে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১০ বিলিয়ন। এর কারণে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সব রকমের চাহিদা বেড়ে যাবে ও কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি হবে। পরিবেশগত গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যা হলো নগরায়ন।
এটিও মূলত জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পৃক্ত। পরিবেশগত সমস্যা সৃষ্টির জন্য বর্তমান সময়ে দায়ী করা হচ্ছে বৈশ্বিক উষ্ণতাকে। এর মূল কারণ হলো কার্বন ডাইঅক্সাইডসহ ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড ও জলীয় বাষ্প এই গ্যাসগুলোর বায়ুমণ্ডলে বেড়ে যাওয়া। এর ফলে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাইঅক্সাইডের শোষণ কমে যাচ্ছে। যার ফলে বায়ুমণ্ডলে এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। বনশূন্য করা আরেকটি মারাত্মক পরিবেশগত সমস্যা। এর জন্যও দায়ী জনসংখ্যা বৃদ্ধি।
🔷 দুর্যোগ সৃষ্টির কারণ, প্রতিরোধ, মোকাবিলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয় : মানুষের অবিবেচনাসুলভ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দুর্যোগ সৃষ্টি করছে। এসব দুর্যোগগুলোর মধ্যে অন্যতম কয়েকটি দুর্যোগের বর্ণনা নিচে উল্লেখ করা হলো-
১. বন্যা : নদনদী ভরাট হয়ে যাওয়া, ভারী বর্ষণ বা উজানে অববাহিকা থেকে পানি আসা, মৌসুমি বায়ুর প্রভাব ইত্যাদি কারণে প্রায় প্রতিবছরই দেশের কোনো না কোনো অঞ্চলে বন্যা প্রলয়ংকরী আকার ধারণ করছে। বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে নদনদী খনন করে এদের পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। দরকারি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিতে হবে। এছাড়া নদীর পাড়ে গাছ লাগানো, পানি প্রবাহের জন্য স্লুইস গেট নির্মাণ ইত্যাদিও বন্যা প্রতিরোধ ও মোকাবিলার কৌশল হতে পারে।
২. খরা : খরার জন্য দায়ী কারণগুলো হলো বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, ভূগর্ভস্থ পানির যথেচ্ছ উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন, উজান থেকে পানি প্রত্যাহার, পানি সংরক্ষণ প্রক্রিয়ার অভাব, ওজোন স্তরের ক্ষয় ইত্যাদি। খরা মোকাবিলার জন্য করণীয় হলো- জলাশয়ের পানি ধরে রাখার ব্যবস্থা করা; মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে যেমন- Mg, পিঁয়াজ, কাউন ইত্যাদি চাষ করা। চাষাবাদে অনেক বেশি পানি লাগে এমন ফসল চাষে নিরুৎসাহিত করা যেমন- ইরি ধান; বৃক্ষরোপণ অভিযান সফল করা ইত্যাদি।
৩. সাইক্লোন বা ঘূর্ণিঝড় : সাইক্লোন সৃষ্টির মূল কারণ হলো নিম্নচাপ ও উচ্চতাপমাত্রার প্রভাব। দুর্যোগ মোকাবিলা করা যায় ঘূর্ণিঝড় পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে; উপকূলীয় এলাকায় বাঁধ তৈরি করে; মজবুত আশ্রয়কেন্দ্র নির্মাণ ও প্রচুর গাছপালা রোপণ করে।
৪. সুনামি : সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাগতিক ঘটনা সুনামি সৃষ্টির কারণ। পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকানোর মাধ্যমে সুনামি মোকাবিলা করা যায়।
৫. এসিড বৃষ্টি : এসিড বৃষ্টি সৃষ্টির জন্য প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ জড়িত। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি। মনুষ্যসৃষ্ট কারণসমূহের মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রিক অক্সাইড গ্যাসসমূহের নিঃসরণ। কয়লা পরিশোধন দ্বারা ও বিকল্প জ্বালানির ব্যবহার করে এসিড বৃষ্টি মোকাবিলা করা যায়।
৬. টর্নেডো বা কালবৈশাখী : টর্নেডো বা কালবৈশাখীর জন্য লঘু বা নিম্নচাপ সৃষ্টি প্রধান কারণ। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন কাজ করাই হলো এ দুর্যোগের সমাধান।
৭. ভূমিকম্প : ভূগর্ভের টেকটনিক প্লেট এর স্থান পরিবর্তনের ফলেই ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্প সহনশীল ঘরবাড়ি নির্মাণ করে এবং পূর্বাভাস প্রক্রিয়া জোরদার দ্বারা ভূমিকম্প মোকাবিলা করা যায়।
🔷 সুস্থ জীবনযাপনে মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব : বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পানি আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য। নির্মল বাতাস ও সুপেয় পানির অভাবে জীবজগৎ মারাত্মক হুমকির মুখে পড়ে ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বাতাস ও পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবনধারণের জন্য আবশ্যক। এই পরিবেশ যদি মানসম্মত ও উন্নত না হয় তা সকল জীব বৈচিত্র্যের জন্য বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে ও আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে পাশাপাশি জনগণকেও সচেতন করে তুলতে হবে।
🔷 প্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্য : প্রকৃতি সংরক্ষণশীলতা হলো আমাদের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো পানি, বাতাস, মাটি, খনিজ সম্পদ, গাছপালা, প্রাণিজ সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি। আমাদের জীবনধারণের জন্য প্রতিটি সম্পদ গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা না নিB, গাছপালা বনজ সম্পদ নিধন বন্ধ না করি, বাতাস, পানি ইত্যাদির দূষণ বন্ধ না করি, তাহলে আমাদের এই প্রকৃতি আর বাসযোগ্য থাকবে না এবং আমাদের কোনো অস্তিত্বও থাকবে না।
🔷 প্রকৃতি সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল : প্রকৃতি সংক্ষণশীলতার বেশ কয়েকটি কৌশল আছে। এগুলো হলো-১. সম্পদের ব্যবহার কমানো, ২. দূষণ থেকে সম্পদ রক্ষা করা, ৩ একই জিনিস সম্ভাব্য ক্ষেত্রে বারবার ব্যবহার করা, ৪. ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরি করা, ৫. প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা।
বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়?
[ক] কালবৈশাখী
[খ] ভূমিকম্প
✅ সুনামি
[ঘ] বন্যা
২. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ-
i. যানবাহন
ii. শিল্প কারখানা
iii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের চিত্র অবলম্বনে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
৩. চিত্রে প্রদর্শিত কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয় না?
[ক] SO2
[খ] CO2
✅ NH3
[ঘ] NO2
৪. উপরের কারখানা হতে নির্গত গ্যাসের মাধ্যমে সৃষ্ট এসিড বৃষ্টি মানুষের কোন রোগটি সৃষ্টি করে?
[ক] বহুমূত্র
✅ অ্যাজমা
[গ] ক্যান্সার
[ঘ] হার্ট এ্যাটাক
৫. সামুদ্রিক প্রবালের জীবন-যাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি?
[ক] ২০-২৮ºC
[খ] ২০-২৩ºC
✅ ২২-২৮ºC
[ঘ] ২২-৩০ºC
৬. বর্তমান বিশ্বের জনসংখ্যা নিচের কোনটি?
[ক] ৬.৩ বিলিয়ন
[খ] ৬.৪ বিলিয়ন
[গ] ৬.৫ বিলিয়ন
✅ ৬.৬ বিলিয়ন
৭. গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি?
[ক] শিল্প কারখানার ধোঁয়া
✅ দাবানল
[গ] যানবাহনের ধোঁয়া
[ঘ] রেফ্রিজারেটর
৮. আমেরিকাতে ঘূণিঝড়কে কী বলে?
[ক] টর্নেডো
[খ] টাইফুন
[গ] সুনামি
✅ হারিকেন
৯. ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী?
[ক] স্পিডোমিটার
[খ] ফ্যাদোমিটার
✅ রিখটার স্কেল
[ঘ] ভার্নিয়ার স্কেল
১০. এসিড বৃষ্টিতে কোন কোন এসিড বেশি থাকে?
[ক] ফসফরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড
[খ] এসিটিক এসিড ও কার্বোলিক এসিড
✅ সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড
[ঘ] হাইড্রোক্লোরিক এসিড ও কার্বোলিক এসিড
১১. সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
[ক] ২৮º সেলসিয়াস
✅ ২৭º সেলসিয়াস
[গ] ২৪º সেলসিয়াস
[ঘ] ২২º সেলসিয়াস
১২. কোনটি ঝড়ের তীব্র গতিকে হ্রাস করে?
✅ AgI
[খ] HgI
[গ] HgCl
[ঘ] KI
১৩. বায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?
✅ বৈশ্বিক উষ্ণতা
[খ] কম বৃষ্টিপাত
[গ] অধিক শীত
[ঘ] প্রচুর বৃষ্টিপাত
১৪. দূরপ্রাচ্যের দেশগুলোতে সাইক্লোনকে কী বলে?
[ক] ঘূর্ণিঝড়
✅ টাইফুন
[গ] হারিকেন
[ঘ] সুনামি
১৫. সাইক্লোন আমেরিকাতে কী নামে পরিচিত?
[ক] কিকক্লস
[খ] ঘূর্ণিঝড়
✅ হারিকেন
[ঘ] টাইফুন
১৬. মানুষের কোন রোগটি এসিড বৃষ্টির কারণে হতে পারে?
[ক] ম্যানিনজাইটিস
[খ] জন্ডিস
[গ] ডায়াবেটিস
✅ অ্যাজমা
১৭. ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়তে পারে?
[ক] ০.২º-০.৩º সেলসিয়াস
[খ] ০.৬º-০.৮º সেলসিয়াস
✅ ১.১º-৬.৪º সেলসিয়াস
[ঘ] ২.১º-৫.২৫º সেলসিয়াস
১৮. ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ কত ছিল?
[ক] ২১৫ কি. মি. / ঘণ্টা
[খ] ২২০ কি. মি. / ঘণ্টা
✅ ২২৫ কি. মি. / ঘণ্টা
[ঘ] ২৩০ কি. মি. / ঘণ্টা
১৯. পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি?
[ক] আবাদি জমি নষ্ট
✅ জনসংখ্যা বৃদ্ধি
[গ] খাদ্য সংকট
[ঘ] বনভূমি উজাড়
২০. জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশে কত ভাগ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে?
[ক] ১৫%
[খ] ২০%
[গ] ২৫%
✅ ৩০%
২১. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত ও গাছপালার পচন থেকে কোনটি ঘটতে পারে?
[ক] ঘূর্ণিঝড়
[খ] সুনামি
[গ] টর্নেডো
✅ এসিড বৃষ্টি
২২. ঘূর্ণিঝড় মোকাবিলায় গৃহীত পদক্ষেপ হলো-
i. বাতাসে সিলভার আয়োডাইড ছড়ানো
ii. সাগরে তেল ছিটানো
iii. ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
২৩. এসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী-
i. কার্বন ডাইঅক্সাইড
ii. নাইট্রোজেন অক্সাইড
iii. সালফার ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ-
i. কার্বন ডাই অক্সাইড এর বৃদ্ধি
ii. মিথেনের পরিমাণ বৃদ্ধি
iii. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করে-
i. সুনামির
ii. ভূমিকম্পের
iii. সাইক্লোনের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
জলবায়ু পরিবর্তনের প্রভাব : বাংলাদেশ প্রেক্ষাপট
- পৃষ্ঠা : ১৩১-১৩৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬. বাংলাদেশে কোন ঋতু ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে? (জ্ঞান)
✅ শীতকাল
[খ] বর্ষাকাল
[গ] গ্রীষ্মকাল
[ঘ] বসন্তকাল
২৭. বর্তমানে আমাদের দেশে গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে? (জ্ঞান)
[ক] ৩৯-৪২º সেলসিয়াস
[খ] ৪২-৪৫º সেলসিয়াস
✅ ৪৫-৪৮º সেলসিয়াস
[ঘ] ৪৮-৫১º সেলসিয়াস
২৮. একুশ শতকের কোন সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] ২০০৩
✅ ২০০৫
[গ] ২০০৮
[ঘ] ২০১০
২৯. নদীমাতৃক বাংলাদেশে সাম্প্রতিককালে কোন প্রাকৃতিক দুর্যোগের হার অনেক বেড়ে গেছে? (জ্ঞান)
[ক] বন্যা
[খ] খরা
✅ নদীভাঙন
[ঘ] ভূমিকম্প
৩০. বিগত তিন দশকে বাংলাদেশের প্রায় কত হেক্টর জমি প্রধান তিনটি নদীর গর্ভে হারিয়ে গেছে? (জ্ঞান)
[ক] ১,৫০,০০০
✅ ১,৮০,০০০
[গ] ২,০০,০০০
[ঘ] ২,৫০,০০০
৩১. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে? (জ্ঞান)
[ক] গাছপালা
✅ মানুষ
[গ] ভূমিকম্প
[ঘ] পশুপাখি
৩২. জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের প্রায় কত শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যেতে পারে? (জ্ঞান)
[ক] অর্ধাংশ
✅ এক-তৃতীয়াংশ
[গ] এক-চতুর্থাংশ
[ঘ] এক-পঞ্চমাংশ
৩৩. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কত লক্ষ হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপোযোগী হয়ে পড়েছে? (জ্ঞান)
[ক] ৫ লক্ষ ৫০ হাজার
[খ] ৬ লক্ষ ২০ হাজার
✅ ৮ লক্ষ ৩০ হাজার
[ঘ] ১০ লক্ষ ২০ হাজার
৩৪. জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানির কারণে বাংলাদেশ কোন ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করবে? (জ্ঞান)
[ক] নিরাপত্তা ঝুঁকি
[খ] আবহাওয়া ঝুঁকি
[গ] আমিষের ঝুঁকি
✅ খাদ্য ঝুঁকি
৩৫. জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ২১০০ সালের মধ্যে আমাদের খাদ্য উৎপাদন কত হ্রাস পাবে? (জ্ঞান)
[ক] ২০%
✅ ৩০%
[গ] ৪০%
[ঘ] ৫০%
৩৬. জলবায়ুর পরিবর্তজনিত কারণে ২০৫০ সাল নাগাদ চাল উৎপাদন কত হ্রাস পাবে? (জ্ঞান)
✅ ৮. ৮%
[খ] ২৮%
[গ] ৩০%
[ঘ] ৩২%
৩৭. বাংলাদেশের উপকূলীয় এলাকার কত শতাংশ জমি ইতিমধ্যে লবণাক্ততার শিকারে পরিণত হয়েছে? (জ্ঞান)
✅ ১৩%
[খ] ১৬%
[গ] ১৮%
[ঘ] ২০%
৩৮. ২০৫০ সাল নাগাদ আমাদের কৃষি জমির কত শতাংশ লবণাক্ততার শিকারে পরিণত হবে? (জ্ঞান)
[ক] ১৩%
✅ ১৬%
[গ] ১৮%
[ঘ] ২০%
৩৯. আমাদের দেশে লবণাক্ততার প্রভাব কোন অঞ্চলে বেশি? (জ্ঞান)
[ক] পশ্চিম-দক্ষিণাঞ্চল
✅ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
[গ] পূর্ব-দক্ষিণাঞ্চল
[ঘ] Dত্তর-পূর্বাঞ্চল
৪০. ‘সুন্দরবন’ সারা বিশ্বে কী বন নামে পরিচিত? (জ্ঞান)
[ক] হেরিটেজ
✅ ম্যানগ্রোভ
[গ] সংরক্ষিত
[ঘ] নিরক্ষীয়
৪১. প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কোন বন আমাদের দেশে রক্ষাকবচ হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] মধুপুরের বন
[খ] পাহাড়ি বন
[গ] সমতল বন
✅ সুন্দরবন
৪২. সাম্প্রতিককালের ঝড়ে আমাদের দেশের কোন বন অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে? (জ্ঞান)
✅ সুন্দরবন
[খ] পাহাড়ি বন
[গ] ভাওয়ালের বন
[ঘ] মধুপুরের বন
৪৩. সমুদ্রের পানির উচ্চতা বর্তমান লেবেল থেকে ৪৫ সেন্টিমিটার বেড়ে গেলে আমাদের ম্যানগ্রোভ বনের কত শতাংশ পানির নিচে তলিয়ে যাবে? (জ্ঞান)
[ক] ২৫%
[খ] ৫০%
[গ] ৬০%
✅ ৭৫%
৪৪. পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে অধিকাংশ মাছ ও মাছের পোনা মারা যাবে? (জ্ঞান)
[ক] ২৫º
✅ ৩২º
[গ] ৩৫º
[ঘ] ৪০º
৪৫. বন্যার কারণে বাংলাদেশের কোন জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যায়? (জ্ঞান)
[ক] পাবনা
✅ সিরাজগঞ্জ
[গ] রংপুর
[ঘ] নওগাঁ
৪৬. আমাদের ঋতুচক্রে উলেখযোগ্য পরিবর্তন কেন দেখা যাচ্ছে? (অনুধাবন)
[ক] শীতকাল সংকুচিত হয়ে পড়ার কারণে
[খ] গ্রীষ্মকাল সম্প্রসারিত হওয়ার ফলে
✅ জলবায়ু পরিবর্তনের ফলে
[ঘ] অসময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে
৪৭. জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন? (অনুধাবন)
✅ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে
[খ] বায়ুমণ্ডলে তাপমাত্রা হ্রাসের কারণে
[গ] মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে
[ঘ] শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্যরে কারণে
৪৮. বন্যা কী? (অনুধাবন)
[ক] বরফ গলা পানি প্রবাহ
[খ] বর্ষার আকাশে মেঘের আনাগোনা
✅ নদীর ধারণক্ষমতা বহির্ভূত পানিপ্রবাহ
[ঘ] প্রচুর বৃষ্টিপাত
৪৯. বন্যার ফলে জমির উর্বরতা বাড়ে কেন? (অনুধাবন)
[ক] জমি পানির নিচে থাকায়
✅ জমিতে পলি পড়ায়
[গ] বন্যায় দূষিত পদার্থ দূর হওয়ায়
[ঘ] জমিতে ভারী পদার্থ জমা পড়ায়
৫০. সাম্প্রতিককালে অসময়ে বার বার প্রলয়ঙ্করী বন্যা আঘাত হানছে কেন? (অনুধাবন)
[ক] গ্রীষ্মকালে তাপমাত্রায় অস্বাভাবিক থাকে বলে
[খ] বর্ষা ঋতুর স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হওয়ায়
[গ] জলাশয় ভরাট করে ফেলার কারণে
✅ জলবায়ুজনিত পরিবর্তনের ফলে
৫১. বাংলাদেশের নিচের কোন জেলাদ্বয় বন্যাপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত নয়? (অনুধাবন)
[ক] ময়মনসিংহ ও রংপুর
[খ] বরিশাল ও মানিকগঞ্জ
[গ] চাঁদপুর ও মুন্সিগঞ্জ
✅ যশোর ও ঢাকা
৫২. শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়? (জ্ঞান)
[ক] বন্যা
✅ খরা
[গ] নদীভাঙন
[ঘ] ভূমিকম্প
৫৩. কিসের অভাবে খরা হয়? (জ্ঞান)
[ক] বাতাস
[খ] গবাদিপশু
✅ পানি
[ঘ] ফসল
৫৪. খরা কী? (অনুধাবন)
[ক] বায়ুমণ্ডলে প্রয়োজনীয় আর্দ্রতার অভাব
[খ] ভূগর্ভস্থ পানি ওঠানো বন্ধ হয়ে যাওয়া
[গ] ধূলিময় মাটি উড়া
✅ দীর্ঘস্থায়ী বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করা
৫৫. নিচের কোন দুর্যোগের কারণে লোকজন যাযাবরের মতো জীবনযাপন করতে বাধ্য হয়? (প্রয়োগ)
[ক] বন্যা
[খ] খরা
[গ] ঘূর্ণিঝড়
✅ নদীভাঙন
৫৬. কোন দুর্যোগের প্রভাবে মানুষজনকে শহর অঞ্চলের বস্তিতে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হতে হয়? (প্রয়োগ)
✅ নদীভাঙন
[খ] খরা
[গ] বন্যা
[ঘ] ঘূর্ণিঝড়
৫৭. বাংলাদেশের জন্য মারাত্মক সমস্যা হিসেবে খরাকে চিহ্নিত করা হয় কেন? (অনুধাবন)
[ক] নদীমাতৃক দেশ বলে
✅ কৃষিপ্রধান দেশ বলে
[গ] গ্রীষ্মমণ্ডলীয় দেশ বলে
[ঘ] উন্নয়নশীল দেশ বলে
৫৮. খরার কারণে কোনটি মারাত্মকভাবে ব্যাহত হয়? (অনুধাবন)
[ক] মিঠা পানির প্রাপ্তি
[খ] খনিজ সম্পদ আহরণ
✅ ফসল উৎপাদন
[ঘ] আবহাওয়ার সমভাবাপন্নতা
৫৯. জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে গেলে আমাদের দেশে নিচের কোন সমস্যা প্রকট আকার ধারণ করবে? (প্রয়োগ)
✅ মিঠা পানি এবং আবাদি জমিতে লবণাক্ততা
[খ] নদীভাঙন ও খরার মাত্রা
[গ] বছরে বার বার বন্যার আঘাত
[ঘ] বৃষ্টিপাত হ্রাস
৬০. লবণাক্ততার শিকার জেলা কোনগুলো? (অনুধাবন)
[ক] ভোলা, পটুয়াখালি, পিরোজপুর
✅ বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা
[গ] ল²ীপুর, রামগতি, নোয়াখালি
[ঘ] বরগুনা, ঝালকাঠি, কক্সবাজার
৬১. বাংলাদেশে জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন কোনটি? (অনুধাবন)
[ক] ভাওয়াল মধুপুর বন
[খ] পাহাড়ি বন
✅ সুন্দরবন
[ঘ] সমতল বন
৬২. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত বাড়লে সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে? (জ্ঞান)
[ক] ৪৫ সেন্টিমিটার
[খ] ৭৫ সেন্টিমিটার
✅ ১ মিটার
[ঘ] ২ মিটার
৬৩. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোগজীবাণু জন্মাতে সাহায্য করে? (জ্ঞান)
[ক] ২৫º
[খ] ৩০º
[গ] ৩২º
✅ ৩৫º
৬৪. বন্যায় নিচের কোন সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে? (অনুধাবন)
✅ কলেরা ও ডায়রিয়া
[খ] ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ
[গ] যক্ষা ও রাতকানা
[ঘ] এইডস ও অ্যানথ্রাক্স
৬৫. অসময়ের বন্যার কারণে সিরাজগঞ্জ জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে- (অনুধাবন)
[ক] পাখি জাতীয় প্রাণী
✅ গবাদিপশু ও মানুষ
[গ] জলজ প্রাণী ও উদ্ভিদ
[ঘ] উপকারী কীটপতঙ্গ
৬৬. বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে এখন কোন মাস পর্যন্ত দেখা যায়? (জ্ঞান)
[ক] ভাদ্র
✅ আশ্বিন
[গ] কার্তিক
[ঘ] পৌষ
৬৭. বাংলাদেশে সাম্প্রতিককালে একটি দুর্যোগের হার অনেক বেড়ে গেছে। এ দুর্যোগটি কী? (প্রয়োগ)
[ক] বন্যা
[খ] খরা
✅ নদীভাঙন
[ঘ] জলোচ্ছ্বাস
৬৮. বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বছরব্যাপী কমবেশি পত্রিকার লিডিং নিউজে থাকে। এ ঘটনাগুলো একত্রে কী নামে পরিচিত? (প্রয়োগ)
[ক] দুর্বিপাক
[খ] জলবায়ু
[গ] বিপর্যয়
✅ দুর্যোগ
৬৯. বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ২১০০ সাল নাগাদ আমাদের কৃষি জমির কত ভাগ লবণাক্ততার শিকারে পরিণত হবে? (জ্ঞান)
✅ ১৮%
[খ] ২০%
[গ] ২২%
[ঘ] ২৪%
৭০. ১৯৬০ সালে সেন্টমার্টিন দ্বীপে যে পরিমাণ প্রবাল ছিল, ২০১০ সালে তার প্রায় কত ভাগ বিলীন হয়ে গেছে? (জ্ঞান)
[ক] ৩০%
[খ] ৪০%
[গ] ৫০%
✅ ৭০%
৭১. সাইক্লোনের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কী কারণে অনেক বেশি ধ্বংসাত্মক আকার ধারণ করেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] জীববৈচিত্র্য ধ্বংস
[খ] অসময়ে বন্যা-খরা
✅ জলবায়ুজনিত পরিবর্তন
[ঘ] প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস
৭২. জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাব বেড়েই চলেছে। এটি IPCC- এর কZZম মূল্যায়ন রিপোর্টে উলিখিত হয়েছে? (জ্ঞান)
✅ চতুর্থ
[খ] পঞ্চম
[গ] অষ্টম
[ঘ] একাদশ
৭৩. বর্তমানে আমাদের দেশে গ্রীষ্মকালে অনেক বেশি গরম এবং শীতকালে অনেক বেশি ঠাণ্ডা পড়ছে। আমাদের জলবায়ু ধীরে ধীরে কোন দিকে রূপ নিচ্ছে? (প্রয়োগ)
[ক] সমভাবাপন্নতা
✅ চরমভাবাপন্নতা
[গ] নাতিশীতোষ্ণ
[ঘ] মরুভাবাপন্নতা
৭৪. বাংলাদেশে বন্যার ক্ষয়ক্ষতির সাথে নিচের কোনটি অসঙ্গতি প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া
[খ] জানমালের অপূরণীয় ক্ষতি
✅ জমিতে প্রচুর পলি জমা হয়
[ঘ] রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন
৭৫. বাংলাদেশে খরার প্রধান কারণ হিসেবে কোনটি বিবেচিত? (অনুধাবন)
[ক] উপকূলবর্তী এলাকার প্রসারিত জলরাশি
[খ] জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার
[গ] গ্রীষ্মকালে বেশি গরম পড়া
✅ জলবায়ুজনিত পরিবর্তন
৭৬. কী কারণে আমাদের দেশের মানুষ বার বার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে? (জ্ঞান)
[ক] মানবসৃষ্ট কারণে
✅ ভৌগোলিক অবস্থান
[গ] নদনদীর কারণে
[ঘ] জলবায়ুর কারণে
৭৭. দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] জনসচেতনতা বৃদ্ধি
[খ] অধিক উদ্ধারকর্মী নিয়োগ
[গ] উদ্ধার কাজে উন্নত যন্ত্রাদি ব্যবহার
✅ সুষ্ঠু প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ
৭৮. সেন্টমার্টিন দ্বীপে সামুদ্রিক প্রবাল আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] লবণাক্ততার প্রভাব
[খ] আবহাওয়া পরিবর্তন
✅ তাপমাত্রা বৃদ্ধি
[ঘ] জীববৈচিত্র্য ধ্বংস
৭৯. জীববৈচিত্র্য কী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? (উচ্চতর দক্ষতা)
[ক] মাটির উর্বরতা বৃদ্ধি
[খ] মানুষের খাদ্যের চাহিদা পূরণ
[গ] পরিবেশে প্রাকৃতিক চক্র সচল রাখা
✅ পরিবেশের ভারসাম্য রক্ষা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮০. জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকালে সংঘটিত হচ্ছে- (প্রয়োগ)
i. ভারী বৃষ্টিপাত
ii. প্রলয়ঙ্করী বন্যা
iii. বজ্রপাতসহ শিলাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮১. আমাদের দেশে জলবায়ুজনিত পরিবর্তনের কারণে- (প্রয়োগ)
i. ঋতুচক্রে পরিবর্তন দেখা যাচ্ছে
ii. প্রলয়ঙ্করী বন্যা লক্ষ করা যাচ্ছে
iii. খরার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮২. বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়- (অনুধাবন)
i. ১৯৮৮ ও ১৯৯৫ সালে
ii. ১৯৭০ ও ২০০১ সালে
iii. ১৯৯৮ ও ২০০৫ সালে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৮৩. আমাদের দেশে নদীভাঙনের কারণে- (প্রয়োগ)
i. বিপুল জনগোষ্ঠী ঘরবাড়ি হারাচ্ছে
ii. আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে
iii. আবহাওয়ায় চরমভাব বিরাজ করছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলাফল- (উচ্চতর দক্ষতা)
i. নদনদীর পানি লবণাক্ত হবে
ii. ভূগর্ভস্থ পানি লবণাক্ত হবে
iii. আবাদি জমি লবণাক্ত হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৫. সমুদ্রের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢুকলে- (প্রয়োগ)
i. আবাদি জমি লবণাক্ত হয়ে পড়ে
ii. খাওয়ার পানির প্রচণ্ড অভাব হয়
iii. ফসল উৎপাদন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৮৬. জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য সম্পদে যে প্রভাব পড়ছে- (উচ্চতর দক্ষতা)
i. মাছের বাসস্থান ও খাদ্য সংগ্রহে ব্যাঘাত ঘটছে
ii. মাছের বৃদ্ধি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে
iii. মাছের জৈবিক প্রক্রিয়া ও রোগ সংক্রমণ বাড়ছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. পানির তাপমাত্রা ৩৫º সেলসিয়াস হলে- (অনুধাবন)
i. পানির অম্লত্ব বেড়ে যায়
ii. রোগজীবাণুর বংশবৃদ্ধি দ্রুত হয়
iii. মাছের রোগ সংক্রমণ বাড়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
অ্যানথ্রাক্স রোগে গবাদিপশুর জন্য মৃত্যু অবধারিত।
৮৮. উক্ত রোগের প্রাদুর্ভাবের কারণ কী? (অনুধাবন)
✅ জলবায়ুর পরিবর্তন
[খ] আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
[গ] গ্রিন হাউস গ্যাস
[ঘ] প্রলয়ংকরী বন্যা
৮৯. এ রোগের কারণে- (প্রয়োগ)
i. স্বাস্থ্যঝুঁকি বাড়ছে
ii. পশু সম্পদ হ্রাস পাচ্ছে
iii. পানির লবণাক্ততা বাড়ছে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙনের ঘটনা বাংলাদেশে বাড়ছে। এ দুর্যোগের কারণ ও রোধের উপায় আমাদের জানতে হবে।
৯০. উক্ত দুর্যোগের সম্মুখীন জেলা কোনটি? (অনুধাবন)
[ক] কক্সবাজার
✅ সিরাজগঞ্জ
[গ] যশোর
[ঘ] বাগেরহাট
৯১. উক্ত দুর্যোগের কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. নদীর গতিশীলতা পরিবর্তন
ii. নদীর তীরে ভাঙন
iii. নদীর দিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii খ i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
জলবায়ু পরিবর্তন : আন্তর্জাতিক প্রেক্ষাপট
- পৃষ্ঠা : ১৩৪-১৩৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯২. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা কোনটি? (জ্ঞান)
[ক] IPC
[খ] MIGA
[গ] WTO
✅ IPCC
৯৩. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে? (জ্ঞান)
[ক] ১º
[খ] ০. ৫০º
✅ ০. ৭৪º
[ঘ] ১. ৫º
৯৪. জলবায়ু পরিবর্তনের ফলে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে? (জ্ঞান)
✅ ১. ১-৬. ৪º
[খ] ২. ২-৮. ২º
[গ] ১. ৫-৫. ৬º
[ঘ] ২. ১-৪. ৮º
৯৫. ২০৮০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার বাড়তে পারে? (জ্ঞান)
[ক] ১৭
✅ ৩৪
[গ] ৫০
[ঘ] ৭৪
৯৬. বর্তমানে সারা বিশ্বে জনসংখ্যা প্রায় কত বিলিয়ন? (জ্ঞান)
[ক] ৫. ৬
[খ] ৭. ৬
[গ] ৮. ৬
✅ ৬. ৬
৯৭. বাংলাদেশে ২০১০ - ২০১১ সালে খাদ্যশস্য উৎপাদন প্রায় কত মিলিয়ন মেট্রিক টন? (জ্ঞান)
[ক] ২০
[খ] ৩০
✅ ৪০
[ঘ] ৫০
৯৮. প্রতিবছর প্রায় কত মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য আমাদের আমদানি করতে হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৭
[ঘ] ১০
৯৯. সিএফসি’র পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] ক্লোরো ফ্লোরো কিউট
✅ ক্লোরোফ্লোরোকার্বন
[গ] কিউট ফ্লাওয়ার কার্বন
[ঘ] কিলো ফ্লাই কিউট
১০০. রেফ্রিজারেটর থেকে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? (জ্ঞান)
[ক] কার্বন ডাইঅক্সাইড
[খ] ওজোন
[গ] মিথেন
✅ সিএফসি
১০১. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্রিন হাউস গ্যাসটি সবচেয়ে বেশি ভূমিকা রাখে? (জ্ঞান)
✅ কার্বন ডাইঅক্সাইড
[খ] নাইট্রাস অক্সাইড
[গ] সিএফসি
[ঘ] মিথেন
0 Comments:
Post a Comment