SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৫ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
পঞ্চম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 দর্পণ : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। চকচকে ধাতব পাত, পলিশ করা টেবিল ইত্যাদি দর্পণ হিসেবে কাজ করে।

🔷 গোলীয় দর্পণ : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশবিশেষ তাকে গোলীয় দর্পণ বলে।

🔷 আলোর প্রতিসরণ : আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে তীর্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

🔷 আলোর প্রতিসরণের সূত্র : আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে-
প্রথম সূত্র : আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।

দ্বিতীয় সূত্র : একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। এ ধ্রুবককে সাধারণত η দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ, যদি আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ = r হয় তবে, η = sin i/sin r

🔷 প্রতিসরাঙ্ক : আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে।

🔷 লেন্স : দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স প্রধানত দুই রকমের হয়। যথা :
উত্তল বা অভিসারী লেন্স এবং অবতল বা অপসারী লেন্স।

🔷 উত্তল বা অভিসারী লেন্স : যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বলে। এ লেন্সে আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় বলে একে উত্তল লেন্স বলে। এ লেন্স সাধারণত এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে থাকে বলে একে অভিসারী লেন্সও বলা হয়।

🔷 অবতল বা অপসারী লেন্স : যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিকে মোটা তাকে অবতল লেন্স বলে। এ লেন্সে আলোকরশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয় বলে একে অবতল লেন্স বলে। এ লেন্স সাধারণত একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে থাকে বলে একে অপসারী লেন্সও বলে।

🔷 বক্রতার কেন্দ্র : সাধারণত লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুইটি।

🔷 প্রধান অক্ষ : লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।

🔷 লেন্সের প্রধান ফোকাস : লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্সে) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (অবতল লেন্সে) সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে।

🔷 ফোকাস দূরত্ব : লেন্সের আলোক বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে।

🔷 লেন্সের ক্ষমতা : একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী (উত্তল লেন্সে) গুচ্ছে বা অপসারী (অবতল লেন্সে) গুচ্ছে পরিণত করার প্রবণতাকে ঐ লেন্সের ক্ষমতা বলে।

🔷 ডায়অপ্টার : লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়অপ্টার। এক মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়অপ্টার বলে। কোনো লেন্সের ফোকাস দূরত্ব ƒ মিটার এবং ক্ষমতা P ডায়অপ্টার হলে, P = 1/ƒ।

🔷 চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু : সুস্থ ও স্বাভাবিক চোখ যে নিকটতম বিন্দু পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে চোখের নিকট বিন্দু প্রায় ২৫ সে. মি. বলে। সবচেয়ে দূরে অবস্থিত যে বিন্দু পর্যন্ত স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায় তাকে চোখের দূরবিন্দু (সাধারণত অসীম) বলে।

🔷 স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ২৫ সেমি-এর অর্থ : কোনো ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ২৫ সে. মি. বলতে বোঝায় কোনো বস্তু ২৫ সে. মি. দূরে থাকলে একজন ব্যক্তির চোখ বিনা বাধায় তা স্পষ্ট দেখতে পায়।

🔷 চোখের ত্রুটি : স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা ২৫ পস থেকে অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ স্বাভাবিক চোখ ২৫ সে. মি. থেকে অসীম দূরত্বের মধ্যে যে কোনো বস্তু স্পষ্ট দেখতে পায়। যদি কোনো চোখ এই পাল্লার মধ্যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে সেই চোখ ত্রুটিপূর্ণ বলে ধরা হয়। চোখে মোট চার ধরনের ত্রুটি দেখা যায়- (ক) হ্রস্বদৃষ্টি বা মাইওপিয়া, (খ) দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, (গ) বার্ধক্য দৃষ্টি বা চালশে ও (ঘ) বিষম দৃষ্টি বা নকুলান্ধতা।
এদের মধ্যে হ্রস্বদৃষ্টি বা মাইওপিয়া ও দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এই দুটিকে দৃষ্টির প্রধান ত্রুটি বলা হয়।

🔷 হ্রস্বদৃষ্টি বা মাইওপিয়া : এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। এমনকি এই চোখের নিকট বিন্দু ২৫ সে. মি. এরও কম হতে পারে।
কারণ : অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা যায়।

🔷 দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া : এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না।
কারণ : অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এই ধরনের ত্রুটি দেখা দেয়।

বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
[ক] ৫ সেমি
[খ] ১০ সেমি
✅ ২৫ সেমি
[ঘ] ৫০ সেমি

২. উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. এটির ক্ষমতা ধনাত্মক
ii. লেন্সের মধ্যভাগ সরু ও মোটা
iii. সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
৩. উদ্দীপকে উল্লিখিত চোখের ত্রুটিকে কী বলা হয়?
✅ হ্রস্বদৃষ্টি
[খ] দীর্ঘদৃষ্টি
[গ] বার্ধক্য দৃষ্টি
[ঘ] বিষম দৃষ্টি

৪. উল্লিখিত ত্রুটি দূর করতে হলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে?
[ক] উত্তল লেন্স
✅ অবতল লেন্স
[গ] উত্তলাবতল লেন্স
[ঘ] সমতলাবতল লেন্স

৫. কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?
[ক] অবতল লেন্স
[খ] সমতলাবতল লেন্স
✅ উত্তল লেন্স
[ঘ] উত্তলাবতল লেন্স

৬. শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
[ক] ৫০ সে. মি.
[খ] ২৫ সে. মি.
[গ] ১০ সে. মি.
✅ ৫ সে. মি.

৭. চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটি হয়?
[ক] বার্ধক্য দৃষ্টি
[খ] বিষম দৃষ্টি
[গ] হ্রস্বদৃষ্টি
✅ দূর দৃষ্টি

৮. কোনটি দীর্ঘদৃষ্টির কারণ?
✅ চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে
[খ] চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে
[গ] কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে
[ঘ] চোখের লেন্সের ফোকাস দূরত্ব হ্রাস পেলে

৯. আবছা আলোয় সংবেদনশীল হয় কোনটি?
[ক] কোন
✅ রড
[গ] রেটিনা
[ঘ] চোখের লেন্স

১০. অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয়?
✅ ক্ষীণদৃষ্টি
[খ] দূর দৃষ্টি
[গ] চালশে
[ঘ] নকুলান্ধতা

১২. লেন্সের ক্ষমতার এস. আই একক কী?
[ক] ডায়অপ্টার
[খ] মায়েপিয়া
✅ রেডিয়ান/মিটার
[ঘ] রেডিয়ান/সেন্টিমিটার

১৩. সুস্থ ও স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে কত দূরে থাকে?
[ক] ২০ সে. মি.
✅ ২৫ সে. মি.
[গ] ৩০ সে. মি.
[ঘ] ৩৫ সে. মি.

১৪. গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫. চোখের কোন অংশ রক্তের অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে?
[ক] রেটিনা
[খ] রড
✅ কোন
[ঘ] আইরিশ

১৬. অবতল লেন্সের জন্য প্রযোজ্য-
i. মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
ii. একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে
iii. দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭. দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে-
i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায়
ii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়
iii. কাছের বস্তু ভালো দেখতে পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. লেন্সের ক্ষমতা-2D হলে-
i. লেন্সটি অবতল
ii. লেন্সটি উত্তল
iii. আলোকরশ্মি অপসারিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাসেল ক্লাসে বসে বুঝতে পারল যে, সে বোর্ডের লেখা ঠিকমতো পড়তে পারছে কিন্তু নিম্নের খাতার লেখা পড়তে অসুবিধা হচ্ছে।

২৩. রাসেলের সমস্যাটি কী?
[ক] হ্রস্বদৃষ্টি
[খ] চালশে দৃষ্টি
[গ] বিষম দৃষ্টি
✅ দীর্ঘ দৃষ্টি

২৪. রাসেলের সমস্যা সমাধানের জন্য কোন লেন্সের চশমা ব্যবহার করতে হবে?
✅ উত্তল
[খ] অবতল
[গ] অবতলোত্তল
[ঘ] উত্তলাবতল

দর্পণের ব্যবহার - পৃষ্ঠা : ৮৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. দর্পণে কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] প্রতিসরণ
[খ] ব্যতিচার
✅ প্রতিফলন
[ঘ] সমাবর্তন

২৬. আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] প্রতিফলন কোণ
[খ] আপতিত রশ্মি
[গ] প্রতিফলিত রশ্মি
✅ আপতন কোণ

২৭. আলো যে কোণে দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ প্রতিফলন কোণ
[খ] আপতন কোণ
[গ] আপতিত রশ্মি
[ঘ] প্রতিফলিত রশ্মি

২৮. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] লেন্স
✅ দর্পণ
[গ] প্রতিসরণ
[ঘ] বিচ্ছুরণ

২৯. একটি গাড়িতে সাধারণত কয়টি দর্পণ ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] একটি
[খ] দুটি
✅ তিনটি
[ঘ] চারটি

৩০. গাড়ির ভেতরে সামনের দিকের মাঝখানের দর্পণ ড্রাইভারকে কোন দিকে দেখার কাজে সহায়তা করে? (জ্ঞান)
[ক] বামে
[খ] ডানে
[গ] সামনে
✅ পিছনে

৩১. পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে ব্যবহার হয় কোনটি? (জ্ঞান)
[ক] উত্তল লেন্স
[খ] অবতল লেন্স
✅ গোলীয় দর্পণ
[ঘ] সমতল দর্পণ

৩২. গাড়ি কোনো কারণে পিছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ রাখতে হবে? (জ্ঞান)
[ক] একটি
[খ] দুটি
✅ তিনটি
[ঘ] চারটি

৩৩. গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে? (জ্ঞান)
[ক] চারটি
[খ] তিনটি
✅ দুটি
[ঘ] একটি

৩৪. দর্পণ ব্যবহার করা হয় কোন রাস্তায়? (অনুধাবন)
[ক] সমতল
✅ পাহাড়ি
[গ] মাটির
[ঘ] সরু

৩৫. গাড়ির ভেতরে সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ একটি
[খ] দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৩৬. গাড়ি চালনার পূর্বেই ড্রাইভারকে দর্পণ যথাযথ জায়গায় স্থাপন করে নিতে হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] ড্রাইভিং সিটে বসেই যেন পিছনের দিক সঠিকভাবে দেখতে পায়
[খ] ড্রাইভিং সিটে বসেই যেন দু’পাশ সঠিকভাবে দেখতে পায়
[গ] ড্রাইভিং সিটে বসেই যেন সামনের দিক সঠিকভাবে দেখতে পায়
✅ড্রাইভিং সিটে বসেই যেন পিছন এবং দু’পাশ সঠিকভাবে দেখতে পায়

৩৭. গাড়ির ড্রাইভারের ডানদিকে কোন ধরনের দর্পণ থাকে? (অনুধাবন)
[ক] সমতল দর্পণ
[খ] অবতল দর্পণ
✅ উত্তল দর্পণ
[ঘ] Dভাবতল দর্পণ

৩৮. সাধারণত গাড়ির সামনের দরজার সম্মুখ দিকে দুই পাশে দুটি দর্পণ ব্যবহার করা হয়। এগুলো ড্রাইভারকে কীভাবে কাজে সহায়তা করে? (প্রয়োগ)
[ক] পিছনের দিক দেখার
[খ] সামনের দিকে দেখার
✅ দু’পাশে দেখার
[ঘ] বাম দিকে দেখার

৩৯. সেলুনে মাথার পেছনে আয়না রাখলে আমরা মাথা না ঘুরিয়েই পেছনের অংশ দেখতে পাই কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] আলোর বিচ্ছুরণের ঘটনা ঘটে বলে
[খ] আলোর বিক্ষেপণের ঘটনা ঘটে বলে
✅পেছনের প্রতিবিম্ব থেকে সামনে একটি প্রতিবিম্ব সৃষ্টি হয় বলে
[ঘ] সামনের প্রতিবিম্ব থেকে পিছনে একটি প্রতিবিম্ব সৃষ্টি হয় বলে

৪০. ড্রাইভার শরীর না ঘুরিয়ে দু'পাশে বা পিছনের সবকিছু দেখে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
✅ গাড়িতে থাকা তিনটি দর্পণের সাহায্যে
[খ] গাড়ির সামনের দুটি দর্পণের সাহায্যে
[গ] গাড়ির সামনের উইন্ডস্ক্রিনের দ্বারা
[ঘ] গাড়ির পিছনের উইন্ডস্ক্রিন দ্বারা

৪১. উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? (অনুধাবন)
✅ গাড়িতে
[খ] টর্চলাইটে
[গ] শোরুমে
[ঘ] জানালায়

৪২. নিরাপদ ড্রাইভিং এর জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] বিশুদ্ধ জ্বালানি
[খ] গ্লাস
[গ] লাইসেন্স
✅ দর্পণ

৪৩. পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়? (অনুধাবন)
[ক] ৫০º
✅ ৪৫º
[গ] ৬০º
[ঘ] ৯০º

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৪. ড্রাইভিং আসনে বসে গাড়িতে থাকা তিনটি দর্পণেই চোখ রাখতে হয়- (উচ্চতর দক্ষতা)
i. পিছনে গাড়ির অবস্থান বোঝার জন্য
ii. পাশের গাড়ির অবস্থান বোঝার জন্য
iii. সামনের গাড়ির অবস্থান বোঝার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

৪৫. পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়- (উচ্চতর দক্ষতা)
i. পাহাড়ের বাঁকের অন্য পাশ থেকে গাড়ি আসে কিনা তার অবস্থান দেখার জন্য
ii. ড্রাইভার যেন সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে
iii. গাড়ির আশপাশ ও পিছনে অন্য গাড়ির অবস্থান দেখার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে লক্ষ রাখতে হয়- (অনুধাবন)
i. গাড়ির ডানদিকের সামনের দর্পণে
ii. গাড়ির ভেতরের সামনের দর্পণে
iii. গাড়ির সামনের বামদিকের দর্পণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ পড়ে ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও :
নিরাপদ ড্রাইভিং-এর সময় তিনটি দর্পণে চোখ রাখতে হয়। এসব দর্পণে খর্বাকৃতির প্রতিবিম্ব দেখা যায়।

৪৭. এসব দর্পণ কোন ধরনের? (অনুধাবন)
[ক] সমতল
✅ উত্তল
[গ] অবতল
[ঘ] সমতাবতল

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫

৪৮. এসব দর্পণে বিম্বের প্রকৃতি- (প্রয়োগ)
i. অসদ, উল্টো ও খর্বিত
ii. সদ, সোজা ও খর্বিত
iii. অসদ, সোজা ও খর্বিত

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও ii

আলোর প্রতিসরণ - পৃষ্ঠা : ৮৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৯. আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে এর গতিপথ পরিবর্তিত হয়। আলোকরশ্মির এভাবে দিক পরিবর্তনের ঘটনাকে কী বলে? (জ্ঞান)
[ক] আলোর প্রতিফলন
[খ] আলোর ব্যতিচার
✅ আলোর প্রতিসরণ
[ঘ] আলোর বিচ্ছুরণ

৫০. যে মাধ্যমের মধ্য দিয়ে আলো বিনা বাধায় চলাচল করতে পারে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অস্বচ্ছ মাধ্যম
✅ স্বচ্ছ মাধ্যম
[গ] আলোক মাধ্যম
[ঘ] আলোর প্রতিফলন

৫১. কোনো মাধ্যমে আলোকরশ্মি আপতিত হলে মাধ্যমের বিভেদতলের সাথে লম্বভাবে যে রেখা কল্পনা করা হয়, তাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ অভিলম্ব
[খ] আপতন কোণ
[গ] প্রতিসরণ কোণ
[ঘ] আপতন বিন্দু

৫২. যে রশ্মি আপতিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ আপতন রশ্মি
[খ] প্রতিসরিত রশ্মি
[গ] নির্গত রশ্মি
[ঘ] বিক্ষিপ্ত রশ্মি

৫৩. যে রশ্মি প্রতিসরিত হয় তাকে কী রশ্মি বলে? (জ্ঞান)
[ক] নির্গত রশ্মি
[খ] নিক্ষিপ্ত রশ্মি
✅ প্রতিসরিত রশ্মি
[ঘ] আপতিত রশ্মি

৫৪. আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ সৃষ্টি করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ আপতন কোণ
[খ] প্রতিফলন কোণ
[গ] নির্গত কোণ
[ঘ] সংকট কোণ

৫৫. প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণের সৃষ্টি করে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] আপতন কোণ
✅ প্রতিসরণ কোণ
[গ] নির্গত কোণ
[ঘ] প্রতিফলন কোণ

৫৬. আপতিত রশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের মান কত ডিগ্রি হয়? (জ্ঞান)
[ক] ৩৬০º
[খ] ১৮০º
[গ] ৯০º
✅ ০º

৫৭. আপতিত রশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়? (জ্ঞান)
[ক] ৩৬০º
[খ] ১৮০º
[গ] ৯০º
✅ ০º

৫৮. আলোর প্রতিসরণের সূত্র কয়টি? (জ্ঞান)
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৫৯. কোন ধর্মের উপর ভিত্তি করে আলোর প্রতিসরণকে দুটি সূত্রে প্রকাশ করা হয়েছে? (অনুধাবন)
[ক] আলোর বিক্ষেপণ ধর্মের ওপর
✅ আলোকরশ্মির চলাচলের ধর্মের ওপর
[গ] আলোর বিচ্ছুরণ ধর্মের ওপর
[ঘ] আলোর প্রতিফলন ধর্মের ওপর

৬০. আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কী বলা হয়? (অনুধাবন)
[ক] প্রতিফলন
[খ] প্রতিসরণ
✅ প্রতিসরাঙ্ক
[ঘ] ব্যতিচার

৬১. পানি ও বায়ুকে স্বচ্ছ মাধ্যম কেন বলা হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] এগুলোতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে বলে
[খ] এগুলোর মাধ্যমে আলো সহজে চলাচল করতে পারেনা বলে
[গ] এগুলোতে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে বলে
✅ এগুলোর মাধ্যমে আলো সহজে চলাচল করতে পারে বলে

৬২. নিচের কোনটি অস্বচ্ছ মাধ্যম? (অনুধাবন)
[ক] কাচ
[খ] পানি
[গ] বাতাস
✅ কাঠ

৬৩. ভিন্ন মাধ্যমে আলোকরশ্মির গতিপথের পরিবর্তন নিচের কোনটির ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] মাধ্যমদ্বয়ের অবস্থানের ওপর
[খ] মাধ্যমদ্বয়ের তাপমাত্রার ওপর
✅ মাধ্যমদ্বয়ের উপাদানের ওপর
[ঘ] মাধ্যমদ্বয়ের ক্ষেত্রফলের ওপর

৬৪. আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] প্রতিফলিত হয়
✅ প্রতিসরিত হয়
[গ] পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
[ঘ] নিঃসরণ ঘটে

৬৫. আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে আপতিত হলে কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হয়
✅ প্রতিসরণ কোণের চেয়ে আপতন কোণ বড় হয়
[গ] আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ ছোট হয়
[ঘ] আপতন কোণ প্রতিসরণ কোণের অর্ধেক হয়

৬৬. আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কোনটি ঘটে? (অনুধাবন)
✅ প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে
[খ] প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়
[গ] প্রতিসরিত রশ্মি অভিলম্বের সমান্তরালে নির্গত হয়
[ঘ] দিক পরিবর্তন করে না

৬৭. কোন দুটি কোণ সর্বদা সমান হয়? (অনুধাবন)
[ক] আপতন কোণ ও প্রতিসরণ কোণ
[খ] প্রতিসরণ কোণ ও নির্গত কোণ
✅ আপতন কোণ ও নির্গত কোণ
[ঘ] আপতন, প্রতিসরণ ও নির্গত কোণ

৬৮. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কোনটি ঘটে? (অনুধাবন)
[ক] প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়
[খ] প্রতিসরিত রশ্মি অভিলম্বের সমান্তরালে থাকে
✅ প্রতিসরিত রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যায়
[ঘ] প্রতিসরিত রশ্মি দিক পরিবর্তন করে না

৬৯. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কোনটি ঘটে? (জ্ঞান)
✅ আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়
[খ] আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়
[গ] আপতন কোণ প্রতিসরণ কোণ সমান হয়
[ঘ] আপতন কোণ প্রতিসরণ কোণ দ্বিগুণ হয়

৭০.
চিত্রের কোণটিকে কী বলা হয়? (প্রয়োগ)
✅ আপতন কোণ
[খ] প্রতিসরণ কোণ
[গ] নির্গত কোণ
[ঘ] অনুরূপ কোণ

৭১. একটি কয়েনকে একটি কাচের গ্লাসের পানিতে রাখলে কয়েনটিকে কোথায় দেখা যাবে? (প্রয়োগ)
[ক] কয়েনের সঠিক অবস্থানে
✅ প্রকৃত অবস্থানের একটু উপরে
[গ] প্রকৃত অবস্থানের একটু নিচে
[ঘ] দেখা যাবে না

৭২. পুকুরের স্থির পানিতে তুমি তোমার চেহারা দেখতে পেলে। এক্ষেত্রে নিচের কোনটি ঘটেছে? (প্রয়োগ)
[ক] আলোর প্রতিসরণ
[খ] আলোর ব্যতিচার
[গ] আলোর বিচ্ছুরণ
✅ আলোর প্রতিফলন

৭৩. আলোকরশ্মি যখন সোজা প্রতিসরিত হয় তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান কোনটি? (অনুধাবন)
[ক] ৯০º, ৬০º
✅ ০º, ০º
[গ] ০º, ৯০º
[ঘ] ৯০º, ০º

৭৪. একটি আলোকরশ্মি পানি থেকে বাতাসে প্রবেশ করছে।
কোন চিহ্নিত রশ্মিটি বায়ুতে প্রবেশ করছে? (প্রয়োগ)
[ক] A
[খ] B
[গ] C
✅ D

৭৫. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রতিফলন
✅ প্রতিসরণ
[গ] পোলারন
[ঘ] অপবর্তন

৭৬. আলোর প্রতিসরাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] আপতন কোণ
[খ] প্রতিসরণ কোণ
[গ] বিভেদতল
✅ আলোর রং

৭৮. আলোর প্রতিসরণে কোনটি ঘটে? (প্রয়োগ)
✅ আলো ভিন্ন মাধ্যমে প্রবেশ করে
[খ] আলো ভিন্ন মাধ্যমে প্রবেশ করে আবার আগের মাধ্যমে ফিরে যায়
[গ] আলো একই মাধ্যমে প্রবেশ করে
[ঘ] আলো স্বচ্ছ থেকে অস্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে

৮০. একটি পানিভর্তি কাচের গ্লাসে আঙুল ডুবিয়ে নাড়াও। পাশ থেকে দেখলে দেখবে আঙুলটি তুমি যে স্থানে রেখেছ তা থেকে সামান্য দূরে দেখা যাচ্ছে। এক্ষেত্রে কী ঘটেছে? (প্রয়োগ)
✅ আলোর প্রতিসরণ
[খ] আলোর প্রতিফলন
[গ] আলোর ব্যতিচার
[ঘ] আলোর সমাবর্তন

৮১. একজন শিশুর ক্ষেত্রে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? (জ্ঞান)
✅ ৫ সে. মি.
[খ] ১০ সে. মি.
[গ] ১৫ সে. মি.
[ঘ] ২৫ সে. মি.

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮২. আলো সর্বদাই সরলরেখায় চলবে যখন মাধ্যম- (অনুধাবন)
i. স্বচ্ছ
ii. সমসত্ত¡
iii. অস্বচ্ছ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. আলোকরশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলে- (অনুধাবন)
i. আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ ছোট হয়
ii. প্রতিসরণ কোণ অভিলম্বের দিকে সরে যায়
iii. বিভেদতলে গতিপথ পরিবর্তিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. আলোকরশ্মি কাচ থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করলে- (অনুধাবন)
i. আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ বড় হয়
ii. প্রতিসরণ কোণ অভিলম্ব থেকে দূরে সরে যায়
iii. বিভেদতলে গতিপথ পরিবর্তিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৫. আলোর প্রতিসরণের সূত্র- (অনুধাবন)
i. আপতিত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে
ii. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে
iii. আপতিত আলোকরশ্মি প্রতিফলক তলে কত কোণে আপতিত হয় তার ওপর নির্ভর করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৯. আলোকরশ্মি AO বরাবর আপতিত না হয়ে যদি ঘঙ বরাবর আপতিত হতো তাহলে আলোকরশ্মি কোনদিকে যেত? (উচ্চতর দক্ষতা)
[ক] OA বরাবর
[খ] OB বরাবর
[গ] OC বরাবর
✅ ON' বরাবর

আমরা কীভাবে দেখতে পাই-চোখের ক্রিয়া - পৃষ্ঠা : ৮৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯০. আমরা কখন দেখতে পাই? (অনুধাবন)
✅ যখন বস্তু থেকে আলো চোখে প্রবেশ করে
[খ] যখন বস্তু দ্বারা আলো শোষিত হয়
[গ] যখন বস্তু দ্বারা আলো গৃহীত হয়
[ঘ] যখন আলো দৃশ্যমান হয়

৯১. রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে? (জ্ঞান)
[ক] আইরিশ
[খ] অপটিক নার্ভ
[গ] রেটিনা
✅ মস্তিষ্ক

৯২. চোখের আলোক সংবেদনশীল আবরণের নাম কী? (জ্ঞান)
✅ রেটিনা
[খ] লেন্স
[গ] কর্নিয়া
[ঘ] আইরিশ

৯৩. একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? (জ্ঞান)
[ক] ৫ সেমি
[খ] ১০ সেমি
[গ] ২০ সেমি
✅ ২৫ সেমি

৯৪. যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] স্পষ্ট দৃষ্টির দূরবিন্দু
[খ] স্পষ্ট দৃষ্টিপাত বিন্দু
✅ স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু
[ঘ] স্পষ্ট দূরতিবিন্দু

৯৫. চোখের কোথায় কোনো বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয়? (জ্ঞান)
[ক] অ্যাকুয়াস হিউমার
✅ রেটিনায়
[গ] চোখের লেন্সে
[ঘ] চোখের মণিতে

৯৬. কোনটি তীব্র আলোতে সাড়া দেয়? (অনুধাবন)
✅ কোন
[খ] রেটিনা
[গ] রড
[ঘ] অ্যাকুয়াস হিউমার

৯৭. চোখের লেন্স রেটিনার ওপর কোনো বস্তুর যে বিম্ব গঠন করে সেটি কোন ধরনের হয়? (অনুধাবন)
[ক] সোজা
✅ উল্টো
[গ] বস্তুর সমান
[ঘ] বিবর্ধিত

৯৮. কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল? (অনুধাবন)
✅ রড
[খ] কোন
[গ] রেটিনা
[ঘ] অ্যাকুয়াস হিউমার

৯৯. অশ্রু বলতে কোনটিকে বোঝানো হয়? (অনুধাবন)
[ক] ভিট্রিয়াস হিউমাস
✅ অ্যাকুয়াস হিউমার
[গ] রেটিনা
[ঘ] আইরিশ

১০০. চোখের রড ও কোন কোষসমূহ তড়িৎ প্রেরণা কিসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মস্তিষ্কে প্রেরণ করে? (জ্ঞান)
[ক] অলফ্যাক্টরি স্নায়ু
[খ] অডিটরি স্নায়ু
[গ] ভেগাস স্নায়ু
✅ অক্ষিস্নায়ু

১০১. চোখের রেটিনার ওপর আলো পড়লে রড ও কোণ সেই আলোকে কী করে? (অনুধাবন)
[ক] প্রতিসরিত করে
✅ তড়িৎ প্রেরণায় পরিণত করে
[গ] শোষিত করে
[ঘ] তড়িৎ চুম্বকীয় বিদ্যুতে পরিণত করে

১০২. চোখের লেন্সে গঠিত প্রতিবিম্বের স্বরূপ কেমন? (অনুধাবন)
[ক] সোজা এবং লক্ষ্যবস্তুর সমান
[খ] উল্টা এবং লক্ষ্যবস্তুর সমান
[গ] সোজা এবং বিবর্ধিত
✅ উল্টা এবং লক্ষ্যবস্তুর চেয়ে আকারে ছোট

১০৩. রড ও কোন দ্বারা চোখের কোন অংশ গঠিত? (জ্ঞান)
[ক] কর্নিয়া
✅ রেটিনা
[গ] চক্ষু লেন্স
[ঘ] চোখের মণি

১০৪. রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] অশ্রু
[খ] রড কোষ
[গ] অ্যাকুয়াস হিউমার
✅ ভিট্রিয়াস হিউমার

১০৫. রেটিনা কোথায় অবস্থিত? (অনুধাবন)
[ক] কর্নিয়ার সামনে
[খ] অক্ষিগোলকের পেছনে
✅ চক্ষু লেন্সের পেছনে
[ঘ] কৃষ্ণমণ্ডলের সামনে

১০৬. কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? (জ্ঞান)
[ক] কর্নিয়ায়
[খ] আইরিশে
✅ রেটিনায়
[ঘ] কৃষ্ণমণ্ডলে

১০৭. বস্তুর ত্রিমাত্রিক ধারণা সৃষ্টি হয় চোখের কোন বিষয়টির জন্য? (অনুধাবন)
[ক] রড ও কোনের ক্রিয়া
[খ] দর্শনানুভূতির স্থায়িত্ব
✅ দুটি চোখ থাকার জন্য
[ঘ] চোখের উপযোজন ক্ষমতার জন্য

১০৮. একজন লোকের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] সারাজীবন দৃষ্টি একই থাকে
[খ] শিশুকালে বেশি থাকে
✅ বয়সের সাথে সাথে পরিবর্তন হয়
[ঘ] বৃদ্ধকালে কম থাকে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৯. যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ঐ বস্তু হতে আলোকরশ্মি এসে- (প্রয়োগ)
i. চক্ষু লেন্স দ্বারা প্রতিসরিত হয়
ii. রেটিনার উপর উল্টো প্রতিবিম্ব গঠন করে
iii. চক্ষুর আইরিস দ্বারা প্রতিসরিত হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. রেটিনার রডের কাজ- (অনুধাবন)
i. রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়া
ii. বস্তুর নড়াচড়া বুঝিয়ে দেয়া
iii. আলোর তীব্রতার সামান্য হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২নং প্রশ্নের উত্তর দাও :
চোখে দুই ধরনের স্নায়ুকোষ আছে যারা দেখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১১১. উক্ত স্নায়ু কোষগুলোর নাম কী? (অনুধাবন)
[ক] রড ও রেটিনা
[খ] কোন ও রেটিনা
✅ রড ও কোন
[ঘ] লেন্স ও হিউমার

১১২. উক্ত কোষগুলো গুরুত্বপূর্ণ কারণ এরা- (উচ্চতর দক্ষতা)
i. রঙের পার্থক্য ও অনুভূতি বুঝিয়ে দেয়
ii. রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টিয়ে দেয়
iii. বস্তুর নড়াচড়া ও আলোক তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

লেন্স কী - পৃষ্ঠা : ৮৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৩. লেন্সে আলোর কী ঘটে? (জ্ঞান)
✅ প্রতিসরণ
[খ] অপবর্তন
[গ] প্রতিফলন
[ঘ] সমবর্তন

১১৪. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] দর্পণ
[খ] প্রিজম
✅ লেন্স
[ঘ] ক্যামেরা

১১৫. অধিকাংশ লেন্স কিসের তৈরি হয়? (জ্ঞান)
[ক] কোয়ার্টজ
[খ] প্লাস্টিক
✅ কাচ
[ঘ] সিলিকা

১১৬. লেন্স প্রধানত কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১১৭. যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু তাকে কোন ধরনের লেন্স বলা হয়? (জ্ঞান)
✅ উত্তল লেন্স
[খ] অবতল লেন্স
[গ] অপসারী লেন্স
[ঘ] Dভাবতল লেন্স

১১৮. যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিক মোটা তাকে কোন ধরনের লেন্স বলা হয়? (জ্ঞান)
[ক] অভিসারী লেন্স
[খ] উভোত্তল লেন্স
[গ] উত্তল লেন্স
✅ অবতল লেন্স

১১৯. সাধারণত লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কী বলা হয়? (জ্ঞান)
✅ বক্রতার কেন্দ্র
[খ] প্রধান অক্ষ
[গ] আলোক কেন্দ্র
[ঘ] প্রধান ফোকাস

১২০. একটি লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি? (জ্ঞান)
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১২১. লেন্সের আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ফোকাস দূরত্ব
[খ] লেন্সের শক্তি
✅ লেন্সের ক্ষমতা
[ঘ] প্রধান অক্ষ

১২২. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী? (জ্ঞান)
[ক] লুমেন
[খ] মিটার
✅ ডায়অপ্টার
[ঘ] লাক্স

১২৩. উত্তল লেন্সকে স্থূলমধ্য লেন্স কেন বলা হয়? (অনুধাবন)
[ক] এ লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা বলে
[খ] এ লেন্সের মধ্যভাগ ও প্রান্ত উভয় সরু বলে
✅ এ লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু বলে
[ঘ] এ লেন্সের মধ্যভাগ ও প্রান্ত উভয় মোটা বলে

১২৪. লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে কী বলা হয়? (অনুধাবন)
✅ লেন্সের প্রধান অক্ষ
[খ] লেন্সের প্রধান ফোকাস
[গ] লেন্সের ফোকাস দূরত্ব
[ঘ] লেন্সের ক্ষমতা

১২৫. উত্তল লেন্সকে কী বলা হয়? (জ্ঞান)
✅ অভিসারী লেন্স
[খ] ক্ষীণমধ্য লেন্স
[গ] অপসারী লেন্স
[ঘ] স্থূল লেন্স
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide