SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৪ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
চতুর্থ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 বয়ঃসন্ধিকাল : দশ বছর বয়স থেকে উনিশ বছর বয়স পর্যন্ত এই সময়কালে একটি মেয়েকে কিশোরী এবং একটি ছেলেকে কিশোর বলা হয়। মানুষের জীবনের এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে। এই সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষের এবং নারীর শরীরে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় আট থেকে তের বছর বয়সের মধ্যে। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স দশ থেকে পনেরো বছর। বয়ঃসন্ধিকাল হলো বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়।

🔷 বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ : বয়ঃসন্ধিকালে শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে শারীরিক পরিবর্তনগুলো ঘটে। ছেলে ও মেয়েদের শরীরে এ হরমোন এক রকম নয়। এ কারণে এদের শরীরে যে পরিবর্তন হয় তা ভিন্ন। মেয়েদের শরীরে প্রধানত দুটি হরমোন যথা : ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন বিভিন্ন পরিবর্তন ঘটায়। এসব হরমোনের প্রভাবে মেয়েদের দ্রুত দৈহিক বৃদ্ধি হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের আকারের বৃদ্ধি ঘটে। এসব হরমোনের প্রভাবে ঋতুস্রাব শুরু হয়। ছেলেদের বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে শারীরিক পরিবর্তন ঘটে। এ হরমোনের প্রভাবে ছেলেদের গলার স্বর ভারী হয়। মুখে দাড়ি ও গোঁফ গজায়। দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে এবং শুক্রাণু তৈরি হয়।

🔷 বয়ঃসন্ধিকালে মানসিক ও আচরণিক পরিবর্তনে নিজেকে খাপ খাওয়ানোর উপায় : বয়ঃসন্ধিকালে মানসিক ও আচরণিক পরিবর্তনগুলোর সাথে ছেলেমেয়েদের খাপ খাওয়ানোর চেষ্টা করা উচিত। এ সময় পরিবর্তনগুলো যে স্বাভাবিক, এ বিষয়টি খুব স্পষ্ট করে বুঝতে হবে। এটি বুঝতে পারলে অস্বস্তি বা ভয় কমে যাবে। এ সময়ের পরিবর্তনগুলো নিয়ে খোলা মনে মা-বাবা বা বড় ভাই-বোনের সাথে আলোচনা করলে সংকোচ অনেকটা কেটে যায়। এতে একা থাকা বা লোকজন এড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। এছাড়া ভালো গল্পের বই পড়া, সাথীদের সাথে খেলাধুলা করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকে।

🔷 বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্যরক্ষার কৌশল : বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্যরক্ষার কৌশলগুলো হলো-
১. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত গোসল করা।
২. পুষ্টিকর খাবার খাওয়া এবং বেশি পরিমাণে পানি পান করা।
৩. এ সময় দেহকোষ ও জননকোষের ভাঙাগড়া সর্বাধিক হয় বলে মাছ, মাংস, সবজি এবং ফলমূল বেশি পরিমাণে খাওয়া দরকার।
৪. সাধারণত বেশি বিশ্রাম নেওয়া দরকার।
৫. সহপাঠীদের সাথে খেলাধুলা করা ও মানসিক প্রফুল্লতা বজায় রাখা।

🔷 বয়ঃসন্ধিকালীন বিবাহে স্বাস্থ্য ঝুঁকি এবং এর প্রভাব : বয়ঃসন্ধিকালীন বিবাহে স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। এ বয়সে গর্ভধারণ করলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি আসা, খুব বেশি ব্যথা, চোখে ঝাপসা দেখা, গর্ভপাত ইত্যাদি ঘটে থাকে। তাছাড়া মা ও সন্তানের মৃত্যু ঝুঁকিও বেশি থাকে। এর প্রভাবে মেয়েদের শারীরিক বৃদ্ধি ও গঠন সম্পূর্ণ হয় না। শারীরিক ও মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। লেখাপড়ার অনীহা আসে। অনেক ক্ষেত্রে মানসিক চাপ বেড়ে যায়। এতে পরিবার এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

🔷 টেস্টটিউব বেবি : কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তাকে স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্টটিউব বেবি বলা হয়। পর্যায়ক্রমে কতগুলো পদ্ধতি অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্টটিউব বেবির জন্ম দেওয়া হয়।

🔷 লিঙ্গ নির্ধারণের কৌশল : লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোমগুলোকে আখ্যায়িত করা হয় X এবং Y ক্রোমোসোম নামে। মানুষের ক্ষেত্রে মহিলাদের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XX সেক্স ক্রোমোসোম থাকে এবং পুরুষের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XY ক্রোমোসোম থাকে। গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি X ক্রোমোসোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে কন্যা সন্তান হবে, কারণ তখন XX এক সাথে হবে। আর গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি Y ক্রোমোসোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে যে সন্তান হবে সেটি ছেলে সন্তান হবে, কারণ তখন XY একসাথে হবে।

🔷 পৃথিবীতে জীবনের উৎপত্তি এবং জীবজগতে বিবর্তনের ধারণা : ধারণা করা হয় প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিওপ্রোটিন। এই নিউক্লিওপ্রোটিন থেকেই সৃষ্টি হয় প্রোটোভাইরাস এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস। এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া এবং আরও পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া। পরে প্রোটোজোয়ানদের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। কিছু এককোষী জীবদেহে সৃষ্টি হলো ক্লোরোফিল। ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লেষ সম্ভব হলো তেমনি পরিবেশে অক্সিজেনের সৃষ্টি হলো। তখন সবাত শ্বসনকারী জীবদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল। উদ্ভব হলো এককোষী থেকে বহুকোষী জীব।

জীবনের উৎপত্তির মূলে রয়েছে বিবর্তন। যে ধীর, অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতর উদবংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বলে। সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় জৈব বিবর্তন।

🔷 পৃথিবীতে নতুন প্রজাতির উৎপত্তির ধারণা : ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের কারণে এবং প্রতিটি জন্মে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ায় ধীরে ধীরে একটি প্রজাতি থেকে অপর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। আধুনিক যুগের বিজ্ঞানীরা ল্যামার্কের এ মতবাদ গ্রহণ করতে পারেননি। কারণ বাস্তবে অর্জিত বৈশিষ্ট্য যে পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় এর সপক্ষে বর্তমান বংশগতিবিদগণ কোনো প্রমাণ পাননি। ডারউইনের মতবাদ অনুসারে সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী ও উদ্ভিদ পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবিস্তার করতে পারে।

এদের বংশধরদের মধ্যে প্রকরণগুলো উত্তরাধিকার সূত্রে যায়। এই বংশধরদের মধ্যে যাদের সুবিধাজনক প্রকরণ বেশি থাকে, প্রকৃতি আবার তাদের নির্বাচন করে। এভাবে যুগ যুগান্তর ধরে নির্বাচিত করে প্রকৃতি প্রাণী ও উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করে। বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ ও শ্রেণিবিদগণ নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে মেন্ডেলের বংশগতি মতবাদের এবং ডারউইনের বিবর্তন মতবাদের ভিত্তিতে বলেন, ধীর গতিতে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে।

বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল?
[ক] নদীর
[খ] ঝরনার
✅ সমুদ্রের
[ঘ] পুকুরের

২. প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের গ্রাফটি থেকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
৩. গ্রাফের A অবস্থানে কোন প্রাণীটি থাকবে?
[ক] মাছ
✅ ব্যাঙ
[গ] সাপ
[ঘ] কচ্ছপ

৪. প্লাটিপাসের অবস্থান গ্রাফের কোথায়?
[ক] A ও B
[খ] B ও C
✅ B ও D
[ঘ] C ও D

৫. নিচের কোন প্রাণীকে সংযোগকারী জীব বলা হয়?
[ক] ব্যাঙ
✅ প্লাটিপাস
[গ] বানর
[ঘ] বাদুড়

৬. প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় নিচের কোন সালে?
[ক] ১৯৭৯
[খ] ১৯৭৮
[গ] ১৯৬৯
✅ ১৯৫৯

৭. কোনটি আদিকোষ?
✅ প্রোটোভাইরাস
[খ] প্রোটোজোয়া
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] ভাইরাস

৮. কোন প্রাণীতে সরীসৃপ ও পাখি উভয়েরই বৈশিষ্ট্য বিদ্যমান?
✅ আর্কিওপটেরিক্স
[খ] প্লাটিপাস
[গ] লিমিউলাস
[ঘ] স্ফোনোডন

৯. নিচের কোনটি সরীসৃপের ন্যায় ডিম পাড়ে?
[ক] স্ফোনোডন
[খ] লিমিউলাস
✅ প্লাটিপাস
[ঘ] আর্কিওপটেরিক্স

১০. কোন ক্রমটি সঠিক?
[ক] নিউক্লিওপ্রোটিন → অ্যামিনো এসিড → ব্যাকটেরিয়া
✅ নিউক্লিওপ্রোটিন → প্রোটোভাইরাস → ভাইরাস
[গ] প্রোটোভাইরাস → নিউক্লিওপ্রোটিন → ভাইরাস
[ঘ] ভাইরাস → প্রোটোভাইরাস → নিউক্লিওপ্রোটিন

১১. কত বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?
✅ ৯ - ১৫
[খ] ১০ - ১৮
[গ] ১০ - ১৯
[ঘ] ১২ - ২০

১২. বয়ঃসন্ধিকালের মানসিক পরিবর্তন নিচের কোনটি?
[ক] শরীরে দৃঢ়তা আসা
[খ] দ্রুত লম্বা হয়ে উঠা
✅ আবেগ দ্বারা চালিত হওয়া
[ঘ] প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ

১৩. দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কী বলে?
[ক] ভিট্রোফার্টিলাইজেশন
✅ ইনভিট্রো-ফার্টিলাইজেশন
[গ] ফার্টিলাইজেশন
[ঘ] স্পোরোলেশন

১৪. মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৬টি
[ঘ] ৮টি

১৫. বয়ঃসন্ধিকালে কী ধরনের শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়?
✅ দ্রুত লম্বা হয়ে ওঠে
[খ] দ্রুত ওজন হ্রাস পায়
[গ] ১০/১২ বছর বয়সে দাড়ি-গোঁফ ওঠে
[ঘ] মেয়েদের কোমরের হাড় সরু হয়

১৬. বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য কোন হরমোনটি দায়ী?
[ক] ইস্ট্রোজেন
[খ] প্রজেস্টেরন
[গ] ইনসুলিন
✅ টেস্টোস্টেরন

১৭. মানুষের দেহে মোট কয়টি ক্রোমোসোম থাকে?
✅ ৪৬
[খ] ৪৪
[গ] ২৩
[ঘ] ২২

১৮. কে প্রথম টেস্টটিউব বেবি উদ্ভাবন করেন?
[ক] জয় ব্রাউন
✅ পেট্রুসি
[গ] ড. প্যাট্রিক
[ঘ] রবার্ট এডওয়ার্ড

১৯. বয়ঃসন্ধিকালে শিশুদের-
i. ব্যক্তিস্বাতন্ত্র্য গড়ে ওঠে
ii. স্নেহ ও ভালোবাসার চাহিদা সৃষ্টি হয়
iii. নির্ভরশীলতা বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২০. লিমিউলাস-
i. জীবন্ত জীবাশ্ম
ii. সন্ধিপদ প্রাণী
iii. সরীসৃপ প্রাণী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
ইদানীং সুমনের গলার স্বর চিকন থেকে মোটা হয়ে যাচ্ছে। এছাড়া তার মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা শুরু হয়েছে।

২১. সুমনের সম্ভাব্য বয়স কত?
[ক] ৮ - ১০ বছর
✅ ১০ - ১৫ বছর
[গ] ১৪ - ১৭ বছর
[ঘ] ১৭ - ১৯ বছর

২২. বর্তমানে সুমনের দেহে কোন হরমোনটি সক্রিয় হয়েছে?
[ক] ইস্ট্রোজেন
[খ] প্রজেস্টেরন
✅ টেস্টোস্টেরন
[ঘ] থাইরক্সিন

নিচের তথ্যের আলোকে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
নিউক্লিওপ্রোটিন → A → B

২৩. 'A' অংশটির নাম কী?
✅ প্রোটোভাইরাস
[খ] ভাইরাস
[গ] প্রোটিন
[ঘ] প্রোটোজোয়া

২৪. 'B' চিহ্নিত বস্তুটি -
i. স্ব-প্রজননক্ষম নয়
ii. জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা
iii. প্রোটোজোয়া থেকে উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বয়ঃসন্ধিকাল 📖 পৃষ্ঠা : ৬৬-৭২
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায় কোন হরমোন? (জ্ঞান)
[ক] ইস্ট্রোজেন
✅ টেস্টোস্টেরন
[গ] প্রজেস্টেরন
[ঘ] টেস্টোস্টেরন ও প্রজেস্টেরন

২৬. মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সে? (অনুধাবন)
[ক] ৫-১৩
✅ ৮-১৩
[গ] ১০-১৫
[ঘ] ১২-১৬

২৭. ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কখন? (অনুধাবন)
[ক] ৫-১৩ বছরে
[খ] ৮-১৩ বছরে
✅ ১০-১৫ বছরে
[ঘ] ১২-১৬ বছরে

২৮. নারীর সন্তানধারণের সক্ষমতার লক্ষণ কোনটি? (অনুধাবন)
✅ নিয়মিত ঋতুস্রাব
[খ] অনিয়মিত ঋতুস্রাব
[গ] বন্ধ ঋতুস্রাব
[ঘ] মাঝে মাঝে ঋতুস্রাব

২৯. বয়ঃসন্ধিকালে শারীরিক যেসব পরিবর্তন দেখা দেয় এগুলোর মধ্যে অন্যতম কোনটি? (প্রয়োগ)
✅ দ্রুত লম্বা হয়ে ওঠা
[খ] দ্রুত ওজন কমা
[গ] মানসিক পরিপক্বতা
[ঘ] আত্মনির্ভর হওয়ার চেষ্টা

৩০. বয়ঃসন্ধিকালে কী কারণে শারীরিক পরিবর্তন ঘটে? (প্রয়োগ)
[ক] খাদ্য
[খ] ভিটামিন
[গ] স্নেহ পদার্থ
✅ হরমোন

৩১. মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায় যে হরমোন সেগুলোর নাম কী? (প্রয়োগ)
[ক] ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন
[খ] টেস্টোস্টেরন ও প্রজেস্টেরন
✅ প্রজেস্টেরন ও ইস্ট্রোজেন
[ঘ] প্রজেস্টেরন, ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন

৩২. ছেলেদের ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে কী বলে? (জ্ঞান)
[ক] কিশোরকাল
✅ বাল্যকাল
[গ] যৌবনকাল
[ঘ] শৈশবকাল

৩৩. দশ বছরের পর একজন মেয়েকে কী বলবে? (অনুধাবন)
[ক] বালিকা
✅ কিশোরী
[গ] যুবতী
[ঘ] প্রাপ্তবয়স্ক

৩৪. কিশোরকাল শুরু হয় কত বছর বয়সের পর? (জ্ঞান)
✅ ১০
[খ] ১১
[গ] ১৩
[ঘ] ১৫

৩৫. বয়ঃসন্ধিকালে কোন হরমোনের কোনো প্রভাব নেই? (অনুধাবন)
[ক] ইস্ট্রোজেন
[খ] প্রজেস্টেরন
[গ] টেস্টোস্টেরন
✅ ইনসুলিন

৩৬. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণ কোনটি? (অনুধাবন)
[ক] জাঙ্কফুড গ্রহণ
✅ হরমোন
[গ] অতিরিক্ত ঘুম
[ঘ] অতিরিক্ত প্রোটিন

৩৭. ছেলেদের স্বর-ভঙ্গ হওয়া লক্ষণ কোন সময়ের? (অনুধাবন)
[ক] কৈশোরের
✅ বয়ঃসন্ধিকালের
[গ] বাল্যকালের
[ঘ] যৌবনের

৩৮. সন্তানের শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন কোন সময়কে বুঝায়? (অনুধাবন)
[ক] বাল্যকাল
[খ] যৌবনকাল
[গ] বাল্যাবস্থা
✅ বয়ঃসন্ধিকাল

৩৯. সন্তানের মানসিক পরিপক্বতা শুরু হয় কখন? (অনুধাবন)
[ক] শৈশবকালে
✅ বয়ঃসন্ধিকালে
[গ] যৌবনকালে
[ঘ] বাল্যাবস্থায়

৪০. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন শারীরিক পরিবর্তন আনে- (অনুধাবন)
✅ মেয়েদের
[খ] ছেলেদের
[গ] পুরুষদের
[ঘ] প্রাপ্তবয়স্কদের

৪১. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন শারীরিক পরিবর্তন আনে কাদের? (প্রয়োগ)
[ক] ৬-১০ বছরের মেয়েদের
[খ] ৮-১০ বছরের ছেলেদের
✅ ১০-১৩ বছরের মেয়েদের
[ঘ] ১১-১৯ বছরের ছেলেদের

৪২. কয়টি হরমোনের প্রভাবে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৪৩. কয়টি হরমোনের প্রভাবে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয়? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৪

৪৪. ছেলেমেয়েদের আবেগিক পরিবর্তন ঘটে কোন সময়ে? (প্রয়োগ)
[ক] শৈশবে
[খ] বাল্যকালে
[গ] যৌবনে
✅ কিশোরকালে

৪৫. ৬ বছর বয়সের পর ছেলেকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয়? (অনুধাবন)
[ক] কিশোর
[খ] শিশু
✅ বালক
[ঘ] যুবক

৪৬. মানুষের জীবনে কৈশোরের বিস্তৃতি কত বছর পর্যন্ত? (জ্ঞান)
[ক] ৮-১৯
✅ ১০-১৯
[গ] ১২-১৯
[ঘ] ১৩-২১

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭. বয়ঃসন্ধিকালে দেহে যেসব রাসায়নিক পদার্থ দ্বারা পরিবর্তন ঘটে সেগুলো- (প্রয়োগ)
i. হরমোন
ii. ইস্ট্রোজেন
iii. ফাইব্রিনোজেন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

৪৮. বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তন আনে- (অনুধাবন)
i. ইস্ট্রোজেন
ii. টেস্টোস্টেরন
iii. প্রজেস্টেরন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. ছেলেমেয়েদের আবেগিক পরিবর্তন ঘটে- (অনুধাবন)
i. বাল্যকালে
ii. শৈশবে
iii. বয়ঃসন্ধিকালে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও iii

৫০. বয়ঃসন্ধিকাল শুরু হয়- (অনুধাবন)
i. মেয়েদের আগে
ii. ছেলেদের আগে
iii. বাল্যাবস্থার পর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. একজন ছেলে অথবা মেয়ের বয়ঃসন্ধিকালে প্রধান পরিবর্তনগুলো হচ্ছে- (অনুধাবন)
i. শারীরিক
ii. মানসিক
iii. আচরণগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. বয়ঃসন্ধিকালে ছেলেদের- (অনুধাবন)
i. শরীরে দৃঢ়তা আসে
ii. কোমরের হাড় মোটা হয়
iii. দুঃসাহসিক কাজে প্রবৃত্ত জাগে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. বয়ঃসন্ধিকাল শুরুর সময় - (অনুধাবন)
i. ছেলেদের ১০-১৯ বছর
ii. মেয়েদের ৮-১৩ বছর
iii. ছেলেদের ১০-১৫ বছর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. মানুষের বয়ঃসন্ধিকালের সময়টা আলাদা হতে পারে- (প্রয়োগ)
i. আবহাওয়ার তারতম্যের কারণে
ii. হরমোনের ভিন্নতার কারণে
iii. স্থানের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে- (অনুধাবন)
i. মেয়েদের শারীরিক পরিবর্তন শুরু হয়
ii. ছেলেদের শারীরিক পরিবর্তন শুরু হয়
iii. ছেলে ও মেয়ে উভয়ের ওজন বৃদ্ধি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও :
রাসেলের বয়স ১২ বছর। সে লক্ষ করল তার গোঁফ উঠছে এবং কণ্ঠস্বর ভারি হয়ে উঠছে।

৫৬. রাসেলের জীবনের কোন সময়কাল অতিক্রম করছে? (অনুধাবন)
[ক] যৌবনকাল
[খ] বাল্যকাল
✅ বয়ঃসন্ধিকাল
[ঘ] শৈশবের শেষ অবস্থা

৫৭. রাসেলের এ বয়সে- (উচ্চতর দক্ষতা)
i. দ্রুত ওজন বৃদ্ধি পাবে
ii. শরীরে দৃঢ়তা আসবে
iii. হরমোনের প্রভাব পড়বে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ 📖 পৃষ্ঠা : ৭২-৭৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৮. মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে কত হওয়া উচিত? (জ্ঞান)
[ক] ১৭
✅ ১৮
[গ] ১৯
[ঘ] ২০

৫৯. বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স ন্যূনতম কত হওয়া উচিত? (জ্ঞান)
[ক] ১৮
[খ] ১৯
[গ] ২০
✅ ২১

৬০. অকাল গর্ভধারণ কী? (অনুধাবন)
✅ অপরিণত বয়সে গর্ভধারণ
[খ] পরিণত বয়সে গর্ভধারণ
[গ] ঘন ঘন গর্ভধারণ
[ঘ] যমজ সন্তান গর্ভধারণ

৬১. অকাল গর্ভধারণের ক্ষেত্রে কোনটি সত্য নয়? (উচ্চতর দক্ষতা)
✅ সুস্থ শিশুর জন্মদান
[খ] অপরিপক্ক শিশুর জন্মদান
[গ] মায়ের স্বাস্থ্য ঝুঁকি
[ঘ] পারিবারিক অশান্তি

৬২. মেয়েরা কত বছর পর গর্ভধারণ করলে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কম থাকে? (অনুধাবন)
[ক] ১২
[খ] ১৫
[গ] ১৬
✅ ২০

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৩. বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে হওয়া উচিত- (অনুধাবন)
i. ১৮ বছর
ii. ১৯ বছর
iii. ২০ বছর

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii

৬৪. কম বয়সে যেসব মেয়েরা গর্ভবতী হয় তারা যেসব জটিলতায় ভোগে- (প্রয়োগ)
i. মানসিক
ii. শারীরিক
iii. আর্থিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. অপরিণত বয়সে গর্ভে সন্তান এলে- (অনুধাবন)
i. কম ওজনের শিশু জন্ম নেয়
ii. শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে
iii. সন্তানের মৃত্যুঝুঁকি বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৬. অপরিণত বয়সে বিয়ের ফলে মেয়েরা যে জটিল পরিস্থিতির সম্মুখীন হয়- (অনুধাবন)
i. গর্ভধারণ
ii. শারীরিক সমস্যা
iii. মানসিক সমস্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৬৭ ও ৬৮নং প্রশ্নের উত্তর দাও :
শিলার বয়স ১৪। তার পরিবারের সদস্যরা এ বয়সেই বিয়ে দিয়ে দেয়। বিয়ের এক বছর যেতে না যেতেই তার অকাল গর্ভপাত ঘটে।

৬৭. শিলাকে ন্যূনতম কত বছর বয়সে বিয়ে দেয়া উচিত ছিল? (অনুধাবন)
[ক] ১৭
✅ ১৮
[গ] ১৯
[ঘ] ২০

৬৮. শিলার গর্ভপাতের কারণ- (উচ্চতর দক্ষতা)
i. অল্প বয়সে বিবাহ
ii. পুষ্টিহীনতা
iii. হতাশা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii


টেস্টটিউব বেবি 📖 পৃষ্ঠা : ৭৫-৭৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৯. মানুষের ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ৪০
[খ] ৪৪
✅ ৪৬
[ঘ] ৪৮

৭০. মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কোনটি? (অনুধাবন)
✅ X ও Y
[খ] X
[গ] Y
[ঘ] AX

৭১. নিচের কোন দুটি গ্যামেটের মিলনের ফলে পুত্র সন্তান হবে? (অনুধাবন)
[ক] (AX) (AX)
[খ] (A) (XX)
✅ (AX) (AY)
[ঘ] (AY) (AY)

৭২. নিচের কোন দুটি গ্যামেটের মিলনের ফলে কন্যা সন্তান হবে? (অনুধাবন)
✅ AX AX
[খ] A XX
[গ] AX AY
[ঘ] AY AY

৭৩. নারীর ক্ষেত্রে ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যার সঠিক সূচক বর্ণ কোনটি? (অনুধাবন)
[ক] 2A + XY
[খ] A + XX
[গ] 2A + X
✅ 2A + XX

৭৪. পুরুষের ক্ষেত্রে ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যার সঠিক সূচক বর্ণ কোনটি? (অনুধাবন)
✅ 2A + XY
[খ] A + XX
[গ] 2A + X
[ঘ] 2A + XX

৭৫. মেয়েদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ক্রোমোসোম সংখ্যার সঠিক সূচক বর্ণ কোনটি? (অনুধাবন)
[ক] A + Y
✅ A + X
[গ] A + XX
[ঘ] A + XY

৭৬. টেস্টটিউব বেবির জন্য সঠিক পদ্ধতি কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ এবং ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন
[খ] সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ, জরায়ুতে প্রতিস্থাপন এবং পরিচর্যা ও সন্তান লাভ
✅ সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ, পালন মাধ্যমে এদের মিলন ঘটানো, উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন
[ঘ] সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ এবং সন্তান লাভ করা

৭৭. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কত দিন বেঁচেছিল? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ২০
[গ] ২৫
✅ ২৯

৭৮. পৃথিবীর দ্বিতীয় টেস্টটিউব বেবির নাম কী? (জ্ঞান)
✅ লুইস জয় ব্রাউন
[খ] রবার্ট এডওয়ার্ড
[গ] প্যাট্রিক স্টেপটো
[ঘ] রবার্ট ব্রাউন

৭৯. কোন বিজ্ঞানীদ্বয়ের প্রচেষ্টায় লুইস জয় ব্রাউন নামে টেস্টটিউব বেবি জন্মায়? (জ্ঞান)
[ক] ড. পেট্রসি ও ড. প্যাট্রিক
[খ] ড. পেট্রুসি ও ড. এডওয়ার্ড
✅ ড. প্যাট্রিক ও ড. এডওয়ার্ড
[ঘ] ড. এডওয়ার্ড ও ড. ব্রাউন

৮০. সফল টেস্টটিউব বেবির জন্মস্থান কোথায়? (জ্ঞান)
✅ ইংল্যান্ড
[খ] ইটালি
[গ] জার্মানি
[ঘ] ফ্রান্স

৮১. টেস্টটিউব বেবির জন্য ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানো হয় কোথায়? (জ্ঞান)
[ক] টেস্টটিউবে
✅ পালন মাধ্যমে
[গ] জরায়ুতে
[ঘ] বাইরে

৮২. কোন ক্রোমোসোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে? (অনুধাবন)
[ক] অটোসোম
✅ সেক্স ক্রোমোসোম
[গ] X ক্রোমোসোম
[ঘ] Y ক্রোমোসোম

৮৩. অটোসোম ক্রোমোসোমকে বুঝানোর জন্য সঠিক সংকেত কোনটি? (প্রয়োগ)
✅ AA
[খ] A-
[গ] AX
[ঘ] AY

৮৪. পুরুষের দেহ কোষে সেক্স ক্রোমোসোমগুলো- (প্রয়োগ)
[ক] হ্যাপ্লয়েড
✅ ডিপ্লয়েড
[গ] ট্রিপ্লয়েড
[ঘ] পলিপ্লয়েড

৮৫. নিচের কোন ক্রোমোসোম জোড়া লিঙ্গ নির্ধারক? (অনুধাবন)
[ক] AA
[খ] AX
[গ] AY
✅ XY

৮৬. শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোসোমগুলো কোন ধরনের? (অনুধাবন)
✅ হ্যাপ্লয়েড
[খ] ডিপ্লয়েড
[গ] ট্রিপ্লয়েড
[ঘ] টেট্রাপ্লয়েড

৮৭. মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম সংখ্যা কত? (অনুধাবন)
✅ ২
[খ] ৪
[গ] ২২
[ঘ] ৪৪

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৮. টেস্টটিউব বেবির জন্য- (অনুধাবন)
i. ইভোলিউশন ঘটানো হয়
ii. ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটানো হয়
iii. ভ্রূণকে স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. মানুষের ডিপ্লয়েড ক্রোমোসোমকে যে সূচক বর্ণে দেখানো হয় সেটি হলো- (প্রয়োগ)
i. 2A + X
ii. 2A + XX
iii. 2A + XY

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ ii ও iii

৯০. টেস্টটিউব বেবি জন্ম দেওয়ার জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. ডিম্বাণু ও শুক্রাণু
ii. পালন মাধ্যম
iii. জরায়ুতে প্রতিস্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. টেস্টটিউব বেবি জন্মানোর জন্য পর্যায়ক্রম পদ্ধতিগুলো- (প্রয়োগ)
i. পালন মাধ্যমে পুরুষ ও স্ত্রী জনন কোষের মিলন ঘটান
ii. পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন
iii. স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. মানুষের শুক্রাণু- (অনুধাবন)
i. AY বিশিষ্ট
ii. AA বিশিষ্ট
iii. YY বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii

৯৩. মানুষের ডিম্বাণু- (অনুধাবন)
i. XX বিশিষ্ট
ii. AX বিশিষ্ট
iii. AY বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি দেখ এবং ৯৪ ও ৯৫নং প্রশ্নের উত্তর দাও :
৯৪. উপরের প্রতিটি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের ফলে জন্ম নিবে- (অনুধাবন)
[ক] শুধু পুত্র সন্তান
[খ] শুধু কন্যা সন্তান
✅ দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান
[ঘ] তিনটি পুত্র ও একটি কন্যা সন্তান

৯৫. ঊ প্রক্রিয়াটির দ্বারা সৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)
i. ডিম্বাণু
ii. হ্যাপ্লয়েড কোষ
iii. জননকোষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

পৃথিবীতে জীবনের উৎপত্তি 📖 পৃষ্ঠা : ৭৬-৭৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৬. পৃথিবীতে সর্বপ্রথম জীবের আবির্ভাব ঘটে কোথায়? (জ্ঞান)
[ক] স্থলে
✅ সমুদ্রের পানিতে
[গ] বায়ুমণ্ডলে
[ঘ] নদীর পানিতে

৯৭. পৃথিবীর আনুমানিক বয়স কত? (জ্ঞান)
[ক] প্রায় পাঁচশত কোটি বছর
✅ প্রায় সাড়ে চারশত কোটি বছর
[গ] প্রায় চারশত কোটি বছর
[ঘ] প্রায় সাড়ে তিনশত কোটি বছর

৯৮. পৃথিবীর বায়ুমণ্ডলে মিথেন ও হাইড্রোজেন সালফাইড ছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে কী থাকে? (অনুধাবন)
[ক] হাইড্রোজেন
✅ অক্সিজেন
[গ] কার্বন ডাইঅক্সাইড
[ঘ] অ্যামোনিয়া

৯৯. প্রথম জীবের বৈশিষ্ট্যগুলো প্রকাশ ঘটেছিল কার মধ্যে? (জ্ঞান)
[ক] প্রোটোভাইরাস
[খ] ভাইরাস
✅ ব্যাকটেরিয়া
[ঘ] DNA ভাইরাস

১০০. জৈব বিবর্র্তনের পূর্বে পরিবেশে সবচেয়ে বেশি পরিমাণে ছিল কোন উপাদানটি? (জ্ঞান)
✅ মিথেন
[খ] সালফার ডাইঅক্সাইড
[গ] নাইট্রোজেন মনোঅক্সাইড
[ঘ] অক্সিজেন

১০১. প্রাচীন পৃথিবীতে রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল কী দ্বারা? (অনুধাবন)
[ক] সৌরশক্তির
✅ অতিবেগুনি রশ্মি ও বজ্রপাত
[গ] সমুদ্রের পানির চাপে
[ঘ] কার্বন ডাইঅক্সাইড

১০২. নিচের কোনটি আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করত? (অনুধাবন)
[ক] অ্যামোনিয়া ও হিলিয়াম
[খ] জলীয় বাষ্প ও অক্সিজেন
[গ] অক্সিজেন ও হাইড্রোজেন
✅ হাইড্রোজেন ও মিথেন

১০৩. জীববিজ্ঞানে বিবর্তন বা অভিব্যক্তির সঠিক উক্তি কোনটি? (অনুধাবন)
[ক] জীবাশ্মগুলো খুব পুরনো
[খ] সমুদ্রের পানিতেই জীবনের সৃষ্টি হয়
✅ জীবের অবিরাম ও গতিশীল পরিবর্তন ঘটে
[ঘ] বনমানুষ থেকে মানুষ সৃষ্টি হয়েছে

১০৪. আজকের পৃথিবীতে যার দ্বারা জীবের উৎপত্তি ঘটেছিল সেটি কী? (অনুধাবন)
[ক] DNA
[খ] যুক্ত নিউক্লিয়াস
✅ ভাইরাস
[ঘ] ব্যাকটেরিয়া

১০৫. জীবনের উৎপত্তির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কোনগুলো ছিল? (প্রয়োগ)
[ক] CO2, NH3, CH4
[খ] CH4, NH3, O2 এবং জলীয় বাষ্প
✅ CH4, NH3, H2S এবং জলীয় বাষ্প
[ঘ] CH4, O2 এবং জলীয় বাষ্প

১০৬. জীবের বেঁচে থাকার জন্য প্রাচীন পৃথিবীর বায়ুমণ্ডলে কোনটি ছিল না? (প্রয়োগ)
[ক] NH3
[খ] H2
✅ O2
[ঘ] CH4

১০৭. প্রাণের উদ্ভবের জন্য প্রাচীন পৃথিবীতে প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটির নাম কী? (প্রয়োগ)
[ক] প্রোটিন ও অ্যামাইনো এসিড
[খ] ইউরিয়া ও অ্যামাইনো এসিড
✅ প্রোটিন ও নিউক্লিক এসিড
[ঘ] ইউরিয়া ও নিউক্লিক এসিড

১০৮. প্রাণের উৎপত্তির জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? (অনুধাবন)
[ক] উৎসেচক
✅ নিউক্লিক এসিড
[গ] প্রোটিন
[ঘ] শর্করা

১০৯. চাঁদে প্রাণীর অস্তিত্ব নেই এর কারণ কোনটি? (অনুধাবন)
[ক] পানি নেই
✅ অক্সিজেন নেই
[গ] নাইট্রোজেন নেই
[ঘ] হাইড্রোজেন নেই

১১০. প্রাচীন পৃথিবীতে জীবন সৃষ্টির কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ রাসায়নিক সংশ্লেষ
[খ] স্বতঃস্ফূর্ত উদ্ভব
[গ] বিশেষ উৎপত্তি
[ঘ] বিশেষ প্রক্রিয়া

১১১. জীবনের উৎপত্তির সঠিক ক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অ্যামাইনো এসিড + প্রোটিন → ক্লোরোফিল
[খ] ক্লোরোফিল + শর্করা → গ্লাইকোজেন
✅ নিউক্লিক এসিড + অ্যামাইনো এসিড → নিউক্লিও প্রোটিন
[ঘ] ক্লোরোফিল + নিউক্লিক এসিড → অ্যামাইনো এসিড

১১২. রাসায়নিক বিবর্তনের সঠিক ক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অ্যামাইনো এসিড → নিউক্লিও প্রোটিন → প্রোটিন
✅ অ্যামোনিয়া → অ্যামাইনো এসিড → নিউক্লিক এসিড
[গ] নাইট্রোজেন → প্রোটিন → অ্যামাইনো এসিড
[ঘ] নিউক্লিও প্রোটিন → অ্যামাইনো এসিড → প্রোটিন

১১৩. রাসায়নিক বিবর্তনের সময় ভাইরাস সৃষ্টির সঠিক ক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] অ্যামাইনো এসিড → নিউক্লিক এসিড → ভাইরাস
[খ] নিউক্লিওপ্রোটিন → প্রোটিন → ভাইরাস
[গ] প্রোটিন → প্রোটো ভাইরাস → ভাইরাস
✅ নিউক্লিওপ্রোটিন → প্রোটো ভাইরাস → ভাইরাস

১১৪. জৈব বিবর্তনের সঠিক ক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ প্রোটোভাইরাস → ভাইরাস → ব্যাকটেরিয়া
[খ] প্রোটোভাইরাস → ভাইরাস → প্রোটোজোয়া
[গ] প্রোটোভাইরাস → ভাইরাস → বহুকোষী জীব
[ঘ] প্রোটোভাইরাস → ব্যাকটেরিয়া → প্রোটোজোয়া

১১৫. পৃথিবীতে প্রথম কোন জীবটির আগমন ঘটেছিল? (প্রয়োগ)
[ক] ইউক্যারিওটা
[খ] প্রোক্যারিওটা
✅ ব্যাকটেরিয়া
[ঘ] প্রোটোজোয়া

১১৬. সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনকে কী বলে? (জ্ঞান)
[ক] অভিযোজন
[খ] পরিবর্তন
[গ] রাসায়নিক বিবর্তন
✅ জৈব বিবর্তন

১১৭. বিবর্তনের সবচেয়ে বলিষ্ঠ প্রমাণ কোনটি? (প্রয়োগ)
[ক] সমসংস্থ অঙ্গ
[খ] লুপ্তপ্রায় অঙ্গ
✅ জীবাশ্ম
[ঘ] সংযোগকারী জীব

১১৮. জীবাশ্ম কী? (অনুধাবন)
[ক] আদি জীব
[খ] সংযোগকারী জীব
[গ] লুপ্তপ্রায় অঙ্গ
✅ প্রস্তরীভূত দেহ

১১৯. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল? (অনুধাবন)
✅ গ্যাস পিণ্ড
[খ] কঠিন
[গ] বাষ্প
[ঘ] তরল

১২০. ইভোলিউশন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? (জ্ঞান)
✅ হার্বাট স্পেনসার
[খ] চার্লস ডারউইন
[গ] অ্যারিস্টটল
[ঘ] জেনোফেন

১২১. জীবদেহের আকার পরিবর্তনীয়- এটি কে প্রমাণ করেন? (অনুধাবন)
[ক] অ্যারিস্টটল
[খ] স্পেনসার
[গ] ডারউইন
✅ জেনোফেন

১২২. প্রাচীন পৃথিবীতে সর্বপ্রথম কোন যৌগগুলোর উদ্ভব ঘটে? (অনুধাবন)
[ক] গ্লুকোজ ও প্রোটিন
[খ] নিউক্লিক এসিড ও নিউক্লিওপ্রোটিন
✅ অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড
[ঘ] অ্যামাইনো এসিড ও প্রোটিন

১২৩. প্রাচীন পৃথিবীতে অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড তৈরি করে কোনটি? (জ্ঞান)
[ক] প্রোটিন
✅ নিউক্লিওপ্রোটিন
[গ] পলিমার
[ঘ] নিউক্লিওটাইড

১২৪. প্রাচীন পৃথিবীতে কোনটি নিজেদের প্রতিরূপ গঠনের ক্ষমতা অর্জন করে? (অনুধাবন)
✅ নিউক্লিওপ্রোটিন
[খ] নিউক্লিক এসিড
[গ] প্রোটোভাইরাস
[ঘ] প্রোটিন

১২৫. প্রাচীন পৃথিবীতে কী থেকে প্রোটোভাইরাস সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] অ্যামাইনো এসিড
[খ] প্রোটিন
✅ নিউক্লিওপ্রোটিন
[ঘ] সমুদ্র
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide