৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
একাদশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 চারিত্রিক বৈশিষ্ট্য বংশপরম্পরায় স্থানান্তরের কৌশল : বংশগত ধারা পরিবহনে ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ-এর গুরুত্ব অপরিসীম। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। ডিএনএ-ই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক, যাকে জিন বলা হয়। আরএনএ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে ডিএনএ-কে সাহায্য করে। ক্রোমোজোম ডিএনএ ও আরএনএ-কে ধারণ করে বাহক হিসেবে। ক্রোমোজোম ডিএনএ ও আরএনএ-কে সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের পরবর্তী বংশধরে নিয়ে যায়। কোষ বিভাজনের মায়োটিক প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে।
ডিএনএ : একটি ডিএনএ অণু দ্বিসূত্র বিশিষ্ট লম্বা শৃঙ্খলার পলিনিউক্লিওটাইড। কারণ এটি অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। ডিএনএ অণুতে চার ধরনের ক্ষারক থাকে যথা : এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। এগুলোর মধ্যে এডিনিন থাইমিনের সাথে এবং সাইটোসিন গুয়ানিনের সাথে জোড় বেঁধে সিঁড়ির ধাপগুলো তৈরি করে।
🔷 ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা : সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হলে, বা কেউ যদি অন্যের সন্তানকে তার নিজের সন্তান হিসেবে দাবি করে, তখন ডিএনএ টেস্ট দ্বারা এ ধরনের বিবাদ বর্তমানে নিষ্পত্তি করা যায়। বর্তমানে অপরাধী শনাক্তে ডিএনএ টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
🔷 জেনেটিক বিঘ্নতার কারণ ও ফলাফল : জেনেটিক বিঘ্নতা ঘটে যেসব কারণে তা হলো-
১. পয়েন্ট মিউটেশন বা জিনের ভেতর পরিবর্তনের জন্য, ২. ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধির জন্য, ৩. ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস বা বৃদ্ধির জন্য, ৪. মায়োসিস কোষ বিভাজনের সময় হোমোলগাস ক্রোমোজোমের বিচ্ছিন্নকরণ না ঘটার জন্য।
এসব বিঘ্নতার ফলে মানুষের বংশগত কতগুলো রোগ হয়। এ রোগগুলো হলো- ১. সিকিল সেল রোগ, ২. হানটিংটন’স রোগ, ৩. ডাউন’স সিনড্রোম রোগ, ৪. ক্লিনিফেলটার’স সিনড্রোম রোগ, ৫. টার্নার’স সিনড্রোম রোগ ইত্যাদি।
🔷 জীব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং : জীব প্রযুক্তি বলতে বোঝায় মানবকল্যাণের উদ্দেশ্যে জীবজ প্রতিনিধিদের, যেমন : অণুজীব বা জীবকোষের কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহার। দই, সিরকা, পাউরুটি, মদ, পনির ইত্যাদি উৎপাদন জীব প্রযুক্তির ফসল। এসব জীব প্রযুক্তিকে পুরনো জীব প্রযুক্তি বলে আখ্যায়িত করা হয়। সমপ্রতি আণবিক জীববিজ্ঞানের গবেষণার দ্বারা জীব প্রযুক্তির যে প্রসার ঘটেছে, তাকে বলা হয় নতুন জীব প্রযুক্তি। বাস্তবিক অর্থে, আধুনিক জীব প্রযুক্তি তিনটি বিষয়ের সমন্বয়। যথা : ১. অণুজীব বিজ্ঞান, ২. টিস্যু কালচার ও ৩. জিন প্রকৌশল। বর্ণিত এই তিনটি বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠা জীববিজ্ঞানের অত্যাধুনিক এই শাখাটি মানবসভ্যতার নতুন দিগন্ত খুলে দিয়েছে।
একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে। এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণুর কাক্সিক্ষত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপনের ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয়, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়।
🔷 প্রাণী ও উদ্ভিদে ক্লোনিং : একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটিমাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয় তখন তাকে ক্লোন বলে। প্রাণী ক্লোনিং উদ্ভব হয় একই প্রাণীর দেহকোষ থেকে সম্পূর্ণ নিউক্লিয়াস বের করে সেই প্রাণীর নিষেককৃত ডিম্বাণুতে ইনজেক্ট করে নিউক্লিয়াস স্থাপন করা হয়। ডিম্বাণুতে দেহকোষের নিউক্লিয়াস স্থাপন করার পূর্বে নিষেককৃত ডিম্বাণুর নিউক্লিয়াসকে অপসারণ করা হয়। এই ডিম্বাণু থেকে যে প্রাণী সৃষ্টি হয় তা হুবহু তার মাতার মতো হয়। আর উদ্ভিদ ক্লোনিং উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ জননের দ্বারা। এগুলোর আকৃতি হয় একদম মাতৃজীবের মতো।
🔷 ক্লোনিং-এর সামাজিক প্রভাব : উদ্ভিদ বা প্রাণীর ক্লোনিং নিয়ে তেমন কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। কিন্তু মানুষের ক্লোনিং বিষয়ে এর নৈতিকতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত মানুষ বা মানবগোষ্ঠীর সফল ক্লোনিংয়ের খবর পাওয়া যায়নি। ক্লোনিং জাত শিশুটি সম্পূর্ণ সুস্থ হবে, এমনটি বলা যাচ্ছে না। বরং প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা বেশি। মানব ক্লোনিং হবে প্রকৃতির ওপর এক বড় ধরনের হস্তক্ষেপ। সাধারণ মানুষের একাংশের মতে, ধর্ম আর বিজ্ঞান এক নয়। ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।
🔷 জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির ব্যবহার :
১. এ পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গসমূহ থেকে অসংখ্য অণুচারা উৎপন্ন হয়। অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে লাখ লাখ কাক্সিক্ষত চারা করা সম্ভব হচ্ছে এ প্রযুক্তি ব্যবহার করে।
২. এর ফলে জিনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। এভাবে ধান, Mg, তেলবীজসহ অনেক শস্যের অধিক ফলনশীল উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে।
৩. জীব প্রযুক্তি প্রয়োগ করে প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্যাদির গঠন, বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদির উন্নয়ন করা সম্ভব হয়েছে।
৪. জীব প্রযুক্তির দ্বারা শাকসবজি, ফল ও শুঁটকির ক্ষতিকর পতঙ্গ, মশা ইত্যাদি নিয়ন্ত্রণে স্টেরাইল ইনসেক্ট টেকনিক উদ্ভাবন করে পতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়।
৫. জীব প্রযুক্তির মাধ্যমে সুইডেনের বিজ্ঞানীরা সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছেন। এটি ভিটামিন A সমৃদ্ধ।
১. সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
[ক] ১টি
✅ ২টি
[গ] ২২টি
[ঘ] ৪৪টি
২. ক্রোমোজোমে যে মৌলিক পদার্থ থাকে তা হলো-
i. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ii. লৌহ ও ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের চিত্রটি থেকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
৩. ওপরের চিত্রটি কিসের?
[ক] DNA
[খ] RNA
✅ ক্রোমোজোম
[ঘ] নিউক্লিওলাস
৪. চিত্রের কোন অংশটি সেন্ট্রোমিয়ার?
[ক] A
[খ] B
✅ C
[ঘ] D
৫.
চিত্রে A অংশটির নাম নিচের কোনটি?
✅ ফসফেট
[খ] নাইট্রোজেন
[গ] সালফেট
[ঘ] কার্বনেট
৬.
চিত্রের A চিহ্নিত অংশটির নাম কী?
[ক] ক্রোমাটিন
[খ] নিউক্লিয়াস
✅ নিউক্লিওলাস
[ঘ] নিউক্লিওপ্লাজম
৭. মানবদেহের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত?
[ক] ৪০টি
[খ] ৪২টি
[গ] ৪৪টি
✅ ৪৬টি
৮. মানবদেহের রক্তকণিকায় কোন রোগটি পয়েন্ট মিউটেশনের জন্য হয়ে থাকে?
[ক] হানটিংটন’স রোগ
✅ সিকিলসেল রোগ
[গ] ডাউন’স সিনড্রোম
[ঘ] টার্নার’স সিনড্রোম
৯. ক্লোনিং কত প্রকার?
[ক] পাঁচ
[খ] চার
✅ তিন
[ঘ] দুই
১০. পনির তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
[ক] ভাইরাস
[খ] শৈবাল
✅ ছত্রাক
[ঘ] মিউকর
১১. ট্রান্সজেনিক টমেটোর বৈশিষ্ট্য কোনটি?
[ক] করোনারী থ্রম্বোসিস প্রতিরোধ
✅ শর্করার পরিমাণ বেশি
[গ] এন্টিবডি তৈরিতে সক্ষম
[ঘ] বারোমাসী ফসল
১২. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
[ক] আর. এন. এ
✅ ডি. এন. এ
[গ] জিন
[ঘ] সেন্ট্রোমিয়ার
১৩. কোন সমস্যার কারণে ১০ বছর বয়সের শিশুর চলন শক্তি লোপ পায়?
[ক] জুভেনাইল গ্লুকোমা
[খ] অপটিক অ্যাট্রিফি
✅ মাসকুলার ডিসট্রপি
[ঘ] হোয়াইট ফোরলক
১৪. সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধের নিষ্পত্তি হয় কোনটির মাধ্যমে?
[ক] মূত্র পরীক্ষা
✅ DNA টেস্ট
[গ] মল পরীক্ষা
[ঘ] ব্লাড পরীক্ষা
১৫. ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১৬. পুরুষ দেহের সেক্স ক্রোমোজোম হলো-
i. XX
ii. YY
iii. XY
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও ii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
বিজ্ঞান শিক্ষক শ্রেণিতে জেনেটিক বিশৃঙ্খলাজনিত কারণে সৃষ্ট রোগসমূহ পড়াতে গিয়ে বললেন যে, পুরুষের সেক্স ক্রোমোজোমের ডিসজাংশনের কারণে একটি রোগ হয়ে থাকে।
১৭. উল্লিখিত রোগটির নাম নিচের কোনটি?
[ক] হানটিংটন’স রোগ
[খ] টার্নার’স সিনড্রোম
[গ] ডাউন’স সিনড্রোম
✅ ক্লিনিফেল্টার’স সিনড্রোম
১৮. এই রোগে আক্রান্ত একজন পুরুষ-
i. XY ক্রোমোজোম বিশিষ্ট
ii. XXY ক্রোমোজোম বিশিষ্ট
iii. বন্ধ্যা ও কর্কশ কণ্ঠস্বর বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের প্রবাহ চিত্র থেকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
১৯. প্রবাহ চিত্রটি কিসের?
[ক] হিউম্যান জিনোম প্রজেক্ট
✅ ফরেনসিক টেস্ট
[গ] DNA টেস্ট
[ঘ] জিন থেরাপি
২০. অ স্থানে অপরাধীর করা হয়-
i. লালা পরীক্ষা
ii. চুল পরীক্ষা
iii. রক্ত পরীক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
বিজ্ঞানের শিক্ষক কোষ বিভাজন পড়াতে গিয়ে বোর্ডে নিউক্লিয়াসের চিত্রে কিছু লম্বা সরু সুতার মতো অঙ্গাণু আঁকলেন।
২১. উদ্দীপকে চিত্রে অঙ্কিত সরু সুতার মতো অঙ্গাণুগুলোর নাম কী?
[ক] ডি. এন. এ
✅ ক্রোমোজোম
[গ] আর. এন. এ
[ঘ] নিউক্লিওটাইড
২২. শিক্ষকের অঙ্কিত সরু সুতার মতো অঙ্গাণুগুলো-
i. লিঙ্গ নির্ধারণ করে
ii. DNA ও RNA ধারণ করে
iii. কোষ বিভাজনে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
ক্রোমোজোম - পৃষ্ঠা : ১৬০-১৬২
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুই ভাগে বিভক্ত হয়ে কী গঠন করে? (অনুধাবন)
✅ ক্রোমাটিড
[খ] ক্রোমোনেমাটা
[গ] ক্রোমোনেমা
[ঘ] সেন্ট্রোমিয়ার
২৪. মানুষের গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কত? (অনুধাবন)
[ক] ১০
[খ] ১১
✅ ২৩
[ঘ] ৪৬
২৫. মানুষের নিষিক্ত ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১১
[খ] ২২
[গ] ৩৩
✅ ৪৪
২৬. সেন্ট্রোমিয়ার কার অংশ? (জ্ঞান)
[ক] রাইবোজোম
[খ] মেসোজোম
✅ ক্রোমোজোম
[ঘ] ডিকটিওজোম
২৭. পুরুষ মানুষের সেক্স ক্রোমোজোম কোনটি? (জ্ঞান)
[ক] XO
[খ] YY
[গ] XX
✅ XY
২৮. মানুষের অটোজোম কয়টি? (অনুধাবন)
[ক] ১২ জোড়া
[খ] ২১ জোড়া
✅ ২২ জোড়া
[ঘ] ২৪ জোড়া
২৯. মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা নিচের কোনটি? (অনুধাবন)
✅ 2n = 46
[খ] 2n = 44
[গ] 2n = 32
[ঘ] 2n = 24
৩০. কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলোকে পর্যবেক্ষণ করা যায়? (জ্ঞান)
[ক] ইন্টারফেজ
✅ মেটাফেজ
[গ] অ্যানাফেজ
[ঘ] টেলোফেজ
৩১. কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত রাখে কোনটি? (অনুধাবন)
[ক] ক্রোমোমিয়ার খ স্যাটেলাইট
[গ] ক্রোমোনেমা
✅ সেন্ট্রোমিয়ার
৩২. ক্রোমোজোম কোন কাজের সঙ্গে জড়িত? (অনুধাবন)
✅ বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ
[খ] কোষ বিভাজন
[গ] জনন
[ঘ] নিউক্লিয়াস গঠন
৩৩. নিচের কোনটি একটি ক্রোমাটিডের জন্য সত্য? (অনুধাবন)
✅ ক্রোমোজোমের অর্ধাংশ
[খ] ক্রোমোজোমের সম্পূর্ণ অংশ
[গ] ক্রোমোজোমের অংশ
[ঘ] ক্রোমোজোমের হ্যাপ্ল¬য়েড সংখ্যা
৩৪. নিচের কোনটি ক্রোমোজোমে থাকে? (অনুধাবন)
[ক] সেন্ট্রোজোম
[খ] নিউক্লিওলাস
✅ সেন্ট্রোমিয়ার
[ঘ] এন্ডোপ্লাজমিক জালিকা
৩৫. মানুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের ধরন কোনটি? (অনুধাবন)
[ক] XO – XX
✅ XX – XY
[গ] XX - YO
[ঘ] ZW – ZZ
৩৬. মহিলাদের দেহে ক্রোমোজোম বিন্যাস নিচের কোনটি? (প্রয়োগ)
[ক] 22A + XX
[খ] 44A + XY
[গ] 22A + XY
✅ 44A + XX
৩৭. পুরুষ দেহে ক্রোমোজোম বিন্যাস নিচের কোনটি? (প্রয়োগ)
[ক] 22A + XX
✅ 44A + XY
[গ] 22A + XY
[ঘ] 44A + XX
৩৮. ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস কোনটি? (প্রয়োগ)
[ক] 22A + XX
✅ 22A + X
[গ] 44 + XY
[ঘ] 44 + XX
৩৯. শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস কোনটি? (প্রয়োগ)
[ক] 22A + XY
[খ] 22A + XX
✅ 22A + Y
[ঘ] 44A + Y
৪০. প্রতিটি ক্রোমাটিডে কতটি ক্রোমোনেমা থাকে? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
৪১. সেন্ট্রোমিয়ার-এর অপর নাম কী? (অনুধাবন)
[ক] ক্রোমাটিড
✅ কাইনেটেকোর
[গ] বাহু
[ঘ] ম্যাট্রিক্স
৪২. নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো অংশকে কী বলে? (অনুধাবন)
[ক] নিউক্লিওপ্লাজমখ ক্রোমাটিড
✅ ক্রোমোজোম
[ঘ] নিউক্লিওলাস
৪৩. ক্রোমোজোমগুলো স্পষ্ট হয় কখন? (প্রয়োগ)
[ক] টেলোফেজ ও এনাফেজ দশায়
✅ প্রোফেজ ও মেটাফেজ দশায়
[গ] এনাফেজ ও মেটাফেজ দশায়
[ঘ] প্রোমেটাফেজ ও মেটাফেজ দশায়
৪৪. কোষ বিভাজনের সময় একটি ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয়? (অনুধাবন)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৪৫. ক্রোমোজোমের উভয় পার্শ্বের অংশকে কী বলে? (জ্ঞান)
[ক] ধাত্র
[খ] সেন্ট্রোমিয়ার
✅ বাহু
[ঘ] ক্রোমাটিড
৪৬. অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি? (অনুধাবন)
[ক] লিঙ্গ
✅ বিভিন্ন বৈশিষ্ট্য গ পুরুষ লিঙ্গ
[ঘ] স্ত্রী লিঙ্গ
৪৭. মেন্ডেল কর্তৃক আখ্যায়িত ফ্যাক্টরের বর্তমান নাম কোনটি? (অনুধাবন)
[ক] ক্রোমোজোম
[খ] আরএনএ
✅ জিন
[ঘ] প্রোটিন
৪৮. বেটসন, মেন্ডেলের ফ্যাক্টরের কী নাম দিয়েছিলেন? (অনুধাবন)
[ক] ডিএনএ
[খ] আরএনএ
✅ জিন
[ঘ] প্রোটিন অণু
৪৯. ক্রোমোজোমের বাহিরের আবরণটি কী কী দ্বারা গঠিত? (প্রয়োগ)
[ক] প্রোটিন ও লিপিড
[খ] লিপিড ও অজৈব পদার্থ
✅ প্রোটিন ও অজৈব পদার্থ
[ঘ] ধাত্র
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০. ক্রোমোজোমগুলো স্পষ্ট হয় কোষ বিভাজনের- (অনুধাবন)
i. প্রোফেজ দশায়
ii. মেটাফেজ দশায়
iii. অ্যানাফেজ দশায়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii
৫১. ক্রোমোজোমের অংশগুলোকে বলা হয়- (অনুধাবন)
i. ক্রোমাটিড
ii. ক্রোমোনেমা
iii. সেন্ট্রোমিয়ার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫২. ক্রোমোজোম আবৃত থাকে- (প্রয়োগ)
i. লিপিড দ্বারা
ii. মাতৃকা দ্বারা
iii. প্রোটিন দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্র দেখ এবং ৫৩-৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
৫৩. চিত্রে পিতা ও মাতার ক্রোমোজোমের অবস্থা কিরূপ? (প্রয়োগ)
[ক] হ্যাপ্লয়েড
✅ ডিপ্লয়েড
[গ] ট্রিপ্লয়েড
[ঘ] টেট্রাপ্লয়েড
৫৪. গ্যামেট A তে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকবে?
(উচ্চতর দক্ষতা)
[ক] XX
[খ] YY
✅ XY
[ঘ] YA
৫৫. ছ তে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকবে? (উচ্চতর দক্ষতা)
[ক] XY
✅ XX
[গ] YY
[ঘ] YA
ডিএনএ, আরএনএ ও ডিএনএ টেস্ট - পৃষ্ঠা : ১৬২-১৬৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৬. ডিএনএ দ্বিসূত্র নকশা আবিষ্কার করেন কে? (জ্ঞান)
[ক] এ্যাভেরি ও ম্যাককারটি
[খ] নিকলসন
✅ ওয়াটসন ও ক্রিক
[ঘ] ম্যাকলিওড ও ম্যাককারটি
৫৭. ওয়াটসন ও ক্রিক কত সালে DNA-র গঠন আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] ১৯৪৩
✅ ১৯৫৩
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৬৩
৫৮. ক্রোমোজোমের গঠনগত উপাদান কোনটি? (অনুধাবন)
[ক] নিউক্লিক এসিড+পেকটিন
[খ] RNA + DNA
✅ নিউক্লিক এসিড + প্রোটিন
[ঘ] শুধু হিস্টোন
৫৯. ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কোন ধাতব আয়ন অনুপস্থিত? (অনুধাবন)
✅ Na
[খ] Mg
[গ] Ca
[ঘ] Fe
৬০. শুধু RNA তে কোন ক্ষারকটি থাকে? (অনুধাবন)
[ক] থাইমিন
[খ] গুয়ানিন
✅ ইউরাসিল
[ঘ] সাইটোসিন
৬১. ডিএনএ-এর ক্ষারক কোনগুলো? (অনুধাবন)
[ক] থাইমিন ও ইউরাসিল
[খ] এডিনিন ও ইউরাসিল
[গ] গুয়ানিন ও ইউরাসিল
✅ গুয়ানিন ও থাইমিন
৬২. নিচের কোন ক্ষারকটি আরএনএ-তে অনুপস্থিত? (অনুধাবন)
[ক] ইউরাসিল
✅ থাইমিন
[গ] গুয়ানিন
[ঘ] সাইটোসিন
৬৩. নিউক্লিওটাইড-এ থাকে নিচের কোনগুলো? (অনুধাবন)
[ক] শর্করা ও ক্ষারক
[খ] শর্করা ও পিউরিন ক্ষারক
[গ] ফসফেট ও শর্করা
✅ শর্করা, ক্ষারক ও ফসফেট
৬৪. জীবজগতের বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক কোনটি? (অনুধাবন)
[ক] ডিএনএ ও অক্সিন
✅ জিন
[গ] ট্রান্সফার আরএনএ
[ঘ] এক ধরনের প্রোটিন
৬৫. বার্তা বহনকারী আরএনএ কোনটি? (অনুধাবন)
[ক] t-RNA
✅ m-RNA
[গ] r-RNA
[ঘ] RNA
৬৬. রাইবোজোমে যে RNA থাকে তা নিচের কোনটি? (অনুধাবন)
[ক] t-RNA
[খ] m-RNA
✅ r-RNA
[ঘ] RNA
৬৭. প্রকৃত কোষের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কোনগুলো? (উচ্চতর দক্ষতা)
[ক] ডিএনএ ও আরএনএ
✅ ডিএনএ, আরএনএ ও প্রোটিন
[গ] প্রোটিন ও ডিএনএ
[ঘ] প্রোটিন ও আরএনএ
৬৮. DNA অণুর পাইরিমিডিন ক্ষারক কোনটি? (প্রয়োগ)
[ক] অডিনিন
[খ] গুয়ানিন
[গ] ইউরাসিল
✅ থাইমিন
৬৯. এভেরি, ম্যাকলিওড এবং ম্যাককারটি কী প্রমাণ করেন? (প্রয়োগ)
[ক] DNA অণু দ্বিসূত্রক
[খ] DNA নিউক্লিয়াসে থাকে
[গ] DNA প্রোটিন সংশ্লে¬ষ করে
✅ DNA বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক
৭০. DNA অণুর ক্ষারক এডিনিন জোড় বাঁধে কোনটির সাথে? (অণুধাবন)
[ক] গুয়ানিন
✅ থাইমিন
[গ] সাইটোসিন
[ঘ] ইউরাসিল
৭১. জিনের রাসায়নিক গঠনের ক্ষারক সাইটোসিন জোড় বাঁধে কোনটির সাথে? (প্রয়োগ)
✅ গুয়ানিন
[খ] থাইমিন
[গ] এডিনিন
[ঘ] ইউরাসিল
৭২. হিস্টোন প্রোটিন DNA-এর সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করে? (উচ্চতর দক্ষতা)
[ক] পলি নিউক্লিওটাইড
✅ ক্রোমোজোম
[গ] পলিপেপটাইড
[ঘ] পলিস্যাকারাইড
৭৩. DNA এবং RNA-র ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] DNA ও RNA-তে ইউরাসিল থাকে না
[খ] DNA ও RNA বংশগতির ধারক ও বাহক
[গ] DNA ও RNA ডি অক্সিরাইবোজ শর্করা যুক্ত
✅ DNA ও RNA পলিনিউক্লিউটাইড
৭৪. ওয়াটসন ও ক্রিক কত সালে নোবেল পুরস্কার পান? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
✅ ১৯৬২
[ঘ] ১৯৬৩
৭৫. মেন্ডেলের ফ্যাক্টরের রাসায়নিক গঠন কী? (প্রয়োগ)
✅ ডিএনএ
[খ] আরএনএ
[গ] প্রোটিন
[ঘ] ডিএনএ ও আরএনএ
৭৬. বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটিকে? (অনুধাবন)
[ক] প্রোটোপ্লাজমকে
[খ] নিউক্লিয়াসকে
[গ] ক্রোমাটিডকে
✅ ক্রোমোজোমকে
৭৭. পিতৃত্ব ও মাতৃত্ব নির্ধারণ করা যায় কোনটির দ্বারা? (জ্ঞান)
[ক] আরএনএ টেস্ট
[খ] প্রোটিন টেস্ট
[গ] লিপিড টেস্ট
✅ ডিএনএ টেস্ট
৭৮. জৈব পিতা নিশ্চিত করার পদ্ধতি কোনটি? (অনুধাবন)
[ক] আরএনএ টেস্ট
[খ] প্রোটিন টেস্ট
[গ] লিপিড টেস্ট
✅ ডিএনএ টেস্ট
৭৯. ডিএনএ-এর পূর্ণ নাম কী? (জ্ঞান)
[ক] ডিনেচার্ডনিউক্লিক এসিড
✅ ডি অক্সিরাইবোনিউক্লিক এসিড
[গ] ডাই অক্সিরাইবোনিউক্লিক এসিড
[ঘ] ডিঅক্সিনিউক্লিক এসিড
৮০. নিচের কোনটি পলিনিউক্লিওটাইডকে সঠিকভাবে প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] লিপিড অণু
[খ] প্রোটিন অণু
✅ ডিএনএ ও আরএনএ অণু
[ঘ] আরএনএ অণু
৮১. আরএনএ-এর পাইরিমিডিন ক্ষারক কোনটি? (প্রয়োগ)
✅ ইউরাসিল
[খ] থাইমিন
[গ] অ্যাডিনিন
[ঘ] গুয়ানিন
৮২. ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? (জ্ঞান)
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
৮৩. ক্রোমোজোমের প্রোটিন কোনগুলো? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রোটামিন ও হিস্টোন
[খ] হিস্টোন ও প্রোলামিন
✅ নন হিস্টোন ও হিস্টোন
[ঘ] নন হিস্টোন ও পেপটোন
৮৪. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? (প্রয়োগ)
[ক] RNA
[খ] t-RNA
✅ DNA
[ঘ] প্রোটিন
৮৫. জীবের বৈশিষ্ট্যের প্রকৃত ধারক কোনটি? (জ্ঞান)
[ক] RNA
✅ DNA
[গ] পিউরিন ক্ষারক
[ঘ] r-RNA
৮৬. DNA অণুর আকৃতি কিরূপ? (জ্ঞান)
[ক] লিফটের মতোখ চাকার মতো
[গ] হাতলের মতো
✅ সিঁড়ির মতো
৮৭. নিচের কোনটি প্রোটিন? (অনুধাবন)
✅ হিস্টোন
[খ] গুয়ানিন
[গ] এডিনিন
[ঘ] থাইমিন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৮. আরএনএ’র পাইরিমিডিন ক্ষারক হলো- (অনুধাবন)
i. এডিনিন
ii. থাইমিন
iii. ইউরাসিল
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] ii ও iii
৮৯. ক্রোমোজোম বাহক হিসেবে কাজ করে- (উচ্চতর দক্ষতা)
i. ডিএনএ-এর
ii. আরএনএ-এর
iii. জিন-এর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯০. ডিএনএ’র অণু লম্বালম্বিভাবে ভাগ হয়ে পরিপূরক দুটি পার্শ্ব কাঠামো গঠন করে যার- (প্রয়োগ)
i. একটি পুরাতন পার্শ্বকাঠামো
ii. একটি নতুন পার্শ্ব কাঠামো
iii. দুটি নতুন পার্শ্ব কাঠামো
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii
৯১. পিতৃত্ব ও মাতৃত্ব বিরোধ নিষ্পত্তির জন্য ডিএনএ টেস্টে প্রয়োজন হয়- (উচ্চতর দক্ষতা)
i. মাতার কোষ
ii. পিতার কোষ
iii. সন্তানের কোষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯২. পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত- (প্রয়োগ)
i. নিউক্লিওটাইড
ii. ডিএনএ
iii. আরএনএ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. আরএনএ-এর ক্ষারকগুলো- (অনুধাবন)
i. এডিনিন
ii. ইউরাসিল
iii. গুয়ানিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্র থেকে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
৯৪. চিত্রের C অংশটি কী? (প্রয়োগ)
[ক] শর্করা
✅ পাঁচ কার্বনযুক্ত শর্করা
[গ] সুক্রোজ
[ঘ] রাইবোজ সুগার
৯৫. C- এর সাথে যুক্ত থাকে- (অনুধাবন)
i. নাইট্রোজেন ক্ষারক
ii. ফসফেট
iii. ক্ষারক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
মানুষের জেনেটিক বিশৃঙ্খলা - পৃষ্ঠা : ১৬৪-১৬৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৬. পুরুষদের কোষে দুই বা ততোধিক X ক্রোমোজোম থাকলে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ডাউন’স সিনড্রোম
[খ] টার্নার’স সিনড্রোম
✅ ক্লিনিফেলটার’স সিনড্রোম
[ঘ] এডওয়ার্ড সিনড্রোম
৯৭. টার্নার’স সিনড্রোমে ‘X’ ক্রোমোজোমের সংখ্যা কত? (অনুধাবন)
[ক] ০
✅ ১
[গ] ২
[ঘ] ৩
৯৮. ডাউন’স সিনড্রোম-এর ক্ষেত্রে কী ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] পুরুষের X ক্রোমোজোম বেশি থাকে
✅ ২১তম ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে
[গ] স্ত্রীলোকের X ক্রোমোজোম কম থাকে
[ঘ] ১৮তম ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে
৯৯. টার্নার’স সিনড্রোম-এর ক্ষেত্রে কী ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] পুরুষের X ক্রোমোজোম বেশি থাকে
[খ] ২১তম ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে
✅ স্ত্রীলোকের X ক্রোমোজোম কম থাকে
[ঘ] ১৮তম ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে
১০০. সিকিল সেল রোগের কারণ কোনটি? (জ্ঞান)
✅ পয়েন্ট মিউটেশন
[খ] ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি
[গ] ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস
[ঘ] সিনড্রোম
১০১. হানটিংটন’স রোগের কারণ কোনটি? (জ্ঞান)
✅ পয়েন্ট মিউটেশন
[খ] ক্রোমোজোমের সংখ্যার বৃদ্ধি
[গ] ক্রোমোজোমের সংখ্যার হ্রাস
[ঘ] নন ডিসজাংশন
১০২. সিকিল সেল রোগে RBC-এর আকৃতি কেমন হয়? (অনুধাবন)
[ক] ডিম্বাকার
[খ] চ্যাপ্টা
[গ] গোলাকার
✅ কাস্তের মতো
0 Comments:
Post a Comment