SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১০ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
দশম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 বস্তুর জড়তা : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই জড়তা। জড়তা দুই প্রকার :

১. স্থিতি জড়তা : স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে স্থিতি জড়তা বলে। স্থিতি জড়তার কারণে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে।

২. গতি জড়তা : গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তার কারণে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।

🔷 বলের গুণগত ধারণা নিউটনের গতির প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা : নিউটনের প্রথম সূত্র হলো, “বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।” ধাক্কা, টানা বা বাধা দেয়া যা বস্তুর স্থিতি বা গতির অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বল বলে।

নিউটনের গতির প্রথম সূত্র থেকে দেখা যায়, কোনো বস্তু নিজে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে চিরকাল সুষম দ্রুতিতে সরলপথে চলতে চায়। তাই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বাইরে থেকে যা প্রয়োগ করতে হয় তাই বল।

🔷 জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা : আমরা প্রাত্যহিক অনেক কাজেই জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা অনুভব করি। যেমন :
১. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এ ঘটনা স্থিতি জড়তার উদাহরণ। আবার চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে যাত্রী সামনের দিকে ঝুঁকে না নামলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনা গতি জড়তার উদাহরণ।

২. একটি গ্লাসের উপর একটি কার্ড বা শক্ত কাগজ রেখে তার উপর একটি পাঁচ টাকার কয়েন রেখে হঠাৎ কার্ডটিকে জোরে টোকা দিলে দেখা যায় কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে যায়। স্থিতি জড়তার কারণে কয়েনটি তার নিজস্ব স্থির অবস্থান বজায় রাখতে চায়। জোরে টোকা দিলে কার্ডটি গতিশীল হলেও কয়েনটি নিজের অবস্থান বজায় রাখতে গিয়ে গ্লাসের মধ্যে পড়ে যায়।

৩. গাড়ি চালানোর সময় চালককে জড়তার কারণে সিটবেল্ট পরিধান করতে হয়। সিটবেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক প্রয়োগ করেন, তবে গতি জড়তার কারণে তিনি সামনে ঝুঁকে পড়বেন এবং স্টিয়ারিং ও উইন্ড স্ক্রিনে আঘাত পাবেন।

৪. শহরের ট্রাফিক সিগন্যালবাতিতে সবুজ-হলুদ-লাল বাতি ব্যবহার করা হয়। সবুজবাতি সামনে এগিয়ে যাওয়া, হলুদবাতি ধীরে যাওয়া এবং লালবাতি থামা নির্দেশ করে। হলুদবাতির ব্যবহার এখানে প্রয়োজন না হলেও স্থিতি বা গতিজড়তার ঝামেলা এড়াতে হলুদবাতি ব্যবহার করা হয়। দ্রুতগামী গাড়ির গতি জড়তা এড়াতে এবং থেমে থাকা গাড়ির স্থিতি জড়তা এড়াতে হলুদ বাতি ব্যবহার করা হয়। তা না হলে চালক এবং আরোহীদের আহত হওয়ার আশঙ্কা থাকত।

৫. যদি কোনো বাস বা গাড়ি হঠাৎ বাঁক নেয় তাহলে মনে হয় আরোহীদের কেউ একপাশে ধাক্কা দিচ্ছে। এর কারণ বাস বা গাড়ির গতির দিকে আরোহীও গতিশীল ছিলেন, বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলেও জড়তার কারণে আরোহীর মূল দিক বজায় রাখতে চাওয়ার ফলে এক পাশে সরে যান।

🔷 বিভিন্ন প্রকার বলের প্রকৃতি : সাধারণত স্পর্শের ওপর ভিত্তি করে বলের প্রকৃতি নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বল দুই প্রকার : স্পর্শ বল ও অস্পর্শ বল। যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের ওপর ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে। পেশিজ বল ও ঘর্ষণ বল স্পর্শ বলের অন্তর্গত।

দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের ওপর দিয়ে চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এ গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে। কিছু বল আছে যা বস্তুর ভৌত সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে। এ ধরনের বলকে অস্পর্শ বল বলে। এ ধরনের বল হলো- মাধ্যাকর্ষণ বল, চৌম্বক বল, তাড়িতচৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল ও শক্তিশালী নিউক্লিয় বল।

এ মহাবিশ্বের সকল বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে বা একে অপরকে নিজের দিকে টানে। এই বলকে বলা হয় মাধ্যাকর্ষণ বল। দুটি চুম্বককে কাছাকাছি আনলে এরা পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে এবং কোনো চুম্বক অন্য কোনো চৌম্বক পদার্থে লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল ইত্যাদিতে যে বল প্রয়োগ করে তাকে চৌম্বক বল বলে।

দুটি আহিত (চার্জযুক্ত) কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে তাড়িত চৌম্বক বল বলে। তাড়িত চৌম্বক বলের চেয়ে ১০¹⁰ গুণ দুর্বল বলকে দুর্বল নিউক্লিয় বল বলে। যে শক্তিশালী আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে এবং নিউক্লিয়াসকে আটকে বা ধরে রাখে তাকে শক্তিশালী নিউক্লিয় বল বলে।

🔷 ব্যবহারিক জীবনে ঘর্ষণের সুবিধা : আমাদের ব্যবহারিক জীবনে ঘর্ষণের সুবিধাকে কাজে লাগিয়ে আমরা নানাভাবে উপকৃত হচ্ছি।
১. ঘর্ষণ না থাকলে আমরা রাস্তায় হাঁটতে পারতাম না পিছলে পড়ে যেতাম।
২. কাঠে পেরেক বা স্ক্রু আটকানো যেত না। সম্ভব হতো না দড়িতে কোনো গিরো দেওয়া। আমরা হাত দিয়ে খাতা, কলম, বইসহ যাবতীয় জিনিস ধরতে পারতাম না।
৩. গাড়ি বা সাইকেলের টায়ার ও ব্রেকের ঘর্ষণের ওপর আমাদের জীবন নির্ভরশীল।
৪. বাতাসের ঘর্ষণ আছে বলেই প্যারাসুট ব্যবহার করে কেউ বিমান থেকে নিরাপদে নামতে পারে।
৫. দেয়াশলাই থেকে আগুন পাওয়া, সেতারার মধুর সুর সবই অসম্ভব হতো ঘর্ষণ না থাকলে।
৬. দেয়ালে ঠেস দিয়ে মই রাখার ব্যাপারটিও অকল্পনীয় হতো যদি ঘর্ষণ না থাকত।

🔷 স্থিতি ও গতির ওপর বলের প্রভাব : প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় অর্থাৎ বস্তু স্থির থাকলে স্থির আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বস্তুর এ স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হয়।

🔷 নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে বলের পরিমাপ নির্ণয় : নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সূত্র থেকে আমরা বলের পরিমাপ নির্ণয় করতে পারি।

বস্তুর ভরবেগ হলো, ভর × বেগ। ভরবেগের পরিবর্তনের হার = ভর × বেগের পরিবর্তনের হার = ভর × ত্বরণ। কারণ, বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ।
সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, বল = ভর × ত্বরণ
পদার্থবিজ্ঞানে বলকে F, ভরকে m এবং ত্বরণকে a দিয়ে নির্দেশ করা হয়।
সুতরাং, F = ma . . . . . . . . . . . . . . (i)
এই (i)নং সূত্র ব্যবহার করে বলের পরিমাপ নির্ণয় করা যায়।

🔷 নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে সংঘটিত কয়েকটি জনপ্রিয় ঘটনা : নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি হলো, “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।”

ক্রিয়া-প্রতিক্রিয়া বল সব সময়ই দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে-কখনই একই বস্তুর ওপর ক্রিয়া করে না। প্রতিক্রিয়া বলটি ZZক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে। যেমন :
১. ক্রিকেটার যখন ব্যাট দিয়ে বলকে আঘাত করেন, তখন ব্যাটটি ক্রিকেট বলের ওপর একটি বল প্রয়োগ করে। এটি ক্রিয়া। ক্রিকেট বলটিও ব্যাটের ওপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে। এটি প্রতিক্রিয়া।

২. কোনো বইকে টেবিলের ওপর রাখা হলে বইটির ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। টেবিলটির প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হওয়ায় বইটি টেবিলের ওপর থাকে।

৩. ভূমির ওপর দাঁড়ালে দেহের ওজনের সমান বল ভূমির ওপর প্রয়োগ করা হয়। এ বল ভূমির ওপর দেহের ওজনের ক্রিয়া। ভূমিও সমান বলে উপরের দিকে ঠেলে। ভূমির এ বল হলো প্রতিক্রিয়া। এ অবস্থায় ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরের সমান ও বিপরীতমুখী হয়।

৪. একজন মাঝি যখন নৌকা চালানোর সময় বাঁশের লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন ভূমিও লগির ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়।

৫. ফোলানো বেলুনের মধ্যস্থিত বাতাস এর ওপর বল প্রয়োগ করে। এ বল হলো ক্রিয়া। এ বলের ফলে খোলা মুখ দিয়ে বাতাস বের হয়ে যায়। বাতাসও বেলুনের ওপর সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে বাতাস যে দিকে বেরিয়ে যায় বেলুন তার বিপরীত দিকে গতিশীল হয়।

৬. আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদিও চালানো হয় নিউটনের তৃতীয় সূত্র তথা ক্রিয়া-প্রতিক্রিয়া বলের ওপর ভিত্তি করে। রকেটে জ্বালানি পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয়। রকেট সেই গ্যাসের ওপর বল প্রয়োগ করে। এ বল হচ্ছে ক্রিয়া। এ ক্রিয়ার ফলে গ্যাস প্রচণ্ড বেগে রকেটের পেছন দিয়ে নির্গত হওয়ার সময় জ্বালানি ও রকেটের ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে রকেটটি জ্বালানির বিপরীত দিকে এগিয়ে যায়।

বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল-এটি কোন বলের উদাহরণ?
✅ মহাকর্ষ বল
[খ] চৌম্বক বল
[গ] তাড়িত চৌম্বক বল
[ঘ] দুর্বল নিউক্লিয় বল

২. বল-
i. বস্তুর দিক অপরিবর্তিত রাখে
ii. বস্তুর আকৃতি পরিবর্তন করে
iii. স্থির বস্তুকে গতিশীল করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
2N বলে একটি বস্তুকে ৪ মি/সে² ত্বরণে মেঝেতে ছুড়ে দেওয়া হলো। বস্তুটি কিছুদূর যাওয়ার পর থেমে গেল।

৩. বস্তুর ভর কত?
[ক] ২০০ gm
[খ] ৪০০ gm
✅ ৫০০ gm
[ঘ] ৭৫০ gm

৪. কোন বলের কারণে বস্তুটি থেমে গেল?
✅ ঘর্ষণ বল
[খ] মহাকর্ষ বল
[গ] চৌম্বক বল
[ঘ] তাড়িত চৌম্বক বল

৫. চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি?
[ক] বেগ
[খ] বল
[গ] গতি
✅ জড়তা

৬. ৭০ নিউটন বলে কোনো বস্তুকে ৮ মি. সে² ত্বরণে নিক্ষেপ করা হলে, বস্তুর ভর কত?
[ক] ০. ১১ গ্রাম
✅ ৮. ৭৫ গ্রাম
[গ] ৫৬০ গ্রাম
[ঘ] ৮৭৫ গ্রাম

৭. নিচের কোনটি বলের একক?
[ক] ওয়াট
[খ] গ্রাম
[গ] জুল
✅ নিউটন

৮. জড়তার পরিমাপক কোনটি?
[ক] বল
[খ] ওজন
✅ ভর
[ঘ] স্থিতি

৯. একটি ফুটবলকে দেয়ালে সজোরে আঘাত করলে তা আবার উল্টো পথে ফিরে আসে। এর কারণ কোনটি?
[ক] ত্বরণ
[খ] ঘর্ষণ
✅ প্রতিক্রিয়া বল
[ঘ] ক্রিয়াবল

১০. একটি বস্তুর ভর ৪০ কেজি। এর ওপর প্রযুক্ত বলের মান ৬০ নিউটন। ত্বরণ কত?
[ক] ০. ৬৭ মি. /সে.²
✅ ১. ৫ মি. /সে.²
[গ] ২ মি. /সে.²
[ঘ] ২. ৫ মি. /সে.²

১১. নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
[ক] ভর = বল × ত্বরণ
✅ বল = ভর × ত্বরণ
[গ] ত্বরণ = বল × ভর
[ঘ] বল = ভরত্বরণ

১২. কোনো বস্তুর ভর ২৫ কেজি। এর ওপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি. /সে.²। প্রযুক্ত বলের মান কত ছিল?
[ক] ৪০ নিউটন
✅ ৫০ নিউটন
[গ] ৬০ নিউটন
[ঘ] ৭০ নিউটন

১৩. ১০ কেজি ভরের একটি বস্তুর ওপর ৮০ঘ বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে?
[ক] ২ m/s²
[খ] ৩ m/s²
✅ ৪ m/s²
[ঘ] ৫ m/s²

১৪. নিচের কোন সম্পর্কটি সঠিক?
[ক] ভর = বল × ত্বরণ
[খ] ত্বরণ = বল × ভর
✅ বল = ভর × ত্বরণ
[ঘ] বল = ভর/ত্বরণ

১৫. একটি বস্তুর ভর ১০ কেজি। এর ওপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বলন হলো ২ মি. /সে.²। প্রযুক্ত বলের মান কত?
[ক] ১০ নিউটন
✅ ২০ নিউটন
[গ] ৩০ নিউটন
[ঘ] ৪০ নিউটন

১৬. নিউটনের ১ম সূত্র থেকে কোন বিষয়ে জ্ঞান লাভ করা যায়?
[ক] ভর ও ত্বরণ
[খ] বল ও ভর
✅ বল ও জড়তা
[ঘ] জড়তা ও ভর

১৭. একটি বস্তুর ভর ৪০ কেজি। এর ওপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ৪ মি. /সে.²। প্রযুক্ত বলের মান কত?
[ক] ১২০ নিউটন
[খ] ১২০ জুল
✅ ১৬০ নিউটন
[ঘ] ১৬০ জুল

১৮. বল-
i. বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
ii. গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে
iii. বস্তুর ভর পরিবর্তন করতে পারে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৯ - ২১ নং প্রশ্নের উত্তর দাও :
মিশু ১৫ম ও ২৫ম ভরের দুটি মার্বেল নিয়ে খেলছিল।

১৯. ১ম মার্বেলটির ওপর ৪৫ নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে?
[ক] ০. ৩৩ m/s²
✅ ৩০০০ m/s²
[গ] ৬০ m/s²
[ঘ] ৬৭৫ m/s²

২০. একই পরিমাণ বল প্রয়োগ করলে মার্বেল কোনটির ওপর দিয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে?
✅ মসৃণ মাটির মেঝে
[খ] টাইলস এর মেঝে
[গ] পিচ রাস্তা
[ঘ] ইটের রাস্তা

২১. মার্বেল দুটির ক্ষেত্রে-
i. ২য়টির ঘর্ষণ বল ১মটির অপেক্ষা বেশি
ii. ২য়টির গতিজড়তা কম হবে
iii. মসৃণ মেঝেতে দুটির গতিবেগ একই হবে

নিচের কোনটি সঠিক?
✅ র
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
কোনো একটি বস্তুর ভর ২০ কেজি এবং এর উপর ২ সেকেন্ড ধরে বল প্রয়োগ করে স্থির অবস্থা থেকে ৪ মি. /সেকেন্ড বেগ সম্পন্ন করা হলো।

২২. উদ্দীপকে নিউটনের কোন সূত্রের প্রয়োগ রয়েছে?
✅ ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ভরবেগ

২৩. বস্তুটিতে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল?
[ক] ১০
[খ] ২০
[গ] ৩০
✅ ৪০


ধাক্কা ও টানা : বল - পৃষ্ঠা : ১৪৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কী বলা হয়?    (জ্ঞান)
✅ বল
[খ] ভর
[গ] ওজন
[ঘ] জড়তা

২৫. বল, ভর, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে সূত্র প্রকাশ করেন কে?    (জ্ঞান)
[ক] গ্যালিলিও
[খ] আইনস্টাইন
✅ নিউটন
[ঘ] আর্কিমিডিস

২৬. বল, ভর, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপনের সূত্রগুলো কী নামে পরিচিত?    (জ্ঞান)
[ক] ভরবিষয়ক সূত্র
[খ] জড়তা বিষয়ক সূত্র
[গ] বলবিষয়ক সূত্র
✅ গতিবিষয়ক সূত্র

২৭. নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি?    (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

২৮. বলের গুণগত সংজ্ঞা কোন সূত্র থেকে পাওয়া যায়?    (জ্ঞান)
✅ নিউটনের প্রথম সূত্র
[খ] নিউটনের দ্বিতীয় সূত্র
[গ] নিউটনের তৃতীয় সূত্র
[ঘ] ভরবেগের সংরক্ষণ সূত্র

২৯. যখনই কোনো কিছুকে ঠেলা বা টানা হয়, ওঠানো বা বাঁকানো হয় তখন কী প্রয়োগ করা হয়?    (অনুধাবন)
[ক] ভর
✅ বল
[গ] ওজন
[ঘ] কাজ

৩০. বস্তুর জড়তা ও বল সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন সূত্র থেকে?    (অনুধাবন)
[ক] নিউটনের দ্বিতীয় সূত্র
[খ] নিউটনের তৃতীয় সূত্র
✅ নিউটনের প্রথম সূত্র
[ঘ] ভরবেগের সংরক্ষণ সূত্র

৩১. বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে। এটি কোন সূত্র?    (জ্ঞান)
✅ নিউটনের প্রথম
[খ] নিউটনের দ্বিতীয়
[গ] নিউটনের তৃতীয়
[ঘ] ভরবেগের সংরক্ষণ সূত্র

৩২. এক ঠেলাগাড়ি চালক গাড়ি চালাতে পেছন থেকে ধাক্কা দেয় অথবা সামনে থেকে টানে। এই ধাক্কা বা টানকে কী বলে?    (প্রয়োগ)
[ক] চাপ
✅ বল
[গ] গতি
[ঘ] স্থিতি

৩৩. মাথার ওপর আসা একটি ফুটবলকে কোনো খেলোয়াড় হেড দিয়ে গোলপোস্টের দিকে ঘুরিয়ে দেওয়ার সময় ঐ খেলোয়াড় ফুটবলের ওপর কী প্রয়োগ করেন?    (প্রয়োগ)
[ক] চাপ
[খ] গতি
[গ] বেগ
✅ বল

৩৪. একটি রাবারকে বাঁকালে, মোচড়ালে, চেপে ধরলে বা টানলে এর আকৃতির পরিবর্তন হয়। এ থেকে কী প্রকাশ পায়?    (উচ্চতর দক্ষতা)
[ক] একই বস্তুর ওপর বলের প্রভাব একই রকম হয়
[খ] একই বস্তু ভিন্ন ভিন্ন মানের বল সহ্য করতে পারে
✅ একই বস্তুর ওপর বলের প্রভাব ভিন্ন ভিন্ন হয়
[ঘ] একই বস্তুর ওপর বলের ক্ষমতা ভিন্ন রকম

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫. নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কোনো বল প্রয়োগ না করলে-    (উচ্চতর দক্ষতা)
i. স্থির বস্তু স্থিরই থাকবে
ii. গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে
iii. গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্র দেখে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
একটি পানিপূর্ণ কাপের সামনে একটি ইট রেখে কাপটিকে হঠাৎ সেদিকে ঠেলে দিলে কাপটি থেমে যাবে কিন্তু কিছু পরিমাণ পানি সামনের দিকে ছিটকে পড়ে।

৩৬. উপরিউক্ত ঘটনা কী কারণে ঘটে?    (প্রয়োগ)
[ক] স্থিতি জড়তা
✅ গতি জড়তা
[গ] স্থিতি
[ঘ] গতি

৩৭. ঘটনাটি নিউটনের কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়?    (উচ্চতর দক্ষতা)
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

জড়তা - পৃষ্ঠা : ১৫০-১৫১
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৮. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়?    (জ্ঞান)
[ক] বল
[খ] ভরবেগ
[গ] ওজন
✅ জড়তা

৩৯. জড়তাকে কত ভাগে ভাগ করা হয়?    (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৪০. স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়?    (জ্ঞান)
[ক] গতি জড়তা
✅ স্থিতি জড়তা
[গ] স্থিতি
[ঘ] স্থির বস্তু

৪১. গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয়?    (জ্ঞান)
[ক] স্থিতি জড়তা
[খ] গতি
✅ গতি জড়তা
[ঘ] গতিশীল বস্তু

৪২. কোনো বস্তুর গতির দিক পরিবর্তনের সময় কিসের প্রভাব পরিলক্ষিত হয়?    (জ্ঞান)
[ক] ভরবেগ
✅ জড়তা
[গ] বল
[ঘ] বেগ

৪৩. সময়ের সাথে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে কী বলা হয়?    (অনুধাবন)
[ক] গতিশীল বস্তু
[খ] স্থিতি
[গ] গতি
✅ স্থির বস্তু

৪৪. সময়ের পরিবর্তনের সাথে কোনো বস্তু তার আশপাশের অন্যান্য বস্তুর অবস্থানের তুলনায় স্থান পরিবর্তন করলে বস্তুটিকে কী বলা হয়?    (অনুধাবন)
[ক] স্থির বস্তু
✅ গতিশীল বস্তু
[গ] স্থিতি
[ঘ] গতি

৪৫. চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ কী?    (অনুধাবন)
✅ গতি জড়তা
[খ] স্থিতি জড়তা
[গ] ভরবেগ
[ঘ] ভর

৪৬. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর পিছনের দিকে ঝুঁকে পড়ার কারণ কী?    (অনুধাবন)
[ক] গতি জড়তা
✅ স্থিতি জড়তা
গ স্থিতি
[ঘ] গতি

৪৭. সিটবেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক প্রয়োগ করেন তা হলে তিনি সামনে ঝুঁকে পড়েন কেন?    (অনুধাবন)
[ক] স্থিতি জড়তার জন্য
[খ] গতির জন্য
[গ] স্থিতির জন্য
✅ গতি জড়তার জন্য

৪৮. বস্তুর ভর যত বেশি হয় এর জড়তা-    (অনুধাবন)
[ক] ZZ কমে
✅ ZZ বাড়ে
[গ] অর্ধেক হয়
[ঘ] এক-দ্বিতীয়াংশ হয়

৪৯. ট্রাফিক সিগন্যালে সবুজ বাতির পর সরাসরি লাল বাতি না জ্বলে হলুদ বাতি জ্বলে কেন?    (অনুধাবন)
✅ স্থিতি জড়তার ঝামেলা এড়াতে
[খ] গতি থেকে স্থিতিতে আসার জন্য
[গ] গতি জড়তার ঝামেলা এড়াতে
[ঘ] স্থিতি থেকে গতিতে চলার জন্য

৫০. যদি কোনো চলন্ত বাস হঠাৎ বাঁক নেয় তাহলে আরোহীরা একপাশে সরে যায় কেন?    (অনুধাবন)
[ক] গতির কারণে
[খ] বেগের কারণে
[গ] বলের কারণে
✅ জড়তার কারণে

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১০

৫১. গাড়ি চালানোর সময় চালক সিটবেল্ট পরিধান করেন কিসের কারণে?    (অনুধাবন)
[ক] ভরবেগ
[খ] ওজন
[গ] বল
✅ জড়তা

৫২. একটি গ্লাসের ওপর একটি শক্ত কাগজ রেখে তার ওপর একটি পাঁচ টাকার কয়েন রাখা হলো। হঠাৎ শক্ত কাগজটিতে টোকা দিলে কয়েন গ্লাসের মধ্যে পড়ে গেল কেন?    (প্রয়োগ)
✅ স্থিতি জড়তার জন্য
[খ] গতি জড়তার জন্য
[গ] স্থির বস্তুর জন্য
[ঘ] গতিশীল বস্তুর জন্য

৫৩. একটি পানিপূর্ণ গ্লাস টেবিলের উপর রেখে গ্লাসটি ধরে হঠাৎ টান দিলে কিছু পরিমাণ পানি পেছনের দিকে ছিটকে পড়ে। এর কারণ কী?    (প্রয়োগ)
[ক] গতি জড়তা
✅ স্থিতি জড়তা
[গ] স্থিতি
[ঘ] গতি

৫৪. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলেও পাখাটি সাথে সাথে স্থির হয়ে যায় না কিসের কারণে?    (প্রয়োগ)
[ক] স্থিতি
[খ] গতি
[গ] স্থিতি জড়তা
✅ গতি জড়তা

৫৫. কোনো দৌড় প্রতিযোগী দৌড়ের শেষ সীমানায় পৌঁছানোর সাথে সাথে থেমে যেতে পারে না কেন?    (প্রয়োগ)
[ক] স্থিতি জড়তার জন্য
[খ] সময় কম বলে
✅ গতি জড়তার জন্য
[ঘ] গতির জন্য

৫৬. বড় বড় শহরের ট্রাফিক সিগন্যাল বাতির ক্ষেত্রে লাল বাতি কী নির্দেশ করে?    (জ্ঞান)
✅ থামা
[খ] অতি ধীরে চলা
[গ] চলতে থাকা
[ঘ] স্পিড বাড়ানো

৫৭. ফুটবল খেলার ক্ষেত্রে অনেক সময় ফাউল করলে খেলোয়াড় হুমড়ি খেয়ে পড়ে যান কিসের কারণে?    (অনুধাবন)
✅ জড়তা
[খ] ভর
[গ] বেগ
[ঘ] বল

৫৮. কোনটির জড়তা থাকে?    (অনুধাবন)
[ক] ভারী বস্তুর
[খ] হালকা বস্তুর
✅ সকল বস্তুর
[ঘ] গ্যাসীয় বস্তুর

৫৯. জড়তা নিচের কোন বিষয়ের ওপর নির্ভর করে?    (অনুধাবন)
[ক] বস্তুর আয়তন
✅ বস্তুর ভর
[গ] বস্তুর বেগ
[ঘ] পৃষ্ঠটান

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. জড়তা-    (অনুধাবন)
i. বস্তুর মৌলিক ধর্ম
ii. বস্তুর ভর পরিমাপক
iii. বল প্রয়োগে পরিবর্তিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. গতি জড়তার উদাহরণ-    (অনুধাবন)
i. সাইকেল চালানোর সময় প্যাডেল বন্ধ করলেও সাইকেল এগিয়ে যায়
ii. কোনো চলন্ত বাস থেকে নামার সময় পেছনের দিকে হেলে নামা
iii. পানিপূর্ণ কাপ হঠাৎ টানলে কিছু পানি পেছনের দিকে পড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩নং প্রশ্নের উত্তর দাও :
থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে রহমান সাহেব পেছনের দিকে হেলে পড়েন। আবার চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে তিনি সামনের দিকে ঝুঁকে পড়েন।

৬২. রহমান সাহেবের পেছনের দিকে হেলে পড়ার কারণ কী?    (প্রয়োগ)
✅ স্থিতি জড়তা
[খ] গতি জড়তা
[গ] খারাপ রাস্তা
[ঘ] শারীরিক দুর্বলতা

৬৩. চলন্ত গাড়িতে ব্রেক কষলে তিনি কী অনুভব করেন?    (প্রয়োগ)
[ক] স্থিতি জড়তা
[খ] স্থিতি
[গ] গতি
✅ গতি জড়তা

নিউটনের প্রথম সূত্র থেকে বলের গুণগত ধারণা
- পৃষ্ঠা : ১৫১-১৫২
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৪. যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কী বলে?    (জ্ঞান)
[ক] স্থির বস্তু
[খ] গতিশীল বস্তু
✅ বল
[ঘ] স্থিতি

৬৫. বল প্রয়োগের ফলে স্থির বস্তুর কী হয়?    (অনুধাবন)
✅ অবস্থানের পরিবর্তন ঘটে বা ঘটতে চায়
[খ] বল বাড়তে থাকে
[গ] বেগ বাড়তে থাকে
[ঘ] গতি লাভ হয়

৬৬. বলের প্রয়োগ দেখা যায় নিচের কোনটিতে?    (প্রয়োগ)
[ক] বিছানায় ঘুমিয়ে থাকলে
✅ সাইকেলের প্যাডলে চাপ দিলে
[গ] বসে টেলিভিশন দেখলে
[ঘ] বন্ধুর সাথে গল্প করলে

৬৭. বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। এই কিছু একটা কী?    (প্রয়োগ)
[ক] দ্রুতি
[খ] বেগ
[গ] ভর
✅ বল

৬৮. এক বালতি পানি বহন করতে রিমা বালতির হাতল ধরে বল প্রয়োগ করল। এটি কী ধরনের বল?    (প্রয়োগ)
✅ পেশিজ বল
[খ] ঘর্ষণ বল
[গ] মাধ্যাকর্ষণ বল
[ঘ] নিউক্লিয় বল

৬৯. বল নিচের ঘটনাগুলোর মধ্যে কোনটি ঘটাতে অক্ষম?    (উচ্চতর দক্ষতা)
[ক] একটি বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
✅ একটি বস্তুর একসাথে দুইবার দিক পরিবর্তন করতে পারে
[গ] একটি গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি করতে পারে
[ঘ] একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে

৭০. একটি নৌকা ঠেললে বা টানলে কখন গতিশীল হয়?    (অনুধাবন)
✅ যথেষ্ট বল প্রয়োগ করলে
[খ] স্পর্শ বল প্রয়োগ করলে
[গ] পেশিজ বল প্রয়োগ করলে
[ঘ] অভিকর্ষ বল প্রয়োগ করলে

৭১. বলের প্রভাবের সাথে অমিল প্রকাশ করে কোনটি?    (উচ্চতর দক্ষতা)
[ক] বল একটি বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
✅ বল একটি বস্তুতে শক্তির পরিমাণ প্রকাশ করতে পারে
[গ] বল একটি গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি করতে পারে
[ঘ] বল একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. নিউটনের গতি সূত্রসমূহের ক্ষেত্রে-    (অনুধাবন)
i. প্রথম সূত্র হলো দ্বিতীয় সূত্রের একটি বিশেষ রূপ
ii. দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন সম্ভব
iii. তৃতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন সম্ভব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৭৩ ও ৭৪নং প্রশ্নের উত্তর দাও :
৭৩. চিত্রের ছেলেটি নৌকার ওপর কী প্রয়োগ করে?    (প্রয়োগ)
[ক] বেগ
[খ] দ্রুতি
✅ বল
[ঘ] চাপ

৭৪. ছেলেটির ধাক্কার ফলে-    (উচ্চতর দক্ষতা)
i. নৌকাটি গতিশীল হতে চেষ্টা করবে
ii. যথেষ্ট বল প্রয়োগ হলে নৌকাটি গতিশীল হবে
iii. নৌকাটি নিজ অবস্থানে একেবারে স্থির থাকবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

বলের প্রকৃতি - পৃষ্ঠা : ১৫২-১৫৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৫. যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের ওপর ক্রিয়া করে তাকে কী ধরনের বল বলা হয়?    (জ্ঞান)
[ক] পেশিজ বল
[খ] ঘর্ষণ বল
✅ স্পর্শ বল
[ঘ] চৌম্বক বল

৭৬. স্পর্শ বল কত ধরনের হয়?    (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৭৭. দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের ওপর দিয়ে চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এ গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয়, তাকে কী বলা হয়?    (জ্ঞান)
[ক] বল
✅ ঘর্ষণ
[গ] ধাক্কা
[ঘ] চাপ

৭৮. দুটি বস্তুর স্পর্শতলে গতির বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে কী বলে?    (জ্ঞান)
[ক] পেশিজ বল
[খ] স্পর্শ বল
✅ ঘর্ষণ বল
[ঘ] অস্পর্শ বল

৭৯. ঘর্ষণ বল কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?    (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৮০. কোন বলের কারণে কাঠে পেরেক বা স্ক্রু আটকে থাকে?    (জ্ঞান)
[ক] স্পর্শ বল
[খ] পেশিজ বল
✅ ঘর্ষণ বল
[ঘ] অস্পর্শ বল

৮১. কোন বলের কারণে দড়িতে গিরো দেওয়া যায়?    (জ্ঞান)
[ক] অস্পর্শ বল
[খ] পেশিজ বল
[গ] স্পর্শ বল
✅ ঘর্ষণ বল

৮২. যন্ত্রপাতিকে ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে কোনটি রক্ষা করতে পারে?    (জ্ঞান)
[ক] বালি
[খ] ধাতব পদার্থ
✅ লুব্রিকেন্ট
[ঘ] কয়লা

৮৩. কোনো ভারী বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সহজ করার জন্য কী ব্যবহার করা হয়?    (জ্ঞান)
✅ রোলার
[খ] লুব্রিকেন্ট
[গ] হাতল
[ঘ] লিভার

৮৪. হাঁটার জন্য কোনটি বিশেষ প্রয়োজন?    (অনুধাবন)
[ক] বল
[খ] শক্তি
✅ ঘর্ষণ
[ঘ] দিক

৮৫. প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি কাকে বলা হয়?    (জ্ঞান)
[ক] চাপকে
[খ] ধাক্কাকে
[গ] বলকে
✅ ঘর্ষণকে

৮৬. যেসব বল বস্তুর ভৌত সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাদের কী বলা হয়?    (জ্ঞান)
[ক] স্পর্শ বল
✅ অস্পর্শ বল
[গ] পেশিজ বল
[ঘ] ঘর্ষণ বল

৮৭. কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে?    (জ্ঞান)
[ক] অভিকর্ষ বল
[খ] তাড়িত চৌম্বক বল
✅ মাধ্যাকর্ষণ বল
[ঘ] চৌম্বক বল

৮৮. এ মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে নিজের দিকে টানে কোন বলের প্রভাবে?    (জ্ঞান)
✅ মাধ্যাকর্ষণ বল
[খ] অভিকর্ষ বল
[গ] নিউক্লিয় বল
[ঘ] চৌম্বক বল

৮৯. কোন বলের প্রভাবে পৃথিবী সকল বস্তুকে এর নিজের দিকে টানে?    (জ্ঞান)
[ক] মাধ্যাকর্ষণ বল
✅ অভিকর্ষ বল
[গ] চৌম্বক বল
[ঘ] নিউক্লিয় বল

৯০. চুম্বক যেসব পদার্থকে আকর্ষণ করে তাদের কী বলা হয়?    (জ্ঞান)
[ক] আকর্ষণ বল
[খ] বিকর্ষণ বল
✅ চৌম্বক পদার্থ
[ঘ] নিউক্লিয় বল

৯১. কোনো চুম্বক অন্য কোনো চৌম্বক পদার্থে যে বল প্রয়োগ করে তাকে কী বলে?    (জ্ঞান)
[ক] বিকর্ষণ বল
[খ] আকর্ষণ বল
[গ] তাড়িত চৌম্বক বল
✅ চৌম্বক বল

৯২. দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে কী বলে?    (জ্ঞান)
✅ তাড়িত চৌম্বক বল
[খ] দুর্বল নিউক্লিয় বল
[গ] শক্তিশালী নিউক্লিয় বল
[ঘ] মাধ্যাকর্ষণ বল

৯৩. কোন বলের প্রভাবে পরমাণু গঠিত হয়?    (জ্ঞান)
[ক] শক্তিশালী নিউক্লিয় বল
[খ] মাধ্যাকর্ষণ বল
[গ] অস্পর্শ বল
✅ তাড়িত চৌম্বক বল

৯৪. কোন বল তাড়িত চৌম্বক বলের চেয়ে ১০¹⁰ গুণ দুর্বল?    (জ্ঞান)
[ক] চৌম্বক বল
✅ দুর্বল নিউক্লিয় বল
[গ] ঘর্ষণ বল
[ঘ] পেশিজ বল

৯৫. মৌল কণিকা লেপটন ও হার্ডনের ক্ষয়প্রাপ্তিতে কোন বল কাজ করে?    (জ্ঞান)
[ক] শক্তিশালী নিউক্লিয় বল
[খ] তাড়িত চৌম্বক বল
✅ দুর্বল নিউক্লিয় বল
[ঘ] চৌম্বক বল

৯৬. কোনো কণিকা ও নিউক্লিয়াসের বিটাক্ষয়ের জন্য কোন বল দায়ী?    (জ্ঞান)
[ক] তাড়িত চৌম্বক বল
✅ দুর্বল নিউক্লিয় বল
[গ] চৌম্বক বল
[ঘ] শক্তিশালী নিউক্লিয় বল

৯৭. নিউট্রন কোথায় অবস্থান করে?    (জ্ঞান)
✅ পরমাণুর নিউক্লিয়াসে
[খ] পরমাণুর চতুর্দিকে ঘূর্ণায়মান
[গ] পরমাণুর ফাঁকা স্থানে
[ঘ] পরমাণুর বাইরে

৯৮. যেসব সূক্ষ কণিকা দিয়ে পরমাণু গঠিত, তাদের কী বলা হয়?    (জ্ঞান)
[ক] অণু
[খ] পরমাণু
✅ মৌলিক কণিকা
[ঘ] যৌগিক কণিকা

৯৯. কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান?    (জ্ঞান)
[ক] প্রোটন
[খ] নিউট্রন
[গ] পজিট্রন
✅ ইলেকট্রন

১০০. প্রোটন ও নিউট্রন যে বল দ্বারা নিউক্লিয়াসে আটকে থাকে তাকে কী বলে?    (জ্ঞান)
✅ নিউক্লিয় বল
[খ] ভ্যান্ডারওয়ালস বল
[গ] মহাজাগতিক বল
[ঘ] অভিকর্ষ বল

১০১. তাড়িত চৌম্বক বলের চেয়ে ১০০ গুণ শক্তিশালী বল কোনটি?    (অনুধাবন)
[ক] চৌম্বক বল
✅ নিউক্লিয় বল
[গ] অভিকর্ষ বল
[ঘ] মাধ্যাকর্ষণ বল
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide