SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৪ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ফিন্যান্স ও ব্যাংকিং
চতুর্থ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-04
Finance and Banking
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. অফিস খরচ, বিমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়?
[ক] আর্থিক ক্ষতি
[খ] মূলধনের স্বল্পতা
✅ ব্যবসায়িক ঝুঁকি
[ঘ] মুনাফার অনিশ্চয়তা

২. কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
✅ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
[খ] পরিকল্পনা প্রণয়নে
[গ] পরিচালনার ক্ষেত্রে
[ঘ] মূলধন সংগ্রহে

৩. ঝুঁকির পরিমাপ করা হয়-
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে
ii. সঠিক পরিকল্পনার মাধ্যমে
iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

ভূমিকা : পৃষ্ঠা - ৩৭

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪. ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায় প্রতিষ্ঠানকে কী অর্জনে বাধা দেয়? (জ্ঞান)
[ক] মুনাফা
✅ লক্ষ্য
[গ] সমৃদ্ধি
[ঘ] সুনাম

৫. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের বিচ্যুতি থেকে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] মুনাফা
[ঘ] ক্ষতি

৬. কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] আয়
[খ] ব্যয়
[গ] মুনাফা
✅ অনিশ্চয়তা

৭. অনিশ্চয়তার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল কিরূপ হয়? (অনুধাবন)
[ক] প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম
[খ] প্রত্যাশিত ফলাফলের চেয়ে বেশি
[গ] প্রত্যাশিত ফলাফলের সমান
✅ প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি

৮. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ক্ষতি
[খ] অনিশ্চয়তা
✅ ঝুঁকি
[ঘ] লাভ

৯. প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে? (জ্ঞান)
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] দুর্ঘটনা
[ঘ] অপ্রত্যাশিত ঘটনা

১০. নাসা গ্রুপ আশা করেছিল ২০১৪ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] অনিশ্চয়তার উৎস
✅ ঝুঁকির উৎস
[গ] নিট ক্ষতি
[ঘ] নিট ব্যবধান

১১. প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় বেশি হলে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] সন্দেহ
[ঘ] ঝুঁকি

১২. অপূর্ব চন্দ্র তার কারখানা থেকে ১৫% মুনাফা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বছর শেষে তিনি ২০% মুনাফা পেলেন। তার ঝুঁকির পরিমাণ কত? (প্রয়োগ)
✅ ৫%
[খ] ১৫%
[গ] ২০%
[ঘ] ২৫%

১৩. একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ প্রকল্প থেকে ১০% মুনাফা প্রত্যাশা করেছিলেন কিন্তু বছর শেষে ১৫% মুনাফা পেলেন। অতিরিক্ত ৫% মুনাফা ঝুঁকি হিসেবে গণ্য হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যবধানটা অনেক বেশি
[খ] তার আয়কর বৃদ্ধি পাবে
[গ] ভবিষ্যতে এটা নাও পেতে পারেন
✅ বিচ্যুতির কারণ তার নিকট অজানা

১৪. সাইফুল ইসলাম কাজল তার বিনিয়োগ থেকে গত তিন বছর যথাক্রমে ৫%, ৭% ও ১১% হারে মুনাফা পেয়েছেন। তার গড় মুনাফা কত? (প্রয়োগ)
[ক] ৫%
[খ] ৭%
✅ ৭.৬৭%
[ঘ] ১১%

১৫. মিনহাজ তার তিনটি বিনিয়োগ প্রকল্প থেকে যথাক্রমে ২৭%, ১৪% ও ২০% মুনাফা পেলেন। তার গড় মুনাফা কত? (প্রয়োগ)
[ক] ১৪%
[খ] ১৯.২৫%
[গ] ২০%
✅ ২০.৩৩%

১৬. নিলয়, নাহার গ্রুপের ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন। তিনি তিন বছরে যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছেন। এখানে নিলয়ের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি? (প্রয়োগ)
[ক] ঝুঁকিমুক্ত বিনিয়োগ
✅ ঝুঁকিযুক্ত বিনিয়োগ
[গ] লাভজনক বিনিয়োগ
[ঘ] ব্যবসায়িক বিনিয়োগ

১৭. আয়ের উত্থান-পতন কিসের ধারণা? (জ্ঞান)
[ক] মুনাফা
[খ] ক্ষতির
✅ ঝুঁকির
[ঘ] ব্যয়ের

১৮. আয়ের উত্থান পতন বেশি হলে কোনটি ঘটে থাকে? (অনুধাবন)
✅ ঝুঁকির পরিমাণ বৃদ্ধি
[খ] ঝুঁকির পরিমাণ হ্রাস
[গ] অনিশ্চয়তার পরিমাণ বৃদ্ধি
[ঘ] অনিশ্চয়তার পরিমাণ হ্রাস

১৯. ঝুঁকির একটি অন্যতম ধারণা কোনটি হতে পারে? (অনুধাবন)
[ক] অর্থের স্বল্পতা
[খ] অর্থের প্রাচুর্যতা
✅ আয়ের উত্থান পতন
[ঘ] আয়ের ক্রমাগত বৃদ্ধি

২০. ঝুঁকির একটি ধারণা হলো আয়ের উত্থান-পতন। এই ধারণা অনুযায়ী নিচের কোনটি হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] আয় সবসময় সমান থাকায় ঝুঁকিও অপরিবর্তিত থাকে
[খ] আয়ের উত্থান-পতন থেকে ঝুঁকি অনুমান করা যায় না
✅ আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকি তত বৃদ্ধি পাবে
[ঘ] আয়ের কম উত্থান-পতন অধিক ঝুঁকি নির্দেশ করে

২১. আয়ের উত্থান-পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কিরূপ? (অনুধাবন)
[ক] আয় সব সময় সমান থাকে বলে ঝুঁকিও সমান হয়
[খ] আয়ের উত্থান-পতন হলেও তা ঝুঁকি নির্দেশ করে না
✅ আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকিও তত বেশি
[ঘ] আয়ের উত্থান-পতন কম হলে ঝুঁকির পরিমাণ বেশি হয়

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২. ঝুঁকি ও অনিশ্চিয়তা সম্পর্কে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ঝুঁকি ও অনিশ্চয়তা লক্ষ্য অর্জনে বাধা দেয়
ii. অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশ হলো ঝুঁকি
iii. বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি ও অনিশ্চয়তা কমানো যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে- (অনুধাবন)
i. গরমিল
ii. বিচ্যুতি
iii. অনিশ্চয়তা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো- (অনুধাবন)
i. বিক্রয় পরিমাণ পরিবর্তন
ii. উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন
iii. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫. অনিশ্চয়তার উদাহরণ হলো- (অনুধাবন)
i. পণ্যের আশানুরূপ বিক্রয় হবে কিনা
ii. প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা
iii. পণ্য উৎপাদনে যাবে কিনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়- (অনুধাবন)
i. সম্ভাব্য মুনাফার হার
ii. অনিশ্চয়তার সম্ভাবনা
iii. প্রত্যাশিত নগদ প্রবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. একজন বিনিয়োগকারীর অনিশ্চয়তা হলো- (অনুধাবন)
i. শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা
ii. প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা
iii. বিনিয়োগ করলে ঠিক হবে কিনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. চাঁদনী কোম্পানি আশা করেছে আগামী বছর ২০% নিট মুনাফা লাভ করবে কিন্তু প্রকৃত লাভ হলো ১৫%। এখানে- (প্রয়োগ)
i. ঝুঁকি বিদ্যমান
ii. ৫% বিচ্যুতি ঝুঁকির উৎস
iii. অনিশ্চয়তা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন- (অনুধাবন)
i. আয়ের উত্থান বেশি হয়
ii. আয়ের পতন বেশি হয়
iii. আয় স্থিতিশীল থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. ব্যবসায় প্রতিষ্ঠান অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে পারে- (অনুধাবন)
i. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার-বিশ্লেষণ করে
ii. বিশ্লেষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে
iii. প্রতিষ্ঠানে দক্ষ, সৎ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. রাতুল বাবু তার ব্যবসায় প্রতিষ্ঠান হতে ২৫% মুনাফা আশা করছেন। প্রত্যাশিত মুনাফা অর্জনে তার করণীয় হলো- (প্রয়োগ)
i. ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করা
ii. প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করা
iii. ঝুঁকি মোকাবিলার জন্য সম্ভাব্য কৌশল নির্ধারণ করা

নিচের কোন+টি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. আশরাফুল আশা করেছিলেন তার ব্যবসায় প্রতিষ্ঠান হতে মুনাফা বাবদ ২০% আয় উপার্জনে সক্ষম হবেন কিন্তু প্রকৃত আয় হলো ১৫%। এতে সৃষ্টি হয়েছে- (প্রয়োগ)
i. অনিশ্চয়তা
ii. বিচ্যুতি
iii. ঝুঁকি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
দুটি বিনিয়োগের প্রথমটি থেকে গত তিন বছরে ১০% হারে মুনাফা হয়েছে দ্বিতীয়টি থেকে যথাক্রমে ৫%, ১০% ও ১৫% মুনাফা হয়েছে। বিনিয়োগ দুটির অর্জিত মুনাফার গড় সমান।

৩৩. উদ্দীপকের প্রথম বিনিয়োগটি কী ধরনের? (প্রয়োগ)
✅ ঝুঁকিমুক্ত
[খ] ঝুঁকিযুক্ত
[গ] ঝুঁকিপূর্ণ
[ঘ] অনিশ্চয়তাপূর্ণ

৩৪. দ্বিতীয় বিনিয়োগটিতে বেশি ঝুঁকি থাকার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] যেকোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে
✅ যত বেশি উত্থান-পতন তত বেশি ঝুঁকি
[গ] বেশি লাভজনক
[ঘ] আগামী বছর মুনাফা বেশি হবে

ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য : পৃষ্ঠা - ৩৮

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫. খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে কী বলে? (জ্ঞান)
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] সম্ভাবনা
[ঘ] দুর্ঘটনা

৩৬. অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে মূল পার্থক্য কোনটি? (অনুধাবন)
[ক] অনিশ্চয়তা ব্যয় এবং ঝুঁকি আয়ের সাথে সম্পৃক্ত
[খ] অনিশ্চয়তা নিয়ন্ত্রণযোগ্য কিন্তু ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য নয়
[গ] অনিশ্চয়তা ব্যবসায়িক ক্ষতি কিন্তু ঝুঁকি ক্ষতির সম্ভাবনা
✅ অনিশ্চয়তা অপরিমাপযোগ্য কিন্তু ঝুঁকি পরিমাপযোগ্য

৩৭. বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়। এর জন্য যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
✅ ঝুঁকি অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশ
[খ] ঝুঁকি অনিশ্চয়তার অপরিমাপযোগ্য অংশ
[গ] ঝুঁকি ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা রয়েছে
[ঘ] ঝুঁকি ও অনিশ্চয়তা একে অপরের বিপরীত

৩৮. অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হলেও অনিশ্চয়তা ও ঝুঁকি এক নয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ ঝুঁকি হলো অনিশ্চয়তার শুধু পরিমাপযোগ্য অংশটুকু
[খ] ঝুঁকির কারণে ক্ষতির সম্ভাবনা থাকলেও অনিশ্চয়তায় তা নেই
[গ] অনিশ্চয়তা লক্ষ অর্জনে বাধা দেয় কিন্তু ঝুঁকি সহায়তা করে
[ঘ] অনিশ্চয়তা পরিমাপযোগ্য কিন্তু ঝুঁকি পরিমাপযোগ্য নয়

৩৯. অনিশ্চয়তাকে কমানো বা পরিহার করা যায় না কেন? (অনুধাবন)
[ক] সঠিক কৌশল উদ্ভাবন না হওয়ায়
✅ অনিশ্চয়তা পরিমাপযোগ্য না হওয়ায়
[গ] অনিশ্চয়তাকে পূর্ব থেকে অনুমান করতে না পারায়
[ঘ] অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে পার্থক্য থাকায়

৪০. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কোনটির পরিমাণ কমানো যায়? (জ্ঞান)
[ক] ক্ষতি
[খ] অনিশ্চয়তা
✅ ঝুঁকি
[ঘ] দুর্ঘটনা

৪১. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কী করা যায়? (জ্ঞান)
[ক] অনিশ্চয়তাকে পরিমাপ
[খ] অনিশ্চয়তাকে পরিহার
✅ ঝুঁকির পরিমাণ কমানো
[ঘ] ঝুঁকিকে পুরোপুরিভাবে পরিহার

৪২. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কিসের পরিমাণকে কমানো বা পরিহার করা যায় না? (জ্ঞান)
[ক] ক্ষতির
✅ অনিশ্চয়তার
[গ] ঝুঁকির
[ঘ] বিপদের

৪৩. অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না কেন? (অনুধাবন)
[ক] এটাকে ইচ্ছা করলে পরিহার করা যায়
[খ] বিভিন্ন কৌশল অবলম্বন করে এটার পরিমাণ কমানো যায়
✅ এটা ইচ্ছা করলেই পরিহার বা কমানো যায় না
[ঘ] ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে

৪৪. কোনটি অনিশ্চয়তার উদাহরণ? (অনুধাবন)
✅ কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে
[খ] কোম্পানির বিক্রয় কমে যেতে পারে
[গ] শেয়ারের মূল্য কমে যেতে পারে
[ঘ] মুনাফার পরিমাণ বৃদ্ধি পেতে পারে

৪৫. আগামী বছরের কোম্পানির বিক্রয় কমে যাওয়ার সম্ভাবনার ঝুঁকি কীভাবে কমানো যায়? (অনুধাবন)
[ক] উৎপাদন বাড়িয়ে
[খ] ভোক্তাদের ক্রয় করতে বাধ্য করে
✅ অগ্রিম বিক্রয় করে
[ঘ] দাম বাড়িয়ে দিয়ে

৪৬. নিলা গ্রুপ প্রায় ১০ বছর ধরে তাদের উৎপাদিত নিরমা সাবানটি সুনামের সাথে বিক্রয় করছে। এ বছর সাগর নামক একটি গ্রুপ একই ধরনের পণ্য ব্যাপক বিজ্ঞাপনের সাহায্যে বিক্রয় শুরু করেছে। এজন্য নিলা গ্রুপটি তাদের পণ্যটি নিয়ে উদ্বিগ্ন। এখানে নিলা গ্রুপটির জন্য ঝুঁকি বলা যায় কোন ঘটনাকে? (প্রয়োগ)
[ক] তাদের পণ্যটির মূল্য কমে যাওয়া
✅ তাদের বিক্রয় কমে যাওয়া
[গ] পণ্যটির মান খারাপ হয়ে যাওয়া
[ঘ] আগামী বছর পণ্যটির বিক্রয় বন্ধ হয়ে যাওয়া

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৭. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য হলো- (অনুধাবন)
i. সব অনিশ্চয়তা ঝুঁকি নয়
ii. ঝুঁকি পরিমাপযোগ্য
iii. অনিশ্চয়তার কারণ অজানা থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো যায়- (অনুধাবন)
i. ঝুঁকির পরিমাণ
ii. অনিশ্চয়তার পরিমাণ
iii. সম্ভাব্য ক্ষতির পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. অনিশ্চয়তার কারণ- (অনুধাবন)
i. পরিকল্পনার দুর্বলতা
ii. ভবিষ্যৎ সম্ভাব্য ঘটনা বিশ্লেষণ না করা
iii. পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫০. বিনিয়োগকারীর বিনিয়োগ সংশ্লিষ্ট ঝুঁকি- (অনুধাবন)
i. হ্রাসযোগ্য
ii. পরিমাপযোগ্য
iii. পরিহারযোগ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ইকরামুল হোসেন একজন চাল ব্যবসায়ী। গত বছর তিনি তার ব্যবসা হতে ২৫% মুনাফা লাভ করেছেন। এই বছরও তিনি অনুরূপ মুনাফা আশা করেছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তিনি তার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হন। এই বছর তিনি মাত্র ১০% মুনাফা লাভ কতে সক্ষম হন।

৫১. জনাব ইকরামুল হোসেনের আয়ের গড় কত? (প্রয়োগ)
[ক] ১০%
[খ] ২৫%
১৭.৫%
[ঘ] ২০.৫%

৫২. জনাব ইকরামুল তার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য- (উচ্চতর দক্ষতা)
i. ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পরিবর্তন করবেন
ii. প্রতিষ্ঠানের ঝুঁকির উৎস ও শ্রেণি খুঁজে বের করবেন
iii. ঝুঁকি মোকাবিলায় সম্ভাব্য কৌশল নির্ধারণ করবেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

ঝুঁকির উৎস : পৃষ্ঠা - ৩৮

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৩. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কী জড়িত থাকে? (জ্ঞান)
✅ ঝুঁকি
[খ] বিনিয়োগ
[গ] অর্থ
[ঘ] মুনাফা

৫৪. কিসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়? (অনুধাবন)
[ক] ভাগ্যের
[খ] মুনাফার
[গ] অনিশ্চয়তার
✅ ঝুঁকির

৫৫. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৫৬. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস? (জ্ঞান)
[ক] তারল্য ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
[ঘ] ব্যবসায়িক ঝুঁকি

৫৭. পরিচালন ব্যয় কোনটি? (জ্ঞান)
✅ কাঁচামাল ক্রয়
[খ] পুরাতন গাড়ি মেরামত করা
[গ] অবচয়
[ঘ] আয়কর

৫৮. খরচ পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] আর্থিক ঝুঁকি
[খ] তারল্য ঝুঁকি
✅ ব্যবসায়িক ঝুঁকি
[ঘ] সুদ হারের ঝুঁকি

৫৯. পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] অনিশ্চয়তা
[খ] ব্যবসায়িক অক্ষমতা
✅ ব্যবসায়িক ঝুঁকি
[ঘ] তারল্য ঝুঁকি

৬০. ব্যবসায়িক ঝুঁকির উৎস কোনটি? (অনুধাবন)
[ক] সুদের হার পরিবর্তন
[খ] বহিস্থ তহবিলের ব্যবহার
✅ বিক্রয় আয়ে অস্থিতিশীলতা
[ঘ] বিনিয়োগকে নগদায়নে রূপান্তরের সমস্যা

৬১. পরিচালন ব্যয়ে কোন খরচ বেশি হলে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] চলতি খরচ
✅ স্থায়ী খরচ
[গ] মোট খরচ
[ঘ] প্রত্যক্ষ খরচ

৬২. কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করলে মুনাফাসংক্রান্ত অনিশ্চয়তা সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ অভ্যন্তরীণ উৎস
[খ] বহিস্থ উৎস
[গ] স্বল্পমেয়াদি উৎস
[ঘ] দীর্ঘমেয়াদি উৎস

৬৩. বহিস্থ উৎস থেকে অর্থায়ন করলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
[ঘ] সুদ হারের ঝুঁকি

৬৪. কিসের সুদ প্রদান করা বাধ্যতামূলক? (জ্ঞান)
[ক] অভ্যন্তরীণ তহবিলের
✅ ঋণ মূলধনের
[গ] শেয়ার বিক্রয়লব্ধ অর্থের
[ঘ] অবণ্টিত মুনাফার

৬৫. যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ ঋণ মূলধনের সুদ প্রদান করা বাধ্যতামূলক
[খ] ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক নয়
[গ] ঋণ মূলধন ব্যবসায়ের জন্য অমঙ্গলজনক
[ঘ] ঋণ মূলধনের স্থায়িত্ব শেয়ার মূলধন থেকে বেশি

৬৬. প্রতিষ্ঠানের ঋণ মূলধনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ার যুক্তিযুক্ত কারণ কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] মুনাফা বণ্টন বাধ্যতামূলক
✅ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক
[গ] ঋণ মূলধনের জন্য সঞ্চিতি রাখা বাধ্যতামূলক
[ঘ] সুদের হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়

৬৭. বিনিয়োগ সহজে এবং যুক্তিসংগত মূল্যে বিক্রি করতে না পারলে কোন ঝুঁকি সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
✅ তারল্য ঝুঁকি

৬৮. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়? (অনুধাবন)
[ক] প্রতিষ্ঠান পরিচালনা
[খ] মুনাফা অর্জন
✅ মুনাফা বণ্টন
[ঘ] অর্থায়নের নিরাপত্তা

৬৯. অভ্যন্তরীণ উৎস থেকে সম্পূর্ণ তহবিল সংগ্রহ করা হলে নিচের কোনটি হয়? (অনুধাবন)
✅ মুনাফাসংক্রান্ত অনিশ্চয়তা
[খ] সুদ প্রদানে বাধ্যবাধকতা
[গ] বিনিয়োগে অসুবিধা
[ঘ] দেউলিয়া হওয়ার সম্ভাবনা

৭০. কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হওয়ার সম্ভাবনা থাকে? (জ্ঞান)
[ক] তারল্য ঝুঁকি
[খ] ব্যবসায়িক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি

৭১. কীভাবে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে
✅ দায় পরিশোধের অক্ষমতা থেকে
[গ] অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করলে
[ঘ] ঋণ গ্রহণ থেকে বিরত থাকলে

৭২. রিলাক্স গ্রুপ ৫ বছর আগে বাজারে বন্ড ছেড়ে মূলধন হিসেবে ৩০ লাখ টাকা সংগ্রহ করেছিল। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির ব্যবসায় ভালো না হওয়ায় বন্ডসহ ব্যাংক থেকে গৃহীত ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছে। এক্ষেত্রে রিলাক্স গ্রুপ কোন ধরনের ঝুঁকির মধ্যে আছে? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
[ঘ] সুদ হারের ঝুঁকি

৭৩. কোন তহবিল উৎস ব্যবহারে দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে? (জ্ঞান)
[ক] অভ্যন্তরীণ উৎস
✅ বহিস্থ উৎস
[গ] স্বল্পমেয়াদি উৎস
[ঘ] অপ্রাতিষ্ঠানিক উৎস

৭৪. রিফাত গ্রুপ বহিস্থ উৎস হতে তহবিল সংগ্রহ করে ব্যবসায় শুরু করেছিল। কিন্তু কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারায় সে ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ে। রিফাত গ্রুপ কোন ধরনের ঝুঁকির মধ্যে আছে? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
[ঘ] তারল্য ঝুঁকি

৭৫. লিমন যদি তার ব্যবসায়ের অর্থায়নে কোনো বহিস্থ উৎস ব্যবহার না করে তাহলে তার ব্যবসায়ে নিচের কোন ঝুঁকিটি সৃষ্টি হবে না? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
[ঘ] সুদ হারের ঝুঁকি

৭৬. জনাব আবিদের ব্যবসায়ে সম্প্রতি আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে তার সম্পর্কে কোন তথ্যটি অধিক যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
[ক] তিনি তার পরিচালনা ব্যয় পরিশোধে অক্ষম
✅ তিনি তার ঋণ ও ঋণের সুদ পরিশোধে অক্ষম
[গ] তিনি অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন করেছেন
[ঘ] তিনি বহিস্থ উৎসের ব্যবহার থেকে বিরত রয়েছেন

৭৭. বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কয় ধরনের ঝুঁকি পরিলক্ষিত হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৭৮. কিসের পরিবর্তনের সাথে বিনিয়োগ মূল্য ওঠা নামা করে? (জ্ঞান)
[ক] ঋণের পরিমাণ
[খ] মুনাফার হার
✅ সুদের হার
[ঘ] সময়

৭৯. সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে কী বলে? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
✅ সুদ হারের ঝুঁকি

৮০. সুদের হার বাড়লে কিসের মূল্য কমে? (জ্ঞান)
[ক] শেয়ারের ক্রয়মূল্য
[খ] শেয়ারের বাজারমূল্য
[গ] বিনিয়োগের ক্রয়মূল্য
✅ বিনিয়োগের বাজারমূল্য

৮১. সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্যে কিরূপ প্রভাব পড়ে? (অনুধাবন)
[ক] বাজারমূল্য কমে যায়
✅ বাজারমূল্য বেড়ে যায়
[গ] বাজারমূল্য স্থিতিশীল থাকে
[ঘ] বাজারমূল্য অপরিবর্তিত থাকে

৮২. সম্প্রতি প্রাইম ব্যাংক বেশ কিছু বন্ড ছাড়ার ঘোষণা দিলে ইকবাল ৫০ হাজার টাকার বন্ড ক্রয় করে। এক মাস পরই বন্ডের সুদের হার বেড়ে গেলে ইকবাল এখন তার বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন। ইকবালের উদ্বিগ্ন হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বিনিয়োগকৃত অর্থ নগদ অর্থে রূপান্তর করা কঠিন হবে
[খ] কোম্পানির আর্থিক অবস্থা খারাপ
[গ] তিনি তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছে
✅ তার বিনিয়োগের মূল্য কমে গেছে

৮৩. বিনিয়োগকে কীভাবে নগদায়ন করা যায়? (অনুধাবন)
[ক] আমানত হিসেবে জমা দিয়ে
[খ] বাণিজ্যিক ব্যাংকে বাট্টা করে
[গ] কোম্পানির নিকট ফেরত দিয়ে
✅ মাধ্যমিক মূলধন বাজারে বিক্রি করে

৮৪. তারল্য ঝুঁকি কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] সুদের হারের ওপর
[খ] বিনিয়োগের মূল্য কমে যাওয়ার ওপর
✅ বিনিয়োগের নগদায়নের ওপর
[ঘ] অর্থ সরবরাহকারীদের ওপর

৮৫. জনাব রায়হান আর্থিক সংকটের কারণে তার ক্রয়কৃত ১০ লক্ষ টাকার ডিবেঞ্চার বিক্রয় করতে চাইছেন কিন্তু ক্রেতা না পাওয়ায় তিনি তা বিক্রি করতে পারছেন না। তিনি কোন ধরনের ঝুঁকির মধ্যে আছেন? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
✅ তারল্য ঝুঁকি

৮৬. শেয়ার, বন্ড, ডিবেঞ্চার কোথায় বিক্রয় হয়? (অনুধাবন)
[ক] অর্থবাজারে
✅ পুঁজিবাজারে
[গ] কাঁচাবাজারে
[ঘ] কক্সবাজারে

৮৭. একমালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি বেশি থাকে? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ তারল্য ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
[ঘ] আর্থিক ঝুঁকি

৮৮. শেয়ার বাজারে কোনটির ক্রেতা সহজে পাওয়া যায়? (জ্ঞান)
[ক] বোনাস শেয়ারের
[খ] বন্ডের
[গ] ডিবেঞ্চারের
✅ সাধারণ শেয়ারের

৮৯. মিঠু সম্প্রতি একটি ফ্যাশন হাউজ খোলার সিদ্ধান্ত নিল। এর প্রেক্ষিতে তার কাছে থাকা ২০ লাখ টাকার বন্ড ও ডিবেঞ্চার বিক্রয় করতে গেলে সে ক্রেতা সংকটে পড়ে। মিঠু কোন ধরনের ঝুঁকির আওতায় আছে? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] সুদের হারের ঝুঁকি
✅ তারল্য ঝুঁকি

৯০. কোনটিতে বিনিয়োগ করলে তারল্য ঝুঁকি কম থাকে? (জ্ঞান)
[ক] বন্ড
[খ] ডিবেঞ্চার
✅ শেয়ার
[ঘ] ঋণপত্র

৯১. কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তারল্য ঝুঁকি তুলনামূলকভাবে কম কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি অনেক বেশি
[খ] এর সম্পত্তি খুব তাড়াতাড়ি বিক্রয় করা যায়
[গ] বেশি বেশি লভ্যাংশ পাওয়া যায়
✅ মূলধন বাজারে গিয়ে যখন ইচ্ছে শেয়ার বিক্রয় করা যায়

৯২. কোনটি মূলধন বাজার? (অনুধাবন)
[ক] ব্যাংক
✅ ঢাকা স্টক এক্সচেঞ্জ
[গ] কক্সবাজার
[ঘ] লালমনিরহাট

৯৩. মূলধন বাজারে কোনটি বিক্রয় করা হয়? (অনুধাবন)
[ক] পণ্য
✅ শেয়ার
[গ] ডলার
[ঘ] টাকা-পয়সা

৯৪. ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবিলা করে? (সকল বোর্ড ’১৫)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
✅ সুদের হারের ঝুঁকি
[ঘ] তারল্য ঝুঁকি

৯৫. ব্যবসায় প্রতিষ্ঠানকে কিসের ব্যবস্থাপনা করতে হয়? (জ্ঞান)
[ক] অনিশ্চয়তার
✅ ঝুঁকির
[গ] নিশ্চয়তার
[ঘ] মুনাফার

৯৬. জনাব মাহবুব নিজস্ব তহবিল বিনিয়োগ করে একটি আসবাবপত্র বিক্রয়ের দোকান দিলেন। নিচের কোন ঝুঁকিটি মোকাবিলা করতে হবে? (প্রয়োগ)
✅ ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
[ঘ] সুদ হারের ঝুঁকি

৯৭. বিমল বাবু বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হবে আশা করে অধিক পরিমাণ ছাতা প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু বর্ষাকালে তেমন বৃষ্টিপাত না হওয়ায় ছাতার চাহিদা কমে যায় এবং তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিমল বাবু কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে? (প্রয়োগ)
✅ ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
[ঘ] সুদের হার ঝুঁকি

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৮. ইয়াসিন আলী একজন পরিবহন ব্যবসায়ী। তার বন্ধু মিম সাহেব বললেন এ ব্যবসায়ের পরিচালনা ব্যয় নিয়ে অনেক সতর্ক থাকতে। কারণ ইয়াসিন আলীর জন্য ব্যবসায়িক ঝুঁকি হতে পারে- (প্রয়োগ)
i. বিমা খরচ পরিশোধের অক্ষমতা
ii. ভবিষ্যৎ দায় পরিশোধের অক্ষমতা
iii. কর্মীদের বেতন প্রদানের অক্ষমতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. কোনো কোম্পানির পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে- (অনুধাবন)
i. বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
ii. পরিচালনা খরচের মিশ্রনের ওপর
iii. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচ হলো- (অনুধাবন)
i. আপ্যায়ন খরচ
ii. অফিস ভাড়া
iii. বিমা সেলামি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. ব্যবসায়িক ঝুঁকি ঘটার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সম্পূর্ণ অভ্যন্তরীণ তহবিল ব্যবহার করা
ii. পরিচালনা ব্যয় মেটানোর অক্ষমতা
iii. বহিস্থ অর্থায়নে ব্যবসায় পরিচালনা করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০২. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো- (অনুধাবন)
i. শ্রমিকের বেতন
ii. বিক্রয়মূল্য পরিবর্তন
iii. উৎপাদন উপকরণের মূল্য পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৩. কোম্পানির দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে- (অনুধাবন)
i. দায় পরিশোধের অক্ষমতা দেখা দিলে
ii. দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে
iii. ঋণ সরবরাহকারী আইনের আশ্রয় গ্রহণ করলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৪. তারল্য ঝুঁকি নির্ভর করে- (অনুধাবন)
i. বিনিয়োগের নগদায়নের জটিলতার ওপর
ii. বিনিয়োগকৃত অর্থের পরিমাণের ওপর
iii. শেয়ার বাজারের আকার ও কাঠামোর ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. সুদ হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়- (অনুধাবন)
i. বন্ডে বিনিয়োগকারীকে
ii. ডিবেঞ্চারে বিনিয়োগকারীকে
iii. শেয়ারে বিনিয়োগকারীকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. নগদ অর্থে রূপান্তর করা কঠিন হয়- (অনুধাবন)
i. শেয়ারকে
ii. বন্ডকে
iii. ডিবেঞ্চারকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. বন্ড ও ডিবেঞ্চারের মালিকগণ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বন্ড-ডিবেঞ্চারের ক্রেতা সহজে পাওয়া যায় না
ii. যুক্তিসংগত মূল্যে বন্ড-ডিবেঞ্চার বিক্রয় করা কষ্টসাধ্য
iii. বন্ড-ডিবেঞ্চারের মূল্য সুদের হার ওঠানামার ওপর নির্ভরশীল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের উদ্দীপকটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
ইরফান কোম্পানি ১৫% হারে ৫০ লাখ টাকার ৫ বছর মেয়াদি বন্ড বিক্রয় করে। ফলে তার সুদ প্রদান করতে গিয়ে নিট মুনাফা কমে যাচ্ছে।

১০৮. ইরফান কোম্পানিকে প্রতি বছর সুদ বাবদ কত পরিশোধ করতে হয়? (প্রয়োগ)
✅ ৭,৫০,০০০ টাকা
[খ] ৩৭,৯৬,৮৭৫ টাকা
[গ] ৩,৭৫,০০০ টাকা
[ঘ] ৪,০০,০০০ টাকা

১০৯. নিট মুনাফার পরিমাণ কমে যাওয়ার পেছনে কোন কারণ সবচেয়ে বেশি দায়ী? (উচ্চতর দক্ষতা)
[ক] পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা
[খ] অপর্যাপ্ত নগদ প্রবাহ
✅ বেশি পরিমাণে সুদ প্রদান
[ঘ] দায় পরিশোধে অক্ষমতা

নিচের উদ্দীপকটি পড়ে ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দাও :
মেহেদি হাসান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন। তিনি বেক্সিমকো কোম্পানির শেয়ার ক্রয় করেন আবার অন্যদিকে আইসিবি’র মিউচুয়াল ফান্ড ক্রয় করেন। এছাড়া তিনি একটা অংশীদারি কারবারেও বিনিয়োগ করেছেন। বর্তমানে শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ থাকায় তিনি ঋণের সুদ প্রদান করতে একটু হিমশিম খাচ্ছেন।

১১০. জনাব মেহেদি হাসান বর্তমানে তারল্য ঝুঁকির পাশাপাশি কোন ঝুঁকিটির সম্মুখীন হয়েছে? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] সুদের হার ঝুঁকি
[ঘ] শুধু তারল্য ঝুঁকি

১১১. শেয়ারবাজার হলো- (উচ্চতর দক্ষতা)
i. পুঁজিবাজার
ii. ঢাকা স্টক এক্সচেঞ্জ
iii. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
সুমন শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী। তিনি প্রচুর পরিমাণে শেয়ার, মিউচুয়্যাল ফান্ড ও বন্ড ক্রয় করেছিলেন। কিন্তু শেয়ার বাজারের সাম্প্রতিক দর পতনে পুঁজি হারিয়ে তিনি চরম দুর্দশায় পড়েছেন।

১১২. সুমনের ঝুঁকিটি কোন ধরনের ঝুঁকির অন্তর্গত? (প্রয়োগ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
✅ তারল্য ঝুঁকি

১১৩. সুমন তার শেয়ার বিক্রি করে ঝুঁকি নিরসন করতে পারবেন। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. শেয়ার থেকে অধিক আয় করা সম্ভব
ii. শেয়ার বাজারে অতিসহজে শেয়ারের ক্রেতা পাওয়া যায়
iii. যুক্তিসংগত মূল্যে শেয়ার বিক্রয় করা সম্ভব হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ঝুঁকির তাৎপর্য : পৃষ্ঠা - ৪০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৪. কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে কিসের প্রভাব রয়েছে? (অনুধাবন)
[ক] মুনাফার
✅ ঝুঁকির
[গ] মূলধন ব্যয়ের
[ঘ] শেয়ারের

১১৫. ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় কিসের বিচার বিশ্লেষণ করতে হবে? (অনুধাবন)
[ক] বর্তমানের আর্থিক ঘটনাসমূহ
✅ ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ
[গ] ভবিষ্যতের সম্ভাব্য মুনাফা
[ঘ] ভবিষ্যতের সম্ভাব্য আয়সমূহ

SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৪

১১৬. রফিক তার এলাকায় একটি চালের আড়ৎ প্রতিষ্ঠা করতে চায়। তার পরিচিত এক ব্যবসায়ী বললেন এলাকাটি ঝুঁকিযুক্ত তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ব্যবসায়ে সফল হওয়া সম্ভব। এক্ষেত্রে ঝুঁকি এড়ানোর জন্যে রফিকের করণীয় কী?
 (প্রয়োগ)
✅ ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিশ্লেষণ
[খ] অধিক মূলধন সঞ্চিত রাখা
[গ] প্রচুর প্রচার কাজ
[ঘ] অক্লান্ত পরিশ্রম করা

১১৭. কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে করণীয় কোনটি? (অনুধাবন)
[ক] অনিশ্চয়তাকে পরিহার করা
[খ] আর্থিক ঝুঁকি নিরসন করা
✅ ঝুঁকি যথাযথভাবে ব্যবস্থাপনা করা
[ঘ] বহিস্থ উৎসের ব্যবহার বন্ধ করা

১১৮. ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] ঋণের চাহিদা
[খ] বিনিয়োগ মূল্য
[গ] শেয়ারমূল্য
✅ পণ্যের বাজার চাহিদা

১১৯. কিসের ওপর ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে? (অনুধাবন)
[ক] ক্রয় দক্ষতার ওপর
[খ] বিক্রয় দক্ষতার ওপর
✅ পণ্যের বাজার চাহিদার ওপর
[ঘ] সঠিক পরিকল্পনার ওপর

১২০. ব্যবসায় শুরু করার পূর্বে কোনটি করা অত্যাবশ্যক? (জ্ঞান)
[ক] সঠিক পরিকল্পনা গ্রহণ
✅ বাজার চাহিদা নিরূপণ
[গ] ঝুঁকি নির্ণয়
[ঘ] দক্ষ কর্মী নির্বাচন

১২১. কীভাবে বাস্তবসম্মত চাহিদা অনুমান করা যায়? (অনুধাবন)
✅ বাজার চাহিদা বিচার-বিশ্লেষণ করে
[খ] বাজারের সুদের হার নির্ণয় করে
[গ] বাজারের ঝুঁকিযুক্ত পণ্য বিশ্লেষণ কর
[ঘ] বাজারের বর্তমান বিক্রয় বৃদ্ধি করে

১২২. সানি একজন আলু ব্যবসায়ী। সে বাজার চাহিদার ওপরই তার যাবতীয় কাজ পরিচালনা করে। সানি বাজার চাহিদা নির্ণয় করে কীভাবে? (উচ্চতর দক্ষতা)
✅ বাস্তবসম্মত চাহিদা অনুমানের দ্বারা
[খ] বিক্রয়কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে
[গ] আলুর গুণাগুণের দ্বারা
[ঘ] উৎপাদনের ওপর ভিত্তি করে

১২৩. বাজারের প্রকৃত চাহিদা কী থেকে কম বা বেশি হয়? (অনুধাবন)
✅ অনুমেয় চাহিদা
[খ] অনুমেয় মুনাফা
[গ] অনুমেয় ঝুঁকি
[ঘ] বাস্তব চাহিদা

১২৪. ব্যবসায় প্রতিষ্ঠানে কখন মুনাফা অর্জনের ঝুঁকি সৃষ্টি হয়? (অনুধাবন)
✅ প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে খুব কম হলে
[খ] প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে বেশি হলে
[গ] প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের কাছাকাছি হলে
[ঘ] প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের সমান হলে

১২৫. ব্যবসায় প্রতিষ্ঠানে কখন মুনাফা অর্জনের ঝুঁকি সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের সমান হলে
[খ] প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের কাছাকাছি হলে
[গ] প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে বেশি হলে
✅ প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৬. ব্যবসায় প্রতিষ্ঠানের অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচার উপায় হলো- (অনুধাবন)
i. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার-বিশ্লেষণ করা
ii. বিশ্লেষণ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা
iii. দক্ষ, অভিজ্ঞ ও সৎ কর্মী নিয়োগ দেয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৭. ঝুঁকি প্রভাব ফেলে- (অনুধাবন)
i. সিদ্ধান্ত গ্রহণে
ii. প্রকল্প বাস্তবায়নে
iii. প্রত্যাশিত মুনাফা অর্জনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৮. যেকোনো কোম্পানির সার্বিক উদ্দেশ্য সাধনে প্রভাব রয়েছে- (অনুধাবন)
i. ঝুঁকির
ii. গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের
iii. দক্ষতার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৯. পণ্যের প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা হতে কম হলে- (অনুধাবন)
i. বিক্রয়ের পরিমাণ কম হবে
ii. মুনাফা স্থিতিশীল থাকবে
iii. মুনাফার পরিমাণ কম হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৩০ ও ১৩১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব বরকত শুধু নদীপথে কাঁচামাল আনয়নের সুবিধার্থে নদীর ধারে কারখানা স্থাপন করেন। কিন্তু জলোচ্ছ্বাস বা নদী ভাঙনের ফলে কারখানাটি নদীতে বিলীন হয়ে যেতে পারে অথবা নদীতে নৌকাডুবি হতে পারে এতে কোম্পানিটির বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে।

১৩০. এখানে ঝুঁকি কোনটি? (প্রয়োগ)
[ক] জলোচ্ছ্বাস
[খ] কাঁচামাল আনয়ন
✅ নৌকাডুবি
[ঘ] অনিশ্চয়তা

১৩১. এসব ঝুঁকি ও অনিশ্চয়তা কমানোর সর্বোচ্চ উপায় কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সঠিক পরিকল্পনা করা
[খ] আয় চিহ্নিত করা
✅ সম্ভাব্য ঘটনার বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া
[ঘ] প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া

নিচের উদ্দীপকটি পড়ে ১৩২ ও ১৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
বর্ষাকালে অতিবৃষ্টিপাতের আশায় ছাতা প্রস্তুতকারী একটি কোম্পানি অধিক ছাতা প্রস্তুত করে। কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাত কম হওয়ায় প্রস্তুতকৃত ছাতা বেশির ভাগই অবিক্রীত অবস্থায় থাকে। ফলে প্রতিষ্ঠানটির পক্ষে প্রয়োজনীয় মুনাফা অর্জন সম্ভব হলো না।

১৩২. এখানে অনিশ্চয়তা কোনটি? (প্রয়োগ)
✅ অতিবৃষ্টিপাত
[খ] অল্পবৃষ্টিপাত
[গ] অল্পমুনাফা
[ঘ] অবিক্রীত পণ্য

১৩৩. এই ক্ষতির মূল কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সর্বক্ষেত্রে অনিশ্চয়তা
[খ] ঝুঁকির সব সময় বিরাজমান
[গ] সিদ্ধান্ত গ্রহণের অভাব
✅ সঠিক পরিকল্পনার অভাব

ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয় : পৃষ্ঠা - ৪০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৪. ঝুঁকিমুক্ত আয়ে কী সমান হয়? (জ্ঞান)
[ক] প্রকৃত আয় ও বাস্তব আয়
[খ] প্রত্যাশিত আয় ও কাঙ্ক্ষিত আয়
✅ প্রকৃত আয় ও প্রত্যাশিত আয়
[ঘ] প্রকৃত আয় ও প্রকৃত ব্যয়

১৩৫. প্রত্যাশিত আয় ও বাস্তব আয় সব সময় সমান হওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] ঝুঁকিবহির্ভুত আয়
✅ ঝুঁকিমুক্ত আয়
[গ] ঝুঁকিযুক্ত আয়
[ঘ] আর্থিক ঝুঁকি

১৩৬. মেয়াদি আমানত হতে কোন ধরনের আয় পাওয়া যায়? (অনুধাবন)
✅ ঝুঁকিমুক্ত
[খ] ঝুঁকিবহুল
[গ] সবচেয়ে ঝুঁকিমুক্ত
[ঘ] সবচেয়ে ঝুঁকিবহুল

১৩৭. কোনটি ঝুঁকিমুক্ত আয়? (জ্ঞান)
✅ আমানতের সুদ
[খ] মুনাফা
[গ] নির্ধারিত আয়সীমা
[ঘ] কমিশন

১৩৮. ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য করার উপযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] সহজে হস্তান্তর করা যায়
✅ সরকার কর্তৃক ইস্যুকৃত
[গ] অনেক বেশি সুদ প্রদান করে
[ঘ] চাহিবামাত্র ফেরত পাওয়া যায়

১৩৯. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় হিসাবে বিবেচনা করা হয় কেন? (অনুধাবন)
[ক] সহজে হস্তান্তর করা যায়
[খ] চাহিবামাত্র বন্ডের অর্থ ফেরত পাওয়া যায়
✅ সরকার কর্তৃক ইস্যুকৃত
[ঘ] অনেক বেশি সুদ পাওয়া যায়

১৪০. সরকার কর্তৃক ইস্যুকৃত বিনিয়োগকে কী হিসেবে গণ্য করা হয়? (অনুধাবন)
[ক] ঝুঁকিযুক্ত বিনিয়োগ
✅ ঝুঁকিমুক্ত বিনিয়োগ
[গ] ঝুঁকিবহুল আয়
[ঘ] সবচেয়ে ঝুঁকিবহুল আয়

১৪১. যেসব বিনিয়োগ থেকে প্রতিবছর নির্দিষ্ট হারে আয় পাওয়া যায় তাদেরকে কী হিসেবে গণ্য করা হয়? (অনুধাবন)
[ক] ঝুঁকিমুক্ত আয়
✅ ঝুঁকিমুক্ত বিনিয়োগ
[গ] ঝুঁকিবহুল আয়
[ঘ] ঝুঁকিবহুল বিনিয়োগ

১৪২. যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত যেসব আয়কে কী বলে? (জ্ঞান)
[ক] অনিশ্চিত আয়
✅ ঝুঁকিবহুল আয়
[গ] করমুক্ত আয়
[ঘ] বিমাকৃত আয়

১৪৩. ঝুঁকিবহুল আয় কোনটি? (জ্ঞান)
[ক] ট্রেজারি বিলের সুদ
[খ] বিনিয়োগের সুদ
[গ] স্থায়ী আমানতের সুদ
✅ লভ্যাংশ প্রাপ্তি

১৪৪. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশকে সবচেয়ে ঝুঁকিবহুল আয় বলার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] কোনো জামানত থাকে না
[খ] যেকোনো সময় প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে
✅ আয় নির্দিষ্ট থাকে না
[ঘ] সহজে হস্তান্তর করা যায়

১৪৫. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশকে সবচেয়ে ঝুঁকিবহুল আয় বলার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ শেয়ারের আয় নির্দিষ্ট থাকে না
[খ] শেয়ার সহজে হস্তান্তরযোগ্য
[গ] কোনো জামানত সংরক্ষণ করা হয় না
[ঘ] কোম্পানি দেউলিয়া হলে লভ্যাংশ পাওয়া যায় না

১৪৬. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় কী ধরনের আয়? (জ্ঞান)
[ক] ঝুঁকিমুক্ত আয়
[খ] ঝুঁকিবহুল আয়
[গ] সবচেয়ে ঝুঁকিমুক্ত আয়
✅ সবচেয়ে ঝুঁকিবহুল আয়

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৭. জনাব মোহন তার পেনশন বাবদ প্রাপ্ত অর্থ কোনো ঝুঁকিমুক্ত প্রকল্পে বিনিয়োগ করতে চান। এজন্য তিনি প্রকল্প গ্রহণ করতে পারেন- (প্রয়োগ)
i. সরকারি ট্রেজারি বন্ড
ii. সরকারি ট্রেজারি বিল
iii. ব্যাংকের স্থায়ী আমানত হিসেবে সঞ্চয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৮. ঝুঁকিবহুল আয়ের উদাহরণ হলো- (অনুধাবন)
i. ব্যাংকের স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ
ii. শেয়ারে বিনিয়োগকৃত অর্থ থেকে প্রাপ্ত আয়
iii. কারবারি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মুনাফা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৯. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়কে সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য করা হয়। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. প্রাপ্ত লভ্যাংশ ও প্রত্যাশিত লভ্যাংশ সমান হওয়ার নিশ্চয়তা থাকে না
ii. শেয়ার থেকে প্রাপ্ত আয় কখনো নির্দিষ্ট থাকে না
iii. প্রতি বছর লভ্যাংশ পাওয়া যাবে এরূপ কোনো নিশ্চয়তা নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৫০ ও ১৫১ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আমজাদ তার সঞ্চিত অর্থ সোনালী ব্যাংকে জমা রাখেন। কিন্তু তার বন্ধু বেলাল সাহেব তার সঞ্চিত অর্থ দিয়ে সাধারণ শেয়ার ক্রয় করেন।

১৫০. বেলাল সাহেবের বিনিয়োগটি আমজাদ সাহেবের বিনিয়োগের তুলনায় -
i. ঝুঁকিপূর্ণ
ii. লাভজনক
iii. অলাভজনক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫১. নিচের কোন বিনিয়োগটি আমজাদ সাহেবের বিনিয়োগের বৈশিষ্ট্য সম্পন্ন?
[ক] বন্ড ক্রয়
[খ] ডিবেঞ্চার ক্রয়
✅ সরকারি ট্রেজারি বিল ক্রয়
[ঘ] শেয়ার ক্রয়

ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ : পৃষ্ঠা - ৪১

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫২. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক? (জ্ঞান)
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] মুনাফা
[ঘ] বিক্রয়

১৫৩. ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকি পরিমাপ করা আবশ্যক কেন? (অনুধাবন)
[ক] অধিক হারে মুনাফা অর্জনের জন্য
✅ সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য
[গ] প্রতিষ্ঠানের অনিশ্চয়তা কমানোর জন্য
[ঘ] পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করার জন্য

১৫৪. প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের বিচ্যুতি বেশি হলে কোনটি হবে? (অনুধাবন)
✅ ঝুঁকির পরিমাণ বৃদ্ধি
[খ] ঝুঁকির পরিমাণ হ্রাস
[গ] আদর্শ বিচ্যুতির পরিমাণ
[ঘ] মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি

১৫৫. জনাব কামরুল তার ব্যবসায়ের ঝুঁকি পরিমাপ করতে চান। তিনি নিচের কোন সূত্রটি ব্যবহার করবেন? (অনুধাবন)
[ক] ক্রয়মূল্য নির্ণয়ের সূত্র
[খ] ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র
[গ] বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র
✅ আদর্শ বিচ্যুতির সূত্র

১৫৬. আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি? (জ্ঞান)
[ক] গাণিতিক
[খ] বৈজ্ঞানিক
[গ] বিকল্প
✅ পরিসংখ্যানিক

১৫৭. আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান)
[ক] আদর্শ বিচ্যুতি = √(আয় হার - গড় হার) n - ১
[খ] আদর্শ বিচ্যুতি = √(গড় হার - আয় হার)২ n - ১
[গ] আদর্শ বিচ্যুতি = (আয় হার - গড় হার)২ n - ১
✅ আদর্শ বিচ্যুতি = √(আয় হার - গড় হার)২ n - ১

১৫৮. বছর আয় (%)
২০১৩ - ১০
২০১৪ - ২০

উপরের সারণির আলোকে গড় আয় কত হবে? (প্রয়োগ)
[ক] ১০%
✅ ১৫%
[গ] ২০%
[ঘ] ৩০%

১৫৯. আকরাম সাহেব গত পাঁচ মাসে তার বিনিয়োগ প্রকল্প থেকে যথাক্রমে ৫%, ১৩%, ২৮%, ১০% ও ১৫% হারে মুনাফা পেয়েছেন। তার আদর্শ বিচ্যুতি কত? (প্রয়োগ)
[ক] ৭.৬৮%
✅ ৮.৫৮%
[গ] ৯.১২%
[ঘ] ১৪.২%

১৬০. আদর্শ বিচ্যুতির মান বড় হলে কোনটি নির্দেশ করে? (অনুধাবন)
✅ অধিক ঝুঁকি
[খ] কম ঝুঁকি
[গ] অধিক মুনাফা
[ঘ] কম মুনাফা

১৬১. ইকবাল হোসেন গত তিন বছরে যথাক্রমে ৭%, ১২% ও ১৪% হারে X কোম্পানি হতে আয় প্রাপ্ত হয়েছেন। তার আয়ের আদর্শ বিচ্যুতি কত? (প্রয়োগ)
[ক] ৫.১০%
✅ ৩.৬১%
[গ] ২.৯৪%
[ঘ] ৩.৫৪%

১৬২. জিয়ান গ্রুপের তিন বছরের গড় আয় ১০%। কোম্পানির দ্বিতীয় বছরের আয় ১৫% হলে ওই বছরের ব্যবধানের গড় কত? (প্রয়োগ)
[ক] ১০
✅ ২৫
[গ] ১০০
[ঘ] ১২৫

১৬৩. মিল্টন ট্রেডার্সের তিন বছরের আয় যথাক্রমে ১৫%, ২০% ও ২৫% হলে উক্ত প্রতিষ্ঠানের আয়ের যোগফল কত? (প্রয়োগ)
[ক] ২০
[খ] ৩০
[গ] ৪০
✅ ৫০

১৬৪. মালিহা অ্যান্ড কোং কোম্পানি তাদের পাঁচ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখল যে তাদের গড় আয় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৪৯৬। কোম্পানিটির ব্যবধানের বর্গের গড় কত? (প্রয়োগ)
[ক] ৯৯.২
✅ ১২৪
[গ] ৯৩.৮
[ঘ] ১২৭.২৫

১৬৫. চৌধুরী গ্রুপের ২০১৪ সালে পরিসংখ্যান শেষে দেখা গেছে আদর্শ বিচ্যুতির মান হয়েছে ৪৬.৩৯%। এ মানটি কী নির্দেশ করে? (প্রয়োগ)
✅ অধিক ঝুঁকি
[খ] কম ঝুঁকি
[গ] অধিক অনিশ্চয়তা
[ঘ] কম অনিশ্চয়তা

১৬৬. হিরো কোম্পানি তাদের ৬ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখল যে, গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৮৪০। কোম্পানিটির ব্যবধানের বর্গের গড় কত হবে? (প্রয়োগ)
[ক] ১৪০
[খ] ১৪৫
[গ] ১৬০
✅ ১৬৮

১৬৭. রিমিক্স কোম্পানির ২ বছরের গড় আয় ১০%। কোম্পানিটির প্রথম বছরের আয় ২০% হলে ঐ বছরে ব্যবধানের বর্গ কত হবে? (প্রয়োগ)
[ক] ১০
✅ ১০০
[গ] ৪০০
[ঘ] ১,০০০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৮. আদর্শ বিচ্যুতি- (অনুধাবন)
i. একটি পরিসংখ্যানিক পদ্ধতি
ii. অনিশ্চয়তা পরিমাপে ব্যবহৃত হয়
iii. প্রত্যাশিত আয়ের ঝুঁকি পরিমাপে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৯. আদর্শ বিচ্যুতি ব্যবহার করে- (অনুধাবন)
i. অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ হয়
ii. ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকি ও পরিমাপ হয়
iii. ঝুঁকি পরিহার করা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের সারণি পড় এবং ১৭০ ও ১৭১ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ প্রতিষ্ঠানের তিন বছরের আয় সম্পর্কিত কিছু তথ্য নিচে দেয়া হলো :
বছর আয় (%) গড় থেকে ব্যবধান
২০০৮ ১৫১৫ - ২০ = - ৫
২০০৯ ২০২০ - ২০ = ০
২০১০ ২৫২৫ - ২০ = ৫
যোগফল ৬০%
গড় আয় ৬০/৩ = ২০%

১৭০. প্রতিষ্ঠানটির ব্যবধানের বর্গের যোগফল কত হবে? (প্রয়োগ)
[ক] ২০
[খ] ৩০
[গ] ৪০
✅ ৫০

১৭১. প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত? (প্রয়োগ)
[ক] ২০
[খ] ১৫
[গ] ১০
✅ ৫

নিচের উদ্দীপকটি পড়ে ১৭২ ও ১৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ রেলওয়ে বহুদিন যাবৎ কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছে। তার মধ্যে খারাপ আবহাওয়াও অন্যতম। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেন প্রভাতী-এর কিছু তথ্য নিচে দেওয়া হলো। ট্রেনের ধারণক্ষমতা ৪০০ জন। গত সপ্তাহে যাতায়াতকারী যাত্রীর পরিমাণ :
দিন - যাত্রী সংখ্যা
শনিবার ৩২০
রবিবার ২৯০
সোমবার ২৬৫
মঙ্গলবার ৩০০
বুধবার ২৭০
বৃহস্পতিবার ২০০
শুক্রবার ৩১৫

১৭২. গড় প্রতিদিন কত জন যাত্রী যাতায়াত করে? (প্রয়োগ)
[ক] ২৭০ জন
[খ] ২৫০ জন
✅ ২৮০ জন
[ঘ] ২৬৫ জন

১৭৩. আদর্শ বিচ্যুতির পরিমাণ শতকরা কত? (প্রয়োগ)
[ক] ৩৬
✅ ৩৭.৮৯
[গ] ৩৮.৮৯
[ঘ] ৩৯

১৭৪. ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে? (কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর)
[ক] বিনিয়োগ থেকে
[খ] ব্যবসায় থেকে
✅ বিচ্যুতি থেকে
[ঘ] লাভ-লোকসান থেকে

১৭৫. বিচ্যুতি থেকে সৃষ্টি হয় কোনটি? (বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট; ফেনী সরকারি পাইলট হাইস্কুল)
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] গরমিল
[ঘ] লাভ-লোকসান

১৭৬. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সে অংশকে কী বলা হয়? (বর্ডার গার্ডস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট)
[ক] বিচ্যুতি
[খ] উৎস
[গ] লাভ-ক্ষতি
✅ ঝুঁকি

১৭৭. ঝুঁকি হ্রাস করার জন্য কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে? (বর্ডার গার্ডস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট; কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর)
[ক] গুদামজাতকরণ
[খ] কম মূল্যে বিক্রয়
✅ অগ্রিম বিক্রয়
[ঘ] বিজ্ঞাপন প্রচার

১৭৮. অফিস ভাড়া, বেতন ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] আর্থিক ঝুঁকি
[খ] সুদ হারের ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
✅ ব্যবসায়িক ঝুঁকি

১৭৯. বিনিয়োগের বাজার মূল্য কমে- (ফেনী সরকারি পাইলট হাইস্কুল)
✅ সুদের হার বাড়লে
[খ] সুদের হার কমলে
[গ] সুদের হার অপরিবর্তিত থাকলে
[ঘ] সুদের হার ওঠানামা করলে

১৮০. সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনাকে কী বলা হয়? (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ)
[ক] ব্যবসায়িক ঝুঁকি
[খ] আর্থিক ঝুঁকি
[গ] তারল্য ঝুঁকি
✅ সুদ হারের ঝুঁকি

১৮১. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কী খুঁজে বের করা জরুরি? (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা)
✅ ঝুঁকির উৎস ও শ্রেণি
[খ] ঝুঁকির কারণ
[গ] ঝুঁকির তীব্রতা
[ঘ] ঝুঁকির মেয়াদ

১৮২. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে? (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম; মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] সম্ভাবনা
[খ] অনিশ্চয়তা
✅ বিচ্যুতি
[ঘ] ত্রুটি

১৮৩. ঝুঁকি পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা)
[ক] গড় ব্যবধান
[খ] গড়
[গ] মধ্যক
✅ আদর্শ বিচ্যুতি

১৮৪. আদর্শ বিচ্যুতি = √(আয় হার - গড় হার)২ n - ১ এখানে ‘হ’ দ্বারা কোনটি বোঝায়? (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম; জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ বছরে সংখ্যা
[খ] আয়ের বিচ্যুতি
[গ] সম্ভাব্য ঝুঁকি
[ঘ] চলমান বছর

১৮৫. আদর্শ বিচ্যুতির ছোট মান কী নির্দেশ করে? (কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর; চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ)
[ক] ঝুঁকিহীন
[খ] বেশি ঝুঁকি
[গ] অনিশ্চয়তা
✅ কম ঝুঁকি

১৮৬. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলে- (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)
i. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব
ii. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি
iii. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৭. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো- (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)
i. বিক্রয় মূল্য পরিবর্তন
ii. বিক্রয়ের পরিমাণ পরিবর্তন
iii. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৮. তারল্য ঝুঁকি বেশি- (কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর)
i. একমালিকানা ব্যবসায়ে
ii. অংশীদারি ব্যবসায়ে
iii. যৌথ মূলধনী ব্যবসায়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৯. তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়- (হরিমোহন সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ)
i. শেয়ার হোল্ডারকে
ii. বন্ড হোল্ডারকে
iii. ডিবেঞ্চার হোল্ডারকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯০. ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো- (মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়)
i. শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা
ii. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ক্রয় করা
iii. জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯১. ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভুক্ত। কারণ- (অগ্রণী গার্লস স্কুল এন্ড কলেজ)
i. সরকার কর্তৃক ইস্যুকৃত
ii. আয়ের পরিমাণ বেশি
iii. বিনিয়োগের প্রকৃত আয় প্রত্যাশিত আয়ের সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৯২ ও ১৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
মি. রাতুল একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।
(বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

১৯২. মি. রাতুলের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়াকে কী বলে আখ্যায়িত করা যায়?
✅ ঝুঁকি
[খ] অনিশ্চয়তা
[গ] বিচ্যুতি
[ঘ] আদর্শ বিচ্যুতি

১৯৩. মি. রাতুলের প্রত্যাশিত লাভের জন্য করণীয়-
i. প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করা
ii. ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করা
iii. ঝুঁকি মোকাবিলার সম্ভাব্য কৌশল নির্ধারণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৯৪ ও ১৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. চপলের নিজস্ব পুঁজি না থাকার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় করেন। কিন্তু তার ব্যবসায়টি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারায় ঋণ পরিশোধ জটিলতার সৃষ্টি হয়। (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা)

১৯৪. মি. চপল কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন?
[ক] ব্যবসায়িক ঝুঁকি
✅ আর্থিক ঝুঁকি
[গ] সুদ হারের ঝুঁকি
[ঘ] তারল্য ঝুঁকি

১৯৫. মি. চপলের দায় পরিশোধের অক্ষমতার কারণে-
i. তিনি ঋণ মওকুফের আবেদন করতে পারেন
ii. ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো আইনের আশ্রয় নিতে পারেন
iii. তিনি দেউলিয়া ঘোষিত হতে পারেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯৬. বিনিয়োগকারীকে লক্ষ্য অর্জনে বাধা দেয়- (অনুধাবন)
i. অনিশ্চয়তা
ii. তারল্য ঝুঁকি
iii. ব্যবসায়িক ঝুঁকি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৭. ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে- (অনুধাবন)
i. আর্থিক ঝুঁকি
ii. ব্যবসায়িক ঝুঁকি
iii. বাজার চাহিদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৮. ব্যবসায়িক সাফল্য অর্জনে প্রয়োজন- (অনুধাবন)
i. ঝুঁকি চিহ্নিত করা
ii. ঝুঁকি গোপন রাখা
iii. ঝুঁকি পরিমাপ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. অনিশ্চয়তা পরিলক্ষিত হয়- (অনুধাবন)
i. ব্যক্তি জীবনে
ii. ব্যবসায়িক ক্ষেত্রে
iii. বিনিয়োগ ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০০. যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের- (অনুধাবন)
i. ঝুঁকি পরিমাপ করা যায়
ii. অনিশ্চয়তাকে পরিহার করা যায়
iii. প্রত্যাশিত আয় ঝুঁকিবহুল আয়ের অন্তর্ভুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. রায়হান মূলধনী বাজারের একজন বিনিয়োগকারী। তিনি সব সময় সাধারণ শেয়ারে বিনিয়োগ করায়- (প্রয়োগ)
i. তার আয় সর্বদাই ঝুঁকিমুক্ত থাকে
ii. অনিশ্চয়তা তার লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে
iii. তাকে তারল্য ঝুঁকি নিয়ে তেমন চিন্তা করতে হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. ঝুঁকি সৃষ্টি হতে পারে- (অনুধাবন)
i. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলে
ii. প্রকৃত আয় থেকে প্রত্যাশিত আয় বেশি হলে
iii. প্রকৃত আয়ের উত্থান পতন বেশি হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৩. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করার জন্য- (অনুধাবন)
i. ঝুঁকি পরিমাপ করা অত্যাবশ্যক
ii. ঝুঁকির উৎসসমূহ খুঁজে বের করা জরুরি
iii. সম্পূর্ণ অভ্যন্তরীণ তহবিল ব্যবহার করা আবশ্যক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৪. রুমেল ওয়ান ব্যাংক থেকে ঢাকার নিউ মার্কেটে কাঁচা তরকারি ব্যবসা করে। তার ব্যবসায়ের ঝুঁকি সৃষ্টি হতে পারে- (প্রয়োগ)
i. মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা থেকে
ii. দায় পরিশোধের অক্ষমতা থেকে
iii. বাজারে সুদের হারের পরিবর্তন থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন- (অনুধাবন)
i. অনিশ্চয়তা পরিমাণ করা
ii. বাজার চাহিদা বিচার-বিশ্লেষণ করা
iii. অভ্যন্তরীণ ও বহিস্থ তহবিল উৎস ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২০৬ ও ২০৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মিনহাজ ২০১৪ সালের জানুয়ারি মাসে তার পেনশন বাবদ প্রাপ্ত ১০ লক্ষ টাকার ABC ব্যাংকে মেয়াদি আমানত হিসেবে জমা রাখলেন। পরবর্তী বছর তিনি উক্ত টাকার অর্ধেক তুলে নিয়ে তা দ্বারা নিজ এলাকায় একটি মুদি দোকান দিলেন।

২০৬. জনাব মিনহাজের প্রথম বিনিয়োগ প্রকল্পটি কিরূপ? (প্রয়োগ)
✅ ঝুঁকিমুক্ত
[খ] তারল্য ঝুঁকিযুক্ত
[গ] আর্থিক ঝুঁকিযুক্ত
[ঘ] সুদ হারের ঝুঁকিযুক্ত

২০৭. জনাব মিনহাজের দ্বিতীয় বিনিয়োগ প্রকল্পটিতে ঝুঁকি সৃষ্টি হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. পণ্যের বিক্রয়মূল্য পরিবর্তনের
ii. বাজারে সুদের হার পরিবর্তনে
iii. অতিরিক্ত স্থায়ী খরচের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২০৮ ও ২০৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাগর একজন চাল ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া থেকে চাল ক্রয় করে ঢাকায় এনে বিক্রি করেন। গত বছর তার লাভের পরিমাণ বেশি হওয়ায় তিনি রাতুল মটরস লিমিটেডের সাধারণ শেয়ারে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন।

২০৮. জনাব সাগরের ব্যবসায়ের সাফল্য কোনটির ওপর নির্ভরশীল? (প্রয়োগ)
[ক] বাজারে বিক্রয় মূল্যের পরিবর্তন
[খ] বাজারে সুদের হার পরিবর্তন
✅ পণ্যের বাজার চাহিদা
[ঘ] ব্যবসায়ের স্থায়ী খরচ

২০৯. রাতুল মটরস লিমিটেডে বিনিয়োগ করার দরুন জনাব সাগরকে মোকাবিলা করতে হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. তারল্য ঝুঁকি
ii. আর্থিক ঝুঁকি
iii. সুদ হারের ঝুঁকি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide