৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ফিন্যান্স ও ব্যাংকিং
তৃতীয় অধ্যায়
Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-03
Finance and Banking
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
✅ সুদের হার
[খ] মুদ্রা নীতি
[গ] অর্থের তারল্য
[ঘ] বর্ধিত মুনাফা
২. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?
[ক] সরল সুদ
✅ চক্রবৃদ্ধি সুদ
[গ] মোট সুদ
[ঘ] নিট সুদ
৩. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
[ক] সুদের হার নির্ধারণ
✅ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
[গ] আর্থিক অবস্থা নিরূপণ
[ঘ] ঋণের কিস্তি হ্রাস করা
৫. জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?
[ক] ২,০০,৭৩০.০০ টাকা
✅ ২,৮৩,৭২০.০০ টাকা
[গ] ৩,১৩,৫২০.০০ টাকা
[ঘ] ৪,৪০,০০০.০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও
শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় ‘কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকসমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় A নামক ব্যাংকটি ২০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং B ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ঋণ পরিশোধ করার শর্তে ৫০,০০০/= টাকার ঋণ প্রদানে সম্মত হয়।
৬. কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়?
[ক] চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
✅ বাট্টাকরণ পদ্ধতি
[গ] সরল সুদ নির্ণয়ের মাধ্যমে
[ঘ] EAR এর মাধ্যমে
৭. ‘A’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে?
[ক] ৫০,০০০ টাকা
[খ] ৬০,০০০ টাকা
[গ] ৬২,০০০ টাকা
✅ ৭২,০০০ টাকা
৮. ‘B’ ব্যাংক হতে ঋণ নেয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো?
[ক] ১০,৫৫৫.২০ প্রায়
✅ ১১,০১৯.৫৫ প্রায়
[গ] ১১,০৩০.২০ প্রায়
[ঘ] ১৩,০১৯.৫০ প্রায়
৯. বছরের চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? (সকল বোর্ড ’১৫)
[ক] i
[খ] n
✅ m
[ঘ] r
নিচের উদ্দীপকটি পড় এবং ১০নং প্রশ্নের উত্তর দাও :
শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়। (সকল বোর্ড ’১৫)
১০. শাওন কত টাকা পেল?
[ক] ১,১০০ টাকা
[খ] ১,২০০ টাকা
✅ ১,২১০ টাকা
[ঘ] ১,২০০ টাকা
অর্থের সময়মূল্যের ধারণা : পৃষ্ঠা - ২৮
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোনটি জড়িত? (অনুধাবন)
[ক] সম্পত্তির সময় মূল্যের ধারণাটি
[খ] বিনিয়োগের সুযোগ ব্যয় ধারণাটি
[গ] প্রকল্প মূল্যায়নের ধারণাটি
✅ অর্থের সময়মূল্যের ধারণাটি
১২. বর্তমান সময়ের ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] অর্থের সাথে দ্রব্য মূল্যের পরিবর্তনের জন্য
[খ] অর্থের সাথে চাহিদার পরিবর্তনের জন্য
✅ সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনের জন্য
[ঘ] অর্থের সাথে ক্রয়ক্ষমতার পরিবর্তনের জন্য
১৩. কারা ঋণদান কার্যক্রমের সাথে জড়িত? (জ্ঞান)
[ক] গ্রামীণ স্বর্ণকার
✅ গ্রামীণ মহাজন
[গ] গ্রামীণ পুরুহিত
[ঘ] গ্রামীণ ফেরিওলা
১৪. ফিন্যান্সের দৃষ্টিতে কিসের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়? (জ্ঞান)
[ক] আয়
[খ] ব্যয়
[গ] বিনিয়োগ
✅ সময়
১৫. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনের ধারণাকে কী বলে? (জ্ঞান)
[ক] অর্থায়ন
✅ অর্থের সময়মূল্য
[গ] অর্থের চাহিদামূল্য
[ঘ] অর্থের পরিবর্তিত মূল্য
১৬. কোন ধারণা অনুযায়ী আজকের ১০০ টাকা ও আগামীকালের ১০০ টাকার মূল্য সমান নয়? (জ্ঞান)
[ক] অর্থের মূল্য পরিবর্তন ধারণা
[খ] অর্থের চাহিদামূল্য ধারণা
[গ] অর্থের যোগান মূল্য ধারণা
✅ অর্থের সময়মূল্য ধারণা
১৭. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কেন? (অনুধাবন)
✅ সুদের হারের কারণে
[খ] উৎপাদন বৃদ্ধির কারণে
[গ] অর্থের চাহিদা বৃদ্ধির কারণে
[ঘ] বাজার সম্প্রসারণের কারণে
১৮. সুদের হারের কারণে পার্থক্য সৃষ্টি হয় কোনটির? (অনুধাবন)
[ক] বর্তমান ও ভবিষ্যৎ সময়ের পরিকল্পনার
✅ বর্তমান ও ভবিষ্যৎ সময়ের অর্থ মূল্যের
[গ] চক্রবৃদ্ধি ও বাট্টাকরণ পদ্ধতির ব্যবহারের
[ঘ] বিনিয়োগ ও ঋণের মোট পরিমাণের
১৯. অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী এখনকার ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা কিরূপ? (অনুধাবন)
[ক] সমান মূল্য বহন করে
✅ সমান মূল্য বহন করে না
[গ] সমানুপাতিক মূল্য বহন করে
[ঘ] গতানুপাতিক মূল্য বহন করে
অর্থের সময়মূল্যের গুরুত্ব : পৃষ্ঠা - ২৮
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত থাকে? (অনুধাবন)
✅ অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ
[খ] অভ্যন্তরীণ ও বহিস্থ উৎসের ব্যবহার
[গ] মাসিক ও বার্ষিক কিস্তির হার
[ঘ] ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি
২১. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? (জ্ঞান)
✅ সুযোগ ব্যয়
[খ] প্রকল্প ব্যয়
[গ] প্রকল্প মূল্যায়ন
[ঘ] অর্থায়ন সুযোগ
২২. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটির পরিমাণ নির্ধারণ করা যায়? (অনুধাবন)
[ক] প্রকৃত অর্থ
✅ সুযোগ ব্যয়
[গ] মূল্য নির্ধারণ
[ঘ] প্রকল্প মূল্যায়ন ব্যয়
২৩. ‘রুল-৭২’ ব্যবহার করা যায় কখন? (অনুধাবন)
✅ নির্দিষ্ট মেয়াদে অর্থ দ্বিগুণ হলে
[খ] নির্দিষ্ট মেয়াদে অর্থ তিনগুণ হলে
[গ] এক বছরে অর্থ দেড় গুণ হলে
[ঘ] সুদের হার পরিবর্তন হলে
২৪. নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হলে মেয়াদ নির্ণয় করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] রুল - ৬২
[খ] রুল - ৭২
✅ রুল - ৭৩
[ঘ] রুল - ৭৫
২৫. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে নিচের কোনটি করতে হয়? (অনুধাবন)
[ক] সময়ের সাথে আয়ের তুলনা
[খ] ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা
✅ বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা
[ঘ] বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা
২৬. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে কোনটি তুলনা করা হয়? (জ্ঞান)
[ক] বর্তমান আয়
✅ ভবিষ্যৎ আয়
[গ] বর্তমান মুনাফা
[ঘ] ভবিষ্যৎ ব্যয়
২৭. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে কোনটি করতে হয়? (অনুধাবন)
[ক] বর্তমান ব্যয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ
[খ] বর্তমান আয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ
[গ] ভবিষ্যৎ ব্যয়ের বর্তমান মূল্য নির্ধারণ
✅ ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য নির্ধারণ
২৮. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে প্রকল্পের কোনটি তুলনা করতে হয়? (অনুধাবন)
[ক] বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ ব্যয়
[খ] বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ আয়
✅ বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়
[ঘ] বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ ব্যয়
২৯. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়? (জ্ঞান)
✅ কিস্তি পরিশোধের ক্ষমতা
[খ] অর্থ বিনিয়োগের ক্ষমতা
[গ] নির্ধারিত কমিশন
[ঘ] সুদের পরিমাণ
৩০. ব্যাংক হতে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণ করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি ব্যবহার করে
✅ অর্থের সময়মূল্যের ধারণা ব্যবহার করে
[গ] ঝুঁকি নির্ধারণ পদ্ধতি ব্যবহার করে
[ঘ] প্রকল্প মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১. অর্থের সময়মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে- (প্রয়োগ)
i. অর্থায়নের গ্রহণযোগ্য উৎস নির্বাচন করা যায়
ii. প্রদেয় কিস্তির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়
iii. বিনিয়োগের লাভজনক উৎস নির্বাচন করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত থাকে- (অনুধাবন)
i. অর্থের আন্তঃপ্রবাহ
ii. অর্থের বহিঃপ্রবাহ
iii. অর্থের বাট্টাকরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩. রুল-৭২ সম্পর্কে প্রযোজ্য উক্তিটি হলো- (অনুধাবন)
i. নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হয়
ii. সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়
iii. ৭২-কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪. বিনিয়োগ দ্বিগুণ হলে ‘রুল-৭২’ অনুযায়ী ৭২ কে- (অনুধাবন)
i. মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায়
ii. মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়
iii. সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
আনিসুল হক তার ব্যবসায়ের মুনাফা লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তার নিকট এখন দুইটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রথমত ৮% সুদে ডাচ বাংলা ব্যাংকে উক্ত অর্থ জমা রাখা। দ্বিতীয়ত উক্ত অর্থ দ্বারা একটি জমি ক্রয় করা যার মূল্য ১২ বছরে দ্বিগুণ হবে। অনেক হিসাব নিকাশ করে তিনি ব্যাংকে অর্থ জমা রাখার সিদ্ধান্ত নিলেন।
৩৫. আনিসুল হক তার মুনাফা জমি ক্রয়ে বিনিয়োগ করলে প্রাপ্য সুদের হার কত হতো? (প্রয়োগ)
[ক] ৫%
✅ ৬%
[গ] ৭%
[ঘ] ৮%
৩৬. আনিসুল হক জমি ক্রয় না করে ব্যাংকে অর্থ জমা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] তিনি বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত পাবেন
✅ তিনি বিনিয়োগকৃত অর্থের ওপর ২% অধিক হারে সুদ পাবেন
[গ] তিনি যে কোনো মুহূর্তে তার বিনিয়োগ প্রকল্প বদলাতে পারবেন
[ঘ] জমি ক্রয়ের প্রকল্পটির মুনাফা সম্পূর্ণ অনিশ্চিত ছিল
ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি : পৃষ্ঠা - ২৯
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান)
[ক] ভবিষ্যৎ মূল্য (FV) = বর্তমান মূল্য (১ - সুদের হার) বাৎসরিক মেয়াদ
[খ] ভবিষ্যৎ মূল্য (FV) = বর্তমান মূল্য (১ - সুদের হার) বাৎসরিক চক্রবৃদ্ধি সংখ্যা
✅ ভবিষ্যৎ মূল্য (FV) = বর্তমান মূল্য (১ + সুদের হার) বাৎসরিক মেয়াদ
[ঘ] ভবিষ্যৎ মূল্য = বর্তমান মূল্য(১ + সুদের হার) বাৎসরিক মেয়াদ
৩৮. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] সম্পত্তির মূল্য
[খ] মোট দায়ের পরিমাণ
[গ] অর্থের বর্তমান মূল্য
✅ অর্থের ভবিষ্যৎ মূল্য
৩৯. সুদাসলের ওপর সুদ গণনা করার পদ্ধতিকে বলা হয়? (জ্ঞান)
[ক] বাট্টাকরণ পদ্ধতি
[খ] সরল পদ্ধতি
✅ চক্রবৃদ্ধি পদ্ধতি
[ঘ] বার্ষিক পদ্ধতি
৪০. চক্রবৃদ্ধি সুদ কিসের ওপর গণনা করা হয়? (জ্ঞান)
[ক] আসল
✅ সুদাসল
[গ] মোট মুনাফা
[ঘ] কমিশন
৪১. চক্রবৃদ্ধি পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্য করে কোনটি নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] বর্তমান মূল্য
✅ ভবিষ্যৎ মূল্য
[গ] প্রকল্প
[ঘ] বিনিয়োগ ব্যয়
৪২. সরল সুদ কিসের ওপর গণনা করা হয়? (জ্ঞান)
✅ আসল
[খ] সুদাসল
[গ] বার্ষিক বাট্টা
[ঘ] মোট মুনাফা
৪৩. সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
✅ আসল স্থির থাকে
[খ] সুদাসলের ওপর সুদ ধার্য করা হয়
[গ] আসল পরিবর্তন হয়
[ঘ] সুদের ওপর সুদ ধার্য করা হয়
৪৪. অর্থের সময়মূল্য কয়টি? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] ছয়
[ঘ] সাত
৪৫. হায়দার আলী বার্ষিক ১০% সরল সুদে ৫,০০০ টাকা গ্রহণ করলে ২ বছর পর কত টাকা পরিশোধ করবে? (প্রয়োগ)
[ক] ৫,৫০০ টাকা
[খ] ৫,৭৭৫ টাকা
✅ ৬,০০০ টাকা
[ঘ] ১,০০০ টাকা
৪৬. নির্মল বাবু বার্ষিক ৭% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করলে ৫ বছর পরে কত টাকা পরিশোধ করবে? (প্রয়োগ)
[ক] ১০,৭০০ টাকা
[খ] ১৩,৫০০ টাকা
✅ ১৪,০২৬ টাকা
[ঘ] ১৩,৭০০ টাকা
৪৭. সাগর সেন ৮% চক্রবৃদ্ধি সুদে রূপালী ব্যাংকে ১২,০০০ টাকা জমা রাখলে ৪ বছর পর তার চক্রবৃদ্ধি সুদ কত হবে? (প্রয়োগ)
[ক] ৩,৮৪০ টাকা
[খ] ২,৯৬৫ টাকা
✅ ৪,৩২৬ টাকা
[ঘ] ৩,৭৩০ টাকা
৪৮. জনাব শহিদ ১৫% চক্রবৃদ্ধি সুদে ১৫,০০০ টাকা ন্যাশনাল ব্যাংকে জমা রাখলে ৫ বছর পর কত টাকা পাবেন? (প্রয়োগ)
[ক] ২৬,২৫০ টাকা
[খ] ২৮,৫০০ টাকা
[গ] ২৯,১৬৫ টাকা
✅ ৩০,১৭০ টাকা
৪৯. ইদ্রিস সাহেব ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদ হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? (প্রয়োগ)
[ক] ২,৮৬৪ টাকা
[খ] ২,৯৮১ টাকা
[গ] ৩,১২৫ টাকা
✅ ৩,৩২৮ টাকা
৫০. মি. রাজিব ৫,০০০ টাকা ১০% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করবেন। ৭ বছর পর এ টাকা সুদে আসলে বৃদ্ধি পেয়ে কত টাকা হবে? (প্রয়োগ)
[ক] ৭,১১২ টাকা
[খ] ৭,২২২ টাকা
[গ] ৮,৫০২ টাকা
✅ ৯,৭৪৪ টাকা
৫১. আবির ১০০ টাকা রাফির নিকট থেকে ধার নিল এবং ১ বছর পর ১১০ টাকা ফিরিয়ে দিবে বলল। রাফি এই এক বছরে কীভাবে অর্থের মূল্য পরিমাণ করবে? (প্রয়োগ)
✅ অর্থের সময়মূল্য অনুযায়ী
[খ] মূলধনী ব্যয় অনুযায়ী
[গ] মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন করে
[ঘ] অর্থায়নের উৎস নির্ধারণ করে
৫২. জনাব এনামুল ১৫% চক্রবৃদ্ধি সুদে দীপন ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন। ৫ বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ৯৯৫ টাকা
[খ] ১,০০৫ টাকা
✅ ১,০০৬ টাকা
[ঘ] ১,২২৫ টাকা
৫৩. মি. নিজাম ৯% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। ৮ বছর পর এ বিনিয়োগের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ৯,৮৮০ টাকা
✅ ৯,৯৬৩ টাকা
[গ] ১০,৫০৬ টাকা
[ঘ] ১১,৩২৬ টাকা
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৪. চক্রবৃদ্ধি পদ্ধতিতে- (উচ্চতর দক্ষতা)
i. প্রথম বছর কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়
ii. প্রথম বছরের সুদাসলকে দ্বিতীয় বছরের আসল ধরা হয়
iii. প্রতি বছরের সুদাসলের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৫. জনাব মতিন ২ বছরের জন্য ১০,০০০ টাকা ৭% চক্রবৃদ্ধি সুদে যমুনা ব্যাংকে জমা রাখলে তার জমাকৃত অর্থের- (প্রয়োগ)
i. বর্তমান মূল্য ১০,০০০ টাকা
ii. ভবিষ্যৎ মূল্য ১১,৪৪৯ টাকা
iii. সুদাসল ১১,৪৪৯ টাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৬. সুদের হার ৯% হলে চক্রবৃদ্ধি পদ্ধতিতে ২,৫০০ টাকার ভবিষ্যৎ মূল্য হবে- (প্রয়োগ)
i. এক বছর পর ২,৭২৫ টাকা
ii. দুই বছর পর ২,৯৭০.২৫ টাকা
iii. পাঁচ বছর পর ৩,৮৬৪.৫৬ টাকা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. জুয়েল বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে ১২,০০০ টাকা পূবালী ব্যাংকে জমা রাখে।
৫৭. মি. জুয়েলের হিসাবে ২ বছর পর কত টাকা জমা হবে? (প্রয়োগ)
✅ ১৪,৫২০ টাকা
[খ] ১৪,৯২০ টাকা
[গ] ১৫,৫২০ টাকা
[ঘ] ১৫,৯২০ টাকা
৫৮. যদি বার্ষিক চক্রবৃদ্ধি হার ১২% হয় তাহলে ৫ বছর পর মি. জুয়েলের হিসাবে কত টাকা জমা হবে? (প্রয়োগ)
[ক] ১৯,২৯০ টাকা
[খ] ২০,০১৬ টাকা
✅ ২১,১৪৮ টাকা
[ঘ] ২২,২৭৮ টাকা
বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ : পৃষ্ঠা - ২৯
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৯. ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের প্রক্রিয়াটিকে কী বলে? (জ্ঞান)
[ক] চক্রবৃদ্ধি
✅ বাট্টাকরণ
[গ] সরল সুদ
[ঘ] সুদাসল
৬০. বাট্টাকরণ পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] সম্পত্তির মূল্য
✅ অর্থের বর্তমান মূল্য
[গ] অর্থের ভবিষ্যৎ মূল্য
[ঘ] মোট দায়ের পরিমাণ
৬১. সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[ক] সুদ
[খ] মেয়াদ
✅ বর্তমান মূল্য
[ঘ] ভবিষ্যৎ মূল্য
৬২. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির বিপরীত কোনটি? (জ্ঞান)
[ক] মেয়াদ পদ্ধতি
[খ] বার্ষিক বৃদ্ধিকরণ পদ্ধতি
[গ] প্রকৃত সুদের হার নির্ণয় পদ্ধতি
✅ বাট্টাকরণ পদ্ধতি
৬৩. বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান)
[ক] বর্তমান মূল্য = ভবিষ্যৎ মূল্য (১ + সুদের হার) মেয়াদ
[খ] বর্তমান মূল্য = ভবিষ্যৎ মূল্য (১ - সুদের হার) মেয়াদ
[গ] বর্তমান মূল্য = ভবিষ্যৎ মূল্য(১ - সুদের হার) মেয়াদ
✅ বর্তমান মূল্য = ভবিষ্যৎ মূল্য(১ + সুদের হার) মেয়াদ
৬৪. বাট্টাকরণ পদ্ধতিতে i দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করে? (জ্ঞান)
[ক] মেয়াদ
✅ সুদের হার
[গ] সুদ
[ঘ] বছর
৬৫. PV বলতে কী বোঝায়? (জ্ঞান)
✅ বর্তমান মূল্য
[খ] ভবিষ্যৎ মূল্য
[গ] অর্থের সময় মূল্য
[ঘ] অতীত মূল্য
৬৬. ভবিষ্যৎ মূল্যের সংক্ষিপ্তরূপ কোনটি? (জ্ঞান)
[ক] VM
[খ] PM
[গ] PV
✅ FV
৬৭. মেয়াদকাল বোঝাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] i
[খ] p
✅ n
[ঘ] m
৬৮. PV এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
[ক] Prepare Value
[খ] Position value
✅ Present Value
[ঘ] Present Volum
৬৯. FV এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
✅ Future Value
[খ] Farther Value
[গ] Frasted Value
[ঘ] Futured Value
৭০. সুদের হারের সাথে অর্থের সময় মূল্যের হ্রাস বৃদ্ধির সম্পর্ক কেমন? (অনুধাবন)
[ক] অনুকূল
[খ] বিপরীত
[গ] সমানুপাতিক
✅ সমানুপাতিক নয়
৭১. আসলাম সাহেব ৯% চক্রবৃদ্ধি সুদে ৭ বছর পর যদি ১৪,৬২৪.৩১ টাকা পান তবে উক্ত অর্থের বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৭,৫০০ টাকা
✅ ৮,০০০ টাকা
[গ] ৮,২৫৯ টাকা
[ঘ] ৯,৭০০ টাকা
৭২. সোহাগ ১৫ বছর পর পপুলার লাইফ ইনস্যুরে›স কোম্পানি হতে ১,০০,০০০ টাকা পাবেন। ৭% বাট্টায় উক্ত টাকার বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৩৮,৭৮১.৭২ টাকা
[খ] ৪১,৭২৬.৫১ টাকা
✅ ৩৬,২৪৪.৬০ টাকা
[ঘ] ৩৬,৪২৫.৮২ টাকা
৭৩. অনীল বাবু রিফাত ইন্টারন্যাশনাল কোম্পানি হতে ৫ বছর পরে ২০,০০২ টাকা পাবেন। চক্রবৃদ্ধি সুদের হার ৯% হলে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন? (প্রয়োগ)
✅ ১৩,০০০ টাকা
[খ] ১৩,৫০০ টাকা
[গ] ১২,০০০ টাকা
[ঘ] ১৪,০০০ টাকা
৭৪. সাইফুল হক তার ছেলের পড়াশোনার ব্যয় বাবদ ১৩ বছর পর ১,৫০,০০০ টাকা পেতে চান। ব্যাংক যদি ১২% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে তিনি এখন ব্যাংকে কত টাকা জমা রাখবেন? (প্রয়োগ)
[ক] ৪২,৮৭৬ টাকা
[খ] ৩৬,৬৬৩ টাকা
[গ] ৩৪,৬০৬ টাকা
✅ ৩৪,৩৭৬ টাকা
৭৫. মি. কামরান ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
✅ ২,৫০০ টাকা
[খ] ২,৬০০ টাকা
[গ] ৩,২০০ টাকা
[ঘ] ৩,৬০০ টাকা
৭৬. জনাব কাসেম ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[ক] ৩৭,১০০ টাকা
[খ] ৫৩,৪২০ টাকা
✅ ৬২,০৯২ টাকা
[ঘ] ১,৬২,০৯২ টাকা
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download
৭৭. সুদের হার সম্পর্কে প্রযোজ্য উক্তি হলো- (উচ্চতর দক্ষতা)
i. এর সম্পর্ক অর্থের মূল্যের সাথে সমানুপাতিক নয়
ii. এটি বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য ঘটায়
iii. বাট্টাকরণ হলেও অর্থের পরিমাণ বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. সুদের হারের কারণে পার্থক্য ঘটে- (অনুধাবন)
i. অর্থের বর্তমান মূল্যে
ii. অর্থের সময়ে
iii. অর্থের ভবিষ্যৎ মূল্যে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :
মি. রাশেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার ভবিষ্যতে ১,০০,০০০ টাকা প্রয়োজন। এ জন্য সে বর্তমানে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে ৭ বছর মেয়াদে বিনিয়োগ করতে রাজি আছেন।
৭৯. মি. রাশেদ বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে তা ১,০০,০০০ টাকায় পরিণত হবে? (প্রয়োগ)
[ক] ৪৯,০৫৪ টাকা
[খ] ৫০,১৩৭ টাকা
✅ ৫১,৩১৬ টাকা
[ঘ] ৫২,৬৯৩ টাকা
৮০. যদি চক্রবৃদ্ধি সুদের হার ৮% হয় তাহলে মি. রাশেদকে কত টাকা বিনিয়োগ করতে হবে? (প্রয়োগ)
[ক] ৫৯,০৮৮ টাকা
✅ ৫৮,৩৪৯ টাকা
[গ] ৫৭,১৪৭ টাকা
[ঘ] ৫৬,৫৬৬ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও :
৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় লিমন বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চায়। যমুনা ব্যাংক তাকে বার্ষিক ১০% হার সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ন্যাশনাল ব্যাংক তাকে ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
৮১. যমুনা ব্যাংকে অর্থ জমা রাখলে লিমন বেশি লাভবান হবে কোন কারণে? (প্রয়োগ)
[ক] মাসিক ৯.৫% হারে অধিক সুদ পাওয়া যাবে বলে
[খ] বাৎসরিক বাট্টাকরণের হার বেশি বলে
✅ বর্তমানে কম টাকা জমা দিতে হবে বলে
[ঘ] সুদের হার বেশি বলে
৮২. ব্যাংক দুটির ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. n = ৫
ii. Fv = ৫০,০০০
iii. m = ২
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ : পৃষ্ঠা - ৩১
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৩. ব্যাংক আমানতকৃত অর্থের ওপর কিসের ভিত্তিতে সুদ প্রদান করে? (জ্ঞান)
[ক] দিন
✅ মাস
[গ] সপ্তাহ
[ঘ] বছর
৮৪. ব্যাংকে টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়? (জ্ঞান)
[ক] ১
[খ] ৪
[গ] ৬
✅ ১২
৮৫. কোন পদ্ধতিতে সুদের পরিমাণ বেশি হয়? (জ্ঞান)
[ক] সরল পদ্ধতিতে
✅ চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে
[গ] বাট্টাকরণ পদ্ধতিতে
[ঘ] বর্তমান মূল্য নির্ধারণ পদ্ধতিতে
৮৬. বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক প্রকাশ করা হয়? (অনুধাবন)
✅ i
[খ] n
[গ] m
[ঘ] r
৮৭. বার্ষিক চক্রবৃদ্ধির সূত্রকে মাসিক চক্রবৃদ্ধির সূত্রে রূপান্তর করলে কোনটি হবে? (অনুধাবন)
[ক] সুদের হার ও মেয়াদ ঠিক থাকবে
✅ সুদের হার ও মেয়াদে পরিবর্তন আসবে
[গ] বর্তমান মূল্যে পরিবর্তন আসবে
[ঘ] ভবিষ্যৎ মূল্য অপরিবর্তিত থাকবে
৮৮. একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের সূত্রে m দ্বারা কোনটি প্রকাশ করা হয়? (জ্ঞান)
[ক] ভবিষ্যৎ মূল্য
[খ] বর্তমান মূল্য
[গ] মেয়াদ
✅ বছরে চক্রবৃদ্ধি সংখ্যা
৮৯. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় m দ্বারা কোনটিকে গুণ করতে হয়? (অনুধাবন)
✅ মেয়াদ
[খ] সুদ
[গ] সুদের হার
[ঘ] আসল
৯০. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় m দ্বারা কোনটিকে ভাগ করতে হয়? (অনুধাবন)
[ক] সুদ
✅ সুদের হার
[গ] সময়
[ঘ] ভবিষ্যৎ মূল্য
৯১. ব্যাংক যদি সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তবে m এর মান কোনটি হবে? (প্রয়োগ)
[ক] ৭
[খ] ৩০
[গ] ৫০
✅ ৫২
৯২. করিম এক মহাজন থেকে দ্বিমাসিক ২% হারে ৩ বছরের জন্য ঋণ গ্রহণ করে। এখানে মেয়াদ কে কত দ্বারা গুণ করতে হবে? (প্রয়োগ)
[ক] ২
[খ] ৩
✅ ৬
[ঘ] ১২
৯৩. আফজাল হোসেন ১,০০০ টাকা যমুনা ব্যাংকে জমা দিল। ব্যাংক তাকে ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে ৪ বছর পর তিনি কত টাকা পাবেন? (প্রয়োগ)
✅ ১,৪৮৫ টাকা
[খ] ১,৫৯৫ টাকা
[গ] ১,৪০০ টাকা
[ঘ] ১,১৭২ টাকা
৯৪. জামিল সরকার ২% মাসিক চক্রবৃদ্ধি সুদে সিটি ব্যাংকে ৭,০০০ টাকা জমা রাখলে ৬ বছর পর কত টাকা পাবেন? (প্রয়োগ)
[ক] ৮,৩৩৭ টাকা
[খ] ৯,৮২৫ টাকা
✅ ৭,৮৯২ টাকা
[ঘ] ৮,২৩৯ টাকা
৯৫. সিরাজুল ইসলাম দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা কোনো প্রকল্পে বিনিয়োগ করলে ৪ বছর পরে কত টাকা পাবেন? (প্রয়োগ)
[ক] ২৫,৮১৩ টাকা
[খ] ২৮,১৯৭ টাকা
✅ ২৬,০৯২ টাকা
[ঘ] ১৯,০৪৬ টাকা
৯৬. মি. জলিল ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে ৮,০০০ টাকা প্রাইম ব্যাংকে জমা রাখেন। ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে? (প্রয়োগ)
[ক] ১১,০৫৮ টাকা
[খ] ১১,৯২৫ টাকা
[গ] ১২,০১৫ টাকা
✅ ১২,৩৪৬ টাকা
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৭. ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে- (অনুধাবন)
i. সুদের হারকে ৪ দিয়ে ভাগ করা হয়
ii. মেয়াদকে ৪ দিয়ে গুণ করতে হয়
iii. বর্তমান মূল্যকে ৪ দিয়ে গুণ করতে হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৮. ষাš§াসিক চক্রবৃদ্ধি হলে- (অনুধাবন)
i. সুদের হারকে ২ দিয়ে ভাগ করতে হবে
ii. সুদের হারকে ৬ দিয়ে ভাগ করতে হবে
iii. মেয়াদকে ২ দিয়ে গুণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাফিজ ৩,০০,০০০ টাকা যমুনা ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন। যমুনা ব্যাংক সঞ্চয়ী হিসাবের ওপর মাসিক ৫% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তিনি ১০ বছর পর সুদসহ জমাকৃত অর্থ উত্তোলন করবেন।
৯৯. ১০ বছর পর জনাব হাফিজ কত টাকা পাবেন? (প্রয়োগ)
[ক] ৫,৯৩,১৬২ টাকা
[খ] ৬,২৭,৩৮৫ টাকা
✅ ৪,৯৪,১০৩ টাকা
[ঘ] ৫,৯৯,৮০২ টাকা
১০০. জনাব হাফিজ দ্বিতীয় মাসের সুদ- (উচ্চতর দক্ষতা)
i. প্রথম মাসের সুদ অপেক্ষা বেশি হবে
ii. প্রথম মাসের সুদাসলের ওপর গণনা করা হবে
iii. প্রথম মাসের মতো একই সূত্র প্রয়োগে নির্ণয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ইলিয়াস সঞ্চয় সুযোগ সম্পর্কে অনুসন্ধান চালিয়ে দেখলেন যে, একটি আর্থিক প্রতিষ্ঠান ত্রৈমাসিক ভিত্তিতে শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। এতে আকৃষ্ট হয়ে তিনি ১০,০০০ টাকা ২ বছরের জন্য জমা রাখলেন।
১০১. জনাব ইলিয়াসের ২ বছর পর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ১১,২১১ টাকা
[খ] ১১,৮০২ টাকা
[গ] ১২,০০২ টাকা
✅ ১২,১৮৪ টাকা
১০২. যদি প্রতিষ্ঠানটি মাসিক ভিত্তিতে ১২% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে ৫ বছর পর জনাব ইলিয়াসের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ১৬,৫৬০ টাকা
[খ] ১৬,৮৬০ টাকা
✅ ১৮,১৬৭ টাকা
[ঘ] ১৮,৮৬১ টাকা
বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ : পৃষ্ঠা - ৩২
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৩. ভবিষ্যৎ মূল্য জানা থাকলে কোনটি বের করতে পারি? (অনুধাবন)
[ক] সুদাসল
✅ আসল
[গ] সুদ
[ঘ] মেয়াদ
১০৪. একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মুল্য নির্ণয় করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া
✅ বাট্টাকরণ প্রক্রিয়া
[গ] সুদাসলকরণ প্রক্রিয়া
[ঘ] আসলকরণ প্রক্রিয়া
১০৫. একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ে m দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
[ক] মেয়াদ
[খ] সময়
[গ] বছরের সংখ্যা
✅ চক্রবৃদ্ধির সংখ্যা
১০৬. অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোনটি হবে? (প্রয়োগ)
[ক] ভবিষ্যৎ মূল্য কম হবে
✅ বর্তমান মূল্য কম হবে
[গ] সময় বেশি লাগবে
[ঘ] ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য সমান থাকবে
১০৭. খালেকুজ্জামান ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা পান তাহলে তার জমাকৃত অর্থের বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১১,২০৭ টাকা
✅ ১১,৯৮৮ টাকা
[গ] ১০,৫৬২ টাকা
[ঘ] ১০,৯২৯ টাকা
১০৮. আরমান সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জন্য ৭০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার ছেলে ১৫ বছর পর কলেজে ভর্তি হবে। যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে আরমান সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে? (প্রয়োগ)
[ক] ১৫,২৪৩ টাকা
[খ] ১৪,২৪৩ টাকা
[গ] ১৩,২৪৩ টাকা
✅ ১১,৮৮১ টাকা
১০৯. জনাব খবির খান ৪ বছর পর বিমা কোম্পানি থেকে ২,০০,০০০ টাকা পাবেন। ১০% অর্ধবার্ষিক বাট্টার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? (প্রয়োগ)
[ক] ১,৩০,২৮২ টাকা
✅ ১,৩৫,৩৬৮ টাকা
[গ] ১,৪৬,২৩২ টাকা
[ঘ] ১,৫৯,২৩৪ টাকা
১১০. জাভেদ ৩ বছর পর ৮% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৩,৮৮২ টাকা পায় তাহলে তার জমাকৃত অর্থের বর্তমান মূল্য কত? (প্রয়োগ)
[ক] ১০,৫৬২ টাকা
✅ ১০,৯২৯ টাকা
[গ] ১১,২০৭ টাকা
[ঘ] ১১,৯৮৮ টাকা
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১১. বছরের চক্রবৃদ্ধির ৩ বার হলে বাট্টাকরণ পদ্ধতিতে করতে হবে- (অনুধাবন)
i. ৩ দ্বারা বছরকে গুণ
ii. ৩ দ্বারা সুদের হারকে গুণ
iii. ৩ দ্বারা সুদের হারকে ভাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১২. বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে বর্তমান মুল্য অধিক কমে যাওয়ার কারণ- (অনুধাবন)
i. ভবিষ্যত মূল্য পরিবর্তন
ii. সুদের হারে পরিবর্তন
iii. মেয়াদ পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৩ ও ১১৪নং প্রশ্নের উত্তর দাও :
ফয়সাল লেখাপড়া শেষ করে ৫ বছর পর তার গ্রামে একটি ফার্মেসি স্থাপন করতে চায়। এই জন্য তার ১,০০,০০০ টাকা প্রয়োজন। তাই সে বর্তমানে কিছু টাকা সোনালী ব্যাংকে বার্ষিক ১০% হার সুদে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে জমা রাখে।
১১৩. সোনালী ব্যাংকের চক্রবৃদ্ধির সংখ্যা কত? (প্রয়োগ)
✅ ৬
[খ] ১২
[গ] ৩০
[ঘ] ৬২
১১৪. দ্বিমাসিক সুদের হার কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ০.৮৩৩%
✅ ১.৬৭%
[গ] ২%
[ঘ] ১০%
প্রকৃত সুদের হার : পৃষ্ঠা - ৩৩
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৫. সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কিরূপ হয়? (অনুধাবন)
[ক] সরল সুদের হার অপেক্ষা বেশি হয়
✅ প্রদর্শিত সুদের হার অপেক্ষা বেশি হয়
[গ] সরল সুদের হার অপেক্ষা কম হয়
[ঘ] প্রদর্শিত সুদের হারের সমান হয়
১১৬. প্রকৃত সুদের হারকে কী দিয়ে প্রকাশ করা হয়? (জ্ঞান)
[ক] ER
[খ] NAR
✅ EAR
[ঘ] i
১১৭. EAR কী? (জ্ঞান)
[ক] Effective Actual Rate
[খ] Earning Annual Rate
[গ] Effective Annuity Rate
✅ Effective Annual Rate
১১৮. প্রকৃত পক্ষে যে হারে সুদ প্রদান করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] NAR
✅ EAR
[গ] NRR
[ঘ] APY
১১৯. আবুল হোসেন ব্র্যাক ব্যাংক হতে ৫ বছরের জন্য ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করলেন। মাসিক চক্রবৃদ্ধি সুদের হার ২% হলে প্রকৃত সুদের হার কত? (প্রয়োগ)
✅ ২৬.৮২%
[খ] ২৭.১৯%
[গ] ২৭.২৪%
[ঘ] ২৮.০৮%
১২০. সিটি ব্যাংক যদি দ্বিমাসিক ৪% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে? (প্রয়োগ)
✅ ২৬.৫৩%
[খ] ২৫.৪৪%
[গ] ২৫.৯৭%
[ঘ] ২১.২৫%
১২১. যমুনা ব্যাংকের ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হার ৮% হলে প্রকৃত সুদের হার কত? (প্রয়োগ)
[ক] ৩৫.২৮%
✅ ৩৬.০৫%
[গ] ৩৭.২৩%
[ঘ] ৩৬.১২%
১২২. রূপালী ব্যাংক তার আমানতকৃত অর্থের ওপর বার্ষিক ১০% সুদ প্রদান করলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত? (প্রয়োগ)
[ক] ১০.০৫%
[খ] ১০.১৭%
✅ ১০.২৫%
[ঘ] ১০.৩৩%
১২৩. মি. বাবুল ২% সুদে ব্যাংক হতে ঋণগ্রহণ করলেন। যদি মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয় তাহলে তার প্রকৃত সুদের হার কত হবে? (প্রয়োগ)
[ক] ১১.২৬%
[খ] ১২.৬৮%
[গ] ১৩.৯২%
✅ ২৬.৮২%
১২৪. মি. তারেক একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্যে বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে? (প্রয়োগ)
[ক] ২৮.০৮%
[খ] ৩৮.১২%
[গ] ৪৮.২০%
✅ ৫৮.৬৯%
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৫. স্বল্পমেয়াদি অর্থায়নের একটি অপ্রাতিষ্ঠানিক উৎস হলো গ্রাম্য মহাজন। গ্রাম্য মহাজনরা প্রদত্ত ঋণের সুদ গণনা করেন- (উচ্চতর দক্ষতা)
i. দিন ভিত্তিতে
ii. মাস ভিত্তিতে
iii. সপ্তাহ ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৬. জনাব শাহাদাত তার গ্রামের এক মহাজনের কাছ থেকে সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করেন। এক্ষেত্রে তার- (প্রয়োগ)
i. বার্ষিক সুদের হার ৫২%
ii. প্রকৃত সুদের হার ৬৭.৭৭%
iii. নামিক সুদের হার ১.৬৮%
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
রিয়াজ সাহেব একজন গ্রামীণ মহাজন। কৃষক করিম তার কাছ থেকে সাপ্তাহিক ১.৫% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণগ্রহণ করে। সংসারের টানাপোড়নের জন্য তার টাকা পরিশোধ করতে ১১ বছর লেগে যায়।
১২৭. করিম অর্থের সময়মূল্যের কোন সূত্র প্রয়োগের মাধ্যমে মহাজনকে বার্ষিক সুদ প্রদান করবে? (প্রয়োগ)
[ক] ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র
[খ] বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র
[গ] বার্ষিক বৃত্তি নির্ণয়ের সূত্র
✅ প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র
১২৮. করিম প্রকৃতপক্ষে মহাজনকে শতকরা কত হারে সুদ প্রদান করেছে? (প্রয়োগ)
[ক] ১০০%
✅ ১১৬.৮৯%
[গ] ১৫২%
[ঘ] ১৫৭.১৫%
নিচের উদ্দীপকটি পড়ে ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
রফিক একজন দরিদ্র কৃষক। চাষের প্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে তিনি তার গ্রামের বিমল ঘোষ নামে এক মহাজনের নিকট থেকে ২০,০০০ টাকা ঋণ নিয়েছেন। বিমল ঘোষ তার প্রদত্ত ঋণের ওপর সাপ্তাহিক ২% চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করে। আর্থিক অনটনের কারণে ঋণের অর্থ পরিশোধ করতে রফিকের ৮ বছর লেগে যায়।
১২৯. রফিককে প্রকৃতপক্ষে কত হারে সুদ প্রদান করতে হয়েছে? (প্রয়োগ)
[ক] ২০০%
✅ ১৮০.০৩%
[গ] ১৫২%
[ঘ] ১৯৫.২%
১৩০. রফিকের ব্যবহৃত উৎসটি থেকে ঋণ গ্রহণ করা যায়- (উচ্চতর দক্ষতা)
i. দিনভিত্তিক সুদ প্রদানের বিনিময়ে
ii. মাসভিত্তিক সুদ প্রদানের বিনিময়ে
iii. বার্ষিক সুদ প্রদানের বিনিময়ে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩১. অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ওপর ভিত্তি করে গৃহীত হয়? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] মানব সম্পদের দক্ষতার ওপর
[খ] আর্থিক পরিকল্পনার ওপর
✅ অর্থের সময়মূল্যের ওপর
[ঘ] সাংগঠনিক ধারণার ওপর
১৩২. কীভাবে তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করা যায়? (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা)
[ক] গড় মুনাফার হার নির্ধারণের মাধ্যমে
[খ] অর্থায়নের উৎস থেকে
✅ অর্থের সময়মূল্যের মাধ্যমে
[ঘ] মূলধনের প্রকৃতি নির্ধারণ করে
১৩৩. সুদের হার শতকরা ১০ টাকা হলে এখনকার ১০০ টাকা ১ বছর পরে কত টাকার সমান মূল্য বহন করে? (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)
✅ ১১০ টাকা
[খ] ১১১ টাকা
[গ] ১৯০ টাকা
[ঘ] ২০০ টাকা
১৩৪. ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা)
[ক] মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি
[খ] ঝুঁকি পরিমাপের পদ্ধতি
[গ] মূলধনী আয়-ব্যয় প্রাক্কলনের পদ্ধতি
✅ অর্থের সময়মূল্যের পদ্ধতি
১৩৫. ঋণ নেয়ার আগে কোনটি করা আবশ্যক? (জামালপুর জিলা স্কুল)
[ক] সুদের পরিমাণ নির্ধারণ
[খ] ঋণের পরিমাণ নির্দিষ্ট করা
[গ] অর্থের মূল্য নির্ধারণ
✅ ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই
১৩৬. কোম্পানি দেউলিয়া হয় কী কারণে? (বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] ব্যবসায়িক ঝুঁকি বেশি হলে
[খ] আর্থিক ঝুঁকি বেশি হলে
✅ দায় পরিশোধে ব্যর্থ হলে
[ঘ] সুদের হার ঝুঁকির কারণে
১৩৭. ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয়? (যশোর জিলা স্কুল, যশোর)
[ক] সুদ প্রক্রিয়া
[খ] বাট্টাকরণ পদ্ধতি
[গ] মেয়াদি প্রক্রিয়া
✅ চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
১৩৮. তুহিন আজকে ব্যাংকে ১০০ টাকা জমা দিল। ব্যাংক তাকে ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৪ বছর পর তুহিনের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? (বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট)
[ক] ১২৮ টাকা
✅ ১৪৬ টাকা
[গ] ১৫৬ টাকা
[ঘ] ১৯২ টাকা
১৩৯. ভবিষ্যৎ মূল্য = বর্তমান মূল্য (১ + সুদের হার)মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত? (জামালপুর জিলা স্কুল)
[ক] চক্রবৃদ্ধি হার
[খ] বাৎসরিক বাট্টাকরণ
[গ] প্রকৃত সুদের হার
✅ বাৎসরিক চক্রবৃদ্ধি
১৪০. মিলন একটি বিনিয়োগের ওপর শতকরা ১২ টাকা চক্রবৃদ্ধি হারে সুদ পান যা ৩ বছর পরে ১৬,০৬২ টাকা হবে। মিলনের বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য কত? (সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল)
[ক] ১০,১৯০ টাকা
✅ ১১,৪৩৩ টাকা
[গ] ১৪,০০২ টাকা
[ঘ] ১৪,২৮০ টাকা
১৪১. ১ বছর পরের ১০০ টাকার বর্তমান মূল্য = ১০০(১ +.১০) = ৯০.৯১। উদাহরণটি কোন প্রক্রিয়ার অন্তর্গত? (খুলনা জিলা স্কুল)
[ক] মূলধনী ব্যয়
[খ] চক্রবৃদ্ধি সুদ
✅ বার্ষিক বাট্টাকরণ
[ঘ] মূলধন প্রাক্কলন
১৪২. ব্যাংকে টাকা রাখলে বছরে কত বার চক্রবৃদ্ধি হয়? (বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)
[ক] ২ বার
[খ] ৪ বার
[গ] ৬ বার
✅ ১২ বার
১৪৩. জনাব জিলানী ৫ বছর পর ৫০,০০০ টাকা পেতে চান। জয়তা ব্যাংকের সুদের হার ১২%, যা মাসিক বাট্টাকরণ হারে প্রদান করা হয়। জনাব জিলানীকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? (খুলনা জিলা স্কুল)
[ক] ২৯,১৯২ টাকা
[খ] ২৮,৫৬৮ টাকা
✅ ২৭,৫২২ টাকা
[ঘ] ২৬,০৫৭ টাকা
১৪৪. রহমত সাহেব তার মেয়ের বিয়ের জন্য ১,৫০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। এখন থেকে ১৫ বছর পর মেয়ের বিয়ে দেবেন। যদি ‘ক’ ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে, তাহলে রহমত সাহেব বর্তমানে কত টাকা করে ব্যাংকে জমা রাখবেন? (জামালপুর জিলা স্কুল)
✅ ৩৪,০৯৩ টাকা
[খ] ৪৮,৪৩০ টাকা
[গ] ৫২,৮৩০ টাকা
[ঘ] ৫৬,৪৩৫ টাকা
১৪৫. টিসি ব্যাংক লিমিটেড ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে? (হরিমোহন সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ)
[ক] ১৭.১৯%
[খ] ১৭.২৯%
[গ] ২৮.১৯%
✅ ৩১.০৮%
১৪৬. বছরে যদি ১২ বার সুদ চক্রবৃদ্ধি হয় তাহলে- (হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা)
i. সুদ আসলের তুলনায় দ্বিগুণ হবে
ii. সুদের হারকে ১২ দ্বারা ভাগ করতে হবে
iii. মেয়াদকেও ১২ দ্বারা গুণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
১৪৭. ত্রৈমাসিক চক্র বৃদ্ধি হলে- (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ খুলনা)
i. সুদের হারকে ৪ দিয়ে ভাগ করলে হবে
ii. মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে হবে
iii. মেয়াদকে ৪ দিয়ে গুণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৮. পাঁচ বছর মেয়াদি জমাকৃত টাকার ওপর ৮.৫% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব হলে- (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়)
i. m এর মান ১২
ii. m এর মান ৪
iii. n এর মান ৫
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪৯. সমান হার বহন করে- (বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. বাৎসরিক ৬৭.৭৬% সুদের হার
ii. সাপ্তাহিক ১% সুদের হার
iii. মাসিক ১২% সুদের হার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫০ ও ১৫১ নং প্রশ্নের উত্তর দাও :
এনামুল ১২,০০০ টাকা ৫ বছরের জন্য ১০% চক্রবৃদ্ধি সুদে একটি প্রকল্পে বিনিয়োগ করেছিল। সে ৫ বছর পর যে টাকা পায় তা ১২ বছরের জন্য ১৫% চক্রবৃদ্ধি সুদে আরেকটি প্রকল্পে বিনিয়োগ করে। (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ, চট্টগ্রাম)
১৫০. বিনিয়োগের ৫ বছর পর এনামুল কত টাকা পেয়েছে?
[ক] ২০,০৩৬ টাকা
✅ ১৯,৩২৬ টাকা
[গ] ১৮,৪৭৭ টাকা
[ঘ] ১৭,৬১৫ টাকা
১৫১. ১৭ বছর পর এনামুল সর্বমোট কত টাকা পাবে?
[ক] ১,০০,০০০ টাকা
[খ] ১,০১,৪০০ টাকা
[গ] ১,০৩,০০০ টাকা
✅ ১,০৩,৪০০ টাকা
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫২ ও ১৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
মি. পাভেল বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে ১২,০০০ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখে। (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানারাবাদ খুলনা)
১৫২. মি. পাভেলের হিসাবে ২ বছর পর কত টাকা জমা হবে?
✅ ১৪,৫২০ টাকা
[খ] ১৪,৯২০ টাকা
[গ] ১৫,৫২০ টাকা
[ঘ] ১৫,৯২০ টাকা
১৫৩. যদি বার্ষিক চক্রবৃদ্ধি হার ১২% হয় তাহলে ৫ বছর পর মি. পাভেলের হিসাবে কত টাকা জমা হবে?
[ক] ১৯,২৯০ টাকা
[খ] ২০,০১৬ টাকা
✅ ২১,১৪৮ টাকা
[ঘ] ২২,২৭৮ টাকা
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫৪ ও ১৫৫ প্রশ্নের উত্তর দাও :
জনাব মোকাম্মেল সাহেব সিদ্ধান্ত নিলেন যে, ১লা জানুয়ারি ২০০৬ সালের শেষে ২৫,০০০ টাকা জমা দিবেন সাউথ ইষ্ট ব্যাংকে। উক্ত জমার হিসাব তিনি ৫ বছর চালিয়ে যাবেন। ব্যাংক তাকে ১২% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
(সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়)
১৫৪. ৫ বছর পর ব্যাংকে মোকাম্মেল সাহেবকে কত টাকা প্রদান করবে?
[ক] ১,৫০,০৫৬ টাকা
✅ ১,৫৮,৮২১ টাকা
[গ] ১,৬২,২৮২ টাকা
[ঘ] ১,৬৭,৫৪৭ টাকা
১৫৫. ব্যাংক যদি ১৪% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে মোকাম্মেল সাহেব কত টাকা পাবেন?
✅ ১,৬৫,২৫৩ টাকা
[খ] ১,৭০,৯৭২ টাকা
[গ] ১,৭৫,২৫৩ টাকা
[ঘ] ১,৮০,০০৮ টাকা
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৬. ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে- (অনুধাবন)
i. অর্থের মূল্য বৃদ্ধি পায়
ii. অর্থের মূল্য পরিবর্তিত হয়
iii. সুদের হার দ্বারা প্রভাবিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৭. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে- (অনুধাবন)
i. অর্থের আন্তঃপ্রবাহ জড়িত থাকে
ii. অর্থের বহিঃপ্রবাহ জড়িত থাকে
iii. বিনিয়োগের সুযোগ ব্যয় জড়িত থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৮. অর্থের সময়মূল্যের ধারণা থাকা প্রয়োজন- (অনুধাবন)
i. অর্থায়নের উৎস নির্বাচনের জন্য
ii. বিনিয়োগের প্রকল্প বাছাইয়ের জন্য
iii. সুদের হার নূন্যতম রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৯. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগ করে নির্ধারণ করা যায়- (অনুধাবন)
i. বর্তমানে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য
ii. ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য
iii. বিনিয়োগের সুযোগ ব্যয়ের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬০. অর্থের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
ii. সমতাকরণ পদ্ধতি
iii. বাট্টাকরণ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬১. প্রকৃত সুদের হার ভিন্ন হয়- (অনুধাবন)
i. সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে
ii. মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে
iii. বাৎসরিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬২. অর্থের সময়মূল্যের সূত্রে m ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. অর্থের বর্তমান মূল্য নির্ণয়ে
ii. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে
iii. প্রকৃত সুদের হার নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৩. আজিম একটি বাণিজ্যিক ব্যাংকে ৭ বছরের জন্য বার্ষিক ১০% চক্রবৃদ্ধিতে ১,০০,০০০ টাকা জমা রাখবে। জমাকৃত টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে তার ব্যবহৃত সূত্রের ক্ষেত্রে- (প্রয়োগ)
i. n = ৭ বছর
ii. Pv = ১,০০,০০০ টাকা
iii. r = ১০%
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৪. জনাব রায়হান একজন অর্থ ব্যবস্থাপক। অর্থায়ন সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণে তাকে জানতে হবে- (প্রয়োগ)
i. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
ii. বাট্টাকরণ পদ্ধতি
iii. প্রকৃত সুদের হার নির্ণয় পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৫. অর্থের সময়মূল্যের ধারণা অনুযায়ী- (অনুধাবন)
i. টাকার বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হয়
ii. বার্ষিক ও সপ্তাহিক সুদের হার ভিন্ন হয়
iii. চক্রবৃদ্ধি ও বাট্টাকরণ বিপরীতমুখী প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৬৬ ও ১৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
লিয়াকত আলী একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক। ব্যবসায়ের অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত তাকেই গ্রহণ করতে হয়। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানের জন্য ১,০০,০০০ টাকার একটি মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
১৬৬. লিয়াকত আলীর গৃহীত সিদ্ধান্তের সাথে জড়িত রয়েছে- (প্রয়োগ)
i. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
ii. বাট্টাকরণ পদ্ধতি
iii. বিনিয়োগের সুযোগ ব্যয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৭. লিয়াকত আলী কোন ক্ষেত্রে তার গৃহীত সিদ্ধান্তটি কার্যকর করে লাভবান হবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে
✅ বহিঃপ্রবাহ আন্তঃপ্রবাহ থেকে বেশি হলে
[গ] বর্তমান ব্যয় ভবিষ্যৎ আয় অপেক্ষা বেশি হলে
[ঘ] মেশিনের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কম হলে
0 Comments:
Post a Comment