SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ফিন্যান্স ও ব্যাংকিং
ত্রয়োদশ অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-13
Finance and Banking
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
[ক] বিনিময়ের মাধ্যমে
✅ মূল্যস্তর স্থিতিশীল রাখা
[গ] কর্মসংস্থান সৃষ্টি
[ঘ] সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি

২. কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] বিনিয়োগ ব্যাংক
[ঘ] বিনিময় ব্যাংক

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সিডর আক্রান্ত বরগুনার আলু চাষিরা ন্যায্যমূল্য পাওয়ার জন্য একত্রিত হয়ে ‘প্রত্যয়’ নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। এতে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটে। পরবর্তীতে সমিতির কার্যক্রম প্রসারের জন্য তারা প্রতিষ্ঠানিক আর্থিক সহায়তা গ্রহণের চিন্তাভাবনা করছে।

৩. ‘প্রত্যয়’ কার্যক্রমে কোন আর্থিক প্রতিষ্ঠান সহায়তা করতে পারে?
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] শিল্প ব্যাংক
[গ] গ্রামীণ ব্যাংক
[ঘ] বিনিয়োগ ব্যাংক

৪. আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ‘প্রত্যয়’-
i. দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে পারে
ii. ঋণসুবিধা পাবে
iii. জীবনযাত্রার মানোন্নয়ন করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

কেন্দ্রীয় ব্যাংকের ধারণা : পৃষ্ঠা-১১৯

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫. পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হয়েছে কত শতাব্দীতে? (জ্ঞান)
[ক] ষোড়শ
✅ সপ্তদশ
[গ] অষ্টাদশ
[ঘ] উনবিংশ

৬. সপ্তদশ শতাব্দীতে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয় কেন? (অনুধাবন)
[ক] আত্মকর্মসংস্থান বেড়ে যাওয়ায়
[খ] বিভিন্ন ব্যবসায়ের আবির্ভাব হওয়ায়
✅ বিভিন্ন ব্যাংকের আবির্ভাব হওয়ায়
[ঘ] রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য

৭. কোন ব্যাংক অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে জন্মলাভ করে? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] শিল্প ব্যাংক
[ঘ] সমবায় ব্যাংক

৮. ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে কোন ব্যাংক কাজ করে? (অনুধাবন)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] তালিকাভুক্ত ব্যাংক
[গ] সরকারি ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক

৯. অধ্যাপক সেয়ার্স কে? (জ্ঞান)
[ক] একজন ইতিহাসবিদ
✅ একজন অর্থনীতিবিদ
[গ] একজন হিসাববিদ
[ঘ] একজন ভূগোলবিদ

১০. কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিয়েছেন কে? (জ্ঞান)
✅ অধ্যাপক সেয়ার্স
[খ] কে. এম. সেন
[গ] ড. সেন
[ঘ] অধ্যাপক টেরি

১১. কোনটিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে? (অনুধাবন)
[ক] আইনগত নীতি বাস্তবায়ন
✅ সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন
[গ] অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
[ঘ] বেসরকারি আর্থিক নীতি বাস্তবায়নে

১২. কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সমাজের কী? (জ্ঞান)
[ক] চাঁদ
[খ] তারা
[গ] নক্ষত্র
✅ সূর্য

১৩. কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু। নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো (অর্থ ও মুদ্রা বাজার) জগতে আলো ও শক্তি দেয়।” সংজ্ঞাটি কে দিয়েছেন? (জ্ঞান)
[ক] অধ্যাপক সেয়ার্স
[খ] অধ্যাপক কিসচ
[গ] অধ্যাপক এলকিন
✅ ড. এস, এন, সেন

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪. কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে- (অনুধাবন)
i. মুদ্রাবাজারকে সুসংগঠিত করা
ii. দ্রব্যমূল্য হ্রাস করা
iii. নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো- (অনুধাবন)
i. মুদ্রা প্রচলন
ii. ঋণ নিয়ন্ত্রণ
iii. অর্থ সরবরাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬. যে সকল ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবদান রয়েছে, তা হলো- (অনুধাবন)
i. বাণিজ্যিক ব্যাংকের সাহায্যার্থে
ii. দেশের অর্থনীতিতে
iii. সমাজ গঠনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭. কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার গুরুত্ব অনুভব করার কারণ- (অনুধাবন)
i. অর্থনীতি ও মুদ্রাবাজারের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন
ii. নোট ও মুদ্রা প্রচলন করার তাগিদ
iii. আর্থিক বিষয়ে অন্যের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হওয়ায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
রেজা পড়াশোনা শেষ করে ব্যাংকার হতে ইচ্ছুক। তবে সে দেশের প্রধান ব্যাংকটির ব্যাংকার হতে চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক এবং সার্বভৌমত্বের প্রতীক।

১৮. রেজা কোন ব্যাংকের ব্যাংকার হতে চায়? (প্রয়োগ)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বৃহত্তম ব্যাংক
[ঘ] সরকারি ব্যাংক

১৯. সার্বভৌমত্বের প্রতীক ধরা হলে রেজার ব্যাংকটির সাথে সামঞ্জস্যপূর্ণ উক্তিটি হবে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যাংকটি স্বাধীনতা ভোগ করে
ii. প্রত্যেকটি স্বাধীন দেশে এ ব্যাংক আছে
iii. দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও স্থায়ীত্বের নির্দেশনা দান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য: পৃষ্ঠা-১১৯

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০. কেন্দ্রীয় ব্যাংক কিরূপ প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান
[খ] উন্নয়নমূলক মুনাফাভোগী প্রতিষ্ঠান
[গ] মুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান
[ঘ] ক্ষুদ্র ঋণদানকারী এনজিও প্রতিষ্ঠান

২১. সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করা কোন ব্যাংকের উদ্দেশ্য? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] শিল্প ব্যাংক
[ঘ] বিনিয়োগ ব্যাংক

২২. কোন ব্যাংক দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর উদ্দেশ্যে গঠিত? (জ্ঞান)
[ক] সরকারি ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] বাণিজ্যিক ব্যাংক

২৩. বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] বিশেষায়িত ব্যাংক
[খ] সমবায় ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] বাণিজ্যিক ব্যাংক

২৪. প্রকৃত অর্থে কোন উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত? (অনুধাবন)
[ক] দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ
[খ] বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ
✅ অর্থনৈতিক উন্নয়ন
[ঘ] ঋণ নিয়ন্ত্রণ

২৫. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
[ক] অর্থনৈতিক উন্নয়ন
[খ] সরকারকে পরামর্শ দান
✅ নোট ও মুদ্রা প্রচলন
[ঘ] সম্পদের সুষম বণ্টন

২৬. কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন ব্যতীত আর কোন কাজটি করে? (জ্ঞান)
✅ নিয়ন্ত্রণ
[খ] শাসন
[গ] প্রচারণা
[ঘ] পরিচালনা

২৭. কোনটি বৈদেশিক মুদ্রা আগমন ও নির্গমনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] ভোক্তা ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বিনিয়োগ ব্যাংক
[ঘ] এক্সিম ব্যাংক

২৮. আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে নিচের কোনটি অপরিহার্য? (অনুধাবন)
✅ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ
[খ] দেশের মুদ্রামান নিয়ন্ত্রণ
[গ] মূল্যস্তর স্থিতিশীল রাখা
[ঘ] ঋণ নিয়ন্ত্রণ করা

২৯. কোন ব্যাংক মুদ্রামান সংরক্ষণের নিয়ন্ত্রক? (জ্ঞান)
[ক] ইসলামী ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক

৩০. কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] বিনিয়োগ ব্যাংক
[ঘ] বিনিময় ব্যাংক

৩১. তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবে কাজ করে কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] সরকারি ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] শিল্প ব্যাংক

৩২. বাংলাদেশে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত। কোন ব্যাংক এ সকল ব্যাংকের কার্য্যাবলি নিয়ন্ত্রণ করে? (প্রয়োগ)
✅ বাংলাদেশ ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
[গ] বিনিময় ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

৩৩. কোন ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] কৃষি ব্যাংক
[খ] শিল্প ব্যাংক
[গ] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক

৩৪. কীভাবে কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে? (অনুধাবন)
✅ বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার লেনদেন নিষ্পত্তির মাধ্যমে
[খ] আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির মাধ্যমে
[গ] একক ব্যাংকের মধ্যকার লেনদেন নিষ্পত্তির মাধ্যমে
[ঘ] বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ সৃষ্টিতে সহায়তার মাধ্যমে

৩৫. বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয়সাধন করে থাকে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে চেকের লেনদেন নিষ্পত্তিতে কী হিসেবে কাজ করে? (প্রয়োগ)
[ক] মুরব্বি
[খ] নিয়ন্ত্রক
[গ] পরিদর্শক
✅ নিকাশ ঘর

৩৬. কেন্দ্রীয় ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংককে পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ নিশ্চিত করে? (অনুধাবন)
✅ অর্থবাজারকে স্থিতিশীল রাখতে
[খ] অর্থবাজারকে নিয়ন্ত্রণ করতে
[গ] আমদানি ও রপ্তানির সহায়ক হিসেবে
[ঘ] বাণিজ্যিক সফলতা আনয়নের জন্য

৩৭. অর্থবাজারকে স্থিতিশীল করা হয় কীভাবে? (অনুধাবন)
[ক] মুদ্রামান নিয়ন্ত্রণ করে
[খ] মূল্যস্তর স্থিতিশীল রেখে
✅ ঋণ নিয়ন্ত্রণ করে
[ঘ] সম্পদের সুষম বণ্টন করে

৩৮. কোন ব্যাংক সরকারকে সকল অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে পরামর্শ দেয়? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] আন্তর্জাতিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] মার্চেন্ট ব্যাংক

৩৯. সরকারের প্রয়োজনীয় সময়ে অর্থনীতি বিষয়ক নানান পরামর্শ দিয়ে থাকে কোন ব্যাংকটি? (অনুধাবন)
[ক] সোনালী ব্যাংক
[খ] প্রবাসী কল্যাণ ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] এইচএসবিসি ব্যাংক

৪০. জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে? (অনুধাবন)
[ক] আন্তর্জাতিক আর্থিক সম্পর্কের বুনিয়াদ গড়ে তোলে
[খ] বৈদেশিক মুদ্রার আগমনের হিসাব রাখে
[গ] আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তিতে কাজ করে
✅ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ দেয়

৪১. কোনটি সরকারের ব্যাংক? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] সমবায় ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

৪২. সরকারের অর্থ সংরক্ষণ ও যাবতীয় লেনদেন সম্পাদন করতে কেন্দ্রীয় ব্যাংক কী হিসেবে বিবেচিত হবে? (অনুধাবন)
[ক] বেসরকারি ব্যাংক
[খ] অভ্যন্তরীণ ব্যাংক
[গ] গণতান্ত্রিক ব্যাংক
✅ সরকারের ব্যাংক

৪৩. সেতুর উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারকে এশিয়া উন্নয়ন ব্যাংক ৩০ কোটি টাকা অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে এ লেনদেনটি সম্পাদনের দায়িত্ব কোন ব্যাংকের ওপর? (প্রয়োগ)
[ক] সোনালী ব্যাংক
[খ] কর্মসংস্থান ব্যাংক
[গ] বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক

৪৪. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য? (অনুধাবন)
[ক] ঋণ নিয়ন্ত্রণ
[খ] মূল্যস্তর স্থিতিশীল
[গ] ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
✅ জনকল্যাণ

৪৫. জনগণের কল্যাণে নিয়োজিত থাকা কেন্দ্রীয় ব্যাংকের কিরূপ উদ্দেশ্য? (অনুধাবন)
[ক] গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
✅ মূখ্য উদ্দেশ্য
[গ] প্রধান উদ্দেশ্য
[ঘ] অন্যতম উদ্দেশ্য

৪৬. প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি সম্পাদন করে? (অনুধাবন)
[ক] প্রকল্প সম্পর্কে জ্ঞান দান
[খ] গ্রাহককে প্রকল্প বাস্তবায়নে বাধ্য
✅ দেশের সম্পদের সুষম বণ্টন
[ঘ] পাইকারি ব্যবসায়ী তৈরি

৪৭. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে কেন? (অনুধাবন)
✅ মূলধন সরবরাহের উদ্দেশ্যে
[খ] ব্যবসায়িক উদ্দেশ্যে
[গ] দেশের কল্যাণের উদ্দেশ্যে
[ঘ] আন্তর্জাতিক উদ্দেশ্যে

৪৮. কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পিত লক্ষ্য কোনটি? (জ্ঞান)
[ক] ব্যাংক হার বৃদ্ধি করা
[খ] নির্বাহী পরিষদ গঠন করা
[গ] নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা
✅ সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা

৪৯. নিচের কোন ব্যাংকটি শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ অর্থ ও মূলধন বাজার গড়ে তোলার জন্য পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] তালিকাভুক্ত ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] অতালিকাভুক্ত ব্যাংক

৫০. কোন ব্যাংক সকল ব্যাংকের পথপ্রদর্শক? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] বিশেষায়িত ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] আন্তর্জাতিক ব্যাংক

৫১. ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (অনুধাবন)
[ক] গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
✅ মুখ্য উদ্দেশ্য
[গ] প্রধান উদ্দেশ্য
[ঘ] অন্যতম উদ্দেশ্য

৫২. কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
✅ মুদ্রাবাজার গঠন
[খ] ঋণ নিয়ন্ত্রণ
[গ] জনকল্যাণ
[ঘ] সম্পদের সুষম বণ্টন

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৩. কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. মুদ্রাবাজার গঠন
ii. ঋণদান
iii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করে- (অনুধাবন)
i. ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে
ii. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করতে
iii. দেশীয় মুদ্রার মান অক্ষুণন রাখতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে- (অনুধাবন)
i. সঠিক পরিকল্পনা প্রণয়ন করে
ii. পরিকল্পনা বাস্তবায়ন করে
iii. সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. কেন্দ্রীয় ব্যাংক দেশের সম্পদের সুষম বণ্টন করে- (অনুধাবন)
i. বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে
ii. ব্যবসায়ীদের ঋণ দিয়ে
iii. গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. উদ্দেশ্য সাধনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপগুলো হলো- (অনুধাবন)
i. বর্হিবিশ্বের সাথে সম্পর্ক রক্ষা
ii. মূলধন বাজার গঠন ও পরিচালনা
iii. সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
D ব্যাংক জনগণের আমানত সংগ্রহ করে ঋণ প্রদান করত। কিন্তু দেশের সরকার ব্যাংকটিকে নোট ও মুদ্রা ইস্যু করার দায়িত্ব দেয়। সরকারের কাজটি এবং আমানত ও ঋণদানের কাজটি একই সাথে করা D ব্যাংকের পক্ষে সম্ভব না হওয়ায় ব্যাংকটি পূর্বের কাজটি ছেড়ে দেয়।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৩

৫৮. D ব্যাংকের ধরন পরিবর্তিত হয়ে কোন ব্যাংকে পরিণত হয়েছে?
 (প্রয়োগ)
[ক] বিনিয়োগ ব্যাংকে
✅ কেন্দ্রীয় ব্যাংকে
[গ] বেসরকারি ব্যাংকে
[ঘ] বিশেষায়িত ব্যাংকে

৫৯. বর্তমানে D ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কোনটি হওয়া উচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] মুনাফা অর্জন
✅ জনকল্যাণ
[গ] ঋণ প্রদান
[ঘ] আমানত গ্রহণ

কেন্দ্রীয় ব্যাংকের কার্য্যাবলি : পৃষ্ঠা -১২০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬০. কেন্দ্রীয় ব্যাংকের কার্য্যাবলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৪
[গ] ৬
[ঘ] ৮

৬১. দেশের নোট ও মুদ্রা প্রচলনে একমাত্র ক্ষমতা প্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] একক ব্যাংক
[গ] আন্তর্জাতিক ব্যাংক
[ঘ] মার্চেন্ট ব্যাংক

৬২. কোনটি বাংলাদেশের মুদ্রাবাজারের অভিভাবক? (সকল বোর্ড ’১৫)
[ক] সোনালী ব্যাংক
[খ] জনতা ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] অগ্রণী ব্যাংক

৬৩. বাংলাদেশে Guardian of the Money Market বলা হয় কোন ব্যাংককে? (জ্ঞান)
[ক] সোনালী ব্যাংককে
[খ] বিশ্ব ব্যাংককে
✅ বাংলাদেশ ব্যাংককে
[ঘ] বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে

৬৪. কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এ ঋণ নিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি কোনটি? (অনুধাবন)
✅ নৈতিক প্ররোচনা
[খ] সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান
[গ] বিশ্বব্যাংকের পরামর্শ গ্রহণ
[ঘ] অধীনস্থ ব্যাংকসমূহের মতামত গ্রহণ

৬৫. X ব্যাংকটি ঋণ সরবরাহ না করলেও ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখতে সাহায্য করে। এ কাজটি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এখানে ব্যাংকটির কোন কাজের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] ঋণদান
✅ ঋণ নিয়ন্ত্রণ
[গ] ঋণের ব্যবহার
[ঘ] ঋণের নীতি

৬৬. কেন্দ্রীয় ব্যাংক কেন বাজারের অর্থ সরবরাহের হ্রাস-বৃদ্ধি করে? (অনুধাবন)
[ক] বৈদেশিক মুদ্রা মান বৃদ্ধির জন্য
[খ] মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য
[গ] জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য
✅ মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণের জন্য

৬৭. কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে? (জ্ঞান)
[ক] বিনিয়োগ ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] স্বায়ত্বশাসিত ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক

৬৮. কোনো দেশের মুদ্রার বিনিময় হার নিচের কোনটির ওপর নির্ভর করে? (অনুধাবন)
✅ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর
[খ] ব্যাংক ব্যবস্থার উন্নয়নের ওপর
[গ] ঋণ নিয়ন্ত্রণের ওপর
[ঘ] বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়ের ওপর

৬৯. যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে ঋণের তদারকি করে কোন ব্যাংক? (জ্ঞান)
[ক] বিনিময় ব্যাংক
[খ] মার্চেন্ট ব্যাংক
[গ] শাখা ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক

৭০. কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্য্যাবলি বহির্ভুত কাজ কোনটি? (জ্ঞান)
✅ তহবিল সংরক্ষণ
[খ] নোট ও মুদ্রার প্রচলন
[গ] ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
[ঘ] ঋণ নিয়ন্ত্রণ

৭১. রূপা ব্যাংকটি অপ্রয়োজনীয় খাতে ঋণ প্রদান করে তারল্য সংকটে পড়ে। নিপা ব্যাংকটি রূপা ব্যাংকটির ঋণ তদারকি করে মন্দ তালিকায় অন্তর্ভুক্ত করল। এখানে নিপা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? (প্রয়োগ)
[ক] বিশেষায়িত ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বাণিজ্যিক ব্যাংক
[ঘ] সমবায় ব্যাংক

৭২. সরকার আর্থিক সংকটের সময় কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে? (অনুধাবন)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] গ্রামীণ ব্যাংক
[ঘ] বিনিময় ব্যাংক

৭৩. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ঋণের উৎস বলার কারণ কী? (অনুধাবন)
[ক] ব্যাংকিং নিয়মনীতিতে বাধ্যবাধকতা আছে বলে
✅ সরকারের সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান করে
[গ] সরকারের সকল টাকা কেন্দ্রীয় ব্যাংক ঋণ নেয় বলে
[ঘ] বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয় না বলে

৭৪. কোন ব্যাংককে সরকারের তহবিলের সংরক্ষক বলা হয়? (জ্ঞান)
[ক] সরকারি ব্যাংক
[খ] সাধারণ ব্যাংক
[গ] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক

৭৫. বাংলাদেশ সরকার দারিদ্র্য বিমোচনে আর্থিক অনুদানের জন্য ইরান সরকারকে প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে সহায়তা প্রাপ্তির কাজটি বাংলাদেশ সরকার কোন ব্যাংকের দ্বারা সম্পাদন করবে? (প্রয়োগ)
[ক] বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
[খ] প্রবাসী কল্যাণ ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] দেশে অবস্থিত যে কোনো বিদেশি ব্যাংক

৭৬. কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে? (জ্ঞান)
[ক] লাভ-লোকসান হিসাব
[খ] বিক্রয় হিসাব
✅ আয়-ব্যয় হিসাব
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

৭৭. কেন্দ্রীয় ব্যাংক কার পক্ষ হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের লেনদেন করে থাকে? (জ্ঞান)
[ক] ব্যবসায়ীদের
[খ] জনগণের
[গ] বিনিয়োগকারীদের
✅ সরকারের

৭৮. ‘Handle Govt. Transaction’ কথাটি কোন ব্যাংকের জন্য প্রযোজ্য? (জ্ঞান)
[ক] সঞ্চয়ী ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] বন্ধকি ব্যাংক
[ঘ] বাণিজ্যিক ব্যাংক

৭৯. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের কাজটি কেন্দ্রীয় ব্যাংক কার হয়ে করে থাকে? (অনুধাবন)
[ক] বিদেশের
✅ দেশের
[গ] জনগণের
[ঘ] ব্যবসায়ীর

৮০. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে উপদেষ্টা হিসেবে কাজ করে? (অনুধাবন)
✅ অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে
[খ] নিকাশঘর হিসেবে কাজ করার মাধ্যমে
[গ] সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকির মাধ্যমে
[ঘ] অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেন সম্পাদনের মাধ্যমে

৮১. ‘Coordination Maintainance of different Statistics’ বিষয়টি কোন ব্যাংকের অধীনে? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংকের
[খ] ভোক্তা ব্যাংকের
[গ] আন্তর্জাতিক ব্যাংকের
[ঘ] তালিকাভুক্ত ব্যাংকের

৮২. কোন ব্যাংক সরকারের প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখে? (জ্ঞান)
[ক] তালিকাভুক্ত ব্যাংক
[খ] বৃহত্তম ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক

৮৩. M দেশের প্রধান ব্যাংক ঈ। এটি সে দেশের তহবিল সংরক্ষণ ও তত্ত্বাবধান, ঋণদান ও পরামর্শ প্রদান করে। এক্ষেত্রে ঈ ব্যাংকের কোন কাজকে ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
✅ সরকারের ব্যাংক হিসেবে কাজ
[খ] আর্থিক লেনদেন নিষ্পত্তির কাজ
[গ] তহবিল সংরক্ষণের কাজ
[ঘ] দেশের প্রধান ব্যাংক হিসেবে কাজ

৮৪. সব ব্যাংকের ব্যাংকার কোন প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] সোনালী ব্যাংক
[ঘ] কৃষি ব্যাংক

৮৫. কোন ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বিশেষায়িত ব্যাংক
[গ] তালিকাভুক্ত ব্যাংক
[ঘ] রাষ্ট্রীয় ব্যাংক

৮৬. জনাব হারুন একজন প্রবাসী হিসেবে বাংলাদেশে একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এক্ষেত্রে কার অনুমোদন প্রয়োজন হবে? (প্রয়োগ)
[ক] সোনালী ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[গ] বিশেষায়িত ব্যাংক
[ঘ] প্রবাসী কল্যাণ ব্যাংক

৮৭. বাংলা ব্যাংক বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি শাখা ব্যাংক। সম্প্রতি নেত্রকোনায় শাখা স্থাপনে ব্যাংকটি উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে নতুন শাখা স্থাপনে কার অনুমোদন প্রয়োজন হবে? (প্রয়োগ)
✅ বাংলাদেশ ব্যাংকের
[খ] নেত্রকোনায় অবস্থিত সকল ব্যাংকের
[গ] যাবতীয় তালিকাভুক্ত ব্যাংকের
[ঘ] রাষ্ট্রীয় ব্যাংকসমূহের

৮৮. কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে কী করে? (অনুধাবন)
[ক] কৃষকদের ঋণ প্রদান করে
[খ] আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সক্রিয় রাখে
✅ ব্যাংক টু ব্যাংক লেনদেন নিষ্পত্তি করে
[ঘ] নিজের তহবিলে টাকা জমা রাখে

৮৯. আমিন সিটি ব্যাংকের একটি চেক ন্যাশনাল ব্যাংকে জমা দিল। এ দুই ব্যাংকের লেনদেন নিষ্পত্তিতে সাহায্য করবে কোন ব্যাংক? (প্রয়োগ)
[ক] বাংলা ব্যাংক
[খ] রমা ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] তালিকাভুক্ত ব্যাংক

৯০. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের কী বলা হয়? (জ্ঞান)
✅ শেষ আশ্রয়স্থল
[খ] নিকাশ ঘর
[গ] ঋণ আদায়কারী
[ঘ] ঋণদানকারী ব্যাংক

৯১. ‘Lender of the last resort’ বলা হয় কাকে? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংককে
[খ] বিশ্ব ব্যাংককে
✅ কেন্দ্রীয় ব্যাংককে
[ঘ] বিশেষায়িত ব্যাংককে

৯২. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে বাণিজ্যিক ব্যাংকের কার্য্যাবলিকে নিয়ন্ত্রণ করে? (অনুধাবন)
✅ সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা
[খ] কঠোর নির্দেশের মাধ্যমে
[গ] সরকারি নির্দেশনার মাধ্যমে
[ঘ] আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে

৯৩. কোন ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্য্যাবলি নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
[ক] সোনালী ব্যাংক
[খ] গ্রামীণ ব্যাংক
[গ] বিশ্ব ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক

৯৪. বাংলাদেশে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের যাবতীয় হিসাবপত্র পরীক্ষা-নিরীক্ষা করে থাকে নিচের কোন প্রতিষ্ঠানটি? (জ্ঞান)
[ক] অর্থ মন্ত্রণালয়
✅ বাংলাদেশ ব্যাংক
[গ] সরকারের অডিট বিভাগ
[ঘ] সোনালী ব্যাংক

৯৫. ২০১৫ সালের ১ সেপ্টেম্বর X ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য একটি সেমিনারের আয়োজন করলো। এখানে X কোন ধরনের ব্যাংক? (প্রয়োগ)
[ক] বিশেষায়িত ব্যাংক
[খ] শাখা ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] বাণিজ্যিক ব্যাংক

৯৬. শফিক একজন ব্যাংক গ্রাহক। তিনি প্রতি মাসে বেশ কিছু টাকা জমা রাখে একটি ব্যাংকে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে শফিকের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখে? (উচ্চতর দক্ষতা)
✅ বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ করে
[খ] শফিকের টাকা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে
[গ] সঞ্চিত টাকার ওপর বিমা করার মাধ্যমে
[ঘ] বাণিজ্যিক ব্যাংককে আর্থিক সহযোগিতার মাধ্যমে

৯৭. কেন্দ্রীয় ব্যাংক কাদের প্রতিনিধি হিসেবে কাজ করে? (জ্ঞান)
✅ অন্যান্য সদস্য ব্যাংকের
[খ] সাধারণ জনগণের
[গ] বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের
[ঘ] অন্যান্য সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের

৯৮. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ব্যাংক ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখে? (অনুধাবন)
✅ ব্যাংক ব্যবস্থার সেবা ব্যবস্থাপনার মাধ্যমে
[খ] বাণিজ্যিক ব্যাংকের সেবা প্রদানের মাধ্যমে
[গ] একক নিয়ন্ত্রণের মাধ্যমে
[ঘ] জেলায় জেলায় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে

৯৯. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের বহির্ভুত? (অনুধাবন)
[ক] মুদ্রা প্রচলন করা
[খ] ঋণ নিয়ন্ত্রণ
[গ] ক্লিয়ারিং হাউজ
✅ ঋণ প্রদান

১০০. প্রত্যয়নপত্র খোলার জন্য কার অনুমোদন নিতে হয়? (অনুধাবন)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] মার্চেন্ট ব্যাংক
[ঘ] শিল্প ব্যাংক

১০১. কোন ব্যাংক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] আন্তর্জাতিক ব্যাংক
[ঘ] বিনিয়োগ ব্যাংক

১০২. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে বাজারে প্রদত্ত ঋণের যথাযোগ্য উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করে? (অনুধাবন)
ক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে
[খ] মূল্যস্তর স্থিতিশীল রেখে
✅ ঋণের ব্যবহার নিশ্চিত করে
[ঘ] ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করে

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৩. কেন্দ্রীয় ব্যাংকের কাজ- (অনুধাবন)
i. দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ করা
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৪. কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে- (অনুধাবন)
i. ২ টাকা
ii. ৫ টাকা
iii. ১০ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৫. সৃষ্টির পর থেকেই কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে আসছে- (অনুধাবন)
i. মুদ্রা প্রচলন
ii. অর্থ সরবরাহ
iii. ঋণ নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৬. কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্ট সহজ বিনিময় মাধ্যম হচ্ছে- (অনুধাবন)
i. মুদ্রা
ii. হুন্ডি
iii. জমার হার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. ‘বাংলাদেশ ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে- (প্রয়োগ)
i. ব্যাংক হার নীতি ব্যবহার করে
ii. খোলাবাজার নীতি ব্যবহার করে
iii. জমার হার পরিবর্তন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৮. সরকারের হয়ে কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো- (অনুধাবন)
i. তহবিল সংরক্ষণ
ii. বিদেশে টাকা প্রেরণ
iii. অন্য সকল সম্পদ সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় হলো- (অনুধাবন)
i. ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান
ii. ব্যাংকে অর্থ প্রদান
iii. ব্যাংককে তালিকাভুক্তকরণের কাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. কেন্দ্রীয় ব্যাংকের মৌলিক কাজ হলো- (অনুধাবন)
i. বৈদেশিক বিনিময় হার নির্ধারণ
ii. মুদ্রামান সংরক্ষণ
iii. নোট ও মুদ্রার প্রচলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১১. কেন্দ্রীয় ব্যাংক সরকারকে- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি ঋণ দেয়
ii. মধ্যমেয়াদি ঋণ দেয়
iii. দীর্ঘমেয়াদি ঋণ দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশ-বিদেশের সাথে- (অনুধাবন)
i. ঋণ প্রদানে সহযোগিতা করে
ii. প্রয়োজনীয় চুক্তি ও লেনদেন সম্পাদন করে
iii. যোগাযোগ প্রতিষ্ঠা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. তালিকাভুক্ত ব্যাংকসমূহকে কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন ধরনের- (অনুধাবন)
i. দিকনির্দেশনা দেয়
ii. তথ্য সরবরাহ করে
iii. পরামর্শ প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. বাংলাদেশ ব্যাংক কৃষি ব্যাংককে ঋণ দিয়ে- (অনুধাবন)
i. উৎপাদন সম্পৃক্ত কৃষিকে সহায়তা করে
ii. কৃষি ও কৃষকের উন্নয়নে সহায়তা করে
iii. কৃষি যেন শিল্পকে সহায়তা করে তা নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. কৃষি ছাড়াও বাংলাদেশ ব্যাংকের উন্নয়ন খাতের মধ্যে অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. সাধারণ ব্যাংকের জন্য নিয়ম-নীতি প্রণয়ন
ii. দেশীয় মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা
iii. বাস্তবভিত্তিক আর্থিক পরিকল্পনা তৈরি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৬. কেন্দ্রীয় ব্যাংককে জাতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্র বলা হয়। কারণ- (অনুধাবন)
i. মুদ্রার সঠিক ব্যবস্থাপনা করে
ii. মুদ্রার মান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে
iii. সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৭. দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক- (অনুধাবন)
i. নতুন শাখা ও ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করে
ii. নীতি-কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করে
iii. ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক গবেষণা করার মাধ্যমে- (অনুধাবন)
i. সরকারের আর্থিক নীতি প্রণয়ন সম্পন্ন করে
ii. ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করার প্রয়াস চালায়
iii. মুদ্রাবাজার পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৯. কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে- (অনুধাবন)
i. আর্থিক লেনদেন সম্পাদন করে
ii. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে
iii. হিসাব সংরক্ষণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২০. অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সম্পন্ন করে- (অনুধাবন)
i. ঋণ আদায়
ii. হিসাব নিরীক্ষণ
iii. বৈদেশিক বাণিজ্যে উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২১. কেন্দ্রীয় ব্যাংক যে সকল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে তা হলো- (অনুধাবন)
i. ব্যাংক হার নীতি
ii. জমার হার পরিবর্তন
iii. নৈতিক প্ররোচনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২২. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কার্য্যাবলি হলো- (অনুধাবন)
i. মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ
ii. বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধি
iii. দেশীয় মুদ্রার সম্মানজনক হার সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৩. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন মেটাতে সাহায্যে করে- (অনুধাবন)
i. বিভিন্ন উপদেশ দিয়ে
ii. নানান পরামর্শ প্রদানের মাধ্যমে
iii. বৃত্তি প্রদানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৪. কেন্দ্রীয় ব্যাংক শিল্প উন্নয়নে যে সকল সহযোগিতা করে থাকে তা হলো- (অনুধাবন)
i. শিল্প বিনিয়োগে উৎসাহমূলক সহযোগিতা
ii. সম্পদের সুষম বণ্টন
iii. সকল নীতি নির্ধারণসহ ঋণ সহযোগিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৫. সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য কেন্দ্রীয় ব্যাংক- (অনুধাবন)
i. উন্নতি সাধনের উপায় উদ্ভাবন করে থাকে
ii. পরিকল্পনা প্রণয়ন করে থাকে
iii. গবেষণা কার্যক্রম প্রণয়ন করে থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৬. জনাব মাহবুব একজন শিল্পপতি। গাজীপুরে তার প্রতিষ্ঠিত ব্যাংকের একটি শাখা চালু করতে চান। সেজন্য তার করণীয় হচ্ছে- (প্রয়োগ)
i. কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন গ্রহণ
ii. কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়া
iii. ঋণের ব্যবহার নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৭. কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে লেনদেন সম্পাদন করে থাকে- (অনুধাবন)
i. অভ্যন্তরীণ পর্যায়ে
ii. আন্তর্জাতিক পর্যায়ে
iii. শুধু বেসরকারি পর্যায়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৮. কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্য্যাবলির অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি
ii. মূল্যস্তর স্থিতিশীল রাখা
iii. মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৯. সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সম্পাদিত কার্য্যাবলি- (প্রয়োগ)
i. সরকারের অর্থ ও সম্পদের তহবিল সংরক্ষণ
ii. যাবতীয় আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ
iii. সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩০. কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়
ii. পরামর্শ ও মধ্যস্থতাকারি হিসেবে কাজ করে
iii. নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩১. Asian Development Bank (ADB) M ব্যাংকের মাধ্যমে B ব্যাংককে ঋণ প্রদান করে। এর পেছনে যুক্তি হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. M ব্যাংক B দেশের একমাত্র ব্যাংক
ii. M ব্যাংক B দেশের কেন্দ্রীয় ব্যাংক
iii. M ব্যাংক B দেশের ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপনকারী ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের উদ্দীপকটি পড়ে ১৩২ ও ১৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য জাপানের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় জাপান থেকে প্রাপ্ত অনুদান X ব্যাংকে জমা রাখে। এছাড়াও অন্যান্য বিদেশি প্রাপ্ত অর্থ বিদেশি ব্যাংকগুলো X ব্যাংকে পাঠায়। এরপরও আরও ২৫% ঘাটতি অর্থ X ব্যাংক সরকারকে ঋণ হিসেবে দেয়।

১৩২. উদ্দীপকে X ব্যাংকের কোন ভূমিকার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] উন্নয়নের অংশীদার
[খ] ঋণের শেষ আশ্রয়স্থল
[গ] ব্যাংকের ব্যাংকার
✅ সরকারের ব্যাংকার

১৩৩. জাপান সরকারের সাথে পদ্মা সেতু সংক্রান্ত চুক্তির জন্য X ব্যাংক গর্ভনরকে যদি দায়িত্ব দেওয়া হয় তবে এটি ঐ ব্যাংকের কোন কাজ হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সরকারের উপদেষ্টা
✅ সরকারের প্রতিনিধি
[গ] সরকারের হিসাব রক্ষা
[ঘ] সরকারের নীতি প্রণয়নকারী

নিচের উদ্দীপকটি পড়ে ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
নেকস ব্যাংক বাংলাদেশের প্রধান ব্যাংক হিসেবে এদেশের অভ্যন্তরে অন্যান্য ব্যাংকের গঠনে, জমা ও ঋণদান আদায়ে নিকাশ ও হিসাব নিরীক্ষার সহায়তা করে। বিপদের সময় এ ব্যাংকগুলোকে পরামর্শও দেয়। ২০০৮ সালে নেকস ব্যাংক নোয়াখালী কো-অপারেটিভ ব্যাংককে এ ধরনের সহায়তা দেয় নি।

১৩৪. উদ্দীপকে নেকস ব্যাংকের কোন ভূমিকার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] দেশের প্রধান ও কেন্দ্রীয় ব্যাংক
[খ] ঋণদানের শেষ আশ্রয়স্থল
✅ অন্যান্য ব্যাংকের ব্যাংকার
[ঘ] সরকারের ব্যাংকার

১৩৫. নেকস ব্যাংক নোয়াখালী কো-অপারেটিভ ব্যাংককে সহায়তা না করার কারণ হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. এটি অতালিকাভুক্ত ব্যাংক
ii. এটি একটি সমবায় ব্যাংক
iii. এটি বাংলাদেশ ব্যাংকের অধীনে নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা : পৃষ্ঠা-১২৩

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৬. কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কোন ধরনের মালিকানায় থাকে? (জ্ঞান)
[ক] বেসরকারি
✅ সরকারি
[গ] আন্তর্জাতিক
[ঘ] ব্যক্তিগত

১৩৭. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কী নামে পরিচিত? (জ্ঞান)
✅ বাংলাদেশ ব্যাংক
[খ] সেন্ট্রাল ব্যাংক
[গ] সোনালী ব্যাংক
[ঘ] গণতান্ত্রিক ব্যাংক

১৩৮. বাংলাদেশ ব্যাংকের মালিকানা কিরূপ? (জ্ঞান)
✅ সরকারি
[খ] বেসরকারি
[গ] স্বায়ত্তশাসিত
[ঘ] যৌথ

১৩৯. বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে কত তারিখে? (জ্ঞান)
[ক] ১৬ ডিসেম্বর
✅ ৩১ অক্টোবর
[গ] ২২ মে
[ঘ] ২৪ মার্চ

১৪০. রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ দ্বারা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়? (জ্ঞান)
[ক] ১২০ নং অধ্যাদেশ
✅ ১২৭ নং অধ্যাদেশ
[গ] ১৩২ নং অধ্যাদেশ
[ঘ] ১৪১ নং অধ্যাদেশ

১৪১. বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী নাম কোনটি? (জ্ঞান)
[ক] দি ব্যাংক অব বাংলাদেশ
[খ] বাংলাদেশ ব্যাংক
[গ] দি ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশ
✅ স্টেট ব্যাংক অব পাকিস্তান

১৪২. বাংলাদেশ ব্যাংক প্রথম কোথায় ব্যাংকিং কার্যক্রম শুরু করে? (জ্ঞান)
✅ স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকাস্থ গভর্নরের কার্যালয়ে
[খ] ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে
[গ] বর্তমান শিল্প ব্যাংক কার্যালয়ে
[ঘ] পশ্চিম পাকিস্তানের গভর্নরের কার্যালয়ে

১৪৩. কখন থেকে বাংলাদেশ ব্যাংককে একটি স্থায়ী ও কার্যকর ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়? (জ্ঞান)
✅ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
[খ] ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
[গ] ১৯৭৫ সালের ১ জানুয়ারি
[ঘ] ১৯৮০ সালের ২৭ মার্চ

১৪৪. নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী? (জ্ঞান)
[ক] গ্রামীণ ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[ঘ] জনতা ব্যাংক

১৪৫. সরকারের হিসাব পরিচালনা করে কোন ব্যাংক? (অনুধাবন)
✅ বাংলাদেশ ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
[গ] অগ্রণী ব্যাংক
[ঘ] জনতা ব্যাংক

১৪৬. বাংলাদেশে নতুন নোট ইস্যুর দায়িত্ব পালন করে কোন ব্যাংক? (অনুধাবন)
[ক] সমবায় ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[গ] স্টেট ব্যাংক অব পাকিস্তান
[ঘ] সোনালী ব্যাংক

১৪৭. কোনটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত হয়? (জ্ঞান)
✅ পরিচালনা পর্ষদ
[খ] প্রতিনিধি পর্ষদ
[গ] উচ্চ প্রতিনিধি পর্ষদ
[ঘ] অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ

১৪৮. বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
[ক] ডেপুটি গভর্নর
[খ] নির্বাহী পরিচালক
[গ] অর্থনৈতিক উপদেষ্টা
✅ গভর্নর

১৪৯. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কতজন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৫০. বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালকের সংখ্যা কতজন? (জ্ঞান)
[ক] ৪ জন
[খ] ৬ জন
[গ] ১০ জন
✅ ১২ জন

১৫১. বাংলাদেশ ব্যাংকে অর্থনৈতিক উপদেষ্টা কতজন? (জ্ঞান)
✅ ১ জন
[খ] ২ জন
[গ] ৩ জন
[ঘ] ৪ জন

১৫২. বাংলাদেশ ব্যাংকে গভর্নরের পরবর্তী পদমর্যাদায় কার অবস্থান? (জ্ঞান)
[ক] নির্বাহী পরিচালক
[খ] অর্থনৈতিক উপদেষ্টা
[গ] মহাব্যবস্থাপক
✅ ডেপুটি গভর্নর

১৫৩. বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ডকে বিভাগভিত্তিক কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৬
[খ] ৭
[গ] ৮
✅ ৯

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৪. কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হওয়ার জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো- (অনুধাবন)
i. অর্থনীতির বিষয়ে বিশেষজ্ঞ
ii. রাজনৈতিক ব্যক্তিত্ব
iii. বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন থেকে মনোনীত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৫. বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা নির্বাহী প্রধানকে সহায়তা করে- (অনুধাবন)
i. ডেপুটি গভর্নর
ii. নির্বাহী পরিচালক
iii. অর্থনৈতিক উপদেষ্টা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৬. আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ‘বাংলাদেশ ব্যাংক’। এই ব্যাংক- (উচ্চতর দক্ষতা)
i. সরকারি মালিকানায় পরিচালিত হয়
ii. বেসরকারি মালিকানায় পরিচালিত হয়
iii. একটি পরিচালনা পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি লক্ষ কর এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
কেন্দ্রীয় ব্যাংকের গঠনও ব্যবস্থাপনা

১৫৭. ডেপুটি গভর্নর কত জন থাকে? (প্রয়োগ)
[ক] ২
✅ ৪
[গ] ৬
[ঘ] ৮

১৫৮. নির্বাহী পরিচালক ও অর্থনৈতিক উপদেষ্টার পরের ধাপে নিয়োজিত থাকে- (উচ্চতর দক্ষতা)
i. মহাব্যবস্থাপক
ii. সিস্টেম ব্যবস্থাপক
iii. প্রধান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক : পৃষ্ঠা - ১২৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৯. কেন্দ্রীয় ব্যাংককে দেনা-পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে কী হিসেবে গণ্য করা হয়? (অনুধাবন)
[ক] হিসাবরক্ষক
✅ নিকাশ ঘর
[গ] পরামর্শদাতা
[ঘ] মধ্যস্থতাকারী

১৬০. বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকসমূহের মধ্যে কার্যবিবরণীর মাধ্যমে কোনটি গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] বন্ধুত্ব
✅ সেতুবন্ধন
[গ] নির্ভরশীলতা
[ঘ] ব্যবসায়

১৬১. কোনটি সরকারের তথ্য সরবরাহকারী ব্যাংক? (জ্ঞান)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বিশেষায়িত ব্যাংক
[গ] তালিকাভুক্ত ব্যাংক
[ঘ] বেসিক ব্যাংক

১৬২. কোন ব্যাংক সরকারের প্রধান প্রকল্প সহায়ক? (জ্ঞান)
[ক] তালিকাভুক্ত ব্যাংক
[খ] বেসিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক

১৬৩. তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কোনটির সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] খদ্দের সম্পর্ক
✅ নির্দেশক সম্পর্ক
[গ] রক্ষীতা সম্পর্ক
[ঘ] চলমান সম্পর্ক

১৬৪. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] সদস্য
[খ] গবেষক
✅ অভিভাবক
[ঘ] মহাশয়

১৬৫. জন ব্যাংকের একটি তালিকাভুক্ত ব্যাংক হলো নিরব ব্যাংক। নিরব ব্যাংক কৃষিখাতে ঋণ দেবে কিনা এ বিষয়ে জন ব্যাংকের পরামর্শ চাইলে ব্যাংকটি অনেক উপদেশ ও পরামর্শ প্রদান করে। এখানে উভয়ের মধ্যকার কোন সম্পর্কটি প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
[ক] ব্যাংকার ও মক্কেল
✅ অভিভাবক ও সদস্য
[গ] নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিত
[ঘ] দেনাদার ও পাওনাদার

১৬৬. বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি? (জ্ঞান)
[ক] স্বায়ত্তশাসিত ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] খুচরা ব্যাংক
[ঘ] গ্রামীণ ব্যাংক

১৬৭. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কোনটির প্রয়োজন? (জ্ঞান)
[ক] পরীক্ষিত হওয়া
[খ] নির্বাচিত হওয়া
[গ] আর্থিক সাহায্যের
✅ সদস্য হওয়া

১৬৮. নিলয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক হতে ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এক্ষেত্রে নিলয় ব্যাংককে কোনটি বলা হয়? (প্রয়োগ)
[ক] ব্যাংকার
✅ মক্কেল
[গ] তালিকাভুক্ত ব্যাংক
[ঘ] দেনাদার

১৬৯. সূর্যমুখী ব্যাংক লি. আমানতের ৭% মিম ব্যাংকে জমা রাখে। এক সময় সূর্যমুখী ব্যাংক তারল্য সংকটে পড়লে মিম ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এর ফলে মিম ব্যাংক ও সূর্যমুখী ব্যাংকের কোন সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে? (প্রয়োগ)
✅ ব্যাংকার ও মক্কেল
[খ] অভিভাবক ও সদস্য
[গ] দেনাদার ও পাওনাদার
[ঘ] নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিত

১৭০. কোন ব্যাংক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক
[গ] আন্তর্জাতিক ব্যাংক
[ঘ] সরকারি ব্যাংক

১৭১. কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করে? (অনুধাবন)
✅ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে
[খ] পরিচালনা পর্ষদের মাধ্যমে
[গ] ব্যাংকের মূলধনের মাধ্যমে
[ঘ] ঋণ প্রদানের মাধ্যমে

১৭২. সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কোনটিকে? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংককে
[খ] বিনিময় ব্যাংককে
✅ কেন্দ্রীয় ব্যাংককে
[ঘ] স্বায়ত্তশাসিত ব্যাংককে

১৭৩. কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে তা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] ব্যাংকের পরিশোধিত মূলধনের ওপর
[খ] ব্যাংকের পরিচালনার ওপর
[গ] ব্যাংক কর্তৃক সরকারকে প্রদত্ত সেবার ওপর
✅ ব্যাংকের মালিকানার ওপর

১৭৪. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] ব্যাংক- গ্রাহক
✅ ব্যাংকার-মক্কেল
[গ] মক্কেল-ব্যাংকার
[ঘ] ব্যাংকার-ব্যাংক

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৫. বাণিজ্যিক ব্যাংকসমূহকে কেন্দ্রীয় ব্যাংকে কার্যবিবরণী পাঠাতে হবে- (অনুধাবন)
i. প্রত্যেক মাসে
ii. প্রত্যেক সপ্তাহে
iii. প্রত্যেক বছরে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৬. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে যে সকল তথ্য সরবরাহ করে থাকে- (অনুধাবন)
i. দেশ-বিদেশের অর্থ বাজার
ii. অর্থনীতি
iii. গ্রাহক সংখ্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৭. কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশে-বিদেশে- (অনুধাবন)
i. প্রতিনিধিত্বমূলক কাজ করে
ii. ঋণ প্রদান করে
iii. দেনা-পাওনার নিষ্পত্তি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৮. কেন্দ্রীয় ব্যাংক সরকারের উপদেষ্টা হিসেবে- (অনুধাবন)
i. সংস্কৃতির উন্নয়নে পরামর্শ দেয়
ii. শিল্প-বাণিজ্যের উন্নয়নে পরামর্শ দেয়
iii. অর্থনৈতিক উন্নয়নে পরামর্শ দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৯. তালিকাভুক্ত শর্তানুযায়ী তীর ব্যাংক তার জমা আমানতের ১০% নদী ব্যাংকে জমা রাখে। এক্ষেত্রে প্রযোজ্য সম্পর্ক হলো- (উচ্চতর দক্ষতা)
i. নদী ব্যাংক তীর ব্যাংকের অর্থের নিরাপদ সংরক্ষক
ii. তীর ব্যাংক নদী ব্যাংকের নিকট আমানতকারী হিসেবে গণ্য
iii. নদী ব্যাংক তীর ব্যাংকের নিকট আমানতকারী হিসেবে গণ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. দেশের বৈদেশিক মুদ্রার- (অনুধাবন)
i. একক নিয়ন্ত্রক হলো তালিকাভুক্ত ব্যাংকগুলো
ii. লেনদেন করে তালিকাভুক্ত ব্যাংকগুলো
iii. একক নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক। দেশে প্রতিষ্ঠিত সকল ব্যাংকের কার্যক্রম এই ব্যাংকের নির্দেশাবলি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক ও অবাণিজ্যিক সবধরনের ব্যাংকের ব্যাংকিং কার্য্যাবলি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এক্ষেত্রে অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট দায়িত্ব রয়েছে।

১৮১. নিকাশ ঘরের দায়িত্ব পালনের মধ্য দিয়ে উল্লিখিত দুই ধরনের ব্যাংকের মধ্যে কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
✅ বিশেষ সম্পর্ক
[খ] নিয়ন্ত্রণমূলক সম্পর্ক
[গ] নির্দেশমূলক সম্পর্ক
[ঘ] আইনগত দ্বন্দ্ব

১৮২. অভিভাবকরে দায়িত্ব পালনকারী ব্যাংকটি- (উচ্চতর দক্ষতা)
i. দেশের মুদ্রা বাজারের অভিভাবক
ii. নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান
iii. বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশে ব্যাংকের ভূমিকা : পৃষ্ঠা -১২৬

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৩. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক কোনটি বাস্তবায়ন করে? (জ্ঞান)
[ক] আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর
[খ] সম্পদ বাস্তবায়ন চুক্তি
[গ] রাজনৈতিক উদ্দেশ্য
✅ সরকারের নীতি

১৮৪. বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোকে আইনশৃঙ্খলে আবদ্ধ রাখে কোনটি? (জ্ঞান)
✅ বাংলাদেশ ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
[গ] সাংগঠনিক ব্যাংক
[ঘ] ইসলামী ব্যাংক

১৮৫. বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকাণ্ড বিভিন্ন দিকনির্দেশনায় ভূমিকা রাখে? (জ্ঞান)
✅ গবেষণামূলক
[খ] প্রচারমূলক
[গ] অর্থনীতিমূলক
[ঘ] সেবামূলক

১৮৬. কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কোনটি দূরীকরণ সম্ভব? (জ্ঞান)
[ক] বিলাসিতা
✅ বেকারত্ব
[গ] সৃজনশীলতা
[ঘ] দক্ষতা

১৮৭. দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট কোনটি? (জ্ঞান)
[ক] গ্রামীণ ব্যাংক
[খ] বেসিক ব্যাংক
[গ] বৈদেশিক ব্যাংক
✅ কেন্দ্রীয় ব্যাংক

১৮৮. বাংলাদেশ ব্যাংক তার অধীনস্থ ব্যাংকসমূহকে আইনের শৃঙ্খলে আবদ্ধ করে রাখে কীভাবে? (অনুধাবন)
✅ ব্যাংকসমূহের শাখা পরিদর্শনের মাধ্যমে
[খ] গোয়েন্দা সংস্থার লোকবল দ্বারা
[গ] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
[ঘ] নিয়মিত ব্যাংকের চেয়ারম্যানদের সাথে বৈঠক করে

১৮৯. কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার স্থিতিশীলতা সংরক্ষণের চেষ্টা চালায় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
✅ বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমে
[খ] দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে
[গ] তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে
[ঘ] সমাজ গঠনে দেশীয় মুদ্রার ওপর উদ্বৃদ্ধ করে

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯০. অর্থনৈতিক উন্নয়নসহ বাংলাদেশ ব্যাংক প্রধানত- (অনুধাবন)
i. নোট ইস্যু করে
ii. বাণিজ্যিক ব্যাংক স্থাপন
iii. সরকারের হিসাব পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯১. বাংলাদেশ ব্যাংক অর্থনীতি এবং পরিসংখ্যান সংক্রান্ত তথ্য প্রকাশনার মাধ্যমে সজাগ রাখে- (অনুধাবন)
i. জনগণকে
ii. সংশ্লিষ্ট বিভাগকে
iii. সংশ্লিষ্ট দফতরকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯২. বাংলাদেশ ব্যাংক ভূমিকা রাখে- (অনুধাবন)
i. বৈদেশিক মুদ্রা খরচে
ii. বৈদেশিক মুদ্রা হস্তান্তরে
iii. বৈদেশিক মুদ্রা স্থানান্তরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৩. সবুর গ্রামের অবহেলিত শ্রেণির দরিদ্র চাষী। স্বপ্নীল ব্যাংক যে সকল তদারকির মাধ্যমে এ শ্রেণিকে অর্থনৈতিক মুক্তি প্রদান করে তা হলো- (প্রয়োগ)
i. পল্লি ঋণ প্রকল্প
ii. বিশেষ ঋণ প্রকল্প
iii. বাণিজ্যিক ঋণ প্রকল্প

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৪. কত শতকে মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দেয়? (বাংলাদেশ মহিলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম)
✅ সপ্তদশ
[খ] ঊনবিংশ
[গ] দ্বাদশ
[ঘ] ত্রয়োদশ

১৯৫. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক- (বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়))
[ক] সেন্ট্রাল ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক
[গ] ন্যাশনাল ব্যাংক
[ঘ] বিশ্ব ব্যাংক

১৯৬. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে দেশীয় মুদ্রার মান অক্ষুণন রাখে? (আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা)
[ক] নোট ও মুদ্রা প্রচলন করে
✅ বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে
[গ] সরকারকে বিনিময় পরামর্শ দিয়ে
[ঘ] সম্পদের সুসম বণ্টন করে

১৯৭. কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে? (মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা)
✅ কেন্দ্রীয় ব্যাংক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] বিনিয়োগ ব্যাংক
[ঘ] বিনিময় ব্যাংক

১৯৮. বাংলাদেশের কোন ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে থাকে? (অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া)
[ক] সোনালী ব্যাংক
[খ] অগ্রণী ব্যাংক
[গ] রূপালী ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক

১৯৯. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী? (কুষ্টিয়া জিলা স্কুল)
[ক] ব্যক্তিস্বার্থের কল্যাণ
[খ] সরকারের কল্যাণ
[গ] মুনাফা অর্জন
✅ জনগণের কল্যাণ

২০০. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্য্যাবলির অন্তর্ভুক্ত? (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)
[ক] নিকাশ ঘর
[খ] তহবিল সংরক্ষণ
[গ] বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ
✅ মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ

২০১. বাংলাদেশ ব্যাংক, কর্মকাণ্ডকে বিভাগভিত্তিক কয়টি ভাগে ভাগ করা হয়? (নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয, কুমিল্লা)
[ক] ৬টি
[খ] ৭টি
[গ] ৮টি
✅ ৯টি

২০২. বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন? (বগুড়া জিলা স্কুল)
[ক] চেয়ারম্যান
[খ] ব্যবস্থাপনা পরিচালক
✅ গভর্নর
[ঘ] প্রেসিডেন্ট

২০৩. বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কী? (ন্যাশনাল আইডয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা)
✅ স্টেট ব্যাংক অব পাকিস্তান
[খ] স্টেট ব্যাংক অব ইস্ট পাকিস্তান
[গ] দি ব্যাংক অব ইস্ট পাকিস্তান
[ঘ] দি ব্যাংক অব বাংলাদেশ

২০৪. কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে নিকাশ ঘর হিসেবে কাজ করে- (ন্যাশনাল আইডয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা)
✅ সোনালী ব্যাংক
[খ] অগ্রণী ব্যাংক
[গ] জনতা ব্যাংক
[ঘ] উত্তরা ব্যাংক

২০৫. বাংলাদেশ ব্যাংক কোন ধরনের মালিকানায় পরিচালিত হয়? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী)
[ক] বেসরকারি
✅ সরকারি
[গ] বিদেশি
[ঘ] স্বায়ত্তশাসিত

২০৬. বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ডকে বিভাগভিত্তিক কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (ধানমণ্ডি গভঃ বালক বিদ্যালয়, ঢাকা)
[ক] ৮ জন
[খ] ১০ জন
✅ ১২ জন
[ঘ] ১৪ জন

২০৭. কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা কার মাধ্যমে বাস্তবায়ন করে? (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা)
✅ বাণিজ্যিক ব্যাংক
[খ] কৃষি ব্যাংক
[গ] শিল্প ব্যাংক
[ঘ] সরকার ব্যাংক

২০৮. কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে? (মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা)
✅ নিকাশ ঘর
[খ] সালিশ কেন্দ্র
[গ] কমিটি
[ঘ] পর্ষদ

২০৯. মিঃ শফি ব্র্যাক ব্যাংকের একটি চেক তার হিসাব জনতা ব্যাংকে জমা দিল। চেকটি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সংগৃহীত হবে? (বীরশ্রেষ্ঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা)
[ক] সোনালী ব্যাংক
[খ] বাংলাদেশ ব্যাংক
✅ জনতা ব্যাংক
[ঘ] জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক

২১০. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো- (আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর)
i. অর্থনৈতিক উন্নয়ন
ii. তহবিল সংরক্ষণ
iii. মুদ্রার মান নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১১. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়, কারণ- (সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ)
i. এটি বিভিন্ন মূল্যামানের কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলন করে
ii. এটি সরকারের পক্ষে যাবতীয় উদ্বৃত্ত তহবিল ও সম্পদ সংগ্রহ, সংরক্ষণ এবং তত্ত্বাবধান করে
iii. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১২. কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো- (মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা)
i. মুদ্রা প্রচলন
ii. ঋণ নিয়ন্ত্রণ
iii. অর্থ সরবরাহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৩. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করে? (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা)
i. অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে
ii. অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করে
iii. বিনিয়োগ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৪. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি হ্রাস করে- (গভঃ মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম)
i. ব্যাংক হার বাড়িয়ে
ii. ব্যাংক হার কমিয়ে
iii. জমার হার বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৫. কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে- (বগুড়া জিলা স্কুল)
i. ব্যাংক হার নীতি
ii. জমার হার পরিবর্তন
iii. নৈতিক প্ররোচনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৬. কেন্দ্রীয় ব্যাংক সুদহার বৃদ্ধি করার ফলে- (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা)
i. বাজারে অর্থের পরিমাণ হ্রাস পায়
ii. মুদ্রাস্ফীতি হ্রাস পায়
iii. দ্রব্যমূল্য হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১৭ ও ২১৮ নং প্রশ্নের উত্তর দাও :
সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করে কেন্দ্রীয় ব্যাংক জন্মলাভ করে। (বরিশাল জিলা স্কুল)

২১৭. কত শতাব্দীতে কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব ঘটে?
✅ সপ্তদশ
[খ] অষ্টাদশ
[গ] ঊনবিংশ
[ঘ] বিংশ

২১৮. কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে-
i. মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে
ii. নোট ও মুদ্রা হিসেবে
iii. বিল বাট্টা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১৯ ও ২২০ নং প্রশ্নের উত্তর দাও :
লেকস ব্যাংক বাংলাদেশের প্রধান ব্যাংক হিসেবে এদেশের অভ্যন্তরে অন্যান্য ব্যাংকের গঠনে, জমা ও ঋণদান আদায়ে নিকাশ ও হিসাব নিরীক্ষায় সহায়তা করে। বিপদের সময় এ ব্যাংকগুলোকে পরামর্শও দেয়। ২০০৮ সালে লেকস ব্যাংক নোয়াখালী কো-অপারেটিভ ব্যাংককে এ ধরনের সহায়তা দেয় নি। (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পার্বতীপুর, দিনাজপুর)

২১৯. উদ্দীপকে লেকস ব্যাংকের কোন ভূমিকার কথা বলা হয়েছে?
✅ দেশের প্রধান ও কেন্দ্রীয় ব্যাংক
[খ] ঋণদানের শেষ আশ্রয়স্থল
[গ] অন্যান্য ব্যাংকের ব্যাংকার
[ঘ] সরকারের ব্যাংকার

২২০. লেকস ব্যাংক নোয়াখালী কো-অপারেটিভ ব্যাংককে সহায়তা না করার কারণ হতে পারে-
i. এটি অতালিকাভুক্ত ব্যাংক
ii. এটি একটি সমবায় ব্যাংক
iii. এটি বাংলাদেশ ব্যাংকের অধীনে নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে বাণিজ্যিক ব্যাংকের- (অনুধাবন)
i. মুরব্বি হিসেবে
ii. হিসাব নিরীক্ষার হিসেবে
iii. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. পৃথিবীর প্রায় সব কেন্দ্রীয় ব্যাংকই- (অনুধাবন)
i. সরকারি মালিকানায় থাকে
ii. অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে জন্ম নিয়েছে
iii. জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৩. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে সহায়তা প্রদান করে- (অনুধাবন)
i. প্রতিষ্ঠার অনুমতি দিয়ে
ii. বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে পরামর্শ দিয়ে
iii. যাবতীয় আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৪. কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. আর্থিক শৃঙ্খলা রক্ষায়
ii. জনগণের অর্থ ও অন্যান্য সম্পদ সংরক্ষণে
iii. প্রদত্ত ধাপের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. রিয়াজ বাংলাদেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। তার প্রতিষ্ঠানটি- (প্রয়োগ)
i. সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে
ii. দেশীয় মুদ্রার মান অক্ষুণন রাখতে চেষ্টা করে
iii. আমানতের একটা অংশ বাণিজ্যিক ব্যাংকে জমা রাখে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. বাংলাদেশ ব্যাংক- (অনুধাবন)
i. একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান
ii. একটি পরিচালনা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত হয়
iii. অতালিকাভুক্ত ব্যাংকসমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৭. X ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে M দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো। M দেশের উন্নয়নে X ব্যাংকটি- (প্রয়োগ)
i. দেশ সুসংগঠিত মুদ্রা বাজার গঠন করে
ii. দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে
iii. দেশের বাইরে নিজের শাখা স্থাপন করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৮. কেন্দ্রীয় ব্যাংক তার নিয়ন্ত্রণ বজায় রাখে- (অনুধাবন)
i. মুদ্রা বাজারে
ii. বাণিজ্যিক ব্যাংকসমূহে
iii. সরকারি তহবিল ব্যবস্থাপনায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৯. বাণিজ্যিক ব্যাংক তার দায়িত্ব পালন করে- (অনুধাবন)
i. সরকারের হিসাব পরিচালনা করে
ii. মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে
iii. ব্যাংকসমূহের আর্থিক সংকটে ঋণ দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- (উচ্চতর দক্ষতা)
i. দেশে নতুন নতুন নোট প্রচলন করে
ii. শাখা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে
iii. রাস্তাঘাট নির্মাণে সহজ শর্তে সরকারকে ঋণ দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩১ ও ২৩২ নং প্রশ্নের উত্তর দাও
জাপান সরকারের নিয়ন্ত্রণাধীন X ব্যাংকের গর্ভনর দেশটিতে ঘটে যাওয়া সুনামির জন্য যুক্তরাষ্ট্রের অনুদান গ্রহণের চুক্তি স্বাক্ষর করেছিল। জাপান এ অর্থ ব্যাংকটির পরামর্শে দীর্ঘমেয়াদি পূর্নবাসনের জন্য কাজে লাগায়।

২৩১. কোন সম্পর্কের কারণে A ব্যাংক যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে পেরেছিল? (প্রয়োগ)
[ক] সরকারের ব্যাংকার
[খ] সরকারি প্রকল্পে সহায়তাকারী
✅ সরকারের প্রতিনিধি
[ঘ] বৈদেশিক মুদ্রার সংরক্ষক

২৩২. জাপান সরকারের A ব্যাংকের পরামর্শ গ্রহণ করার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. ব্যাংকটি জাপানের কেন্দ্রীয় ব্যাংক
ii. ব্যাংকটি জাপান সরকারের উপদেষ্টা
iii. জাপান সরকার নিরূপায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৩ ও ২৩৪নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার উত্তরা ফ্লাইওভার নির্মাণ করার প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার বিশ্ব ব্যাংক, রাজস্ব ও বিদেশি বিভিন্ন অনুদান থেকে ৮০% অর্থ যোগাড় করেছে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ চাইলে মন্দার জন্য তারা দিতে পারে না।

২৩৩. ফ্লাইওভার নির্মাণে অবশিষ্ট ঋণ সরকার কোথা থেকে গ্রহণ করবে? (প্রয়োগ)
✅ বাংলাদেশ ব্যাংক
[খ] এশিয়ান উন্নয়ন ব্যাংক
[গ] আন্তর্জাতিক অর্থ তহবিল
[ঘ] আন্তর্জাতিক ব্রিজ ও সেতু নির্মাণ সংস্থা

২৩৪. উদ্দীপকের ঋণদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারকে এ ঋণ দেয়ার কারণ হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. সরকারকে ঋণ দেয়া বাধ্যতামুলক
ii. ঋণদানকারী ঋণদানেই শেষ আশ্রয় স্থল
iii. এটি সরকারের ব্যাংকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide