SSC রসায়ন (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৬ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
রসায়ন
ষষ্ঠ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Chemistry MCQ Guide. SSC Chemistry MCQ Question-Answer. Chemistry mcq question and answer class 9-10. ssc exam preparation chemistry mcq question and answer.
SSC Chemistry
MCQ
Question and Answer pdf download

👨‍🔬 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি 👩‍🔬

🔬 মোল :
কোনো মৌল বা যৌগের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে ঐ মৌল বা যৌগের গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর বা একগ্রাম অণু বা একগ্রাম মোল বা সংক্ষেপে মোল বলে। যেমন : নাইট্রোজেনের আণবিক ভর ২৮। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর ২৮ গ্রাম হবে। এ ২৮ গ্রাম ভরের নাইট্রোজেনকে একগ্রাম অণু নাইট্রোজেন বা একগ্রাম মোল নাইট্রোজেন বা এক মোল নাইট্রোজেন বলা হয়।

🔬 অ্যাভোগেড্রো সংখ্যা :
কোনো বস্তুর এক মোলে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগেড্রো সংখ্যা বলা হয়। একে N দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন পরীক্ষা দ্বারা এর মান ৬. ০২ × ১০²³ নির্ণীত হয়েছে। অ্যাভোগেড্রো সংখ্যাটি তাপমাত্রা ও চাপের ওপর নির্ভর করে না। কারণ তাপমাত্রা ও চাপের পরিবর্তনের সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কিন্তু ভর এবং অণু সংখ্যার কোনো পরিবর্তন হয় না।

২. ০১৬ গ্রাম H2, ২৮ গ্রাম N2, ৩২ গ্রাম O2, ১৭ গ্রাম NH3, ৪৪ গ্রাম CO2-এর মধ্যে অণুর সংখ্যা N = ৬. ০২ × ১০²³।

🔬 প্রমাণ তাপমাত্রা ও চাপ :
রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ২৫°C তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1atm বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ চাপ বলে।

🔬 মোলার আয়তন :
নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে গ্যাসটির মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপে সব গ্যাসের (মৌলিক বা যৌগিক) মোলার আয়তন ২২. ৪ লিটার।

🔬 স্থূল সংকেত :
কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণুগুলোর সংখ্যা যে ক্ষুদ্রতম পূর্ণসংখ্যার অনুপাতে আছে, তার সংক্ষিপ্ত প্রকাশকে যৌগের স্থূল সংকেত বলা হয়। যেমন : বেনজিনে (C6H6) কার্বন (C) ও হাইড্রোজেন (H) পরমাণুর সর্বনিম্ন পূর্ণসংখ্যার অনুপাত ১ : ১। সুতরাং বেনজিনের স্থূল সংকেত CH। স্থূল সংকেত থেকে অণুতে কোনো মৌলের প্রকৃত সংখ্যা জানা যায় না।

🔬 আণবিক সংকেত :
যে সংকেত থেকে একটি মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হয় তা জানা যায়, সেই সংকেতকে আণবিক সংকেত বলে।

🔬 গ্রাম পারমাণবিক ভর :
কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে।
যেমন : কার্বনের পারমাণবিক ভর ১২। সুতরাং, ১২ গ্রাম কার্বনে ১ গ্রাম কার্বন পরমাণু আছে।

🔬 গ্রাম আণবিক ভর :
কোনো মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর বলে।
যেমন : কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর ৪৪। কাজেই কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর ৪৪ গ্রাম।

🔬 মোলার দ্রবণ :
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে সে দ্রবণকে মোলার দ্রবণ বলে।

🔬 দ্রবণ :
যেসব মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না, তাদেরকে দ্রবণ বা সgmত্ত্ব মিশ্রণ বলা হয়।

🔬 দ্রবণের অংশ :
প্রত্যেক দ্রবণের দুটি অংশ থাকে - দ্রব এবং দ্রাবক। দ্রবণের মধ্যে যে উপাদানটি কম পরিমাণে থাকে তাকে দ্রব আর যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে। যেমন : পানিতে চিনি মিশালে একটি দ্রবণ তৈরি হয়। এখানে চিনি দ্রব, পানি দ্রাবক এবং মিশানোর পর যা তৈরি হলো তা দ্রবণ।

🔬 মোলারিটি :
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোলসংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। একে M দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি।

🔬 শতকরা সংযুতি :
কোনো যৌগের শতকরা সংযুতি বলতে তাতে বিদ্যমান মৌলসমূহ কী অনুপাতে আছে তা বোঝায়। সাধারণত ভর হিসেবে কোনো মৌলের পরিমাণ শতকরা কত ভাগ তাই প্রকাশ করা হয় অর্থাৎ যৌগের ১০০ ভাগ ভরের মধ্যে উপাদান মৌলসমূহের আপেক্ষিক পরিমাণকে শতকরা সংযুতি বলা হয়। শতকরা সংযুতি নির্ণয়ের দুটি ধাপ আছে। প্রথমে বস্তুর আণবিক ভর নির্ণয় করতে হয়। এরপর মৌলের ভরকে যৌগের মোট আণবিক ভর দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করে মৌলের সংযুতি নির্ণয় করতে হয় ।

🔬 রাসায়নিক সমীকরণ :
বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের পরমাণুগুলোর মধ্যে সমতা বজায় রেখে প্রতীক ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে।
যেমন : জিংক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিংক সালফেট ও কপার উৎপন্ন করে। এ বিক্রিয়াকে নিম্নোক্ত সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় :
Zn + CuSO4 = ZnSO4 + Cu

🔬 Stoichiometry :
রসায়নে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদির হিসাব নিকাশকে Stoichiometry বলে।

🔬 রাসায়নিক বিক্রিয়া :
যে প্রক্রিয়ায় এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ পরিবর্তিত হয়ে এক বা একাধিক ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়ার ফলে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে কিন্তু পদার্থের মূল উপাদান এবং পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না।

🔬 বিক্রিয়ক এবং উৎপাদ :
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ বা পদার্থগুলোকে বিক্রিয়ক বলে। বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন ধর্মবিশিষ্ট পদার্থগুলোকে উৎপাদ বলা হয়। যেমন : জিংক অক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় জিংক ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়।
ZnO + 2HCl = ZnCl2 + H2O
এ বিক্রিয়ায় ZNO ও HCl হলো বিক্রিয়ক আর ZnCl2 ও H2O হলো উৎপাদ।

🔬 লিমিটিং বিক্রিয়ক :
কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংগঠনকালে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা হয়।

🔬 অ্যানালার :
সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। এদের বিশুদ্ধতা প্রায় ৯৫. ৫% পর্যন্ত হয়। এদের গবেষণার সময় বিশ্লেষণীয় কাজে ব্যবহার করা হয়।

🔬 তুঁতে :
কপার সালফেটের আর্দ্র কেলাসকে তুঁতে বলে। যার সংকেত CuSO4. 5H2O। এর বর্ণ নীল। আমরা বাজারে কাপড়ের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যে নীল কিনি তাই তুঁতে। একে ব্লু ভিট্রিয়লও বলা হয়।

🔬 কেলাস পানি :
যে পানি কোনো একটি যৌগের নির্দিষ্ট কেলাস গঠনের জন্য অপরিহার্য তাকে কেলাস পানি বলে। যেমন : তুঁতের কেলাস গঠনের জন্য ৫ অণু পানি অপরিহার্য। এজন্য তুঁতের সংকেত CuSO4. 5H2O।

৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড
বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. প্রমাণ অবস্থায় ২ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?
[ক] ২. ২৪ L
[খ] ১১. ২ L
✅ ২২. ৪ L
[ঘ] ৪৪. ৮ L

২. নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত?
[ক] CaPO4
[খ] Ca(PO4)2
[গ] Ca2(PO4)3
✅ Ca3(PO4)2

🔬 নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
৫ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে ৭৫ গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো।

৩. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
✅ ১. ২৭ × ১০²⁴
[খ] ২. ৫৪ × ১০²⁴
[গ] ৬. ০২ × ১০²³
[ঘ] ৬. ৩৬ × ১০²³

৪. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
✅ ১. ৪৪ মোল H2
[খ] ১. ৪৪ মোল Cl2
[গ] ২. ৮৯ মোল H2
[ঘ] ২. ৮৯ মোল Cl2

৫. CO2 অণু গঠনে ৩ গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে?
✅ ৮
[খ] ১২
[গ] ৩২
[ঘ] ৪৪

৬. ফসফেট আয়নের যোজ্যতা কত?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৭. প্রমাণ অবস্থায় ১৭ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?
[ক] ২৪. ২ লিটার
✅ ২২. ৪ লিটার
[গ] ১২. ২ লিটার
[ঘ] ১১. ৪ লিটার

৮. কোনটি ত্রিযোজী যৌগমূলক?
[ক] নাইট্রেট
[খ] সালফেট
[গ] কার্বনেট
✅ ফসফেট

৯. তুঁতেতে কত অণু পানি বিদ্যমান?
[ক] ২
✅ ৫
[গ] ৭
[ঘ] ১০

১০. Na2CO3 যৌগে C মৌলটির শতকরা সংযুতি কত?
[ক] ৪৫. ২৮%
[খ] ৪৩. ৩৯%
[গ] ১৪. ৬৩%
✅ ১১. ৩২%

১১. ধনাত্মক যৌগমূলক কোনটি?
✅ ফসফোনিয়াম
[খ] কার্বনেট
[গ] নাইট্রেট
[ঘ] ফসফেট

১২. ২৫০ মিলি Na2CO3 এর সেমি মোলার দ্রবণ তৈরি করতে কী পরিমাণ দ্রব লাগবে?
[ক] ১২. ৫০ g
✅ ১৩. ২৫g
[গ] ১৩. ৫০g
[ঘ] ১৪. ২৪g

১৩. পানিতে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ কত?
✅ ১১. ১১
[খ] ৮৮. ৮৯
[গ] ২২. ১১
[ঘ] ৩৩. ৩৩

১৪. STP-তে ৮. ৫g অ্যামোনিয়ার আয়তন কত?
[ক] ১১. ৫ লিটার
[খ] ১১. ৫ লিটার
✅ ১১. ২ লিটার
[ঘ] ১১. ১১ লিটার

১৫. H2SO3 এ সালফারের সংযুতি কত?
[ক] ৩৬. ০২%
[খ] ২৯. ০২%
✅ ৩৯. ০২%
[ঘ] ৪০. ০২%

১৬. ২ gm খাদ্য লবণে কয়টি অণু আছে?
✅ ২. ০৫৮ × ১০²²টি
[খ] ২. ০৫৮ × ১০²³টি
[গ] ২. ৫৮ × ১০²³টি
[ঘ] ২. ৫৮ × ১০²²টি

১৭. Fe2O2 + HNO3 → Fe(NO3)3 + H2O সমীকরণটির সমতা বিধানে যথাক্রমে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে?
[ক] ০, ৬, ২, ৩
✅ ১, ৬, ২, ৩
[গ] ২,২, ২, ৩
[ঘ] ১, ৬, ২, ২

১৮. সালফেট যৌগমূলকটির যোজনী কত?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৯. কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সমান?
[ক] O2
[খ] F2
✅ Mg
[ঘ] Ar

২০. বিক্রিয়াটি লক্ষ কর : Al + O2 → Al2O3 বিক্রিয়াটি অনুসারে ২০০g অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুতিতে কী পরিমাণ অ্যালুমিনিয়াম প্রয়োজন?
[ক] ১৪৩. ৫০g
✅ ১০৫. ৮8g
[গ] ১০৪ g
[ঘ] ৫২. ৯৪ g

২১. ১০g CaCO3 এ কতটি অণু বিদ্যমান?
[ক] ৬. ০২ × ১০²³
✅ ৬. ০২ × ১০²²
[গ] ৬. ০২ × ১০²¹
[ঘ] ৬. ০২ × ১০²⁰

২২. নিচের কোনটি চুনাপাথরের সংকেত?
[ক] Na2CO3
[খ] NH4HCO3
[গ] NaHCO3
✅ CaCO3

২৩. ১০ mL ০. ২ মোলার Na2CO3 কে প্রশমিত করতে কত গ্রাম ০. ১ মোলার HCl লাগবে?
[ক] ০. ১৪৬gm
✅ ১. ৪৬gm
[গ] ১০. ০gm
[ঘ] ২০. ০gm

২৪. নিচের কোনটির যোজনী ২?
[ক] Na
[খ] ঋ
✅ Ca
[ঘ] K

২৫. নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত?
✅ Al2(SO4)3
[খ] AlSO4
[গ] Al(SO4)3
[ঘ] Al2SO4

২৬. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি?
[ক] ২
[খ] ৪
✅ ৬
[ঘ] ৮

🔬 নিচের উদ্দীপকটির আলোকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
1 gmH2 + 85 gmCl2 ∆—→ উৎপাদন

২৭. সর্বোচ্চ কী পরিমাণ ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে?
[ক] ৩. ৩৫ gm
[খ] ৮. ৫ gm
✅ ৩৫. ৫ gm
[ঘ] ৮৫ gm

২৮. বিক্রিয়কে অবশিষ্ট ক্লোরিনের পরিমাণ কত?
[ক] ৩৫. ৫ gm
[খ] ৩৯. ৫ gm
[গ] ৪৩. ৫ gm
✅ ৪৯. ৫ gm

🔬 নিচের উদ্দীপকটির আলোকে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
দুটি মৌল X এবং Y যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৬ ও ৯২ এবং পারমাণবিক ভর যথাক্রমে ১২ এবং ২৩৫। এক মোল X কে দহন করলে ৩৯৪০০০ জুল শক্তি পাওয়া যায়। অপরপক্ষে এক মোল Y থেকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে ২ × ১০¹³ জুল শক্তি পাওয়া যায়।

২৯. এক মোল Y এর সমপরিমাণ শক্তি পেতে কত মোল X এর দহন ঘটাতে হবে?
[ক] ১. ৯৭ × ১০৮ মোল
[খ] ৫. ০৮ × ১০¹⁰ মোল
✅ ৫. ০৭ ×১০¹⁰ মোল
[ঘ] ৬. ০২ × ১০¹³ মোল

৩০. উদ্দীপকের X মৌলটি-
i. হাইড্রোজেনের সাথে পোলার যৌগ গঠন করে
ii. দহনের ফলে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে
iii. এর একটি রুপভেদ ইলেকট্রনীয় পরিবাহী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :

৩১. চিত্র ১. ১ নং পাত্রের পানি যোগ করে ৫০০ mL দ্রবণ তৈরি করলে, দ্রবণের মোলারিটি কত হবে?
[ক] ০. ০১ M
[খ] ০. ১ M
[গ] ০. ৫ M
[ঘ] ১. ০ গ
[দ্রষ্টব্য : কঠিন CaCO3 পানিতে অদ্রবণীয় বিধায় মোলারিটি শূন্য (০) হবে।]

৩২. চিত্র : ১. ১ ও চিত্র : ১. ২নং পাত্রের পদার্থসমূহ :
i. বিক্রিয়া করে ২২ গ্রাম CO2 উৎপন্ন করে
ii. বিক্রিয়া করে এবং এদের মধ্যে CaCO3 লিমিটিং বিক্রিয়ক
iii. বিক্রিয়ার সময় একই ভৌত অবস্থায় থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. ১ মোল

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক।
🧪 মোল শব্দ দ্বারা কোনো রাসায়নিক পদার্থের নির্দিষ্ট পরিমাণকে বোঝানো হয়।
🧪 রাসায়নিক পদার্থের কণা গণনার জন্য মোল একক ব্যবহার করা হয়।
🧪 কোনো রাসায়নিক পদার্থে যে পরিমাণে অ্যাভোগেড্রো সংখ্যক (৬. ০২ × ১০²³) অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে পদার্থের মোল বলে।
🧪 মোলকে পারমাণবিক ভর হিসেবে পরিমাপ করা হয়।
🧪 মোলের সাথে ভরের একক গ্রাম বা মিলিগ্রামের সম্পর্ক রয়েছে।
🧪 কার্বনের পারমাণবিক ভর ১২। অর্থাৎ এক মোল কার্বনে ৬. ০২ × ১০²³ টি পরমাণু থাকে যার ভর ১২ গ্রাম।
🧪 পানির আণবিক ভর ১৮। অর্থাৎ এক মোল পানিতে ৬. ০২ × ১০²³ টি অণু থাকে যার ভর ১৮ গ্রাম।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৩৩. কোনো বস্তুর এক মোলে যত সংখ্যক অণু থাকে সে সংখ্যাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অণু সংখ্যা
[খ] পরমাণু সংখ্যা
✅ অ্যাভোগেড্রো সংখ্যা
[ঘ] পারমাণবিক সংখ্যা

৩৪. অ্যাভোগেড্রো সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
[ক] Z
[খ] M
[গ] n
✅ N

৩৫. অ্যাভোগেড্রো সংখ্যা বলতে বোঝায়- (অনুধাবন)
[ক] ১ ম বস্তুতে অণুর সংখ্যা
[খ] ১ ম বস্তুতে পরমাণুর সংখ্যা
✅ 1 mole বস্তুতে অণুর সংখ্যা
[ঘ] ১ ষরঃৎব বস্তুতে পরমাণুর সংখ্যা

৩৬. ১৭ গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হবে- (অনুধাবন)
[ক] ৩. ৩৪৬ × ১০²⁰
[খ] ৬. ০২৩ × ১০²²
✅ ৬. ০২৩ × ১০²³
[ঘ] ১৭

৩৭. অক্সিজেনের পারমাণবিক ভর কত? (জ্ঞান)
[ক] ১২
✅ ১৬
[গ] ১৮
[ঘ] ৩২

৩৮. Na2CO3-এর একটি অণুতে কতটি মৌল আছে? (অনুধাবন)
✅ ৩টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ৬. ০২৩ × ১০²³টি

৩৯. এক গ্রাম পানিতে কতটি অণু থাকে? (অনুধাবন)
[ক] N/৯
✅ N/১৮
[গ] N/৩
[ঘ] ১৮/N

৪০. ৫ গ্রাম গ্রাফাইটে কতটি পরমাণু থাকে? (প্রয়োগ)
✅ ৫N/১২
[খ] ১২/৫N
[গ] N/১২
[ঘ] N/৬০

৪১. H2SO4 এর গ্রাম আণবিক ভর কত? (প্রয়োগ)
[ক] ৮০gm
[খ] ৮8gm
✅ ৯8gm
[ঘ] ১০৬gm

৪২. CO2-এর ১ মোলে অণুর সংখ্যা কত? (প্রয়োগ)
[ক] ৬. ০২৫ × ১০¹⁸
[খ] ৬. ০২ × ১০²²
✅ ৬. ০২ × ১০²³
[ঘ] ৬. ০৮৫ × ১০²⁴

৪৩. পদার্থের ১ মোল বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] অণুর সংখ্যাকে গ্রামে প্রকাশ
[খ] ভরকে গ্রামে প্রকাশ
[গ] যোজনীকে গ্রামে প্রকাশ
✅ আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ

৪৪. ১২ গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত? (অনুধাবন)
[ক] ৬. ১৫ × ১০১১
[খ] ৬. ১৪ × ১০²³
✅ ৬. ০২ × ১০²³
[ঘ] ৬. ০৭ × ১০²³

৪৫. ১ মোল পানির ভর কত? (জ্ঞান)
[ক] ১২ গ্রাম
[খ] ১৬ গ্রাম
✅ ১৮ গ্রাম
[ঘ] ২২ গ্রাম

৪৬. ১ মোল CO2-এর আণবিক ভর কত? (প্রয়োগ)
[ক] ৩২ গ্রাম
[খ] ৪২ গ্রাম
✅ ৪৪ গ্রাম
[ঘ] ৫২ গ্রাম

৪৭. H2O-এর একটি অণুর ভর কত গ্রাম? (প্রয়োগ)
[ক] ২. ১৯ × ১০–২৩
✅ ২. ৯৯ × ১০–২৩
[গ] ৩. ৫ × ১০–২৩
[ঘ] ৫. ৮ × ১০–২৩

৪৮. ১০০ গ্রাম CaCO3-এ কয়টি অণু আছে? (অনুধাবন)
✅ ৬. ০২ × ১০²³
[খ] ৬. ০২ × ১০²¹
[গ] ৬. ১৫ × ১০²¹
[ঘ] ৬. ০২ × ১০১৫

৪৯. ১০ গ্রাম NaOH-এ পরমাণুর সংখ্যা কয়টি? (প্রয়োগ)
[ক] ৩. ১২ × ১০²¹
✅ ১. ৫০৫ × ১০²³
[গ] ৪. ৫১৫ × ১০²²
[ঘ] ২. ১২৫ × ১০²⁴

৫০. ১ গ্রাম CO2 গ্যাসে অণুর সংখ্যা কয়টি? (প্রয়োগ)
[ক] ১. ২৮ × ১০²²
[খ] ৩. ০১ × ১০²³
[গ] ৬. ০২ × ১০²³
✅ ১. ৩৬ × ১০²²

৫১. ৪৯ গ্রাম সালফিউরিক এসিড সমান কত মোল? (উচ্চতর দক্ষতা)
✅ ১/২ মোল
[খ] ২৩ মোল
[গ] ১ মোল
[ঘ] ২ মোল

৫২. রসায়নবিদরা অণু, পরমাণু ও আয়ন গণনার জন্য একটি বৃহৎ সংখ্যা ব্যবহার করেন। এই সংখ্যার মান কত? (জ্ঞান)
[ক] ৫. ০২ × ১০-2৩
[খ] ৬. ০২ × ১০-2৩
✅ ৬. ০২ × ১০²³
[ঘ] ৫. ০২ × ১০²³

৫৩. অ্যামেদিও অ্যাভোগেড্রো কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (অনুধাবন)
[ক] জার্মানির
[খ] ফ্রান্সের
✅ ইতালির
[ঘ] যুক্তরাষ্ট্রের

৫৪. রসায়নে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদি হিসাব নিকাশ কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] Avogadro number
[খ] Geochemistry
[গ] Enthalchemistry
✅ Stoichiometry

৫৫. নিচের কোনটি 1 mole নির্দেশ করছে? (অনুধাবন)
✅১8g H2O
[খ] ৯8g CaCO3
[গ] ১০৬ম H2SO4
[ঘ] ১48g CuSO4

৫৬. ১ মোল অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? (প্রয়োগ)
[ক] ৩. ০১ × ১০-2৩
[খ] ৩. ০১ × ১০²³
[গ] ৩. ৭৬ × ১০²²
✅ ১২. ০৪ × ১০²³

৫৭. ইথানলের এক মোল সমান কত গ্রাম? (প্রয়োগ)
[ক] ৪০
✅ ৪৬
[গ] ৬০
[ঘ] ৬৪

৫৮. ০. ০০১ মোল নাইট্রিক এসিডে কতগুলো অণু থাকবে? (প্রয়োগ)
[ক] ৬. ০২ × ১০১৭
[খ] ৬. ০২ × ১০১৯
✅ ৬. ০২ × ১০²⁰
[ঘ] ৬. ০২ × ১০২৫

৫৯. ২০০ gm CaCO3 এর মোল সংখ্যা কত? (অনুধাবন)
[ক] ০. ৫ mole
[খ] 1 mole
✅ ২ mole
[ঘ] ৫ mole

৬০. ৩ × ১০²³ টি CO2 অণুর ভর কত? (প্রয়োগ)
✅ ২১˙৯৩ গ্রাম
[খ] ২৮˙৭২ গ্রাম
[গ] ৩৩ গ্রাম
[ঘ] ৪৪ গ্রাম

৬১. ১ মোল হাইড্রোজেন পারঅক্সাইড কত গ্রাম? (অনুধাবন)
[ক] ৯ gm
[খ] ১৮ gm
[গ] ৩২ gm
✅ ৩৪ gm

৬২. ১8g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা হলো- (প্রয়োগ)
[ক] ১০টি
[খ] ৫০০টি
✅ ৯˙০৩ × ১০²³
[ঘ] ৬. ০২×১০²³

৬৩. কোনো গ্যাসীয় মৌলের আণবিক ভর M এবং অ্যাভোগেড্রো সংখ্যা N হলে ঐ মৌলের ১ গ্রামে কতটি পরমাণু আছে? (উচ্চতর দক্ষতা)
[ক] ৬. ০২ × ১০²³
[খ] M × ঘ
[গ] গঘ
✅ ঘগ

৬৪. 32g অক্সিজেন বলতে কী বোঝ? (অনুধাবন)
[ক] ৩২ মোল O2 পরমাণু
[খ] ৩২ মোল O2 অণু
✅১ মোল O2
[ঘ] ১৬ মোল O2

৬৫. ৭২ম পানিতে কত মোল পানি আছে? (অনুধাবন)
[ক] ১ মোল
✅ ৪ মোল
[গ] ৮ মোল
[ঘ] ১০ মোল

৬৬. ১০ গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? (প্রয়োগ)
✅ ০. ০৯৪ মোল
[খ] ০. ১২৩ মোল
[গ] ০. ০৯৪ মোল
[ঘ] ০. ০৯৭৮ মোল

৬৭. একটি সোডিয়াম পরমাণুর ভর কত? (প্রয়োগ)
✅ ২. ৬ × ১০²²টি
[খ] ৩. ৮২ × ১০–২৩টি
[গ] ৩. ৮. × ১০–২২ টি
[ঘ] –৩. ৮৭ × ১০–২৩টি

৬৮. রাসায়নিক পদার্থ পরিমাপের একককে কী বলা হয়? (জ্ঞান)
✅ মোল
[খ] আয়ন
[গ] অণু
[ঘ] যোজনী

৬৯. কার্বনের পারমাণবিক ভর কত? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৮
✅ ১২
[ঘ] ১৬

৭০. পানির আণবিক ভর কত? (জ্ঞান)
[ক] ১৪
[খ] ১৬
✅ ১৮
[ঘ] ২০

৭১. ৬. ০২ × ১০²³ সংখ্যক পানির অণুকে কী বোঝানো হয়? (অনুধাবন)
[ক] এক অণু পানি
[খ] দুই মোল পানি
✅ এক মোল পানি
[ঘ] এক পরমাণু পানি

৭২. ১ মোল অক্সিজেন অণু সমান কত গ্রাম? (জ্ঞান)
[ক] ২ গ্রাম
[খ] ১৬ গ্রাম
✅ ৩২ গ্রাম
[ঘ] ৪৪ গ্রাম

৭৩. কার্বনের অ্যাভোগেড্রো সংখ্যার মান ৬. ০২ × ১০²³ হলে কার্বনের পরমাণুর সংখ্যা কয়টি? (প্রয়োগ)
[ক] ১টি
[খ] ২টি
✅ ৬. ০২ × ১০²³ টি
[ঘ] ১০টি

৭৪. এক মোল কার্বনে ৬. ০২ × ১০²³ টি পরমাণু থাকলে তার ভর কত? (প্রয়োগ)
[ক] ৬ গ্রাম
[খ] ১০ গ্রাম
✅ ১২ গ্রাম
[ঘ] ৬. ০২ × ১০²³ গ্রাম

৭৫. ১ মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? (জ্ঞান)
[ক] ৬. ০২ × ১০²³ গ্রাম
[খ] ১ গ্রাম
[গ] ৬. ০২ × ১০²³ গ্রাম
✅ ১. ০০৮ গ্রাম

SSC রসায়ন (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

৭৬. পানির আণবিক ভর ১৮ হলে এক মোল পানিতে কয়টি অণু থাকে?
(প্রয়োগ)
[ক] ৮টি
[খ] ১২টি
[গ] ১৮টি
✅ ৬. ০২ × ১০²³ টি

৭৭. এক গ্রাম হাইড্রোজেনে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? (জ্ঞান)
[ক] ১. ৬৬ × ১০²⁰ টি
[খ] ১. ৬৬ × ১০²² টি
✅ ৬. ০২ × ১০²³ টি
[ঘ] ১. ২০৪ × ১০²⁴ টি

৭৮. এক মোল অক্সিজেন পরমাণু সমান কত গ্রাম? (জ্ঞান)
[ক] ২ গ্রাম
✅ ১৬ গ্রাম
[গ] ৩২ গ্রাম
[ঘ] ৪৪ গ্রাম

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৭৯. মোল বলা হয়- (অনুধাবন)
i. পদার্থের ৬. ০২ × ১০²³ সংখ্যক অণুকে
ii. পদার্থের ৬. ০২ × ১০²³ সংখ্যক পরমাণুকে
iii. পদার্থের ৬. ০২ × ১০²³ সংখ্যক আয়নকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. ৬. ০২ × ১০²³ সংখ্যক পানির অণু দিয়ে বোঝানো হয়- (প্রয়োগ)
i. এক মোল পানি
ii. ১৮ গ্রাম পানি
iii. ৬. ০২ × ১০²³ মোল পানি

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮১. অ্যাভোগেড্রো সংখ্যা বলতে বোঝায় 1 mole- (অনুধাবন)
i. বস্তুতে অণুর সংখ্যা
ii. মৌলে পরমাণুর সংখ্যা
iii. আয়নে আয়নের সংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. এক মোল পানিতে ৬. ০২ × ১০²³ টি অণু থাকে যার ভর- (অনুধাবন)
i. ১৮০ গ্রাম
ii. ১৮ গ্রাম
iii. ৬. ০২ × ১০²³ গ্রাম

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৩-৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
২. ০১৬ গ্রাম H2 বা ২৮ গ্রাম N2 বা ৩২ গ্রাম O2বা ১৭ গ্রাম NH3 বা ৪৪ গ্রাম CO2 এর মধ্যে অণুর সংখ্যা = ৬. ০২ × ১০²³

৮৩. এখানে কত মোল O2 এর কথা বলা হয়েছে? (অনুধাবন)
✅ ১
[খ] ২
[গ] ১৪
[ঘ] ২৫

৮৪. ১টি অক্সিজেন অণুর ভর কত? (প্রয়োগ)
[ক] ১. ৬৭৩ × ১০–২৪ গ্রাম
✅ ৫. ৩১ × ১০–২৩ গ্রাম
[গ] ৫. ৩১ × ১০²³ গ্রাম
[ঘ] ১. ৬৭৩ × ১০²⁴ গ্রাম

৮৫. ১টি হাইড্রোজেন পরমাণুর ভর কত? (প্রয়োগ)
✅ ১. ৬৭৩ × ১০–২৪ গ্রাম
[খ] ১. ৬৭৩ × ১০²⁴ গ্রাম
[গ] ৫. ৩১ × ১০–২৩ গ্রাম
[ঘ] ৫. ৩১ × ১০²³ গ্রাম

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৬ ও ৮৭নং প্রশ্নের উত্তর দাও :
যেকোনো কিছুর ১mole পরিমাণ অ্যাভোগেড্রো সংখ্যার সমান অর্থাৎ ৬. ০২ × ১০²³ টি কণা।

৮৬. এখানে কণাটি- (অনুধাবন)
i. অণু
ii. পরমাণু
iii. আয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. ১ মোল পানিতে ৬. ০২ × ১০²³ টি অণু থাকে। এর ভর কত? (প্রয়োগ)
[ক] ১৬ গ্রাম
✅ ১৮ গ্রাম
[গ] ২০ গ্রাম
[ঘ] ২১ গ্রাম

৬. ২ মোলার আয়তন

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।
🧪 কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বিভিন্ন হয়।
🧪 কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের এক মোলের আয়তন বিভিন্ন হয়। কিন্তু প্রমাণ অবস্থায় বিভিন্ন গ্যাসীয় পদার্থের এক মোলের আয়তন সমান হয়।
🧪 পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার ওপর নির্ভরশীল।
🧪 তাপমাত্রা বৃদ্ধি/ হ্রাস করলে পদার্থের আয়তন বৃদ্ধি/ হ্রাস পায়।
🧪 চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়।
🧪 গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় চাপ ও তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন।
🧪 রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ২৫°C তাপমাত্রা এবং ১ বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে।
🧪 প্রমাণ অবস্থায় যেকোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন ২২. ৪ লিটার।
🧪 ১ মোল বা ৪৪ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় ২২. ৪ লিটার।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৮৮. প্রমাণ তাপমাত্রা ও চাপে ১৬ গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? (অনুধাবন)
✅ ১১. ২ লিটার
[খ] ২২. ৪ লিটার
[গ] ৩২. ৪ লিটার
[ঘ] ৪৪. ৮ লিটার

৮৯. কত গ্রাম অক্সিজেনের আয়তনকে অক্সিজেনের মোলার আয়তন বলা হয়? (জ্ঞান)
[ক] 16g
[খ] 18g
✅ 32g
[ঘ] 38g

৯০. STP-তে ৪৪g কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? (জ্ঞান)
✅ ২২. ৪ লিটার
[খ] ২২৪ লিটার
[গ] ২২৪০ লিটার
[ঘ] ২২৪০০ লিটার

৯১. STP-তে ১০ gm হাইড্রোজেনের আয়তন কত? (প্রয়োগ)
[ক] ২২. ৪ লিটার
✅ ১১২ লিটার
[গ] ১২২ লিটার
[ঘ] ২২৪ লিটার

৯২. আদর্শ তাপমাত্রা ও চাপে ৬০g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? (প্রয়োগ)
[ক] ২২. ৪০ লিটার
[খ] ৪৪. ৮০ লিটার
[গ] ৬০. ০৩ লিটার
✅ ৭৯. ০৬ লিটার

৯৩. প্রমাণ চাপ বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ 1 atm বায়ুচাপ
[খ] 2 atm বায়ুচাপ
[গ] 2. 5 atm বায়ুচাপ
[ঘ] 5 atm বায়ুচাপ

৯৪. আদর্শ উষ্ণতা ও চাপে ১ Litre অক্সিজেন গ্যাসের ভর কত? (অনুধাবন)
✅ 1.43g
[খ] 1. 83g
[গ] 16g
[ঘ] 32g

৯৫. কোনো গ্যাসের আণবিক ভর M, STP তে উক্ত গ্যসের X গ্রামের আয়তন কত লিটার হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] M × X × ২২. ৪
[খ] X × M/২২. ৪
✅ ২২. ৪ × X/M
[ঘ] ২২. ৪ × M/X

৯৬. একই তাপমাত্রা ও চাপে সব গ্যাসের মোলার আয়তন- (জ্ঞান)
[ক] দ্বিগুণ
✅ সমান
[গ] এক তৃতীয়াংশ
[ঘ] অর্ধেক

৯৭. ২৫°C তাপমাত্রায় ও 1 atm চাপে গ্যাসের মোলার আয়তন কত? (জ্ঞান)
[ক] ২০. ৪L
[খ] ২৪. ৪L
✅ ২২. ৪L
[ঘ] ২৮. ৪L

৯৮. ৬. ০২ ×১০²³ টি CO2 অণুর STP তে আয়তন- (অনুধাবন)
[ক] ০. ২২৪L
[খ] ২. ২৪L
[গ] ২০. ৪৪৪L
✅ ২২. ৪L

৯৯. নিচের কোন পদার্থের মোলার আয়তন ব্যতিক্রমী? (অনুধাবন)
[ক] CO2
✅ NaCl
[গ] NH3
[ঘ] O2

১০০. ০° সেন্টিগ্রেড ও 1 atm চাপকে কী বলে? (জ্ঞান)
[ক] প্রমাণ তাপমাত্রা
[খ] প্রমাণ চাপ
✅ প্রমাণ তাপমাত্রা ও চাপ
[ঘ] গ্যাসীয় চাপ

১০১. আদর্শ তাপমাত্রা ও চাপে ২০gm সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? (উচ্চতর দক্ষতা)
✅ ৭ লিটার
[খ] ৯ লিটার
[গ] ১০ লিটার
[ঘ] ১২ লিটার

১০২. এক মোল পানি সমান- (অনুধাবন)
[ক] ৩ম পানি
[খ] ১০g পানি
✅ ১8g পানি
[ঘ] ২০g পানি

১০৩. প্রমাণ তাপমাত্রা ও চাপে ১ মোল গ্যাসের আয়তন- (জ্ঞান)
[ক] ২২. ০০৪ লিটার
[খ] ২২. ০৪ লিটার
✅ ২২. ৪ লিটার
[ঘ] ২২. ৫ লিটার

১০৪. এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে কী বলে? (জ্ঞান)
✅ মোলার আয়তন
[খ] মোল
[গ] কেলাস
[ঘ] উৎপাদ

১০৫. পদার্থের আয়তন কার ওপর নির্ভরশীল? (জ্ঞান)
ক ঘনত্ব ও আয়তন
✅ চাপ ও তাপমাত্রা
[গ] ভর ও গাঢ়ত্ব
[ঘ] মোল ও চাপ

১০৬. তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায় আর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন-
[ক] বৃদ্ধি পায়
[খ] শূন্য হয়ে যায়
✅ হ্রাস পায়
[ঘ] অপরিবর্তিত থাকে

১০৭. ০. ১ মোল পানি কত গ্রামের সমান? (অনুধাবন)
[ক] ০. ১8g
✅ ১. 8g
[গ] ১০g
[ঘ] ১৮০g

১০৮. মোলার আয়তন বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো বস্তুর গ্রাম যে আয়তন দখল করে
[খ] কোনো গ্যাসের গ্রাম পারমাণবিক ভর যে আয়তন দখল করে
✅ এক মোল পরিমাণ পদার্থের আয়তন
[ঘ] ২৫°C তাপমাত্রা এবং ১ বায়ুমণ্ডলীয় চাপ

১০৯. এক মোল অক্সিজেন হচ্ছে - (জ্ঞান)
[ক] ৮ গ্রাম
[খ] ১৬ গ্রাম
[গ] ১৮. ০২ গ্রাম
✅ ৩২ গ্রাম

১১০. ১ মোল CO2 ও ১ মোল O2 এর মোলার আয়তন কীরূপ হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] CO2-এর আয়তন > O2-এর আয়তন
[খ] CO2-এর আয়তন < O2-এর আয়তন
✅ CO2-এর আয়তন = O2-এর আয়তন
[ঘ] CO2-এর আয়তন = 2O2-এর আয়তন

১১১. চাপ হ্রাস করলে গ্যাসের আয়তনের কী রকম পরিবর্তন হয়? (অনুধাবন)
[ক] হ্রাস পায়
✅ বৃদ্ধি পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] শূন্য হয়ে যায়

১১২. তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কীরূপ পরিবর্তন হয়? (অনুধাবন)
[ক] হ্রাস পায়
✅ বৃদ্ধি পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] তরলে পরিণত হয়

১১৩. প্রমাণ অবস্থায় ১. ৭g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? (প্রয়োগ)
[ক] ১. ৫ লিটার
✅ ২. ২৪ লিটার
[গ] ৩. ২৫ লিটার
[ঘ] ৪. ২৬ লিটার

১১৪. গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় কী উল্লেখ করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ভর ও Nনত্ব
[খ] গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
[গ] তাপ ও তাপমাত্রা
✅ চাপ ও তাপমাত্রা

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১১৫. তাপমাত্রা ও চাপ দ্বারা মোলার আয়তন প্রভাবিত হয় যেসব পদার্থের- (উচ্চতর দক্ষতা)
i. CaCO3(s)
ii. H2O(g)
iii. CO2(g)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. NO2-এর - (উচ্চতর দক্ষতা)
i. তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়
ii. চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. প্রমাণ তাপমাত্রা ও চাপে- (অনুধাবন)
i. ১৬ গ্রাম O2-এর আয়তন ১১. ২ লিটার
ii. ৪৪ গ্রাম CO2-এর আয়তন ২২. ৪ লিটার
iii. ২ গ্রাম H2-এর আয়তন ২২. ৪ লিটার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের চিত্র থেকে এবং ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :

১১৮. গ্যাস দুটি একই তাপমাত্রা ও চাপে থাকলে আয়তনের পার্থক্য কত হবে? (প্রয়োগ)
[ক] ১ লিটার
[খ] ১১. ২ লিটার
[গ] ২২. ৪ লিটার
✅ শূন্য

১১৯. দ্বিতীয় সিলিন্ডারের উপর চাপ বৃদ্ধি করলে- (অনুধাবন)
i. এর আয়তন বৃদ্ধি পাবে
ii. এর আয়তন হ্রাস পাবে
iii. প্রথমে সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদ পড় এবং ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও :
আদর্শ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ৫০ গ্রামের আয়তন ২৫. ৪৫ লিটার।

১২০. গ্যাসটির মোলার আয়তন কত? (প্রয়োগ)
[ক] ১১. ২ লিটার
✅ ২২. ৪ লিটার
[গ] ২৫. ৪৫ লিটার
[ঘ] ৪৪. ০ লিটার

১২১. গ্যাসটির আয়তন হিসাব করার সময় আদর্শ তাপমাত্রা ও চাপ উল্লেখ করা প্রয়োজন- (অনুধাবন)
i. তাপমাত্রা ও চাপ পরিবর্তনে গ্যাসটির আয়তন পরিবর্তিত হয়
ii. আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসটির আয়তন ২২. ৪ লিটার থাকে
iii. CO2 গ্যাসীয় পদার্থের কারণে আয়তন পরিবর্তিত হয়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬. ৩ মোল এবং আণবিক সংকেত

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 আণবিক সংকেত থেকে একটি মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হয় তা জানা যায়।
🧪 CO2 অণুতে এক মোল কার্বন পরমাণু দুই মোল অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক মোল CO2 গঠন করে। অর্থাৎ ১২ম কার্বন 32g অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ৪৪g CO2 গঠন করে।
🧪 যৌগের পরমাণুর মোলসংখ্যার অনুপাত থেকে আণবিক সংকেত নির্ণয় করা যায়।
🧪 মোলসংখ্যা = পরমাণুর ভর / গ্রাম পারমাণবিক ভর।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১২২. কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] কার্বন ও ক্লোরিনের বিক্রিয়ায়
✅ ৩ গ্রাম কার্বন ও ৮ গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায়
[গ] কার্বন ও পানির বিক্রিয়ায়
[ঘ] Ca ও O2 যুক্ত হয়ে

১২৩. HCl গঠনে ৩৫. ৫ গ্রাম ক্লোরিন পরমাণুর সাথে কোনটি যুক্ত হয়? (অনুধাবন)
✅ ১ গ্রাম হাইড্রোজেন
[খ] ১ গ্রাম কার্বন
[গ] ২ গ্রাম হাইড্রোজেন
[ঘ] ২ গ্রাম মিথেন

১২৪. কোনো একটি পাত্রে ১ গ্রাম হাইড্রোজেন ও ৮৫ গ্রাম ক্লোরিন একত্রে রাখলে ১ গ্রাম H2-এর সাথে কত গ্রাম ক্লোরিন যুক্ত হয়? (প্রয়োগ)
[ক] ১ গ্রাম
✅ ৩৫. ৫ গ্রাম
[গ] ৪২. ৫ গ্রাম
[ঘ] ৮৫ গ্রাম

১২৫. CO2 এর ক্ষেত্রে কোনটি সত্য? (উচ্চতর দক্ষতা)
[ক] এক মোল কার্বন ও এক মোল অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত
[খ] কার্বন ও অক্সিজেন অণু নিয়ে গঠিত
✅ এক মোল কার্বন ও দুই মোল অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত
[ঘ] CO2 একটি কঠিন পদার্থ

১২৬. আণবিক সংকেত দ্বারা নিচের কোনটি বোঝা যায়? (অনুধাবন)
[ক] অণুতে বিদ্যমান পরমাণুসমূহের পূর্ণসংখ্যার অনুপাত
[খ] কেবলমাত্র উপাদানসমূহ
[গ] রাসায়নিক সংযোগ প্রক্রিয়া
✅ অণুতে বিদ্যমান পরমাণুর সঠিক সংখ্যা

১২৭. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2-এর সাথে বিক্রিয়া করবে? (প্রয়োগ)
[ক] ১২ম
[খ] 16g
✅ 32g
[ঘ] ৪২ম

১২৮. ২০g গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করার জন্য কত গ্রাম HCl প্রয়োজন? (প্রয়োগ)
[ক] ১৬. ১৫ গ্রাম
[খ] ১৭. ৭৫ গ্রাম
✅ ১৮. ২৫ গ্রাম
[ঘ] ৩৫. ৫ গ্রাম

১২৯. ২০g Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন করে? (প্রয়োগ)
[ক] ১১. ২ গ্রাম
✅ ৩৩. ৩ গ্রাম
[গ] ৫২ গ্রাম
[ঘ] ৬৮ গ্রাম

১৩০. CO2-তে কার্বন ও অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত? (অনুধাবন)
[ক] ২ : ১
[খ] ১ : ১
[গ] ২ : ৩
✅ ১ : ২

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৩১. প্রমাণ অবস্থায় ২২. ৪ লিটার CO2 হচ্ছে- (অনুধাবন)
i. ২ গ্রাম
ii. ২২. ৪ গ্রাম
iii. ৪৪ গ্রাম

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] ii ও iii

১৩২. ১২ গ্রাম O2 ও ১৬ গ্রাম N2 একটি পাত্রে রাখা হলো, বিক্রিয়া শেষে পাত্রে থাকবে- (উচ্চতর দক্ষতা)
i. ১৭. ২৫ গ্রাম NO2
ii. ৫. ২৫ গ্রাম O2
iii. ১০. ৭৫ গ্রাম N2

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড় এবং ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
পরীক্ষা করে দেখা গেল ৩ গ্রাম কার্বন ৮ গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়।

১৩৩. গঠিত যৌগ - (অনুধাবন)
✅ CO2
[খ] H2CO3
[গ] CO3
[ঘ] CO

১৩৪. গঠিত যৌগে - (উচ্চতর দক্ষতা)
i. C ও O পরমাণুর ভর যথাক্রমে ৩ গ্রাম ও ৮ গ্রাম
ii. C ও O এর মোল সংখ্যার অনুপাত ১ : ২
iii. মোলার আয়তন ২২. ৪ লিটার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬. ৪ মোলার দ্রবণ

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 দ্রব ও দ্রাবক মিশ্রিত করে দ্রবণ প্রস্তুত করা হয়।
🧪 দ্রবণে যা কম ব্যবহৃত হয় তা দ্রব আর যা বেশি ব্যবহৃত হয় তা দ্রাবক।
🧪 পানির দ্রবণকে জলীয় দ্রবণ বলে।
🧪 প্রতি একক আয়তন দ্রবণে বিভিন্ন পরিমাণ দ্রব দ্রবীভূত করা হলে দ্রবণের ঘনমাত্রা বিভিন্ন হয়।
🧪 দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি মোলারিটি।
🧪 নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। একে M দ্বারা প্রকাশ করা হয়।
🧪 এক মোলার দ্রবণের ক্ষেত্রে এক লিটার দ্রবণে বা এক ডে. মি. ৩ দ্রবণে এক মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে।
🧪 দ্রবণের আয়তন তাপমাত্রার ওপর নির্ভরশীল।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৩৫. দ্রব ও দ্রাবক মিশ্রিত করে কী প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] দ্রাব্যতা
✅ দ্রবণ
[গ] ঘনমাত্রা
[ঘ] বিক্রিয়ক

১৩৬. দ্রাবক হিসেবে পানি ব্যবহার করে দ্রবণ প্রস্তুত করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] সম্পৃক্ত দ্রবণ
[খ] সার্বজনীন দ্রবণ
✅ জলীয় দ্রবণ
[ঘ] অসম্পৃক্ত দ্রবণ

১৩৭. দ্রবণে যা কম পরিমাণে থাকে তাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ দ্রব
[খ] দ্রাবক
[গ] দ্রাব্যতা
[ঘ] দ্রবণীয়তা

১৩৮. দ্রবণে যা বেশি পরিমাণে থাকে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] দ্রব
[খ] দ্রাব্যতা
[গ] কলয়েড
✅ দ্রাবক

১৩৯. ০. ৫ M NaOH দ্রবণ বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] ১kg দ্রবণে ৪০g NaOH দ্রবীভূত আছে
[খ] 1L দ্রবণে ৪০g NaOH দ্রবীভূত আছে
[গ] ১kg দ্রবণে ২০g NaOH দ্রবীভূত আছে
✅ 1L দ্রবণে ২০g NaOH দ্রবীভূত আছে

১৪০. ২ লিটার আয়তনের ১গ Na2CO3 দ্রবণে কত গ্রাম Na2CO3 থাকবে? (প্রয়োগ)
[ক] ৫৩ গ্রাম Na2CO3
[খ] ৮০ গ্রাম Na2CO3
[গ] ১০৬ গ্রাম Na2CO3
✅ ২১২ গ্রাম Na2CO3

১৪১. পানিতে NaOH দ্রবীভূত করা হলে দ্রবণটি কী হবে? (জ্ঞান)
[ক] NaOH দ্রবণ
[খ] সgmত্ত্ব দ্রবণ
[গ] অসgmত্ত্ব দ্রবণ
✅ জলীয় দ্রবণ

১৪২. ৪০ গ্রাম NaOH থেকে কত লিটারের দ্রবণ প্রস্তুত করলে মোলারিটি ০. ৫ মোলার হবে? (প্রয়োগ)
[ক] ১ লিটার
[খ] ২ লিটার
✅ ৪ লিটার
[ঘ] ১০ লিটার

১৪৩. ৫০ গ্রাম খাবারের লবণ ২ লিটারের দ্রবণে দ্রবীভূত করলে কত মোলার দ্রবণ পাওয়া যাবে? (অনুধাবন)
[ক] ০. ৪ মোলার
✅ ০. ৪৩ মোলার
[গ] ০. ৮০ মোলার
[ঘ] ০. ৮৬ মোলার

১৪৪. কত লিটার দ্রবণে ৪০ গ্রাম NaOH উপস্থিত থাকলে তার মোলারিটি ০. ১গ হবে? (অনুধাবন)
[ক] ১ লিটার
[খ] ৪ লিটার
[গ] ৫ লিটার
✅ ১০ লিটার

১৪৫. ২৫ গ্রাম Na2CO3 ১০০সষ দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? (প্রয়োগ)
[ক] ২. ৫গ
[খ] ২. ৩গ
[গ] ১. ৮গ
✅ ৩. ১গ

১৪৬. কোনটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি? (অনুধাবন)
ক মোল
[খ] আয়তন
✅ মোলারিটি
[ঘ] অণু

১৪৭. ১ মোলার দ্রবণ কাকে বলে? (অনুধাবন)
✅ এক লিটার দ্রবণে যখন এক মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে
[খ] এক সিসি দ্রবণে যখন এক মোল দ্রব দ্রবীভূত থাকে
[গ] ১০০০ গ্রাম দ্রবণে যখন এক মোল দ্রব দ্রবীভূত থাকে
[ঘ] যখন দ্রবণের ঘনত্ব ১ হয়

১৪৮. এক লিটার দ্রবণে ২ মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] ১ মোলার দ্রবণ
✅ ২ মোলার দ্রবণ
[গ] সেমি মোলার দ্রবণ
[ঘ] কোয়ার্টার মোলার দ্রবণ

১৪৯. দ্রবণের আয়তন কার ওপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] গাঢ়তা
[খ] ভর
✅ তাপমাত্রা
[ঘ] চাপ

১৫০. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোলসংখ্যাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] আয়তন
[খ] ঘনমাত্রা
[গ] মোলালিটি
✅ মোলারিটি

১৫১. দ্রবণের মোলারিটিকে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
✅ M
[খ] উ
[গ] Z
[ঘ] ঢ

১৫২. ২ লিটার দ্রবণে ১০০ গ্রাম CaCO3 যোগ করা হলে এটি কত মোলার দ্রবণ? (প্রয়োগ)
[ক] ২ মোলার
✅ সেমিমোলার
[গ] ১ মোলার
[ঘ] ৩ মোলার

১৫৩. ২৬. ৫ গ্রাম Na2CO3 যদি ০. ৫ লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তবে দ্রবণের মোলারিটি কত? (প্রয়োগ)
✅ ০. ৫ মোলার
[খ] ১ মোলার
[গ] ২ মোলার
[ঘ] ০. ২৫ মোলার

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৫৪. সেমিমোলার দ্রবণ হলো- (প্রয়োগ)
i. ৪০ গ্রাম NaOH ২ লিটার দ্রবণে
ii. ৫০ গ্রাম CaCO3 ১ লিটার দ্রবণে
iii. ১২ গ্রাম Na2CO3 ২ লিটার দ্রবণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৫. মোলার দ্রবণ বলতে বোঝায়- (অনুধাবন)
i. ২ লিটারে ২০০ গ্রাম CaCO3
ii. ১ লিটারে ১০৬ গ্রাম Na2CO3
iii. ২ লিটারে ৪০ গ্রাম NaOH

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫৬ ও ১৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
শরাফাত A যৌগটির ১গ দ্রবণ তৈরি করার জন্য ১১৭gm ব্যবহার করল। A যৌগটির আণবিক ভর ৫৮. ৫।

১৫৬. A যৌগটি কী হতে পারে? (অনুধাবন)
[ক] HgCl2
[খ] HCl
✅ NaCl
[ঘ] CaCl2

১৫৭. প্রাপ্ত দ্রবণ থেকে ২৫০cm3 আয়তন নেওয়া হলে উক্ত আয়তনে A যৌগটির কী পরিমাণ উপস্থিতি থাকে? (প্রয়োগ)
ক১৭. ৭৫g
✅ ২৯. ২৫g
[গ] ৪৭. ৫g
[ঘ] ৫৫. ৫g

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫৮ ও ১৫৯ নং প্রশ্নের উত্তর দাও :
নয়ন একটি আধা লিটার, একটি এক লিটার ও একটি ৪ লিটার দাগাঙ্কিত কাচপাত্রে যথাক্রমে ১০০ গ্রাম চুনাপাথর, ৮০ গ্রাম NaOH ও ২৩৪ গ্রাম খাবার লবণ যোগ করে দ্রবণ প্রস্তুত করে।

১৫৮. ৪ লিটার দ্রবণটির মোলারিটি কত? (অনুধাবন)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১৫৯. প্রাপ্ত দ্রবণে- (প্রয়োগ)
i. আধা লিটারের দ্রবণটি সেমিমোলার
ii. এক লিটারের দ্রবণটি ২ মোলার
iii. ৪ লিটারের দ্রবণটি ১ মোলার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. ৫ যৌগে মৌলের শতকরা সংযুতি

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে তার সংযুতি বলে।
🧪 যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির সমষ্টি একশত (১০০) হবে।
🧪 নির্দিষ্ট যৌগে মৌলের শতকরা সংযুতি নির্দিষ্ট হয়।
🧪 মৌলের বা কোনো নির্দিষ্ট অংশের শতকরা সংযুতি নির্ণয়ের জন্য যৌগের আণবিক সংকেত লিখে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে এবং যৌগে মৌলের শতকরা ভর নির্ণয় করা হয়।
🧪 কেলাস পানি কেলাস গঠনের জন্য অপরিহার্য কিন্তু যৌগের সংকেতের জন্য অপরিহার্য নয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৬০. যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে কী বলে? (জ্ঞান)
[ক] ভরসংখ্যা
[খ] পরমাণু
✅ সংযুতি
[ঘ] সংঘর্ষ

১৬১. হাইড্রোজেন ক্লোরাইডের আপেক্ষিক ভর কত? (অনুধাবন)
[ক] ৩৫. ৬
✅ ৩৬. ৫
[গ] ৩৬. ৬
[ঘ] ৩৭. ৫

১৬২. HCl এর শতকরা সংযুতিতে H = 2. ৭৪% হলে Cl এর শতকরা সংযুতি কত? (প্রয়োগ)
[ক] ৮১. ২৬%
[খ] ৭৯. ৬২%
✅ ৯৭. ২৬%
[ঘ] ১০০%

১৬৩. CuSO4. 5H2O যৌগের শতকরা সংযুতিতে কেলাস পানি = ৩৬. ০৭%. 5H2O, S = ১২. ৮৩%; O= ৫৭. ৭২% আছে। Cu এর শতকরা সংযুতি কত? (প্রয়োগ)
✅ ২৫. ৪৫%
[খ] ৪৫. ২৫%
[গ] ৬১. ৫২%
[ঘ] ৯৭. ২৩%

১৬৪. ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? (জ্ঞান)
✅ ৩৫. ৫
[খ] ৩৫. ৬
[গ] ৩৬. ৫
[ঘ] ৩৬. ৬

১৬৫. HCl-এ H এর শতকরা সংযুতি কত? (অনুধাবন)
✅ ২. ৭৪%
[খ] ৪%
[গ] ২৫. ৪৫%
[ঘ] ৯৭. ২৬%

১৬৬. তুঁতে যৌগে কত অণু কেলাস পানি সংযুক্ত থাকে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

১৬৭. তুঁতের আণবিক সংকেত কোনটি? (জ্ঞান)
[ক] FeSO4
✅ CuSO4. 5H2O
[গ] MgSO4. 7H2O
[ঘ] Fe2(SO)3. ২4H2O

১৬৮. HCl-এ H ও Cl-এর শতকরা সংযুতির সমষ্টি কত? (প্রয়োগ)
[ক] ১১. ১১
[খ] ৭৮
[গ] ৯৭. ২৬
✅ ১০০

১৬৯. H2O-তে অক্সিজেনের শতকরা সংযুতি কত? (প্রয়োগ)
[ক] ১১. ১১%
[খ] ১২. ৪৮%
[গ] ৩৫. ২৮%
✅ ৮৮. ৮৯%

১৭০. NaOH-এ Na এর শতকরা সংযুতি কত? (অনুধাবন)
[ক] ২৫. ১%
[খ] ৪২. ৫%
✅ ৫৭. ৫%
[ঘ] ৮৩. ২%

১৭১. পারক্লোরিক এসিডে (HClO4) ক্লোরিনের শতকরা পরিমাণ কত? (অনুধাবন)
[ক] ০. ০৫%
✅ ১৭%
[গ] ৩৫. ৩%
[ঘ] ৬৩. ৬৮%

১৭২. কোনো যৌগের শতকরা সংযুতি হিসাব করা যায় কী জানা থাকলে? (জ্ঞান)
[ক] মৌলের ভর সংখ্যা
✅ মৌলের পারমাণবিক ভর
[গ] মৌলের পারমাণবিক সংখ্যা
[ঘ] মৌলের আণবিক সংকেত

১৭৩. মৌলের শতকরা সংযুতি প্রকাশ করা যায় নিচের কোন সমীকরণ দ্বারা? (অনুধাবন)
[ক] যৌগের পরমাণু সংখ্যা × ১০০ যৌগের আণবিক ভর
✅ মৌলের পরমাণুসমূহের মোট ভর × ১০০যৌগের আণবিক ভর
[গ] যৌগের পরমাণুসমূহের ভরযৌগের আণবিক ভর × ১১০০
[ঘ] মৌলের পরমাণুসমূহের মোট ভর যৌগের আণবিক ভর × ১১০০

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৭৪. CuSO4. 5H2O যৌগে- (প্রয়োগ)
i. ঝ-এর শতকরা সংযুতি ১২. ৮৩%
ii. Cu-এর শতকরা সংযুতি ২৫. ৪৫%
iii. O-এর শতকরা সংযুতি ৩৬. ০৭%

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. NH4Cl যৌগে- (প্রয়োগ)
i. ঘ-এর শতকরা সংযুতি ২৬. ১৭%
ii. H-এর শতকরা সংযুতি ৭. ৪৮%
iii. Cl-এর শতকরা সংযুতি ৬৬. ৩৬%

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭৬ ও ১৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
NaCl-এর একটি অণুতে ১টি সোডিয়াম পরমাণু এবং ১টি ক্লোরিন পরমাণু আছে। সোডিয়াম এবং ক্লোরিনের পারমাণবিক ভর যথাক্রমে ২৩ এবং ৩৫. ৫।

১৭৬. উক্ত যৌগে Na-এর সংযুতি কত? (অনুধাবন)
[ক] ৩২. ৩৪%
✅ ৩৯. ৩২%
[গ] ৬০. ৬৮%
[ঘ] ৭৪. ২৫%

১৭৭. NaCl-এ Cl-এর সংযুতি কত? (প্রয়োগ)
[ক] ৩২. ৩৪%
[খ] ৩৯. ৩২%
✅ ৬০. ৬৮%
[ঘ] ৭৪. ২৫%

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭৮ ও ১৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
গ্লুকোজ যৌগে C ও H এর শতকরা সংযুতি যথাক্রমে ৪০ ও ৬. ৬৭।

১৭৮. এর আণবিক ভর ১৮০। এর অপর মৌলের শতকরা সংযুতি কত? (অনুধাবন)
[ক] ৬. ৬৭%
[খ] ৪০%
✅ ৫৩. ৩৩%
[ঘ] ৫৪. ৩৩%

১৭৯. গ্লুকোজের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. স্থূল সংকেত CH2O
ii. আণবিক সংকেত C6H12O6
iii. স্থূল সংকেত আণবিক সংকেত একই

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. ৬ শতকরা সংযুতি থেকে যৌগের স্থূল সংকেত নির্ণয়

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 মৌলের সংযুতি = n × A × ১০০/M%; এখানে n = যৌগের আণবিক সংকেতে মৌলের পরমাণুর সংখ্যা, A = মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এবং M = আপেক্ষিক আণবিক ভর।
🧪 যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে।
🧪 অণুতে পরমাণুসমূহের শতকরা সংযুতিকে নিজ নিজ আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের অনুপাত থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৮০. HO-এর স্থূল সংকেত থেকে কী বোঝা যায়? (উচ্চতর দক্ষতা)
✅যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান এবং তাদের পরমাণু সংখ্যা সমান
[খ] যৌগের অণুতে কয়টি পরমাণু বিদ্যমান
[গ] যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান এবং পরমাণু সংখ্যা অসমান
[ঘ] যৌগে শতকরা সংযুতি সমানভাবে বিন্যস্ত

১৮১. ইথেনের আণবিক সংকেত C2H6 এর স্থূল সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] OH
✅ CH
[গ] CH2
[ঘ] C6H6

১৮২. নিচের কোনটির স্থূল সংকেত ও আণবিক সংকেত একই রূপ? (অনুধাবন)
✅ H2O
[খ] H2O2
[গ] C6H6
[ঘ] C4H10

১৮৩. নিচের কোন যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই রূপ? (অনুধাবন)
✅ NH3
[খ] C6H6
[গ] C6H12O6
[ঘ] C2H2

১৮৪. গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? (জ্ঞান)
[ক] CHO
[খ] 2CHO
✅ CH2O
[ঘ] C2H2O2

১৮৫. বেনজিনের আণবিক সংকেত C6H6 । এর স্থূল সংকেত কোনটি? (জ্ঞান)
ক C6H6
✅ CH
[গ] 2CH
[ঘ] CH4

১৮৬. একটি যৌগে C = ৯২. ৩%, H = ৭. ৭%; যৌগটির স্থূল সংকেত কত? (প্রয়োগ)
✅ CH
[খ] C2H2
[গ] C2H4
[ঘ] C6H6

১৮৭. মৌলের সংযুতি নির্ণয়ের সূত্র কী? (জ্ঞান)
✅ n × A × ১০০ /M%
[খ] n × A × M/১০০%
[গ] V × A × ১০০%/M%
[ঘ] V × A × M/১০০%

১৮৮. মৌলের সংযুতি = n × A × ১০০/M% ; এখানে n প্রকাশ করছে? (অনুধাবন)
[ক] আপেক্ষিক পারমাণবিক ভর
[খ] আপেক্ষিক আণবিক ভর
✅ মৌলের পরমাণুর সংখ্যা
[ঘ] মৌলের শতকরা সংযুতি

১৮৯. যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করে, তাকে কী বলে? (জ্ঞান)
[ক] আণবিক সংকেত
✅ স্থূল সংকেত
[গ] পারমাণবিক সংকেত
[ঘ] পরমাণুর সংকেত

১৯০. একটি যৌগে ৩২. ৪% সোডিয়াম, ২২. ৫% সালফার ও ৪৫. ১% অক্সিজেন আছে। যৌগটির স্থূল সংকেত কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ Na2SO4
[খ] Na2SO3
[গ] NO2Sঙ
[ঘ] NaSO3

১৯১. যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে জানা প্রয়োজন কোনটি? (অনুধাবন)
[ক] আণবিক ভর
[খ] আণবিক সংকেত
✅ শতকরা সংযুতি
[ঘ] মৌলের যোজনী

১৯২. হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত কোনটি? (জ্ঞান)
[ক] H2O
✅ HO
[গ] H3O
[ঘ] HO2

১৯৩. পানির অণূতে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? (প্রয়োগ)
[ক] ১০০%
[খ] ৯২. ৩১%
[গ] ৮৮. ৮৯%
✅ ১১. ১১%

১৯৪. পানির অণুতে অক্সিজেনের শতকরা সংযুতি কত? (প্রয়োগ)
[ক] ১১. ১১%
✅ ৮৮. ৮৯%
[গ] ৭. ৬৯%
[ঘ] ৯২. ৩%

১৯৫. CH স্থূল সংকেতবিশিষ্ট যৌগে C ও H এর অনুপাত কত? (প্রয়োগ)
[ক] ২ : ১
[খ] ২ : ৩
✅ ১ : ১
[ঘ] ৩ : ২

১৯৬. কোন যৌগে অক্সিজেনের শতকরা সংযুতি ৮৮. ৮৯% এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি ১১. ১১% হলে, যৌগটির স্থূল সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] HO
[খ] HO2
[গ] H3O
✅ H2O

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৯৭. স্থূল সংকেত- (অনুধাবন)
i. যৌগে বিদ্যমান মৌলসমূহের একটি অনুপাত
ii. নির্ণয় করতে মৌলের পারমাণবিক ভর ও আণবিক ভর জানার দরকার হয়
iii. যৌগের বেলায় প্রযোজ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৮. স্থূল সংকেত- (উচ্চতর দক্ষতা)
i. যৌগের হতে পারে
ii. যৌগের অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা প্রকাশ করে
iii. আণবিক সংকেতের সমান বা সরল গুণিতক হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. কোনগুলোর স্থূল সংকেত একই? (অনুধাবন)
i. C6H6
ii. C2H2
iii. CH4

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০০ ও ২০১ নং প্রশ্নের উত্তর দাও :
একটি যৌগের শতকরা সংযুতি হচ্ছে N = ৩৬. ৮%; O = ৬৩. ২%।

২০০. যৌগটিতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? (অনুধাবন)
[ক] ৩৬. ৮%
[খ] ৬৩. ২%
[গ] ৯৯%
✅ ১০০%

২০১. যৌগের স্থূল সংকেত হচ্ছে- (প্রয়োগ)
[ক] NO
✅ N2O3
[গ] NO৫
[ঘ] N2O5

৬. ৭ শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 যৌগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের যে কোনো সরল গুণিতক।
🧪 কোনো কোনো যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত অভিন্ন হয়। যেমন : অ্যাসিটিলিন (C2H2) ও বেনজিনের (C6H6) এর স্থূল সংকেত CH।
🧪 যৌগের স্থূল সংকেত CH হলে তার আণবিক সংকেত (CH)n। এখানে, n হলো যৌগে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যা।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২০২. যৌগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের- (জ্ঞান)
✅ সরল গুণিতক
[খ] নির্দিষ্ট অনুপাত
[গ] বিপরীত অনুপাত
[ঘ] ব্যস্তানুপাত

২০৩. একটি যৌগের স্থূল সংকেত হচ্ছে N2O3 যদি এর প্রকৃত আণবিক ভর ৭৬ হয়। তাহলে এর সংকেত হবে- (প্রয়োগ)
[ক] N2O6
[খ] NO3
✅ N2O3
[ঘ] N2O5

২০৪. কোনো যৌগের বিভিন্ন মৌলের পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা কী থেকে জানা যায়? (জ্ঞান)
[ক] স্থূল সংকেত
[খ] প্রতীক
✅ আণবিক সংকেত
[ঘ] যোজনী

২০৫. কোনো যৌগের স্থূল সংকেত CH ও আণবিক ভর ৭৮ হলে, আণবিক সংকেত হবে কোনটি? (প্রয়োগ)
[ক] CH
✅ C6H6
[গ] CH4
[ঘ] C2H2

২০৬. যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে এর সংযুতির সাথে সাথে আর কী জানতে হবে? (অনুধাবন)
[ক] আণবিক ওজন
✅ আণবিক ভর
[গ] যোজনী
[ঘ] সংকেত

২০৭. একটি যৌগের আণবিক ভর ১৮০ এবং এর স্থূল সংকেত CH2O। যৌগটির সঠিক আণবিক সংকেত কোনটি? (প্রয়োগ)
[ক] CH4ঙ
✅ C6H12O6
[গ] C2H6O
[ঘ] H2CO3

২০৮. কোনো যৌগের স্থূল সংকেত C3H8 ও আণবিক ভর ৪৪ হলে আণবিক সংকেত কী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] CH
✅ C3H8
[গ] C2H4
[ঘ] CH4

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২০৯. যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে প্রয়োজন হয়- (অনুধাবন)
i. শতকরা সংযুতি
ii. পারমাণবিক ভর
iii. আণবিক ভর

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

২১০. বেনজিনের ক্ষেত্রে- (অনুধাবন)
i. স্থূল সংকেত CH
ii. আণবিক ভর ৭৮
iii. পারমাণবিক ভর ৬০

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২১১. গ্লুকোজের ক্ষেত্রে- (অনুধাবন)
i. এর আণবিক সংকেত C6H12O6
ii. এর পারমাণবিক ভর ১৬০g
iii. এর আণবিক ভর ১৮০g

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১২ ও ২১৩ নং প্রশ্নের উত্তর দাও :
একটি যৌগে কার্বন ৯২. ৩% এবং হাইড্রোজেন ৭. ৭%।

২১২. যদি আণবিক ভর ২৬ হয় তাহলে আণবিক সংকেত কী হবে? (প্রয়োগ)
[ক] C6H6
✅ C2H2
[গ] CH4
[ঘ] C6H12O6

২১৩. কার্বনের পারমাণবিক ভর কত? (অনুধাবন)
[ক] ১
[খ] ৮
[গ] ৯
✅ ১২

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১৪ ও ২১৫ নং প্রশ্নের উত্তর দাও :
একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর ৭৮।

২১৪. যৌগের আণবিক সংকেত হলো- (অনুধাবন)
[ক] CH
✅ C6H6
[গ] C2H6
[ঘ] CH4

২১৫. যৌগের এই আণবিক সংকেত নির্ণয়ে দরকার লাগে- (উচ্চতর দক্ষতা)
i. স্থূল সংকেত
ii. আণবিক ভর
iii. ইলেকট্রন বিন্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬. ৮ রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয়।
🧪 রাসায়নিক সমীকরণ হলো রাসায়নিক সর্টহ্যান্ড।
🧪 রাসায়নিক বিক্রিয়ায় যেসকল পদার্থ নিয়ে শুরু করা হয় তাদেরকে বিক্রিয়ক এবং যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের উৎপাদ বলে।
🧪 সমীকরণের সমান চি‎েহ্নর উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান হতে হয়।
🧪 রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে।
🧪 যৌগের ভৌত অবস্থা কঠিন (ঝড়ষরফ) হলে (s), তরল (ষরয়ঁরফ) হলে (𝑙) এবং গ্যাসীয় (মধংবড়ঁং) হলে (g) লেখা হয়।
🧪 বিক্রিয়ক এবং উৎপাদ হিসেবে কোনো যৌগের জলীয় দ্রবণ (অয়ঁবড়ঁং ংড়ষঁঃরড়হ) থাকলে (aq) লেখা হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২১৬. কোন বাক্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] সমীকরণের উভয় দিকে মৌলের অণু সংখ্যা সমান
✅ সমীকরণের উভয় দিকে মৌলের পরমাণুর সংখ্যা সমান
[গ] সমীকরণের বামদিকে উৎপাদসমূহ লিখতে হয়
[ঘ] সমীকরণের ডানদিকে বিক্রিয়কসমূহ লিখতে হয়

২১৭. 3Fe + 4H2O → Fe3O4 + 4H2 এ সমীকরণে কী উৎপন্ন হয়? (অনুধাবন)
[ক] হাইড্রোজেন ও ফেরাস অক্সাইড
✅ ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন
[গ] হাইড্রোজেন ও পানি
[ঘ] ফেরাস ও হাইড্রোজেন

২১৮. রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপনের জন্য কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ সমীকরণ
[খ] বিক্রিয়া
[গ] বিক্রিয়ক
[ঘ] উৎপাদ

২১৯. যেসব বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কী বলে? (জ্ঞান)
[ক] উৎপাদ
[খ] উৎপন্ন দ্রব্য
✅ বিক্রিয়ক
[ঘ] বিক্রিয়া

২২০. রাসায়নিক বিক্রিয়া কোন নীতি অনুসরণ করে? (জ্ঞান)
✅ ভর সংরক্ষণ নীতি
[খ] আয়তন সংরক্ষণ নীতি
[গ] ভর বিভাজন নীতি
[ঘ] আয়তন বিভাজন নীতি

২২১. সমীকরণ লেখার সময় বিক্রিয়কসমূহ কোন দিকে থাকে? (জ্ঞান)
✅ বাম দিকে
[খ] ডান দিকে
[গ] উপরের দিকে
[ঘ] নিচের দিকে

২২২. রাসায়নিক বিক্রিয়া শেষে যেসব নতুন পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে কী বলে? (জ্ঞান)
✅ উৎপাদ
[খ] বিক্রিয়ক
[গ] বিক্রিয়া
[ঘ] রিঅ্যাকট্যান্ট

২২৩. রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুসমূহের কী ঘটে? (অনুধাবন)
[ক] উৎপাদ
✅ পুনর্বিন্যাস
[গ] পরমাণুকরণ
[ঘ] বিক্রিয়ক

২২৪. রাসায়নিক সর্টহ্যান্ড কাকে বলা হয়? (অনুধাবন)
✅ রাসায়নিক বিক্রিয়া
[খ] রাসায়নিক প্রক্রিয়া
[গ] রাসায়নিক সমীকরণ
[ঘ] রাসায়নিক ভৌত অবস্থা

২২৫. রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক এবং একাধিক উৎপাদ থাকলে তাদের কী চি‎হ্ন দিয়ে প্রকাশ করা হয়- (অনুধাবন)
[ক] (=) চিহ্ন দিয়ে
[খ] (-) চিহ্ন দিয়ে
✅ (+) চিহ্ন দিয়ে
[ঘ] (×) চিহ্ন দিয়ে

২২৬. বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডানপাশের কোন বন্ধনীর মধ্যে লেখা হয়? (জ্ঞান)
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] রেখা

২২৭. কার্বন বা কয়লাকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহনের সময় বায়ু দূষণে ভূমিকা রাখে এমন একটি গ্যাস উৎপন্ন হয়। এ গ্যাসটির নাম কী? (প্রয়োগ)
✅ কার্বন ডাইঅক্সাইড
[খ] নাইট্রিক অক্সাইড
[গ] মিথেন
[ঘ] অ্যামোনিয়া

২২৮. C(s) + O2(g) → CO2(g) এই বিক্রিয়ায় উৎপাদ হলো- (প্রয়োগ)
[ক] C
✅ CO2
[গ] O2
[ঘ] CO

২২৯. CaCO3(s) + 2HCl(aq) → CaCl¬2(aq) + CO2(g) + H2O(𝑙) এই বিক্রিয়ায় বিক্রিয়ক হলো- (প্রয়োগ)
[ক] CaCl2, CO2,H2O
✅ CaCO3, 2HCl
[গ] CaCO3
[ঘ] CaCl2, H2O

২৩০. CaCO3(s) + 2HCl(aq) → CaCl¬2(aq) + CO2(g) + H2O(𝑙) এই বিক্রিয়ায় কঠিন পদার্থ হলো- (প্রয়োগ)
✅ CaCO3
[খ] 2HCl
[গ] CaCl2
[ঘ] CO2

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৩১. দহন বিক্রিয়ার উদাহরণ- (অনুধাবন)
i. C(s) + O2(g) → CO2(g)
ii. Mg(s) + 2HCl(aq) → MgCl2(s) + H2(g)
iii. CaCO3(s) + 2HCl(aq) → CaCl2(aq) + CO2(g) + H2O(𝑙)

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i ও iii

২৩২. সঠিক উক্তি হলো- (উচ্চতর দক্ষতা)
i. বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক এবং উৎপাদ থাকতে পারে
ii. রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ নিয়ে শুরু করা হয় তাদের উৎপাদ বলা হয়
iii. সমীকরণের উভয় দিকে মৌলের পরমাণুর সংখ্যা সমান হতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের সমীকরণগুলো লক্ষ কর এবং ২৩৩ ও ২৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
a. CaO(s) + CO2(g) → CaCO3(s)
b. H2(g) + I2(g) →2HI(g)

২৩৩. a বিক্রিয়ায় উৎপাদের সাধারণ নাম কী? (অনুধাবন)
[ক] কাপড় কাচা সোডা
[খ] খাবার সোডা
[গ] চুনের পানি
✅ চুনাপাথর

২৩৪. উদ্দীপক থেকে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. রাসায়নিক সমীকরণে যৌগের ভৌত অবস্থা প্রকাশ পেয়েছে
ii. a বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ঋণাত্মক আয়নের যোজনী ২
iii. b বিক্রিয়ায় বিক্রিয়ক একটি এসিড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 নিচের বিক্রিয়ার আলোকে ২৩৫ ও ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
CaCO3(s) + 2HCl(aq) →CaCl2(aq) + CO2(g) + H2O(𝑙)

২৩৫. উপরের বিক্রিয়ায় বিক্রিয়ক হলো- (প্রয়োগ)
✅ CaCO3, 2HCl
[খ] CaCl2, CO2, H2O
[গ] CaCO3
[ঘ] CaCl2, CO2

২৩৬. সমীকরণটির উৎপাদে মোট পরমাণুর সংখ্যা কত? (অনুধাবন)
[ক] ৭
[খ] ৮
✅ ৯
[ঘ] ১০

৬. ৯ রাসায়নিক সমীকরণের সমতাকরণ

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্তরূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়।
🧪 রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে।
🧪 রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং উৎপন্ন পদার্থের একই মৌলের পরমাণুর সংখ্যা পরস্পর সমান থাকে।
🧪 বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সংকেতের সাথে প্রয়োজনীয় সংখ্যা (২, ৩, ৪) ইত্যাদি দ্বারা গুণন করতে হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৩৭. A12O3 + XHCl = YA1Cl3 + ZH2O সমীকরণটি সমতাকরণের জন্য X, Y ও Z এর মান কত হবে? (উচ্চতর দক্ষতা)
✅ ৬, ২, ৩
[খ] ৩, ৪, ৩
[গ] ৩, ২, ৩
[ঘ] ২, ৪, ৪

২৩৮. সমতাকৃত সমীকরণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] CaCO3 + HCl = CaCl2 + CO2
[খ] CaCO + HCl = CaCl2 + H2O
✅ CaCO3 + 2HCl = CaCl2 + H2O + CO2
[ঘ] CaCO3 + HCl = Ca(OH)2 + H2O

২৩৯. 2A1 + x = 2A1Cl3 + 3H2 সমীকরণটি থেকে লবণ তৈরিতে কত অণু X বিক্রিয়ক প্রয়োজন হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] 3X
[খ] 2X
✅ 6X
[ঘ] 12X

২৪০. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ কোন সূত্র মেনে চলে? (জ্ঞান)
[ক] ভরের স¤প্রসারণ সূত্র
✅ ভরের সংরক্ষণ সূত্র
[গ] শক্তির নিত্যতার সূত্র
[ঘ] জুলের তাপ উৎপাদন সূত্র

২৪১. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের পরমাণুর সংখ্যা সমান থাকে কেন? (উচ্চতর দক্ষতা)
✅ বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে বলে
[খ] বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মাঝে যোগ (+) চিহ্ন ব্যবহৃত হয় বলে
[গ] বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মাঝে সমান (=) চিহ্ন ব্যবহৃত হয় বলে
[ঘ] বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদে বিভিন্ন ভৌত অবস্থা উলি­খিত থাকে বলে

২৪২. Mg(s) + 2HCl(aq) → MgCl2(s) + H2(g); এই বিক্রিয়ায় HCl-কে ২ দ্বারা গুণন করা হয় কেন? (অনুধাবন)
[ক] অণুর সংখ্যা সমতার জন্য
[খ] আয়ন সংখ্যা সমতার জন্য
✅ পরমাণু সংখ্যা সমতার জন্য
[ঘ] অ্যানায়ন সংখ্যা সমতার জন্য

২৪৩. সমতাকৃত সমীকরণ কোনটি? (অনুধাবন)
[ক] 2Fe(s) + 3H2O(g) → Fe3O4(s) + 2H2 (g)
[খ] Fe(s) + H2O(g) → Fe3O4(s) + 2H2 (g)
✅ 3Fe(s) + 4H2O(g) → Fe3O4(s) + 4H2 (g)
[ঘ] ৬Fe(s) + 2H2O(g) → Fe3O4(s) + H2 (g)

২৪৪. কোন যৌগটির ভৌত অবস্থা কঠিন? (অনুধাবন)
✅ Al2O3
[খ] HCl
[গ] H2O
[ঘ] CO2

২৪৫. কোন যৌগটির ভৌত অবস্থা গ্যাসীয়? (অনুধাবন)
[ক] CaCl2
✅ CO2
[গ] H2O
[ঘ] AgNO3

২৪৬. A12O3 (s) + HCl(aq) → এই বিক্রিয়ায় কী উৎপাদ তৈরি হয়? (প্রয়োগ)
[ক] ৩A1ঐ + O2 + Cl2
[খ] AlCl3(g) + H2O(g)
[গ] Al2O3(s) + HCl(aq)
✅ AlCl3(s) + H2O(𝑙)

২৪৭. কোন রাসায়নিক বিক্রিয়াটি অশুদ্ধ? (অনুধাবন)
[ক] Al2O3(s) + 6HCl(aq) → 2A1Cl3(s) + 3H2O(𝑙)
[খ] Mg(NO3)2(s) → MgO(s) + NO2(g) + O2(g)
✅ Mg(s) + 2HCl(aq) → MgH2(s) + Cl2(g)
[ঘ] Na2CO3(s) + HCl(aq) → NaCl(aq) + H2O(𝑙) + CO2(g)

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৪৮. সমতাকরণের দিক থেকে সঠিক সমীকরণ- (অনুধাবন)
i. Al2O3(s) + 6HCl(aq) → 2A1Cl3(s) + 3H2O(𝑙)
ii. Na2CO3(s) + HCl(aq) → NaCl(aq) + H2O(𝑙) + CO2(g)
iii. Mg(s) + 2HCl(aq) → MgCl2(s) + H2(g)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের বিক্রিয়াটি ব্যবহার করে ২৪৯ ও ২৫০ নং প্রশ্নের উত্তর দাও :
A12O3(s) + HCl(aq) → AlCl3(s) + H2O(𝑙)

২৪৯. প্রদত্ত সমীকরণের সমতা বিধানে কোন সমন্বয়টি প্রযোজ্য? (অনুধাবন)
✅ ১, ৬, ২, ৩
[খ] ২, ৩, ১, ৬
[গ] ৩, ১, ২, ৬
[ঘ] ৬, ১, ২, ৩

২৫০. উদ্দীপকের বিক্রিয়ায়- (প্রয়োগ)
i. বিক্রিয়ক ও উৎপাদের পরমাণু সংখ্যা সমান
ii. সঠিক সংকেত ব্যবহৃত হয়েছে
iii. পূর্ণ সংখ্যার গুণকের উপস্থিতি বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫১ ও ২৫২ নং প্রশ্নের উত্তর দাও :
জলিলকে শ্রেণিশিক্ষক একটি রাসায়নিক সমীকরণের সমতাকৃত রূপ দেখাতে বললে জলিল বোর্ডে 🔬 নিচের সমীকরণটি লেখে-
Na2CO3 + AHCl → X + BH2O + CO2
তার শ্রেণিশিক্ষক বললেন বিক্রিয়াটি সম্পূর্ণ হয়নি, পরে তিনি বিক্রিয়াটি সম্পূর্ণ করেন।

২৫১. জলিলের বিক্রিয়াটিতে- (প্রয়োগ)
i. A = ১
ii. B = ১
iii. X = 2NaCl

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫২. শিক্ষক কীভাবে বিক্রিয়াটি সম্পূর্ণ করেন? (উচ্চতর দক্ষতা)
[ক] উৎপাদের সংখ্যা কমিয়ে
[খ] বিক্রিয়কের পরিমাণ কমিয়ে
[গ] মৌল স্থানান্তর করে
✅ ভৌত অবস্থার উলে­খ করে

৬. ১০ মোল ও রাসায়নিক সমীকরণ

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে।
🧪 নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ পাওয়া যায়।
🧪 রসায়নের যে শাখায় বিক্রিয়াকৃত বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসাব করা হয় তাকে Stoichiometry বলে।
🧪 রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ থেকে বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যা, মোল সংখ্যা এবং ভরের হিসাব করা যায়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৫৩. রসায়নের যে শাখায় বিক্রিয়াকৃত বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসাব করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] Gravimetry
✅ Stoichiometry
[গ] Iidometry
[ঘ] Cromatography

২৫৪. ৪৮ গ্রাম Mg কত গ্রাম O2-এর সাথে বিক্রিয়া করবে? (প্রয়োগ)
[ক] ১৬ গ্রাম
[খ] ১২ গ্রাম
✅ ৩২ গ্রাম
[ঘ] ৪২ গ্রাম

২৫৫. ২০ গ্রাম Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ১১. ২ গ্রাম
[খ] ৫২ গ্রাম
✅ ৩৩. ৩ গ্রাম
[ঘ] ৬৮ গ্রাম

২৫৬. 2Mg(s) + O2(g) → 2MgO(s) এ বিক্রিয়ায় ২ মোল Mg-এর সাথে কত মোল O2 বিক্রিয়া করে? (অনুধাবন)
✅ ১
[খ] ৮
[গ] ১৬
[ঘ] ৩২

২৫৭. 2Mg(s) + O2(g) → 2MgO(s) এ বিক্রিয়ায় ৪৮ গ্রাম Mg এর সাথে ৩২ গ্রাম O2 বিক্রিয়া করে কত গ্রাম MgO উৎপন্ন করে? (প্রয়োগ)
[ক] ৪০ গ্রাম
✅ ৮০ গ্রাম
[গ] ৯২ গ্রাম
[ঘ] ১১২ গ্রাম

২৫৮. ৫ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? (জ্ঞান)
[ক] ০. ৩ গ্রাম
✅ ৩. ৩৩ গ্রাম
[গ] ৩৩. ৩ গ্রাম
[ঘ] ৩৩০. ৩ গ্রাম

২৫৯. ২ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? (জ্ঞান)
✅ ৩. ৩৩ গ্রাম
[খ] ৪. ৪০ গ্রাম
[গ] ৩৩. ৩ গ্রাম
[ঘ] ৪৪. ০ গ্রাম

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৬০. C + O2 → CO2; এখানে C = ৪৮ গ্রাম বিক্রিয়াটিতে- (উচ্চতর দক্ষতা)
i. O2 প্রয়োজন ১২৮ গ্রাম
ii. CO2 উৎপন্ন হবে ১৭৬ গ্রাম
iii. O2 প্রয়োজন ৩২ গ্রাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬১. 2SO2 + O2 → 2SO3; এখানে O2 = ৩২ গ্রাম হলে- (উচ্চতর দক্ষতা)
i. ১২৮ গ্রাম SO2 বিক্রিয়া করবে
ii. ৮৫ গ্রাম SO3 উৎপন্ন হবে
iii. 1 mole অক্সিজেন বিক্রিয়া করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের বিক্রিয়া থেকে ২৬২ ও ২৬৩ নং প্রশ্নের উত্তর দাও :

২গম (s) + O2(g) → 2MgO(s)

২৬২. প্রদত্ত সমীকরণে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার ক্ষেত্রে কোন সমন্বয়টি প্রযোজ্য? (অনুধাবন)
[ক] ১, ২, ২
✅ ২, ১, ২
[গ] ১, ২, ৩
[ঘ] ২, ১, ৩

২৬৩. উদ্দীপকের বিক্রিয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. ২ অণু Mg, এক অণু O2 এর সাথে বিক্রিয়া করে ২ অণু MgO উৎপন্ন করে
ii. ২ মোল MgO-তে ২×৬. ০২ ×১০²³টি Mg পরমাণু আছে
iii. 48g Mg, 32g O2 এর সাথে বিক্রিয়া করে ৮০g MgO উৎপন্ন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬৪ ও ২৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
রিয়াজ একদিন পরীক্ষাগারে গিয়ে দেখে সেখানে ৫২ গ্রাম ম্যাগনেসিয়াম আছে। তার সর্বমোট ১০০ গ্রাম MgO উৎপাদন করতে হবে।

২৬৪. রিয়াজ উপস্থিত ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম MgO উৎপাদন করতে পারবে? (প্রয়োগ)
[ক] ৫২. ১৮ গ্রাম
[খ] ৮০ গ্রাম
✅ ৮৬. ৬৭ গ্রাম
[ঘ] ৯২ গ্রাম

২৬৫. রিয়াজের আরও কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন? (প্রয়োগ)
✅ ৮ গ্রাম
[খ] ১৮ গ্রাম
[গ] ৫২ গ্রাম
[ঘ] ৬০ গ্রাম

৬. ১১ লিমিটিং বিক্রিয়ক

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।
🧪 বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৬৬. H2 + Cl2 → HCl + Cl2 লিমিটিং বিক্রিয়ক কোনটি? (অনুধাবন)
✅ H2
[খ] Cl2
[গ] HCl
[ঘ] Cl

২৬৭. MgO উৎপন্ন করার জন্য ৪ অণু Mg ও ১০ অণু O2 নেয়া হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ Mg
[খ] O2
[গ] Mg
[ঘ] Mg ও O2

২৬৮. ৬৪ গ্রাম O2 হতে Na2O উৎপাদনের জন্য ৪৬ গ্রাম Na যোগ করা হলে অবশিষ্ট O2-এর পরিমাণ কত? (উচ্চতর দক্ষতা)
[ক] ৩২ গ্রাম
[খ] ৪৮ গ্রাম
✅ ৩৫ গ্রাম
[ঘ] ৮১ গ্রাম

২৬৯. NH3 উৎপাদনের জন্য ৮ গ্রাম H2 ও ২৮ গ্রাম N2 নেয়া হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? (অনুধাবন)
[ক] NH3
[খ] H2
✅ N2
[ঘ] O2

২৭০. বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে কী বলে? (জ্ঞান)
✅ লিমিটিং বিক্রিয়ক
[খ] উৎপাদ
[গ] ফিনিশিং বিক্রিয়ক
[ঘ] এনডিং বিক্রিয়ক

২৭১. বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় কী থেকে তা হিসাব করা হয়? (জ্ঞান)
[ক] মোট ভর থেকে
✅ লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে
[গ] তুল্য ওজন থেকে
[ঘ] রাসায়নিক বিক্রিয়া থেকে

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৭২. 2H2 + O2 → 2H2O, H2 = 2 গ্রাম, O2 = ৩২ গ্রাম বিক্রিয়াটিতে- (উচ্চতর দক্ষতা)
i. O2 লিমিটিং বিক্রিয়ক
ii. ১০ গ্রাম H2 অবশিষ্ট থাকে
iii. ৬ গ্রাম O2 অবশিষ্ট থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭৩. লিমিটিং বিক্রিয়K- (অনুধাবন)
i. বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না
ii. বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক অবশিষ্ট থেকে যায়
iii. উৎপাদের পরিমাণ হিসাব করতে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের ছবিটি লক্ষ কর এবং ২৭৪ ও ২৭৫ নং প্রশ্নের উত্তর দাও :

২৭৪. উৎপন্ন যৌগের সংকেত কোনটি?
[ক] Mg
[খ] O2
✅ MgO
[ঘ] MgO2

২৭৫. উপরের ছবিতে- (প্রয়োগ)
i. ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ
ii. অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক
iii. ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭৬ ও ২৭৭ নং প্রশ্নের উত্তর দাও :

২ পরমাণু কার্বনের সাথে ১ অণু অক্সিজেন বিক্রিয়া করে CO2 উৎপন্ন করা হলো। অর্থাৎ, ২ঈ + O2 → CO2

২৭৬. নিচের কোনটি লিমিটিং বিক্রিয়ক? (অনুধাবন)
[ক] C
✅ O2
[গ] ২ঈ
[ঘ] CO2

২৭৭. বিক্রিয়া শেষে পাওয়া যাবে- (প্রয়োগ)
i. পরমাণু ঈ
ii. অণু O2
iii. ১ অণু CO2

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭৮ ও ২৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
একটি আবদ্ধ পাত্রে ১২ গ্রাম H2 এর সাথে ২৮ গ্রাম N2 যোগ করা হলো। উপযুক্ত পরিবেশে পাত্রে X যৌগ উৎপন্ন হলো।

২৭৮. নিচের কোনটি লিমিটিং বিক্রিয়ক? (অনুধাবন)
[ক] H2
✅ N2
[গ] X
[ঘ] NH3

২৭৯. পাত্রে অবশিষ্ট থাকবে- (উচ্চতর দক্ষতা)
i. ৬ গ্রাম H2
ii. ৩৪ গ্রাম ঢ
iii. ১৪ গ্রাম N2

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. ১২ উৎপাদের শতকরা পরিমাণ

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে।
🧪 অ্যানালার রাসায়নিক পদার্থসমূহ প্রায় ৯৫. ৫% বিশুদ্ধ হয়।
🧪 এদেরকে গবেষণার সময় বিশ্লেষণীয় কাজে ব্যবহার করা হয়।
🧪 রাসায়নিক পদার্থের বিশুদ্ধতা তার প্রস্তুতি ও বিশুদ্ধকরণ পদ্ধতির উপর নির্ভর করে।
🧪 কী পরিমাণ উৎপাদ কম পাওয়া যায় তা উৎপাদের শতকরা পরিমাণের মাধ্যমে প্রকাশ করা হয়-
🧪 উৎপাদের শতকরা পরিমাণ = বিক্রিয়ায় প্রাপ্ত পরিমাণ × ১০০ বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ
🧪 বিক্রিয়কসমূহ ১০০% বিশুদ্ধ না হওয়ায় উৎপাদের পরিমাণ লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাবকৃত পরিমাণ থেকে কম হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৮০. ১০০ গ্রাম বিশুদ্ধ CaCO3-কে কী বলে? (জ্ঞান)
[ক] Coসঢ়রঃবৎ
[খ] Alধহধৎ
[গ] অসধষমঁস
✅ অহধষধৎ

২৮১. অহধষধৎ NaCl শতকরা কতভাগ বিশুদ্ধ হবে? (জ্ঞান)
✅ ৯৫. ৫%
[খ] ৯৮%
[গ] ৯৯. ৫%
[ঘ] ১০০%

২৮২. NaOH যদি ১০০% বিশুদ্ধ না হয় তবে তা থেকে উৎপন্ন NaCl-এর পরিমাণ কীরূপ হবে? (প্রয়োগ)
[ক] হিসাবকৃত পরিমাণের সমান
[খ] হিসাবকৃত পরিমাণের বেশি
✅ হিসাবকৃত পরিমাণের কম
[ঘ] হিসাবকৃত পরিমাণের অনুপাতের সমান

২৮৩. সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] লিমিটিং বিক্রিয়ক
✅ অ্যানালার
[গ] রিএজেন্ট
[ঘ] এক্রাইলিক

২৮৪. ৮০ গ্রাম CaCO3 কে তাপ দিয়ে ৩৯ গ্রাম CaO পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৬৩. ০৮%
✅ ৮৭. ৫%
[গ] ৯১. ৫১%
[ঘ] ৯৫. ৫%

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৮৫. অ্যানালার- (অনুধাবন)
i. সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ
ii. প্রায় ৯৫. ৫% বিশুদ্ধ
iii. গবেষণার সময় বিশ্লেষণীয় কাজে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮৬ ও ২৮৭ নং প্রশ্নের উত্তর দাও :

২০০ গ্রাম KClO3 কে তাপ দিয়ে ১০০ গ্রাম KCl পাওয়া গেলো।

২৮৬. উৎপাদের শতকরা পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ৭৭. ৪%
✅ ৮২. ৩২%
গ৮৭. ০৫%
[ঘ] ৯৫. ৫%

২৮৭. উদ্দীপকের বিক্রিয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. ২৪৪. ৫ গ্রাম KClO3 থেকে KCl পাওয়া যায় ১৪৮. ৫ গ্রাম
ii. KClO3 এর আণবিক ভর ১২২. ৫
iii. বিক্রিয়াটি হলো 2KClO3 →2KCl + 3O2

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬. ১৩ তুঁতের কেলাস পানির শতকরা পরিমাণ বা শতকরা সংযুতি নির্ণয়

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 তুঁতে কপার সালফেট ও পাঁচ অণু পানির সমন্বয়ে গঠিত। তুঁতেকে ব্লু ভিট্রিয়লও বলা হয়।
🧪 তুঁতের সংকেত CuSO4. 5H2O
🧪 পানিবিহীন কপার সালফেটের (CuSO4) বর্ণ সাদা আর পানিযুক্ত কপার সালফেটের (CuSO4. 5H2O) বর্ণ নীল।
🧪 তত্ত্বীয়ভাবে ১ মোল (২৪৯. ৫ গ্রাম) পানিযুক্ত নীল বর্ণের কপার সালফেটকে উত্তপ্ত করলে ৯০ গ্রাম পানি অপসারিত হয়ে ১৫৯. ৫ গ্রাম পানিবিহীন সাদা বর্ণের কপার সালফেটে পরিণত হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৮৮. ব্লু ভিট্রিয়লের অণুতে কত অণু কেলাস পানি থাকে? (জ্ঞান)
[ক] ২
[খ] ৪
✅ ৫
[ঘ] ১০

২৮৯. ব্লু ভিট্রিয়লের সংকেত কী? (জ্ঞান)
ক CuSO4. ১০H2O
[খ] CuSO4
✅ CuSO4. 5H2O
[ঘ] ZnSO4. 7H2O

২৯০. পানিবিহীন CuSO4-এর বর্ণ কেমন? (জ্ঞান)
[ক] কাল
✅ সাদা
[গ] লাল
[ঘ] নীল

২৯১. কপার সালফেট দিয়ে কাজ করার পর ভালোভাবে হাত পরিষ্কার করতে হয় কেন? (অনুধাবন)
✅ এটি বিষাক্ত পদার্থ বলে
[খ] এটি হাতে লেগে থাকে বলে
[গ] এর দ্রবণীয় গুণ আছে বলে
[ঘ] এটি ক্ষারীয় বলে

২৯২. ১ মোল তুঁতের ভর কত? (জ্ঞান)
[ক] ৬০ গ্রাম
[খ] ৯০ গ্রাম
✅ ১৫৯. ৫ গ্রাম
[ঘ] ২৪৯. ৫ গ্রাম

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৯৩. ব্লু ভিট্রিয়লের ক্ষেত্রে প্রযোজ্য- (প্রয়োগ)
i. আণবিক ভর ২৪৯. ৫
ii. কেলাস পানির শতকরা সংযুতি ৩৬. ০৭%
iii. জলীয় দ্রবণ অম্লধর্মী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৪. ২৪৯. ৫ গ্রাম ব্লু ভিট্রিয়লকে উত্তপ্ত করে ১৫৯. ৫ গ্রাম সাদা পাউডার পাওয়া গেল; এক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. সাদা পাউডারটি CuCO3
ii. উৎপাদের শতকরা পরিমাণ ৯৪%
iii. ব্লু ভিট্রিয়লের সংকেত CuSO4. 5H2O

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯৫ ও ২৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
পানিবিহীন কপার সালফেটে কয়েক ফোঁটা পানি যোগ করা হলো।

২৯৫. উৎপন্ন পদার্থের বর্ণ কীরূপ হবে? (অনুধাবন)
[ক] সাদা
✅ নীল
[গ] লাল
[ঘ] বেগুনি

২৯৬. পানিযুক্ত কপার সালফেটের- (উচ্চতর দক্ষতা)
i. নির্দিষ্ট মোল থাকবে
ii. আরেক নাম ব্লু ভিট্রিয়ল
iii. ভর ২৪৯. ৫ গ্রাম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৭. অ্যাভোগেড্রো সংখ্যার মান কত?
✅ ৬˙০২ × ১০²³
[খ] ০˙৬২ × ১০²³
[গ] ৬˙০২ × ১০²⁴
[ঘ] ৬০. ২ × ১০²³

২৯৮. HCl এর গ্রাম আণবিক ভর কত?
✅ ৩৬˙৫gm
[খ] ৩৬˙০ gm
[গ] ৩৬˙৭gm
[ঘ] ৩৬˙১০gm

২৯৯. ২০০ gm CaCO3 এর মোল সংখ্যা কত?
✅ ২
[খ] ১
[গ] ৫
[ঘ] ০. ৫

৩০০. রসায়নে মোল শব্দের অর্থ কী?
[ক] রাসায়নিক বিক্রিয়ার হার
✅ পদার্থের নির্দিষ্ট পরিমাণ
[গ] অণুর সংখ্যার পরিবর্তন
[ঘ] পদার্থের পরিবর্তনের মাত্রা

৩০১. 1 mole O2 এর ভর কত গ্রাম?
[ক] ১৬
[খ] ১৮
[গ] ২২
✅ ৩২

৩০২. অ্যামোনিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কত?
[ক] ১০
[খ] ১৫
[গ] ১৮
✅ ২০

৩০৩. প্রমাণ তাপমাত্রা ও চাপে ২ লিটার মিথেন অণুর সংখ্যা কত?
[ক] ৫˙৩৭ × ১০¯২২
[খ] ৫˙৩৭ × ১০²³
[গ] ৫˙৩৭ × ১০²⁴
✅ ৫˙৩৭৭ × ১০²²

৩০৪. প্রমাণ তাপমাত্রা ও চাপে ১১. ২ লিটার অ্যামোনিয়ার ভর কত?
[ক] ১. ৭ম
✅ ৮. ৫g
[গ] ১৭ম
[ঘ] ১৭০g

৩০৫. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?
[ক] ১১°C তাপমাত্রা ও 1 atm চাপ
[খ] ১৫°C তাপমাত্রা ও ৩ atm চাপ
[গ] ২৫°C তাপমাত্রা ও ২ atm চাপ
✅ ২৫°C তাপমাত্রা ও 1 atm চাপ

৩০৬. ১gm CO2 গ্যাসে অণুর সংখ্যা কত?
[ক] ১˙২৮ × ১০²²
✅ ১˙৩৬ × ১০²²
[গ] ৩˙০১ × ১০²³
[ঘ] ৬˙০২ × ১০²³

৩০৭. তুঁতের মধ্যে অক্সিজেনের আপেক্ষিক ভর কত?
[ক] ৩২
[খ] ৩৬˙৫
[গ] ৯০
✅ ১৪৪

৩০৮. ৩ গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করবে?
✅ ৮ গ্রাম
[খ] ১২ গ্রাম
[গ] ১৬ গ্রাম
[ঘ] ৩২ গ্রাম

৩০৯. CaCO3(s) → CaO(s) + CO2(g); ৫০g CaCO3(s) হতে কী পরিমাণ CO2(g) নির্গত হবে?
✅ ২২ম
[ক] ৪৪g
[গ] ৫৬ম
[ঘ] ১০০g

৩১০. ৩. ০১ × ১০²³ টি কার্বন পরমাণু = কত?
[ক] ৬ মি. গ্রাম
[খ] ১২ মি. গ্রাম
✅ ৬ গ্রাম
[ঘ] ১২ গ্রাম

৩১১. ৫g H2 এবং ১০g N2 মিশালে পাত্রে অবশিষ্ট থাকবে-
[ক] N2 গ্যাস
[খ] H2 গ্যাস
✅ N2 ও H2 উভয় গ্য্যাস
[ঘ] NH3 গ্যাস

৩১২. ২ গ্রাম Mg কে দহন করলে উৎপন্ন উৎপাদের পরিমাণ কত হবে?
[ক] ৪. ৩৩ গ্রাম
[খ] ৭. ৩৩ গ্রাম
✅ ৩. ৩৩ গ্রাম
[ঘ] ২. ৩৩ গ্রাম

৩১৩. ০. 1 mole NaOH এর ভর কত?
[ক] ৪০g
[খ] ৪০০g
✅ ৪g
[ঘ] . ৪g

৩১৪. ৩১. ৬ম Na2S2O3 = কত মোল?
[ক] ০. ৭৫
[খ] ০. ২৫
[গ] ০. ৫
✅ ০. ২

৩১৫. রসায়ন পরীক্ষাগারে শিক্ষক এক ছাত্রকে ২৫০ মিলি ০. ২৫ মোলার ঘনমাত্রার Na2SO4 দ্রবণ প্রস্তুত করতে বললেন। কতটুকু Na2SO4 এর প্রয়োজন হবে?
✅ ৮. ৮৭৫ গ্রাম
[খ] ১৭. ৭৫ গ্রাম
[গ] ৩৫. ৫ গ্রাম
[ঘ] ৭১ গ্রাম

৩১৬. আধা লিটার ০. ১ মোলার ঘনমাত্রার Na2CO3-এর ভর কত?
[ক] ০. ৫৩ গ্রাম
[খ] ১. ০৬ গ্রাম
✅ ৫. ৩ গ্রাম
[ঘ] ৫৩ গ্রাম

৩১৭. ব্লু ভিট্রিয়লে কেলাস পানির পরিমাণ কত?
[ক] ৬. ০৭%
✅ ৩৬. ০৭%
[গ] ৪০. ৭৫%
[ঘ] ৮৭. ৯৩%

৩১৮. CuSO4. 5H2O তে কেলাস পানির শতকরা সংযুতি কত?
[ক] ১১. ৫%
✅ ৩৬. ০৭%
[গ] ৫১. ৫৩%
[ঘ] ৮১. ৩%

৩১৯. কোন যৌগটির আণবিক ও স্থূল সংকেত একই?
[ক] ইথেন
✅ প্রোপেন
[গ] বিউটেন
[ঘ] হেক্সেন

৩২০. ১০ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
[ক] ২ গ্রাম
✅ ৪ গ্রাম
[গ] ৬ গ্রাম
[ঘ] ৮ গ্রাম

৩২১. ১২৫ গ্রাম তুঁতে থেকে কত গ্রাম কপার সালফেট উৎপন্ন হয়?
ক১২. ২ গ্রাম
[খ] ৩২. ০২ গ্রাম
✅ ৭৯. ৯ গ্রামN১০১. ৫ গ্রাম

৩২২. ১ gm ভর নির্দেশ করে-
i. ১. ৩৭ × ১০²²টি CO2 অণু
ii. ৬. ০২ × ১০১১ টি H2 অণু
iii. ৬. ০২ × ১০²¹ টি CaCO3

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৩. H2CO3 যৌগটিতে-
i. O এর শতকরা সংযুক্তি ৭৭. ৪২%
ii. ঐ এর শতকরা সংযুক্তি ৩. ৩৩%
iii. নীল লিটমাস দ্রবণ যোগ করলে লাল হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৪. ১ লিটার ১গ দ্রবণ তৈরি করতে প্রয়োজন-
i. ৯৮ ম H2SO4
ii. ৪০g Na2OH
iii. ১০৬ ম Na2CO3

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৫. ২ লিটাররের দ্রবণ সেমিমোলার হবে-
i. ৫৮. ৫ gm NaCl যোগ করলে
ii. ২১২ gm Na2CO3 যোগ করলে
iii. ১০০ gm, CaCO3 যোগ করলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৬. ডেসিমোলার দ্রবণ হলো-
i. ০. ১ M H2SO4
ii. গ১০ Na2CO3
iii. N2HCl

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৭. ১ মোল পরমাণু সমান-
i. ১. ০০৮ gm ঐ পরমাণু
ii. ৬. ০২৩ × ১০²³ টি ঐ পরমাণু
iii. ২৪. ৮ লিটার ঐ পরমাণু (২৫. ঈ এ)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৮. ৬. ০২ × ১০²³ টি অণু থাকে-
i. ২ম হাইড্রোজেনে
ii. ২8g নাইট্রোজেনে
iii. ২০g সোডিয়াম হাইড্রক্সাইডে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৯. নাইট্রোজেনের পারমাণবিক ভর ১৪ এবং আণবিক ভর ২৮; এর-
i. ১৪g ভরে পরমাণু থাকে ৬. ০২ × ১০²³ টি
ii. ২8g ভরে অণু থাকে ৬. ০২ × ১০²³ টি
iii. ৬. ০২ × ১০²³ টি পরমাণুর ভর ২8g

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩০. প্রমাণ তাপমাত্রা ও চাপে ৩২ গ্রাম অক্সিজেন ও ৬৪gm সালফার ডাইঅক্সাইড এর আয়তন-
i. সমান
ii. দ্বিগুণ
iii. ২২. ৪ লিটার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩১ ও ৩৩২ নং প্রশ্নের উত্তর দাও :
একটি পাত্রে পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা ১. ৫০৫ × ১০²⁴

৩৩১. পাত্রে কত মোল অক্সিজেন পরমাণু আছে?
✅ ২. ৫
[খ] ৫
[গ] ১০
[ঘ] ১৮

৩৩২. পাত্রটির পানির ভর কত?
✅ ৪৫g
[খ] ৯০g
[গ] ১৮০g
[ঘ] ৩৬০g

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
প্রমাণ অবস্থায় ৩৬ gm কার্বন ও ২২. ৪ লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন হয়।

৩৩৩. কার্বনের পরিমাণ কত?
[ক] ১গ
[খ] ২গ
✅ ৩গ
[ঘ] ৪গ

৩৩৪. লিমিটিং বিক্রিয়K-
i. C
ii. O2
iii. CO2

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩৫ ও ৩৩৬ নং প্রশ্নের উত্তর দাও :

৫ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে ৭৫ গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো।

৩৩৫. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
[ক] ১. ২৭ × ১০²⁴
[খ] ২. ৫৪ × ১০²⁴
[গ] ৬. ০২ × ১০²³
✅ ৬. ৩৬ × ১০²³

৩৩৬. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
✅ ১. ৪৪ মোল H2
[খ] ১. ৪৪ মোল Cl2
[গ] ২. ৮৯ মোল H2
[ঘ] ২. ৮৯ মোল Cl2

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩৭ ও ৩৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
CH2O স্থুল সংকেত বিশিষ্ট A যৌগের বাষ্প ঘনত্ব ৯০।

৩৩৭. A যৌগটি-
i. পানিতে দ্রবণীয়
ii. তড়িৎ বিশ্লেষ্য
iii. এর আণবিক সংকেত C6H12O6

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৮. উক্ত যৌগটিতে-
i. কার্বনের পরিমাণ ৪০%
ii. অক্সিজেনের পরিমাণ ৫৩. ৩৩%
iii. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সর্বনিম্ন অনুপাত ১ : ২ : ১

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৩৩৯. CO2 যৌগে-
i. মোলার আয়তন ২২. ৪ লিটার
ii. C ও O এর পারমাণবিক ভর যথাক্রমে ৬ ও ৮
iii. C ও O মোল সংখ্যার অনুপাত ১ : ২

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪০. মোলের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. ১ মোল হাইড্রোজেন পরমাণু = ১. ০০৮ গ্রাম = ৬. ০২ × ১০²³ টি পরমাণু
ii. ১ মোল অক্সিজেন পরমাণু = ১৬ গ্রাম = ৬. ০২ × ১০²³ টি পরমাণু
iii. ১ মোল কার্বন ডাইঅক্সাইড অণু = ৪৪ গ্রাম = ৬. ০২ × ১০²³ টি অণু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪১. প্রমাণ তাপমাত্রা ও চাপে ৩২ গ্রাম অক্সিজেন ও ১৭ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন- (প্রয়োগ)
i. সমান
ii. ভরের সমানুপাতিক
iii. ২২. ৪ লিটার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪২. H2 + O2 → H2O এ বিক্রিয়ার সমতাকরণের জন্য প্রয়োজন-
(উচ্চতর দক্ষতা)
i. ঐ এবং O-এর পরমাণুর সংখ্যা বিক্রিয়ক ও উৎপাদে সমান করা
ii. ঐ এবং O-এর পরমাণুর সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটানো
iii. পূর্ণসংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৩. 2Mg(s) + O2(g) → 2MgO(s) সমীকরণ থেকে বের করা যায়- (অনুধাবন)
i. বিক্রিয়ক ও উৎপাদের অণুর সংখ্যা
ii. বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা
iii. বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৪. N2 + 3H2 → X; ২৮ গ্রাম N2 ৬ গ্রাম H2-এর সাথে বিক্রিয়া করে ৩০ গ্রাম X উৎপন্ন হলে- (প্রয়োগ)
i. H2 লিমিটিং বিক্রিয়ক
ii. X = 2NH3
iii. উৎপাদের শতকরা অনুপাত ৮৮. ২%

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪৫ ও ৩৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
একটি আবদ্ধ পাত্রে ১২ গ্রাম H2-এর সাথে ২৮ গ্রাম N2 যোগ করা হলো। উপযুক্ত পরিবেশে পাত্রে X যৌগ উৎপন্ন হলো।

৩৪৫. পাত্রে কত মোল N2 যোগ করা হয়? (অনুধাবন)
[ক] ০. ১২ মোল
[খ] ০. ৫২ মোল
✅ ১ মোল
[ঘ] ২ মোল

৩৪৬. প্রাপ্ত X-এর প্রমাণ অবস্থায় আয়তন কত? (প্রয়োগ)
✅ ২২. ৪ লিটার
[খ] ১৫. ৭ লিটার
[গ] ১১. ২ লিটার
[ঘ] ৪৪. ৮ লিটার

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪৭-3৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক তৌফিককে পরীক্ষাগারে ৯০ গ্রাম CaO প্রস্তুত করে আনতে বলেন। তৌফিক Stoichiometry অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ চুনাপাথর নিয়ে উত্তপ্ত করে। কিন্তু পরে দেখে উৎপন্ন CaO এর পরিমাণ ৮৪g.

৩৪৭. তৌফিক কত গ্রাম চুনাপাথর উত্তপ্ত করেছিল? (প্রয়োগ)
[ক] ১৩২. ৫gm
[খ] ১৩৪. ৫gm
✅ ১৬০. ৭gm
[ঘ] ২১৩. 8gm

৩৪৮. উৎপাদের শতকরা পরিমাণ কত? (প্রয়োগ)
[ক] ২১. ৪%
[খ] ৩১. ৫%
গ৮৫. ৬%
✅ ৯৩. ৩%

৩৪৯. তৌফিকের সংঘটিত বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত লিটার CO2 উৎপন্ন হয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] ২২. ৪ লিটার
[খ] ৩৩. ৬ লিটার
[গ] ৩৫. ৪ লিটার
✅ ৩৬ লিটার

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫০ ও ৩৫১ নং প্রশ্নের উত্তর দাও :
কোনো যৌগে কার্বনের সংযুতি ৯২. ৩১% এবং হাইড্রোজেনের সংযুতি ৭. ৬৯% ।

৩৫০. যৌগে C ও H পরমাণু সংখ্যার অনুপাত কত? (অনুধাবন)
✅ ১ : ১
[খ] ১ : ২
[গ] ২ : ১
[ঘ] ৩ : ১

৩৫১. যৌগের স্থূল সংকেত- (উচ্চতর দক্ষতা)
i. CH
ii. এ সংকেত একাধিক যৌগের হতে পারে
iii. এ থেকে আণবিক সংকেত বের করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide