SSC রসায়ন (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৪ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
রসায়ন
চতুর্থ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Chemistry MCQ Guide. SSC Chemistry MCQ Question-Answer. Chemistry mcq question and answer class 9-10. ssc exam preparation chemistry mcq question and answer.
SSC Chemistry
MCQ
Question and Answer pdf download

👨‍🔬 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি 👩‍🔬

🔬 পর্যায় সারণি :
বিভিন্ন মৌলের ক্রমপরিবর্তন দেখানোর প্রয়াসে মৌলসমূহকে যে সারণিতে সাজানো হয়, তাকে পর্যায় সারণি বলা হয়। ১৭৮৯ সালে বিজ্ঞানী ল্যাভয়শিয়ে ভৌত অবস্থার উপর ভিত্তি করে, ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী Rb নিউল্যান্ড মৌলসমূহের ভর অনুযায়ী, ১৮৬৯ সালে রুশ বিজ্ঞানী ডিমিট্রি ম্যান্ডেলিফ পারমাণবিক ভর অনুসারে ও ১৯১৩ সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণি প্রস্তাব করেছেন যা নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান পর্যায় সারণির রূপ লাভ করেছে।

🔬 পর্যায় :
পর্যায় সারণির আনুভূমিক সারিগুলোকে পর্যায় বা Period বলে। বর্তমান পর্যায় সারণিতে মোট ৭টি পর্যায় আছে। প্রতিটি পর্যায়ের মৌলগুলোর ধর্ম অভিন্ন তবে ক্রমপরিবর্তনশীল হয়। যেমন একই পর্যায়ে যতই ডানদিক যাওয়া যায়, ততই মৌলসমূহের মধ্যে ধাতুধর্ম হ্রাস পায় ও পরমাণুর আকার ছোট হয়।

🔬 শ্রেণি বা গ্রুপ :
পর্যায় সারণির লম্ব স্তম্ভগুলোকে বা উল্লম্ব সারিগুলোকে শ্রেণি বা Group বলে। সদৃশ ধর্মের মৌলগুলো একটি শ্রেণিতে স্থান পায়। বর্তমান পর্যায় সারণিতে মোট ১৮টি গ্রুপ আছে। আগে পর্যায় সারণির এ ১৮টি গ্রুপকে রোমান হরফের সংখ্যা I থেকে VIII দ্বারা প্রকাশ করা হতো। সপ্তম শ্রেণির পরের শ্রেণিকে শূন্য শ্রেণি বলা হতো। পূর্বের এ শ্রেণিকরণকে সর্বশেষ পর্যায় সারণির সংস্করণে ১৮টি গ্রুপে ভাগ করে পুনর্বিন্যাস করা হয়েছে যা IUPAC কর্তৃক গৃহীত হয়েছে।

🔬 ডোবেরাইনারের ত্রয়ীসূত্র :
রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এরকম তিনটি মৌলের মধ্যবর্তী মৌলটির পারমাণবিক ভর, অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান হয়। যেমন Li, Na এবং K মৌল তিনটির মধ্যে রাসায়নিক ধর্মের মিল আছে। Li এবং K-এর পারমাণবিক ভর যথাক্রমে ৭ এবং ৩৯। অতএব Na-এর পারমাণবিক ভর ৭ + ৩৯ ২ = ৪৬২ = ২৩। কিন্তু সূত্রটি খুব কমসংখ্যক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় বিশেষ গুরুত্ব লাভ করতে পারেনি। এরপর ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী Rb নিউল্যান্ড তার বিখ্যাত অষ্টক তত্ত্ব প্রকাশ করেন।

🔬 নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব :
মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি মৌলের ধর্মের সাথে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের সাদৃশ্য দেখা যাবে। এটি অষ্টক তত্ত্ব নামে পরিচিত। যেমন :
Li(7) Be (9. 02) B (10. 8) C(12) N(14) O(16) F(19) Na(23) Mg(24)। এক্ষেত্রে Li থেকে শুরু করে অষ্টম মৌল Na-এর ধর্মের এবং Be থেকে শুরু করে অষ্টম মৌল Mg-এর ধর্মের সাদৃশ্য রয়েছে। এভাবে প্রথম দিকের কতগুলো মৌলের ক্ষেত্রে এ সূত্র প্রযোজ্য হলেও Ca(20) -পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে এ সূত্র খাটে না।

🔬 ম্যান্ডেলিফের পর্যায় সূত্র :
১৮৬৯ সালে রাশিয়ান রসায়নবিদ ডিমিট্রি ম্যান্ডেলিফ আবষ্কিৃত মৌলসমূহের পারমাণবিক ভরকে ভিত্তি ধরে পর্যায় সারণিতে উচ্চক্রমানুসারে সাজিয়ে দেখেন একই ধর্মবিশিষ্ট মৌলসমূহ একই কলামে স্থান পায়। তাই তিনি এভাবে সন্নিবেশিত মৌলসমূহের ক্ষেত্রে একটি সূত্র প্রতিষ্ঠা করেন। সূত্রটি ছিল “যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়।”

১৯১৩ সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর ম্যান্ডেলিফ তার পর্যায় সূত্র সংশোধন করেন। ম্যান্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র হলো, “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়।” এই পর্যায় সূত্রটিই আধুনিক পর্যায় সারণির ভিত্তি। এ কারণে ম্যান্ডেলিফকে পর্যায় সারণির জনক বলা হয়।

🔬 পর্যায় সারণির ভিত্তি :
পর্যায় সারণি সৃষ্টির সময় মৌলসমূহের পারমাণবিক ভরকে ভিত্তি ধরা হয়েছিল। পরবর্তীতে পারমাণবিক সংখ্যাকে ভিত্তি ধরা হয়। বর্তমানে একথা স্বীকৃত যে পর্যায় সারণির সত্যিকার ভিত্তি হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। প্রতিনিধিত্বমূলক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে যতটি ইলেকট্রন বিদ্যমান, তা থেকে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কত নম্বর গ্রুপে তা হিসাব করা যায়। আর ইলেকট্রন বিন্যাসে যতটি স্তর আছে মৌলটির অবস্থান তত নম্বর পর্যায়ে।

🔬 পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে কয়েকটি মৌলের অবস্থান নির্ণয় :
সাধারণভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে যে কয়টি ইলেকট্রন থাকে, মৌলটির অবস্থান তত নম্বর গ্রুপে হয়। তবে দুইটি ও তিনটি শক্তিস্তরে বিন্যস্ত যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে দুটির বেশি ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে সর্ববহিঃস্থ শক্তিস্তরে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে দশ (১০) যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। আবার, সবশেষ কক্ষপথে ৮টি ইলেকট্রন থাকলে সেই মৌল গ্রুপ-১৮ তে স্থান পায়।

🔬 ভৌত ধর্মের সাদৃশ্য :
পর্যায় সারণিতে বিভিন্ন মৌলের ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা ইত্যাদি ভৌত ধর্মগুলোর পর্যায়বৃত্তি দেখা যায়। পর্যায় সারণির একই পর্যায়ে কঠিন মৌলগুলোর ঘনত্ব পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তারপর আবার কমতে থাকে। একই পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে ধাতব গুণ কমতে থাকে, ফলে তড়িৎ পরিবাহিতা ক্রমশ হ্রাস পায়। অপরদিকে একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায়, মৌলসমূহের ধাতু ধর্ম তত বৃদ্ধি পায়।

🔬 রাসায়নিক ধর্মে সাদৃশ্য :
পর্যায় সারণির একই শ্রেণির মৌলগুলোর রাসায়নিক ধর্ম একরকম হয়। যেমন : ১ গ্রুপের Li, Na, K, Rb এবং Cs এর রাসায়নিক ধর্মে অনেক মিল দেখা যায়। আবার, ১৭ গ্রুপের F, Cl, Br এবং ও এর মধ্যে রাসায়নিক ধর্মে খুবই সাদৃশ্য আছে। সাধারণভাবে দেখা যায় একই শ্রেণির উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, মৌলগুলোর রাসায়নিক ধর্ম নিয়মিতভাবে তত বাড়ে বা কমে।

🔬 ক্ষার ধাতু :
পর্যায় সারণিতে গ্রুপ-1এ অবস্থিত মৌলসমূহ যেমন : Li, Na, K, Rb, Cs এবং Fr কে ক্ষার ধাতু (alkali metal) বলা হয়। এরা প্রত্যেকেই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে। এরা সর্ববহিঃস্থ শক্তিস্তরে অবস্থিত একমাত্র ইলেকট্রনটি প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে।

🔬 মৃৎক্ষার ধাতু :
গ্রুপ-2-এ অবস্থিত Be থেকে শুরু করে জধ পর্যন্ত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা (alkaline earth metal) হয়। এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই। এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এরাও সর্ববহিঃস্থ শক্তিস্তরের ২টি ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে।

🔬 অবস্থান্তর মৌল :
পর্যায় সারণিতে গ্রুপ-3 থেকে গ্রুপ-1১ পর্যন্ত গ্রুপে অবস্থিত মৌলসমূহ অবস্থান্তর মৌল (transition metal) হিসেবে পরিচিত। অবস্থান্তর মৌলসমূহের নিজস্ব বর্ণ রয়েছে। এরা ধাতব পদার্থ হিসেবে প্রচুর ব্যবহৃত হয়। সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ তৈরি করে। কোনো পর্যায়ের অবস্থান্তর মৌলসমূহের মধ্যে বামদিকের মৌল থেকে ডানদিকের মৌল দ্বারা গঠিত যৌগের বৈশিষ্ট্য আয়নিক থেকে সমযোজীতে পরিবর্তিত হয়।

🔬 মুদ্রা ধাতু :
পর্যায় সারণিতে গ্রুপ-1১-তে অবস্থিত মৌল-তামা (Cu), রুপা (Ag) ও সোনা (Au) এদের ধাতব বৈশিষ্ট্যসহ উজ্জ্বলতা বিদ্যমান। ঐতিহাসিকভাবে এসব ধাতু দ্বারা মুদ্রা তৈরি করে তাদেরকে ক্রয়-বিক্রয় ও অন্যান্য প্রয়োজনে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এদেরকে মুদ্রা ধাতু (পড়রহধমব metalং) বলা হয়। প্রকৃতপক্ষে এরা অবস্থান্তর মৌল।

🔬 হ্যালোজেন :
গ্রুপ-1৭ তে অবস্থিত মৌল F, Cl, Br, I ও At এই ৫টি মৌলকে একত্রে হ্যালোজেন (halogen) বলে। হ্যালোজেন শব্দের অর্থ লবণ গঠনকারী (salt maker)। এরা সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হ্যালাইড আয়ন তৈরি করে। হ্যালোজেনসমূহের মূল উৎস সামুদ্রিক লবণ। এরা নিজে নিজেই ইলেকট্রন ভাগাভাগির (electron sharing) মাধ্যমে দ্বি-মৌল অণু তৈরি করে।

🔬 নিষ্ক্রিয় গ্যাস :
পর্যায় সারণিতে গ্রুপ-1৮-তে অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় মৌল বলে। কারণ এদের সর্ববহিঃস্থ শক্তিস্তর প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ারের মাধ্যমে সাধারণত যৌগ গঠন করে না।

🔬 পরমাণুর আকার :
পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম। যে কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে পরমাণুর আকার হ্রাস পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়।

🔬 আয়নিকরণ শক্তি :
একই পর্যায়ে বামদিক থেকে ডানদিকে মৌলসমূহের আয়নিকরণ শক্তি হ্রাস পায়।

🔬 অপধাতু বা উপধাতু :
যে মৌলের ধাতু ও অধাতু উভয় ধরনের বৈশিষ্ট্য রয়েছে তাকে অপধাতু বা উপধাতু বলা হয়। যেমন : বোরন (B), সিলিকন (Si), আর্সেনিক (As), টেলুরিয়াম (Te )ইত্যাদি।

🔬 সক্রিয় ধাতু ও অধাতু :
পর্যায় সারণির সর্ববামের ধাতুগুলো সক্রিয় ধাতু। যেমন : Na, K ইত্যাদি। অন্যদিকে, পর্যায় সারণির ডানদিক থেকে ২য় গ্রুপে রয়েছে সক্রিয় অধাতু। যেমন, F, Cl ইত্যাদি।

🔬 রাসায়নিক ক্রিয়াশীলতা :
পর্যায় সারণির বামদিকের গ্রুপগুলোর উপর থেকে যত নিচের দিকে নামা যায়, মৌলগুলোর রাসায়নিক সক্রিয়তা তত বাড়তে থাকে। কিন্তু পর্যায় সারণির ডানদিকে অবস্থিত একই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে উপর থেকে যত নিচের দিকে নামা যায়, মৌলগুলোর রাসায়নিক সক্রিয়তা তত কমতে থাকে। যেমন, ১৭ গ্রুপের হ্যালোজেন মৌলগুলোর মধ্যে F-এর সক্রিয়তা সবচেয়ে বেশি এবং I-এর সক্রিয়তা সবচেয়ে কম।

৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড
বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী?
[ক] পারমাণবিক সংখ্যা
[খ] পারমাণবিক ভর
[গ] আপেক্ষিক পারমাণবিক ভর
✅ ইলেকট্রন বিন্যাস

২. A = 1s22s22p63s23p63d34s2; মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
[ক] Group-2
✅ Group-5
[গ] Group-11
[ঘ] Group-13

নিচের সারণি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণির কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ
১৯K
X
Y
Z
[এখানে X, Y এবং Z প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়] 

৩. ‘X’ মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ের?
[ক] ৩য়
[খ] ৪র্থ
✅ ৫ম
[ঘ] ৬ষ্ঠ

৪.উল্লিখিত মৌলগুলোর-
i. সর্বশেষ স্তরে ১টি ইলেকট্রন আছে
ii. পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়
iii. সক্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৫. পর্যায় সারণিতে সালফারের অবস্থান কোথায়?
[ক] ২য় পর্যায়ের ১২ গ্রুপে
[খ] ৩য় পর্যায়ের ৬ গ্রুপে
[গ] ৪র্থ পর্যায়ের ৪ গ্রুপে
✅ ৩য় পর্যায়ের ১৬ গ্রুপে

৬. অষ্টক তত্ত্বের প্রবর্তক কে?
[ক] ডোবেরাইনার
✅ Rb নিউল্যান্ড
[গ] ল্যাভয়সিয়ে
[ঘ] ম্যান্ডেলিফ

৭. ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
✅ ১১৮টি
[খ] ১১৪টি
[গ] ৯৮টি
[ঘ] ৮৪টি

৮. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৮, ১ হলে পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
[ক] ১ম পর্যায়ে ১ গ্রুপে
✅ ৪র্থ পর্যায়ে ১ গ্রুপে
[গ] ৩য় পর্যায়ের ১ গ্রুপে
[ঘ] ৬ষ্ঠ পর্যায়ের ১ গ্রুপে

৯.নিচের কোনটির যোজনী ২?
[ক] Na
[খ] F
✅ Ca
[ঘ] K

১০. ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
[ক] ১ম
[খ] ২য়
✅ ৩য়
[ঘ] ৪র্থ

১১. মনে কর একটি মৌলের সুস্থিত আয়ন A2+, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 মৌলটির গ্রুপ কোনটি?
✅ ২
[খ] ৬
[গ] ৮
[ঘ] ১০

১২. Ca-এর অবস্থান পর্যায় সারণির কোন পর্যায়ে ও কোন গ্রুপে?
[ক] ২, ২
✅ ৪, ২
[গ] ২, ৪
[ঘ] ২, ৩

১৩. আয়রন পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
[ক] ২য়
[খ] ৩য়
✅ ৪র্থ
[ঘ] ৫g

১৪. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ?
✅ Mg
[খ] Si
[গ] Al
[ঘ] S

১৫. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশী?
[ক] K
[খ] Si
[গ] Na
[ঘ] Al

১৬. কোনটি নিষ্ক্রিয় ধাতু?
[ক] Na
[খ] Cu
[গ] Sn
✅ Au

১৭. নিচের কোন মৌলটি মুদ্রা ধাতু?
[ক] Ar
✅ Ag
[গ] Cd
[ঘ] At

১৮. নিচের কোনটি মুদ্রা ধাতু?
✅ Au
[খ] Hg
[গ] Na
[ঘ] Zn

১৯. নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান?
[ক] গ্রুপ – ১
[খ] গ্রুপ – ২
✅ গ্রুপ – ৩
[ঘ] গ্রুপ – ১৬

🔬 নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় গ্রুপ – ১গ্রুপ – ১৭
২ A -
৩ D
৪ E
এখানে A, D ও E কোনো প্রচলিত মৌলের প্রতীক নয়, প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে।

২০. উদ্দীপকের A, D ও E মৌলের -
i. আয়নিকরণ বিভব
ii. পারমাণবিক আকারের ক্রম E > D > A
iii. তড়িৎ ঋণাত্মকতা D > E

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

২১. ED যৌগটি নিচের কোন দ্রাবকে দ্রবণীয়?
✅ পানি
[খ] অ্যালকোহল
[গ] কেরোসিন
[ঘ] কার্বন টেট্রাক্লোরাইড

৪. ১ পর্যায় সারণির পটভূমি

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 ল্যাভয়সিয়ে সর্বপ্রথম ১৭৮৯ সালে ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে তিন শ্রেণিতে বিভক্ত করেন।
🧪 ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী Rb নিউল্যান্ড মৌলসমূহকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টম মৌলসমূহে ভৌত ও রাসায়নিক ধর্মে মিল দেখতে পান।
🧪 ১৮৬৯ সালে রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলসমূহের একটি তালিকা প্রকাশ করেন যা রসায়নে পর্যায় সারণি নামে খ্যাত।
🧪 ২০১২ সাল পর্যন্ত ১১৮টি মৌল শনাক্ত হয়েছে। এদের মধ্যে IUPAC ১১৪ টিকে স্বীকৃতি দিয়েছে।
🧪 ১১৪ টি মৌলের মধ্যে ১১২ টির নামকরণ করা হয়েছে, ৯৮ টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো পরীক্ষাগারে তৈরি করা সম্ভব।
🧪 প্রকৃতিতে প্রাপ্ত ৯৮ টি মৌলের মধ্যে ৮৪ টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় এবং বাকি ১৪ টি মৌল তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয়।
🧪 ল্যাভয়সিয়ে ৩৩ টি মৌলের ছক তৈরি করেছিলেন আর ম্যান্ডেলিফ ৬৭ টি মৌল নিয়ে পর্যায় সারণি প্রবর্তন করেন।
🧪 পর্যায় সারণির মৌলসমূহের বেশির ভাগই অষ্টাদশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২২. প্রাচীনকাল থেকে উনিশ শতক ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন প্রকাশিত হয় কোনটিতে? (উচ্চতর দক্ষতা)
✅ পর্যায় সারণিতে
[খ] ইলেকট্রন বিন্যাসে
[গ] পারমাণবিক ভরে
[ঘ] পারমাণবিক সংখ্যায়

২৩. নিউল্যান্ড কত সালে মৌলসমূহকে ভর অনুযায়ী সাজিয়ে রাসায়নিক ধর্মে মিল দেখতে পান? (জ্ঞান)
[ক] ১৭৮৯ সালে
[খ] ১৮০০ সালে
[গ] ১৮৫০ সালে
✅ ১৮৬৪ সালে

২৪. ভর অনুযায়ী প্রতি অষ্টম মৌলসমূহের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল খুঁজে পান কোন বিজ্ঞানী? (জ্ঞান)
[ক] ল্যাভয়সিয়ে
✅ নিউল্যান্ড
[গ] ম্যান্ডেলিফ
[ঘ] লুথার মেয়র

২৫. রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফের সাথে পৃথকভাবে একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণিভুক্ত করার প্রয়াসে তালিকা প্রকাশ করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)
[ক] ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ড
✅ জার্মান বিজ্ঞানী লুথার মেয়র
[গ] জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার
[ঘ] ইংরেজ বিজ্ঞানী ল্যাভয়শিয়ে

২৬. ২০১২ সাল পর্যন্ত মোট কতটি মৌল শনাক্ত করা হয়েছে? (জ্ঞান)
[ক] ১০৯টি
[খ] ১৩৪টি
✅ ১১৮টি
[ঘ] ১২২টি

২৭. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে কতটি মৌলকে IUPAC স্বীকৃতি দিয়েছে? (জ্ঞান)
[ক] ৮৪
[খ] ৯৮
✅ ১১৪
[ঘ] ১১৮

২৮. IUPAC কী? (অনুধাবন)
[ক] International Unity of Pure and Applied Chemistry
✅ International Union of Pure and Applied Chemistry
[গ] International Union of Pan Asian Council
[ঘ] International Unit of Pacific Authority Commission

২৯. ম্যান্ডেলিফের পর্যায় সারণির ভিত্তি কী ছিল? (জ্ঞান)
[ক] মৌলের যোজনী
✅ পারমাণবিক ভর
[গ] পরমাণুর আকার
[ঘ] পারমাণবিক সংখ্যা

৩০. সর্বপ্রথম পর্যায় সারণির তালিকা প্রকাশের সাথে কোন সালটি জড়িত? (জ্ঞান)
[ক] ১৮২৯
[খ] ১৮৪৯
✅ ১৮৬৯
[ঘ] ১৮৮৯

৩১. ম্যান্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)
✅ রাশিয়া
[খ] জার্মান
[গ] ফ্রান্স
[ঘ] ইংল্যান্ড

৩২. IUPAC স্বীকৃত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? (জ্ঞান)
[ক] ৮৪টি
[খ] ৯৮টি
[গ] ১০৯টি
✅ ১১৪টি

৩৩. IUPAC স্বীকৃত মৌলগুলোর মধ্যে কতটির নামকরণ হয়েছে? (জ্ঞান)
[ক] ১০৯টির
✅ ১১২টির
[গ] ১২১টির
[ঘ] ১৩০টির

৩৪. রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ সর্বপ্রথম কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন? (জ্ঞান)
[ক] ১৪
[খ] ৩৩
[গ] ৬৩
✅ ৬৭

৩৫. পর্যায় সারণিতে নামকরণকৃত মৌলের কতটি পরীক্ষাগারে উৎপন্ন করা হয়? (প্রয়োগ)
[ক] ১২টি
✅ ১৪টি
[গ] ৮৪টি
[ঘ] ৯৮টি

৩৬. পর্যায় সারণির মৌলসমূহের বেশির ভাগই কোন সময়ে আবিষ্কৃত হয়েছিল? (জ্ঞান)
[ক] ষোড়শ শতাব্দীতে
[খ] সপ্তদশ শতাব্দীতে
✅ অষ্টাদশ শতাব্দীতে
[ঘ] ঊনবিংশ শতাব্দীতে

৩৭. প্রকৃতিতে পাওয়া মৌলগুলোর মধ্যে কতটি মৌল তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] ৩৩টি
✅ ১৪টি
[গ] ১৯টি
[ঘ] ৮টি

৩৮. প্রাথমিক মৌল কয়টি? (জ্ঞান)
✅ ৮৪টি
[খ] ৩৩টি
[গ] ৬৭টি
[ঘ] ৯৮টি

৩৯. ১৯০০ সালের মধ্যে পর্যায় সারণিতে কতটি মৌল অন্তর্ভুক্ত ছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] ৯৩টি
✅ ৯৭টি
[গ] ১০৯টি
[ঘ] ১১২টি

৪০. ১১৪টি মৌলের মধ্যে কতটি মৌল প্রকৃতিতে পাওয়া যায়? (জ্ঞান)
[ক] ৬৭টি
[খ] ৮৪টি
✅ ৯৮টি
[ঘ] ১১২টি

৪১. ম্যান্ডেলিফের তৈরিকৃত পর্যায় সারণির ছকে কয়টি মৌল ছিল? (প্রয়োগ)
[ক] ১৪টি
[খ] ৩৩টি
[গ] ৫৪টি
✅ ৬৭টি

৪২. সপ্তম পর্যায়ের ৩ গ্রুপের মৌল কোনটি? (অনুধাবন)
[ক] ডুবনিয়াম
[খ] বোহারিয়াম
[গ] মিটনোরিয়াম
✅ অ্যাকটেনিয়াম

৪৩. পর্যায় সারণিতে গোল্ডের (Au) অবস্থান কোথায়? (জ্ঞান)
[ক] গ্রুপ ৭
[খ] গ্রুপ ৮
✅ গ্রুপ ১১
[ঘ] গ্রুপ ১৩

৪৪. পর্যায়-1 এ He কোন গ্রুপে অবস্থিত? (জ্ঞান)
[ক] ২
[খ] ৮
[গ] ১২
✅ ১৮

৪৫. অ্যাক্টিনাইড বর্গে কয়টি মৌল বিদ্যমান? (জ্ঞান)
[ক] ১৪টি
✅ ১৫টি
[গ] ১৮টি
[ঘ] ৩০টি

৪৬. কোনটি ল্যান্থানাইড বর্গ? (জ্ঞান)
[ক] Za-Lr
[খ] La-Lu
✅ Ce-Lu
[ঘ] Tn-Lr

৪৭. ল্যান্থানাইড বর্গের মৌলের সংখ্যা কতটি? (জ্ঞান)
[ক] ১৪টি
[খ] ৩৩টি
✅ ১৫টি
[ঘ] ১৪টি

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৪৮. ১৮৬৯ সালে প্রকাশিত পর্যায় সারণিটি- (অনুধাবন)
i. ম্যান্ডেলিফ প্রকাশ করেছেন
ii. মেন্ডেল প্রকাশ করেছেন
iii. লুথার মেয়র প্রকাশ করেছেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. বিশ্বব্যাপী IUPAC নিয়ন্ত্রণ করে- (প্রয়োগ)
i. রসায়নের বিভিন্ন নিয়ম কানুন
ii. ক্রমবর্ধমান পরিবর্তনের গ্রহণযোগ্যতা
iii. বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের পর্যায় সারণির দুইটি সারির মৌলসমূহের সক্রিয়তার ক্রম লক্ষ কর এবং ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
a. Na < K < Rb
b. K > Ca > Sc > Ti > X

৫০. a নং সিরিজটি সারণির কোন গ্রুপের? (প্রয়োগ)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৭

৫১. b নং সিরিজটির X মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. অবস্থান্তর ধাতু
ii.৪র্থ পর্যায়ের মৌল
iii. গ্রুপ ৫ এর মৌল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের তালিকা দেখ এবং ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
F B
E C
HC A - D

৫২. ছকের কোন মৌলটির সর্ববহিঃস্থ শক্তিস্তরে ১টি ইলেকট্রন আছে? (প্রয়োগ)
[ক] G
[খ] F
✅ E
[ঘ] H

৫৩. এ সারণিতে কতটি মৌল অন্তর্ভুক্ত আছে? (অনুধাবন)
[ক] ৩৩টি
[খ] ৬৭টি
[গ] ৯৮টি
✅ ১১৮টি

৪. ২ পর্যায় সারণির বৈশিষ্ট্য

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 পর্যায় সারণি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম সন্নিবেশনের একটি ছক।
🧪 পর্যায় সারণিতে ৭টি পর্যায় বা আনুভূমিক সারি ও ১৮ টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে।
🧪 পর্যায় -1 এ ২ টি মৌল, পর্যায় -2 ও পর্যায় -3 এ ৮ টি করে মৌল, পর্যায় -4 ও পর্যায় -৫ এ ১৮ টি করে মৌল, পর্যায়-6 ও পর্যায় -7 এ ৩২ টি করে মৌল সন্নিবেশিত হয়েছে।
🧪 পর্যায়-4 থেকে পর্যায় ৭ পর্যন্ত সবগুলো পর্যায়ের প্রতিটি গ্রুপই মৌল দ্বারা পূর্ণ।
🧪 পর্যায় -6 ও পর্যায় -7 এর গ্রুপ -3 তে ১৫ টি মৌলের অবস্থান। বাকি ১৭ টি গ্রুপে একটি করে মৌল অবস্থান করে।
🧪 একই পর্যায়ের বামদিক থেকে ডানদিকে মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হয়।
🧪 একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৫৪. পর্যায় সারণির ১৭ নং গ্রুপে মৌলের সংখ্যা কয়টি? (জ্ঞান)
[ক] ৭
[খ] ৫
[গ] ৪
✅ ৬

৫৫. ভৌত দিক বিবেচনায় পর্যায় সারণি কী? (অনুধাবন)
[ক] রাসায়নিক ধারণার একটি সামগ্রিক রূপ
✅ রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশের একটি রুপ
[গ] ধাতব ও অধাতব মৌলের একটি রুপ
[ঘ] মৌলিক ও যৌগিক পদার্থের সন্নিবেশের একটি রুপ

৫৬. আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ আছে? (জ্ঞান)
[ক] ৮টি
[খ] ১৪টি
[গ] ১৫টি
✅ ১৮টি

৫৭. IUPAC কর্তৃক গৃহীত সর্বশেষ পর্যায় সারণিতে কয়টি পর্যায় বিদ্যমান? (জ্ঞান)
[ক] ৮টি
[খ] ৬টি
✅ ৭টি
[ঘ] ৫টি

৫৮. IUPAC কর্তৃক গৃহীত সর্বশেষ পর্যায় সারণিতে কয়টি গ্রুপ বিদ্যমান? (জ্ঞান)
[ক] ৯টি
✅ ১৮টি
[গ] ৭টি
[ঘ] ১৪টি

৫৯. পর্যায় সারণির খাড়া স্তম্ভগুলোকে বা লম্বা সারিগুলোকে কী বলে? (জ্ঞান)
✅ গ্রুপ
[খ] পর্যায়
[গ] উপগ্রুপ
[ঘ] সারি

৬০. পর্যায় সারণির কোন পর্যায়ে ১৮ টি মৌল আছে? (অনুধাবন)
[ক] পর্যায়-1
[খ] পর্যায়-2
[গ] পর্যায়-3
✅ পর্যায়-4

৬১. একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্য কেমন? (উচ্চতর দক্ষতা)
[ক] ডানদিক থেকে বামদিকে পরিবর্তিত হয়
[খ] উপর থেকে নিচের দিকে পরিবর্তিত হয়
✅ প্রায় একই রকম
[ঘ] সম্পূর্ণ আলাদা

৬২. পর্যায় সারণিতে তৃতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? (জ্ঞান)
[ক] ৬টি
✅ ৮টি
[গ] ১০টি
[ঘ] ১২টি

৬৩. চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কতটি করে মৌল আছে? (জ্ঞান)
[ক] ৮টি
✅ ১৮টি
[গ] ২২টি
[ঘ] ৩২টি

৬৪. পর্যায় ৭ এর গ্রুপ ৩ এ কতটি মৌল বিদ্যমান? (জ্ঞান)
✅ ১৫টি
[খ] ১৮টি
[গ] ২০টি
[ঘ] ৩০টি

৬৫. সাধারণভাবে কোনো মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা কী নির্দেশ করে? (জ্ঞান)
[ক] পর্যায় সংখ্যা
✅ গ্রুপ সংখ্যা
[গ] পারমাণবিক সংখ্যা
[ঘ] পারমাণবিক ভর

৬৬. সর্বশেষ পর্যায় সারণির যে সংস্করণটি IUPAC কর্তৃক গৃহীত হয়েছে তাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ আধুনিক পর্যায় সারণি
[খ] ডোবেরাইনার পর্যায় সারণি
[গ] ম্যান্ডেলিফ পর্যায় সারণি
[ঘ] নিউল্যান্ড পর্যায় সারণি

৬৭. পর্যায় সারণির আনুভূমিক সারিগুলোকে কী বলে? (জ্ঞান)
✅ পর্যায়
[খ] গ্রুপ
[গ] শ্রেণি
[ঘ] স্তম্ভ

৬৮. পর্যায় সারণির পর্যায়-6-এ কয়টি মৌল আছে? (জ্ঞান)
[ক] ১৮
[খ] ২৩
✅ ৩২
[ঘ] ৮

৬৯. পর্যায় সারণির পর্যায়-7-এ কতটি মৌল আছে? (জ্ঞান)
[ক] ১৮ টি
✅ ৩২ টি
[গ] ১৪ টি
[ঘ] ২৪ টি

৭০. মূল পর্যায় সারণির নিচে ২টি আনুভূমিক সারি এবং ১৪টি খাড়া স্তম্ভবিশিষ্ট ছোট ছকটি কার অংশবিশেষ? (প্রয়োগ)
[ক] পর্যায়-3 ও -4 এর
[খ] পর্যায়-4 ও -5এর
[গ] পর্যায়-5 ও -6এর
✅ পর্যায়-6 ও 7-এর

৭১. আধুনিক পর্যায় সারণির নিচে কয়টি মৌলকে স্থান দেওয়া হয়েছে? (অনুধাবন)
✅ ২৮টি
[খ] ৩০টি
[গ] ৩২টি
[ঘ] ৩৬টি

৭২. নিচের কোন পর্যায়ের প্রতিটি গ্রুপ মৌল দ্বারা পূর্ণ? (অনুধাবন)
[ক] পর্যায়-1
[খ] পর্যায়-2
[গ] পর্যায়-3
✅ পর্যায়-4

৭৩. নিচের কোন পর্যায়ে ১৮টি মৌল রয়েছে? (অনুধাবন)
[ক] পর্যায়-3
✅ পর্যায়-5
[গ] পর্যায়-6
[ঘ] পর্যায়-7

৭৪. পর্যায়-6 এর গ্রুপ-3 এ কতটি মৌল অবস্থান করছে? (জ্ঞান)
[ক] শূন্য
[খ] ১টি
[গ] ৮টি
✅ ১৫টি

৭৫. ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? (অনুধাবন)
✅ ৩
[খ] ৪
[গ] ১৩
[ঘ] ১৪

৭৬. একটি প্রোটনের প্রকৃত ভর কত গ্রাম?
[ক] ১. ৫৬৭ × ১০-2৪
✅ ১. ৬৭ × ১০-2৪
[গ] ১. ৬৭৫ × ১০-2৪
[ঘ] ১. ৭৬৫ × ১০-2৪

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৭৭. পর্যায় সারণির বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. এতে ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ বিদ্যমান
ii. ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে ৩২টি করে মৌল রয়েছে
iii. মৌলসমূহের রাসায়নিক ধর্ম পর্যায়ভিত্তিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. পর্যায় সারণিতে - (প্রয়োগ)
i. পর্যায় ২ ও পর্যায় ৩-এ আটটি করে মৌল আছে
ii. পর্যায় ৪ ও পর্যায় ৫-এ ১৮টি করে গ্রুপ আছে
iii. পর্যায়-6 ও পর্যায় -7 এ ২৮টি মৌল সন্নিবেশিত হয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. পর্যায় সারণির মৌলসমূহের ধর্মাবলি- (উচ্চতর দক্ষতা)
i. একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পরিবর্তিত হয়
ii. একই গ্রুপে ধর্ম হুবহু একই রকম
iii. মৌলের কক্ষপথ সংখ্যা পর্যায় সংখ্যার সমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড় এবং ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণির আনুভূমিক সারিগুলোকে পর্যায় বা পিরিয়ড বলে আর উল্লম্ব সারিগুলোকে শ্রেণি বা গ্রুপ বলে। পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ রয়েছে।

৮০. উল্লিখিত সারণির অতি দীর্ঘ পর্যায় কোনটি? (অনুধাবন)
[ক] পর্যায়-4
[খ] পর্যায়-৫
✅ পর্যায়-6
[ঘ] পর্যায়-3

৮১. উক্ত সারণির গ্রুপ-2 তে- (অনুধাবন)
i. আটটি মৌল রয়েছে
ii. মৌল দ্বারা পূর্ণ
iii. ১৫টি মৌলের সন্নিবেশন ঘটেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] ii ও iii

৪. ৩ বিভিন্ন পর্যায় সূত্র

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 প্রথমদিকে আবিষ্কৃত মৌলসমূহকে বিজ্ঞানীরা ধাতু ও অধাতু এই দুই শ্রেণিতে বিভক্ত করেন।
🧪 ধাতুসমূহের মধ্যে সোনা ও রুপা কম সক্রিয় ধাতু যাদেরকে অভিজাত ধাতু বলে। আর লোহা ও দস্তা অধিক সক্রিয় ধাতু, যাদেরকে নিকৃষ্ট ধাতু বলে।
🧪 ১৮২৯ সালে জার্মান বিজ্ঞানী জে. ডব্লিউ. ডোবেরাইনার পারমাণবিক ভরের সাথে মৌলসমূহকে সম্পর্কিত করে ত্রয়ী সূত্র প্রদান করেন।
🧪 পর্যায় সারণির দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একইরকম। এই মৌল তিনটিকে ডোবেরাইনার ত্রয়ী বলে।
🧪 ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী Rb নিউল্যান্ড প্রস্তাব করেন যে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায় যা ‘অষ্টক তত্ত্ব’ নামে পরিচিত।
🧪 ম্যান্ডেলিফের পর্যায় সূত্র হলো, “যদি মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়।” ম্যান্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রে পারমাণবিক ভরের স্থলে পারমাণবিক সংখ্যা হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৮২. মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলে আবার সেই মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে কোন সূত্র অনুসারে? (জ্ঞান)
[ক] দ্বিত্ব সূত্র
[খ] ত্রয়ী সূত্র
✅ অষ্টক সূত্র
[ঘ] পর্যায় সূত্র

৮৩. নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী ছিল? (অনুধাবন)
[ক] পারমাণবিক সংখ্যা
✅ মৌলসমূহের ভর
[গ] মৌলসমূহের সক্রিয়তা
[ঘ] ভৌত ধর্ম

৮৪. কী আবিষ্কারের পর ম্যান্ডেলিফের পর্যায় সূত্র সংশোধিত হয়? (অনুধাবন)
✅ পারমাণবিক সংখ্যা
[খ] পারমাণবিক ভর
[গ] রাসায়নিক সক্রিয়তা
[ঘ] ইলেকট্রন বিন্যাস

৮৫. মৌলসমূহ আবিষ্কারের শুরুর দিকে বিজ্ঞানীরা এদের কী কী শ্রেণিতে বিভক্ত করেন? (জ্ঞান)
✅ অভিজাত ও নিকৃষ্ট ধাতু
[খ] ধাতু ও অধাতু
[গ] আয়নিক ও সমযোজী মৌল
[ঘ] ধাতু ও উপধাতু

৮৬. কোন বিজ্ঞানী ত্রয়ীসূত্র প্রদান করেন? (জ্ঞান)
✅ ডোবেরাইনার
[খ] টেলুরিক স্ক্রু
[গ] ল্যাভয়সিয়ে
[ঘ] নিউল্যান্ড

৮৭. ত্রয়ী শ্রেণিভুক্ত সমধর্মী মৌলসমূহের পারমাণবিক ভর সম্পর্কে কোন উক্তিটি প্রযোজ্য? (অনুধাবন)
[ক] ২য় ও ৩য় মৌলের ভরের সমষ্টি ১ম মৌলের ভরের সমান
✅১ম ও ৩য় মৌলের ভরের গড় ২য় মৌলের ভরের সমান
[গ] ১ম ও ২য় মৌলের ভরের গড় ৩য় মৌলের ভরের সমান
[ঘ] ১ম ও ৩য় মৌলের ভরের সমষ্টি ২য় মৌলের ভরের সমান

৮৮. কোনটি নিকৃষ্ট ধাতু? (অনুধাবন)
[ক] তামা
✅ দস্তা
[গ] সোডিয়াম
[ঘ] পটাসিয়াম

৮৯. কোনটি অভিজাত ধাতু? (অনুধাবন)
✅ সোনা
[খ] লোহা
[গ] তামা
[ঘ] সিসা

৯০. সক্রিয়তার ভিত্তিতে ধাতুসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৯১. নিকৃষ্ট ধাতুর উদাহরণ কোনগুলো? (অনুধাবন)
[ক] সোডিয়াম ও পটাসিয়াম
✅ লোহা ও দস্তা
[গ] কোবাল্ট ও নিকেল
[ঘ] বেরিয়াম ও রেডিয়াম

৯২. ডাল্টনের পারমাণবিক তত্ত্ব উপস্থাপিত হয় কখন? (অনুধাবন)
[ক] সপ্তদশ শতাব্দীতে
[খ] অষ্টাদশ শতাব্দীতে
✅ ঊনবিংশ শতাব্দীতে
[ঘ] বিংশ শতাব্দীতে

৯৩. মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] ১৬১৩
[খ] ১৭১৩
[গ] ১৮১৩
✅ ১৯১৩

৯৪. পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? (জ্ঞান)
✅ মোসলে
[খ] ম্যান্ডেলিফ
[গ] ডোবেরাইনার
[ঘ] নিউল্যান্ড

৯৫. “মৌলকে ক্রমাগত উচ্চ পারমাণবিক ভর হিসেবে সাজিয়ে দেখা যায় যে, অষ্টম মৌলের সাথে ১ম মৌলের গুণাবলির অনেক মিল রয়েছে।” এটি কার সূত্র? (জ্ঞান)
[ক] মোসলে
[খ] ডোবেরাইনার
✅ নিউল্যান্ড
[ঘ] ম্যান্ডেলিফ

৯৬. নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব অনুযায়ী বোরনের সাথে নিচের কোন মৌলের সাদৃশ্য লক্ষ করা যাবে? (প্রয়োগ)
✅ Al
[খ] Mg
[গ] Na
[ঘ] Si

৯৭. মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটা প্রমাণ করেন কে? (জ্ঞান)
[ক] ডাল্টন
[খ] নিউল্যান্ড
✅ ম্যান্ডেলিফ
[ঘ] ডোবেরাইনার

৯৮. ডোবেরাইনার এর পর্যায় সারণির ভিত্তি কী ছিল? (অনুধাবন)
[ক] মৌলের যোজনী
✅ পারমাণবিক ভর
[গ] পরমাণুর আকার
[ঘ] পারমাণবিক সংখ্যা

৯৯. মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের - সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখানে শূন্যস্থানে কী বসবে? (প্রয়োগ)
[ক] পারমাণবিক সংখ্যা হ্রাসের
✅ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির
[গ] পারমাণবিক আয়তন হ্রাসের
[ঘ] পারমাণবিক আয়তন বৃদ্ধির

১০০. প্রথম ত্রয়ী মৌল কোনগুলো? (অনুধাবন)
[ক] Fe, Co, Ni
✅ Li, Na, K
[গ] Cl, Br, ১
[ঘ] Li, Fe, Si

১০১. পর্যায় সারণির তালিকা উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি? (জ্ঞান)
[ক] মেন্ডেল
✅ ম্যান্ডেলিফ
[গ] অ্যাভোগেড্রো
[ঘ] নিউটন

১০২. পর্যায় সারণির জনক কে? (জ্ঞান)
[ক] ল্যাভয়সিয়ে
✅ ম্যান্ডেলিফ
[গ] মোসলে
[ঘ] ডাল্টন

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১০৩. পারমাণবিক ভরের সাথে সম্পর্কিত- (অনুধাবন)
i. ত্রয়ী সূত্র
ii. অষ্টক তত্ত্ব
iii. ম্যান্ডেলিফের পর্যায় সূত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১০৪. জার্মান বিজ্ঞানী ছিলেন- (অনুধাবন)
i. ডোবেরাইনার ও লুথার মেয়র
ii. নিউল্যান্ড ও মোসলে
iii. ম্যান্ডেলিফ ও ল্যাভয়সিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i ও iii

১০৫. বিভিন্ন পর্যায় সূত্র সম্পর্কিত সঠিক বাক্য- (অনুধাবন)
i. ঊনবিংশ শতাব্দীর শুরুতে ডোবেরাইন ত্রয়ী সূত্র প্রদান করেন
ii. ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে নিউল্যান্ড অষ্টক তত্ত্ব প্রদান করেন
iii. বিংশ শতাব্দীর শুরুতে ম্যান্ডেলিফ পর্যায় সূত্র প্রদান করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড় এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
সমধর্মী তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান বা কাছাকাছি হয়। যেমন:
Li(7)Cl(35)
NaBr
K(39)I(127)

১০৬. উদ্দীপকের সূত্রটি কে প্রদান করেছেন? (প্রয়োগ)
✅ ডোবেরাইনার
[খ] নিউল্যান্ড
[গ] মোসলে
[ঘ] ডিমিট্রি ম্যান্ডেলিফ

১০৭. উদ্দীপকের সূত্র অনুসারে- (উচ্চতর দক্ষতা)
i. Na এর পারমাণবিক ভর ২৩
ii. Br এর পারমাণবিক ভর ৮১
iii. পরবর্তী পর্যায়সূত্রগুলো তৈরি হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও
কোনো একটি মৌলের ধর্মের সাথে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের সাদৃশ্য দেখা যায়। যেমন :
Li(7) Be(9. 02) B(10. 8) C(12) N(14) O(16) F(19) Na(23)

১০৮. উদ্দীপক অনুযায়ী Li এর সাথে কোন মৌলটির সাদৃশ্য লক্ষ করা যাবে? (প্রয়োগ)
[ক] O
[খ] F
✅ Na
[ঘ] Mg

১০৯. উদ্দীপকে প্রদত্ত সূত্রটি- (উচ্চতর দক্ষতা)
i. নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব
ii. পারমাণবিক ভরের ভিত্তিতে প্রতিষ্ঠিত
iii. C ও Si এর সাদৃশ্য প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪. ৪ পর্যায় সারণির মূল ভিত্তি

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 ১৮৬৯ সালে বিজ্ঞানী ম্যান্ডেলিফ মৌলসমূহকে এর পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেছিলেন।
🧪 পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে সাজালে আর্গন ও পটাসিয়ামের অবস্থান নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
🧪 ১৯১৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দেন। ম্যান্ডেলিফ আধুনিক পর্যায় সারণিতে পারমাণবিক সংখ্যার ধারণা ব্যবহার করে এর সংশোধিত রূপ প্রকাশ করেন।
🧪 কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একটি মৌলে যদি যতটি ইলেকট্রন থাকে ঠিক ততটি প্রোটন থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে।
🧪 ইলেকট্রন সংখ্যা পরিবর্তনে পরমাণুর পরিবর্তন হয় না কিন্তু প্রোটন সংখ্যা পরিবর্তনে পরমাণুর পরিবর্তন হয়।
🧪 পর্যায় সারণির মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। কারণ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসই মূলত তার রাসায়নিক ধর্মাবলি নির্দেশ করে।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১১০. আর্গনের পারমাণবিক ভর কত? (জ্ঞান)
✅ ৪০
[খ] ১১২
[গ] ১১৩
[ঘ] ১২৬. ৯

১১১. K এর পারমাণবিক ভর কত? (জ্ঞান)
[ক] ৩৮
[খ] ৪০
✅ ৩৯
[ঘ] ৩৯. ৫

১১২. পর্যায় সারণিতে আর্গন-পটাসিয়াম এর অবস্থানগত জটিলতা দূর হয় কী আবিষ্কারের ফলে? (জ্ঞান)
[ক] ভর সংখ্যা
✅ পারমাণবিক সংখ্যা
[গ] ইলেকট্রন বিন্যাস
[ঘ] আইসোটোপ

১১৩. 24/12. Mg মৌলটির পর্যায় সারণির নির্দিষ্ট স্থানে অবস্থানের ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক? (অনুধাবন)
✅ পারমাণবিক সংখ্যা
[খ] পারমাণবিক ভর
[গ] পরমাণুর আকার
[ঘ] ভর সংখ্যা

১১৪. পারমাণবিক সংখ্যার প্রবর্তক মোসলে কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)
[ক] রাশিয়া
[খ] জার্মানি
[গ] সুইডেন
✅ ব্রিটেন

১১৫. পারমাণবিক সংখ্যা প্রকৃতপক্ষে কী? (জ্ঞান)
✅ প্রোটন সংখ্যা
[খ] ইলেকট্রন সংখ্যা
[গ] নিউট্রন সংখ্যা
[ঘ] ভর সংখ্যা

১১৬. কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কী নির্দেশ করে? (জ্ঞান)
[ক] আয়নিক ধর্ম
✅ রাসায়নিক ধর্ম
[গ] জারণ-বিজারণ ধর্ম
[ঘ] আণবিক ধর্ম

১১৭. কোনো মৌলে কোন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান থাকে? (অনুধাবন)
✅ প্রোটন সংখ্যা
[খ] নিউট্রন সংখ্যা
[গ] পজিট্রন সংখ্যা
[ঘ] আয়ন সংখ্যা

১১৮. কোনটির পরিবর্তনে পরমাণুর ধর্ম পরিবর্তন হয়? (অনুধাবন)
[ক] ইলেকট্রন সংখ্যা
✅ প্রোটন সংখ্যা
[গ] ভর সংখ্যা
[ঘ] নিউট্রন সংখ্যা

১১৯. পারমাণবিক সংখ্যার ধারণা পাওয়া যায় কত সালে? (জ্ঞান)
[ক] ১৬১৩
[খ] ১৮৮৭
✅ ১৯১৩
[ঘ] ১৯১৬

১২০. পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে? (জ্ঞান)
[ক] ম্যান্ডেলিফ
[খ] কোসেল
[গ] ডাল্টন
✅ মোসলে

১২১. আধুনিক পর্যায় সারণি প্রবর্তনের সম্মান দেওয়া হয় কাকে? (জ্ঞান)
[ক] মোসলেকে
[খ] নিউল্যান্ডকে
✅ ম্যান্ডেলিফকে
[ঘ] লুথার মেয়রকে

১২২. পর্যায় সারণির সত্যিকার ভিত্তি কী? (অনুধাবন)
[ক] পারমাণবিক সংখ্যা
[খ] পারমাণবিক ভর
✅ ইলেকট্রন বিন্যাস
[ঘ] নিউট্রন সংখ্যা

১২৩. পারমাণবিক সংখ্যা ৫৪ এর অর্থ কী? (প্রয়েঅগ)
✅ প্রোটন সংখ্যা ৫৪
[খ] নিউট্রন সংখ্যা ৫৪
[খ] ভর সংখ্যা ৫৪
[ঘ] নিউক্লিয়াস সংখ্যা ৫৪

১২৪. কী দ্বারা পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান বের করা যায়? (অনুধাবন)
[ক] পারমাণবিক সংখ্যা
[খ] ইলেকট্রন সংখ্যা
✅ ইলেকট্রন বিন্যাস
[ঘ] পারমাণবিক ভর

১২৫. ম্যান্ডেলিফের পর্যায় সারণিতে কোন কোন মৌলের অবস্থান নিয়ে জটিলতা সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ আর্গন ও পটাসিয়াম
[খ] আর্গন ও ক্লোরিন
[গ] পটাসিয়াম ও ক্যালসিয়াম
[ঘ] ক্লোরিন ও ক্যালসিয়াম

১২৬. আর্গনের অবস্থান কোন গ্রুপে হওয়া উচিত? (অনুধাবন)
[ক] গ্রুপ-2 তে
✅ গ্রুপ-1৮ তে
[গ] গ্রুপ-3 তে
[ঘ] গ্রুপ-1৭ তে

১২৭. আধুনিক পর্যায় সারণির ভিত্তি কী কী? (জ্ঞান)
✅ পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস
[খ] পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা
[গ] পারমাণবিক ভর ও পারমাণবিক সংখ্যা
[ঘ] ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১২৮. পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান জানা যায়- (অনুধাবন)
i. শক্তিস্তরের সংখ্যা থেকে
ii. পারমাণবিক সংখ্যা থেকে
iii. সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১২৯. একটি মৌলের পারমাণবিক সংখ্যা হলো ঐ মৌলের- (অনুধাবন)
i. প্রোটন সংখ্যা
ii. ইলেকট্রন সংখ্যা
iii. ভর সংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের ছক ব্যবহার করে ১৩০ ও ১৩১ প্রশ্নের উত্তর দাও :
LiBeBCNOF
2, 12, 22, 32, 42, 52, 62, 7

১৩০. প্রদত্ত মৌলগুলো পর্যায় সারণির কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ ২য় পর্যায়ের
[খ] ৩য় পর্যায়ের
[গ] ৫ম পর্যায়ের
[ঘ] ৬ষ্ঠ পর্যায়ের

১৩১. ছকে প্রদত্ত মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম- (প্রয়োগ)
i. ইলেকট্রন বিন্যাস দ্বারা নির্দেশিত হয়
ii. পারমাণবিক ভর দ্বারা নির্ধারিত হয়
iii. পর্যায়ক্রমে আবর্তিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. ৫ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

🧪 পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান তার ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায়।
🧪 কোনো মৌলের যতটি শক্তিস্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকে শক্তিস্তরের সে সংখ্যাই হলো ঐ মৌলের পর্যায় সংখ্যা।
🧪 সাধারণভাবে সর্ববহিঃস্থ শক্তিস্তরে অবস্থিত ইলেকট্রন সংখ্যাই কোনো নির্দিষ্ট পর্যায়ে উক্ত মৌলের গ্রুপ সংখ্যা।
🧪 ইলেকট্রন দ্বারা সর্ববহিঃস্থ শক্তিস্তরে পূর্ণ মৌলসমূহ গ্রুপ-1৮ তে স্থান পায়।
🧪 পর্যায় ৪ এবং পর্যায় ৭ পর্যন্ত যে সকল মৌলের d উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে তাদের ক্ষেত্রে d উপস্তরে প্রবেশকৃত ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সমষ্টি তার গ্রুপ নির্দেশ করে।
🧪 পর্যায় ৬ এবং পর্যায় ৭ এর যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন 𝑓 উপস্তরে প্রবেশ করে তাদেরকে মূল পর্যায় সারণির নিচে পৃথকভাবে অবস্থান দেয়া হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৩২. ১৭ টি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গ্রুপ ও পর্যায় কোনটি? (প্রয়োগ)
[ক] ২য় পর্যায়-4 গ্রুপ
[খ] ৩য় পর্যায়-1৫ গ্রুপ
[গ] ৪র্থ পর্যায়-7 গ্রুপ
✅ ৩য় পর্যায়-1৭ গ্রুপ

১৩৩. 37Rb এর সর্ববহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন আছে? (প্রয়োগ)
[ক] ৪টি
[খ] ২টি
[গ] ১৮টি
✅ ১টি

১৩৪. পর্যায় সারণিতে K এর অবস্থান কোন পর্যায়ে? (জ্ঞান)
[ক] দ্বিতীয় পর্যায়ে
[খ] তৃতীয় পর্যায়ে
✅ চতুর্থ পর্যায়ে
[ঘ] পঞ্চম পর্যায়ে

১৩৫. পর্যায় সারণিতে নাইট্রোজেনের অবস্থান কোথায়? (জ্ঞান)
✅ ২য় পর্যায়ের-15 গ্রুপে
[খ] ৩য় পর্যায়ের-1 গ্রুপে
[গ] ৫ম পর্যায়ের-2 গ্রুপে
[ঘ] ৫ম পর্যায়ের-3 গ্রুপে

১৩৬. সর্ববহিঃস্থ স্তরে ২টি ইলেকট্রন থাকবে কোনটির? (উচ্চতর দক্ষতা)
✅ ম্যাগনেসিয়ামের
[খ] কার্বনের
[গ] ক্লোরিনের
[ঘ] ফ্লোরিনের

১৩৭. Fe26, Co27, Ni28 পর্যায় সারণির কোন পর্যায়ে স্থান পেয়েছে? (প্রয়োগ)
[ক] ১
[খ] ২
[গ] ১৪
✅ ৪

১৩৮. টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা ৫২ হলে পর্যায় সারণিতে এর অবস্থান কোথায়? (প্রয়োগ)
[ক] গ্রুপ ১০
[খ] গ্রুপ ১৫
✅ গ্রুপ ১৬
[ঘ] গ্রুপ ১৭

১৩৯. পর্যায় সারণিতে জিংকের (Zn৩০) অবস্থান কোথায়? (প্রয়োগ)
[ক] ১ গ্রুপে
✅ ১২ গ্রুপে
[গ] ১৩ গ্রুপে
[ঘ] ১৪ গ্রুপে

১৪০. Mg মৌলটি সারণির কোন গ্রুপে অবস্থান করছে? (জ্ঞান)
[ক] ১ গ্রুপে
✅ ২ গ্রুপে
[গ] ১৪ গ্রুপে
[ঘ] ১৬ গ্রুপে

১৪১. ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? (জ্ঞান)
✅ ২, ৮, ২
[খ] ২, ৮, ৩
[গ] ২, ৮, ৭
[ঘ] ২, ৮, ৮

১৪২. ২, ৮, ২ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? (জ্ঞান)
[ক] Na
[খ] K
[গ] Al
✅ Mg

১৪৩. কোনটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস? (জ্ঞান)
[ক] ২, ৮
✅ ২, ৮, ১
[গ] ২, ৮, ৮, ১
[ঘ] ২, ৮, ৮

১৪৪. ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটি? (জ্ঞান)
[ক] ২, ৮, ১
[খ] ২, ৮
[গ] ২, ৮, ৮
✅ ২, ৮, ৭

১৪৫. সর্ববহিঃস্থ স্তরে ২টি ইলেকট্রনের বেশি থাকলে ৩য় পর্যায়ের মৌলসমূহের গ্রুপ সংখ্যা কীভাবে নির্ধারিত হয়? (অনুধাবন)
[ক] সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাই গ্রুপ সংখ্যা
[খ] ৮ থেকে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যার বাদ দিয়ে
✅ সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা সাথে ১০ যোগ করে
[ঘ] সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে ৮ যোগ করে

১৪৬. Kr- (36) এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (প্রয়োগ)
✅ ২, ৮, ১৮, ৮
[খ] ২, ৮, ৮
[গ] ২, ৮
[ঘ] ২, ৮, ৮, ৮

১৪৭. পর্যায় সারণিতে সিলিকনের অবস্থান কোন গ্রুপে? (জ্ঞান)
[ক] গ্রুপ-2
[খ] গ্রুপ-13
✅ গ্রুপ-14
[ঘ] গ্রুপ-17

১৪৮. পঞ্চম পর্যায়ের মৌল কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ Ag
[খ] Br
[গ] Pt
[ঘ] Cr

১৪৯. পর্যায় সারণিতে সোডিয়ামের অবস্থান কোথায়? (জ্ঞান)
✅ ১ গ্রুপের তৃতীয় পর্যায়ে
[খ] ১৭ গ্রুপের তৃতীয় পর্যায়ে
[গ] ১৩ গ্রুপের প্রথম পর্যায়ে
[ঘ] ১ গ্রুপের প্রথম পর্যায়ে

১৫০. পর্যায় সারণিতে ফসফরাসের অবস্থান কোথায়? (জ্ঞান)
[ক] ৩য় পর্যায়, ২ শ্রেণিতে
[খ] ২য় পর্যায়, ২ শ্রেণিতে
✅ ৩য় পর্যায়, ১৫ শ্রেণিতে
[ঘ] ২য় পর্যায়, ১৫ শ্রেণিতে

১৫১. সালফারের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৬ হলে পর্যায় সারণিতে এর অবস্থান কোন পর্যায়ে? (প্রয়োগ)
[ক] ৬ষ্ঠ পর্যায়ে
✅ ৩য় পর্যায়ে
[গ] ২য় পর্যায়ে
[ঘ] ৪র্থ পর্যায়ে

১৫২. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ১৮, ৮, ২ হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়? (অনুধাবন)
[ক] ২য় পর্যায়ের ৬ শ্রেণিতে
✅ ৫g পর্যায়ের ২ শ্রেণিতে
[গ] ২য় পর্যায়ের ২ শ্রেণিতে
[ঘ] ৫g পর্যায়ের ১ শ্রেণিতে

১৫৩. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ২ হলে পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়? (অনুধাবন)
[ক] ২য় পর্যায়ের ২ গ্রুপে
[খ] ২য় পর্যায়ের ৬ গ্রুপে
✅ ৩য় পর্যায়ের ২ গ্রুপে
[ঘ] ৬ষ্ঠ পর্যায়ের ২ গ্রুপে

১৫৪. ‘X’ মৌলটির পারমাণবিক সংখ্যা ২৮ হলে পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়? (প্রয়োগ)
[ক] ৩য় পর্যায় ও গ্রুপ ৭
✅ ৪র্থ পর্যায় ও গ্রুপ ১০
[গ] ৫ম পর্যায় ও গ্রুপ ১১
[ঘ] ৪র্থ পর্যায় ও গ্রুপ ১২

১৫৫. X ও Y মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা ১ ও ২ হলে মৌলগুলো কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে? (প্রয়োগ)
✅ ১ ও ২
[খ] ৩ ও ৪
[গ] ৫ ও ৬
[ঘ] ৭ ও ৮

১৫৬. ১১ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটির পর্যায় সারণিতে অবস্থান কোথায়? (প্রয়োগ)
[ক] গ্রুপ ২ পর্যায় ২
✅ গ্রুপ ১ পর্যায় ৩
[গ] গ্রুপ ১৩ পর্যায় ১
[ঘ] গ্রুপ ১ পর্যায় ৭

১৫৭. পর্যায় সারণিতে বোরনের অবস্থান কোথায়? (প্রয়োগ)
[ক] দ্বিতীয় পর্যায়ে ২ গ্রুপে
✅ দ্বিতীয় পর্যায়ে ১৩ গ্রুপে
[গ] তৃতীয় পর্যায়ের ২ গ্রুপে
[ঘ] তৃতীয় পর্যায়ের ১৩ গ্রুপে

১৫৮. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায়ে হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ এর পরমাণুতে ইলেকট্রনসমূহ তিনটি শক্তিস্তরে বিন্যস্ত থাকে
[খ] এর পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে তিনটি ইলেকট্রন আছে
[গ] এর পারমাণবিক সংখ্যা ৩
[ঘ] অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরকে ৩ দ্বারা ভাগ করা যায়

১৫৯. ম্যাগনেসিয়ামের অবস্থান পর্যায় সারণির ২ নং শ্রেণিতে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] ম্যাগনেসিয়ামের পরমাণুতে ইলেকট্রনসমূহ দুটি স্তরে থাকে
✅ ম্যাগনেসিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে দুইটি ইলেকট্রন আছে
[গ] ম্যাগনেসিয়ামের যোজনী ২
[ঘ] ম্যাগনেসিয়ামের ভর সংখ্যাকে ২ দ্বারা ভাগ করা যায়

১৬০. পরমাণুর বহিঃস্থস্তরের ইলেক্রনীয় কাঠামো s2p5 হলে তার অবস্থান কোন গ্রুপে? (অনুধাবন)
✅ ৭
[খ] ১০
[গ] ১২
[ঘ] ১৫

১৬১. 1s2 2s2 2p6 3s2 3p6 ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌলটির অবস্থান কোন গ্রুপে? (প্রয়োগ)
[ক] ৬ গ্রুপে
[খ] ৭ গ্রুপে
✅ ১৮ গ্রুপে
[ঘ] ১৭ গ্রুপে

১৬২. পর্যায় সারণির ১ গ্রুপে Li-এর অবস্থানের কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] এর ইলেকট্রন বিন্যাস ১টি স্তরে বিভক্ত
✅ এর বহিঃস্থ শেলে ১টি ইলেকট্রন বিদ্যমান
[গ] নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা ১টি ইলেকট্রন কম আছে
[ঘ] এর পারমাণবিক সংখ্যা Ne অপেক্ষা ১বেশি

১৬৩. একটি মৌলের পারমাণবিক সংখ্যা ২৯; পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়? (অনুধাবন)
[ক] চতুর্থ পর্যায়ে ১ গ্রুপে
✅ চতুর্থ পর্যায়ে ১১ গ্রুপে
[গ] তৃতীয় পর্যায়ে ১৫ গ্রুপে
[ঘ] প্রথম পর্যায়ে ৭ গ্রুপে

১৬৪. পরমাণুর বহিঃস্থস্তরের ইলেকট্রনীয় কাঠামো 3d14s2-এ মৌলের অবস্থান কোন গ্রুপে ও কোন পর্যায়ে ? (প্রয়োগ)
[ক] গ্রুপ-13, পর্যায় 4
✅ গ্রুপ-3, পর্যায় 4
[গ] গ্রুপ-14, পর্যায় 3
[ঘ] গ্রুপ-4, পর্যায় 3

১৬৫. কোন মৌলগুলো একই গ্রুপের অন্তর্গত? (উচ্চতর দক্ষতা)
✅ Li, Na, K
[খ] Fe, Ca, Ne
[গ] Cu, Ag, Fe
[ঘ] C, N, O

১৬৬. ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? (জ্ঞান)
[ক] ২, ৮, ৮, ১
✅ ২, ৮, ৮, ২
[গ] ২, ৮, ১
[ঘ] ২, ৮, ২

১৬৭.
[গ] একটি মৌল যার বহিস্থ স্তরে মৃৎক্ষার ধাতুর বহিঃস্থ স্তরের তুলনায় একটি ইলেকট্রন বেশি আছে এবং যার ইলেকট্রনগুলো ক্লোরিনের সমান সংখ্যক স্তর দখল করে। পর্যায় সারণিতে M এর অবস্থান কোথায় হবে?
(উচ্চতর দক্ষতা)
✅ ৩য় পর্যায়ে ১৩ নং গ্রুপে
[খ] ৩য় পর্যায়ে ২ নং গ্রুপে
[গ] ২য় পর্যায়ে ২ নং গ্রুপে
[ঘ] ২য় পর্যায়ে ১৩ নং গ্রুপে

১৬৮. যে মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৩ পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়? (প্রয়োগ)
✅ দ্বিতীয় পর্যায়ের ৩ শ্রেণিতে
[খ] দ্বিতীয় পর্যায়ের ৭ শ্রেণিতে
[গ] তৃতীয় পর্যায়ের ২ শ্রেণিতে
[ঘ] তৃতীয় পর্যায়ের ১ শ্রেণিতে

১৬৯. ক্লাসে স্যার একজন ছাত্রকে বললেন যে, ৩৭ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলের নাম ও ইলেকট্রন বিন্যাস লেখ। ছাত্রটি সঠিক কোনটি লিখল? (উচ্চতর দক্ষতা)
ক্র. নংমৌলের নামইলেকট্রন বিন্যাস
✅রুবিডিয়াম২, ৮, ১৮, ৮, ১
[খ] ব্রোমিন২, ৮, ১৮, ৯
[গ] জার্মেনিয়াম২, ৮, ৮, ১৮, ১
[ঘ] ক্রিপ্টন২, ৮, ১৮, ৮, ১

১৭০. শিক্ষক ক্লাসে একজন ছাত্রকে ১৪ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের গ্রুপ ও পর্যায়ে নাম লিখতে বললেন। ছাত্রটি কোনটি লিখল? (উচ্চতর দক্ষতা)
ক্র. নংমৌলের নামগ্রুপপর্যায়
[ক] সালফার (S)৪৩য়
[খ] পটাশিয়াম (k)১৪র্থ
✅সিলিকন (Si)১৪৩য়
[ঘ] ক্যালসিয়াম (Ca)৬৪র্থ

১৭১. সোডিয়ামের অবস্থান পর্যায় সারণির ১ নং শ্রেণিতে হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] এর পারমাণবিক সংখ্যা ১
[খ] এর পারমাণবিক ভর ১
✅ এর সর্বশেষ শক্তিস্তরে ১টি ইলেকট্রন আছে
[ঘ] এর ইলেকট্রন ১টি শক্তিস্তরে থাকে

১৭২. একটি মৌলের সর্বশেষ কক্ষপথে ৪টি ইলেকট্রন বিদ্যমান। মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? (প্রয়োগ)
[ক] ২
[খ] ১৪
[গ] ১৫
✅ ১৮

১৭৩. কোন মৌলটি ৫ম পর্যায়ের ১৭ নং গ্রুপের মৌল? (অনুধাবন)
[ক] Sr
[খ] Rb
[খ] Sn
✅ I

১৭৪. চতুর্থ পর্যায়ের ২ নং গ্রুপের মৌল কোনটি? (অনুধাবন)
✅ ক্যালসিয়াম (Ca)
[খ] ক্রোমিয়াম (Cr)
[গ] গোল্ড (Au)
[ঘ] ম্যাগনেসিয়াম (গম)

১৭৫. ১৭ নং গ্রুপের মৌলসমূহের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? (জ্ঞান)
[ক] ৪টি
[খ] ৫টি
✅ ৭টি
[ঘ] ৮টি

১৭৬. ক্যালসিয়াম পর্যায় সারণির কোন গ্রুপের সদস্য? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৫
[ঘ] ৬

১৭৭. পর্যায় সারণিতে Al এর অবস্থান কোথায়? (জ্ঞান)
[ক] গ্রুপ নং ১১
[খ] গ্রুপ নং ১২
✅ গ্রুপ নং ১৩
[ঘ] গ্রুপ নং ১৫

১৭৮. Cr(24)-এর ইলেকট্রন বিন্যাস Ar-3d5 4s1। পর্যায় সারণিতে এর অবস্থান- (প্রয়োগ)
[ক] ৪র্থ পর্যায়ের ১ নং গ্রুপে
[খ] ৩য় পর্যায়ের ৫ নং গ্রুপে
✅ ৪র্থ পর্যায়ের ৬ নং গ্রুপে
[ঘ] ৫ম পর্যায়ের ৬ নং গ্রুপে

১৭৯. জিঙ্কের ইলেকট্রন বিন্যাস- Ar-3d10 4s2 হলে জিঙ্কের অবস্থান কোথায়? (প্রয়োগ)
[ক] গ্রুপ ২
[খ] গ্রুপ ১০
✅ গ্রুপ ১২
[ঘ] গ্রুপ ১৫

১৮০. আর্গনের পারমাণবিক সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১৬
✅ ১৮
[গ] ৩৬
[ঘ] ৫৪

১৮১. ৩য় পর্যায়ের কোনো মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে সাতটি ইলেকট্রন থাকলে সেটি কোন গ্রুপকে নির্দেশ করবে? (প্রয়োগ)
[ক] ৭ গ্রুপ
[খ] ১৪ গ্রুপ
✅ ১৭ গ্রুপ
[ঘ] ১৮ গ্রুপ

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৮২. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান গ্রুপ-3 হয়, যদি তার- (অনুধাবন)
i. সর্বশেষ শক্তিস্তরে তিনটি ইলেকট্রন থাকে
ii. তিনটি আইসোটোপ থাকে
iii. পারমাণবিক সংখ্যা ৩ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii

১৮৩. পর্যায়ে সারণিতে ফসফরাসের অবস্থান ৩য় পর্যায়ের ১৫ শ্রেণিতে হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. এর পরমাণুতে ইলেকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
ii. এর পারমাণবিক সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য
iii. এর পরমাণুতে সর্বশেষ স্তরে ৫টি ইলেকট্রন আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৪. যে মৌলের পারমাণবিক সংখ্যা ৩৬ পর্যায় সারণিতে তার অবস্থান- (প্রয়োগ)
i. ৫ম পর্যায়ে সর্ব বামে
ii. ৪র্থ পর্যায়ে ১৮ শ্রেণিতে
iii. ৪র্থ পর্যায়ে সর্ব ডানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৫. Ne মৌলটি সারণির ১৮ গ্রুপে অবস্থিত। কারণ- (অনুধাবন)
i. বহিঃস্থ শেল অষ্টকপূর্ণ
ii. ইলেকট্রন বিন্যাস কোনো স্তরে বিভক্ত হয়নি
iii. বহিঃস্থ শেলে ইলেকট্রন সংখ্যা ৪

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৮৬ ও ১৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
চিত্র : পরমাণু

১৮৬. চিত্রের পরমাণুটির প্রতীক কোনটি? (অনুধাবন)
[ক] Al
✅ Mg
[গ] Na
[ঘ] Ca

১৮৭. মৌলটির পর্যায় সারণিতে অবস্থান- (উচ্চতর দক্ষতা)
i. নিচে পৃথক বক্সে
ii. ২ নং গ্রুপে
iii. তৃতীয় পর্যায়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের তথ্য থেকে ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণিতে অবস্থিত তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৯, ২০, ৩৬।

১৮৮. মৌলগুলো কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] ২য়
[খ] ৩য়
✅ ৪র্থ
[ঘ] ৫g

১৮৯. মৌলগুলো কোন গ্রুপে অবস্থিত? (উচ্চতর দক্ষতা)
✅ ১, ২, ১৮
[খ] ২, ৩, ১৫
[গ] ৩, ৬, ৯
[ঘ] ১, ৫, ১৫

নিচের ডায়াগ্রাম থেকে ১৯০ - ১৯২ নং প্রশ্নের উত্তর দাও :
মৌলইলেকট্রন বিন্যাস
iK - ২, L - ৮, M -১
iiK - ২, L - ৮, M - ৫
iiiK- ২, L - ৮, M - ৭

১৯০. ii নং মৌলের পর্যায় সংখ্যা কত? (প্রয়োগ)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

১৯১. পর্যায় সারণিতে র নং মৌল কোন গ্রুপে অবস্থান করছে? (প্রয়োগ)
[ক] ২
[খ] ১৮
[গ] ১৬
✅ ১

১৯২. পর্যায় সারণিতে iii নং মৌল কোন পর্যায়ে অবস্থান করছে? (প্রয়োগ)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ১

৪. ৬ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

🧪 পর্যায় সারণির একটি পর্যায়ের বামদিকের মৌলগুলো ধাতু। যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলগুলো অধাতুতে আবর্তিত হতে থাকে। আবার যে কোনো গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায় মৌলসমূহের ধাতু ধর্ম ততই বৃদ্ধি পায়।
🧪 Si মৌলটি উপধাতু যা ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে।
🧪 গ্রুপ-1 এর ক্ষার ধাতুসমূহ প্রত্যেকেই নরম, নিম্ন গলনাংকবিশিষ্ট। এ গ্রুপের ধাতুসমূহের গলনাংক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে। পর্যায় সারণির বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ গ্রুপ-1 থেকে গ্রুপ-1৭ পর্যন্ত মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংক প্রথমে বৃদ্ধি পেয়ে (ধাতু পর্যন্ত) পরবর্তীতে (অধাতু থেকে) হ্রাস পায়। গ্রুপ-1৭ অর্থাৎ হ্যালোজেনসমূহের গলনাংক ও স্ফুটনাংক গ্রুপ-1 এর ক্ষার ধাতুসমূহের তুলনায় অনেক কম হয়।
🧪 একই গ্রুপের মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে।
🧪 পর্যায় সারণির একই পর্যায়ের বামদিক থেকে ডানদিকে পারমাণবিক আকার হ্রাস পায় এবং কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়।
🧪 পারমাণবিক আকার ব্যতীত অন্যান্য ধর্ম যেমন আয়নিকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি একটি পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

১৯৩. একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির কীরূপ পরিবর্তন ঘটে? (অনুধাবন)
✅ Kমে
[খ] বাড়ে
[গ] সমান থাকে
[ঘ] কোনো পরিবর্তন হয় না

১৯৪. পর্যায় সারণিতে ক্ষার ধাতু ও হ্যালোজেনসমূহের সক্রিয়তা কেমন? (উচ্চতর দক্ষতা)
[ক] সমান
[খ] সামান্য কম বেশি
✅ বিপরীতমুখী
[ঘ] একই

১৯৫. E ও F দুটি নমুনা মৌল, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৩৭ এবং ৫৫। মৌল দুটির আকারের ক্রম নিচের কোন সম্পর্কটি অনুযায়ী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] 2F = 3E
[খ] F = E
✅ F > E
[ঘ] F < E

SSC রসায়ন (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৪

১৯৬. ক্ষার ধাতুসমূহের রাসায়নিক ক্রিয়াশীলতার ক্রম কোনটি?
(উচ্চতর দক্ষতা)
[ক] Cs > K > Li > Na > Rb
[খ] Cs < K < Na < Li < Rb
[গ] Cs < Rb < K < Li < Na
✅ Cs > Rb > K > Na > Li

১৯৭. নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? (উচ্চতর দক্ষতা)
✅ F
[খ] C
[গ] O
[ঘ] B

১৯৮. একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নিকরণ শক্তির কীরূপ পরিবর্তন ঘটে? (অনুধাবন)
[ক] কমে
✅ বাড়ে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] সমান

১৯৯. কোন মৌলটির পারমাণবিক আকার ছোট? (উচ্চতর দক্ষতা)
[ক] Na
✅ S
[গ] Rb
[ঘ] Mg

২০০. পারমাণবিক আকারের সঠিক অধঃক্রম কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ Mg > Al > Si
[খ] P > Cl > S
[গ] Al > Cl > S
[ঘ] S > P > Na

২০১. কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? (উচ্চতর দক্ষতা)
[ক] Na
[খ] K
[গ] Rb
✅ Cs

২০২. একই গ্রুপের যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর পারমাণবিক আকারের কীরূপ পরিবর্তন হয়? (জ্ঞান)
✅ বাড়তে থাকে
[খ] হ্রাস পেতে থাকে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] বাড়তে বাড়তে এক সময় কমতে থাকে

২০৩. কোন বাক্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] গ্রুপ ১ মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়
[খ] গ্রুপ ১৭ মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়
✅ একই গ্রুপে গলনাংক পারমাণবিক সংখ্যার সাথে বৃদ্ধি পায়
[ঘ] একই গ্রুপে স্ফুটনাংক পারমাণবিক সংখ্যার সাথে হ্রাস পায়

২০৪. মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের কী অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়? (জ্ঞান)
[ক] ভর সংখ্যা
[খ] পারমাণবিক ভর
✅ পারমাণবিক সংখ্যা
[ঘ] ইলেকট্রন সংখ্যা

২০৫. গ্রুপ ১-এ যত নিচের দিকে যাওয়া যায় তত কী হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] পারমাণবিক ভর কমে
✅ সক্রিয়তা বৃদ্ধি পায়
[গ] সক্রিয়তা কমে
[ঘ] পারমাণবিক আকার কমে

২০৬. কোনটি উপধাতু? (জ্ঞান)
[ক] পারদ
✅ সিলিকন
[গ] জিংক
[ঘ] কপার

২০৭. সক্রিয়তার সঠিক ক্রম কোনটি? (অনুধাবন)
✅ ফ্লোরিন > ক্লোরিন > ব্রোমিন > আয়োডিন
[খ] ক্লোরিন > ফ্লোরিন > আয়োডিন > ব্রোমিন
[গ] ব্রোমিন > ক্লোরিন > ফ্লোরিন > আয়োডিন
[ঘ] ক্লোরিন > ব্রোমিন > আয়োডিন > ফ্লোরিন

২০৮. মৃৎক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম কোনটি? (অনুধাবন)
✅ Ba > Sr > Ca > Mg > Be
[খ] Ba > Mg > Ca > Sr > Ba
[গ] Ca > Mg > Be > Sr > Ba
[ঘ] Be > Mg > Ca > Ba > Sr

২০৯. কোন মৌলটির পারমাণবিক আকার সবচেয়ে বেশি? (উচ্চতর দক্ষতা)
[ক] Rb
[খ] Sr
[গ] Ca
✅ Cs

২১০. একই পর্যায়ে যতই ডানে যাওয়া যায় ততই মৌলসমূহের ধাতব ধর্ম কীরূপ হয়? (জ্ঞান)
✅ হ্রাস পায়
[খ] বৃদ্ধি পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] তীব্র হয়

২১১. অপধাতুর বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
✅ ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে
[খ] ধাতু ও অধাতু কোনোটিরই বৈশিষ্ট্য বহন করে না
[গ] নির্দিষ্ট সময় পর পর ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে
[ঘ] কখনো ধাতু, কখনো অধাতু, কখনো স্বতন্ত্র আচরণ করে

২১২. কোনো পর্যায়ের সর্ব ডান থেকে সর্ব বামে গেলে মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংকের কী ধরনের পরিবর্তন হয়? (অনুধাবন)
✅ প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পায়
[খ] প্রথমে হ্রাস পেলেও পরে বৃদ্ধি পায়
[গ] হ্রাস পেতে থাকে
[ঘ] অপরিবর্তিত থাকে

২১৩.নিচের কোনটি মুদ্রা ধাতু?
✅ Au
[খ] Hg
[গ] Na
[ঘ] Zn

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২১৪. একই গ্রুপের নিচ থেকে উপরে- (অনুধাবন)
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. ধাতব ধর্ম হ্রাস পায়
iii. আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৫. একটি গ্রুপের উপর থেকে নিচে- (অনুধাবন)
i. পারমাণবিক আকার বৃদ্ধি পায়
ii. আয়নিকরণ শক্তি কমে
iii. তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৬. পর্যায় সারণিতে গ্রুপ-2 এর মৌলসমূহের যতই নিচের দিকে যাওয়া যায় ততB- (উচ্চতর দক্ষতা)
i. ইলেকট্রনের একটি নতুন শক্তিস্তর যুক্ত হয়
ii. পারমাণবিক আকার বৃদ্ধি পায়
iii. মৌলসমূহের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৭. গ্রুপ-3 এর ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. যত নিচের দিকে, তত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়
ii. যত নিচের দিকে, মৌলসমূহের আকার তত বড়
iii. সক্রিয়তা ১নং গ্রুপ অপেক্ষা বেশি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায় ততB- (অনুধাবন)
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. ধাতব ধর্ম বৃদ্ধি পায়
iii. আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. পর্যায় সারণিতে ১৭ নং গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায় ততB- (অনুধাবন)
i. মৌলের পারমাণবিক ভর কমে
ii. মৌলের ইলেকট্রন আসক্তি কমে যায়
iii. পারমাণবিক আকার বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের খণ্ডিত সারণিটি লক্ষ কর এবং ২২০ ও ২২১ নং প্রশ্নের উত্তর দাও :
XSiQZClAr

২২০. Z মৌলটি কী? (প্রয়োগ)
[ক] অ্যালুমিনিয়াম
[খ] ফসফরাস
✅ সালফার
[ঘ] ম্যাগনেসিয়াম

২২১. উদ্দীপকের পর্যায়টিতে- (উচ্চতর দক্ষতা)
i. X এর পারমাণবিক আকার Q থেকে বড়
ii. Q অপেক্ষা Z-এর শক্তিস্তর সংখ্যা বেশি
iii. X এর তড়িৎ ঋণাত্মকতা Z-এর চেয়ে বেশি

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] iii
[ঘ] ii ও iii

৪. ৭ বিভিন্ন শ্রেণিতে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম (ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল)

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

🧪 পর্যায় সারণিতে গ্রুপ ১-এ অবস্থিত মৌলসমূহ যেমন Li, Na, K, Pb, Cs এবং Fr কে ক্ষার ধাতু বলা হয়।
🧪 পর্যায় সারণিতে গ্রুপ ২-এ অবস্থিত মৌলসমূহকে যেমন Be, Mg, Ca, Sr, Ba এবং জধ কে মৃৎক্ষার ধাতু বলা হয়।
🧪 পর্যায় সারণিতে গ্রুপ ৩-থেকে গ্রুপ ১১ পর্যন্ত গ্রুপে অবস্থিত ৩৬ টি মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়।
🧪 পর্যায় সারণিতে গ্রুপ ১১ তে অবস্থিত তামা (Cu), রূপা (Ag), ও সোনা (Au) কে মুদ্রাধাতু বলা হয়।
🧪 গ্রুপ ১৭ তে অবস্থিত মৌল F, Cl, Br, I এবং At এই ৫টি মৌলকে একত্রে হ্যালোজেন বলে।
🧪 পর্যায় সারণিতে গ্রুপ ১৮ তে অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২২২. নিচের কোনটি পর্যায় সারণির ক্ষার ধাতুসমূহের সাথে অবস্থান করে? (অনুধাবন)
[ক] ফ্লোরিন
[খ] বোরন
[গ] হিলিয়াম
✅ হাইড্রোজেন

২২৩. যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে d-অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদের কী বলা হয়? (জ্ঞান)
[ক] d-ব্লক মৌল
[খ] p-ব্লক মৌল
✅ অবস্থান্তর মৌল
[ঘ] s-ব্লক মৌল

২২৪. কোনটি মৃৎক্ষার ধাতু? (অনুধাবন)
[ক] Cu
[খ] Zn
✅ Sr
[ঘ] Mg

২২৫. নিষ্ক্রিয় গ্যাসসমূহ কেমন? (অনুধাবন)
[ক] দ্বিপরমাণুক
✅ এক পরমাণুক
[গ] সবসময় যৌগ
[ঘ] ত্রিপরমাণুক

২২৬. নিষ্ক্রিয় গ্যাসসমূহের সর্বশেষ স্তর কেমন থাকে? (অনুধাবন)
[ক] আংশিক পূর্ণ
[খ] অর্ধপূর্ণ
✅ পূর্ণ
[ঘ] সম্পূর্ণ

২২৭. গ্রুপ-17 এর মৌলসমূহ কী গঠন করে? (অনুধাবন)
✅ হ্যালাইড
[খ] ক্লোরাইড
[গ] হাইড্রক্সাইড
[ঘ] অক্সাইড

২২৮. কোনটি হ্যালোজেন? (অনুধাবন)
[ক] বোরন
[খ] বিসমাথ
[গ] এন্টিমনি
✅ আয়োডিন

২২৯. মৃৎক্ষার ধাতু বলা হয় কোন শ্রেণির মৌলসমূহকে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ১৭
[ঘ] ১৮

২৩০. পর্যায় সারণিতে ১৭ নং গ্রুপের কতটি মৌলকে হ্যালোজেন বলা হয়? (জ্ঞান)
[ক] ৪টি
✅ ৫টি
[গ] ৬টি
[ঘ] ৭টি

২৩১. কোনটি মুদ্রা ধাতু? (অনুধাবন)
[ক] লিথিয়াম
[খ] ক্রোমিয়াম
✅ সোনা
[ঘ] পারদ

২৩২. কয়টি মৌল ক্ষার ধাতু হিসেবে পরিচিত? (জ্ঞান)
[ক] ৪টি
[খ] ৫টি
✅ ৬টি
[ঘ] ৯টি

২৩৩. কোন মৌলসমূহ দ্বিমৌল অণু তৈরি করে? (অনুধাবন)
[ক] মৃৎক্ষার
✅ হ্যালোজেন
[গ] চালকোজেন
[ঘ] অবস্থান্তর মৌলসমূহ

২৩৪. কোন গ্রুপের মৌলসমূহ মাটিতে থাকে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৭
[ঘ] ১৭

২৩৫. হ্যালোজেন শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] চিনি গঠনকারী
[খ] হালকা গ্যাস
✅ লবণ গঠনকারী
[ঘ] তরল পানি

২৩৬. সর্ববামের অবস্থান্তর মৌলসমূহ কী ধরনের যৌগ গঠন করে? (অনুধাবন)
[ক] নিষ্ক্রিয়
✅ আয়নিক
[গ] সমযোজী
[ঘ] সন্নিবেশ সমযোজী

২৩৭. নিষ্ক্রিয় গ্যাসসমূহ রাসায়নিকভাবে অন্য কোনো পরমাণুর সাথে যৌগ গঠনে আগ্রহ প্রদর্শন করে না কেন? (উচ্চতর দক্ষতা)
✅ সর্ববহিঃস্থ শক্তিস্তর পূর্ণ থাকায়
[খ] সর্ববহিঃস্থ শক্তিস্তর আংশিক পূর্ণ থাকায়
[গ] সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্ধপূর্ণ থাকায়
[ঘ] সর্ববহিঃস্থ শক্তিস্তর কখনো পূর্ণ থাকে না বলে

২৩৮. গ্রুপ ১১-এর মৌলসমূহকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ক্ষারধাতু
[খ] মৃৎক্ষার ধাতু
✅ মুদ্রাধাতু
[ঘ] হ্যালোজেন

২৩৯. মুদ্রাধাতু কোনগুলো? (অনুধাবন)
[ক] Cu, Hg, Au
[খ] Zn, Cu, Co
[গ] Au, Pt, Zn
✅ Cu, Ag, Au

২৪০. ১ নং গ্রুপের মৌলসমূহকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অবস্থান্তর ধাতু
[খ] হ্যালোজেন
[গ] মৃৎক্ষার ধাতু
✅ ক্ষার ধাতু

২৪১. কোন মৌলটি অবস্থান্তর মৌল? (অনুধাবন)
[ক] Sc
[খ] Mg
✅ Fe
[ঘ] Zn

২৪২. সোডিয়ামের সঙ্গে কোন মৌলটির ধর্মের মিল সবচেয়ে বেশি? (অনুধাবন)
[ক] কপার
[খ] অ্যালুমিনিয়াম
✅ পটাসিয়াম
[ঘ] ক্যালসিয়াম

২৪৩. কোন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই ধরনের? (অনুধাবন)
[ক] অক্সিজেন ও হাইড্রোজেন
[খ] নাইট্রোজেন ও অক্সিজেন
✅ সোডিয়াম ও পটাসিয়াম
[ঘ] ম্যাগনেসিয়াম ও হিলিয়াম

২৪৪. মৃৎক্ষারীয় ধাতুর অবস্থান কোন গ্রুপে? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ১১N১২

২৪৫. পর্যায় সারণিতে হ্যালোজেনসমূহের অবস্থান কোথায়? (জ্ঞান)
[ক] গ্রুপ ১
[খ] গ্রুপ ২
[গ] গ্রুপ ১৬
✅ গ্রুপ ১৭

২৪৬. পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোন গ্রুপে? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ১৬
[গ] ১৭
✅ ১৮

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৪৭. Cs ও Fr ক্ষারধাতু দুটি- (প্রয়োগ)
i. আয়নিক যৌগ তৈরি করে
ii. পানির সাথে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরি করে
iii. ক্ষার দ্রবণ প্রস্তুত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৮. হ্যালোজেনসমূহের রাসায়নিক ক্রিয়ায়- (অনুধাবন)
i. হ্যালাইড আয়ন তৈরি হয়
ii. দ্বিমৌল অণু তৈরি করে
iii. আয়নিক যৌগ তৈরি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৯. হ্যালোজেনসমূহ- (অনুধাবন)
i. সামুদ্রিক লবণ থেকে পাওয়া যায়
ii. ইলেকট্রন ভাগাভাগি করে
iii. লবণ গঠন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫০. গ্রুপ ৩ থেকে ১১ পর্যন্ত মৌলসমূহ-
i. অধাতব পদার্থ হিসেবে ব্যবহৃত হয়
ii. ইলেকট্রন প্রদান করে
iii. নিজস্ব বর্ণ ধারণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ ii ও iii

২৫১. মৃৎক্ষার ধাতুসমূহের- (উচ্চতর দক্ষতা)
i. অবস্থান ২নং গ্রুপে
ii. মূল উৎস সামুদ্রিক লবণ
iii. অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫২. গ্রুপ ১৭-তে অবস্থিত মৌলসমূহ- (উচ্চতর দক্ষতা)
i. লবণ গঠনকারী
ii. নিজেরা ত্রিমৌল অণু তৈরি করে
iii. ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে হ্যালাইড তৈরি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচে পর্যায় সারণির একটি অংশ লক্ষ কর এবং ২৫৩ - 2৫৫ নং প্রশ্নের উত্তর দাও :
B F
N A - W
C

২৫৩. কোনটি অবস্থান্তর মৌল? (অনুধাবন)
[ক] B
[খ] ঘ
[গ] A -
✅ C

২৫৪. W মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ
ii. বন্ধন গঠনে অনীহা প্রকাশ করে
iii. গ্রুপ-18 তে অবস্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৫. কোন মৌলটি একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হ্যালাইড আয়ন তৈরি করে? (উচ্চতর দক্ষতা)
[ক] N
[খ] B
✅ F
[ঘ] A
নিচে একটি সারণির অংশবিশেষ লক্ষ কর এবং ২৫৬ ও ২৫৭নং প্রশ্নের উত্তর দাও :
গম
Sr

২৫৬. উল্লিখিত গ্রুপের পঞ্চম মৌলটির নাম কী? (প্রয়োগ)
[ক] বেরিলিয়াম
[খ] রুবেডিয়াম
✅ বেরিয়াম
[ঘ] ক্যালসিয়াম

২৫৭. X মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. একটি মৃৎক্ষার ধাতু
ii. গ্রুপ ২ তে অবস্থিত
iii. এর অক্সাইড পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪. ৮ পর্যায় সারণির সুবিধা

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

🧪 ১১৮ টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা নিতে পর্যায় সারণি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🧪 পর্যায় সারণির বাম থেকে ডান দিকের মৌলসমূহের ভৌত অবস্থা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। যেমন : পর্যায় ৩ এর সর্ববামের মৌল সোডিয়াম একটি কঠিন পদার্থ আর সর্বডানে ক্লোরিন ও আর্গন গ্যাসীয় অবস্থায় থাকে।
🧪 পর্যায় সারণির গ্রুপ ১-এ অবস্থিত হাইড্রোজেন ব্যতীত অন্য মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় এবং এদের ছুরি দিয়ে কাটা যায়। এদের সর্ববহিঃস্থ শক্তিস্তর ১টি ইলেকট্রন প্রদান করতে পারে। হাইড্রোজেন ব্যতীত বাকি সবাই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
🧪 পর্যায় সারণিতে তরল মৌলের সংখ্যা খুবই কম।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৫৮. কোন গ্রুপের মৌলসমূহকে ছুরি দিয়ে কাটা যায়? (জ্ঞান)
✅ গ্রুপ-1
[খ] গ্রুপ-2
[গ] গ্রুপ-1৩
[ঘ] গ্রুপ-1৪

২৫৯. সোডিয়াম মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ে আছে? (জ্ঞান)
[ক] প্রথম পর্যায়
[খ] দ্বিতীয় পর্যায়
✅ তৃতীয় পর্যায়
[ঘ] চতুর্থ পর্যায়

২৬০. M - e- → M+ গঠন করলে M ধাতু কোনটি? (প্রয়োগ)
✅ ক্ষার ধাতু
[খ] মৃৎক্ষার ধাতু
[গ] অবস্থান্তর ধাতু
[ঘ] অধাতু

২৬১. পর্যায় সারণির একই পর্যায়ের সর্বডানের মৌলসমূহ কেমন হয়? (জ্ঞান)
✅ গ্যাসীয়
[খ] তরল
[গ] কঠিন
[ঘ] উদ্বায়ী

২৬২. গ্রুপ ১ এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? (জ্ঞান)
[ক] নাইট্রোজেন
[খ] অক্সিজেন
✅ হাইড্রোজেন
[ঘ] ক্লোরিন

২৬৩. নিচের কোন মৌলটিকে ছুরি দিয়ে কাটা যায়? (অনুধাবন)
[ক] P
[খ] S
[গ] Cl
✅ Na

২৬৪. পর্যায় ৩-এর কোন মৌলটি ভৌত অবস্থায় গ্যাসীয়? (অনুধাবন)
[ক] Mg
[খ] Al
[গ] Si
✅ Cl

২৬৫. পর্যায় সারণিতে কোন ধরনের মৌলের সংখ্যা খুবই কম? (অনুধাবন)
[ক] কঠিন
✅ তরল
[গ] গ্যাসীয়
[ঘ] বাষ্পীয়

২৬৬. নিচের কোনটি মৌলের ভৌত ধর্ম? (অনুধাবন)
[ক] অক্সিজেনে দহন
[খ] পানির সাথে বিক্রিয়া
✅ গলনাংক ও স্ফুটনাংক
[ঘ] ক্ষারের সাথে বিক্রিয়া

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৬৭. Na মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. পর্যায় ৩ এর মৌল
ii. ১৩ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট
iii. গ্রুপ ১ এ অবস্থিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. ৯ পর্যায় সারণির একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের সাথে পানি ও লঘু এসিডের বিক্রিয়া 📖 পৃষ্ঠা-4৯

🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

🧪 গ্রুপ ১ এর মৌলসমূহ পানি ও লঘু এসিডের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য গ্রুপগুলো গ্রুপ ১ অপেক্ষা কম সক্রিয় হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৬৮. A12O3 + 2NaOH = 2NaA1O2 + H2O বিক্রিয়াটি কার অম্ল ধর্মের প্রমাণ দেয়? (উচ্চতর দক্ষতা)
[ক] Al(OH)3
✅ Al2O3
[গ] NaOH
[ঘ] H2O

২৬৯. মৃৎক্ষার ধাতুর মৌলসমূহ সারণির যে গ্রুপে অবস্থিত, সে গ্রুপের মৌলের পানির সাথে কীরূপ সাধারণ বিক্রিয়া ঘটবে? (উচ্চতর দক্ষতা)
[ক] M + H2O → MOH + H2
[খ] M2 + H2O→ 2MOH
✅ M + H2O → M(OH)2 + H2
[ঘ] M + H2O → MO + H2

২৭০. হ্যালোজেন গোত্রের কোন সদস্যটি পানির সাথে সবচেয়ে তীব্রভাবে বিক্রিয়া করে? (জ্ঞান)
[ক] ক্লোরিন
✅ ফ্লোরিন
[গ] আয়োডিন
[ঘ] ব্রোমিন

২৭১. ১৬ গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? (অনুধাবন)
✅ SO3
[খ] MgO
[গ] Al2O3
[ঘ] Cl2O7

২৭২. পর্যায় সারণিতে ১৫ নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? (প্রয়োগ)
[ক] CO2
✅ NO2
[গ] SO2
[ঘ] SiO2

২৭৩. চুনের পানিতে অতিরিক্ত পরিমাণ CO2 চালনা করলে চুনের পানির কী পরিবর্তন হয়? (প্রয়োগ)
[ক] সাদা হয়
[খ] ঘোলাটে হয়
✅ পরিষ্কার হয়
[ঘ] জমে যাবে

২৭৪. A12O3 পানির সাথে বিক্রিয়ায় কী উৎপন্ন করে? (প্রয়োগ)
✅ Al(OH)3
[খ] AlH3
[গ] Al2(OH)3
[ঘ] AlH2O

২৭৫. Cl2O7 পানির সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? (অনুধাবন)
[ক] Cl2
[খ] HOCl
✅ HClO4
[ঘ] HCl

২৭৬. Na + H2O→ NaOH + (X) (g); X কী? (প্রয়োগ)
[ক] N2
✅ H2
[গ] O2
[ঘ] Na2O

২৭৭. হ্যালোজেনসমূহের অক্সাইডের প্রকৃতি কীরূপ? (জ্ঞান)
✅ ক্ষারীয়
[খ] অম্লীয়
[গ] উভধর্মী
[ঘ] নিরপেক্ষ

২৭৮. পর্যায় সারণির বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের অক্সাইডের কোন ধর্ম বৃদ্ধি পায়? (জ্ঞান)
✅ অম্ল
[খ] ক্ষার
[গ] উভধর্ম
[ঘ] লবণ

২৭৯. পানির সাথে ক্ষারধাতুর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (প্রয়োগ)
[ক] অক্সিজেন
[খ] হ্যালাইড
✅ হাইড্রোজেন
[ঘ] হাইড্রাইড

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

২৮০. LiNO3 △→A + NO2 + O2; বিক্রিয়াটিতে- (প্রয়োগ)
i. A যৌগটি ক্ষার ধাতুর হাইড্রক্সাইড
ii. বিক্রিয়ক যৌগটি ১ গ্রুপের নাইট্রেট লবণ
iii. ধাতুটির অক্সাইড উৎপন্ন হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮১. একই গ্রুপে মৌলসমূহের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. উপর থেকে নিচের দিকে ধাতু ধর্ম বাড়ে
ii. পানির সাথে বিক্রিয়ার প্রবণতা বাড়ে
iii. মৌলসমূহের সক্রিয়তা বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ২৮২ ও ২৮৩ নং প্রশ্নের উত্তর দাও :

২৮২. উদ্দীপকের টেস্টটিউবের পদার্থটির সংকেত কোনটি? (প্রয়োগ)
[ক] CaCO
[খ] CaO
[গ] CaHCO
✅ Ca(OH)2

২৮৩. উদ্দীপকের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] H2CO3
✅ CaHCO3
[গ] Ca(OH)2
[ঘ] CaCO3

🔬 নিচের তথ্য থেকে ২৮৪ ও ২৮৫ নং প্রশ্নের উত্তর দাও :

X পর্যায় সারণির ৩য় পর্যায়ের একটি মৌল যার যোজনী যথাক্রমে ৩ ও ৫। অতিরিক্ত শুষ্ক বায়ুপ্রবাহে X কে দহন করলে Y যৌগ উৎপন্ন হয় যা একটি নিরুদক। Y এর সাথে গরম পানির বিক্রিয়ায় Z যৌগ তৈরি হয় বা একটি এসিড।

২৮৪. Y যৌগটি কী? (অনুধাবন)
[ক] N2O5
[খ] N2O3
[গ] P4O6
✅ P4O10

২৮৫. নিচের কোনটি Z যৌগের সংকেত? (প্রয়োগ)
[ক] HCl
✅ H3 PO4
[গ] SO4
[ঘ] HNO3

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮৬ ও ২৮৭ নং প্রশ্নের উত্তর দাও :

X পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের একটি মৌল এবং এর যোজনী ২, ৪ ও ৬। মৌলটির অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে Y যৌগ উৎপন্ন করে যা একটি নিরুদক। আবার Y যৌগটি ইথানলের সাথে বিক্রিয়া করে Z উৎপন্ন করে যা একটি অ্যালকিন।

২৮৬. X মৌলটি হাইড্রোজেনের সাথে H2X গঠন করে। X এর মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কতটি? (প্রয়োগ)
[ক] শূন্য
[খ] এক
✅ দুই
[ঘ] তিন

২৮৭. Y যৌগটি কী? (অনুধাবন)
[ক] SO2
✅ H2SO4
[গ] P2O2
[ঘ] HNO3

২৮৮. অবস্থাান্তর মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
[ক] গ্রুপ-1 থেকে গ্রুপ-7
✅ গ্রুপ-3 থেকে গ্রুপ-11
[গ] গ্রুপ-8 থেকে গ্রুপ-17
[ঘ] গ্রুপ-5 থেকে গ্রুপ-11

২৮৯. কে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?
[ক] রাদারফোর্ড
[খ] ডাল্টন
[গ] বোর
✅ মোসলে

২৯০. কোনটি উপধাতু?
✅ B
[খ] Na
[গ] Al
[ঘ] P

২৯১. নিচের কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?
[ক] Be
✅ B
[গ] C
[ঘ] V

২৯২. কঠিন অবস্থায় থাকে-
[ক] O2
✅ P
[গ] Br
[ঘ] Cl

২৯৩. হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির কোন ক্রমটি সঠিক?
✅ F > Cl > Br > I
[খ] F > Br > Cl > I
[গ] Cl > F > Br > I
[ঘ] Cl > F > Br > I

২৯৪. পর্যায় সারণিতে আর্সেনিকের অবস্থান কোন গ্রুপে?
[ক] গ্রুপ ১৩
[খ] গ্রুপ ১৪
✅ গ্রুপ ১৫
[ঘ] গ্রুপ ১৬

২৯৫. পর্যায় সারণির ২নং গ্রুপের মৌলসমূহের জারণ সংখ্যা কত?
[ক] 0
[খ] -1
[গ] +1
✅ +2

২৯৬. একটি মৌলের তৃতীয় শক্তিস্তরে ৩টি ইলেকট্রন আছে। এর গ্রুপ কত?
✅ III
[খ] VII
[গ] IV
[ঘ] XIII

২৯৭. ২০১২ সাল পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত মৌলের সংখ্যা কতটি?
[ক] ৯৮
[খ] ১১২
[গ] ১১৪
✅ ১১৮

২৯৮. ১০৯ পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?
[ক] Sg
✅ Mt
[গ] Bh
[ঘ] Hs

২৯৯. আর্গনের পারমাণবিক ভর কত?
[ক] ৩৮
[খ] ৩৯
✅ ৪০
[ঘ] ৪৩

৩০০. কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম?
[ক] Na+
✅ Mg2+
[গ] Cl
[ঘ] Ar

৩০১. চুনাপাথরের ধনাত্মক মৌলটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
[ক] ২য়
[খ] ৩য়
✅ ৪র্থ
[ঘ] ১ম

৩০২. কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম?
[ক] Na
[খ] K
[গ] Rb
✅ Cs

৩০৩. পর্যায় সারণির ৬ষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে?
✅ ১১
[খ] ১২
[গ] ১৩
[ঘ] ১৪

৩০৪. লেড (Pb) পর্যায়ে সারণির কোন গ্রুপের মৌল?
[ক] ৮
[খ] ১৮
✅ ৩২
[ঘ] ৩৩

৩০৫. মুদ্রা ধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
✅ ১১
[খ] ১২
[গ] ১৩
[ঘ] ১৪

৩০৬. ল্যাভয়সিয়ে কত সালে প্রথম মৌলসমূহকে তিন ভাগে ভাগ করে?
[ক] ১৭৭৯
[খ] ১৭৯৯
✅ ১৭৮৯
[ঘ] ১৮৭৯

৩০৭. ব্যতিক্রমী পর্যায় কোনগুলো?
✅ ৬ ও ৭
[খ] ৭ ও ৮
[গ] ৩ ও ৪
[ঘ] ৫ ও ৬

৩০৮. ডোবেরাইনারের ত্রয়ী সূত্র প্রকাশিত হয় কত সালে?
[ক] ১৮১৯
[খ] ১৮৩৯
✅ ১৮২৯
[ঘ] ১৯২৯

৩০৯. পর্যায় সারণির জনক কে?
[ক] ডাল্টন
[খ] ডোবেরাইনার
✅ মেন্ডেলিফ
[ঘ] মেয়ার

৩১০. অপধাতু কোনটি?
[ক] Mg
[খ] Na
✅ Si
[ঘ] Al

৩১১. কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম?[ঢাকা বোর্ড ’১৫] 
[ক] Na
✅ S
[গ] Rb
[ঘ] Mg

৩১২. পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো কী?
✅ ধাতু
[খ] অধাতু
[গ] অপধাতু
[ঘ] নিষ্ক্রিয় মৌল

৩১৩. পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপে আকার কেমন হবে?
[ক] কমে যাবে
✅ বাড়বে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] পারমাণবিক সংখ্যার সাথে সম্পৃক্ত নয়

৩১৪. কোন মৌলটি সবচেয়ে কম সক্রিয়?
[ক] Br
✅ I
[গ] Cl
[ঘ] F

৩১৫. মৃৎক্ষার ধাতু কোনটি?
✅ Ca
[খ] Li
[গ] Na
[ঘ] Fe

৩১৬. গ্রুপ-2 এর মৌলসমূহ-
i. মৃৎক্ষার ধাতু
ii. এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে
iii. প্রকৃতপক্ষে অবস্থান্তর মৌল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] ii ও iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

৩১৭. Na, K, Pb মৌলসমূহ-
i. নরম
ii. নিম্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট
iii. উচ্চ স্ফুটনাঙ্কবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
✅ i ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১৮.Mg Al X P S
i. Y মৌলটির অক্সাইড অম্লীয়
ii. X ও Y দ্বারা গঠিত যৌগটির সংকেত XY2
iii. Mg ও Y দ্বারা গঠিত যৌগটির পানিতে দ্রবণীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৩১৯. ক্যালসিয়াম একটি-
i. মৃৎক্ষার ধাতু
ii. ক্ষার ধাতু
iii. তড়িৎ ধনাত্মক ধাতু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২০. একটি মৌলের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s23p5 মৌলটি-
i. ১টি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হয়
ii. হ্যালোজেন group-এর সদস্য
iii. আণবিক গঠন দ্বি-পরমাণুক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২১. পর্যায় সারণির ৩-১০নং গ্রুপের মৌলগুলো-
i. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে
ii. রঙিন যৌগ গঠন করে
iii. সকলেই ধাতু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২২. ৫৩ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি-
i. একটি অধাতু
ii. এর বর্ণ ফিকে হলুদ
iii. সমযোজী যৌগ গঠন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৩. A = 1s22s22p6; এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায়-
i. A মৌলটি আর্গন
ii. যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা
iii. মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৪. ডোবেরাইনার ত্রয়ী সূত্র মেনে চলে-
i. Li, Na, K
ii.Cl, Br, I
iii. Fe, Co, Ni

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩২৫. যে সgm্ত মৌলের ইলেকট্রন d উপস্তরে প্রবেশ করে তা-
i. ফ ব্লক
ii. আন্ত:মৌল
iii. অবস্থান্তর মৌল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 নিচের তথ্যের আলোকে ৩২৬ ও ৩২৭ নং প্রশ্নের উত্তর দাও :

জেননসহ অপর তিনটি মৌল X, Y এবং Z এর পারমাণবিক সংখ্যা নিচে দেখানো হলো :
মৌলXYXeZ
পারমাণবিক সংখ্যা৫২৫৩৫৪৫৫

৩২৬. X মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
[ক] গ্রুপ III
[খ] গ্রুপ IV
[গ] গ্রুপ V
✅ গ্রুপ VI

৩২৭. মুদ্রাধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
[ক] গ্রুপ-১০
[খ] গ্রুপ- ৯
✅ গ্রুপ-১১
[ঘ] গ্রুপ-১২

নিচের চিত্রের আলোকে ৩২৮ - ৩৩০ নং প্রশ্নগুলোর

৩২৮. MgX2 যৌগটিতে পানিতে দ্রবীভূত হয়; কারণ-
i. যৌগটিতে ধনাত্মK-ঋণাত্মক প্রান্ত আছে
ii. পানি একটি পোলার যৌগ
iii. পানির সাথে MgX2 যৌগ আয়নিক বন্ধনে যুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২৯. উদ্দীপকের উল্লিখিত কোন মৌলের আকার সবচেয়ে বড়?
✅ Y
[খ] Mg
[গ] X
[ঘ] Ar

৩৩০. MgX2 যৌগটি পানিতে দ্রবীভূত হয়; কারণ-
i. যৌগটিতে ধনাত্মK-ঋণাত্মক প্রান্ত আছে
ii. পানি একটি পোলার যৌগ
iii. পানির সাথে MgX2 যৌগ আয়নিক বন্ধনে যুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ দেওয়া হলো। তথ্য থেকে ৩৩১ ও ৩৩২ নং প্রশ্নের উত্তর দাও :
XSiQZClAr

৩৩১. পর্যায়টিতে-
i. X মৌলটি আকারে সর্বাপেক্ষা বড়
ii. X ও Z দ্বারা গঠিত যৌগের সংকেত XZ2
iii. Z মৌলটির অক্সাইড অম্লীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩২. উদ্দীপকের পর্যায়টির X মৌলটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক Cl অপেক্ষা-
✅ বেশি
[খ] কম
[গ] সমান
[ঘ] পরিবর্তনশীল

নিচের পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ দেওয়া হলো। তথ্য থেকে ৩৩৩ ও ৩৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
Mg
X
Ra

৩৩৩. উল্লেখিত গ্রুপটির পঞ্চম মৌলটির নাম কী?
[ক] বেরিলিয়াম
[খ] রুবিডিয়াম
✅ বেরিয়াম
[ঘ] ক্যালসিয়াম

৩৩৪. X মৌলটি-
i. একটি মৃৎক্ষার ধাতু
ii. আকার Ra অপেক্ষা ধাতু
iii. Mg অপেক্ষা অধিক সক্রিয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
চ, ছ, R তিনটি মৌল পর্যায় সারণিতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায় পর্যায়ক্রমে অবস্থান করছে। R একটি নিষ্ক্রিয় গ্যাস।
উদ্দীপক হতে ৩৩৫ ও ৩৩৬ নং প্রশ্নের উত্তর দাও :

৩৩৫. P আয়নের প্রতীক কি হবে?
[ক] p-
[খ] p+
[গ] P2+
✅ p2-

৩৩৬. R মৌল কয়টি?
[ক] ৪টি
✅ ৬টি
[গ] ৭টি
[ঘ] ৮টি

🔬 নিচের তথ্যের আলোকে ৩৩৭ ও ৩৩৮ নং প্রশ্নের উত্তর দাও ;

জেননসহ অপর তিনটি মৌল X, Y এবং Z এর পারমাণবিক সংখ্যা নিচে দেখানো হল-
মৌলXYXeZ
পারমাণবিক সংখ্যা৫২৫৩৫৪৫৫

৩৩৭. X মৌলটি পর্যায় সারণি কোন গ্রুপে অবস্থিত?
[ক] গ্রুপ III
[খ] IV
[গ] V
✅ VI

৩৩৮. পর্যায় সারিণেতে Z মৌলটির অবস্থানকারী গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলসমূহের-
i. আকার বাড়ে
ii. গলনাঙ্ক বাড়ে
iii. কঠিন অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
A ও B সারণির ৪নং পর্যায়ের মৌল। A মৌলটি ১নং গ্রুপে এবং B মৌলটি ১৭নং গ্রুপে অবস্থান করে।
উদ্দীপক হতে ৩৩৯ ও ৩৪০ নং প্রশ্নের উত্তর দাও :

৩৩৯. সাধারণ তাপমাত্রায় B মৌলের ভৌত অবস্থা কিরূপ?
[ক] কঠিন
[খ] তরল
✅ গ্যাসীয়
[ঘ] প্লাজমা

৩৪০. A মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে কোনটি উৎপন্ন করে?
[ক] A-
✅ A+
[গ] A2-
[ঘ] A2+

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

৩৪১. পর্যায় সারণিতে- (অনুধাবন)
i. ১৮টি গ্রুপ রয়েছে
ii. তৃতীয় পর্যায় মৌল দ্বারা অপূর্ণ
iii. পর্যায়-4 এ মৌল আছে ৩২টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪২. পর্যায় সারণির ভিত্তি হলো- (অনুধাবন)
i. প্রোটন সংখ্যা
ii. পারমাণবিক সংখ্যা
iii. ইলেকট্রন বিন্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৩. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা হয়- (অনুধাবন)
i. ইলেকট্রন বিন্যাস অনুসারে
ii. পারমাণবিক ভর অনুসারে
iii. পারমাণবিক সংখ্যা অনুসারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৪. Na, K, Rb মৌলসমূহ- (অনুধাবন)
i. নরম ও ধাতব
ii. উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট
iii. নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৫. Cu, Ag ও Au ধাতুগুলো-
i. অবস্থান্তর মৌল
ii. উজ্জ্বল
iii. মাটিতে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৬. পর্যায় সারণির সুবিধা - (অনুধাবন)
i. মৌলের ভৌত ধর্ম জানা
ii. মৌলের রাসায়নিক ধর্ম জানা
iii. সহজেই রসায়ন সম্পর্কে জ্ঞান লাভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড় এবং ৩৪৭ ও ৩৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণি হলো ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণাচিত্র। এতে স্বল্প পরিসরে মৌলসমূহকে তাদের ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে।

৩৪৭. উল্লিখিত ছকে খাড়া স্তম্ভ কতটি? (অনুধাবন)
[ক] ৭টি
✅ ১৮টি
[গ] ১৯টি
[ঘ] ২৫টি

৩৪৮. ছকটির আধুনিক সংস্করণে মৌলসমূহের ধর্মাবলি- (প্রয়োগ)
i. একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরিবর্তিত হয়
ii. পারমাণবিক ভর অনুযায়ী পরিবর্তিত হয়
iii. একই গ্রুপে প্রায় একই রকম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের তথ্যের আলোকে ৩৪৯ ও ৩৫০ নং প্রশ্নের উত্তর দাও :

জেননসহ অপর তিনটি মৌল X, Y এবং Z এর পারমাণবিক সংখ্যা নিচে দেখানো হলো :
মৌলXYXeZ
পারমাণবিক সংখ্যা৫২৫৩৫৪৫৫

৩৪৯. X মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? (প্রয়োগ)
[ক] ১৪
[খ] ১৫
✅ ১৬
[ঘ] ১৭

৩৫০. পর্যায় সারণিতে Xe মৌলটির অবস্থান- (অনুধাবন)
i. ক্ষার ধাতুগুলোর গ্রুপে
ii. ১৮নং গ্রুপে
iii. নিষ্ক্রিয় মৌলসমূহের গ্রুপে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের তথ্যের আলোকে ৩৫১ ও ৩৫২ নং প্রশ্নের উত্তর দাও :

A এবং B মৌল দুটির পারমাণবিক সংখ্যা ২০ ও ১৯।

৩৫১. A মৌলটির অবস্থান পর্যায় সারণির কোন গ্রুপে? (প্রয়োগ)
[ক] ১
✅ ২
[গ] ১৭
[ঘ] ১৮

৩৫২. B মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. সক্রিয় ধাতু
ii. গলনাংক ও স্ফুটনাংক কম
iii. A এর তুলনায় আকারে বড়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি লক্ষ কর এবং ৩৫৩ ও ৩৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
প্রতীকপারমাণবিক সংখ্যা
Na-
X19
Rb-

৩৫৩. X মৌলটি পর্যায় সারণিতে কোন পর্যায়ে অবস্থান করছে? (প্রয়োগ)
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
✅ চতুর্থ
[ঘ] পঞ্চম

৩৫৪. X মৌলটি- (উচ্চতর দক্ষতা)
i. কঠিন পদার্থ
ii. ছুরি দিয়ে কাটা যায়
iii. ক্ষার ধাতু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide