৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
রসায়ন
একাদশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Class 9-10 Chemistry MCQ Guide. SSC Chemistry MCQ Question-Answer. Chemistry mcq question and answer class 9-10. ssc exam preparation chemistry mcq question and answer.
SSC Chemistry
MCQ
Question and Answer pdf download
👨🔬 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি 👩🔬
🔬 জীবাশ্ম জ্বালানি :
শক্তির অতি পরিচিত উৎস হলো কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। কোটি কোটি বছর পূর্বে এ পৃথিবীতে বিশাল বিশাল বনভূমি ছিল। বনভূমিতে যেসব গাছপালা, জীবজন্তু ছিল প্রচণ্ড ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বা অন্য কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে এবং ক্রমান্বয়ে জমতে থাকে। এদেরই দেহাবশেষ জীবাশ্ম। ভূঅভ্যন্তরভাগে প্রচণ্ড চাপে ও তাপে বায়ুর অনুপস্থিতিতে রাসায়নিক পরিবর্তনের ফলে এদের ধ্বংসাবশেষ ক্রমশ কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। এ জীবাশ্ম কঠিন, তরল বা বায়বীয় আকারে খনি থেকে তুলে জ্বালানিরূপে ব্যবহার করা হয়। তাই এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়।
🔬 পেট্রোলিয়াম বা খনিজ তেল :
শক্তির অন্যতম প্রধান উৎস পেট্রোলিয়াম বা খনিজ তেল। খনি থেকে যে তেল আহরিত হয় তা অপরিশোধিত তেল যা মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ। অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়। পেট্রোলিয়ামে বিদ্যমান উপাদানের স্ফুটনাংকের ওপর ভিত্তি করে তেল পরিশোধনাগারে পৃথকীকৃত বিভিন্ন অংশের নাম পর্যায়ক্রমে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল (গ্যাসোলিন), ন্যাপথা, কেরোসিন, ডিজেল তেল, লুব্রিকেটিং তেল ও বিটুমিন। পেট্রোলের বিভিন্ন অংশকে বিভিন্ন ক্ষেত্রের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
🔬 প্রাকৃতিক গ্যাস :
খনিতে পেট্রোলিয়াম যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় প্রাকৃতিক গ্যাসের সৃষ্টির প্রক্রিয়াও একই রকম। সাধারণত খনির উপরের অংশে গ্যাস আর নিচের দিকে খনিজ তেল থাকে। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উভয়ই জৈব পদার্থ। এগুলো কার্বন ও হাইড্রোজেনের বিভিন্ন অনুপাতে মিশ্রণের ফলে গঠিত হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (৮০%)। এছাড়াও প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন (৭%), প্রোপেন (৬%), বিউটেন ও আইসো বিউটেন (৪%), পেনটেন (৩%)। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের হার ৯৯. ৯৯%। প্রাকৃতিক গ্যাসকে বায়ুতে পোড়ালে তাপশক্তি পাওয়া যায়।
🔬 হাইড্রোকার্বন :
কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। যেমন :
CH4, C2H6, C6H6, C6H12 প্রভৃতি। আণবিক গঠন অনুযায়ী হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার। যথা : অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে দুইভাগে ভাগ করা হয়। মুক্ত শিকল ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনসমূহ আবার দুই ভাগে বিভক্ত। যথা : সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেসব হাইড্রোকার্বনে কার্বন-কার্বন একক বন্ধন থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন : ইথেন, প্রোপেন। যেসব হাইড্রোকার্বনে কার্বন-কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা একটি ত্রিবন্ধন থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন : ইথিন, ইথাইন ইত্যাদি।
🔬 অ্যালকেন :
সকল সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। এদের সাধারণ আণবিক সংকেত CnH2n+2 (n = ১, ২, ৩ . . . . . . . . . )। এ শ্রেণির প্রথম (n = 1) সদস্যের নাম মিথেন CH4 এবং দ্বিতীয় সদস্য (n = 2) হচ্ছে ইথেন C2H6। প্রতিটি অ্যালকেনের নামের শেষে এন (ane) থাকবে। অ্যালকেনের C - C এবং C - H বন্ধনসমূহ শক্তিশালী হওয়ায় এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এরা সাধারণ অবস্থায় তীব্র এসিড, ক্ষারক ও জারক বা বিজারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে না। এজন্য এদের ‘প্যারাফিন’ বা আসক্তিহীন বলা হয়। তবে বায়ু বা অক্সিজেন এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করে।
🔬 অ্যালকিন :
যেসব অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অ্যালকিন বলে। এদের সাধারণ আণবিক সংকেত CnH2n। এ শ্রেণির প্রথম সদস্যের নাম ইথিলিন (C2H4)। প্রতিটি অ্যালকিনের নামের শেষে ইন (ene) থাকবে। অ্যালকিনসমূহের রাসায়নিক ধর্ম কার্বন-কার্বন দ্বিবন্ধন দ্বারা নিয়ন্ত্রিত। এ দ্বিবন্ধনের কারণে এরা অনেক সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন এ দ্বিবন্ধন ভেঙে যায় এবং একক বন্ধনের সৃষ্টি হয়।
🔬 অ্যালকাইন :
যেসব অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অ্যালকাইন বলে। এদের সাধারণ আণবিক সংকেত CnH2n-2। এ শ্রেণির প্রথম সদস্যের নাম অ্যাসিটিলিন (CH ≡ CH)। মূল হাইড্রোকার্বনের নামের শেষে এন (ane) বাদ দিয়ে সেখানে আইন (-yne) যোগ করলে অ্যালকাইনের নাম পাওয়া যায়।
🔬 অ্যালকোহল :
সম্পৃক্ত হাইড্রোকার্বনের অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল (- OH) গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগসমূহ গঠিত হয়, তাদের অ্যালকোহল বলা হয়। অ্যালকেন থেকে উদ্ভূত অ্যালকোহলসমূহের সাধারণ সংকেত CnH2n+1OH। এ শ্রেণির প্রথম সদস্য হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল CH3OH, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল CH3CH2OH। অ্যালকোহলের বিক্রিয়া প্রধানত - 0H গ্রুপের বিক্রিয়া।
🔬 অ্যালডিহাইড :
সম্পৃক্ত হাইড্রোকার্বনের অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু -CHO গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগসমূহ গঠিত হয়, তাদের অ্যালডিহাইড বলা হয়। অ্যালকেন থেকে উদ্ভূত অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1, CHO। এ শ্রেণির প্রথম সদস্য হচ্ছে ফরম্যালডিহাইড (HCHO)।
🔬 জৈব এসিড :
একটি কার্বক্সিলমূলক বিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগসমূহকে জৈব এসিড বা ফ্যাটি এসিড বলা হয়। এদের সাধারণ সংকেত RCOOH। প্রথম ফ্যাটি এসিডের নাম মিথানয়িক এসিড (HCOOH)। দ্বিতীয় ফ্যাটি এসিডের নাম ইথানয়িক এসিড (CH3COOH)। ফ্যাটি এসিডসমূহের কার্যকরী মূলক হচ্ছে -COOH। প্রায় সব বিক্রিয়ায় এ মূলক অংশগ্রহণ করে।
🔬 পলিমার :
একই পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে। মেলামাইনের থালা-বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, কার্পেট, পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ, সিল্কের বা উলের কাপড়, নাইলনের সুতা, রাবার সবই পলিমার। দুই ধরনের পলিমার আছে- প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমার।
🔬 প্রাকৃতিক পলিমার :
প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়। যেমন :
উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ দুটোই পলিমার যা বহুসংখ্যক গ্লুকোজ অণুযুক্ত হয়ে গঠিত হয়েছে। প্রোটিন অ্যামাইনো এসিডের পলিমার। ইনসুলিন নামক পলিমারে দুটি অ্যামাইনো এসিড থাকে। রাবার নামক গাছের কষ একটি প্রাকৃতিক পলিমার।
🔬 কৃত্রিম পলিমার বা প্লাস্টিক :
সকল প্লাস্টিক দ্রব্য কৃত্রিম পলিমার। প্লাস্টিক শব্দটি এসেছে গ্রিক শব্দ Plastikos থেকে যার অর্থ গলানো সম্ভব। যেসব প্লাস্টিক গলিয়ে ছাঁচে ঢেলে যে কোনো আকার দেওয়া যায়, সেগুলো কৃত্রিম পলিমার। রাসায়নিক পদার্থ বিশেষত দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, জৈব এসিডের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক প্রস্তুত করা হয়।
🔬 পলিমারকরণ :
উচ্চতাপ (২০০°C) ও উচ্চচাপে (১০০০ বায়ুচাপে) অসংখ্য অ্যালকিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকৃতির অণু গঠন করে। এ বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার এবং বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যে অসংখ্য বিক্রিয়ক অণু যুক্ত হয় তাদের প্রত্যেকটি অণুকে মনোমার বলে।
🔬 জৈব ও অজৈব যৌগের পার্থক্য :
কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগসমূহকে জৈব যৌগ বলে। অর্থাৎ সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ। জৈব যৌগসমূহ সমযোজী বন্ধনের মাধ্যমে এবং অজৈব যৌগসমূহ আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়। কিছু সমযোজী যৌগ থাকে যারা আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে এবং কিছু আয়নিক যৌগ থাকে যারা সমযোজী বৈশিষ্ট্য অর্জন করে।
৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড
বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?
[ক] ৩ ভাগ
[খ] ৪ ভাগ
[গ] ৬ ভাগ
✅ ৭ ভাগ
২. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?
[ক] C3H8
[খ] C3H8O
[গ] C3H6O
✅ C3H4
🔬 বিক্রিয়া : CH3 - C ≡ CH Br2→ X Br2→ Y
উপরের বিক্রিয়া থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩. Y যৌগটির নাম কী?
[ক] ১, ১-ডাইব্রোমো প্রোপেন
[খ] ১, ২-ডাইব্রোমো প্রোপেন
✅ ১, ১, ২, ২-টেট্রাব্রোমো প্রোপেন
[ঘ] ১, ২-ড্রাইব্রোমোপ্রোপিন
৪. উদ্দীপকের ‘X’ যৌগটি-
i. সংযোজন বিক্রিয়া দেয়
ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়
iii. Y অপেক্ষা কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
[ক] C6H6
[খ] CH3 - O - CH3
[গ] CCl4
✅ KOH
৬. C4H10 এর গলনাঙ্ক কত?
[ক] -১৯০°C
[খ] - ১৮৩°C
✅ -১৩৮°C
[ঘ] ১৩০°C
৭. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
[ক] C2H6
✅ C3H6
[গ] C3H8
[ঘ] C4H10
৮. কোনটি কৃত্রিম পলিমার?
✅ পলিস্টার
[খ] পাট
[গ] তুলা
[ঘ] চুল
৯. কোনটি এস্টারের কার্যকরী মূলক?
[ক] - 0H
[খ] -COOH
✅ -COOR
[ঘ] -CHO
১০. প্রাকৃতিক গ্যাসে সাধারণত কত শতাংশ প্রোপেন পাওয়া যায়?
[ক] ৩%
[খ] ৫%
✅ ৬%
[ঘ] ৭%
১১. ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত?
[ক] ৭৮°C
[খ] ২৪°C
✅ -২৪°C
[ঘ] -৭৮°C
১২. অপরিশোধিত তেলকে কত তাপমাত্রায় আংশিক পাতন করলে কেরোসিন পাওয়া যায়?
[ক] ৭০°C
[খ] ১২০°C
✅ ১৭০°C
[ঘ] ২৭০°C
১৩. C3H6 যৌগটি শনাক্তকরণে নিচের কোন দ্রবণ ব্যবহার করা যায়?
i. ব্রোমিন দ্রবণ
ii. K2Cr2O7 দ্রবণ
iii. KMnO4 দ্রবণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
CH3 - CH = CH2(g) KMnO4 →H2O Y
১৪. উপরিউক্ত বিক্রিয়ার বিক্রিয়কের কার্বনের শতকরা সংযুতি কত?
[ক] ১৪. ২৯%
[খ] ২৫. ০%
[গ] ৭৫%
✅ ৮৫. ৭১%
১৫. উদ্দীপকের Y যৌগটি-
i. হচ্ছে প্রোপিলিন গ্লাইকল
ii. হচ্ছে ১, ২-ডাই হাইড্রোক্সি প্রোপেন
iii. জলীয় KMnO4 এর গোলাপি বর্ণকে বর্ণহীন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১. ১ জীবাশ্ম জ্বালানি
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির উদাহরণ।
🧪 উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।
🧪 প্রায় সকল জ্বালানির মূল উপাদান কার্বন ও কার্বন যৌগ।
🧪 হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের যৌগ।
🧪 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন ৮০%।
🧪 বাংলাদেশে এ পর্যন্ত পাওয়া প্রাকৃতিক গ্যাসের ৯৯. ৯৯% মিথেন।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
১৬. কোনটি জীবাশ্ম জ্বালানি? (অনুধাবন)
✅ খনিজ তেল
[খ] গোবর
[গ] পাটকাঠি
[ঘ] শুকনো পাতা
১৭. ভূগর্ভে শিলাস্তরে খনিজ তেলের উপরে উচ্চচাপে বিভিন্ন হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায়, তাকে কী বলে? (অনুধাবন)
[ক] পেট্রোলিয়াম
✅ প্রাকৃতিক গ্যাস
[গ] কোল
[ঘ] আলকাতরা
১৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কী? (জ্ঞান)
[ক] ইথেন
[খ] প্রোপেন
[গ] বিউটেন
✅ মিথেন
১৯. পচা জৈব পদার্থ থেকে কী নির্গত হয়? (জ্ঞান)
✅ মিথেন
[খ] বিউটেন
[গ] অকটেন
[ঘ] প্রোপেন
২০. কোন উপাদানের জন্য জীবাশ্ম জ্বালানিকে পোড়ানো যায়? (অনুধাবন)
✅ C ও H-এর জন্য
[খ] C ও N-এর জন্য
[গ] C, H ও O-এর জন্য
[ঘ] C, H, O ও N-এর জন্য
২১. জীবাশ্ম জ্বালানি মূলত কিসের যৌগ? (অনুধাবন)
[ক] সালফারের
✅ কার্বনের
[গ] হাইড্রোজেনের
[ঘ] নাইট্রোজেনের
২২. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ কত? (জ্ঞান)
[ক] ৬০%
[খ] ৭০%
✅ ৮০%
[ঘ] ৯০%
২৩. উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়? (জ্ঞান)
[ক] পচা আবর্জনা
[খ] ইথেন
[গ] তেল
✅ কয়লা
২৪. জ্বালানিকে দহন করলে কী উৎপন্ন হয়? (অনুধাবন)
✅ তাপশক্তি
[খ] সৌরশক্তি
[গ] শব্দশক্তি
[ঘ] রাসায়নিক শক্তি
২৫. পেট্রোলিয়াম প্রধানত কিসের মিশ্রণ? (জ্ঞান)
✅ হাইড্রোকার্বন
[খ] হ্যালোজেন
[গ] অ্যালকোহল
[ঘ] জৈব এসিড
২৬. প্রাকৃতিক গ্যাসের বর্ণ কিরূপ? (জ্ঞান)
[ক] কালো
[খ] বাদামি
[গ] সবুজ
✅ বর্ণহীন
২৭. সব জ্বালানির মূল উপাদান কী? (জ্ঞান)
✅ C
[খ] S
[গ] O
[ঘ] N
২৮. কোক সৃষ্টি হয় কোনটি থেকে? (অনুধাবন)
✅ কয়লা
[খ] প্রাকৃতিক গ্যাস
[গ] তেল
[ঘ] মিথেন
২৯. কোনটি থেকে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়? (অনুধাবন)
[ক] ক্যালসিয়াম কার্বনেট খনিজ থেকে
[খ] সমুদ্রের তলার মাটি থেকে
✅ মৃত গাছপালা ও প্রাণিদেহ থেকে
[ঘ] ভূগর্ভের কঠিন শিলাখণ্ড থেকে
৩০. খনিতে প্রাকৃতিক গ্যাসের সাথে আর কী পাওয়া যায়? (অনুধাবন)
[ক] ইথেন
✅ খনিজ তেল
[গ] প্রোপেন
[ঘ] বিউটেন
৩১. প্রাকৃতিক গ্যাসে কোনগুলোর উপস্থিতি নেই? (অনুধাবন)
[ক] মিথেন ও ইথেন
[খ] প্রোপেন ও বিউটেন
[গ] আইসো বিউটেন ও পেনটেন
✅ অক্সিজেন ও নাইট্রোজেন
৩২. উদ্ভিদ ও প্রাণিদেহ জীবাশ্ম জ্বালানিতে পরিণত হতে কোন শর্তটি অবশ্যই দরকার? (উচ্চতর দক্ষতা)
[ক] বায়ুর উপস্থিতি
✅ বায়ুর অনুপস্থিতি
[গ] গাঁজন
[ঘ] সংশ্লেষণ ও বিযোজন
৩৩. প্রাণিদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়? (জ্ঞান)
[ক] বিটুমিনে
[খ] ন্যাপথায়
[গ] কয়লায়
✅ পেট্রোলিয়ামে
৩৪. মিথেন বা ইথেন গ্যাসকে বায়ুতে পোড়ালে একটি গ্যাস নির্গত হয় যা বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভূমিকা রাখে। এ গ্যাসটি কী? (উচ্চতর দক্ষতা)
[ক] কার্বন মনোঅক্সাইড
✅ কার্বন ডাইঅক্সাইড
[গ] অক্সিজেন
[ঘ] নাইট্রাস অক্সাইড
৩৫. কয়লার প্রধান উপাদান কী? (জ্ঞান)
[ক] হাইড্রোজেন
✅ কার্বন
[গ] বিউটেন
[ঘ] ইথেন
৩৬. কয়লা থেকে গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কী বলে? (প্রয়োগ)
[ক] ন্যাপথা
[খ] বিটুমিন
✅ কোক
[ঘ] আলকাতরা
৩৭. জ্বালানির দহনে প্রাপ্ত শক্তি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ শক্তির কাজের সাথে কোনটি অমিল প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] বিদ্যুৎ উৎপাদন
[খ] মোটর ইঞ্জিন চালানো
[গ] রান্নার কাজ
✅ নৌকা চালানো
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৩৮. জ্বালানির দহন থেকে প্রাপ্ত শক্তি ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. মোটর ইঞ্জিন চালাতে
ii. বিমান চালাতে
iii. বায়োগ্যাস উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩৯. কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে তার মধ্যে সঞ্চিত শক্তি বের হয়- (অনুধাবন)
i. আলোকশক্তি রূপে
ii. তড়িৎশক্তি রূপে
iii. তাপশক্তি হিসেবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
🔬 নিচের উদ্দীপকটি পড় এবং ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের অধিকাংশ শহরে বাসাবাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। যা রান্নার কাজে ব্যবহার করা হয়।
৪০. উদ্দীপকের গ্যাসটির সংকেত কী? (প্রয়োগ)
[ক] C3H6
[খ] C2H6
[গ] C2H4
✅ CH4
৪১. উদ্দীপকের দহন বিক্রিয়ায়- (প্রয়োগ)
i. তাপশক্তি শোষিত হয়
ii. CO2 ও H2O উৎপন্ন হয়
iii. বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
CH4 + 2O2 → CO2 + 2H2O + তাপ
৪২. উদ্দীপকের হাইড্রোকার্বন কিসের উপাদান? (অনুধাবন)
✅ প্রাকৃতিক গ্যাস
[খ] কয়লা
[গ] প্লাস্টিক
[ঘ] রাবার
৪৩. বিক্রিয়াটি-
i. তাপোৎপাদী
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়
iii. দহন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১. ২ পেট্রোলিয়ামের উপাদানসমূহ
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ।
🧪 অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।
🧪 অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়াকে পরিশোধন বলে।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৪৪. অপরিশোধিত তেলকে কোন পদ্ধতিতে বিভিন্ন অংশে পৃথক করা হয়? (জ্ঞান)
[ক] পরিস্রাবণ
✅ আংশিক পাতন
[গ] কেলাসন
[ঘ] শীতলীকরণ
৪৫. বাংলাদেশের কোথায় তেল পরিশোধন করা হয়? (জ্ঞান)
[ক] খুলনায়
✅ চট্টগ্রামে
[গ] কুমিল্লায়
[ঘ] সিলেটে
৪৬. তরল সোনা কী? (জ্ঞান)
[ক] প্রাকৃতিক গ্যাস
✅ পেট্রোলিয়াম
[গ] কয়লা
[ঘ] সিলিকা জেল
৪৭. পেট্রোলিয়ামের উপাদানগুলো পৃথক করা হয় কোন পদ্ধতিতে? (জ্ঞান)
✅ আংশিক পাতন
[খ] গলন
[গ] স্ফুটন
[ঘ] ঊর্ধ্বপাতন
৪৮. পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
✅ গ্যাসোলিন
[খ] ডিজেল
[গ] ন্যাপথা
[ঘ] বিটুমিন
৪৯. Crude oil এর অপর নাম কী? (অনুধাবন)
[ক] রিফাইনার
[খ] তরল সোনা
✅ অপরিশোধিত তেল
[ঘ] পেট্রোলিয়াম
৫০. পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানের নামকরণ করা হয় কিসের ভিত্তিতে? (জ্ঞান)
[ক] গলনাঙ্ক
✅ স্ফুটনাঙ্ক
[গ] বর্ণ
[ঘ] ভৌত অবস্থা
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৫১. পেট্রোলিয়ামের পরিশোধন- (অনুধাবন)
i. আংশিক পাতনের সাহায্যে করা হয়
ii. উপাদানের স্ফুটনাঙ্কের ওপর ভিত্তি করে করা হয়
iii. পরিশোধনাগারে করা হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii, iii
✅ i, ii ও iii
৫২. অপরিশোধিত তেল- (অনুধাবন)
i. হাইড্রোকার্বন ও জৈব যৌগের মিশ্রণ
ii. আংশিক পাতন পদ্ধতিতে পৃথক হয়
iii. রিফাইনারিতে পরিশোধিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
🔬 নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত Crude Oil বাংলাদেশের চট্টগ্রামে তেল পরিশোধানাগারে প্রয়োজনীয় উপাদানে পৃথক করা হয়।
৫৩. উদ্দীপকের উপাদানসমূহের কিসের ভিত্তিতে পৃথক করা হয়? (প্রয়োগ)
✅ স্ফুটনাঙ্ক
[খ] গলনাঙ্ক
[গ] আপেক্ষিক গুরুত্ব
[ঘ] আণবিক ভর
৫৪. পৃথকীকৃত উপাদানগুলোর মধ্যে রয়েছে-
i. কেরোসিন
ii. LPG
iii. CNG
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. ৩ পেট্রোলিয়ামের বিভিন্ন অংশের ব্যবহার
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 পেট্রোলিয়ামে শতকরা ২ ভাগ পেট্রোলিয়াম গ্যাস, ৫ ভাগ পেট্রোল এবং ১০ ভাগ ন্যাপথা থাকে।এগুলোর হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা যথাক্রমে ১ থেকে ৪, ৫ থেকে ১০ ও ৭ থেকে ১৪ পর্যন্ত।
🧪 পেট্রোলিয়ামে শতকরা ১৩ ভাগ কেরোসিন থাকে। এ অংশের হাইড্রোকার্বনে ১১ থেকে ১৬ পর্যন্ত কার্বন সংখ্যা থাকে।
🧪 পেট্রোলিয়ামে শতকরা ২০ ভাগ ডিজেল তেল থাকে। এ অংশের হাইড্রোকার্বনে ১৬ থেকে ২০ পর্যন্ত কার্বন সংখ্যা থাকে।
🧪 পেট্রোলিয়ামে শতকরা ৫০ ভাগ লুব্রিকেটিং তেল ও বিটুমিন থাকে। বিটুমিন অংশের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা ৭০ থেকে বেশি থাকে।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৫৫. পেট্রোলকে নিচের কোনটি বলা যায়? (অনুধাবন)
[ক] লুব্রিকেটিং তেল
[খ] বিটুমিন
[গ] নেপথালিন
✅ গ্যাসোলিন
৫৬. পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] ন্যাপথা
[খ] ডিজেল
[গ] বিটুমিন
✅ গ্যাসোলিন
৫৭. পেট্রোলিয়ামের উপাদান কী কী? (অনুধাবন)
✅ কার্বন ও হাইড্রোজেন
[খ] কার্বন ও অক্সিজেন
[গ] মিথেন ও কার্বন
[ঘ] মিথেন ও হাইড্রোজেন
৫৮. পেট্রোলিয়ামের কোন অংশটি রাস্তা মেরামতের কাজে ব্যবহার করা হয়? (অনুধাবন)
[ক] প্যারাফিন
[খ] লুব্রিকেটিং তেল
✅ বিটুমিন
[ঘ] ডিজেল
৫৯. LPG গ্যাস মূলত কী? (জ্ঞান)
[ক] গ্যাস অয়েল
✅ পেট্রোলিয়াম গ্যাস
[গ] মিথেন গ্যাস
[ঘ] লুব্রিকেটিং অয়েল
৬০. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানসমূহকে পৃথক করতে কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়? (অনুধাবন)
[ক] ২40°C
[খ] ২৭০°C
✅ ৪০০°C
[ঘ] ৫৬০°C
৬১. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় ২০°C তাপমাত্রার নিচে পেট্রোলিয়ামের যে অংশ গ্যাসীয় অবস্থায় থাকে তার নাম কী? (জ্ঞান)
[ক] ন্যাপথা
[খ] কেরোসিন
[গ] ডিজেল তেল
✅ পেট্রোলিয়াম গ্যাস
৬২. আংশিক পাতন টাওয়ারের বিভিন্ন অংশের তাপমাত্রা কোন সীমার মধ্যে থাকে? (অনুধাবন)
[ক] ২০ - 2০০°C
[খ] ৩০ - ৩০০°C
✅ ২০ - ৪০০°C
[ঘ] ৫০ - ৫০০°C
৬৩. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় অংশ কলামের ২১-৭০°C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে কী বলে? (অনুধাবন)
✅ গ্যাসোলিন
[খ] বিটুমিন
[গ] জ্বালানি তেল
[ঘ] ডিজেল তেল
৬৪. ন্যাপথার কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] C2 - C10
[খ] C11 - C16
✅ C7- C14
[ঘ] C20 - C35
৬৫. পেট্রোলিয়ামের আংশিক পাতনের সর্বশেষ ধাপ থেকে কোনটি পাওয়া যায়? (অনুধাবন)
[ক] কেরোসিন
[খ] ডিজেল তেল
[গ] জ্বালানি তেল
✅ বিটুমিন
৬৬. অশোধিত পেট্রোলিয়ামের হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা কত থাকে? (জ্ঞান)
[ক] C1 থেকে C10 পর্যন্ত
[খ] C5 থেকে C20 পর্যন্ত
[গ] C10 থেকে C30 পর্যন্ত
✅ C1 থেকে C70 পর্যন্ত
৬৭. LPG বা পেট্রোলিয়াম গ্যাসে কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] C1 থেকে C3 পর্যন্ত
✅ C1 থেকে C4 পর্যন্ত
[গ] C2 থেকে C6 পর্যন্ত
[ঘ] C5 থেকে C12 পর্যন্ত
৬৮. অশোধিত পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে কত তাপমাত্রায় LPG পাতিত হয়? (জ্ঞান)
✅ ২০°C
[খ] ৩০°C
[গ] ৬০°C
[ঘ] ৭০°C
৬৯. গ্যাসোলিন বা পেট্রোলে কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] C1 - C5 পর্যন্ত
[খ] C1 - C10 পর্যন্ত
✅ C5 - C10 পর্যন্ত
[ঘ] C12 - C30 পর্যন্ত
৭০. অশোধিত পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে গ্যাসোলিন বা পেট্রোল কত তাপমাত্রায় পাতিত হয়? (জ্ঞান)
[ক] ১০-৬০°C
✅ ২১-৭০°C
[গ] ৩০-৭৫°C
[ঘ] ৩৫-১৭৫°C
৭১. পেট্রোলিয়াম গ্যাস সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] গ্যাস টারবাইনের জ্বালানিরূপে
✅ রান্নার গ্যাস চুল্লিতে জ্বালানিরূপে
[গ] লাইট পেট্রোলিয়াম দ্রাবকরূপে
[ঘ] ভারী যানবাহনের জ্বালানিরূপে
৭২. গ্যাসোলিন মূলত কোন কাজে ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] স্টোভের জ্বালানিরূপে
[খ] দ্রুতগামী জেট ইঞ্জিনের জ্বালানিরূপে
✅ মাইক্রোবাস ও প্রাইভেট কারের জ্বালানিরূপে
[ঘ] ট্রেন ও ট্রাকের জ্বালানিরূপে
৭৩. কেরোসিনের পাতন তাপমাত্রা কত? (জ্ঞান)
✅ ১২১ - ১৭০°C
[খ] ১৭৫ - 2৭৫°C
[গ] ২৪০ - ৪০০°C
[ঘ] ২৭০ - ৪০০°C
৭৪. কেরোসিনে কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] C1 - C6
[খ] C5 - C10
[গ] C5 - Cl121
✅ C11 - C16
৭৫. ডিজেল অয়েলের পাতন তাপমাত্রা কত? (জ্ঞান)
✅ ১৭১ - 2৭০°C
[খ] ২৪০ - ৪০০°C
[গ] ২৭০ - ৪০০°C
[ঘ] ৪০০° এর ঊর্ধ্বে
৭৬. ডিজেলের কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] C4 - C5
[খ] C5 - C10
[গ] C10 - C15
✅ C16 - C20
রসায়ন অধ্যায়-১১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide নবম-দশম শ্রেণির গাইড SSC Chemistry Chapter-11 MCQ Question and Answer
৭৭. অশোধিত পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে কত কার্বন শিকল বিশিষ্ট বিটুমিন পাওয়া যায়? (জ্ঞান)
[ক] C15 - C18
[খ] C18 - C20
[গ] C30 এর ঊর্ধ্বে
✅ C৭০ এর ঊর্ধ্বে
৭৮. বিটুমিনে কার্বন সংখ্যার সীমা কত? (জ্ঞান)
[ক] > C20
[খ] > C20
[গ] > C4০
✅ > C70
৭৯. অশোধিত তেলের শতকরা কত ভাগ কেরোসিন? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১১
[গ] ১২
✅ ১৩
৮০. পেট্রোকেমিক্যাল শিল্পের বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] গ্যাসোলিন
[খ] কেরোসিন
✅ ন্যাপথা
[ঘ] ডিজেল তেল
৮১. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেল পৃথক করা হয় কোন তাপমাত্রা অঞ্চল থেকে? (অনুধাবন)
[ক] ২১ - ৭০°C
[গ] ১৭১ - 2৭০°C
[খ] ৭১ - ১২০°C
✅ ২৭১ - ৩40°C
৮২. পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় ৩40°C তাপমাত্রায় উপাদানসমূহ পৃথক করার পর অবশিষ্ট অংশকে কী বলে? (জ্ঞান)
[ক] কেরোসিন
[খ] জ্বালানি তেল
[গ] ন্যাপথা
✅ বিটুমিন
৮৩. পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ডিজেল থাকে? (জ্ঞান)
[ক] ১০%
✅ ২০%
[গ] ৩০%
[ঘ] ৪০%
৮৪. ইঞ্জিনের পিচ্ছিলকারক হিসেবে কী ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] জ্বালানি তেল
✅ লুব্রিকেটিং তেল
[গ] ডিজেল
[ঘ] কেরোসিন
৮৫. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ লুব্রিকেটিং তেল ও বিটুমিন থাকে? (জ্ঞান)
[ক] ৩০%
[খ] ৪০%
[গ] ৪৫%
✅ ৫০%
৮৬. পরীক্ষাগারে এবং শিল্প কারখানায় ব্যবহৃত সকল হাইড্রোকার্বন নিচের কোনটি থেকে উৎপন্ন হয়? (অনুধাবন)
✅ পেট্রোলিয়াম
[খ] ন্যাপথা
[গ] প্রাণিদেহ
[ঘ] কয়লা
৮৭. লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেলের কার্বন শিকলের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] C5 - C10
[খ] C11 - C16
[গ] C7 - C14
✅ C20 - C35
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৮৮. ন্যাপথার ব্যবহার ক্ষেত্র-
i. সার ও প্লাস্টিক শিল্পে
ii. ফার্মাসিউটিক্যালস ও রাবার শিল্পে
iii. রাস্তাঘাট ও ইমারত নির্মাণে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮৯. LPG গ্যাস ব্যবহৃত হয়-
i. রান্নার কাজে
ii. তাপ উৎপাদন কাজে
iii. জাহাজের জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯০. C20 থেকে C35 পর্যন্ত কার্বন সংখ্যা থাকে-
i. লুব্রিকেটিং তেলে
ii. জ্বালানি তেলে
iii. কেরোসিন তেলে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
নিচের ছক থেকে ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও :
উপাদানব্যবহার
X রাসায়নিক দ্রব্যাদি তৈরি
Y রাস্তা তৈরি
৯১. Y এর স্ফুটনাঙ্ক কত? (প্রয়োগ)
[ক] ২০°C
[খ] ১৭০°C
[গ] ২৭০°C
✅ ৩40°C
৯২. X-এর ব্যবহার ক্ষেত্র-
i. বাসাবাড়ির জ্বালানি
ii. পেট্রোকেমিক্যাল শিল্প
iii. রাবার ও প্লাস্টিক শিল্প
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. ৪ হাইড্রোকার্বন
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 হাইড্রোকার্বনসমূহ শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এতে কার্বন ও হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে।
🧪 হাইড্রোকার্বনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা :
অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
🧪 অ্যারোমেটিক যৌগসমূহ সাধারণত ৫, ৬ বা ৭ সদস্যের সমতলীয় চক্রিয় যৌগ। এতে একান্তর দ্বিবন্ধন থাকে।
🧪 অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। যথা :
মুক্ত শিকল হাইড্রোকার্বন ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন।
🧪 যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কমপক্ষে দুটি প্রান্তীয় কার্বন পরমাণু থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে।
🧪 সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন পরমাণুসমূহ একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়। এদেরকে অ্যালকেন (Alkane) বলা হয়। যেমন :
ইথেন (CH3 - CH3)
🧪 অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত দুটি কার্বন পরমাণু দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়।
🧪 অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:
অ্যালকিন (Alkane) ও অ্যালকাইন (Alkyne)।
🧪 দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন এবং ত্রিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে।
🧪 উচ্চ তাপ (২০০°C) ও উচ্চ চাপে (১০০০ বায়ুচাপ) অসংখ্য অ্যালকিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকৃতির অণু গঠন করে। এই বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার এবং বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে।
🧪 অ্যালকাইন শ্রেণির যৌগও রাসায়নিক বিক্রিয়ার প্রতি অত্যন্ত সক্রিয়, তবে অ্যালকিনের তুলনায় সক্রিয়তা কিছুটা কম।
🧪 ব্রোমিন পানির দ্রবণ ও পটাসিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ ব্যবহার করে অসম্পৃক্ত দ্রবণ শনাক্তকরণের পরীক্ষা করা যায়।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৯৩. অ্যালকেনসমূহের সাধারণ আণবিক সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] CnH2n
[খ] CnH2n+1
✅ CnH2n+2
[ঘ] CnHn
৯৪. বেনজিন কী ধরনের যৌগ? (জ্ঞান)
[ক] অ্যালিফেটিক যৌগ
[খ] অ্যালিসাইক্লিক যৌগ
[গ] হেটারোসাইক্লিক যৌগ
✅ অ্যারোমেটিক যৌগ
৯৫. প্রোপেনের আণবিক সংকেত কী? (অনুধাবন)
[ক] C2H6
✅ C3H8
[গ] C5H12
[ঘ] C6H14
৯৬. উচ্চতর অ্যালকেনসমূহের ভৌত অবস্থা সাধারণত কিরূপ? (অনুধাবন)
✅ কঠিন
[খ] তরল
[গ] বায়বীয়
[ঘ] কেলাস
৯৭. কোন যৌগটি অ্যালকাইন? (অনুধাবন)
[ক] C3H8
[খ] C3H6
[গ] C2H4
✅ C2H2
৯৮. কোন পদার্থ দ্বারা জৈব যৌগে অসম্পৃক্ততা নির্ণীত হয়? (জ্ঞান)
✅ ব্রোমিন পানি
[খ] ক্লোরিন পানি
[গ] হাইড্রোজেন
[ঘ] অ্যামোনিয়া
৯৯. অ্যাসিটিলিনের গাঠনিক সংকেত কোন্টি? (অনুধাবন)
✅ H - C ≡ C - H
[খ] H - C ≡ N
[গ] H - O - O - H
[ঘ] O = C = O
১০০. অ্যালকেনগুলোর জন্য কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] সবসময় গ্যাসীয় হয়
[খ] অ্যালকিনের চেয়ে সক্রিয় হয়
[গ] পানিতে দ্রবণীয়
✅ শুধু একক সমযোজী বন্ধন বিদ্যমান
১০১. কোন যৌগটি অ্যালকেন? (অনুধাবন)
✅ C3H8
[খ] C3H6
[গ] C2H4
[ঘ] C4H12
১০২. CH3 - CH2 - CH = CH2 যৌগটির নাম কী? (অনুধাবন)
✅ বিউটিন
[খ] বিউটেন
[গ] প্রোপিন
[ঘ] পেন্টেন
১০৩. মিথেনের (CH4) গলনাঙ্ক কত? (জ্ঞান)
✅ -১৮২. ৫°C
[খ] -৩৮৩°C
[গ] -২৮৩°C
[ঘ] -১০১৩°C
১০৪. CH2 - CH2 - CH2 - CH2 - CH2 - CH2
যৌগটির নাম কী?
(প্রয়োগ)
[ক] আইকোসেন
[খ] বেনজিন
[গ] হেক্সাডেকেন
✅ n-হেক্সেন
১০৭. অ্যারোমেটিক যৌগের উদাহরণ কোনটি? (জ্ঞান)
[ক] C3H8
✅ C6H6
[গ] C3H6
[ঘ] C2H5OH
১০৮. CH3 - CH2 - CH2 = CH - CH3 এ যৌগটির নাম কী? (প্রয়োগ)
[ক] পেন্টেন
✅ পেন্টিন
[গ] হেক্সেন
[ঘ] হেপ্টেন
১০৯. ন্যাপথালিন কোন শ্রেণির যৌগ? (অনুধাবন)
[ক] হেটারোসাইক্লিক
[খ] অ্যালিফোটিক
[গ] অ্যালিসাইক্লিক
✅ অ্যারোমেটিক
১১০. কোনটি বিউটেনের সংকেত? (জ্ঞান)
✅ C4H10
[খ] C4H6
[গ] C4H7
[ঘ] C4H8
১১১. বেনজিনের আণবিক সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] C2H2
✅ C6H6
[গ] C6H12O6
[ঘ] CH3OH
১১২. অ্যালকাইনসমূহের সংকেত কী? (অনুধাবন)
[ক] CnH2n+2
[খ] CnHn
✅ CnH2n-2
[ঘ] CnH2n
১১৩. কোনটি ইথিনের সংকেত? (অনুধাবন)
[ক] CH2
[খ] H3C - CH3
[গ] C2H2
✅ C2H4
১১৪. কোন যৌগটি অসম্পৃক্ত? (অনুধাবন)
[ক] CH3H3C CH2 - OH
✅ CH3 - CH = CH2
[গ] CH3 - CH2 - CH3
[ঘ] CH3 - C - CH3
১১৫. CH3 - CH2 - CH2 - C ≡ CH যৌগটির নাম কী? (প্রয়োগ)
[ক] পেন্টিন
✅ পেন্টাইন
[গ] পেন্টেন
[ঘ] পেন্টানয়িক এসিড
১১৬. কোন যৌগটি অ্যালকিন? (অনুধাবন)
[ক] C3H8
✅ C3H6
[গ] C2H6
[ঘ] C4H12
১১৭. অ্যালকাইনের কার্যকরী মূলক কোনটি? (প্রয়োগ)
[ক] >C = C <
✅ - C ≡ C -
[গ] -C - C
[ঘ] >C = O
১১৮. CH3 - C ≡ C - CH3 যৌগটির নাম কী? (অনুধাবন)
[ক] বিউটেন
[খ] বিউটিন
✅ বিউটাইন
[ঘ] n-বিউটিন
১২০. অ্যালকেনসমূহ সাধারণভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] এরা রাসায়নিকভাবে বন্ধন দ্বারা যুক্ত থাকে বলে
[খ] এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ বলে
[গ] এরা স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় থাকে বলে
✅ এরা একক সমযোজী বন্ধন দ্বারা গঠিত বলে
১২১. অ্যালকেনসমূহকে প্যারাফিন বলা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
✅ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে
[খ] এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন বলে
[গ] এরা স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় বলে
[ঘ] এরা দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বলে
১২২. প্যারাফিন শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] আসক্ত
[খ] কঠিন
[গ] গ্যাসীয়
✅ আসক্তিহীন
১২৩. অ্যালকেনের অপূর্ণ দহনের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? (প্রয়োগ)
✅ CO
[খ] CH4
[গ] CO2
[ঘ] CFC
১২৪. গ্রিজ ও ময়লাকে সহজে দ্রবীভূত করতে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] CH3Cl
[খ] CHCl3
✅ CCl4
[ঘ] CH2Cl2
১২৫. কত অ্যাটমোসফিয়ার চাপে ইথিনকে তাপ দিলে তা প্লাস্টিকে পরিণত হয়? (অনুধাবন)
[ক] ৫০০ atm
✅ ১০০০ atm
[গ] ১৫৫০ atm
[ঘ] ১৬৭০ atm
১২৬. জৈব যৌগের অসম্পৃক্ততা কোন পদার্থ দ্বারা নির্ণীত হয়? (অনুধাবন)
✅ Br2
[খ] CH3COOH
[গ] He
[ঘ] H2CO3
১২৭. পলিইথিলিনের সঠিক সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] (-CH2 = CH2-)n
✅ (-CH2 - CH2-)n
[গ] (CH2 = CH2)n
[ঘ] (-CH3 - CH3-)n
১২৮. কোন যৌগটি অ্যালকোহল? (অনুধাবন)
✅ CH3 - CH2 - OH
[খ] CH3 - CH = CH2
[গ] CH3 - CH2 - CH3
[ঘ] CH2 - CH2 - CH3 ও CH3
১২৯. কোন যৌগটি অসম্পৃক্ত? (অনুধাবন)
[ক] পেন্টানল
[খ] ডাইক্লোরো প্রোপেন
✅ বিউটিন
[ঘ] ইথাইল ব্রোমাইড
১৩০. মুক্ত শিকল হাইড্রোকার্বন কত প্রকার? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৩১. সম্পৃক্ত অ্যালিসাইক্লিকের সাধারণ সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] CnH2n-১
[খ] CnH2n+1
✅ CnH2n
[ঘ] CnH2n+1
১৩৩. একটি অ্যালিফেটিক হাইড্রোকার্বন কখন সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়? (অনুধাবন)
✅ যখন কার্বন শিকলের সব কার্বন পরমাণু একক বন্ধন দ্বারা যুক্ত থাকে
[খ] যখন কার্বন শিকলের সব কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে
[গ] যখন কার্বন শিকলের সব কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে
[ঘ] যখন কার্বন শিকলের কার্বন পরমাণুগুলো চক্রাকারে যুক্ত থাকে
১৩৪. কোনটি অ্যালকেনের সদস্য? (অনুধাবন)
✅ C2H6
[খ] C2H4
[গ] C2H2
[ঘ] C3H6
১৩৫. কিসের ওপর ভিত্তি করে হাইড্রোকার্বনসমূহকে দুইটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
✅ কার্বন শিকল
[খ] বন্ধন প্রকৃতি
[গ] সক্রিয়তা
[ঘ] কার্যকরী মূলক
১৩৬. অ্যালকিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? (অনুধাবন)
[ক] সিগমা বন্ধনের উপস্থিতির জন্য
✅ দ্বিবন্ধনের উপস্থিতির জন্য
[গ] রাসায়নিকভাবে বেশি সক্রিয় হওয়ায়
[ঘ] শাখাযুক্ত কার্বন শিকল হওয়ায়
১৩৭. একটি মুক্ত শিকল বা অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বন শিকলে দুই কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অ্যালকিন
✅ অ্যালকাইন
[গ] সাইক্লোঅ্যালকেন
[ঘ] সাইক্লোঅ্যালকিন
১৩৮. কোন হাইড্রোকার্বনটি অ্যালকাইন? (অনুধাবন)
✅ C2H2
[খ] C2H4
[গ] C3H5
[ঘ] C3H6
১৩৯. কোনটিতে কার্বন-কার্বন ত্রিবন্ধন আছে? (উচ্চতর দক্ষতা)
[ক] C2H4
✅ C4H6
[গ] C4H8
[ঘ] C5H10
১৪১. অ্যালকেনের কোন মিশ্রণকে প্রাকৃতিক গ্যাস বলা হয়? (অনুধাবন)
✅ মিথেন থেকে বিউটেন (C1 - C4) পর্যন্ত
[খ] মিথেন থেকে হেক্সেন (C1 - C6) পর্যন্ত
[গ] ইথেন থেকে বিউটেন (C2 - C4) পর্যন্ত
[ঘ] ইথেন থেকে হেক্সেন (C2 - C6) পর্যন্ত
১৪২. কোন মিশ্রণকে উত্তপ্ত করে মিথেন তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] CO ও HCl
✅ CO ও H2
[গ] CO ও NH3
[ঘ] CO2 ও N2
১৪৩. কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন থেকে মিথেন উৎপন্ন করতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] Pt
✅ Ni
[গ] Co
[ঘ] Zn
১৪৪. অ্যালকেনের কোন যৌগগুলো বর্ণহীন গ্যাস? (উচ্চতর দক্ষতা)
✅ C1 - C4
[খ] C4 - C8
[গ] C8 - C12
[ঘ] C12 - C16
১৪৫. কোন জৈব যৌগটি বর্ণহীন, গন্ধহীন ও মোম সাদৃশ কঠিন পদার্থ? (অনুধাবন)
[ক] C12H26
[খ] C14H30
[গ] C15H32
✅ C18H38
১৪৬. হাইড্রোজেনের সাথে CO মিশ্রিত করে মিশ্রণটিকে ২৫০°C উষ্ণতায় সূ² নিকেল চূর্ণের ওপর দিয়ে প্রভাবিত করলে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] মিথানল
[খ] মিথান্যাল
✅ মিথেন
[ঘ] মিথানোয়িক এসিড
১৪৭. সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়? (অনুধাবন)
✅ বিউটেন
[খ] পেন্টেন
[গ] হেক্সেন
[ঘ] মিথানোয়িক এসিড
১৪৮. সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন? (অনুধাবন)
[ক] ডেকেন
[খ] ডোডেকেন
[গ] ট্রাইডেকেন
✅ হেক্সাডেকেন
১৪৯. কোনটির উপস্থিতির জন্য অ্যালকিন যুত বিক্রিয়া প্রদর্শন করে? (জ্ঞান)
[ক] কার্বন-কার্বন একক বন্ধন
✅ কার্বন-কার্বন দ্বিবন্ধন
[গ] কার্বন-কার্বন σ-বন্ধন
[ঘ] কার্বন-হাইড্রোজেন σ-বন্ধন
১৫০. অ্যালকিন কোন বিক্রিয়ায় অ্যালকেনে পরিণত হয়? (জ্ঞান)
[ক] জারণ
[খ] পলিমারকরণ
✅ সংযোজন
[ঘ] সমাণুকরণ
১৫১. অ্যালকিনের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] Zn
[খ] O2
[গ] Al
✅ Ni
১৫২. HCl এর জলীয় দ্রবণে ইথিন যোগ করলে কোনটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
[ক] CH3 - CH3
✅ CH3 - CH2Cl
[গ] ClCH2 - CH2Cl
[ঘ] CH3 - CH(Cl)Cl
১৫৩. পলিথিন কিসের পলিমার? (জ্ঞান)
[ক] ক্লোরোইথিন
✅ ইথিলিন
[গ] ইথাইন
[ঘ] প্রোপিলিন
১৫৪. পলিথিন তৈরিতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ O2
[খ] TiCl3
[গ] AlCl3
[ঘ] Fe2O3
১৫৫. কোনটি পলিভিনাইল ক্লোরাইড (PVC)-এর মনোমার? (অনুধাবন)
[ক] প্রোপিলিন
✅ ক্লোরোইথিন
[গ] ভিনাইল অ্যাসিটেট
[ঘ] প্রোপিন নাইট্রাইল
১৫৬. X + H2 Ni,১৮০°C → CH3 - CH2 - CH3; X যৌগের নাম কী? (প্রয়োগ)
[ক] প্রোপানল
[খ] প্রোপান্যাল
✅ প্রোপিন
[ঘ] প্রোপানোন
১৫৭. ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ? (জ্ঞান)
[ক] সাদা
✅ লাল
[গ] বেগুনি
[ঘ] গোলাপি
১৫৮. H2C = CH - CH2 - CH3 +HBr → X ; X যৌগটির নাম কী? (প্রয়োগ)
[ক] ৩-ব্রোমো বিউটেন
✅ ২-ব্রোমো বিউটেন
[গ] ১, ২-ডাই ব্রোমো বিউটেন
[ঘ] ২-ব্রোমো বিউটিন
১৬০. কোনটি অসম্পৃক্ত যৌগ? (অনুধাবন)
[ক] C3H8
✅ C3H6
[গ] C5H12
[ঘ] C20H42
১৬২. পাঁচ থেকে পনেরো কার্বন সংখ্যাবিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনসমূহ কোন অবস্থায় থাকে? (জ্ঞান)
[ক] কঠিন
✅ তরল
[গ] অর্ধতরল
[ঘ] গ্যাসীয়
১৬৩. পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? (জ্ঞান)
[ক] ১৬°C
[খ] ২৬°C
✅ ৩৬°C
[ঘ] ৪৬°C
১৬৪. আইকোসেন যৌগটির ভৌত অবস্থা কেমন? (জ্ঞান)
✅ কঠিন
[খ] তরল
[গ] গ্যাসীয়
[ঘ] অর্ধতরল
১৬৫. কোনটি ক্লোরোফরমের সংকেত? (অনুধাবন)
[ক] - CH2-CH2-
[খ] CH2Cl2
✅ CHCl3
[ঘ] CCl4
১৬৬. ড্রাইওয়াশ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ CCl4
[খ] CHCl3
[গ] CH2Cl2
[ঘ] CH3Cl
১৬৭. কোনটি উত্তম জ্বালানি? (অনুধাবন)
✅ C8H18
[খ] C18H36
[গ] C19H40
[ঘ] C20H42
১৬৮. কোনটি আংশিক সম্পৃক্ত? (অনুধাবন)
✅ মার্জারিন
[খ] উদ্ভিজ্জ তেল
[গ] C10H20
[ঘ] C5H10
১৬৯. ইথিন জলীয় KMnO4 দ্বারা জারিত হয়ে কী উৎপন্ন করে? (জ্ঞান)
[ক] ইথানল
✅ ইথিলিন গ্লাইকল
[গ] ইথানোয়িক এসিড
[ঘ] ইথাইল ক্লোরাইড
১৭০. কোনটি শিল্পক্ষেত্রে জৈব যৌগ তৈরির বিক্রিয়া? (উচ্চতর দক্ষতা)
[ক] 2CH4 → C2H2 + 3H2
[খ] C18H38 → C6H14 + 6 C2H4
✅ CaC2 + H2O → C2H2+ Ca(OH)4
[ঘ] C2H6 + O2 → 2CO2 + 3H2O
১৭১. কোন জৈব যৌগটি জ্বালানিরূপে ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] CH2 = CH2
[খ] CH3 - CH3
✅ CH3 CH2 - OH
[ঘ] CH3 - CHO
১৭২. পলিইথিন কত তাপমাত্রায় উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] ১৫০°C
✅ ২০০°C
[গ] ২৫০°C
[ঘ] ৩০০°C
১৭৩. প্রাকৃতিক গ্যাস থেকে কত তাপমাত্রায় ইথাইন উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] ১০০০°C
[খ] ১২০০°C
✅ ১৫০০°C
[ঘ] ১৮০০°C
১৭৪. কোনটিতে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়? (অনুধাবন)
[ক] CH4
[খ] C2H6
✅ C2H2
[ঘ] C3H8
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
১৭৫. CnH2n+2 সাধারণ সংকেত বিশিষ্ট যৌগসমূহের-
i. দহন ক্রিয়ায় CO2 ও H2O উৎপন্ন হয়
ii. রাসায়নিক শিল্পে গুরুত্ব অনেক
iii. তাপীয় বিযোজনে নতুন যৌগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৬. হাইড্রোকার্বনের তাপীয় বিয়োজনে-
i. ৭০ বায়ুচাপ ও প্রায় ৭৫০°C তাপমাত্রা লাগে
ii. ক্ষুদ্র শিকলবিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণ পাওয়া যায়
iii. SiO2 প্রভাবক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৭. ভিক্স-
i. এক ধরনের মলম
ii. রাসায়নিকভাবে খুবই সক্রিয়
iii. তরল ও কঠিন মোমের মিশ্রণ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. অসম্পৃক্ত যৌগ-
i. CH2 = CH - CH3
ii. CH ≡ C - CH = CH2
iii. CH2 = CH - COOH
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
১৭৯. CH3 - CH = CH2 যৌগের-
i. রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি
ii. দ্বিবন্ধনের প্রথমটি শক্তিশালী হলেও দ্বিতীয়টি তুলনামূলক দুর্বল
iii. পলিমারকরণ সম্ভব
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮০. অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বন শিকলের-
i. দুইটি কার্বন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে
ii. দুই প্রান্ত অবশ্যই মুক্ত থাকে
iii. দুইটি কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮১. সম্পৃক্ত হাইড্রোকার্বন-
i. শিকলে একক বন্ধন থাকে
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. যৌগের সাধারণ সংকেত CnH2n
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮২. ক্লোরিন মিথেনের সাথে বিক্রিয়া করলে প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়-
i. ক্লোরোমিথেন
ii. হাইড্রোজেন ক্লোরাইড
iii. ডাইক্লোরোমিথেন ও হাইড্রোজেন ক্লোরাইড
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
নিচের সংকেতগুলো লক্ষ কর এবং ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
H3C - CH3H2C = CH2HC ≡ CH
(১)(২)(৩)
১৮৩. উদ্দীপকের-
i. (২) নং যৌগটি পলিমার গঠন করে
ii. (২) ও (৩) নং যৌগ ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে
iii. (১) নং যৌগের সাথে ৭১মস ক্লোরিন সংযোজিত হতে পারে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৪. (১) নং যৌগ + Cl2 = X + HCl ; বিক্রিয়ায় X-এর সংকেত কী? (প্রয়োগ)
[ক] CH3Cl
[খ] CH2Cl2
✅ CH3 CH2Cl
[ঘ] CH3CH2OH
১৮৫. এটি কোন যৌগের সংকেত? (অনুধাবন)
[ক] অ্যালিফেটিক
✅ অ্যারোমেটিক
[গ] অজৈব
[ঘ] ধাতব
১৮৬. উক্ত যৌগটির কার্যকরী মূলক কোনটি? (অনুধাবন)
[ক] - C ≡ C -
[খ] - C - H
✅ - C = C -
[ঘ] = C - H
🔬 নিচের উদ্দীপকটি পড় এবং ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
হাসান একটি হাইড্রোকার্বন নিয়ে ক্ষারীয় KMnO4 দ্বারা বিক্রিয়া ঘটিয়ে দেখল যে KMnO4 এর গোলাপি বর্ণ দূরীভূত হয়। যৌগটি পলিমার বিক্রিয়াও প্রদর্শন করে।
১৮৭. উদ্দীপকে উল্লিখিত যৌগটি হতে পারে-
i. অ্যালকিন
ii. অ্যালকাইন
iii. অ্যালকেন
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৮৮. অ্যালকোহল থেকে উদ্দীপকে উল্লিখিত যৌগটি উৎপন্ন করা যায়। যৌগটি উৎপাদনকালে নিরুদক হিসেবে কী প্রয়োজন হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] HCl
[খ] চ2O3
[গ] HNO3
✅ H2SO4
১১. ৫ পলিমার
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 প্রাকৃতিক পলিমারের মধ্যে তুলা, রাবার, স্টার্চ (ভাত), প্রোটিন এবং কৃত্রিম পলিমারের মধ্যে প্লাস্টিক দ্রব্য, হাতের কলম, পলিএস্টার কাপড় ইত্যাদি দ্রব্যাদি আমরা ব্যবহার করি।
🧪 একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে পলিমারকরণ বলে।
🧪 একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে পলিমার গঠন করার প্রক্রিয়াকে যুত পলিমারকরণ (Addition Polymerisation) বলে।
🧪 ঘনীভবন পলিমারকরণে অসংখ্য মনোমার অণু যুক্ত হওয়ার সময় পানি (H2O), কার্বন ডাইঅক্সাইডের CO2 ন্যায় ক্ষুদ্র অণু অপসারিত হয়।
🧪 গঠন ও তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কৃত্রিম পলিমার (প্লাস্টিক) দুই ধরনের থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক।
🧪 থার্মোসেটিং প্লাস্টিক থার্মোপ্লাস্টিকের চেয়ে শক্ত এবং কম নমনীয়।
🧪 প্লাস্টিক পলিমারসমূহকে যে মনোমার দ্বারা প্রস্তুত করা হয় তা জীবাশ্ম জ্বালানি থেকে সংগ্রহ করা হয়।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
১৮৯. পলিথিন গঠনে যে গ্যাস ব্যবহৃত হয় তাতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? (অনুধাবন)
[ক] একক বন্ধন
✅ দ্বিবন্ধন
[গ] ত্রিবন্ধন
[ঘ] আয়নিক বন্ধন
১৯০. কোন যৌগটি পলিথিন তৈরিতে ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] C2H6
✅ C2H4
[গ] C2H2
[ঘ] C2H8
১৯১. উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ কোন যৌগের অণু দ্বারা যুক্ত হয়ে গঠিত হয়েছে? (জ্ঞান)
[ক] ফ্রুকটোজ
✅ গ্লুকোজ
[গ] প্রোটিন
[ঘ] অ্যামাইনো এসিড
১৯২. প্লাস্টিক শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] স্থিতিস্থাপক
[খ] নমনীয়
✅ গলানো সম্ভব
[ঘ] অখণ্ডনীয়
১৯৩. কোনটি আমাদের খুবই পরিচিত ও বহুল ব্যবহৃত পলিমার? (অনুধাবন)
[ক] চটের থলে
✅ পলিথিনের ব্যাগ
[গ] ফুলদানি
[ঘ] ঝাড়–
১৯৪. কোনটিকে ইচ্ছেমতো ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার আকৃতিবিশিষ্ট বস্তু তৈরি করা যায়? (অনুধাবন)
✅ প্লাস্টিক
[খ] মেলামাইন
[গ] সিরামিকস
[ঘ] খনিজ পদার্থ
১৯৫. বিদ্যুৎ ও তাপ নিরোধক হিসেবে কোনটি বহুল ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] সিমেন্ট
✅ প্লাস্টিক
[গ] বালি
[ঘ] মাটি
১৯৬. মাটির উর্বরতা নষ্টে কোনটি দায়ী? (অনুধাবন)
[ক] উদ্ভিজ্জ তন্তু
[খ] কৃত্রিম তন্তু
[গ] অ্যাসবেস্টস
✅ প্লাস্টিক
১৯৭. কোন হাইড্রোকার্বনটি পলিমারকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে? (অনুধাবন)
[ক] CH4
[খ] C2H6
✅ C3H6
[ঘ] C4H10
১৯৮. n সংখ্যক মনোমার নিয়ে একটি পলিমার বানানো হলে পলিমারটি কী হবে? (প্রয়োগ)
✅ (মনোমার)n
[খ] n মনোমার
[গ] (মনোমার)n
[ঘ] n মনোমার × n মনোমার
১৯৯. পলিমার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (জ্ঞান)
[ক] ইংরেজি
[খ] রোমান
✅ গ্রিক
[ঘ] হিব্রু
২০০. অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ একের পর এক জোড়া লেগে যে একটি বড় জিনিস তৈরি হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] সুতা
✅ পলিমার
[গ] তন্তু
[ঘ] শিকল
২০১. যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
✅ মনোমার
[খ] ফেনল
[গ] নাইলন
[ঘ] টেফলন
২০২. পলিব্যাগ কোন ধরনের মনোমার থেকে তৈরি পলিমার? (জ্ঞান)
[ক] ভিনাইল ক্লোরাইড
[খ] রেজিন
[গ] ব্যাকেলাইট
✅ ইথিলিন
২০৩. বৈদ্যুতিক সুইচ বোর্ড কোন পলিমার দিয়ে তৈরি হয়? (জ্ঞান)
✅ ব্যাকেলাইট
[খ] ইথিলিন
[গ] ভিনাইল ক্লোরাইড
[ঘ] রেজিন
২০৪. কোনটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ? (অনুধাবন)
✅ সিল্ক ও রাবার
[খ] মেলামাইন ও রেজিন
[গ] ব্যাকেলাইট ও পিভিসি
[ঘ] নাইলনের সুতা ও পলিথিন
২০৫. কোনটি কৃত্রিম পলিমারের উদাহরণ? (অনুধাবন)
[ক] পাট ও সিল্ক
✅ রেজিন ও ব্যাকেলাইট
[গ] সুতি কাপড় ও রাবার
[ঘ] পাটের ব্যাগ ও চট
২০৬. সাধারণত পলিমারকরণ প্রক্রিয়ায় কী প্রয়োজন হয়? (অনুধাবন)
[ক] উচ্চতাপ
[খ] নিম্নতাপ
[গ] উচ্চ গলনাঙ্ক
✅ উচ্চতাপ ও চাপ
২০৭. পলিথিন কীভাবে তৈরি হয়? (অনুধাবন)
✅ ইথিলিন গ্যাসকে ১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে
[খ] ইথিলিন গ্যাসকে ৫০০-৬০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে
[গ ]ইথিলিন গ্যাসকে ১ বায়ুমণ্ডলীয় চাপে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে
[ঘ] ইথিলিন গ্যাসকে ১২০০-২০০০ বায়ুমণ্ডলীয় চাপে ৬০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে
২০৮. কোনটি গ্লুকোজ পলিমারের উদাহরণ নয়? (অনুধাবন)
[ক] সেলুলোজ
[খ] স্টার্চ
[গ] গ্লাইকোজেন
✅ টেফলন
২০৯. পিভিসি পাইপ কোন ধরনের মনোমার থেকে তৈরি পলিমার? (প্রয়োগ)
[ক] CH2 = CH2
✅ CH2 = CHCl
[গ] CH2 = CH - CH3
[ঘ] CF2 = CF2
২১০. পলিথিন ব্যাগে কোন মনোমার ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] ফেনল
[খ] ফরমালডিহাইড
✅ ইথিলিন
[ঘ] রেজিন
২১১. কোন প্লাস্টিক তাপে নরম হয় এবং ঠাণ্ডা করলে আবার শক্ত হয়? (অনুধাবন)
✅ থার্মোপ্লাস্টিক
[খ] থার্মোসেটিং প্লাস্টিক
[গ] পলিমার
[ঘ] ফাইবার
২১২. কোন প্লাস্টিকে তাপ দিলে নরম না হয়ে শক্ত আকার ধারণ করে? (অনুধাবন)
[ক] থার্মোপ্লাস্টিক
✅ থার্মোসেটিং প্লাস্টিক
[গ] পলিমার
[ঘ] স্ফটিক
২১৩. পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে? (অনুধাবন)
[ক] যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার গলানো হয়
[খ] যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমারকে বিচ্ছিন্ন করা হয়
✅ যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত হয়ে পলিমার তৈরি হয়
[ঘ] যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমারকে বড় অণু থেকে বের করে আনা হয়
২১৪. HDPE আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান)
[ক] কার্ল ম্যাক্স
✅ কার্ল জিগলার
[গ] ফ্রেডরিখ ভোলার
[ঘ] অ্যাভোগোড্রো
২১৫. গঠন ও তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিক কত প্রকার? (জ্ঞান)
✅ দুB
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
২১৬. কোন প্লাস্টিককে একবার মাত্র গলানো যায়? (জ্ঞান)
✅ ব্যাকেলাইট
[খ] পলিথিন
[গ] পলিপ্রোপিন
[ঘ] PVC
২১৭. কৃত্রিম পলিমার প্লাস্টিক দ্রব্য ব্যবহারে অসুবিধাজনক কেন? (অনুধাবন)
[ক] এটি বিযোজিত হয়
[খ] এটি ভাইরাস দ্বারা বিযোজিত হয় না
✅ এটি ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয় না
[ঘ] এটি মাটিতে অক্ষত অবস্থায় মিশে থাকে
২১৮. প্লাস্টিক তৈরির উপাদান কী থেকে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] সেলুলোজ
✅ জীবাশ্ম জ্বালানি
[গ] গাছের বাকল
[ঘ] রঞ্জক পদার্থ
২১৯. প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? (অনুধাবন)
[ক] পলিথিন
✅ পলিপ্রোপিন
[গ] পিভিসি
[ঘ] পলিস্টাইরিন
২২০. ননস্টিক রান্নার পাত্র তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? (অনুধাবন)
[ক] পলিথিন
[খ] পলিপ্রোপিন
✅ টেফলন
[ঘ] পলিস্টাইরিন
২২১. - A - A - A - A - A - A - A - A পলিমার কাঠামোর মনোমার নিচের কোনটি? (অনুধাবন)
✅ A -
[খ] - A-
[গ] (- A -)n
[ঘ] ধ
২২২. P - OC নিচের কোন পলিমারের মনোমার? (অনুধাবন)
[ক] (- P - OC - P - OC - P -)n
[খ] - OC - P - OC - P - OC
✅ - P - OC - P - OC - P - OC -
[ঘ] - P - P - OC - OC - P - P -
২২৩. প্রোটিনের মনোমার কী? (জ্ঞান)
[ক] প্রোপিন
[খ] গ্লুকোজ
✅ অ্যামাইনো এসিড
[ঘ] ইথিলিন
২২৪. ইনসুলিনে কয়টি অ্যামাইনো এসিড থাকে? (জ্ঞান)
[ক] ১৬টি
[খ] ১৮টি
[গ] ২০টি
✅ ২২টি
২২৫. কোন গাছের কষ প্রাকৃতিক পলিমার? (জ্ঞান)
✅ রাবার
[খ] কাঁঠাল
[গ] শাল
[ঘ] মেহগনি
২২৬. Plastikos অর্থ কী? (জ্ঞান)
[ক] জোড়া লাগানো
✅ গলানো সম্ভব
[গ] গলানো অসম্ভব
[ঘ] বিষাক্ত গ্যাস
২২৭. আমাদের দেশে নিচের কোন জেলায় রাবার চাষ হয়? (অনুধাবন)
[ক] বান্দরবান
✅ হবিগঞ্জ
[গ] রাঙামাটি
[ঘ] রাজশাহী
২২৮. একাধিক বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে পলিমার গঠন করার প্রক্রিয়াকে কী বলে? (প্রয়োগ)
✅ ঘনীভবন পলিমারকরণ
[খ] বাষ্পীভবন পলিমারকরণ
[গ] জটিল পলিমারকরণ
[ঘ] সরল পলিমারকরণ
২২৯. ঘনীভবন পলিমারকরণে অসংখ্য মনোমার অণু যুক্ত হওয়ার সময় কী অপসারিত হয়? (জ্ঞান)
[ক] H2O ও CH4
✅ CO2 ও H2O
[গ] CO2 ও H2
[ঘ] CO ও O2
২৩০. ঘনীভবন পলিমারের উদাহরণ কোনটি? (অনুধাবন)
[ক] বালতি
[খ] বলপেন
[গ] চেয়ার
✅ নাইলন
২৩১. নাইলন উৎপন্ন হয় কীভাবে? (অনুধাবন)
✅ ডাইকার্বক্সিলিক এসিড ও ডাইঅ্যামিন অণু যুক্ত হয়ে
[খ] ইথানয়িক এসিড ও ফেনল অণু যুক্ত হয়ে
[গ] ডাইথিলিন ও মিথেন অণু যুক্ত হয়ে
[ঘ] অ্যালকোহল ও অ্যালকাইন অণু যুক্ত হয়ে
২৩২. প্লাস্টিককে নন-বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় কেন? (অনুধাবন)
[ক] এটি ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয় বলে
✅ এটি ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয় না বলে
[গ] এটি পুনরায় উৎপাদন করা যায় না বলে
[ঘ] এটি তাপে ও চাপে গলে যায় না বলে
২৩৩. বায়োপলিমার কী? (অনুধাবন)
[ক] কৃত্রিমভাবে বিযোজিত হতে পারে এমন পলিমার
[খ] প্রাকৃতিকভাবে বিযোজিত হতে পারে না এমন পলিমার
✅ প্রাকৃতিকভাবে বিযোজিত হতে পারে এমন পলিমার
[ঘ] কৃত্রিমভাবে বিযোজিত হতে পারে না এমন পলিমার
২৩৪. বায়োপলিমার জীবাণু দ্বারা বিযোজিত হতে কত বছর লাগে? (জ্ঞান)
[ক] ১০-২০ বছর
✅ ২০-৩০ বছর
[গ] ৩০-৪০ বছর
[ঘ] ৪০-৫০ বছর
২৩৫. হাসপাতালে ব্যবহারের পর পানিতে দ্রবীভূত হতে পারে এমন পলিমার কোনটি? (অনুধাবন)
[ক] পলিথিন
[খ] টেফলন
[গ] পলিপ্রোপিন
✅ পলিইথানল
২৩৬. {-CH2-CH (OH) -}n এর পানিতে দ্রবণীয়তা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] পানির তাপমাত্রা
✅ n এর মান
[গ] OH এর শক্তি
[ঘ] পানির ঘনত্ব
২৩৭. ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহার করাকে কী বলে? (জ্ঞান)
[ক] Biodegradation
[খ] Non-biodegradation
✅ Recycle
[ঘ] Photodegradation
২৩৮. সারাবিশ্বে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়তে থাকে কখন? (জ্ঞান)
[ক] প্রথম বিশ্বযুদ্ধের আগে
[খ] দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
[গ] প্রথম বিশ্বযুদ্ধের পরে
✅ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
২৩৯. বাংলাদেশে উৎপাদিত ভুট্টা ও ইক্ষু থেকে কী প্রস্তুত করা সম্ভব? (প্রয়োগ)
[ক] থার্মোপ্লাস্টিক
✅ বায়োপলিমার
[গ] প্রাকৃতিক পলিমার
[ঘ] থার্মোসেটিং প্লাস্টিক
২৪০. ঘনীভবন পলিমারকরণের শর্ত কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ দুই প্রান্তে দুই ধরনের কার্যকরী মূলক থাকা
[খ] দুই প্রান্তে একই ধরনের কার্যকরী মূলক থাকা
[গ] প্রতিটি ভিন্ন ধরনের কার্যকরী মূলক থাকা
[ঘ] সবগুলো একই ধরনের কার্যকরী মূলক থাকা
২৪১. স্টার্চ, সেলুলোজ ও প্রোটিন কী? (অনুধাবন)
[ক] কৃত্রিম পলিমার
✅ ঘনীভবন পলিমার
[গ] বায়োপলিমার
[ঘ] নন-বায়োডিগ্রেডেবল
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
২৪২. nH2C = CH পলিমার /করণ → (-CH2 - CH -)n
i. X একটি একযোজী মূলক
ii. এটি একটি যুত পলিমাকরণ বিক্রিয়া
iii. অসংখ্য ক্ষুদ্র অণু অপসারিত হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪৩. বহুল ব্যবহৃত পলিমার- (অনুধাবন)
i. রেশমি কাপড় ও পাটের সুতা
ii. মেলামাইনের থালা-বাসন ও কার্পেট
iii. সিল্কের কাপড় ও নাইলনের সুতা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
🔬 নিচের উদ্দীপকটি পড় এবং ২৪৪ ও ২৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
অতি সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে উচ্চচাপ ও তাপে ইথিলিন গ্যাস একটি প্লাস্টিকে পরিণত হয়।
২৪৪. উৎপন্ন প্লাস্টিকের গাঠনিক সংকেত কোনটি? (প্রয়োগ)
[ক] n(CH2 = CH2)
✅ (- CH2- CH2-)n
[গ] n(CH3 - CH3)
[ঘ] n(CH ≡ CH)
২৪৫. উদ্দীপকে বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার হলে- (উচ্চতর দক্ষতা)
i. সামান্য তাপমাত্রাতেই প্লাস্টিক উৎপন্ন হবে
ii. অতি দ্রুত প্লাস্টিক পাওয়া যাবে
iii. সাধারণ বায়ুচাপেই বিক্রিয়া হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং ২৪৬ ও ২৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
প্লাস্টিক উত্তাপ → ধোঁয়া (HCl, HCN প্রভৃতি গ্যাস)
২৪৬. উদ্দীপকে উৎপন্ন ধোঁয়া- (প্রয়োগ)
i. খুবই বিষাক্ত
ii. ক্যান্সার সৃষ্টিকারী
iii. পরিবেশ দূষিত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪৭. বিক্রিয়কটির পুনর্ব্যবহার করে কোনটির ওপর চাপ কমানো যায়? (প্রয়োগ)
✅ জীবাশ্ম জ্বালানি
[খ] প্রাকৃতিক সম্পদ
[গ] পানি সম্পদ
[ঘ] প্রাকৃতিক আকরিক
🔬 নিচের সমীকরণদ্বয় লক্ষ কর এবং ২৪৮ ও ২৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
nHOOC- (CH2)4 - COOH + n. H2N - (CH2)6 - NH2 → { - OC - (CH2)4 - COHN - (CH2) 6-NH -}n + 2nX
২৪৮. X-এর স্থলে নিচের কোনটি হবে? (প্রয়োগ)
[ক] CO2
✅ H2O
[গ] CO
[ঘ] H2O2
২৪৯. উদ্দীপকের-
i. বিক্রিয়ক ডাইকার্বক্সিলিক এসিড
ii. পলিমারটি নন-বায়োডিগ্রেডেবল
iii. বিক্রিয়ায় ক্ষুদ্র অণু অপসারিত হয়ে পলিমার গঠিত হয়েছে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১. ৬ হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড প্রস্তুতি
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 পেট্রোলিয়ামের প্রধান উপাদান হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন।
🧪 হাইড্রোকার্বন থেকে সকল শ্রেণির জৈব যৌগ প্রস্তুত করা হয়।
🧪 অ্যালকিন হাইড্রোজেন → হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড NaOH(aq) → অ্যালকোহল [O]→ অ্যালডিহাইড বা কিটোন [O]→ জৈব এসিড।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
২৫০. ফ্যাটি এসিডের সাধারণ সংকেত কী? (উচ্চতর দক্ষতা)
✅ R -COOH
[খ] R- 0H
[গ] R-CHO
[ঘ] R-CHOOR
২৫১. প্রোপানলের সংকেত কী? (অনুধাবন)
[ক] CH3OH
[খ] C2H2OH
✅ C3H7OH
[ঘ] C4H8OH
২৫২. অ্যালকোহলের ক্রিয়াশীল মূলক কোনটি? (জ্ঞান)
[ক] -COOH
✅ - 0H
[গ] -C2H5
[ঘ] -CH3
২৫৩. জৈব এসিডের ক্রিয়াশীল মূলক কোনটি? (জ্ঞান)
✅ -COOH
[খ] - 0H
[গ] -C2H5
[ঘ] -CH3
২৫৪. অ্যালডিহাইড কোনটি? (অনুধাবন)
✅ CH3CHO
[খ] CH3COOH
[গ] C2H5OH
[ঘ] CH3- 0-CH3
২৫৫. অ্যালকোহলের সাধারণ সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] CnH2nOH
✅ CnH2n + 1OH
[গ] CnH2nOH
[ঘ] CnH2n
২৫৬. সকল শ্রেণির জৈব যৌগ কোনটি থেকে প্রস্তুত করা যায়? (অনুধাবন)
[ক] অ্যালকোহল
[খ] অ্যালকোহল হ্যালাইড
[গ] ইথার
✅ হাইড্রোকার্বন
২৫৭. সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? (জ্ঞান)
[ক] অ্যালকোহল
✅ অ্যালকাইল হ্যালাইড
[গ] অ্যালকিন
[ঘ] আলকাইন
২৫৮. ইথিন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপাদনে প্রভাবক কোনটি? (অনুধাবন)
[ক] H2SO4
[খ] H3PO3
✅ H3PO4
[ঘ] HCl
২৫৯. অ্যালকোহল থেকে কোন প্রক্রিয়ায় ইথানয়িক এসিড পাওয়া যায়? (অনুধাবন)
[ক] প্রশমন
[খ] দ্বিবিয়োজন
✅ জারণ
[ঘ] বিযোজন
২৬০. অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? (জ্ঞান)
[ক] অ্যালকোহল
✅ অ্যালকাইল ব্রোমাইড
[গ] অ্যালকিন
[ঘ] অ্যালকাইন
২৬১. R-CH2-CH2Br + NaOH (aq) →? + NaBr;?
স্থানে কী বসবে? (প্রয়োগ)
[ক] R - CH2 - OH
[খ] R - CH2 - CHO
✅ R - CH2 - CH2OH
[ঘ] R - CH2 - COOH
২৬২. [X] + O → R - CH2 - CHO; এখানে X স্থানে কী বসবে? (উচ্চতর দক্ষতা)
✅R - CH2CH2OH
[খ] R- CH2 - CHO
[গ] R - CH2OH
[ঘ] R- CH = CH2
২৬৩. R - CH2CHO + [O] →(অনুধাবন)
[ক] অ্যালকোহল
✅ জৈব এসিড
[গ] অ্যালকাইল হ্যালাইড
[ঘ] অ্যালকেন
২৬৪. পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপ ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে কী উৎপন্ন হয়? (জ্ঞান)
[ক] অ্যাসিটালডিহাইড
[খ] অ্যালকেন
✅ ইথানয়িক এসিড
[ঘ] অ্যালকিন
২৬৫. H2C = CH2(g) + H2O(g) HgSO4H2SO4→ [] খালিঘরে কোনটি বসবে? (প্রয়োগ)
[ক] CH3-CH3
[গ] CH3 COOH
[গ] CH3CH2OH
✅ CH3CHO
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
২৬৬. অ্যালডিহাইড উৎপাদনে -
i. H2SO4 এর উপস্থিতি প্রয়োজন
ii. অ্যালকাইনের সাথে জলীয়বাষ্পের সংযোজন হয়
iii. HgSO4 এর উপস্থিতি প্রয়োজন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬৭. অ্যালকোহল + জারক → M বিক্রিয়ায়, M -
i. অ্যালডিহাইড
ii. কিটোন
iii. জৈব এসিড
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬৮. C2H4 + H2O → CH3 CH2 OH ; বিক্রিয়াটিতে-
i. H3PO4 প্রভাবক হিসেবে কাজ করে
ii. ৬০ atm চাপ প্রয়োজন
iii. সংযোজন ঘটে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
🔬 নিচের বিক্রিয়াদ্বয় লক্ষ কর এবং ২৬৯ ও ২৭০ প্রশ্নের উত্তর দাও :
i. CH3 -CH3 + X → CH3COOH
ii. CH3 -CH3 + Y2 → CH3 CH2Y + H Y
২৬৯. জারক হিসেবে ক্রিয়া করেছে কোনটি? (প্রয়োগ)
[ক] Y2
[খ] CH3 - CH3
✅ X
[ঘ] HY
২৭০. বিক্রিয়া দুটির মধ্যে সম্পর্ক-
i. CH3CH2Y থেকে CH3COOH পাওয়া যায়
ii. কোনো বন্ধন ভাঙেনি
iii. দুটোই জারণ বিক্রিয়া
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং ২৭১ ও ২৭২ নং প্রশ্নের উত্তর দাও :
R - CH2CH2OH [O]→ R - CH2CHO [O]→
(A)(B)
R - CH2COOH
(C)
২৭১. R-এর মান CH3 হলে C যৌগটির নাম কী হবে? (প্রয়োগ)
[ক] মিথানোয়িক এসিড
[খ] ইথানয়িক এসিড
✅ প্রোপানয়িক এসিড
[ঘ] বিউটানয়িক এসিড
২৭২. উদ্দীপকের-
i. A অ্যালকিন ও জলীয়বাষ্পের বিক্রিয়ায় তৈরি হয়
ii. B অ্যালকাইন ও পানির বিক্রিয়া উৎপন্ন হয়
iii. C যৌগটি অ্যালকোহল
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. ৭ অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিডের ব্যবহার
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 মিথানল বিষাক্ত রাসায়নিক পদার্থ। যা মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়।
🧪 রাসায়নিক শিল্পে ইথানল থেকে ইথানয়িক এসিড, বিভিন্ন জৈব এসিডের এস্টার প্রস্তুত করা হয়।
🧪 ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক্স ও ঔষধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়।
🧪 ইথানলের ৯৬% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে।
🧪 মিথান্যাল বা ফরমালডিহাইডের সম্পৃক্ত (৪০%, আয়তন হিসেবে; ৩৭%, ভর হিসেবে) জলীয় দ্রবণকে ফরমালিন বলে যা মৃত প্রাণী সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়।
🧪 অ্যালডিহাইড থেকে পলিমারকরণ বিক্রিয়ায় প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়।
🧪 জৈব এসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংরক্ষক (Food Preservative) হিসেবে ব্যবহার করা হয়।
🧪 ইথানয়িক এসিডের 6-১০% জলীয় দ্রবণকে ভিনেগার বলে যা সস ও আচার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
🧪 জৈব প্লাস্টিক দ্রব্য, পলিএস্টার নামক রাসায়নিক তন্তু ও সুগন্ধি (এস্টার) জাতীয় দ্রব্য তৈরি করতে জৈব এসিড ব্যবহৃত হয়।
২৭৩. স্টার্চ বিশিষ্ট পদার্থ কোনটি? (অনুধাবন)
✅ আলু
[খ] চিনি
[গ] পোলাও
[ঘ] ডাল
২৭৪. জৈব এসিড অ্যালকোহলের সাথে কোন পদার্থ উৎপন্ন করে? (প্রয়োগ)
[ক] ডেরলিন
✅ টেরিলিন
[গ] টেফলন
[ঘ] নাইলন
২৭৫. গ্যাসহোল তৈরিতে পেট্রোলের সাথে কত ভাগ ইথানল মিশাতে হয়? (জ্ঞান)
[ক] ৫%-১০%
[খ] ৫% - ১৫%
✅ ১০% - 2০%
[ঘ] ১৫% - 2০%
২৭৬. গ্যাসহোলে পেট্রোল ব্যতীত অন্য উপাদানটি কী? (জ্ঞান)
✅ C2H5OH
[খ] CH3CH3
[গ] CH3OH
[ঘ] CH3COOH
২৭৭. ফরমালিনে আয়তন হিসেবে শতকরা কত ভাগ মিথান্যাল থাকে? (জ্ঞান)
[ক] ২০%
[খ] ৩০%
✅ ৪০%
[ঘ] ৫০%
২৭৮. ডেরলিন কী দিয়ে তৈরি? (জ্ঞান)
✅ মিথান্যাল
[খ] ইথানল
[গ] প্রোপান্যাল
[ঘ] বিউটান্যাল
২৭৯. কোনটি ঘুমের ওষুধ? (অনুধাবন)
[ক] অ্যাসিটালডিহাইড
✅ প্যারালডিহাইড
[গ] মিথান্যাল
[ঘ] মিথানল
২৮০. কোনটি সুগন্ধি জাতীয় দ্রব্য? (অনুধাবন)
[ক] এসিড
[খ] অ্যালকোহল
[গ] মিথেন
✅ এস্টার
২৮১. মোটর ইঞ্জিনের জ্বালানিরূপে নিচের কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] CH3OH
✅ C2H5OH
[গ] C3H7OH
[ঘ] C4H9OH
২৮২. ইথানলের ৯৬% জলীয় দ্রবণকে কী বলে? (জ্ঞান)
[ক] মেথিলেটেড স্পিরিট
✅ রেকটিফাইড স্পিরিট
[গ] গ্যাসহোল
[ঘ] ফরমালিন
২৮৩. রেকটিফাইড স্পিরিটে কী যোগ করে বিষাক্ত করা হয়? (জ্ঞান)
✅ মিথানল
[খ] স্টার্চ
[গ] ইথানল
[ঘ] ফরমালিন
২৮৪. বাংলাদেশের কোথায় ইথানল প্রস্তুত হয়?
[ক] কুমিল্লা
[খ] দিনাজপুর
[গ] রাজশাহী
✅ দর্শনা
২৮৫. ইথানয়িক এসিডের 6-১০% জলীয় দ্রবণকে কী বলে?
[ক] সস
[খ] আচার
✅ ভিনেগার
[ঘ] এস্টার
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
২৮৬. ইথিন ও জলীয়বাষ্পের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ-
i. অসম্পৃক্ত
ii. অ্যালকোহল শ্রেণিভুক্ত
iii. দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮৭. রেকটিফাইড স্পিরিট-
i. ৯৬% ইথানল ও ৪% পানির মিশ্রণ
ii. দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়
iii. মিথানল যোগে বিষাক্ত হয়ে যায়
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮৮. [- 0 - CH2 -]n পলিমারটি-
i. ডাইনিং টেবিল, চেয়ার, বালতি তৈরিতে ব্যবহৃত হয়
ii. মিথান্যাল নামক মনোমার থেকে সৃষ্ট
iii. অতি নিম্নচাপে তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
🔬 নিচের বিক্রিয়াটি লক্ষ কর এবং ২৮৯ ও ২৯০ নং প্রশ্নের উত্তর দাও :
২৮৯. উদ্দীপকের উৎপাদিত যৌগটির নাম কী? (প্রয়োগ)
[ক] ইথানয়িক এসিড
[খ] ডেরলিন
✅ টেরিলিন
[ঘ] মিথানয়িক এসিড
২৯০. উদ্দীপকের পলিমারটি হলো-
i. ঘনীভবন পলিমার
ii. পলিএস্টার
iii. নাইলন
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯১ ও ২৯২ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
মুনিয়ার মা প্রতি বছর আচার তৈরি করেন। এ আচার বেশিদিন ভালো থাকে না। মুনিয়া মা’কে একটি বিশেষ যৌগ ব্যবহার করার কথা বলে।
২৯১. মুনিয়া কোন বিশেষ যৌগের কথা বলেছে? (প্রয়োগ)
[ক] অ্যালকোহল
[খ] ফরমালিন
✅ জৈব এসিড
[ঘ] অ্যালডিহাইড
২৯২. উল্লিখিত যৌগটি-
i. ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে
ii. প্লাস্টিক তৈরিতে কাজে লাগে
iii. বিভিন্ন ফলের উপাদান
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং ২৯৩ ও ২৯৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
২৯৩. উৎপাদ যৌগটির নাম কী? (প্রয়োগ)
[ক] মিথান্যাল
✅ ডেরলিন
[খ] পলিএস্টার
[ঘ] অ্যাসিটালডিহাইড
২৯৪. বিক্রিয়ক অণুটি-
i. ঘনীভবন পলিমাকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে
ii. রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে কাজে লাগে
iii. (n = ৫০ - ৫০০) বিশিষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. ৮ জৈব ও অজৈব যৌগের পার্থক্যকরণ
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
🧪 জৈব যৌগসমূহ সমযোজী বন্ধনের মাধ্যমে এবং অজৈব যৌগসমূহ আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়।
🧪 কিছু সমযোজী যৌগ থাকে যারা আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে।
🧪 কিছু আয়নিক যৌগ থাকে যারা সমযোজী বৈশিষ্ট্য অর্জন করে।
🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
২৯৫. জৈব যৌগসমূহে কী ধরনের বন্ধন বিদ্যমান? (জ্ঞান)
[ক] আয়নিক বন্ধন
[খ] সন্নিবেশ বন্ধন
✅ সমযোজী বন্ধন
[ঘ] ধাতব বন্ধন
২৯৬. কোনটি অজৈব যৌগ? (অনুধাবন)
✅ NaCN
[খ] CH3CN
[গ] C2H5CN
[ঘ] CH3CNO
২৯৭. অজৈব যৌগ সাধারণত কোন বন্ধন দ্বারা সৃষ্ট? (জ্ঞান)
✅ আয়নিক বন্ধন
[খ] ধাতব বন্ধন
[গ] সমযোজী বন্ধন
[ঘ] পোলার সমযোজী বন্ধন
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
২৯৮. HCl যৌগটি-
i. আয়নিক যৌগ
ii. সমযোজী হলেও আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন
iii. অজৈব যৌগ
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
নিচের সারণিটি লক্ষ কর এবং ২৯৯ ও ৩০০ নং প্রশ্নের উত্তর দাও:
যৌগগলনাঙ্কস্ফুটনাঙ্ক
১. NaCl৮০১°C১৪৬৫°C
২. CH4×-১৬২°C
২৯৯. উদ্দীপকের ২য় যৌগটি কোন প্রকৃতির? (অনুধাবন)
[ক] আয়নিক
✅ সমযোজী
[গ] পোলার
[ঘ] ধাতব
৩০০. সারণিতে-
i. ১ম যৌগের গলনাঙ্ক ২য় যৌগ থেকে অনেক বেশি
ii. ২য় যৌগটির দহনের পর কোনো অবশেষ থাকে না
iii. ১ম যৌগটি জৈব যৌগ
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০১. ড্রাইওয়াশ করতে কোনটি ব্যবহৃত হয়?
[ক] C2H4
✅ CCl4
[গ] CHCl3
[ঘ] CH3Cl
৩০২. নিচের কোনটি কার্বনের যৌগ?
[ক] ফরমালিন
[খ] প্রাকৃতিক গ্যাস
[গ] কেরোসিন
✅ সবগুলো
৩০৩. নন-স্টিক পত্র তৈরি হয় কি থেকে?
✅ টেফলন
[খ] PVC
[গ] পলি প্রোপিন
[ঘ] মেলামাইন
৩০৪. নিচের কোনটি বিষাক্ত?
[ক] (NH4)2SO4
✅ HgSO4
[গ] Na2SO4
[ঘ] AlCl3
৩০৫. কোনটি কঠিন যৌগ?
[ক] C6H12
[খ] C8H16
[গ] C10H22
✅ C16H34
৩০৬. সাধারণত কত তাপমাত্রায় ইথিলিন পলিথিন পরিণত হয়?
[ক] ১০০°C
✅ ২০০°C
[গ] ৩০০°C
[ঘ] ৪০০°C
৩০৭. প্রাকৃতিক পলিমার কোনটি?
[ক] নাইলন
[খ] পলিস্টার
[গ] টেফলন
✅ প্রোটিন
৩০৮. পেট্রোলিয়ামের শতকরা কতভাগ LPG?
[ক] ১%
✅ ২%
[গ] ৩%
[ঘ] ৪%
৩০৯. একটি হাইড্রোকার্বনের আণবিক ভর ৫৬ হলে হাইড্রোকার্বনটির সংকেত কোনটি?
[ক] C3H8
✅ C4H8
[গ] C4H10
[ঘ] C5H12
৩১০. আইকোসেন এ কয়টি C পরমাণু থাকে?
[ক] ১৮
[খ] ১৯
✅ ২০
[ঘ] ২১
৩১১. ফ্যাটি এসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?
[ক] ইথার
[খ] অ্যালডিহাইড
✅ এস্টার
[ঘ] সাবান
৩১২. ইনসুলিন কোনটির পলিমার?
[ক] গ্লুকোজ
[খ] অ্যালডিহাইড
[গ] ফ্যাটি এসিড
✅ অ্যামাইনো এসিড
৩১৩. TFE তে কতটি দ্বি-বন্ধন আছে?
[ক] ০
✅ ১
[গ] ২
[ঘ] ৩
৩১৪. প্রাকৃতিক গ্যাস হচ্ছে-
[ক] বাষ্পীয় পদার্থ
[খ] অজৈব পদার্থ
✅ হাইড্রোকার্বন
[ঘ] আয়নিক যৌগ
৩১৫. CH3 - CH2Br + NaOH(aq) → ? + NaBr
[ক] CH3 - CH2Br
[খ] CH3 - CHBr
✅ CH3 - CH2OH
[ঘ] CH3 - CHO
৩১৬. নিচের কোনটি ডোডেকেন এর সংকেত?
[ক] C10H12
[খ] C10H24
✅ C12H26
[ঘ] C13H28
৩১৭. অ্যাসিটিলিন ও বেনজিনের স্থূল সংকেত কোনটি?
[ক] C6H6
[খ] C2H6
[গ] C4H4
✅ CH
৩১৮. কোনটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন?
[ক] C4H10
[খ] C3H6
✅ C3H8
[ঘ] C2H6
৩১৯. ইথারের কার্যকরী মূলক কোনটি?
✅ R - O - R
[খ] - COOR
[গ] - CHO
[ঘ] - COOH
৩২০. X + 3O2(g) = 2CO2(g) + 3H2O(g) বিক্রিয়াটিতে x যৌগটির নাম কী?
✅ মিথেন
[খ] ইথেন
[গ] ইথানল
[ঘ] মিথানল
৩২১. অ্যালকেন অপূর্ণ দহনে নিচের কোনটি উৎপন্ন করে?
[ক] CO2(g)
✅ CO(g)
[গ] NO2(g)
[ঘ] SO2(g)
৩২২. আমেরিকার গাড়িতে পেট্রোলের সাথে শতকরা কত ভাগ ইথানল ব্যবহার করা হয়?
[ক] ৫%
[খ] ১৫%
✅ ১০%
[ঘ] ২৫%
৩২৩. সিলিন্ডারের রান্না কাজে ব্যবহৃত জ্বালানি কোনটি?
[ক] মিথেন
[খ] ইথেন
✅ বিউটেন
[ঘ] অকটেন
৩২৪. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
[ক] C2H4
[খ] C2H2
[গ] C3H6
✅ C4H10
৩২৫. উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কীসে রূপান্তরিত হয়?
[ক] মিথেন
[খ] ইথেন
[গ] তেল
✅ কয়লা
৩২৬. নিচের কোনটি ব্রোমিন দ্রবণের বর্ণকে বর্ণহীন করতে পারে?
[ক] C3H8
[খ] C3H8O
[গ] C3H6O
✅ C3H4
৩২৭. আইকোসেনের সংকেত কোনটি?
[ক] C16H34
✅ C20H42
[গ] C2H16
[ঘ] C9H20
৩২৮. নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ?
[ক] C3H8
✅ C6H6
[গ] C2H6
[ঘ] C2H5OH
৩২৯. X + 3H2 Ni, ১৮০°C→ Y; X যৌগটিতে কতটি দ্বিবন্ধন আছে?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৩৩০. পিঁপড়ার দেহে কোন এসিড থাকে?
✅ HCOOH
[খ] CH3COOH
[গ] CH3CH2COOH
[ঘ] CH3(CH3)2COOH
৩৩১. অ্যালকাইনের সাধারণ সংকেত?
✅ CnH2n - 2
[খ] CnH2n + 1
[গ] CnH2n
[ঘ] CnH2n+1
৩৩২. CO2 + H2 ২৫০°C-→ঘর
[ক] CO
[খ] H2O
✅ CH4
[ঘ] C2H4
৩৩৩. প্রাকৃতক গ্যাসে প্রোপেনের পরিমাণ কত?
[ক] ৩%
[খ] ৪%
[গ] ৫%
✅ ৬%
৩৩৪. কোনটি জলীয় KMnO4 এর গোলাপি বর্ণ বিনষ্ট করে?
✅ C4H8
[খ] C4H10
[গ] C5H12
[ঘ] C6H14
৩৩৫. কোনটি বদ্ধ শিকল যৌগ?
[ক] n-বিউটেন
[খ] আইসো বিউটেন
✅ সাইক্লো বিউটেন
[ঘ] n-প্রোপেন
৩৩৬. CO ও H2 ব্যবহার করে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়?
[ক] ১৫০°C
[খ] ২০০°C
✅ ২৫০°C
[ঘ] ৩০০°C
৩৩৭. সাইক্লোহেক্সেনের আণাবিক সংকেত কোনটি?
[ক] C6H6
[খ] C6H14
✅ C6H12
[ঘ] C4 = H10
৩৩৮. মিথেন ও Cl2 এর বিক্রিয়া সূর্যালোকে কয়টি ধাপে সম্পন্ন হয়?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
৩৩৯. পেট্রোলিয়ামের বর্ণ কিরূপ হয়?
[ক] কালো
[খ] বর্ণহীন
✅ কালো বাদামি
[ঘ] বাদামি
৩৪০. প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?
[ক] CH4
[খ] C2H6
✅ CO2
[ঘ] O2
৩৪১. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত?
✅ ৩%
[খ] ৪%
[গ] ৬%
[ঘ] ৭%
৩৪২. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
[ক] ৮০%
[খ] ৯৮. ৯৯%
গ৯৯. ৯৮%
✅ ৯৯. ৯৯%
৩৪৩. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাপথা থাকে?
[ক] ৯%
✅ ১০%
[গ] ১৫%
[ঘ] ২৬%
৩৪৪. নিচের কোনটি অ্যালকিন?
[ক] C6H14
[খ] C4H10
[গ] C4H7
✅ C6H12
৩৪৫. হাইড্রোকার্বনকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৩৪৬. অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
৩৪৭. ১, ২- ডাইব্রোমো ইথিনের সংকেত কোনটি?
[ক] CHBr = CHBr
✅ CH2Br = CH2Br
[গ] CHBr2 = CHBr2
[ঘ] CHB2r = CHB2r
৩৪৮. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
[ক] CH3-CH3
[খ] CH3-CH2-CH3
[গ] CH3-CH2-CH3-CH
✅ CH3-CH=CH2
৩৪৯. হেক্সাডেকেনের স্ফুটনাংক কত?
✅ ১৩৫°C
[খ] -১৬৪°C
[গ] - ৪২°C
[ঘ] ৩৬°C
৩৫০. অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার?
[ক] সম্পৃক্ত ও অসম্পৃক্ত
✅ মুক্ত শিকল ও বদ্ধ শিকল
[গ] সাইক্লিক ও নন সাইক্লিক
[ঘ] আবদ্ধ ও মুক্ত বন্ধন
৩৫১. বিউটেনের স্ফুটনাঙ্ক কত?
✅ - ১°C
[খ] ৩৬°C
[গ] - ৪২°C
[ঘ] ৬৯°C
৩৫২. ⌬ যৌগটি কী?
[ক] অ্যালকেন
✅ অ্যালিসাইক্লিক
[গ] অ্যারোমেটিক
[ঘ] হেটারোসাইক্লিক
৩৫৩. কোনটি টেফলনের মনোমার?
[ক] CH2 = CH - CH3
[খ] CH2 = CHCl2
✅ CF2 = CF2
[ঘ] CH2 = CH3
৩৫৪. কোনটি প্রাকৃতিক পলিমার?
[ক] স্টার্চ
✅ নাইলন
[গ] পলিস্টার
[ঘ] PVC
৩৫৫. কোন জাতীয় যৌগ পলিমার গঠন করে?
[ক] জৈব এসিড
✅ অ্যালকিন
[গ] অ্যালকেন
[ঘ] অ্যালকোহল
৩৫৬. পলিথিনের মনোমার কোনটি?
[ক] CH ≡ CH
✅ CH2 = CH2
[গ] CH2 = CH - CH3
[ঘ] CH4
৩৫৭. থার্মোসেটিং পলিমার কোনটি?
✅ বাকেলাইট
[খ] PVC
[গ] PVA -
[ঘ] পলিথিন
৩৫৮. ইথানলকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে কোনটি দ্বারা জারিত করে ইথানয়িক এসিড উৎপন্ন করা হয়?
[ক] অক্সিজেন
[খ] ম্যাঙ্গানাস এসিটেট
[গ] পটাসিয়াম সালফেট
✅ পটাসিয়াম ডাইক্রোমেট
৩৫৯. পরীক্ষাগারে কিসের উপস্থিতিতে ইথানয়িক এসিড উৎপন্ন হয়?
[ক] HCl
✅ H2SO4
[গ] NHO3
[ঘ] H2O
৩৬০. অ্যালকিন পানি বাষ্পের সাথে বিক্রিয়া বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করার সময় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
[ক] KMnO4
[খ] H2SO4
[গ] Ni
✅ H3PO4
৩৬১. টেরিলিন তৈরিতে ব্যবহৃত হয়-
i. ইথেন-১, ২ ডাইওল
ii. বেনজিন-১, ৪ ডাইকার্বক্সিলিক এসিড
iii. এডিপিক এসিড
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬২. R - CH = CH2 + HBr → R - CH2 - CH2B, বিক্রিয়াটিতে-
i. সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. R = H হলে বিক্রিয়ক হবে ইথিলিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৩. নিচের কোন যৌগটির উপস্থিতিতে ইথানল ইথিনে পরিণত হয়?
i. H2SO4
ii. Al2O3
iii. CH3COOH
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i ও ii
৩৬৪. জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো-
i. একটি চর্বি
ii. একটি তেল
iii. সয়াবিন তেল হতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৫. মার্জারিন-
i. একটি চর্বি
ii. একটি তেল
iii. সয়াবিন তেল হতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬৬. ইথিন হতে অ্যালকোহল তৈরি করতে ব্যবহার করা যাবে-
i. প্রভাবক হিসেবে H3PO4
ii. বিকারক হিসেবে HBr
iii. জলীয় NaOH
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৭. C18H38 এর তাপ জারণে উৎপন্ন হয়-
i. C8H16
ii. C20H40
iii. H2
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i ও iii
৩৬৮. Rx(𝑙) + KOH → A + Kx + H2O থেকে সরাসরি উৎপাদন সম্ভব-
i. এলকেন
ii. অ্যালকোহল
iii. ফ্যাটি এসিড
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬৯. C2H5OHX; → A12O3 বিক্রিয়াটিতে-
i. বিক্রিয়ক এক ধরনের অ্যালকোহল
ii. X যৌগটিতে অসম্পৃক্ততা রয়েছে
iii. পানি অপসারিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭০.
🔬 নিচের যৌগ দুটি লক্ষ কর এবং সঠিক উত্তর চিিহ্নত কর-
CH3 - CH = CH2CH3 - CH2- CH3
(A) (B)
i. উভয়ে মুক্ত শিকল হাইড্রোকার্বন
ii. A-সম্পৃক্ত হাইড্রোকার্বন
iii. B- অসম্পৃক্ত হাইড্রোকার্বন
নিচের কোনটি সঠিক?
✅ র
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৩৭১. H2C = CH2(g) + Br2(g) CCl4→ CH2Br - CH2Br
i. বিক্রিয়াটি অসম্পৃক্ততার পরীক্ষায় ব্যবহার করা হয়
ii. Br2 লাল বর্ণ দূরীভূত
iii. অ্যালকেন দেয় না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭২. জৈব যৌগ-
i.
ii. CH3 - (CH2)9 - CH = CH
iii. CO2
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের বিক্রিয়ার আলোকে ৩৭৩ ও ৩৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
CH3CH2OH H2SO4-→H2O H2C = CH2
৩৭৩. বিক্রিয়াটিতে H2SO4 কী হিসেবে কাজ করে?
[ক] প্রভাবক
✅ নিরুদক
[গ] বিজারক
[ঘ] বিরঞ্জক
৩৭৪. বিক্রিয়ায় উল্লিখিত-
i. X যৌগকে জারিত করলে CO2 পাওয়া যায়
ii. X জারিত হয়ে অ্যালডিহাইড দেয়
iii. Y হতে X পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের তথ্য থেকে ৩৭৫ ও ৩৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
CH2O স্থূল সংকেতবিশিষ্ট A যৌগের বাষ্প ঘনত্ব ৯০.
৩৭৫. A যৌগটির আণবিক সংকেত-।
✅ C6H12O6
[খ] C2H5OH
[গ] C2H2O4
[ঘ] C3H6O3
৩৭৬. উক্ত যৌগটিতে-।
i. কার্বনের পরিমাণ ৪০%
ii. যৌগটি পানিতে দ্রবণীয়
iii. কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের মোট পরমাণুর সংখ্যা ২৪টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
C12H26 ৫০০°C→ A12O3. CrO3C10H22 + A
🔬 উপরের উদ্দীপকের ভিত্তিতে ৩৭৭ - ৩৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
৩৭৭. A যৌগটির নাম কি?
[ক] ইথেন
[খ] মিথেন
[গ] প্রোপিন
✅ ইথিন
৩৭৮. A যৌগটি-
i. হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. অ্যালকিন
iii. সংযোজন বিক্রিয়ায় অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৯. A যৌগটি-
i. একটি অ্যালকোহল তৈরি সম্ভব
ii. হতে পলিথিন তৈরি করা হয়
iii. হতে প্লাস্টিক বোতল তৈরি করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের বিক্রিয়ার আলোকে ৩৮০ ও ৩৮১ নং প্রশ্নের উত্তর দাও :
CH2 = CH2 + H2 ১৮০° - 2০০°C----→ঘর CH3 - CH3
৩৮০. উপরের বিক্রিয়াটি কী ধরনের?
[ক] পলিমারকরণ
[খ] জারণ
[গ] পানিযোজন
✅ হাইড্রোজেনেশন
৩৮১. এ ধরনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়-
[ক] প্লাস্টিক
[খ] এস্টার
[গ] PVC
✅ মার্জারিন
🔬 নিচের বিক্রিয়ার আলোকে ৩৮২ ও ৩৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
CH3 - CH2OH + H2SO4 → X HBr-→ Y
৩৮২. X যৌগ থেকে কোন পলিমার পাওয়া যায়?
[ক] পলিভিনাইল ক্লোরাইড
[খ] পলিপ্রোপিন
[গ] টেফলন
✅ পলিথিন
৩৮৩. উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন-
i. Y যৌগ থেকে ইথানল প্রস্তুত করা সম্ভব
ii. X পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে
iii. X ইথাইন অপেক্ষা বেশি সক্রিয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের উদ্দীপকটি ৩৮৪ ও ৩৮৫ নং প্রশ্নের উত্তর দাও :
C3H7I + KOH(aq) X K2Cr2O7→ Y
৩৮৪. Y যৌগটির সংকেত কোনটি?
[ক] CH3COOH
[খ] C3H7COOH
✅ C2H5COOH
[ঘ] HCOOH
৩৮৫. 'X' যৌগটি-
i. পানীয় হিসেবে ব্যবহৃত হয়
ii. উন্নত দেশে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের উদ্দীপকটি পড় ৩৮৬ ও ৩৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
C12H26 Al2O3, ৫০০°C→Cr2O3
৩৮৬. A কী?
[ক] বিউটেন
[খ] প্রোপেন
[গ] ইথেন
✅ ইথিন
৩৮৭. A থেকে তৈরি করা সম্ভব-
i. ইথানল
ii. পলিথিন
iii. ইথিলিন গ্লাইকল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
"50X" সংকেতটির আলোকে ৩৮৮ ও ৩৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
৩৮৮. মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে?
[ক] ১৩
✅ ১৪
[গ] ১৫
[ঘ] ১৬
৩৮৯. মৌলটি-
i. একটি মুদ্রা ধাতু
ii. এর ধর্ম Si এর অনুরূপ
iii. এর আকার ১ এর চেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের বিক্রিয়াটি লক্ষ এবং ৩৯০ ও ৩৯১ নং প্রশ্নের উত্তর দাও :
H2C = CH2 + Br2 → CH2Br
৩৯০. উপরোক্ত বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির নাম কী?
[ক] ডাইব্রোমো ইথেন
[খ] ১, ১ ডাইব্রোমো ইথেন
✅ ১, ২ ডাইব্রোমো ইথেন
[ঘ] ২, ২ ডাইব্রোমো ইথেন
৩৯১. উক্ত বিক্রিয়ায়-
i. অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত হয়
ii. ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়
iii. গোলাপি বা বেগুনি বর্ণের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের যৌগ দুটি লক্ষ কর এবং ৩৯২ ও ৩৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
(A) CH3-CH2OH (B) CH3 -CH2 - CH3
৩৯২. B- যৌগটির স্ফুটনাংক কত?
[ক] ৭৮°C
[খ] -২৪°C
✅ -৪২°C
[ঘ] ৭২°C
৩৯৩. A- যৌগটির -
i. ভৌত অবস্থা তরল
ii. পানিতে দ্রবণীয়
iii. এটি অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
🔬 নিচের তথ্য থেকে ৩৯৪ ও ৩৯৫ নং প্রশ্নের উত্তর দাও :
nH2C = CH → (-CH2 - CH-)n
।।
X X
৩৯৪. উপরের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া?
[ক] সংযোজন
[খ] বিয়োজন
✅ পলিমাকরণ
[ঘ] জারণ
৩৯৫. বিক্রিয়াটিতে ব্যবহৃত বিক্রিয়ক অণুটিকে কী বলে?
✅ মনোমার
[খ] অ্যানোমার
[গ] পলিমার
[ঘ] অ্যান্টিমার
🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
৩৯৬. জীবাশ্ম জ্বালানি হলো-
i. কয়লা ও প্রাকৃতিক গ্যাস
ii. পেট্রোল ও ডিজেল
iii. বায়োগ্যাস ও বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
৩৯৭. CH4, C2H6, C3H8, C4H10 প্রভৃতি গ্যাস-
i. পেট্রোলিয়ামের উপরে জমা থাকে
ii. জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. কার্বন ও নাইট্রোজেনের যৌগ
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯৮. পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত হয়-
i. ১২১°C - ১৭০°C তাপমাত্রায় কেরোসিন
ii. ১৭১°C - 2৭০°C তাপমাত্রায় ডিজেল
iii. ৭১°C - ১২০°C তাপমাত্রায় ন্যাপথা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৯. পেট্রোলিয়ামের আংশিক পাতন কলামের ২৭১-৩40°C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথক হয়-
i. লুব্রিকেটিং অয়েল
ii. জ্বালানি তেল
iii. বিটুমিন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i ও iii
৪০০. (- M - n - M - n - M - n - ) গঠনে-
i. সাধারণত দ্বিবন্ধনবিশিষ্ট অ্যালকিন অণু মনোমার থাকতে পারে
ii. বিভিন্ন একযোজী মূলক যুক্ত থাকতে পারে
iii. কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০১. R - CH = CH2 + HBr → R - CH2 - CH2 - Br; বিক্রিয়াটিতে-
i. হ্যালোজেন সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. R = H হলে বিক্রিয়ক হবে ইথিন
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০২. গ্যাসহোল-
i. একটি জ্বালানি
ii. এস্টার শ্রেণির যৌগ
iii. পেট্রোলের সাথে ১০-২০% ইথানল যোগে তৈরি হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide
নিচের ছকটি লক্ষ কর এবং ৪০৩ - ৪০৫ নং প্রশ্নের উত্তর দাও :
পাতন তাপমাত্রাকার্বন সংখ্যাপেট্রোলিয়ামের উপাদান
১. ২১°C - ৭০°CC5 - C10গ্যাসোলিন
২. ৭১°C - ১২০°CC7 - C14X
৩. ১২১°C - ১৭০°C?কেরোসিন
৪০৩. উদ্দীপকের ১ম উপাদানটি-
i. পেট্রোল নামে পরিচিত
ii. প্রাইভেট কারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
iii. রাস্তা নির্মাণের কাজে লাগে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৪. ‘X’ উপাদানটির নাম কী হবে? (প্রয়োগ)
[ক] LPG
[খ] পেট্রোল
✅ ন্যাপথা
[ঘ] ডিজেল
৪০৫. ‘?’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
(অনুধাবন)
[ক] C5 - C10
[খ] C7 - C16
[গ] C9 - C16
✅ C11 - C16
🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং ৪০৬ ও ৪০৭ নং প্রশ্নের উত্তর দাও :
nH2C = CH2 ২০০°C--→১০০০atm[ - CH2 - CH2 -]n
৪০৬. উদ্দীপকের বিক্রিয়াটি কী ধরনের? (অনুধাবন)
[ক] সমানুকরণ
[খ] প্রশমন
[গ] জারY-বিজারণ
✅ পলিমারকরণ
৪০৭. উদ্দীপকের-
i. উৎপাদ পলিমারটি অ্যালকেন অণু
ii. মনোমার KMnO4 -কে বিবর্ণ করে
iii. পলিমারটি সহজেই কাটা যায়
নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং ৪০৮ ও ৪০৯ নং প্রশ্নের উত্তর দাও :
H2C = CH2(g) + H2O(g) H2 SO4 HgSO4→ Y(𝑙)
৪০৮. Y-কে জারিত করলে কী যৌগ উৎপন্ন হয়? (প্রয়োগ)
✅ জৈব এসিড
[খ] এস্টার
[গ] অ্যালকিন
[ঘ] অ্যালকোহল
৪০৯. ‘Y’ যৌগটি -
i. ২-কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড
ii. অ্যালকোহল থেকে তৈরি করা যায়
iii. অ্যালকেন থেকে সরাসরি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment